Posts

Showing posts from May 12, 2018

গয়না ও হিরে শিল্পকে আগের মতো দরাজ হাতে ঋণ দিতে রাজি নয় ব্যাঙ্কগুলি

Image
নীরব ছায়ায় টান পড়েছে আস্থায়। তাই কেন্দ্র চাইলেও এখনই গয়না ও হিরে শিল্পকে আগের মতো দরাজ হাতে ঋণ দিতে রাজি নয় ব্যাঙ্কগুলি। যদিও নীরব মোদীর নাম না করেও সাম্প্রতিক জালিয়াতির দায় ব্যাঙ্কের কাঁধেই চাপাচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব রীতা তেওটিয়া। শুক্রবার মুম্বইয়ে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের (জিজেইপিসি) অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর আর্জি, ঋণের অভাবে গয়না ও হিরে শিল্প যাতে সমস্যায় না পড়ে, তা দেখুক ব্যাঙ্কগুলি। রীতা তেওটিয়া বলেছেন, এই শিল্পের সঙ্গে বহু ছোট-মাঝারি সংস্থা জড়িয়ে। উঠে এসেছে বহু মানুষের জীবন ও জীবিকা জড়িত থাকার প্রসঙ্গও। কিন্তু এ সব সত্ত্বেও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদী কাণ্ডে গয়না শিল্পের প্রতি আস্থায় যে চিড় ধরেছে, তা স্পষ্ট স্টেট ব্যাঙ্কের এমডি দীনেশ কুমার খাঁড়ার কথাতেই।  সরাসরি ওই প্রসঙ্গ উল্লেখ না করেও তিনি বলেন, সেই চিড় জোড়া না লাগলে সমস্যা পুরোপুরি মেটা কঠিন। গয়না ও হিরে ব্যবসায়ীদের অবশ্য অভিযোগ, একটি মাত্র ঘটনার ভিত্তিতে পুরো শিল্পকে সন্দেহের চোখে দেখছে ব্যাঙ্কগুলি। অথচ তাদের অনুৎপাদক সম্পদে গয়না শিল্পের অংশ মাত্র ১%। আস্থা ফেরাতে য

মুখ্যমন্ত্রীর নির্দেশ, নির্দল সমর্থক খুনের ঘটনায় গ্রেফতার আরাবুল ইসলাম

Image
শুক্রবার ভাঙড়ে নির্দল প্রার্থীদের মিছিলে গুলি চলায় হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আরাবুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে নির্দল সমর্থক খুনে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বাড়ির পিছনের মাঠ থেকে মোবাইল ফোনের সূত্র ধরে আরাবুলকে গ্রেফতার করেছে বারুইপুর জেলা পুলিস। আরাবুলের এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। দু'জনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করেছে পুলিস। খোঁজ চলছে আরাবুলের ভাই খুদেরও। খুদে এই ঘটনায় মূল অভিযুক্ত। শুক্রবার ভাঙড়ে নির্দল প্রার্থীদের মিছিলে গুলি চলায় হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আরাবুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জি ২৪ঘণ্টার স্টুডিওয় সেকথা জানান তিনি। নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আরাবুল ইসলামের বাড়িতে পৌঁছে যায় পুলিস। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনও। কীভাবে এই ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে চেয়েছে কমিশন। এদিকে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মরদেহ নিয়ে মশাল জ্বেলে রাতে অবরোধ বিক্ষোভ শুরু করেন অনেকে। পুলিস

ভোট শুরু কর্নাটকে, ১৭ মে শপথ নেওয়ার দাবি ইয়েদুরাপ্পার

Image
পঞ্চায়েত ভোট নিয়ে পশ্চিমবঙ্গে যখন হানাহানি, উত্তেজনা, ঠিক সেই সময় শনিবার বিধানসভা ভোটের দিন উল্টো ছবি ধরা পড়ল কর্নাটকে। উন্মাদনা আছে, কিন্তু নেই উত্তেজনা। কে জিতবেন? কংগ্রেসের সিদ্দারামাইয়া নাকি বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। শিকারিপুর কেন্দ্রে সকাল সকাল ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ  করেছেন ইয়েদুররাপ্পা। তাঁর দাবি, কর্নাটকের ২২৪টা আসনের মধ্যে বিজেপি কমকরে ১৪৫-১৫০টা আসন পাবে। একই সঙ্গে তিনি ১৭ মে শপথ নেবেন বলেও ঘোষণা করে দিয়েছেন। ২২৪টা আসনের মধ্যে এ দিন কর্নাটকে ভোট হচ্ছে ২২২টি আসনে। প্রার্থীর সংখ্যা প্রায় ২৬০০। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট নেওয়ার কাজ। চলবে সন্ধে ছ'টা পর্যন্ত। বিজেপি প্রার্থীর মৃত্যুর জন্য একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। অন্যদিকে জাল ভোটার কার্ড নিয়ে অভিযোগের জেরে আর আর নগর কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। আর আর নগর কেন্দ্র ভোট নেওয়া হবে ২৮ মে। গণনা ৩১ মে। কর্নাটকের অন্যান্য কেন্দ্রে ফল জানা যাবে ১৫ মে। ভোটের আগে বিভিন্ন সমীক্ষায় যা ইঙ্গিত মিলেছে, তাতে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোরদার টক্করের সম্ভাবনা রয়েছে। কর্নাটক সহ মাত্র চার রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, ফল

নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ, ধরা পড়ে আত্মহত্যার চেষ্টা জামাইবাবুর

Image
দিদির বাড়িতে ঘুরতে এসে ধর্ষণের শিকার হল নাবালিকা। অভিযুক্ত সম্পর্কে বছর সাতেকের ওই বালিকারই জামাইবাবু। কুকীর্তি ফাঁস হতে বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করে সে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার এক গ্রামে।  পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে আসে শুক্রবার সকালে, থানায় ডায়েরি হওয়ার পর। ওই নাবালিকার পরিবার লিখিত ভাবে ধর্ষণের অভিযোগ এনেছে। থানায় লিখিত অভিযোগে জানানো হয়, নিগৃহীত নাবালিকা দিদির বাড়িতে ঘুরতে এসেছিল। বৃহস্পতিবার রাতে জামাইবাবু তাকে সঙ্গে নিয়ে বেরোয়। বদ উদ্দেশ্য যে ছিল, কেউই তা বুঝতে পারেনি। দুষ্কর্ম করে শ্যালিকা সঙ্গে নিয়েই সে বাড়ি ফেরে।  কীর্তিকলাপ ফাঁস হতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বছর সাতাশের ওই যুবক। তাকে চিকিত্‍‌সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযক্তকে জেরা করা যায়নি।

Panchayat Election 2018: সুরক্ষার ভার এ বার প্রাক্তন মাওবাদীদেরও

Image
এক সময় তাঁরা ভোটে বিশ্বাসী ছিলেন না৷ নির্বাচন এলেই তাঁরা ভোট বয়কটের ডাক দিতেন৷ সামান্য সুযোগ পেলেই ভোট বানচালের জন্য চেষ্টার কোনও কসুর করতেন না৷ সময়ের পরিবর্তনে তাঁরাই এ বার পঞ্চায়েত ভোটে মানুষের ভোটাধিকার রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন৷ পুলিশ সূত্রের খবর, এই প্রথম স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত প্রাক্তন মাওবাদীদের ভোটের কাজে নিযুক্ত করা হবে৷ পঞ্চায়েত ভোটের দিন জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দেবেন তাঁরা৷ ভোটের ডিউটির জন্য স্পেশ্যাল হোমগার্ডরা ইডি ভোট নেওয়ার কাজও শেষ হয়েছে৷  পুলিশের বড়কর্তারা জানাচ্ছেন, বাহিনীর অভাব মেটাতেই স্পেশ্যাল হোমগার্ডদের ভোটের কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে৷ তবে তাঁদের অতীতের কথা মাথায় রেখে ভোটগ্রহণ কেন্দ্রে তাঁদের মোতায়েন করা হবে না৷ মূলত এলাকা পাহারা দেওয়ার জন্য টহলদারি পুলিশ ভ্যানে তাঁদের বসিয়ে রাখা থাকবে৷ কয়েকজন থাকবেন থানায়৷ রাস্তায় চেকিংয়ের কাজে পুলিশকে সাহায্য করবেন স্পেশ্যাল হোমগার্ডরা৷ জঙ্গলমহলে আত্মসমর্পণকারী মাওবাদী জঙ্গিদের অধিকাংশই এখন স্পেশ্যাল হোমগার্ডের চাকরি করছেন৷ তাঁরা রোজ ৪২৭ টাকা পারিশ্রমিক পান৷ তা ছাড়া পরিব

মহাকাশে গেল বাংলাদেশের প্রথম বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু - ১

Image
স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পর প্রথম বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ পেল বাংলাদেশ। শুক্রবার রাত পৌনে ২টো নাগাদ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ফ্যালকন ৯ রকেটে চড়ে ভূসমলয় কক্ষে পৌঁছল বঙ্গবন্ধু - ১ উপগ্রহ। বাংলাদেশি প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অধিকাংশই এসেছে আন্তর্জাতিক ঋণ থেকে।  স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পর প্রথম বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ পেল বাংলাদেশ। শুক্রবার রাত পৌনে ২টো নাগাদ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ফ্যালকন ৯ রকেটে চড়ে ভূসমলয় কক্ষে পৌঁছল বঙ্গবন্ধু - ১ উপগ্রহ। বাংলাদেশি প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অধিকাংশই এসেছে আন্তর্জাতিক ঋণ থেকে।  বাংলাদেশ টেলিকমিউনিকেশন রগুলেটরি কমিশনের নিয়ন্ত্রণাধীন এই উপগ্রহ সেদেশে দূরসঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল করবে বলে মনে করা হচ্ছে। প্রায় ১৫ বছর কার্যক্ষম থাকবে কৃক্রিম উপগ্রহটি।  এতদিন বিশ্বের বিভিন্ন দেশের কৃত্রিম উপগ্রহ ভাড়ায় ব্যবহার করত বাংলাদেশ। এদিনের উত্ক্ষেপণ এই নির্ভরশীলতা কাটানোর দিকে একটি ধাপ বলে মনে করা হচ্ছে। বঙ্গবন্ধু -১ এর সফল উত্ক্ষেপণ উপলক্ষে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত

মঙ্গলে মিনি-হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা নাসার

Image
টাম্পা: এবার মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র। লালগ্রহের ব্যাপারে অনুসন্ধান আরও জোরদার করতে আগামী ২০২০-র মধ্যে ড্রোনের মতো মানবহীন চপারের ক্ষুদ্র সংস্করণ সেখানে পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এই মিনি হেলিকপ্টারের নাম হবে দ্য মার্স হেলিকপ্টার। এর ওজন চার পাউন্ডে অর্থাত ১.৮ কিলোগ্রামেরও কম। এর মূল অংশটির আকার একটা সফট বলের মতো। মার্স ২০২০ রোভারের সঙ্গেই এই মিনি হেলিপক্টারটি জুড়ে দেওয়া হবে। মার্স ২০২০ রোভার একটি চাকাযুক্ত রোবট। এর লক্ষ্য মঙ্গলের পরিবেশের বসবাসযোগ্যতা এবং প্রাচীন প্রাণের অনুসন্ধানের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ খুঁজে দেখা। সেই সঙ্গে ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলি সম্পর্কেও তথ্য সংগ্রহ। নাসার প্রশাসক ডিম ব্রিন্ডেনস্টাইন এক বিবৃতিতে বলেছেন, নাসার ইতিহাস গর্বের বিষয়। মহাকাশ গবেষণায় এমন অনেক কিছু করেছে, যা আগে কখনও হয়নি। মঙ্গলে এর আগে কোনও দেশই হেলিকপ্টার পাঠায়নি। অন্য একটি গ্রহের আকাশে হেলিকপ্টার ওড়ার ধারণাটি চমত্কার।

‘কাউন্টারে চিকেন থেকে বাজে গন্ধ বেরোচ্ছিল, ওঁরা বলছেন, ওগুলো সাজিয়ে রাখার জন্য’

Image
নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগে ক্ষোভ উগরে দিচ্ছেন ক্রেতা। শুক্রবার যার জেরে ফাঁকা হয়ে গেল একটি শপিং মলের ফুড কোর্ট। ভাগাড়-কাণ্ডের জেরে এ দিন খাদ্য অভিযানে নেমেছিল দক্ষিণ দমদম পুরসভা। নয়াপট্টির চিংড়ি প্রক্রিয়াকরণ ইউনিট ঘুরে একটি শপিং মলের ফুড কোর্টে যান পুরপ্রধান এবং চেয়ারম্যান পারিষদেরা। সেখানে দেখা যায়, নামী রেস্তরাঁর পিৎজা থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে। মল সংলগ্ন এক আবাসনের বাসিন্দা অনিন্দিতা মুখোপাধ্যায় পুর প্রতিনিধিদলকে জানান, ওই পিৎজার রুটি পুরনো হয়ে শক্ত হয়ে গিয়েছে। পিৎজা কাউন্টারে গিয়ে অনিন্দিতা বলেন, ''আপনারা কি মানুষ? এটা দিলে নিজেরা খাবেন তো?'' ওই মহিলার এ কথা শোনার পরেই বাকি গ্রাহকেরা ফুড কোর্ট খালি করে চলে যান। পরে অনিন্দিতা বলেন, ''আমরা চাকরিজীবী। দায়ে পড়ে সাতসকালে রেস্তরাঁয় খেতে এসেছি। এতগুলো টাকা নিয়ে এরা কি রসিকতা করছে?'' পুরপ্রধান জানান, ফুড কোর্টে সব ক'টি কাউন্টারের রান্নাঘরেরই অবস্থা শোচনীয়। তাঁর কথায়, ''বাড়িতে ফ্রিজে খাবার রাখলেও আলাদা পাত্রে রাখা হয়। এখানে একটা পাত্রের মধ্যে ঠাসাঠাসি করে সব রাখা। একটি কাউন্টারে

শৌচাগারে ছাত্রীর ঝুলন্ত দেহ, নার্সিং ছাত্রীর অপমৃত্যুতে তাণ্ডব

Image
কোনও রোগীর মৃত্যু নয়। কলেজের হস্টেলে এক নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়াল পিয়ারলেস হাসপাতাল চত্বরে। দু'দিন ধরে বিক্ষোভ হল দফায় দফায়। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, ওই কলেজ আপাতত বন্ধ রাখার কথা ভাবছেন হাসপাতাল-কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে হস্টেলের শৌচাগার থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পরে এক দফা বিক্ষোভ হয়। শুক্রবার সকালে ফের শুরু হয় বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভের পরে হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজের অধ্যক্ষের ঘর ভাঙচুর করা হয়। হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি চিকিৎসকদেরও। সমস্যায় পড়েন রোগীদের দেখতে আসা আত্মীয়েরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানায়, মৃত ছাত্রীর নাম রিঙ্কি ঘোষ (২১)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বৃহস্পতিবার রাতে নার্সেস হস্টেলের শৌচাগারে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল রিঙ্কির দেহ। তাঁর অপমৃত্যুতে উত্তেজিত হয়ে ওঠেন হস্টেলের আবাসিকেরা। রক্ষীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। খবর সংগ্রহে গিয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। তৃতীয় বর্ষে অভ্যন্তরীণ পরীক্

বাংলার গণতন্ত্রের মুখটা ঠিক হাফিজুলের মতো

Image
দশচক্রে অমৃত সম্ভবত গরল হয়ে ওঠে। বাংলার মাটিতে অহরহ তার প্রমাণ মিলছে গত প্রায় এক মাস ধরে। নাগরিক সমাজকে মুক্ত-স্বাধীন-অবারিত পরিসর দেওয়ার জন্য যে পঞ্চায়েতের ভাবনা, সেই পঞ্চায়েত কালক্রমে বদলে গেল বিভীষিকায়। মুক্তি বা স্বাধীনতার হাতিয়ার নয়, নির্লজ্জ জবরদখলের নামান্তর হয়ে দাঁড়াল পঞ্চায়েত যেন। আর সেই জবরদখলের শিকার হয়ে পড়লেন হাফিজুল মোল্লা। ভাঙড়ের মাটি রক্তে ভিজে গেল। পঞ্চায়েত ফের রক্তস্নান করল। রাজনীতির রথী-মহারথীদের জন্য পঞ্চায়েত নির্বাচন নয়। শুধু রাজনীতির কথাই বা কেন বলব, সামাজিক রথী-মহারথীদের জন্যও খুব একটা জরুরি বোধ হয় নয় পঞ্চায়েতের মতো স্থানীয় স্তরের ব্যবস্থাপনা সংস্থা। রামা কৈবর্ত বা রহিম আলির মতো নিতান্ত সাধারণ যে জনগোষ্ঠী আমাদের জনসংখ্যার সুবৃহৎ অংশ জুড়ে রয়েছে, পঞ্চায়েতের মতো সংস্থার উপর দৈনন্দিন নির্ভরতা সেই জনগোষ্ঠীরই। কিন্তু তা বলে কি এই নির্বাচনকে 'অবহেলা' করতে পারেন মহারথী রাজনীতিকরা! একেবারেই পারেন না। জনসংখ্যার সিংহভাগ‌ তো এই পঞ্চায়েত-নির্ভরদের নিয়েই। পঞ্চায়েতগুলো নিঃশেষে দখল করতে না পারলে এই সিংহভাগের উপরে ছড়ি ঘোরানোর সুযোগ কোথায়? ছড়ি ঘোরানোর সুযোগ না থাকলে এ

ভোটার সমীক্ষায় অনেক এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি

Image
জেলা পরিষদের মোট ৮২৫ টি আসনের মধ্যে ২০৪ টিতে আপাতত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। যদিও আদালতের নির্দেশে এখনই সেই ফল ঘোষণা করা যাবে না। বাকি যে ৬২১টিতে সোমবার ভোট হবে তারও ৩৭৫ টিতেই জিততে চলেছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবিপি আনন্দ- সি ভোটার-এর সর্বশেষ জনমত সমীক্ষায় এই সম্ভাবনা সামনে এসেছে। প্রধান বিরোধী হিসাবে বিজেপি ৬২১টির মধ্যে পেতে পারে ১৭৬ টি আসন, বাম ৫৯, কংগ্রেস ৯ এবং অন্যান্যরা ২টি। সমীক্ষা আরও বলছে, যদি সব আসনেই লড়াই হত তাহলেও এই প্রবণতা বদলাত না। সেক্ষেত্রে মোট ৮২৫ আসনের মধ্যে তৃণমূল পেত ৫২০, বিজেপি ১৮৭, বাম ৮৪ এবং কংগ্রেস ৩৩। এইধরনের জনমত সমীক্ষা একটি নির্দিষ্ট সময়কালে নমুনা ভোটারদের মতামতের ভিত্তিতে করা হয়ে থাকে। সবসময় যে তা প্রকৃত ফলের সঙ্গে মিলে যায়, এমন নয়। সমীক্ষা ও বাস্তবে বিস্তর ফারাকও হয়ে যায়। তবে সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত হিসাবে এই পদ্ধতি সাধারণভাবে স্বীকৃত। শাসক এবং বিরোধী কোনওপক্ষই এই সমীক্ষা সম্পর্কে মতামত দিতে চাননি। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, যদি ধরে নেওয়া যায় সমীক্ষার ফল বাস্তবের সঙ্গে মিলে যাবে, তাহলে বিপুল 'জয়' নিশ্চিত জেনেও মনোনয়নপর্ব