Posts

Showing posts from September 8, 2018

একসঙ্গে ৭৫ জনকে মৃত্যুদণ্ড দিল মিশর, নিন্দায় সরব বিশ্ব

Image
২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহামেদ মোরসির উৎখাতের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর শাস্তি হিসাবে ৭৫ জনকে মৃত্যুদণ্ড দিল মিশর সরকার। এ ছাড়া কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ৪৭ জন মুসলিম ব্রাদারহুড সমর্থককে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে আছেন মিশরের বেশ কয়েক জন মুসলিম ধর্মীয় নেতাও। এর তীব্র প্রতিবাদ করেছে অ্যামনেস্টি-সহ সারা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলি। ২০১২ সালে দেশব্যাপী গণ আন্দোলনের পর মিশরের প্রেসিডেন্ট পদ থেকে সরে গিয়েছিলেন হোসনি মুবারক। সামনে থেকে সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল মুসলিম ব্রাদারহুড। তারই ফল, ক্ষমতায় এসেছিলেন মিশরের সর্বপ্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মোরসি। কিন্তু এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেননি মোরসি। ২০১৩-র অগস্টেইসেনা অভ্যুত্থানের মাধ্যমে মোরসিকে উৎখাত করেছিলেন আবেদল ফাতাহ আল সিসি। মোরসিকে সরিয়ে নিজেই প্রেসিডেন্ট হয়ে বসেন এই সামরিক জেনারেল। তার প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমেছিলেন মুসলিম ব্রাদারহুড সমর্থকেরা। সেনা নামিয়ে সেই আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল। বেআইনি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল মুসলিম ব্রাদারহুডকে। সরকারি কোনও হিসেব পাওয়া না গেল

বনধের দিন গাড়ি ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

Image
বন্‌ধের দিন এ রাজ্যে গাড়ি ভাঙচুর হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। শুধু থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি বা এফআইআর করতে হবে। পরে সেই নথি নিয়ে পরিবহণ দফতরে জমা দিলেই ক্ষতিপূরণ মিলবে। তা-ও আবার ৭২ ঘণ্টার মধ্যে। আগামী ১০ সেপ্টেম্বর পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বন্‌ধ ডেকেছে কংগ্রেস। একই ইস্যুতে ওই দিনই হরতালের ডাক দিয়েছে বামেরাও। ওই দিন পূর্ণ শক্তি নিয়েই পথে নামছে বামেরা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে কংগ্রেসেও তৈরি।ওই দিনই পথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তৃণমূলও। কিন্তু বন্‌ধের পক্ষে নয় তারা। তাই রাজ্যবাসীকে বন্‌ধের বিরোধিতা করে পথে নামার অনুরোধও করা হয়েছে।এমন পরিস্থিতিতে ঝামেলার আশঙ্কাও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পরিবহণ দফতর জানিয়েছে, বন্‌ধের দিন কারও গাড়িতে ভাঙচুর হলে, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে থানায় অভিযোগ জানাতে হবে। পরে দক্ষিণ কলকাতার কসবায় পরিবহণ ভবনে গিয়ে সেই নথি দেখাতে হবে। সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। জানিয়ে দেওয়া হয়েছে, ১০ তারিখ

লিফট দেওয়ার নামে মহিলাকে গণধর্ষণ

Image
শাহজাহানপুর (উত্তরপ্রদেশ) : এক যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠল। ২৭ অগাস্ট বাড়ি ফেরার পথে গণধর্ষণ করা হয় ওই যুবতিকে। ঘটনাটি ঘটে শাহজাহানপুরে। পুলিশ সুপার জানিয়েছেন, ওই যুবতি বাড়ি ফিরছিলেন। সীতাপুরগামী কোনও বাস পাননি। সেসময় ওই এলাকা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। লিফট চান। চালক গাড়ি দাঁড় করায়। তিনি ওঠেন। একটি কোল্ড স্টোরেজের সামনে তিন যুবককে তাঁকে গণধর্ষণ করে। গতকাল তিনি পুলিশের কাছে FIR দায়ের করেন।  পুলিশ সুপার জানিয়েছেন, যুবতিকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

কী করে বুঝবেন আপনার জিও অ্যাকাউন্টে ২ জিবি অফার এল কিনা জানেন

Image
নয়াদিল্লি : জিও-র ২ জিবি ডেটার অফারের কথা শুনেছেন ৷ কিন্তু কী করে পাবেন বুঝতে পারছেন না ৷ কারণ আপনার মাই জিও অ্যাপে ঢুকলে আপনি কোনওরকমের তথ্য দেখতেও পাচ্ছেন না ৷ আসলে আপনাকে প্রথমেই যেটা দেখতে হবে আপনার মাই জিও অ্যাপটি আপডেটেড ভার্সন আছে কিনা ৷ যদি না থাকে তাহলে প্রথমেই সেটা করে নিতে হবে ৷ তারপর যদি আপনি আপনার মাই জিও অ্যাকাউন্টে চেক করেন সেখানে ইনফরমেশন পেয়ে যাবেন ৷ আপনি যদি আপডেটেড না থাকেন তাহলে কিন্তু চোখের নিমেষে এই স্পেশাল পাঁচদিনের অফার বেরিয়ে যাবে ৷ এদিকে একদিন আগেই ভারতে দু'বছর পূরণ করে ফেলল রিলায়েন্স জিও ৷ নিজেদের ২ বছরের স্পেশাল সেলিব্রেশনে গ্রাহকদের বিশেষ অফার দিচ্ছে ৷ এর জন্য প্রত্যেক গ্রাহক  প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ৷ এই অফার পাওয়া যাবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ৷ আরও অএকটি সংবাদ সংস্থার সূত্র অনুযায়ি জিও সেপ্টেম্বর ও অক্টোবরে ৮ জিবি ডেটা দেবে ৷ এখন থেকে প্রত্যেকের জিও অ্যাকাউন্টে ২ জিবি ডেটা পাওয়া যাবে ৷ যারা জিও -র অ্যাকটিভ গ্রাহক তারা নিজেদের মাই জিও অ্যাপে গিয়ে এই ডেটা চেক করতে পারবেন ৷ জিও-র সেলিব্রেশন প্যাকে ৫ দিনের জন্য এই ২ জিবি করে ডেটা পাও

মাছ থেকে মরফিন ভাইরাস ছড়াচ্ছে রাজ্যে, জেনে নিন আসল খবর

Image
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ছড়াল খবর। মরফিন ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজ্যে। মাছ থেকেই ছড়াচ্ছে সেই ভাইরাস। এমন মেসেজ অনেকের হোয়াটসঅ্যাপেই এসে পৌঁছেছে। এটা আসলে ভুয়ো খবর বলে জানাল সিআইডি। এই খবর ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। সিআইডি কর্তারা জানিয়েছেন, একটি হোয়াটস্যাপ গ্রুপ কে ব্যবহার করে তিন যুবক মাছ থেকে ভয়ানক রোগ ছড়ানোর খবরটি প্রচার করে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরটি ছড়াতেই মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।   ডিআইজি সিআইডি অপারেশন নিশাদ পারভেজ জানান," এই খবর উদ্দেশ্যপ্রনোদিতভাবে ছড়ানো হচ্ছে বলে আমরা অনুমান করি। তদন্তে নেমে আমরা জানতে পারি বনগাঁ এলাকার একটি সোশ্যাল মিডিয়ার গ্রুপের মাধ্যমে খবরটি ছড়ানো হচ্ছে।" তিনি আরও বলেন,"মেসেজটিতে লেখা ছিল বনগাঁয় মরফিন ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।"এমনকি মেসেজটিতে দাবি করা হয় এই ভাইরাস লোকাল ইছামতি নদীর মাছের মাধ্যমে ছড়াচ্ছে। মেজেজ এর সত্যতা প্রমাণ করতে অভিযুক্তরা এক ডাক্তারের মন্তব্যও উল্লেখ করা হয়। আতঙ্কের সৃষ্টি করার জন্য এই কথাও উল্লেখ করা

কলকাতার চারটি ব্রিজে বন্ধ হল পণ্য়বাহী যান চলাচল

Image
কলকাতা: অরবিন্দ, বেলগাছিয়া, টালিগঞ্জ সার্কুলার, বিজন সেতুতে পণ্য়বাহী যান চলাচল নিষিদ্ধ করল কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার শনিবার একথা জানান নবান্নে৷ তিনি বলেন, শহরের বিভিন্ন রাস্তায় ২০চাকার যে বড় বড় ট্রাকগুলি আটকে রয়েছে সেগুলিকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ৷ কলকাতা বন্দরের কাজে যাতে কোনও অসুবিধা না হয়, তা পুলিশ দেখবে৷ তবে পরিস্থিতির কথা বিচার করে ওই চার সেতুতে পণ্য়বাহী যান চলাচল বন্ধ করা হল৷ ছোট মালবাহী গাড়ির গতিবিধিও স্তব্ধ করা হল, ওই ব্রিজে এই গাড়িগুলিকেও উঠতে দেওয়া হবে না৷ বিস্তারিত আসছে…

রহস্যজনকভাবে নিখোঁজ এইচডিএফসি-র ভাইস চেয়ারম্যান ! উদ্ধার রক্তমাখা গাড়ি

Image
৬০ ঘন্টা পরেও খোঁজ মিলল না এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ কিরণ সিংভির। মুম্বইয়ের কমলা মিলসের অফিস থেকে বাড়ি ফেরার সময় বুধবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তিনি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় নভি মুম্বইয়ে পাওয়া গিয়েছে। গাড়ির আসনের ওপর মিলেছে রক্তের দাগ। স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে মালাবার হিলসে থাকতেন এইচডিএসফি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ কিরণ সিংভি। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তাঁর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পরের দিন নভি মুম্বইয়ে পাওয়া যায়। পুলিশের তরফে মুম্বইয়ের এনএম যোশী মার্গ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের প্রাথমিক অনুমান সিদ্ধার্থ কিরণ সিংভিকে অপহরণ করা হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে যেমন স্বাভাবিক সময়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনই সন্ধে সাড়ে সাতটা অফিস থেকেও বেরোন বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক ও এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি পায়ে হেঁটে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু কমলা মিলস এলাকা থেকে গাড়ি নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়নি। পুল

বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান কলকাতার কাছেই!

Image
উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। গত পাঁচবছর ধরে হাবড়া-অশোকনগর এলাকায় প্রাকৃতিক গ্যাসের খোঁজ চালাচ্ছিল এএনজিসি। সেখানে এবার সত্যিই সাফল্য মিলেছে। টুইটারে সেকথা উল্লেখও করা হয়েছে ওএনজিসির তরফে। শুধু তাই নয়, ওএনজিসির পরবর্তী চার বছরের ম্যাপে অশোকনগরের কথা উল্লেখও করা হয়েছে। গত কয়েক দশকের গবেষণায় দেখা গিয়েছে, সুন্দরবন সংলগ্ন দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। দু-এক জায়গায় এর আগেই অনুসন্ধান চালানো হয়েছিল। কিন্তু মজুত গ্যাসের পরিমাণের সঙ্গে গ্যাস উত্তোলনে খরচ এবং জমি অধিগ্রহণের খরচ না মেলায় বাতিল করে দেওয়া হয়। এরপরেও গত কয়েকবছর ধরে হাবড়া-অশোকনগর এলাকায় খোঁজ চালায় ওএনজিসি। গত কয়েকমাস ধরে অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে বাইগাছিতে চলছে অনুসন্ধান। এরজন্য এলাকার কয়েক একর কৃষিজমি অধিগ্রহণও করে ওএনজিসি। এতেই সাফল্য এসেছে বলে টুইটে জানিয়েছে ওএনজিসি। ওএনজিসির বিভাগীয় প্রধান ( অন্বেষণ দপ্তর) অজয় কুমার দৌভেদি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তিনি বলেছেন , অশোকনগরের নি

কুকুরের বদলি হিসাবে সেনায় যোগ দিল একদল বেজি

Image
যে কোনও রকমের বিস্ফোরক খুঁজে বের করতে কুকুরের জুড়ি মেলা ভার। পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, দুই জায়গাতেই সমান দক্ষতায় কাজ করে চলেছে অসংখ্য স্নিফার ডগ। কুকুরের পরিবর্ত হিসাবে আর কোনও প্রাণীকে সেভাবে এই কাজে পারদর্শীতা দেখাতে সচরাচর দেখা যায় না। কিন্তু যদি বলা হয়, এবার থেকে কুকুরের বদলি হিসাবে কাজ করবে বেজি! শুনলে চমকে উঠতে হয় বটে! তবে ঘটনাটা একদম সত্যি। বিশ্বে প্রথম কোনও দেশের সেনাবাহিনীতে এবার কুকুরের বদলি হিসাবে বিস্ফোরক উদ্ধারের কাজে ব্যবহার করা হবে বেজিকে। এমন আজব একখানা কাণ্ড করছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। শ্রীলঙ্কার সেনাবাহিনী এবার একদল বেজিকে নিয়োগ করেছে। শিকারি প্রানী হিসেবে বেজি বা নেউলের এমনিতেই সুনাম আছে। বিষাক্ত কোনও সাপ মারার জন্যও এই প্রাণীরা সুপরিচিত। শ্রীলঙ্কার সেনা কর্তারা বলছেন, ''মাইন এবং বিস্ফোরক খোঁজার কাজেও পারদর্শী বেজি। এদের ঘ্রানশক্তি কুকুরের থেকে কোনও অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে বেজি কিন্তু কুকুরকেও টেক্কা দিতে পারে। আর এটা প্রমাণিত।'' লঙ্কান সামরিক বাহিনীতে আপাতত দু'টি বেজিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। বিভিন্ন রকম বিস্ফোরকের গন্ধ

মেয়ের মুখের খাবার কেড়ে ফেলে দিত বাবা! প্রতিবাদ করায় মাকে খুন

Image
গৃহবধূকে মারধর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বজবজের সামপুরের বাসিন্দা শান্তনু দাসের সঙ্গে বছর সাতেক আগে বিয়ে হয় ওরিয়েন্টাল মোড়ের বাসিন্দা শম্পা দাসের। পেশায় কাঠমিস্ত্রি শান্তনুর সঙ্গে বিয়ের পর প্রথম প্রথম বেশ সুখেই কাটে শম্পার। বিয়ের বছরখানেকের মধ্যে দম্পতির এক কন্যাসন্তানও হয়। কিন্তু তারপরই সুখের সংসারে অসুখ দেখা দেয়। বাসা বাঁধে ঘুণপোকা। শম্পার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, সন্তান হওয়ার পর থেকেই টাকার জন্য শম্পার উপর অত্যাচার শুরু করে  শান্তনু ও তাঁর বাবা-মা। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে শম্পাকে। পাশাপাশি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে শান্তনু। মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রথম প্রথম সব অত্যাচার মুখ বুজে সহ্য করতে থাকে শম্পা। কিন্তু দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। বাপের বাড়ি থেকে শম্পার এনে দেওয়া টাকা জুয়া, মদের নেশায় উড়িয়ে দিতে থাকে শান্তনু। শুধু তাই নয়, স্ত্রী শম্পা এবং মেয়েকে খেতেও দিত না শা

রাজ্য সরকারের কাছে বাড়ি চাইলেন স্বপ্না বর্মন

Image
রাজ্য সরকারের তরফে তাঁকে দশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্বপ্না বর্মন তা নিয়ে কোনও কথা বলছেন না। তবে চারপাশে কথা উঠছে, এত বড় সাফল্যের নিরিখে দশ লক্ষ টাকা নিমিত্ত মাত্র। যেখানে এশিয়ান গেমসে আরেক পদকজয়ী দ্যুতি চাঁদকে ওড়িশা সরকারের তরফে তিন কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। হরিয়ানা সরকারও পদকজয়ীদের জন্য তিন কোটি টাকার আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছে। সেখানে স্বপ্না বর্মন হেপ্টাথলনে সোনা জিতে পাবেন মাত্র দশ লাখ টাকা। স্বপ্না বলছেন, ''এই নিয়ে আমি কিছু বলব না। সরকারের তরফে আমাকে ও ভাইকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। দেখা যাক! আমার কাছে অন্য অনেক জায়গা থেকে চাকরির প্রস্তাব রয়েছে। কোন প্রস্তাবে সায় দেব সেটা ভেবে দেখার ব্যাপার। অর্থাত্ সরকারের দেওয়া চাকরি তিনি নেবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে রাজ্য সরকারের কাছে স্বপ্না আরও একটা আবদার রাখলেন।'' স্বপ্না বলছিলেন, ''সল্ট লেকের সাই কমপ্লেক্সের বাইরে আমাকে একটা বাড়ি দেওয়া হলে ভাল হয়। আসলে আমি এখন সাইতে থাকি। এখন আমার পারফরম্যান্স ভাল তাই সাই-তে আমাকে থাকতে দেওয়া হয়। কিন্তু কখন

জামাইবাবুর সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা, গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল কিশোরীর

Image
বেআইনিভাবে হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল কিশোরীর। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের। জামাইবাবুর সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনার পর থেকে পলাতক হাতুড়ে। সেই হাতুড়ে আবার বুনিয়াদপুর পুরসভারই কাউন্সিলর।  পরিবারের তরফে জানানো হয়েছে, জামাইবাবুর সাথে শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হয় ১৪ বছরের ওই কিশোরী। সাত মাসের গর্ভবতী ছিল সে। শুক্রবার খোকন বিশ্বাস নামে এক হাতুড়ের কাছে গর্ভপাত করাতে আসে কিশোরী। গর্ভপাত করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিস পৌঁছে কিশোরীর দেহ উদ্ধার করে।  মৃত কিশোরী বংশীহারি থানা এলাকার জামাল মোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সিহল হাই স্কুলে নবম শ্রেণিতে পড়ত সে। সম্প্রতি তার গর্ভবতী হওয়ার কথা জানতে পারে বাড়ির লোক। শুক্রবার সন্ধ্যায় বুনিয়াদপুরের হাতুড়ে খোকন বিশ্বাসের পলি ক্লিনিকে তাকে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে গর্ভপাতের সময় মৃত্যু হয় কিশোরীর। হাতুড়ে খোকন বিশ্বাস বুনিয়াদপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে এর আগেও বেআইনি গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এমনকী, ওই পলিক্লিনি

পুরুলিয়াতে মাংস খেয়ে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু

Image
পুরুলিয়া: একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়াতে। মৃতরা হল রঞ্জিত গোপ (১১), রুম্পা গোপ (১৩) ও বিকাশ গোপ (৩২)। রুম্পা ও রঞ্জিত সম্পর্কে ভাইবোন। অন্যদিকে, মৃত বিকাশবাবু তাদের জামাইবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরে এদের মৃত্যু হয়েছে। এদিকে গোপ পরিবারের বাকি তিন সদস্য গুরুতর অসুস্থ অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভরতি রয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহর পুরুলিয়ার ছ'নম্বর ওয়ার্ডের পুর্ণিয়া বাঁধ এলাকায়। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, হাসাপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে রয়েছেন বাড়ির কর্তা রথু গোপ, তাঁর স্ত্রী মঞ্জু গোপ ও মেয়ে টুম্পা গোপ। শুক্রবার বিকেলে স্বামী বিকাশকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন টুম্পাদেবী। তাঁর শ্বশুরবাড়ি স্থানীয় বরাবাজার থানা এলাকায়। এদিকে মেয়ে জামাই এসেছে দেখে মুরগfর মাংস নিয়ে আসেন রথু গোপ। রাতে তাই দিয়েই জামাইকে আপ্পায়ন করা হয়। খাওয়ার সময় কোনও সমস্যা হয়নি। রাতে ঘুমনোর পর কিছু ঘটে থাকলেও থাকতে পারে। তবে অসুস্থ তিনজন যতক্ষণ না স্বাভাবিক হচ্ছেন ততক্ষণ কিছুই জানা যাবে না। তদন্তের স্বার্থে গোপবাড়ি

টাকার দাম পড়লে কী হয়! ₹৭০ হাজার কোটি বাড়তি ধার মেটাতে আপনি তৈরি তো?

Image
চলতি বছরে এখনও পর্যন্ত ১১ শতাংশের বেশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছে৷ এর ফলে বিদেশি ঋণ চোকাতে অবস্থা শোচনীয় হবে সরকারের৷ সেই বাড়তি বোঝা কিন্ত‌ু আপনার আমার পকেট থেকেই যাবে৷ জোড়া ফলা৷ একদিকে তেলের দাম রোজ বাড়ছে৷ যার প্রত্যক্ষ প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ৷ সঙ্গে যুক্ত হয়েছে টাকার দামের পতন৷ টাকার দামের পতন শব্ধবন্ধটি যতই মনে হোক, অর্থনীতির প্যাঁজপয়জার, কিন্ত‌ু এই পতনেরও প্রত্যক্ষ প্রভাব পড়বে আম-আদমির পকেটে৷ চলতি বছরে এখনও পর্যন্ত ১১ শতাংশের বেশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছে৷ এর ফলে বিদেশি ঋণ চোকাতে অবস্থা শোচনীয় হবে সরকারের৷ সেই বাড়তি বোঝা কিন্ত‌ু আপনার আমার পকেট থেকেই যাবে৷ টাকার দামে পতনের জেরে বিদেশি ঋণ মেটাতে আগামী কয়েক মাসে ভারতকে বাড়তি ৬৮ হাজার ৫০০ কোটি টাকা গুনতে হবে৷ বুঝতেই পারছেন, ওই বাড়তি টাকাটির চাপ যুঝবে সাধারণ মানুষই৷ গত বৃহস্পতিবার টাকার দাম রেকর্ড হারে পতন হয়ে ডলারের দাম হয়ে যায় ৭২ টাকা৷ এ বছরের বাকি সময়টিতে ডলারের সাপেক্ষে টাকার দাম যদি গড়ে ৭৩ টাকাও থাকে এবং অশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৭৬ মার্কিন ডলার প্রতি ব্যারেল হয়, তা হলে সার্বিক

কলকাতায় ফুটপাথে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

Image
কলকাতা: কলকাতার রাস্তায় এক ফুটপাথবাসীকে গণধর্ষণের অভিযোগ উঠল৷ শহরের নর্থপোর্ট থানা এলাকার এই ঘটনার পর তদন্তে নেমে পুলিশ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে৷ অভিযুক্তদের তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছে, ওই ঘটনায় যুক্ত অপর আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকেই পালিয়েছে৷   তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য, ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, পলাতক অভিযুক্ত খুব বেশি দূরে যেতে পারেনি৷ বিস্তারিত আসছে…

কারখানা বন্ধের নোটিশ, দুর্ভোগে শ্রমিকরা

Image
হাওড়া: সামনেই বিশ্বকর্মা পুজো৷ কারখানায় ধুমধাম করে পুজোর আয়োজনের কথা ভাবছিলেন শ্রমিকরা৷ কিন্তু তার আগেই বিসর্জনের সুর হাওড়ার গিরিরাজ গ্লাস ইন্ডাস্ট্রি কারখানায়৷ শনিবার সকালে কাজে এলে শ্রমিকদের সাসপনশন অফ ওয়ার্কের নোটিশ ধরানো হয়৷ ফলে কর্মহীন হলেন ওই কারখানার প্রায় কয়েকশ শ্রমিক৷ মূলত কাচের বোতল, শিশি তৈরি হয় বালির পালপাড়া নিশিন্দা অঞ্চলের গিরিরাজ গ্লাস ইন্ডাস্ট্রি কারখানায়৷ শুক্রবার রাতে কাজের পর এদিন সকালে কাজে যোগ দেন সকালের শিফটের শ্রমিকরা৷ তখনই তাদের মালিকের সই করা কারখানা বন্ধের চিঠি শ্রমিকদের হাতে ধরিয়ে দেন ইউনিয়ন সেক্রেটারি৷   শ্রমিকদের দাবি, কারখানা লাভেই চলছিল৷ মালিক ইচ্ছে করে কারখানা বন্ধ করে দিতে চাইছে৷ তাদের প্রশ্ন, রাতে কারখানায় মানিক বা ম্যানেজার ছিলেন না৷ তাহলে কীভাবে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ইউনিয়ন নেতার হাতে পৌঁছে গেল? আড়ালে আবডালে অনেকেই শ্রমিক নেতাদের সঙ্গে মালিকের গোপন আতাঁতের অভিযোগ তুলছেন৷ তবে উৎসবের মরসুমে করকানা বন্ধ হওয়ায় দুর্ভোগে শ্রমিকরা৷ সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপের দাবি করছেন তারা৷

রোহিঙ্গাদের প্রতি ‘বন্ধুত্বপূর্ণ’ মনোভাব দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার: BSF

Image
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে একাধকক ক্যাম্পে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গারা। এরাজ্যের সরকারের রোহিঙ্গা মুসলিমদের প্রতি 'বন্ধুত্বপূর্ণ' মনোভাব রয়েছে। সম্প্রতি এমনটাই জানালেন বিএসএফের ডিজি কেকে শর্মা। পশ্চিমবঙ্গে প্রায় ৭০টি রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে বলে তদন্তে জানতে পেরেছে বিএসএফ। পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের উপস্থিতির কথা আগেই জানা গিয়েছিল। এবার কার্যত সেই বিষয়টাকেই মান্যতা দিল বিএসএফ। তবে, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ সাফল্যের সঙ্গে বন্ধ করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।   দিল্লিতে গত ছ'দিন ধরে দুই প্রতিবেশী দেশের সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকে বসেছিল বিএসএফ ও বিজিবি। শুক্রবার সেই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানান, সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ তুলনায় কমলেও বঙ্গের সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের জন্য শিবির করে দেওয়া হয়েছে। তাদের কাছে অস্ত্র, গোলাবারুদ থাকার নির্দিষ্ট অভিযোগ না থাকলেও বিজিবি জানিয়েছে, রোহিঙ্গাদের একাংশের সঙ্গে যোগ আছে জঙ্গি সংগঠনের। সে কারণে রোহিঙ্গাদের উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, মায়ানমারে সমস্যা শ

বিরাম নেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে! এবার মহার্ঘ সিএনজিও

Image
ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় শনিবার পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ৩৯ পয়সা এবং ডিজেলে বেড়েছে লিটার পিছু ৪৪ পয়সা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন। এদিন বেড়েছে সিএনজির দাম। ফলে দিকে দিকে অটোর ভাড়া বৃদ্ধির দাবি উঠতে শুরু করেছে। কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৮৩.২৭ টাকা ও ৭৫.৩৬ টাকা। দুই পেট্রোপণ্যের দামের ফারাক দাঁড়িয়েছে ৭.৯১ টাকা। তুলনামূলক ভাবে অবশ্য শুক্রবারের থেকে দাম বৃদ্ধির পরিমাণ ছিল সামান্য কিছুটা কম। গত ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় পেট্রোলে বেড়েছে ১.৬৭ টাকা এবং ডিজেলে বেড়েছে ২.০৯ টাকা। এদিন, সিএনজির দাম বেড়েছে ইউনিট পিছু সাতটাকা। ৬১ টাকা থেকে যা বেড়ে হয়েছে ৬৭ টাকা। একবছরে সিএনজির দাম বাড়ল প্রায় ১২ টাকা। সিএমজির দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় অটোর ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে।

ভারতের মোহ কাটিয়ে চিনের দিকে ঝুঁকল নেপাল, ব্যবসা বাড়াতে নতুন কৌশল হিমালয়ের দেশের

Image
চারিদিকে স্থলভূমিকে আটকে থাকা দেশ নেপাল জলপথে ব্যবসা চালাতে এতদিন ধরে ভারতের উপরে নির্ভরশীল ছিল। তবে এবার একমাত্র ভারতের উপরে নির্ভরতা কাটিয়ে চিনের চারটি বন্দর ব্যবহার করার অনুমতি জোগাড় করে ফেলল নেপাল। শুক্রবার নেপাল সরকার ঘোষণা করেছে, এবার শুধু ভারত নয়, চিনের বন্দরও তাঁরা ব্যবহার করবেন। ঘটনা হল, জলপথে বাণিজ্যের জন্য ভারতের উপরে অত্যন্ত নির্ভরশীল ছিল নেপাল। বস্তুত এতদিন ভারতের জলপথেই তাঁরা বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করত। ভারতের কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর দিয়ে মালপত্র দেওয়া-নেওয়া করা হতো। তবে ২০১৫-১৬ সালে সীমান্ত সমস্যার কারণে নেপাল সমস্যায় পড়ে। বেশ কয়েকমাস জ্বালানি ও ওষুধের জোগান না থাকায় সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। তারপরই নেপাল উদ্যোগী হয়ে চিনের কাছে দরবার করে। দুই দেশের মধ্যে টিটিএ বা ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট প্রোটোকল হয়েছে। এর ফলে চিনের তিয়ানশিন, শেনঝেন, লিয়াংউনগাং ও ঝানঝিয়াং বন্দর নেপাল ব্যবহার করতে পারবে। নেপালের অর্থমন্ত্রকের আধিকারিক রবি শঙ্কর সাইনজু বলেছেন, এই চুক্তির ফলে জাপান, দক্ষিণ কোরিয়া ও অন্য উত্তর এশিয় দেশের সঙ্গে যে বাণিজ্য হয় তা অনেক কম সময়ে ও কম খরচে কর

বালিকাকে অপহরণের চেষ্টা, বিহারে ৩ অভিযুক্তকে পিটিয়ে মারল ক্ষুব্ধ জনতা

Image
বেগুসরাই: বিহারে স্কুলের মধ্যে থেকে ১১ বছরের এক বালিকাকে অপহরণের চেষ্টা করায় জনতা ৩ জনকে পিটিয়ে মারল। পুলিশ জানিয়েছে, গতকাল বেগুসরাইয়ের ছৌদাহী এলাকার নারায়ণপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। বন্দুক নিয়ে ৩ দুষ্কৃতী স্কুলের মধ্যে ঢুকে যায় বলে অভিযোগ। তারপর ওই বালিকাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্কুলের শিক্ষকরা রুখে দাঁড়ালে তারা গুলি চালায়। তখন অন্যান্য ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে বেরিয়ে এসে চেঁচামেচি করলে এলাকার মানুষ বিষয়টি জানতে পারেন। তাঁরা স্কুলে পৌঁছলে অভিযুক্তরা গুলি চালায় তাঁদের ওপর। গুলি শেষ হলেই জনতা তাদের ধরে ফেলে ও ইট-পাথর ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে তিনজনকেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ৩ অভিযুক্তের অন্যতম কুখ্যাত অপরাধী মুকেশ মাহাতো ইতিমধ্যেই মারা গিয়েছে। তার দুই সঙ্গী শ্যাম সিংহ ও হীরা সিংহ মারা যায় হাসপাতালে। কেন তারা ওই বালিকাকে অপহরণের চেষ্টা করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই গণপিটুনিতে অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে তারা।

আড়াই ঘণ্টা চরম দুর্ভোগ, শেষে যাত্রীরাই তেড়ে এসে অবরোধ তুললেন সোদপুরে

Image
একে ১৫৮ ট্রেন বাতিল, তায় আবার দেরি আর ভুল ঘোষণা! এ জেরে যাত্রী বিক্ষোভে টানা দু'ঘণ্টা ধরে উত্তাল সোদপুর স্টেশন। ভাঙচুর করা হল স্টেশনের ডিসপ্লে বোর্ড, লাইনে নেমে আগুন লাগানোর চেষ্টা করলেন বিক্ষোভকারীরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে শিয়ালদহ মেন লাইন। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশনে। এমনিতেই সিগন্যাল মেরামতির জন্য শিয়ালদহ মেন শাখায় ১৫৮টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। তার উপর যাত্রীদের অভিযোগ, এ দিন সকালে স্টেশনে পৌঁছলে রানাঘাট লোকাল আসছে বলে ঘোষণা করা হয়। যাত্রীরা অনেক ক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করেন। কিন্তু রানাঘাট লোকাল এসেছে পৌঁছয়নি। তার পরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে রেল লাইন। অনেকে আবার রেল ট্র্যাকে আগুন লাগানোর চেষ্টাও করেন। যাত্রীদের অভিযোগ, এটা শুধু একদিনের ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই ট্রেন অনিয়মিত। তার উপর যেহেতু রেল এতগুলো ট্রেন বাতিল করেছে, তাহলে যে ট্রেনগুলো চলছে তার সময়সীমার প্রতি অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল ট্রেনের। রানাঘাট লোকাল ঘোষণার অনেক ক্ষণ পরও এসে পৌঁছয়নি। এর পরই সোদপুরে কেবিন রুমের সামনে গি

যাত্রী দুর্ভোগের কারণ! ভারতের চাই ৩০ লাখ বাস, আছে মোটে ৩ লাখ

Image
সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য যে পরিমাণ বাস প্রয়োজন, তার দশ ভাগের এক ভাগেরও কম রয়েছে দেশে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে রয়েছে ১৯ লাখ বাস। এর মধ্যে মাত্র ২.৮ লাখ বাস সরকারের নিয়ন্ত্রণাধীন।  কেন্দ্রীয় পরিবহণসচিব ওয়াইএস মালিক জানিয়েছেন, 'সাধারণ যাত্রীদের চাহিদা মেটাতে আমাদের প্রয়োজন ৩০ লাখ বাস। কাজেই এ ক্ষেত্রে চাহিদার সঙ্গে যোগানের একটা বিরাট ফারাক রয়ে গিয়েছে।' পরিবহণ বিশেষজ্ঞদের দাবি, দুর্বল পরিষেবা ও বাসের ঘাটতির জন্য শহর ও গ্রামের মানুষের মধ্যে নিজস্ব গাড়ি কেনার প্রবণতা বাড়ছে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, 'চিনে যেখানে প্রতি ১,০০০ মানুষের জন্য ৬টি বাস রয়েছে, সেখানে ভারতে প্রতি ১০,০০০ মানুষের জন্য রয়েছে মাত্র ৪টি বাস। আর ৯০% ভারতীয়রই নিজস্ব গাড়ি নেই।'

স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার জেরে শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল৷

Image
স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার জেরে শিয়ালদহ মেন শাখায় আজও ব্যাহত ট্রেন চলাচল৷ শুক্রবারের পর শনিবারও বাতিল একাধিক লোকাল ট্রেন৷ সকাল থেকেই ভোগান্তির শিকার যাত্রীরা৷ বৃহস্পতিবারই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, ইছাপুর থেকে বারাকপুর পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ চলবে৷ ওই কাজের জেরে শিয়ালদহ মেন লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে৷ এমনিতেই শিয়ালদহ মেন লাইনের ট্রেনে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয় আমজনতাকে৷ তার উপর আবার ১৫৮টি লোকাল ট্রেন বাতিল৷ তাতেই ভোগান্তির আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল যাত্রীদের মনে৷ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিলের সমস্যা দেখা দিয়েছে৷ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে বেশিরভাগই নৈহাটি ও বারাকপুর লোকাল৷ গেদে, শান্তিপুর ও কৃষ্ণনগর লোকালে বাদুড়ঝোলা ভিড়৷ সন্ধ্যার পর থেকে সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা৷ সেক্ষেত্রে অফিস টাইমে ট্রেন আদৌ কখন পাবেন, পেলেও সেই ট্রেনে ঠিক কতটা ভিড় হবে সেকথা ভেবেই উদ্বিগ্ন ছিলেন তাঁরা৷ সেই আশঙ্কাই সত্যি হল৷ শুক্রবার সন্ধ্যায় গন্তব্যে পৌঁছাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে নিত্যযাত্রীদে

অনন্তনাগে খতম লস্কর-ই-তইবার জঙ্গি

Image
অনন্তনাগ (জম্মু ও কাশ্মীর) : পুলিশের সঙ্গে লড়াইয়ে খতম হল লস্কর-ই-তইবার এক জঙ্গি। এই ঘটনায় একজন পুলিশকর্মীও আহত হয়েছেন। ঘটনাটি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার আচাবাল ব্লকের। গতকাল রাতে আচাবাল ব্লকে পুলিশ পিকেটের উপর হামলা চালায় জঙ্গিরা। পালটা গুলি চালায় পুলিশও। তাতে ঘটনাস্থানেই খতম হয় এক জঙ্গি। আহত হন এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তবে নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি জারি রয়েছে। ঘটনাস্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পরীক্ষা দেয়নি ১১ লক্ষ! সুবর্ন সুযোগ আপনার কাছে

Image
নয়াদিল্লি: নজির গড়ল পরীক্ষার উপস্থিতির হার৷ ৪ সেপ্টেম্বর ছিল ভারতীয় রেলওয়ের কম্পিউটার বেসড পরীক্ষা৷ পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান৷ তবে, এবারের রেলওয়ের এই পরীক্ষায় প্রার্থীদের উপস্থিতির হার রেকর্ড তৈরি করল৷ রেলমন্ত্রক জানাচ্ছে, আরআরবি এএলপি / টেকনিশিয়ন পদের পরীক্ষায় ৭৬.৭৬ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন৷ একটি ট্যুইটের মাধ্যমে রেলমন্ত্রক জানিয়েছে,'আমরা সফলভাবে সিবিটির প্রথম পর্ব উত্তীর্ণ করেছি৷ যেখানে ৬৪,০৩৭ এএলপি এবং টেকনিকাল পোস্টের জন্য আবেদন করেছেন প্রায় ২৪ লক্ষের বেশি প্রার্থী৷ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৬.৭৬ শতাংশ৷ অন্যদিকে, গতবারের পরীক্ষাটির জন্য আবেদন করেছিলেন ৩২ লক্ষ প্রার্থী৷ উপস্থিতির হার ছিল ৪৭.৪৭ শতাংশ৷'   পরীক্ষা পর্বটি ছিল যথাক্রমে অগস্ট ৯, ১০, ১৩, ১৪, ১৭, ২০, ২১, ২৯, ৩০, ৩১ এবং সেপ্টেম্বর ৪ ৷ সরকারি সূত্রের খবর, পরীক্ষায় উপস্থিত হয়েছিল প্রায় ৩৬ লক্ষের বেশি প্রার্থী৷ তবে, অনুপস্থিতির সংখ্যাও নেহাৎ কম নয়, প্রায় ১১ লক্ষের মত৷ আর, এই অনুপস্থিতির সংখ্যাই বাড়াতে পারে আপনার সুযোগকে৷ প্রাথমিকভাবে প্রার্থীদের অনুপস্থিতির কারণ হিসেবে

সোমবারের ভারত বনধে অফিস না গেলেই ‘শোকজ’, কাটা হবে বেতন

Image
কলকাতা: ভারত বনধেও ছুটি নেওয়া যাবে না। রাজ্য সরকারের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হল সরকারি কর্মীদের। ১০ সেপ্টেম্বর, সোমবার ভারত বনধের দিনও অফিসে হাজির থাকতে হবে সরকারি কর্মীদের। নির্দেশিকায় বলা হয়েছে, ওইদিন অফিসে না এলে শোকজ়ও করা হতে পারে। এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দফতরের তরফ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর উপস্থিত না থাকলে কাটা হবে একদিনের বেতন। একইসঙ্গে তাঁকে শোকজ় করে জানতে চাওয়া হবে ওইদিন অফিস না আসার কারণ। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী শোকজ়ের মাধ্যমে জানতে চাওয়া হবে সরকার যখন অফিস আসা বাধ্যতামূলক করেছিল তারপরও কেন সেই কর্মচারী অফিস এলেন না।   তবে এই ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। ৭ তারিখের আগে থেকে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন ও হাসপাতালে ভরতি থাকেন, তবে পর্যাপ্ত প্রমাণ দিলে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পরিবারে কারও মৃত্যু ঘটলে সেক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে। মাতৃত্বকালীন ছুটি বা ৭ তারিখের আগে নেওয়া ছুটির ক্ষেত্রে ছাড় দেবে সরকার। এছাড়া ১০ তারিখ সরকারি কর্মচারীদের কাউকে যদি হাসপাতলে ভরতি করতে হয় তবে তার প্রমাণ দিলে পাওয়া যাবে ছুটি। তবে শরী

২০০০ ইয়াবা ট্যাবলেট সহ শহর থেকে গ্রেফতার ছয় যুবক

Image
 কলকাতা: শহর থেকে উদ্ধার প্রচুর মাদক। মাদক সহ ছ'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ শাখা। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার সকালে ইডেন গার্ডেন্সের সামনে ওত পেতে বসে থাকেন এসটিএফ কর্তারা। সেখানেই ছয় যুবককে হাতে নাতে পায় পুলিশ। সেখানেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তারপরই তাদের গ্রেফতার করা হয়।   তাদের কাছ থেকে প্রায় ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। য়াবা ড্রাগসকে ক্রেজি ড্রাগস বা ন্যাজি ড্রাগসও বলা হয়। 'ইয়াবা' নামে ওই ড্রাগের বাংলাদেশে প্রবল চাহিদা আছে বলে জানা যায়। এতে Mathamphetamine ও caffeine থাকে। এটিকে ম্যাডনেস ড্রাগও বলা হয়। এগুলি আকারে ছোট দানার মত হওয়ায় সহজেই পাচার করা সম্ভব।   বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে এই ড্রাগের ব্যবহার বেড়েছে। এগুলি মূলত মায়ানমার থেকে আনা হয়। উত্তর-পূর্ব অর্থাৎ অসম, মনিপুর হয়ে ভারতে ঢোকে এগুলি। তারপর কলকাতা হয়ে যায় বাংলাদেশে। এর আগেও একাধিকবার এই ধরনের পাচারচক্রের সন্ধান পাওয়া গিয়েছে। বাংলাদেশে এই ড্রাগগুলিকে 'পিল', 'লাল', বাবা', 'চাক্কা', 'গুটি' বা 'বড়ি' হিসেবেও ডাকা হয়। ২০১৬ তে

জ্বালানির ‘ছ্যাঁকা’য় নাভিশ্বাস মধ্যবিত্তের

Image
কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম৷ বিগত কয়েক বছরের মধ্যে আজ সর্বোচ্চ দাম স্পর্শ করে অগ্নি মূল্য জ্বালানি৷ কলকাতায় ৩৯ পয়সা বেড়ে শনিবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৩ টাকা ২৭ পয়সা৷ ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৪৪ পয়সা৷ কলকাতায় এদিন ডিজেলের দাম প্রতি লিটারে ৭৫ টাকা ৩৬ পয়সা৷ বিগত আট দিনে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ১.৬৭ ও ২.০৯ টাকা৷ আপাতত স্বস্তির কোনও লক্ষণ নেই৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় প্রতিদিনই মহার্ঘ হচ্ছে জ্বালানি৷ ফলে স্পষ্ট. আগামী বেশ কিছুদিন পেট্রল, ডিজেলের দাম আরও বাড়বে৷ এদিকে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা৷ দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি নীতিকেই দায়ি করছে বিরোধীরা৷ প্রতিবাদে আগামী সোমবার দেশজুড়ে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা৷ সমর্থন করেছে কংগ্রেস৷ মহার্ঘ জ্বালানি৷ ফলে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম৷ আশঙ্কায় সাধারণ মানুষ৷ অন্যদিকে পেট্রল ডিজেলের চড়া দামকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে সুর চলাচ্ছে রাজনৈতিক দলগুলি৷

সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটিও মিলবে না, নবান্নে দাঁড়িয়ে সাফ জানালেন মমতা

Image
কংগ্রেস ও বামেদের ডাকা বনধকে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস। এই ঘোষণা আগেই করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার বনধ বিরোধিতার প্রশ্নে অটল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিলেন, বনধের দিন সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটিও মঞ্জুর হবে না। উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে। শুক্রবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতায় অটল রয়েছেন তিনি। তা বলে বনধকে তাঁরা সমর্থ করবেন না। তৃণমূল কংগ্রেস ও রাজ্যের সরকার বনধের বিরোধিতা করবে। তৃণমূলের ঘোষিত নীতিই হল বনধের বিরোধিতা। সেই বিরোধিতায় অনড় থাকবে তৃণমূল। তবে তৃণমূল মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, পেট্রোপণ্য, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে কসুর করবে না। সরকারের তরফে বনধ বিরোধিতায় সমস্তরকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অন্য বনধের মতো এই বনধেও সরকারি কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছেন। সবাইকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন। একইরকম কঠোর থেকে তিনি ঘোষণা করেছেন, কোনও কর্মী উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বামেরা বনধের ড

পণ্য আমদানীতে ভারতের ওপর নির্ভরতার অবসান! নেপালকে ৪ বন্দর ব্যবহারের অনুমতি চিনের

Image
ভারতের ওপরে নির্ভরতা এক ঝটকায় অনেকটাই কমিয়ে ফেলতে চলেছে নেপাল। আরও স্পষ্ট করে বললে, নেপালের পণ্য আমদানী রফতানীর ক্ষেত্রে ভারতের একছত্র শেষ হতে চলেছে। কাঠমাণ্ডুকে পণ্য চলাচলের জন্য ৪টি বন্দর ব্যবহার করার অনুমতি দিতে চলেছে চিন। শুধু তাই নয়, নেপালকে চিনের ৩টি স্থলবন্দরও ব্যবহার করতে দেওয়ার কথা চলছে। ২০১৫ ও ২০১৬ সালে সীমান্ত সমস্যার কারণে বেশ কয়েকমাস ধরে নেপালে প্রবল জ্বালানী ও ওষুধের সমস্যা তৈরি হয়। অত্যাবর্ষকীয় পণ্য চলাচলের জন্য নেপাল কলকাতা ও বিশাখাপত্তনম বন্দরের ওপরে নির্ভরশীল। পরপর দুবছর এনিয়ে সমস্যার পরই নেপাল ভারতের বিকল্প খুঁজতে শুরু করে। শুক্রবার চিন ও নেপালের মধ্যে বন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপার কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এর ফলে নেপাল চিনের তাইঝিন, সেনঝেন, লিয়ানয়ুগাং ও ঝানঝিয়াং বন্দর ব্যবহার করতে পারবে। নেপালের বাণিজ্য মন্ত্রকের আধিকারিক রবিশঙ্কর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারতের ২টি বন্দরের পাশাপাশি চিনেরও ৪টি বন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছে নেপাল। জাপান, কোরিয়া ও উত্তর এসিয়ার দেশগুলি থেকে পণ্য আমদানীর সময় চিনের বন্দর ব্যবহার করলে সময় অনেকটাই কম লাগবে। খরচও কমবে। বর্তমানে পণ্য

‘প্রয়াত সোনালি বেন্দ্রে’, ভুল তথ্য শেয়ার করে সমালোচিত বিজেপি বিধায়ক

Image
রাম কদম এবং সোনালি বেন্দ্রে। 'সোনালি বেন্দ্রে ইজ নো মোর'। ঠিক এমন তথ্যই টুইটে শেয়ার করে বিপাকে পড়লেন বিজেপি বিধায়ক রাম কদম। এই ভুল তথ্য শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে পরে নিজের ভুল স্বীকার করে টুইট করেন রাম। শুক্রবার রাম কদম টুইটারে একটি হোয়াটস্অ্যাপ মেসেজের স্ক্রিন শট শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিল, 'সোনালি বেন্দ্রে, যিনি হিন্দি এবং মরাঠি সিনেমা শাসন করেছেন, তিনি আর নেই।' এই ভুল তথ্য শেয়ার হওয়ার পরই ট্রোলড হতে হয় রামকে। অনেকেই বলতে শুরু করেন, রাম নিজেই গুজব ছড়াচ্ছেন। এরপরই ওই পোস্ট সরিয়ে নেন বিজেপি বিধায়ক। নিজের ভুল বুঝতে পেরে পরে রাম টুইট করেন। তিনি লেখেন, 'সোনালি বেন্দ্রে সম্পর্কে যে তথ্য ছড়িয়েছে তা গুজব। গত দু'দিন ধরে আমি ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' এই মুহূর্তে ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে চিকিত্সার জন্য নিউ ইয়র্কে রয়েছেন। কেমোথেরাপির জন্য সোনালির মাথার চুল পড়ে গিয়েছে। কিন্তু সে ভাবেই নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তা দেখে কেউ লিখেছেন, 'তোমাকে দেখে ভাল লাগছে। অনেক সাহস তোমার... তাড়া

গৌতম বুদ্ধ নগরে ধর্ষণের শিকার ২ নাবালিকা

Image
উত্তরপ্রদেশে দু'টি পৃথক ধর্ষণের ঘটনায় শুক্রবার এক টিনএজার-সহ দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু'টি ঘটনাই ঘটেছে গৌতম বুদ্ধ নগরে।  পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বছর নয়েকের এক নাবালিকাকে মোটরবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ধর্ষণ করা হয়। গৌতম বুদ্ধ নগরের জেওয়ার গ্রামের ওই নাবালিকাকে তাপ্পালের একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। নিগৃহীতার মা-বাবা থানায় অভিযোগ করলে, শুক্রবার সকালে লোকেশ শর্মা নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।  ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ছাড়াও পকসো আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। সিসিটিভির ফুটেজের সূত্র ধরেই পুলিশ লোকেশকে চিহ্নিত করে। অভিযুক্ত দিল্লির একটি বেসরকারি সংস্থার কর্মী। ধর্ষণের দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বুলন্দশহর লাগোয়া অঞ্চলে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় তেরো বছরের এক কিশোরী। পুলিশ জানায়, এক্ষেত্রেও অভিযুক্ত বাইকে লিফট দেওয়ার নামে করে, নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। স্থানীয় জারচা থানায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে শনিবার একাধিক ধারায় মামলা রুজু হয়।  দুই নাবালিকারই মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। 

অভিযান চালিয়ে বড়সর সাফল্য পুলিশের

Image
আগরতলা: অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কারের মধ্যে থেকে ১,৩৫৯ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করল পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে অসম ত্রিপুরা সীমানার বাগবাসা থেকে বিপুল পরিমান এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ৷ তবে ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক৷ উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি পুলিশের৷ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ বেণুমাধব দেব জানান, ''আগে থেকেই খবর ছিল৷ তেলের ট্যাঙ্কারটি আগরতলা থেকে বাগবাসা দিকে যাচ্ছিল৷ সেই সময় তল্লাশি চালিয়ে ট্যাঙ্কারের মধ্যে থেকে গাঁজা উদ্ধার করা হয়৷'' তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাশের জঙ্গলের মধ্যে পালায় ট্যাঙ্কারের চালক ও খালাসি৷ পুলিশের তথ্য বলছে, গত ছয় মাসে ত্রিপুরা অসম সীমানা থেকে পাচারের আগে প্রায় ২০ হাজার কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য আটক করা হয়েছে৷ গাঁজার সঙ্গে এই এলাকায় পাচার হয় হেরোইন, মাদকজাত ট্যাবলেট, নিষিদ্ধ কাশির ওষুধ৷ মাদক চোদাচালানের দায়ে গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে৷

প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল স্ত্রী, মেয়ের জন্য ফিরিয়ে আনার পরই চরম পরিণতি স্বামীর

Image
প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল স্ত্রী।  বুঝিয়ে সুঝিয়ে স্ত্রীকে আবার  ঘরেও ফিরে এনেছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। প্রেমিকের সঙ্গে ঘর করার জন্য পথের কাঁটা সরিয়ে ফেলারই সিদ্ধান্ত নিল স্ত্রী। স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। মৃতের নাম কমল দেবনাথ। বয়স ২৫ বছর। বসিরহাট ১০ নম্বর ওয়ার্ডে মার্টিনার্ণ রোডের বাসিন্দা ছিলেন কমল। পরিবার সূত্রে জানা গেছে, বছর  চারেক আগে বসিরহাটের নেওড়াদিঘির বাসিন্দা শিল্পা দেবনাথের সঙ্গে বিয়ে হয় কমলের। বিয়ের পর দম্পতির একটি মেয়েও হয়। সেই মেয়ের বয়স এখন ২ বছর।  কিন্তু 'সুখের সংসারে' সমস্যা তৈরি হয় স্বামীর দূরে চাকরিকে কেন্দ্র করে। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন কমল। এদিকে,  স্বামীর অনপুস্থিতিতে  স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন শিল্পা। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যে, ১৫ অগাস্ট কমলের মা অর্থাত্ শিল্পার শাশুড়ির মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেতেই বাড়ি ফিরে আসেন কমল। স্বামী বাড়ি ফিরতেই শিল্পার মাথায় আকাশ ভেঙে

মাঝেরহাট ব্রিজের অবস্থা ভাল নয়, চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছিল রেল

Image
একই চিঠিতে শেষ অনুচ্ছেদে জানানো হয়, ওই সেতুর মোমিনপুরের দিকে শিয়ালদহের পাশে খালের ওপরে একটি চিড় রয়েছে। যার অবিলম্বে মেরামতি প্রয়োজন। এত গুরুতর সতর্কবার্তা থাকলেও কেএমডিএ-র কোনও আধিকারিকের তা চোখে পড়েনি বলে অভিযোগ।  মাঝেরহাট সেতুর যে লড়ঝরে অবস্থা তা মাসখানেক আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। চিঠির প্রতিলিপি প্রকাশ করে এমনটাই দাবি করল রেল। শুক্রবার রেলের তরফে প্রকাশিত মাঝেরহাট সেতুর যে অংশ ভেঙে পড়েছে তার সংস্কার প্রয়োজন বলে স্পষ্ট উল্লেখ রয়েছে ওই চিঠিতে।  গত ২৭ অগাস্ট রেলের ব্রিজ বিভাগের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার চিঠিটি লেখেন কেএমডিএ সাউথ সার্কেল ইঞ্জিনিয়ারকে। চিঠিতে জানানো হয়, মাঝেরহাট সেতুর রেল লাইনের উপরের অংশের মেরামতি করবে রেল। সেজন্য বেশ কিছু তার ও পাইপলাইন সরানোর প্রয়োজন। একই চিঠিতে শেষ অনুচ্ছেদে জানানো হয়, ওই সেতুর মোমিনপুরের দিকে শিয়ালদহের পাশে খালের ওপরে একটি চিড় রয়েছে। যার অবিলম্বে মেরামতি প্রয়োজন। এত গুরুতর সতর্কবার্তা থাকলেও কেএমডিএ-র কোনও আধিকারিকের তা চোখে পড়েনি বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন হল, মাঝেরহাট সেতুর মেরামতির দায়িত্ব পিডাব্লুডির হলেও কেন কেএমডিএ-কে চ

রাস্তা নেই, ‘ঢোলি’ করে জঙ্গলের মধ্যে দিয়ে হাসপাতালে আসার পথে সন্তান প্রসব আদিবাসী মহিলার

Image
অমরাবতী: পাহাড়ের ওপরে গ্রাম। সেখান থেকে উপত্যকায় স্থিত হাসপাতালে যাওয়ার রাস্তা নেই। ফলে, বাধ্য হয়ে 'ঢোলি' (কাপড় ও বাঁশের তৈরি পালকি) বানিয়ে পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়েই অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে নামানো হচ্ছিল। যাত্রায় বিলম্ব হওয়ায় মাঝপথেই জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করলেন ওই মহিলা। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ। এলাকায় সড়ক যোগাযোগের অবস্থা কতটা শোচনীয় তা বোঝাতে মহিলার ওই সফরের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্থানীয় যুবক। নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। এদিকে, জঙ্গলে মহিলা সন্তান প্রসব করেছেন, এই খবর পেয়েই উপজাতি উন্নয়ন আধিকারিকরা ঘটনাস্থলে একটি মেডিক্যাল টিম পাঠায়। হাসপাতালে ভর্তি করা হয় মহিলা ও তাঁর সদ্যোজাত কন্যাসন্তানকে।

বন্ধ ঘরে দম্পতির দেহ, পাশে কাঁদছে দুধের শিশু

Image
রাস্তায় আখের রসের গাড়ি ঘন্টি বাজাচ্ছে। ঘুম ভাঙতেই বন্ধ ঘরে বায়না জুড়েছে সাড়ে তিন বছরের শৌভিক। কিন্তু বায়না শুনবে কে? বারবার মা-বাবাকে ডাকাডাকি করেও তাঁদের কোনও সাড়া মেলেনি। কিছু পরে পাশের বাড়ি থেকে ছুটে আসেন শৌভিকের ঠাকুরমা গৌরী দেব। অনেক ডাকাডাকিতেও দরজা খোলেননি কেউ। শেষে দরজা ভেঙে উদ্ধার করা হয় শৌভিকের বাবার ঝুলন্ত দেহ। খাটের নীচ থেকে মেলে তার মায়ের দেহটি। শুক্রবার সকালে এমনই ঘটেছে বরাহনগরের নিরঞ্জন সেন পল্লিতে। পুলিশ জানায়, মৃতদের নাম সুদীপ দেব (২৮) এবং সঙ্গীতা দেব (১৯)।  পুলিশের অনুমান, ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন। যদিও সঙ্গীতার মা পম্পা জানার অভিযোগ, তাঁর মেয়ে ও জামাইকে খুন করা হয়েছে। দু'জনের মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (‌জোন ২) আনন্দ রায় বলেন, ''প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। ওই ঘরে বিষের ঝাঁঝালো গন্ধ মিলেছে। তবে কেউ অভিযোগ করলে নিশ্চয়ই তদন্ত হবে।''   কিন্তু কেন খুন করা হবে ওই দম্পতিকে? পম্পাদেবীর জবাব, ''কেউ হয়তো চায়নি যে, ওদের হাঁড়ি আলাদা হোক।'' পরিবার সূত্রে খবর, সুদীপ ও সঙ্গীত

হস্টেলের ‘সিঙ্গল’ সুপার চাই!

Image
পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক হস্টেল সুপারিনটেন্ডেন্ট খুঁজছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে তাঁকে হতে হবে 'সিঙ্গল' বা অবিবাহিত! বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এই বিজ্ঞপ্তি দেখে বিস্মিত শিক্ষামহলের একাংশ। ছাত্র ও ছাত্রীদের হস্টেলের জন্য সুপার নিয়োগের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে। তাঁর থাকার জন্য হস্টেলের ক্যাম্পাসেই ব্যবস্থা করে দেওয়া হবে। থাকা এবং খাওয়া বিনামূল্যে। তবে সেখানে তাঁর পরিবারের কোনও সদস্য বা অতিথিকে থাকতে দেওয়া হবে না। রয়েছে আরও কিছু শর্তও। যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়ে এমন নিয়ম কস্মিনকালেও নেই বলে জানালেন উচ্চশিক্ষা দফতরের এক কর্তা। তিনি জানান, এমন কোনও নিয়ম উচ্চশিক্ষা দফতরের নেই। সবচেয়ে বড় কথা, কোনও ভারতীয় নাগরিক বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, একক অথবা সমকামী হবেন তা বলার অধিকারও কারও নেই। তা-হলে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন এমন নিয়ম চালু করতে চাইছে? তা জানতে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে ফোন ও মেসেজ করা হলেও তাঁর মতামত পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই শর্তে

আধারও কি চায় নেটে নজরদারি!

Image
কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রকের পর নজরদারির অভিযোগ এ বার আধার কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফেসবুক-টুইটারে মোদী সরকারের বিরুদ্ধে কারা, কী সমালোচনা করছেন, বিরোধীদের প্রচারেই কতটা সাড়া মিলছে, এ সবের আঁচ পেতে নেট-দুনিয়ায় নজরদারির জন্য 'সোশ্যাল মিডিয়া হাব' তৈরির কাজ শুরু করেছিল সরকার। তৃণমূলের বিধায়ক মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর তা থেকে পিছু হটে কেন্দ্র। মহুয়া এ বার একই অভিযোগ এনেছেন আধার কর্তৃপক্ষের বিরুদ্ধে। আধার কর্তৃপক্ষ একটি 'সোশ্যাল মিডিয়া মনিটরিং এজেন্সি' তৈরির প্রস্তাব চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে গত জুলাইয়ে। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছেন মহুয়া। প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চে তাঁর হয়ে অভিষেক সিঙ্ঘভি অভিযোগ তোলেন, তথ্য-সম্প্রচার মন্ত্রকের মতো হুবহু একই রকম নজরদারি সংস্থা গড়তে চান আধার কর্তৃপক্ষ। এটা ব্যক্তি স্বাধীনতায় নাক গলানো, মৌলিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা। তথ্য-সম্প্রচার মন্ত্রকের 'সোশ্যাল মিডিয়া হাব' তৈরির প্রস্তাব শুনে বিচারপতিরা মন্তব্য করেছিলেন, ''যদি সব টুইট, হোয়াটসঅ্যাপ দেখা হয়, তা হলে আমরা নজরদার রাষ্ট্র তৈরির দিকেই

মাঝেরহাটের ওপার থেকে কী ভাবে ধর্মতলা, হাওড়া, শিয়ালদহ পৌঁছবেন? পুলিশের পরামর্শ

Image
দুর্ভোগ থেকে রেহাই পেতে পথ বাতলে দিল কলকাতা পুলিশ। মাঝেরহাট সেতু দুর্ঘটনার পর দক্ষিণ কলকাতা থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেখানকার মানুষ। ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাওড়া, শিয়ালদহ যেতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বেহালা, ঠাকুরপুকুর থেকে দক্ষিণ ২৪ পরগনার একটা বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের। শুক্রবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ কমিশনার (১) বিনীত গোয়েল বলেন, "দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা যাওয়ার আরও বিকল্প পথ রয়েছে। কিন্তু অনেকেই জানেন না। সেগুলি ব্যবহার করলে যানজট এড়ানো সম্ভব।" পুলিশের পরামর্শ: ১) বেহালা থেকে ধর্মতলায় যাওয়ার জন্য তারাতলা হয়ে টালিগঞ্জ বা রাসবিহারী না গিয়ে, তারাতলা থেকে ব্রেসব্রিজ, হাইড রোড, খিদিরপুর, হেস্টিংসের রাস্তা ব্যবহার করুন। ২) বজবজ থেকে ধর্মতলায় যাওয়ার জন্য বাটা, ডাকঘর হয়ে ব্রেসব্রিজ হয়ে, খিদিরপুর, হেস্টিংস হয়ে ধর্মতলা অথবা হাওড়া যাওয়াই ভাল। ৩) ঠাকুরপুকুর বা জোকা থেকে কেউ যদি পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড যেতে চান, তা হলে বেহালার জেমস লঙ সরণি অথবা এম জি রোড হয়ে টালিগঞ্জ, রাসবিহারী হয়ে যাওয়াই ভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কলকাতা

পাশে ঘুমিয়ে মেয়ে, দেহ উদ্ধার বাবার

Image
মাদুরের উপরে ঘুমিয়ে তিন বছরের মেয়ে। পাশে তার বাবা। মাঝরাতে সেখানেই জেগে বসে মেয়ের মা। দরজা ঠেলে ঘরে ঢুকে আত্মীয়েরা দেখেন, গৃহকর্তার দেহে প্রাণ নেই। নাকে-মুখে রক্ত।অনুমান, স্ত্রী-ই শ্বাসরোধ করে খুন করেছে কমল দেবনাথ (৩২) নামে ওই যুবককে। গ্রেফতার করা হয়েছে স্ত্রী শিল্পাকে।  বৃহস্পতিবার রাতে বসিরহাটের স্মৃতিসঙ্ঘ পাড়ার ঘটনা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। শুক্রবার শিল্পাকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে বসিরহাটের দিঘিরপাড়ের মেয়ে শিল্পার সঙ্গে বিয়ে হয়েছিল কমলের। ওই যুবক কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। দিন কুড়ি আগে তাঁর মা মারা গিয়েছেন। সেই সূত্রেই ফিরেছিলেন বাড়িতে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী ও মেয়ে কৌশানীকে নিয়ে কমল নিজেদের মুদির দোকান ঘরে শুয়েছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ শিল্পার দাদা ফোন করেন কমলের বাবা চিন্ময়কে। বলেন, তাঁর কাছে ফোনে খবর এসেছে, শিল্পা খুন করেছে কমলকে।  চিন্ময়রা ছুটে যান দোকান ঘরে। দেখেন, শিল্পা মাদুরের উপরে বসে। পাশে কমল ও মেয়ে ঘুমোচ্ছে। চিন্ময়রা পুলিশকে জানিয়েছেন, সকলকে অত রা

আইসিইউতে মেয়ে, মায়ের ‘শ্লীলতাহানি’ হাসপাতাল চত্বরে!

Image
পাঁচ দিনের মেয়ের তখন যায় যায় দশা। আলুথালু অবস্থা মায়ের। সেই অবস্থাতেই তাঁর হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানির অভিযোগ উঠল মদ্যপ এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তার আগেই অবশ্য মারা গিয়েছে অভিযোগকারিনী মহিলার শিশু।   মহিলার বাড়ির লোকজন হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল থেকেই তিন অস্থায়ী কর্মীকে আটক করে থানায় আনা হয়। পরে গ্রেফতার করা হয় পার্থ দলুই নামে ওই যুবককে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন।  হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন পাঁচেক আগে সরিষার গ্রামের ওই বধূ সরিষা গ্রামীণ হাসপাতালে শিশুকন্যার জন্ম দেন। মেয়ের গয়ে জ্বর। গ্রামীণ হাসপাতাল থেকে তাকে 'রেফার' করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। তিন তলায় শিশু বিভাগের সিসিইউতে ভর্তি ছিল শিশুটি। বৃহস্পতিবার রাতে তার অবস্থা আরও সঙ্কটজনক ছিল।  শিশুটির মা জানান, রাতের দিকে তিনতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। কী করবেন ভেবে দিশাহার। সে সময়ে তিন যুবক টলতে টলতে হাজির হয়। তাদের ম

শিয়ালদহ সেতুর নীচে পুরসভাকে ভাড়া দিয়েই কারবার, মেরামতি কী ভাবে?

Image
হুঁশ ফিরল মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর। এত দিন 'বিপজ্জনক' শিয়ালদহ উড়ালপুলের নীচেই দিব্যি জমিয়ে ব্যবসা করছিলেন কারবারীরা। এবার তাঁদের বুক কাঁপছে। তা সত্ত্বেও পেটের দায়ে সেতুর তলা থেকে সরতে চাইছেন না অধিকাংশ ব্যবসায়ী। ইংরেজিতে স্নাতক হয়েও চাকরি পাননি বাপি নাথ। বাবার হাত ধরেই ছোটবেলা থেকে বিছানার চাদর বিক্রি করেনতিনি। এখন তাঁর দোকানে তিন জন কর্মচারী। বাপি পরিষ্কার জানিয়ে দিলেন, "চাকরি পাইনি বলেই তো এখানে হকারি করছি। ব্রিজের স্বাস্থ্য খারাপ হলে নিশ্চয়ই ঠিক করতে হবে। কিন্তু আমার উপর অনেকেই এখন নির্ভরশীল। এখান থেকে চলে গেলে খাব কী? সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।" এখানকার হকাররা প্রশাসনের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অভিযোগ, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে সরকার। আর হবে নাই বা কেন? পুরসভার কোষাগারে তো টাকাও ঢুকছে। ভাড়া দিয়ে শিশির মার্কেটের প্রায় ১ হাজার ব্যবসায়ী পাকা দোকান করে রয়েছেন। আমাদের কোনও ভবিষ্যৎ নেই। মাঝেরহাট দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০টি উড়ালপুলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তার মধ্যে অন্যতম এই শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। কি