Posts

Showing posts from December 11, 2018

পাঁচ রাজ্যের হারে পাঁচ শিক্ষা পেল বিজেপি, চ্যালেঞ্জের মুখে মোদীর নীতি

Image
ফল খারাপ হবে জানত বিজেপি। জানতেন নরেন্দ্র মোদী, জানতেন অমিত শাহ। কিন্তু এতটা খারাপের আন্দাজ অবশ্যই করতে পারেননি মোদী কিংবা তাঁর সেনাপতি শাহ। পাঁচ রাজ্যেই ধরাশায়ী বিজেপি। কেন্দ্রে বিপুল শক্তি নিয়ে ক্ষমতাসীন কোনও দলের এমন পরাজয় সত্যিই বেনজির। কিন্তু কেন? এমন পরাজয় কেন? রাজনীতির ওয়াকিবহাল মহল এর পিছনে মূলত তিনটি কারণ দেখতে পাচ্ছে। আর তারই ফল হাতেনাতে পেল বিজেপি। ১। তালাক প্রথা বেআইনি করে মুসলমান সমাজের মহিলা ভোট কাছে টানতে চেয়েছিল বিজেপি। উত্তরপ্রদেশ নির্বাচনে সেই ইস্যু অনেকটা কাজে লাগলেও এ বার আর তা ফল দেয়নি। সংখ্যালঘু ভোট টানার রাজনীতি কাজ করেনি। ২। আরএসএস অনেক দিন ধরেই কড়া হিন্দুত্বের লাইন নেওয়ার দাবি জানিয়ে এলেও কার্যত তাতে কর্ণপাত করেননি মোদি। উন্নয়নের ইস্যুতেই ভোট লড়তে চেয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠানবিরোধী ভোটের হাওয়া আন্দাজ করতেই ব্যর্থ হয়েছে টিম শাহ। ৩। কালো টাকা নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কথা রাখতে পারেনি সরকার। অর্থনৈতিক সংস্কারের নানা সিদ্ধান্ত নিলেও সাধারণ মানুষের জীবনে তার কোনও প্রতিফলন মেলেনি। কর্মসংস্থানের কথাও রাখতে পারেনি মোদী সরকার। ৪। গত পাঁচ বছরে

শীতকালের পা ফাটা থেকে মুক্তি পান

Image
শীতকালে প্রকৃতিতে আদ্রতার প্রভাব কমে আসে। তখন শুষ্ক হয়ে ওঠে ত্বক, চুল, হাত ও পায়ের তলা, পায়ের গোড়ালি, পায়ের আঙুল। আর অতিরিক্ত শুষ্ক হবার জন্য ফেটে যায় পায়ের গোড়ালির শক্ত চামড়া। গোড়ালির ত্বক হয়ে ওঠে রুক্ষ ও কালো। যাদের অ্যালার্জি রয়েছে, তাদের এই চামড়াগুলোতে চুলকানোর সমস্যাও দেখা যায়। শীতকালের সমস্যাগুলোর মধ্যে পায়ের গোড়ালি ফেটে যাওয়াটা খুব পরিচিত একটি সমস্যা। এই সমস্যা থেকে মুক্তির জন্য রইল কিছু টোটকাঃ -মুলতানি মাটি, অ্যালমন্ড অয়েল, এই তিনটার প্যাক পায়ে লাগিয়ে, ২০ মিনিট পরে ধুয়ে ফেলবেন। তারপর নরম ব্রাশ দিয়ে পায়ের মরা চামড়াগুলো ঘষে আলতো করে তুলে ফেলেন। এই প্যাকটা ফ্রিজেও রাখতে পারেন। -প্রচুর পরিমাণ মৌসুমী ফল, শাকসবজি, জলের পরিমাণ বেশি এমন খাবার খান। -পায়ের চামড়া টেনে তুলবেন না। -দেহের গঠন ও আবহাওয়া বুঝে জুতা, মোজা ব্যবহার করবেন। তারিখ পার হয়ে যাওয়া প্রসাধনী, মাদকদ্রব্য বর্জনীয়। -বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখাটা ভীষণ জরুরি। সামান্য সচেতনতা আপনাকে আরো অনেক বেশি সুন্দর জীবন উপহার দিতে পারে।

উপত্যকায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ কর্মী

Image
শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি হামলা৷ মঙ্গলবার কাশ্মীরের সোপিয়ানে হয় হামলাটি৷ এতে চার পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন৷ জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি৷ হামলার নেপথ্যে জয়েশ জঙ্গিরা৷ জানা গিয়েছে, সোপিয়ানের জইনপোরা গ্রামে হয় হামলাটি৷ জঙ্গিরা আচমকা পুলিশের উপর হামলা করে৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মী৷ সঙ্কটজনক অবস্থায় এক পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ পুলিশের তরফে নিহত তিন পুলিশ কর্মীর পরিচয় সামনে আনা হয়৷ তারা হলেন, আব্দুল মাজিদ, মনজুর আহমেদ এবং মহম্মদ আমিন৷   হামলার পরই পালিয়ে যায় জঙ্গিরা৷ সঙ্গে নিহত পুলিশ কর্মীদের চারটি রাইফেল নিয়েও যায়৷ ঘটনার পরই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ জয়েশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে৷ এই হামলার একদিন আগেই মুজগুন্ড এলাকায় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় জঙ্গিরা৷ ১৮ ঘণ্টার অপারেশন শেষে দুই লস্কর জঙ্গিকে খতম করে জওয়ানরা৷

রাস্তায় অতিরিক্ত স্পিড ব্রেকার, প্রতিবাদে ধর্মঘট বাস মালিকদের

Image
বর্ধমান: বর্ধমানের দক্ষিণ দামোদরের আরামবাগ রোডে ৮৮টি বাম্পার তোলার দাবীতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট কয়েকঘণ্টার মধ্যেই তুলে নিলেন বর্ধমান জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন। ঘটনার জেরে সোমবার হয়রানির শিকার হতে হয় যাত্রীদের৷ এদিন দিনভর বাস বন্ধ রাখার পর বিকেল নাগাদ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে এই ধর্মঘট তুলে নিলেও রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে টাকা আদায়ের জুলুমের অভিযোগ তোলেন বাস মালিকেরা৷ এমনকি এই জুলুম বন্ধ না হলে আগামী দিনে বড় আন্দোলনে যাওয়ার দাবিও তোলেন তারা৷ জানা যাচ্ছে প্রশাসনের উদাসীনতায় প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েও বর্ধমান শহর দিয়ে প্রায় ৫২টি বাস অবৈধভাবে চলাচল করার দাবিকে সামনে রেখে ব্যাপক আন্দোলনে নামতে চলেছেন বাস মালিকরা। সোমবার বাস মালিক এ্যাসোসিয়েশনের সদস্য শরত কোনার জানিয়েছেন, গত এক মাসে বর্ধমান আরামবাগ রোডের ৪৪ কিলোমিটার রাস্তায় একের পর এক গজিয়ে উঠেছে স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকার গুলির মধ্যে কয়েকটি তৈরী করেছে কোথাও বানিয়েছে পিডব্লুওডি বানিয়েছে আর কিছু তৈরি করেছে পুলিশ। বাস

রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর হলেন শক্তিকান্ত দাস

Image
রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর হলেন শক্তিকান্ত দাস। নোটবন্দির পরে দেশে যে 'অর্থনৈতিক অরাজকতা' শুরু হয়েছিল, তা সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শক্তিকান্ত দাস। সে সময় আর্থিক বিষয়ে সচিব পদে আসীন ছিলেন তিনি। উল্লেখ্য, গতকাল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে আচমকা ইস্তফা দেন উর্জিত প্যাটেল। এরপরই জল্পনা শুরু হয় ওই পদে কে এবার বসতে চলেছেন? ২০১৬ সালে ৮ নভেম্বর নরেন্দ্র মোদী নোটবন্দির ঘোষণা করার পরই, সে সময় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাসকে পাশে বসিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছিলেন, বাজারে নগদের অভাব হবে না। তবে, হাল্কা উল্টো সুর শোনা যায় শক্তিকান্ত দাসের গলায়। নোটবন্দির জেরে দু'সপ্তাহ আমজনতাকে ভুগতে হবে বলে অকপটে স্বীকার করে নেন তিনি। পরবর্তীকালে নোটবন্দি নিয়ে নানা ইস্যুর মোকাবিলা করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে ১৯৮০ ব্যাচের এই আইএএস অফিসারকে। এর আগে পঞ্চদশ অর্থকমিশনের সদস্যও ছিলেন তিনি। উল্লেখ্য, কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্কের টানাপোড়েনের জেরে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গভর্নরের পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে পদত্যাগ করলেও, অনেকে মন

ফের কম টাকায় বিমানে চড়ার সুযোগ! জেনে নিন কবে, কখন মিলবে সুবিধা

Image
বাজেট ক্যারিয়ার হিসেবে ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে গো-এয়ার। ফের কম টাকায় টিকিট দেওয়ার কথা জানিয়েছে তারা। মঙ্গলবার থেকে দুদিন সেই সুযোগ পাওয়া যাবে। ২০১৯-এর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে এই সুবিধা মিলবে। সংস্থার ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। শ্রীনগর-দিল্লি রুটে টিকিট পাওয়া যাবে ১,৪৯৯ টাকায়। ২০১৯-এর ১ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে সুবিধা পাওয়া যাবে। গো এয়ারের ওয়েবসাইটে তথ্য চেন্নাই-পোর্টব্লেয়ার (১,৫৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) শ্রীনগর-মুম্বই (১,৬৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) দিল্লি-শ্রীনগর (১,৬ ৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) দিল্লি-লে (১,৭৯৯ টাকা) ( ১৫ এপ্রিল থেকে ১২ মে ) কলকাতা-পাটনা (১,৬৯৯ টাকা) ( ১৭ জুন থেকে ৩০ জুন ) কলকাতা-ভুবনেশ্বর (১,৭৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) মুম্বই-দিল্লি (১,৮৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) মুম্বই-আহমেদাবাদ (১,৭৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) বেঙ্গালুরু-পুনে (১,৯৯৯ টাকা) ( ৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল) বেঙ্গালুরু-মুম্বই (২,১৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) বেঙ্গালুরু-পটনা (১,৮৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল) মুম্বই-দিল্লি (১,৮৯

SBI-তে চাকরি করতে চান? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

Image
ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট) পদের জন্য কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রসঙ্গত, ২১ থেকে ৩৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরাই আবেদন করতে পারবেন। চাকরির সম্পর্কিত বিস্তারিত তথ্য  মোট শূন্যপদ: ৩৯ পদের নাম: ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট) যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা: Institute of Chartered Accountants of India (ICAI) থেকে প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (CA) ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি যে কোনও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। আবেদন প্রক্রিয়া: প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ-এর মাধ্যামে প্রার্থীকে বাছাই করা হবে। আবেদন ফি: জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৬০০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি SC/ ST দের জন্য আবেদন ফি ১০০ টাকা। জেনে নিন কীভাবে আবেদন করবেন: এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে

মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক রুখতে রাজ্য তৈরি করল গাইডলাইন

Image
কলকাতা: মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক দেওয়া ঠেকাতে রাজ্য তৈরি করে ফেলল গাইডলাইন। চিকিৎসাশাস্ত্রের ২০টির বেশি বিভাগের সমস্ত পরিচিত অসুখবিসুখ মাথায় রেখে তৈরি হয়েছে এটি। লক্ষ রাখা হয়েছে বিরল অসুখবিসুখের প্রতিও। সঠিক রোগে রোগীর সহনশীলতা মাথায় রেখে সঠিক ডোজে কার্যকর অ্যান্টিবায়োটিকের ব্যবহারকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে এই গাইডলাইন। কম দামের মধ্যেও সুনির্দিষ্ট রোগে অপ্রচলিত কিন্তু কার্যকর অ্যান্টিবায়োটিকের কথাও বলা রয়েছে এখানে। কোন রোগে, কখন অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই— সেকথাও সুস্পষ্টভাবে বলা রয়েছে। যদিও এ ধরনের গাইডলাইনের কথা শুনে বহু নামকরা ক্লিনিশিয়ানই বলছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রুখতে গাইডলাইনের প্রয়োজন অবশ্যই ছিল। কিন্তু, তা যেন চিকিৎসকের স্বাধিকার ক্ষুণ্ণ না করে। সোমবার বিশিষ্ট ফিজিশিয়ান ডাঃ সুকুমার মুখোপাধ্যায় বলেন, গাইডলাইন ভালো। কিন্তু, মনে রাখতে হবে, এটা চিকিৎসাশাস্ত্র। দুয়ে দুয়ে সবসময় চার হয় না। কেস অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ডাক্তারকে সিদ্ধান্ত নিতে হয়। পরিবর্তনও করতে হয়। তাই খোলা মনে গাইডলাইন ব্যবহারের ক্ষমতা দেওয়া উচিত। কখনও যেন মনে না হয়, চাপিয়ে দেওয়া হল। ২০

আমেরিকায় পাচারে মিলত শিশু পিছু তিরিশ লাখ

Image
কলকাতা: আমেরিকা সহ বিদেশের বিভিন্ন জায়গায় পাচার করতে শিশু পিছু নেওয়া হত তিরিশ লক্ষ টাকা। এখনও পর্যন্ত ১৩ জনকে এই টাকার বিনিময়ে পাঠানো হয়েছে ভিন দেশে। এই কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত ময়ূর ব্যাসকে জেরা করে এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তবে বিদেশে পাচার হয়ে যাওয়া শিশুর সংখ্যাটা আরও বেশি বলেই মনে করা হচ্ছে। বাচ্চা বিক্রি করে আসা অর্থ তারা কোথায় বিনিয়োগ করেছে, তা নিয়েও খোঁজখবর চলছে। সেই কারণে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্য সমস্ত নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন অফিসাররা। শিশু পাচারের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস। যার মধ্যে রয়েছে গুজরাতের বাসিন্দা, চক্রের অন্যতম পাণ্ডা ময়ূর ব্যাস। তবে তদন্তকারী অফিসাররা জানতে পারছেন, চক্রে নাসির নামে এক যুবকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যার মাধ্যমেই শিশুগুলিকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী মার্কিন দূতাবাসের কর্মী। শিশুদের বেআইনিভাবে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর কোনও সাহায্য নাসির পেয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে ওই মহিলাও সন্দেহের তালিকায়। গোয়েন্দাদের বক্তব্য, বড় কারও সহযোগিতা ছ

একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিরক্ত হচ্ছেন? পড়ুন এই খবর

Image
আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। বেশিরভাগ গ্রুপেই আপনার সম্মতি ছাড়া অ্যাড করা হয়েছিল আপনাকে। তবে এবার সেই নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে যে কোন গ্রুপে অ্যাড করার আগে গ্রাহকের সম্মতি বাধ্যতামূলক। সম্প্রতি ফাইনানশিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে সম্প্রতি সরকারের কাছে এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। এর পরেই সরকারের তরফ থেকে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করা হয়। সম্প্রতি তথ্য প্রযুক্তিও মন্ত্রকে এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন এক সরকারি অধিকর্তা। এই বিষয়ে হোয়াটসঅ্যাপকে জিজ্ঞাসা করা হলে চ্যাট কোম্পানি জানিয়েছে, যে কোন গ্রাহককে কোন গ্রুপে যোগ করতে গ্রুপ অ্যাডমিনের ফোনে সেই গ্রাহকের নম্ব অর সেভ থাকতে হবে। এছাড়াও গ্রাহক কোন গ্রুপ থেকে পর পর দুইবার নিজে থেকে বেড়িয়ে গেলে সেই গ্রুপে আপ ঢোকানো যাবে না। মন্ত্রকের তরফে দ্বিতীয় এক চিঠিতে ফেসবুকের এই মেসেজিং সার্ভিসকে জিজ্ঞাসা করা হয় কেন দুই বার গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পরেও কিছু গ্রাহককে তৃতীয়বার একই গ্রুপে ঢোকানো গিয়েছে? সেই প্রশ্নের উত্তরে হোয়াটসঅ্যাপ জানিয়েছে একই নামে অন্য নম্বর থেকে নতুন গ্রুপ

সরকারি নির্দেশে বাংলাদেশে বন্ধ ৫৮টি নিউজ পোর্টাল

Image
ঢাকা: সরকারি নির্দেশে রবিবার থেকে বাংলাদেশে বন্ধ হল ৫৮টি নিউজ পোর্টাল৷ বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি-র তরফে নেওয়া হয়েছে এই কঠোর পদক্ষেপ। কয়েকদিন আগেই এই পোর্টাল বন্ধের নির্দেশনামা পৌঁছে গিয়েছিল সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে৷ নির্দেশ পৌঁছে গিয়েছিল ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজির কাছেও৷ এরপরই রবিবার বিকাল থেকে বন্ধ করে দেওয়া হয় ৫৮টি নিউজ পোর্টালকে৷ নির্দেশের বিষয়টি স্পষ্ট করেন বাংলাদেশ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার শীর্ষকর্তা মহম্মদ ইমদাদুল হক৷ তিনি বলেন, "রবিবার বিকাল থেকেই কার্যকরী হয়েছে এই নির্দেশিকা৷ প্রথমে খোলা চিঠিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়৷ বলা হয়, রবিবার থেকেই অনলাইন নিউজ পোর্টালগুলিকে বন্ধ করার৷ এরপর সেই মতোই কাজ হয়৷" তবে ঠিক কী কারণে নিউজ পোর্টালগুলিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করেননি তিনি৷ সূত্রের খবর, বিভ্রান্তিকর খবর প্রচারের জন্যই এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে৷ বন্ধ হওয়া ৫৮ টি নিউজ পৌর্টালগুলির অন্যতম হল, ঢাকা টাইমস ২৪.কম, প্রিয়.কম, পরিবর্তন.কম, রাইজিংবিডি.কম,

এয়ারটেলের এই উদ্যোগ কতটা চাপে ফেলবে জিওকে?

Image
ভারতের টেলিকম বাজারে জিও প্রবেশের পর থেকে বাজারের সব নিয়ম বদলে গিয়েছে। জিওর কম দামে ডাটার সাথেই আনলিমিটেড কল অন্য সব টেলিকম অপারেটারদের প্ল্যানকে নতুন করে সাজাতে বাধ্য করেছিল। নতুন এই পদ্ধতিতে জিওর গ্রাহক প্রতি গড় আয় বাড়লেও চাপে পড়েছে ভোডাফোন ও এয়ারটেলের মতো প্রতিযোগিরা। ভারতে 4G বাজারে দখল আরও জোরদার করতে এবার কম দামে VoLTE স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে এয়ারটেল। নতুন এই উদ্যোগে কোম্পানির ১৫ কোটি 2G গ্রাহক 4G নেটওয়ার্কে চলে আসবে। সম্প্রতি ফাইলানশিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক ফোন প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই এই বিষয়ে এয়ারটেলের সাথে কথা বলা শুরু করেছে। এই মুহুর্তে জিও একমাত্র কোম্পানি যাঁরা সম্পূর্ণ 4G সার্ভিস দেয়। ইতিমধ্যেই ভারতে জিওর দুটি 4G ফিচারফোন হট কেকের মতো বিক্রি হচ্ছে। তবে নতুন 4G ফোন কম দামে বিক্রির পরিকল্পনা করছে না এয়ারটেল। বরং নতুন এই ফোন কিনলে গ্রাহকদের ক্যাশব্যাক অফার দেবে গুরুগ্রেমের কোম্পানিটি। যা নতুন ফোনের দাম কমিয়ে দেবে। বাজারে ইতিমধ্যেই কম দামে জিওর দুটি ফিচারফোন বিক্রি হলেও ফিচারফোন লঞ্চের কোন পরিকল্পনা নেই এয়ারটেলের। পরিবর্তে অ্যানড্

সংসদকে অচল করবেন না, দেশের স্বার্থে আলোচনা চাই, সব দলকে আহ্বান মোদীর

Image
সংসদের বাইরে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থেই অধিবেশনকে সচল রাখতে হবে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সমস্ত সাংসদ ও মন্ত্রীর উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আশা করি সাংসদরা শুধু নিজেদের বা দলের কথা না ভেবে দেশবাসীর কল্যাণের স্বার্থেই পার্লামেন্টকে সচল রাখবেন।" শীতকালীন অধিবেশনের 'ওয়ার্ম আপ' শুরু হয়ে গিয়েছে। এই অধিবেশন যে মোদীর পক্ষে স্বস্তিদায়ক হবে নাতার আঁচ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। রাফাল চুক্তি, কৃষক সমস্যা, সিবিআই-দ্বন্দ্বের মতো সমস্যা তো ছিলই, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের ইস্তফা বিরোধীদের হাতে আক্রমণের নতুন অস্ত্র তুলে দিয়েছে। সব মিলিয়ে শীতকালীন অধিবেশনে বিরোধীরা যে মোদীর সরকারের উপর বিশাল চাপ সৃষ্টি করতে চলেছেন সেটা বলাই বাহুল্য। অধিবেশন অচল হতে পারে এমনই একটা আশঙ্কার মেঘ দেখা দিয়েছে।  সেটা আঁচ করতে পেরেই মোদী সব দলের কাছে আহ্বান জানিয়েছেন, সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।বিরোধীরাও সংসদ সচল রেখে সরকারকে সহযোগিতা করে। মোদী বলেন, "এই অধিবেশন খুব গুরুত্বপূর্ণ।

ধর্ষণ হোক বা যৌন নিগ্রহ, নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট

Image
আরও দায়িত্বশীল হতে হবে সংবাদমাধ্যমকে। বিশেষ করে ধর্ষণের খবরের ক্ষেত্রে। ধর্ষণের  ঘটনায় নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করা যাবে না কোনওমতেই। তাঁর মৃত্যু হলেও নয়। যৌন নিগ্রহের ক্ষেত্রেও একই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নির্যাতিতা যদি নাবালিকা হয়। মিটিং-মিছিল এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যেন কোনওভাবে তার পরিচয় প্রকাশ না পায়। তাদের পরিবারের সম্মতি থাকলেও নয়। মঙ্গলবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। সেইসময় জনসাধারণের সামনে চলে আসে নির্ভয়ার আসল পরিচয়। সংবাদমাধ্যমের সামনে আসেন নির্ভয়ার মা-বাবাও। চলতি বছরের শুরুতে জম্মু-কাশ্মীরের ধর্ষণ করে খুন করা হয় ৮ বছরের এক বালিকাকে। তার পরিচয়ও গোপন থাকেনি। যাতে অসন্তোষ প্রকাশ করেছিল বিভিন্ন মানবাধিকার কমিশনও। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তাই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী নিপুণ সাক্সেনা। তাঁর যুক্তি ছিল, এ ভাবে নির্যাতিতার নাম-পরিচয় সামনে এলে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আদালতের তরফে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ দিন মামলাটির শুনানি করছিল বিচার

‌তেলঙ্গানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে টিআরএস, ৫০,০০০ ভোটে জয়ী কেসিআর

Image
প্রত্যাশা মতই ফলাফল প্রকাশ্যে আসছে তেলঙ্গানায়। বিধানসভা নির্বাচন এবারই প্রথম এই রাজ্যে। টিআরএস যে জয়ের দিকেই এগোচ্ছে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ৫০,০০০ ভোটে জয়ী হয়েছেন টিআরএস প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।গজওয়েল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ১১৯টি আসনের মধ্যে টিআরএস এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। ৬০টি আসনে জিতলেই একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে টিআরএস। মেহবুবনগরের ১৪টি আসনেই এগিয়ে টিআরএস।সিদ্দিপেটে ১.২০ লাখ ভোটে জয়ী হয়েছে টিআরএস প্রার্থী হরিশ রাও। তেলঙ্গানায় টিআরএস যে সরকার গঠন করবে সম্ভাবনা আগাম আঁচ করতে পেরেই বিজেপি কেসিআরকে সমর্থনের কথা আগাম জানিয়ে রেখেছে। এদিকে কংগ্রেস এখনও পর্যন্ত ২৪ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি মাত্র একটি আসনে এগিয়ে। মোটের উপর তেলঙ্গানায় বিজেপির হাঁড়ির হাল দশা তাতে কোনও সন্দেহ নেই। চন্দ্রায়নগুট্টায় জয়ী হয়েছেন এআইএমআইএম নেতা আকবরউদ্দিন ওয়াসি। চারমিনার কেন্দ্রেও এগিয়ে রয়েছেন ওয়াসির দলের মুমতাজ আহমেদ খান। ওয়াইসির দল পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। বাকি তিনটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। হায়দরাবাদ শহরে ওয়াইসির দলের ফলাফল ভাল। 

সেমিফাইনাল প্রমাণ করল বিজেপি কোথাও নেই, টুইট মমতার

Image
'‌পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলের ট্রেন্ডই বলে দিচ্ছে সেমিফাইনালেই বিজেপি কোথাও নেই। ২০১৯–এর লোকসভা নির্বাচনের আগে এটাই গণতন্ত্রের জয়। মানুষই ম্যান অব দ্য ম্যাচ গণতন্ত্রে। দেশবাসীর জয়। তিন রাজ্যের সম্ভাব্য জয়ীদের আমার শুভেচ্ছা।'‌ টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রে জোট সরকার গড়ার সূত্রটা তিনিই বেঁধে দিয়েছেন। তাঁরই নেতৃত্বে একমঞ্চে এসেছে ২১টি রাজনৈতিক দল। এই ঐতিহাসিক জোটের যে মধ্যমণি তিনিই সেটা সোমবারই রাজধানী দিল্লির বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।  কর্ণাটকে জোট সরকার গড়ার কৌশলটা তৃণমূল নেত্রীই বাতলে দিয়েছিলেন কংগ্রেসকে। সেই সূত্র মেনেই বিজেপিকে বড় ধাক্কা দিয়েছিল কংগ্রেস। এবার পাঁচ রাজ্যেও সেই থিওরি মেনেও যে কাজ হয়েছে তা অনস্বীকার্য। রাজস্থান, মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির সঙ্গে। বলা ভাল বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে কংগ্রেসের থেকে। এটাকে দেশবাসীর জয় বলেই টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনিই প্রথম বলেছিলেন ২০১৯-‌এ বিজেপি ফিনিস। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ক্রমশ প্রকাশ্য ফলাফল সেদিকেই ইঙ্গিত দিচ

আরও এক ধাক্কা! প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিলের সদস্যের পদত্যাগ

Image
কেন্দ্রের জন্য ফের এক ধাক্কা। আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে যখন আলোড়ন চলছে তার মাঝেই আর এক অর্থনীতিবিদ নিঃশব্দে প্রস্থান করেছেন। যে খবর কিছুদিন পরে সামনে এল। প্রখ্যাত অর্থনীতিবিদ ও কলামনিস্ট সুরজিৎ ভল্লা এবার সরে গেলেন প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিল থেকে। এই কাউন্সিলের পার্ট-টাইম সদস্য ছিলেন তিনি। গত ১ ডিসেম্বরই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আর্থিক পরামর্শদাতা কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের সদস্য বিবেক দেবরয়। এছাড়াও আংশিক সদস্য হিসাবে অর্থনীতিবিদ রথীন রায়, অসীমা গোয়েল, শামিকা রবি ও অন্যান্যরা রয়েছেন। সোমবার বিকেলে আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের পদত্যাগের খবর সামনে আসে। তিনি আগামী জানুয়ারী মাসেই মেয়াদ শেষ করতেন। তা সত্ত্বেও আগে থেকে সরে গেলেন। কেন্দ্রের সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে খবর। যদিও বিদায়বেলায় তিনি কোনও বিতর্ক তৈরি করেননি। সকলকে ধন্যবাদ জানিয়ে সরে গিয়েছেন। তবে বিরোধী শিবির থেকে প্রখ্যাত অর্থনীতিবিদেরা কেন্দ্রের মোদী সরকারকেই কাঠগড়ায় তুলেছে।

টাকার দামে বিশাল পতন, ফের পিছনের দিকে হাঁটতে শুরু করল ভারতীয় মুদ্রা

Image
মাঝে কিছুটা উন্নতি হয়েছিল। তবে এদিন পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু হতেই একদিকে যেমন শেয়ার বাজারে ধস নামল, তেমনই টাকার দাম পড়ল অনেকটাই। সোমবার মার্কিন ডলারের সাপেক্ষে ৫০ পয়সা পড়ে টাকার দাম থেমেছিল ৭১.৩২ টাকায়। এদিন বাজার খুলতেই ফের ১ টাকা ১৪ পয়সা কমে টাকার দাম দাঁড়াল ডলারের সাপেক্ষে ৭২.৪৬ টাকা। একদিকে যেমন বিশ্বজনীন বাণিজ্য যুদ্ধ, অপরিশোধিত তেলের দামে অনিশ্চয়তার বিষয়গুলি রয়েছে, তেমনই আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের সরে যাওয়াও টাকার দামে পতনের অনুঘটকের কাজ করেছে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীরা আশঙ্কায় ভুগছেন। কারণ কংগ্রেস বিধানসভা ভোটে ফলে এগিয়ে বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। যার ফলে স্থানীয় বাজারের লেনদেনকারীরা ইক্যুইটি বেচে দিচ্ছেন। বিজেপির হার বিনিয়োগকারীদের আশঙ্কায় ফেলে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির পিছিয়ে যাওয়া ও টাকার পতন বেশ গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি তেলের উৎপাদন কমিয়ে দেবে বলে জানিয়েছে। ফলে তেলের দাম ফের বাড়তে চলেছে। এদিন বাজার খুলতেই সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি পড়ে ৩৪৪৫৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আরও পতনের ইঙ্গিত রয়ে

লোকসভা নির্বাচনের আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য কল্পতরু হল মোদী সরকার

Image
লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন স্কিমে সরকারের অনুদান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে। একইসঙ্গে এই স্কিম থেকে টাকা তোলায় শিথিলতাও আনা হচ্ছে। ৬০ শতাংশ টাকা তোলার শিথিলতা ধার্য করেছে অর্থমন্ত্রক। সোমবার অর্থমন্ত্রক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বয়ং এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পেনশন স্কিমের টাকা যেমন বাড়ানো হচ্ছে, তেমনই পেনশন স্কিমের টাকা ৬০ শতাংশ তুলে নিলে কোনও কর দিতে হবে না। ন্যাশনাল পেনশন স্কিমের গুরুত্ব বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত বলেও জানানোর হয়েছে সরকারের তরফে। এতদিন পেনশনের ৪০ শতাংশ টাকা কর না দিয়ে তোলা যেত। এখন তা বাড়িয়ে ৬০ শতাংশ করা হল। এর ফলে মেধাবীরা সরকারি চাকরির দিকে ঝুঁকতে পারবেন। আর মেধাবীদের সরকারি চাকরির দিকে টেনে আনাই এর আরও এক লক্ষ্য বলে জানিয়েছেন অরুণ জেটলি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে লোকসভার আগে মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে প্রায় ১৮ লক্ষ সরকারিকর্মী উপকৃত হবেন। আর এই প্রকল্পের জন্য বার্শেক

শত্রুঘাঁটি গুঁড়িয়ে দিল সুখোই, এফ ১৫

Image
শত্রুপক্ষের বায়ুসেনা ঘাঁটিতে হামলা করতে ছুটেছে ১৪টি যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার সুখোই ৩০এমকেআই-এর সঙ্গে শত্রু-শিবির তছনছ করে দিতে এগোচ্ছে মার্কিন এফ ১৫। ধেয়ে এল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার। সুখোই, এফ ১৫-এর নজর এড়িয়ে উল্টোদিক থেকে বিধ্বংসী জাগুয়ারকে হঠাতে তাড়া করতে শুরু করল মিরাজ। ভাবছেন, এ কেমন লড়াই? যেখানে ভারতীয় বায়ুসেনার সঙ্গে শত্রুপক্ষ নিধনে মেতেছে আমেরিকাও? কেনই বা ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান লড়াই করছে, তাদেরই এক যুদ্ধবিমানের বিরুদ্ধে? আদতে মহড়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে দু'দেশের বায়ুসেনার সেরা যুদ্ধবিমানগুলি কী ভাবে পাশাপাশি থেকে লড়বে তারই মহড়া চলছে রাজ্যের দুই বায়ুসেনা ঘাঁটি, কলাইকুন্ডা এবং পানাগড়ে।  ভারত-আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ককে আরও পোক্ত করতে গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে 'কোপইন্ডিয়া ২০১৮'। যেখানে ভারতের সেরা তিন যুদ্ধবিমান সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার, মিরাজ ২০০০-এর কাঁধে কাঁধ মিলিয়ে মহড়ায় সামিল মার্কিন যুদ্ধবিমান এফ ১৫। সোমবার এক সাংবাদিক বৈঠকে ভারতীয় পক্ষের মহড়া অধিকর্তা এয়ার কোমোডর জেএস মান বলেন, 'দু'দেশের বায়ুসেনা কর্মীদের যৌথ মহড়া আমাদের কার

মাধ্যমিকের প্রশ্নপত্র এবার থেকে সরাসরি যাবে পরীক্ষা ঘরে

Image
কলকাতা: ময়নাগুড়ি স্কুলে প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে এবার আরও সতর্ক হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর মাধ্যমিকে প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্রের প্যাকেট আর রাখা হবে না বলে ঠিক করেছে তারা। ট্রেজারি বা থানা থেকে সরাসরিই তা পৌঁছে দেওয়া হবে পরীক্ষার হলে। সেখানেই পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্রশ্নপত্রের সেই প্যাকেট খোলা হবে। পর্ষদ সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার প্রশ্নপত্র রাখার জন্য স্কুলভিত্তিক কোনও স্ট্রং রুম থাকছে না। পর্ষদই সরাসরি ক্লাসভিত্তিক প্রশ্নের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। শিক্ষামহলের মতে, প্রশ্নফাঁস ঠেকাতে স্কুল, প্রধান শিক্ষক বা ভেন্যু সুপারভাইজারদের ক্ষমতা খর্ব করে নিজেরাই বাড়তি দায়িত্ব কাঁধে নিচ্ছে পর্ষদ। এতদিন, ছোট ছোট প্যাকেটে প্রশ্নপত্র দিয়ে তা একটি বড় প্যাকেটে করে বিভিন্ন 'কাস্টোডিয়ান' বা 'জিম্মাদার'-এর কাছে পাঠানো হতো। 'কাস্টোডিয়ান' বলতে থানা বা ট্রেজারি। সেখান থেকে প্রশ্নের প্যাকেটগুলি পরীক্ষা শুরুর অনেকটা আগেই স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রধান শিক্ষকের ঘরেই রাখা হতো। সেটিই স্ট্রং রুম হিসেবে কাজ করত। কোন

সরষের পরিবর্তে তিল থেকেই হচ্ছে তেল, পুলিশের জালে ব্যবসায়ী

Image
বনগাঁ: খোলাবাজারে সরষের পরিবর্তে বিকোচ্ছে তিল। এই চক্রের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুশীল বাইন৷ সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলে পুলিশ৷ ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার অন্তর্গত মনমোহনপুরের দোগাছিয়া এলাকায়। সরষের বদলে রঙ ও কেমিক্যাল মিশ্রিত তিল বিক্রি করার একটি চক্র চলছে বলে খবর পায় পুলিশ। রবিবার রাতেই ওই এলাকায় হানা দেয় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী৷ তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় এলাকার প্রত্যেক কারখানা ও গুদামে৷ তল্লাশিতে একটি কারখানা থেকে উদ্ধার হয় রঙ ও কেমিক্যাল মিশ্রিত ৪০০ কেজি সরষে এবং তিল। রাতেই কারখানাটি সিল করে দেয় পুলিশ এবং গ্রেপ্তার করা হয় কারখানা মালিক সুশীল বাইনকে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই জাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে৷ প্রথমে বাজার থেকে কম দামি তিল কিনে আনত৷ তারপর সেই তিলে কেমিক্যাল ও রং মিশিয়ে সরষে বলে খোলাবাজারে বিক্রি করত৷ প্রয়োজনে ব্যবহার করা হত মবিলও৷ স্থানীয় বাসিন্দাদের মতে, সরষে ভেবে তাঁরা অনেকেই সেই ভেজাল মিশ্রিত তিল কিনে তা থেকে তেল বের করতেন। তারপর রং ও কেম

কর্মচারীরাই প্রথম অগ্রাধিকার, আদালত অফার মানলেই বেতন দেব : বিজয় মালিয়া

Image
লন্ডন : "কর্মচারীরাই আমার কাছে প্রথম অগ্রাধিকার। আমার অফার আদালত মেনে নিলে সর্বপ্রথম আমি আমার কর্মচারীদের বেতন দেব।" গতকাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর প্রত্যর্পণের মামলার শুনানি চলাকালীন একথাই বলেন আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্ত বিজয় মালিয়া। বুধবার টুইটারে বিজয় মালিয়া লেখেন, "আমি ভারতীয় ব্যাঙ্কগুলিকে ঋণের মূল অর্থের (আসল) পুরোটাই ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছি। দয়া করে তা গ্রহণ করুন।" সে প্রসঙ্গে গতকাল শুনানি চলাকালীন 'পলাতক' ভারতীয় উদ্যোগপতি বলেন, "আমরা যখন কথা বলছি, তখন বিষয়টি নিয়ে কর্নাটক হাইকোর্টে আলোচনা চলছে। তাই হাইকোর্টই সে বিষয়ে সিদ্ধান্ত নিক। কিন্তু, আমার কর্মচারীরাই আমার কাছে প্রথম অগ্রাধিকার পায়। গত দু'বছরে আদালতে দুটি পৃথক আবেদন করেছি আমরা। তাতে বলেছি যে, আদালতে যে অর্থ জমা রয়েছে, তা দিয়ে আমার কর্মচারীরাদের বেতন দেওয়া হোক। আদালতের পক্ষ থেকে এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। যদি আদালত আমার অফার গ্রহণ করে, তাহলে সর্বপ্রথম আমি আমার কর্মচারীদের বেতন দেব।" গতকালই বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় ওয়ে

'অসুস্থ' পর্ষদ সভাপতির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে শিক্ষক !

Image
আলিপুরদুয়ার : তিনি নাকি অসুস্থ ! প্রাথমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বলে এসেছেন। রোদ্দুরে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। তাই, এক শিক্ষক তাঁর মাথায় ছাতা ধরে ছিলেন। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নিন্দুকদের তো আর কাজ নেই ! শুরু করেছে সমালোচনা। কেউ বলছে, ঔদ্ধত্য। কেউ আবার বলছে, অসুস্থ নাকি ছাই ! দিব্যি তো হাঁটা-চলা করছিল। আর ছাত্রছাত্রীদের কাঠফাটা রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এসব কী ? মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। এহেন মানিকবাবু গতকাল ছিলেন আলিপুরদুয়ারে। সেখানে জেলার ১২টি সার্কেলের সমস্ত স্কুল নিয়ে আয়োজিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ এই প্রতিযোগিতার শেষ দিন। গতকাল উদ্বোধন হয়। উদ্বোধনের সময় ছিলেন মানিকবাবু। ছাত্রছাত্রীদের অভিবাদনও গ্রহণ করলেন। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, বিতর্ক শুরু হয়েছে অন্য কারণে। কারণ, তাঁর মাথায় ছাতা (গার্ডেন ছাতা) ধরে দাঁড়িয়ে ছিলেন এক শিক্ষক। আর ছাত্রছাত্রীরা রোদে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছিলেন। হাত তুলে অভিবাদন গ্রহণও করছিলেন তিনি।  পর্ষদ সভাপতির মাথায় ছাতা ধরে যিনি দাঁড়িয়েছিলেন তাঁর নাম অভিজিৎ কুণ্ডু। তিনি আলিপুরদুয়ার টাউন সার্কেল ত

এক ধাক্কায় উধাও আড়াই লক্ষ কোটি! নির্বাচনী ফলের আগে প্রমাদ গুনছে বাজার

Image
দিনভর মাথা তুলে দাঁড়াতে পারল না শেয়ার বাজার। দিনের শেষে ৭০০ পয়েন্ট নীচে থামল সেনসেক্স। আর নিফটি ২০০ পয়েন্টে। সব সেক্টরেরই শেয়ার মুখ থুবড়ে পড়েছে। সবথেকে বিস্ময়ের এক ধাক্কায় মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। সেলসেক্স ৩৫ হাজারের নীচে নেমেছে। নিফটি দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৮-তে। রাত পোহালেই পাঁচ রাজের বিধানসভার ফলাফল। বিজেপি না কংগ্রেস সেই টানাপোড়েন তো রয়েছেই এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করেছেন। তার ফলে দিনভর আর ঝেড়ে উঠতে পারেনি সেলসেক্স ও নিফটি। এর ফলে বিনিয়োগকারীরা সাবধানে পা ফেলেছে বিনিয়োগে। বিশ্বের শেয়ারবাজারও ধস নেমেছে পেক তেল উৎপাদক সংস্থা উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ায়। দিনে ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানুয়ারি থেকে। ফলে বিশ্ববাজারে ফের জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিয়েছে। এই অবস্থায় বিএসসির অন্তর্ভুক্ত শেয়ারগুলিতে ধস নেমেছে। ২ লক্ষ ৫২ হাজার ৪৭৮ কোটি টাকার শেয়ার দিনের শেষ দাঁড়িয়েছে মাত্র ১.৩৭ কোটিতে। ৯০০ কোটি টাকার শেয়ার বিক্রে করে দিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। বিভিন্ন সেক্টরে পতন লক্ষ করা গিয়েছ

‌আরবিআইয়ের গভর্নর পদ থেকে ইস্তফা উর্জিতের

Image
জল্পনা ছিল আগে থেকেই। অবশেষে আশঙ্কা সত্যি করেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত প্যাটেল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। উর্জিতের ইস্তফার সঙ্গে সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কেন্দ্রের সংঘাত আরও প্রকট হল। আরবিআইয়ের একাধিক কাজে কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন উর্জিত। সেকারণেই পদ ছাড়তে বাধ্য হলেন বলে মনে করা হচ্ছে। যদিও পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ব্যক্তিগত কারণে পদ ছাড়ছেন। গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং আরবিআইয়ের গভর্নরের সঙ্গে স্বাধিকারের লড়াই চলছিল। আরবিআইয়ের স্বাধিকারে হস্তক্ষেপের অভিযোগ উঠছিল মোদি সরকারের বিরুদ্ধে। আরবিআইয়ে সঞ্চিত অর্থের ভাগ দাবি করেছিলন মোদি সরকার। তাতে রাজি হননি উর্জিত। তা নিয়ে কেন্দ্র আরবিআই সংঘাত চরমে ওঠে।  এই মনোমালিন্যের জেরেই এই ইস্তফা বলে মনে করা হচ্ছে। শীতকালীন অধিবেশনের আগে উর্জিতের এই পদত্যাগ মোদিকে চাপে ফেলবে বলে মনে করছেন রাজনীতিকরা। আগামীকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। তার আগে দিল্লিতে একজোট হয়েছে বিরোধীরা। এই সন্ধিক্ষণে আরবিআই গভর্নরের পদত্যাগ বিরোধীদের হাতে মোদি সরক

‌বিজয় মালিয়াকে ভারতে ফেরানোর নির্দেশ ব্রিটেনের আদালতের

Image
অবশেষে ভারতেই ফিরতে হচ্ছে লিকার ব্যারন বিজয় মালিয়াকে। সোমবার ব্রিটেনের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট বিজয় মালিয়াকে ভারতে ফেরানোর পক্ষেই রায় দিয়েছে। চিফ ম্যাজিস্ট্রেট জজ এমা অরবুথনট এই ঐতিহাসিক রায় দেন। এর আগে ব্রিটেনের ওয়েস্টমিনস্টার কোর্টে একাধিকবার বিজয় মালিয়াকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল ইডি। শিল্পপতি মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। প্রথমে যদিও ইডি এবং সিবিআইয়ের আবেদনে তেমন গুরুত্ব দিতে চায়নি ব্রিটেনের আদালত। কিন্তু ভারতের পক্ষ থেকে একের পর এক প্রমাণ দাখিল করা হয় এমনকী রাজনৈতিক স্তরেও চাপ বাড়ছিল। সেই দ্বিমুখী চাপের কাছে অবশেষে হার মানতে হয়েছে মালিয়াকে। ভারতে ফিরতে হবে বুঝতে পেরেই গত কয়েদিন ধরেই স্টেট ব্যাঙ্কের টাকা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এমনকী অনেকটা চোরের মায়ের বড় গলার মতো আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমি টাকা চুরি করে পালাইনি। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে আগে থেকে টাকা ফেরতের প্রস্তাব দিলেন কেন মালিয়া। ভারত এদিকে লিকার ব্যারনকে স্বাগত জানাতে আগে থেকেই শ্রীঘর সাজিয়ে রেখেছে। আইনি ছাড়পত্র মিললেই সেই শ্রীঘরেই ঠাঁই হবে মালিয়ার। তার পরেরটা

অভিযুক্ত পড়শি ‘কাকু’ বাড়িতে ডেকে ধর্ষণ, রক্তাক্ত নাবালিকা

Image
মাঝবয়সী প্রতিবেশীকে 'কাকু' বলে ডাকত মেয়েটি। সেই 'কাকু'র বিরুদ্ধেই উঠল বছর দশেকের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল সবংয়ের দশগ্রাম এলাকা। রবিবার সন্ধ্যায় সবং থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতার মা। তবে অভিযুক্ত বছর পঁয়তাল্লিশের ননীগোপাল মাজি ঘটনার পর থেকেই পলাতক বলে পুলিশের দাবি। রবিবার ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই বালিকাকে সবং হাসপাতালে চিকিৎসা করানো হয়। সোমবার মেদিনীপুর মেডিক্যালে শারীরিক পরীক্ষার পরে মেদিনীপুর জেলা আদালতে গোপন জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হয় তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বালিকার বাবা রবিবার দিনমজুরের কাজে মোহনপুর গিয়েছিলেন। আর মা গ্রামেই একটি জমিতে মজুর খাটতে গিয়েছিলেন। বাড়িতে দিদি ও ভাইয়ের সঙ্গে ছিল ওই বালিকা। দুপুরে বাড়ির বাইরে ঘুরছিল সে। তখনই উল্টো দিকের বাড়ির মালিক ননীগোপাল তাকে ডাকে। পড়শি 'কাকু'র ডাকে সাড়া দিতে দ্বিধা বোধ করেনি ওই বালিকা। ননীগোপালের নিজের মেয়ে তখন অন্য ঘরে ঘুমোচ্ছিল। তার খোঁজে এই বালিকা ননীগোপালের বাড়ির ভিতরে ঢুকে যায়। সেই সময়ই ননীগোপাল তার মুখ বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে না জানানোর জন্

‘ছেলেকে নিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি, মরিনি’

Image
এথান আব্রাহাম। আর্থিক দেনায় জর্জরিত হয়ে চরম প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার জন্যই সন্তান এবং নিজের মাকে মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি দমদম-কাণ্ডে অভিযুক্ত পৌলোমী সেনের। সোমবার তপসিয়ার হাসপাতালের বিছানায় শুয়ে পৌলোমী বলেন, ''আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এত সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে মনে হল, মারা এবং মরা ছাড়া কোনও পথ নেই!'' কী এমন সেই পরিস্থিতি? পৌলোমী জানান, তাঁর প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল। এত দেনা কী ভাবে শোধ হবে, তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি। পৌলোমী বলেন, ''২০-২৫ লক্ষ টাকা দেনা। আমার কাছে কোনও টাকা নেই। কাউকে একটা টাকাও শোধ করতে পারব না। রাস্তায় থাকা ছাড়া কোনও উপায় ছিল না। এমন ভাবে সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছিলাম যে, মাথা কাজ করছিল না। তাই শনিবার রাতে ছেলেকে ঘুমের ওষুধ খাইয়েছিলাম। যাতে ও কোনও শব্দ করতে না পারে। ছেলে ঘুমনোর পরে গলা টিপে মেরেছি। এর পরে অন্য ঘরে গিয়ে মাকে ছুরি দিয়ে আঘাত করি। ছেলে এবং মা মারা গিয়েছে ভেবে ছুরি দিয়ে নিজের হাত কাটতে থাকি। এক সময়ে জ্ঞান ছিল না। পরের দিন বিকেলে ঘুম থেকে উঠে দেখি, আমি মরিনি! তখনই ছাদ

আজ সেমিফাইনালের হার-জিতেই ২০১৯ সালের দেওয়াল লিখন

Image
লোকসভা ভোটের আগে সেমিফাইনাল। তবে বুথফেরত সমীক্ষায় কিছুটা ব্যাকফুটে বিজেপি। আর সমীক্ষা মিলে গেলে নিঃসন্দেহে বড় ধাক্কা খেতে চলেছে মোদী-শাহ জুটি। তার উপরে ইতিমধ্যেই যোগ হয়ে গিয়েছে আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেলের অকস্মাত্ পদত্যাগ পর্ব।   মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ঠেকিয়ে দুই রাজ্যে এবারও গড় ধরে রাখার লড়াই। অন্যদিকে গত ২৫ বছর ধরে রাজস্থানে প্রতি পাঁচবছর অন্তর সরকার পরিবর্তন নিশ্চিত। বুথফেরত সমীক্ষাতেও তার স্পষ্ট আভাস মিলেছে। আর সে জন্য কংগ্রেসের শিবিরে বিক্ষুব্ধদের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি। তবে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এই দুই রাজ্যে বিজেপি গড় বাঁচাতে সক্ষম হলে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, ওসব সমীক্ষা মানেন না। সবচেয়ে বড় সমীক্ষক তিনিই।  তেলেঙ্গানায় আবার টিআরএসের ক্ষমতায় আসা পাকা বলে আভাস দিয়েছে সমীক্ষা। তা আন্দাজ করে ইতিমধ্যেই জোটবার্তা দিয়েছে বিজেপি। তবে উত্তর-পূর্ব থেকে দুঃসংবাদ পেতে পারে কংগ্রেস। দেশের এই প্রান্তে শি