Posts

Showing posts from October 14, 2018

দ্বিতীয় টেস্ট দশ উইকেটে জিতল ভারত, ম্যাচে ১০ উইকেট উমেশের

Image
হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার জন্য ভারতের দরকার ছিল ৭২ রান। তৃতীয় দিনে বাকি ছিল ১৫ ওভারের মতো। সময় ছিল প্রায় ৪৫ মিনিট। রবিবারই সিরিজ ২-০ করতে পারবে কিনা টিম ইন্ডিয়া, এটাই ছিল একমাত্র চ্যালেঞ্জ। বিরাট কোহালির ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজের তরফে যে  কোনও চ্যালেঞ্জই ছিল না!  তা আক্রমণাত্মক মেজাজেই ভারত (৭৫-০) পৌঁছে গেল জয়ের লক্ষ্যে। জয় এল দশ উইকেটে। অপরাজিত থাকলেন দুই ওপেনার। পৃথ্বী শ করলেন ৩৩। লোকেশ রাহুল-ও করলেন ৩৩। রাজকোটে প্রথম টেস্টও তিন দিনে জিতেছিল ভারত। এই টেস্টেও জয় এল তিন দিনে। অথচ, সকালে ভারতের প্রথম ইনিংস যখন ৩৬৭ রানে থামিয়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা, তখন বোঝাই যায়নি ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে এ ভাবে আত্মসমর্পণ করবে তারা। কিন্তু, হল ঠিক তাই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হল ১২৭ রানে। ৪৬.১ ওভারেই থেমে গেল প্রতিরোধ। পেসার উমেশ যাদবই ভাঙলেন। প্রথম ইনিংসে ৮৮ রানে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রানে নিলেন চার উইকেট।ম্যাচে দশ উইকেট হল তাঁর।তিন উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। দুই উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এক উইকেট কুলদীপ যাদবের।সুনীল অ্যামব্রিস (৩

জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

Image
গাজিয়াবাদ রয়েছে গাজিয়াবাদেই। মেয়েদের বিরুদ্ধে একের পর এক অপরাধ সংঘটিত হওয়া সত্ত্বেও কোনও প্রতিকার নেই। সম্প্রতি আরও একটি গণধর্ষণের ঘটনা সামনে এল। জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে ৩ যুবক। গত কাল ১৩ অক্টোবর শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।  ঘটনাটি ঘটে গত ২৫ সেপ্টেম্বর। জন্মদিনের পার্টি উপলক্ষে নির্যাতিতা একটি রেস্তোরাঁয় দেখা করে অভিযুক্তদের সঙ্গে। নির্যাতিতার বয়ানে জানা গিয়েছে, রেস্তোরাঁয় ৫ জন যুবক ছিল। খাওয়ার পর সেখান থেকে তারা মেয়েটিকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে ৩ জন মিলে ধর্ষণ করে মেয়েটিকে এবং তার ভিডিয়ো তুলে রাখে।  বাড়ি ফেরার পর প্রথমে লজ্জায় কিছু বলতে পারেনি মেয়েটি। অভিযুক্তরা তাকে হুমকিও দেয়, যদি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়, তবে সেই ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। তবে অভিযোগ করার আগেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। মেয়েটির কাছেও এসে পৌঁছায় সেই ভিডিয়ো। বাধ্য হয়ে সব ঘটনা বাবা-মাকে জানায় সে। পরে পুলিশের কাছেও যান মেয়েটির অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে শাহরুখ, চা

অনলাইনে হরদম শপিং করেন? তবে সাবধান...

Image
পতঞ্জলি আয়ুর্বেদের ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা। পতঞ্জলির ডিস্ট্রিবিউটরশিপের প্রতিশ্রুতি দিয়ে পুণের এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ। মোট ৪ লক্ষ টাকার প্রতারণার ঘটনা ঘটেছে বলে পুলিশে অভিযোগ হয়েছে।  পুলিশ জানিয়েছে, ব্যবসা বৃদ্ধির জন্য এ মাসের শুরুতে পতঞ্জলি আয়ুর্বেদের পণ্যের ডিস্ট্রিবিউটরশিপের জন্য আনলাইনে আবেদন করেছিলেন ২২ বছর বয়সী ওই ব্যবসায়ী। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে ই-মেইলে জানানো হয়। পাশাপাশি একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়। ই-মেইলের বক্তব্য অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেন ওই ব্যবসায়ী। এর পরে ফোন করে নানা অছিলায় তাঁর কাছে আরও টাকা চাওয়া হয়। এ ভাবে মোট ৪ লক্ষ টাকা জমা দিয়েছিলেন পুণের ওই তরুণ ব্যবসায়ী। কিন্তু প্রতিশ্রুতি মতো পণ্য না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তিনি।  এই ঘটনায় পিন্টু পাসোয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যবসায়ী। আইপিসি-র ৪২০ ধারা এবং আইটি আইনে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

‘আপনার স্ত্রী-ছেলেকে গুলি করেছি’, বলার পরই ফোনটা কেটে গেল

Image
গুলি করার পর বিচারকের ছেলেকে গাড়িতে তোলার চেষ্টা মহীপালের। ফোনটা বেজে উঠতেই রিসিভ করেছিলেন গুরুগ্রামে অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কৃষ্ণকান্ত শর্মা। ফোনের ও পার থেকে শুধু কয়েকটা কথা ভেসে এল…'আপনার স্ত্রী-ছেলেকে গুলি করেছি'। তার পরই ফোনটা কেটে গেল। ফোনটা করেছিলেন বিচারকের ব্যক্তিগত দেহরক্ষী মহীপাল সিংহ। গত দু'বছর ধরে বিচারকের ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে কাজ করছেন মহীপাল। শনিবার বিকেলে শপিং করতে যাবেন বলে ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে ছিলেন বিচারকের স্ত্রী রীতু। সঙ্গে মহীপালও ছিলেন। গুরুগ্রামের সেক্টর ৪৯-এর সামনে বাজারে গাড়ি থেকে নামার পরই বিচারকের স্ত্রী রীতু ও ছেলে ধ্রুবকে লক্ষ্য করে গুলি চালান মহীপাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহীপাল তাঁর সার্ভিস রিভলভার থেকে প্রথমে বিচারকের স্ত্রীর বুকে গুলি করেন, তার পর ছেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়েন।ধ্রুবের মাথায়, কান ও ঘাড়ে গুলি লাগে। রাস্তায় লুটিয়ে পড়ে সে। এর পরই ধ্রুবকে টেনে গাড়ির ভিতর ঢোকানোর চেষ্টা করেন মহীপাল। কিন্তু না পেরে তাঁদের দু'জনকে রাস্তায় ফেলে রেখেই গাড়ি নিয়ে চম্পট দেন।যদিও ওই দিন সন্ধ্যায় তাঁকেগুরুগ্রাম-ফর

‘মি টু’-র জেরে এবার ‘হাউসফুল ৪’ থেকে সরলেন নানা পাটেকর

Image
হ্যাশট্যাগ 'মি টু'-এর আবহে এবার কার্যত অনিশ্চিত হয়ে পড়ল 'হাউসফুল ৪' ছবি। এবার এ বিতর্কের মূল নায়ক নানা পাটেকর সরে দাঁড়ালেন এ ছবি থেকে। অভিনেত্রী তনুশ্রী দত্তকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিপাড়ার ওই অভিনেতার বিরুদ্ধে। যা ঘিরেই সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে 'মি টু' ক্যাম্পেন। আগেই এ ছবির পরিচালনার ভার থেকে অব্যাহতি নিয়েছেন সাজিদ খান। বলিপাড়ার ওই পরিচালকের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছ। এ প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, তাঁর জন্য যাতে অন্য কারোর সমস্যা না হয়, সেজন্য তিনি ছবি থেকে নিজেকে সরিয়ে রাখছেন। তবে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ যে মিথ্যা সেকথাও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে এ ছবি করা নিয়ে প্রথমে সরব হন অভিনেতা অক্ষয় কুমার। টুইটারে অক্ষয় লেখেন, "আমি সবে দেশে ফিরেছি। খবরগুলো দেখলাম। আমি হাউজফুল ৪-এর প্রযোজককে শুটিং বন্ধ রাখার অনুরোধ করেছি। পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখলে ভাল। এটা এমন একটা বিষয় যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কারও সঙ্গে আমি কাজ করব না। নিগৃহীতাদের সর্

সোমালিয়ায় জোড়া আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১৪

Image
জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম সোমালিয়া। বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি পৃথকভাবে বিস্ফোরণ দুটি ঘটায়। বিস্ফোরণের একটি দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বাইদোয়া সিটির বিলান হোটেল চত্বরে ও অপরটি বাদরি রেস্তরাঁয় ঘটে।  বে প্রদেশের এক মন্ত্রী বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের বাইদোয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে বিস্ফোরণের দায় স্বীকার করেছে আর-শাবাব জঙ্গি গোষ্ঠী। 

‌এবার বাড়িতে মদ পৌঁছে দেবে সরকার

Image
এবার আপনার বাড়িতে মদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের শুল্ক দপ্তরের মন্ত্রী চন্দ্রশেখর ভওয়ানখুলে জানিয়েছেন, ‌ এই প্রথম কোনও রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মদ্যপান করে গাড়ি চালানোয় দুর্ঘটনা প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। মন্ত্রীর দাবি, রাজ্যে এত বেশি মদ্যপান করে গাড়ি চালানোর প্রবণতা বেড়েছে যে হিমসিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে। যেভাবে অনলাইনে সবজি এবং চাল ডাল বিক্রি হয় একই ভাবে এবার মদের অর্ডার নেওয়া হবে। এবং সেভাবেই অর্ডার মত বাড়িতে পৌঁছে দেওয়া হবে মদ। এনসিআরবি দেওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে প্রায় সাড়ে চার লাখ পথদুর্ঘটনার মধ্যে ১.‌৫ শতাংশ দুর্ঘটনার কারণই ছিল মদ্যপান করে গাড়ি চালানো। এর জন্য প্রায় ৬,২৯৫ জন আহত হয়েছিলেন। মহারাষ্ট্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা ফড়নবীশ সরকারের সিদ্ধানের বিরুদ্ধে সরব হয়েছে। তবে উৎসবের মুরশুমে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত পথদুর্ঘটনার হার কমাতে অনেকটাই সহযোগিতা করবে বলে মনে করছেন অনেকে।

জুলাই থেকেই গোটা দেশে এবার 'স্মার্ট' ড্রাইভিং লাইসেন্স

Image
আগামী জুলাই মাস থেকে গোটা দেশে চালু হবে একই রকম ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও এবার থেকে স্মার্ট কার্ড হবে।  মেট্রোর স্মার্ট কার্ড ও এটিএম কার্ডের মতোই এবার থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট-এ কিউ আর কোড সম্পন্ন মাইক্রোচিপ থাকবে। নিয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচার থাকবে এর মধ্যে। ফলে ট্র্যাফিক পুলিশ তাঁদের সঙ্গে থাকা ডিভাইসে সোয়াপ করে সহজেই ওই কার্ডের সব তথ্য সংগ্রহ করতে পারবেন। কোনও চালক তাঁর মৃত্যুর পরে অঙ্গদানে সম্মত কিনা, তাও উল্লেখ থাকবে ড্রাইভিং লাইসেন্সে। যাতে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হলে সহজেই তাঁর অঙ্গ প্রতিস্থাপনের জন্য গ্রহণ করা যায়। ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করানোর সময় নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এর জন্য কার্ড পিছু অতিরিক্ত মাত্র ১৫ থেকে ২০ টাকা খরচ হবে বলে জানিয়েছে পরিবহণ মন্ত্রক।

রাস্তায় মদের আসর, প্রতিবাদ করায় টলি অভিনেত্রীর শ্লীলতাহানি!

Image
রাস্তায় বসে মদ খাওয়ার প্রতিবাদের জেরে টালিগঞ্জের এক নামী অভিনেত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল। শনিবার রাতে ওই অভিনেত্রী মুকুন্দপুরে তাঁর এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ওই অভিনেত্রী জানিয়েছেন, রাস্তার উপরেই মদের বোতল, চিপসের প্যাকেট রেখে আসর বসিয়েছিলেন বেশ কয়েকজন যুবক। ফলে গাড়ি দাঁড় করাতে বাধ্য হন তিনি। সেই সময় মত্ত যুবকদের মুখে গাড়ির আলো পড়ে। এর পর ওই অভিনেত্রীর উদ্দেশে শুরু হয় অকথ্য গালিগালাজ। গাড়ির আলো বন্ধ করতে বলে চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই হেনস্থা করা হয় বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে পরিচিত মুখ ওই অভিনেত্রীকে। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই দিন রাত দেড়টা নাগাদ কয়েক জন যুবক তাঁর হেনস্থা করেন। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন। রাস্তার পাশে বসে মদ খাওয়ার প্রতিবাদ করতেই তাঁর শ্লীলতাহানি করা হয়। ঠিক কী ঘটেছিল? ওই অভিনেত্রীর দাবি, চতুর্থীর রাতে মুকুন্দপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। আত্মীয়ের বাড়ির পাশের রাস্তাতেই চলছিল মদের আসর। বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই মত্ত যুবকেরা ক্ষেপে ওঠে। কারণ, তাদের মুখের উপর গিয়ে পড়েছিল গাড়ির

সরছেন আকবর? বিমানবন্দরে নামতেই পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে

Image
কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর। দেশের মাটিকে পা রেখেই বুঝতে পারলেন তাঁর বিরুদ্ধে ওঠা #মিটু-র ঝাঁঝ কতখানি! রবিবার সকালে নাইজেরিয়া থেকে দিল্লি পৌঁছন কেন্দ্রী মন্ত্রী এম জে আকবর। বিমানবন্দরে পা রাখা মাত্রই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করতেই তিনি শুধু বলেন, "এ বিষয়ে পরে বিবৃতি দেওয়া হবে।" এর বেশি আর কোনও মন্তব্যই করেননি আকবর। সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দফতরে মেল করেছেন আকবর। যদিও তাঁর ইস্তফা এখনও গৃহীত হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও এ নিয়ে তাঁর বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যাঁরা তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা সাংবাদিক। তাঁদের অভিযোগ, আকবর যখন সম্পাদক ছিলেন সে সময় যৌন হেনস্থা করেছেন। যৌন হেনস্থার আঁচে ফুটছে বলিউডও। সেই আঁচ থেকে বাদ পড়েনি ক্রিকেট জগতও। কিন্তু এক জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তাঁর পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দলগুলি। শীর্

হিলি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পুজোয় মাতে হিন্দু-মুসলিম

Image
হিলি: এ পুজোয় জাঁকজমকের বালাই নেই। আছে প্রাণ। আছে দুই সম্প্রদায়ের এক হয়ে যাওয়া। ভারত-বাংলাদেশের হিলি সীমান্তের নো ম্যানস ল্যান্ডের পুজোয় আজও বজায় রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। বছরভর হাজারো না পাওয়ার যন্ত্রণা। সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির মধ্যে চলাফেরা। কাঁটাতার বেঁধে রাখে জীবন। কিন্তু, শরত কাল এলেই সব ভুলে মনটা ভরে ওঠে ওদের। শুকনো মুখগুলোয় হাসি ফোটে। কোমড় বেঁধে সক্কলে নেমে পড়েন দুর্গাপুজোর আয়োজনে। এ পুজো শুধু হিন্দুদের নয়, মুসলিমদেরও। ভারত-বাংলাদেশের হিলি সীমান্তের গোবিন্দপুর গ্রাম। দু'দেশের কাঁটাতারের মাঝে প্রান্তিক এই গ্রামে ১৯৫৫-য় শুরু হয় উমার আরাধনা। গোবিন্দপুরের ৪৫টি পরিবারের সঙ্গে কাঁটাতারের দু'পারের কয়েকটি গ্রামের বাসিন্দারাও তাতে সামিল হন। ৬৩ বছর ধরে নিয়মের বদল হয়নি। পুজোর জৌলুস না থাকলেও, রয়েছে আত্মীয়তার টান। যে টানে ধর্মান্ধতাকে মুছে দেন দুই সম্প্রদায়ের মানুষ। হিন্দু না মুসলিম? জিজ্ঞেস করে না কেউ। আর তাই তো অষ্টমী পুজোর পদ্ম আসে ওপার বাংলা থেকেই। সীমান্ত এলাকায় নিরাপত্তায় বড্ড কড়াকড়ি। তবে পুজোর চারটে দিন নিয়মকে একটু আধটু বুড়ো আঙুল দেখানো হয়। দুপাড়ের মানুষে

' দক্ষিণ ভারতের চেয়ে পাকিস্তান বেশি মধুর ' , ফের বিতর্কিত মন্তব্য সিধুর।

Image
নতুন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া ও পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করা নিয়ে বিতর্কের সূত্রপাত। এবার তাতেই নতুন মাত্রা যোগ করলেন পাঞ্জাবের কংগ্রেসি মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিধু বলে বসলেন, দক্ষিণ ভারত যাওয়ার থেকে পাকিস্তান ভ্রমণের অভিজ্ঞতা তাঁর কাছে অনেক বেশি সুখকর। ভাষা-খাদ্যাভ্যাসের কারণেই পাকিস্তান যে তাঁর বেশি পছন্দের, সেটা জানাতে দ্বিধা করেননি তিনি। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সিধুর পাক-প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া দলের বক্তব্য, কংগ্রেস নেতাদের পাক-বন্দনা নতুন কিছু নয়। এর আগে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু৷ পাক সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে আলিঙ্গন করে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন ওই কংগ্রেসী নেতা৷ তবে তাঁর এহেন কাজে দেশজুড়ে দেখা দিয়েছিল বিরূপ প্রতিক্রিয়া৷ খোদ পাঞ্জাবেই তাঁর ছবিতে জুতো মেরে প্রতিবাদ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কপিল দেব, সুনীল গাভাসকর ও নভজ্যোৎ সিং সিধু৷ সীমান্তে লাগাতার আগ্রাসন চ

‘বিদ্যুৎ লাইন শক্তিশালীতে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প’

Image
ঢাকা:  চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন দ্রুতগতিতে বাড়ছে। আর তাই ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে ওই এলাকার বিদ্যুতের লাইন শক্তিশালী করতে প্রায় ২ হাজার ৫৫২ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এটিসহ ১৪ হাজার কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই সপ্তাহে দুবার একনেক বৈঠক ডাকার বিষয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, "দেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারি বিনিয়োগের প্রভাব চলমান রাখতে প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। তাছাড়া চলতি অর্থবছরের প্রতি সপ্তাহে একটি করে বৈঠক করলে আমরা ১৪টি বৈঠক করতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত ১০টি বৈঠক হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর বিভিন্ন আন্তর্জাতিক সফরের কারণে কয়েকটি সভা হতে পারেনি। এসব পুষিয়ে নিতেই এ সপ্তাহে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।" সরকারের মেয়াদের শেষ সময়ে গত মঙ্গলবারের একনেক বৈঠকে ৩২ হাজার কোটি টাকার ২০টির মতো প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের একনেক বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী চট্টগ্রাম এলাকায় বিদ্যুতের চাহিদাও বাড়ানোর বিষয়টি তুলে

নির্বাচনী প্রচারসভায় বিস্ফোরণে মৃত বহু

Image
কাবুল: ভিড়ে ঠাসা নির্বাচনী জনসভায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে প্রাণ হারালেন ১৩ জন নিরীহ মানুষ। একই সঙ্গে ওই ঘটনায় জখম হয়েছেন ৩০ জন। ঘটনাটি ঘটেছে কাবুলিওয়ালার দেশ আফগানিস্তানে। ওই দেশের উত্তর-পূর্বে অবস্থিত তাখারা প্রদেশে শনিবার নাজেফা ইউসুফি বেগ-র প্রচারসভা ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। সরকারিভাবে জানানো হয়েছে, এই ঘটনায় ১৩ জনের প্রাণ গিয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ৩০ জন। সংখ্যা দু'টি আরও বাড়তে পারে বলে আশংকা করে হচ্ছে। আহত এবং নিহতদের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, মোটর সাইকেল করে আসা ব্যক্তি প্রচারসভার কাছে এসে বিস্ফোরোণ ঘটায়। এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। যদিও সন্দেহের তীর রয়েছে তালিবানদের দিকে। নাজেফা ইউসুফি বেগ আফগানিস্তানের নির্বাচনের একজন মহিলা প্রার্থী। ধর্মীয় রেওয়াজ অনুসারে মহিলাদের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ। সেই কারণেই এই হামলা বলে অনুমান করা হচ্ছে। এর আগে ফারিয়াব প্রদেশেও নির্বাচনী প্রচারসভায় হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছিলেন এবং তিন জন জখম হন। ওই বিস

রাজস্থানে জিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫, জারি হাই অ্যালার্ট

Image
জয়পুর: জিকা ভাইরাসে কাবু রাজস্থান৷ ক্রমশ সেখানে থাবা বাড়াচ্ছে এই ভাইরাস৷ নতুন করে আরও অনেকের আক্রান্তের খবর মিলতে শুরু করেছে৷ পরিস্থিতি খুবই উদ্বেগের৷ জারি হাই অ্যালার্ট৷ সব মিলিয়ে রাজস্থানে এখন জিকা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৷ এদিন জিকা ভাইরাস নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্যলোচনা করতে একটি উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেন স্বাস্থ্য দফতরের অতিরিক্তি মুখ্য সচিব বেণুগোপাল৷ তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১১ জন গর্ভবতী মহিলা৷ তবে স্বস্তির খবর এই যে এখনও অবধি আক্রান্ত হওয়া ৩৮ জন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছেন৷ রাজস্থানে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণ মশা৷ স্বাস্থ্য দফতরের প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে এই তথ্য৷ জনঘনবসতিপূর্ণ শাস্ত্রী নগর এলাকা থেকে কয়েকটি মশাকে নমুনা বাবদ সংগ্রহ করা হয়৷ কারণ এই বছর প্রথম ২২ সেপ্টেম্বর রাজস্থানের যে জায়গা থেকে জিকা ভাইরাসের আক্রান্তের খবর মেলে সেটি হল শাস্ত্রী নগর৷ ৮৫ বছরের এক বৃদ্ধা মহিলার শরীরে এই ভাইরাসে অস্তিত্ব মেলে৷ অথচ পরিবারের সদস্যরা জানান, তিনি শাস্ত্রী নগরের বাইরে কোথাও যাননি৷ তাহলে এই ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করল কী করে? উত্ত

‘ভারত একবার সার্জিক্যাল স্ট্রাইক করলে পাকিস্তান ১০ বার জবাব দেবে’

Image
ইসলামাবাদ: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতকে ফের একবার হুমকি দিল পাকিস্তান৷ ভারত যদি পাকিস্তানের মধ্যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা করে তাহলে তাকে ১০টা সার্জিক্যাল স্ট্রাইকের মুখোমুখি হতে হবে বলে হুমকি দিলেন পাকিস্তান আর্মড ফোর্সেস-এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর৷ এর আগে, এক সাক্ষাৎকারে তিনি ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্যকে টার্গেট করে বলেছিলেন, যুদ্ধের জন্য পাক সেনা প্রস্তুত কিন্তু ইসলামাবাদের মানুষ শান্তির পথে হাঁটতেই আগ্রহী৷ তিনি এও বলেন, পাকিস্তানের চুপ থাকাকে তার দুর্বলতা ভেবে নিলে ভুল করা হবে৷ গাফুর জানান, পাকিস্তানের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায় পাক সেনা৷ তাঁর মতে, ২০১৮-র জেনারেল ইলেকশন সবথেকে স্বচ্ছভাবে হয়েছে৷ ডিজি আইএসপিআর বলেন, দেশে ভাবনা চিন্তা প্রকাশের স্বাধীনতা রয়েছে৷ অমনেক কিছুই ভালো ঘটছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উচিত সেই ভালো বিষয়গুলোতে আলোকপাত করা, এমনটাই জানান তিনি৷ ডিজি আএসপিআর-এর মতে, সন্ত্রাস দমনে পাকিস্তান অনেক আত্মত্যাগ করেছে৷ যুদ্ধক্ষেত্রে প্রায় ৭৬হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে৷ অতীতের থেকে বর্তমান পাকিস্তান অনেক

‘যা বলার পরে বলব’, দেশে ফিরে জানালেন যৌন হেনস্তায় অভিযুক্ত আকরব

Image
নয়াদিল্লি: দেশে ফিরলেন যৌন হেনস্তায় অভিযুক্ত মোদীর মন্ত্রিসভার সদস্য এম জে আকবর৷ রবিবার সকালে পা রাখেন দিল্লিতে৷ তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যা বলার পরে বিবৃতি দিয়ে জানাবেন৷ মি টু আন্দোলনের আঁচ এসে পড়ে মোদীর মন্ত্রিসভার অন্দরেও৷ অধুনা প্রাক্তন এই সাংবাদিক ও বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মহিলা সাংবাদিককে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে৷ এই নিয়ে সরগরম দিল্লির রাজনীতি৷ তবে যেই সময় এই অভিযোগগুলি ওঠে তখন আকবর ছিলেন নাইজেরিয়ায়৷ তাঁকে তড়িঘড়ি দেশে ফিরতে বলা হয়৷ রবিবার সকালে দিল্লির বিমানবন্দরে পা রাখতেই ছেকে ধরে সাংবাদিকরা৷ মি টু আন্দোলনের জেরে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা নিয়ে প্রশ্ন করেন৷ জবাবে রাষ্ট্রমন্ত্রীর ছোট্ট প্রতিক্রিয়া৷ পরে বিবৃতি দিয়ে সব জানাবেন৷ এ দিকে আকবরকে নিয়ে দ্বিধাভক্ত বিজেপি৷ একপক্ষের মন্তব্য যে সময়ের ঘটনা তখন তিনি মন্ত্রী ছিলেন না এবং আকবরের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগও কেউ জানাননি৷ আবারও আরেক পক্ষের মতে, অভিযোগগুলি গুরুতর৷ সরকার বা দল এইভাবে দায় ঝেড়ে দিতে পারে না৷ এই সব যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পর

ইন্ডাস্ট্রিতে কোনো ধর্ষণ হয়না, যা হয় দুপক্ষের সম্মতিতে হয়

Image
#MeToo ঝড়ে তোলপাড় বলিউড। অমিতাভ বচ্চনও সেই ঝড়ের আওতার বাইরে নন। এমতাবস্থায় রীতিমতো শেল ফাটালেন মুম্বইয়ের টেলিতারকা শিল্পা শিন্ডে। সাফ জানিয়ে দিলেন, #MeToo নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটে না। দু'পক্ষের সম্মতিতে সব কিছু হয়। #MeToo প্রসঙ্গে মুখ না খুলেই শিল্পা শিন্ডে বলেন, 'এই সুযোগে অনেকেই ইন্ডাস্ট্রির বদনাম করছেন। ইন্ডাস্ট্রির পরিবেশ খুব ভাল যে তা নয়। তেমনই খুব খারাপও নয়। যার কাজ করতে আসছেন, বা যাঁরা কাজ দিচ্ছেন সব্বাইকে তো আর খারাপ বলা সম্ভব নয়। ইন্ডাস্ট্রিতে কাজ করতে এলে পরিস্থিতি খারপ হবে কি হবে না সবটাই নিজের উপরে নির্ভর করে। এজন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই।' বলা বাহুল্য, বলিউডের #MeToo ঝড়কে পাত্তাই দিতে চান না অভিনেত্রী শিল্পা শিন্ডে। তাঁর মতে, যখন যৌন হেনস্তার শিকার হয়েছেন তখনই যদি মুখ খুলতেন তাহলে ঠিক ছিল। এতদিন পর তা নিয়ে কথা বলা বেকার। অনেকটা কবর দেওয়ার পর মাটি খুঁড়ে মৃতদেহ তোলার মতো ঘটনা। আচমকাই যৌন হেনস্তা নিয়ে ইন্ডাস্ট্রির মেয়েরা সরব হচ্ছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় ইন্ডাস্ট্রিরই বদনাম হচ্ছে। নিজের জন্য কেন ইন্ডাস্ট্রির নাম খারাপ ক

১ ডিসেম্বর থেকে বন্ধ হতে পারে এসবিআই-এর নেট ব্যাঙ্কিং সুবিধা, জেনে নিন বিস্তারিত

Image
আপনার কি রাষ্ট্রায়ত্ত ভারতীয় স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? মোবাইল নম্বর কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেছেন? যদি কাজটি না করে থাকেন, তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সুবিধা বজায় রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করুন। আর যদি ৩০ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন না করা হয়, তাহলে ১ ডিসেম্বর থেকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং সুবিধা বন্ধ করে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। দেশের সর্ববৃহৎ ঋণদানকারী এই ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১ ডিসেম্বর ২০১৮-র মধ্যে মোবাইল নম্বর নির্দিষ্ট শাখায় গিয়ে নথিভুক্ত না করলে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্কে আপনার মোবাইল নম্বর সংযুক্ত আছে কিনা, তা জানতে হলে, ১) লগ অন করুন এসবিআই-এর ওয়েবসাইটে( www.onlinesbi.com ) ২) এরপর মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে ৩) এরপর যেতে হবে পার্সোনাল ডিটেলস-এ ৪) দিতে হবে প্রোফাইল পাসোয়ার্ড( যা লগইন পাসোয়ার্ডের থেকে ভিন্ন হবে) ৫) পাসোয়ার্ড দেওয়ার পর, নথিভুক্ত মোবাইল নম্বর দেখা যাবে ৬) যাঁরা এখনও মোবাইল নম্বর ব্যাঙ্কে নথিভুক্ত করেননি, তাঁদের নির্দিষ্ট শাখায় গিয়ে যোগায

পুজোর খরচ বাঁচিয়ে অসহায় মানুষকে সাহায্য হাওড়ার বাইকারদের

Image
হাওড়া: মা এসেছেন। প্রকৃতি জুড়ে আনন্দ। চারিদিকে আলোর রোশনাই। আবালবৃদ্ধবনিতা মায়ের আগমনের আনন্দে মেতে উঠেছে। কিন্তু, এত রোশনাইয়ের মাঝেও আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যান বেশ কিছু মানুষ, যাদের অবস্থান এই খুশির উৎসব থেকে অনেক অনেক দূরে। এমনই শারীরিক ও মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম বেশ কিছু মানুষকে নিয়ে গড়ে উঠেছে এক মানবিক সংগঠন 'বোধিপীঠ'। এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য দুর্গাপুজোর এই আলোর রোশনাইতে এদেরও সামিল করার জন্য হাওড়া বাইকার বয়েজের সদস্যরা এগিয়ে এলেন বোধিপীঠের পাশে। বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। এদের বোধিপীঠে আসার কারণই হল এই মানুষগুলোর সঙ্গে একটু অন্যরকম পুজো কাটানো। প্রত্যেক বছরই প্রচুর মানুষ নতুন পোশাক সামগ্রী, খাওয়া-দাওয়া ইত্যাদির জন্য এই মহাপুজোয় যথেষ্ট খরচ করে। তাই এই বছর হাওড়া বাইকার বয়েজের সদস্যরা তাদের প্রত্যেকের পুজোর জামাকাপড়, খাওয়া-দাওয়া ইত্যাদির খরচ বাঁচিয়ে ৫১ হাজারেরও বেশি টাকা বোধিপীঠের হাতে তুলে দিলেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এই অর্থমূল্য এদের কষ্টের কাছে অত্যন্ত তুচ্ছ হলেও এই টাকা এদের চিকিৎসা এবং অন্যান্য আনুসঙ্গিক ক্ষেত্রে কিছুটা সু

২০০ কোটির বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত প্রাক্তন মন্ত্রীর, জলপাইগুড়িতে ইডির হানা

Image
প্রাক্তন মন্ত্রীর ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল। জলপাইগুড়ির রাজগঞ্জের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রীর সম্পত্তির হদিশ পায় ইডি। এরপর একে একে সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করা হয়। ইডি সুত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের প্রাক্তনমন্ত্রী এনোস এক্কার প্রায় ২০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পুজোর ঠিক মুখে চতুর্থীর সকালেই ইডি হানা দিয়েছিল জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। প্রতিবেশী রাজ্যের মন্ত্রী এ রাজ্যে এসে বিশাল অঙ্কের সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তিতেই কোপ পড়ল এবার। এই সম্পত্তি পুরোটাই আয় বহির্ভূত সম্পত্তি বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশকে নিয়ে রাজগঞ্জের বিভিন্ন জায়গায় হানা দেয় ইডি। তল্লাশি চালানোর পর প্রাক্তনমন্ত্রীর বেনামে কেনা প্রচুর জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাজেয়াপ্ত করা এই সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে ২০০ কোটি টাকারও বেশি। জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি সদর ব্লকের কান্ট্রি ক্লাব, ইকোসিটি রিসর্টে তল্লাশি চালানো হয়। রাজগঞ্জের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে পাঁচ বিঘার জায়গা বাজেয়াপ্ত করা

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ইমেল দিল্লির পুলিশ কমিশনারকে

Image
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে ই-মেল পেলেন দিল্লির পুলিশ কমিশনার। এই হুমকি ইমেল এসেছে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাঠকের অফিসিয়াল ইমেল আইডি-তে। সূত্রের খবর, ওই ইমেলে প্রধানমন্ত্রী মোদিকে ২০১৮-র নভেম্বরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী সংস্থাগুলির অনুসন্ধান অনুযায়ী, ইমেলটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য থেকে এসেছে বলে সন্দেহ। যদিও এক্ষেত্রে প্রেরকের পরিচয় জানা যায়নি। ইমেল প্রেরককে শনাক্তকরণের চেষ্টা করছে দিল্লি পুলিশ। ওই হুমকি ইমেল আসার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ, আগামী মাসগুলিতে মোদী বেশ কয়েকটি সমাবেশে যোগ দেবেন। উল্লেখ্য, এর আগে জুন মাসে মাওবাদীদের নিজেদের মধ্যে চালাচালি করা চিঠি পুনে পুলিশ পেয়েছিল বলে দাবি। ওই চিঠির সূত্রে মোদিকে 'রাজীব গাঁধীর মতো' হত্যার ষড়যন্ত্রের হদিশ পুলিশ পেয়েছিল বলে দাবি। পুনে পুলিশ বৃহস্পতিবার আদালতে জানিয়েছে, ভীমা-কোরেগাঁও হিংসার ঘটনায় ধৃত পাঁচ জনের মধ্যে একজনের বাড়ি থেকে তারা ওই চিঠি পেয়েছিল।

ফেসবুকে থ্রি ডি তুলবেন কীভাবে?

Image
মে মাসে ডেভেলপার কনফারেন্সের সময় নতুন থ্রি ডি ফটো লঞ্চ করার কথা জানিয়েছিল ফেসবুক। অবশেষে এই ফিচার লঞ্চ হল। এবার থেকে ফেসবুকে থ্রিডি ছবিও পোস্ট করা যাবে। ইতিমধ্যেই নতুন এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ফেসবুক ইউজার থ্রিডি ফটো দেখতে ও পোস্ট করতে পারবেন। ফেসবুক থ্রি ডি ফটো কী? আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে নতুন এই থ্রিওডি ছবি চিচার লঞ্চ করেছে ফেসবুক। তবে এই থ্রিডি ছবি তুলতে কোন বিশেষ ক্যামেরার প্রয়োজন হবে না। সাধারন ফোনের ডুয়াল ক্যামেরার মাধ্যমে এই থ্রিডি ছবি তোলা সম্ভব। ফোনের ডুয়াল ক্যামেরা ছবির ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ডের দুরত্ব মেপে ছবিতে ডেপ্ত তৈরী করবে। ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের মাধ্যমে এই থ্রি ডি ছবি দেখা যাবে। ফেসবুকে থ্রি ডি ছবি তুলবেন কীভাবে? ফেসবুকে থ্রি ডি ছবিব তোলার জন্য iPhone 7 Plus, iPhone 8 Plus, iPhone 8 Plus, iPhone XS আর iPhone XS Max থাকা বাধ্যতামূলক। আপাতত ষুধুমাত্র iOS এর জন্য এই ফিচার শুরু হলেও শিঘ্রই অ্যানড্রয়েড ফোনেও পৌঁছে যাবে এই ফিচার। ফেসবুকে থ্রি ডি ছবি তোলার জন্য শুরুতে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে। এরপরে তিওনটিও ডোটে ক্লিক করে

মহাপঞ্চমীতে মাথায় হাত! দাম বেড়ে ১০০-র কাছাকাছি পেট্রল-ডিজেল

Image
নয়াদিল্লি: দাম কমার কোনও লক্ষণ নেই, উপরন্তু নিজের দর একটু একটু করে বাড়িয়েই চলেছে পেট্রল-ডিজেল৷ আশঙ্কাকে সত্যি করে ১০০-র আরও কাছে এগিয়ে গেল জ্বালানি মূল্য৷ পুজোর মরসুমে ফের বাড়ল দাম৷ দিল্লিতে ০.৬ পয়সা বেড়ে পেট্রলের দাম প্রতি লিটারে হয়েছে ৮২.৭২টাকা এবং ০.১৯ পয়সা বেড়ে প্রতি লিটারে ডিজেলের দাম হয়েছে ৭৫.৩৮টাকা৷ পাশাপাশি মুম্বইয়ে ০.৬ পয়সা বেড়ে প্রতি লিটারে পেট্রলের দাম হয়েছে ৮৮.১৮টাকা এবং ০.২০ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৯.০২টাকা৷ এদিকে তেলের দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি৷ চাপের মুখে বাধ্য হয়ে উৎপাদন শুল্ক আড়াই টাকা কমায় মোদী সরকার৷ কিন্তু তাতেও স্বস্তি ফিরল আর কই? সরকারের অস্বস্তি বাড়িয়ে আবার উধ্বর্মুখী তেলের দাম৷ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷ তেলের দাম বাড়তে থাকায় আমজনতার মাথায় হাত৷ জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ এম

চতুর্থীতেই জনজোয়ার, সপ্তাহান্তে শহরের রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে নামল মানুষের ঢল

Image
বাঙালির পুজোর শপিং এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে পুরোদমে। এখনও ভিড় সামাল দিতে সেভাবে পুলিশ নামেনি রাস্তায়, পুজো কমিটিগুলিও পুরোপুরি প্রস্তুত নয়। কিন্তু তাতে কি? উৎসব মুখর বাঙালির মনে পুজোর দামামা বেজে গিয়েছে। শনিবার টিপ-টিপ বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর রাজপথে নামল মানুষের ঢল। লক্ষ্য একটাই, পুজোর কটা দিন আনন্দ লুফে নেওয়া ও একইসঙ্গে উওর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা কলকাতার সব কটি পুজো মণ্ডপে পৌছনো। কিন্তু এবছর তিতলির তাণ্ডবে আকাশের মুখ ভার। গত দুদিন ধরে হয়ে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার দোসর বিক্ষিপ্ত যানজট। তাই অনেকটা রাস্তা পায়ে হেঁটেই পুজো দেখা শুরু করে দিয়েছে আমজনতা। শুক্রবার তৃতীয়া থেকেই শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে মানুষের ভিড় প্রমাণ করেছে উৎসব মুখর বাঙালিকে। চেতলা অগ্রণী, ত্রিধারা, বাগবাজার, সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বিগ বিগ পুজোগুলোয় দর্শনার্থীদের ঢল ছিল ভরা পুজোর দিনেরই মতোই। এখনও বহু মণ্ডপ তৈরির কাজ শেষ হয়নি। কিন্তু তাতে কি? দর্শনার্থীদের আগ্রহ ধরে রাখে কে? এত ভিড় দেখে অবাক অনেক পুজো কমিটিই। তাদের বক্তব্য অন্যান্য

সমলিঙ্গে সফল প্রজনন, চিকিত্সা বিজ্ঞানে বড় সাফল্য

Image
পুরুষের সঙ্গে পুরুষের যৌনক্রিয়ায় প্রজনন সম্ভব? অথবা দুই মহিলার যৌন মিলন কী সন্তানের জন্ম দিতে পারে? এতদিন পর্যন্ত এণন প্রশ্ন কেউ করলে উত্তর অবশ্যম্ভাবী না-ই হত। কিন্তু এবার বোধ হয় একটু নড়ে-চড়ে বসার সময়। সমলিঙ্গে প্রজনন সম্ভব। সেটাই প্রমাণ করে দিলেন একদল বিজ্ঞানী। চিকিত্সা বিজ্ঞানে বড় সাফল্য।  সেল স্টিম জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদন জানাচ্ছে, এক দল বিজ্ঞানী দুটি সমলিঙ্গের ইঁদুরের প্রজনন ঘটিয়েছেন। দুটি পুরুষ ইঁদুরের মধ্যে পরীক্ষামূলকভাবে সঙ্গম করানো হয়। ২৯টি বাচ্চার জন্ম দিতে সফল হন তাঁরা। যদিও জন্মানোর পর বাচ্চারা মাত্র ৪৮ ঘণ্টা জীবিত ছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রথম পরীক্ষামূলকভাবে দুটি সমলিঙ্গের প্রাণীয় মধ্যে প্রজনন ঘটাতে তাঁরা সফল। এর আগে বহুবার সমলিঙ্গ যুগলের প্রজনন ঘটানোর চেষ্টা করেও সফল হননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া বেজায় জটিল। এক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেকটাই কম। কিন্তু তাঁরা হাল ছাড়ছেন না। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীদের উপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এমন পর্যায় সদ্যোজাতকে বাঁচিয়ে রা

যৌন হেনস্থার সুবিচারে নানার নারকো ও লাই ডিটেকর টেস্টের দাবি তনুশ্রীর

Image
যৌন হেনস্থার ঘটনায় সুবিচারের জন্য নানা পাটেকর-সহ অন্য অভিযুক্তদের লাই ডিটেকটর টেস্ট, নারকো ও ব্রেইন ম্যাপিংয়ের দাবি করলেন তনুশ্রী দত্ত। ওসিয়ারা পুলিসের কাছে আইনজীবী নিতিন সতপুতের মাধ্যমে এই মর্মে আবেদন করেছেন অভিনেত্রী।    ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির সেটে শ্যুটিং চলাকালীন তাঁকে নানা পাটেকর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, নৃত্য নির্দেশক গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারাঙের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (জোর করে মহিলার সম্মানহানি) ও ৩৫৯ ধারায় (শব্দ, অঙ্গিভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে মহিলার সম্মানহানি) মামলা দায়ের করেছে ওসিয়ারা পুলিস। তনুশ্রীর আইনজীবী সতপুতে শনিবার জানিয়েছেন, নানা পাটেকর, গণেশ আচার্য, সিদ্দিকি ও সারাঙ-সহ মিথ্যা সাক্ষীদের গ্রেফতারি চাইছেন তাঁর মক্কেল।  তনুশ্রী দত্ত আবেদনে উল্লেখ করেছেন, অভিযুক্তরা উচ্চবিত্ত ও  প্রভাবশালী, তাঁদের রাজনৈতিক যোগও রয়েছে। ফলে সাক্ষীদের উপরে চাপ সৃষ্টি অথবা ভয় দেখাতে পারেন তাঁরা। সতপুতের দাবি, ২০০৮ সালের ঘটনার অনেকেই সাক্ষী। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায়

মহিলারা শবরীমালায় প্রবেশ করলে গণ-আত্মহত্যা, হুমকি শিবসেনার কেরল শাখার

Image
শবরীমালা-রায় নিয়ে এ বার গণ-আত্মহত্যার হুমকি দিল শিবসেনার কেরল শাখা। আগামী সপ্তাহ থেকে খুলতে চলেছে শবরীমালা মন্দিরের দরজা। কিন্তু তার আগেই কেরল শিবসেনা জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের রায় মেনে কোনও কমবয়সি মহিলা শবরীমালা মন্দিরে প্রবেশ করলে গণ-আত্মহত্যা করবেন তাদের মহিলা কর্মীরা।  দলের নেতা পেরিঙ্গাম্মালা আজি সাংবাদিকদের জানান, সাত সদস্যের 'আত্মহত্যা স্কোয়াড' প্রস্তুত। যদি ১৭ সেপ্টেম্বর ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলারা মন্দিরে প্রবেশ করেন, তা হলে ওই স্কোয়াডের সদস্যেরা আত্মহত্যা করবেন। কাল আবার মালয়ালম ছবির অভিনেতা কোল্লাম তুলসীর মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেন, ''কোনও মহিলা শবরীমালায় প্রবেশের চেষ্টা করলে তাঁকে চিরে দু'ভাগ করা উচিত। যার এক ভাগ দিল্লিতে পাঠানো হবে। অন্য ভাগটা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ির দিকে ছুড়ে দেওয়া হবে।''  গত মাসে সুপ্রিম কোর্ট রায় শবরীমালা-রায় দেওয়ার পরেই নানা প্রান্তে প্রতিবাদ শুরু হয়েছে। আজও কোচিতে আয়াপ্পার ভক্তেরা বিক্ষোভ দেখান। এরই মধ্যে 'ভূমাতা ব্রিগেড'-এর নেত্রী তৃপ্তি দেশাই শবরীমালা মন্দিরে যাবেন বলে ঘোষণা করায় ক্ষুব্ধ

‘চকোলেট ছেড়ে ফুচকা খান!’, টাকার দর পড়া রুখতে উপায় মোদীর উপদেষ্টার

Image
টাকার দাম রুখতে উপায় বার করলেন রথীন রায়। চকোলেট ছেড়ে ফুচকা খান।  ভাবনাটি এল প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায়ের কাছ থেকে। আর লুফে নিলেন আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চের জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন।  রাইসিনা পাহাড়ের এক দিকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার উল্টো দিকে অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর এই নর্থ ব্লক, সাউথ ব্লক থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে রথীন-অশ্বিনী দু'ঘণ্টা ধরে আলোচনা করে সমাধান খোঁজার চেষ্টা করছেন, যে চিন্তা করা উচিত খোদ প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর। ডলারের সাপেক্ষে টাকার দাম যে ভাবে হু-হু করে পড়ছে, তা আটকানোর পথ কী?  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রথীন। কিন্তু তিনি খোলাখুলিই বলছেন, তাঁর কাজ শুধুই 'উপদেশ' দেওয়া। শোনা না শোনা, সরকারের কাজ। বড় বড় ঘোষণা হয়, অমুক হবে, তমুক হবে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। 'মেক ইন ইন্ডিয়া'ও ব্যর্থ। রিজার্ভ ব্যাঙ্কও নিজেদের মধ্যে কথা বলে না। সমন্বয় বলে কিছু নেই।  আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চের নেতাও ঠিক একই কথা বলছেন। অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টাকার দাম পড়েছে ৮ শতাংশ। গোটা বছরে ২০ শতাংশের বেশি। নীতি

রাজ্যের সব থানায় গান বাজবে মমতার!

Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  গানের সিডি রাজ্যের সব ক'টি থানা, পুলিশ কমিশনারেট, জেলা সদর, মহকুমা এলাকার পুজো প্যান্ডেল এবং জনবহুল জায়গায় বাজানো হবে। সেই মোতাবেক ৩৫০০টি সিডি জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের নিয়ে যাওয়ার জন্য  নবান্নর পুলিশ কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৪টি জেলা এবং ছ'টা পুলিশ কমিশনারেটে  মুখ্যমন্ত্রীর ছবি-সহ হোর্ডিং ও সিডি পাঠানো হবে। এক পুলিশ কর্তা জানান, রাজ্যে ৪১৫টি পুলিশ স্টেশন রয়েছে। সেখানে মোট ৩৩২০টি, পুলিশের ইউনিট হেড কোয়ার্টার রয়েছে ১৮০টি। সেখানে  মিলে ৩৫০০টি সিডি দেওয়া হচ্ছে। প্রতিটি থানায় আটটি করে এবং প্রতিটি জেলা, কমিশনারেট এবং মহকুমায় ছ'টি করে সিডি দেওয়া হবে। হোর্ডিং-এ লেখা থাকছে সেফ ড্রাইভ সেভ লাইফ, পরিবেশ রক্ষা ইত্যাদির বার্তা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সিডি বিলির এই উদ্যোগকে নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের মন্তব্য, ''পুলিশ 'গান স্যালুট' দেয় জানতাম। এখন মুখ্যমন্ত্রীর গানকে স্যালুট করতে হচ্ছে!'' বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের বক্তব্