Posts

Showing posts from February 6, 2019

অভিনেত্রী প্রেমিকার বিরুদ্ধে সহবাসের পর প্রতারণার অভিযোগ পরিচালকের

Image
এ যেন উলটপুরাণ! বিয়ের প্রতিশ্রুতি পেয়ে সহবাসের পর প্রেমিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করলেন প্রেমিক। বুধবার আলিপুর আদালতে এ নিয়ে মামলাও করেছেন চলচ্চিত্র নির্মাতা ওই যুবক। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তরুণী অভিনেত্রী বেশ কয়েকটি বাংলা টেলিফিল্মে অভিনয়ও করেছেন। ওই যুবকের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার দাবি, "একজন মহিলা যদি কোনও ছেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রতারণার অভিযোগ করতে পারেন, এক জন পুরুষ কেন পারবেন না? আমরা আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। প্রতারণার মামলা গৃহীত হয়েছে।" একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই যুবক। পেশায় তিনি সফটওয়ার ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ঝোঁক। চাকরির পাশাপাশি স্বল্প দৈর্ঘের ছবি বানাতে শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে দেশ-বিদেশে পুরস্কার জিতেছেন। তাঁর দাবি, ছবি বানানোর সূত্রেই ওই তরুণীর সঙ্গে বছর ছয়েক আগে তাঁর পরিচয় হয়। দু'জনেই বিবাহিত। কর্মসূত্রে তাঁরা একসঙ্গে কলকাতার বাইরে বহুবার গিয়েছেন। ওই যুবকের অভিযোগ, দু'জনের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়েছে, তা দুই পরিবারের লোকজনও জানতেন। ওই যুবকের দাবি, প্রাথমিক ভাবে দু'জনেই বি

বিশপদের হাতে ধর্ষিতা হয়েছেন সন্ন্যাসিনীরা, স্বীকার করলেন পোপ ফ্রান্সিস!

Image
সর্বক্ষণই আলোচনার কেন্দ্রে পোপ ফ্রান্সিস। সম্প্রতি আবু ধাবিতে পরস্পরকে চুম্বন করে বিশ্বশান্তির বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস ও ইজিপ্টের প্রধান ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব। বিশ্বশান্তি ও মানব সমঝোতার আশায় একটি বিবৃতিতে স্বাক্ষরও করেন তাঁরা। তার রেশ মিটতে না মিটতেই মঙ্গলবার পোপ ফ্রান্সিস স্বীকার করে নিলেন সন্ন্যাসিনীদের যৌন নিগ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছেন কয়েকজন বিশপ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা স্বীকার করেন পোপ। গত সপ্তাহে ভাটিকান থেকে প্রকাশিত নারী বিষয়ক এক পত্রিকায় এই সংক্রান্ত অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন পোপ ফ্রান্সিস। পত্রিকায় দাবি করা হয়েছে যৌন নিগ্রহের পর সন্ন্যাসীদের গর্ভপাতের জন্য চাপও দেওয়া হয়। গত বছর কেরালার এরকম একটি ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। কেরালার ক্যাথলিক চার্চের এক বিশপেরবিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিতা দাবি করেনএকাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন পোপবলেন, আমার মনে হয় এ ধরনের ঘটনা এখনও ঘটছে।পাশাপাশি তিনি জানান এসব যাতে বন্ধ করা যায় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।নারীদেরসুরক্

১৫ লক্ষ টাকা নয়, কথা দিচ্ছি ন্যূনতম আয় সুনিশ্চিত করার: রাহুল

Image
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তোপ দাগলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক-কে প্রধানমন্ত্রীর হাতের রিমোর্ট কন্ট্রল বলে সমালোচনায় সরব হলেন রাগা। বুধবার ওডিশার ভূবনেশ্বরের জনসভায় রাগা বলেন, তিনি দেশের জনগণের ব্যাংঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা দিচ্ছেন না। তিনি কথা দিচ্ছেন, তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় এলে দেশের গরীব মানুষদের আন্তর্জাতিক স্তরের ন্যূনতম আয় সুনিশ্চিত হবে। এদিন রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে বলেন, উভয়েই তাঁদের সরকার চালাচ্ছে নিজেদের ধনী বন্ধুদের কথা ভেবে। এরপরই এদিন আবারও কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনায় সরব হন রাহুল। রাগা বলেন, দেশের চাষিদের বছরে ৬ হাজার টাকা ভাতা দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প নিন্দনীয়। কংগ্রেস সভাপতি বলেন, দেশের একজন কৃষক কেন্দ্রের প্রকল্প অনুসারে এতে প্রতিদিন পাবেন মাত্র ১৭ টাকা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী যখন তাঁর শিল্পপতি বন্ধুদের সাড়ে তিন কোটি টাকা ঋণ দিচ্ছেন তখন দেশের একটি কৃষক পরিবারের প্রতি মাথা পিছু মাত্র সাড়ে তিন টা

খাবার চাইলেই বেদম মার, দুই হোমের বিরুদ্ধে শিশু নির্যাতনের মারাত্মক অভিযোগ!

Image
কথা ছিল একটা নতুন জীবনের সন্ধান পাবে ওরা। ছোট্ট বয়সেই অভাব আর নেশার কালো অন্ধকার থেকে মুক্তির পথ খুঁজে দেওয়া হবে ওদের। কিন্তু বাস্তবে তারকেশ্বরের কিছু অভাবী শিশুর সঙ্গে যা ঘটল তা এককথায় অমানবিক, বীভৎস এবং অবশ্যই কঠোর শাস্তিযোগ্য অপরাধ। কাঠগড়ায় হাওড়ার দুটি হোম - মালি পুকুর ও ইটিন্ডা। ঘটনাসূত্রে জানা গিয়েছে, মাসকয়েক আগে তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাচ্চা ছেলেমেয়েকে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ। অভাবের তাড়নায় শিশুগুলি স্কুলের মুখ তো দেখেইনি, বরং নানা ধরণের নেশায় জড়িয়ে পড়েছিল তারা। তারকেশ্বর থানার তৎকালীন ওসি অমিত মিত্র শিশুগুলিকে একমাস খাওয়ানোর দায়ত্বিও নেন। হাতে তুলে দেন উপহার। এরপরই চাইল্ড লাইন ও মহাজীবন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শিশুগুলির জায়গা হয় হাওড়ার ওই দুটি হোমে। অভিযোগ, শুরু থেকেই ছোট্ট ওই ছেলেগুলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতে থাকে। খেতে দেওয়া হত না ঠিক, অস্বাস্থ্যকর, পূতিগন্ধময় পরিবেশে ফেলে রাখা হত তাদের। অভূক্ত শিশুগুলি খাবার চাইলেই জুটত বেদম মার। দিনের পর দিন এই পরিবেশে থাকতে-থাকতে অসুস্থ হয়ে পড়ে অনেকে। ইতিমধ্যে আরও একটি ঘটনায় চা

৮ থেকে ১১ ফেব্রুয়ারি আংশিক বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ, বাড়তি যানজটের আশঙ্কা

Image
সংস্কারের জন্য ফের আংশিকভাবে বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ। সূত্রের খবর, আগামী ৮ থেকে ১১ ফেব্রুয়ারি বন্ধ থাকছে ব্রিজের একটি অংশ। এই কদিন ওই সেতু দিয়ে বড় এবং পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। নিয়ন্ত্রিত থাকবে অন্যান্য গাড়ি চলাচল। ব্রিজের একটি লেন বন্ধ রেখে, আরেকটি লেন দিয়ে সমস্ত গাড়ি চালানো হবে বলে সূত্রের খবর।   সাঁতরাগাছি রেলস্টেশন ওপরে সেতুটি শহরের মূল কেন্দ্র থেকে বৃহত্তর অংশে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। দ্বিতীয় হুগলি সেতু, কোনা এক্সপ্রেসওয়ে, ২ এবং ৬ নং জাতীয় সড়ক-সহ একাধিক রাস্তার সংযোগকারী এই সেতু। দিনের ব্যস্ত সময়ে বহু মানুষ যাতায়াতের জন্য এই ব্রিজ ব্যবহার করেন। দিনের ব্যস্ত সময়ে সেতু আংশিক বন্ধ থাকলে বাড়বে যানজট। সমস্যা পড়বেন নিত্যযাত্রীরা। তবে দীর্ঘদিন ধরেই সেতুটির বেহাল দশা। রেলিং থেকে বেরিয়ে পড়ছে রড, রাস্তায় ফাটল। ফলে দিনদিন বিপজ্জনক হয়ে উঠছে শহরের গুরুত্বপূর্ণ সেতুটি। এই পরিস্থিতিতে দ্রুত মেরামত না করলে, বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা। তাই পথ নিরাপত্তার স্বার্থে সেতুর সংস্কারের কাজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনার পর শহরের বড় উড়াল

এবার মেসেঞ্জারে পাঠানো মেসেজ ফেরত পাওয়া যাবে, জানেন কীভাবে?

Image
সেন্ড বোতামটা ক্লিক করার পরের মুহূর্তেই কখনও মনে হয়েছে, ইশ… এই মেসেজটা না পাঠালেই ভাল হত। কিংবা ভুল করে একটি মেসেজ অন্যজনকে পাঠিয়ে দিয়ে মাথায় হাত পড়েছে? আপনার প্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবার সে সমস্যারও সমাধান করে দিচ্ছে। এবার আপনার ফেসবুক মেসেঞ্জারের অভিজ্ঞতা হয়ে উঠবে আরও আকর্ষণীয়। মঙ্গলবার ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হয়েছে একটি নতুন ফিচার। যার মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেসেজটি ফেরত পাওয়া সম্ভব। কীভাবে? মেসেজ পাঠানোর পর ১০ মিনিট সময় পাবেন প্রেরক। তার মধ্যে পাঠানো মেসেজটি সরিয়ে ফেলার অপশন পাবেন তিনি। ফলে গ্রাহকের কাছে আর সেই মেসেজ পৌঁছবে না। তার পরিবর্তে গ্রাহক শুধুই একটি লাইন পড়তে পারবেন। তা হল, 'একটি মেসেজ মুছে ফেলা হয়েছে।' যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁরা এই ফিচারটির বিষয়ে অবগত। কারণ এই মেসেজিং অ্যাপেও একই ফিচার রয়েছে। এর ফলে ব্যক্তিগত স্তরে হোক বা গ্রুপে, লজ্জার হাত থেকে অনায়াসে বাঁচতে পারেন আপনি। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে রোম্যান্টিক কোনও ছবি বা বার্তা মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ভুল করে অফিসের গ্রুপে কিংবা মা-বাবার কাছে যদি তা পৌঁছে যায়, তাহলেই বিপদ। এমনটা অনেকের ক্ষেত্রেই

পরকীয়ার টানাপোড়েন! একই দড়িতে আত্মঘাতী 'বিবাহিত' যুগল

Image
বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ। একই দড়িতে আত্মঘাতী হয়েছে যুগল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলীর বলাগড়ে গুপ্তিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নারু বৈদ্য ও রাধিকা বাঁশফোর দুজনই বিবাহিত ছিল। নিজের নিজের সংসার ছিল। কিন্তু তারপরেও দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই নিয়ে দুই পরিবারে অশান্তি লেগেই ছিল। সম্পর্কে টানাপোড়েনের জেরে দিন চারেক আগে পালিয়ে যায় দুজনে। কিন্তু মঙ্গলবার আবার বাড়িতে ফিরেও আসে যুগল। এরপরই এদিন সকালে গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন ঝুপরিতে একটি ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় যুগলের ঝুলন্ত দেহ। স্থানীয় বাসিন্দারা দেখতে পান, ঘরের মধ্যে একই দড়িতে আত্মঘাতী হয়েছে নারু বৈদ্য ও রাধিকা বাঁশফোর। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিস। পুলিসের প্রাথমিকভাবে অনুমান, সম্পর্কে টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছে যুগল। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।  ময়না তদন্তের রিপোর্ট আসার পরই যুগলের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিস।

হঠাৎ মৃত সংস্থার মালিক, নেই পাসওয়ার্ড, কম্পিউটারে বন্দী গ্রাহকদের ১০০০ কোটি টাকা

Image
জেরাল্ড কটেন। ভারতের জয়পুরে একটি অনাথ আশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে এসে গত ডিসেম্বরে হঠাৎ-ই মারা যান কানাডার কোয়াড্রিগা নামের একটি আর্থিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং মালিক জেরাল্ড কটন। মাত্র তিরিশ বছর বয়সেই তাঁর মৃত্যুতে বিপাকে পড়েছেন এই আর্থিক সংস্থার প্রায় ১,১৫,০০০ গ্রাহক। কারণ তাঁদের সমস্ত সম্পত্তির এক মাত্র চাবিকাঠি অর্থাৎ 'পাসওয়ার্ড' ছিল জেরাল্ডের কাছেই। আর এই টাকা রাখা ছিল প্রযুক্তি দুনিয়ার আধুনিকতম মুদ্রা 'ক্রিপটোকারেন্সি'-র মাধ্যমে।  তাই কানাডার কেন্দ্রীয় সংস্থার কাছেও এই টাকার কোনও হদিশ নেই। 'কোয়াড্রিগা' সংস্থার এই বিপর্যয়ের ঘটনা প্রশ্ন তুলছে 'ক্রিপটোকারেন্সি' আর্থিক ব্যবস্থার বিপদ নিয়েই। কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থার মাধ্যমে টাকা লেনদেনের বর্তমান  ব্যবস্থা খুব তাড়াতাড়ি অতীত হয়ে যাবে। তার জায়গায় আসবে 'ক্রিপটোকারেন্সি'।  ক্রিপটোকারেন্সি হল ভার্চুয়াল টাকা, যার কোনও শরীরী অস্তিত্ব নেই। এই আর্থিক ব্যবস্থায় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা আমেরিকার ফেডারেল ব্যাঙ্কের মতো কোনও নিয়ন্ত্রক সংস্থা নেই। যে কোনও দুই সংস্থা বা ব্যক্তির ক্রিপটোকারেন্সি অ্য

১৪ সাফাইকর্মী পদে ৪,৬০০ আবেদনকারী, প্রতিযোগিতায় এমবিএ, ইঞ্জিনিয়াররাও

Image
তামিলনাড়ু বিধানসভায় ১০ সাফাইকর্মী এবং চার শৌচকর্মীর পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করলেন মোট ৪,৬০৭ জন প্রার্থী। আবেদনকারীদের মধ্যে বড় সংখ্যায় আছেন এমবিএ, এম টেক এবং বি টেক ইঞ্জিনিয়াররাও। এ ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যাও কম নয়। গত বছরের অগস্টে এই শূন্য পদ গুলিতে চাকরির জন্য বিজ্ঞাপন দিয়েছিল তামিলনাড়ু সরকার। দিন কয়েক আগে তামিলনাড়ু সরকারের ওয়েবসাইটে পদপ্রার্থীদের যোগ্যতা সহ অ্যাডমিট কার্ড প্রকাশ করার পরই সামনে আসে কর্মসংস্থানের এই বেহাল চিত্র। গত ৪৫ বছরের মধ্যে সারা দেশে বেকারত্বের হার এখন সব থেকে বেশি। কিছু দিন আগেই ফাঁস হয়েছে কেন্দ্রীয় সরকারের সেই গোপন রিপোর্ট। যেন সেই রিপোর্টের সঙ্গে সঙ্গতি রেখে কর্মসংস্থানের বেনজির ছবি সামনে এল এ বার তামিলনাড়ুতে। বিধানসভার সচিবালয়ে ১৪টি পদে আবেদন করার জন্য যোগ্যতা হিসেবে রাখা হয়েছিল ভাল শারীরিক স্বাস্থ্য, বয়স হতে হবে ১৮ বছরের বেশি। শিক্ষাগত যোগ্যতার কোনও মাপকাঠি রাখা না হলেও আবেদনকারীদের যোগ্যতার দিকে তাকালে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। এমবিএ, এম-টেক, বিই, বি-টেক পদপ্রার্থী ছাড়াও বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার ডিগ্রিধারীর সংখ্যাও কম নয়। ৪,৬০৭ জন

বালিগঞ্জ থেকে আলিপুর, টালিগঞ্জ থেকে চিড়িয়াখানা, নয়া জোড়া উড়ালপুল পাচ্ছে দক্ষিণ কলকাতা

Image
আরও দুটি নতুন উড়ালপুল পাচ্ছে কলকাতা।  বাড়তি গাড়ির চাপে হাঁসফাঁস করছে দক্ষিণ কলকাতা। প্রায় প্রতি দিনই যানজট সামলাতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। নাজেহাল হচ্ছেন শহরবাসী। তাই এ বার দক্ষিণ কলকাতায় দু'টি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নিল রাজ্য সরকার। তার মধ্যে একটি উড়ালপুল হবে আলিপুরের 'সৌজন‍্য' থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। আর একটি সেতু হতে চলেছে আলিপুর চিড়িয়াখানা থেকে টালিগঞ্জের মধ্যে। এই দুই উড়ালপুল তৈরির জন্য পূর্ত দফতরের তরফে টেন্ডার ডাকা হয়েছে। নবান্ন সূত্রে খবর, দু'টি উড়ালপুল তৈরির ক্ষেত্রে নির্মাণকারী সংস্থাকে সরেজমিনে এলাকা খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরই সেতু নির্মানে সবুজ সঙ্কেত দেবে রাজ্য। জানা গিয়েছে, এক মাসের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। নির্মাণ কাজ শুরু হলে, দু'বছরের মধ্যে শেষ করার সময় সীমা বেঁধে দিতে চায় রাজ্য। যে সংস্থা ওই উড়ালপুল তৈরি করবে, তাদেরই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। পূর্ত দফতর সূত্রে খবর, প্রস্তাবিত 'সৌজন্য' থেকে বালিগঞ্জ ফাঁড়ি উড়ালপুলটির  একটি অংশ নামবে আলিপুরের জাতীয় গ্রন্থাগারের দিকে।

শহিদ ঔরঙ্গজেবের মৃত্যুতে খতিয়ে দেখা হচ্ছে তিন জওয়ানের ভূমিকা

Image
শ্রীনগর: জঙ্গির গুলিতে নিহত জওয়ান ঔরঙ্গজেবের মৃত্যুর ঘটনায় নয়া মোড়৷ জওয়ানের মৃত্যুতে সন্দেহের তালিকায় তিন জওয়ান৷ ঔরঙ্গজেবের মৃত্যুতে এদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ তা খতিয়ে দেখতে জেরা করা হচ্ছে তিন জওয়ানকে৷ গত বছর জুন মাসে ইদের সময় বাড়ি ফেরার পথে জঙ্গিরা তাঁকে অপহরণ করে৷ কিছুদিন পর পুলওয়ামা থেকে তাঁর গুলিবিদ্ধ নিথর দেহ পাওয়া যায়৷ তাঁর মাথায় ও ঘাড়ে বুলেটের চিহ্ন মেলে৷ জওয়ান হত্যার তদন্তে নেমে সর্ষের মধ্যে ভূতের সন্ধান পেয়েছে সেনাবাহিনী৷ সন্দেহের তালিকায় চলে এসেছে তিন জওয়ান৷   তদন্তে জানা গিয়েছে, ঔরঙ্গজেবের গতিবিধি সম্পর্কে তথ্য তারা ফাঁস করে দিতে পারে৷ যে তিনজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তারা সকলেই ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান৷ ঔরঙ্গজেবও এই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ছিলেন৷ তাঁকে মরণোত্তর শৌর্য চক্র দেয় কেন্দ্রীয় সরকার৷ ঔরঙ্গজেবের বাবা মহম্মদ হানিফ বিজেপিতে যোগ দেন সম্প্রতি৷ ৩ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেন তিনি৷ হানিফও ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন

প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী

Image
হায়দরাবাদ: আত্মঘাতী হলেন জনপ্রিয় তেলেগু অভিনেত্রী নাগা ঝাঁসি (২১)৷ ৫ ফেব্রুয়ারি হায়দরাবাদের নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে৷ প্রাথমিক তদন্তের পর বুধবার পুলিশ জানিয়েছে, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী৷ আত্মহত্যার সময় শ্রী নগর কলোনির ফ্ল্যাটে একাই ছিলেন পবিত্র বন্ধম খ্যাত অভিনেত্রী৷ বাইরে গিয়েছিলেন ভাই দুর্গা প্রসাদ৷ ফিরে এসে অনেকক্ষণ দরজায় কড়া নেড়েও সাড়া না মেলায় প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢোকেন৷ এরপরই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় ঝাঁসিকে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠায়৷ সেই সঙ্গে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিনেত্রীর ঘর থেকে মিলেছে সুইসাইড নোট ও মোবাইল ফোন৷ সেগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ সুইসাইড নোটে কী লেখা আছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ৷ অন্ধ্রপ্রদেশেক কৃষ্ণা জেলার বাসিন্দা ঝাঁসি গত ছ'মাস ধরে সূর্য নামে একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়৷ তবে এই সম্পর্ক নিয়ে মোটেই খুশি ছিল না অভিনেত্রীর পরিবার৷ এই নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা হয়৷ অপ

পরকীয়ায় বাধা, যুবকের দেহ কুচিকুচি করে ডোবানো হল অ্যাসিডে

Image
পরকীয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন গৃহবধূর স্বামী৷ তার জেরে যুবককে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে অ্যাসিডে ডোবানোর অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের আনন্দ নগরের এই নৃশংস ঘটনার কথা শুনে আঁতকে উঠছেন সকলেই৷ জেরায় অপরাধ কবুল করেছে অভিযুক্ত৷ অভিযুক্ত সুনীল মন্ত্রী হাড়ের চিকিৎসক৷ দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসকের গাড়ি চালাতেন বছর তিরিশের যুবক বীরেন্দ্র পাচৌরি৷ চিকিৎসক এবং তাঁর স্ত্রীর সঙ্গে ভালই সম্পর্ক ছিল গাড়িচালকের৷ ইতিমধ্যেই শারীরিক অসুস্থতায় চিকিৎসকের স্ত্রী মারা যান৷ মৃত্যুর আগে একটি বুটিক চালাতেন তিনি৷  স্ত্রী মারা যাওয়ার পর ওই বুটিকের দায়িত্ব গাড়িচালকের স্ত্রীর কাঁধেই তুলে দিয়েছিল চিকিৎসক৷ আর তা নিয়েই দিনকয়েক ধরে ওই গাড়িচালক বীরেন্দ্রর সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য অশান্তি চলছিল৷ স্ত্রীর সঙ্গে চিকিৎসকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করতেন গাড়িচালক৷ পুলিশ সূত্রে খবর, পথের কাঁটা সরাতে বীরেন্দ্রকে খুনের পরিকল্পনা করে চিকিৎসক সুনীল৷ সেই মতো বাড়িতে একটি ড্রামের মধ্যে অ্যাসিডও জমা করেছিল সে৷ গত সোমবার দাঁতের যন্ত্রণা শুরু হয় গাড়িচালকের৷ চিকিৎসকের সঙ্গ

কেন্দ্র-রাজ্য সংঘাত জারি, কলকাতা পুলিসের ২ ডিসিকে তলব ইডির

Image
কেন্দ্র- রাজ্য সংঘাত চলছেই। এবার কলকাতা পুলিসের দুই ডিসিকে ডেকে পাঠাল ইডি। রোজভ্যালি মামলায় ডিসি STF ও ডিসি SEDকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। তদন্তে দুই অফিসার যাতে সহযোগিতা করে তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে ইডি। কল্যাণ মুখোপাধ্যায় ও মুরলিধর শর্মাকে তলব করেছে ইডি।  এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের যত তাড়াতাড়ি সম্ভব রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  এজন্য ইতিমধ্যেই ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে ৯ সদস্যদের বিশেষ তদন্তকারী টিম গড়া হয়েছে। দিল্লিতে সিবিআই অধিকর্তার সঙ্গে বৈঠক করছেন টিমের সদস্যরা। তাঁরা কলকাতায় ফেরার পরই জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক হবে।  সিবিআই সূত্রে খবর,  নগরপালকে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো তোড়জোড় শুরু হয়েছে। মেল ও ফ্যাক্স দুইয়ের মাধ্যমেই কমিশনারকে নোটিস পাঠানো হচ্ছে। তবে, কলকাতায় নয় নগরপালকে শিলং নিয়ে গিয়ে জেরা করতে চায় সিবিআই। তবে, কলকাতায় নয় নগরপালকে শিলং নিয়ে গিয়ে জেরা করতে চায় সিবিআই। সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারের কাছ থেকে সন্তোষজনক উত্তর না আসা পর্যন্ত জেরা চলবে।  সূত্রের খবর, আজই দিল্

কসবা বহুতল অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক

Image
কসবাতে একটি বাড়ির দোতলায় আগুনকে ঘিরে ফের আতঙ্ক ছড়াল৷ ৪ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই৷ বাসিন্দাদের বাইরে আনার চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে রুবি মোড়ের কাছে দোতলায় আগুনকে ঘিরে৷ সূত্রের খবর, বুধবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে কসবার একটি বিল্ডিংয়ের দোতলায়৷ ধোঁয়ায় ঢেকে যায় এলাকা৷ দ্রুত ওই বিল্ডিংয়ের সকলকে বের করে আনা নয়৷ তবে ঠিক কি কারণে এই আগুন লাগে তা স্পষ্ট নয়৷ আগুন নেভানোর কাজ চলছে৷

এটিএমে টাকা তোলার পরই ‘ক্যানসেল’ বোতাম টিপুন, না হলে যা হবে…

Image
ব্যাংকে অনলাইনে লেনদেন করার জন্য একেবারে আলাদা একটি অ্যাকাউন্ট খুলুন। ব্যাংক জালিয়াতদের কবলে পড়বেন না। এটিএম থেকে টাকা তোলার পর অবশ্যই 'ক্যানসেল' বোতাম টিপুন। এটিএম জালিয়াতদের হাত থেকে বাঁচবেন। কলকাতায় এসে শহরবাসীকে সতর্ক করলেন কেন্দ্রীয় সাইবার নিরাপত্তার কর্তা। কলকাতায় সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর ড. গুলশন রাই। সারা দেশ জুড়ে যখন তখন সাইবার অপরাধ ঘটিয়ে চলেছে সাইবার অপরাধীরা, তার শিকার হচ্ছেন কলকাতাবাসীও। ড. গুলশন রাইয়ের মতে, 'আউটসোর্সিং'-এর সর্ষের মধ্যেই রয়েছে ভূত। যেখানে আউটসোর্সিং, সেখানেই সাইবার অপরাধ বাড়ছে। ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে শুরু করে এটিএমের দেখভাল ও তাতে টাকা ভরানোর কাজের ভার কোনও ব্যাংকই নিজের ঘাড়ে নেয় না। সেই দায়িত্ব 'আউটসোর্সিং' করে বেসরকারি কোনও সংস্থার উপর ভার দেওয়া হয়। সাইবার নিরাপত্তা কর্তা জানান, একটি এটিএম বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পর সংস্থার পক্ষে তার ভিতরে ঢোকা সহজ হয়ে যায়। সেটিই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জা

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু স্কুলছাত্রীর, পথ দুর্ঘটনা ঘিরে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ মেমারিতে

Image
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বর্ধমানের মেমারি। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ পুলিসের। ছোড়া হল কাদানে গ্যাসও। মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে মেমারির রাধাকান্তপুর এলাকায় একটি বেপরোয়া ধানবোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত হয় ৫ ছাত্রী। তাঁদের মধ্যে হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বাসন্তী হাজরা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর। এরপরই ক্ষেপে ওঠে জনতা। অভিযোগ, পুলিসের তাড়া খেয়েই লরির চালক গতি বাড়িয়ে দিয়েছিল। আর তাতেই সামনে ছাত্রীরা চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।  ৫ ছাত্রী রাস্তা পার হওয়ার সময়ে লরির সামনে পড়ে যায়। দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লরিটি সাতগাছিয়া থেকে আসছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপর সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিস গিয়ে অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। এরপর প্রতিরোধ গড়তে পাল্টা লাঠিচার্জ করতে থাকে পুলিস। ছোড়া হয় কাদানে গ্যাস। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। কিন্তু তাতেও পিছু হটেন না অবরোধকারীরা। পরে খব

২৫ লাখের বিল, দুই তরুণীর প্রাণ বাঁচিয়ে অর্থাভাবে থমকে নিজেরই চিকিৎসা

Image
সঙ্কট: একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জীবন। ফাস্টফুডের ছোট্ট দোকানের সামান্য রোজগারে চলে যেত তাঁর একার সংসার। তেমন অভাব ছিল না। তবে কারও প্রাণ বাঁচাতে গিয়ে যে এমন দিন দেখতে হতে পারে, তা হয়তো কখনও ভাবতে পারেননি জীবনকুমার সরকার। তাঁর আত্মীয়দের মাথায় এখন ২৫ লক্ষ টাকার চিকিৎসা-বিলের বোঝা। চলন্ত ট্রেনের সামনে থেকে দুই তরুণীর প্রাণ বাঁচিয়ে এখন সঙ্কটে জীবনবাবু। মাস খানেক আগে শ্যামনগর স্টেশনে দুই তরুণীকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন জীবনবাবু। সে দিন তাঁদের বাঁচাতে পারলেও, নিজে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন। ঘটনার এক মাস পরেও কথা বলার শক্তি ফিরে পাননি তিনি। গত এক মাস ধরে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিলের অঙ্ক ২৫ লক্ষ টাকা ছাড়িয়েছে। যে দুই তরুণীর প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে যুঝতে হচ্ছে তাঁকে, তাঁদের কোনও খোঁজ এখনও পাননি জীবনবাবুর আত্মীয়েরা। কোনও রকমে পাঁচ লক্ষ টাকা জোগাড় করেছিলেন আত্মীয়েরা। সংবাদপত্রে এই দুর্ঘটনার খবর দেখে কয়েক জন এগিয়ে এসেছেন। স্থানীয় ক্লাব থেকে কুপন ছাপিয়ে কিছু টাকা সংগ্রহ হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত তাঁদের সংগ্রহ

একেই বলে মানবিকতা, 'শত্রু' মাওবাদীকে রক্ত দিয়ে প্রাণে বাঁচাচ্ছেন জওয়ান!

Image
যাঁর সঙ্গে গুলির যুদ্ধ, সেই 'শত্রুর' প্রাণ বাঁচানোর জন্য নিজের রক্ত দিতেও এক মুহুর্ত ভাবেননি তিনি। ঝাড়খণ্ডের একটি ঘটনা যেন প্রমাণ করে দিচ্ছে, দায়িত্ব যেমন থাকে, তার সঙ্গে থাকে মানবিকতাও। কোবরা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত এক মাওবাদীকে নিজের রক্ত দিয়ে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সিআরপিএফ-এর ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল রাজকমল। এই ঘটনার পর আরও একবার প্রমাণ হল, সীমান্তে থাকা বা মাওবাদীদের সঙ্গে গভীর জঙ্গলে লড়াইতে নামা জওয়ানদের বাহ্যিক কাঠিণ্য যতই থাকুক, তাঁদের অনেকেরই ভেতরে রয়েছে ভীষণ দরদী একটা মন। রাজকুমারের ঘটনা সেই কথাটিকেই যেন প্রতিষ্ঠা করে গেল। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, কোবরা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে গুরুতর জখম হন ওই মাওবাদী। তাঁর সহযোগীরাও তাঁকে ফেলে পালিয়ে যান। কিন্তু সিআরপিএফ জওয়ানরা তাঁকে তুলে এনে ভর্তি করেন রাঁচির আরআইএমএস হাসপাতালে। সেখানেই রক্তের দরকার পড়ে ওই মাওবাদীর। বিন্দুমাত্র না ভেবে এগিয়ে আসেন রাজকুমার। রক্ত দিয়ে 'শত্রুপক্ষের' প্রাণ বাঁচানোর এই প্রচেষ্টায় ইতিমধ্যেই রাজকুমারকে নিয়ে প্রশংসা করছেন সকলে।

অবিশ্বাস্য! তরুণীকে ধর্ষণ করে গ্রেফতার মহিলা

Image
নয়াদিল্লি: ২৫ বছর বয়সী এক মহিলার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ৷ কোনও পুরুষ এই অভিযোগ আনেননি৷ এনেছেন ১৯ বছরের এক তরুণী৷ অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে দিল্লিতে৷ পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে৷ দেশে সমলিঙ্গে ধর্ষণের এটাই প্রথম ঘটনা বলে জানাচ্ছে পুলিশ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই তরুণী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা৷ কাজের সন্ধানে দিল্লি আসে সে৷ অভিযোগ, ওই মহিলা তাঁকে দিল্লির দিলশাদ কলোনিতে নিয়ে যায়৷ এবং সেখানে তাঁকে ধর্ষণ করে৷ সে একা নয়৷ আরও তিন জনের হাতে গণধর্ষিতা হতে হয় তাঁকে৷ শুধু তাই নয়, অভিযুক্তরা দিনের পর দিন ব্ল্যাকমেল করে তাঁর উপর যৌন অত্যাচার চালাত৷ শেষ পর্যন্ত আর অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী৷ যার ভিত্তিতে ওই মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ সুপ্রিম কোর্ট সমকামী যৌনতাকে অপরাধমুক্ত করার পর এই প্রথম দেশে ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ধৃতদের জেরার পর কারকারডোমা আদালতে তোলা হয়৷ সেখানে আদা

১৭ দিন নিখোঁজ গৃহবধূ, উদ্ধার কঙ্কাল

Image
কোচবিহার: ১৭ দিন নিখোঁজ থাকার পর এক মহিলার কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ মর্মান্তিক ঘটনাটি কোচবিহারের কোতোয়ালি থানার পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চরে কিছু কুকুরকে হাড় নিয়ে খেতে দেখে এলাকার বাসিন্দারা। তারপর তাঁরা খেয়াল করে নদীর চরেই পরে আছে এক মহিলার শাড়ি, জুতো, অলংকার, এছাড়াও একটি ব্যাগ। সেই ব্যাগেই পাওয়া যায় আধার কার্ড৷ সেখান থেকে জানা যায় মহিলার নাম সুমিত্রা সরকার৷ বয়স ২৩ বছর। এরপর মহিলার স্বামী সন্তোষ সরকারকে খবর দেওয়া হয়। সে পোশাক ও অন্যান্য সামগ্রী দেখে তাঁর স্ত্রীকে শনাক্ত করেন। ওই মহিলার স্বামী সন্তোষ সরকার জানান, ১৭ দিন ধরে নিখোঁজ ছিল সুমিত্রা। প্রতিবেশী গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। অভিযোগ সেই যুবক ধনঞ্জয় বিশ্বাস খুন করেছে তাঁকে। কংকাল উদ্ধার হওয়ার পর থেকেই পলাতক ছিল ওই যুবক। পরে গ্রামবাসীরাই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ ওই যুবক ও মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।   এদিকে ধনঞ্জয় সরকারের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে এলাকাবাসী৷ তাঁদের অভিযোগ ধনঞ্জয় ও সুমিত্রা

স্ত্রী এবং তাঁর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Image
লখনউ: জোড়া হত্যাকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পরে আগ্রায়৷ দিনে দুপুরে এক মহিলা এবং তাঁর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়৷ তারপরে খুনি রক্ত মাখা হাত আর জামা কাপড় নিয়ে থানায় পৌঁছয়৷ থানায় গিয়ে পুলিশকে সে জানায় স্ত্রী এবং তাঁর প্রেমিকের হত্যা করেছে সে৷ মৃতদেহগুলি ঘরেই পরে রয়েছে বলেও সে জানায় পুলিশকে৷৷ পুলিশ কর্তারা জানান, ওই ব্যক্তিকে জেরা করার পর তারা ঘটনাস্থল থেকে দুই জনের রক্ত মাখা দেহ উদ্ধার করেন৷ অভিযুক্ত জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নিজের স্ত্রী এবং তাঁর প্রেমিককে বন্ধ ঘরে দেখে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে৷ তারপর ২৮ বছর বয়সী লক্ষ্মী এবং তাঁর প্রেমিক দীপককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সে৷ এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে৷ তদন্তকারী অফিসাররা জানান, ঘরের মেজে রক্তে লাল হয়ে গিয়েছিল৷ খাটের উপর লক্ষ্মী এবং তাঁর প্রেমিক দীপকের দেহ রক্তাক্ত অবস্থায় পরে ছিল৷ দুজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে ঋষি৷ খাটের পাশেই খুন করার পর সেই অস্ত্রটি রেখে দেয় অভিযুক্ত৷ পুলিশ অভিযুক্ত ঋষিকে গ্রেফতার করে৷   ঋষিকে দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পারে

১২ দিন ব্যাপী খাদি মেলা শুরু বাঁকুড়ায়

Image
বাঁকুড়া: 'খাদি চিরন্তন, খাদি পরম্পরা-খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা' স্লোগানকে সামনে রেখে বাঁকুড়ায় জোনাল স্তরীয় খাদি মেলা শুরু হয়েছে। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দফতরের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে বসেছে এই মেলা৷ ১৬ টি জেলার ১১০ জন শিল্পী তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদি, সিল্ক, বস্ত্রবয়ন, আরইজিপি ও পিএমজিপি প্রকল্পে উপকৃত ক্ষুদ্র ও হস্ত শিল্পীদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিপণনের জন্য জোনালস্তরে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার উৎপাদিত পণ্য সামগ্রী তারা যাতে বিক্রি করতে পারেন সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই মেলায় যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। এই মেলার ফলে ক্রেতা সরাসরি শিল্পীর কাছ থেকে উৎপাদিত কেনার সুযোগ পাচ্ছেন। এর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই আর্থিকভাবে লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে। এই মেলায় অংশ নিয়ে খুশি শিল্পীরাও। এরপর ভবিষ্যতে আরও বেশি কাজের সুযোগ পাবেন বলে তারা মনে করছেন। একই সঙ্গে মেলায় আসা সাধারণ মানুষও খুশি। বস্ত্র ও হস্ত শিল্পের বিপুল সম

সুখবর, অনলাইনে রেডমি ৬ সিরিজের ফোনে ব্যাপক ছাড়ের ঘোষণা

Image
নয়াদিল্লি: চিনা মোবাইল সংস্থা শাওমি নিয়ে এল দারুণ অফার৷ অনলাইনে রেডমি ৬ সিরিজের ফোন কিনলে মিলবে বিপুল ছাড়৷ তবে এই ছাড় কেবলমাত্র সীমিত সময়ের জন্য৷ শাওমির তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্ট, আমাজন ইন ও শাওমির ই-স্টোর থেকে রেডমি ৬ সিরিজের ফোনের উপর মিলবে সর্বোচ্চ ২৫০০ টাকা অবধি ছাড়৷ এই ছাড় কেবলমাত্র ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি অবধি পাওয়া যাবে৷ যারা রেডমি ৬ সিরিজের ফোন কিনতে ইচ্ছুক তাদের কাছে এটাই বেস্ট টাইম৷   ছাড়ের পর জেনে নেওয়া যাক কোন ফোনের কত দাম পড়ছে? রেডমি ৬ প্রো ৪ জিবি ব়্যাম+ ৬৪ জিবি: দাম ১০ হাজার ৯৯৯ টাকা৷ রেডমি ৬ প্রো ৩ জিবি ব়্যাম+ ৩২ জিবি: ৮ হাজার ৯৯৯ টাকা৷ রেডমি ৬এ ২ জিবি ব়্যাম+ ৩২ জিবি: ৬ হাজার ৪৯৯ টাকা৷ রেডমি ৬ ৩জিবি ব়্যাম + ৬৪ জিবি: ৮ হাজার ৪৯৯ টাকা৷ রেডমি ৫ সিরিজের ফোনে ব্যাপক সাফল্যের পর ৬ সিরিজের ফোন বাজারে আনে শাওমি৷ বাজারে আসার পর ৬ সিরিজের ফোন নিয়েও ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে৷ বিশেষ করে রিয়ার ও সেলফি ক্যামেরার রেজোলিউশনের জন্য এই ফোন ৫ সিরিজের ফোনের থেকে ব্যাপক জনপ্রিয় হয়৷ তাছাড়া ফোনগুলির ব্যাটারি ব্যাক আপও ভালো৷ খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ

পাকিস্তান থেকে হেরোইন পাচার নিয়ে চিন্তিত বিএসএফ কর্তারা

Image
চন্ডীগড়: ফেন্সিং এর কাছ থেকে বিএসএফ বাহিনী পাঁচ কিলো হেরোইন উদ্ধার করল৷ ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারিদের হাতে৷ তারা তদন্তে নেমে জানতে পারেন এই হেরোইন পাচারের নেপথ্যে পাকিস্তানি পাচারকারীরা৷ তারা ছক কষে মাটির তলায় পুঁতে রেখেছিল এই হেরোইন৷ এই তথ্য পেয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন পুলিশ কর্তারা৷ তারা জানাচ্ছেন, ঘটনায় স্পষ্ট এই রাজ্যে পাকিস্তানি পাচারকারীরা কতটা সক্রিয়৷ ঘটনাটি ঘটে ফিরোজপুর বিএসএফ সেক্টরের কাছে৷ বিএসএফ আধিকারিকেরা সংবাদমাধ্যমকে জানান তারা গোপন সূত্রে খবর পান ভারতীয় পাচারকারীরা পাকিস্তান পাচারকারীদের কাছ থেকে হেরোইন পাচার করার পরিকল্পনা করেছে৷ সেই সূত্র ধরেই তারা এই এলাকায় মঙ্গলবার তল্লাশি অভিযান চালান৷ বিএসএফের ব্যাটেলিয়ন ২৯ এর জওয়ানেরা বিওপি জহদিশের কাছে ফেন্সিং- এ তল্লাশি অভিযান চালায়৷ তল্লাশি চলাকালীন তারা দেখতে পান একটি জায়গা সদ্য খোঁড়া হয়েছে৷ সেই জায়গাতেই ফের মাটি খোঁড়েন তারা৷ মাটি খুড়তেই চমকে যান বিএসএফ জওয়ানরা৷ ওই মাটির তলায় হেরোইন রাখা ছিল৷ সেখান থেকে তারা চারটি হেরোইনের প্যাকেট এবং একটি বোতল উদ্ধার করে৷ সেই বোতলেও হেরোইন ভ

রামমন্দির নিয়ে পিছু হঠল বিশ্ব হিন্দু পরিষদ

Image
নয়াদিল্লি: এতদিন লোকসভা ভোটের আগে রামমন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছিল বিশ্ব হিন্দু পরিষদ৷ এমনকী ভোটের আগে অর্ডিন্যান্স আনার জন্য চাপও দিচ্ছিল কেন্দ্রীয় সরকারের উপর৷ কিন্তু তারাই এবার আগের অবস্থান থেকে এল সরে৷ জানিয়ে দিল, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হবে৷ তবে লোকসভা ভোটের পর৷ রামজন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন হল বিশ্ব হিন্দু পরিষদ৷ গত এক বছরের বেশি সময় ধরে গোটা দেশ জুড়ে রামমন্দির নির্মাণের দাবিতে নানা কর্মসূচি পালন করে চলেছে৷ তাদের এটাও দাবি ছিল, ভোটের আগে অর্ডিন্যান্স আনুক সরকার৷ যাতে রাম মন্দির গড়ে তোলা যায়৷ সেই বিশ্ব হিন্দু পরিষদ আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘরে গেল৷ মঙ্গলবার তাদের তরফে জানানো হয়েছে, তারা চায়না লোকসভা ভোটের আগে মন্দির নির্মাণ কোনও ইস্যু হয়ে উঠুক৷ বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনকে উদ্ধৃত করে নিউজ নেশন জানিয়েছে, লোকসভা ভোট শেষ না হওয়া পর্যন্ত অযোধ্যায় রামমন্দির নির্মাণের তাদের আন্দোলন আপাতত স্থগিত রাখা হল৷ কারণ বিশ্ব হিন্দু পরিষদ চায় না রামমন্দিরকে নির্বাচনী ইস্যু করে তুলতে৷ তিনি আরও জানান, কেন্দ্রে নতুন সরকার

যোগীর রাজ্যে ৪০ লক্ষ সরকারি কর্মচারির ধর্মঘটের ডাক

Image
লখনউ: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানাকে কেন্দ্র করে মোদী সরকার ও রাজ্যের সংঘাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যোগী আদিত্যনাথ৷ পুরুলিয়ার জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মমতা সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন৷ কিন্তু এবার নিজের রাজ্যেই বিপাকে পড়লেন যোগী৷ তাঁর সরকারের সঙ্গে সরকারি কর্মীদের সংঘাত এল প্রকাশ্যে৷ যোগী সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে সরকারি কর্মীরা৷ বুধবার থেকে রাজ্যের ৪০ লক্ষ সরকারি কর্মচারি ধর্মঘটে সামিল হতে চলেছে৷ এই ধর্মঘট চলবে এক সপ্তাহ৷ ফলে আগামী সাতদিন শিঁকেয় উঠবে সরকারি কাজকর্ম৷ ব্যাহত হবে পরিষেবা৷ যদিও রাজ্য সরকার পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে সরকারি কর্মীদের৷ হুমকির সুরে জানিয়েছে, ধর্মঘটে সামিল হলে ভোগ করতে হতে পারে চরম শাস্তি৷ যদিও তাতে কান দেননি লক্ষ লক্ষ সরকারি কর্মীরা৷ নিজেদের সিদ্ধান্তে তাঁরা অটল৷   কেন যোগী সরকারের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার রাস্তা বাছলেন সরকারি কর্মীরা? জানা গিয়েছে, নয়া পেনশন প্রকল্পই তাদের আপত্তির কারণ৷ সরকারি কর্মীরা চাইছেন পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনুক সরকার৷ সেই সঙ্গে

কোনও ধরনায় যোগ দেননি, দায়িত্ব পালন করেছেন রাজীব কুমার, দাবি মমতার

Image
কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমার কোনও ধরনায় যোগ দেননি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্বরাষ্ট্রমন্ত্রকের বিভাগীয় তদন্তের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় মেট্রো চ্যানেলের ধরনা প্রত্যাহার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ দিনের মাথায় ধরনা প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী। ধরনা প্রত্যাহারের সময়ই বক্তব্য রাখতে গিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের বিভাগীয় তদন্তের নির্দেশের প্রসঙ্গটি তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজীব কুমার তাঁর দায়িত্ব পালন করতেই এখানে এসেছিলেন। একজন মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া পুলিসের দায়িত্ব। সেই দায়িত্ব পালনেই তিনি ধরনাস্থলে আসেন। তাই রাজীব কুমারের আসাটা আইন সম্মত। রাজীব কুমার কখনওই ধরনায় যোগ দেননি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এমনকি, রাজীব কুমারকে কেউ ধরনায় বসতে দেখেছেন কিনা? সাংবাদিকদের প্রায় চ্যালেঞ্জ ছুঁড়ে সে কথা জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে রাজীব কুমারের বির

৮০ বছর পর ফের একই ম্যাচে দু’টি দ্বিশতরানের রেকর্ড

Image
একই ম্যাচে দু'টি দ্বিশতরান করলেন অ্যাঞ্জেলা পেরেরা। ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা। একই ম্যাচের দু'টি ইনিংসে দ্বি-শতরান করার বিরল রেকর্ডের অধিকারী হলেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০১ করার পর দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করেছেন তিনি। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের জন্য এই বিরল ঘটনা ঘটল। প্রথমবার হয়েছিল ৮০ বছর আগে। ১৯৩৮ সালে এসসেক্সের বিরুদ্ধে কেন্টের হয়ে দুটি ইনিংসে যথাক্রমে ২৪৪ ও ২০২ রান করেছিলেন আর্থার ফাগ। অ্যাঞ্জেলা কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের অধিনায়ক। ওই ক্লাবের হয়ে সিংহলি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ওই দ্বিশতরান দুটি করেছেন। ওই ম্যাচের প্রথম ইনিংসে ২০৩ বলে ২০১ রান করেন তিনি। যার ফলে সিংহলি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে বিরুদ্ধে ৪৪৪ রান তোলে তাঁর দল। পাথুম নিসাঙ্কা ১৬৭ রানের ইনিংস খেলেন। দু'জনে মিলে জুটিতে ২৬৭ রান করেন। এর পর দ্বিতীয় ইনিংসে ২৫৬ বলে ২৩১ রান করেন পেরেরা। চার দিনের ওই ম্যাচ যদিও শেষ পর্যন্ত ড্র হয়। তবে দেশের সেরা বোলারদের বিরুদ্ধেই ব্যাট হাতে এই রেকর্ড গড়লেন। সিংহলি স্পোর্টস ক্লাবের হয়ে এই ম্যাচে বল করছিলেন‌

‘নরেন্দ্র মোদী ও তাঁর দলের বোঝা উচিত, শুধু বন্দুক আর গো-রক্ষক দিয়ে দেশ চলে না’

Image
ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের ফুটবল অ্যাকাডেমির উদ্বোধনে রাজীব কুমার। মঙ্গলবার।  ''আমাদের অফিসারেরা এবং সাধারণ মানুষ এ বার নিশ্বাস ফেলার একটা জায়গা পাবেন।'' রাজীব কুমার সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পরে এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া। তাঁর কথা, ''গণতন্ত্র ও সংবিধান ধ্বংস করতে উদ্যত দেশের শাসকদের ঔদ্ধত্যের বিরুদ্ধে এই রায়। দেশের সংবিধান এর ফলে সুরক্ষিত থাকবে। নরেন্দ্র মোদী ও তাঁর দলের এ বার বোঝা উচিত, শুধু বন্দুক আর গো-রক্ষক দিয়ে দেশ চলে না। দেশ সংবিধান দিয়ে চালাতে হয়।'' ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এ দিন তিনি বলেন, ''রাজীব কুমারকে গ্রেফতার করা হবে না। আদালতের এই নির্দেশে আমরা কৃতজ্ঞ। মোদীর বিরুদ্ধে ২০১৯-এ আমাদের লড়াই আরও শক্তিশালী হল। নরেন্দ্র মোদী ও তাঁর দল যে ক্ষমতায় ফিরবে না, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আজকের রায় দেশের জনতার জয়, রাজ্যবাসীর নৈতিক জয়, সংবিধানের জয়।'' পাশাপাশি তদন্তে সহযোগিতার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে আদালত যে নির্দেশ দিয়েছে,