Posts

Showing posts from November 3, 2018

‌নিউ টাউনের সিলিকন ভ্যালিতে জমি চাইছে রিলায়েন্স জিও সহ চার সংস্থা

Image
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন ধীরে ধীরে সাফল্যের পথে এগোচ্ছে। নিউটাউনে শিল্পের জন্য মাত্র এক টাকায় জমি দেওয়ার প্রকল্প শিলিকন ভ্যালি ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। দেশের প্রথম সারির শিল্পপতিরা সিলিকন ভ্যালিতে জমি কেনায় আগ্রহ দেখাচ্ছেন। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন নিউটাউনের সিলিকন ভ্যালিতে জমি নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে রিলায়েন্স জিও, টিসিএস, ক্যাপ জেমিনি, ফার্স্টসোর্স সলিউশনের মত সংস্থা। তিনিই জানিয়েছেন রিলায়েন্স জিও চেয়েছে ৪০ একর জমি। আর টিসিএস চেয়েছে ২০ একর, ক্যাপ জেমিনি ১০ একর এবং ফার্স্টফোর্স সলিউশনস চেয়েছে ৪ একর জমি। তাঁদের জমি দেওয়ার আগে আবেদন পত্রগুলি খুঁটিয়ে দেখা হবে। এবং সিলিকন ভ্যালিতে জমি নেওয়ার জন্য যা যা বিধি নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি মেনেই সংস্থাগুলিকে জমি দেওয়া হবে। চলতি বছরের অগস্টেই নিউটাউনে সিলিকন ভ্যালির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দু'‌মাসের মধ্যেই সেখানে জমি পাওয়ার জন্য আবেদন আসতে শুরু করেছে। চাহিদা এতটাই যে আরও ১০০ একর জমি এই হাবের জন্য বরাদ্দ করার কথা ভাবছে রাজ্য সরকার।‌‌

‘নিজেকে আবিষ্কার করতেই ঘর ছেড়েছিলাম’, উদ্ধার হওয়ার পর বলল বাঁশদ্রোণীর প্রীতম

Image
বাঁশদ্রোণী থানায় প্রীতম বেরা। জয়েন্ট এন্ট্রান্সে র‌্যাঙ্ক হয়েছিল ৩৮৯। উচ্চমাধ্যমিকে নম্বর ৯০ শতাংশেরও বেশি। তার পরেও বাড়িতে মন বসছিল না ১৭ বছরের প্রীতম বেরার। যোধপুর বয়েজ স্কুলের ওই ছাত্র চেয়েছিল নিজের পথে বাঁচতে। তার যুক্তি, বড় হলে যে কেউ স্বাধীন ভাবে নিজের পথে চলতে পারে। আর এটাই প্রকৃতির নিয়ম। সে কারণেই কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়েছিল বাঁশদ্রোণীর প্রীতম। পাঁচ মাস ধরে পায়ে হেঁটে, ট্রেনে-বাসে-মোটরসাইকেলে চষে বেড়িয়েছে পঞ্জাব এবং উত্তরাখণ্ডের নানা প্রান্ত। শেষে থিতু হয়েছিল অমৃতসর স্বর্ণ মন্দিরে। এ বছরের জুন মাস থেকে জায়গায় জায়গায় পুলিশের তল্লাশি সত্ত্বেও অধরা থেকেছিল এই কিশোর। শেষ পর্যন্ত ফেসবুকে নিজের প্রোফাইল সক্রিয় করে এক বন্ধুকে মেসেজ পাঠাতেই, সেই সূত্র ধরে স্বর্ণ মন্দিরের পাঠাগার থেকে নিখোঁজ কিশোরের হদিশ পায় বাঁশদ্রোণী থানার পুলিশ। শনিবার কলকাতায় ফিরে আসার পরেও মানসিকতার বিশেষ কোনও হেরফের হয়নি মেধাবী ওই কিশোরের। কেন সে বাড়ি ছাড়ল এবং কেন সে ভ্যালি অব ফ্লাওয়ার্স থেকে শুরু করে পঞ্জাব-উত্তরাখণ্ডের বিভিন্ন শিখ এবং হিন্দু তীর্থস্থান ঘুরে বেড়াল তার কোনও স্পষ্ট উত্তর দেয়নি। তবে সে

পাসপোর্টে বিশেষ ছাড়ের ঘোষণা! অবশ্যই না এড়িয়ে জেনে নিন

Image
করাইকল: পাসপোর্ট সার্ভিস পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে বিদেশ মন্ত্রক৷ এর জন্য কাজ শুরু করে দিয়েছে ভারত সরকার৷ জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি এও জানিয়েছেন, পরিষেবা উন্নয়নের জন্য খুব তাড়াতাড়ি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করা হবে৷ সুষমা স্বরাজ জানিয়েছেন, পাসপোর্ট পরিষেবার সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ করার চেষ্টা চলছে৷ এর জন্য সমস্ত আবেদন যত তাড়াতাড়ি সম্ভব খতিয়ে দেখা হচ্ছে৷ সম্প্রতি পাসপোর্ট নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও এই পরিষেবা দ্রুত করার কাজে সাহায্য করবে৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাসপোর্টের শেষের পাতাটি প্রিন্ট করা হবে না৷ এতে কাজ আরও দ্রুত হবে বলে মনে করছে বিদেশ মন্ত্রক৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, আট বছরের নিচে শিশুদের পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফি ১০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে৷ একই শর্ত প্রযোজ্য হবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রেও৷ বিদেশমন্ত্রী এও জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর ১৯ শতাংশ বেশি আবেদনপত্র জমা পড়েছে৷ ভারতীয় পাসপোর্টের শেষ পাতাটিতে ব্যক্তির বাবা বা আইনি অভিভাবক, মা, স্ত্রী বা স্বামী ও ঠিকানা মুদ্রিত থাকে৷

জিও গ্রাহকদের জন্যে বড়সড় ঘোষণা! মিস করলেই পস্তাবেন কিন্তু

Image
নয়াদিল্লি: রিলায়েন্স জিও! টেলিকম মার্কেটের পুরো ছবিকে বদলে দিয়েছে এই একটাই নাম৷ যার অস্তিত্ব পিছু হটতে বাধ্য করছে প্রতিদ্ধন্ধী সংস্থাগুলিকে৷ সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেই আবারও মার্কেটে হাজির জিও৷ সঙ্গে নিয়ে এসেছে 'জিও দিওয়ালি ধামাকা'৷ যেখানে থাকছে ক্যাশব্যাক থেকে শুরু করে অন্যান্য আকর্ষণীয় অফারের সম্ভার৷ তাই, জিওর হাত ধরে আলোর উৎসবকে করে তুলুন স্পেশাল৷ ১) প্রথমেই থাকছে ১৬৯৯ টাকার অ্যানুয়াল প্ল্যানটি৷ যেখানে ইউজাররা এক বছরের জন্য অফারটি পাবেন৷ থাকছে আনলিমিটেড ডেটা সহ ভয়েস কলের সুবিধা৷ ৩৬৫ দিনের জন্য পান ৫৪৭.৫ জিবি ডেটা৷ ২) দিওয়ালি উপলক্ষে জিও তরফ থেকে পেয়ে যান ১০০ শতাংশের ক্যাশব্যাক৷ রিলায়েন্স জিওর কুপনের আকারে ইউজার পেতে পারেন অফারটি৷ তবে, শুধুমাত্র প্রিপেড কাস্টমাররাই পাবেন সুযোগটি৷ যেখানে ক্যাশব্যাক পেতে গ্রাহককে রিচার্জ করাতে হবে ১৪৯ বা তার বেশি টাকার৷ ৩) এছাড়াও, থাকছে ইন্সট্যান্ট ক্যাশব্যাক৷ 4G ফোন কিনলেই ক্যাশব্যাকটি পাবেন গ্রাহক৷ ৫০ টাকার ৪৪ টি ক্যাশব্যাক ভাউচারের মাধ্যমে ইউজার পেয়ে যাবেন ক্যাশব্যাকটি৷ তবে, শুধুমাত্র ১৯৮ কিংবা ২৯৯ টাকার রিচার্জের উপরেই

‘ডিসেম্বরেই অযোধ্যায় রামমন্দির আর লখনউয়ে মসজিদ নির্মিত হবে’

Image
নয়াদিল্লি: রামমন্দির নিয়ে তর্ক-বিতর্ক চলছেই৷ সুপ্রিম কোর্টে এই রামমন্দির নিয়ে শুনানি পিছিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে৷ জানুয়ারিতে শুনানির দিন ঘোষণার জন্য শীর্ষ আদালতের নতুন বেঞ্চের দিকে তাকিয়ে রয়েছে সকলেই৷ আর তারই মধ্যে রামমন্দির মাঝেমধ্যেই মুখ খুলছেন কেউ কেউ৷ শনিবার বিজেপির প্রাক্তন সাংসদ এবং রাম জন্মভূমি ন্যাসের প্রেসিডেন্ট রাম বিলাস বেদান্তি রামমন্দির নির্মাণ সম্পর্কে বক্তব্য পেশ করেন৷ রাম বিলাস বেদান্তি কি বলেছেন রাম বিলাস বেদান্তি? এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বেদান্তি জানান, ডিসেম্বরেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরু হবে৷ শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি এও জানান, লখনউতে নির্মিত হবে মসজিদ৷ তবে কোনও অর্ডিন্যান্স নয়, দুপক্ষের মধ্যে চুক্তিতেই হবে এই নির্মাণ কাজ৷ এর আগে সেপ্টেম্বরে, বেদান্তি দাবি করেছিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই রামমন্দিরের কাজ শুরু হবে৷ সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গত জুলাইয়ে হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য পেশ করার সময় এই আভাস দিয়েছিলেন যে নির্বাচনের আগেই রামমন্দিরের নির্মাণ হবে, যদিও দলের পক্ষ থেকে এর

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ব্লেড দিয়ে ছাত্রীর গলা কাটল শিক্ষক

Image
নবম শ্রেণির ছাত্রী কুপ্রস্তাবে রাজি হয়নি। যার জেরে ধারাল ব্লেড দিয়ে ছাত্রীকে আক্রমণ করল শিক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের কুরনুল এলাকায়। হিন্দি শিক্ষক শঙ্কর ছাত্রীর বাড়িতে ঢুকে হামলা চালায়। ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইলে মেয়েটি প্রতিবাদ করে। যার জেরে রেগে গিয়ে শঙ্কর গলায় ব্লেড চালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর আহত ছাত্রী চিতকার করতে শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপরে পালানোর চেষ্টা করলেও শঙ্কর পালাতে পারেনি। প্রতিবেশীরা তাকে ধরে পোস্টে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে সুযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষক নিজের গলা কাটার চেষ্টা করে। আহত মেয়েটিকে কুরনুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শঙ্করকেও হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পর অন্ধ্রপ্রদেশ স্কুল শিক্ষা দফতরের মন্ত্রী শ্রীনিবাস রাও তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই হিন্দি শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা করা হল গৃহবধূকে।

Image
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা করা হল গৃহবধূকে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন ওই গৃহবধূর শ্বশুর, শাশুড়ি, দেওর সহ চারজন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। ইংরেজবাজার থানার নরহট্টা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামের বাসিন্দা রুবি বিবি। বয়স ৩০ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুবি বিবির স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে একাই থাকতেন রুবি বিবি। অভিযোগ, ওই গৃহবধূর একা থাকার সুযোগ নিয়ে বাশির শেখ নামে এলাকার এক ব্যক্তি তাঁকে উত্যক্ত করা শুরু করেন। নানাভাবে রুবি বিবিকে নানাভাবে কুপ্রস্তাব দিতে শুরু করেন বাশির শেখ। প্রায়শই তিনি রুবি বিবিকে উত্যক্ত করতে থাকেন। যদিও বাশির শেখের কুপ্রস্তাবে সাড়া দেননি রুবি বিবি। বশির শেখের প্রস্তাব এড়িয়ে যেতেন তিনি। অভিযোগ, এরপরই শুক্রবার রাতে ওই গৃহবধূকে অপহরণের চেষ্টা করেন বাশির শেখ। তাঁর দলবল নিয়ে এসে রুবি বিবি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দেন রুবি বিবি। আর তখনই তাঁর শরীরের একাধিক জায়গায় কামড়ে দেন বাশির শেখ। যন্ত্রণায় চিতকার করে ওঠেন রুবি বিবি। রুবি বিবির চিত্কার শুনে ছুটে আসেন রুবি বিবির শাশুড়ি, শ্বশুর, দেওর ও অন্যরা। বাড়ির বউকে দুষ্

ফের মোদীই প্রধানমন্ত্রী! ইঙ্গিত নয়া সমীক্ষায়

Image
আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারবে না বলে আভাস দিচ্ছে কয়েকটি সমীক্ষা। লোকসভায় ভালো ফলের ইঙ্গিত দেওয়া হয়েছে গেরুয়া শিবিবের জন্য। তবে নরেন্দ্র মোদীকে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বহু মানুষ। এমনটাই বলছে নতুন একটি সমীক্ষা। সম্প্রতি একটি অনলাইন সমীক্ষা করেছিল ডেইলিহান্ট ও নিয়েলসন ইন্ডিয়া। ওই সমীক্ষায় মতামত নেওয়া হয়েছিল ৫৪ লাখ মানুষের। এদের মধ্যে ছিলেন প্রবাসী ভারতীয়রাও। ওই সমীক্ষায় দেখা যাচ্ছে ৬৩ শতাংশ মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর ওপরে। পাশাপাশি ৫০ শতাংশ মানুষ চাইছেন ফের প্রধানমন্ত্রী হোন নরেন্দ্র মোদী। কংগ্রেস অবশ্য ওই সমীক্ষার ফল উড়িয়ে দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ওই সমীক্ষাকে বখওয়াস বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মানুষের আস্থা হারিয়েছে মোদী সরকার। দেখবেন আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে কী হয়। এখন এইসব ভুয়ো সমীক্ষা দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করছেন মোদী। সমীক্ষায় ৫০ শতাংশ মানুষের বক্তব্য, মোদীই দেশকে উন্নত ভবিষ্যত উপহার দিতে পারেন। পাশাপাশি দেশের পাঁচ রাজ্যের নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, র

মেয়ের প্রেমিককে ডেকে এনে পিটিয়ে খুন

Image
তাদের সম্পর্কের বয়স প্রায় তিন বছর। গুঞ্জন ছিল একটাই — মেয়ের তুলনায় ছেলে যে বড় ঢ্যাঙা! তবে, তার পরিণতি যে এমন হবে তা ভাবেননি কেউই। রাতভর নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে নওদার সোনাটিকুরি গ্রামের কাছেই বছর বাইশের যুবক রাইয়ান  মণ্ডলের (২২) রক্তাক্ত দেহের খোঁজ মেলার পরে তাই হতবাক শুধু ছেলেটির পরিবার নয়, গোটা গ্রাম। এ দিন দুপুরে অবশ্য রাইয়ানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে মেয়েটির পরিবারের লোকজন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে,  আমতলা কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী রোজই সোনাটিকুড়ির রাস্তা ধরেই কলেজে যেত। রাস্তাটা ছিল রাইয়ানের বাড়ির একেবারে সামনে দিয়ে। নিত্য দেখা সাক্ষাতের পরিণতিতে তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। গ্রামবাসীরাও সে কথা জানাচ্ছেন অকপটে। দু-পরিবারও তাদের মেলামেশার কথা জানত বলেই জানিয়েছেন তাঁরা। অভিযোগ, গত তিন দিন আগে মেয়েটি তার বাড়িতে রাইয়ানের সঙ্গে বিয়ের কথা তোলে। কিন্তু মেয়ের বাড়ির লোকজন তা মেনে নেননি। দাবি ছিল, ছেলের তেমন রোজগার নেই, লম্বাটে গড়নের ছেলেটির ব্যবহার কথাবার্তার ধরন নিয়েও প্রশ্ন উঠেছিল সে বাড়িতে। আপত্তি শুনে ভেঙে পড়েছিল মেয়

‘সামনে গুলিবিদ্ধ মানুষগুলো তখন হামাগুড়ি দিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর আমি...’

Image
তিনসুকিয়ার ঘটনায় একটুর জন্য বেঁচে গিয়েছেন সহদেব। ধলা-শদিয়ার গর্ব ভূপেন হাজরিকা সেতুর অদূরেই আমাদের গ্রাম বিসনিমুখ-খেরবাড়ি। বেশির ভাগ মানুষই শ্রমজীবী। কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে গ্রামে একটা দোকানের সামনে অনেকেই দাঁড়িয়ে গল্প করেন। বৃহস্পতিবার রাত তখন প্রায় আটটা। ভটভট শব্দে তিনটে মোটরবাইক এসে দাঁড়াল। প্রতিটিতে দু'জন করে লোক। সামরিক পোশাক পরা। মুখে কালো কাপড় বাঁধা। হাতে রাইফেল। প্রথমে সেনা বলে মনে হলেও ভুল ভাঙতে দেরি হয়নি। আমি তখন দোকানের সামনে মোবাইলে গেম খেলছিলাম। ওরা এসে দাঁড়িয়ে থাকা লোকদের ডাকছিল, একে একে। আধো অন্ধকার এলাকা। কী হচ্ছে বুঝতে মোবাইলের টর্চ জ্বালালাম। আমাকেও ডেকে নিল। বলল, কিছু আলোচনা রয়েছে। নিজেদের মধ্যে অসমিয়ায় কথা বললেও ওরা আমাদের সঙ্গে কথা বলছিল হিন্দিতে।  আমাদের নিয়ে ওরা চলল সেতুর তলার দিকে। অন্ধকারে, এবড়ো-খেবড়ো রাস্তায় মোবাইলের টর্চের আলো ফেলতেই ধমকে উঠল এক জন। কেড়ে নিল মোবাইল। সেতুর কাছে পৌঁছে সকলকে বসতে বলল। অনন্ত, অবিনাশরা বসতে চায়নি। তখন রাইফেল উঁচিয়ে সকলকে বসাল ওরা। আর তার পরেই গর্জে উঠল রাইফেল। চিৎকার, রক্তের ছিটে আর ধোঁয়ায় ভরে গেল জায়গাটা। আর কি

আইএস-এ যোগ দিয়েছেন গ্রেটার নয়ডার নিখোঁজ ছাত্র সফি?

Image
সোশ্যাল মিডিয়ায় এই ছবিই দেখা যাচ্ছে। পরনে কালো পোশাক। মাথা ঢাকা কালো ফেট্টিতে। গোঁফ-দাড়ির আড়ালে ১৭ বছরের সরল মুখ! মুঠো করা ডান হাতের তর্জনী উঁচিয়ে রাখা। কোমরবন্ধের সঙ্গে বাঁধা অস্ত্রশস্ত্রের ব্যাগ। ইসলামিক স্টেট (আইএস)-এর পতাকার সামনে এ ভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক কিশোরকে। ওই কিশোরের নাম এহতেশাম বিলাল সফি। সম্প্রতি সে যোগ দিয়েছে জঙ্গি সংগঠন আইএস-এর কাশ্মীর শাখায়। ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকেই নিখোঁজ সফি। গ্রেটার নয়ডার সারদা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র সফি আদতে শ্রীনগরের বাসিন্দা। দিল্লি যাবে বলে গত রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বেরিয়েছিল সে। তার বিশ্ববিদ্যালয় থেকে দিল্লি মাত্র ৩৫ কিলোমিটার দূরে। কিন্তু এক দিন কেটে গেলেও হস্টেলে ফিরে আসেনি সফি। এমনকি তার খোঁজও মেলেনি। সফির বাড়িতেও খবর যায়। তবে কোথাও তার সন্ধান মেলেনি। এর পর পুলিশে খবর দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রেটার নয়ডা থানায় একটি নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি, শ্রীনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখানেও অভিযোগ দায়ের করা হয়। কিন্তু, স

পরকীয়ায় মজে যুবক-যুবতী, বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরাই

Image
ঘাটাল: পরকীয়া কোনও ফৌজদারি অপরাধ নয় বলে জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এটি কোনও শাস্তিযোগ্য অপরাধও নয় বলে রায়ে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁর রায়ে জানান, এই আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। কিন্তু সেই পরকীয়ার জেরে দুই পরিবারের ঘর ভাঙতে বসেছে দাসপুরের দানিকোলা গ্রামে। দুই বিবাহিত নারী-পুরুষের পরকীয়া প্রকাশ্যে আসতেই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরা। আর নতুন বিবাহিতা প্রেমিকাকে নিয়ে খুশি মনে বাড়িও ফিরে গেলেন বিবাহিত প্রেমিক। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দাসপুরের হরিরাজপুর গ্রামের তাপস মণ্ডল বিবাহিত। দু'টি সন্তানও রয়েছে তাঁর। তাপসবাবুর শ্বশুরবাড়ি পাশের দানিকোলা গ্রামে। শ্বশুরবাড়ির সূত্রে প্রায়ই দানিকোলা গ্রামে যাতায়াত ছিল তাপসবাবু। সেই গ্রামেই আলাপ কৃষ্ণা হাইত নামে এক গৃহবধূর। তিনিও দুই সন্তানের মা। স্বামী চাষের কাজ করেন। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে পরকীয়া। পরে আরও ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে উঠে তাঁদের। তাঁদের এই পরকীয়া চোখ এড়ায়নি গ্রামবাসীদের। তক্কে তক্কে ছিলেন তাঁরা। পুজো উপলক্ষে তাপসবাবু বুধবার গিয়েছিলেন শ্বশুরবাড়ি। লু

প্রেমের প্রস্তাবে মুখের উপর না! প্রেমিকার নাক কেটে প্রেমিক ঘটাল সাংঘাতিক কাণ্ড

Image
রামায়ণে সূর্পণখার নাক কেটে নিয়েছিলেন লক্ষ্মণ। এ যুগেও সেইরকমই এক ঘটনা ঘটল মালদহের কালিয়াচকে। প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় ছাত্রীর নাক কেটে নেওয়ার চেষ্টা চালাল এক 'পাগল প্রেমিক'। প্রেমের প্রস্তাবে মুখের উপর না বলে দিয়েছিল ছাত্রী, টিউশন থেকে ফেরার পথে তাঁকে মুখোমুখি হতে হল এক ভয়ঙ্কর অভিজ্ঞতার। অভিযোগের তির জনি শেখ নামে এক যুবকের দিকে। আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে প্রায়ই উত্যক্ত করত জনি। কালিয়াচক সুলতানগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিতে মুখের উপর না বলে দিয়েছিল সে। সেই থেকেই জনির টার্গেটে পড়ে ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে রাস্তা আটকায় জনি। তারপর ধারালো অস্ত্র নিয়ে হানমলা চালায়। ছাত্রীটির মুখ বিকৃত করে দেওয়াই তার লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই ছাত্রীটির নাক কেটে নেওয়ার চেষ্টা চালায় জনি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছাত্রীটি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, জনি দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীর পিছনে পড়ে রয়েছে। তার ভয়ে কলেজে য়েতেও ভয় করত। মাঝমধ্যেই ওই ছাত্রী কলেজে বা টিউশনে যেতে চাইত না। তার মধ্যেই এদিন সকালে ঘটে গলে চ

নিজের বাড়িতেই খুন ‘ফাদার অফ তালিবান’, উত্তপ্ত ইসলামাবাদ

Image
রাওয়ালপিণ্ডিতে নিজের বাড়িতেই আততায়ীর হাতে খুন হল পাকিস্তানের মৌলবাদী নেতা মৌলানা সামিউল হক৷ ক্ষতবিক্ষত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় 'ফাদার অফ তালিবান'কে৷ উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই মৌলবাদী নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতে৷ দুই শহরে কার্যত তাণ্ডব চালায় তার অনুগামীরা৷ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি৷ এক জঙ্গি নেতার মৃত্যুতে রাষ্ট্র নেতাদের শোকপ্রকাশ করার ঘটনা বিরল৷ এই ঘটনা আবারও প্রকাশ্যে আনল যে মুখে না বললেও, আসলে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের উপরেই নির্ভর করে পাকিস্তান৷ এই সন্ত্রাসবাদী ও মৌলবাদী মতবাদের প্রচারকদের দেশের সম্পদ বলে মনে করে পাক প্রশাসন৷ এই মৌলবাদী নেতার ছেলে হামিদুল হক জানিয়েছে, সামিউল হকের নিরাপত্তার জন্য সর্বক্ষণের একজন নিরাপত্তারক্ষী থাকে৷ তবে ঘটনার সময় সে ঘরের বাইরে ছিল না, অন্যত্র ছিল৷ ফলে ঘরের ভিতরে হককে একা পেয়ে তার উপরে হামলা করে এক আততায়ী৷ ছুরি দিয়ে আঘাত করা হয় এই মৌলবাদী নেতাকে৷ ছুরির ঘায়ে মাটিতে লুটিয়ে

লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার শহরে

Image
কলকাতা : লক্ষাধিক টাকার জাল নোট সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরবেলা ওই ব্যক্তিকে একটি পার্ক থেকে গ্রেফতার করা হয়। শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম ফৈজাল শেখ। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে প্রচুর জাল নোট কলকাতায় আসছে। সেই মতোই সজাগ ছিল পুলিশ। প্রত্যেকটি সিসিটিভি ফুটেজের উপর কড়া নজর রাখা হয়েছিল। মুচিপাড়ার অন্তর্গত আর্মহাস্ট স্ট্রিট থানার কাছে সদানন্দ পার্ক এলাকার কাছে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। সিভিল পোশাকে কিছু পুলিশ দিয়ে ওই ব্যক্তিকে ঘিরে ফেলা হয়। এরপরে দুপুর ১.৫০ নাগাদ হাতেনাতে ধরে ফেলা হয় সন্দেহভাজনকে। আটক করা হয় চার লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট। কোমরে মুড়ে ওই বিপুল পরিমাণ নকল টাকা নিয়ে ঘুরছিল ধৃত ফৈয়াজ। পুলিশ জানিয়েছে সমস্ত নকল নোটই ছিল দুই হাজার টাকার।

রাম মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত? একজোট হলেন ৩০০০ সাধু

Image
নয়াদিল্লি: রামমন্দির ইস্যু নিয়ে আলোচনা করতে একজোট হচ্ছে ৩০০০ সাধু। শনিবার থেকে দু'দিনের বিশেষ বৈঠকে বসছেন ওই সাধুরা। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই বৈঠক করবেন তাঁরা। রাম মন্দির তৈরি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতেই তাঁরা এই বিশেষ বৈঠকে বসছেন বলে জানা গিয়েছে। এই বৈঠক বা জমায়েতের নামকরণ করা হয়েছে 'ধর্মাদেশ'। সামনেই কুম্ভমেলা। তার আগেই এটাই ভারতের বিভিন্ন প্রান্তের সাধু-সন্তদের সবথেকে বড় জমায়েত। অখিল ভারতীয় সন্ত সমিতির জেনারেল সেক্রেটারি স্বামী জিতেন্দ্র সরস্বতী জানিয়েছেন, "সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সাধুরা অসন্তুষ্ট। তাই তাঁরা কী সিদ্ধান্ত নেবেন বলা যাচ্ছে না। তবে একটা বযসড় সিদ্ধান্ত যে নেওয়া হবে সেটা ঠিকই।" এই সম্মেলনে হিন্দুদের ১২৫টি সম্প্রদায়ের সাধুরা যোগ দিয়েছেন বলে জানিয়েছে তিনি। ১৯৯০-এর রাম মন্দির নিয়ে আন্দোলনের পর এত বড় জমায়েত এই প্রথমবার। বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত সব সাধুরা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তাঁরা লোকসভায় রামমন্দির ইস্যুতে বিক্ষোভ দেখাবেন। আরএসএস-ও ইতিমধ্যেই জানিয়েছে যে সুপ্রিম কোর্ট হিন্দুদের আবেগে আঘাত করেছে। তাই রাম মন্দির ইস্যুতে এই সাধুরা ন

যৌন উত্তেজনা বর্ধক ওষুধ তৈরির বনজ ছত্রাক উদ্ধার! দাম কোটা টাকা ছাড়িয়ে

Image
ছাদে শুকোচ্ছিলো বনজ ছত্রাক। দাম প্রতি কিলোগ্রাম ৪০ হাজার টাকা। গোপোন খবরে অভিযান চালায় টাস্ক ফোর্স। তাতে উদ্ধার হয় কোটি টাকার PLEUROTUS নামক যৌন উত্তেজনা বর্ধক বনজ ছত্রাক। চীনে পাচারের আগে শালুগাড়ায় অভিযান চালিয়ে ১ কোটি টাকার বেশি মূল্যের বনজ ছত্রাক উদ্ধার করলো বন দফতরের টাস্ক ফোর্স। কী হয় এই ছত্রাক দিয়ে: ১) ব্লাড সুগারের ঔষধ। ২) যৌন উত্তেজনা বর্ধক এন্টি অক্সিডেট জাতীয় ঔষধ। টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, "গোপোন খবরে আমরা জানতে পারি চীনে পাচারের উদ্দেশে  শালুগাড়া এলাকার আকাশ গজমিরের প্রচুর বনজ ছত্রাক মজুদ করা হয়েছে। আমরা অভিযান চালাই। সেখান থেকে ৪০০ কেজি PLEUROTUS জাতীয় ছত্রাক উদ্ধার করি। এই ছত্রাকগুলো জঙ্গল ও হিমালয়ের কিছু এলাকায় পাওয়া যায়। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পেরেছি এইগুলো দিয়ে ব্লাড সুগার ও যৌন উত্তেজনা বর্ধক ঔষধ তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রতি কিলো ৪০ হাজার টাকা"। তিনি আরও জানান,  "অভিযানের সময় আকাশ পালিয়ে যায়। আমরা আকাশের নামে আদালতের কাছে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন রাখব"।

রাম মন্দির নির্মাণের জন্য আইন তৈরি করতেই পারে সরকার: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

Image
রাম মন্দির তৈরি নিয়ে ক্রমশই সুর চড়ছে বিভিন্ন মহলে। শুক্রবারও আরএসএস জানিয়েছে, রাম মন্দির তৈরির জন্য খুব বেশিদিন অপেক্ষা করা যাবে না। এর মধ্যেই রাম মন্দির নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্তি চেলামেশ্বর। প্রসঙ্গত, বিচারপতি চেলামেশ্বর ও আরও তিন বিচারপতি নজিরবিহীনভাবে ততকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা করেন। শুক্রবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে চেলামেশ্বর বলেন রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্র আইন আনতেই পারে। চেলামেশ্বরের মন্তব্য, 'অতীতে এমন উদাহরণ রয়েছে যেখানে আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে আইনসভা। সুপ্রিম কোর্টে রাম মন্দির মামলা চললেও কেন্দ্রের পক্ষে মন্দির নির্মাণের জন্য আইন আনা সম্ভব।' এদিন চেলামেশ্বর অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, রাম মন্দির নির্মাণের জন্য সংসদে কি আইন পাস সম্ভব! প্রাক্তন বিচারপতি বলেন, এটা হবে কি হবে না তা অন্য বিষয়। তবে অতীতে সুপ্রিম কোর্টের রায়কে সংসদ পাল্টে দিয়েছে। কাবেরী জল বিবাদকে কেন্দ্র করে

নিজেই সরে যাক ধোনি, ঋষভের পক্ষে আজহার

Image
তারকা-সমাবেশ: হিরো কাপের পঁচিশ বছর উপলক্ষ্যে এক মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, মহম্মদ আজহারউদ্দিন, ব্রায়ান লারা এবং কার্ল হুপার। শুক্রবার সন্ধ্যায় ইডেনে। প্রিয় কলকাতায় এসে নতুন বিতর্কের ঝড়ই তুলে দিলেন মহম্মদ আজহারউদ্দিন। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের 'হট টপিক' মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে আনন্দবাজারের সামনে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবং, বলে দিলেন, সময় হয়েছে ধোনি-বিভ্রাট থেকে বেরিয়ে এসে নবীনে আস্থা দেখানোর। ''ধোনি অনেক বড় ক্রিকেটার। দেশকে অনেক কিছু দিয়েছে। দু'টো বিশ্বকাপ দিয়েছে। কিন্তু কিংবদন্তিকেও কোথাও গিয়ে থামতে হয়। আমার মনে হচ্ছে, ধোনির সেই সময়টা এসে গিয়েছে,'' দক্ষিণ কলকাতার পাঁচ তারা হোটেলে বৃহস্পতিবার সকালে হেয়ারকাট নিতে নিতে বলছিলেন আজহার। তা হলে তাঁর পরামর্শ? ভারতীয় ক্রিকেটে ফ্লিক সম্রাটের জবাব, ''আমার মনে হয়, আর কোনও ধোঁয়াশা না রেখে বিশ্বকাপে ঋষভ পন্থকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত। এখন থেকে ঋষভকে ধরে নিয়ে অঙ্ক করা দরকার।''  উইকেটর পিছনে ধোনি এখনও দারুণ সপ্রতিভ হলেও উইকেটের সামনে ব্যাট হাতে তাঁকে নিয়ে দুশ্চি

অসমে চিরকালই নির্যাতিত বাঙালি, ফিরে দেখা নৃশংস ইতিহাস

Image
নাগরিকপঞ্জি আর নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিতর্ক। এর মাঝেই ফের অসমে গণ নিধনের শিকার বাঙালিরা। উলফার সন্ত্রাস থেকে নেলির গণহত্যা। স্বাধীনতার পর থেকে বহুবার বাঙাল খেদা। অতীতের অভিজ্ঞতায়, তিনসুকিয়া-কাণ্ডের পর আতঙ্কে অসমের বাঙালিরা। পাঁচের দশকে অসমে শুরু হয় বাঙাল খেদাও। তারপর আসুর আন্দোলন, উলফার হিংসা থেকে শুরু করে এখন নাগরিকপঞ্জির নামে চরম অনিশ্চয়তা। স্বাধীনতার পর ব্রহ্মপুত্রের পাড়ে বরাবরই ভয়ে ভয়ে কেটেছে বাঙালির দিন। তিনসুকিয়ায় বাঙালিদের গণনিধন ফের উস্কে দিল আতঙ্ক। জাতীয় নাগরিকপঞ্জি আর নাগরিকত্ব সংশোধন আইন। এই দুটি বিষয়কে সামনে রেখে নতুন করে অশান্ত হতে শুরু করেছে অসম। নাগরিকপঞ্জি থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় অসমে বাঙালি সংগঠনগুলি প্রতিবাদে সামিল। অহমিয়া সংগঠনগুলিও পাল্টা রাস্তায়।  নাগরিকত্ব সংশোধনী আইন বিল পাস হলে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আর অসমে থাকতে সমস্যা হবে না। যা নিয়ে গত কয়েকদিনে একাধিকবার হুমকি দেয় পরেশ বড়ুয়ার সংগঠন। পুজোর মুখে গৌহাটির ফ্যান্সিবাজারে বিস্ফোরণ ঘটায় উলফা। রাজনীতির চাপান-উতোর যাই চলুক না কেন, তিরাশির দুঃস্বপ্ন ফিরিয়ে আনার কথা বলে তাদের হুমকি কোনওভাবে ভুলতে পারছেন

থমথমে অসমে চলছে ২৪ ঘণ্টার বনধ, আতঙ্কে আমজনতা, ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে

Image
শুক্রবারের পরে শনিবারও থমথমে অসম। বরাক উপত্যকা, তিনসুকিয়া সহ গোটা অসমে বনধের ডাক দেওয়া হয়েছে। চলছে ২৪ ঘণ্টার বনধ। এমন নৃশংস ঘটনায় ভয়ঙ্কর আতঙ্কে রয়েছে আমজনতা। শুক্রবার তিনসুকিয়ায় ১২ ঘণ্টার বনধ পালিত হয়। এদিনও বনধ চলছে। গোটা অসমের মানুষ ঘটনার প্রতিবাদ করছেন। দুষ্কৃতীদের শাস্তির দাবি জানাচ্ছেন। তিনসুকিয়া, বরাক উপত্যকায় পরিস্থিতি বেশ থমথমে। গোটা এলাকায় পুলিশি নিরাপত্তা রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলে। শুক্রবার এই ঘটনার পর সারা দিন গোটা অসম জুড়ে নানা জায়গায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। প্রান্তিক মানুষরা পথে নেমে টায়ার পুড়িয়ে, রাস্তায় পাথর ফেলে প্রতিবাদ করেন। এমন নৃশংস ঘটনা অনেকেই শোনেননি বলে জানান। নিরাপত্তাহীনতার কথা বলেন। অসমের তিনসুকিয়ায় ঢোলা-সাদিয়া ব্রিজের কাছে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সেনার পোশাকে এসে পাঁচজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনায় বেঁচে যায় একজন। মোট ছয়জনকে গুলি করে হত্যার চেষ্টা হয়। এই ঘটনায় অসমের আলফা জঙ্গিদের দিকে অভিযোগের আঙুল ওঠার পরে তারা এই ঘটনা অ

নতুন সূত্রে বেতনবৃদ্ধি? চিন্তায় কর্মী সংগঠন

Image
ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও ছ'মাস বাড়লেও শেষ পর্যন্ত তার সুপারিশ কবে আসবে, তা ঘোর অনিশ্চিত। পাশাপাশি, কোন ফর্মুলায় বেতন বৃদ্ধির সুপারিশ করবে বেতন কমিশন, তা নিয়েও ধোঁয়াশায় সরকারি কর্মচারী সংগঠনগুলি। সংগঠনগুলির পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যান্ড-পে (বেসিক এবং মহার্ঘভাতার যোগফল) এবং গ্রেড-পে (গত বেতন কমিশনের ফলে বেতন বৃদ্ধির পরিমাণ) মিলিয়ে এক জন সরকারি কর্মচারীর মূল বেতন নির্দিষ্ট হয়। নতুন বেতন কমিশন সেই মূল বেতনকে ২.৫৭ দিয়ে গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করবে, এমনটাই চালু রীতি। সেই ফর্মুলাকেই এত দিন মান্যতা দিয়ে এসেছে কেন্দ্রীয় বা অতীতের বাম সরকার। কিন্তু এ বার একটি পৃথক ফরমুলা নিয়ে কমিশনের সঙ্গে অর্থ দফতরের প্রাথমিক আলোচনা হয়েছে বলে সংগঠনগুলির দাবি। কী সেই ফর্মুলা? সংগঠনগুলির দাবি, ব্যান্ড পে-কে ২.৩৫ এবং গ্রেড পে-কে ১.৫ দিয়ে গুণ করে বেতন কাঠামো স্থির করার বিষয়ে দু'পক্ষের আলোচনা হয়েছে। এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ঠিকই, কিন্তু যদি শেষ পর্যন্ত নতুন ফর্মুলা প্রয়োগ করা হয়, তা হলে বেতন বৃদ্ধির পরিমাণ অনেকটাই কম হবে বলে জানাচ্ছেন সংগঠনগুলির নেতারা। কী ভাবে? উদাহরণ দিয়ে ওই নেতারা

৮২৮ কেরানি নিয়োগে অনুমোদন দিল পিএসসি

Image
রাজ্যের বিভিন্ন দফতরে ৮২৮ কেরানি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কমিশনের সুপারিশ ইতিমধ্যেই নবান্নে পৌঁছেছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। প্রায় আট বছর পর রাজ্যে কেরানি পদে নিয়োগ হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন তৈরির পর এই নিয়োগের জন্য পরীক্ষা হয়। কিন্তু নিয়োগপত্র দেওয়ার আগেই সরকার তা গুটিয়ে ফেলে। এর পর নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরিত হয় পিএসসি-তে। সদ্য কমিশন ৮২৮ পদে নিয়োগের সুপারিশ পাঠিয়েছে। এর সঙ্গে সচিবালয় ও ডাইরেক্টরেটেও কেরানি নিয়োগ করতে চেয়ে শূন্য পদের হিসাব চেয়েছে পিএসসি। নবান্নের এক কর্তা জানান, বিভিন্ন দফতর থেকে শূন্য পদের তালিকা আসছে। পিএসসি-কে তা জানানো হবে।

ইরানের তেল নিতে আপাতত বাধা নয় আমেরিকা

Image
কোনও দেশের নাম নিলেন না। এমনকি 'দেশ' শব্দটিই এড়িয়ে গিয়ে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো বললেন, ইরান থেকে তেল কিনলেও আটটি 'শাসনক্ষেত্র' আপাতত আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এর মধ্যে ভারতও রয়েছে বলে কূটনৈতিক সূত্রের দাবি। বারাক ওবামা জমানার পরমাণু চুক্তিতে ইরানের উপর থেকে যে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, সেগুলিই আগামী সোমবার (৫ নভেম্বর) থেকে কার্যকর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে দেশটিকে আর্থিক ভাবে কোণঠাসা করতে চান তিনি। তাই ভারত-সহ ইরানের তেলের ক্রেতাদের উপরে চাপ বাড়িয়ে চলেছে আমেরিকা। পম্পেয়ো আগে বলেছিলেন, 'ভারতের মতো' দেশগুলি যদি মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পায়, সে ক্ষেত্রে ছয় মাসের মধ্যে ইরান থেকে তেল আমদানি শূন্যে নামিয়ে আনতে হবে তাদের। ভারত অবশ্য ইতিমধ্যেই ইরান থেকে তেল আমদানি কমানো শুরু করেছে।  সূত্রটির বক্তব্য, ছাড় পাওয়া দেশগুলির মধ্যে ইরাক এবং দক্ষিণ কোরিয়াও রয়েছে। তুরস্কের দাবি, এই সুবিধা পাচ্ছে তারাও। মনে করা হচ্ছে, এই তালিকায় আছে তাইওয়ানও, যাদের আমেরিকা দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। সেই কারণেই '

গুজরাতে বিহারি খেদাও হচ্ছে, অসমে বাঙালি খেদাও হচ্ছে: মমতা

Image
সারা দেশে 'অশুভ সংকেত' দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের তিনসুকিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার কলকাতায় একাধিক কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নানা ভাবে সেই উদ্বেগের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে অসম নিয়ে এ দিন পথে নামে সিপিএম-ও। আর কংগ্রেস আজ, শনিবার রাজ্য জুড়ে 'কালা দিবস'এর ডাক দিয়েছে। উত্তরবঙ্গ থেকে ফিরে এ দিন বিকেলে প্রথমে গিরীশ পার্কে একটি পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। বলেন, ''গুজরাতে বিহারি খেদাও হচ্ছে, অসমে বাঙালি খেদাও হচ্ছে। সারা দেশে অশুভ সঙ্কেত মনকে ভারাক্রান্ত করে রেখেছে।'' এরপর জান বাজার এবং শেকসপীয়র সরণিতে পুজোর উদ্বোধনে গিয়েও একই কথা বলেন মুখ্যমন্ত্রী। জানবাজারে বলেন, ''এত আনন্দের মধ্যেও মন ভাল নেই। অসহায় ভাবে অসমে গরিব মানুষগুলোকে হত্যা করা হয়েছে। খুনে গরিব, বড়লোক তফাৎ থাকে না।'' অসম-কাণ্ড উল্লেখ করে তিনি জানান, পশ্চিমবঙ্গে এ ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। সকলকে নিয়ে বাঁচাই রাজ্যের ঐতিহ্য। বৃহস্পতিবার রাতে অসমের খবর পাওয়ার পরেই প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, শুক্রবার রাজ্যে একাধিক প্রতিব

ভাইফোঁটা নয়, এবার রূপান্তরকামীদের জন্য ‘বোনফোঁটা’

Image
প্রথমবার রূপান্তরকামীরা ভাই ফোঁটা দিচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে 'বোন ফোঁটা'। "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।" সেই অমর বাণীই এবার আওড়াবেন ওঁরা। এতদিন কালীপুজো শেষে ভাতৃদ্বিতীয়া এলে ওঁদের মুখভার হয়ে থাকত। চারদিকে যখন শঙ্খধ্বনিতে গমগম করত, তখন ওঁরা হতাশ মুখে স্বপ্ন দেখতেন কবে আসবে সেদিন, যেদিন ওঁরাও শাড়ি পরে ভাইয়ের মঙ্গলকামনায় ফোঁটা দেবেন। এবার সেই স্বপ্নপূরণ হচ্ছে ওঁদের। আইন ওঁদের নারী হিসেবে স্বীকৃতি দিয়েছে ঠিকই, কিন্তু সমাজ কি পেরেছে ওঁদের নারী মনকে কাছে টানতে? এবারের ভাইফোঁটা তাই ওঁদের জন্য 'বোনফোঁটা'। এবার প্রথমবার রূপান্তরকামীরা ভাইফোঁটা দিচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে 'বোনফোঁটা', সৌজন্যে 'সংবেদন' নামে উত্তর কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে সংবেদনের সমিত সাহা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "রূপান্তরকামীদের আইনি স্বীকৃতি মিললেও সামাজিক স্বীকৃতি মেলেনি। সমাজ এখনও ওঁদের বোন রূপে স্বীকৃতি দেয়নি। তাই ওঁদের জন্য সামাজিক বার্তা দিতেই এই ভাবনা।" বোনফোঁটা কেন? জবাবে সমিত বললেন, "ভাইফোঁটাই আমরা

যৌনহেনস্থা সহ একাধিক অভিযোগ, গুগল অফিস থেকে ওয়াকআউট করলেন ১০০ কর্মী

Image
‌কর্মক্ষেত্রে‌ বৈষম্য। এই অভিযোগ যে শুধু ভারতে আছে তা নয়। অন্যান্য দেশেও আছে এই অভিযোগ। কিন্তু এই অভিযোগে যদি ১০০ জন কর্মী অফিসে প্রতিবাদে সামিল হন তাহলে বোধহয় যে কোনও বড় সংস্থার কাছে সত্যিই চাপের। এই নজির এবার দেখা গিয়েছে গুগলের সান ফ্রান্সিসকোর অফিসে। যার ফলে গোটা বিশ্বে চর্চা শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ১০০ জন গুগল কর্মী এবং ঠিকাদাররা যৌনতা, বর্ণবৈষম্য এবং তাদের কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী ক্ষমতা না দেওয়ার অভিযোগে প্রতিটি অফিসে ওয়াকআউট করেছেন। মানবসম্পদের সঠিক বিচার এখানে হচ্ছে না বলেই অভিযোগ।  এই ঘটনায় গুগলের অফিসের কাজেও প্রভাব পড়েছে বলে খবর। বৈষম্যের অভিযোগ এনে বুধবার রাত থেকেই চাপানউতোর শুরু হয়েছিল কর্মী মহলে। যা এদিন রীতিমত আছড়ে পড়ল আন্দোলনে। কিন্তু গুগলের চিফ এক্সিকিউটিভ  সুন্দর পিচাই বলেন, 'কর্মীরা গঠনমূলক চিন্তা তুলে ধরেছেন। সংস্থা সব সমস্যা শুনেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'‌ সুন্দর পিচাই এই কথা বললেও কর্মীদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। ৯৪ হাজার কর্মী এবং ১০ হাজার ঠিকাদারদের অভিযোগ, সংস্থার লাভের অংশ সমহারে বন্টন করা হচ্ছে না। ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন না তা

মারা গেল ইয়েমেনের সেই ‘উলঙ্গ’ শিশু

Image
যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে উঠেও জীবনের লড়াইটা শেষ পর্যন্ত হেরে গেল ইয়েমেনের শিশু আমাল হুসেন। এক মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গত সপ্তাহে ফেসবুকে ভাইরাল হয়েছিল তার ছবি। না-খেতে-পাওয়া, কঙ্কালসার চেহারার সাত বছরের আমাল এই ক'দিনে যুদ্ধদীর্ণ ইয়েমেনের মুখ হয়ে উঠেছিল। বৃহস্পতিবার তার পরিবারের তরফে জানানো হয়েছে, আসলাম শহরে এক শরণার্থী শিবিরে আমাল মারা গিয়েছে। এক সাক্ষাৎকারে আমালের মা মরিয়ম আলি বলেছেন, ''আমার মন ভেঙে গিয়েছে। আমাল খুব হাসিখুশি ছিল। আমার অন্য বাচ্চাদের নিয়ে খুব চিন্তা হচ্ছে।'' দু'চোখে শূন্যতা, পাঁজর বার করা আমালের ছবি ফেসবুকে অন্তত ৪৩ হাজার বার শেয়ার করা হয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষ ছবিটিকে 'উলঙ্গ, তাই যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন' তকমা দিয়ে ব্লক করতে শুরু করে। আর তাতেই প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা। মর্মান্তিক একটি ছবিকে এ ভাবে ব্লক করে দিয়ে ইয়েমেনের বাস্তবকেই অস্বীকার করা হচ্ছে বলে সরব হন তাঁরা। পরে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয় ফেসবুক। চূড়ান্ত অপুষ্টিতে ভুগতে থাকা আমালকে সম্প্রতি ইয়েমেনে রাষ্ট্রপুঞ্জ পরিচালিত একটি স্বাস্থ্য শিবিরে

দেড় মাসের নাতনিকে পা দিয়ে পিষে ‘খুন’ করল ঠাকুরদা!

Image
গ্রেফতারের পরে দীপক বেহেরা। মাস দেড়েকের মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন বাবা-মা। রাতে ঘরে ঢুকেছিলেন শিশুটির ঠাকুরদা। পরদিন সকালে বাবা-মা দেখেন, কচি শরীরটায় আর সাড় নেই। অভিযোগ, পা দিয়ে পিষেই নাতনিকে খুন করেছে তার ঠাকুরদা। মেদিনীপুর শহরের পালবাড়ির এই ঘটনায় ওই মৃত শিশুকন্যার ঠাকুরদা দীপক বেহেরাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন এবং প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করা হয়েছে। শিশুটির দেহ কাঁসাই নদীর ধারে পুঁতেও ফেলা হয়েছিল। শুক্রবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি থেকে তুলে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কিছুটা দূরে দাঁড়িয়ে তখন কেঁদেই চলেছেন শিশুটির দিদা সন্ধ্যা বাগ। তিনিই দীপকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সন্ধ্যার কথায়, ''মেয়ের শ্বশুরই নাতনিকে পা দিয়ে পিষে এই ঘটনা ঘটিয়েছে।'' পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়েই শিশুকন্যাটির মৃত্যু হয়েছে। বছর দেড়েক আগে নিমতলাচকের বেহেরাপাড়ার বাসিন্দা বিনোদ বেহেরার সঙ্গে বিয়ে হয়েছিল কর্নেলগোলা বাবুর্চিপাড়ার সোমা বাগের। মাস দেড়েক আগে সোমা ফুটফুটে এই কন্যাসন্তানের জন্ম দেন। তাকে কেউ ডাকতেন 'মেঘনা' বলে আবার কেউ ড

বাঙালিদের উপরে হামলা চালাতে পারে আলফা, দিল্লি সতর্ক করেছিল সাত দিন আগে!

Image
স্বজনহারা: জঙ্গিদের গুলিতে নিহতদের পরিজনেরা। শুক্রবার তিনসুকিয়ায়। আলফা যে বেছে বেছে বাঙালিদের উপরে হামলা চালাতে পারে, দিন সাতেক আগে সেই তথ্য অসম সরকারকে জানিয়েছিল কেন্দ্র। তা সত্ত্বেও খেরবাড়ি-হামলায় পাঁচ জন বাঙালি প্রাণ হারানোয় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অসম সরকারকে অবিলম্বে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে বলেন, ''অসমে গরিব মানুষকে হত্যা করা হয়েছে।... গুজরাতে বিহারি খেদাও, অসমে বাঙালি খেদাও হচ্ছে।'' গত রাতের এই হত্যাকাণ্ডে  প্রাথমিক ভাবে আলফাকেই সন্দেহ করা হচ্ছিল। কিন্তু আজ সকালে পরেশ বরুয়ার নেতৃত্বাধীন আলফা (স্বাধীন) বিবৃতি পাঠিয়ে  দাবি করে, তিনসুকিয়ার এই হত্যাকাণ্ডে তারা জড়িত নয়। এর পরেই বাঙালি নিধনের দায়ভার নিয়ে অসমে শুরু হয়েছে চাপানউতোর। সমাজকর্মী অখিল গগৈ আঙুল তুলেছেন সরকারের দিকে। তাঁর অভিযোগ, ঘোল