Posts

Showing posts from November 28, 2018

প্রেমিকার দেহ তিন খণ্ড করে বন্ধুর বাগানবাড়িতে মাটিচাপা!

Image
জেহাঙ্গির খান (সামনে) এটি একটি প্রেমের কাহিনি। ছেলেটি সুন্দর দেখতে, তবে তার ক্রাইম রেকর্ড রয়েছে। মেয়েটিও সুন্দরী। তারা একে অপরকে ভালবাসে এবং তিন বছর আগে তাদের এনগেজমেন্ট হয়।  কিছুদিন পরই জেনাব খান (২১) জানতে পারে তার প্রেমিক জেহাঙ্গির খানের সঙ্গে অপর এক মহিলার সম্পর্ক রয়েছে। উত্তরাখণ্ডের রামনগরে থাকে সেই মহিলা। বার বার জেহাঙ্গিরকে সেখানে যেতে দেখে একদিন জেনাব নিজেই সেখানে উপস্থিত হয়। এবং অশান্তি করে। সেখানে গিয়ে সমস্ত ঘটনা ওই মহিলাকে জেনাব বলে দেয় এবং তারা দু'জনেই যে জেহাঙ্গিরের কাছে ঠকেছে তা তারা বুঝতে পারে। এরপরই ঘটে অঘটন। বাড়ি থেকে জেনাবকে তুলে নিয়ে গিয়ে খুন করে জেহাঙ্গির। জেনাবের দেহকে তিন টুকরো করে নদীর পারে পুড়িয়ে ফেলা হয়। ১৪ নভেম্বর মেয়েটির বাড়ির থেকে অপহরণের অভিযোগ দায়েরের পরই পুলিশ জেহাঙ্গিরের কল রেকর্ডে নজর দেয়। জেহাঙ্গির, তার বাবা এবং এক বন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে। রামপুরের এসপি শিব হরি মীনা জানিয়েছেন, জেহাঙ্গির ছক কষেছিল। ইমরোজ নামে এক বন্ধু এতে তাকে সাহায্যও করে। জেনাবকে তুলে নিয়ে গিয়ে ইমরোজের ফার্মহাউজে নিয়ে যায় তারা। সেখানে জেহাঙ্গিরের বাবা, ভাই এবং এক কর্মী জেন

মায়া-মমতায় সমস্যা নেই, কংগ্রেসকে তাড়ান, ডাক মোদীর

Image
লোকসভা ভোটের আগে কৌশলে বদল? নাকি বিরোধী ভোট ভাগের চেষ্টা? মঙ্গলবার কংগ্রেসের থেকে যেভাবে বিরোধীদের আলাদা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী, তাতে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তেলেঙ্গানার নিজামবাদের সভায় কংগ্রেসকে বিঁধতে গিয়ে বিরোধী নেতানেত্রী বিরুদ্ধে নরম অবস্থান নিলেন নরেন্দ্র মোদী।  মঙ্গলবার নিজামবাদের সভায় মোদী বলেন, ''মায়াবতী বা অখিলেশকে নিয়ে কোনও সমস্যা নেই উত্তরপ্রদেশের। মমতা বা বামেদের নিয়ে আপত্তি নেই পশ্চিমবঙ্গে। কিন্তু কংগ্রেসকে দেশ থেকে তাড়াতে হবে''। মোদীর বিরুদ্ধে মায়াবতী, মমতা ও বামপন্থীরাই সোচ্চার, অথচ তাঁদেরই ছাড়  দিলেন প্রধানমন্ত্রী।  আরও একটা বিষয় লক্ষণীয়, যে চন্দ্রবাবু মহাজোট নিয়ে হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন, তাঁকে নিয়ে একটা বাক্যও খরচ করেননি প্রধানমন্ত্রী। অথচ মোদীকে যিনি সমর্থন দেওয়ার কথা দিল্লি গিয়ে বলে এসেছেন, তাঁকে একের পর এক বাক্যবাণে বিঁধেছেন নমো।    অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নেপথ্যে রয়েছে আগামীর  ভাবনা। বিজেপির বিরুদ্ধে শক্তিশালী মহাজোট গড়ে  তোলার সলতে পাকানো শুরু করেছেন বিরোধী নেতানেত্রীরা। দিন কয়েক আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্

বছরের পর বছর শিকল বেঁধে ধর্ষণ, স্বাভাবিক হতে ১৫ বছর লাগল ওরাংওটাংয়ের!

Image
মায়ের কোল থেকে ছিনিয়ে দেহব্যবসায় নামানো হয়েছিল তাকে। তার পর বছরের পর বছর কেটেছে পতিতালয়ে। ইচ্ছামতো তার উপর লালসা মিটিয়ে গিয়েছে মানুষ। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে স্বাভাবিক হতে ১৫ বছর লেগে গেল এক ওরাংওটাংয়ের! ব্রিটেনের 'দ্য সান'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, নির্যাতিতা ওই ওরাংওটাংয়ের নাম পনি। দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের জঙ্গলে তার জন্ম। কিন্তু শিশু অবস্থাতেই মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। পতিতালয়ে নিয়ে গিয়ে যৌনদাসীতে পরিণত করে। সেখানে তার গায়ের রোম কামিয়ে দেওয়া হত রোজ। পরানো হতো গয়নাগাটি। গায়ে ছড়িয়ে দেওয়া হত পারফিউম। তার পর পাশের তেলের কারখানা থেকে আসা শ্রমিকদের টাকার বিনিময়ে তার কুঁড়েঘরে ঢুকিয়ে দিত দালালরা। শিকলে বেঁধে রেখে ইচ্ছেমতো তার উপর নিজেদের যৌন লালসা মিটিয়ে যেত একের পর এক মানুষ। সেই অবস্থাতেই দিন কাটছিল তার। পরে এক সংস্থার চেষ্টায় রেহাই মেলে। ১৯৯৪ সালে বাপ-মা হারা ওরাংওটাংদের উদ্ধারে নামেন পেশায় শিক্ষিকা মিশেল ডেসিলেটস। বোর্নিওতে ওরাংওটাংদের শুশ্রূষার একটি সংস্থায় ছিলেন তিনি। সেখানে ২০০৩ সালে পনিকে উদ

ফের বিষমদ, শান্তিপুরে মৃত সাত, ২ লাখ ক্ষতিপূরণের ঘোষণা সরকারের

Image
কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের লোকজন। সংগ্রামপুরের পরেও এ রাজ্যে যে চোলাই ব্যবসায় বিন্দুমাত্র ঘাটতি হয়নি তার প্রমাণ মিলল নদীয়ার শান্তিপুরে। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বিষমদ খেয়ে প্রাণ গেল সাতজনের। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন। ঘটনা প্রকাশ্যে আসতেই মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সাসপেন্ড করা হয়েছে আবগারি দফতরের ১১ জন কর্মীকে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। যদিও রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের দাবি, ওই চোলাই মদ এ রাজ্যে তৈরি হয়নি। ঝাড়খণ্ড থেকে চোরা পথে এসেছে ওই মদ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যা থেকে। শান্তিপুর থানার নৃসিংহপুর চৌধুরী পাড়ায় বসতি প্রচুর ইটভাঁটা শ্রমিক এবং দিনমজুরের। সন্ধ্যার পর থেকেই অনেকে অসুস্থ হতে শুরু করেন। অনেকেরই পেট ব্যথা, শরীরে জ্বালা এবং চোখ জ্বালার মত উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি খারাপ হতে তাঁদের অনেকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসেন। উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। তাঁদের কাছে এর পর রোগীরা স্বীকার করেন যে তাঁরা সন্ধ্যা বেলায় চোলাই মদ খেয়েছেন। রাতেই মৃত্যু হয় তিনজনের।

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই, কার্যকর আগামিকাল থেকেই

Image
ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এক কোটির নীচে এবং এক বছরের বেশি সময়ের জন্য স্থায়ী আমানতে সুদের হার বেড়েছে দশমিক এক শতাংশ থেকে দশমিক পাঁচ শতাংশ। এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও সুদের হার বেড়েছে প্রায় একই হারে। বৃহস্পতিবার থেকেই এই নতুন হার কার্যকর হবে। এক বছরের বেশি এবং দু'বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতে আগে সুদের হার ছিল ৬.৭। সেটা বেড়ে হল ৬.৮। এরপর দুই থেকে তিন বছরের জন্য ৬.৭৫ থেকে হয়েছে ৬.৮। তবে তিন থেকে পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছর বা তার বেশি সময়ের আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়েনি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই দু'টি ক্ষেত্রেই সুদের হার বাড়িয়েছে এসবিআই। এক বছর থেকে দু'বছরের আমানতের জন্য সুদের হার ছিল ৭.২ থেকে এক বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৭.৩। দুই থেকে তিন বছরের ক্ষেত্রে ৭.২৫ থেকে হয়েছে ৭.৩। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছর বা তার বেশি সময়ের আমানতের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রেখেছে এই সরকারি ব্যাঙ্ক। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই-এর কর্মীরা সাধারণত স্থায়ী আমানতের উপর এক শতাংশ বেশি হা

সার্ক সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের

Image
সার্ক সম্মেলনের জন্য পাকিস্তানের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলে ভারত তাতে সরাসরি না বলে দিয়েছে বলে খবর। ইসলামাবাদে এই সম্মেলন হওয়ার কথা। সূত্রের খবর, ভারত আগের অবস্থান থেকে সরছে না। মোদী কোনওভাবেই পাকিস্তানে যাচ্ছেন না। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ফের বলেছেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। বহুবছর ধরে কর্তারপুর সীমান্ত করিডোর খোলার জন্য ভারত অনুরোধ জানিয়েছে। এতদিনে তাতে সম্মতি জানিয়েছেন ভারত। তার মানে এই নয় যে দ্বিপাক্ষিক আলোচনার পথ খুলে গিয়েছে। কারণ সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে হাত ধরাধরি করে চলতে পারে না। ২০১৬ সালের সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে। তবে কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পর ভারত তা বাতিল করে দেয়। ২০১৪ সালে শেষবার সার্ক সম্মেলন হয় কাঠমাণ্ডুতে। সেখানে মোদী উপস্থিত ছিলেন। ভারতের পথে হেঁটে ২০১৬ সালে বাংলাদেশ, ভূটান, আফগানিস্তান ইসলামাবাদের সার্ক সম্মেলন বয়কট করে। ফলে আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে দক্ষিণ এশিয়ার দেশগুলি রয়েছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, আফগানিস্তান, মলদ্বীপ ও শ্রীলঙ্কা এর সদস্য দেশ। এব

মুক্তির আগেই বাহুবলী ২ কে ছাপিয়ে রেকর্ড রজনীর ২.০

Image
মুক্তির আগেই পাঁচশো কোটি টাকা রোজগার করে রেকর্ড গড়েছিল রজনীকান্তের সিনেমা ২.০। এবার আরও এক নতুন কীর্তি স্থাপন করল। এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা বাহুবলী ২ কে ছাপিয়ে গেল রজনীর সিনেমা। বাহুবলীর দ্বিতীয় ভাগ যেখানে ৯ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল, সেখানে রজনীর সিনেমা ১০, ৫০০টি স্ক্রিনে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। রজনীর সিনেমা ২.০ পরিচালক শঙ্করের সিনেমা সারা দেশে ৭৮৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি স্ক্রিন রয়েছে উত্তর ভারতে। ৫ হাজারের বেশি। আর বিদেশে ২৫০০টির বেশি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। উত্তর ভারতে বেশি স্ক্রিনে মুক্তি উত্তর ভারতে ৫ হাজার স্ক্রিনে, অন্ধ্র-তেলাঙ্গানায় ১১০০ স্ক্রিনে, তামিলনাড়ুতে ৮৫০-৯০০টি স্ক্রিনে, কেরলে ৪৫০টির বেশি স্ত্রিনে ও কর্ণাটকে ৪০০টির বেশি স্ক্রিনে ছবিটি মুক্তি পেতে চলেছে। মোট তিনটি ভাষায় সিনেমা ভারতে মোট তিনটি ভাষায় সিনেমাটি তৈরি হয়েছে। দুটি সাব-টাইটেল ভার্সন, তিনটে ভিডিও ফর্ম্যাট, দুটি অডিও ফর্ম্যাটে মুক্তি পাবে। মোট ৬৫-৭০টি দেশে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। আমেরিকায় ৮০০টি স্ক্রিনে মুক্তি শুধুমাত্র আমেরিকায় ৮০০টি স্ক্রিনে রজনীর ২.০

রেল স্টেশন থেকে উদ্ধার ৩৪টি নরকঙ্কাল, হইচই বিহারে

Image
বিহারের ছাপরা রেল স্টেশন থেকে অনেকগুলি নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কোমর বেঁধে ঘটনার তদন্তে নেমেছে। নরকঙ্কালের পাশাপাশি অনেকগুলি মাথার খুলিও উদ্ধার হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। ছাপরা স্টেশনে গ্রেফতার রেলের ডেপুটি পুলিশ সুপার তনবীর আহমেদ বলেন, সোমবার সঞ্জয় প্রসাদ (২৯)-এর কাছ থেকে এই কঙ্কাল ও খুলি উদ্ধার হয়েছে। সে পূর্ব চম্পারনের বাসিন্দা। ছাপরা স্টেশনে জিআরপির হাতে সে ধরা পড়েছে।     খুলি ও কঙ্কাল উদ্ধার সবমিলিয়ে মোট ১৬টি মাথার খুলি ও ৩৪টি নরকঙ্কাল উদ্ধার হয়েছে। সঞ্জয়ের কাছ থেকে ভূটানের টাকা, বিভিন্ন দেশের এটিএম কার্ড, সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ভূটানে যাওয়ার প্ল্যান পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া থেকে সে খুলি ও নরকঙ্কাল নিয়ে জলপাইগুড়ি হয়ে ভূটানে যাচ্ছিল। তার আগেই ছাপরা পুলিশ তাকে গ্রেফতার করেছে।     নরকঙ্কাল পাচার চক্র পুলিশ জানিয়েছে, একটি চক্র এভাবেই ভারত থেকে ভূটান ও অন্য দেশে নরকঙ্কাল পাচার করার কাজ করে। ধৃত সঞ্জয় সেই দলের সদস্য। তাকে গ্রেফতার করে বাকী সঙ্গীদের খোঁজে তল্লাশিতে নেমেছেন গোয়েন্দারা।

৬৫ পয়সায় ১ লিটার! সমুদ্রের জলেই এ বার তৃষ্ণা মেটানো যাবে

Image
ভয়াবহ খরায় আর বুকের ছাতি ফেটে যাবে না জলের অভাবে? পানীয় জলের খোঁজে আর হা-হন্যে তল্লাশ করতে হবে না মানুষকে? জলের খোঁজে ভূগর্ভের গভীরে একটি শিলাস্তর থেকে আরেকটি শিলাস্তরে নেমে যৎসামান্য জলের ভাঁড়ার দেখে আর হতাশ হয়ে পড়তে হবে না আমাদের? দুর্গম দ্বীপে আর পানীয় জলের হাপিত্যেশ অপেক্ষায় থাকতে হবে না মানুষকে? হ্যাঁ, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরে এ বার 'না' বলার সময় বোধহয় আর খুব বেশি দূরে নেই আমাদের আধুনিক সভ্যতার। কারণ, এই দুরূহ কাজটিকে সম্ভব করে তুলেছেন ভারতীয় বিজ্ঞানীরা। অসম্ভব লবণাক্ত সমুদ্র বা মহাসাগরের জলকে পানীয় জলে পরিণত করার প্ল্যান্ট বানিয়ে। ঘরের তাপমাত্রায়। বিশ্বে এই প্রথম। যে জলের উৎপাদন খরচ হবে লিটারে মাত্র ৬৫ পয়সা থেকে ১ টাকা! চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজি (এনআইওটি)-র একটি গবেষকদলের বানানো ওই প্ল্যান্টের নাম- 'লো-টেম্পারেচার থার্মাল ডিস্যালিনেশন প্ল্যান্ট' বা, 'এলটিটিডি'। শুধুই ভাবনায় বা গবেষণাপত্রে না রেখে, ইতিমধ্যেই তাঁরা সেই প্ল্যান্ট বসানোর তোড়জোড়-প্রস্তুতি শুরু করে দিয়েছেন লাক্ষাদ্বীপের 'কারাভাত্তি', 'মিনিকয়' ও '

বিনামূল্যে 8GB ডাটা পাওয়ার শেষ সুযোগ জিও গ্রাহকদের সামনে

Image
সেলিব্রেশান প্যাকের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল জিও। এই অফারে রোজ অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করা যাবে। এই ভাবে মোট 8GB অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক। নির্বাচিত কিছু গ্রাহককে এই সুবিধা দিচ্ছে জিও। মাইজিও অ্যাপ থেকে এই অফার দেখে নেওয়া যাবে। কোম্পানির দুই বছর পূর্তি উপলক্ষ্যে সেপ্টেম্বরে জিও সেলিব্রেশান প্যাক লঞ্চ করেছিল জিও। এই অফারে ইতিমধ্যেই গ্রাহককে বিনামূল্যে অনেক সুবিধা দিয়েছে মুকেশের কোম্পানি। এই অফারে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকরা দিনে অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সারা মাসে মোট 8GB অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন জিও গ্রাহক। উৎসবের মরশুমের ঠিক আগে জিও দীপাবলী প্ল্যান লঞ্চ করা হইয়েছে। এই প্ল্যানে ১,৬৯৯ টাকায় গ্রাহকরা ৩৬৫ দিন ভ্যালিডিটি পাবেন। এর সাথেই থাকবে দিনে 1.5GB ডাটা আর আনলিমিটেড লোকাল, ন্যাশানাল রোমিং কল আর দিনে ১০০টি লোকাল ও ন্যাশানাল SMS ব্যবহারের সুবিধা। অর্থাৎ ১৬৯৯ টাকার প্ল্যানে জিও গ্রাহকরা মোট 547.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ১ বছর। অর্থাৎ এই প্ল্যানে প্রতিদিন খরচ হবে ৪.৬৫ টাকা। সম্প্রতি এই প্ল্যানের সাথে প

দরজা ভেঙে ঘরে ঢুকে ৩ সন্তানের মাকে বিয়ে প্রেমিকের

Image
আমতা: প্রেমিকার বাড়ি এলেন প্রেমিক। ঢুকতে বাধা পাওয়ায় চলল ভাঙচুর। ভেঙে ফেললেন বাড়ির দরজা। তারপর জোর করে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত ধরে বেরিয়ে এলেন। প্রেমিকাকে সঙ্গে নিয়ে সোজা মন্দিরে। বাধা দিলে নিজের গলায় ছুরি ঠেকিয়ে আত্মহত্যার হুমকিও দিলেন প্রেমিক। শেষে নির্বিঘ্নে ঈশ্বরের সামনে প্রেমিকার মাথায় সিঁদুর দিয়ে বিয়ে সারলেন প্রেমিক। রুদ্ধশ্বাস এমন দৃশ্য কোনও সিনেমার নয়। খোদ বাস্তবের। সোমবার সকালে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার মাধববাবু লেনের বাসিন্দারা। তবে এখানে প্রেমিক শুধু প্রেমিকাকেই গ্রহণ করেছেন, এমন নয়, হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর তিন সন্তানের দিকেও। ভরা সংসার পেয়ে গর্বিত নব বিবাহিত বর বছর পঁয়ত্রিশের সুরজ সাউ। খুশি কনে সরস্বতী সাউও। শুধু হতবাক বধূর প্রথম স্বামী নন্দলাল সাউ ও তাঁর পরিবারের লোকেরা। হতভম্ব এলাকার বাসিন্দারাও। গোটা ঘটনার কথা কানে গেলে ঘটনাস্থলে পৌঁছায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। কিন্তু তারাও নিরুপায়। তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট পরকীয়াকে বৈধতা দিয়েছে। এখানে সেটাই ঘটেছে। আমাদের কিছু করার নেই। অভিযোগ করতে এলে পাঠিয়ে দেওয়া হবে আদালতে। পুলিশ ও স্থানীয় সূ

কলেজে আবশ্যিক ৬০% হাজিরা, বহিরাগত রুখতে কড়া পার্থ

Image
পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় হাজিরা এবং কলেজে বহিরাগতদের প্রবেশ আটকাতে ফের কড়া অবস্থান নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্বকে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন পরীক্ষায় বসতে গেলে ৬০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। এই নিয়মের কোনও ব্যতিক্রম হবে না। সেই সঙ্গে কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের নির্দেশও দেন। শিক্ষামন্ত্রীর নির্দেশে আজ, বুধবার বেহালা এবং সেন্ট পলস কলেজে যাচ্ছেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। শিক্ষামন্ত্রী এদিন সংগঠনের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষামন্ত্র্রী বলেন, কলেজের অভ্যন্তরীণ বিষয়ে যেন বহিরাগতরা হস্তক্ষেপ না করে। বহিরাগতরা যেন কলেজে না ঢোকে। কোনও বহিরাগত যাতে কলেজে ঠাঁই না পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে গেলে ৬০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। ছাত্র সংসদের কোনও সদস্য যেন কম হাজিরা রয়েছে এমন পড়ুয়ার পাশে না দাঁড়ায়। কলেজে ক্লাস করতেই হবে। ক্লাস না করে পরীক্ষায় বসার '‌আবদার'‌ কোনও মতেই মানা হবে না। এদিনের বৈঠকে এই বিষয়টিও ফের স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। সংগঠনের কোনও ব্যা

নদিয়ায় বিষমদ খেয়ে মৃত ৭, অসুস্থ ১৯

Image
কালনা : বিষমদ খেয়ে মৃত্যু হল সাতজনের। অসুস্থ ১৯ জন। মৃতেরা সকলেই নদিয়ার নিশ্চিন্তপুরের চৌধুরিপাড়া বাসিন্দা বলে জানা গেছে। আজ পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। বাকি চারজনের মৃত্যু হয়েছে নদিয়ার শান্তিপুরে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আগামীকাল দুই বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদিয়ার নিশ্চিন্তপুরের চৌধুরিপাড়া এলাকায় চোলাই মদের ঠেক চলছে রমরমিয়ে। দিনে দুপুরে সেখানে চোলাই মদ বিক্রি হয়। সম্প্রতি সেই চোলাই মদ খেয়ে এলাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়। মৃতেরা হল দুলারচান মাহাত (৪০), ভালোয়া মাহাত, বুটো মাহাত, সুনীল মাহাত, কাশীনাথ মাহাত, গৌতম শর্মা, মুন্না রাই। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় মদের ঠেক চললেও পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। মূলত খেটে খাওয়া মানুষ দিনের শেষে যা উপার্জন করে, মদ খেতে গিয়ে সেইসব খরচ হয়ে যায়। এই নিয়ে এলাকায় একটা উত্তেজনায় পরিবেশ এমনিতেই ছিল। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোন

রোজ দামি উপহার চাই, প্রেমিকার 'আবদার'-এর চাপে আত্মঘাতী যুবক

Image
প্রেমিকার উপহার কিনে দেওয়ার চাপে আত্মঘাতী হলেন এক ইঞ্জিনিয়ার। বিকাশ ছেত্রী নামে ওই যুবকের পরিবারের অন্তত এমনটাই দাবি। ঘটনা রিজেন্ট পার্ক থানা এলাকার মুর অ্যাভিনিউর। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে যুবকের মোবাইল ফোনটি।  মৃতের পরিজনরা জানিয়েছেন, বিকাশের বাড়ি শিলিগুড়িতে। কর্মসূত্রে কলকাতায় মামাবাড়িতে থাকতেন তিনি। এক যুবতীর সঙ্গে বেশ কিছুদিন সম্পর্ক ছিল ওই বিকাশের। নিত্যদিনই প্রেমিকের কাছে নানা উপহার দাবি করত ওই তরুণী। শপিং মলে নিয়ে গিয়ে মোটা টাকার কেনাকাটা করত সে। রোজই বাড়ছিল প্রেমিকার চাহিদা। যা নিয়ে বেশ চাপে ছিলেন বিকাশ।  মঙ্গলবার বিকেলে ভিডিয়ো কলে শিলিগুড়িতে পরিবারের সঙ্গে কথা বলেন বিকাশ। কথা হয় প্রেমিকার সঙ্গে। এর পরই রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিজনরা জানলা দিয়ে দেখেন বিকাশের ঝুলন্ত দেহ। এর পরই খবর দেওয়া হয় পুলিসে।  ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। মৃতের প্রেমিকাকে খুঁজছে পুলিস। দেহ ময়নাতদন্তের

পুলিস কর্তার বাড়িতেই রোজ রাতে মধুচক্রের আসর!

Image
খোদ পুলিস অফিসারের বাড়িতেই চলত দেহ ব্যবসার আসর। দিনরাত বহিরাগতদের আনাগোনা লেগেই থাকত। ঘরে বসত মদ্যপানের আসর। গভীর রাত পর্যন্ত চলত চিত্‍কার চেঁচামেচি। ঘটনাটি গড়ফা থানার অন্তর্গত শ্রীপুর দ্বিতীয় লেনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে বিবাহ বিচ্ছেদ হয় সোমা দাস নামে এক মহিলার। সেই থেকে গড়ফা থানার অন্তর্গত শ্রীপুর দ্বিতীয় লেনের ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ভাড়া থাকতেন বছর পঁয়ত্রিশের সোমা দাস। এলাকাবাসীর অভিযোগ, তারপর থেকেই বাড়িতে মধুচক্রের আসর ফেঁদে বসে বিবাহ বিচ্ছিন্না ওই মহিলা। দেহ ব্যবসার রমরমা কারবার চলতে থাকে। প্রতি রাতে বিভিন্ন বয়সের নিত্যনতুন পুরুষের আনাগোনা। হই হুল্লোড়, মদ্যপান। মত্ত যুবকদের চেঁচামেঁচিতে তিতিবিরক্ত হয়ে ওঠে গৃহকর্তা থেকে প্রতিবেশীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই মহিলার সঙ্গে বাড়িতে ঢোকে চার যুবক। তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় চিত্‍কার-চেঁচামেচি। শেষমেশ আর থাকতে না পেরে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন গৃহকর্তা শ্যামবাজার ট্রাফিক গার্ডের সার্জেন্ট। খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিস। কিন্তু অভিযুক্তদের কাউকেই আর ধরতে পারেনি পুলিস। পুলিস আসার আগেই ঘটনাস্থল ছ

‘এনকাউন্টার’-এ নিহত সাংবাদিক শুজাত বুখারি হত্যাকাণ্ডের মূল পাণ্ডা নাভেদ জাট

Image
শুজাত বুখারি ও নাভেদ জাট (ডানদিকে)। ভারতীয় সেনার গুলিতে নিহত লস্কর ই তৈবা জঙ্গি নাভেদ জাট।  যে চার জনের নেতৃত্বে খুন করা হয়েছিল 'রাইজিং কাশ্মীর' পত্রিকার সম্পাদক শুজাত বুখারিকে, তাদের পান্ডা ছিলেন এই লস্কর জঙ্গিই। বুধবার, জম্মু ও কাশ্মীরের  বদগাম জেলায় একটি এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। গোয়েন্দাদের সূত্রে ভারতীয় বাহিনীর কাছে খবর পৌঁছয় বদগাম জেলার কাঠপোড়া এলাকায় ঘাঁটি গেড়েছে কয়েক জন জঙ্গি।  সেই মতো বুধবার ভোররাত থেকেই চালানো হচ্ছিল তল্লাশি অভিযান। নির্দিষ্ট অঞ্চলে পৌঁছনোর পর ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। তখনই ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় নাভেদ জাট নামের এই লস্কর জঙ্গির। তাকে পাকিস্তানি নাগরিক বলে আগেই জানিয়েছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। নিরাপত্তার কারণে বদগাম জেলায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত শুক্রবার অনন্তনাগ জেলায় পুলিশি এনকাউন্টারে মারা যায় আজাদ আহমেদ মালিক নামের আরেক শুজাত হত্যাকারী। গত ৬ ফেব্রুয়ারি শ্রীনগরের হাসপাতালে পুলিশি হেফাজত থেকে পালিয়েছিল নাভে

এলাকার হাঁড়ির খবর জানাতে নয়া অ্যাপ গুগলের

Image
'সবজান্তা' গুগল এ বার খুঁজে দেবে ভার্চুয়াল জগতের প্রতিবেশীদের! নিজের পাড়া, অফিস চত্বর বা সম্পূর্ণ অজানা-অচেনা এলাকা— দরকারি যে কোনও প্রশ্নের উত্তর পেতে 'নেবারলি' নামের নতুন একটি অ্যাপ আনছে গুগল। মুম্বই, আমদাবাদ, জয়পুরের মতো শহরের পরে এ বার কলকাতাতেও চালু হচ্ছে এই অ্যাপ। ধাপে ধাপে কয়েক মাসের মধ্যে সারা দেশেই এটি চালু করতে চায় গুগল। কিন্তু সামাজিক যোগাযোগের এত মাধ্যম থাকতে আবার নতুন করে 'নেবারলি' কেন? গুগল-কর্তা বেন ফহনারের দাবি, এই অ্যাপ স্থানীয় ভিত্তিতে জরুরি বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে। কেজো তথ্য আদান-প্রদানই এর একমাত্র উদ্দেশ্য। এখানে সোশ্যাল মিডিয়ার মতো ব্যক্তিগত প্রচার, কুৎসা বা গুজব ছড়ানোর জায়গা নেই বলেই দাবি নির্মাতাদের। নেই অহরহ আপডেট আর ঘনঘন নোটিফিকেশনের বালাই। ইনবক্সে যখন-তখন উটকো উঁকিঝুঁকির ঝামেলাও নেই। কারণ, ব্যক্তিগত বার্তা পাঠানোর সুযোগ নেই ওই অ্যাপে। তা হলে কী আছে? ধরা যাক, ওই অ্যাপ ব্যবহারকারী শ্যামবাজারে রয়েছেন। ওই এলাকা সম্পর্কে নির্দিষ্ট একটি তথ্য জানতে চান তিনি। অ্যাপে সেই প্রশ্নটি লিখলেই সঙ্গে সঙ্গে তা চলে যাবে ওই এলাকায় থাকা এ

‘মা, শিগগির পাঁচ হাজার টাকা পাঠাও!’

Image
মোবাইল ফোনটা বাজছিল। অচেনা নম্বর।  ফোন ধরতেই ভেসে এল ছেলের গলা— 'মা, আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। সেখান থেকে পঞ্জাবে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আরও পাঁচ হাজার টাকা লাগবে। তা না হলে মালয়েশিয়ায় যাওয়া হবে না। এখন বাড়ি ফিরে গেলে, সব যাবে। যে করে হোক আমায় টাকা পাঠাও।' গত সোমবার দুপুরে পঞ্জাব থেকে চাকদহের রসুল্যাপুরের বাড়িতে মাকে  মোবাইলে ফোন করে বছর আঠাশের সমীর রায়। ফোন পেয়ে দিশেহারা সমীরের মা দীপ্তি রায়। তিনি বলেন, "সোনার গয়না বাঁধা দিয়ে সুদে টাকা নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। দালালকে দিয়েছি ৮৫ হাজার টাকা। ছেলের হাতে দিয়েছি আরও ১৫ হাজার। এখন আবার পাঁচ হাজার টাকা চাইছে। কোথায় পাব এত টাকা! এদের যা ভাবগতিক দেখছি, তাতে দুশ্চিন্তা বেড়েই চলেছে। জানি না শেষ পর্যন্ত কি হবে।"  চাকদহ ব্লকের দেউলি গ্রাম পঞ্চায়েতে রসুল্যাপুর বাজারে রাস্তার ধারেই সমীরদের বাড়ি। তারা এক ভাই, দুই বোন। দিদিদের বিয়ে হয়ে গিয়েছে। সমীরের বাবা অনেক দিন আগে মারা গিয়েছেন। মারা গিয়েছেন এক দিদিও। বাড়িতে রয়েছেন মা। অনেক কষ্টে মাধ্যমিকের গণ্ডি পার করেছিলেন সমীর। আর কোনও কাজ না পেয়ে তিনি গাড়ি চালাচ্ছিলেন। বেশি উপার্জনে

হোমগার্ডের চাকরি, অখুশি প্রাক্তন জঙ্গির ক্ষোভ জানালেন ফেসবুকে

Image
রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও, চাকরির ধরন নিয়ে খুশি নন প্রাক্তন কেএলও জঙ্গিরা৷ তাই পোস্টিং হাতে মিলতেই চাকরি বদলের দাবি তুলতে শুরু করেছেন তাঁদের একাংশ৷ কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আর্জি জানিয়ে ইতিমধ্যে নিজের বক্তব্যও পোস্ট করেছেন৷ বিষয়টি নিয়ে প্রশাসন অবশ্য মুখে কুলুপ এঁটেছে৷ তবে যাঁরা প্রাক্তন কেএলওদের চাকরির ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন, আলিপুরদুয়ারের সেই তৃণমূল নেতারা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে৷ টারজান কিংবা মিল্টন— এই নামগুলি একটা সময় উত্তরবঙ্গের পুলিশ-প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল এই নামগুলি৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে অনেক কিছুই৷ টারজান, মিল্টনদের মত অনেক কেএলও জঙ্গি বা লিঙ্কম্যান এই মুহূর্তে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন৷ মূলস্রোতে ফেরা ওই কেএলও জঙ্গিদের আর্থিকভাবে স্বনির্ভর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার৷ মাস ক'য়েক আগে শিলিগুড়িতে একটি বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আলিপুরদুয়ারের টারজান, মিল্টন-সহ ২১ জন প্রাক্তন কেএলও জঙ্গির হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়৷ যদিও শেষ

ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত প্রোমোটার

Image
ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে এক গৃহবধূকে দিনের পর দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল বেলুড়ের এক প্রোমোটারের বিরুদ্ধে। এমনকি খোকন খাঁড়া নামের ওই ব্যক্তি মোবাইলে সেই ছবি তুলে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এ নিয়ে তিনি বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার হাওড়া আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন ওই গৃহবধূ। পুলিশের দাবি, অভিযুক্ত প্রোমোটার এলাকায় নেই। তবে তাঁর বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। এ দিন খোকনবাবুকে ফোন করা হলে তিনি দাবি করেন, ''আমি পালাব কেন? বাইরে ঘুরতে এসে শুনছি আমার বাড়িতে নোটিস গিয়েছে।'' ওই গৃহবধূর স্বামী জানান, প্রায় এক বছর আগে এলাকায় গণেশ পুজোর সময়ে খোকন খাঁড়া নামের ওই প্রোমোটারের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এর পরেই তাঁদের বাড়িতে আসেন ওই প্রোমোটার। ছোট বাড়ি দেখে সহানুভূতি দেখান তিনি। তখনই ওই দম্পতি তাঁকে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। সেই সূত্রে মাঝেমধ্যে ওই দম্পতির বাড়িতে যাতায়াত করতেন অভিযুক্ত প্রোমোটার। অভিযোগ, বাড়িতে স্বামী না থাকার সুযোগে বেশ কয়েক বার ওই বধূকে ধর্ষণ করেন খোকন। এমনকি কাউকে জানালে মোবাইলে তোল

মধ্যপ্রদেশ এবং মিজোরামে ভোটগ্রহণ শুরু

Image
মধ্যপ্রদেশ এবং মিজোরামে বিধানসভা নির্বাচন আজ। কেন্দ্রে ক্ষমতায় কোন দল আসতে চলেছে তার অনেকটাই আভাস পাওয়া যাবে এই সেমিফাইনালে। বুধবার সকাল সাতটা থেকে দুই রাজ্যেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে বড় চ্যালেঞ্জ শিবরাজ সিংহ চৌহানের সামনে। মধ্যপ্রদেশে ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। গত বার রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি ছিল বিজেপির দখলে। কংগ্রেসের ৫৮। কিন্তু ভোটের ব্যবধান ছিল ৯ শতাংশ। এই বিধানসভা নির্বাচনে ৪-৫ শতাংশ ভোট এদিক-ওদিক হলেই রং বদলাবে। বিক্ষিপ্ত দু'একটা ঘটনা ছাড়া মধ্যপ্রদেশে তেমন বড় কিছুর খবর পাওয়া যায়নি সকালে। উজ্জয়িনী এবং বুরহানপুরে ভোট চলাকালীন চারটি ইভিএমে গণ্ডগোল দেখা দেয়। অন্য দিকে, আলিরাজপুরে ১১টি ভিভিপ্যাট-এ সংস্যা দেখা দেয়। যদিও সবক'টি তড়িঘড়ি পাল্টে দিয়ে আবার ভোট চালু করা হয়েছে। ভোপালের সেন্ট মেরিতে একটি বুথের দু'শো মিটারের মধ্যে বিজেপির এক এজেন্ট প্রচার চালাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের কাছে থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। অন্য দিকে ভোট চলাকালীন গুনাতে এক নির্বাচন আধিকারিক হৃদরোগে আক্রান্ত হয়ে মার

শবরীমালার তীর্থযাত্রায় যাওয়ার ‘শাস্তি’! কেরলের সমাজকর্মীকে সাসপেন্ড করল বিএসএনএল

Image
শবরীমালায় ঢোকার পথে রেহানা ফতিমা। ১৯ অক্টোবর শবরীমালায় বিগ্রহ দর্শনের জন্য তীর্থযাত্রায় হেঁটেছিলেন কেরলের সমাজকর্মী রেহানা ফতিমা। বিগ্রহ দর্শন করতে না পারলেও ভক্তদের রোষ হাড়ে হাড়ে টের পেয়েছিলেন রেহানা। তীর্থযাত্রায় হাঁটার সময়ই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভেঙে দিয়েছিল তাঁর ঘরবাড়ি। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে কেরল পুলিশ। আর আজ তাঁকে সাসপেন্ড করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। এই সংস্থাতেই টেলিকম টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন রেহানা। ব্যক্তিগত আচরণের জন্য একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এই সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই। যদিও ১৯ অক্টোবর শবরীমালার বিগ্রহ দর্শনের পর থেকেই একের পর আক্রমণের শিকার হয়েছেন রেহানা। প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল,  শবরীমালার মন্দিরে সব বয়সের মহিলারাই ঢুকতে পারবেন। যদিও শবরীমালার মন্দির কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধে গিয়েই ১৮-২৫ বছর বয়সীদের মন্দিরে ঢোকার ক্ষেত্রে  বাধার সৃষ্টি করেছে বারবার। যে কারণে এখনও পর্যন্ত ১৮-২৫ বছর বয়সী কোনও মহিলাই এই মন্দিরে ঢুকতে পারেননি। ১৯ অক্টোবর রেহানা ফতিমা সেই চেষ্টা করলেও রাস্তার

গৃহবধূকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক

Image
গৃহবধূকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোই ছিল উদ্দেশ্য। কিন্তু অভিযুক্তর শেষমেষ ঠাঁই হল শ্রীঘরে।  এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন ওই গৃহবধূ। আবার ভিনরাজ্যের এক যুবকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল৷ পরকীয়ায় ইতি টানতে গিয়ে বিপদে পড়েন ওই গৃহবধূ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবক টাকা চাইছিল বলে অভিযোগ৷ বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন ওই মহিলা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস৷ ভিআইপি রোডের কৈখালিতে থাকেন ওই গৃহবধূ৷ ফোনে তাঁর সঙ্গে আলাপ হয় অমিত কুমার নামে এক যুবকের৷ ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা সে৷ ক্রমে দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে৷ ফেসবুক ও ম্যাসেঞ্জারে নিয়মিত চলত চ্যাট৷ কৈখালির ওই গৃহবধূর দাবি, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছে অমিত৷ এখন আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননা তিনি৷ তাই সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অমিত। টাকা চাইছে। শেষপর্যন্ত গোটা ঘটনা জানিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷ সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে অভিযুক্ত অমিত কুমারকে গ্রেপ্তার করেছে সাইবা

পিক–নোংরামি বন্ধে কড়া জরিমানার দাওয়াই

Image
যত্রতত্র থুতু–পানের পিক–নোংরা–আবর্জনা ফেলার কুঅভ্যাসধারীরা সাবধান। এই ‌নোংরামি বন্ধ করতে এবার আরও কড়া রাজ্য সরকার। পুর আইনে ওই অপরাধে শাস্তির ব্যবস্থা নেই। তাই কড়া জরিমানাতেই ওই নোংরামি বন্ধ করতে চায় পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই লক্ষ্যেই জরিমানার পরিমাণ বাড়িয়ে দেওয়া হল ১০০ গুণ। রাজ্য সরকারের আশা, শহর ও শহরতলির নাগরিকদের একাংশ জরিমানাতেই জব্দ হবে। সোমবারই রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত একটি পুর আইনে সংশোধনী এনেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। বিরোধী বাম এবং কংগ্রেস আপাতত বিধানসভা বয়কট করছে। ফলে পুরমন্ত্রী (তথা কলকাতার হবু মেয়র) ফিরহাদ হাকিমের আনা পুর আইনের সংশোধনীটি এদিন সর্বসম্মতভাবেই পাশ হয়ে গেছে। এতদিন পুরসভা এলাকার এই আইনের বলে এ ধরনের অপরাধের জন্য নির্ধারিত জরিমানার পরিমাণ ছিল ন্যূনতম ৫০ টাকা ও সর্বোচ্চ ৫০০ টাকা। সংশোধনী–পরবর্তী সময়ে ওই জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়াল ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা। 'কর্পোরেশন' এলাকায় জরিমানার পরিমাণ নির্ধারিত হল সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা। কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ির মতো শহরে শেষোক্ত পরিমাণই

দূষিত বায়ু, রাজ্যকে জরিমানা ৫ কোটি

Image
দূষণ মোকাবিলায় ব্যর্থ হওয়ায় সোমবারই রাজধানী দিল্লির সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ ঘণ্টা পেরোতে না-পেরোতেই কলকাতা এবং হাওড়ার বায়ুদূষণ মোকাবিলায় 'ব্যর্থ' রাজ্যের কাছে ৫ কোটি টাকা পরিবেশ জরিমানা ধার্য করল জাতীয় পরিবেশ আদালত। আগামী দু'সপ্তাহের মধ্যে ওই টাকা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে প্রতি মাসে অতিরিক্ত ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, কলকাতা এবং হাওড়ার বায়ুদূষণ নিয়ে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে ২০১৯-র ৮ জানুয়ারির মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে তা হলফনামা আকারে দাখিল করার নির্দেশও দিয়েছে আদালত। কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ নিয়ে ২০১৬-তেই জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেই মামলাতেই প্রথমে ২০১৬-র অগস্টে বায়ুদূষণ রোধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। সুভাষবাবুর অভিযোগ, 'তার পরেও কার্যত কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি রাজ্য বা পুরসভার তরফে।' দিল্লির বায়ুদূষণ সংক্রান্ত অভিযোগ জানা

শিক্ষকের চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকার প্রতারণা, অভিযুক্ত তৃণমূল নেতা

Image
বনগাঁ: মুখ্যমন্ত্রী দলীয় স্তরের ছোট-বড় সব নেতৃত্বকে যতই দূর্নীতিমুক্ত হওয়ার নির্দেশ দেন না কেন তাতে যে কাজের কাজ কিছুই হয়নি তার প্রমাণ মিলল হাতেনাতে। ফের দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠল শাসকদলের নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাগদা মহকুমা। অভিযুক্ত বাগদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বর্তমান সভাপতি হিজবুর রহমান মণ্ডল। অভিযোগ, স্কুলে পাকাপাকি স্থায়ী চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত হিজবুর ওই বাগদা এলাকারই কয়েক জনের কাছ থেকে লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি মতো চাকরি দিতে পারেননি। স্থানীয় বাগী গ্রামের বাসিন্দা ইব্রাহিম মন্ডলের অভিযোগ, তিনি তাঁর কন্যা সাবিরা ও ভাই আশরাফুল মণ্ডলের শিক্ষকের চাকরির জন্য ওই তৃণমূল নেতাকে প্রায় ৯ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু সময়মতো চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অভিযুক্ত তৃণমূল নেতা ইব্রাহিমকে খুনের হুমকিও দেন বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে দিশেহারা ইব্রাহিমবাবু অবশেষে দ্বারস্থ হন পুলিশের। অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে শুধু প্রতারণাই নয়, আগেও তার বিরুদ্ধে দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে এলাকায়। গত কয়েক বছর আগে দুলাল বরকে

রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণে মৃত ২২

Image
বেজিং: রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে কম করেও ২২ জনের মৃত্যু হল৷ জখম আরও ২২৷ বুধবার সকালে উত্তর চিনের হেবেই প্রদেশের কাউনজাকওহো শহরের ঘটনা৷ সেদেশের সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে এই খবর৷ খবর পাওয়া মাত্র দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ শুরু হয়েছে উদ্ধার অভিযান৷ চলছে আগুন নেভানোর কাজ৷ এখনও অবধি বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়৷ তবে বিস্ফোরণের তীব্রতা দেখে মৃত ও আহত দুটি ক্ষেত্রেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান৷ যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ রাসায়নিক প্ল্যান্টের কাছাকাছি থাকা ৩৮টি ট্রাক ও ১২টি গাড়িতে দ্রুত আগুন ধরে যায়৷ সেগুলি এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ সাম্প্রতিক কালে চিনের বেশ কিছু রাসায়নিক কারখানা ও গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ ১৩ জুলাই চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হন। আহতের সংখ্যা ছিল ১২৷ জিয়াংআন কাউন্টি শিল্পাঞ্চলে 'ইয়েবিন হেংদা টেকনলোজি' পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। এরপর ২৪ নভেম্বর

শাওমি প্রোডাক্ট কিনলে ছাড় দিচ্ছে গুগল পে

Image
২০১৭ সালে লঞ্চ হয়েছিল গুগল তেজ। ভারতে ইউপিআই পেমেন্ট লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই এই অ্যাপ লঞ্চ করেছিল গুগল। এই অ্যাপ ব্যবহার করে ইউপিআই ব্যবহার করে টাকা ট্রামস্ফার করা যায়। সম্প্রতি গুগল তেজ অ্যাপের নাম বদলে হয়েছে গুগল পে। ফিচারে তেমন পরিবর্তন না এলেও পরিবর্তন এসেছে নামে। একাধিক কোম্পানির সাথে হাত মিলিয়ে একাধিক প্রোডাক্ট ও সার্ভিসে পেমেন্টে ডিস্কাউন্টের ব্যবস্থা করেছে গুগল। এবার Mi.com ওয়েবসাইট থেকে গুগল পে ব্যবহার করে পেমেন্ট করলে আকর্ষনীয় অফারের ঘোষণা করল জনপ্রিয় পেমেন্ট অ্যাপ। গুগল পে থেকে শাওমির এই অফার পাবেন কীভাবে? এই অফারের অংশ নিতে Mi.com ওয়েবসাইট অথবা Mi Store অ্যাপ এ লগ ইন করতে হবে। সেখান থেকে অন্তত 5,000 টাকা কেনাকাটা করতে হবে। এরপরে পেমেন্টের সময় গুগল পে ইউপিআই আইডি ব্যবহার করে পেমেন্ট করতে হবে। অন্য কোন পেমেন্ট ব্যবহার করলে এই অফার ব্যবহার করা যাবে না। তবে শুধুমাত্র বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই ট্রানজাকশান করলে তবেই এই অফারের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই আপনি কোন স্ক্র্যাচ কার্ড পেয়ে থাকলে গুগল পে অ্যাকাউন্ট থেকে তা সরিয়ে নেওয়া হবে। এই ট্রানজাকশানের পরে কোন স্ক্র্যাচ

মধ্যপ্রদেশে ভোট শুরু! সকালেই পুজো শিবরাজ, কমলনাথের

Image
বুধবার ভোট মধ্যপ্রদেশের ২৩০ টি বিধানসভা আসনে। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের আধাসামরিক বাহিনী মিলিয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যা ১,৮০,০০০ জন। ভোটের নিরাপত্তার রাখা হয়েছে হোমগার্ডদেরও। প্রায় ৫ কোটি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। ২০১৩-র নির্বাচনে ২৩০ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১৬৬ টি আসনে। কংগ্রেস ও বিএেসপি পেয়েছিল যথাক্রমে ৫৮ ও ৪ টি আসন। নির্বাচনে ৩ নির্দলীয় জয়লাভ করেছিল।

শাহরুখ, মাধুরীর ঝলমলে পারফর্মেন্স দিয়ে ভুবনেশ্বরে উদ্বোধন হল হকি বিশ্বকাপের

Image
বর্ণাঢ্য অনুষ্ঠানে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের উদ্বোধন হল ১৪তম হকি বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান মাধুরী দীক্ষিত ও শাহরুখ খান। এই নিয়ে তৃতীয়বার হকি বিশ্বকাপের আসর বসছে ভারতে। বুধবার থেকে শুরু হবে ম্যাচ। গোটা বিশ্বে ১৯৪টি দেশে টেলিভিশনে দেখা যাবে এবারের হকি বিশ্বকাপ।  এবারের হকি বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট ১৬টি দল। বুধবার সন্ধে ৫টায় কানাডা ও বেলজিয়ামের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের খেলা। দিনের দ্বিতীয় ম্যাচ হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। ১৬ ডিসেম্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।  এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চোখধাঁধানো বাজি প্রদর্শনী। প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইন্ডিয়ার অলিম্পিক কমিটির প্রধান নরেন্দর বাত্রা। এই প্রতিযোগিতার স্পনসরও ওড়িশা।  এদিনের অনুষ্ঠানে হকি স্টিক হাতে মঞ্চে আসেন শাহরুখ। হিন্দি, ইংরাজি ও ওড়িয়ায় কথা বলে সবার মন জিতে নেন তিনি। বলেন চক দে ইন্ডিয়ার সেই ঐতিহাসিক সংলাপ, 'এর পর তোমার কাছে ৭০ মিনিট আছে...'. এর পর মঞ্চে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। একে

চলে গেলেন ‘মাই নেম ইজ লক্ষণ’-এর গায়ক মহম্মদ আজিজ

Image
চলে গেলেন বর্ষীয়ান সংগীতশিল্পী মহম্মদ আজিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। জানা গিয়েছে, কলকাতা থেকে একটি অনুষ্ঠান সেরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মুম্বইয়ে ফেরেন তিনি। মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর অসুস্থ শিল্পীকে মুম্বইয়ের নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মহম্মদ আজিজের। ১৯৫৪ সালের ২ জুলাই পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্ম মহম্মদ আজিজের। রফি পরবর্তী বলিউডে একাধিক জনপ্রিয় গানে ভারতের লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে নেয় আজিজের কন্ঠস্বর। অনিল কাপুর অভিনীত 'রাম-লক্ষণ' ছবির 'মাই নেম ইজ লক্ষণ' গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটি এখনও অনিল কাপুরের ফিল্ম কেরিয়ারের অন্যতম একটি জনপ্রিয় গান। ওই একই ছবির 'মেরে দো আনমোল রতন' গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। এ ছাড়াও খুদা গাওয়া ছবির 'তু মুঝে কুবুল', 'মহানতা' ছবির 'তিন তিনা তিন', 'পুলিশ ওউর মুজরিম' ছবির 'মেরে মেহবুব তুঝে' ইত্যাদি গানগুলি বিশেষ উল্লেখযোগ্য। হিন্দ

কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু মিজোরাম ও মধ্য প্রদেশে

Image
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ দুই রাজ্যে ভোটগ্রহণ। মিজোরামের ৪০টি আসন ও মধ্য প্রদেশের ২৩০টি আসনে আজ ভোটগ্রহণ। কড়া নিরাপত্তায় সকাল সাতটা থেকেই মিজোরামে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। নিরাপত্তার ঘেরাটোপেই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে মধ্য প্রদেশে। গোবলয়ের এই রাজ্যে ২৩০টি আসনে আজ ভোটগ্রহণ। মধ্যপ্রদেশে ২২৭ টি আসনে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বাকি তিনটি আসনে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। মোট ৬৫,০০০ বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ২,০০০ বুথ মহিলাদের দ্বারা পরিচালিত। ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন তিন লক্ষ সরকারি কর্মী। ১২,০০০ কেন্দ্রীয় সরকারি কর্মীকে মোতায়েন করা হয়েছে মাইক্রো অবজারভার হিসেবে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মধ্য প্রদেশ ও মিজোরামে ব্যাপক পুলিসি আয়োজন করেছে নির্বাচন কমিশন।বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত ঘেঁষা হওয়ায় মিজোরামে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ১,১৬৪টি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১১,০০০ নিরাপত্তারক্ষী। ২০০৩ সাল থেকে মধ্য প্রদেশের ক্ষমতায় বিজেপি। এই রাজ্যে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই হতে চলেছে। বিজেপি মুখ্যমন্ত্রী

ইউটিউবের খেতাব বসিরহাটের তরুণের

Image
বয়স মাত্র কুড়ি। এই বয়সের আর পাঁচটা তরুণের যেমন স্বভাব, তিনিও তার ব্যতিক্রম নন। বাড়ির ছেলেকে সর্বক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকতে দেখে বকাবকি করতেন অভিভাবকেরা। ইন্টারনেট ঘাঁটাঘাঁটির সূত্রেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের তরুণের হাতে উঠে এসেছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড। শুধু প্রশংসা বা মানপত্র নয়, বাড়ির লোকেরা যাকে 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো' বলতেন, সেই ভিডিয়ো তৈরির সুবাদে আর্থিক প্রাপ্তিও ঘটেছে টাকি সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিক রাজার। ভিডিয়ো কতবার দেখা হল, কত শেয়ার হল তার নিরিখে এই পুরস্কার দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তবে এই পুরস্কারের অন্যতম শর্ত, সংশ্লিষ্ট চ্যানেলের অন্তত ১ লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে। কী নিয়ে ভিডিয়ো বানান আশিক? ওই যুবক জানালেন, সমস্যা থেকে না পালিয়ে তার মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর মন্ত্রই রয়েছে ভিডিয়োতে। আর তাতেই কেল্লা ফতে। কোনও কোনও ভিডিয়ো দেখা হয়েছে লক্ষাধিকবার। উত্তর গোলাইচণ্ডী গ্রামের আবদুর রশিদ মোল্লার একমাত্র সন্তান আশিক। তাঁকে এ বার ইউটিউব অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন দিয়ে সংবর্ধনা জানিয়েছে গুগল। শনিবার এই পুরস্কার পৌঁছয় আশিকের বাড়িতে। স্থানীয় সূত্র

বিবাহবিচ্ছেদেও মিলল না রেহাই! অ্যাসিড ‘ছুড়ে’ ঝলসে দিল প্রাক্তন স্বামী

Image
অ্যাসিড হামলায় এ ভাবেই পুড়ে গিয়েছে নির্যাতিতার শরীর। নিজস্ব চিত্র ঝগড়া হলে প্রায়ই তরুণীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিত তাঁর স্বামী। তরুণী ভেবেছিলেন, বিবাহ-বিচ্ছেদ করে মুক্তি মিলবে। বিবাহ-বিচ্ছেদ হল, কিন্তু রেহাই মিলল না। দিনের বেলা প্রকাশ্যেই ওই তরুণীকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁর সেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আনন্দপুরের মার্টিনপাড়া গুলশন কলোনিতে। সে দিনই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হলেও মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এ দিকে, বারবার ওই যুবকের হুমকির মুখে পড়ে যন্ত্রণায় কাতরালেও হাসপাতালেই ভর্তি হতে ভয় পাচ্ছেন ওই তরুণী। পুলিশ অবশ্য জানায়, অভিযুক্ত পলাতক। খোঁজ চলছে। গুলশন কলোনির বাসিন্দা, বছর তিরিশের ওই তরুণীর অভিযোগ, গত শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে বেরোন। কিছুটা দূরেই তাঁর সঙ্গে দেখা হয় ওই তরুণীর প্রাক্তন স্বামী জানে আলম খানের। দু'জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। তার পরে ফিরে আসেন তরুণীর বর্তমান স্বামী। এ দিন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই তরুণী বলেন, ''আমি একা ঘরে থাকলে ক্ষতি হতে পারে, এই ভেবে আমার স্বামী আ