Posts

Showing posts from August 17, 2018

দুই এ রকম সন্তান হলে শাস্তির দাবি চিনা গবেষকদের !

Image
বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হওয়ার পথে দ্রুত এগোচ্ছে ভারত। কিন্তু এখনও চিনকে টপকে যেতে পারেনি এদেশ। কিন্তু যে গতিতে ভারত এগোচ্ছে তাতে খুব একটা বেশি সময় লাগবে না, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে চিনে নতুন করে জনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। আসলে জন বিস্ফোরণ হওয়ায় দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণে জোর দিয়েছিল চিন। এমনকী দুইয়ের বেশি সন্তান হলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়া তথা শাস্তির ব্যবস্থাও ছিল। কিন্তু এই জন্মনিয়ন্ত্রণের কড়াকড়ির জন্যই আশু সংকটের মুখে কমিউনিস্ট দেশটি। সে দেশের জনসংখ্যার একটা বড় অংশ যৌবন পেরিয়ে বার্ধক্যের দিকে পা বাড়াচ্ছে। আগামী এক দশকের মধ্যে কর্মক্ষমতা হারাবে চিনা জনসংখ্যার একটা বড় অংশ। তাই নতুন করে উঠছে জনসংখ্যা বাড়ানোর দাবি। চিনের দু'টি সংস্থা সে দেশের সরকারের কাছে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দ্রুত জনসংখ্যা না বাড়াতে পারলে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাবে, ফলে থমকে যেতে পারে আর্থিক বৃদ্ধি। তাই দ্রুত জনসংখ্যা বাড়াতে উদ্যোগী হোক সরকার। সেই লক্ষ্যে একটি পরামর্শও দিয়েছে সংস্থা দু'টি। তাদের পরামর্শ, ৪০ বছর বয়সের কম দম্পতিদের যদি দু'টির

ফাঁকা বাড়িতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ!

Image
কৃষ্ণনগর: নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের অভিযোগ৷ নদিয়ার ফকিরডাঙ্গা ঘোলাপাড়ার বাহিরচড়া এলাকার ঘটনা। ঘটনার প্রায় মাসখানেক পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ৷ ধৃতকে ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর বিশেষ আদালতের বিচারক৷ গত ২৯ জুন সন্ধেয় শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ওই নাবালিকা৷ অভিযোগ, সেই সময় কিশোরীকে জাপটে ধরে ওই যুবক৷ মুখ চেপে  তাকে নিয়ে যাওয়া হয় পাশের ফাঁকা বাড়িতে৷ সেখানেই ধর্ষণ করা হয় তাকে৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি৷ এরই মধ্যে নাবালিকার চিৎকার শুনতে পায় তার বাবা৷ চেঁচামেচি শুনেই পাশের ওই ফাঁকা বাড়িতে পৌঁছান তিনি৷ মেয়ের ধর্ষণে বাধা দিতে যান বাবা৷ ওই যুবক তখন কিশোরীর বাবার উপর হামলা চালায়৷ তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক আনজার আলি৷ ইতিমধ্যেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হয়ে যান৷ রক্তাক্ত অবস্থায় কিশোরী ও কিশোরীর বাবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়৷ দুজনকেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানে প্রায় সপ্তাহখানেক ধরে চিকিৎসা চলে দু'জনের৷ আপাতত

প্রধান শিক্ষকের লালসার শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী

Image
তমলুক: ফের শিক্ষকের লালসার শিকার হল এক চতুর্থ শ্রেণীর ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে রামনগর থানার দেপাল পঞ্চায়েতের শিখরবাড় প্রাথমিক বিদ্যালয়ে৷ অভিযুক্ত অচিন্তকুমার মান্না ওই স্কুলের প্রধান শিক্ষক৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী পড়া না পারায় তাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত প্রধান শিক্ষক অচিন্তকুমার মান্না৷ ওই ছাত্রী বাড়িতে এসে তার পরিবারকে ঘটনার কথা সব জানায়৷ এরপর ওই ছাত্রীর বাবা মা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ঘটনাটি জানিয়েছিলেন৷ গ্রামবাসীদের চাপে নিজের কুকীর্তি স্বীকার করে নিয়েছিল অভিযুক্ত প্রধান শিক্ষক অচিন্তকুমার মান্না। অপরাধ স্বীকারের মুচলেকা জমা দিয়েছিল পঞ্চায়েত সদস্যের কাছে। পাশাপাশি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত। যা মেনে নিতে পারেননি গ্রামের মানুষ। তাই এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ছিলেন স্থানীয় মানুষ। অভিযুক্তের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ তাই শুক্রবার স্কুল খোলার পরই চড়াও হন তাঁরা। অভিযুক্ত প্রধান শিক্ষক অনুপস্থিত দেখে আরও ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অন্য দুই শিক্ষক-শিক্ষিকাকে তালাবন্দি করে রাখেন স

অটো অস্বস্তি কাটিয়ে সল্টলেকের রাস্তায় বাসের রমরমা

Image
কলকাতা: আজ, শুক্রবার থেকে শহরের আটটি নতুন রুটে এসি-নন এসি বাস পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দফতর৷ এরমধ্যে অধিকাংশই সল্টলেক রুটের বাস৷ অফিসযাত্রীদের আশা, এই বাসগুলি ঠিকমতো চললে সল্টলেকে অটো দৌরাত্ম্যের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলবে৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকে সেক্টর ফাইভ-নিউটাউনমুখী যেসব বাস চলে, তাতে ব্যাপক ভিড় হয়৷ বিশেষত, অফিস টাইমে ঠাসা ভিড় থাকে যাত্রীদের। সেই ভিড়ের চাপ কমাতে ছ'টি রুটে ৩৮টি এসি মিডি বাস এবং বাকি দু'টি রুটে চারটি নন-এসি বাস চালালো পরিবহণ দফতর৷ এই এসি বাসের রুটগুলি হল, এসি ৩৫ (মিল্ক কলোনি-সাপুরজি), এসি ৩৬ (নিউ টাউন-বারাসত), এসি ৩৮ (চিড়িয়ামোড়-ইকো স্পেস), এসি ৩০ এস (উল্টোডাঙা স্টেশন-সাপুরজি), এসি ২বি (রথতলা-বালিগঞ্জ) এবং এসি ৩০ (লেক টাউন-হাওড়া)৷ নন-এসি বাসের রুটগুলি হল, এম এক্স ৩ (কলকাতা স্টেশন-বিমানবন্দর ১ নম্বর গেট) এবং এস ১৪ ডি (সল্টলেক জিডি টার্মিনাস-গড়িয়া)। জানা গিয়েছে, নতুন রুটগুলিতে বাস চালাবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। উল্লেখ্য, বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে রুটগুলির সূচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু অনিবার্য কারণবশত সেই অনুষ্ঠান বাতিল করা হয়। তবে সাধারণ মানুষে

‘বেতন না পেলে বন্ধ করে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমানের উড়ান’

Image
মুম্বই: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের৷ তাই কাজ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই তাদের কাছে৷ এমনই দাবি করলেন বিক্ষুব্ধ এয়ার ইন্ডিয়া পাইলটদের একাংশ৷ তাঁদের হুমকি যদি তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয়, তবে অধিকাংশ উড়ান বন্ধ করে দেওয়া হবে৷ ক্রমাগত বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের৷ তাদের অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাইলট ও কেবিন ক্রুদের৷ এই ভাবে বিষয়টি নিয়ে অবহেলা করা হলে, তারা কাজ বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন৷ এর পাশাপাশি তারা উড়ান ভাতা পাচ্ছেন না বলে দাবি তাঁদের৷ এই ফ্লাইং অ্যালাউন্স বা উড়ান ভাতা তাদের বেতনের একটা বড় অংশ৷ ফলে ক্ষোভ বাড়ছে বিমানচালকদের৷ প্রায় ৭০০ জন বিমানচালক এই বিক্ষোভে সামিল হয়েছেন বলে খবর৷ সূত্রের খবর এই বিমান ভাতা প্রতি দুমাস অন্তর দেওয়া হয়৷ কিন্তু জুন মাসের পর থেকে কোনও উড়ান ভাতা দেওয়া হয়নি বলে অভিযোগ বিমান চালকদের৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন বা আইসিপিএ৷ তবে এখনই উড়ান ভাতা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে তাঁরা৷ স

ভয়াল রূপ নিচ্ছে কেরলের বন্যা, মৃত তিন শতাধিক, যাচ্ছেন প্রধানমন্ত্রী

Image
যে দিকেই চোখ যাচ্ছে শুধু জল আর জল।তার মধ্যে থেকেই কোথাও মাথা উঁচু করে রয়েছে কিছু বাড়ি আর গাছপালা। বন্যাবিধ্বস্ত কেরলের ছবিটা এখন এরকমই। গত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে রাজ্যের বেশির ভাগ অংশই প্রায় জলের তলায় চলে গিয়েছে। বন্যার সঙ্গে যুঝতে না পেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৩২৪ জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।  বিশেষজ্ঞরা বলছেন, আগামী  কয়েক দিন এ ভাবে বৃষ্টি চলতে থাকলেপরিস্থিতি আরও সঙ্কটময় হয়ে উঠবে।  কেরলের এই বন্যা ১৯২৪-এর ভয়াল স্মৃতিকে উস্কে দিয়েছে রাজ্যবাসীর মনে। সে বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। টানা তিন সপ্তাহ ধরে বৃষ্টি চলে। মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩,৩৬৮ মিলিমিটার। সরকারি তথ্য না মিললেও বিভিন্ন তথ্য থেকে জানা গিয়েছে, সে বছর প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। যা কেরলের ইতিহাসে 'দ্য গ্রেট ফ্লাড অব '৯৯' নামে চিহ্নিত হয়ে আছে। কেরলের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে শুক্রবার সে রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহবি

নামী কোম্পানির মোড়কে নকল আইসক্রিমের দেদার বিক্রি কলকাতায়, ধরা পড়ল চক্র

Image
বীজপুরে নকল আইসক্রিম বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাইরে কাঠফাটা রোদ্দুর। আর আপনি রেস্তরাঁয় বসে বান্ধবীর সঙ্গে আইসক্রিমের স্বাদ নিচ্ছেন।  আপনার হয়তো বিরিয়ানি বা চেলো কাবাব পছন্দের। কিন্তু বান্ধবীর আবার আইসক্রিম ছাড়া চলে না। তাই ঘুরতে বেরোলে প্রিয়জনের মন রাখতে এক বার অন্তত আইসক্রিম চেখে দেখতেই হয়। অনেকের আবার ফ্রিজেই মজুত থাকে আইসক্রিমের ভাণ্ডার। ভ্যানিলা, চকোলেট, দু-ইন-ওয়ান, আরও কত কী! ইচ্ছে করলেই ফ্রিজের দরজা খুলে আইসক্রিম নিয়ে বসে পড়তে দেখা যায়। এই শহরে আইসক্রিম বিলাসিতার লোক কম নেই। এত দিনে দুধ, ঘি, মাখনে ভেজালের খবর আমরা জেনে গিয়েছি। মাছে ফরমালিন, পচা মাংস এ সবও দেখা হয়ে গিয়েছে। এ বার নামী কোম্পানির মোড়কে 'নকল আইসক্রিম' বিক্রির জাল কারবারের হদিশও মিলল। দীর্ঘ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের কারবার চলেছে বলে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) অনুমান। সম্প্রতি কলকাতার নির্মলচন্দ্র স্ট্রিটে হানা দিয়ে প্রথমে দীনেশ ভরদ্বাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ইবি। তাঁকে জেরা করে উত্তর ২৪ পরগনার বীজপুরে একটি কারখানার হদিশ মেলে। মালিক পালিয়ে গেলে

মহিলাদের কন্ডোম ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বল করাটা জরুরি

Image
পুরুষদের কন্ডোমের কথা প্রায় সকলেই জানে, কিন্তু মহিলাদের কন্ডোমের কথা প্রায় অনেকেই জানে না। অনেক সময় অন্তরঙ্গ মুহূর্তকে আরও বেশি করে উপভোগ করার জন্য পুরুষেরা কন্ডোমের ব্যবহার করতে চায় না, সেই সময় অযাচিত গর্ভ ধারণ রোধের জন্য মহিলাদেরই ব্যবস্থা নিতে হয়।  আর সেই কথা মাথায় রেখেই মহিলাদের কন্ডোমের কথা বলা হচ্ছে।  আল্ফ়া ওয়ান এন্ড্রোলজি গ্রূপের নির্দেশক এবং যৌন চিকিৎসক অনুপ ধীর কন্ডোম ব্যবহারের বিষয়ে কিছু জরুরি পরামর্শ প্রদান করেছেন।  তিনি জানিয়েছেন, মহিলাদের কন্ডোম লেটেক্স দিয়ে তৈরী হয়, এই কন্ডোমের ভেতরের দিকে রিং থাকে, যা ঘুরিয়ে পরতে হয়।  এগুলি সাধারণ কন্ডোমের থেকে একটু বেশি দামি হয়।     মহিলা কন্ডোম ব্যবহারের সময় যে গুরুত্বপূর্ণ বিষয় গুলি মাথায় রাখা উচিত : 1.ড. ধীর বলেছেন, শুধুমাত্র যেকোনো একজনেরই কন্ডোম ব্যবহার করা উচিত, যদি দুজনেই ব্যবহার করেন তাহলে কন্ডোম ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 2.ড. ধীর জানিয়েছেন যে, মহিলাদের কন্ডোম ব্যবহার করা একটু সমস্যা জনক, এটাকে ভেতর থেকে ভালো করে রোল করতে হয়, আর এর রিংটা থাকবে বাইরের দিকে।  যদি সম্পূর্ণ কন্ডোম ভেতরে ঢুকে যায় তাহলে সেটা কোনো ভাবেই সুরক্ষা

সালিশিসভায় কুপিয়ে খুনের চেষ্টা

Image
মালদহ: সালিশিসভায় কুপিয়ে খুনের চেষ্টা৷ গুরুতর অবস্থায় আক্রান্ত বৃদ্ধকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মালদহের ইংরেজবাজার থানা এলাকার ঘটনা৷ ঘটনার সূত্রপাত এলাকার এক 'দাপুটে' যুবকের লাগামহীন গতিতে লরি চালানোর প্রতিবাদ ঘিরে৷ দ্রুত গতিতে লরি চালানোর প্রতিবাদ করায় এক যুবককে মারধর করে ওই যুবক৷ তারই মীমাংসায় বসানো হয়েছিল সালিশিসভা৷ সেই সভাতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় ওই বৃদ্ধকে৷ মালদহের ইংরেজবাজার থানার আন্তর্জাতিক স্থলবন্দর মহুদিপুরের বেঁকি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতের নাম নিরঞ্জন মণ্ডল(৭০)। তাঁর ছেলে জানান, এদিন বিকেলে তাঁর দাদা রাজকুমার মণ্ডল মহুদিপুর এলাকা দিয়ে জমি থেকে ফিরছিলেন। অন্যদিকে এলাকার এক যুবক প্রসন ঘোষ তখন দ্রুত গতিতে লরি নিয়ে যাচ্ছিলেন৷ রাজকুমারকে ধাক্কা মারে সে৷ এরপরই প্রসন ও রাজকুমারের মধ্যে শুরু হয় বচসা৷ এরপর প্রসনই জানায়, এই ঝামেলার মীমাংসা হবে সালিশিসভায়৷ সেইমতোই এই সভা ডাকা হয়েছিল৷ অভিযোগ, সেই সালিশিসভাতে হঠাৎই মারমুখী হয়ে ওঠে প্রসন ও তার দলবল৷ সভা ছিলেন নিরঞ্জন মণ্ডল৷ তাঁকে ইঁট, লাঠি, রড দি

প্রাণঘাতী হামলা অতীত, মৃত্যু কে হার মানিয়ে , ফের ডিউটিতে ওসি

Image
উলুবেড়িয়া: অবশেষে মৃত্যুকে হার মানিয়ে কাজে যোগ দিলেন শ্যামপুর থানার ওসি সুমন দাস। গত ৫ জানুয়ারি রাতে শ্যামপুর থানার বাড়গ্রামের মুনসিপাড়ায় একটি মামলার অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সুমনবাবু। তাঁকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। তাঁর সহকর্মীরা সেদিন কোনওভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন। সুমনবাবু মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতার নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানে তিনি ৪৮ দিন ভর্তি ছিলেন। এর মধ্যে ১১ দিন তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন। এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সুমনবাবুর পরিবারের সঙ্গেও নিয়মিতভাবে কথা বলতেন। সুমনবাবুকে দ্রুত সুস্থ করে তোলার জন্য তিনি নার্সিংহোম কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছিলেন। সুমনবাবুর পাশে ছুটে গিয়েছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় ও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দ। নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেও দীর্ঘদিন চ

হাসিনের খোরপোশ আর্জি খারিজ, আদালতের রায় শামির পক্ষে

Image
আদালতের নির্দেশে জোর ধাক্কা খেলেন হাসিন। ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের খোরপোশের আবেদন নাকচ করলেন বিচারক। আদালত সূত্রের খবর, প্রতি মাসে সাত লক্ষ টাকা খোরপোশের দাবি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন হাসিন। যার পুরোটাই নাকচ হয়েছে। তিন বছর বয়সী মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচের জন্য আরও তিন লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন। আদালতের নির্দেশে এই টাকার তিন ভাগের একভাগও পাবেন না তিনি। বৃহস্পতিবার আলিপুর আদালতের তিন নম্বর বিচারবিভাগীয় বিচারক নেহা শর্মা হাসিনের মাসে সাত লক্ষ টাকা খোরপোশের আবেদন খারিজ করেন। তবে মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বাবদ মাসিক ৮০ হাজার টাকা শামিকে দিতে হবে। প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মহম্মদ শামির আইনজীবী সেলিম রহমান বলেন, ''আমার মক্কেল মেয়ের খরচ দেবেন, এটা আগেই আদালতকে জানিয়েছিলাম। আদালতে তা মঞ্জুরও হয়েছে। শামি যে সিনেমায়  অভিনয় করছে ও মডেলিংয়ের দুনিয়ায় ফিরে গিয়েছে,তার প্রমাণ আমাদের কাছে রয়েছে।'' সুখের সেদিন। সস্ত্রীক শামি। ফাইল ছবি। প্রসঙ্গত, হাসিন যেহেতু ফের মডেলিং শুরু করেছেন, তাই তাঁকে খোরপোশ

গলায় দুধ আটকে শিশুর মৃত্যু

Image
ঝিনুকে করে সাত মাসের মেয়েকে দুধ খাওয়ানোর সময়ে শ্বাসনালীতে দুধ আটকে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করা হলেও ওই দুধ আর বের করা যায়নি। মঙ্গলবার সকালে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে মারা যায় মুন দে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কামারথুবা এলাকার মুনের ঘটনাটি ব্যতিক্রমী নয়। হাসপাতালের সুপার শঙ্করলাল ঘোষ বলেন, ''শিশুদের দুধ খাওয়ানোর সময়ে সেই দুধ শ্বাসনালীতে আটকে মৃত্যু হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। কখনও কখনও শিশুরা বাড়িতেই মারা যাচ্ছে। কখনও হাসপাতালে আনলেও বাঁচানো যাচ্ছে না।'' হাবড়া এলাকাতেও এ ভাবে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। কিছু দিন আগে ন'মাসের একটি শিশুও এ ভাবে মারা গিয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জেলায় অন্যান্য হাসপাতাল থেকেও এ ধরনের খবর মিলেছে। শিশু চিকিৎসকদের অনেকে মনে করছেন, দুধ খাওয়ানোর সময়ে মায়েরা যদি কয়েকটি বিষয় মাথায় রাখেন, তা হলে এই বিপদ এড়ানো যেতে পারে। কী ভাবে শিশুদের দুধ খাওয়ানো উচিত? চিকিৎসকেরা জানাচ্ছেন, বুকের দুধ বা বোতলে দুধ খাওয়ানোর সময়ে বিশেষ মনোযোগী হতে হবে মাকে। শিশুদের মুখের দিকে তাকিয়ে থাকা উচিত। সে সময়ে মোবাইলে কথা বলা বা অন্য কোনও

চলে গেলেন 'কুইন অফ সোলস' এরিতা ফ্রাঙ্কলিন

Image
১৯৬৮ থেকে ২০০৮, টানা ৪০ বছরে মোট ১৮টি গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন এরিতা । ডেট্রয়েট: ভগবান তোমাদের আশীর্বাদ করুন, সুস্থ রাখুন, তোমরা আমার জন্য প্রার্থনা করো...এক বছর আগে নিজের শহর ডেট্রয়েটে দর্শকদের উদ্দেশ্যে এই কথা বলেই অনুষ্ঠান শেষ করেছিলেন সোল মিউজিকের রানি । এক বছর পর দুরারোগ্য ক্যানসারের কাছে হার মানলেন বিশ্বের প্রথম মহিলা 'রক অ্যান্ড রোল হল অফ ফেম' এরিতা ফ্রাঙ্কলিন । ১৯৪২-এর ২৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিসে জন্ম এরিতার । যদিও বেড়ে ওঠা ডেট্রয়েটে । মাত্র ৬ বছর বয়সেই বিচ্ছেদ হয়ে যায় বাবা, মায়ের । বাবা ছিলেন ব্যাপটিস্ট মিনিস্টার । বাবার হাত ধরেই তাই কিশোরী বয়সেই চার্চে গান গাওয়া শুরু করেন এরিতা । সান্নিধ্য পেয়েছিলেন অ্যালবার্টিনা ওয়াকার, মাহলিন জ্যাকসনের মতো কিংবদন্তি গসপেল শিল্পীদের । অল্পদিনের মধ্যেই তাই প্রকাশ পেতে থাকে তাঁর বহুমুখী প্রতিভা । মাত্র ১৪ বছরে তাঁর প্রথম অ্যালবাম 'সংস অফ ফেথ' মুক্তি পায় । আর অ্যান্ড বি, জ্যাজ, ব্লুজ ও গসপেল মিউজিকের মধ্যে নিজেকে আবিষ্কার করতে থাকেন তিনি । শৈশবেই একা হয়ে যাওয়া এরিতা গানের কথা আর পিয়ানোর সুরেই নিজেকে প্রকাশ করতে থাক

বাসি বিয়ের খাওয়া নিয়ে বচসা, আত্মঘাতী পাত্র।

Image
বালুরঘাট: বর ও কনে পক্ষের বিবাদে আত্মঘাতী পাত্র। বাসি বিয়ের খাওয়া নিয়ে বচসা চলাকালীন বর গলায় ফাঁস লাগায়। ঘটনায় শোকের ছায়া নামে গঙ্গারামপুর থানার উদয়গ্রাম পঞ্চায়েতের উদইল এলাকায়। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অসিত রায়ের বাড়ি উদইল এলাকায়। তিনি শিলিগুড়িতে মন্দিরে মন্দিরে পুজোর কাজ করতেন। মাস পাঁচ ছয়েক আগে গঙ্গারামপুরের বাসিন্দা বেলবাড়ি এলাকায় একটি মেয়ে দেখতে গিয়েছিলেন অসিত রায়ের পরিবার। মেয়ের বাড়ির আপত্তি থাকায় বিয়ের সম্বন্ধ আর এগোইনি। তবে ফোনে ফোনে যোগাযোগ বাড়ে অসিতের সঙ্গে মেয়েটির। গড়ে ওঠে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে। দিন ছয়-সাতেক আগে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে অসিত। গত সোমবার ছিল তাদের বিয়ে। প্রথমে অমত থাকলেও বাসি বিয়ের দুপুর অর্থাৎ গত মঙ্গলবার ছেলের বাড়ি আসেন মেয়ের পরিবার। বিয়ের কাজ সমাপ্ত হতেই খাওয়ার আয়োজন শুরু হয়। অভিযোগ, খাওয়া নিয়েই বচসা বাধে বর ও কনে পক্ষের মধ্যে। কনের পরিবারের লোকজন পাত্র ও তার পরিবারকে গালাগালি করে। অপমানে বাড়ি থেকে বেড়িয়ে যায় অসিত। রাতে বাড়ির পাশে একটি গা

মাত্র ১০ টাকার জন্যেই খুন হতে হল ?

Image
বারাকপুর: ক্যারাম বোর্ড খেলার ভাড়া ১০ টাকা। মাত্র ১০ টাকার জন্যেই খুন হতে হল জৈনুর হক নামের ৮২ বছর বয়সী এক বৃদ্ধকে। অভিযুক্ত আসরাফ আলি এবং ছোট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এলাকার কামারহাটির টুথ বাগানে। মৃত ব্যক্তি এলাকায় যুবকদের খেলার জন্য দীর্ঘদিন ধরেই ক্যারাম বোর্ড ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। ক্যারাম বোর্ড খেলার জন্য প্রতি গেম পিছু ১০ টাকা করে ভাড়া নিত জৈনুর হক। এভাবেই রোজগার করত বৃদ্ধ জৈনুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতেও ভাড়া নিয়ে ক্যারামবোর্ড খেলার পর অভিযুক্ত আসরাফ আলি এবং ছট্টুর কাছ থেকে ভাড়ার ১০ টাকা চেয়েছিলেন জৈনুর হক। সেই ভাড়া দিতে অস্বীকার করে অভিযুক্তেরা। এই নিয়েই খেলার পর দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাঁধে ।এরপরে ওই বচসার মধ্যেই কিছু বুঝে ওঠার আগেই আশরাফ জইনুর হককে লক্ষ করে খুব কাছ থেকে তার গলায় গুলি করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে জইনুর হক। গুলিবিদ্ধ জৈনুর হককে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘটনার পরে এলাকা থে

বৈধ সার্টিফিকেটের দাবিতে ছাত্র আন্দোলন, ভ্রূক্ষেপ নেই প্রশাসনের

Image
কলকাতা: নজরুল হক, অঙ্কুশ মন্ডলরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে গত সাতদিন ধরে আন্দোলন করছে। এরা প্রত্যেকেই মালদার গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র। ৬ বছর পড়াশুনো করার পর হঠাৎ করে যারা জানতে পেরেছে রীতিমত পরিশ্রম করে পাওয়া ওদের ডিপ্লোমা এবং ডিগ্রির সার্টিফিকেটগুলি আসলে জাল। প্রায় ৮০০ ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন হঠাৎ করে অন্ধকারে। কিছুটা একই গল্প বিড়লার ইন্সটিটিউট অফ আর্ট অ্যান্ড কালচারের অধীনের একটি কলেজ স্বর সঙ্গমের। যেখানের প্রায় ১৫০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী সেটার জবাব দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। স্বর সঙ্গমের ছাত্রছাত্রীরা বুধবার অ্যাকাদেমি অফ ফাইন আর্টসের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং ভবিষ্যৎ-এ গনিখান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে একত্রে আন্দোলন করার কথা বলেন তমাল সেনগুপ্তরা। আন্দোলনকারী তমাল কলকাতা২৪x৭-কে বলেন "প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। এটি বেসরকারি কলেজের বিষয় বলে দায় এড়িয়েছেন তারা।" পাশাপাশি তিনি বলেন রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনও তরফ থেকে মেলেনি কোন রকম সহায়তা। ২০১০ সালে তৎকালীন কেন্দ্রী

কেরলে মৃতের সংখ্যা কমপক্ষে ১১৪, পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মোদী

Image
বিগত শতাব্দীতে কখনও এমন বন্যা দেখেনি কেরল। ১১৪টি প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি এই বন্যায় সম্পদ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কাসারাগোদ ছাড়া রাজ্যের ১৩টি জেলাতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরনাকুলাম এবং ইদুক্কি জেলায় শনিবারের জন্যও রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে। কেরলে বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ১১৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণের রাজ্যটির জনজীন সম্পূর্ণ বিপর্যস্ত। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন করে সন্ধ্যায় কেরলের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতির বিষয়ে কথা হয়েছে দু'জনের। মোদী নিজে এ দিন উদ্ধারকার্য খতিয়ে দেখতে কেরল যাচ্ছেন। বিগত শতাব্দীতে কখনও এমন বন্যা দেখেনি কেরল। ১১৪টি প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি এই বন্যায় সম্পদ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কাসারাগোদ ছাড়া রাজ্যের ১৩টি জেলাতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এরনাকুলাম এবং ইদুক্কি জেলায় শনিবারের জন্যও রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে। শুক্রবার সকালে তিরুঅনন্তপ

নিপার গ্রাসে হারিয়েছিলেন স্ত্রীকে, প্রথম বেতন বন্যা ত্রাণে দান যুবকের

Image
প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল৷ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ দুর্গতদের সাহায্যে জন্য ইতিমধ্যে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ প্লাবিতদের উদ্ধারে নামানো হয়েছে সেনা৷ এই পরিস্থিতিতেই মানবিকতার নজির গড়লেন কেরলের বাসিন্দা সাজিশ৷ সারা মাসের কষ্টার্জিত বেতন বন্যা ত্রাণে দান করলেন তিনি৷ মে মাসে নিপা ভাইরাস থাবা বসায় কেরলে৷ হাসপাতালে হাসপাতালে লম্বা লাইন পড়ে যায় রোগীদের৷ একে একে প্রাণ হারান অন্তত ১৭ জন৷ মৃতদের তালিকায় ছিলেন লিনি নামে এক মহিলাও৷ তিনি একটি হাসপাতালে নার্সের কাজ করতেন৷ আক্রান্তদের চিকিৎসা করতে গিয়েই প্রাণ হারান লিনি৷ মৃত্যুর আগে স্বামীর উদ্দেশে একটি চিঠি লিখে যান তিনি৷ মৃত্যুর পর সন্তানদের দেখভালের দায়িত্ব স্বামীকে দিয়ে যান ওই মহিলা৷ মর্মস্পর্শী সেই চিঠি ভাইরাল হয়ে যায়৷ স্ত্রীর উপার্জনেই সংসার চলত সাজিশের৷ ছোট ছোট দুই সন্তানকে রেখেই চলে যান লিনি৷ কেরল সরকার সাজিশের পাশে দাঁড়ায়৷ রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে ক্লার্কের পদে চাকরি দেওয়া হয় লিনির স্বামীকে৷ চাকরির পাশাপাশি একা হাতেই আপাতত ছোট ছোট দুই সন্তানের দেখভাল করছে

থানার সামনে মধুচক্রের আসর থেকে উদ্ধার ১৬ ছাত্রছাত্রী

Image
সিউড়ি: থানার সামনে লজের মধ্যেই চলচিল মধুচক্র। খবর পেয়ে সেখানে অভিযান চালাল পুলিশ। উদ্ধার হল ওই ঘটনায় জড়িত ১৭ জনকে। যাদের মধ্যে ১৬ জনই স্কুল-কলেজের পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়িতে। বৃহস্পতিবার সিউড়ি বাসস্ট্যান্ড লাগোয়া লজে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে যৌনতায় লিপ্ত আট যুগলকে। যাদের সকলেই পড়ুয়া। একই সঙ্গে আরও একজন বিবাহিত মহিলাকেও পাকরাও করেছে পুলিশ। ধৃতদের কেবলমাত্র আটক করা হয়েছে নাকি গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি সিউড়ি থানার পুলিশ। যে লজে ওই কুকর্ম চলছিল সেই লজের দুই কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই বেপাত্তা লজের মালিক মুকুন্দ মণ্ডল। এদিনের ঘটনা প্রকাশ্যে আসার পিছনে রয়েছে অন্য এক বড় কাহিনী। উদ্ধার হওয়া ১৬ জনের সঙ্গে আরও কয়েকজনের ওই লজের যাওয়ার কথা ছিল। যাদের সকলের উদ্দেশ্য ছিল লজের মধ্যে একান্তে সঙ্গির সঙ্গে সময় কাটানো। কিন্তু সেই দলের ১৬ জন অনেক আগেই পৌঁছে যায় সিউড়ি বাসস্ট্যান্ডের পাশের সেই লজে। এতেই চটে যায় দলের বাকি সদস্যেরা। তারাই খবর দেয় সিউড়ি থানার পুলিশকে। সেই অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে আট যুগল

থামছে না কান্না, অগ্নিদগ্ধ শিশুর অবস্থা সঙ্কটজনক

Image
অসহায়: এসএসকেএম হাসপাতালে শিশুটি। হাসপাতালের বিছানায় তাকে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকতে হচ্ছে এক ভাবে। সামান্য ডান দিক ফিরলেই প্রবল যন্ত্রণায়, চিৎকারে ঘর কাঁপিয়ে দিচ্ছে সে। হাতপাখায় হাওয়া করে, মুখের সামনে খেলনা ধরেও কান্না থামানো যাচ্ছে না। অচেনা মুখ দেখলে চিৎকার বেড়ে যাচ্ছে কয়েক গুণ! উল্টোডাঙায় গরম ভাতের হাঁড়িতে পড়ে দগ্ধ শিশুকন্যার এ ভাবেই দিন কাটছে এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুটির অবস্থা খুবই সঙ্কটজনক। দেহের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে। কথা বলার মতো অবস্থাতেই নেই সে। গত শুক্রবার হাসপাতালে ভর্তি করানোর পর থেকে মা ছাড়া কাউকে কাছেই ঘেঁষতে দেয়নি সে। শিশুটির বাবার দাবি, মেয়ে বলেছে, তাকে জোর করে গরম হাঁড়ির উপরে টেনে ফেলে দিয়েছেন ভাড়াটে রাজেশ গুপ্ত এবং তাঁর স্ত্রী সুনু। উল্টোডাঙা থানায় অভিযোগও দায়ের করেছেন শিশুকন্যার বাবা। তার ভিত্তিতে গ্রেফতার হন দুই ভাড়াটে। যদিও পরে তাঁরা জামিন পেয়ে যান। পুলিশও হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলতে পারেনি। বুধবার বিকেলে ১০ নম্বর শয্যায় শিশুটির কাছে যেতেই অচেনা মুখ দেখেই কাঁদতে শুরু করে সে। অনেক কষ্টে তাকে থামিয়ে মা অঞ্জনা ভুঁই

সাইকেলে স্ত্রী, বাইকে ধাওয়া করে মুখে অ্যাসিড ছুড়ল স্বামী!

Image
ঝলসানো: অ্যাসিড হামলার পরে দুই বোন। নলহাটিতে। প্রথমে একপ্রস্ত কথা কাটাকাটি। তার পরে মোটরবাইকে তাড়া করে স্ত্রীকে লক্ষ করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। দিদিকে বাঁচাতে গিয়ে জখম হয়েছে বোনও। দু'জনেই রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। চোখের সামনে গোটা ঘটনাটি দেখেও আশপাশের লোকজন অভিযুক্তকে ধরতে বা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাটুকু করেনি বলে অভিযোগ। নলহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বুধবার বিকেলের ঘটনা। এলাকার বাসিন্দা, জামাই রনি শেখের বিরুদ্ধে নলহাটি থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্তের বাবা। ঘটনার চব্বিশ ঘণ্টা পরে বৃহস্পতিবারও অভিযুক্তের সন্ধান পায়নি পুলিশ। রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর বোন জানায়, দু'বছর আগে রনিকে ভালবেসে বিয়ে করে দিদি। বিয়ের পর থেকেই শাশুড়ি, শ্বশুর নানা ভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। আক্রান্তের বাবার দাবি, ''শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য না করতে পেরে সাত দিন আগে মেয়ে বাড়ি পালিয়ে আসে।'' বৃহস্পতিবার বিকেলে বোনকে সঙ্গে নিয়ে বাজারে দুধের প্যাকেট কিনতে গিয়েছিল ওই কিশোরী। ফেরা

মামলা খারিজ, গ্রুপ ডি কর্মী নিয়োগ শীঘ্রই

Image
নিয়ম যে লঙ্ঘন করা হচ্ছে, এটা জানতে পেরেও অভিযোগকারীরা পরীক্ষায় বসেছিলেন কেন? কৃতকার্য হলে অভিযোগকারীরা কি আদৌ আর মামলার রাস্তায় যেতেন? বৃহস্পতিবার পরপর এই দু'টি প্রশ্নের পরেই জোড়া মামলা খারিজ করে দেন রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল (স্যাট)-এর দুই বিচারক সৌমিত্র পাল এবং পি রমেশ কুমার। সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি পদে ছ'হাজার কর্মী নিয়োগের বাধা কেটে যায়। কিছু প্রার্থী দু'দফায় দু'টি মামলা ঠুকে দেওয়ায় নিয়োগ আটকে গিয়েছিল। আদালতের এ দিনের ফয়সালার পরে ওই ছ'হাজার পদ পূরণে আর কোনও সমস্যা থাকছে না বলে প্রশাসনিক কর্তাদের অভিমত। ওই সব পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ। শুধু মামলার জন্যই নিয়োগ করা যাচ্ছিল না। সরকারি আইনজীবী গৌতম পাঠক জানান, নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে দু'টি মামলা হয়েছিল। বিচারকেরা এ দিন দু'টি মামলাই খারিজ করে দেওয়ায় ছ'হাজার প্রার্থী অবিলম্বে চাকরি পাবেন। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ২০১৭ সালের ৩ জানুয়ারি রাজ্য সরকার বিজ্ঞাপন দেয়। ২৯ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়। সারা রাজ্যের প্রায় ২০ লক্ষ যুবক-যুবতী ওই পদের জন্য লিখিত পরীক্

নর্দমা থেকে একরত্তি ‘স্বাধীনতা’ কুড়িয়ে পেলেন অভিনেত্রী

Image
নর্দমা থেকে সদ্যোজাতকে উদ্ধার করছেন গীতা। স্বাধীনতা দিবসের সকালে নর্দমা থেকে একরত্তি 'স্বাধীনতা' কুড়িয়ে পেলেন চেন্নাইয়ের বালসারাবক্কমের বাসিন্দা গীতা। তামিলে 'সুথন্থিরাম', যার অর্থ স্বাধীনতা। কুড়িয়ে পাওয়া সদ্যোজাতের এমনই নাম রেখেছেন পেশায় অভিনেত্রী গীতা। বালসারাবক্কমের এসভিএস নগরের সিক্সথ স্ট্রিট এলাকায় মেয়ের সঙ্গেই থাকেন গীতা। সকাল সাড়ে আটটা নাগাদ দুধওয়ালার মুখে প্রথম শোনেন, বাড়ির পাশের নর্দমায় কী যেন একটা কাঁদছে। প্রথমে ভেবেছিলেন বিড়াল ছানা। ঠিক করে নিয়েছিলেন, যা-ই থাক না কেন, বাঁচাতেই হবে। তবে উঁকি দিতেই চমকে ওঠেন গীতা। সিমেন্টের ড্রেনের ভিতরে দু'টি পাইপ। তারই ফাঁকে আটকে একটি সদ্যোজাত শিশু। তখনও অটুট নাড়ি। সেটা দিয়েই দু'তিন পাকে গলাটা প্যাঁচানো। গা-ভর্তি পাঁক-কাদা, পোকা-মাকড়। আগের দিন সারারাত বৃষ্টি হয়েছে। কে জানে, হয়তো সারারাত ধরেই ওখানে! আর দেরি করেননি গীতা। নর্দমা থেকে সাবধানে শিশুটিকে বার করার চেষ্টা করতে থাকেন। প্রথমে পা দু'টো, পরে বেরিয়ে আসে ফুটফুটে একটা ছেলে। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই শিশুটির গলা থেকে নাড়ির পাক

মেরে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছে ছেলে-বৌমা! থানায় হাজির বৃদ্ধ দম্পতি

Image
ঘটনার বর্ণনা দিচ্ছেন দিলীপ ও অণিমা ভট্টাচার্য। ছেলে-বৌমার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন বৃদ্ধ দম্পতি। বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ওই দম্পতির অভিযোগ, তাঁদের বড় ছেলে ও বৌমা নিজেদের ফ্ল্যাট তালাবন্ধ করে রেখে তাঁদের ফ্ল্যাটে এসে উঠেছেন এবং এমন অত্যাচার করছেন যে, তাঁরা ভয়ে নিজেদের আস্তানা ছেড়ে ছোট ছেলের ভাড়া বাড়িতে এসে রয়েছেন। পুলিশ অবশ্য এখনও পর্যন্ত ওই বৃদ্ধ দম্পতিকে তাঁদের নিজেদের ফ্ল্যাটে নিয়ে যেতে পারেনি। গ্রেফতার হননি ছেলে-বৌমাও। পুলিশে‌র দাবি, এ রকম ঘটনার সংখ্যা প্রচুর। তদন্ত শুরু হয়েছে। তেমন হলে পুলিশ নিজে গিয়ে ওই দম্পতিকে তাঁদের ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়ে আসবে। কী অভিযোগ? কসবার ১৪৪ নম্বর বোসপুকুর প্রান্তিকপল্লির বাসিন্দা দিলীপ ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। দীর্ঘ ৪১ বছর ধরে রাজ্যের কারা দফতরে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে কিনেছিলেন দু'কামরার ফ্ল্যাট। সেখানেই স্ত্রী অণিমা এবং দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি। কিন্তু গোলমাল শুরু হয় ন'বছর আগে বড় ছেলের বিয়ের পরে। অভিযোগ, বৌমা এসেই আলাদা থাকতে চাওয়ায় অশান্তি এড়াতে তাঁদের পিকনিক গার্ড

বাজপেয়ীর মৃত্যুতে শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে

Image
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও আজ, শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থাৎ অর্ধেক দিনের পর ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি স্কুল, কলেজ ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। পাশাপাশি বিভিন্ন সরকারি অফিসও ছুটি হয়ে যাবে অর্ধদিবস কাজের পর। শুক্রবার সকালেই জারি করা হবে বিজ্ঞপ্তি। আইসিএসই-র তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকার যেমন সিদ্ধান্ত নেবে, সেই রাজ্যে তাদের অনুমোদিত স্কুলগুলি সেই নীতিই অনুসরণ করবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আইসিএসই স্কুলগুলিতে শুক্রবার অর্ধদিবস ছুটি। যদিও সিবিএসই এখনও ছুটি নিয়ে কিছু জানায়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক পালন করতে পশ্চিমবঙ্গ ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যও ছুটি ঘোষণা করেছে। পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে কর্নাটক, তামিলনাড়ু, পঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিসগঢ়, হরিয়ানা, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্য। শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, সরকারি দফতরে ছুটি ঘোষণা করেছে বিহার সরকারও। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার যে-ভাবে শোক পালন করবে, সেই অনুযায়ী শোক পালিত হবে রাজ্য

কেরলের বন্যা পরিস্থিতি ভয়াবহ, বৈঠকে বসার নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
বানভাসি: ডুবে গিয়েছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দর।  বন্যাবিধ্বস্ত কেরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত কাল ২৫ জনের পরে বৃহস্পতিবার গোটা রাজ্যের বিভিন্ন অংশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮৭ পেরিয়ে যাবে বলে মনে করছে প্রশাসন। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আজ দুপুরের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, কেরলের বন্যা-পরিস্থিতি 'ভয়াবহ।' মুল্লাপেরিয়ার বাঁধের জলস্তর কমাতে জাতীয় সঙ্কট মোকাবিলা কমিটির সঙ্গে কাল রাজ্যগুলিকে বৈঠকে বসতে বলেছে আদালত। মুল্লাপেরিয়ার-সহ ৩৫টি জলাধারের বাঁধ খুলে দেওয়া হয়েছে। মুল্লাপেরিয়ার নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্বেগ জানানোর পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এপ্পাডি কে পলানীস্বামী বৃহস্পতিবার তাঁকে চিঠি লিখে জানান, বাঁধ সব দিক থেকেই সুরক্ষিত রয়েছে। এই বাঁধে ফাটল ধরার গুজব উড়িয়ে দিয়েছে কেরল সরকার। সোশ্যাল মিডিয়ায় কারা এ নিয়ে গুজব ছড়াচ্ছে তা খুঁজে বার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এ দিন বন্যার কথা মাথায় রেখে কেরল ও তামিলনাড়ুকে জাতীয় সঙ্কট মোকাবিলা কমিটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে ত্রাণ পৌঁছ

আমরা ছিলাম প্রাতর্ভ্রমণের সঙ্গী: প্রণব মুখোপাধ্যায়

Image
ভারতরত্ন: তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে। ২০১৫-য়। আশির দশকের গোড়ায় টানা চার-পাঁচ বছর পাশাপাশি দু'টি বাড়িতে থেকেছি আমরা। বাড়ি পাশাপাশি, কিন্তু দু'টি রাস্তার নাম আলাদা। আমি থাকতাম যন্তরমন্তর রোডে আর অটলবিহারী বাজপেয়ী রাইসিনা রোডে। দু'জনেরই ছিল সকালে হাঁটার অভ্যাস, তাই বছরের পর বছর ছিলাম একে অন্যের প্রাতর্ভ্রমণের সঙ্গী। আগের দিনই হয়তো সংসদে দ্বৈরথ হয়েছে, ভোরবেলা আবার দু'জনে একসঙ্গে! এমনই এক ব্যক্তিগত সখ্য ভাগ করে নিয়েছি দশকের পর দশক। যে সখ্য ছিল পারিবারিকও। খেতে খুব ভালবাসতেন। আমার স্ত্রী গীতা (শুভ্রা) মাঝে মাঝেই রান্না করে পাঠাত। যাঁর সঙ্গে এতটাই দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, তিনি চলে যাওয়ার মুহূর্তে কোনও তাত্ত্বিক মূল্যায়ন করা খুবই কঠিন কাজ। আমরা রাজনৈতিক বিরোধী ছিলাম, বহু বিষয়ে আমাদের মতবিরোধ ছিল। যেমন ওঁর বিদেশনীতির আমরা ঘোষিত বিরোধী। সেটাই তো স্বাভাবিক। অটলজি বলতেন 'প্রকৃত জোট নিরপেক্ষতা'র কথা। উনি দাবি করতেন, ইন্দিরা গাঁধীর জোট নিরপেক্ষতা 'সোভিয়েত ঘেঁষা'। আমরা স্বভাবতই তাঁর এই বক্তব্যের বিরোধিতা করতাম। তবে একটা কথা আগেও বলেছি, আজও বলতে চাই যে, উনি ছি

জানেন, কত কোটি টাকা সম্পত্তির মালিক ছিলেন অটলবিহারী বাজপেয়ী ?

Image
নয়াদিল্লি: ১৯৮৭ সাল ৷ কিডনির সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন ছিল ৷ কিন্তু আর্থিক অনটনের জেরে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারছিলেন না বাজপেয়ী ৷ তবে, সেই সময় তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি মানসিকভাবেও সেই সময় রাজীব গান্ধি সাহস যুগিয়েছিলেন ৷ একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বাজপেয়ী ৷ এরপরই আসতে আসতে সুস্থ হয়ে ওঠেন বাজপেয়ী ৷ পরে সর্বসমক্ষে রাজীব গান্ধিকে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মৃত্যুর সময় অটল বিহারী বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ ছিল ১৪.০৫ কোটি টাকা ৷ কিন্তু ১৯৮৭ সাল ৷ যেসময় তিনি কিডনি সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৫৮ লক্ষ টাকা ৷ ২০০৪ সালের একটি হলফনামা অনুযায়ী এমনটাই তথ্য জানা গিয়েছে ৷ ২০০৪ সালের হলফনামায় কি ছিল ? ২০০৪ সালে লখনউ লোকসভা আসন থেকে নির্বাচনে লড়েছিলেন বাজপেয়ী ৷ সেই সময় বাজপেয়ী তাঁর নিজের