Posts

Showing posts from June 25, 2018

তরুণীর সামনে হস্তমৈথুন, কুকর্মের জন্য গণধোলাই অভিযুক্তকে

Image
হুগলি: কলকাতার বাসে এক ব্যক্তির হস্তমৈথুনের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে। এবার চন্দননগরে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দাঁড়িয়ে এক তরুণীর সামনে হস্তমৈথুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত রঞ্জিত ঘোষকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চন্দননগরের নাড়ুয়ায় এক কলেজ ছাত্রী বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে একটি বাড়ির নিচে আশ্রয় নিয়েছিল। ঘটনাচক্রে বাঁশবেড়িয়ার রঞ্জিত ঘোষ সেসময় সাইকেল করে যাওয়ার সময় ওই কলেজ ছাত্রীকে দেখে সাইকেল থেকে নেমে পড়ে। তারপর প্রকাশ্যে ওই কলেজ ছাত্রীর সামনেই হস্তমৈথুন শুরু করে দেয় 'গুণধর'। কলেজ ছাত্রী ঘটনার প্রতিবাদ করে চিৎকার করতে শুরু করে। তাঁর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে রঞ্জিতকে হাতেনাতে ধরে ফেলে। তারপরই শুরু হয় গণধোলাই। উত্তম মধ্যম প্রহারের পর তাকে চন্দনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন দুপুরে ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। মে মাসের মাঝামাঝি এমনই একটি ঘটনা

পণ না দিতে পারায় গৃহবধূকে পুড়িয়ে খুন, আটক স্বামী

Image
সোনারপুর : পণ না দিতে পারায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির বিরুদ্ধে ৷ রবিবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার ৷ ঘটনার তদন্তে নেমে স্বামীকে আটক করেছে পুলিশ । যদিও বাকিরা এখনও অবধি পলাতক বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের কাদারহাটে। ৬ বছর আগে বিয়ে হয় কাদারহাটের বাসিন্দা গৌতম নস্করের সঙ্গে বিয়ে হয় শেফালি নস্করের । গৌতম পেশায় ব্যবসায়ী । তার মুদিখানার দোকান ছিল । বিয়ের পর থেকেই সুখের সংসার করছিলেন শেফালি ৷ কিন্তু কন্যাসন্তান হওয়ার পরই সুখের সংসারের ছন্দপতন ঘটে ৷ মৃতের পরিবারের অভিযোগ, নানা অছিলায় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত শেফালির শ্বশুরবাড়ি ৷ পণের কারণে স্বামী ছাড়াও শ্বশুর চন্ডীচরন নস্কর ও শ্বাশুড়ি শোভা নস্কর অত্যাচার চালাত বলে অভিযোগ করে মৃতার বাবা । শেফালির বাবা জানিয়েছেন, রবিবার রাতে সাড়ে আটটা নাগাদ ফোন করে গৌতম ৷ সে জানায়, শেফালি অসুস্থ । এরপরই শেফালির বাবা মেয়ের শ্বশুড়বাড়ি গিয়ে জানতে পারেন,

রবীন হুড! মালিকের টাকা চুরি করে গরিবের মধ্যে বিলিয়ে দেন

Image
মালিক প্রফুল্ল পটেলেরই ৮০ লক্ষ টাকা চুরি করে চম্পট দিয়েছিলেন রমেশ এক শহর থেকে আর এক শহরে উড়ে যাওয়া,নামী হোটেলে থাকা আর গরিবদের ভিতরে অর্থ বিলিয়ে নাম কামানো। ঠিক যেন বাস্তবের রবীন হুড!দিব্যি চলছিল। কাল হল বৃন্দাবনে গরিবদের জন্য এলাহিআয়োজন করতে গিয়ে। এলাহি খাওয়া তা-ও আবার সঙ্গে আগত সকল অতিথিদের হাতে উপহার হিসাবে ২ হাজার টাকার নোট! এত টাকা এল কী ভাবে? সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পৌঁছয় পুলিশের কানেও। ব্যস, খোঁজ শুরু পুলিশের। জানা গেল কোনও সহৃদয় কোটিপতি তিনি নন, উল্টে একজন চোর! মালিকের টাকা চুরি করেই বিলাসিতায় গা ভাসিয়েছেন তিনি। হোটেলের বিলাসবহুল ঘর থেকে তার ঠাঁই এখন শ্রীঘর। সোমবারই বৃন্দাবন থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম রমেশ রাওয়াত। গুজরাতের পাটান জেলার বাসিন্দা তিনি। মুম্বইয়ে প্রফুল্ল পটেলের একটি ক্যুরিয়র কোম্পানিতে কাজ করতেন রমেশ। মালিক প্রফুল্ল পটেলেরই ৮০ লক্ষ টাকা চুরি করে চম্পট দেন। আর তার জন্য দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ করছিল মুম্বই পুলিশ। পুলিশ থেকে বাঁচতে এক শহর থেকে অন্য শহরে পালিয়ে পালিয়েই বেড়াতেন রমেশ। মোবাইলের সিম বদলে ফেলতেন। এভাবে কলকাতাতেও এক সময় কাটিয়ে যান ব

নীতিপুলিশের তাণ্ডব অসমে, ‘পরকীয়া’র অভিযোগে মাথা কামানো হল মহিলার

Image
ফের 'নীতিপুলিশ'-এর দাদাগিরির ঘটনা ঘটল অসমে। এ বার প্রেম করার 'অপরাধ'-এ বেধড়ক পেটানো হল এক যুগলকে। মাথা কামিয়ে দেওয়া হল এক মহিলার। তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হল। মারধরে জখম হওয়ায় ওই যুগলকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পরে ওই ঘটনায় জড়িত আট জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে অসমে এ মাসে 'নীতিপুলিশ'-এর দাদাগিরির ঘটনা ঘটল তৃতীয় বার। জুনের গোড়ায় কার্বি আংলংয়ে শিশু পাচারকারী অভিযোগে পিটিয়ে মারা হয় দুই যুবককে। আর গত সপ্তাহে গোয়ালপাড়া জেলায় বাইক-আরোহী এক যুগলকে প্রচণ্ড মারধর করে নীতিপুলিশরা, বিয়ে না করে ওই ভাবে ঘোরাফেরা করার দায়ে। পুলিশ জানাচ্ছে, রবিবার তাঁর প্রেমিকাকে দেখতে নগাঁও জেলার তুবুকি গ্রাম থেকে ঝুমুরমুর গ্রামে এসেছিলেন এক যুবক। ওই সময় মহিলা-সহ গ্রামেরই কয়েক জন ঘিরে ফেলেন ওই মহিলার বাড়ি। তাঁদের অভিযোগ, দু'জনেই অন্যত্র বিবাহিত। কিন্তু তার পরেও তাঁরা লুকিয়েচুরিয়ে 'অবৈধ প্রণয়' চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। গ্রামবাসীদের একাংশ ওই মহিলার বাড়িতে ঢুকে যুগলকে মারধর করতে শুরু করেন। যুবকটি ওই মহিলার বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ঘিরে ধরে দড়ি দিয়ে

সরকারি আমলার পরিচয়ে বৃদ্ধার সঙ্গে প্রতারণা, ৪ লক্ষ টাকা হাতিয়ে চম্পট

Image
ফেররতারকের ফাঁদে বৃদ্ধা। খোয়ালেন জীবনের শেষ সম্বল।  নিজেদের সরকারি কর্তা পরিচয় দিয়ে বালিগঞ্জের বাসিন্দা এক বৃদ্ধার থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে ওই বাসিন্দা বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তিনজনের বিরুদ্ধে বৃদ্ধা অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার প্রয়াত স্বামীর নামে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার প্রভিডেন্ট ফান্ড রয়েছে। সেই টাকা তোলার প্রয়োজন হয় তাঁর। তার জন্য প্রভিডেন্ট ফান্ড বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বৃদ্ধার অভিযোগ, এর মধ্যেই সন্ধ্যা রাউত, এসকে খান্না, বিবেক সাক্সেনা নামে তিনজন আলাদাভাবে ফোনে বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করেন। তাদের মধ্যেই কেউ নিজেকে প্রভিডেন্ট ফান্ড বিভাগ, কেউ আয়কর বিভাগ আবার কেউ বা ব্ল্যাক মানি রিকভারি বিভাগ থেকে ফোন করছে বলে জানায়। আবার একটি ব্যাংকের আধিকারিক পরিচয় দিয়েও তাঁর কাছে ফোন আসে। তাদের মধ্যে কেউ বলে স্বামীর প্রভিডেন্ট ফান্ডের টাকা তাঁকে পাইয়ে দেওয়া হবে। আবার কেউ তাঁকে কালো টাকার নাম করে হুমকি দেয়। এভাবে বিভিন্ন সময় তাঁর কাছ থেকে মোট ৪ লক্ষ ৩৭ হাজার টাকা নেয় তারা। কয়েকজন তাঁর সঙ্গে দেখাও করে

স্যাটেলাইট নির্মাণে পিছিয়ে পড়া দেশের বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবে ভারত

Image
নয়াদিল্লি: স্যাটেলাইট তৈরিতে পিছিয়ে পড়া দেশের বেশ কয়েকজন বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ সম্প্রতি ভিয়েনাতে UNISPACE+50-র বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দেশ৷ এক ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইসরোর চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং আফ্রিকার দেশগুলি যারা স্যাটেলাইট নির্মাণে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছে তাদের বিজ্ঞানীদের প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তবে এই ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে ভারত কোনও অর্থ দাবি না করলেও বিজ্ঞানী নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে স্পষ্ট জানানো হয়েছে৷ সিবান আরও জানিয়েছেন, এই স্যাটেলাইট সব ধরণের পরীক্ষায় সফল হচ্ছে কিনা তা দেখতে ইসরোর প্রশিক্ষিত বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট লঞ্চ করবে৷ ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে UNISPACE+50-এর সদস্য দেশগুলিও৷ এছাড়া ফ্রান্স, ইজরায়েল, জাপানসহ ১২টি দেশের বহু মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন৷ এই বৈঠকে, মহাকাশে বিভিন্ন দেশের মধ্যে যৌথ উদ্যোগে কাজের অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হয় বলে জা

বয়সে ছোট প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোয় ২০ বছরের তরুণীকে কুপিয়ে খুন বাবার

Image
জয়পুর: ২০ বছরের তরুণীকে কুপিয়ে খুন করল বাবা। এই ঘটনাকে পরিবারের সম্মান রক্ষায় হত্যা (অনার কিলিং) বলেই মনে করা হচ্ছে। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার আনুপগড়ের ২৭এ গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। আনুপগড়ের এসএইচও নরেশ কুমার জানিয়েছেন, গত শনিবার অভিযুক্ত বলবীর সিংহ (৪৫) তাঁর ঘুমন্ত মেয়ের ওপর কুড়ুল নিয়ে চড়াও হয়। তাদেরই সম্প্রদায়ের  একটি ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। বিয়েতে বাবা-মা বাধা দিতে পারে বলে আশঙ্কায় দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তি পুলিশ যুগলের সন্ধান করে। পরিবারের সদস্যরা দুজনের বিয়েতে সহমত হওয়ায় বিষয়টি মিটমাট করে নেওয়া হয় বলে নরেশ কুমার জানিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মেয়েটির বাবা। এ জন্য মেয়েকে খুনের ছক কষে অভিযুক্ত।

শ্মশানে তিন রাত কাটালেন অন্ধ্রের বিধায়ক, সাহসী উদ্যোগের প্রশংসায় কেরলের মুখ্যমন্ত্রী

Image
হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের এক বিধায়কের সাহসী কাজ প্রশংসা আদায় করে নিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। নির্মাণ কর্মীরা ভূতের ভয়ে ওই শ্মশান সংস্কারের কাজে যোগ দিতে ভয় পাচ্ছিলেন। ফলে দীর্ঘদিন  ধরেই আটকে ছিল সংস্কারের কাজ। কর্মীদের ভয় কাটাতে তাই মোক্ষম দাওয়াই দিলেন পালাকোলের টিডিপি বিধায়ক নিম্মালা রামা নাইডু। এভাবে বোঝাতে চাইলেন, ভূত বা অশরীরী আত্মা বলে কোনও কিছু নেই। শ্মশানে রাত কাটানোর আগে পালাকোলের সেখানেই নৈশভোজ সেরে নেন তিনি। প্রথম রাতটা কোনও ভূত নয়, মশা ভুগিয়েছিল বিধায়ককে। সঙ্গে পাশের একটা আবর্জনা স্থলের দূর্গন্ধ। পরের দিন মশারি নিয়ে আসেন রামা নাইডু। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে যে, একটা গোলাপী রঙের বেডশিটের ওপর শুয়ে রয়েছে রামা নাইডু, গায়ে সাদা কম্বল। তাঁকে কোনও ভূতের শিকার হতে হয়নি, তা প্রমাণ করতেই দু-তিন রাত শ্মশানে দু-তিন  রাত কাটানোর পরিকল্পনা নেন তিনি। ভূতের ভয়েই কর্মীরা শ্মশানের সংস্কারের কাজে যোগ দিতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেন  বিধায়ক। কেউ একজন ওই শ্মশানে অর্ধদগ্ধ দেহ দেখতে পাওয়ার কথা রটিয়ে দিয়েছিল। তার পর থেকেই আতঙ্ক ও ভূতের গল্প ছড়িয়ে পড়ে। বিধায়ক বলে

শিশুদের যৌন নির্যাতনে গ্রেফতার খোদ শিশু সুরক্ষা আধিকারিক

Image
পাটনা: রক্ষকই ভক্ষক। এবার শিশুদের যৌন নির্যাতনে গ্রেফতার শিশু সুরক্ষা অফিসারই৷ লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফরপুরে৷ জেলা শিশু সুরক্ষা অফিসার রবি রৌশনকে রবিবার সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুজাফরপুরের এসএসপি হরপ্রীত কাউর৷ মুজাফরপুর পুলিশ শিশু নির্যাতন ও শিশু যৌন কেলঙ্কারীতে দশজন গ্রেফতার করেছে। অবাক হবার বিষয় এটাই যে এর মধ্যে আছেন, জেলা শিশু সুরক্ষা অফিসার রবি রৌশনও। আর এখানেই শোরগোল পরেছে রাজ্য জুড়ে। যাঁর উপর জেলার শিশুদের রক্ষার ভার, তিনিই যদি শিশুদের যৌন নিগ্রহে জড়িয়ে পড়েন তাহলে প্রশাসনের উপর কি করে ভরসা রাখবে আমজনতা, উঠছে প্রশ্ন। নির্যাতিত কয়েকজন শিশু ছবি দেখে রবি রৌশনের বিরুদ্ধেই যৌন নির্যাতনে জড়িত থাকার অভিযোগ করে। তারপরই তাকে গ্রেফতার করে মুজাফরপুর পুলিশ। সেবা সংকল্প ইভম বিকাশ সমিতি নামে একটি এনজিও র বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। শিশুদের যৌনতার কাজে ব্যবহার করার অভিযোগ ওঠে ওই এনজিও র বিরুদ্ধে। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এবছরের ৩১ শে মে ৪৪ জন মেয়েকে ওই এনজিও থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হ

নরোদা-গণহত্যা: ৩ জনকে ১০ বছরের সাজা দিল গুজরাত হাইকোর্ট

Image
আমদাবাদ: ২০০২ সালের নরোদা-পাটিয়া হত্যাকাণ্ডে মামলায় তিন দোষী সাব্যস্তকে ১০ বছরের সশ্রম কারাবাসের সাজা দিল গুজরাত হাইকোর্ট। গত ২০ এপ্রিল ১৬ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল উচ্চ আদালত। তাদের মধ্যে এদিন তিনজনের সাজা ঘোষণা হল। সোমবার, বিচারপতি হর্ষ দেবানী ও বিচারপতি এ এস সুপেহিয়ার ডিভিসন বেঞ্চ পি জে রাজপুত, রাজকুমার চাউমল এবং উমেশ ভারওয়াড়কে ১০ বছর কারাবাসের সাজা দেয়। বিচারপতিরা জানিয়ে দেন, অপরাধের নির্মমতা বিচার করেই সাজা দেওয়া হয়েছে। এর আগে, দোষী সাব্যস্ত হওয়ার সময়, তিন অভিযুক্ত শাস্তির মেয়াদ ঘোষণার আগে আরও শুনানির আবেদন করেছিল। তাদের দাবি ছিল, মামলায় তাদের বক্তব্যকে ঠিক করে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। এদিন সাজা ঘোষণা করার সঙ্গে আদালত এই তিনজনকে আত্মসমর্পণ করার জন্য ছ'সপ্তাহ সময় দিয়েছে। আদালত জানিয়েছে, যে অপরাধ এই তিনজন করেছে, তা সমাজের বিরুদ্ধে অপরাধ। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গোধরা-পরবর্তী হিংসা মামলায় আমদাবাদের নরোদা-পাটিয়া অঞ্চলে ৯৭ জনকে হত্যা করে উত্তেজিত জনতা। নিহতদের অধিকাংশই সংখ্যালঘু-সম্প্রদায়ভুক্ত ছিলন। এই গণহত্যা মামলায় মোট ৬১ জনকে অভিযুক্ত করা হয়। ২০১২ সালের অগাস্ট মাসে ৩২

বিয়েবাড়ি থেকে শিশুকে অপহরণ-ধর্ষণ-খুন, গ্রেপ্তার আইসক্রিমওয়ালা

Image
CCTV ফুটেজ থেকে নেওয়া। বিয়েবাড়ি থেকে ৬ বছরের এক শিশুকে অপহরণ করা হয়েছিল। এরপর তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। পরিচয় গোপন করতে শিশুটির মুখ পুড়িয়েও দেয় ধর্ষক। গোয়ালিয়রের এই নৃশংস ঘটনার তিনদন পর এক আইসক্রিমওয়ালাকে গ্রেপ্তার করল পুলিশ। CCTV ফুটেজে দেখা গিয়েছে, কীভাবে শিশুটিকে লোভ দেখিয়ে বিয়েবাড়ির বাইরে নিয়ে যাচ্ছে অভিযুক্ত।  মোরেনার বাসিন্দা ছোট্ট শিশুটি একটি বিয়েবাড়িতে গিয়েছিল। রাত ১১.৩০টা নাগাদ সবাই যখন বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুটিকে আইসক্রিম দেওয়ার লোভ দেখিয়ে বিয়েবাড়ির বাইরে নিয়ে যায় বলে অভিযোগ। শিশুটির বাবা-মা ব্যস্ত থাকায় তাঁরা আর খেয়াল করেননি, কখন তাঁদের মেয়ে বাইরে চলে গিয়েছে। অনেকক্ষণ মেয়েকে দেখতে না-পেয়ে তাঁরা খোঁজ শুরু করেন। কিন্তু মেয়ের সন্ধান না-পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। বৃহস্পতিবার সকালে ওই বিয়েবাড়ির থেকে ৫০০ মিটার দূরে শিশুটির দেহ উদ্ধার হয়। হত্যাকারী শিশুটির মুখ নৃশংসভাবে পুড়িয়ে দেয়, যাতে কেউ তাকে চিনতে না-পারে। পুলিশ জানিয়েছে, 'গোয়ালিয়রের কেশাপাহাড়ীর কাছে একটি জঙ্গলে বাচ্চা মেয়েটির দেহ উদ্ধার হয়েছে। কাল রাত থেকে মেয়েটি

জামাইয়ের ফোন পেয়েই ছুটে গিয়েছিল বাবা, কিন্তু ততক্ষণে সব শেষ!

Image
পণের দাবিতে গৃহবধুকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পগনার নরেন্দ্রপুরের কাদারহাটে। মৃতের নাম শেফালী নস্কর। বয়স ২৬ বছর। অভিযুক্ত স্বামী গৌতম নস্করকে আটক করেছে পুলিস। জানা গেছে, ৬ বছর আগে কাদারহাটের বাসিন্দা গৌতমের সাথে বিয়ে হল শেফালির। পেশায় ব্যবসায়ী গৌতমের একটি মুদিখানার দোকান রয়েছে। বিয়ের তিন বছরের মাথায় শেফালি ও গৌতমের একটি সাড়ে কন্যাসন্তানও হয়। কিন্তু, বিয়ের পর থেকেই টাকার জন্য স্বামী সহ শ্বশুর ও শাশুড়ি লোকজন শেফালির উপর অত্যাচার শুরু করে বলে মৃতের বাপের বাড়ির লোকের অভিযোগ। এরপর রবিবার রাতে গৌতম শেফালির বাবাকে ফোন করে বলে যে তাঁর মেয়ে অসুস্থ। খবর পেয়ে শেফালির শ্বশুরবাড়ি ছুটে যান তাঁর বাবা। সেখানে গিয়ে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় শেফালির ঝুলন্ত দেহ উদ্ধার করেন তিনি। মৃতার বাপের বাড়ির তরফে অভিযোগ, খুন করা হয়েছে শেফালিকে। তাদের অভিযোগের ভিত্তিতেই স্বামী গৌতম নস্করকে আটক করেছে সোনারপুর থানার পুলিস। তবে শ্বশুর ও শাশুড়ি পলাতক।

স্বামী কাজে বেরিয়ে গেলেই, ফাঁকা বাড়িতে আসত যুবক। তারপর ...

Image
মোড়লের দাদাগিরি! গৃহবধূ, যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে চলল 'গণধোলাই' বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। পরে পুলিস গিয়ে উদ্ধার করে দুজনকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। চন্দ্রকোণার বগসড় এলাকার বাসিন্দা পেশায় গাড়ি মেকানিক ভানু সিং। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা বাপি শেখ নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ভানু সিংয়ের স্ত্রী। স্বামী ভানু কাজে চলে গেলেই, তাঁর অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে আসত বাপি। দীর্ঘদিন ধরেই এই জিনিস চলছিল। এদিনও সকালে ভানু কাজে বেরিয়ে যেতেই, বাপি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে। সেইসময়ই 'যুগল'কে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপরই শুরু হয় গ্রামের মোড়লদের দাদাগিরি। অভিযোগ, প্রথমে ওই যুবক ও গৃহবধূকে একটি ল্যাম্পপোস্টে দড়ি দিয়ে বাঁধা হয়। তারপর শুরু হয় বেধড়ক মার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোণার থানার পুলিস। ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কানেকশন ছাড়াই এবার পাওয়া যাবে নেট! গুগলের নয়া ফিচার

Image
ট্রেনে বসে আপনি, ফোন থেকেই অফিসের জরুরি একটা কাজ করতে হবে, তখনই দেখলেন নেট কানেক্ট হচ্ছে না মোটে। বন্ধুকে মেসেজ করবেন কোনও একটা ছবি বা লেখার লিংক, অথচ আশপাশে ওয়াইফাই-এর চিহ্নমাত্র নেই। তখন? মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আপনার আর করণীয় কিছুই থাকে না! এবার সেই সমস্যা নিয়ে দুশ্চিন্তা কমছে! সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুগল ক্রোমের নতুন ভার্সনে থাকছে এমন ফিচার যাতে অফলাইন থাকলেও ইন্টারনেটের সুবিধে পাওয়া যাবে। আপনার ব্রাউজিং হিস্ট্রি, অবস্থান ইত্যাদির উপর নির্ভর করে গুগল অনেক কিছুই এবার থেকে আগাম নামিয়ে রাখবে। ফলে যখন নেট কানেকশন থাকবে না, তখনও সে সব জিনিস চাইলে আলাদিনের দৈত্যের মতো আপনার সামনে সে সব হাজির করবে সে! গুগলের অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েড-এ প্রোডাক্ট ম্যানেজার আমান্দা বোস জানিয়েছেন, ইন্টারনেট কানেকশন ব্যাহত হলেও এবার অ্যান্ড্রয়েড ফোনে নেট ব্যবহার করা যাবে। ভারতে তো বটেই, নাইজেরিয়া বা ব্রাজিলের মতো শতাধিক দেশেও এই ফিচার মিলবে। প্লে-স্টোর থেকে ক্রোমের এই নয়া ভার্সন ডাউনলোড করা যাবে।

নৃশংস! ১০ মাসের ছেলেকে জলে ডুবিয়ে খুন করল মা ৷

Image
চেয়েছিলেন কন্যাসন্তান ! রাগে-ক্ষোভে ১০ মাসের পুত্রসন্তানকে খুন করলেন মা ঔরঙ্গাবাদ: ইচ্ছে ছিল কন্যাসন্তানের ৷ কিন্তু সেই ইচ্ছের পরিণতি এতটা নির্মম হতে পারে ৷ তা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ ৷ কন্যাসন্তান না হওয়ার ক্ষোভে নিজের ১০ মাসের ছেলেকে জলে ডুবিয়ে খুন করল মা ৷ এমনই নৃশংস ঘটনা ঘটেছে ঔরঙ্গাবাদে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ৷ ঘটনার সূত্রপাত গত শুক্রবার ৷ ১০ মাসের ছেলেকে নিয়ে বাড়িতে একাই ছিলেন অভিযুক্ত মহিলা ৷ সেই সময়ই নিজের ১০ মাসের ছেলেকে খুনের পরিকল্পনা করে সে ৷ প্রথমে গলা টিপে খুন করে ৷ তারপর খুনের দায় এড়াতে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শিশুটিকে ৷ এরপর যাতে সন্দেহ না হয় কারোওর ৷ সেজন্য থানায় গিয়ে ছেলেকে খুঁজে না পাওয়ার জন্য লিখিত অভিযোগও জানায় সে ৷ এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে এই ভয়ঙ্কর তথ্য ৷ ঘটনার তদন্তে নেমে বাড়ির উঠোনে থাকা কুয়োর মধ্যে থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ কুয়োর ভিতরে শিশুটির পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলি

লোকাল ট্রেনের কামরায় যুগলকে হেনস্থা, তরুণীর পোশাক নিয়ে অশালীন উক্তি সহযাত্রীর !

Image
কলকাতা: ফের যেন পুনরাবৃত্তি ঘটল মেট্রোর 'আলিঙ্গন' বিতর্কের ৷ তবে এবার আলিঙ্গন নয়, বরং বসার আসন চাওয়ায় হেনস্থার মুখে পড়তে হল তরুণ ও তরুণীকে ৷ এমনকী, তরুণীর পোশাক নিয়েও কটুক্তি করল ট্রেনের সহযাত্রীরা ৷ পুরো অভিজ্ঞতার কথা ফেসবুকে জানালেন তরুণী ৷ তরুণী ফেসবুকে লিখলেন, গত শনিবার শিয়ালদহ থেকে বারাকপুরে যাওয়ার জন্য কৃষ্ণনগর লোকালে উঠি, আমি আর আমার এক বন্ধু ৷ আমরা দু'জন যাতে পাশাপাশি একই সিটে বসতে পারি, সেই সিটে বসে থাকা মধ্যবয়স্ক এক ব্যক্তিকে সরে বসার অনুরোধ করি ৷ কিন্তু ফ্যানের নিচ থেকে তিনি সরবেন না বলে জানান এক যাত্রী ৷ উপায় না দেখে খুবই অল্প জায়গাতে চেপেচুপে বসার চেষ্টা করি দু'জনে ৷ তা নিয়েই নানা উক্তি করতে থাকেন ওই যাত্রী ৷ শুরু হয় কথা কাটাকাটিও ৷ শুধু তাই নয়, পরের স্টেশন থেকে অন্য যাত্রী কামরায় উঠলে, তাঁদের সঙ্গে নিয়েই নানা কটুক্তি করতে থাকেন ৷ এমনকী, আমার পোশাক নিয়ে অভব্য মন্তব্য করেন ওই যাত্রী ৷ তরুণী ফেসবুকে লেখেন, 'মেয়ে হয়ে জেনারেল কামরায় ওঠার জন্য আমাকে কটুক্তি করে ৷ এমনকী, আমি জিনস ও টপ পরে থাকায় আমার পোশাক, আচার-ব্যবহার নিয়ে মন্তব্য

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি রাশিয়া-উরুগুয়ে

Image
আয়োজক রাশিয়া এবং উরুগুয়ে টানা দুটি ম্যাচ জিতে শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে। এ গ্রুপের বাকি দুই দল মিশর এবং সৌদি আরব আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ভলগার তীরে আজ গ্রুপ সেরার লড়াইয়ে সুয়ারেজদের মুখোমুখি রুশরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা রাশিয়াকে নিয়ে তেমন উত্সাহ দেখাননি বিশেষজ্ঞরা। সেই রাশিয়াই নিজেদের দেশে এখন আলো ছড়াচ্ছে। শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছে আয়োজক রাশিয়া। সৌদি আরবকে ৫-০ গোলে হারানোর পর মিশরকে ৩-১ গোলে হারিয়েছে তারা। শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করলেই গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্বে যাবে দেনিস চেরেশ্চেভরা। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব অতিক্রম করতে সক্ষম হয়েছে। ১৯৮৬ সালে বিশ্বকাপে শেষবার নকআউট পর্বে উঠেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মিশর এবং সৌদি আরব-এই দুই দলের বিরুদ্ধে গ্রুপ পর্বে তেমন কোনও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি উরুগুয়েকে। দুরন্ত ছন্দে থাকা রাশিয়ার বিরুদ্ধে তাই কঠিন পরীক্ষা সুয়ারেজ, কাভানিদের। আসলে গ্রুপে যাই হোক না কেন নক আউট পর্বে স্পেন কিংবা পর্তুগালের মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে।

জয়নগর-নবান্ন বাস পরিষেবা

Image
কলকাতা:  বাম আমলে একবার চালু হয়েছিল বটে। তারপর কয়েকমাসের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে হাওড়া বাস রুটের ইতি। সমস্যায় পড়েন জয়নগর-কুলতলি-সহ আশেপাশের এলাকার মানুষ। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে মিটেছে দুর্ভোগ। জয়নগর থেকে হাওড়ার নবান্ন পর্যন্ত চলছে ৮টি বাস। বাম আমলে জয়নগর থেকে হাওড়া পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছিল। যাকে লোকে চিনত আশি রুট নামে। কয়েকমাসের মধ্যেই অবশ্য ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রবল সমস্যায় পড়ে জয়নগর, কুলতলি সহ সংলগ্ন এলাকার মানুষ। ওই রুটে বাস চালানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল। সেই দাবি পূরণেই আসরে নামে নতুন সরকার। মাস তিনেক আগে জয়নগর থেকে নবান্ন প্রতিদিন বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহণ দফতর। প্রথমে ৬টি বাস চললেও এখন বাস চলছে ৮টি। জয়নগর-নবান্ন বাস পরিষেবা -------------------------------- - নিমপীঠ আশ্রম থেকে ছাড়ছে ৪টি বাস - জয়নগর থেকে ভায়া বারুইপুর, গড়িয়া - সেখান থেকে টালিগঞ্জ হয়ে নবান্নে যাচ্ছে বাস - জয়নগরের দত্তবাজার থেকে ছাড়ছে ৪টি বাস - জয়নগর, মগরাহাট রুট ধরে নবান্নে যাচ্ছে বাস কয়েকমাস আগেও কলকাতায় যাওয়ার একমাত্র ভরসা ছিল রেলপথ। শিয়ালদহ দক্ষ

কচি বয়সের যৌন জীবনেও হাজার সমস্যা, সুখ কখনও বয়স মানে না

Image
যৌনতায় সমস্যা এখন আর কোনও নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। কৈশোর আর তারুণ্যও যৌন সমস্যায় জেরবার। বুড়ো বয়সে লিঙ্গোত্থান হয় না! বয়স বেশি হলে মেয়েদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা চলে যায়! উঁহু, এমন সমস্যা এখন আর কোনও নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। কৈশোর আর তারুণ্যও যৌন সমস্যায় জেরবার। সম্প্রতি কানাডায় একটি সমীক্ষাতে উঠে এসেছে এমন রোমহর্ষক তথ্য। ১৬-২১ বছর বয়সী ছেলেমেয়েদের যৌনজীবন নিয়ে কানাডায় সমীক্ষা চালান একদল চিকিৎসক। ১১৪ জন ছেলে এবং ১৪৪ জন মেয়ের মতামত নেওয়া হয়। সম্প্রতি তার রিপোর্ট প্রকাশিত হয়েছে 'দ্য জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন'-এ। দেখা গিয়েছে, এই বয়সী ছেলেমেয়েরা প্রত্যেকেই যৌনজীবনে অভ্যস্ত। কিন্তু, ৫৩ শতাংশই ছেলেই জানিয়েছে, তারা সমস্যার শিকার। ধ্বজভঙ্গ, শীঘ্রপতন, বিবিধ যৌনরোগ ইত্যাদি রয়েছে। ১৬ শতাংশ ছেলে জানিয়েছে, তাদের ধ্বজভঙ্গের সমস্যা নিয়মিত নয়, বরং মাঝেমধ্যে তা হয়। ২৪ শতাংশ ছেলের লিবিডো বা কামেচ্ছা কম। যদিও তারা চায় তাদের লিবিডো বাড়ুক। কিন্তু, অল্প বয়সে ডাক্তারের কাছে গিয়ে তা প্রকাশ করতে লজ্জা পায়। সমীক্ষকদের দাবি, এই অল্পবয়সী ছেলেরা যে সমস্যা নিয়ে সবচেয়ে বেশি জর্জরিত,

গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Image
গোরক্ষপুর: শিশুমৃত্যুর জন্য কুখ্যাত হয়ে ওঠা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ ফের খবরের শিরোনামে। এই হাসপাতালে এবার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ১৫ বছরের ওই মেয়েটি জানিয়েছে, তার বাড়ি বলরামপুরে। বাড়ির লোকজনের উপর রাগ করে সে ট্রেন ধরে লখনউয়ে আসে। স্টেশনে সোনালী নামে এক তরুণীর সঙ্গে তার আলাপ হয়। সোনালী নিজেকে নার্স বলে পরিচয় দিয়ে তাকে চাকরি দেবেন বলে হাসপাতালে নিয়ে যান। সেখানে ফোনে চার্জ দেওয়ার নাম করে ছাদে নিয়ে তাকে আফরোজের হাতে তুলে দেন সোনালী। মেয়েটির চিৎকার শুনে লোকজন ছুটে আসায় পালিয়ে যায় আফরোজ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।  রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। এখনও তার খোঁজ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবক গোরক্ষপুরের বাসিন্দা না অন্য জায়গা থেকে এখানে এসেছিল, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

বাপরে বাপ! বাড়ির ভিতর একটি গর্ত থেকেই বেরোল ১৯টি গোখরো সাপ

Image
কাটোয়া: একটা-দু'টো নয়, বাড়ি ভিতরে একটি গর্ত থেকে বেরোল ১৯টি গোখরো সাপ! হুলস্থুল কাণ্ড পূর্ব বর্ধমানের ভাতারে। তবে একটি সাপকেও মারেননি গ্রামবাসীরা। হাড়িতে ভরে ছেড়ে দিয়ে এসেছেন মাঠে। পূর্ব বর্ধমানের ভাতারের দাউরাডাঙ্গা গ্রাম। এই গ্রামেই সপরিবারে থাকেন সুমিত সরকার। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল নয়। মাটির বাড়ি। গ্রামবাসীরা জানিয়েছেন, শনিবার দুপুরে মেঝেতে বসে দেড় বছরের শিশুসন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন সুমিত সরকারের স্ত্রী তৃষা। আচমকাই তিনি খেয়াল করেন, যে টেবিলের উপর টিভি রাখা, সেই টেবিলের নিচে কিছু যেন একটা নড়ছে! কাছে গিয়ে তৃষাদেবী দেখেন, ফণা তুলেছে একটি সাপ! পড়িমড়ি করে ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। খবর দেন স্বামীকে। সাপটি একটি হাঁড়িতে ভরে মাঠে ছেড়ে দিয়ে আসেন সুমিত সরকার। কিন্তু, কিছুক্ষণ পর ফের একই কাণ্ড। টিভি রাখার টেবিলে তলায় ফণা তুলেছে আরও একটা সাপ! সেই শুরু। তারপর দিনভর যা ঘটল, তাতে আতঙ্কিত গ্রামবাসীরা। সুমিত সরকার জানিয়েছেন, ঘরের টিভি রাখার টেবিলে নিচে ছিল একটি বড় গর্ত। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত সেই গর্ত থেকে বেরিয়েছে ১৯ টি গোখরো সাপ! তবে একটি সাপকেও মারেননি

অস্ত্রোপচারের সময় গায়েব কিডনি, বেরল আইসব্যাগ থেকে

Image
চিকিৎসায় গাফিলতির অভিযোগ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রায়ই দেশের কোথাও না কোথাও এর কথা শোনা যায়। কিন্তু মুজাফ্ফরনগরের এক হাসপাতালে যা ঘটেছে, তা বিরল। অস্ত্রোপচার করতে গিয়ে অপারেশন থিয়েটার থেকে গায়েব হয়ে গেল কিডনি। মুজফ্ফরনগরের নতুন মান্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছ। হাসপাতালে ভরতি ছিলেন ইকবাল। বছর ৬০ বছর। গতকাল তিনি হাসপাতালে ভরতি হন। কিডনি থেকে পাথর বের করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছিল তাঁর। সেই কারণে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের দিনক্ষণও জানিয়ে দিয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, অপারেশন থিয়েটার থেকেই চুরি হয়ে যায় ইকবালের কিডনি। তাঁর পরিবারের অভিযোগ, কিডনি থেকে পাথর বের করতে গিয়ে গোটা কিডনিটাই নাকি বের করে নেন চিকিৎসক বিভু গর্গ। কিডনি "চুরি" করেন তিনি। পরিবারের দাবি, ইকবালের সেই কিডনি পরে তাঁরা খুঁজে পান। কিন্তু যেখান থেকে খুঁজে পান, সেটি অপ্রত্যাশিত। ইকবালের "চুরি" যাওয়া কিডনি নাকি ছিল আইসব্যাগের মধ্যে। সেখানে সেটি "লুকিয়ে" রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তাঁরা। তবে হাসপাতাল কর

ভারতীয় বিমানবাহিনীর পাইলট হলেন চা বিক্রেতার মেয়ে

Image
আঁচল গঙ্গওয়াল। নিমাচ: ভারতীয় বায়ুসেনার বিমানচালক হলেন এক চা-বিক্রেতার মেয়ে ৷ কথাগুলো লেখাটা বড্ড সহজ ৷ তবে এই কথাগুলো লেখার জন্য সেই মেয়ের অধ্যাবসায় কিন্তু মোটেই সহজ ছিল না ৷ আর সেই অসাধ্য সাধন ঘটিয়েছেন মধ্যপ্রদেশের নিমাচের  ২৪ বছরের আঁচল গঙ্গওয়াল ৷ ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানের পাইলট হিসেবে সারা দেশ থেকে ২২ জন নির্বাচিত হয়েছেন, তাঁদের অন্যতম আঁচল। তাঁর বাবা চা বিক্রি করেন। কিন্তু আঁচলের পড়াশোনায় কোনো কমতি রাখেননি। আঁচল ছোটবেলা থেকেই স্কুলের টপার। শুধু পড়শোনাতেই নয়, স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল এবং ৪০০ মিটার দৌড়েও সফল তিনি। ২০১৩ সালের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যায় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। নিখোঁজ হয়েছিলেন অনেক পুণ্যার্থী। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল আঁচলকে। তখন সে দ্বাদশ শ্রেণিতে পড়ে। যে ভাবে দেশের সেনা জওয়ানরা উদ্ধারকাজ চালিয়েছিলেন, সেটাই আঁচলের জীবনের প্রেরণা হয়ে দাঁড়ায়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার দৃঢ়সঙ্কল্প শুরু তখন থেকেই। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। তারপর চাকরির জন্য প্রস্তুতি। এসবের মধ্যেও কিন্তু হারিয়ে যায়নি তাঁর স্ব

অ্যানাল সেক্সে সুখের সপ্তম স্বর্গ! সমীক্ষায় অবাক দাবি মহিলাদের

Image
অ্যানাল সেক্স কি স্বাভাবিক? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। তবে জেনে রাখুন, উত্তর হল হ্যাঁ। এমনটাই মনে করেন বহু বিশেষজ্ঞ। সমীক্ষাতেও মিলেছে অবাক তথ্য। ব্রিটিশ সেক্সোলজিস্ট ডা. জেসিকা ও'রেলি জানাচ্ছেন, অ্যানাল সেক্স বা পায়ুমৈথুন একটি স্বাভাবিক সেক্স প্রক্রিয়া। এতে তুলনামূলকভাবে বেশি আনন্দ পাওয়া যায়। কারণ, নারীর নিতম্বদেশ এবং পায়ু শরীরের যৌন সংবেদনশীল স্থানগুলির অন্যতম। ডাক্তারি পরিভাষায় 'রেসপন্সিভ ইরোজেনাস জোন'। সুতরাং, অ্যানাল সেক্স করে সুখের সপ্তম স্বর্গে পৌঁছনো সম্ভব। যোনির তুলনায় পায়ু ছোট ও সরু হওয়ায় পুশ করার সময় পুরুষ অনেক বেশি আনন্দ অনুভব করে। অ্যানাল সেক্স শুরু করার আগে সঙ্গিনীর কোমল নিতম্বদেশে হাত বুলিয়ে এবং চুমু খেয়ে উত্তেজনা জাগিয়ে তুলতে হবে। শক্ত উত্থিত পেনিস নিতম্বদেশের খাঁজে ঘষলে মেয়েরা প্রবলভাবে উত্তেজিত হয়। যদি হাইজিন নিয়ে ছুঁৎমার্গ না থাকে, তা হলে পায়ুতে আঙুল ঢুকিয়ে নাড়াচাড়া করা যায়। সেক্ষেত্রে তীব্র শিহরনে নারীশরীর কম্পিত হবে। তবে অ্যানাল সেক্স করতে গেলে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন ডা. জেসিকা ও'রেলি। প্রথমত, পায়ুর ভিতর দিকের চামড়া যোনি

বেতন থেকে ব্যাংক ঋণ! বড়সড় আন্দোলনের পথে কর্মীরা

Image
বর্ধমান: ডেকরেটর সমন্বয় সমিতি সদস্যরা তাঁদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে চলেছে৷ তাঁদের দাবি ডেকরেটর পেশাকে শিল্পের মর্যাদা দেওয়া, ডেকরেটর কর্মীদের বীমার অধীনে নিয়ে আসা, সমস্ত ডেকরেটরদের একটি মূল্য তালিকায় নিয়ে আসা, জিএসটি ও ওয়েবিল বাতিল করা, ডেকরেটরদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করা প্রভৃতি৷ বর্ধমান টাউন হলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন বর্ধমানের ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী নবব্রতনন্দজী। হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অরুণ সেনগুপ্তও। একই সঙ্গে গোটা রাজ্য জুড়েই ডেকরেটরদের ওপর পণ্য পরিবহণের ক্ষেত্রে পুলিশি জুলুমের ঘটনায় নবান্নের দ্বারস্থও হতে চলেছেন ডেকরেটর সমন্বয় সমিতি৷ শনিবার থেকে বর্ধমানের টাউন হলে পূর্ব বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতির প্রথম জেলা সম্মেলন শুরু হয়েছে৷ শনিবার এই সম্মেলন শুরুর আগে সংগঠনের রাজ্য কমিটির একটি প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়৷ আগামী ২৫ ও ২৬ আগষ্ট নিউ দিঘায় এই সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে৷ আর রাজ্য সম্মেলনে মূল আলোচ্য বিষয় হতে চলেছে এই ডেকরেটরদের পণ্য পরিবহণে এবং বিশেষত সামাজিক কাজে পণ্য পরিবহ

মহারাষ্ট্রে প্লাস্টিক ব্যানে রাতারাতি চাকরি গেল ৩ লক্ষের!

Image
মহারাষ্ট্রজুড়ে ইতোমধ্যেই প্লাস্টিক এবং থার্মোকল নিষিদ্ধ করেছে দেবেন্দ্র ফড়নবীশ সরকার। এই সিদ্ধান্তের ফলে ১৫ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতি হবে বলে মত শিল্প মহলের। একইসঙ্গে প্রায় ৩ লক্ষ মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।  প্লাস্টিক ব্যাগ উৎপাদকদের সংগঠন PBMAI-এর সাধারণ সম্পাদক নীমিত পুনামিতি এ সম্পর্কে রবিবার সংবাদমাধ্যমকে বলেছেন, 'মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত সারা দেশের প্লাস্টিক শিল্পকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। গোটা শিল্পক্ষেত্রে ইতোমধ্যেই ভাটার টান দেখা দিয়েছে। এই লোকসানের অঙ্ক ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। প্লাস্টিক ব্যানের সরকারের সিদ্ধান্তে রাতারাতি প্রায় ৩ লক্ষ মানুষ কর্মহীন হয়ে গেলেন।' মহারাষ্ট্রে প্লাস্টিক এবং থার্মোকল নিষিদ্ধ হওয়ায় তাঁদের সংগঠনের প্রায় আড়াই হাজার সদস্য কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলেও জানিয়েছেন নীমিত পুনামিতি। 

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন মেজর-পত্নী?

Image
নিহত শৈলজা দ্বিবেদী। তিন বছর ধরে ফোনে কথোপকথন। স্বামীর অজান্তে ভিডিও কল, চ্যাট সবই চলত। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ার জেরেই খুন হতে হল মেজরের স্ত্রীকে। দিল্লিতে মেজর-পত্নী খুনে ধৃত অন্য মেজর নিখিল হান্ডাকে প্রাথমিক জেরার পর এই তথ্য মিলেছে বলে দাবি করল দিল্লি পুলিশ। রবিবারই উত্তরপ্রদেশের মেরঠ থেকে নিখিলকে গ্রেফতার করে পুলিশ। নিয়ে আসা হয় দিল্লিতে। ধৃত মেজর নিখিল হান্ডা বর্তমানে নাগাল্যান্ডের ডিমাপুরে কর্মরত। বছর তিনেক আগে ডিমাপুরেই ছিলেন মেজর অমিত দ্বিবেদী। দু'জনের কাজও ছিল একসঙ্গেই।  সেই সূত্রেই অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজার সঙ্গে আলাপ হয় নিখিলের। কিন্তু কিছু দিন পরই মেজর অমিত দ্বিবেদী দিল্লিতে বদলি হয়ে চলে আসেন। পুলিশের দাবি, বদলির পরও মেজর হান্ডা শৈলজাকে নিয়মিত ফোন করে  কথা বলত। সেই সূত্রে দু'জনের ঘনিষ্ঠতাও বাড়ে। ফোনের পাশাপাশি চলত চ্যাট, ভিডিও কলিংও। এমনকি মেজর নিখিল হান্ডার সঙ্গে তাঁর স্ত্রী ভিডিও কল করার সময় এক দিন ধরেও ফেলেন। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। পাশাপাশি, নিখিলকেও তাঁর বাড়ি বা পরিবারের লোকজনের ত্রিসীমানায় আসতে নিষেধ করে দেন মেজর অমিত দ্বিবেদী। ক

হ্যারি কেন ঝড়ে উড়ে গেল পানামা, স্বপ্ন দেখছে ইংল্যান্ড

Image
শীর্ষে: চলতি বিশ্বকাপে এই নিয়ে পাঁচ গোল। পানামার বিরুদ্ধে রবিবার হ্যাটট্রিক করে হ্যারি কেন টপকে গেলেন রোনাল্ডোকে। ইংল্যান্ড ৬ • পানামা ১ ইংল্যান্ড যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে, তখন আমার বয়স মাত্র দশ। তাই আমাকে বাড়িতে রেখেই ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন বাবা। সে দিন থেকেই স্বপ্ন দেখতাম, এক দিন আমিও মাঠে বসে ইংল্যান্ডের বিশ্বজয় দেখব। কিন্তু প্রত্যেক বার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছি। তবে এ বার মনে হচ্ছে, অপেক্ষার অবসান হতে চলেছে। ববি মুর, ববি চার্লটন, গ্যারি লিনেকার, পল গাসকোয়েন, অ্যালান শিয়েরার, ডেভিড বেকহ্যাম, মাইকেল আওয়েন থেকে ওয়েন রুনি— গত ৫২ বছরে বিশ্ব ফুটবলে একের পর এক তারকা উপহার দিয়েছে ইংল্যান্ড। অথচ বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে। আশা করছি হ্যারি কেন, রাহিম স্টার্লিংরা সেই ছবিটা বদলাতে সফল হবেন। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইংল্যান্ডে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। ইংল্যান্ড যে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে, কেউ আশাই করছে না। আমার এক বন্ধু তো বলেই ফেলল, ''লিনেকার, বেকহ্যামের মতো ফুটবলাররাই পারলেন না। এঁরা কী করবেন?

জন্মদিনে শপথ মেসির, কাপ জিতেই ছাড়ব

Image
জন্মদিনের হাসি: লিয়োনেল মেসি। বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি তাঁর দল আর্জেন্টিনা। এ রকম কঠিন পরিস্থিতিতেই রবিবার ৩১তম জন্মদিন পালিত হল লিয়োনেল মেসির। জন্মদিনে মেসিও জানিয়ে দিলেন, বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না তিনি। তাঁর কথায়, ''বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত অবসর নয়।'' জন্মদিনের সকালে অনুশীলন ছিল আর্জেন্টিনা দলের। মেসি অনুশীলনে নামতেই এগিয়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান, দলের কোচ হর্হে সাম্পাওলি। দলের অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে যান সের্খিয়ো আগুয়েরো, পাওলো দিবালা-রাও। তার আগেই মেসির জন্য ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ইনস্টাগ্রামে তাঁদের পরিবারের একাধিক ছবি পোস্ট করে মেসি-পত্নী লেখেন, 'শুভ জন্মদিন। আমরা সবাই তোমাকে ভালবাসি।  বিশ্বের সব চেয়ে সুখী মহিলা হয়েছি তোমাকে পাশে পেয়েই। খুব আনন্দে থাকো।' শুধু নিজের স্ত্রী বা আর্জেন্টিনা দল থেকেই নয়, জন্মদিনে মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাব ফুটবলে তাঁর সতীর্থ প্রতিদ্বন্দ্বীরাও। বার্সেলোনায় লিয়োর অন্যতম প্রিয় বন্ধু উরুগুয়ের লুইস সুয়ারেস সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে জন্মদিনের শুভে