Posts

Showing posts from November 4, 2018

‘স্ট্যাচু অব ইউনিটি-এর টাকা কীভাবে এল?

Image
বল্লভভাই প্যাটেলের মূর্তিতে খরচ হয়েছে ৩হাজার কোটিটাকা। সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেড, কেন্দ্র এবং গুজরাট সরকার মিলে প্রায় ২১৩৪ কোটি টাকা খরচ করেছে। ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে মোদী সরকার। গুজরাটের বিজেপি সরকার দিয়েছে ৫৫৪ কোটি টাকা। সিএসআর খাত থেকে এসেছে ৪৫৫.৮৮ কোটি টাকা ।  অনুদান মিলেছে ১৪১২.২৭ কোটি টাকা।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ব্যাংক আধিকারিক

Image
ঢাকা: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার ঢাকার একটি ব্যাংকের এক শীর্ষ আধিকারিক৷ ধৃতের নাম হাফিজুর রহমান, বয়স ৩৬৷ 'জনতা ব্যাংক'-এর শীর্ষ পদে আসীন রয়েছেন তিনি৷ অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস করে গত তিন বছরের মধ্যে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি৷ ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি৷ তদন্তকারীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে ধৃত ব্যক্তি৷ এই একই অভিযোগে আগে প্রায় ৪০ জনকে গ্রেপ্তারের করা হয়৷ তাদের জেরা করেই হাফিজুরের নাম উঠে আসে৷ গত ২৮ অক্টোবর হাফিজুরকে গ্রেপ্তার করেন সিআইডি আধিকারিকরা। তিনদিন রিমান্ডে থাকার পর গতকাল শুক্রবার ধৃত ঢাকার মহানগর আদালতে গোপন জবানবন্দি দেন। পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছে হাফিজুর৷ কেমন ভাবে কাজ করত এই চক্রটি? পুলিশ জানিয়েছে, পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে এদের হাতে চলে আসত প্রশ্নপত্র৷ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের শিক্ষক বা সহকারীদের মাধ্যমে প্রশ্নপত্র পেত এরা৷ তারপর দ্রুত

মার্কিন সেনাবাহিনীর জন্যে রাশিয়ার কাছ থেকেই অ্যাসাল্ট রাইফেল কিনছে আমেরিকা

Image
ওয়াশিংটনঃ  রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।  তাতে কি? সেই রাশিয়ার কাছ থেকেই কালাশনিকভ রাইফেল কেনা বন্ধ করেনি আমেরিকা।  এক তৃতীয় দেশের মাধ্যমে রুশ নির্মিত কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেল একে-৪৭ কেনা অব্যাহত রেখেছে আমেরিকা। রাশিয়ার তৈরি এই অস্ত্র বিশ্বে সবথেকে জনপ্রিয় অস্ত্র হিসেবে বিবেচিত হয়।  আর সেই কারণে আমেরিকার কাছেও এই অস্ত্র সবথেকে প্রয়োজনীয়। যদিও মার্কিন সেনাদের কাছে এটি অনিবার্য হয়ে উঠছে দিনে দিনে।  বিশেষ করে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর জন্য এই অস্ত্রের বিকল্প প্রায় নেই।  মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত এম ১৬ রাইফেল যুদ্ধের অস্ত্র হিসেবে চমৎকার হলেও আফগানিস্তানের রুক্ষ আবহাওয়া উপযোগী নয়।  ধুলো, ময়লা এবং তাপমাত্রার ওঠানামা অত্যাধুনিক এই অস্ত্র বেহাল হয়ে পড়ে। ফলে সঠিক ভাবে কাজ করে না বা কখনও কখনও বিনা ঘোষণায় অচলও যায়।  এদিক থেকে কালাশনিকভ অতুলনীয়।  প্রতিকুল আবহাওয়ায়তেও নুন্যতম রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে।  এবং চমৎকার ভাবে কাজ করে যেতে পারে। আর এটাও কোনো গোপন কথা নয় যে আফগানিস্তানে মোতায়েন বাহিনীকে নিয়মিত কালাশনিকভ যোগান দিয়ে চলেছে আমেরিকা।  চিন এবং বুলগেরিয়াস

অসমে নিহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image
অসমের বাঙালিদের পাশে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, তিনসুকিয়ায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতে এমনই বার্তা দিল তৃণমূলের প্রতিনিধি দল। পাশাপাশি এনআইরসি নাম না করে তৃণমূল অভিযোগ করে, বিষ ঢোকালো কে? তার তদন্ত করতে হবে। এ দিন যদিও শিলচর পুনরাবৃত্তির সম্মুখীন হতে হয়নি ডেরেক ও'ব্রায়েন, নাদিমুল হক, মমতা ঠাকুর ও মহুয়া মৈত্রদের। সাতসকালে  ডিব্রুগড়  বিমানবন্দরে   পুলিসের সঙ্গে কথা বলেন ডেরেকরা। পরে পুলিসের নিরাপত্তায় রওনা দেন তিনসুকিয়ায়। লক্ষ্য ছিল একটাই, স্বজনহারা পরিবারদের পাশে থাকার। মৃতদের পরিবারকে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র আশ্বাস দেন, "মমতা দিদি আমাদের পাঠিয়েছে। দিদি বলেছেন, গোটা বাংলা আপনাদের সঙ্গে আছেন।" পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন বলে এ দিন জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তিনসুকিয়ার গ্রামে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন ডেরেক ও ব্রায়েন, নাদিমুল হক, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র। গ্রামজুড়ে স্বজনহারানোর হাহাকার। আতঙ্কে-কান্নায়-ক্ষোভে ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা। পাশে থাকার আশ্বাস তৃণমূল প্রতিনিধিদের। বাংলার প

ভুয়ো ED অফিসার পরিচয়ে হুমকি মেল, গ্রেপ্তার IT ইঞ্জিনিয়র

Image
ধৃত IT ইঞ্জিনিয়র অনন্ত সুন্দর রঞ্জন       নিউটাউন : ED অফিসার পরিচয়ে বেশ কয়েকজনকে মেল পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ইঞ্জিনিয়রের বিরুদ্ধে। নিউটাউনের হাইল্যান্ড উডসের বাসিন্দা পেশায় IT ইঞ্জিনিয়র অনন্ত সুন্দর রঞ্জনের বিরুদ্ধে ED-র তরফে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি নাকি নিজেকে ED-র ইস্টার্ন রিজিয়নের স্পেশাল ডিরেক্টর হিসেবে পরিচয় দিতেন। তাকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অনন্ত সুন্দর রঞ্জন ভুয়ো মেল ID তৈরি করে একাধিক ব্যক্তিকে হুমকি দিতেন। নিজেকে ED-র ইস্টার্ন রিজিয়নের স্পেশাল ডিরেক্টর হিসেবে পরিচয় দিতেন তিনি। মেল ID তে তিনি নিজের নাম ভাঁড়িয়ে যোগেশ গুপ্তা ছদ্মনামে হুমকি দিতেন। যাদের প্রতারিত করার চেষ্টা করা হয়েছিল, তাঁদের মধ্যে একজনের সন্দেহ হওয়ায় তিনি ED-র সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু, সেখানে গিয়ে জানতে পারেন ইস্টার্ন রিজিয়নের স্পেশাল ডিরেক্টর বলে পদই নেই। শুধু তাই নয়, যোগেশ গুপ্তা বলে কোনও ব্যক্তিই সেখানে কাজ করেন না। এরপরই ওই ব্যক্তিকে টোপ হিসেবে ব্যবহার করে অনন্ত সুন্দরের সঙ্গে দেখা করার চেষ্টা করে ED-র আধিকারিকরা। জানা যায় ওই ব্যক্তি নিউটাউনের বাস

‘ইউনিফর্ম ঠিক করার নামে শরীরের নানা জায়গায় হাত দিতেন পদস্থ কর্তা’

Image
কারও ইউনিফর্ম ঠিক করার নামে অশোভন ভাবে গায়ে হাত দেওয়া। কাউকে সুবিধামতো জায়গায় বদলির শর্তে মোটা টাকার প্রস্তাব। রাজি না হলে দূরে বদলি, হেনস্থা। কাউকে আবার বাড়িতে পরিচারিকার মতো খাটানো। দেশ জুড়ে #মিটু-র ধাক্কায় এ বার দফতরের দুই পদস্থ কর্তার বিরুদ্ধে এমনই নানা ধরনের যৌন ও আর্থিক হেনস্থার অভিযোগ তুললেন গুজরাতের সুরাতের মহিলা হোমগার্ডরা। তবে এ বার আর সোশ্যাল মিডিয়ায় নয়, সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করেছেন অন্তত ২৫ জন মহিলা হোমগার্ড। শুক্রবারই এই অভিযোগ নিয়ে সুরাতের পুলিশ কমিশনার সতীশ শর্মার দ্বারস্থ হয়েছেন হোম গার্ডরা। কমিশনার জানিয়েছেন, ''কর্মক্ষেত্রে মহিলাদের হেনস্থার অভিযোগ নথিবদ্ধ করার জন্য একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে জেলায় একটি কমিটি রয়েছে। সেই দফতরে অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তও শুরু হয়েছে।'' কমিশনারের কাছে পাঠানো চার পাতার অভিযোগ পত্রে মহিলা হোমগার্ডরা নালিশ জানিয়েছেন, ওই দুই পদস্থ কর্তা মহিলা হোমগার্ডদের নানা ভাবে শারীরিক, মানসিক, আর্থিক ও যৌন হেনস্থা করেছেন। দু'জনের মধ্যে এক অফিসার একাধিক মহিলা হোমগার্ডকে বিভিন্ন সময় ইউনিফর্ম ঠিক করার ন

মাত্র ৬ টাকাতেই যে কারও ফেসবুকের গোপন মেসেজ দেখে ফেলা যায়!

Image
ফেসবুকে হানা দিয়ে ৮১ হাজার ইউজারের ব্যক্তিগত মেসেজ বিক্রি করছে হ্যাকার!ইচ্ছুক ব্যক্তি মাত্র ১০ সেন্ট (যা ভারতীয় মুদ্রায় ৬টাকার মতো)-এর বিনিময়ে ইচ্ছামতোঅ্যাকাউন্টে ঢুকে যাবতীয় খুটিনাটি দেখে নিতে পারবেন! সম্প্রতি এমনই খবরে ফের শিরোনামে ফেসবুক। ফের প্রশ্ন উঠছে ফেসবুকের নিরাপত্তা নিয়ে। বিবিসি-র প্রকাশ করা খবর অনুযায়ী, ১২ কোটি ফেসবুক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। যার মধ্যে ৮১ হাজার অ্যাকাউন্ট ইতিমধ্যে নমুনা হিসাবে তুলে ধরেছে হ্যাকাররা। সেই অ্যাকাউন্টগুলিতে খুব কম টাকার বিনিময়ে যে কোনও ইচ্ছুক ব্যক্তিকে অ্যাকসেস দিয়ে দেওয়ার কথাও জানিয়েছে হ্যাকাররা। জানা গিয়েছে, এখনও পর্যন্তব্রিটেন, আমেরিকা, ব্রাজিলের গ্রাহকদের অ্যাকাউন্টে এই ঘটনা ঘটেছে। এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে ফেসবুক। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট গাই রোজবিবৃতি দিয়ে জানিয়েছেন, ফেসবুকের নিরাপত্তা আঁটোসাটো রয়েছে। হ্যাকাররা আসলে ভাইরাস আক্রান্ত ব্রাউজার এক্সটেনশনের সাহায্যেই হ্যাক করছে অ্যাকাউন্ট। অন্য কোনওভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে হ্যাকার-হানা রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছে ফেসবুক।গ

রোজভ্যালির টাকা পাচার, গ্রেফতার বাঙালি ব্যবসায়ী, হদিশ বিপুল বেহিসেবি সম্পত্তির

Image
1) গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। 2) উপরে বাঁ দিকে: শতাব্দী রায়ের সঙ্গে। উপরে ডান দিকে: মুকুল রায়ের সঙ্গে। নীচে বাঁ দিকে: শুভেন্দু অধিকারীর সঙ্গে। নীচে ডান দিকে: ডিআইজি সিআইডি নিশাত পারভেজ (বাঁ দিক থেকে তৃতীয়)-এর সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ী সুদীপ্ত (বাঁ দিক থেকে চতুর্থ)।  রোজভ্যালি তদন্তে এবার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুদীপ্ত রায়চৌধুরী নামে এই ব্যাবসায়ীর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যার সঙ্গে আয়ের কোনও সঙ্গতি পাওয়া যায়নি। ইডি সূত্রে খবর, সুদীপ্ত রায়চৌধুরী নামে এই ব্যবসায়ী রোজভ্যালির অনেক লেনদেনের সঙ্গে যেমন যুক্ত, তেমনি সম্প্রতি ইডি এবং সিবিআইয়ের নাম ব্যবহার করে তোলাবাজিও করেছেন। শনিবার এই ব্যবসায়ীর মেট্রোপলিটনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার পর তাঁকে টানা জেরার পর রবিবার গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। ইডি আধিকারিকদের ইঙ্গিত, এই ব্যবসায়ীকে জেরা করে রোজভ্যালির একাধিক বেআইনি লেনদেনের হদিশ মিলবে। ইডি সূত্রে খবর, শাসক দলের একাধিক শীর্ষ নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন এই ব্যবসায়ী। অনেক পুলিশ কর্তার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল দেখার মত। বাম আমলে সিপিএমের দক্ষি

পঞ্জাবে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি শিক্ষিকার

Image
স্কুলের শৌচাগারে পড়ে ব্যবহৃত স্যানিটারি প্যাড। এই দেখে ছাত্রীদের নগ্ন করে পরীক্ষার নির্দেশ দিয়ে বদলির মুখে স্কুল শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ভাটিন্ডার ফাজিকা জেলার কুন্দল গ্রামের একটি গার্লস স্কুলে। ছাত্রীদের পরিবারের তরফে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের নির্দেশে গোটা ঘটনার তদন্তভার পড়েছে রাজ্যের শিক্ষা সচিব কিষাণ কুমারের উপরে। যতক্ষণ না তদন্ত রিপোর্ট হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত দুই শিক্ষিকার বদলিও স্থগিত থাকবে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। স্কুলের শৌচাগারে ব্যবহৃত স্যানিটারি প্যাড দেখতে পান দুই শিক্ষিকা। রীতিমতো ক্ষিপ্ত হয়ে দু'জনেই সপ্তম শ্রেণির ছাত্রীদের ডেকে পাঠান। কে শৌচাগারে ব্যবহৃত প্যাড ফেলেছে তাই নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। সন্তোষজনক উত্তর না মেলায় কিছুক্ষণের মধ্যেই অষ্টম শ্রেণির চার ছাত্রীকে ডাকেন। তারপর সপ্তম শ্রেণির ছাত্রীদের নগ্ন করে স্যানিটারি প্যাডের হদিশ করার নির্দেশ দেওয়া হয় ওই চারজনকে। এরপর স্কুলের একটি ফাঁকা ঘরে নিয়ে চলে তল্লাশি। শিক্ষিকাদের নির্দেশ শুনে ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছে সপ্তম শ্রেণির ছাত্

অ্যাসিডে পুড়িয়ে লোপাট খাশোগ্গির দেহ, বিস্ফোরক দাবি এরদোগানের

Image
খাশোগ্গি হত্যা নিয়ে ফের বিস্ফোরক তথ্য দিল তুরস্ক। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান দাবি করেছেন, ওয়াশিংটন পোস্টের বর্ষীয়ান সাংবাদিক জামাল খাশোগ্গি ইস্তানবুলে সৌদি কনসুলেটে ঢোকার কিছুক্ষণ পরেই তাঁকে জেরা করেছিলেন সৌদি থেকে আসা গোয়েন্দারা। ২ অক্টোবর কিছুক্ষণ কথা কাটাকাটির পর তাঁকে প্রথমে মারধর করা হয়। তারপর গলা টিপে হত্যা করা হয়। এর পরেই খাশোগ্গির শিরশ্ছেদ করা হয় সৌদির সরকারি নিয়ম মেনে। মুণ্ডচ্ছেদের পর সযত্নে খাশোগ্গির শরীরটাকে টুকরো টুকরো করে কাটা হয়। কিন্তু অত বড় ভারী শরীরের দেহাংশ রাতারাতি লোপাট করা সম্ভব নয় বুঝে তা নাইট্রিক অ্যাসিডে চোবানো হয়। দেহাংশ অ্যাসিডে কয়েক ঘণ্টা গলানোর পর তা নর্দমায় ফেলে দেওয়া হয়। বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ যা অ্যাসিডে গলেনি প্লাস্টিক কন্টেনারে রেখে অনেক দূরে কোনও ডাস্টবিনে ফেলার জন্য পাচার করে দেওয়া হয়। এরদোগান জানিয়েছেন, সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক খাসোগিকে হত্যা করাটা ছিল সৌদি সরকারের পূর্ব পরিকল্পিত। এজন্যই খাশোগ্গিকে নিজেদের দূতাবাসে ডেকে আনা হয়েছিল। তিনি সরকারি সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। সাংবাদিক হয়ে বাক স্বাধীনতার

মুম্বইয়ের ইঞ্জিনিয়ারের হাতেই এখন আমেরিকার ক্রিকেট দলের দায়িত্ব!

Image
পড়াশোনার জন্য ক্রিকেটে ছেড়েছিলেন মুম্বইয়ের সৌরভ নেত্রাভালকর। কিন্তু ক্রিকেট তাঁর পিছু ছাড়ল না। উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে মার্কিন মুলুক চলে যান তিনি। এখন আমেরিকার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন এই মুম্বইয়ের তরুণ।  ছয় ফুটের সৌরভ মিডিয়াম পেসার হিসেবে মুম্বই দলের হয়ে নিয়মিত খেলতেন। ২০১০-এ অনূর্ধব ১৯ বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তিনি। কর্নাটকের বিরুদ্ধে খেলেছিলেন কেরিয়ারের একমাত্র রঞ্জি ম্যাচ। কিন্তু নিজের ক্রিকেট পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না সৌরভ। তাই খেলা ছেড়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তি হন মুম্বইয়ের সর্দার প্যাটেল ইনস্টিটিউট অফ টেকনোলজির এই স্নাতক। কিন্তু সেখানেও ক্রিকেটের নেশা ছাড়তে পারেননি সৌরভ। ক্রিকেটের প্রতি তাঁর টান ধরা পড়ে আমেরিকায় জাতীয় দলের নির্বাচকদের চোখেও। সে দেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। মার্কিন দেশে ক্রমেই বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। আইসিসি অনুযায়ী, সে দেশে এখন ৪৮টি রাজ্যে ক্রিকেট খেলা হয়। ৬০০০ দল রয়েছে, খেলা হয় ৪০০টি লিগ। আমেরিকায় ক্রিকেট ভক্তের সংখ্যা দুই থেকে তিন লক্

অভিনব বোনাস, পরিচারক-ড্রাইভারকে ৩১ লক্ষের শেয়ার

Image
দীপাবলির আগে সংস্থার কর্মীদের ফ্ল্যাট-গাড়ি-মূল্যবান উপহার দেওয়ার ব্যাপারে সুরাতের প্রখ্যাত হিরে ব্যবসায়ী সাভজি ঢোলাকিয়ার নাম বহুশ্রুত। চলতি বছরেও দীপাবলি উপলক্ষে সংস্থায় ২৫ বছর কাজ করে ফেলা ৩ কর্মীকে কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৩৫০ডি এসইউভি দেওয়ার পাশাপাশি ৬০০ কর্মীকে রেনো ক্যুইড এবং মারুতি সুজুকি সেলেরিও গাড়িও দেওয়া হয়েছে, যাঁরা গত বছর কোনও ইনসেন্টিভ পাননি সংস্থা থেকে। আরও ৯০০ জন পেয়েছেন মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা এই বছর বিলিয়ে দিলেন সাভজি। উপহার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এ হেন প্রবাদপ্রতিম ব্যবসায়ীর সঙ্গে এক ব্র্যাকেটে উঠতে না পারলেও অন্য রকম নজির গড়লেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ক্যাপিটাল ফার্স্ট লিমিটেড-এর চেয়ারম্যান বৈদ্যনাথন ভেম্বু। দীপাবলি উপলক্ষে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৪৩০,০০০ শেয়ার তাঁর দুই ড্রাইভার, তিনজন কাজের লোক, কিছু কর্মী এবং পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসেবে বিলিয়ে দিলেন তিনি। অঙ্কের হিসেব বলছে, ২ জন ড্রাইভার এবং ৩ জন কাজের লোকের প্রতিজনকে দেওয়া হয়েছে ৬,৫০০টি করে শেয়ার,

ঘুরতে গিয়ে বরফে বন্দি

Image
বরফে ঢাকা রাস্তা, বাড়ি, বিমানবন্দর। পানীয় জলও অমিল। হাড়কাঁপানো শীতের মধ্যে অগ্নিমূল্য বিমান ভাড়া। কালীপুজোর আগে লেহ-লাদাখ বেড়াতে গিয়ে টানা তুষারপাতে এমনই সাঁড়াশি-বিপদে কলকাতা-হাওড়ার ৫১ জন বাঙালি। তাঁদের মধ্যে বেশ কয়েক জন প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুও রয়েছেন। তুষারপাতের জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লেহ-তে সব হোটেলও বন্ধ। একটি মাত্র হোটেলে কোনওরকমে আশ্রয় নিয়েছেন পর্যটকেরা। সেই হোটেল মালিকও জানিয়ে দিয়েছেন, আজ রবিবারই হোটেল বন্ধ করে দেবেন। বেড়াতে গিয়ে যে এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবতেও পারেননি কেউই। এখন কোনও রকমে বাড়ি ফেরার জন্য তাঁরা মরিয়া।  কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে ৫১ জন পর্যটকের একটি টিম গত ২৬ অক্টোবর লেহ-লাদাখের উদ্দেশে রওনা দেন। ওই ভ্রমণ সংস্থার তরফে দেবকুমার দত্ত শনিবার লেহ থেকে 'এই সময়'কে বলেন, 'প্রথম দিকে সবই ঠিক ছিল। বিপত্তি শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। আমাদের একটি টিম কার্গিলে গিয়েছিল। সেখানে তুষারপাতে সব রাস্তা বন্ধ। ফলে ৩৪ জন সেখানেই আটকেছিলেন। এ দিনই সেনাবাহিনীর সহযোগিতায় কোনওক্রমে তাঁরা একটি বাসে লেহর উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু যাঁর

অনলাইনে WBCS পরীক্ষার আবেদন শুরু ৬ নভেম্বর থেকে

Image
কলকাতা : ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে WBCS (Exe.) Etc. ২০১৯-এর নিয়োগ পরীক্ষায় বসার আবেদন প্রক্রিয়া। ওইদিন সকাল ১১টা থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সম্প্রতি একটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন ক‍্যাডারের পদে এবং নির্দিষ্ট কিছু সার্ভিস পদে নিয়োগের জন্য WBCS (Exe.) Etc. পরীক্ষা ২০১৯ পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই হবে নিয়োগ। ৬ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টা থেকে করা যাবে অনলাইন আবেদন। চলবে ২৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদনের আগে প্রার্থীকে PSC-র ওয়েবসাইট( www.pscwbapplication.in )-এর মাধ‍্যমে 'ওয়ান টাইম এনরোলমেন্ট' স্কিম অনুযায়ী নিজের নাম নথিভূক্ত করতে হবে। যাদের নাম আগে থেকেই নথিভূক্ত আছে তাদের আর নতুন করে তা করতে হবে না। এছাড়া, বয়সসীমা, যোগ‍্যতা, বেতন কাঠামো, ফি ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.pscwbapplication.in ও www.pscwbonline.gov.in-এ। উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৬ নভেম্বর রাত ১২টা

কীভাবে মৃত্যু ‘তালিবান পিতা’র? ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা

Image
ইসলামাবাদঃ  পাক সেনার সদর দফতর রাওয়ালপিন্ডিতে খুন করা হয়েছে মৌলানা সামি উল হক-কে৷ এই পাক কট্টরপন্থী নেতা 'তালিবান পিতা' হিসেবেই পরিচিত ছিলেন৷ তাঁর এই মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। চাঞ্চল্য তৈরি হওয়ার পাশাপাশি কট্টরপন্থী এই নেতার মৃত্যু ঘিরে তরি হয় বিভ্রান্তিও। কারণ এই ঘটনার পরেই একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হতে থাকে যে হককে খুব সামনে থেকে গুলি করা হয়েছে। এমনকি একাধিকবার ছুরিও মারা হয়েছে বলে খবর উঠে আসতে শুরু করে। যদিও পাকিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলি নয়, শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। ধর্মীয় এই নেতার এক ছেলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, রাওয়ালপিন্ডির বাড়িতেই তার বাবার ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে। মাওলানা হামিদ উল-হক জানান, নামাজের পর তিনি বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তার গাড়িচালক দেহরক্ষী ১৫ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে বাবার রক্তে ঢাকা মৃতদেহ দেখতে পান। যদিও তালেবান নেতাদের শিক্ষক মোল্লা সামির ভাতিজা মোহাম্মদ বিলাল রয়টার্সকে দেন ভিন্ন তথ্য। তিনি জানান, ইসলামাবাদের বাইরে নিজ বাড়িতে ছুরিকাহত ও গুলিবিদ্ধ হয়ে মারা যান হাক্কানি মাদ্রাসার এ

বিয়ের সাত বছর পর ফের একই স্বামীকে বিয়ে করছেন যুবতী

Image
বিয়ের সাতবছর পরে ফের পুরনো স্বামীকেই বিয়ে করতে হচ্ছে এক যুবতীকে। ঘটনার পিছনে রয়েছে এমন অদ্ভূত কারণ। যা হৃদয় বিদারকও বটে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ২০১১ সালে বিয়ের পর এতদিন আলাদা থাকার পরে ফের নিজের স্বামীকেই বিয়ে করছেন এক যুবতী। কারণ জানলে অবশ্যই অবাক হতে হয়। ২০১১ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন এক দম্পতি। প্রেম বিবাহ হওয়ায় ও বয়স কম হওয়ায় কেউই বাড়িতে কিছু বলেননি। যে যার বাড়ি ফিরে যান। কিছুদিন পরে যুবক স্ত্রীর বাড়ি পৌঁছে যান বিয়ের প্রস্তাব নিয়ে। তবে যুবতীর বাড়ির লোক কিছুতেই রাজি ছিলেন না। উল্টো হুমকি দেন খুনের। এই ঘটনার পর যুবতী বাড়ি ছেড়ে পালিয়ে যান। আইনত বিবাহিত স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন। তবে ২০১৩ সালে তাকে ভুল বুঝিয়ে বাড়িতে ঢেকে পাঠানো হয়। তারপর থেকে পাঁচ বছর বাড়িতে আটকে রাখা হয়েছিল যুবতীকে। মাঝে ছল করে ডিভোর্সের কাগজেও সই করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। মায়ের হার্টের সমস্যা বলে যুবতীকে ফাঁদে ফেলা হয়। তিনি তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন, তেমন কিছুই হয়নি। তবে ততক্ষণে বাড়ির লোকের ফাঁদে পা দিয়ে দিয়েছেন মহিলা। তাকে সেই যে আটকে রাখা হয়। তারপরে একটানা পাঁচ বছর নানা চেষ্টা করেও মুক্ত হতে

রাজস্থানে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে খুন বিজেপি নেতা!

Image
প্রথমে গুলি করে তারপর তরোয়াল দিয়ে কুপিয়েএক বর্ষীয়ান বিজেপি নেতাকে খুন করল এক দল দুষ্কৃতী। শনিবার সকালে বিজেপিশাসিত রাজস্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতাপগড় থেকে ৪ কিলোমিটার দূরেএকটি গ্রাম। সেই গ্রামেই রাস্তার পাশে ওই দিন সকালে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা সমর্থ কুমায়ত।প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সেই সময়ে বাইকে কয়েকজন দুষ্কৃতী এসে প্রথমে বিজেপি নেতার উপর গুলি চালায়। তারপর বাইক থেকে নেমে তরোয়াল দিয়ে মাথায় পরপর কোপ মারতে শুরু করে। তাঁকে বাঁচাতে আশেপাশের লোকজন ছুটে গেলে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর স্থানীয়েরা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রাস্তাতেই বসে পড়েন। সামনেই রাজস্থানের বিধানসভা ভোট। ভোটের ঠিক আগের মুহূর্তে এমন একটা ঘটনায় বিজেপির অন্দরেও ক্ষোভ বেড়েছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেতারা। সমর্থ বিজেপির একজন সক্রিয় নেতা ছিলেন বলে জানিয়েছেন আর এক বিজেপি নেতা মাঙ্গু সিংহ। কংগ্রেস নেতা অশোক গহলৌত এই ঘটনার নিন্দা করে টুইট করেছেন, 'বিজেপি নেতা সমর্থ কুমায়াতের খুনের ঘটনার নিন্দা জানাচ্ছি। এই জঘন্য কাজ যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। এই রাজ্যের আইন-শৃঙ্

প্রেম করে বিয়ের দেড় বছরের মধ্যেই স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী!

Image
নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন। কিন্তু মানুষটাকে ঠিক চিনে উঠতে পারেননি মালদহের সঙ্গীতা চক্রবর্তী। সে কারণেই বোধহয় ভালবেসে তাঁর প্রাপ্তি মর্মান্তিক মৃত্যু।বিয়ের দেড় বছরের মধ্যেই গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁরই স্বামীর বিরুদ্ধে। বাগুইআটি থানা এলাকার ঘটনা।খুনের অভিযোগে স্বামী অমরনাথ দাস এবং শাশুড়ি রিনা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের জুন মাসে মালদহের বাসিন্দা সঙ্গীতার সঙ্গে বাগুইআটির আদর্শপল্লীর বাসিন্দা অমরনাথ দাসের বিয়ে হয়। দু'জনেরই আগে থেকে পরিচয়। তাঁদের সম্পর্ক নিয়ে দুই বাড়িতে কোনও আপত্তিও ছিল না। কিন্তু বিয়ের পর থেকেই ক্রমে যেন অচেনা হয়ে উঠছিলেন অমর। তাঁর উপর অত্যাচারও করা হত বলে অভিযোগ সঙ্গীতার বাপের বাড়ির। ২৬ অক্টোবর রাতে সঙ্গীতাকে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শরীরের বেশিরভাগটাই পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিত্সকেরা। রবিবার ভোরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। সঙ্গীতার মৃত্যুর পরই তাঁর বাবা সন্তোষ চক্রবর্তী পুলিশের কাছে শ্ব

হেনস্থা, অভিমানে আত্মঘাতী ট্রেনচালক

Image
মেদিনীপুর: ছুটি মেলেনি। অসুস্থ স্ত্রীকে দেখতে ছুটে গিয়েছিলেন আধিকারিকদের অনুমতি না নিয়েই। ফিরে এসে কাজে যোগ দিতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন। সেই অভিমানে আত্মঘাতী হলেন ট্রেনচালক গুড্ডুকুমার কেশরী (৩৩)। শনিবার সকালে খড়্গপুরের কৌশল্যার ট্রেনচালকদের মেস থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন তিনি।  ট্রেনচালক আত্মঘাতী হওয়ার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর সহকর্মীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন। গুড্ডুকুমার ছিলেন ইএমইউ লোকাল ট্রেনের চালক। বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার পদ্মা গ্রামে। বুধবার রাতে খবর আসে স্ত্রী খুব অসুস্থ। রেল আধিকারিকদের অনুরোধ করেন তাঁকে যেন দু'‌দিন ছুটি দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়ে দেন দীপাবলির আগে ছুটি পাওয়া যাবে না। এই কথা শোনার পরও তিনি একাধিকবার অনুরোধ করেন ছুটির জন্য। তাতেও কাজ হয়নি। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি চলে যান। অসুস্থ স্ত্রীকে দেখে শুক্রবার বিকেলে ফিরে আসেন। অভিযোগ, ফিরে এসে রেল আধিকারিকদের সঙ্গে দেখা করলে তাঁকে গালিগালাজ করেন। চাকরি থেকে ছাঁটাই করার হুমকিও দেন। তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। রা

আইসিইউ–র ভিতরে গণধর্ষিতা কিশোরী

Image
বেসরকারি হাসপাতালের আইসিইউ–র ভিতরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তদের মধ্যে একজন হাসপাতালেরই কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর প্রদেশের বরেলিতে। গত পাঁচ দিন আগে নিজেদের খেতে কাজ করার সময় সাপে কেটেছিল কিশোরীকে। তখন তাকে ওই হাসপাতালে ভর্তি করেছিল তার পরিবার। কিশোরীর শারীরিক অবস্থা সেসময় আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউ–তে রাখা হয়েছিল। ওই বিভাগে ওই কিশোরীই একমাত্র রোগিনী ছিল তখন। তদন্তকারী অফিসার এ সিং জানিয়েছেন, জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়ার পর ঠাকুমাকে কিশোরী অভিযোগ করে, এক রাতে সে যখন একা শুয়েছিল তখন হাসপাতালের পোশাকে এক ব্যক্তি সহ মোট পাঁচজন আইসিইউ রুমে ঢুকে তাকে জোর করে ইঞ্জেকশন দিতে যায়। কিশোরী বাধা দিলে তারা তার হাত বেঁধে গণধর্ষণ করে। নাতনির কাছে পুরো ঘটনা শুনে কর্তব্যরত চিকিৎসকদের অভিযোগ করেন কিশোরীর ঠাকুমা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পর হাসপাতালের তরফে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত করেছে আইসিইউ–র সিসিটিভি ফুটেজ। ধৃতকে জেরা করে বাকি চারজনের সন্ধান শুরু করেছে পুলিস।

চাঁদা তুলে বৃদ্ধের সত্‍কার করলেন হিন্দু-মুসলিমরা

Image
তেহট্ট: এই মুহূর্তে সাতকূলে তাঁর কে কোথায় আছে কেউ জানে না। নিজে হিন্দু হয়েও থাকতেন মুসলিম বাড়িতে। কেউ কোনওদিন জানতে চায়নি তাঁর পরিচয়। বয়সের কোনও গণ্ডি তাঁকে বাঁধতে পারেনি। তাই নির্দ্বিধায় সর্বদা মানুষের বিপদে পাশে দাঁড়াতেন। ভোটার কার্ডের হিসেব বলছে, তাঁর বয়স ছিয়াশি। তবে এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী, পলাশিপাড়া থানার ধাওয়া পাড়ার বিষ্ণুপদ বিশ্বাসের বয়স একশো পেরিয়ে গিয়েছে। মানুষটিকে সকলেই ভালবাসতেন। শনিবার মৃত্যু হয় তাঁর। আর এমন মানুষের শেষকৃত্যে মুছে গেল জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ। ঠিক যেভাবে সকলের পাশে দাঁড়াতেন তিনি, সেভাবেই বিদায়বেলায় সবাইকে পাশে পেলেন বৃদ্ধ। রওশন আলি শেখের বাড়িতে একাই থাকতেন। মানুষের দেওয়া খাবার, পোশাকে তাঁর জীবন কেটে যেত। মানুষের মধ্যে তিনি কখনও ভেদাভেদ করেননি। তাঁর প্রয়াণেও তাই কেউ ভেদাভেদ করল না। শনিবার প্রিয় বিষ্ণুপদ বিশ্বাসের মৃত্যুতে হিন্দু মুসলমান সকলেই একজোট হয়ে চাঁদা তুলে সৎকার করলেন। জীবীত অবস্থায় তো বটেই, তাঁর মৃত্যুতেও অপূর্ব সম্প্রীতি রচিত হল পলাশিপাড়া পলসুন্ডা ধাওয়াপাড়ায়। শনিবার দুপুরে মারা যান অকৃতদার এই মানুষটি। সৎকার কীভাবে হবে একদমই ভাবতে হয়নি। গ্রা

হাসপাতালের আইসিইউ-তে গণধর্ষণের শিকার নাবালিকা

Image
বেরিলি: নৃশংস ! আবারও যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের রায়বেরিলি ৷ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ধর্ষণ করা হয় নাবালিকাকে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নাবালিকার পরিবার ৷ পুলিশ সূত্রে খবর, হাসপাতালের এক কর্মী-সহ চারজন ধর্ষণ করেছে নাবালিকাকে ৷ যদিও বাকি চারজনকে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ ৷ দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ দিন কয়েক আগে সাপে কাটে নাবালিকাকে ৷ এরপর ১৬ বছরের ওই মেয়েক চিকিৎসার জন্য রায়বেরিলির একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করানো হয় ৷ সেখানেই তার উপর চলে এই নারকীয় অত্যাচার ৷ পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, হাসপাতালের আইসিইউ-তে থাকার সময় পাঁচজন তাকে ধর্ষণ করে ৷ তাদের মধ্যেই একজন হাসপাতালের কর্মী ৷ প্রসঙ্গত, হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগে মুখে কুলুপ এঁটেছে ৷

ইরানের তেল কেনায় ভারতকে ছাড়; প্রধান কারিগর মোদী, দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর

Image
ইরান থেকে তেল কেনা নিয়ে ভারতের ভাবনা আপাতত দূর হল। মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও ভারত সহ বিশ্বের বেশ কতগুলি দেশ ইরানের তেল কিনতে পারবে। এই সাফাল্যের পেছনে প্রধান কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান শনিবার তেল কোম্পানিগুলির এক অনুষ্ঠানের ফাঁকে বলেন, ইরান থেকে তেল আমদানিতে ভারতের কোনও সমস্যা হবে না কারণ আন্তর্জাতিক স্তরে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জোরাল প্রচার। ভারত ছাড়াও অন্য কয়েকটি দেশকেও ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, রবিবার ৪ নভেম্বর থেকে ইরানের তেল বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করছে ট্রাম্প প্রশাসন। তা বলবত হবে ৫ নভেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানের তেল কিনলে সেই দেশের সঙ্গে বহু ব্যসায়িক সম্পর্ক ছিন্ন করা হবে। ইরানের ওপরে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্য তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র গবেষণা বন্ধ করা। পাশাপাশি লিবিয়া, ইরাক, সিরিয়ায় যে জঙ্গি হামলা চলেছে তাতে ইরানকে জড়িয়ে পড়া থেকে বিরত রাখা। প্রসঙ্গত, চিন, ভারত, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি

পাকিস্তানে ফের কট্টরপন্থীদের দাপট, প্রাণ বাঁচাতে দেশত্যাগী আসিয়া বিবির আইনজীবী

Image
পাকিস্তানের অধিকাংশ রাস্তা এখন কট্টরপন্থীদের দখলে। ধর্মদ্রোহ আইনের গিলোটিন থেকে খ্রিস্টান মহিলা আসিয়া বিবিকে বাঁচানোর পরই পাকিস্তান ছাড়লেন তাঁর আইনজীবী। গত বুধবারই তাঁর সওয়ালের ভিত্তিতে আসিয়া বিবির মৃত্যুদণ্ড রদ করে পাক সুপ্রিম কোর্ট। তার পর থেকেই কার্যত কট্টরপন্থীদের দখলে পাকিস্তান। ৪৭ বছর বয়সী এই খ্রিস্টান মহিলাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য তাঁর আইনজীবী সইফুল মুলুককেও নিশানা করেছে কট্টরপন্থী রাজনৈতিক ও জঙ্গি সংগঠনগুলি। শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে শনিবার সকালেই দেশ ছাড়লেন তিনি। একই সঙ্গে তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই পাক আইনজীবী। ২০১০ সালে ধর্মদ্রোহিতার অভিযোগে আসিয়া বিবিকে ফাঁসির সাজা দিয়েছিল পাকিস্তানি আদালত। পাকিস্তান পঞ্জাবের শিকরপুরায় মাঠে বেরি তুলতে গিয়ে দুই প্রতিবেশী মহিলার সঙ্গে বচসা বাধে খ্রিস্টান মহিলা আসিয়া নুরিন ওরফে আসিয়া বিবির। বচসার সময় ইসলাম ধর্মগুরুকে অবমাননা করেছেন, আসিফার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল। যদিও পরে সেই মৃত্যুদণ্ডাজ্ঞায় স্থগিতাদেশ জারি করে লাহৌর হাইকোর্ট। আসিয়া বিবির মামলা নিঃসন্দেহে গত এক দশকে

১০ মাসের শিশুকে রেখে মারা গেলেন নবান্নের সামনে অগ্নিদগ্ধ যুবক

Image
ছেলে নিয়ে বাপন সাহার স্ত্রী শর্মিষ্ঠা। নবান্নের সামনে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু হল। নবান্নের সামনে শুক্রবার গায়ে আগুন দিয়েছিলেন সালকিয়ার বাসিন্দা বাপন সাহা (৪১)। পুলিশ জানিয়েছে, ওই দিনই রাতে এসএসকেএমে তাঁর মৃত্যু হয়। শুক্রবারের ঘটনার পরেই এলাকার লোকজন এমনকি বাপনবাবুর স্ত্রীও মুখ খুলতে না চাইলেও শনিবার তাঁরা বাপনবাবুর মৃত্যুর ঘটনায় জড়িত এক স্থানীয় প্রোমোটারের অবিলম্বে কঠোর শাস্তির দাবি তোলেন। বিজেপির পক্ষ থেকেও স্থানীয় গোলাবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার পর থেকে প্রোমোটারের খোঁজ পাওয়া যায়নি। এলাকাবাসীদের এক অংশের অভিযোগ, বাপনবাবুর সালকিয়ার ৪৫ নম্বর ত্রিপুরা লেনে বাড়ির ঢোকার মুখেই সাততলা ফ্ল্যাট বানাচ্ছিলেন ওই প্রোমোটার। এর ফলে তাঁর ঘরে ঢোকা বেরোনোর সমস্যা হচ্ছিল। এর প্রতিবাদ করায় প্রোমোটারের পাঠানো একদল যুবকের হাতে বৃহস্পতিবার চরম হেনস্থা হতে হয় তাঁকে। এর পরে ওই দিনই সকলের চোখের সামনে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু এলাকার লোকেরা তাঁকে ধরে ফেলায় সে যাত্রায় বেঁচে যান। এর পরের দিনই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। আর ফেরেননি। শুক্রবার তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় নবা

রাজনীতির ‘মোহরা’ বানাতেই মা-বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন, বিস্ফোরক লালুপুত্র

Image
তেজপ্রতাপ যাদব। রাজনৈতিক উদ্দেশেই তাঁর বিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তেজপ্রতাপ যাদবের। মা-বাবা তাঁকে রাজনৈতিক 'মোহরা' বানাতে চেয়েছেন বলেও অভিযোগ তাঁর। মাত্র ছ'মাসের বিবাহিত জীবনে ইতি টানতে তিনি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে তাঁর বক্তব্য, ''প্রধানমন্ত্রী অনুরোধ করলেও সিদ্ধান্ত থেকে সরব না।'' ২৯ নভেম্বর তেজপ্রতাপের এই বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শুরু হবে পটনা সিভিল আদালতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন গোটা লালু পরিবার। কিন্তু কারও কথাই শুনতে নারাজ লালুপ্রসাদের বড় ছেলে। আজ রাঁচীতে লালুপ্রসাদের সঙ্গে দেখা করে কাঁদতে কাঁদতে বের হতে দেখা যায় তাঁকে। পরে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন। তাঁর বক্তব্য, ঐশ্বর্য অন্য মেরুর বাসিন্দা। শহুরে, পড়াশোনা জানা। নিজের অপছন্দের কথা বাবা লালুপ্রসাদকেও জানিয়েছিলেন তিনি। কেউ তাঁর কথা শোনেননি। গোটা বিষয়টি তিনি আদালতে বিস্তারিত জানাবেন বলে সাংবাদিকদের জানান। এ দিকে মামলার খবর পাওয়ার পরে গতকাল রাতে ১০ সার্কুলার রোডের বাড়িতে গিয়ে রাবড়িদেবী ও মিসা ভারতীর সঙ্গে দেখা করেন ঐশ্বর্যের বাবা-মা। সঙ্গে ছিলেন ঐশ্বর্যও।

ইমরান খানকে দেখে করুণা হবে কিছু দিন পরে

Image
আজ থেকে কিছু মাস আগে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন না। তখনও তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। ইমরান খান তখন বার বার একটাই কথা বলছিলেন— নতুন পাকিস্তান বানাব। কখনও পাকিস্তানের মাঠে-ময়দানে সে কথা বলছিলেন তিনি, কখনও বলছিলেন গণমাধ্যমের সামনে। তার পর এক মহাবিতর্কিত নির্বাচনে, সেনার প্রত্যক্ষ মদতে ভোটগ্রহণে অবাধ কারচুপির অভিযোগ মাথায় নিয়ে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বিলির বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করল ইমরানের তেহরিক। ১৮ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান। আড়াই মাস কাটতে না কাটতেই  স্পষ্ট হয়ে গেল ইমরানের প্রতিশ্রুত 'নতুন পাকিস্তান'-এর চেহারাটা ঠিক কেমন। স্পষ্ট হয়ে গেল, যে স্বপ্ন দেখিয়েছিলেন ইমরান, তার বিপ্রতীপ দিশাতেই হাঁটছেন তিনি। অক্সফোর্ড ফেরত ইমরান খান, বিশ্বখ্যাত ক্রিকেটার ইমরান খান, বিশ্ব নাগরিক ইমরান খান— পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে আগে এ ভাবেই চিনত পৃথিবী। সমাজের সর্বাপেক্ষা আলোকপ্রাপ্ত অংশটার প্রতিনিধি হিসেবেই পরিচিতি ছিল ইমরানের। রাজনীতির স্বার্থে যত আপোসই করুন না কেন, ইমরা

সব চরিত্র কাল্পনিক

Image
৫৯৭ ফুট উচ্চ মূর্তির উদ্বোধনের পর যখন বাগ্‌বিস্তার চলিতেছে, ঠিক সেই মুহূর্তেই কোনও এক সমান্তরাল বিশ্বে এক ক্ষীণকায়, স্বল্পবস্ত্র বৃদ্ধের পদতলে বসিয়া ছিলেন দুই বিরলকেশ পুরুষ। তাঁহাদের সম্মুখে টেলিভিশনসদৃশ ভার্চুয়াল রিয়ালিটির যন্ত্র, তাহাতে বক্তৃতা শোনা যাইতেছে। বৃদ্ধ বলিলেন, অনেক কিছুই লইয়াছে, কিন্তু সবটা পারে নাই। আমার চশমা লইয়াছে, চরকা লইয়াছে; তোমার জ্যাকেট লইয়াছে, কিন্তু নামটি ফেলিয়া দিয়াছে— এখন তাহা নূতন নামে দক্ষিণ কোরিয়ায় যাইতেছে; আর, তোমাকে তো সশরীরেই লইয়াছে, শতগুণ বর্ধিত করিয়া। কিন্তু যাহা লইয়াছে, সবই বহিরঙ্গের, জীর্ণ বস্ত্রের ন্যায়। অস্ত্র, অগ্নির অতীত আত্মাকে তাহারা ছুঁইতে পারে নাই। আমরা ভারত বলিতে যাহা বুঝিয়াছিলাম, তাহা চশমা-চরকায় ছিল না, জ্যাকেটেও নহে, শরীরেও নহে। সেই ভারত ছিল আমাদের আত্মায়, আর আমাদের আত্মা ছিল ভারতে। সেই আত্মা ছিল হরিজনের বসতিতে— আজ দলিতদের বিবস্ত্র করিয়া রাস্তায় ফেলিয়া প্রহার করে শাসক দলের বাহুবলীরা। সেই আত্মা ছিল অন্ত্যোদয়ে। যে দেশে অক্সিজেনের বিল মেটানো হয় নাই বলিয়া হাসপাতালে শিশুদের মরিতে হয়, সেই দেশেই তিন হাজার কোটি টাকা ব্যয়ে মূর্তি নির্মাণ করা হয়— দে

বিধানসভায় অধিবেশনের দিন বাড়ছে, তবে প্রশ্ন থাকবে তো?

Image
দিনের সংখ্যা বাড়বে। কিন্তু চলতি বছরে বিধানসভার শেষ অধিবেশনে প্রশ্নোত্তরের সুযোগ থাকবে কি? শুধু বিরোধীদের প্রশ্ন করাই অনিশ্চিত নয়। প্রক্রিয়াগত দেরির কারণে প্রশ্ন হাতে পেলেও তার উত্তর তৈরি করে অধিবেশনের নির্দিষ্ট সময়ের আগে তা নিয়মমতো পৌঁছনো নিয়ে সংশয় তৈরি হয়েছে সরকারপক্ষেও। বিধানসভা অধিবেশনের গুরুত্বপূর্ণ অংশই প্রশ্নোত্তরপর্ব। বিরোধীরা তো বটেই এই পদ্ধতিতেই সরকারের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান শাসকদলের বিধায়কেরাও। ১৬ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বসলেও এ বার সেই সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে। কালীপুজো থেকে ভাইফোঁটা, তার পর ছট পুজো পর্যন্ত ছুটির কারণেই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, অধিবেশনের জন্য রাজ্যপালের সম্মতিপত্র আসার পরই বিধায়কেরা প্রশ্ন জমা দিতে পারেন। রাজ্যপাল তা পাঠান, সরকারের তরফে সেই আবেদন পাঠানো হলে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তা হয়নি। ফলে দুর্গাপুজোর পর বিধানসভার সংশ্লিষ্ট অফিস খুললেও প্রশ্ন জমা নেওয়া যায়নি। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''সময়াভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। চেষ্টা হবে প্রশ্ন নেওয়ার।'&#

AK 47-এর গুলির মতো মিথ্যাবুলি ছোড়েন কয়েকজন বিরোধী নেতা : মোদি

Image
দিল্লি : বিরোধী দলের কয়েকজন নেতা মিথ্যার মেশিন। AK-47 থেকে গুলি ছোড়ার মতো তাঁরা মিথ্যা বলছেন। গতকাল এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচটি লোকসভা কেন্দ্রের BJP কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতা করার সময় তিনি এই মন্তব্য করেন। বিরোধী দলগুলি তাদের বংশের সুরক্ষার জন্য হাত মিলিয়েছে বলেও কটাক্ষ করেন। বলেন, "BJP দেশের ভাগ্য পরিবর্তন করতে কাজ করছে।" একটি প্রশ্নের উত্তরে বিরোধী দলগুলির জোট নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের কাছে আবেদন জানান। বলেন, "জনগণ ওদের গ্রহণ করে না। নেতিবাচক কাজের জন্য ওদের ঘৃণা করে। বিরোধীরা ভালো কাজের জন্য স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং সেনাবাহিনীকে অপমান করে।" বক্তব্যে কারও নাম না করলেও রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলায় রাহুল গান্ধিকেই মোদি নিশানা করেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আরেকটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলগুলি তাঁর সরকারের বিরুদ্ধে মিথ্যা বলছে। তিনি জানান, সঠিক তথ্য খুঁজে পেতে জনগণের কাছে এখন অনেক উপায় রয়েছে। মোদি বলেন, "কয়েকজন নেতা মিথ্যা বলার মেশিনের মতো।

পরীক্ষায় সফল দেশে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ‘Bhabha Kawach’

Image
নয়াদিল্লি: দেশে তৈরি হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট পরীক্ষায় উত্তীর্ণ৷ Bhabha Atomic Reseach Centre (BARC)-এর এই জ্যাকেটের নাম- Bhabha Kawach, যার মূল্যও অপেক্ষাকৃত কম৷ BARC-এর ডিরেক্টর কে এন ব্যাস জানান, সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স এর পরীক্ষায় এই জ্যাকেট সফল, এবং আর্মার-পিয়ারসিং বুলেটস (Level IV) থেকে সুরক্ষা দিতে সক্ষম এই হালকা বুলেটপ্রুফ জ্যাকেটটি৷ সূত্রের খবর, জম্মু-কাশ্মীর যেখানে বহু বছর ধরেই জঙ্গি নিধনে সদা জাগ্রত সেনাবাহিনী, সেখানেই এই জ্যাকেটটি পরীক্ষা করা হয়৷ একটি বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে শক্তিবৃদ্ধি করা হয়েছে এর৷ ৩.৫কেজির থেকে কম ওজন এই জ্যাকেটের৷ একে-৪৭-এর মতো বুলেট থেকেও রক্ষা করবে এটি৷ প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেই প্রাইভেট ফার্ম এসএমপপি-র সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি চুক্তি করে৷ যার মাধ্যমে আগামী তিন বছরে ১৮৬,০০০ টি বুলেটপ্রুফ জ্যাকেট সেনার হাতে তুলে দেওয়া হবে৷ তবে এই জ্যাকেটগুলির থেকে অনেক হালকা (BARC)-এর Bhabha Kawach.

১০৮টা নরমুণ্ড দিয়ে পরিবৃত্ত থাকেন মা করুণাময়ী

Image
বারুইপুর: শতাধিক বছর আগে দক্ষিণ ২৪ পরগণার মন্দির বাজার থানার দক্ষিণ বিষ্ণুপুরে শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে মা কালীর মন্দির স্থাপন করা হয়েছিল৷ সেই মন্দিরে করুণাময়ী মায়ের পুজো শুরু করেছিলেন এলাকার প্রখ্যাত তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। মায়ের সাধক মণিলাল স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। মা কালীর স্বপ্নাদেশেই বিভিন্ন জায়গা থেকে ১০৮টি নরমুণ্ড জোগাড় করেন তিনি। যা মায়ের মূর্তির চারিদিকে সাজিয়ে রেখেই আরাধনা শুরু করেছিলেন মণিলাল বাবু। পাশাপাশি পঞ্চমুণ্ড দিয়ে তৈরি আসনে বসেই মায়ের পূজা অর্চনা করতেন তিনি। মায়ের সেবার কাজে তাঁকে সাহায্য করতেন ভাই ফণীভূষণ চক্রবর্তী। তিনিও ছিলেন মায়ের সাধক৷ কয়েক বছর পর জটিল রোগের কারণে মৃত্যু হয় মণিলাল বাবুর। এরপর তার ভাই মায়ের সেবার দায়িত্বভার গ্রহণ করেন। কথিত আছে মণিলাল বাবুর তুলনায় ফণীভূষণ বাবু আরও অনেক বড় তান্ত্রিক ছিলেন। সরাসরি মা করুণাময়ীর কথা শুনতে পেতেন তিনি। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতি অমাবস্যায় মায়ের পুজো হত জাঁকজমক পূর্ণভাবে। সেই পুজোতে পাঁঠা বলিও দেওয়া হত। কিন্তু একদিন মায়ের সাধক তান্ত্রিক ফণীভূষণ চক্রবর্তী স্বপ্নাদেশ পান মা

স্বস্তির নিশ্বাস, দাম কমল পেট্রল ও ডিজেলের

Image
নয়াদিল্লি: জ্বালানির দরে পতন অব্যাহত৷ রবিবার আরও কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম৷ এদিন রাজধানী দিল্লিতে ২১ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৮.৭৮ পয়সা৷ অপরদিকে ডিজেলের দাম লিটার পিছু ১৭ পয়সা কমে হয় ৭৩.৩৬ পয়সা৷ বাণিজ্যনগরী মুম্বইতে কমেছে পেট্রল ও ডিজেলের দাম৷ সেখানেও পেট্রলের দাম লিটার পিছু ২১ পয়সা কমে৷ নতুন দাম হয় ৮৪.২৮ পয়সা৷ ডিজেলের দাম লিটার পিছু কমে ১৮ পয়সা৷ নতুন দাম হয় ৭৬.৮৮ পয়সা৷ এর আগে গত ২৮ অক্টোবর রবিবার আম জনতাকে স্বস্তি দিয়ে জ্বালানির দাম হ্রাস পায়৷ রবিবার সকালে যখন জ্বালানির দাম প্রকাশ করে তেল কোম্পানিগুলি তখন দেখা গিয়েছিল পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৩ থেকে ৩৫ পয়সা কমেছিল৷ তারপর থেকে লাগাতার কমতে শুরু করে তেলের দাম৷ এর আগে গত বেশ কয়েক মাস ধরে এক নাগারে প্রায় প্রতিদিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ নিত্য প্রয়োজনীয় জিনিসেও এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল৷ কেন্দ্র ও পেট্রোলিয়াম প্রস্তুতকারক সংস্থাগুলির যুক্তি ছিল বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে জ্বালানির দাম লাগামছাড়া হয়ে উঠেছিল৷ এর সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু

বাটালির এক কোপে স্ত্রীর মাথা দু' ফাঁক করে দিলেন স্বামী!

Image
শিলিগুড়িতে খুন গৃহবধূ। শনিবার ভরসন্ধ্যায় শিলিগুড়িতে স্বামীর হাতে খুন হয়ে গেলেন এক গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে মৃতার নাম অনিতা দাস। শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরের মাদানি বাজারের বাসিন্দা ছিলেন অনিতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক সুখের ছিল না। স্বামী তাপন দাস সন্দেহ করতেন, স্ত্রী অনিতা পরকীয়ায় জড়িত। তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। এদিন সন্ধ্যাতেও ফের স্বামীর সঙ্গে বচসা বাঁধে অনিতার। পাড়া পড়শিরা জানিয়েছেন, অনেকক্ষণ ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির আওয়াজ কানে আসছিল তাঁদের। হঠাত্ই একটা চিতকার শুনতে পান তাঁরা। তারপরই সব চুপ। সন্দেহ হতেই তপন দাসের বাড়িতে ছুটে যান তাঁরা। গিয়ে দেখেন, ঘর ভেসে যাচ্ছে রক্তে। ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অনিতা দাসের নিথর দেহ। সঙ্গে সঙ্গেই শিলিগুড়ি এন জে পি থানায় খবর দেন স্থানীয়রা। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগ, কথা কাটাকাটির সময় হাতে থাকা বাটালি দিয়ে সজোরে স্ত্রীর মাথায় আঘাত করেন পেশায় কাঠমিস্ত্রি তপন দাস

ঋণখেলাপি রক্ষা ব্যাঙ্কের কাজ নয়, অবস্থানে অনড় রিজার্ভ ব্যাঙ্ক

Image
ওয়েবসাইটে এক ডেপুটি গভর্নরের বক্তব্য তুলে ধরে রিজার্ভ ব্যাঙ্ক মনে করাল, যাঁরা ধার শোধ করতে পারবেন না, তাঁদের উদ্ধার করা ব্যাঙ্কের কাজ নয়। অন্য দিকে আগামী ১৯ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন পর্ষদের বৈঠকে গভর্নর উর্জিত পটেলকে 'পথে আনতে' আস্তিন গোটাচ্ছে সরকারও। রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে গত মাসে ডেপুটি গভর্নর বিরল আচার্য বলেছিলেন, ''বাজারের রোষ টের পাবে সরকার।'' তাঁকে গত কাল সেই 'বাজারের রোষ' নিয়েই খোঁচা দিয়ে ডলারের দাম কমা ও সেনসেক্সের উত্থানের হিসেব টুইট করেন কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাযচন্দ্র গর্গ। এর পর কাল রাতেই রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া হয় আর এক ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথনের একটি পুরনো বক্তৃতা। যেখানে ঋণখেলাপিদের নিয়ে ওই মন্তব্য করেছিলেন তিনি। অর্থাৎ, রণং দেহি অবস্থানে অনড় দু'পক্ষই। অর্থ মন্ত্রকের শীর্ষ সূত্রের খবর, ১৯ তারিখের বৈঠকে নর্থ ব্লকের কর্তারা ফের বিতর্কিত বিষয়গুলি নিয়ে সরব হবেন। রিজার্ভ ব্যাঙ্ক যাতে নতুন ঋণ বিলি নিয়ে ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপরে জারি করা বিধিনিষেধ শিথিল করে, ব্যাঙ্ক নয় এমন আর্থিক

ডিসেম্বরেই রাম মন্দির তৈরির কাজ শুরু করতে হবে, হুঙ্কার সাধুদের

Image
রাম মন্দির নিয়ে হুঙ্কার সাধুদের। সভাস্থল জুড়ে ক্ষণে ক্ষণে ধ্বনি উঠছে। জয় শ্রীরাম। অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য চাপ দিতে আজ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে দু'দিনের সাধু সমাবেশ শুরু হয়েছে। এসেছেন হাজার দুই সাধু। বাংলা থেকেও এসেছেন অনেকে। দেখার মতো তাঁদের উৎসাহ। সকলেরই এক দাবি, আগামী ৬ ডিসেম্বরেই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের স্থলে শুরু করে দিতে হবে রাম মন্দির তৈরির কাজ। দু'দিনের সম্মেলন শেষে সাধুরা আগামিকাল রাম মন্দির নিয়ে তাঁদের চূড়ান্ত অবস্থান জানাবেন। অর্থবহ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও আজ উঠে আসে রামনাম। দলের কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতার শুরুতেই মোদী বলেন, ''চার দিন পরেই দীপাবলি। মর্যাদা পুরুষোত্তম রামের লঙ্কাবিজয় উৎসব। এ বার পরশুরাম, লক্ষ্মণ, ভগবান রাম, নিষাদরাজ, সুগ্রীব-হনুমান, মা সীতা, লঙ্কাপতি রাবণ, শঙ্কর-পার্বতীর কথা নিয়ে প্রচুর চর্চা হয়েছে দেশে। এটাই আমাদের সংস্কৃতি, সংস্কার।'' দীপাবলির দিনই কেদারনাথ দর্শনে যেতে চাইছেন মোদী। ভোটের আগে হিন্দুত্বের হাওয়া তুলতে উত্তরপ্রদেশে যোগী সরকারও রামের বিশাল মূর্তি স্থাপনের কথা ঘোষ