Posts

Showing posts from August 25, 2018

কেরলকে ৭ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করল অ্যাপল

Image
বন্যা বিধ্বস্ত কেরলের জন্য ৭ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল অ্যাপল। শনিবার মার্কিন এই সংস্থাটি বিবৃতি দিয়ে সাহায্যের কথা জানিয়েছে। ওই বিবৃতিতে অ্যাপল কর্তৃপক্ষ বলেন, ''বন্যা বিধ্বস্ত কেরলকে দেখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। উদ্ধারকার্যের জন্য বেসরকারি সংস্থা মার্সি কপ‌্স এবং কেরল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা দেওয়া হবে। যাঁরা এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা হয়েছেন, নতুন করে তাঁদের জন্য ঘরবাড়ি এবং স্কুল তৈরি করতে সাহায্য করবে ওই অর্থ।'' পাশাপাশি যে সমস্ত অ্যাপল গ্রাহক কেরলের জন্য অর্থ সাহায্য করতে ইচ্ছুক, তাঁদের জন্য আইফোনের হোমপেজে আলাদা করে একটি 'ডোনেট' অপশন রাখছে সংস্থা। ওই অপশনে ক্লিক করে ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে নিজেদের ইচ্ছামতো অর্থ সাহায্য করতে পারবেন গ্রাহকেরা।

শীঘ্রই বাজারে মিলবে 'অহিংসা মাংস' - ইলেক্ট্রিসিটি, তথ্যপ্রযুক্তির পর আরও এক যুগান্তকারী আবিষ্কার

Image
গোরক্ষা নিয়ে হানাহানি রোখার পথ বাতলে দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী মানেকা গান্ধী। ভারতে তৈরি হচ্ছে 'অহিংসা মাংস'। পশুর স্টেমসেল থেকে গবেষণাগারে তৈরি করা হচ্ছে মাংস। শুক্রবার 'ফিউচার অব প্রোটিন-ফুড টেক রেভলিউশন'-এর প্রথম সম্মেলনে এই প্রযুক্তিতে তিনি ইলেক্ট্রিসিটি ও তথ্যপ্রযুক্তির পরই তৃতীয় যুগান্তকারী আবিষ্কার হিসেবে বর্ণনা করেন। মন্ত্রীরর দাবি এক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে ৬৬ শতাংশ উপভোক্তা মুরগী-মটন ছেড়ে অহিংসা মাংস গ্রহণে আগ্রহী। তিনি আরও জানান, বেশ কয়েকটি হড় আইটি সংস্থা এই প্রযুক্তি বিকাশে লগ্নি করেছে। তিনি বলেন, 'এই ধরণের মাংসের বানিজ্যিকরন করতে হবে। দেখতে হবে যাতে এখনকার নিয়মিত মাংসের জায়গা নেয় অহিংসা মাংস।' বিদেশ থেকে এধরণের মাংস আমদানী অনেক খরচ সাপেক্ষ তাই যত দ্রুত সম্ভব দেশই সেই প্রযুক্তি উপলব্ধ করার সুপারিশ করেছেন মানেকা গান্ধী। আগামী ৫ বছরের মধ্যে তিনি এই পরিবর্তন দেখার আশা করেছেন। এই প্রযুক্তি নিয়ে ইতিমধ্যেই চিকেন সরবরাহকারী সংস্থা ভেঙ্কিস আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে। প্রোটিন ফাদ্য প্রযুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন মদ প্রস্তুত শি

এশিয়াডে রেকর্ড, শট পাটে সোনা জয় তেজিন্দরের

Image
জাকার্তা : শট পাটে সোনা জিতলেন তেজিন্দর পাল সিং। সোনা জেতার পাশাপাশি এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন তিনি। ২০.৭৫ মিটার ডিসট্যান্স কভার করেছেন তিনি। আজ শট পাটে প্রথমবারের প্রচেষ্টায় কভার করেছিলেন ১৯.৯৬ মিটার। দ্বিতীয়বারও একই ডিসট্যান্স কভার করেছেন তিনি। পঞ্চমবারের প্রচেষ্টায় ২০.৭৫ মিটার কভার করেন তিনি। ব্যক্তিগত সেরা ও এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন তেজিন্দর। অ্যাথলেটিকে এটাই এশিয়ান গেমসে দেশের প্রথম সোনা।  বিস্তারিত আসছে...

৪ বছরের শিশুর পেটে কুলের বীজ-নাটবল্টু-মাটির ঢেলা ! সফল অস্ত্রোপচার, তাজ্জব চিকিৎসকেরা

Image
হুগলি: ৪ বছরের শিশুর পেট থেকে বের হয়েছে ২০৩টি কুলের বীজ, নাটবল্টুর নাট, কাপড়ের টুকরো, মাটির ঢেলা। আজ বর্ধমান মেডিকেলে অস্ত্রোপচার করে সেসব বের করলেন ১৪ জন চিকিৎসক। শিশুর নাম জীবন রুইদাস। বাড়ি হুগলির বদনগঞ্জে। বেশ কয়েকমাস ধরেই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিল সে। পেট ফুলেও থাকছিল। ১২ দিন আগে শিশুটিকে বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শনিবার অস্ত্রপচারের পর একে একে বের করা হয় ২০৩ টি কুল বীজ, নাট, কাপড়ের টুকরো, মাটির ঢেলা। এত কুলের বীজ দেখে তাজ্জব চিকিৎসকরা। কী করে এমন ঘটনা ঘটেছে ৷ মানসিক সমস্যার কারণে শিশুটি এইসব খেয়ে থাকতে পারে বলে মত চিকিৎসদের। আরও দেরি হলে খাদ্যনালী পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারত বলে জানিয়েছেন তাঁরা। সফল অস্ত্রোপচারে খুশি শিশুর পরিবার।

২০ জন মহিলাকে বীর্য দিয়ে এ কি হাল হলো চিকিৎসকের ?

Image
সংবাদপত্রে প্রায়ই দেখা যায়, প্রতিষ্ঠিত বুদ্ধিমান পুরুষের বীর্যের(স্পার্ম) দাম সবথেকে বেশি। আর 'সারোগেসি' বা গর্ভ ভাড়াও এখন খুব স্বাভাবিক। সেক্ষেত্রে সুন্দরী মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি। এই স্পার্ম ডোনেশন বা সারোগেসির ঘটনা আরও বেশি জনপ্রিয় হয়েছে বলিউডের দৌলতে। আয়ুষ্মান খুরানার 'ভিকি ডোনার' ছবিটির কথা মনে আছে? ভিকি ডোনার ছবিতে চিকিৎসক অন্নু কাপুরের সহায় ছিলেন ভিকি ডোনার। কিন্তু বাস্তবের ভিকি ডোনার একটু অন্যরকম। মহিলাদের না জানিয়ে আমেরিকার এক চিকিৎসক নিজের বীর্য (স্পার্ম) দান করতেন। আর তার জেরেই শ্রীঘরে ঠাঁই হল ওই চিকিৎসকের। বৃহস্পতিবার প্রতারক বাবাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। খবর জানাজানির হওয়ার পর সুবিচার চেয়ে বায়োলজিক্যাল বাবার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন সন্তানেরা। তদন্তে দেখা যায়, স্পার্ম ডোনার বাবা পেশায় একজন ফার্টিলিটি চিকিৎসক। এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছে পুলিশ, তাতে এমন মোট ২০ জনেরও বায়োলজিক্যাল বাবা ওই চিকিৎসক। তাঁর কনিষ্ঠতম সন্তানের বয়স ৩০ বছর। পুলিশ সূত্রে খবর, সন্তানলাভের আশা নিয়ে তাঁর ক্লিনিকে যত মহিলা আসতেন, তাঁরা কেউই বিষণ্ণ হয়ে ফিরতেন না। স্পা

ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ ২ জাওয়ান, জখম বহু !

Image
ফের অশান্ত উপত্যকা৷ পৃথক দুটি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ দুই সেনা জওয়ান৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টর ও গোগোল দ্বার এলাকার ঘটনা৷ ওই এলাকায় এখনও জারি জঙ্গি নিধন অপারেশন৷ উত্তর কাশ্মীরের বালবির পোস্টের কেরান সেক্টরে জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানরা৷ খবর পেয়েই জওয়ানরা রুটিন তল্লাশি চালান৷ সেই সময়ই কেরান সেক্টরের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ রাইফেলম্যান নিহাল গুরুং গুরুতর জখম হন৷ শ্রীনগরের বাদামিবাগে আপাতত চিকিৎসা চলছে তাঁর৷ ওই রাইফেলম্যানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এছাড়াও আরও এক সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন৷ তিনিও ওই হাসপাতালেই ভরতি রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক৷ এদিকে, শুক্রবার গভীর রাতে আরও একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ সেনাসূত্রে জানা গিয়েছে, গোগোল দ্বার এলাকাতেও জঙ্গি ঘাপটি মেরে বসে থাকার খবর পায় জওয়ানরা৷ সেই অনুযায়ী জঙ্গি দমনের উদ্দেশ্যে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ আচমকাই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে অভিষেক ছেত্রী নামে এক জওয়ান জখম হয়েছেন৷ তাঁর শরীরে একাধি

শহরে উদ্বেগ বাড়াচ্ছে ‘স্ক্রাব টাইফাস’

Image
ছ' বছরের মেয়ের হার্ট ফেলিওর! ডাক্তারবাবুর চোখ কপালে। মেয়ের যে প্লেটলেটও নামছে! গায়ে ভর্তি র‌্যাশ। ঠিক যেন সিগারেটের ছ্যাঁকা! ও একা নয়। মেনিনজাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সাত বছরের একটি মেয়ের গায়েও একই রকম র‌্যাশ। কেউ যেন জ্বলন্ত সিগারেট ঠুসে ধরেছিল নরম চামড়ার উপর। গোল গোল, চাকা চাকা, গাঢ় বাদামি ফোস্কার মতো। আর তারও প্লেটলেট কাউন্ট নিম্নমুখী।   প্লেটলেট কমে যাওয়ার উপসর্গ থাকলেও এগুলো কিন্তু কোনওটাই ডেঙ্গু নয়। এ হল 'স্ক্রাব টাইফাস।' রাজ্য জুড়ে যে রোগ এখন ডালপালা মেলছে। শুধু পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (আইসিএইচ)-এ গত দু'মাসে 'স্ক্রাব টাইফাস' আক্রান্ত প্রায় ৫০টি শিশু ভর্তি হয়েছে। তিনজনকে আইসিইউয়ে রেখে চিকিৎসা করতে হয়েছে বলে জানিয়েছেন আইসিএইচ-এর ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. প্রভাসপ্রসূন গিরি। শুক্রবার তিনি বলেন, "জুনের মাঝামাঝি থেকে স্ক্রাব টাইফাসের নানা রোগী পাচ্ছি। বয়স দেড় থেকে দশ বছর। হার্ট ফেলিওর, মেনিনজাইটিস, এনসেফেলাইটিস, মাল্টি অর্গান ফেলিওরের মতো উপসর্গ নিয়েও রোগী আসছে।" এবং ডাক্তারবাবুরা জানাচ্ছেন, এদের প্রত্যে

এ যাত্রায় বাঁচলেন সচিন।

Image
কলকাতা: এ যাত্রায় বাঁচলেন সচিন। বেঁচে রইল তাঁর ভারতরত্ন সম্মান। হ্যাঁ, বাঁচলেনই বলা যেতে পারে। কারণ, ভারতরত্ন সম্মানে ভূষিতদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি বেসরকারি বিজ্ঞাপন করে থাকেন। আর কোনও ভারতরত্ন প্রাপক এই বেসরকারি বিজ্ঞাপনগুলি করতে পারেন কি না এই নিয়ে কলকাতা আদালতে একটি জনস্বার্থ মামলা করেন কমল দে নামে এক ব্যক্তি। সেই মামলাটি নিস্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু মামলা গড়াতে পারে সুপ্রিমকোর্টে।   ২৪ বছরের লম্বা ক্রিকেট কেরিয়ারে পঞ্চাশটিরও বেশি সংস্থার বিজ্ঞাপন করেছেন সচিন। ক্রিকেট খেলাকালীন বিজ্ঞাপন বাবদ তিনি পেতেন ৫০০ কোটি টাকা। তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাড়ে প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে। কিন্তু মাস্টার ব্লাস্টারের ব্র্যান্ড ভ্যাল্যু এখনও বিশাল। ২০১৬-র তথ্য অনুযায়ী তিনি এখনও আটটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের কাজ করেন। এই পুরো বিষয়টি নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার বয়ান অনুযায়ী দেশের কোনও নাগরিক ভারতরত্ন সম্মানে ভূষিত হাওয়ার পরও কি তিনি কোনও বেসরকারি বিজ্ঞাপন করতে পারেন? এই প্রশ্নকে সামনে রেখেই কমল দে নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে ভারতরত্ন সচিন তেন্

দুধে ভেজাল নেই তো? কী ভাবে বুঝবেন ঘরে বসেই!

Image
ভাগাড় কাণ্ডের আতঙ্ক এখনও পুরো ফিকে হয়ে যায়নি। পুজোর মুখে রেস্তরাঁগুলো নিজেদের মেনু ঢেলে সাজানো শুরু করলেও এখনও বাইরে খাওয়ার পুরনো অভ্যাস ফিরিয়ে আনেননি অনেকেই। এত প্রচার ও সতর্কতার মধ্যেও ভোজাল জুজু পিছু ছাড়ছে না যেন! সম্প্রতি উঠে এসেছি দুধে ভেজাল মেশানোর খবরও। স্বভাবতই এ নিয়ে চিন্তিত গৃহস্থ, শিশু থেকে বৃদ্ধ— সকলেরই প্রয়োজন দুধ।  রোগীর পথ্য হিসাবেও যাকে ধার্য করেন চিকিৎসকরা, সেই দুধেও যদি ভেজাল-ছায়া পড়ে, তা হলে দুশ্চিন্তার কারণ তাকে বইকি। এ দিকে এই কাণ্ডে নিজেদের বিশ্বস্ততা নিয়েও প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে দুগ্ধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এমনই এক বিখ্যাত দুগ্ধপ্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে এমন কিছু উপায়, যার মাধ্যমে যাচাই করা যাবে দুধ আদৌ ভেজাল কি না। এই নিয়মগুলিকে মান্যতা দিচ্ছেন দুগ্ধজাত দ্রব্য নিয়ে পরীক্ষা চালানো গবেষকরাও। দেখে নিন সে সব ঘরোয়া উপায়। একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না। দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট। বাড

স্কুলের চুক্তি শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের

Image
বেতন বৃদ্ধির সিদ্ধান্তে স্বভাবতই খুশি চুক্তি শিক্ষকরা। পার্শ্বশিক্ষকদের পরে স্কুলের চুক্তি শিক্ষকদেরও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্কুলশিক্ষা দফতরের খবর, ৪০% বৃদ্ধির সুবাদে ৮৯৩০ টাকা থেকে তাঁদের বেতন হবে ১২ হাজার ৫০০ টাকা। তিন বছর অন্তর বৃদ্ধির ব্যবস্থাও থাকছে। ইপিএফের আওতায় আসছেন ওই শিক্ষকেরা। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য জানা যায়নি। চুক্তি শিক্ষক সংগঠনের তরফে কল্যাণ সরকার বলেন, ''মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। তবে এটা আশানুরূপ বৃদ্ধি নয়। আশা করছি, সরকার ভেবে দেখবে।''

গন্তব্যের পৌঁছাবার আগে থেমে গেল অটো, মহিলাযাত্রীর সামনেই চলল অশ্লীল আচরণ

Image
মালাদ থেকে বরিভলি যাওয়ার জন্য অটো ধরার সময়, তাঁর সামনে কি ভয়াবহতা অপেক্ষা করে আছে তা ঘুনাক্ষরেও টের পাননি মুম্বইয়ের এক মহিলা সংবাদ-কর্মী। অভিযোগ, অটোচালক গন্তব্যে পৌঁছনোর আগেই অটো থামিয়ে দিয়ে ওই মহিলার সামনে হস্তমৈথুন করতে শুরু করে। সোশ্যাল মিডিয়া ঘটনাটি ফাঁস করে বরিভলি থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। ঘটনাটি বুধবারের। অফিসের কাজ সেরে বরিভলির বাড়িতে ফেরার জন্য মালাদ লিঙ্ক রোড থেকে অটো ধরেছিলেন ওই মহিলা। তাঁর দাবি অটো চলতে শুরু করতেই চালক হস্তমৈথুন করা শুরু করেন। তিনি জানিয়েছেন অটোয় ওঠার পর থেকে তিনি সহকর্মীদের কিছু দরকারি মেসেজ পাঠাচ্ছিলেন। তাই অটো চালকের দিকে খেয়াল করেননি। কান্দিভলির কাছাকাছি আসার পর এক বন্ধু তাঁকে ফোন করেন। তার সঙ্গে কথা বলতে বলতে অটোচালকের আচরণে তাঁর প্রথম সন্দেহ হয়। কিন্তু সেই সন্দেহকে পাত্তা দেননি। ভেবেছিলেন অটোওয়ালার হয়ত বসার কিছু সমস্যা হচ্ছে। কিন্তু বারবার চালককে সেরকম করতে দেখে বোঝেন বিষয়টি অন্য। সতর্কতার জন্য ফোনে বন্ধুকে সেকথা জানিয়েও রাখেন। অপেক্ষাকৃত ফাঁকা রাস্তা আসতেই ণহিলার সব সন্দেহ সত্যি বলে প্রমাণ হয়। তিনি জানিয়েছেন, ফাঁকা দেখেই অটোচালক অটোর গতি কমিয়

৮০০০০০ কোটি, জিও-র সাফল্যে রেকর্ড গড়ে দেশের গর্ব মুকেশ

Image
একেই বলে সাফল্য। মাত্র ৪১ দিনে এক লক্ষ কোটি টাকার বৃদ্ধি। দেশে প্রথম ৮ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ টপকাল মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনেক রেকর্ডের পরে এবার মুকেশ অম্বানীর সংস্থার মুকুটে নতুন পালক যুক্ত হল। একেই বলে সাফল্য। মাত্র ৪১ দিনে এক লক্ষ কোটি টাকার বৃদ্ধি। দেশে প্রথম ৮ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ টপাকাল মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার বার রিলায়েন্সের শেয়ার মূল্য বৃদ্ধি পায় ১.৭৮ শতাংশ। আর তাতেই প্রতিটি শেয়ারের দাম হয় ১২৬৯.৪৫ টাকা। এর পিছনেও রয়েছে জিও-র সাফল্য। টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করে জানায়, জিও-র গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে দ্রুত হারে। আর এর পরেই হু হু করে চড়তে থাকে রিলায়েন্সের শেয়ার মূল্য। ট্রাই বৃহস্পতিবার যে তথ্য প্রকাশ করেছে তাতে শুধু জুন মাসেই ৯৭ লাখ ১০ হাজার গ্রাহক বেড়েছে জিও-র। এই খবরের পরেই রিলায়েন্সের শেয়ার মূল্য বাড়ে। উত্থান হয় সেনসেক্সেরও। বৃহস্পতিবার বাজার বন্ধ হয় ৩৮,৩৩৬.৭৬ পয়েন্টে। ২০০৫ সালে রিলায়েন্সের মার্কেট ক্যাপ ছিল ১ কোটি টাকা। সেখান

একই দিনে ২০০জন খুনের আসামি গ্রেফতার, কী চলছে ব্রাজিলে জানেন কি

Image
একইদিনের মধ্যে ব্রাজিলে খুনের অপরাধে অভিযুক্ত ২০০ জনের বেশি লোককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ফুটবলের দেশে। সবমিলিয়ে মোট ১০০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। দেশ জুড়ে ৬৬০০জন পুলিশ আধিকারিক তল্লাশি অভিযানে নেমেছিলেন। ব্রাজিলের জন নিরাপত্তা মন্ত্রক এই তথ্য সামনে এনেছে। ব্রাজিলে নানা ক্ষেত্রে অপরাধ অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে নারীদের হত্যা বা লিঙ্গ বৈষম্য ভেদে অত্যাচার। মহিলাদের বিশেষ করে টার্গেট করা হচ্ছে। ফলে পুলিশ ১০২৭জন সাবালক ও ৭৫জন নাবালককে গ্রেফতার করেছে। শুধু খুন নয়, মহিলাদের উপরে অত্যাচার, অবৈধ অস্ত্র রাখা সহ নানা অপরাধে অভিযুক্তদেরই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে মহিলাদের খুনের ঘটনা ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। সার্বিকভাবে অপরাধের সংখ্যাও বেড়েছে। ফলে পুলিশকে বাধ্য হয়ে অপারেশনে নামতে হয়েছে। এর মধ্যে রয়েছে ১১৩৩টি খুনের ঘটনা, ৬০,০১৮টি ধর্ষণের ঘটনা যা ২০১৬ সালের হিসাবে অনেকটাই বেশি। বার্ষিক রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।

নিজের হার্ট অপারেশনের পুঁজি কেরালার ত্রাণে দান হতদরিদ্র কিশোরীর

Image
জন্ম থেকেই হার্টের সমস্যা ১২ বছরের অক্ষয়ার। বাবা মারা গিয়েছেন ৬ বছর আগে। কারখানার দৈনিক মজুরিতে কাজ করা মা আর দুই বোনের সঙ্গে বাস অক্ষয়ার। দিনে দু-বেলা ভালো করে খাওয়াই জোটে না। তার মধ্যেই কোনও রকমে চেয়েচিন্তে চলছে হার্ট অপারেশনের প্রস্তুতি। কেরালার বন্যায় সেই সামান্য টাকা থেকেই দুর্গতদের জন্য দান করল এই কিশোরী।  তামিলনাড়ুর কারুর জেলার কুমারাপালায়ম গ্রামের বাসিন্দা অক্ষয়া। টিভিতে বানভাসি কেরালার দুর্দশার ছবি দেখে নিজেকে স্থির রাখতে পারেনি ১২ বছরের এই কিশোরী। তার হার্ট অপারেশনের জন্য যে সামান্য পুঁজি জমেছে সেখান থেকেই ৫০০০ টাকা দান করল সে। দেখিয়ে দিল দুর্গতদের পাশে দাঁড়াতে অনেক অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন একটা বড় হৃদয়ের। আংশিক বিকল হলেও সেই বড় মাপের হৃদয় রয়েছে অক্ষয়ার। আগামী নভেম্বরে হার্ট সার্জারি হবে এই কিশোরীর। তার জন্য প্রয়োজন আড়াই লক্ষ টাকা। বন্ধুদের মাধ্যমে ফেসবুকে আবেদন করে এখনও পর্যন্ত মাত্র ২০,০০০ টাকা সংগ্রহ করতে পেরেছে সে। সেখান থেকে কেরালার ত্রাণে ৫০০০ টাকা দান করল অক্ষয়া। তাদের নিজেদেরই যেখানে চেয়েচিন্তে দিন চলে, সেখানে অর্থ দান করা কী করে সম্ভব, তা অক্ষয়ার মা জানতে চাই

সোনার রাখিতে মোদীর মুখ, বিকোচ্ছে ৫০ হাজারে

Image
শুধুমাত্র নেতামন্ত্রীদের ছবি খোদাই করা রাখিই নয় সুরাটে বিক্রি হিয়েছিল সোনার ফয়েলে মোড়া রাখি লাড্ডুও। দাম করা হয়েছিল ৯০০০ টাকা কেজি রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। ফলে বেশ কয়েকদিন ধরে বাজার মাতাচ্ছে বিভিন্ন ধরনের রাখি। তবে একটু অন্য পথে হাঁটলেন সুরাটর এক গহনা ব্যবসায়ী। সুরাটের ওই গহনা ব্যবসায়ী তৈরি করেছেন সোনার রাখি। তৈরি হয়েছে ২২ ক্যারেট সোনা দিয়ে। কিন্তু সেটা বড় খবর নয়। বরং ওই রাখি বিকোচ্ছে অন্য কারণে। তাঁর তৈরির রাখিতে খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও ‌যোগী আদিত্যনাথের ছবি। আর তাতেই হিট ওই সোনার রাখি। দোকানে ভিড় করছেন শয়ে শয়ে গ্রাহক। শ্রদ্ধা শাহ নামে এক মহিলা সংবাদ মাধ্যমে জানালেন, 'এই নরেন্দ্র 'মোদী রাখি' ভাইয়ের হাতে বেঁধে কামনা করব সেও ‌যেন নরেন্দ্র মোদীর মতো বড় কিছু করে।' সুরাটের ওই গহনা ব্যবসায়ী মিলন সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'মোট ৫০টি ওই ধরনের রাখি ডিজাইন করা হয়েছে। এর মধ্যে ৪৭টি বিক্রি হয়ে গিয়েছে। এখনও প্রচুর অর্ডার আসছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরোটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও উত্তরপ্রদ

বাইকে আত্মীয়ের বাড়ি পৌঁছে দেওয়ার নামে কিশোরীকে 'অপহরণ' করে গণধর্ষণ ৪ বন্ধুর

Image
গণধর্ষণের পর কিশোরীকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ, মদ খাইয়ে গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ১২ পরগনার টাকিতে। এই ঘটনায় মূল অভিযুক্ত সবুজ মণ্ডলকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিস। নির্যাতিতা কিশোরী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। সেইসময় রাস্তায় তার সঙ্গে দেখা হয় এক বন্ধুর। কিশোরীকে সে বলে, বাইকে করে আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেবে। বন্ধুর কথা মতো বাইকে চড়ে বসে ওই কিশোরী। কিন্তু, আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার বদলে ওই কিশোরীকে বাইকে চাপিয়ে সে হাজির হয় ইছেমতি নদীর ধারে শ্মশান ঘাট এলাকায়। ওই কিশোরীর অভিযোগ, এরপরই শ্মশান ঘাটে এসে জড় হয় আরও তিন বন্ধু। সে তাদের বার বারই বলে তাকে আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু তার কথায় কোনও কর্ণপাত করেনি অভিযুক্তরা। এরপর কিশোরীর সামনে শ্মশান ঘাটে বসেই চার বন্ধু মিলে মদ্যপান করে। এমনকি তাকেও জোর করে মদ খাওয়ায় অভিযুক্তরা। ওই কিশোরী জানিয়েছে, এরপরই সে অজ্ঞান হয়ে যায়। অভিযোগ, তারপরই তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। গণধর্ষণের পর তাকে ফেলে রেখে চ

গুপ্তধনের খোঁজে ২০ ফুট কুয়ো খুঁড়লেন তান্ত্রিক, তার পর…

Image
ঘরের ভিতর আলো জ্বালিয়ে চুপিসাড়ে খোঁড়া হচ্ছে কুয়ো। অ্যাসবেস্টসের ছাউনির ঘুপচি ঘরের মাটির তলায় নাকি লুকিয়ে রয়েছে কয়েক কোটি টাকার ধনসম্পত্তি! এমনই স্বপ্নাদেশ পেয়ে চুপিসারে ১৫ দিন ধরে খুঁড়ে ফেলা হয়েছিল প্রায় ২০ ফুট গভীর কুয়ো। কিন্তু, শেষ রক্ষা হল না। গুপ্তধনের খোঁজ মেলার আগেই পড়শিদের নজরে আসায় পুলিশ আটক করে নিয়ে গেল তান্ত্রিক ও তাঁর সাগরেদকে। বেপাত্তা বাড়ির কর্তাও। বাঁকুড়ার কোতুলপুর থানার লেগোর বুটবাড়ি গ্রামের এই ঘটনা সামনে আসতেই বৃহস্পতিবার দুপুর থেকে লোকজন ভেঙে পড়ছেন সেখানে। এসডিপিও (বিষ্ণুপুর) সুকোমলকান্তি দাশ বলেন, ''দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গুপ্তধনের স্বপ্নাদেশ পেয়ে না কি খোঁড়াখুঁড়ি চলছিল। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'' শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রোহিত নন্দীর অ্যাসবেস্টসের ছাউনির দু'টি ঘরের মধ্যে একটি ঘিরে জটলা। সেই ঘরের মেঝে খুঁড়েই চলছিল গুপ্তধনের সন্ধান। ছ'ফুট চওড়া ও ছ'ফুট দীর্ঘ গর্ত খোঁড়া চলছিল। পাছে মাটি ধসে পড়ে, তা রুখতে গর্তে ঠেসে দেওয়া হচ্ছিল শক্ত মোটা কাঠের ফ্রেম। গ্রামের বাসিন্দা সু

সেলসম্যানকে বিষ! নিউ আলিপুরে আটক গৃহবধূ

Image
আক্রান্ত সেলসম্যান। বহুজাতিক চিমনি বিক্রয়কারী সংস্থার সেলসম্যানকে বাড়িতে ডেকে কুকুর লেলিয়ে দেওয়া ও বিষ খাইয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল নিউ আলিপুরের এক গৃহবধূর বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছে বহুজাতিক সংস্থাটি। যে গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নিউ আলিপুর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ২৭ জুলাই। একটি বহুজাতিক চিমনি বিক্রয়কারী সংস্থার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের দুটি পণ্য কেনেন নিউ আলিপুরের ই ব্লকের গৃহবধূ মধুমন্তী সাহা। কেনার পর বহুজাতিক সংস্থার টাকা মেটাতে তিনি ব্যাঙ্কের একটি চেক দেন। কিন্তু, ব্যাঙ্ক চেকটি ফেরত পাঠিয়ে দেয়। টাকা না পাওয়ায় সংস্থাটির তরফে ফের যোগাযোগ করা হয় মধুমন্তীর সঙ্গে। তিনি প্রাপ্য টাকা নগদে দিয়ে দিতে সম্মতও হন। টাকা নিতে শুক্রবার দুপুরে মধুমন্তীর বাড়িতে যান সংস্থার দুই প্রতিনিধি অমিত চক্রবর্তী এবং সোমনাথ মণ্ডল। কিন্তু টাকা দেওয়ার নাম করে তাঁদের দীর্ঘ ক্ষণ বাড়িতে বসিয়ে রাখেন অভিযুক্ত গৃহবধূ। এর পর তাঁদের ঠান্ডা শরবত খেতে দেওয়া হয়। শরবত খেয়ে অচৈতন্য হয়ে পড়েন অমিত। বিপদ বুঝে তাঁর সঙ্গী সোমনাথ মণ্ডল ফোন করে পুরো বিষয়টি অফিসে জানাতে

সেলফি-প্রেমীদের জন্য দুরন্ত সুযোগ এনে দিল নাসা।

Image
সেলফি তুলতে কার না ভাল লাগে? ফেসবুক বা ইনস্টাগ্রামে নিয়মিত সেলফি তুলে পোস্ট করাটাই তো ট্রেন্ড। কখনও বাড়িতে, কখনও রেস্তোরাঁয়, কখনও বেড়াতে গিয়ে— পাহাড়, জঙ্গল, সমুদ্র। রকমারি সেলফিতে ছেয়ে আছে সোশ্যাল মিডিয়া। নতুন কিছু করতে চান? আপনার জন্য দুরন্ত সুযোগ এনে দিল নাসা। এখন মহাকাশে সেলফি তুলে অনায়াসে তা শেয়ার করতে পারবেন সকলের সঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নাসা নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ। 'নাসা সেলফিস অ্যাপ'। এই অ্যাপের সাহায্যে ঘরে বসে তোলা আপনার নিজস্বীকে সেঁটে দেওয়া যাবে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা অরিওন নেবুলা— ইচ্ছেমতো মহাজাগতিক ক্ষেত্রের প্রেক্ষাপটে। আইওএস ও অ্যান্ড্রয়েড— দুই ধরনের ফোনেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। এই অ্যাপের পাশাপাশি আরও একটি অ্যাপ নিয়ে এসেছে নাসা। তার নাম 'ভিআর'। গ্রহের কক্ষপথে আবর্তন দারুণ ভাবে দেখতে পাবেন এই অ্যাপের সাহায্যে।

বিজয় মালিয়ার জেলের ভিডিও দেখানো হল আদালতকে

Image
একঝলকে দেখলে হয়ত মনে হতেই পারে কোনও সিনেমার ফ্লোরে দাঁড়িয়ে আছেন। কিন্তু আসলে তা নয়। মুম্বইয়ের আর্থার রোড জেলে ফেরার ব্যবসায়ী বিজয় মালিয়ার কারাগার। তা এমন শৌখিনভাবে তৈরি করা হয়েছে, যা দেখে এটা আদৌও কোনও জেল কিনা তা সন্দেহ হতে পারে। টিভি থেকে শুরু করে পৃথক শৌচালয়, বিছানা, রয়েছে পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থাও। লন্ডন থেকে এই ফেরার ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে রীতিমতো মরিযা সিবিআই। আর তাই লন্ডনের আদালতে ৬–৮ মিনিটের একটি ভিডিও পেশ  করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই ভিডিওতেই জেলের ভেতরের এই সুযোগ–সুবিধা দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর দেশে ফেরার ব্যাপারে তুমুল আপত্তি তুলেছিলেন বিজয় মালিয়া। তিনি জানিয়েছিলেন,  ভারতের জেল গুলির অবস্থা মোটেও ভাল নয়। সেখানে থাকা খুব কষ্টকর। তাঁর অভিযোগ ছিল, ভারতীয় জেলে পর্যাপ্ত সৌরআলো এবং প্রাকৃতিক হাওয়ার ব্যবস্থা নেই। লন্ডন আদালতের বিচারক ভারতকে তাই যেখানে বিজয় মালিয়াকে রাখা হবে সেই কারাগারের ভিডিও করে দেখানোর নির্দেশ দেয়। আর তাই  জেলের মধ্যেই 'স্বাস্থ্যকর' পরিবেশ তৈরির ব্যবস্থা করে সেটার ভিডিও আদালতকে দেখানো হল। সিবিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, '‌আদা

কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ, বেধড়ক পিটিয়ে খুন

Image
থানে : মা-বাবা কোনও এক কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। আর দিদিও বেশ কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগেই বিকৃত মানসিকতার শিকার হল ১৪ বছরের এক কিশোরী। প্রথমে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। তারপর বেধড়ক পিটিয়ে চৌবাচ্চায় ডুবিয়ে খুন করা হয়। মহারাষ্ট্রের বুকে ভিওয়ান্ডিতে পাওয়ারলুম টাউন এলাকায় এই নৃশংসতার ছবি সামনে এসেছে। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় গোটা এলাকা জুড়ে এখন আতঙ্কের ছায়া। কে বা কারা এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে, তা পুলিস এখনও জানতে পারেনি। তবে নারকীয় এই হত্যাকাণ্ডে একের বেশি দুষ্কৃতী জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। থানে পুলিসের মুখপাত্র সুখদা নারকর বলেন, ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একাই ছিল। সন্ধ্যাবেলা কিশোরীর দিদি বাড়িতে ফিরে বোনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখনই ঘটনার খবর ছড়িয়ে পড়ে। নির্যাতিতার মা-বাবা বাড়ি ফিরলে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। মৃতদেহের ময়নাতদন্তের পর পুলিস নারপোলি থানায় এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৩০২ (খুন) ধারায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের পর এবার বিজেপি শাসিত মহারাষ্ট্রেও মেয়

নাবালিকা ধর্ষণে ২ দোষীর আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানা ২ লক্ষ টাকা করে

Image
কলকাতা: ১২ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় সুজয় সর্দার সহ দুই অপরাধীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জীমূতবাহন বিশ্বাস ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই দণ্ডাদেশের সঙ্গে দু'জনকেই দু'লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর হাজতবাসের নির্দেশ দেন। আদালতের মন্তব্য, জরিমানার টাকা আদায় হলে সেই টাকার ৯০ শতাংশ তুলে দিতে হবে ওই নাবালিকার হাতে। পাশাপাশি এক মাসের মধ্যে নির্যাতিতাকে আরও তিন লক্ষ টাকা দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা আইনি সহায়তা কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে। পাশাপাশি নিযার্তিতার পরিবার যাতে সুরক্ষিত থাকে, তার জন্য‌ কলকাতা পুলিসের যুগ্ম কমিশনারকে (ক্রাইম) আলাদা নির্দেশে বলা হয়, তিনি যেন ডিসি'কে (ইএসডি) বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেন। এই রায় ঘোষণার পর এই মামলার বিশেষ সরকারি আইনজীবী বিবেক শর্মা বলেন, শিয়ালদহ আদালতের এই রায় এক কথায় 'যুগান্তকারী'। এই রায় সমাজে আলাদা একটি বার্তা বহন করবে। ভবিষ্যতে এমন অপরাধ করার আগে অপরাধীর হাত কাঁপবে বলেও মন্তব্য

মাছের পেটিতে মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে এরাজ্যে

 রাতের বাসে বিহারের মুঙ্গের থেকে মাছের পেটিতে মাউজার পিস্তল সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ঢুকছে এরাজ্যে। পুলিসের নজর এড়াতেই এই কৌশল নিয়েছে অস্ত্র কারবারিরা। বাস যাত্রীদের চোখে ধুলো দিতে পেটির উপরে বরফ দিয়ে দুই থেকে তিনটি রুই, কাতলা রাখা হয়। তার নীচে থাকে অস্ত্র। পুলিস সূত্রে এমনটাই জানা গিয়েছে। শুক্রবার আসানসোল দক্ষিণ থানার পুলিস কালিপাহাড়ির কাছ থেকে দুই অস্ত্র কারবারিকে দুটি মাউজার সহ আটক করেছে। ওই দুই কারবারি বাইকে আসানসোল থেকে পিস্তল নিয়ে দুর্গাপুরের একজনকে বিক্রি করতে যাচ্ছিল। তাদের জেরা করে তদন্তকারীরা আরও কয়েকজন কারবারির নাম জানতে পেরেছে। পাশাপাশি বেআইনি অস্ত্রের রুটেরও সন্ধান পাওয়া গিয়েছে। ওই কারবারিদের মধ্যে একজনের বাড়ি জামুড়িয়া থানা এলাকায়। অন্যজন ঝাড়খণ্ডের বাসিন্দা। এক পুলিস আধিকারিক বলেন, ওই দু'জনকে জেরা করে পুরো দলটির সন্ধান পাওয়া গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিস কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, ওই দু'জনকে জেরা চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, উন্নতমানের মাউজার এখনও মুঙ্গের থেকেই আসে। সীমান্তবর্তী এলাকায় পুলিস আগের থেকে কিছুটা নজরদারি বাড়ানোয় এখন ক

রাখীর দিন চলবে বিশেষ লেডিজ স্পেশ্যাল ট্রেন

Image
নয়াদিল্লি: আগামী রবিবার রাখী পূর্ণিমা ৷ আর সেই উপলক্ষ্যে বিশেষ মহিলা স্পেশ্যাল ট্রেন চালানো হবে ৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলের দিল্লি শাখা। ওই দিন দিল্লি জুড়ে এরকম বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। মহিলা যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেজন্যই এই ব্যবস্থা করতে চলেছে রেল কর্তৃপক্ষ। রাখীবন্ধন উত্‍সব বেশ ধুমধাম করেই গোটা দেশে পালিত হয়। বোন বা দিদিরা তাঁদের ভাইদের হাতে রাখি পরায়। তাই ওই দিন যাতে নিরাপদে তাঁরা যাতায়াত করতে পারেন, তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। নয়াদিল্লি-পালওয়াল, নয়াদিল্লি-গাজিয়াবাদ এবং নয়াদিল্লি-পানিপথ। এই তিন রুটে মোট এক জোড়া ট্রেন চলবে রাখীর দিন। রেলের এই পদক্ষেপকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন রাজধানী দিল্লির মহিলারা।‌‌

কেরলের জন্য কোনও নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়নি, জানাল আমিরশাহি

Image
তিরুঅনন্তপুরম: বন্যায় বিপর্যস্ত কেরলকে সাহায্যের জন্য সংযুক্ত আরব আমিরশাহির ৭০০ কোটি টাকা অর্থ সাহায্য নেবে না বলে জানিয়েছিল কেন্দ্র । সেই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে শুরু হয়েছিল বিতর্ক । একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল এই বিপর্যয় মোকাবিলা করার ক্ষমতা তাঁদের আছে, অন্যদিকে কেরলের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী এই সিদ্ধান্তে একদমই খুশি ছিলেন না । এবার এই বিতর্কেই নয়া মাত্রা জুড়ল খোদ আমিরশাহিই । ভারতের আরবের রাষ্ট্রদূত আহমেদ আলবানা জানিয়েছেন কেরল বন্যা বিষয়ক একটি কমিঠি গঠন করা হয়েছে যা ঠিক কত টাকা সাহায্য করা হবে সেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে । এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে । এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা করেনি আমিরশাহি, জানিয়েছেন আলবানা । ২১ অগস্ট কেরলের মুখ্যমন্ত্রী ট্যুইটারে জানিয়েছিলেন কেরলের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ৭০০কোটি টাকা সাহায্য করার কথা বলেছে। আমিরশাহি সরকারকে ধন্যবাদও জানিয়েছিলেন বিজয়ন । কিন্তু কেন্দ্র জানিয়েছিল কোনও দুর্যোগ মোকাবিলার জন্য বিদেশি অর্থ সাহায্য নেবে না ভারত । বিতর্ক নয়া মোড় নেওয়ার পরেও অবশ্য জার

প্রসবের সময় দেহ থেকে আলাদা সদ্যোজাতর মাথা, মৃত্যু মহিলারও

Image
কোচবিহার : প্রসবের সময় দেহ থেকে আলাদা হয়ে গেল সদ্যোজাতর মাথা। মৃত্যু হয়েছে প্রসূতিরও। গতরাতে কোচবিহারের মাথাভাঙার এক নার্সিংহোমে ঘটনাটি ঘটে। বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানার পুলিশ। মিকলিজা বিবি কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। গতকাল দুপুরে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে মাথাভাঙার ওই নার্সিংহোমে ভরতি করা হয়। রাতের দিকে যন্ত্রণা বাড়লে স্ত্রী রোগ বিশেষজ্ঞ অমিত শ্রীবাস্তব প্রসব করাতে আসেন। আর প্রসবের সময়ই সদ্যোজাতর দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে মিকলিজা বিবিরও মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, প্রসবের সময় চিকিৎসক বার বার বেরিয়ে অন্য রোগী দেখছিলেন। সেই গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে।  এই ঘটনার পরই মিকলিজা বিবির পরিবারের সদস্যরা নার্সিংহোম চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান ওই চিকিৎসক। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।

অটো দৌরাত্ম্য! সোমবার থেকে নতুন ব্যবস্থার পথে পরিবহণ দফতর

Image
অটো দৌরাত্ম্য রুখতে বাড়তি বাস পরিষেবা উল্টোডাঙা ও সল্টলেক সেক্টর-৫-এর মধ্যে। সোমবার সকাল ছটা থেকে এই পরিষেবা শুরু হতে যাচ্ছে। সারাদিনই এই পরিষেবা পাওয়া যাবে বলে আশ্বাস মিলেছে পরিবহণ দফতর সূত্রে। খবরে খুশি নিত্যযাত্রীরা। উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভ। কোনওটি যাবে নিউটাউন। সোমবার সকাল ছটা থেকে ১০ মিনিট অন্তর চলবে সরকারি বাস। অফিস টাইমের জন্য বাসের অন্তর এমনই থাকবে বলে আশ্বাস পরিবহণ দফতরের। দুপুরের দিকে এই ব্যবধান ১৫ মিনিট করা হবে। তবে আবার বিকেল-সন্ধেয় এই অন্তর হয়ে যাবে ১০ মিনিট। এসি-নন এসি বাস চলবে। কোনওটি যাবে চিংড়িহাটা হয়ে। আবার কোনওটি যাবে করুণাময়ী হয়ে। উল্টোডাঙা থেকে তথ্যপ্রযুক্তি তালুক সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছতে নাভিশ্বাস ওঠার অবস্থা। আর যদি নিউটাউন পৌঁছতে হয় তাহলে তো কথাই নেই। সেক্টর ফাইভ পৌঁছতে বদল করতে হয় একাধিক অটো। সঙ্গে যদি একটু বৃষ্টি নামে, তাহলে তো সর্বনাশ যাত্রীর। খসে যেতে পারে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত। দিন কয়েক আগে এমনই পরিস্থিতি তৈরি হওয়ার উল্টোডাঙায় বিক্ষোভ দেখিয়েছিলেন নিত্যযাত্রীদের একাংশ। এরপরেই পরিবহণ দফতরের পক্ষ থেকে উল্টোডাঙা সল্টলেক সে

এবার ইঞ্জিন বিহীন শতাব্দী ছুটবে ১৬০ কিমি বেগে, জেনে নিন বিস্তারিত

Image
ভারতীয় রেলে আসছে নতুন প্রযুক্তি। যা শতাব্দী এক্সপ্রেসের বদলে আসছে ইঞ্জিন বিহীন নতুন ট্রেন। সামনের মাসেই সম্ভবত সবার সামনে আসতে চলেছে এই নতুন ট্রেন। সেপ্টেম্বর থেকেই 'ট্রেন এইটটিন'-এর টেস্টিং শুরু হবে বলে সূত্রের খবর। ভারতের প্রথম ইঞ্জিন বিহীন ট্রেন। নির্দিষ্ট দুটি শহরের মধ্যে চলাচলকারী শতাব্দী এক্সপ্রেসের জন্য এই ট্রেনের যাত্রা শুরু হবে। এসি চেয়ারকার থাকলেও, যা অনেকটা হবে মেট্রোর কোচের মতো। যা চলবে ঘণ্টায় ১৬০ কিমি বেগে। তবে এর টেস্টিং এখনও শুরু হয়নি। টেস্টিং-এর পরে এই ট্রেন ভারতীয় রেলের অন্তর্ভুক্ত করা হবে। টেস্টিং-এর দায়িত্বে থাকছে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গাজাইনেশনের ওপর। যাঁরা ভারতীয় রেলের প্রযুক্তিগত পরামর্শদাতা। সব পরীক্ষায় পাস করলেই এই ট্রেনকে ভারতীয় রেলের অন্তর্ভুক্ত করা হবে। আর পুরো মাত্রায় এই ট্রেন তৈরিও শুরু করা হবে। সূত্রের খবর অনুযায়ী, আমদানির অর্ধেক খরচে দেশেই তৈরি করা হয়েছে এই ট্রেন। ইঞ্জিন বিহীন ট্রেনের নানা বৈশিষ্ট্য ১) মোদীর 'মেক ইন ইন্ডিয়া' ডাকে সারা দিয়ে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে 'ট্রেন এইটটিন'।

সাত-সকালে শহরের বহুতলে অগ্নিকাণ্ড!

Image
ফের কলকাতার বহুতলে অগ্নিকাণ্ড। শনিবার সকাল ছটা নাগাদ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে বহুতলে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর নেই। মিটারবক্স থেকেই অগ্নিকাণ্ড প্রাথমিক তদন্তে অনুমান দমকল ও কলকাতা পুলিশের। সাত-সকালে আর্তনাদ, পুলিশ ও দমকলে ফোন। ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যায় ল্যাডারও। দেখা যায় গ্রাউন্ড ফ্লোরে থাকা মিটার বক্সে আগুন লেগেছে। প্রথমে ধোঁয়া আর পরে আগুন আতঙ্ক এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিলেন আবাসনে থাকা ১৫ জন বাসিন্দা। বেরোতে না পেরে সিঁড়ির কাছে আটকে পড়েছিলেন তাঁরা। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরুর সঙ্গে ১৫ জন বাসিন্দাকে উদ্ধার করেন। বহুতলের সামনেই রয়েছে বড় খাবারের দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। এমনই এক জায়গায় ধোঁয়া ও আগুনের জেরে আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিড় সমান আশপাশির বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীরা। ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দেখা যায় পুরোপুরি পুড়ে গিয়েছে মিটার বক্স। সেই থেকে দমকলের অনুমান আগুন লেগেছিল মিটারবক্স থেকেই।

প্রতি এপিসোডে ১৪ কোটি ?

Image
মুম্বই: রোমোট নিয়ে আবার শুরু হতে চলেছে ঝামেলা। আর বেশি দিন বাকি নেই। শুরু চলেছে বিগ বসের নেকস্ট সিজন। এবারেও সঞ্চালনায় থাকছেন ভাইজান। কিন্তু এবার চ্যানেল কর্তৃপক্ষের কাজে ওজনদার সুলতান। প্রতি এপিসোডের জন্য সলমন নাকি নিচ্ছেন ১৪ কোটি টাকা। টেলিদুনিয়ার মোস্ট কন্ট্রোভার্সিয়াল শো বলতে গেলে, সবার প্রথমে মাথায় যে নামটি ঘোরে 'বিগ বস'৷ গতভারের সিজন নিয়েও কম বিতর্ক হয়নি৷ হিনা খানের সঙ্গে শিল্পা সিন্ডের কথা কাটাকাটি থেকে শুরু করে, ঢিনচ্যাক পুজার ওয়াইল্ড কার্ড এন্ট্রি- সবকিছুই খবরের শিরোনামে উঠে এসেছিল৷ তাছাড়া প্রত্যেক সিজনে রীতি মেনে তো কিছু না কিছু চমক থাকছেই৷ গোঁদের ওপর বিশফোঁড়ার মতো, বিগত কয়েকটা সিজন থেকে আবার চালু হয়েছে সেলিব্রটিদের সঙ্গে আমজনতা 'বিগ বস' হাউসে একসঙ্গে বসবাস৷ তাই ট্রেন্ড বজায় রাখতে এবছরেও থাকছে জোরির জলবা। এই মরশুমে বিগ বসের ঘরে জুটিতে প্রবেশ করবেন অংশগ্রহণকারীর। সম্প্রতি সামনে এসেছে এই 'বিগ বস সিজন ১২'-এর টিজার। যেখানে দাবাং টিচারের ভূমিকায় এন্ট্রি নিতে দেখা যায় সলমনকে। আর তাঁর স্টুডেস্টের তালিকাও হাটকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 'বিগ

কোরবানি ভুলে কেরলবাসীকে সাহায্য মুসলিমদের

Image
নয়াদিল্লি: কোরবানির জন্য বরাদ্দ খরচ দান করা হোক কেরলের দুর্গতদের সাহায্যার্থে। সোশ্যাল মিডিয়া জুড়ে এমন অনেক পোস্ট দেখা গিয়েছে গত কয়েক দিন ধরে। যা নিয়ে তর্ক-বিতর্কও কিছু কম হয়নি। এরই মাঝে প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য। কেরলের বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য ধর্মীয় রেওয়াজ কোরবানি বাতিল করল মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই অর্থ মজুত করা হল কেরলের বন্য কবলিত মানুষদের জন্য। আর তাতেই উঠে এল পাঁচ লক্ষ টাকা। এই বিষয়ে উদ্যোগ নিয়েছিল মুসলিম সত্যসাধক মণ্ডল নামক একটি সংস্থা। ১৯৭০ সালে হামিদ দালওয়াই নামের একজন এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। যাদের উদ্দেশ্যই হচ্ছে মুসলিম সমাজের উন্নয়ন এবং প্রগতি। সমাজের মুসলিমদের মধ্যে সচেতনতা এবং উন্নততর চিন্তাভাবনা গড়ে তুলতে নানাবিধ কর্মসূচী গ্রহণ করে এই সংস্থা। গত আট বছর ধরে কোরবানির ইদের দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। চলতি বছরে রক্তদান শিবিরের সঙ্গে কেরলের দুর্গতদের জন্য ত্রাণ গ্রহণ করা হয়। এবং সেই অর্থ নেওয়া হয় কোরবানির জন্য বরাদ্দ থেকে। আর এই পথেই অল্প সময়ের মধ্যেই উঠেছে প্রায় পাঁচ লক্ষ টাকা। ধর্মের থেকেও যে মানবিকতা বেশি গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে

জিও-র সঙ্গে ফের মাসুল যুদ্ধে ভোডাফোন! জেনে নিন বিস্তারিত

Image
ফের রিলায়েন্স জিও-র সঙ্গে মাসুল যুদ্ধে ভোডাফোন। প্রিপেডে ৯০ দিনের জন্য ১.৫ জিবি করে ডেটা দেওয়ার কথা জানিয়েছে ভোডাফোন। নতুন ২০৯, ৪৭৯ এবং ৫২৯ টাকার প্যাকের কথা ঘোষণা করা হয়েছে ভোডাফোনের তরফে। ১৯৯, ৪৪৮ এবং ৫০৯ টাকার প্যাকে ভোডাফোন ইতিমধ্যেই জিনে ১.৪ জিবি করে ডেটা দিয়ে থাকে। তবে ভোডাফোনের নতুন ২০৯ টাকার প্যাকে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। অন্যদিকে, একইসঙ্গে চালু ৪৭৯ এবং ৫২৯ টাকার প্যাকে যথাক্রমে ৮৪ ও ৯০ দিনের জন্য ১.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। তবে নতুন এই রিচার্জপ্যাক নির্দিষ্ট কয়েকটি শহরের জন্য। রিলায়েন্স জিও-র প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা প্যাকের সর্বনিম্ন মূল্য ১৪৯ টাকা। ভোডাফোনের নতুন ২০৯, ৪৭৯ এবং ৫২৯ টাকার প্যাকের অফারে আনলিমিটেড লোকাল কল, এসটিডি, রোমিং কল ছাড়াও দিনে ১০০ টি করে এসএমএস-এর অফারও দেওয়া হচ্ছে। অফার আনলিমিটেড থাকলেও, দিনে ২৫০ মিনিট এবং সপ্তাহে ১০০০ মিনিট কথা বলা যাবে। এছাড়াও ভোডাফোন প্লে অ্যাপ থেকে ৩০০ লাইভ টিভি, সিনেমারও অফার এর সঙ্গে থাকছে।

২০০০ কোটি টাকা সাহায্যের দাবি করে মোদীকে চিঠি কুমারস্বামীর

Image
চিঠিতে কুমারস্বামী লিখেছেন, বন্যায় ঘরবাড়ি, সরকারি সম্পত্তি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কেরলের পর এবার বন্যায় পুনর্বাসনের জন্য ২০০০ কোটি টাকা অর্থ সাহায্যের দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। রাজ্যের বন্যাবিধ্বস্ত এলাকায় পুনর্বাসন ও ত্রাণের জন্য অর্থ দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি।  চিঠিতে কুমারস্বামী লিখেছেন, বন্যায় ঘরবাড়ি, সরকারি সম্পত্তি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চূড়ান্ত হিসেবনিকেশের পর দেখা যাচ্ছে, লোকসান হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকার। ধসের জেরে কফি, মসলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কর্ণাটকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তার কয়েক ঘণ্টা বাদেই মোদীকে চিঠি দিলেন কর্ণাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী।  কর্ণাটকে টানা বৃষ্টির জেরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের।  এদিন কোড়াগুতে ত্রাণ শিবিরে যান নির্মলা সীতারমন। দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে।

কসমস ব্যাঙ্ক জালিয়াতির পেছনে ক্লোনড এটিএম কার্ড, ২৮ দেশ থেকে তোলা হয় ৭৮ কোটি

Image
মাত্র ২ দিনে পুনের কসমস ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছিল ৭৮ কোটি টাকা। এনিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল পুলিস। শুক্রবার পুনে পুলিস জানিয়েছে, ব্রিটেন, মার্কিন ‌যুক্তরাষ্ট্র, রাশিয়া, সং‌যুক্ত আরব আমিরশাহি সহ দুনিয়ার ২৮টি দেশ থেকে তুলে নেওয়া হয় ওই বিপুল টাকা। টাকা তুলতে ব্যবহার করা হয় ক্লোনড এটিএম কার্ড। উল্লেখ্য, গত ১১ ও ১৩ অগাস্ট হ্যাকাররা হামলা করে পুনের কসমস ব্যাঙ্কের এটিএম সার্ভারে। সেখান থেকে তারা ভিসা ও রুপে এটিএম কার্ডের বিস্তারিত তথ্য চুরি করে নেয়। শুধু তাই নয় তারা ব্যাঙ্কের 'স্যুইফট' সিস্টেমও কব্জা করে নেয়। এর পরেই ৯৪ কোটি টাকা তুলে নেওয়া হয়। এর মধ্যে ৭৮ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম কার্ড ব্যবহার করে। পুনের ডেপুটি পুলিস কমিশনার(সাইবার সেল) জ্যোতিপ্রিয়া সিং সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ' ব্রিটেন, মার্কিন ‌যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমিরশাহি, কানাডা সহ ২৮টি দেশের বিভিন্ন এটিএম থেকে ক্লোনড কার্ড ব্যবহার করে ৭৮ কোটি টাকা তুলে নেওয়া হয়।' তিনি আরও জানান, ওইসব দেশের আর্থিক দুর্নীতি দমন সংস্থোর সঙ্গে ‌যোগা‌যোগ রেখে চলেছে পুলিস। ব্যাঙ্ক থেকে ওই বিপুল টাকা তুলে নেওয়া আগে হ্যাকাররা

পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

Image
বহরমপুর: স্ত্রী পরকীয়ায় লিপ্ত৷ একথা জানতে পেরে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্বামী৷ প্রথমে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন৷ তারপর নিজেই আত্মঘাতী হয়। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার আলিনগর গ্রামে৷ মৃত স্ত্রী সেলিনা বিবি (২৬) ও স্বামী সাবিরুল ইসলাম (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে ডোমকল থানার আলিনগর গ্রামের সাবিরুল সেখের সঙ্গে বিয়ে হয় সেলিনা বিবির। এর পর দুই ছেলে নিয়ে সুখেই কাটছিল তাদের সময়৷ সাবিরুল সেখ পেশায় রাজমিস্ত্রি৷ তাই কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে কাজ করতেন।   সপ্তাখানেক আগে ঈদ উপলক্ষে কেরল থেকে বাড়ি ফিরেছিল সাবিরুল। এখানে এসে স্থানীয় এক আত্মীয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন সাবিরুল। এই নিয়েই পরিবারে অশান্তি চলতে থাকে। অভিযোগ, শুক্রবার বাড়িতে কেউ না থাকার সুযোগে স্ত্রী সেলিনা বিবিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন সাবিরুল৷ তারপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সাবিরুল। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷

গণধর্ষণে কিশোরেরও যাবজ্জীবন

Image
হতে পারে খাতায়-কলমে সে নাবালক। কিন্তু গণধর্ষণের মতো অপরাধে ১৬ বছরের কিশোরকেও ছাড় দেওয়া যায় না। এ কথা বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পকসো বিশেষ আদালতের বিচারক জীমূতবাহন বিশ্বাস। ১২ বছরের এক বালিকাকে গণধর্ষণ ও নিগ্রহের অপরাধে ২১ বছরের তরুণ সুমন সরকার এবং ১৬ বছরের ওই কিশোরকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তিনি। সেই সঙ্গে ধর্ষিতা বালিকার বিপদের আশঙ্কায় লালবাজারকে তার নিরাপত্তার ব্যবস্থাও করতে বলেছেন বিচারক। গত ১৬ ডিসেম্বরের ঘটনা। পুলিশ জানিয়েছে, উল্টোডাঙা থানা এলাকায় বাসন্তী কলোনির একটি মাঠে রাত ৮টার পরে ১২ বছরের মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ওই দু'জন ধর্ষণ ও নিষ্ঠুর ভাবে অত্যাচার করে। দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী গণধর্ষণের অভিযোগ এবং পকসো আইনের ছ'নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছিল পুলিশ। সরকারি কৌঁসুলি বিবেক শর্মা জানিয়েছেন, মারধর খেয়ে মেয়েটি পিঠে ও শিরদাঁড়ায় চোট পেয়েছিল। উল্টোডাঙার এই গণধর্ষণের ঘটনাটি অনেককে ২০১২-র ডিসেম্বরে নির্ভয়া-কাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই ঘটনার তদন্তে জানা গিয়েছিল, ধর্ষকদের মধ্যে সব চেয়ে বেশি নৃশংস ছিল এক কিশোর। তার কী শাস্তি হওয়া

স্নাতক-বিএড যৌথ পাঠ আগামী বছর

Image
শিক্ষকতা করতে হলে বিএডের মতো প্রশিক্ষণের ডিগ্রি থাকতেই হবে। বিদেশে স্নাতক স্তরে পঠনপাঠনের সঙ্গেই এমন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ রাজ্যেও স্নাতকের সঙ্গে বিএড ইন্টিগ্রেটেড কোর্স বা সংহত পাঠ্যক্রম পড়ানো শুরু হবে। রাজ্য শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর যাতে এই কোর্স চালু করা যায়, সেই বিষয়ে এখন প্রস্তুতি চলছে। এমনিতে বিএড দু'বছরের পাঠ্যক্রম। তবে যাঁরা স্নাতকের সঙ্গে সংহত বিএড পাঠ্যক্রম পড়বেন, তাঁদের মোট চার বছর পড়তে হবে। তাঁদের ডিগ্রির নাম হবে বিএ-বিএড, বিএসসি-বিএড বা বিকম-বিএড। পঠনপাঠন চলবে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) বা পছন্দসই মিশ্র পাঠ পদ্ধতিতে। সাধারণ ডিগ্রি কলেজে স্নাতক অনার্স ও পাশ কোর্সের পাঠ্যক্রম যেমন চলে, তেমনই চলবে। তার পাশাপাশি স্নাতক ও বিএডের সংহত পাঠ দেওয়া হবে বিএড কলেজের নতুন এই কোর্সে। সেখানে অনার্সের সঙ্গে সঙ্গে বিএড ডিগ্রি মিলবে। এমনিতে তিন বছরের অনার্সের পরে বিএড পড়তে হলে দু'বছর বাড়তি সময় লাগে। নয়া পাঠ্যক্রমে পড়ুয়াদের একটি বছর বাঁচবে। চার বছরেই তাঁরা একসঙ্গে অনার্স ও বিএড ডিগ্রি পে

২৯শে চালু হবে কোচির বিমানবন্দর

বানভাসি: এমনই অবস্থা ছিল কোচি বিমানবন্দরের। একটু একটু করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কেরল। তবে কোচি বিমানবন্দর এখনও বন্ধ। আগামিকাল, রবিবারের মধ্যে ভেঙে যাওয়া পাঁচিল নির্মাণ শেষ হবে। সঙ্গে চলছে বিমানবন্দর পরিষ্কার করার কাজও। শুক্রবার কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার দীনেশন ফোনে বলেন, ''২৯ অগস্ট থেকে বিমানবন্দর চালু করে ফেলতে পারব।'' রবিবার পর্যন্ত পরিকাঠামো সংক্রান্ত কাজ শেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এবং বিমানসংস্থাগুলির হাতে তুলে দেওয়া হবে বিমানবন্দর। সোম ও মঙ্গলবার তারা বিমান ওঠানামার বিভিন্ন যন্ত্র ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখবে। দীনেশন জানান, বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে জল নামছে দ্রুত। যান চলাচলও শুরু হয়েছে। ফলে বিমানবন্দরের কর্মীরাও এ বার আসছেন। বিমানবন্দর থেকে বন্যার জল নেমে যাওয়ার পরে টার্মিনাল বিল্ডিং পুরো জীবাণুমুক্ত করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বিমানসংস্থাগুলিও সাহায্যে এগিয়ে আসছে। এয়ার ইন্ডিয়া গত কয়েক দিন কোচি বিমানবন্দরের কাছে গারুদা নৌ-ঘাঁটি থেকে দিনে দু'টো করে ছোট বিমান চালাচ্ছে। একটি

বেয়াড়া বাবা! জোবস-কন্যার কিস্সা

Image
বাবা-মেয়ে: কিশোরী লিজ়ার সঙ্গে স্টিভ জোবস। তাঁর হাত ধরেই প্রযুক্তি কড়া নেড়েছিল সাধারণ আমেরিকাবাসীর দরজায়। অ্যাপলের প্রাণপুরুষ সেই স্টিভ জোবস অবশ্য মানুষ হিসেবে যথেষ্ট গন্ডগোলের ছিলেন। সদ্যপ্রকাশিত আত্মজীবনীতে এই দাবি করেছেন স্টিভের বড় মেয়ে লিজ়া ব্রেনান-জোবস। স্টিভ তখনও 'স্টিভ জোবস' হয়ে ওঠেননি। হাইস্কুলের সহপাঠিনী ক্রিসান ব্রেনানের সঙ্গে তাঁর বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। দু'জনেরই যখন ২৩ বছর বয়স, তখন লিজ়ার জন্ম। প্রথমে লিজ়াকে নিজের সন্তান বলে স্বীকারই করতে চাননি স্টিভ। এই নিয়ে ক্রিসানের সঙ্গে স্টিভের প্রবল ঝগড়া হয়। স্টিভের বাড়ি ছেড়ে চলেও যান ক্রিসান। ডিএনএ পরীক্ষার পরে যখন জানা যায়, তিনিই লিজ়ার বাবা, তখনও সে কথা মানতে চাননি স্টিভ। বলেছিলেন, ''এই পরীক্ষার উপর কোনও ভরসাই করা যায় না। রেজ়াল্টেই তো লেখা রয়েছে— ৯৪% নির্ভুল!'' প্রথমে মেয়ের জন্য কোনও খোরপোশ দিতেন না। পরে খোরপোশের মামলায় হেরে গিয়ে মেয়ের দেখভাল শুরু করেন।  লিজ়া যখন সদ্য কিশোরী, তখন বেশ কয়েক বছর সে বাবার সঙ্গে ছিল। এই সময়ের কথাই মূলত উঠে এসেছে তাঁর লেখা 'স্মল ফ্রাই' বইটিতে। লিজ়ার কথায়

মহিলা ভক্তদের জড়িয়ে ধরে ‘চমৎকারী চুম্বন’, পুলিশের জালে ‘চুমু বাবা’

Image
স্বামী পরকীয়ায় আসক্ত হোক বা মাদকে। সন্তান হচ্ছে না কিংবা সংসারে অশান্তি। যৌন সমস্যা থেকে শারীরিক অসুস্থতা। এক চুমুতেই সব সমস্যার সমাধান। নাম 'চমৎকারী চুম্বন'। সে চুম্বনের এমনই অলৌকিক মহিমা যে, সব সমস্যা নিমেষে দূর হয়ে যায়। এমনই এক বুজরুকির ব্যবসা ফেঁদে বসেছিলেন স্বঘোষিত 'চুমু বাবা'। অসমের এক প্রত্যন্ত গ্রামে। আর ভক্তরাও ছিল শুধুই মহিলা। কিন্তু শেষ রক্ষা হল না। কোনও অলৌকিক ক্ষমতাই 'চুমু বাবা'র ওরফে রামপ্রকাশ চৌহান গ্রেফতারি আটকাতে পারল না। শেষ পর্যন্ত ঠিকানা শ্রীঘর। সঙ্গী তাঁর মা-ও। অভিযোগ, তিনি গুণধর ছেলের অলৌকিক ক্ষমতার কথা প্রচার করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপ্রকাশ চৌহান অসমের মরিগাঁও জেলার ভোরালটুপ গ্রামের বাসিন্দা। গ্রামে গ্রামে বার্তা রটেছিল, এই রাম প্রকাশই অলৌকিক ক্ষমতাধারী। নাম 'চুমু বাবা'। যে কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি জড়িয়ে ধরে চুমু দিয়ে দিতেন। তবে শর্ত একটাই, সমস্যা নিয়ে বছর তিরিশের ওই বাবার কাছে মহিলাদেরই যেতে হবে। ক্রমে ক্রমে সে বার্তা রটে গেল গ্রামে। বাবার 'মাহাত্ম্য' ও 'মহিমা' ছড়াতে লাগল দূর দূরান্তে।

‘ভূত’ নয়, শব্দের পিছনে ইঁদুর-পাখি, দাবি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

Image
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের দোতলার ঘর থেকে নতুন করে কোনও শব্দ শোনা যায়নি বলে দাবি করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তও আর হবে না বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সারা রাত বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার স্বপনকুমার পাইন ও চার জন নিরাপত্তারক্ষী বিশ্ববিদ্যালয় চত্বরে নজরদারি চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারের দাবি, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ পদার্থবিদ্যা বিভাগের বারান্দা থেকে কোলাপসিবল গেট দিয়ে একটি ধেড়ে ইঁদুর ও একটি পাখি বার হয়ে যেতে দেখেছেন। ওই দু'টি জন্তুই ঘরে আটকে পড়ে তাণ্ডব করছিল বলে তাঁদের অনুমান। সেই শব্দের প্রতিধ্বনিতেই মঙ্গলবার ও বুধবার রাতে পদার্থবিদ্যা বিভাগ থেকে নানা ধরনের শব্দ ভেসে এসেছিল বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত। কারণ, সেগুলি বার হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে আর নতুন করে শব্দ শোনা যায়নি। তাই শব্দকাণ্ডে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার আর যৌক্তিকতা বা প্রশ্নই নেই। তবে বিএকজন সশস্ত্র নিরাপত্তারক্ষীকে বিশ্ববি

তুলে নিয়ে গিয়ে মদ খাইয়ে গণধর্ষণ টাকিতে, ধৃত এক

Image
স্কুলে যাতায়াতের পথে কটূক্তি চলছিল। তা নিয়ে প্রতিবাদ করলে উল্টে হুমকি দিত ছেলেটি। ফন্দি এঁটে সে-ই বছর চোদ্দোর মেয়েটিকে মোটর বাইকে তুলে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে যায়। সেখানে ততক্ষণে ছেলেটির তিন সঙ্গী বসে মদ্যপান করছে। মেয়েটিকে সেখানে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একজনকে ধরে ফেলে মারধর করে জনতা। কিন্তু সুযোগ বুঝে সকলে পিঠটান দেয়। পরে মূল অভিযুক্ত সবুজ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনবাদের টাকিতে, ইছামতীর ধারে শ্মশানঘাটে। টাকি এমনিতে রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সারা বছর মানুষ ঘুরতে আসেন এখানে। শহরের কাছেই গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পুলিশি নজরদারি বাড়ানোর দাবিও উঠছে। টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ''রাজবাড়ি ঘাটের কাছে কয়েকটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করার সময়ে সে অসুস্থ হয়ে পড়ে। তখনই ঘটনাটি জানাজানি হয়। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এমন ঘটনা অত্যন্ত

পেজকে ছাড়াই ডাবলসে সোনা বোপান্নাদের

Image
যুগলবন্দি: জাকার্তায় টেনিসের ডাবলসে সোনার দৌড় শেষ করে রোহন বোপান্না ও দ্বিবীজ শরণ। এশিয়ান গেমসে তাঁরাই ছিলেন শীর্ষ বাছাই। সোনাও জিতলেন রোহন বোপান্না-দ্বিবীজ শরণ জুটি। টেনিসে পুরষদের ডাবলস ফাইনালে রোহনরা সহজেই হারালেন কাজাখস্তানের জুটি আলেকজান্ডার বুবলিক-ডেনিস ইয়েসেইয়েভকে। মাত্র ৫২ মিনিটে। ভারতীয় জুটির পক্ষে ফল ৬-৩, ৬-৪। এশিয়ান গেমসে এর আগে তিন বার ভারতীয় জুটি সোনা পেয়েছে। ২০১০ সালে গুয়াংঝৌতে সোমদেব দেববর্মণ-সনম সিংহ। তারও আগে টানা দু'বার লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি। এ দিকে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে হেরে গেলেও গেমস থেকে ব্রোঞ্জ পেলেন প্রাজ্ঞেশ গুণেশ্বরণ। জাকার্তায় ষষ্ঠ দিন চমকে দিয়েছে ভারতীয় রোয়িং দল। কোয়াড্রাপল স্কালসে সোনা জিতে। সোনাজয়ী দলে ছিলেন স্বর্ণ সিংহ, দাত্তু ভোকানল, ওম প্রকাশ এবং সুখমিত সিংহ। সময় নিয়েছেন ৬ মিনিট ১৭.১৩ সেকেন্ড। দলের চার জনই সেনাবাহিনির কর্মী। খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন।  দলের সব চেয়ে বয়স্ক সদস্য স্বর্ণ সিংহ বলেছেন, ''সৈনিকরা কখনও লড়াই ছাড়ে না। সবাই সেটা জানেও। তাই আজ সোনা জন্য ঝাঁপাবই এই ছিল পণ। এবং সেটা করেও দেখালাম।'' প্রসঙ্গত এশ