Posts

Showing posts from October 19, 2018

টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !

Image
নয়াদিল্লি: আপনার কী ব্যাঙ্কে কোনও কাজ রয়েছে ? তাহলে শীঘ্রই সেরে ফেলুন কাজগুলি ৷ কারণ দু'দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সারা দেশজুড়ে চলছে উৎসবের মপশুম ৷ মহানবমী অথার্ৎ (১৮ অক্টোবর) ব্যাঙ্কের ছুটি ছিল ৷ ১৯ অক্োবর অথার্ৎ আজ বেশ কিছু রাজ্যে যেমন মুম্বই, নাগপুর, লখনউ, কলকাতা, পটনা, পনাজি, রাঁচি ও জম্মুতে ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ তবে শনিবার মাসের তৃতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকবে ৷ আবার ২১ অক্টোবর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ তাই সাবধানে ক্যাশ খরচ করুন ৷ নভেম্বর মাসেও দীপাবলি, ভাইদুজের কারণে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৭ নভেম্বর দিওয়ালির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৮ নভেম্বর গোবর্ধন পুজোর জন্য বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৯ নভেম্বর ভাইদুজের জন্য ছুটি ৷ ১০ নভেম্বর দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি ও রবিবার ছুটি থাকায় পরপর পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

৮ হাজার স্কুল পেল CBSE অনুমোদন

Image
২০০৭ সাল থেকে আটকে ছিল অনুমোদন। অবশেষে একসঙ্গে ৮ হাজার স্কুলের আবেদনে শিলমোহর পড়ল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। উপ-আইন সংশোধনের পর আরও সহজ হয়ে গিয়েছে অনুমোদনের প্রক্রিয়া। ফলে প্রায় 'পেপারলেস' হয়ে গিয়েছে আবেদন এবং অনুমোদের সব কাজ। নতুন নিয়মে স্কুলের তরফে মাত্র দুটি তথ্য-প্রমাণ জমা দিলেই মিলবে অনুমোদন।  বৃহস্পতিবার এই নতুন নিয়ম প্রকাশ করেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন, মন্ত্রকের প্রধান উদ্দেশ্যই হল যাতে স্বচ্ছ এবং সমস্যাহীন পদ্ধতিতে সব কাজ এগোয়। জাভড়েকর জানিয়েছেন আগে রাজ্যের শিক্ষা দপ্তর বিভিন্ন সরকারি দপ্তরের নথি পরীক্ষা করে তা CBSE-র কাছে পাঠাত। বোর্ড দ্বিতীয়বার সেই সব নথি খুঁটিয়ে দেখত। তবে নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে গোটা প্রক্রিয়াটাই অনলাইনে হবে এবং আবেদনের এক বছরের মধ্যেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। অ্যাফিলিয়েশন বাই-ল প্রথম তৈরি হয় ১৯৮৮ সালে। এর পর ২০১২ সালে এটি প্রথমবার সংশোধন করা হয়।

এবার তিনটি কৃত্রিম চাঁদ তৈরি করবে চীন

Image
এবার চাঁদও বানাবে চীন। তাও একটা নয়, তিনটে। চীনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরে অবস্থিত তিয়ানফু নিউ ডিস্ট্রিক্ট সিস্টেম সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের প্রধান ইউ চুনফেং জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে তাঁরা তিনটি কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন। সেগুলি কোন কক্ষপথে, কীভাবে রাখা হবে তাও আগামী দু'‌বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তারপর ২০২২ সালে ওই তিনটি কৃত্রিম চাঁদ মহাকাশে পাঠানো হবে। ওই চাঁদগুলি আসলে বড় উপগ্রহ, যাতে থাকবে বড় বড় আয়না, যা সূর্যের আলো পৃথিবীতে আরও বেশি ভালো করে প্রতিফলিত করবে। চুনফেং বলেছেন, এর ফলে ৩৬০ ডিগ্রি অরবিটাল প্লেনের একটি অড্চল ২৪ ঘণ্টাই আলোকিত থাকবে। আয়না থেকে প্রতিফলিত সূর্যালোক প্রায় ৩৬০০–৬৪০০ বর্গফুট এলাকা আলোকিত করবে এবং তার ঔজ্জ্বল্য চাঁদের থেকে প্রায় আটগুণ বেশি হবে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ৩৮০০০০ কিলোমিটার দূর থেকে। আর কৃত্রিম চাঁদগুলি পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে রাখা হবে বলে সিন্ধান্ত নিয়েছেন চীনা মহাকাশ বিজ্ঞানীরা। কৃত্রিম চাঁদের ফলে দিনরাতের তারতম্যে ফারাক হয়ে পৃথিবীর জীবনচক্রে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন অন্যান্য দেশের বিজ্ঞানীরা। তাঁদের আশ্বস্ত

‌ধর্ষিতার বাবার সামনেই ধর্ষককে ফাঁসি দিল পাকিস্তান

Image
পাকিস্তান করে দেখাল। আর ভারত?‌ দিল্লি গণধর্ষণ কাণ্ডের এত বছর পরেও ফাঁসির সাজা কার্যকর করা হল না। এথচ ভারতের থেকে সব দিক থেকে পিছিয়ে থাকা পাকিস্তান কিন্তু দেখিয়েদিল কীভাবে ধর্ষকদের নজিরবিহীন ফাঁসির সাজা দেওয়া যায়। বুধবার ভোর সাড়ে পাঁচটায় ধর্ষিতার বাবার সামনেই ধর্ষককে ফাঁসি কাঠে ঝোলাল পাকিস্তান। লাহোরের কোট লকপত জেলে ফাঁসি হল সাত বছরের জিনাব আনসারির ধর্ষক ইমরান আলির। জিনাবকে ধর্ষণ করে খুন করেছিল ইমরান। জিনাবেব বাবা দাবি করেছিলেন তাঁর সামনে ফাঁসি দেওয়া হোক তাঁর মেয়ের ধর্ষককে। সে ইচ্ছে পূরণ করেছে পাক আদালত। ইমরানকে ফাঁসি কাঠে ঝোলানোর আগেরদিন রাতে লাহোরের জল কর্তৃপক্ষ জিনাবের বাবার সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক করেন। তারপরেই বুধবার ভোরে ম্যাজিস্ট্রেট আদিল সরওয়ার, জেনাবের বাবা মহম্মদ আমিনের উপস্থিতিতে ফাঁসি দেওয়া হয় ধর্ষক ইরানকে। জেলের মধ্যে ফাঁসি দেওয়ার সময় ইমরানের দাদা এবং তাঁর দুই বন্ধুকেও অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল জেলের ভেতরে। সকলের উপস্থিতিতেই সাজা কার্যকর করা হয়। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের অ্যান্টি টেরোরিস্ট কোর্ট ইমারানকে ২১ বার ফাঁসি এবং ২৩ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল।

বিতর্কিত আফগান পুলিস অফিসার তালিবান হামলায় মৃত

Image
আফগান পুলিসের বিতর্কিত অফিসার জেনারেল আবদুল রাজিক মারা গিয়েছেন তালিবানি হামলায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজিকের দেহরক্ষীর ছদ্মবেশে থাকা এক তালিবান জঙ্গি গুলি করে খুন করে তাঁকে। এর আগে বহুবার রাজিক গর্ব করে বলতেন তালিবান জঙ্গিদের তাঁকে হত্যার অগুন্তি হামলা ব্যর্থ করেছেন তিনি।  আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার প্রদেশের পুলিস প্রধান রাজিককে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন অত্যাচারের নেতা বলে অভিহিত করেছিল। কারণ বহু ধৃত তালিবান জঙ্গিকে অমানবিক অত্যাচার করতেন রাজিক বলে অভিযোগ ছিল। ৩৯ বছরের রাজিক শক্ত হাতে কান্দাহারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেন। তাঁকে রীতিমতো ভয় পেত জঙ্গিরা। রাজিকের মৃত্যুতে কান্দাহার প্রদেশে তালিবান জঙ্গি দমনে বড় বাধা পাবে আফগান পুলিস এবং সেনা বলে মনে করছেন  কাবুলের বিদেশি কূটনীতিকরা। একইসঙ্গে পুলিস প্রধানের দেহরক্ষীর ছদ্মবেশে জঙ্গি ঢুকে পড়ার খবরে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও চিন্তিত কূটনীতিকরা। রাজিকের হত্যার খবর বৃহস্পতিবার সন্ধ্যাতই টুইট করে জানিয়ে আফগানিস্তানে কর্তব্যরত ন্যাটো কমান্ডার তথা মার্কিন সেনার শীর্ষ অফিসার জেনারেল স্কট মিলার বলেন, '‌খুব প্রিয় এবং ভ

‘১০০ শতাংশ ক্যাশ ব্যাক’! জিওর দিওয়ালি অফার শুরু

Image
জিও-র নতুন দিওয়ালি অফারে পুরো টাকা ফেরত পাওয়া যাবে কুপনের মাধ্যমে। এবার 'দিওয়ালি অফার'-এ ১০০ শতাংশ ক্যাশ ব্যাক অফার নিয়ে এল রিলায়েন্স জিও। প্রিপেড গ্রাহকরা ১৪৯ টাকা বা তার বেশি যে কোনও প্যাক রিচার্জ করলে সমমূল্যের কুপন পাবেন। সেই কুপন 'মাই জিও' অ্যাপ এবং 'রিলায়েন্স ডিজিটাল' 'রিডিম' বা ব্যবহার করা যাবে। জিওর তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিচার্জে এই কুপন পাওয়া যাবে। তবে কুপনগুলি রিডিম করতে হবে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে। পুরনো এবং নতুন গ্রাহক, সবাই এই অফারের সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে যতবার রিচার্জ করবেন, ততবারই ক্যাশব্যাক কুপন পাবেন গ্রাহকরা। তবে শর্তও রয়েছে। এই কুপনগুলি ব্যবহার করা যাবে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর বা মাই জিও অ্যাপের মাধ্যমে কেনাকাটাতেই। এবং ন্যূনতম বিল হতে হবে পাঁচ হাজার টাকা। তবে পোস্ট পেইড গ্রাহকদের জন্য এই অফার কার্যকরী নয়। এর সঙ্গেই এক বছরে ১৬৯৯ টাকা রিচার্জের একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও। এতে ৫৪৭ জিবি ডেটা পাওয়া যাবে। তবে প্রতিদিন ব্যবহার করা যাবে দেড় জিবি।

কামুক মহিলাদের ‘গ্রাসে’ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, টিউশন ব্যাচে বেহাল দশা

Image
পড়াশোনার পাশাপাশি হাত-খরচার জন্য সুবিধা হবে, সেই আশাতেই টিউশন পড়ানোর জন্য খোঁজ করছিলেন ওই যুবক। কিন্তু তার পরেই বিপাকে পড়েন তিনি। টিউশন পড়াতে গিয়ে হতবাক যুবক। গোটা ঘর জুড়ে মোহময়ীদের হাতছানি। বলা হচ্ছে 'বডি মাসাজ' করতে। কামুক মহিলাদের 'ফাঁদে' পড়ে বেহাল দশা হয়ে যায় যুবকের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লখনউ-এর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ওই পড়ুয়া কয়েক দিন ধরেই টিউশন ক্লাসের খোঁজ করছিল। পড়াশোনার পাশাপাশি হাত-খরচার জন্য সুবিধা হবে, সেই আশাতেই টিউশন পড়ানোর জন্য খোঁজ করছিলেন ওই যুবক। কিন্তু তার পরেই বিপাকে পড়েন তিনি। ওই যুবকের দাবি, ইন্টারনেটে খোঁজ করে ওই এলাকাতেই একটি টিউশন এজেন্সির খোঁজ পান তিনি। এই এজেন্সি বিভিন্ন শিক্ষকদের টিউশন পড়ানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাত। খোঁজ করে ওই যুবক এই এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই তাঁকে ২০ হাজার টাকা 'সিকিউরিটি মানি' হিসাবে জমা রাখতে বলা হয়। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ঠিকানা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্যও জমা দিতে বলা হয়। গোটা প্রক্রিয়াটাই সম্পূর্ণ করার পরে ওই যু

এই উপায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতারকরা

Image
গত দুই বছরে ভারতে ডিজিটাল বিপ্লব শুরু হয়েছে। এই দেশে রোজই নতুন কেউ জীবনে প্রথম বার অনলাইন হচ্ছেন। আর এই সুযোগেই প্রতারকরা বিভিন্ন উপায়ে আপনার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠেকে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি এঁটেছেন। এবার প্রতারকরা আপনার অ্যাকাউন্ট কাঁকা করার জন্য নতুন এই উপায় অবলম্বন করছেন। দিল্লির এক ব্যক্তি অভিযোগ করেছেন এক প্রতারক তাঁর অ্যাকাউন্ট থেকে ১১.৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ঐ ব্যাক্তির অ্যাকাউন্ট ছিল। তদন্তে জানা গিয়েছে গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে এই টাকা হাতানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ব্যাঙ্ক গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রতারকরা নিজেদের টার্গেট সিলেক্ট করেন। এই সময় যে ব্যাক্তির অ্যাকাউন্ট হাতানোর চেষ্টা চলছে সেই ব্যাক্তির সাথে যোগাযোগ করে তাঁর বিভিন্ন ব্যাক্তিগত তথ্য সংগ্রহের কাজ চলে। এই সব গ্রাহকরা শুরুতেই ঐ ব্যাক্তির ফোন নম্বর জানতে চেষ্টা করেন। তাই অচেনা ব্যাক্তিকে ফোন নম্বর দেওয়ার আগে সাবধান। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবার প্রতারকরা ব্যাঙ্কে হানা দেয়। এরপরে সেই ব্যাক্তির ফোন নম্বর বদলানোর একটি অনুরোধের ফর্ম জমা দেয় তারা। এবার সেই

মার্কিন ভিসা নীতিতে বড় পরিবর্তন! বিপাকে 10000 ভারতীয়

Image
ওবামা যুগের প্রাপকদের চাকরির অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। এইচ-ওয়ান-বি ভিসা প্রাপক পেশাদারদের স্বামী বা স্ত্রী এইচ-ফোর ভিসা পেয়ে থাকেন। এদের বেশিরভাগই ভারতীয়। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ধারণা, এই এইচ-ফোর ভিসার অবসান হলে সে দেশের নাগরিকদের চাকরির সুবিধা বাড়বে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকায় বসবাসকারী প্রবাসীদের চাকরির সুবিধা প্রাপ্তির বিধি বাতিল করার পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকায় বসবাসকারী ১০ হাজার ভারতীয়ের উপর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিভিন্ন দেশের ৭০ হাজার কর্মী। যদিও সরাসরি আমেরিকা থেকে এইচ-ফোর ভিসা তুলে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেনি ট্রাম্প সরকার। সরকারিভাবে শুধু ঘোষণা হয়েছে, ভিসা নীতির পরিবর্তন হবে। কিন্তু যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বারবার এই ভিসা নীতির বিরুদ্ধে কথা বলেছেন, সেহেতু এই নীতি বাতিল করা হবে বলেই মনে করা হচ্ছে। এর ফলে আমেরিকায় কর্মরত প্রবাসী কর্মীদের স্বামী এবং স্ত্রীদের ওই দেশের মাটিতে চাকরি বা কর্মসংস্থান অনিশ্চিত

পুজোর মধ্যেই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান ঢেলে সাজালো BSNL

Image
পুজোর মধ্যেই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে ঢেলে সাজালো BSNL। আপাতত শুধুমাত্র চেন্নাই গ্রাহকরা নতুন প্ল্যান ব্যবহার করতে পারবেন। 999, 1,299, 1,699, 1,999, 2,999 আর 4,999 টাকার প্ল্যানগুলিকে নতুন করে সাজানো হয়েছে। এবার থেকে এই প্ল্যান গুলিতে 100Mbps পর্যন্ত স্পিড আর 3.5TB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। GigaFiber এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি। Telecom Talk এ এক রিপোর্টে বলা হয়েছে 999 টাকাতে BSNLপ্ল্যানে এবার 80Mbps স্পিড পাওয়া যাবে। এই প্ল্যানে 600GB হাই স্পিড ডাটা ব্যবহার করা যাবে। এ ডাটা শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এর সাথেই থাকবে সারা ভারতে আনলিমিটেড কল করার সুবিধা। আগে এই প্ল্যানে 60 Mbps স্পিডে 250GB ডাটা ব্যবহার করা যেত। 1299 টাকার প্ল্যানে এবার 100 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও 1600 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে পাওয়া যাবে 1.1TB ডাটা। 1999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 1.4 TB ডাটা। 2999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 2TB ডাটা। সর্বোচ্চ 4999 টাকার প্ল্যানে থাকছে 3.5TB ডাটা। আগে এই প্ল্যানে

গাঁজা চাষ করুন বাড়িতে, চিন্তা ছাড়াই করুন বিক্রি

Image
অটোয়া:  উরুগুয়ের পর এবার দ্বিতীয় দেশ হিসেবে কানাডায় গাঁজা কেনা-বেচা এবং সঙ্গে রাখা বৈধ। বুধবার মধ্যরাতে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপে প্রথম বৈধভাবে গাঁজা কেনা-বেচা হয়েছে। সেখানে গাঁজা কিনতে শতাধিক মানুষ ভিড় জমায়। কানাডায় ২০১১ সাল থেকেই চিকিৎসায় ওষুধ হিসেবে গাঁজার ব্যবহার বৈধ ছিল। এখন নতুন নিয়মে প্রাপ্ত বয়স্করা লাইসেন্স থাকা কোন উৎপাদক এবং বিক্রেতার কাছ থেকে গাঁজা তেল, বীজ, গাছ এবং শুকনো পাতা কিনতে পারবেন। প্রকাশ্যে ৩০ গ্রাম (এক আউন্স) বা এর সমপরিমাণ শুকনো গাঁজা সঙ্গেও রাখা যাবে। কেউ চাইলে তার বাড়িতে চারটি গাঁজা গাছ লাগাতে পারবেন। তবে লাইসেন্স নেই এমন ডিলারের কাছ থেকে গাঁজা কেনা যাবে না। তাছাড়া, অপ্রাপ্ত বয়স্ক কারও কাছে গাঁজা বিক্রি করলে তার ১৪ বছর পর্যন্ত জেলও হতে পারে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফেডারেল সরকার প্রায় দুবছর ধরেই গাঁজা বৈধ করার পরিকল্পনা করে আসছিল। অবৈধ গাঁজা ডিলারদের কালো বাজার থেকে বের করে একটি নিয়মবিধির আওতায় নিয়ে আসার উদ্দেশ্যেই সরকারের এ পদক্ষেপ। গাঁজা বৈধতা পাওয়ার পর বুধবার মধ্যরাতে প্রথমেই বৈধভাবে গাঁজা বিক্রি করেছে টম ক্লার্ক ডিলার। তারা তিনদশক ধরে অবৈধভাব

কাউন্ট ডাউন শুরু! ৩৪৯ দিন পরেই যে শারদোৎসব

Image
কলকাতাঃ পুজো 'আসছে আসছে' শুরু হয় দীর্ঘদিন ধরে। চলে প্রতিদিনের কাউন্ট ডাউন। কিন্তু যেই পুজো এল সঙ্গে সঙ্গে কীভাবে যে তা কেটে গেল তা বোঝাই যায় না। তবে যাই হোক না কেন মহালয়া থেকেই উৎসবে মেতে ওঠে বাংলা। ষষ্ঠীর বোধন পর্যন্ত অপেক্ষা তো করাই যায় না। আলোয়, আলোয় পুজোর বোধন অনেক আগেই শুরু হয়ে যায় বাংলায়। শুরুটা যেমন অনেক অপেক্ষার পরে, শেষটা যেন তেমন নয়। দ্রুত যেন সময় শেষ হয়ে যায়। নবমী নিশি পোহালেই বেজে ওঠে বিদায়ের বাঁশি। সবার উমাকে বিদায় জানানোর পালা এসে যায়। পাড়ার মণ্ডপে আরও কয়েকটা দিন প্রতিমা থেকে গেলেও দশমী মানেই বিষাদ। তবে শুধু কি দশমী মানে বিষাদ! আর তা না বলেই পরের বছরের জন্যে শুরু হয়ে যায় ভাবনা চিন্তা। কি থিম হবে, খাওয়াদাওয়া কি হবে? বাজেট কত? সমস্ত কিছু নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। আগামী বছর অর্থাৎ ২০১৯ এর পুজো দেখতে দেখতে চলে আসবে যে। আর তাই প্ল্যানিং শুরু করে নেওয়াটাই সঠিক! পুরো একটা বছর অপেক্ষাই করতে হবে না। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মহালয়া। সেদিন মঙ্গলবার। আর পরের মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী। দশমী ৩০ সেপ্টম্বর রবিবার।তরাং এক বছর নয়, তার থেকে ১১টা দিন কম অপেক্ষা। সুতরাং, শুরু হয়ে

কাজের সময় কমাল দক্ষিণ কোরিয়া

Image
একদিকে যখন ভারত ও চিনের মতো দেশগুলি জনবিস্ফোরণের আশঙ্কায় প্রমাদ গুনছে, ঠিক তখনই উলটো পথে দক্ষিণ কোরিয়। ক্রমহ্রাসমান জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে ঘোরতর উদ্বিগ্ন সেদেশের সরকার। জন্মের হার কমার জন্য সরকারের একটি কমিটি দীর্ঘ কাজের সময়কেই দায়ী করেছে। বলা হচ্ছে যে, স্বামী-স্ত্রীর দিনের বেশিরভাগ সময়টা কর্মস্থলে কেটে যাওয়ার কারণে তাঁদের স্বাভাবিক যৌনপ্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে সন্তান উৎপাদনে। অন্য একটি মত বলছে, যেহেতু দায়িত্বশীল মা-বাবা হিসাবে তাঁরা সন্তানকে ঠিকভাবে সময় দিতে পারবেন না, তাই তাঁরা পরিবার বাড়াতে আগ্রহী নন। তাঁরা সন্তানদের প্রতি অবিচার করতে চান না। ১৯৫০-১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া ১৯৯০ সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলির একটিতে পরিণত হয়েছে। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বতালিকায় ২৭ নম্বরে রয়েছে দেশটি। সেখানকার বর্তমান জনসংখ্যা ৫ কোটি ১১ লক্ষ ৬৪ হাজার ৪৩৫ জন। আগের বছরের তুলনায় বৃদ্ধির হার মাত্র ০.৩৬ শতাংশ। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে পৌনে দুই লক্ষের সামান্য বেশি। জনঘনত্বের হিসাবে দেখা যাচ্ছে প্রতি বর্গকিমিতে মাত্র দু'জন ব

আড়াই বছরের শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Image
দুর্গাপুর:  আড়াই বছরের শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বুদবুদের সন্ধিপুর গ্রামে৷ মৃত শিশুটির নাম বিশ্বজিৎ বাগদী৷ বৃহস্পতিবার শিশুটিকে ঘরে শুইয়ে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন তার মা এবং বাবা গিয়েছিলেন বাজারে৷ তাঁদের দাবি, বাড়ি ফিরে দেখেন, ছেলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ বুকে কফ বসে শ্বাস আটকেই  মৃত্যু বলে জানিয়েছেন তাঁরা৷ এদিকে আবার খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, বছর চারেক আগে বুদবুদের সন্ধিপুর গ্রামের আশিস বাগদীর সঙ্গে বিয়ে হয় তনু বাগদীর। তাঁদেরই একমাত্র সন্তান আড়াই বছরের বিশ্বজিৎ। মৃতের মা তনু বাগদী জানিয়েছে, ঘটনার সময় ছেলের জন্য খেলনা কিনতে বাজারে গিয়েছিলেন তাঁর স্বামী এবং তিনি ছেলেকে ঘরে শুইয়ে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন৷ বাড়ি ফিরলে ছেলেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি৷ অনেক ডাকাডাকির পর সাড়া না দিলে, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়৷ তাঁদের ছেলেকে খুন কর

এশিয়ায় প্রথম জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান প্রসব পুনের হাসপাতালে

Image
পুনে : এশিয়ায় প্রথম জরায়ু প্রতিস্থাপনের মাধ্য়মে সন্তান প্রসব করলেন ভারতের এক মহিলা। গুজরাতের বাসিন্দা মীনাক্ষী নামে ওই মহিলার শরীরে তাঁর মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয়। ২০১৭ সালের ১৮ মে পুনের গ্যালাক্সি কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারটি হয়েছিল। এই ধরনের অস্ত্রোপচার এর আগে পৃথিবীতে ১১ বার হলেও এশিয়ায় এই প্রথম হল। পাশাপাশি এই বিষয়টিও উল্লেখ্য, যে জরায়ুর মাধ্যমে মীনাক্ষী গতকাল একটি কন্যা সন্তান প্রসব করেন তা থেকে তাঁরও জন্ম হয়েছিল। এপ্রসঙ্গে গ্যালাক্সি কেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ শৈলেশ পান্তামবেকর বলেন, "২০১৭ সালে মীনাক্ষীর জরায়ু প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু, তারপর তিনটি অস্ত্রোপচার হলেও তা কাজ করছিল না। তাই আমরা তাঁর জরায়ুতে ভ্রূণটি প্রতিস্থাপন করেছিলাম। এবং তার ৩২ সপ্তাহ পর সিজ়ারের মাধ্যমে মীনাক্ষী সন্তান প্রসব করেন। এশিয়ার মধ্যে এই ধরনের ঘটনা এই প্রথম।" সন্তান জন্মের পর মীনাক্ষী ও তাঁর স্বামী হিতেশ ভালান্দ বলেন, "দীর্ঘদিন ধরে আমরা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম।" 

আটকে রেখে ১০ দিন ধরে গণধর্ষণ, কোণার্কে উদ্ধার কলকাতার তরুণী

Image
এভাবেই ছাদে দাঁড়িয়ে চিৎকার করেন নির্যাতিতা মহিলা। বন্ধ একটি মার্কেট কমপ্লেক্সের ছাদের কোণায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন বছর পঁচিশের এক তরুণী। সেই চিৎকার শুনে নীচের রাস্তায় তত ক্ষণে উৎসুক জনতার ভিড় জমে গিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই খবর যায় পুলিশে। শেষে তারা ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর পুলিশ বাঙালি ওই তরুণীর কাছ থেকে জানতে পারে, তাঁকে মার্কেট কমপ্লেক্সের একটি ঘরে আটকে রেখে দিনের পর দিন গণধর্ষণ করা হয়েছে। ঘটনাস্থল ওড়িশার পুরী জেলার কোণার্ক। উদ্ধার হওয়া ওই তরুণী কলকাতার বাসিন্দা। টানা ১০ দিন ধরে তাঁকে ওই কোণার্কের ওই মার্কেট কমপ্লেস্কের ছাদের একটি ঘরে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আপাতত পুরী জেলা হাসপাতালে ভর্তি ওই তরুণী। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তরা এখনও ফেরার। পুলিশের কাছে অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, কাজল নামে তাঁর পরিচিত এক মহিলা কাজের কথা বলে তাঁকে পুরীতে নিয়ে আসেন। সেখানেই সুভাষ বেহরা নামে কাজলের এক বন্ধুর সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এর পর কাজল এবং সুভাষ তাঁকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু, তরুণী

আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন

Image
বিসর্জনের সময় 'ডিজে' অথবা তারস্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন জেলার বেশ কিছু ক্ষেত্রে। বিসর্জনের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে ব্যাপারে সতর্ক থাকছে পুলিশ। আজ, দশমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিসর্জনের দিন ধার্য করা হয়েছে। পুলিশের আশা, রীতি মেনে দশমীর দিনই বাড়ির পুজোগুলির বিসর্জন হয়ে যাবে। তবে ২০ তারিখ শনিবার হওয়ায় নিরঞ্জনের পথে বারোয়ারি পুজো কমিটিগুলিও খুব একটা আগ্রহী হবে না বলেই মনে করছে পুলিশ-প্রশাসন। সেক্ষেত্রে ২১ ও ২২ তারিখই বেশিরভাগ প্রতিমা বিসর্জন হবে। ২৩ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল হবে। সেখানে কলকাতা ও শহরতলির ৭৫টি প্রতিমা বিশেষ শোভাযাত্রায় অংশ নেবে। সেই প্রতিমাগুলি শোভাযাত্রার পরই গঙ্গার ঘাটে নিজেদের মতো করে বিসর্জন দেবে কমিটিগুলির সদস্যরা। বিশ্ব বাংলা শারদ সম্মানের শিরোপা পাওয়া পুজো কমিটিগুলি মূলত রেড রোডের কার্নিভালে অংশ নেবে। উল্লেখ্য, এবারের কার্নিভাল ঘিরে বিদেশের প্রতিনিধিদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। কার্নিভালে যোগ দিতে বিদেশি কনসালগুলির সঙ্গেও যোগায

মেয়ের দেহ কাঁধে ৮ কিমি হাঁটলেন বাবা

Image
গজপতি (ওড়িশা) : স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে চলেছেন দানা মাঝি। পাশে হাঁটছে তাঁর ১২ বছরের মেয়ে চাঁদনি। সেই ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আবারও একই ছবি। তবে এবার আর ঘটনাস্থান ওড়িশার কালাহান্ডি নয়। যদিও এবারের ঘটনাটিও সেই রাজ্যের গজপতি জেলার আতঙ্কপুর গ্রামের। মৃত মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য কাঁধে নিয়ে হেঁটে চলেছেন বাবা। সাত বছরের মেয়ে ববিতার মৃতদেহ কাঁধে নিয়ে এভাবেই ৮ কিলোমিটার হাঁটেন মুকুন্দ ডোরা। সাইক্লোন তিতলির কারণে ধসে মৃত্যু হয়েছিল ববিতার। তিতলির পর ববিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাজ্য সরকার গতকাল স্থানীয় পঞ্চায়েত কর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে ববিতাকে মৃত ঘোষণা করে। ১১ অক্টোবর ববিতা নিখোঁজ হয়ে যায় বলে জানিয়েছেন তার বাবা। বিশেষ ত্রাণ কমিশনের একজন কর্মকর্তা বলেন, "সাইক্লোন তিতলির সময় মহেন্দ্রগিরি পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় ভূমিধসের কারণে ববিতা নিখোঁজ হয়ে যায়।" মেয়ের মৃতদেহ কাঁধে বয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মুকুন্দ ডোরা বলেন, "বুধবার বিকেলে আমরা একটি নালার কাছে মেয়ের দেহ খুঁজে পেয়েছিলাম। পুলিশকে জানানো হয়। তার

১০০ শতাংশের ক্যাশব্যাক! দেখুন কীভাবে পাবেন

Image
নয়াদিল্লি: দিনের পর দিন বেড়েছে রাজস্বের পরিমান৷ ফুলে ফেঁপে উঠেছে সাম্রাজ্য৷ কথা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্টির৷ টেলিকম সংস্থাটির সাবসক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ২৫২ মিলিয়ন৷ আর, সেই সমস্ত গ্রাহকদের জন্যই জিও এবার নিয়ে এল দিওয়ালি অফার৷ যেখানে গ্রাহকরা রিলায়েন্স ডিজিটাল কুপনের মাধ্যমে ১০০ শতাংশের ক্যাশব্যাক পেতে পারেন৷ সংস্থা জানাচ্ছে, জিও দিওয়ালি ১০০% ক্যাশব্যাক অফার, জিও রিচার্জের উপর (১৪৯ টাকা এবং এর উপরের) ১০০ শতাংশ ক্যাশব্যাক থাকছে৷ এছাড়াও, থাকছে আরও একটি নতুন ১৬৯৯ টাকার আনলিমিটেড প্ল্যান৷ যেখানে ইউজার পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলস, ১০০ টি এসএমএস (প্রতিদিন)৷ জিও স্টেটমেন্টটি জানাচ্ছে, 'জিও দিওয়ালি ১০০% ক্যাশব্যাক অফারে কাস্টমাররা ১৪৯ বা তার বেশি রিচার্জের উপর ১০০ শতাংশের ক্যাশব্যাক পাবেন৷ আর, এই ক্যাশব্যাকটি ইউজার মাইজিও মধ্যস্থ মাইকুপনস সেকশনের মাধ্যমে পাবেন৷ প্ল্যানটি নতুন অথবা পুরনো উভয় ইউজাররাই পাবেন৷ জিও অফারটির বৈধতা থাকছে ৩০ নভেম্বর, ২০১৮ পর্যন্ত৷ অন্যদিকে, উৎসবের মরশুমে জিও প্রতিদ্ধন্ধী টেলিকম সংস্থাগুলিও গ্রাহক টানতে নিয়ে এসেছে একাধিক আকর্ষণীয

আইসিস জঙ্গিদের খপ্পরে ৭০০ বন্দি, বিশ্বকে এই খবর জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট

Image
সিরিয়ায় ৭০০ জনকে বন্দি বানিয়েছে ইসলামিক স্টেট-এর জঙ্গিরা। বিশ্বকে এই চাঞ্চল্য ফেলে দেওয়া খবরটা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদ্রিমির পুতিন। রাশিয়ার সোচিতে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন পুতিন। তিনি জানান, সিরিয়ার যে অংশে আমেরিকার নিজস্ব নিয়ন্ত্রণ আছে বা আমেরিকার মদতপুষ্ট বিদ্রোহীদের নিয়ন্ত্রণ রয়েছে সেইখানে এই ঘটনা ঘটেছে।  রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে, এই বন্দিদের মধ্যে ইউরোপিয়ান এবং আমেরিকান-রাই রয়েছে। তিনি আরও দাবি করেছেন, আইসিস বেশকিছু শর্ত আরোপ করেছে। এই সব শর্ত না মানলে রোজ ১০ জন করে বন্দিকে হত্যা করা হবে বলে নাকি আইসিস হুমকি দিয়েছে। এমনকী মঙ্গলবার আইসিস ১০ জন বন্দিকে হত্যাও করেছে বলে পুতিন জানতে পেরেছেন। গোটা ঘটনার জন্য আমেরিকার দিকেই আঙুল তুলেছেন পুতিন। এই মুহূর্তে সিরিয়ায় সেখানকার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ-এর পক্ষ নিয়ে পশ্চিমি দুনিয়ার চক্ষুশূল হয়েছে রাশিয়া। সিরিয়ায় গত কয়েক বছর ধরে যে গৃহযুদ্ধ চলছে তাতে ২০১৫ সাল থেকে অংশ নিয়েছে রাশিয়া। সরকারি বাহিনীর হয়ে রাশিয়ান আর্মি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সমানে আক্রমণ হানছে। এই মুহূর্তে ৩০০ রাশিয়ান ট্রুপ সিরিয়ার বুকে হয়ে চলা

তিন মাসে রিলায়েন্স জিও লাভ ৬১২ কোটি টাকা।

Image
তিন মাসে নেট লাভ ৬৮১ কোটি টাকা। মুকেশ অম্বানীর রিলায়েন্স জিও-র সাফল্য সত্যিই আকাশ ছোঁয়া। আগের বছরের নিরিখে সত্যিই বিশাল লাফ দিয়েছে মুনাফা। চলতি আর্থিক বছরের দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর। আর সেই সময়ে সংস্থার মোট লাভ হয়েছে ৬৮১ কোটি টাকা। এমনটাই দাবি করা হয়েছে সংস্থার আর্থিক রিপোর্টে। এই তিন মাসে সংস্থার লাভ বেড়েছে ১১ শতাংশ। এপ্রিল থেকে জুন প্রথম কোয়ার্টারে লাভ হয়েছিল ৬১২ কোটি টাকা। তবে একটু হলেও কমেছে গ্রাহক প্রতি ব্যবহার। গত কোয়ার্টারে সেটা ছিল ১৩৪.৫ টাকা। সেটা এবারে হয়েছে ১৩১.৭ টাকা। তবে এই তিন মাসে যে হারে নতুন গ্রাহক বেড়েছে তাতে মুনাফা বৃদ্ধিতে কোনও সমস্যা হয়নি। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে নতুন গ্রাহক হয় ২ কোটি ৮৭ লাখ। সেখানে সদ্য শেষ হওয়া কোয়ার্টারে গ্রাহক বেড়েছে ৩ কোটি ৭০ লাখ। সেপ্টেম্বর পর্যন্ত জিও-র মোট গ্রাহক সংখ্যা— ২৫ কোটি ৩০ লাখ। গত তিন মাসে প্রতি গ্রাহক মাসে ১১ জিবি ডেটা ব্যবহার করেছেন। মোট ৭৭১ কোটি জিবি।

সেক্সে ‘না’ বলায় করুণ পরিণতি হল মুম্বইয়ের এক মডেলের

Image
শারীরিক সম্পর্ক স্থাপনে 'না' বলায় খুন হলেন মুম্বইয়ের এক মডেল। মানসী দীক্ষিত নামে ওই মডেলের স্যুটকেস বন্দি দেহ উদ্ধার করে পুলিস। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিস জানিয়েছে, মুজ্জামিল সায়েদ নামে ওই অভিযুক্ত নিজের মুখেই খুনের কথা স্বীকার করেছেন। রবিবার রাতে সায়েদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বছর কুড়ির ওই মডেল। পুলিসের দাবি, মুজ্জামিল ওই মডেলকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। তাঁর এই প্রস্তাবে মানসী সরাসরি নাকচ করে দেন। তার পরই তাঁদের মধ্যে শুরু হয় বচসা। উত্তেজনার পারদ এতটাই চরমে ওঠে, রাগের বশে আসাবাব দিয়ে মডেলের মাথায় সজোরে আঘাত করেন মুজ্জামিল। এর পর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তরুণীকে। পুলিস আরও জানাচ্ছে, প্রমাণ লোপাট করতে  বড় একটি স্যুটকেসে দেহটিকে ভরেন মুজ্জামিল। এরপর বিমানবন্দর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেন। মাঝপথে মুজ্জামিল ক্যাব দাঁড় করিয়ে ওই স্যুটকেসটি ফেল দেন ঝোঁপের মধ্যে। কিন্তু এই সময় ভুল চাল দিয়ে ফেলে ১৯ বছরের ওই যুবক। ক্যাবের ভাড়া না মিটিয়ে অটো-রিক্সা করে চম্পট দেন। ধাওয়া করে ক্যাব চালকও। মুজ্জামিলকে ধরতে না পেরে পুলিসের দ্বারস্থ হন ওই চালক। এর পর তদন্তে ন

কেরলে চলছে বনধ, জারি ১৪৪ ধারা, ভক্তদের চাপে ফিরতে হল মহিলা সাংবাদিককে

Image
শবরীমালা: শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ বিতর্কে অগ্নিগর্ভ কেরল। সুপ্রিম কোর্ট ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশের অধিকার দিলেও মানতে নারাজ ভগবান আয়াপ্পার ভক্তরা। গতকালের মত আজও কয়েকজন মহিলা শবরীমালায় প্রবেশের চেষ্টা করলেও ভক্তরা তাঁদের ফিরিয়ে দেন। ভক্তদের ওপর পুলিশি লাঠিচার্জের বিরোধিতায় শবরীমালা প্রোটেকশন কমিটি রাজ্যে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে। ভগবান আয়াপ্পা ব্রহ্মচারী, তাঁর মন্দিরে ১০-৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশাধিকার নেই। প্রাচীন এই রীতি অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যে কোনও বয়সের মহিলারা শবরীমালায় প্রবেশ করতে পারবেন। তারপর থেকেই ঈশ্বরের আপন দেশ কেরলে এই রায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে। আয়াপ্পার মহিলা ভক্তরাও পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। এর মধ্যে গতকাল ৫ দিনের জন্য খুলে গিয়েছে শবরীমালা মন্দির। এক মহিলা সাংবাদিক ও অন্য এক মহিলা গতকাল মন্দিরে প্রবেশের চেষ্টা করলে ভক্তরা তাঁদের ফিরিয়ে দেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আয়াপ্পার অনুগামীরা, লাঠিচার্জ করে পুলিশও। মহিলা সাংবাদিকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ, তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়, ভক্তরা

ভাসানে নাচার পরিকল্পনা? তার আগে খতিয়ে ভাবুন এ সব

Image
রাত পোহালেই বিজয়া দশমী। বিসর্জনের ভিড়ে দুঃখের মধ্যেও লুটেপুটে নেওয়া শেষ আনন্দের রেশটুকু। তাই দুর্গোৎসবের মরসুমকে ধরে রাখতে আনন্দে দু'পাক নেচে নিলে ক্ষতি নেই তেমন৷ কিন্তু পুরোমাত্রায় নাচা–গানার পরিকল্পনা থাকলে কয়েকটি বিষয় মাথায় রাখুন। বয়স, ওজন, ভুঁড়ি আছে কি না, শারীরিক অবস্থা কেমন, কোনও অসুখবিসুখ আছে কি না, হাঁটু–কোমর–গোড়ালির কী অবস্থা ইত্যাদি ভুলে নাচলে কিন্তু নিজের ক্ষতি। বেশি চলাফেরা করার অভ্যাস না থাকলে, কতটুকু ধকল হার্ট–লাং নিতে পারে, সে আন্দাজ না থাকায়, দলে পড়ে উদ্দাম নৃত্য করলে হঠাৎ প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে কিন্তু! প্রেশারের ওষুধ খেলে বা ইনসুলিন নিলে হঠাৎ প্রবল নাচানাচির ফলে প্রেশার–সুগার বিপদসীমার নীচে নেমে বিপদ হতে পারে৷ বিদ্রোহ করতে পারে শরীরের নিম্নাঙ্গও৷ হাঁটু–কোমর–পা ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়তে পারেন, বিশেষ করে বয়স বেশি হলে৷ কখন নাচবেন একটু–আধটু হাঁটু–কোমর–গোড়ালি ব্যথা আছে, কিন্তু ব্যায়ামে তা বশে থাকে, ওজন খুব বেশি নয়, এ রকম পরিস্থিতি হলে অবশ্যই নাচতে পারেন৷ যত ক্ষণ শরীরে কুলায়, তত ক্ষণই৷ ক্রনিক গাউটের ব্যথা নিয়ন্ত্রণে থাকলে কোনও বাধা নেই৷ ওজন বেশ বেশি কিন্তু কাজকর্

কবে হবে রাজ্যের নাম বদল, ঘোর ধন্দে খোদ রাজ্য সরকারই

Image
প্রশাসনিক প্রক্রিয়ায় পরিমার্জনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সিদ্ধান্ত রূপায়ণে আরও যে কত দিন লাগবে, তা নিয়ে ঘোরতর ধন্দে রয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, নাম বদলের প্রক্রিয়ায় গতি আনতে কেন্দ্রীয় সরকারকে সম্প্রতি লিখিত ভাবে অনুরোধ জানিয়েছে রাজ্য। সেই চিঠির উত্তরের অপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে, নাম বদলের জন্য রাজ্যের তরফে যতটুকু যা করার, তা সেরে ফেলেছে নবান্ন। নিয়ম মেনে নাম বদলের প্রস্তাব পাশও করিয়ে নেওয়া হয়েছে রাজ্য বিধানসভায়। এ বার নাম পরিবর্তন প্রক্রিয়ার বাকিটা নির্ভর করছে কেন্দ্রের উপরে। সেটা যাতে দ্রুত করা হয়, কেন্দ্রের কাছে সেই আবেদনই জানিয়েছে রাজ্য। নাম বদল নিয়ে টানাপড়েন চলছে বেশ কিছু দিন ধরেই। আধিকারিকদের একটি অংশ জানাচ্ছেন, প্রথম পর্বে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় পশ্চিমবঙ্গের পরিবর্তিত নাম হিসেবে যথাক্রমে বাংলা, বেঙ্গল এবং বঙ্গাল-কে বেছে নিয়েছিল নবান্ন। সেই প্রস্তাব বিধানসভায় পাশ করিয়ে পাঠানো হয় কেন্দ্রের কাছে। কেন্দ্র পুরো বিষয়টি পর্যালোচনার পরে রাজ্যকে জানিয়ে দেয়, তিনটি ভাষাতেই এক ধরনের নাম বাছত

বেপরোয়া বাইকের আঘাতে প্রাণ গেল তিন জনের

Image
ফের পুজোর শহরে বেপরোয়া মোটরবাইকের দাপট। অষ্টমীর রাত থেকে নবমীর ভোর পর্যন্ত শহরের চার জায়গায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। জখম হয়ে হাসপাতালে ভর্তি দুই মোটরবাইক আরোহী। সপ্তমীতেও শহরে বেপরোয়া মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দু'জনের। পুজোর আগে লালবাজারের তরফে জানানো হয়েছিল, হেলমেট ছাড়া মোটরবাইক দেখলেই আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও পুজোর ক'দিন শহরের রাস্তায় বেপরোয়া মোটরবাইক কিংবা হেলমেট ছাড়া বাইক আরোহীদের দাপট চোখে পড়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেপরোয়া মোটরবাইক চলাচলের বলি হলেন তিন যুবক। পুলিশ জানিয়েছে, অষ্টমীতে গভীর রাতে সাড়ে তিনটে নাগাদ দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়ার দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি মোটরবাইক। এ জে সি বসু রোড র‌্যাম্পের দিকে নামার সময়ে একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে চিনি বোঝাই একটি মিনি ট্রাকে ধাক্কা দেয় মোটরবাইকটি। গতি বেশি থাকায় ধাক্কা মারার পরেই মোটরবাইকের দুই আরোহী সামনের দিকে ছিটকে পড়েন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ জানতে পেরেছে, মিনি ট্রাকের চালক ওই দুই যুবককে বাঁচানোর জন্য ব্রেক কষেন। তাতে

বাইক কিনে না দেওয়ায় আত্মঘাতী ছেলে, শেষকৃত্যের আগে গায়ে আগুন দিলেন মা!

Image
মা বাইক কিনে দেয়নি। রাগ করে তাই আত্মহত্যা করল ছেলে। এই পরিণতি সহ্য করতে না পেরে ছেলের শেষকৃত্যের আগেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন মা-ও। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাঞ্চিপুরমের কিঝকোত্তাইয়ুর গ্রামে।  গোবিন্দরাজন। বয়স ১৬। বাইকের স্বপ্ন দেখত সে। সেই স্বপ্ন পূরণ করতেই মা ইন্দ্রাণীর কাছে আবদার করেছিল ছেলেটি। পরিচারিকার কাজ করেন ইন্দ্রাণী। স্বামী বছরখানেক আগেই মারা গিয়েছেন। দুই ছেলে। দু'জনেই পড়াশোনা করে। বড় ছেলে গোবিন্দরাজন। মায়ের কাছে ছেলে আবদার করেছিল একটা বাইক কিনে দিতে হবে। কিন্তু ইন্দ্রাণী দিতে চাননি। শুধু বলেছিলেন, "টানাটানির সংসার, বাইক কিনে দেওয়ার সামর্থ আমার নেই।" কিন্তু ছেলে নাছোড়। কিনে যে তাকে দিতেই হবে!  গোবিন্দরাজন উপায়ও বাতলে দিয়েছিল মাকে। তাঁকে বলেছিল, "তোমার যে সেভিংস-এর টাকাটা রয়েছে সেটা দিয়ে কিনে দাও।" বাইকের দাম দেড় লক্ষ টাকা। কিন্তু এত টাকা পাবেন কোথায়? ইন্দ্রাণী তাই ছেলেকে বোঝানোর চেষ্টাও করেন। কিন্তু গোবিন্দরাজন গোঁ ধরে বসে থাকে। খাওয়া বন্ধ করে দেয়। মায়ের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। প্রতিবেশীরা জানান, ইন্দ্রাণী তা

সেঞ্চুরি পেরোল আকবরের উকিলের সংখ্যা, ৩১ অক্টোবর ফের শুনানি

Image
মোবাশর জাভেদ আকবর… ঘড়ির কাঁটায় দুপুর ২ বেজে ৭ মিনিট। পাটিয়ালা কোর্টে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশালের এজলাসে ঠাসা ভিড় সাংবাদিকদের। হাল আমলে এখানেই সুনন্দা পুষ্করের মৃত্যু, ন্যাশনাল হেরাল্ড মামলা, দিল্লির মুখ্যসচিবের হেনস্থার মামলা চলেছে। আকবরের নাম ডাকা হচ্ছে। কিন্তু তাঁর দেখা নেই!  একদল সাংবাদিক সকাল থেকেই সদ্যপ্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষায়। মন্ত্রিপদ ছাড়লেও এখনও আছেন তিন মূর্তি লেনের সরকারি বাংলোয়। সাংবাদিকদের ভিড় দেখে বাংলোর নিরাপত্তাকর্মীরা কৌতূহলী, ''ইয়ে 'মিটু' ক্যায়া হ্যায়?''  মিনিট পাঁচেক পরে আকবর ছাড়াই হুড়মুড়িয়ে ডজন খানেক আইনজীবী ঢুকলেন এজলাসে। নেতৃত্বে গীতা লুথরা। যিনি যৌন হেনস্থায় অভিযুক্ত আর এক সাংবাদিক তরুণ তেজপালের উকিল ছিলেন। গীতার সঙ্গে কৌঁসুলি সন্দীপ কুমার। অথচ আকবরের ৯৭ জন উকিলের তালিকায় এঁদের নাম ছিল না! সব মিলিয়ে আকবরের আইনজীবীর সংখ্যা সেঞ্চুরি পেরিয়ে গেল! আদালতে গীতা বলেন, তাঁর মক্কেল রাজ্যসভার সাংসদ। প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রী করেছেন, যদিও কাল ইস্তফা দিয়েছেন। পাশাপাশি একজন প্রথিতযশা সাংবাদিক, অ