Posts

Showing posts from September 29, 2018

ভারতের জন্য তেল আমদানির বিকল্প পথ খুঁজছে আমেরিকা

Image
হুঁশিয়ারিতে কাজ হয়েছে। ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। খোঁজ চলছে বিকল্প রাস্তার। তাতে নাকি প্রসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র! এ ব্যাপারে ভারতকে সাহায্য করতে প্রস্তুত তারা। সেই মতো কথাবার্তা চালাচ্ছে। যাতে 'বন্ধুরাষ্ট্র'র অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব না পড়ে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া অঞ্চল সংক্রান্ত ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস। তিনি বলেন, ''নয়া নিষেধাজ্ঞা চালু করা নিয়ে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা চলছে ওয়াশিংটনের। ভারতের ক্ষেত্রে অপরিশোধিত তেলের আমদানি কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝি আমরা। সেই নিয়েও আলোচনা চলছে। যাতে কোনও বিকল্প পথ খুঁজে বের করা যায় এবং আমাদের বন্ধুরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।'' ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থাও বিকল্প পথের খোঁজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন অ্যালিস। নিষেধাজ্ঞা জারি নিয়েও নাকি কথা চলছে দুই দেশের আধিকারিকদের মধ্যে।কিন্তু এই নিষেধাজ্ঞার প্রভাবইন্দো-ইরান চাবাহার বন্দর প্রকল্পের উপর পড়বে না তো? অ্যালিসের কথায়:'

মাসুদকে নিষিদ্ধ করার ফল ভুগছে ভারত, বলছে চিন

Image
কোনও রাখঢাক রাখলেন না চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। জানিয়ে দিলেন, ভারত মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় রাখায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য হওয়ার প্রস্তাবে ভেটো দিচ্ছে চিন। ওয়াংয়ের বক্তব্য, কোনও দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য হতে হলে সেই প্রস্তাব সর্বসম্মতিতে পাশ করাতে হয়। কিন্তু এই প্রশ্নে (মাসুদ আজহার) ভারত ও পাকিস্তান দু'টি দেশই জড়িয়ে রয়েছে। তাই ওই প্রস্তাবে সায় দেওয়া সম্ভব নয় বেজিংয়ের পক্ষে। নিরাপত্তা পরিষদের অন্য সদস্যের মধ্যে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স অবশ্য ভারতেরই পক্ষে। বছরদু'য়েক আগে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সেনাবাহিনীর ওপর হামলা-সহ ভারতে সন্ত্রাসের বিভিন্ন ঘটনায় মাসুদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাসুদের হাতে গড়া জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ।

দেশের ৫ কোটি ৮০ লক্ষ বয়স্কের হাতে পৌঁছয় না পেনশন

Image
নয়াদিল্লি: দেশের ৫ কোটি ৮০ লক্ষ মানুষ পেনশন বা কোনও ধরনের আর্থিক সাহায্য ছাড়াই বসবাস করেন। এক সমীক্ষায় এমন চিত্রই উঠে এসেছে। পেনশন পরিষদের তরফে একটি সমীক্ষা করা হয়েছিল। State of Pensions in India Report 2018-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক বলেন, কেন্দ্রীয় সরকার দেশের জিডিপি-র মাত্র ০.০৪ শতাংশ খরচ করেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য। বয়স্কদের সুরক্ষার জন্যই এই স্কিম। পট্টনায়ক আরও বলেন, সরকার জিডিপি-র মাত্র ১.৬ শতাংশ খরচ করলেই দেশের অন্তত ৯০ শতাংশ বয়স্ক নাগরিককে আর্থিক সুরক্ষা দেওয়া হবে। ৯০ শতাংশ বৃদ্ধ বা বৃদ্ধা অন্ত মাসে ২৫০০ টাকা পেনশন পেতে পারবেন বলেও জানান তিনি। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নামের স্কিমটি চালানো হয় গ্রামোন্নয়ন মন্ত্র থেকে। সেই স্কিম অনুযায়ী, দেশের ৮ কোটি বয়স্ক মানুষ মাসে ২০০ টাকা করে পেনশন পেতে পারেন। মাত্র ২২.৩ মিলিয়ন মানুষের কাছে এই পরিষেবা পৌঁছচ্ছে বলে জানিয়েছেন পেনশন পরিষদের কো-অর্ডিনেটর নিখিল দে। পেনশন পরিষদের তরফে আরও জানানো হয়েছে যে, নেপাল, বলিভিয়া, বতসোয়ানার মত অনেক ক্ষুদ্র অর্থনীতির দেশেও পেনশন পরিষেব

বিছানায় ছেলেরগলা কাটা দেহ, পাখায় ঝুলছে বাবা!

Image
বাবা সুব্রত দাস ও ছেলে গোপাল দাস। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। খাটের উপরে গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে বছর এগারোর এক কিশোরের দেহ। ওই ঘরের মধ্যেই পাখার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তার বাবা। বন্ধ ঘরের জানলা দিয়ে এই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর যায় থানায়। দরজা ভেঙে দেহ দু'টি উদ্ধার করে পুলিশ। পাওয়া যায় একটি সুইসাইড নোটও। তা থেকেই জানা গিয়েছে, আর্থিক অনটনের কারণ ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাবা। এই ঘটনার জন্যে কেউ দায়ী নয় বলেও তাতে উল্লেখ রয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গড়িয়া নবশ্রী বাজার শিবমন্দির এলাকায়। সোনারপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তও শুরু করেছে। এগারো বছরের ওই কিশোরের নাম গোপাল দাস। ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে। প্রতিবেশীরা জানিয়েছেন, গোপাল পড়াশোনায় ভালই ছিল। তাঁর বাবার নাম সুব্রত দাস। তিনি কাজকর্ম বিশেষ কিছু করতেন না। কয়েক বছর আগে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ঘর ছেড়ে চলে গিয়েছেন। তার পর থেকেই মানসিক অবসাদেও ভুছিলেন সুব্রত। সম্প্রতি বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। ছেলের পড়াশোনার খরচ-সহ সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে

রেললাইনে বসে ফোনে কথা, ট্রেনের ধাক্কায় নব দম্পতির মৃত্যু!

Image
রেললাইনে বসে তাঁদের কথা বলতে দেখেছিলেন আশপাশের বেশ কয়েক জন। তা দেখে নিষেধও করেছিলেন সবাই। কিন্তু, কোনও নিষেধেই কান দেননি দম্পতি। আর তাতেই ঘটল মর্মান্তিক পরিণতি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাঁদের। ঘটনাটি ঘটেছে পূর্বরেলের শিয়ালদহ মেন শাখার খড়দহ ও টিটাগড়ের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার অনেক রাত পর্যন্ত বছর বাইশের আসারুল শেখ এবং তাঁর স্ত্রী বছর কুড়ির গান্ধারা বিবিকে রেললাইনের উপর বসে কথা বলতে দেখা যায়। অনেকেই তাঁদের লাইন থেকে উঠে অন্যত্র যেতে বলেন। কিন্তু, তাঁরা কোনও কথাই শোনেননি। রেল পুলিশ জানিয়েছে, রাত ৩টে ৪৫ নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই দম্পতির। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, চার-পাঁচ দিন আগে রেল লাইনের ধারে এক ঝুপড়িতে ভাড়া আসেন ওই দম্পতি। দু'জনেরই বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। মাস খানেক আগেই বিয়ে হয় তাঁদের। দম্পতির মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এটা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা— সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বার বার নিষেধ করার পরও কেন রেললাইন থেকে সরে এলেন না তাঁরা, সেই বিষয়টি ভাবাচ্ছে রেলপুলিশকে। এর পিছনে কোনও পারিবারিক অশান্তি আছে কি না, তা-ও

ভাগাড়কাণ্ডের পর ভেজাল মশলার কারখানা খাস কলকাতায়!

Image
পুজোর আগে ভেজাল মশলা উদ্ধারে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পোস্তার গোডাউন থেকে প্রায় ১৬০০ কেজি ভেজাল মশলা ও মশলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভেজাল মশলা তৈরির অভিযোগে পুলিশ প্রমোদকুমার গুপ্ত(৩৪ ) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া মশলার নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েক মাস কলকাতা সরগরম ছিল ভাগাড়ের মাংস নিয়ে। পুজোর আগে ভাগাড়ের মাংস নিয়ে নতুন কোনও খবর না পাওয়া গেলেও, যে খবর পাওয়া গেল তাতে ভাগাড়ের মাংসের থেকে কম কিছু নয়। কলকাতা পুলিশের অভিযানে উদ্ধার ১৬০০ কেজি ভেজাল মশলা। যার মধ্যে রয়েছে, ধনিয়া, হলুদ, লাল লঙ্কা, জিরে। ভেজালের সরঞ্জামের মধ্যে রয়েছে, ২৫০ কেজি অ্যারারুট, ১৫০ কেজি পাউডার রং, ৮৪ কেজি লাল রং এবং একটি ওজন করার যন্ত্র। উদ্ধার হওয়া মশলার মূল্য ৩.২ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, গ্রেফতার হওয়া যুবক শরীরের পক্ষে মারাত্মক রং লঙ্কার গুড়োর মধ্যের মেশানোর জন্য রেখেছিল। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর অভিযুক্ত নামী ব্রান্ডের প্যাকেটে ভেজাল মশলা ভরে বিক্রির জন্য পাঠিয়ে দিত। এই ধরনের মশলা যাতে বাজারে বিক্রি না

১০৩৬ কোটি টাকার লগ্নি জঙ্গলমহলে! মমতার পরামর্শে সাফল্য

Image
শিল্প সম্মেলন শুরুর আগেই হাজার কোটির লগ্নি প্রস্তাব এসে গেল রাজ্যে। শুধু জঙ্গলমহলেই এই হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। জঙ্গলমহলের চার জেলায় আয়োজিত সিনার্জি থেকে প্রস্তাব পেয়েছে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর। ফলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়বে কর্মসংস্থান। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বাঁকুড়ায় ২৮৯ কোটি, পুরুলিয়ায় ৬৭০ কোটি, ঝাড়গ্রামে ৯ কোটি ৫১ লক্ষ, পশ্চিম মেদিনীপুরে ৬৭ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। চার জেলায় মোট বিনিয়োগ হবে ১০৩৬ কোটি টাকা। এর ফলে চার জেলায় নতুন শিল্প যেমন গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগও বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার বিশ্ববঙ্গ সম্মেলন থেকেই জেলায় জেলায় সিনার্জি আয়োজনের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো জঙ্গলমহলের বাঁকুড়ায় এই প্রথম সিনার্জি আয়োজিত হল। আর প্রথম সিনার্জি থেকেই এল কাঙ্খিত সাফল্য। সিনার্জি থেকে যে সাফল্য এসেছে, তাতে উচ্ছ্বসিত রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় ৫০টি, পুরুলিয়ায় ৪৭টি, ঝাড়গ্রামে ১১টি ও পশ

‌হরিয়ানার কুরুক্ষেত্রে বিয়ের রাতেই গণধর্ষণের শিকার নববধূ

Image
ফের নারকীয় ধর্ষণ হরিয়ানায়। বিয়ের রাতেই স্বামী সহ চার তান্ত্রিকের লালসার শিকার হলেন নববধূ। ঘটনাটি ১৩ সেপ্টেম্বর। সেদিন অনেক স্বপ্ন নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বছর বাইশের ওই তরুণী। বিয়ের পর বাসর ঘরে তাঁর স্বামী একটি পানীয় খেতে দিয়েছিলেন। সেটি পান করার পরেই অচৈতন্য হয়ে পড়েন নববধূ। তারপর তাঁকে ঘরে বন্ধ করে রাখা হয়। তারপরেই নবধূর স্বামী, দেওর, নন্দাই ধর্ষণ করে তাঁকে। ঘটনা কাউকে জানালেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরের দিন ১৪ সেপ্টেম্বর বাড়িতে পূজো করানোর নাম করে ডেকে আনা হয়েছিল চার তান্ত্রিককে। নির্যাতিতার অভিযোগ সেদিন রাতে ওই চার তান্ত্রিকও তাঁকে ধর্ষণ করে। পুরো ঘটনাটাই তাঁর শাশুড়ি এবং ননদ জানতেন। যাতে কেউ টের না পান সেজন্য ঘরের বাইরে তারা পাহারা দিয়েছিলেন তাঁরা। এমনকী তার পর থেকে তাঁরাই প্রতিদিন ভয় দেখিয়ে চুপ করে থাকতে বাধ্য করতেন। বাপের বড়িতে যাওয়ার পরে পুরো ঘটনা তাঁর পরিবারের লোকেদের জানায়। তারপরেই কুরুক্ষেত্র মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। মহিলা থানার শীলাবন্তি জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় নির্যাতিতার ধর্ষণের প্রমাণ মিলেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্র

‌নার্সারির ছাত্রীকে যৌন নির্যাতন, উত্তপ্ত বারাকপুর গার্লস

Image
ফের একবার স্কুলের মধ্যে ছাত্রীকে যৌন হেনস্তা। যার জেরে উত্তপ্ত বারাকপুর গার্লস স্কুল। নার্সারির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শারীরশিক্ষার শিক্ষক সুজয় ধাড়ার বিরুদ্ধে। শনিবার তাকে ঘিরে স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখায় অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ। শেষপর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, বারাকপুর গার্লস স্কুলে নার্সারি বিভাগের ক্লাস হয় প্রতিদিন সকালে। রোজের মতো শুক্রবারও স্কুলে যায় ওই শিশুটি। স্কুল থেকে তাকে আনতে যায় মা। কিন্তু ছুটি হয়ে গেলেও, অনেকক্ষণ পরে স্কুল থেকে বেরোয় সে। বাড়ি ফিরলেও, দিনভর চুপচাপ ছিল। আর তার এই অস্বাভাবিক আচরণেই সন্দেহ হয় শিশুটির মায়ের। শেষে স্কুলের সমস্ত ঘটনাটি সে জানায়। মেয়ের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ওই অভিভাবক। অন্যান্য অভিভাবকদেরও শিক্ষক সুজয় ধাড়ার 'কুকীর্তি'-র কথা জানান শিশুর বাবা-মা। উত্তেজিত হয়ে পড়েন সকলেই। অভিভাবদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগে একাধিক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছে শারীরশিক্ষার ওই শিক্ষক। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে প্রথমে স্কুলের

লখনউয়ে তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে মারল পুলিশ

Image
মৃত বিবেক তিওয়ারি। আবারও প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা। রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে এমনিতেই পুলিশ প্রশাসন অস্বস্তিতে রয়েছে। শুক্রবার রাতের একটি ঘটনা সেই অস্বস্তি এক ধাক্কায় আরও বাড়িয়ে দিল। শুধুমাত্র সন্দেহের বশে তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে লখনউয়ে। মৃতের নাম বিবেক তিওয়ারি (৩৮)। পুলিশ জানিয়েছে, এক মহিলা সহকর্মীকে নিয়ে এসইউভি চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি। গোমতীনগর এক্সটেনসনের কাছে বাইকে করে দুই পুলিশকর্মী টহল দিচ্ছিলেন। গাড়িটিকে থামাতে বলেন তাঁরা। কিন্তু আরোহী গাড়িটিকে না থামিয়ে পুলিশের বাইকে ধাক্কা মারে। তার পর পালানোর চেষ্টা করতে গিয়ে পাশেরই একটি দেওয়ালে ধাক্কা মারে। টহলরত দুই পুলিশকর্মীর এক জন কনস্টেবল প্রশান্ত কুমার বলেন, "একটা গাড়িকে দাঁড়িয়ে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখি। হেডলাইট নেভানো ছিল। গাড়ির সামনে গিয়ে দেখার চেষ্টা করি ভিতরে কেউ আছে কি না। কাছে যেতেই গাড়িটি চলা শুরু করে দেয়। তখন বাইক নিয়ে গাড়িটিকে ওভারটেক করে পথ আটকে দাঁড়াই। বাইকটা গাড়ির সামনে রাখতেই গাড়িটি ধাক্কা মেরে

ফোন নিয়ে রাগারাগি, ৩ সন্তানকে মেরে আত্মঘাতী মহিলা

Image
সালেম: সারাক্ষণ কানে ফোন। এ নিয়ে স্বামী চেঁচামেচি করেছিলেন। অভিমানে কুয়োয় চুবিয়ে তিন সন্তানকে হত্যার পর মহিলা নিজেও কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন। তামিলনাড়ুর সালেমে এই ঘটনা ঘটেছে। ২৬ বছরের ওই তরুণী ও তাঁর তিন সন্তানের দেহ কোঝিঞ্জিপাত্তি গ্রামের চাষের ক্ষেতের ওই কুয়ো থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশু তিনটির বয়স ৭ বছর, ৩ বছর ও ১১ মাস। জানা গিয়েছে, একে তাকে ফোন করে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ গল্প করতে অভ্যস্ত ছিলেন ওই মহিলা। দিনমজুর স্বামীর তা পছন্দ ছিল না। এ নিয়ে রাগারাগির পর একদিন ফোন কেড়ে নেন তিনি। এরপর স্ত্রী কথা বলতে থাকেন স্বামীর ফোন নিয়ে। এতে রাগ করে স্বামী বকাবকি করেন তাঁকে। তারপর কাজে বেরিয়ে যান। তারপর থেকে মহিলা ও ৩ সন্তানের খোঁজ মিলছিল না। ২ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয় ক্ষেতের কুয়ো থেকে। পুলিশ সন্দেহ করছে, সন্তানদের ডুবিয়ে মেরে তিনি আত্মঘাতী হয়েছেন।

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেল

Image
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এরপর বিকাল ৫ টার দিকে সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।   দ্বিতীয় কম্পনের পর পালু শহরে শুরু হয় সুনামির ভয়াবহতা। খবর সিএনএন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন চিৎকার করছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে সবাই। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পারও নাগ্রোহো বলেন, ভয়াবহ এ সুনামিতে ৩৮৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৫৪০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা। দেশটির আবহাওয়া এবং ভূ-পদার্থবিজ্ঞান সংস্থার প্রধান ডুইকোরিতা কার্নাওয়াতি জানান, ভূমিকম্প এবং পরবর্তী সুনামির আঘাতে সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থান প্রথম সারিতেই। দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প

দুর্গাপুরে দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দশম শ্রেণির ছাত্রীর

Image
বাড়িতে মা-বাবাকে একাধিক বার জানিয়েও ফল হয়নি। মেয়েকে 'সতর্ক' করেছিলেন মা-বাবা। শেষমেশ স্কুলের কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানাল দুর্গাপুরের দশম শ্রেণির এক ছাত্রী। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল-হাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, ওই কিশোরীর দাদা আসানসোলে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কিশোরীর অভিযোগ, ছোট থেকেই দাদা নির্যাতন করত। বৃহস্পতিবার দাদা ছুটিতে বাড়ি আসতেই ফের ভয় পায় ওই কিশোরী। সে গোটা বিষয়টি সহপাঠীদের জানালে তৎপর হয় কন্যাশ্রী ক্লাব। স্কুলে ডেকে পাঠানো হয় মেয়েটির বাবা-মাকে। দীর্ঘ বৈঠক হয়। শেষমেশ ও স্কুলের সহযোগিতায় ওই কিশোরী অভিযোগ দায়ের করে। প্রশাসন সূত্রে জানা যায়, বাড়ি ফিরতে অস্বীকার করায় ওই কিশোরীকে 'শিশু সুরক্ষা কমিটি'র কাছে রাখা হয়েছে। দুর্গাপুর আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পকসো আইন) দেবব্রত সাঁই জানান, প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। বিচারক নির্দেশ দিয়েছেন, বিচারকের কাছে কিশোরীর গোপন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মারা গেলেন ৪৮ জন

Image
তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। এদিকে তীব্র কম্পনের ধাক্কায় পালু শহরে আঘাত হানে সুনামি। এতে অন্তত ৪৮ জনের প্রাণহানি ঘটে। খবর বিবিসির।   স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এরপর বিকাল ৫ টার দিকে সুলাবেসি দ্বীপে সাত দশমিক পাঁচ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। দ্বিতীয় কম্পনের পর শুরু হয় সুনামির ভয়াবহতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন চিৎকার করছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। দেশটির আবহাওয়া এবং ভূ-পদার্থবিজ্ঞান সংস্থার প্রধান ডুইকোরিতা কার্নাওয়াতি জানান, ভূমিকম্প এবং পরবর্তী সুনামির আঘাতে সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ধকারের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থান প্রথম সারিতেই। দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ২০১৮ সালের ৫ আগস্ট দেশটির লম্বক দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। ২০০৪ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের জেরে সু

মিস বাগদাদকে গুলি করে মারল আইএস জঙ্গিরা

Image
বাগদাদঃ  প্রাক্তন মিস বাগদাদ ও মিস ইরাক রানার আপ তারা ফারেসকে গুলি! একদল দুস্কৃতি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু তারা ফারেস। এই প্রিয় মুখকে বৃহস্পতিবার বাগদাদের ক্যাম্প সারাহ এলাকায় গুলি চালিয়ে হত্যা করে দুই অজ্ঞাত হামলাকারী। দেশের স্বরাষ্ট্র-দফতরের মুখপাত্র মেজর জেনারেল সাদ মান জানিয়েছেন, হামলার সময় ফারেস গাড়ির ভিতরে ছিলেন। দুই জন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে চলে যায়। তুর্কি সংবাদ মাধ্যম হুররিয়াত ডেলি জানিয়েছে, তারা ফারেস আগে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। ইরাকে সম্প্রতি এমন আরও কয়েকজন মহিলা সম্প্রতি আততায়ীর হাতে নিহত হয়েছেন। খ্রিস্টান ধর্মাবলম্বী ২২ বছর বয়সী ফারেসের বাবা ইরাকি ও মা লেবানিজ। ফারেস কুর্দি অধ্যুষিত অঞ্চলের এরবিলে থাকতেন। বাগদাদে যেতেন কখনও কখনও। ইনস্টাগ্রামে তার প্রায় ৩০ লাখ ফলোয়ার। তিনি ২০১৪ সালে মিস বাগদাদ ও ২০১৫ সালে মিস ইরাক রানার আপ নির্বাচিত হয়েছিলেন। তুর্কি সংবাদ মাধ্যম হুররিয়াত ডেলি জানিয়েছে, তারা মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায়, তিনটি গুলি বিদ্ধ করেছে তাকে। তার হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এর আগে জঙ্গি

১০০ টাকায় চিকিৎসা! হাসপাতাল খুলল সিপিএম

Image
মাত্র ১০০ টাকায় হবে গরিব মানুষের চিকিৎসা। কলকাতায় হাসপাতাল খুলল সিপিএম। গ্রাম থেকে কলকাতা শহরে চিকিৎসার করাতে আসা অসহায় মানুষদের জন্য হাসপাতাল তৈরি হয়েছে। পিপলস রিলিফ কমিটির ব্যানারে দিলখুসা স্ট্রিটের ১২ সজ্জার এই হাসপাতালে মিলছে চিকিৎসার সুবিধা। কলকাতার অন্য কোনও হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁর আত্মীয়দের থাকার ব্যবস্থা রয়েছে এখানে। পার্কসার্কাসে হজ হাউসের পাশে দিলখুসা স্ট্রিটে মাত্র ১০০টি টাকা আর যে জায়গা থেকে আসছেন সেই ব্যক্তি, সেখানকার সিপিএম পার্টি অফিসের সুপারিশ পত্র দেখালেই মিলবে এই সুবিধা। গ্রামের থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে হয়রানির মুখে পড়েন বহু মানুষ। অনেক সময় নির্দিষ্ট দিনে চিকিৎসকের দেখা না পেয়ে আশ্রয় নিতে হয় হাসপাতাল চত্বরে বা শহরের কোনও রাস্তায়। প্রাইভেট চেম্বারে চিকিৎসক দেখানোর ক্ষেত্রেও কলকাতায় এসে নাম লিখিয়ে কয়েকদিন অপেক্ষাও করতে হয়। গ্রামের গরিব মানুষের অনেকেরই হোটেল কিংবা লজে থাকার সামর্থ থাকে না। ঘন ঘন যাতায়াত করার মতো আর্থিক সামর্থও থাকে না সবার। সীমিত ক্ষমতার মধ্যে এমনই সব মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে সিপিএম। পিপলস রিলিফ কমিটি সূত্রে জানা গিয়েছে

আবারও সার্জিক্যাল স্টাইক চালানোর ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Image
নৃশংসভাবে গলা কেটে ভারতীয় জওয়ান নরেন্দ্র সিংকে হত্যা করেছে পাক রেঞ্জার্স৷ এর বদলা নিতে ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় সেনা৷ পাশাপাশি, নিয়ন্ত্রণরেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে ২৭ টি লঞ্চপ্যাড তৈরি করে ফেলেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ এমত পরিস্থিতিতে আবারও সার্জিক্যাল স্টাইক চালানোর ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানালেন, দু-তিন দিন আগে বড় ঘটনা ঘটানো হয়েছে৷ যা এখনই প্রকাশ্যে আনছে না সরকার৷ কিন্তু যা হয়েছে তা বিশাল বড় কিছু৷ ফলে আবারও সীমান্ত পেড়িয়ে পাক অধিকৃত জমিতে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা আরও প্রকট হচ্ছে৷ জওয়ান নরেন্দ্র সিংয়ের হত্যার প্রতিশোধের প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, "দু-তিনদিন আগে বড় কিছু হয়েছে৷ আমি বলব না কি হয়েছে৷ তবে সত্যিই বড় কিছু হয়েছে৷ ভবিষ্যতে সকলেই দেখতে পাবে কি ঘটেছে৷ আমাদের উপরে বিশ্বাস রাখুন" স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যই আরও জোরাল করেছে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভবনাকে৷ রাজনাথ সিং আরও বলেন, "আমি জওয়ানদের বলেছি সীমান্তে প্রথম গুলি এই প্রান্ত থেকে না চালাতে৷ কিন্তু যদি ওপ্রান্ত থেকে গুলি আসে তব

অবসরের দু’বছর আগে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের ফাইল তৈরি হবে

Image
কলকাতাঃ পেনশন নিয়ে একটি নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। যখানে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের অবসরের ২ বছর আগেই তৈরি করা হবে পেনশনের ফাইল। সমস্ত সরকারি দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে পেনশন নিয়ে কোনও হয়রানি বরদাস্ত করা হবে না। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে যেসব কর্মীরা অবসর নেবেন তাঁদের ফাইল অবিলম্বে অর্থ দপ্তরে পাঠাতে হবে। আগামী ২ বছরের মধ্যে যাদের অবসর তাদের ফাইলও দ্রুত তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দপ্তর সূত্রে খবর, মূলত পেনশন নিয়ে মামলার জটিলতা ও কর্মীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

চিনে ভারতের নতুন রাষ্ট্রদূত হলেন বিক্রম মিশ্রি দেশ শিরোনাম

Image
নয়াদিল্লিঃ চিনে ভারতের নতুন রাষ্ট্রদূত হলেন বিক্রম মিশ্রি। শুক্রবার এইকথা জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। এর আগে চিনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন গৌতম বামবাওয়ালে। ১৯৮৯ ব্যাচের আইএফএস অফিসার বিক্রম মিশ্রি। বিদেশমন্ত্রকের অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ভারতের হয়ে বিভিন্ন দেশে প্রতিনিধিত্বও করেছেন। তার মধ্যে ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকা অন্যতম। ২০১৬ সালের ৩১ অগাস্ট মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হন তিনি।

জঙ্গলমহলে ১০০০ কোটি লগ্নির প্রস্তাব

Image
বাঁকুড়া: শুক্রবার বাঁকুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল ৪টি জেলাকে নিয়ে শিল্প–সম্মেলন। নাম দেওয়া হয়েছে সিনার্জি জঙ্গলমহল ২০১৮। এই শিল্প– সম্মেলনে ৪টি জেলার শিল্পোদ্যোগীরা অংশগ্রহণ করেছিলেন। জেলাগুলি হল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। সম্মেলনে ৪ জেলা থেকে প্রায় ৫০০ শিল্পোদ্যোগী অংশগ্রহণ করেন এবং তাঁরা প্রায় ১০০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব দিয়েছেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধিকর্তা বিজয় ভারতী বলেন, '‌সিনার্জি পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, রাজ্যের জেলাগুলিকে নিয়ে জোনভিত্তিক শিল্প–সম্মেলন করতে হবে। সেই নির্দেশ মতোই জঙ্গলমহলের চারটি জেলাকে নিয়ে এই সিনার্জি জঙ্গলমহলের আয়োজন করা হয়েছে। সেই উদ্যোগ সফলও হয়েছে। প্রায় ৫০০ শিল্পোদ্যোগী নানান ধরনের শিল্প গড়ার প্রস্তাব দিয়েছেন। একই ভাবে শিল্প গড়ার ক্ষেত্রে তঁারা তাঁদের সমস্যার কথাও বলেছেন। সেই সমস্যা সমাধানে তাঁদের আশ্বাসও দেওয়া হয়েছে।'‌ অনুষ্ঠানে অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তিন জেলার জেলাশাসক উপস্থিত ছিলেন। বাঁকুড়ার উমাশঙ্কর এস, পশ্চিম মেদিনীপুরের পি মোহন গান্

ফ্রিজের কমপ্রেশর ফেটে মৃত চার

Image
গোয়ালিওর: রেফ্রিজারেটরের কমপ্রেশর ফেটে ভেঙে পড়ে দেওয়াল৷ সেই দেওয়ালের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন চারজন৷ শুক্রবার গভীর রাতে মধ্যপ্রদেশের গোয়ালিওরের ঘটনা৷ গোয়ালিওরের দর্পণ কলোনির এই ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে হইচই পড়ে যায় এলাকায়৷ সূত্রের খবর, বাড়িটিতে ন'জন ছিলেন যখন এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে৷ মৃতদের তালিকায় অনন্তরম পরিহার নামে এক ব্যক্তি রয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তিনি স্থানীয় এক বেসরকারি কলেজের ক্যান্টিন কর্মী৷ ফ্রিজের কমপ্রেশারটি বিকট শব্দে মাঝরাতে ফেটে যায়৷ এলাকার লোকজন বিশ্বাসই করতে পারছেন না, ফ্রিজ থেকে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ রেফ্রিজারেটর বিশেষজ্ঞদেরও খবর দেওয়া হয়৷ কীভাবে এক বড় ঘটনাটি ঘটল তা তারা খতিয়ে দেখবেন৷

কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করবেন, জানুন সেরা কয়েকটি উপায়

Image
আধার নম্বর সংযোগ করা নিয়ে গত এক বছর ধরে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়েছিল সকলের। সমানে কাস্টমার কেয়ারের ফোন, এসএমএস- তাতে লেখা এর সঙ্গে অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ করুন । আবার কোনওটাতে বলা হচ্ছিল অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ না করা হলে পরিষেবা আর মিলবে। আধারের যন্ত্রণা এমনই ব্যতিব্যস্ত করে তুলেছিল মানুষকে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আপাতত আধার নিয়ে এই সমস্য়া থেকে মানুষকে রেহাই দিয়েছে। অনেকেই ইতিমধ্যে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে পে-ওয়ালেট, মোবাইল সিম-এ আধার নম্বর সংযোগ করেছেন। কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ে এইসব আধার নম্বর এখন বিচ্ছিন্ন করতে হবে। সুতরাং, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা পে-ওয়ালেটের পরিষেবা প্রদানকারী সংস্থা আধার নম্বর বিচ্ছিন্ন করুক বা না করুক আপনি আপনার পক্ষ থেকে এই বিচ্ছিন্ন করার কাজ করতে পারেন। কী ভাবে করবেন? জানুন-- পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করতে নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করুন। ১। যে পে-ওয়ালেটের পরিষেবা নিচ্ছেন তাদের প্রথমে ফোন করুন। ২। কাস্টমার কেয়ারে কেউ ফোন ধরলে জানান, আধার নম্বর বিচ্ছিন্ন করতে চান এবং এর জন্য প্রয়োজনীয় ই-মেল পাঠাতে বলুন। ৩। কাস্টমার কেয়ার

কর্মীদের ৩ কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার! ফের চমক সুরাটের হিরে ব্যবসায়ীর

Image
তিন কর্মীকে তিনটি মার্সিডিজ গাড়ি দিলেন সুরাটের হিরে ব্যবসায়ী। ক'দিন আগেই কোম্পানিতে পঁচিশ বছর পূর্ণ করেছেন তিন কর্মী। সেই আনন্দে তাঁদের তিনটি বহুমূল্য মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দিলেন সুরাটের হিরে ব্যবসায়ী। প্রতিটি গাড়ির মূল্য প্রায় এক কোটি টাকা। মধ্যপ্রদেশের রাজ্যপাল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অনাদিবেন পটেলের উপস্থিতিতে কর্মীদের গাড়ির চাবি তুলে দিয়েছেন সভজিকাকা ওরফে সভজিভাই ঢোলাকিয়া। তবে এই প্রথম নয়, প্রতি বছরই নানা অছিলায় কর্মীদের হাত খুলে উপহার দিয়ে থাকেন সভজিকাকা। ২০১৭ সাল তিনি নববর্ষ উদযাপন করেছিলেন কর্মীদের ১২০০ গাড়ি উপহার দিয়ে। তার আগের বছরও দিওয়ালিতে কর্মীদের ১২৬০টি গাড়ি ও ৪০০ ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সভজিকাকা। মোট খরচ পড়েছিল ৫১ কোটি টাকা। নিজের কর্মীদের নিয়ে বরাবরই দরাজদিল গুজরাটের এই ব্যবসায়ী। যে তিন কর্মীকে তিনি মার্সিডিজ বেঞ্জ উপহার দিলেন তাঁদের প্রত্যেকের বয়স ৩৮ থেকে ৪৩-এর মধ্যে। যখন সভজিভাই-এর কোম্পানিতে তাঁরা কাজে যোগ দেন, তখন কারও বয়সই কুড়ির কোঠা পেরোয়নি। সভজিভাই নিজে তাঁদের হিরে কাটা ও পালিশ করার কাজ শিখিয়েছিলেন। গত পঁচিশ বছর ধরে আস্তে আস্তে তাঁরা হয়ে উঠেছিলে

কর্মী ছাঁটাই করতে চলেছে নোভারটিস

Image
জুরিখ: ব্যবসা বাড়ছে৷ কোম্পানি সম্প্রসারণের লক্ষ্যও রয়েছে৷ তবুও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল নোভারটিস৷ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস এজি জানিয়ে দিয়েছে ০.৭২ শতাংশ কর্মী ছাঁটাই করবে তাঁরা৷ এই বিবৃতির অর্থ প্রায় হাজার দুয়েক কর্মী কর্মহীন হতে চলেছেন এই সংস্থা থেকে৷ কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ এমনই ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে৷ এই সুইস কোম্পানি জানিয়েছে বিদেশে নয়, দেশেই কর্মী ছাঁটাইয়ের বেশির ভাগ প্রক্রিয়া চলবে৷ এর মধ্যে উৎপাদন বিভাগ থেকেই ছাঁটা হবে প্রায় হাজার খানেক কর্মীকে৷ শিল্প বিভাগ থেকে ৪৫০ জনকে ও বিজনেস সার্ভিস থেকে ৭৫০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সংস্থা৷ নোভারটিস জানিয়েছে ২০২২ সালের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে৷ সুইজারল্যাণ্ডে আপাতত প্রায় ১২৮০০ জন কর্মী এই সংস্থায় কর্মরত৷ কোম্পানির তরফ থেকে বলা হয়েছে ব্রিটেনে তাদের যে শাখা রয়েছে, সেখান থেকে ৪০০ জনকে ছাঁটাই করা হবে৷ এরআগে, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকেও ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল এই সুইস সংস্থা৷ এই কর্মী ছাঁটাইয়ের ফলে তাদের উৎপাদন অনেক বেশি 'পার্সোনালা

মাঝেরহাট কাণ্ড! ১৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ-বজবজ শাখায়

Image
মাঝেরহাটে ব্রিজ বিপর্যয়ের জেরে শনিবার ও রবিবার মিলিয়ে ১৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ বজবজ শাখায়। সূত্রের খবর অনুযায়ী, লেভেল ক্রিসি তৈরির কাজের জন্যই পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই শনিবার রাত ১০.১০ থেকে রবিবার বিকেল ৪.১০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, মাঝেরহাট ব্রিজের পড়ে থাকা অংশ ভাঙার কাজ চলেছে। রেললাইনের ওপরের অংশ ভাঙার কাজ বাকি রয়েছে। সেই কাজটিও এই সময় করা হবে বলে জানা গিয়েছে। আলিপুরে হুমায়ূন কবীর সরণির একটি অংশ দিয়ে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে। সেই অংশে আলাদা করে রেলের তরফে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। তবে লাইনের পয়েন্ট সরানোর জা বাকি। সেই কাজটি এই সময়ে করা হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হবে। কয়েকটি ট্রেনকে নিউ আলিপুর পর্যন্ত চালানো হবে। যেমন নৈহাটি বজবজ লোকাল নিউ আলিপুর পর্যন্ত আসবে। পরে সেটি আবার নৈহাটি ফিরে যাবে। এমাসের ৪ তারিখ বিকেলে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ। এই ঘটনায় মারা যান ৩ জন। বিপর্যন্ত হয়ে পড়ে বেহালা-সহ দক্ষিণ ২৪ পরগনার একাংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।

পূর্ব বর্ধমানের পর বারুইপুর! রেলের ব্রিজ ভেঙে মৃত্যু এক মহিলার

Image
এবার ব্রিজ ভাঙল বারুইপুরে। দক্ষিণ শহরতলীর বারুইপুর স্টেশনের ফুটওভার ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার। অপর এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। কিছুদিন আগেই এই ফুট ওভার ব্রিজের সংস্কার করা হয়েছিল। রেলের তরফে দুজনকে সাসপেনমন্ড করা হয়েছে। তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার ফুটওভার ব্রিজ রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ রেলের বিরুদ্ধে। শুক্রবার রাত আটটা নাগাদ, ব্রিজের নিচ দিয়ে দুই থেকে ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছিলেন যাত্রীরা। সেই সময় ফুটওভার ব্রিজের একাংশের স্ল্যাব ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। স্ল্যাবের অংশ গিয়ে পড়ে অসীমা প্রামাণিক এবং ছবি নস্কর নামে দুই মহিলার ওপর। জানা গিয়েছে ব্রিজের নিচে ফুল কিনতে গিয়েছিলেন ওই মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অসীমা প্রামাণিকের মৃত্যু হয। আহত ছবি নস্কর ভর্তি হাসপাতালে। দুর্ঘটনার পরে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন অসীমা প্রামাণিকের মেয়ে। দিন কয়েক আগেই ব্রিজটি সারানো হয়েছিল রেলের তরফে। তারপরেও কীভাবেই এই দুর্ঘটনা উঠছে প্রশ্ন। ঘিরে দেওয়া হয়েছে দুর্ঘটনাস্থুল। দুর্ঘটনার জেরে বারুইপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। রে

আরও মহার্ঘ জ্বালানি তেল! মুম্বইয়ে ৯১-এর পথে পেট্রোল

Image
আরও মহার্ঘ জ্বালানি তেল। ২৯ সেপ্টেম্বর সোমবার কলকাতায়পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৫.০৩ এবং ৭৬.২৭ টাকা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন। পেট্রোলে লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ২২ পয়সা এবং ডিজেলে বেড়েছে ২১ পয়সা করে। এদিন দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৮৩.৪০ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৪.৬৩ টাকা। মুম্বইতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৯০.৭৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৯.২৩ টাকা। জানুয়ারি থেকে দিল্লিতে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ১৩.০৩ ও ১৪.৫৪ টাকা। শনিবার পেট্রোল ও ডিজেলের মূল্য দেশের বাজারে এখনও পর্যন্ত সর্বাধিক। ইরানের তেল আমদানির ওপর আমেরিকার জারি করা অবরোধের কারণে ভারতে তেল সরবরাহ আরও খারাপ দিকে যেতে পারে। যার প্রভাব পড়তে পারে দেশের তেলের দামের ওপরেও।

কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড বিচ্ছিন্ন করবেন

Image
সুপ্রিম কোর্টের রায়ের পর এখন আর বাধ্যতামূলক নয়। রায় জানার পরে অনেক গ্রাহকই চেষ্টা করছেন, কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আধার কার্ডের '‌ডিলিংক'‌ (‌অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন করানো)‌ যায়। আধার কার্ড ডিলিংক করতে হলে, যে ব্যাঙ্কের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে। প্রথমে যেতে হবে সেখানে। প্রথমে জমা দিতে হবে আধার ডিলিংক করতে চেয়ে একটি দরখাস্ত করতে হবে। কেওয়াইসি করানোর জন্য যে নথিগুলি লাগে (‌যেমন প্যান কার্ড, পাসবই)‌ সেগুলোর নকলও জমা দিতে হবে। এর ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, মোবাইল ফোন কম্পিউটার থেকেও নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে আধার কার্ড ডিলিংক করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও ন্যূনতম ৪৮ ঘণ্টা সময় লাগবে।

প্রথম 10GB RAM সহ স্মার্টফোন লঞ্চ করবে Oppo

Image
বিশ্বের প্রথম 10GB RAM এর স্মার্টফোনের তকমা পেতে চলেছে Oppo Find X। ইতিমধ্যেই চিনের এক সার্টিফিকেশা ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। জুন মাসে লঞ্চ হয়েছিল Oppo Find X। ইতিমধ্যেই ভারতে বিক্রি এই ফোন। Oppo Find X এর নতুন ভেরিয়েন্টে থকবে 10GB RAM আর 256GB স্টোরেজ। যদিও এই ফোন লঞ্চ সম্পর্কে অফিশিয়ালি কিছু জানায়নি Oppo। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি 3645 mAh ব্যাটারি। ইতিমধ্যেই ভারতে 59,990 টাকায় Oppo Find X এর 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনা যায়। Oppo Find X স্পেসিফিকেশান ডুয়াল সিম Oppo Find X এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.42 ইঞ্চি 19.5:9 ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.8%। Oppo Find X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে একটি Adreno 630 GPU আর 8GB RAM। এর সাথেই Oppo Find X এ থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ। একটি স্লাইডারের মধ্যে এই ফোনের ক্যামেরা গুলি রয়েছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 16MP প্রাইমারী সেন্সার। প্রাইমারী সেন্সারে OIS সাপোর্ট

চারটি ক্যামেরা, ডিসপ্লের উপরে নচ সহ লঞ্চ হল Redmi Note 6 Pro

Image
ভারতে হট কেকের মতো বিক্রি হয়েছে শাওমির মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 5 Pro। এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার লঞ্চ হল এই ফোনের পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro। হার্ডওয়্যারে কোন পরিবর্তন না এলেও এই ফোনে ডিজাইন ও ক্যামেরায় আমুল পরিবর্তন এসেছে। Redmi Note 6 Pro তে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। একই সাথে এই ফোনে ব্যবহার হয়েছে আপডেটেড রিয়ার ক্যামেরা। Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi 6 Pro ফোনের ডিসপ্লের উপরে একই ধরনের নচ দেখা গিয়েছিল। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। শুক্রবার থাইল্যান্ডে Redmi Note 6 Pro লঞ্চ করেছে শাওমি। সেই দেশে ২৭ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে Redmi Note 6 Pro। Redmi Note 6 Pro স্পেসিফিকেশান Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। আগেই জানাও হয়েছে Redmi Note 6 Pro ফোনের হার্ডওয়্যারে তেমন পরিবর্তন আসেনি। তাই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও থাকবে Snapdragon 636 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ। Re

জঙ্গলমহলে হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

Image
বাঁকুড়া: রাজ্যের মধ্যে প্রথম জঙ্গলমহলের চার জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের 'সিনার্জি' অনুষ্ঠিত হলো বাঁকুড়ায়। শুক্রবার শহরের রবীন্দ্রভবনে জেলার চেম্বার অফ কর্মাসের প্রতিনিধিদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জঙ্গলমহলের চার জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিনের সম্মলনে জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মোট ১০৩৬ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে প্রায় শিল্পবিহীন এই চার জেলায় নতুন শিল্প গড়ে ওঠার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বিশ্ববাংলা শিল্প সম্মেলনে রাজ্যে জোন ভিত্তিক সিনার্জি করার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব অনুসারে এদিন বাঁকুড়া শহরে জঙ্গলমহল জোনের চার জেলার প্রথম শিল্প সিনার্জি অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধারণ মানুষ থেকে শিল্পপতি সকলেই স্বাগত জানিয়েছেন। পরে বাঁকুড়া জেলা শাসক উমাশঙ্কর এস-কে পাশে বসিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এদিনের

কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করবেন, জানুন সেরা কয়েকটি উপায়

Image
আধার নম্বর সংযোগ করা নিয়ে গত এক বছর ধরে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়েছিল সকলের। সমানে কাস্টমার কেয়ারের ফোন, এসএমএস- তাতে লেখা এর সঙ্গে অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ করুন । আবার কোনওটাতে বলা হচ্ছিল অমুক দিনের মধ্যে আধার নম্বর সংযোগ না করা হলে পরিষেবা আর মিলবে। আধারের যন্ত্রণা এমনই ব্যতিব্যস্ত করে তুলেছিল মানুষকে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আপাতত আধার নিয়ে এই সমস্য়া থেকে মানুষকে রেহাই দিয়েছে। অনেকেই ইতিমধ্যে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে পে-ওয়ালেট, মোবাইল সিম-এ আধার নম্বর সংযোগ করেছেন। কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ে এইসব আধার নম্বর এখন বিচ্ছিন্ন করতে হবে। সুতরাং, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা পে-ওয়ালেটের পরিষেবা প্রদানকারী সংস্থা আধার নম্বর বিচ্ছিন্ন করুক বা না করুক আপনি আপনার পক্ষ থেকে এই বিচ্ছিন্ন করার কাজ করতে পারেন। কী ভাবে করবেন? জানুন-- পে-ওয়ালেট থেকে আধার নম্বর বিচ্ছিন্ন করতে নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করুন। ১। যে পে-ওয়ালেটের পরিষেবা নিচ্ছেন তাদের প্রথমে ফোন করুন। ২। কাস্টমার কেয়ারে কেউ ফোন ধরলে জানান, আধার নম্বর বিচ্ছিন্ন করতে চান এবং এর জন্য প্রয়োজনীয় ই-মেল পাঠাতে বলুন। ৩। কাস্টমার কেয়ার

এবার দল বেঁধে ঘুরতে যাওয়ার সময় কাজে লাগবে গুগল ম্যাপস

Image
সম্প্রতি গুগল ম্যাপস এ নতুন ফিচার যোগ করেছে এয়ারটেল। এবার থেকে গুগল ম্যাপস ব্যবহার করে দল বেঁধে ঘুরতে যাওয়া যাবে। সম্প্রতি ব্লগ পোস্টে নতুন এই ফিচারের কথা জানিয়েছে কোম্পানি। নতুন এই ফিচারে একসাথে দল বেঁধে প্ল্যান করতে সাহায্য করবে এই নেভিগেশান অ্যাপ। একই সাথে দূরত্বের সঠিক তথ্য পাওয়া যাবে। পাওয়া যাবে কম দূরত্বের রাস্তার সঠিক খবর। নতুন এই ফিচার ব্যবহার খুবই সহজ। যেখানে যেতে চান ম্যাপে সেই জায়গাতে প্রেস করে হোল্ড করে শর্টলিস্টে ঢুকিয়ে দিন। এরপরে স্ক্রইনের পাশে একটি ফ্লোটিং বাবল এসে যাবে। একবার সেই লোকেশান শর্টলিস্টে যোগ হলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করা যাবে এই তথ্য। এরপরে আপনার বন্ধুরাও প্রয়োজনে সেখানে নতুন লোকেশান যোগ করতে পারবেন। এরপরে ভোটাভুটির মাধ্যমে বন্ধুরা কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে নিতে পারবেন। আপাতত অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা গুগল ম্যাপসে এই ফিচার ব্যবহার করতে পারবেন। খুব শিঘ্রই আপনার ডিভাইসে এই ফিচার পৌঁছে যাবে। এই সপ্তাহের মধ্যেই সব ডিভাইসে এই ফিচার পৌঁছে যাওয়ার কথা। তবে নতুন এই ফিচার ব্যবহারের জন্য অ্যানড্রয়েড গ্রাহকদের প্লে

ভুল কন্ডোম ব্যবহার করে গোপনাঙ্গে পচন, বিষয়টি জেনে সাবধান হয়ে যান

Image
দীর্ঘক্ষণ ধরে যৌন সুখ উপভোগ করার জন্য অনেকে অনেক কিছুই করে থাকেন। লখনউয়ের এই যুবকেরও দোষ নেই। সুখের সময় বৃদ্ধি করতে তিনি বেছে নিয়েছিলেন 'এক্সটেন্ডেড প্লেজার'-এর কন্ডোম। নতুন ব্র্যান্ডের এই কন্ডোম ব্যবহার করতে গিয়েই তিনি নিজের বিপদ ডেকে আনেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য সান'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কন্ডোমটি পরতেই তাঁর যৌনাঙ্গ নিজে থেকেই ফুলে উঠতে শুরু করে। তাতে অবাক হয়ে যান ৩০ বছর বয়সী যুবকটি। সেই ফোলা ভাব না কমায় এবং খুব জ্বালা করায় তিনি হাসপাতালে ছোটেন। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে বুঝতে পারেন, যুবকটির ওই কন্ডোম পরে অ্যালার্জি হয়েছে। সেই কারণেই গোপনাঙ্গটি ফুলে গিয়েছে। এক চিকিৎসক আশিস শর্মা বলেন, ''এই যুবকের জানা ছিল না তাঁর কোনও কিছুতে অ্যালার্জি রয়েছে।'' তার পরে চিকিৎসকেরা বিভিন্ন টেস্ট করে নিশ্চিত হন এটা কোনও যৌন রোগ নয়। কন্ডোমের উপাদান বেনজোকেইন থেকেই তাঁর অ্যালার্জি হয়েছে।  সেই অ্যালার্জি থেকেই গ্যাংরিন হয়ে যায় যুবকের গোপনাঙ্গে। পচতে শুরু করে গোপনাঙ্গের মুখটি। চিকিৎসকদের মতে, বেনজোকেইন এক ধরনের স্থানীয়ভাবে অবশ করে দেওয়ার ড্রাগ। যৌন

বৌদির সঙ্গে দেওরের সম্পর্ক, ফাঁস হতেই মর্মান্তিক পরিণতি

Image
বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল দেওর। অভিযোগ, বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে স্ত্রীকে ডিভোর্সের জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত দেওর। কিন্তু স্বামীর চাপের কাছে নতিস্বীকার করেননি গৃহবধূ। পরিণতি হল মর্মান্তিক। জায়ের সঙ্গে স্বামীর সম্পর্কের জেরে খুন হয়ে গেলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার পালপাড়ায়। এই ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন। মৃতার নাম নন্দিনী সাউ। বয়স ২৩ বছর। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পালপাড়ার বাসিন্দা সঞ্জীব সাউয়ের সঙ্গে বিয়ে হয় নন্দিনীর। অভিযোগ, বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অশান্তি শুরু হয়ে যায়। বিয়ের ৮ দিন পর থেকেই বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য স্ত্রী নন্দিনীর উপর অত্যাচার শুরু করে সঞ্জীব। বিয়ের যৌতুক হিসেবে ১০ লাখ টাকা ও চারচাকা দাবি করে সঞ্জীবের পরিবার। দিন দিন বাড়তে থাকে নন্দিনীর উপর তাদের অত্যাচারের মাত্রা। শ্বশুরবাড়িতে মেয়ের হেনস্থা হওয়ার খবর পেয়ে সাড়ে ৩ লাখ টাকা সঞ্জীবের হাতে তুলে দেন নন্দিনীর বাপের বাড়ির লোকেরা। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা বেড়েছে বই কমে

একমাত্র শিক্ষিকা বদলি হলে স্কুলের কী হবে: কোর্ট

Image
শিক্ষক-শিক্ষিকার ঘাটতি এবং স্কুলে বদলি নিয়ে টানাপড়েন একসঙ্গে মিলে গেলে কী ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, একটি মামলায় তার প্রমাণ মিলল শুক্রবার। স্কুলের একমাত্র শিক্ষিকা যদি বদলি হয়ে যান, স্কুলটির ভবিষ্যৎ কী হবে, রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম সিংহ শুক্রবার হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে অ্যাডভোকেট জেনারেল, স্কুলশিক্ষা দফতরের সচিব, কমিশনার ও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র কাছে নোটিস পাঠাতে হবে। আগামী ৫ অক্টোবর আদালতে তাঁদেরই জানাতে হবে, যে-স্কুলে শিক্ষক-শিক্ষিকা বলতে এক জনই আছেন, তিনি বদলি হয়ে গেলে স্কুলটা চলবে কী করে। সাগর থানার মৃত্যুঞ্জয়নগর বালিকা বিদ্যালয় নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের ওই শিক্ষিকার নাম আলোলিকা বন্দ্যোপাধ্যায়। ওই স্কুলে শিক্ষিকার অনুমোদিত পদ ন'টি। কিন্তু পাঁচটি পদ দীর্ঘদিন ধরে খালি। চার শিক্ষিকার মধ্যে তিন জন আগেই 'বিশেষ কারণ' দেখিয়ে বদলি নেন। কলকাতার হালতুর বাসিন্দা বাড়ি থেকে স্কুলের আলোলিকা দূরত্বের কারণ দেখিয়ে বদলি চান। তাঁর আইনজীবী এক্রামুল বারি জানান, বিশেষ পরিস্থিতিতে তাঁর মক্কেলকে মগরাহাটের একটি স্কু

বিষমদ কাণ্ডে আমৃত্যু সাজা খোঁড়া বাদশার

Image
শিক্ষক-শিক্ষিকার ঘাটতি এবং স্কুলে বদলি নিয়ে টানাপড়েন একসঙ্গে মিলে গেলে কী ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, একটি মামলায় তার প্রমাণ মিলল শুক্রবার। স্কুলের একমাত্র শিক্ষিকা যদি বদলি হয়ে যান, স্কুলটির ভবিষ্যৎ কী হবে, রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম সিংহ শুক্রবার হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে অ্যাডভোকেট জেনারেল, স্কুলশিক্ষা দফতরের সচিব, কমিশনার ও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র কাছে নোটিস পাঠাতে হবে। আগামী ৫ অক্টোবর আদালতে তাঁদেরই জানাতে হবে, যে-স্কুলে শিক্ষক-শিক্ষিকা বলতে এক জনই আছেন, তিনি বদলি হয়ে গেলে স্কুলটা চলবে কী করে। সাগর থানার মৃত্যুঞ্জয়নগর বালিকা বিদ্যালয় নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের ওই শিক্ষিকার নাম আলোলিকা বন্দ্যোপাধ্যায়। ওই স্কুলে শিক্ষিকার অনুমোদিত পদ ন'টি। কিন্তু পাঁচটি পদ দীর্ঘদিন ধরে খালি। চার শিক্ষিকার মধ্যে তিন জন আগেই 'বিশেষ কারণ' দেখিয়ে বদলি নেন। কলকাতার হালতুর বাসিন্দা বাড়ি থেকে স্কুলের আলোলিকা দূরত্বের কারণ দেখিয়ে বদলি চান। তাঁর আইনজীবী এক্রামুল বারি জানান, বিশেষ পরিস্থিতিতে তাঁর মক্কেলকে মগরাহাটের একটি স্কু

বিষমদ কাণ্ডে আমৃত্যু সাজা খোঁড়া বাদশার

Image
আমৃত্যু যাবজ্জীবন সাজা খোঁড়়া বাদশা বিষমদ-কাণ্ডে মূল অভিযুক্ত নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। বাকি তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। ২০১১ সালের ১১ ডিসেম্বর বিষাক্ত চোলাই খেয়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট, উস্তি, মন্দিরবাজারে ১৭২ জনের মৃত্যু হয়। উস্তি থানায় দায়ের হওয়া মামলায় শুক্রবার দোষীদের সাজা শুনিয়েছেন আলিপুর আদালতের ষষ্ঠ অতিরিক্ত দায়রা বিচারক পার্থসারথি চক্রবর্তী। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে আচার-আচরণ খতিয়ে দেখে কারাবাসের মেয়াদ অনেক সময় কমে। কিন্তু আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে সে সুযোগ নেই। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতের সিঁড়িতে ক্র্যাচে ভর দিয়ে উঠতে উঠতে খোঁড়া বাদশা অবশ্য বলে, ''আমি কোনও মদের ব্যবসাই করতাম না। ভাত-রুটির হোটেল চালাতাম। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।'' এজলাসের বাইরে তখন অভিযুক্তদের আত্মীয়দের ভিড়। বিচারকের কাছে শাস্তির মাত্রা কমানোর আবেদন করেন দোষীদের আইনজীবীরা। বিচারক লিখিত আবেদন করার নির্দেশ দেন। যাবজ্জীবন সাজা দুখে লস্কর, নজরুল লস্কর এ

শাখা খোলায় নিষেধাজ্ঞা বন্ধন ব্যাঙ্ককে

Image
শেয়ারহোল্ডিং কাঠামোয় ত্রুটি থাকার অভিযোগে রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) বিধিনিষেধের মুখে পড়ল বন্ধন ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ, আপাতত ইচ্ছে মতো নতুন শাখা খুলতে পারবে না তারা। খুলতে হলে আগে আরবিআইয়ের সায় নিতে হবে। শেয়ারহোল্ডিংয়ের ত্রুটিপূর্ণ কাঠামো সংশোধন না করা পর্যন্ত বন্ধনের এমডি-সিইও চন্দ্রশেখর ঘোষের বেতন বাড়ানো যাবে না বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্ক সূত্রের দাবি, ইতিমধ্যেই ত্রুটি সংশোধনে নেমেছেন কর্তৃপক্ষ। তবে পুরো প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগবে। কিন্তু এই কারণে গ্রাহক পরিষেবা ব্যহত হবে না বলে বন্ধনের দাবি। তবে এই ঘটনার প্রভাব তাদের শেয়ারের উপর পরে কি না, তা বোঝা যাবে সোমবার বাজার খোলার পরে। আইন অনুযায়ী, কোনও ব্যাঙ্কেই প্রোমোটারের হাতে তার ৪০ শতাংশের বেশি অংশীদারি রাখা যায় না। অথচ বাজারে শেয়ার ছাড়ার পরে বন্ধন ব্যাঙ্কের প্রোমোটার সংস্থা নন অপারেটিভ ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানির (এনওএফএইচসি) ঝুলিতে রয়েছে ৮২.২৮%। বাকিটা সাধারণ শেয়ারহোল্ডারদের। এই কারণেই রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশ। বন্ধন সূত্র বলছে, ওই ৮২.২৮% অংশীদারি কোনও এক জন ব্যক্তি বা সংস্থার নয়। এনওএফএইচসি-তে

তথ্য ফাঁস হয়েছে ৫ কোটি অ্যাকাউন্টের, জানাল মার্ক জ়াকারবার্গের সংস্থা ফেসবুক

Image
প্রায় পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানাল মার্ক জ়াকারবার্গের সংস্থা। প্রোফাইলের 'ভিউ অ্যাজ' ফিচারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁক গলেই হ্যাকারেরা হামলা চালিয়েছে বলে দাবি ফেসবুকের।  এর আগেই অবশ্য সোশ্যাল সাইটটি স্বীকার করেছে যে, নির্দিষ্ট মানুষটির কাছে নির্দিষ্ট বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার কাজে বরাবর গ্রাহকের দেওয়া ফোন নম্বরই ব্যবহার করে এসেছে তারা।  কী ভাবে? অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আপনি যে ফোন নম্বর দিয়েছেন, ফেসবুক দিব্যি তা দিয়েই ব্যবসা করে চলেছে— গত কাল পরোক্ষে এটা মেনেই নেন ফেসবুকের এক মুখপাত্র। নেটিজ়েনদের অনেকেই নিজের ফোন নম্বর আপলোড করেন ফেসবুকে। আবার ফেসবুকের নিজস্ব নিরাপত্তা কাঠামোতেও অ্যাকাউন্ট খোলার সময়ে গ্রাহকদের ফোন নম্বর দিতে হয়। কিন্তু সম্প্রতি আমেরিকার দু'টি বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক দাবি করেন, গ্রাহকের কোনও পরিচয়-তথ্যই আর ব্যক্তিগত নয়। সবটাই বেহাত হয়ে গিয়েছে। মার্কিন গবেষকদের দাবি, গ্রাহকের 'গুগল সার্চ হিস্ট্রি' বা পছন্দ জেনে, তাঁদের দেওয়া কনট্যাক্ট তথ্য ব্যবহার করেই তাঁদের টাইমলাইনে বিজ্ঞাপনের ফাঁদ পাতে ফেসবুক।  ওই মুখপাত্

ঠাকুরঘরে ঋতুবদল, শবরীমালার দরজা খুলল সুপ্রিম কোর্ট

Image
ঋতুযোগ্য মহিলাদের শবরীমালা মন্দিরে ঢোকায় আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ এই রায় দিয়েছে।  প্রায় আটশো বছরের পুরনো কেরলের শবরীমালা মন্দিরে প্রতি বছর কোটি কোটি ভক্তের সমাগম হয়। তাঁদের মধ্যে মাত্র কয়েক লক্ষ মহিলা। কারণ, এত দিন ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সাধারণত, এই বয়সেই মহিলারা ঋতুযোগ্য হন। শবরীমালার প্রধান বিগ্রহ আয়াপ্পা ব্রহ্মচারী। ঋতুযোগ্য মহিলারা মন্দিরে প্রবেশ করলে তাঁর কৌমার্যব্রত ভেঙে যেতে পারে। তাই এই নিষেধাজ্ঞা। এই নীতি চ্যালেঞ্জ করে ২০১৬ সালে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল 'ইন্ডিয়া ইয়ং লইয়ার্স অ্যাসোসিয়েশন' নামে একটি সংগঠন। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দিয়েছে, ''এই নিয়ম অস্পৃশ্যতার মতো। অনৈতিক, বেআইনি এবং সংবিধান-বিরোধী।'' যে কোনও মহিলারই শবরীমালা মন্দিরে প্রবেশ করে পুজো দেওয়ার অধিকার থাকা উচিত বলে মনে করে সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, ''কোনও মহিলার শারীরবৃত্তি কখনওই যেন তাঁর কোনও কাজে বাধা না হয়ে দাঁড়ায়।&

যন্ত্রণা সয়েও শেষ বলে ভারতকে এশিয়া কাপ এনে দিলেন কেদার

Image
বিজয়ী: বাংলাদেশকে রুদ্ধশ্বাস ফাইনালে তিন উইকেটে হারিয়ে সপ্তম বার এশিয়া কাপ জয় ভারতের। জয় এল একেবারে শেষ ওভারের শেষ বলে। জেতার পরে ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবিতে ট্রফি ধরে আছেন নবাগত খলিল আহমেদ।  মরুভূমির অন্ধকার আকাশকে আলোয় ভরিয়ে দিয়ে ফাটছে একের পর এক আতসবাজি। অবিশ্বাস্য একটা ম্যাচের সাক্ষী থেকে গ্যালারি কোথাও গর্জন করছে, কোথাও স্তব্ধ হয়ে আছে। শেষ ওভারে ভারতের দরকার ছিল ছয় রান। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কেদার যাদব তখন আবার নেমেছেন। সঙ্গী কুলদীপ যাদব। চাই পাঁচ বলে পাঁচ। তিন বলে দুই। এবং এক বলে এক। আবার একটা টাইয়ের সম্ভাবনা তখন সামনে চলে এসেছে। মাহমুদুল্লার করা ওই শেষ বলটা কেদারের প্যাড ছুঁয়ে চলে গেল ফাইন লেগে। সঙ্গে সঙ্গে মরুশহরে এশিয়া সেরার সিংহাসনে অধিষ্ঠিত হল ভারতীয় ক্রিকেট। মরুভূমির বুকে প্রায় নতুন এক আরব্যরজনী লিখে ফেলা এগারো বাঙালি তখন বিধ্বস্ত। কারও মুখের হাসিটা টিভি-তে তখন খুবই করুণ দেখাচ্ছিল। একটা ড্রেসিংরুমে আবেগের বিস্ফোরণ। অন্য ড্রেসিংরুম ডুবে শোকে, অন্ধকারে। ঠিক এখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের একটা স্টেডিয়ামের মতো। যার নাম শারজা ক্রিকেট স্টেডিয়াম। সে তো আজ স

স্কুল চালু থাকলে প্রাথমিক শিক্ষককে ভোটের কাজ নয়

Image
নির্বাচনের কাজ কেন তাঁদের করতে হবে, স্কুলশিক্ষকেরা দীর্ঘদিন ধরে সেই প্রশ্ন তুলে আসছেন। অবশেষে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, স্কুল চলাকালীন প্রাথমিক স্কুলের শিক্ষকদের ভোটের কাজে নিযুক্ত করা যাবে না। এক প্রাথমিক শিক্ষকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। সুতন্ত্র হালদার নামে ওই শিক্ষক দক্ষিণ ২৪ পরগনার একটি প্রাথমিক স্কুলে পড়ান। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম জানান, জাতীয় নির্বাচন কমিশন ২০ অগস্ট বিজ্ঞপ্তি দিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার কাজ চলবে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর কার্যালয় তার ভিত্তিতে সম্প্রতি বিডিও-দের নির্দেশ দেয়, প্রাথমিক স্কুলের শিক্ষকদের ওই কাজে নিযুক্ত করতে হবে। নির্দেশে বলা হয়, কাজের দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকদের ওই কাজ করতে হবে। সেই নির্দেশের ভিত্তিতে বিষ্ণুপুরের বিডিও তাঁর এলাকার প্রাথমিক শিক্ষকদের ভোটের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। বিডিও-র নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ১১ সেপ্টেম্বর মামলা করেন ওই শিক্ষক। আবেদনে বলা হয়, সুপ