চারটি ক্যামেরা, ডিসপ্লের উপরে নচ সহ লঞ্চ হল Redmi Note 6 Pro


ভারতে হট কেকের মতো বিক্রি হয়েছে শাওমির মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 5 Pro। এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার লঞ্চ হল এই ফোনের পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro। হার্ডওয়্যারে কোন পরিবর্তন না এলেও এই ফোনে ডিজাইন ও ক্যামেরায় আমুল পরিবর্তন এসেছে। Redmi Note 6 Pro তে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা।

একই সাথে এই ফোনে ব্যবহার হয়েছে আপডেটেড রিয়ার ক্যামেরা। Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi 6 Pro ফোনের ডিসপ্লের উপরে একই ধরনের নচ দেখা গিয়েছিল। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। শুক্রবার থাইল্যান্ডে Redmi Note 6 Pro লঞ্চ করেছে শাওমি। সেই দেশে ২৭ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে Redmi Note 6 Pro।

Redmi Note 6 Pro স্পেসিফিকেশান
Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। আগেই জানাও হয়েছে Redmi Note 6 Pro ফোনের হার্ডওয়্যারে তেমন পরিবর্তন আসেনি। তাই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও থাকবে Snapdragon 636 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।
Redmi Note 6 Pro ফোনে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের পিছনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

সেলফি তোলার জন্য Redmi Note 6 Pro ফোনের রিয়ার ক্যামেরার মতোই ফোনের সামনেও ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। ফোনের সামনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে খুব সহজে একবার চার্জ করে দুই দিন ব্যবহার করা যাবে এই ফোন।

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর দাম ৬৯৯৯ ভাট। যা প্রায় ১৫,৭০০ টাকার সমান। ২৭ সেপ্টেম্বর অনলাইনে বিক্রি শুরু হবে Redmi Note 6 Pro। আপাতত থাইল্যান্ডে এই ফোন লঞ্চ হলেও ভারতে কবে Redmi Note 6 Pro পৌঁছাবে তা জানায়নি চিনের কোম্পানিটি।