Posts

Showing posts from February 28, 2019

পুলওয়ামায় শহিদ জওয়ান জিৎ রামের স্ত্রীকে ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য অক্ষয়ের

Image
পুলওয়ামা জঙ্গি হামলায় মৃত CRPF জওয়ান জিৎ রাম গুরজারের স্ত্রী সুন্দরী দেবীর হাতে ১৫ লক্ষ টাকা তুলে দিলেন অক্ষয় কুমার।  'ভারত কে বীর' অ্যাপের মাধ্যমে তিনি এই টাকা রাম গুরজারের পরিবারের জন্য পাঠিয়েছেন। ইতিমধ্যেই, টাকা ওই জওয়ানের পরিবারের কাছে পৌঁছেছে বলে CRPF-র এর তরফে জানানো হয়েছে।  জিৎ রাম গুরজারের ভাই বিক্রম সিং এই আর্থিক সাহায্যের জন্য অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। বিক্রম সিং জানিয়েছেন, ''আমরা ভীষণই গরিব। জিৎ-ই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। এই সাহায্যটা আমরা ঠিক তখনই পেয়েছি, যখন আমাদের প্রয়োজন ছিল।'' বিক্রম আরও জানান, ''আমি এই মুহূর্তে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আমাদের থাকার বাড়ি পর্যন্ত নেই। জিতের মৃত্যুর পর আমাদের পরিবার ফের দৈনতার মধ্যে দিন কাটাচ্ছে।'' জানা যাচ্ছে জিৎ রাম গুরজারের দুটি ছোট ছোট মেয়ে রয়েছে। তাঁর বৃদ্ধ বাবা-মা রাধে শ্যাম ও গোপা দেবী দুজনেই জিৎ রাম গুরজারের প্রতিই নির্ভরশীল ছিলেন। শেষ বয়সে পৌঁছে, তাঁরাও তাঁদের ছেলেকে হারিয়ে অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রসঙ্গত এর আগেও পুলওয়ামা জঙ্গি হামলার ঘট

ভারতকে না জানিয়েই সমঝোতা এক্সপ্রেস বাতিল করল পাকিস্তান, সীমান্তে আটক যাত্রীরা

Image
পঞ্জাবের আটারি স্টেশনে আটক যাত্রীরা।  ভারতকে সরকারি ভাবে না জানিয়ে সমঝোতা এক্সপ্রেস বাতিল করে দিল পাকিস্তান। বুধবার রাত ১১টা ১০ মিনিটে পুরনো দিল্লি স্টেশন থেকে ছেড়ে পাকিস্তানের দিকে যাওয়া ট্রেনটি আটকে দেওয়া হয়েছে ভারত-পাক সীমান্ত শহর আটারিতে। ফলে যাত্রীরা স্টেশনেই আটকে পড়েছেন বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদসংস্থা। বুধ এবং রবিবার পুরনো দিল্লি স্টেশন থেকে ছাড়ে সমঝোতা এক্সপ্রেস। গত দশ বছর ধরে চালু এই ট্রেন। গত কাল রাতেও নির্দিষ্ট সূচি মেনে যাত্রীদের নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা দেয় সমঝোতা এক্সপ্রেস। কিন্তু সীমান্তের আটারি স্টেশনে গিয়ে জানা যায় পাকিস্তানে ঢুকতে পারবে না এই ট্রেন। কারণ অনির্দিষ্ট কালের জন্য এই ট্রেন বাতিল করে দিয়েছে পাকিস্তান। সংবাদসংস্থা সূত্রের খবর, বুধবার কিছু না জানালেও বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, 'পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমঝোতা এক্সপ্রেস।'। একই সঙ্গে পাক বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণেই এই ট্রেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সম্পর্কের উন্

যুদ্ধ বিরোধী অবস্থানের জেরেই ট্রোলড নিহত বাঙালি জওয়ানের স্ত্রী

Image
মিতা সাঁতরা। পুলওয়ামায় হামলার পর অসহিষ্ণুতার আবহ দেশজুড়ে। তা থেকে নিষ্কৃতি পেলেন না নিহত জওয়ানের স্ত্রীও। যুদ্ধের বিরোধিতা করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হল তাঁকে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারান হাওড়ার বাউড়িয়ার চককাশী রাজবংশীপাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়লেও, শুরু থেকেই যুদ্ধের বিরোধিতা করে আসছেন তাঁর স্ত্রী মিতা। এমনকি মঙ্গলবার পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে এলেও অবস্থান বদলাননি তিনি। প্রত্যাঘাত কখনও মলম হতে পারে না বলে মন্তব্য করেন। সেই নিয়ে গত কয়েকদিন ধরেই ফেসবুকে ট্রোল করা হচ্ছে তাঁকে। কেউ কেউ তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তো কেউ আবার দেশদ্রোহী বলে আক্রমণ করেছেন। তবে স্বামীর মৃত্যুর পর এখনও দুসপ্তাহও কাটেনি। এই মুহূর্তে এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ মিতা। তাঁর কথায়, ''দীর্ঘদিন হয়ে গেল ফেসবুক খুলি না। তাই কে কী বলল চোখে পড়ে না। তা ছাড়া লোকে কী বলছে, এই মুহূর্তে তা জানার মতো মানসিক অবস্থায় নেই আমি। যদি কেউ সমালোচনা করে থাকেন, সেটা তাঁর রুচির পরিচয়। যুদ্ধ কখনও সমাধান হতে পারে না। এতকিছুর পরও সেট

ভুল তথ্য ছড়িয়েছে পাকিস্তান, বলল ভারতীয় সেনা

Image
সাংবাদিক বৈঠকে স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা। কিছু ক্ষণ আগেই ভারতীয় বায়ুসেনার আটক উইং কম্যান্ডার অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। অভিনন্দনকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ তৈরি করেছিল ভারত।  আন্তর্জাতিক দুনিয়া থেকেও অভিনন্দনকে ছেড়ে দেওয়া নিয়ে চাপ তৈরি করা হয়েছিল ইসলামাবাদের উপর। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, আগামিকালই ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখবেন অভিনন্দন।  এই পরিস্থিতিতে পুলওয়ামা নাশকতা এবং তার পরবর্তী সময়ে ভারত-পাক সীমান্তে উত্তেজনা নিয়ে এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন স্থলবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনার প্রতিনিধিরা। 'পাকিস্তান প্ররোচনা দিলে ফের প্রত্যাঘাত করা হবে' 'পাক হামলায় আমাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি' 'গত ২ দিনে ৩৫ বার সংঘর্ষ বিরতি করেছে পাকিস্তান' ' ভারতে এসে বোমা ফেলেছে পাক যুদ্ধবিমান' 'পাক যুদ্ধবিমানের টার্গেট ছিল ভারতের সেনাঘাঁটি' 'এখনও সংঘর্ষবিরতি করছে পাকিস্তান' 'ভুল এবং মিথ্যা তথ্য  ছড়িয়েছে পাকিস্তান'  'বলা হয়েছিল, তিন বায়ুসেনা পাইলটকে ধরতে পেরেছে পাকিস্তান।

পাকিস্তানে কেউ মারা যায়নি, ভারতেও যাতে কেউ না মরে, সেটাই আমাদের লক্ষ্য:‌ ইমরান খান

Image
বক্তব্য শেষ করে বসে পড়েছিলেন ইমরান খান। তারপর হঠাৎ উঠলেন, বললেন '‌স্পিকার মহাশয়, একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের কাছে এক ভারতীয় বায়ুসেনা কমান্ডার বন্দি আছেন। আমরা ঠিক করেছি, আগামী কাল আমরা তাকে ভারতের হাতে ফিরিয়ে দেবো।'‌ সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ে পাকিস্তানের সংসদ। প্রায় সকলেই বিনাবাক্যে অভিনন্দনকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানান।  এদিন অধিবেশনের শুরুতেই মন্তব্য পেশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগাগোড়া তাঁর ভাষণে ছিল বিনয়ের সুর। কারণ, তিনি বারবার বলছিলেন, তিনি শান্তি চান। ইমরান বললেন '‌পাকিস্তান শান্তির দেশ। তাঁরা কখনই যুদ্ধের পথে যেতে চায় না। বরং চায়, সমস্ত দেশের সঙ্গে সুস্থ সম্পর্ক ফিরে আসুক। ভারতের সঙ্গেও সম্পর্ক খারাপ রাখতে চায় না পাকিস্তান। তাই সব সময়েই শান্তি বজায় রাখতে চায়। কিন্তু ভারত যদি পাকিস্তানের কোনও ক্ষতি করে, তাহলে পাকিস্তানও ভারতকে উত্তর দিতে বাধ্য হবে। তখন আমাদের কোনও কথা বলা যাবে না। ভারত যদি বিমানবাহিনী  না পাঠাতো, আমাদের তরফেও নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও সেনা পাঠানো হত না। কিন্তু পাকিস্তান বাধ্য হয়েই সেদিন বায়ুসেনা পাঠিয়েছিল, কারণ এটা প্রমা

যুদ্ধের আশঙ্কায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে হাই-অ্যালার্টে থাকার নির্দেশ

Image
নয়াদিল্লিঃ  ভারত এবং পাকিস্তানের মধ্যে বযাপক উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধের আশঙ্কায় ভারত এবং পাকিস্তানের চলছে জোর প্রস্তুতি। সীমান্তের দুই পাড়েই যুদ্ধের আশঙ্কায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এয়ার ফোর্স থেকে সেনাবাহিনীকে সব ধরনের পরিস্থিতির জন্যে তৈরি রাখা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিএসএফকেও। বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্তরক্ষী বাহিনী বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তে চরম সতর্কতা জারি করল। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে ওঠা এই চরম টেনশনের সুযোগ নিয়ে যাতে কোনও দুষ্কৃতী বা জঙ্গি এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে ভারতীয় ভূখণ্ডে, তার জন্যই এই ব্যবস্থা। বুধবারই সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তের সীমানা ২,২১৬.৭০ কিলোমিটার। যার মধ্যে আবার অধিকাংশ স্থানই কাঁটাতার বিহীন। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন এলাকার সীমান্ত অঞ্চলেও কড়া প্রহরা বসানো হয়েছে। বিএসএফের এই পদস্থ আধিকারিক জানিয়েছেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছি আমরা। পশ্চিমপ্রান্তের টেনশনের সুযোগ নিয়ে এখান দিয়ে যাতে কোনওভাবেই কোনও দুষ্কৃতীর প্রবেশ

সাত লক্ষ টাকার জাল নোট-সহ এসটিএফের জালে ২

Image
ফের কলকাতা পুলিশের হাতে এল জাল নোট। কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ স্পেশ্যাল টাস্ক ফোর্স তাদের গ্রেপ্তার করে। ধৃতদের একজন মালদার বাসিন্দা, অন্যজনের বাড়ি উত্তরপ্রদেশে। বুধবার সন্ধেবেলা হেয়ার স্ট্রিট থানা এলাকায় নজরদারি চালাচ্ছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তাদের কাছে খবর ছিল ওই এলাকায় জাল নোট পাচারচক্র ক্রমশ জাল বিস্তার করছে। নজরদারির সময়ই দুই ব্যক্তির উপর পুলিশকর্তাদের সন্দেহ হয়। তাদের সঙ্গে ব্যাগও ছিল। সন্দেহের বশেই ওই দুই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। তখনই উদ্ধার হয় ৭ লক্ষ টাকার জাল নোট। প্রতিটি নোট ২ হাজার টাকার। সঙ্গে সঙ্গেই ওই দু'জনকে গ্রেপ্তার করেন এসটিএফের আধিকারিকরা। ধৃতদের নাম রজ্জাক শেখ ও বিকাশ কুমার গৌতম। প্রথমজন মালদহ জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা। দ্বিতীয়জনের বাড়ি উত্তরপ্রদেশের উন্নাওয়ে। পুলিশের অনুমান জাল নোট একজায়গা থেকে অন্য জায়গায় পাচারের কাজ করত তারা। ধৃতদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। কোথা থেকে তারা জাল নোট পেল, কোথায়ই বা সেগুলো পাচার করা হচ্ছিল, তা জানার

উচ্চমাধ্যমিকের নিয়ম বদল, পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য মিলবে অতিরিক্ত সময়

Image
সকাল ৯টা নয়, ৯টা ১৫ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। এমনকী, কেউ যদি ৯টা ১৫-র পরেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুমতিক্রমে পরীক্ষা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম শিথিল করল সংসদ। বস্তুত, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির জন্য অনেক পরীক্ষাকেন্দ্রেই পড়ুয়াদের পনেরো মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিকের বাকি সমস্ত পরীক্ষায় নয়া বিধি বলবৎ থাকবে। ভরা বসন্তের বর্ষার আমেজ। গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টি চলছে কলকাতা-সহ গোটা রাজ্যেই। বিপর্যস্ত জনজীবন, বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও। প্রশ্নফাঁস রুখতে এবছর আবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন কড়া পদক্ষেপ করেছে শিক্ষা সংসদ। জানানো হয়েছিল, পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে পড়ুয়াদের। ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। ব্যাগ-জলের বোতল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এমনকী, মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার রুখতে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে রীতিমতো স্ক্যানারের সাহায্যে পড়ুয়াদের তল্লাশিও করা হচ্ছে। সংসদের কড়াকড়িতে ব্যাগ নিয়ে যেমন বি

ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল যুব সভাপতিকে কুপিয়ে খুন

Image
কল্যাণী: ফের নদিয়ায় খুন শাসকদলের নেতা। এবার চাকদহে। ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।  মৃতের নাম সুধীন সোম। চাকদহ শহরের ১২ নম্বর ওয়ার্ডে শাসকদলের যুব সভাপতি ছিলেন তিনি। থাকতেন বাহান্ন নম্বর রেলগেটের কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সুধীনবাবুকে ডেকে নিয়ে যান কয়েকজন। বাড়ির সামনে রাস্তায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগেই শাসকদলের ওই নেতাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে দুষ্কৃতীরা। শেষপর্যন্ত রক্তাক্ত অবস্থায় সুধীন সোমকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই অবস্থায় রাস্তায়ই পড়েছিলেন শাসকদলের যুব সভাপতি। তাঁকে যখন চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে শাসকদলের নেতা সুধীন সোমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকরা। কিন্তু কেন খুন হতে হল তৃণমূলের যুব সভাপতি সুধীন সোমকে? কারাই বা খুন করল তাঁকে? মুখ খুলতে নারাজ শাসকদলের স্থানীয় নেতারা। প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। চলতি মাসের ৯ তারিখ নদিয়ার মাজদিয়ায় খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ ব

পাইলট প্রজেক্টে প্রশিক্ষণ সেরেছি, এখনও আসল কাজ বাকি, হঙ্কার নরেন্দ্র মোদীর

Image
পাকিস্তানের নাটকের ফাঁদে পা দিচ্ছে ভারত সরকার। আর তা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানের সঙ্গে বৈঠকে নমো স্পষ্ট করেছিলেন, বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। চাপের মুখে আপোষের পথে হাঁটবে না সরকার। ভারতের কূটনৈতিক চাপের মুখে নতিস্বীকার করে বৃহস্পতিবার ইমরান খান ঘোষণা করেছেন, আটক ভারতীয় বিমান চালক অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে শুক্রবার। তারপরও অবস্থানে বদল নেই ভারতের।  নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আপনারা ল্যাবরেটরিতে কাজ করেন। প্রথমে পাইলট প্রজেক্ট করেন। তারপর তা রূপায়ন করা হয়''। এরপরই মোদীর সংযোজন,''পাইলট প্রজেক্ট হয়ে গিয়েছে। এবার বাস্তবে রূপায়ন করতে হবে। প্রথমে প্রশিক্ষণ নিয়েছি''। 'সমঝদার কো ইশারাই কাফি'-এই হিন্দি প্রবাদটি এখানে একেবারে খেটে গিয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জইশের ঘাঁটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সে কথা বলেই মোদী বোঝাতেই চাইলেন, এটা নেহাতই অভ্যাস। এখনও খেলা বাকি।

কালই মুক্তি অভিনন্দনের, ঘোষণা করে ইমরান বললেন, শান্তির বার্তা দিতেই এই পদক্ষেপ

Image
অভিনন্দন বর্তমান। মুক্তি পাচ্ছেন পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বৃহস্পতিবারএ কথা ঘোষণা করেছেন। শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সামরিক সক্ষমতা এবং প্রবল কূটনৈতিক তৎপরতাতেই এটা সম্ভব হল বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা মনে করছেন। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয়েছেন পাকিস্তানের হাতে। পাক বায়ুসেনার বেশ কয়েকটি যুদ্ধবিমান ওই দিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তাদের চ্যালেঞ্জ করতে গিয়েই পাক আকাশসীমায় ঢুকে পড়েন অভিনন্দন। পাক হামলায় তাঁর মিগ-২১ বিমানটি ধ্বংস হয়। তিনি প্যারাশুটে করে বিমান থেকে বেরিয়ে পড়েন। কিন্তু, অভিনন্দনপাক অধিকৃত কাশ্মীরেই নামতে বাধ্য হন এবং পাক বাহিনী তাঁকে আটক করে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির যৌথ অধিবেশনে ইমরান এ দিন ভাষণ দেবেন, তা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু এত বড় ঘোষণা ইমরান করবেন, তা সে ভাবে আঁচ করা যায়নি। শুক্রবারই উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দিচ্ছে— এ কথা ঘোষণ

রোগীকে ‘ভুল’ গ্রুপের রক্ত এসএসকেএমে

Image
রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ এসএসকেএম হাসপাতালে। কিডনির অসুখে আক্রান্ত বালিকার শরীরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। সেই অভিযোগ যাচাই করতে ইতিমধ্যেই তৈরি হয়েছে তদন্ত কমিটি। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ছোট অভিযোগও তদন্ত করে দেখা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছে ১১ বছরের সঙ্গীতা চক্রবর্তী। এসএসকেএম হাসপাতালের শিশুরোগ বিভাগে চিকিৎসা চলছিল তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, রবিবার গভীর রাতে সঙ্গীতার রক্তের নমুনা নিয়ম মাফিক 'টু বি ডিটারমাইন্ড' লিখে ব্লাড ব্যাঙ্কে পাঠিয়েছিলেন বিভাগীয় চিকিৎসক। সেই মতো গ্রুপ নির্ধারণ করে প্রয়োজনীয় রক্ত পাঠানোও হয়। ১৯ তারিখ মঙ্গলবার বিকেলে সেই রক্ত দেওয়া হয় সঙ্গীতাকে। অভিযোগ, রক্ত দেওয়ার পরপরই সঙ্গীতার প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হয়। শুরু হয় কাঁপুনি। হাসপাতাল সূত্রের খবর, তড়িঘড়ি ডায়ালিসিস শুরু করতে হয়। ওই রাতে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভ দেখান পরিজনেরা। এখন মেয়েটি স্থিতিশীল বলে দাবি হাসপাতালের। কী হয়েছিল সে রাতে? নিয়ম অনুযায়ী, রক্তের নমুনার গ্রুপ নির

পুরো দেশ পাইলটের পাশে আছে: নরেন্দ্র মোদী

Image
নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের পাশে আছে গোটা দেশ৷ এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ''দেশের বীর যোদ্ধারা দেশের সীমান্তে ও সীমান্তের ওপারে পরম বিক্রমের পরিচয় দিয়েছে৷ পুরো দেশ একজোট হয়ে এর মোকাবিলা করবে এবং দেশের জওয়ানদের পাশে আছে৷'' এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন মোদী৷ সেখানে তিনি নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন এবং ভারতের জওয়ানদের সাহসের কথা মনে করিয়ে দেন৷ মোদী জানান, শত্রুরা দেশের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে৷ কিন্তি এসব করে দেশের গতি স্তব্ধ করা যাবে না৷ দেশ এগিয়ে যাবে৷ সেনাদের ভূমিকা নিয়ে গর্বিত গোটা দেশ৷ ভারত একজোট হয়ে লড়বে এবং জিতবে৷ গোটা দেশ তা দেখেছে৷ ভারতীয় বায়ুসেনা উইং কমান্ডার পাকিস্তানের হাতে বন্দি৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে৷ যেখানে পরিস্কার বোঝা গিয়েছে পাক সেনা তাঁর সঙ্গে অমানবিক ব্যবহার করেছে৷ ভারত এর কড়া নিন্দা করে৷ জানায়, একজন বায়ুসেনা আধিকারিকের সঙ্গে বায়ুসেনা অফিসারের মতো আচরণ করা উচিত৷   ওয়াকিবহাল মহলের

সম্পূর্ণ নতুন রূপে হাজির জিও টিভি

Image
সম্প্রতি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে জিও টিভি অ্যাপ এ নতুন আপডেট পৌঁছেছে। এই আপডেটে যোগ হয়েছে নতুন ডিজাইন। নতুন ডিজাইন এ চ্যানেল খুঁজে পাওয়া আরও সহজ হবে। এর সাথেই জিও ক্রিকেট এইচডি নামে একটি চ্যানেল যোগ হয়েছে। এই চ্যানেলে ভারতের সব ক্রিকেট ম্যাচ সরাসরি দেখা যাবে। শুধুমাত্র জিও গ্রাহকরা জিও টিভি অ্যাপ এর মাধ্যমে বিনামূল্যে কয়েকশো পেইড ও ফ্রি চ্যানেল দেখতে পান। কোম্পানির প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের স্মার্ট ফোনে বিনামূল্যে সরাসরি টিভি দেখার সুযোগ করে দিয়েছে মুকেশ আম্বানির জিও। অ্যান্ড্রয়েডের নতুন জিও টিভি আপডেটের সাইজ 9.5MB। আইফোনে এই আপডেটের জন্য 36.1MB ডেটা ডাউনলোড করতে হবে। এই আপডেটের পর সরাসরি জিও টিভি থেকে ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি দেখা যাবে। আগে জিও টিভি থেকে ভারতের ক্রিকেট ম্যাচ দেখতে বেশিরভাগ সময় হটস্টার অ্যাপ ইন্সটল থাকা বাধ্যতামূলক ছিল। অস্ট্রেলিয়ার ভারত সফর থেকে আগামী এক বছর ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি দেখাবে জিও। সম্প্রতি স্টার ইন্ডিয়ার সাথে পাঁচ বছরের চুক্তিতে জিও টিভির মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখানোর স্বত্ব কিনে ছিল মুম্বাইয়ের

করাচিতে জারি জরুরি অবস্থা! রাতভর ব্ল্যাক আউটের পর কী পরিস্থিতি পাকিস্তানের বিভিন্ন জায়গায়

Image
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বুধবার রাতেই পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থার মত পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইমরান প্রশাসন। দেখা গিয়েছে বুধবার গোটা রাত সেখানে ব্ল্যাট আউট ছিল। পাশাপাশি হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইমরান খানের দেশের একাধিক জায়গায়। কী পরিস্থিতি পাকিস্তানে? ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এখন পাকিস্তানের কব্জায়। ভারতের দাবি , তাঁকে ফিরিয়ে আনা হোক। গোটা দেশ ফুঁসছে। এদিকে সেনার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী থেকে প্রতিরামন্ত্রী। এদিকে,প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা জারি হয়। বুধবার গোটা রাত করাচি জুড়ে ছিল ব্ল্যাক আউট।     কী জানানো হয়েছে? পাক প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে বেশ কিছু এমন পদক্ষেপ নেওয়া হবে, যা এক্ষুনি লাগু করা প্রয়োজন। এরপরই বিজ্ঞপ্তিতে লেখা থাকে সমস্ত দমকল, পাম্প, ডাম্পার নিয়ে যেন প্রস্তুত থাকে সমস্ত কাউন্সিল। সাইরেন প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। খাইবার পাখতুনখোয়া ঘিরে আতঙ্কিত পাকিস্তান? আচমকাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া তে জারি করা হয় হাই অ্যালার

পাকিস্তানে নিষেধাজ্ঞা! ২য় দিনে বিশ্বব্যাপী চলাচলে বিঘ্ন, বিকল্প পথে চলছে বিমান

Image
বৃহস্পতিবারও বন্ধ পাকিস্তানের আকাশসীমা। ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির জেরে বিশ্বব্যাপী হাজারো বিমান চলাচলে ব্যাঘাত তৈরি হয়েছে।  পরপর দুদিন এই ঘটনায় বিপাকে পড়েছেন হাজার হাজার বিমানযাত্রী। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের অভ্যন্তরীন বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ওপর দিয়ে চলাচলকারী সমস্ত দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। পাকিস্তানে নিষেধাজ্ঞা থাকায় আটকে পড়েছেন, সে দেশে কিংবা সেদেশের ওপর দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী। থাই এয়ারওয়েজ জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে অবনতির কারণে হঠাৎই পাকিস্তানের বিমান পথ বন্ধ। সেইজন্য তাদের ইউরোপের রুটও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে লন্ডন, মিউনিক, প্যারিস, ব্রাসেলস, মিলান, ভিয়েনা, স্টকহোম, জুরিখ, কোপেনহেগেন এবং অসলোর মধ্যে চলাচলকারী সব বিমান বন্ধ থাকবে। বিমান সংস্থা পাকিস্তানের ওপর দিয়ে নয়, এমন বিমানপথের জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে। বেশ কিছু বিমান সংস্থা ইতিমধ্যেই পাকিস্তানকে এড়িয়ে নতুন পথে বিমান চলাচন শুরু করেছে।

ভারতের আক্রমণে ভেঙে পড়া পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ্যে এল

Image
পাকিস্তানের যুদ্ধবিমান F-16 এর ধ্বংসাবশেষ এবার প্রকাশ্যে এল। সংবাদসংস্থা এএনআই বৃহস্পতিবার ট্যুইট করে ওই ধ্বংসাবশেষের ছবি প্রকাশ্যে আনে। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ঘটনায় শহিদ ৪০ জন সিআরপিএফ জওয়ানের জন্য বদলার আগুনে ফুঁসতে থাকে আসমুদ্র-হিমাচল। পুলওয়ামা হামলার দায় নিয়েছিল জইশ-ই-মহম্মদ। ঘটনার ১২ দিন পর জবাব দেয় ভারত। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ঢুকে পড়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি। আর তার পর থেকেই পাকিস্তানের হামলার চেষ্টার গতি বাড়তে শুরু করেছে। বুধবার পাকিস্তানের তিনটি এফ-১৬ যুদ্ধবিমান ঢুকে পড়ে ভারতের আকাশে। সেগুলিকে তাড়িয়ে দেয় ৬টি মিগ-২১। এই প্রক্রিয়ায় পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। বুধবার বিদেশমন্ত্রকের তরফ থেকে সেই দাবি করা হয়েছিল। বৃহস্পতিবার দেখা গেল ভারতের দাবি সঠিক। সংবাদসংস্থার তরফে প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক আধিকারিক রয়েছেন। সংবাদসংস্

নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ কেন্দ্রের

Image
ভারতের প্রত্যাঘাতের পর হামলা চালাতে পারে পাকিস্তান। বুধবার আকাশপথে তারা সেই চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনার তাড়া খেয়ে পালিয়ে যায় তারা। তার মধ্যে ভেঙে পড়ে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান। তার পর থেকেই একের পর এক সতর্কতা জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবার সতর্ক করা হল ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলেও কড়া সতর্কতা জারি করা হয়েছে। এই নির্দেশ আসার পরই উপকূলে নজরদারি বাড়ানো শুরু করেছে ভারতের পশ্চিম উপকূলে। মাছধরার ট্রলারগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। কারণ, ২০০৮ সালে মুম্বই হামলার সময় পাকিস্তানের করাচি থেকে মাছ ধরার ট্রেলারেই ভারতীয় উপকূলে এসেছিল আসমল কাসভ ও তাঁর সঙ্গীসাথীরা। একটি সূত্রের খবর, পাকিস্তানের দিক থেকে সাবমেরিনে আক্রমণ আসতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই কারণে অতিরিক্ত সতর্কতা নিয়ে সবরকমভাবে প্রস্তুত হচ্ছে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। আহত হন অনেকে। ওই ঘটনার পর ক্ষোভে ফুঁসতে থাকে আসমুদ্র-হিমাচল। সক

বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংস! ধন্দে রয়টার্স এবং বহু বিদেশি কাগজ

Image
পাকিস্তানের বালাকোটে মঙ্গলবারের বিমান অভিযানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে অন্তত ৩৫০ জঙ্গি নিহত হওয়ার দাবি পাকিস্তান মানেনি। নামী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও কার্যত সে দাবি স্বীকার করছে না। সংবাদমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদের কালই বালাকোটে নিয়ে যান পাকিস্তানি কর্তৃপক্ষ। ইসলামাবাদ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক দল সাংবাদিককে বুধবার বালাকোটের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। দুই পশ্চিমি নিরাপত্তা বিশেষজ্ঞ 'নিউ ইয়র্ক টাইমস'-এর প্রতিনিধিকে জানিয়েছেন, বালাকোটে যেখানে ভারতীয় বিমান বোমা ফেলেছে, সেখানে সত্যিই জঙ্গি ঘাঁটি ছিল। কিন্তু ২০০৫-এ ভয়ঙ্কর ভূমিকম্পের পরে বিদেশি ত্রাণ সংস্থাগুলি ওই অঞ্চলে যাতায়াত শুরু করে। ধরা পড়ে যাওয়ার ভয়েই জঙ্গিরা বালাকোটের এই এলাকা ছেড়ে অন্য কোথাও সরে যায়। সুতরাং ভারতীয় বোমায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশ কম বলে তাদের ধারণা। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, 'ভারতীয় বিমান বোমা ফেলার পরে সে দেশে উৎসব পালন করা হচ্ছে। কিন্তু এই হামলায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় না। কারণ স্থানীয় গ্রামবাসীরা এই আমাদের এবং অন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছেন, রাতে চ

বায়ুসেনার টার্গেট ছিল পাকিস্তানে জইশ ও লস্করের সদর দফতর! চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে

Image
পুলওয়ামা জঙ্গিহানার জবাব দিতে ভোররাতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। এই সার্জিক্যাল স্ট্রাইকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের তিনটি জঙ্গি-ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। কিন্তু ভারতী বায়ুসেনার প্রকৃত উদ্দেশ্যে কী ছিল এই সার্জিক্যাল স্ট্রাইকে। একদিন পর চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। শুধু জইশের তিনটি জঙ্গি-ঘাঁটি গুঁড়িয়ে দেওয়াই নয়, ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার সদর দফতর। একেবারে শেষ মুহূর্তে ভারত এই পরিকল্পনা থেকে সরে আসে। এই পিছু হটার পিছনে বিশেষ কারণ রয়েছে বলে জানায় বায়ু সেনা। বাহাওয়ালপুরে জইশের সদর দফতরে হানা না দিলেও জইশের সবথেকে বড় ট্রেনিং ক্যাম্প উড়িয়ে কড়া বার্তা দেয় ভারতীয় বায়ুসেনা। মাসুদ আজহারের সদর দফতরের পাশাপাশি বায়ুসেনা টার্গেট করেছিল লস্কর-ই-তৈবার সদর দফতরও। জইশ প্রধান মাসুদ আজহারের পাশাপাশি লস্করের প্রধান হাফিস সইদও ছিল বায়ু সেনার নিশানায়। শেষপর্যন্ত বালাকোট, চাকোটি ও মুজফ্ফরবাদে জইশের তিনটি ঘাঁটি উড়িয়ে দিয়ে মোক্ষম ধাক্কা দেয় মাসুদকে। এই অভিযানে মাসুদ শেষ না হলেও, মাসদের প্রায় পুরো পরিবার নিকেশ হয়ে যায়।

জেনেভা কনভেনশনস বা জেনেভা চুক্তি কি - জেনে নিন যুদ্ধাপরাধের নিয়মকানুন

Image
গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় চর্চার রয়েছে জেনেভা কনভেনশনস। টুইটার ট্রেন্ডের অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে জেনেভা কনভেনশনস বা বাংলায় বললে জেনেভা চুক্তি। এটি মূলত যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি। ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিতে এই চুক্তি সাক্ষরিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলী হয়েছিলেন প্রায় সাড়ে ৮ কোটি মানুষ। এরপরই যুদ্ধাপরাধ বিষয়ে এই আন্তর্জাতিক চুক্তি সাক্ষর করা হয়। শুধু তাই নয়, যুদ্ধবন্দীদের অধিকার নির্ণয় এবং যুদ্ধ ক্ষেত্র ও সংলগ্ন এলাকার অসুস্থ ও অসামরিক ব্যক্তিদের সুরক্ষাও দেয় এই চুক্তি। এখনও অবধি বিশ্বের ১৯৬টি দেশ এই চুক্তি মেনে চলার বিষয়ে স্বাক্ষর করেছে। বস্তুত ১৯৪৯ সালের জেনেভা সম্মেলনের আগেই ১৮৬৪ সাল থেকে এই বিষয়ে ৩ টি সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগের সম্মেলনগুলির চুক্তিগুলিকে সংশোধন করে এবং সেই জেনেভা সম্মেলনের চুক্তি জুড়ে একটি সম্মিলিত রূপ দেওয়া হয়। পরবর্তীকালে আরও ৩টি বাড়তি প্রোটোকল যুক্ত করা হয়েছে। দেখে নেওয়া যাক জেনেভা সম্মেলনের চুক্তিগুলি কী কী - প্রথম জেনেভা সম্মেলন এই চুক্তি এই আহত এবং অশক্ত সৈন্যদের রক্ষা করে। জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম,

তিন সেনা প্রধানকেই পুরো ছাড় দিলেন মোদী, 'মাথা না নুইয়ে ফের যোগ্য জবাব দেবে ভারত'

Image
পুলওয়ামা হামলার পর আহত, মর্মাহত ও ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, সেনার পাশে সারা দেশ রয়েছে। পড়শি দেশ যে ঘটনা ঘটিয়েছে তার যোগ্য জবাব দেওয়া হবে। সেনাকে সমস্ত ছাড় দেওয়া হয়েছে। যারপরই তৈরি হয় পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলার ব্লু প্রিন্ট। এবং শেষ অবধি ১২ দিনের মাথায় পাকিস্তানে ঢুকে হামলা চালিয়ে কয়েকশো জঙ্গিকে নিকেশ করেছে সেনা। এরপরে ঘটনা পরম্পরা অনেকদূর এগিয়েছে। এদিন এক বায়ুসেনা কম্যান্ডারকে হেফাজতে নিয়ে তাঁর ছবি প্রকাশ করেছে পাকিস্তান। যার পরে তাঁকে ছাড়াতে কূটনৈতিক পথে লড়াইয়ে নেমেছে ভারত। এদিন স্থল, বায়ু ও নৌসেনা প্রধানের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা দ্বৈরথ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানা গিয়েছে, ফের একবার পাকিস্তানকে শায়েস্তা করতে তিন সেনাকেই সমস্ত রকমের ছুট দিয়ে দেওয়া হয়েছে। এদিন সারাদিন ধরে তিন সেনা প্রধান ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন ও ইন্টেলিজেন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে মোদী কথা বলেন। স্পষ্ট করে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই মাথা নোয়াবে না ভারত। ফের একবার পাকিস্তা

যুদ্ধ বাঁধলে দেশের অর্থনীতিতে কী প্রভাব?

Image
1/6 সীমান্তে বারুদের গন্ধ। প্রায় যুদ্ধের পরিস্থিতি। সত্যিই যদি দুই পরমাণু শক্তিধর দেশ আবার পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে যায়? কী হবে সাধারণ মানুষের? কী হবে অর্থনীতির? বড়লোক-গরিবের ফারাক কমেছে কিনা, তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু একটা বিষয়ে প্রায় সবাই একমত। নয়ের দশকে আর্থিক সংস্কারের পর দেশে গরিব মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। আর্থিক বৃদ্ধির চাকায় গতি এসেছে। একটা যুদ্ধে কিন্তু নিমেষে তা থমকে যেতে পারে। ইতিহাস, অর্থনীতির যুক্তি অন্তত তাই বলে।      2/6 সরকারের পকেটে টান মোট সম্পদ তো আর বাড়ছে না। তাই যুদ্ধের খরচ যদি বেড়ে যায়, বিনিয়োগের লক্ষ্য যদি হয়ে ওঠে সমরসজ্জা, তাহলে অন্য দিকে টান পড়তে বাধ্য।      3/6 মূল্যবৃদ্ধি যুদ্ধের সময় মূলধন, কাঁচামালের জোগান কমলে উত্‍পাদনও কমে যাবে। কাল কী হবে এই আশঙ্কা আর ফাটকা বাজারে লাভের আশায় যুদ্ধের সময় বিভিন্ন জিনিস মজুতের প্রবণতা বাড়ে। যার নিট ফল, দাম বৃদ্ধি।     4/6 মূল্যবৃদ্ধি ইতিহাস বলছে, অতীতে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় মূল্যবৃদ্ধির হার দ্বিগুণ বেড়ে প্রায় ১০ শতাংশে পৌছে যায়। ১ম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে ভয়াবহ আর্থিক মন্দা তো জায়গা নিয়েছে ইতিহাসের

ইসলামিক দেশগুলির সংগঠনে বিশেষ অতিথি সুষমা, বয়কটের পথে পাকিস্তান

Image
1/5 ইসলামিক সহযোগ সংগঠন বা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনেও কোণঠাসা পাকিস্তান। মুখ বাঁচাতে সম্মেলন বয়কট করতে চলেছে ইসলামাবাদ।        2/5 পাকিস্তানের গোঁসার কারণ, ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।      3/5 আবুধাবিতে ইসলামিক সহযোগ সংগঠন বা ওআইসি-র বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে সুষমা স্বরাজকে। সেখানে থাকবেন বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।        4/5 পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসির জানিয়েছেন,সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সুষমা স্বরাজকে আমন্ত্রণ নিয়ে পাকিস্তানের আপত্তি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সুষমা স্বরাজ থাকলে পাকিস্তানের থাকা সম্ভব নয়।      5/5 বিশ্বের ৫৭টি দেশের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন। তার মধ্যে ৪০টি দেশই মুসলিম প্রধান। ফলে ইসলামিক দেশগুলির সংগঠনেও কোণঠাসা ইসলামবাদ।   

ইমরানের নাটকে মজছেন না মোদী, তিন বাহিনীর প্রধানকে ডেকে স্পষ্ট নির্দেশ

Image
1/5 ভারতের প্রত্যাঘাতের পর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় বায়ুসেনার তত্পরতায় পালিয়ে যায় পাক বিমান। আন্তর্জাতিক মহলের চাপের মুখে নয়াদিল্লির কাছে আলোচনার বার্তা দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সন্ত্রাসের কোনও কথাই তোলেননি। বিশ্বের সামনে আবারও পুরনো নাটক শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদের এমন নাটকের সামনে আর নরম হচ্ছে না নয়াদিল্লি।        2/5 সকাল থেকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সন্ধেয় বসেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে।      3/5 সূত্রের খবর, তিন বাহিনীর প্রধানের সঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন মোদী। সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে দমবে না ভারত। পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়া হবে। ভবিষ্যতের পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাহিনীই।            4/5 ভারতের এয়ার স্ট্রাইকের যন্ত্রণা সহ্য না করতে পেরে সকালেই এদেশে ঢুকে পড়ে পাক বিমান। একটিকে গুলি করে নামানো হয়। বাকিরা ভারতীয় বায়ুসেনার তাড়া খেয়ে তারা পালায়।