Posts

Showing posts from August 16, 2018

বচসার জেরে এক বন্ধুকে কুপিয়ে খুন করল তিন বন্ধু

Image
কোচবিহার: মদের আসরে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করল তার তিন বন্ধু৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের কুচলিবাড়ি থানার ডাকুয়াটারি এলাকায়৷ মৃত ব্যক্তির নাম বিপুল বর্মন (৪৫)৷ ঘটনার পর থেকে বন্ধুরা পলাতক৷ মৃতের পরিবারের অভিযোগ, বুধবার রাতে বিপুল বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর তিন বন্ধু পবিত্র অধিকারি, রঞ্জিত রায় ও সত্য রায়৷ এরপর অনেকটা সময় হয়ে গেলে পবিত্র বাবু বাড়ি ফেরেনি৷ পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে৷ রাত ১১ টা নাগাদ গুরুতর জখম অবস্থায় বিপুল বাবুকে বাড়ির পাশেই দেখতে পান তাঁর পরিবার৷ তাঁকে উদ্ধার করে হাপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিপুলের মুখে, চোখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অনুমান, মদের আসরে কোনও বিষয় নিয়ে বিমল বাবুর সঙ্গে তার বন্ধুদের ঝামেলা বাধে৷ তার জেরেই ওই তিন বন্ধু তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে মারার চেষ্টা করে৷ এই মৃত্যুর ঘটনার কুচলিবাড়ি থানায় ওই তিন বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার৷ অভিযোগের ভিত্তিতে কুচলিবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ বিপুল বর্মনের মা ব্রজবালা বর্মনের অভিযোগ,

যুগের অবসান, চলে গেলেন অটলবিহারী বাজপেয়ী

Image
অটলবিহারী বাজপেয়ী। চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পরে ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অনেক দিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল ছিল। গত কয়েক বছর ধরে ঠিক মতো সচল ছিল না তাঁর স্মৃতিশক্তি। অসামান্য বাগ্মীতার জন্য খ্যাতি ছিল যাঁর, সেই অটলবিহারী বাজপেয়ী গত কয়েক বছর ধরে কথা বলার ক্ষমতাও হারিয়েছিলেন অনেকটাই। কিডনি, মূত্রনালী ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে টানা হাসপাতালেই ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার হাসপাতালেই চিরতরে থেমে গেল তাঁর হৃৎস্পন্দন। শানিত যুক্তি এবং অসামান্য কথনের জন্য দলমত নির্বিশেষে প্রশংসিত ছিলেন অটলবিহারী বাজপেয়ী। কিন্তু ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। সেই থেকেই কথা বলার শক্তিও হারাতে থাকেন বাজপেয়ী। গত তিন দিনে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু আর জীবনে ফেরানো গেল না প্রাক্তন প্রধানমন্ত্রীকে। বুধবার দুপুর থেকেই অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হতে শুরু করে।

স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ? তাহলে অবশ্যেই এটা জেনে রাখুন...

Image
স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে থাকলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ সম্প্রতি এসবিআই এর তরফে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সের নিয়ম জারি করা হয়েছে ৷ এর আগে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ন্যূনতম একটি ব্যালেন্স না রাখলে গ্রাহকদের জরিমানা দিতে হবে ৷ এমনকি ন্যূনতম ব্যালেন্সের জেরে জরিমানা হিসেবে স্টেট ব্যাঙ্ক ৫ কোটি টাকা আয় করেছে ৷ তবে এসবিআই এই বিষয়ে সাফাইয়ে জানিয়েছে যে তারা চার্জ প্রায় ৪০ শতাংশ কমিয়ে ফেলেছে যা বাজারে সবার থেকে কম ৷ তবে গ্রাহকদের মধ্যে এই নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে যে অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখতে হবে ৷ এবং সেটা না রাখলে ব্যাঙ্ক কত টাকা জরিমানা কাটছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে যদি কোনও ব্যাঙ্কে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স ৫০০০ টাকা হয় তাহলে এর অর্থ প্রত্যেকদিন আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা থাকতেই হবে ৷ এবার আপনি অ্যাকাউন্টে কেবল ৫০০০ টাকা রাখবেন নাকি তার থেকে বেশি রাখবেন ৷ আপনি যদি কোনও মাসের ১ তারিখ অ্যাকাউন্টে ৫০০০ টাকা রাখেন ৷ এবং গোটা মাসে কোনও লেনদেন না করেন ৷ তাহলে ধরে নেওয়া হবে যে আপনি ন্যূনতম ব্যালেন্স রেখেছেন ৷ কিন্তু যদি আপন

মেয়াদ উত্তীর্ণ পঞ্চায়েতগুলিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Image
কলকাতা: নবান্ন থেকে মিলল ছাড়পত্র । উন্নয়নের গতি যাতে বজায় থাকে সেই কারণেই মেয়াদ উত্তীর্ণ পঞ্চায়েতগুলিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ আজ থেকেই বেশ কয়েকটি পঞ্চায়েতে বসানো হবে প্রশাসক । সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত প্রশাসক বহাল থাকবে ৷ নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে ৷ গত মাসে ৩ এবং ৪ জুলাই পরপর দু'দিন এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷ শুনানির সময় ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়েন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী এবং কমিশন সচিব ৷ সেই সময় রাজ্যের তরফ থেকেও জানানো হয়, আগামী ৭ অগাস্ট পঞ্চায়েতগুলির মেয়াদ ফুরিয়ে যাবে ৷ এদিকে মামলার জটে নতুন বোর্ড কাজ শুরু করতে পারেনি। এদিকে যারা প্রশাসকের ভূমিকায় রয়েছেন ৷ তারা কি আদৌ থাকবেন ভবিষ্যতেও প্রশাসক ? সেই নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে ৷ তাই নির্দিষ্ট এলাকায় কাজ করা থেকেও বিরত থাকছেন তারা ৷ যার জেরে উন্নয়ন থমকে যাচ্ছে ৷ তৈরি হয়েছে অনিশ্চিয়তা ৷  আপাতত যাতে উন্নয়নেক কাজ থমকে না যায় ৷ সেই কারণে পঞ্চায়েতগুলিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পঞ্চায়েত

গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত বিচারপতি!

Image
সর্ষের মধ্যেই ভূত। তেলেঙ্গানার সূর্যপেট জেলার এক জুনিয়র সিভিল জজের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই বিচারপতিকে।  নির্যাতিতা মহিলার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা বাড়ায় ওই বিচারপতি। পরে তাঁকে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। সত্যনারায়ণ নামের ওই বিচারপতিকে অভিযোগ পাওয়ার ১১ দিন পর গ্রেপ্তার করা হয়। অভিযোগকারী ওই মহিলা একই আদালতে জুনিয়র অ্যাডভোকেট হিসেবে প্র্যাক্টিস করেন।   অভিযোগের ভিত্তিতে সত্যনারায়ণকে চিক্কাডপল্লী থেকে গ্রেপ্তার করার পর জুডিশিয়াল রিমান্ডে পাঠানো হয়। প্রোটোকল মেনে তাকে হায়দরাবাদ হাইকোর্টে পেশ করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা, ধর্ষণ এবং অত্যাচার প্রতিরোধ অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরপ্রদেশের তিন বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব রাজ্য সরকারের

Image
কিছুদিন আগেই পরিবর্তিত হল বিখ্যাত মুঘলসরাই স্টেশনের নাম। তার বর্তমান পরিচয় দীন দয়াল উপাধ্যায় নগর জংশন। এবার পরিবর্তনের পথে উত্তরপ্রদেশের বেশ কিছু বিমানবন্দরের নামও। তালিকায় রয়েছে বরেলি, কানপুর এবং আগ্রা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে এই তিনটি বিমানবন্দরের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, তিনটি বিমানবন্দরই সেনাবাহিনীর অধীনে। বর্তমানে রাজ্য সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে বিভিন্ন স্তরে কথা চালাচ্ছে যাতে রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের অন্তর্গত বিমানযাত্রীরা এই তিন বিমানবন্দরের সুবিধে পান। রাজ্য সিভিল অ্যাভিয়েশন দপ্তরের তরফে বরেলি বিমানবন্দরের নাম পরিবর্তন করে নাথ নগরী রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কানপুর বিমানবন্দরের নাম চাকেরি থেকে পরিবর্তন করে গণেশ শঙ্কর বিদ্যার্থী দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং আগ্রা বিমানবন্দরের নাম দীন দয়াল উপাধ্যায়ের নামে রাখার আবেদন করা হয়েছে।

ক্যারাম বোর্ড নিয়ে বচসা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের !

Image
ব্যারাকপুর:  উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শুটআউট৷ গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু৷ ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি,  জেরায় গুলি চালানোর কথা স্বীকার করেছে ধৃতেরা৷ বুধবার ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা৷ আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে কামারহাটি টুথবাগান এলাকা৷ ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷  কামারহাটি টুথবাগান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে এলাকায়  গুলি চালায় একদল যুবক৷ ওই গুলিই প্রাণ কেড়েছে জইনুল হক নামে এক বৃদ্ধের৷তিনি ক্যারাম বোর্ড ভাড়া দিতেন৷  তাঁর বাড়ির সামনে বসেই চারজন যুবক ক্যারাম খেলছিল৷ ক্যারাম খেলে ফেরার সময় তাদের থেকে ভাড়া চেয়েছিলেন জইনুল৷ এই নিয়ে বচসা শুরু হয়৷ স্থানীয়দের দাবি,  ওই বৃদ্ধকে মারতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ এরপর আচমকাই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় এক যুবক৷ মাটিতে লুটিয়ে পড়েন জইনুল হক৷ রক্তে ভিজে যায় মাটি৷ পরিবারের লোকেদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ এদিকে ততক্ষণে পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় ওই চার যুবক৷ তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎ

পাচার কারীদের হাত থেকে উদ্ধার কোচবিহারের নিখোঁজ তরুণী!

Image
মালবাজার : ওদলাবাড়ি বাজার থেকে কোচবিহারের নিখোঁজ তরুণীকে উদ্ধার করল মালবাজার থানার পুলিশ। বুধবার রাতে বাজারের জুতোর দোকানে সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ওই তরুণী। তাঁর নাম সোমা রায়(২০) (পরিবর্তিত)। রাত বাড়লেও দোকানের সামনে থেকে তাঁকে সরতে দেখা যায়নি। এরমধ্যে  জুতোর দোকানটিও বন্ধ হয়ে গিয়েছে। দোকানের উপরেই ব্যবসায়ী আনন্দ আগরওয়ালের বাড়ি। তিনিই স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই তরুণীকে ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি জানান, ব্যবসায়ী আনন্দ আগরওয়াল নিজে ফোন করে অজ্ঞাত পরিচয় তরুণী সম্পর্কে খবর দেন। রাতেই ঘটনাস্থলে গিয়ে মালবাজার থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। এগারোটা নাগাদ পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরে। দিন দুয়েক আগে বেড়াতে যাওয়ার নাম করে দুই যুবক তাঁকে বাড়ি থেকে ফুঁসলে নিয়ে আসে বলে অভিযোগ। তরুণীর থেকে ঠিকানা নিয়ে বাড়িতে খবর পাঠানো হয়েছে। সেখান থ

বউকে পেটাতে গিয়ে প্রতিবেশিনীকে মার, ব্যক্তিকে গণপিটুনি

Image
মালদা : বউ পেটাতে গিয়ে প্রতিবেশিনীর গায়ে হাত। তার জ্বালা ভালোই মালুম পেয়েছে বছর ২৬-এর গোবিন্দ। পড়শিদের উত্তম-মধ্যমে এখন সে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ছেলের ভুলের মাশুল গুনতে হয়েছে গোবিন্দের বাবা-মাকেও। পড়শিদের রোষের শিকার হয়েছেন তাঁরাও। গতরাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আদিনা গ্রামে। গোবিন্দ সিংহ পেশায় শ্রমিক। আদিনা গ্রামে বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে সে। বছর চারেক আগে তার বিয়ে হয়। স্ত্রী কাকলি গৃহবধূ। গোবিন্দর বাবা রামদয়াল সিং জানান, কাজ সেরে প্রতিদিনের মতোই বাড়ি ফিরেছিল তাঁর ছেলে। রাতে খাওয়ার সময় ঘটে বিপত্তি। খাবার নিয়ে কাকলির সঙ্গে ঝামেলা বাধে গোবিন্দর। কথা কাটাকাটি হতে সে কাকলিকে চড় মারে। মার খেয়ে কাকলি চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়।  তার পিছন পিছন ছোটে গোবিন্দও। চিৎকার শুনে পাড়ার আরেক গৃহবধূ দীপালি সিংহ কাকলিকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি গোবিন্দকে আটকানোর চেষ্টা করেন। তখনই কাকলিকে মারতে গিয়ে গোবিন্দ দীপালিকে মেরে বসে। দীপালি তাঁর বাড়ি গিয়ে সব কথা খুলে বলেন। এরপর তাঁর পরিবারের সদস্যরা গোবিন্দকে বেধড়ক মারধর করে। বাধা দিতে গেলে মারধর করা হয় গোবিন্দর মা-বাবাকেও

আমজনতার জন্য দরজা খুলে দিচ্ছে ইসরো, এ বার ঘুরতেও যাওয়া যাবে

Image
আমজনতার জন্য দরজা হাট করে খুলে দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'র মতোই। চাইলে, এ বার ইসরোয় ঘুরতে যেতে পারবেন। দেখে আসতে পারবেন, কোথায় বানানো হয় রকেট আর স্যাটেলাইট, তা কী ভাবে বানানো হয়। দেখে আসতে পারবেন কোথা থেকে রকেট, স্যাটেলাইটগুলিকে পাঠানো হয় মহাকাশে। ইসরো সূত্রের খবর, গত ১২ অগস্ট ভারতে মহাকাশ গবেষণার জনক প্রয়াত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের ৯৯তম জন্মবার্ষিকীতে দেশের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান কে সিভান তাঁর ঘনিষ্ঠ মহলে এ কথা জানিয়েছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, ইসরো বলতে তো দেশের সাধারণ মানুষ বোঝেন, রকেট আর স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) বানায়। আর রকেটের পিঠে চাপিয়ে উপগ্রহ পাঠায় মহাকাশে। এর বেশি কিছু তাঁরা জানেন কি? রাখেন কি তার খবরাখবর, সাধারণ মানুষের রোজকার জীবনে কাজে লাগার জন্য ইসরো কী করছে? যখন কোনও উপগ্রহ মহাকাশে পাঠানো হয়, তখন তার খবর সংবাদমাধ্যমে ছড়ালে ইসরোর নামটা কানে আসে সাধারণ মানুষের। ইসরোর নামটা হঠাৎ কাউকে বললে তিনি আকাশের দিকে আঙুল উঁচিয়ে বোঝানোর চেষ্টা করেন, ওই মুলুকের ব্যাপারস্যাপার! দোষটা আমজনতার নয়। দায়টা ইসর

ভারত থেকে আমেরিকায় পাচার ৩০০ শিশু!

Image
মুম্বই পুলিশের জালে ধরা পড়ল এক আন্তর্জাতিক শিশু পাচার চক্রের মাথা। অন্তত ৩০০ জন শিশুকে এই চক্রটি ভারত থেকে আমেরিকায় পাচার করেছে। রাজুভাই গামলেওয়ালা নামে ওই ব্যক্তিকে গুজরাতের বাসিন্দা। ২০০৭ সাল থেকে সে এই চক্র চালিয়ে আসছে। প্রতিটি শিশুর জন্য মার্কিন ক্লায়েন্টদের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা করে নেওয়া হত। গত মার্চে প্রথম চক্রটির সন্ধান পেয়েছিল মুম্বই পুলিশ। জানা গিয়েছে গামলেওয়ালা ও তাঁর স্যাঙাতরা কাজ করত মূলতঃ গুজরাতে। ১১ থেকে ১৬ বছররের নাবালক নাবালিকাদেরই পাচার করা হত। সেখানে তারা এমন দরীদ্র পরিবার খুঁজত, যাঁদের পক্ষে সন্তানদের মানুষ করাটা কঠিন। সেইসঙ্গে খোঁজা হত এমন কিছু পরিবারকে যাঁরা তাঁদের শিশুদের পাসপোর্ট ভাড়া দিতে রাজি আছেন। তারপর সেই পাসপোর্টের শিশুর মুখের সঙ্গে মিলিয়ে ওই দরীদ্র পরিবারগুলি থেকে বেছে নেওয়া হত শিশুদের। গ্যাঙটির কিছু বাধাধরা কেরিয়ার ছিল যারা অর্থের বিনিময়ে ওই নকল পাসপোর্ট ব্যবহার করে ওই শিশুদের পৌঁছে দিত আমেরিকায়। তবে তার আগে পাসপোর্টের সঙ্গে শিশুটির আরও মিল আনার জন্য লাগানো হত মেক আপ। কেরিয়াররা শিশুদের ক্লায়েন্টদের হাতে তুলে দিয়ে ফিরে আসত নকল পাসপোর্টগুলি নিয়ে এবং তা ফ

টাকার দামের রেকর্ড পতনে কেন্দ্রকে ট্যুইটে বিঁধলেন মমতা

Image
নয়াদিল্লি: টাকার দামে আবার রেকর্ড পতন ! মঙ্গলবার ১ ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭০.০১ টাকা । বৃহস্পতিবার সেই অঙ্কটাই বেড়ে  দাঁড়িয়েছে ৭০.৩২ টাকায় । টাকার পতন নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, '' টাকার সর্বকালীন পতন হয়েছে ৷ আমরা সেটা সবাই জানি ৷ ফলে তেল আমদানি করতেও দাম বাড়বে ৷ এর জন্য সবজির দামও বাড়বে ৷ নোটবন্দির পর একের পর এক ধাক্কা ৷ এবার ধাক্কা এল টাকাতেও ৷ দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার আরও ক্ষতি হবে ৷ দেশের কৃষকরাও আরও ক্ষতিগ্রস্ত হবেন  ৷ ক্রমশ সময় পেরিয়ে চলেছে ৷ দেওয়াল লিখন পড়া যাচ্ছে  ৷ '' বিশেষজ্ঞরা অবশ্য এর জন্য দায়ী করছেন তুরস্কের মুদ্রা লিরাকেই । তুরস্কের মুদ্রা বাজারের পতনের কারণেই বাড়ছে ডলারের দাম, কিন্তু এর প্রভাব পড়ছে ভারত-সহ বেশ কয়েকটি দেশে । অর্থনীতিবিদদের আশঙ্কা, লিরার এই পতনের ফলে বৈদেশিক মূল্য লেনদেন ব্যহত হবেই, তার সঙ্গে মুদ্রাস্ফীতির কারণে বৃদ্ধি পাবে ব্যক্তিগত ব্যয়ভারও । টাকার পতনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্রুড তেল, সার, ওষুধ ও লোহা আমদানি । ক্রুড তেলের প্রায় ৭০ শতাংশই আমদানি করে থাকে ভারত । পেট্রল ও ডিজেলের মূল্য এমনি

বন্যা বিপর্যস্ত কেরলে চলছে উদ্ধারকাজ, বন্ধ বিদ্যুত সরবরাহ, বাড়ছে রোগের প্রকোপ

Image
রান্নি, অরনমুলা ও অলুভা থেকে প্রায় ২,০০০ জন আটকে পড়া মানুষকে উদ্ধার করছে উদ্ধারকারী দল । বিমানে করে চলছে উদ্ধারকাজ তিরুঅনন্তপুরম: বন্যা বিধ্বস্ত কেরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । অবিরাম বৃষ্টিপাতের ফলে কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় সড়কগুলিও । মুন্নরে একটি বাসে আটকে রয়েছেন ৮২ জন পর্যটক । ১৯২৪ সালের পর এই প্রথম এ'রকম ভয়াবহ বন্যার সম্মুখীন কেরল ।  বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ । আজ সকাল ৯:৩০ পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যেই কোঝিকোড়, এর্নাকুলাম, ত্রিশুর, আলাপ্পুজা ও পাথামিথিট্টা থেকে প্রায় ৯২৬ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা । প্রত্যেককেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। রান্নি, অরনমুলা ও অলুভা থেকে প্রায় ২,০০০ জন আটকে পড়া মানুষকে উদ্ধার করছে উদ্ধারকারী দল । বিমানে করে চলছে উদ্ধারকাজ । রাজ্যের বেশিরভাগ স্থানেই বন্ধ বিদ্যুৎ সরবরাহ । পানীয় জলের অভাবও প্রকট । বাড়ছে জলবাহী রোগের প্রকোপও । কোঝিকোড়ের হাসপাতালেও আটকে রয়েছেন বহু মানুষ । বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে কেন্দ্রও । স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নির্দেশে বিপর্য

উত্তরপ্রদেশের মন্দিরে কুপিয়ে খুন দুই সাধুকে

Image
গোহত্যার প্রতিবাদ করায় মন্দিরের মধ্যেই কুপিয়ে খুন করা হল দুই সাধুকে। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়। ঘটনার প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। একাধিক দোকানে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আউরাইয়ার পুলিশ সুপার রাজেশ কুমার সাক্সেনা জানান, বুধবার গভীর রাতে কুদারকোট এলাকার ভয়ানকনাথ মন্দিরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তিন সাধুকে। প্রত্যেকের শরীরে রয়েছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। তাঁদের বিছানার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে দুই সাধুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তৃতীয় জনের অবস্থা সংকটজনক। মৃতদের নাম লজ্জা রাম (৬৫) ও হলকে রাম (৫৩)। তাঁদের বাড়ি এটা জেলার বাকেওয়ার এলাকায়। উত্তরপ্রদেশ পুলিশের আইজি জানান, ওই এলাকায় প্রায়ই গোহত্যার মতো ঘটনা ঘটে। এসবের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন আক্রান্তরা। ঘটনার নেপথ্যে এটিও একটি কারণ হতে পারে। তবে সমস্ত দিকে খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।  ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত পাকড়াও কর

মহালয়ার পরেই চালু হতে পারে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক

Image
পিতৃপক্ষের অবসানের পরে শুরু হতে পারে 'আকাশপথে' হাঁটাচলা! এ বার দুর্গাপুজোর আগেই দক্ষিণেশ্বর স্কাইওয়াক চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের। কর্তাদের দাবি, ''শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। প্রকৃতি বিরূপ না হলে আগামী এক মাসের মধ্যেই সব কাজ শেষ হবে।'' তার পরেই দেবীপক্ষে ভাল দিন দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই 'আকাশপথ'-এর উদ্বোধন করবেন বলেই প্রশাসন সূত্রের খবর। দক্ষিণেশ্বর রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়ে রানি রাসমণি রোড ধরে মন্দিরের সিংহদুয়ার পর্যন্ত গিয়েছে ৩৭০ মিটার লম্বা এবং ৯.৭ মিটার চওড়া স্কাইওয়াক। বছর তিনেক আগে এই প্রকল্পের কাজ শুরু হলেও বিভিন্ন কারণে তা এখনও শেষ হয়নি। রাজ্য প্রশাসন সূত্রের খবর, প্রথমে রাস্তার দু'ধার থেকে হকার উচ্ছেদ করা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে পাইলিংয়ের কাজ করতে গিয়ে ভারী বর্ষার কবলে পড়ে কাজে বিলম্ব হয়। এর পাশাপাশি পোস্তার উড়ালপুলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দক্ষিণেশ্বরের এই প্রকল্পের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিয়েছে কেএমডিএ। সংস্থার এক কর্তা বলেন, ''কাজের খুঁটিনাটি বিষয়ে নজর রাখা হয়েছে। যাতে কোনও ফাঁক না থাকে

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, ফিদায়েঁ হানায় রক্তাক্ত স্কুল!

Image
সেনাঘাঁটির পর এবার স্কুল৷ ফের রক্তাক্ত আফগানিস্তান৷ কাবুলে ফিদায়েঁ হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে স্কুলের ৪৮ জন, গুরুতর জখম ৬৭৷  মৃতদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী৷ অনুমান, ঘটনার পিছনে আফগান তালিবান জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে৷ জানা গিয়েছে, বুধবার বিকাল চারটা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের দাশত-ই-বরছি এলাকা৷ মাওদ এডুকেশনাল অ্যাকাডেমিতে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি৷ কিছু বুঝে ওঠা আগেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় স্কলের শিক্ষক, কর্মী ও পড়ুয়ারা৷ মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় চারপাশ৷ সূত্রের খবর, তখন আনুমানিক একশোর উপরে পড়ুয়া ওই স্কুলে হাজির ছিল৷ ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা৷ জখমদের উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে৷ উদ্ধার করা হয় মৃতদেহগুলি৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী৷ প্রশাসনিক অধিকারিকদের অনুমান, ঘটনার সঙ্গে যোগ থাকতে পারে আফগান তালিবানের৷ প্রসঙ্গত, মঙ্গলবারই তালিবান হানায় রক্তাক্ত হয় আফগান সেনাঘাঁটি। উত্তর আফগানিস্তান

আধুনিক ট্রেন আনতে চলেছে রেল, কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন কর্মীরা

Image
এবার বিমা পরিষেবা বন্ধ করছে রেল। ডিজিটাল ট্রানজাকশন বাড়াতে ২০১৭ সালে বিমা পরিষেবা চালু করেছিল রেল। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলে দশ লক্ষ, শারীরিক প্রতিবন্ধীদের সাড়ে সাত লক্ষ ও মৃতদেহ বহনের খরচ ১০ হাজার টাকার বিমার ব্যবস্থা চালু করেছিল আইআরসিটিসি। এজন্য যাত্রীকে কোনওরকম খরচ দিতে হত না। এক বছর না হতেই এই ব্যবস্থা বন্ধ করছে রেল। যাত্রীবিমাকে কফিন-বন্দির পাশাপাশি পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে এবার চাকরি যাওয়ার আতঙ্কে ভুগছেন হাজার-হাজার রেলকর্মী। 'ট্রেন-২০' নামে ওয়ার্ল্ড ক্লাস সেমি হাইস্পিড ট্রেন আনতে চলেছে রেল। রাজধানী ও সম্পূর্ণ স্লিপার ক্লাসের এই দূরপাল্লার ট্রেন রূপান্তরিত হবে। ১৬০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। ১৭৬ কিলোমিটার গতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েই লাইনে নামবে এই ট্রেন-২০। অ্যালুমিনিয়ামের হাল্কা বডি, সব চাকার সঙ্গে যুক্ত থাকবে ট্রাকশন মোটর। চালকের স্টার্টে সব চাকাই সক্রিয় হবে এক সঙ্গে। ফলে চালুর সঙ্গে সঙ্গে স্পিড নেবে, ব্রেক চাপলেই দাঁড়াবেও সঙ্গে সঙ্গে। ফলে সিগন্যালের ব্রেকিং দূরত্ব কমবে। ট্রেন কোনওরকম শান্টিং-এর প্রয়োজন হবে না। এর ফলে শান্টিং মাস্টার ও শান্টিং জমাদারর

লাখ টাকা দিলেই চাকরি, পোস্টার ক্ষীরপাই পৌরসভার গেটে

Image
ক্ষীরপাই : লাখ টাকা দিলেই চাকরি। এমনই পোস্টার দেখা গেল ক্ষীরপাই পৌরসভার গেট সহ আশপাশের এলাকায়। গতকাল পৌরসভার পিছনে সবজি বাজারে গিয়ে স্থানীয়রা এই পোস্টার দেখেন। পোস্টারে লেখা ছিল, ক্ষীরপাই পৌরসভা ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ কেন্দ্র। ডোনেশন হিসাবে ১ লাখ টাকা ও ১ ডাম্পার গুটি(পাথর) দিলেই প্রশিক্ষণ পাবেন আবেদনকারীরা। ১ লাখ টাকা দিলে ক্যাজ়ুয়াল ভিত্তিতে চাকরি পাওয়া যাবে।  যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া হয়। পৌরসভার নম্বর ০৩২২৫-২৬০২৩৩ এবং ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যানের নম্বর ৮১১৬৩৩৩৪৫০ দেওয়া হয়। সাতসকালে এই পোস্টার দেখে অবাক হন স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে ওই এলাকায় ভিড় জমতে থাকে। পৌর কর্তৃপক্ষের নজরে এলে পোস্টারগুলি খুলে নেওয়া হয়।  দিনকয়েক আগেই পৌরবোর্ডের মিটিংয়ে অবৈধভাবে ক্যাজ়ুয়াল কর্মী নিয়োগ সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর সুজয় পাত্র। এর কিছুদিন পর এই পোস্টার উদ্ধারের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। তবে বিরোধীদের কেউ একাজ করে থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের বক্তব্য, "এসব চক্রান্ত। দুষ্কৃতীরা একাজ করেছে।" 

এক দল চোরের হাতে খুন স্বর্ণ ব্যবসায়ী

Image
সিউড়ি: চোরেদের বাঁধা দেওয়ায় খুন হতে হল এক স্বর্ণ ব্যবসায়ীকে৷ মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিপদতারণ সিংহ (৫৫)৷ বুধবার ঘটনাটি ঘটেছে লাভপুর থানা এলাকার বিপ্রটিকুরী গ্রামে৷ এলাকাবাসীরা জানিয়েছেন, এদিন সকাল প্রায় ৬টা নাগাদ তাঁরা দেখতে পান ওই ব্যবসায়ীর বাড়ির নীচে আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে৷ সেই সঙ্গে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র৷ তবে এর পরেই হতবাক হয়ে যান প্রতিবেশীরা৷ এলোমেলো ঘরের এক কোণে হাত-পা বাঁধা গলায় গামছা জড়ানো অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছেন বিপদতারণ সিংহ৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে৷ এলাকাবাসীদের অনুমান, মঙ্গলবার রাতে চোরেরা চুরি করতে তাঁর বাড়িতে আসে৷ সেই সময় চোরেদের বাঁধা দিতে গিয়েছিলেন ব্যবসায়ী৷ তার জেরেই খুন হতে হয় তাঁকে ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ লাভপুর থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ উদ্ধারের পর দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়৷ তবে, ব্যবসায়ীর হত্যা ঘিরে উঠছে প্রশ্ন৷ চুরিতে বাঁধা না খুনের পিছনে লুকিয়ে অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ৷

হুমকির জেরে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রীর

Image
বহরমপুর: প্রতিবেশী যুবকের হুমকিতে ভয় পেয়ে আত্মহত্যার পথ বেছে নিল নবম শ্রেণীর ছাত্রী৷ ছাত্রী রিয়া খাতুনকে আত্মহত্যায় বাধ্য করে প্রতিবেশী যুবক মোমিন শেখ বলে অভিযোগ৷ মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবার নগর মুটিয়াপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকলের রমনা এতবার নগর মুটিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিল রিয়া৷ এলাকারই ডোমকল বালিকা বিদ্যাপীঠের নবম শ্রেণীতে পড়ত সে৷ কিন্তু ছাত্পরীর রিবারের অভিযোগ, তাদের মেয়েকে স্কুলে যাওয়ার পথে মোমিন শেখ প্রতিনিয়ত বিরক্ত করত৷ বহুবার এই ঘটনার প্রতিবাদ করে রিয়া৷ কিন্তু তাতে উলটো ফল হয়েছে৷ অভিযুক্ত যুবককে এই কাজে বাধা দিতে গেলে সে ওই ছাত্রীকে ক্রমাগত হুমকি দিতে থাকে৷ অভিযোগ, যুবককে ভালো না বাসলে ওই ছাত্রীকে ধর্ষণ করার পাশাপাশি খুন করারও হুমকি দেয় সে৷ এছাড়াও ছাত্রীর স্কুলে যাওয়ার পথ আটকে অ্যাসিড ছোড়া ও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত৷বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওই ছাত্রী স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়৷ ঠিক সেই সময় অভিযুক্ত যুবক তাকে ফোন করে৷পরিবারের অভিযোগ, ফোনে ওই ছাত্রীকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দেয় অভিযুক্ত ম

বন্যা বিপর্যস্ত কেরল, বাড়ছে মৃতের সংখ্যা

Image
কোচি: ভাসমান কেরলে বাড়ছে মৃতের সংখ্যা৷ এখনও পর্যন্ত বন্যায় ৭৫ জনের মৃত্যু হয়েছে৷ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷ স্বাধীনতার পর সবচেয়ে ভয়ানক বন্যার সম্মুখীন কেরলবাসী৷ গৃহহীন দেড় লাখ মানুষ ত্রাণ শিবিরে ভি়ড়েছেন৷ রাজ্যে এই প্রথম একসঙ্গে ৩৫টি বাঁধের জল ছাড়া হয়েছে৷ মোট ৩৯টি বাঁধের মধ্যে ৩৫টির থেকেই জল ছাড়া হয়েছে৷ তামিলনাড়ুর মুল্লাপেরিয়ার বাঁধ থেকে জল ছাড়ার পর কেরলের বন্যাপরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে৷ বুধবারই জল ছাড়া হয়৷ বন্যার ফলে এই প্রথম চারদিনের জন্য বন্ধ রয়েছে কোচি বিমানবন্দর৷ বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা৷ রানওয়ে পুরোপুরি জলের তলায়৷ ফলে কোনও বিমান ওঠানামা করতে পারছে না৷ বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দর দিয়ে অবতরণ করানো হচ্ছে৷ তবে তা সংখ্যায় বেশ কম৷ রেল লাইনের বস্থাও একইরকম৷কোচি বিমানবন্দর পেরিয়ার নদীর তীরের কাছে অবস্থিত৷ ফলে নদীর জল বিপদসীমার ওপরে দিয়ে বওয়ায়, সেই রেশ এসে পড়েছে বিমানবন্দরেও৷ ইদ্দুকি বাঁধের স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে৷ ফলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ আপাতত বানভাসিদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপ

প্রয়াত টেলি অভিনেত্রী সুচেতা চক্রবর্তী

Image
কলকাতা: চলে গেলে টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সুচেতা চক্রবর্তী৷ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি৷ বুধবার মারা গেলেন বিখ্যাত এই টেলি অভিনেত্রী৷ দীর্ঘদিন ধরে বাংলা ছবি ও সিরিয়ালে অভিনয় করছিলেন সুচেতা দেবী৷ স্টার জলসার জনপ্রিয় 'আচল' সিরিয়ালে অভিনয় করেছিলেন৷ এছাড়াও কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবেও তাঁকে দেখা গিয়েছে৷ টেলি তারকাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘ বছর টলি পাড়ায় টিকে ছিলেন সুন্দরী এই অভিনেত্রী৷ অবশ্য, ক্যানসার ধরা পড়ার পর থেকেই বার বার অসুস্থ হয়েছেন৷ চিকিৎসা প্রক্রিয়া চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন৷ সুচেতা চক্রূবর্তীর প্রয়াণে টলি পাড়ায় শোকের ছায়া৷

বিশেষজ্ঞ চিকিৎসক সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য

Image
কলকাতা : প্রথমে SAT আর তারপর কলকাতা হাইকোর্ট। অবশিষ্ট ১০৫ জন সরকারি চিকিৎসকও যাতে বিশেষজ্ঞ হতে পারেন, তার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে এই দুটি আদালত। অথচ, নির্দেশ পাওয়ার পরেই এখনও ওই চিকিৎসকদের অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।" সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে ? এর জবাবে তাঁর উত্তর, "সম্ভাবনা আছে।" সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "স্বাস্থ্য দপ্তর সুপ্রিম কোর্টে গেলে আমরাও সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত।" এই সংগঠনের তরফে জানানো হয়েছে, SAT-এর নির্দেশ সত্ত্বেও বিশেষজ্ঞ হওয়ার জন্য চিকিৎসকদের অনুমতি দেয়নি স্বাস্থ্য দপ্তর। পরিবর্তে কলকাতা হাইকোর্টে যায়। কিন্তু সেখান থেকেও নির্দেশ দেওয়া হয়, সরকারি চিকিৎসকরা যাতে ।  আর, এই ধরনের পরিস্থিতিতে সোম এবং মঙ্গলবার স্বাস্থ্য ভবনে খোদ স্বাস্থ্

সঙ্কটজনক অটল বিহারী বাজপেয়ী, দেওয়া হল ভেন্টিলেশনে, হাসপাতালে মোদী

Image
সঙ্কটজনক অটল বিহারি বাজপেয়ীর শারীরিক অবস্থা। এইমস-এ ভর্তি প্রাক্তণ প্রধানমন্ত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।তাঁকে দেখতে বুধবার রাতে এইমস-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলেই এইমস-এ গিয়েছিলেন স্মৃতি ইরানি। হাসপাতাল সূত্রে খবর বার্দ্ধক্য জনিত কারণে অটল বিহারীর বাজপেয়ীর অঙ্গ-প্রতঙ্গ ঠিক করে সাড়া দিচ্ছে না।  অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে এদিন অবশ্য কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি হাসপাতালের তরফ থেকে। এদিন প্রথমে বাজপেয়ীকে দেখতে হাসপাতালে আসেন স্মৃতি ইরানি। তার কিছু পরেই আসেন প্রধানমন্ত্রীও। তবে তাঁরা কেউই সাংবাদিকদের মুখোমুখি হননি। কিন্তু তাঁদের আগমনে বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাঁর সমর্থকদের মনে। শোনা যাচ্ছে একটু বেশি রাতের দিকে হাসপাতালে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-ও। গত ১১ জন তারিখে কিডনি, বুক ও মূত্রনালীর সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন  প্রধানমন্ত্রী বাজপেয়ী। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ৯৩ বছর বয়সী এই বিজেপি নেতার ডায়াবেটিসের সমস্যা আছে। একটি কিডনিও নষ্ট হয়ে গিয়েছে। ২০০৯-এ তিনি একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিল

বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ী ভারত অধিনায়ক অজিত ওয়াদেকর প্রয়াত

Image
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অজিত ওয়াদেকর বুধবার রাতে মুম্বইয়ের জসলোক হাসপাতালে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্যানসারে ভুগছিলেন। এদিন ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুম্বই ঘরানার ক্রিকেটার অজিত বরাবরই লড়াকু ছিলেন। তাঁর নেতৃত্বে সত্তরের দশকে অসাধারণ ক্রিকেট খেলে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্মরণীয় সিরিজ জয় ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াদেকরের নেতৃত্বে ভারতের অনবদ্য ক্রিকেট আজও ক্রিকেটপ্রেমী মনে গেঁথে রয়েছে। ১৯৬৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেন তিনি। ১৯৫৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই বম্বেতে (এখন মুম্বই) খেলেন। ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামতেন তিনি। আট বছরে দেশের হয়ে ৩৭টি টেস্ট খেলেন ওয়াদেকর। ১৯৭১ সালে ভারতীয় দলের অধিনায়ক হয়েই তরুণ ভারতীয় দল, যাতে ছিলেন সুনীল গাভাসকর, গুণ্ডাপ্পা বিশ্বনাথ, ফারুক ইঞ্জিনিয়ারের মতো খেলোয়াড় ছিলেন। তার সঙ্গে ছিলেন চার বিশ্বমানের স্পিনার - বিষেণ সিং বেদী, এরাপল্লি প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর ও এস বেঙ্কটরাঘবন। দেশের হয়ে তাঁর নেতৃত্বেই ভারত বিদেশের মাটিতে প্রথম টেস্ট জেতে

বিহারের মাওবাদী নেতা ধৃত আসানসোলে

Image
আসানসোলে ধৃত মাওবাদী নেতা-সহ দুই। বাসস্ট্যান্ডে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক মাওবাদী নেতা-সহ দু'জনকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃত জিতেন্দ্র সিংহ ওরফে টাইগার ও হরেরাম পাসোয়ান বিহারের আওরঙ্গাবাদের বাসিন্দা। পুলিশের দাবি, জিতেন্দ্র আওরঙ্গাবাদে মাওবাদী জোনাল কমিটির সদস্য। তবে অন্য জনের মাওবাদী-যোগ এ পর্যন্ত স্পষ্ট নয়। পশ্চিম বর্ধমানের বরাকর ফাঁড়ির পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ওই দু'জন পুলিশের টহলদার গাড়ি দেখে চম্পট দেওয়ার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় দু'জনকে পুলিশ পাকড়াও করে। কমিশনারেটের কর্তাদের দাবি, টানা জেরায় জিতেন্দ্র তাঁদের কাছে মাওবাদী সংগঠনের সঙ্গে তার যোগাযোগের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে কমিশনারেট জানতে পেরেছে, জিতেন্দ্রের বিরুদ্ধে এ পর্যন্ত বিহার ও ঝাড়খণ্ডের একাধিক থানায় খুন, লুটপাট, রেল লাইন ওড়ানো, বিস্ফোরক তৈরি-সহ নানা অভিযোগে প্রায় ২৫টি মামলা রয়েছে। এমনকি, ২০০৫-এ বিহারের জেহানাবাদ জেল ভেঙে তিনশোরও বেশি মাওবাদী নেতা, কর্মীদের পালানোর ঘ

শহরে বাড়ছে ডায়াবিটিসে আক্রান্ত শিশু

Image
শহর জুড়ে বাড়ছে টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত শিশুর সংখ্যা। অথচ সরকারি স্তরে এখনও নথিভুক্তিকরণের কোনও ব্যবস্থাই নেই। যার জেরে সমস্যায় পড়ছেন ভুক্তভোগীরা। একটি বেসরকারি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯৭ হাজার শিশু ডায়াবিটিসে আক্রান্ত। কলকাতার মোট শিশুর ৫ শতাংশ টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত। কিন্তু সরকারি স্তরে তথ্য সংগ্রহের কোনও ব্যবস্থা না থাকার জেরে বিপদ আরও বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, টাইপ-১ ডায়াবিটিসের জেরে বারবার মূত্রত্যাগ, অতিরিক্ত খিদে, তৃষ্ণা বেড়ে যাওয়ার পাশাপাশি যে কোনও ভাইরাল সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। যার প্রভাব পড়ে পড়াশোনা, খেলাধুলো-সহ নানান কাজে। এমনকি সর্দি-কাশির সমস্যা বাড়ে। ঋতু পরিবর্তনের সময় বাড়তি ভোগান্তির ঝুঁকিও থাকে। বর্ষা কিংবা শীত শুরুর আগে জ্বর, কাশি, গলা ব্যথার মতো সমস্যা হয়। বারবার সর্দি-কাশিতে আক্রান্ত হলে ফুসফুসের ক্রনিক সমস্যা হওয়ার ঝুঁকি তৈরি হয়। টাইপ-১ ডায়াবিটিসের জেরে দেহের প্রতিষেধকগুলি অন্ত্রের স্বাভাবিক ক্রিয়া নষ্ট করে দেয়। পাশাপাশি, রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। যার জেরে নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন ব্যবহার