স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ? তাহলে অবশ্যেই এটা জেনে রাখুন...


স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে থাকলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ সম্প্রতি এসবিআই এর তরফে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্সের নিয়ম জারি করা হয়েছে ৷ এর আগে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ন্যূনতম একটি ব্যালেন্স না রাখলে গ্রাহকদের জরিমানা দিতে হবে ৷ এমনকি ন্যূনতম ব্যালেন্সের জেরে জরিমানা হিসেবে স্টেট ব্যাঙ্ক ৫ কোটি টাকা আয় করেছে ৷ তবে এসবিআই এই বিষয়ে সাফাইয়ে জানিয়েছে যে তারা চার্জ প্রায় ৪০ শতাংশ কমিয়ে ফেলেছে যা বাজারে সবার থেকে কম ৷

তবে গ্রাহকদের মধ্যে এই নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে যে অ্যাকাউন্টে ঠিক কত টাকা রাখতে হবে ৷ এবং সেটা না রাখলে ব্যাঙ্ক কত টাকা জরিমানা কাটছে ৷

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে যদি কোনও ব্যাঙ্কে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স ৫০০০ টাকা হয় তাহলে এর অর্থ প্রত্যেকদিন আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা থাকতেই হবে ৷ এবার আপনি অ্যাকাউন্টে কেবল ৫০০০ টাকা রাখবেন নাকি তার থেকে বেশি রাখবেন ৷

আপনি যদি কোনও মাসের ১ তারিখ অ্যাকাউন্টে ৫০০০ টাকা রাখেন ৷ এবং গোটা মাসে কোনও লেনদেন না করেন ৷ তাহলে ধরে নেওয়া হবে যে আপনি ন্যূনতম ব্যালেন্স রেখেছেন ৷

কিন্তু যদি আপনি ১ তারিখ ৫০০০ টাকা জমা রাখেন এবং ১০ তারিখ ৩০০০ টাকা তুলে নেন ৷ এবং ফের ২০ তারিখ ১০০০০ টাকা রাখেন তাহলে কী হবে দেখে নিন

হিসেব অনুযায়ী, ১ থেকে ১০ তারিখ অর্থাৎ ৯ দিন আপনার ব্যালেন্স ছিল ৫০০০x৯=৪৫০০০ টাকা ৷ ১০ থেকে ২০ তারিখ, ১০ দিন আফনার ব্যালেন্স ছিল ২০০০x১০ =২০০০০, ২০ থেকে ৩১ তারিখ ১১ দিন আপনার ব্যালেন্স ছিল ১২০০০x১১=১৩২০০০ ৷ তাহলে এবার ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত আপনার মোট ব্যালেন্স ১,৯৭,০০০ টাকা ৷ তাহলে একদিনের ব্যালেন্স হল ৬৩৫৪ ৷

আথার্ৎ আপনি যতই লেনদেন করুন মাসের শেষে হিসেব অনুযায়ী আপনি ন্যূনতম ব্যালেন্স রাখতে সফল হয়েছেন ৷ ফলে আপনাকে কোনও জরিমান দিতে হবে না ৷