Posts

Showing posts from February 24, 2019

সারদার চ্যানেলকে সরকারি তহবিল থেকে কেন কোটি কোটি টাকা, সুপ্রিম কোর্টে প্রশ্ন সিবিআইয়ের

Image
সিবিআইয়ের অভিযোগ, চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত এড়াতেই মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কেনা হয়েছিল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি মাসে ২৭ লাখ টাকা করে ২৩ মাস টাকা দেওয়া হয়েছিল সারদা কর্তার মালিকানাধীন তারা টিভিকে। সব মিলিয়ে প্রায় ৬ কোটি ২১ লাখ টাকা। সেই টাকা নিয়ে এ বার শীর্ষ আদালতে প্রশ্ন তুলল সিবিআই। সিবিআই আধিকারিকরা দাবি করেছেন, তাঁদের তদন্তে উঠে এসেছে— সারদা কর্তা গ্রেফতার হওয়ার পর, ২০১৩ সালের মে মাস থেকে ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত ২৩ মাস ধরে সারদা গোষ্ঠীর মালিকানাধীন তারা টিভির কর্মীদের বেতন বাবদ এই টাকা খরচ করা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। সুপ্রিম কোর্টে ১৮ ফেব্রয়ারি দাখিল করা একটি অতিরিক্ত হলফনামায় সারদা-সহ অন্যান্য চিটফান্ডের তদন্তের দায়িত্বে থাকা সিবিআইয়ের ইও-৪-এর শাখা প্রধান পি সি কল্যাণ অভিযোগ করেন, ওই লেনদেনের মধ্যেও লুকিয়ে আছে চিট ফান্ডের সঙ্গে রাজ্যের প্রভাবশালীদের যোগ সূত্র। তিনি তাঁর পেশ করা হলফনামায় জানিয়েছেন, ওই আর্থিক লেনদেনের তথ্য উঠে আসার পরই রাজ্যের মুখ্যসচিবের কাছে ১৬ অক্টোবর ২০১৮ সালে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়, কার নির্দেশে এবং কী ভাবে ওই টাকা দেওয়ার সিদ্ধ

কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত কাশ্মীর পুলিশের ডিএসপি, মৃত তিন জঙ্গি

Image
নিহত পুলিশ অফিসার আমন কুমার। কুলগামে জঙ্গিদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে মারা গেলেন জম্মু ও কাশ্মীর পুলিশেরএকজন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (ডিএসপি) পদমর্যাদার এক অফিসার। গুরুতর আহত হয়েছেন ভারতীয় সেনার এক মেজর এবং এক সেনা জওয়ানও। ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এই যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে তিন জঙ্গিকেও। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর ছিল, শ্রীনগর থেকে ৬৮ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার তুরিগামে ঘাঁটি গেড়েছে সশস্ত্র জঙ্গিদের একটি দল। এর পরই পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি করে এগোতে শুরু করে ভারতীয় বাহিনী। তখনই ভারতীয় বাহিনীর দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা প্রত্যাঘাত করেন ভারতীয় জওয়ানেরাও। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে তিন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ভারতীয় বাহিনীর সামনে থেকে এই এনকাউন্টারে নেতৃত্ব দিচ্ছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি আমন কুমার। ২০১১ ব্যাচের এই আইপিএস অফিসারের বাড়ি জম্মুর ডোডা জেলায়।জঙ্গি কবলিত দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় ডিএসপি(অপারেশন) পদে গত দু'বছর ধরেই কর্মরত ছিলেন

চট্টগ্রামে ছিনতাই বিমানের যাত্রীরা মুক্ত, গ্রেফতার সশস্ত্র যুবক

Image
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর বিমানটি ছিনতাইয়ের কবলে পড়ে বলে সন্দেহ।  বিমান বাংলাদেশের দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা করল এক সশস্ত্র যুবক। রবিবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৩টে ২০ মিনিটে ওঠে বিমান বাংলাদেশের বিজি ১৪৭ বিমানটি। সূত্রের খবর, বিমান মাঝ আকাশে, এমন অবস্থায় আচমকা এক যুবক পাইলটের কেবিনে ঢুকে পড়ে। কেউ কিছু বোঝার আগেই সে পাইলটের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। বিমানে তখন ১৪২ জন যাত্রী এবং দুই পাইলট সহ ৭ জন বিমান কর্মী। বিমানে থাকা যাত্রীরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাইলট মাথা ঠাণ্ডা রেখে ওই সশস্ত্র যুবকের সঙ্গে কথা বলতে শুরু করেন। ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার দাবি জানান। পাইলট তাঁকে আশ্বস্ত করেন এবং নির্ধারিত সূচি অনুসারেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান অবতরণ করান। কিন্তু তার মধ্যেই তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে রাখেন। ফলে বিমান নামার সঙ্গে সঙ্গে ছিনতাই হওয়া বিমান ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ডাকা হয় বাংলাদেশের নৌ কম্যান্ডোদের বিশেষ বাহিনীকে। স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিন

কাশ্মীর জুড়ে জোর তল্লাশি-ধরপাকড়, আটক ১৫০

Image
শ্রীনগর: পুলওয়ামা হামলার রেশ কাটেনি৷ তার মধ্যেই কাশ্মীর জুড়ে নয়া উত্তেজনা৷ গোটা কাশ্মীর জুড়ে ধরপাকড় ও তল্লাশি শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ৷ মূলত বিচ্ছিন্নতাবাদী নেতা ও বিভিন্ন সন্দেহের তালিকায় থাকা সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করা হচ্ছে৷ গত দুদিনে এই আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০৷ আটকদের মধ্যে জামাত ই ইসলামি জম্মু কাশ্মীরের সদস্যই বেশি৷ এই গোষ্ঠীর প্রধান আবদুল হামিদ ফওয়াজকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷   এদিকে গোটা কাশ্মীর এখন থমথমে৷ রবিবার শ্রীনগরের ৫টি থানা এলাকা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ নৌহাট্টা, খানওয়ার, রাইনাওয়ারি, এমআর গঞ্জ ও সাফাকদাল থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷ বেশ কিছু এলাকায় টহল দিচ্ছে সেনা৷ এদিকে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে কার্যত শুনশান কাশ্মীরের ব্যস্ত এলাকাগুলি৷ দোকান পাট, পেট্রেল পাম্প ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে৷ পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তার মোড়গুলিতে৷ পুলিশ সূত্রে খবর, কিছু প্রাইভেট গাড়ি ছাড়া রাস্তায় নামেনি বাস বা অন্যান্য পরিবহণ৷ এদিকে, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতার বাড়ির ওপর নজর রেখেছে পুলিশ৷ চলছে তল্লাশ

ভিনধর্মে সম্পর্কে আপত্তি পরিবারের, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল

Image
কাটোয়া: ভিন্নধর্মের নাবালিকার সঙ্গে প্রেম। প্রথম থেকেই সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবারই। অভিযোগ, এর জেরেই মর্মান্তিক পরিনতি হল ওই যুগলের। শনিবার রাতে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে তাঁদের দ্বিখণ্ডিত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের আউশগ্রামে। বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা সোমনাথ বাগদি (১৮)। স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এলাকারই বাসিন্দা রেশমা খাতুনের( ১৬)। এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, তারা ভিনধর্মী হওয়ায় প্রথম থেকেই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। এরপর কয়েকমাস আগে কর্মসূত্রে চেন্নাই চলে যান সোমনাথ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কর্মসূত্রে চেন্নাইতেই থাকতেন তার পরিবার। সোমনাথ গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরেও স্বাভাবিক ছন্দেই চলছিল তাদের সম্পর্ক। এরপর গত বুধবার গ্রামে ফেরেন সোমনাথ। পরে শুক্রবার বিকেল থেকে খোঁজ মিলছিল না রেশমা ও সোমনাথের। এরপরই বিষয়টি অনুমান করে আউশগ্রাম থানায় নাবালিকার নিখোঁজ হওয়ার বিষয়টি জানায় পরিবার। তদন্তে নেমে শুক্রবার রাতেই সোমনাথের কাকার বাড়িতে হানা দেয় পুলিশ। সূত্রের খবর, পু

অ্যাপোলোর নার্সের রহস্য মৃত্যু! ময়নাতদন্তে বিষ প্রয়োগের হদিশ

Image
রহস্য মৃত্যু অ্যাপোলো হাসপাতালের নার্সের। বাগুইআটির নারায়ণপুরের নার্সিং হস্টেল থেকে উদ্ধার দেহ। মৃত বছর ২৫-এর সানিশা মল কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে।  ময়নাতদন্তের পর অনুমান, অজানা বিষাক্ত ইনজেকশনের জেরেই মৃত্যু হয়েছে ওই নার্সের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নারায়ণপুরে অ্যাপোলো হাসপাতালের কমপ্লেক্স রয়েছে। সেখানে রয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী। সেখানকার প্রথমতলে থাকতেন ওই নার্স। সঙ্গে থাকতেন আরও চারজন।  দাবি করা হচ্ছে, মৃত্যুর সময় বাকি চারজনের কেউই ছিলেন না। সূত্রের খবর অনুযায়ী, লেপ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় সানিশা মলকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় চিনার পার্কের বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা ওই নার্সকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজি কর হাসপাতালে।  সূত্রের খবর অনুযায়ী, ময়নাতদন্তকারী চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, অজানা বিষ ইনজেকশনের হদিশ পাওয়া গিয়েছে নার্স সানিশা মলের দেহে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। নার্স নিজেই সেই ইনজেকশন নিয়েছিলেন, নাকি ঘুমের মধ্যে কেউ তাকে দিয়েছিল তা খ

সিনেমা চাইলে মেয়েকে যৌন সুবিধে দিতেই হবে! শুনতে হয়েছিল অভিনেত্রীর মাকে

Image
কানি কুসরুতি। অভিনয় করতে গেলে শুধু অভিনয় করতে জানলেই হবে না। পারতে হবে আরও অনেক কিছু। না! এই পারার তালিকায় গান জানা বা নাচ শেখা নেই। রয়েছে পরিচালককে খুশি করতে জানার বিশেষ গুণ। এমনটাই মনে করেন মালয়ালম অভিনেত্রী কানি কুসরুতি।পরিচালক তাঁর কাছে যৌন সুবিধে চেয়েছিলেন। সে কারণেই অভিনয় থেকে নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে কানি জানিয়েছেন, প্রথমে তাঁর কাছে যৌন সুবিধের দাবি করেছিলেন পরিচালক। তিনি রাজি না হওয়ায়, তাঁর মাকে বলা হয়, মেয়েকে রাজি করান। ''বেশ কিছু পরিচালক আমার মাকে বলেছিলেন সিনেমা পেতে গেলে ওকে তো এই সব অ্যাডজাস্টমেন্ট করতেই হবে'' শেয়ার করেছেন কানি। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্রস্তাব অনেকেই পান বলেও দাবি করেছেন তিনি। কানির কথায়, ''আমি শিল্পী হতে চেয়েছিলাম। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু যখন কাজ করতে এলাম, তখন দেখলাম এ ধরনের অ্যাডজাস্টমেন্ট আমার পক্ষে সম্ভব নয়। মহিলা শিল্পীদের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞাও জোর করে চাপিয়ে দেওয়া হয়। ফলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।'' ২০০৯-এ 'কেরাল

এসএসকেএমে ভর্তি হতে গিয়ে ২ লাখ খোয়ালেন রিজেন্ট পার্কের বৃদ্ধ দম্পতি

Image
রিজেন্ট পার্কের দম্পতির আস্থা অর্জন করতে একাধিক সচিবের জাল চিঠিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।  এসএসকেএম-এ ভর্তি হতে গিয়ে প্রায় দু'লাখ টাকা খোয়ালেন দক্ষিণ কলকাতার এক বৃদ্ধ দম্পতি। এক ব্যক্তি ওই দম্পতির আস্থা অর্জন করতে হাসপাতালের ডিরেক্টর থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের একাধিক সচিবের জাল চিঠিও ওই দম্পতিকে দিয়েছে বলে অভিযোগ। সেই সমস্ত জাল নথি দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। তাঁদের সন্দেহ এর পিছনে রয়েছে বড়সড় কোনও প্রতারণা চক্র। অভিযোগ, প্রতারক দক্ষিণ কলকাতার এক বিজেপি নেতা। দক্ষিণ কলকাতার রিজেন্ট এস্টেটের বাসিন্দা ৭০ বছরের রঞ্জন বসু। রাজ্য বিদ্যুৎ পর্ষদের ভিজিল্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত ওই আধিকারিক ভাঙা পা নিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। তাঁর স্ত্রী সবিতা বসু বলেন,''প্রায় আড়াই মাস আগে তাঁর স্বামীর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। তাঁদের সে ভাবে লোকবল না থাকায় তাঁরা মুখ্যমন্ত্রীর অফিসে যান তদ্বির করতে যাতে সরকারি হাসপাতালে ভিড় এড়িয়ে ভর্তি হওয়া যায়।" মুখ্যমন্ত্রীর অফিস থেকে পাওয়া সুপারিশের চিঠি নিয়ে তাঁরা যান নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। সেখানে তাঁর চিকিৎসা শ

বন্ধ ইন্টারনেট, এলাকায় চলছে সেনাদের ফ্ল্যাগ মার্চ, কার্ফু জারি অরুণাচলে

Image
অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল অরুণাচলের ইটানগরে। শুক্রবার পুলিসের গুলিতে এক নাগরিকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে অরুণাচলপ্রদেশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তা বন্ধ করে রাখা হবে। কার্ফু জারি করা হয়েছে ইটানগরে। শুক্রবার ইটানগরের সচিবালয়ে জোর করে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিস গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর। সেই গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। এরপরই আরও বিগড়ে যায় পরিস্থিতি। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিস কর্মীও আহত হয়েছেন। সারারাত ধরে পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এরপরেই ইটানগর জেলা প্রশাসন শুক্রবার থেকেই নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করে। এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি ছিল, অন্য রাজ্যের বাসিন্দাদের অরুণাচলে স্থায়ী বসবাসের বৈধ শংসাপত্র দেওয়া হোক। সেই দাবি নিয়েই বিক্ষোভকারীরা হাজির হয়েছিল সরকারের নেতৃত্বাধীন প্যানেলের কাছে। কিন্তু জানা গিয়েছে, নামসাই এবং ছাঙ্গলাং জেলার ৬ সম্প্রদায়, যাঁরা অরুণাচলের নয় তাঁদেরকে একমাত্র এ রাজ্যে মর্যাদা দিয়েছে সরকার

সরকারি বাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক

Image
বহরমপুর: সরকারি বাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ডিলারকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার করালীতলা এলাকায়৷ ধৃতর কাছ থেকে ২০টি অস্ত্র তৈরির সরঞ্জাম এবং চারটি সেভেন এম এম পিস্তল, ১০ রাউন্ড পয়েন্ট ৩৮ কার্তুজ ও আটটি ম্যাগাজিন উদ্ধার হয়৷ মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার পুলিশ ও মুর্শিদাবাদ জেলা স্পেশাল পুলিশ যৌথভাবে অভিযান চালায় বড়ঞাঁ থানার করালীতলা এলাকায়৷ সেখানেই একটি সরকারি বাস এক ব্যক্তি সহ ২০টি অস্ত্র তৈরির সরঞ্জাম এবং চারটি সেভেন এম এম পিস্তল, ১০ রাউন্ড পয়েন্ট ৩৮ কার্তুজ ও আটটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হুমায়ুন শেখ৷ মালদহের কালিয়াচকের বাসিন্দা সে৷ তার কাছ থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র৷ প্রথমে বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্রগুলি হাওড়াতে আনা হচ্ছিল৷ পরে সেখান থেকে হুমায়ুন শেখ সেগুলি সংগ্রহ করে কলকাতা থেকে সরকারি বাসে করে মালদহ কালিয়াচক নিয়ে যাচ্ছিল। ধৃত ব্যক্তিকে রবিবার আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশি হেফাজত পেলে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হব

সাইবার যুদ্ধে নেমে একাধিক পাকিস্তানের ওয়েবসাইটের দখল নিল ভারতীয় হ্যাকাররা

Image
পুলওয়ামা আক্রমণের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে। সব স্তরেই শুরু হয়েছে বিচ্ছেদ। প্রভার পড়েছে খেলার মাঠেও। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ভারত-পাক সম্পর্কের অবনতি প্রসঙ্গে চিন্তা প্রকাশ করেছেন। এবার সাইবার দুনিয়ায় পুলওয়ামা আক্রমণের আঁচ পরতে শুরু করল। পাকিস্তানের বিরুদ্ধে এখনও ভারত সমকার যুদ্ধ ঘোষণা না করলেও সাইবার দুনিয়ায় শুরু হয়েছে যুদ্ধ। 'টিম আই ক্রিউ' নামে এক দল ভারতীয় হ্যাকার ইতিমধ্যেই একের পর এক পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করতে শুরু করেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই তালিকা প্রকাশ হয়েছে। হ্যাকাররা জানিয়েছেন এটাই আজ পর্যন্ত ভারতের তরফ থেকে পাকিস্তানের উপর হওয়া সব থেকে বড় সাইবার অ্যাটাক। হ্যাকিং এর পরে একাধিক পাক ওয়েবসাইটে "আমরা ১৪/০২/২০১৯ দিন্টা কোনও দিন ভুলব না" বার্তা রেখে দিয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি একটি গাড়িতে থাকা বিস্ফোরক ফেটে ৪০ জন আধাসেনা মৃত্যু হয়েছিল। এর পরেই গোটা দেশে পাকিস্তান বিরোধী ঝড় উঠতে শুরু হরে। শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেশের সব স্তরের মানুষ। পাক জঙ্গি সংস্থা জৈশ-ই-মহম্মদ এই ধটনার দায় স্বীকার করেছে। পাকিস্তা

মানবিক পুলিস, আহতকে কাঁধে চাপিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছে দিলেন এক পুলিসকর্মী

Image
ট্রেন থেকে ছিটকে পড়ে কাতরাচ্ছিলেন তিনি। দুই স্টেশনের মাঝামাঝি নির্জন জায়গায় দুর্ঘটনাটি ঘটে। ফলে সেই আহত ব্যক্তিকে প্রথমে কেউ দেখতেই পাননি। শেষমেশ খবর পৌঁছয় থানায়। ছুটে আসেন পুলিসকর্মীরা। তখনও রেললাইনের ধারে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন সেই আহত ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালের নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে শুরু করেন পুলিসকর্মীরা। কিন্তু সেই জায়গায় অ্যাম্বুল্যান্স আসার কোনও উপায় ছিল না। ফলে বাধ্য হয়েই আহতকে কাঁধে তুলে হাসপাতালের উদ্দেশ্যে ছুট লাগান এক পুলিসকর্মী। মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদের ঘটনা। প্রায় দেড় কিমি রাস্তা রেললাইন ধরে ছুট লাগালেন পুলিসকর্মী পুনম বিল্লোরি। কাঁধে আহত ব্যক্তিকে নিয়ে সেই পুলিসকর্মীর ছুটে যাওয়ার ভিডিও ভাইরাল হল। কুর্ণিশ জানালেন দেশবাসী। প্রথমে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন পুলিসকর্মীরা। কিন্তু সেই জায়গায় কোনওভাবেই অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারছিল না। ফলে আর কোনও উপায় না পেয়ে আহত ব্যক্তিকে কাঁধে চাপিয়ে লাইন ধরে ছুটতে থাকেন পুনম। পরে তিনি বলেন, ''নিকটবর্তী রেলওয়ে গেট প্রায় দুই কিমি দূরে ছিল। অ্যাম্বুল্যান্স পৌঁছনোর রাস্তা ছিল না। আমরা গিয়ে দেখ

বিস্ফোরণ কেড়েছে বাবা-স্বামী-ভাইকে, গ্রামজুড়ে শুধুই শ্মশানের নিস্তব্ধতা

Image
1/6 প্রতিদিন সকালে গ্রামবাসীর ঘুম ভাঙত মসজিদের আজানে। কিন্তু এদিন সকালে এনায়েতপুরের মোমিনপাড়া গ্রামের  মসজিদের আজানের সুরটা ছিল খুব করুন।  উত্তরপ্রদেশের ভাদোহিতে কার্পেট কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন এই গ্রামের ৮ শ্রমিক। সেই খবর গ্রামে পৌঁছনোর পরই গ্রামজুড়ে শ্মশানের নিস্তব্ধতা।     2/6 গ্রামের কারও বাড়িতে আজ হাঁড়ি চড়েনি।  গ্রামজুড়ে শুধুই কান্নার রোল। বুকফাটা হাহাকার। কাঁদছে সারা গ্রাম। কোনও পরিবারে বাবা, কোনও পরিবারে স্বামী, কোনও পরিবারে  দাদা বা ভাই, বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন বাড়ির মানুষগুলো।     3/6 কারোও মেয়ের বয়স ৪ মাস। সেই দুধের শিশুকে কোলে নিয়ে অঝোরে কেঁদে চলেছে যুবতী মা। ৪ মাসের একরত্তি মেয়ে জানেও না কী ঘটে গিয়েছে! অবাক চোখে দেখছে, মা তাকে কোলে নিয়ে কেঁদেই চলেছে... কোনও পরিবারের ৩ ভাই-ই কার্পেট বোনার কাজে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। বাড়ির পুরুষদের হারিয়ে আজ প্রতিটি পরিবারে শুধুই অসীম শূন্যতা।     4/6 স্থানীয় বাসিন্দা বলছেন, প্রজন্ম ধরে কার্পেট বোনার কাজ করে আসছেন গ্রামের পুরুষরা। আগে বাইরে থেকে কাঁচামাল এনে এখানেই কার্পেট (স্থানীয় ভাষায় গালিচা) ব

কৃষকদের জন্য ৭৫,০০০ কোটি টাকার প্রকল্প, আজই চালু করছেন মোদী

Image
লোকসভা নির্বাচনের আগে আজ বড়সড় প্রকল্পের সূচনা করছেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আজ ৭৫,০০০ কোটি টাকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করছেন মোদী। এবার অন্তর্বর্তিকালীন বাজেটে ওই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পীয়ূষ গোয়েল। সরকারের দাবি এতে উপকৃত হবেন দেশের ১২ কোটি কৃষক। প্রকল্পের আওতায় ২ একর পর্যন্ত কৃষি জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা অনুদান পাবেন। এই টাকা দেওয়া হবে ৩ বারে। প্রতিবার মিলবে ২ হাজার টাকা। ওই টাকা সরাসরি চলে যাবে চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সরকারের বক্তব্য, দেশের ছোট ও মাঝারি কৃষকদের ওই টাকা দেওয়া হচ্ছে যাতে তাঁরা ওই টাকা খরচ করে ঠিকমতে ফসলের পরিচর্যা করতে পারেন। পাশাপাশি চাষের জন্য ঋণ করার প্রবণতা অনেকটাই কমবে। শনিবার এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন। লিখেছেন, আগামিকাল ঐতিহাসিক দিন। গোরক্ষপুর থেকেই সূচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প। দেশের কোটি কোটি কৃষকদের উজ্জ্বীবিত করবে এই প্রকল্প। গত ১ ফেব্রুয়ারি এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এত অল্প সময়ের মধ্যেই তা চালু করা হচ্ছে। এভাবেই কাজ করবে নতুন ভারত। এদিকে, এই

মিলল হ্যান্ড গ্রেনেডের টুকরো! ভাদোহির কার্পেট কারখানায় বিস্ফোরণের তদন্তে এনআইএ

Image
উত্তরপ্রদেশের ভাদোহির কার্পেট কারখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। কার্পেট কারখানায় এই জোরালো বিস্ফোরণ ভাবাচ্ছে তদন্তকারী টিমকে। কী কারণে বিস্ফোরণ? এর পিছনে কি কোনও বড়সড় চক্র রয়েছে? কোনও নাশকতার ছক রয়েছে? তদন্তে নেমে কোনও সম্ভাবনা-ই উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরণের তীব্রতায় ওই এলাকায় ভেঙে পড়েছে তিন-তিনটি বাড়ি। দুটি বাড়ির ছাদ উড়ে যায়। ঘটনাস্থল থেকে মেলা হ্যান্ড গ্রেনেডের খোলের টুকরো। এর জেরেই সন্দেহ বেড়েছে গোয়েন্দাদের।  অভিযোগ উঠেছে, কার্পেট কারখানায় প্রায় এক কুইন্টালের বেশি বিস্ফোরক মজুত করা হয়েছিল। প্রশ্ন উঠছে, জনবহুল স্থানে একটি কার্পেট কারখানায় কেন বিস্ফোরক মজুত করা হয়েছিল? আবার, ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুলিস স্টেশন। তারপরেও কেন কেউ কিছু টের পেল না ? উঠছে সেই প্রশ্ন-ও। অন্যদিকে, ভাদোহির স্থানীয় বাসিন্দা, বিস্ফোরণের প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, বিস্ফোরণের কিছু আগেই একটি বাইক আসে ঘটনাস্থলে। বাইক আরোহী কারখানার সামনে বাইকটি রেখে পালিয়ে যায়। আর তারপরই হঠাত্ বাইক থেকে বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে ভাদোহির কার্পেট কারখানায়

২০ ওভারে ২৭৮! রেকর্ডের বন্যা বইয়ে আয়ারল্যান্ডকে হারাল আফগানিস্তান

Image
আয়ারল্যান্ডের বিরুদ্ধে মারমুখী হজরতুল্লাহ জ়াজ়াই। এশীয় ক্রিকেটের দাপট দেখা গেল দুই গোলার্ধে। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করল আফগানিস্তান। শনিবার টি-টোয়েন্টিতে একের পর এক বিশ্বরেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটারেরা। দেহরাদূনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আফগানিস্তান তোলে ২৭৮-৩। যা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া তুলেছিল ২৬৩। জবাবে আয়ারল্যান্ড করে ৬ উইকেটে ১৯৪। রশিদ খান নেন চার উইকেট। বিশ্বরেকর্ড করেন ওপেনার হজরতুল্লাহ জ়াজ়াইও। ৬২ বলে অপরাজিত ১৬২ রান করার পথে ১৬টি ছয় মারেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক। এত দিন সেই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। মেরেছিলেন চোদ্দোটি ছয়। জ়াজ়াইয়ের ১৬২ রান টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দু'নম্বরে।  ওপেনিং জুটিতেও বিশ্বরেকর্ড আফগানদের। জ়াজ়াই আর উসমান ঘনি মিলে প্রথম উইকেটে ২৩৬ রান যোগ করেন। যা শুধু প্রথম উইকেটেই নয়, টি-টোয়েন্টির ইতিহাসে যে কোনও উইকেটেই বিশ্বরেকর্ড।

বিমান হাইজ্যাক করে পাকিস্তানে! হুমকি ফোন এয়ার ইন্ডিয়ার দফতরে

Image
এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন আসে। বিমান হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে শনিবার এমনই হুমকি ফোন আসার পরেই দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এর পরেই সব বিমানসংস্থা এবং সিআইএসএফ-কে আরও সতর্ক হওয়ার পাশাপাশি নতুন নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ জারি করেছে বুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) সূত্রে খবর,  এ দিন মুম্বইয়ের এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারে একটি হুমকি ফোন আসে। বলা হয়, ২৩ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমানকে হাইজ্যাক করে সেটা  পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। ফোনটি আসার পরই দ্রুত  মুম্বই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। সতর্কতা জারি করা হয় অন্য বিমানবন্দরগুলোতেও। বিসিএএস সূত্রে আরও জানানো হয়েছে, প্রত্যেক বিমানের ওঠানামায় কড়া নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে বিমানবন্দরের টার্মিনালগুলো, কার পার্কিংয়ে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ। তবে এটা কোনও ভুয়ো কল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলওয়ামা কাণ্ডের পর এই মুহূর্তে একটা উত্তেজনার আবহ রয়েছে ভারত ও পাকিস্তানে। হুম

পাকিস্তানের ডিগবাজি! জঙ্গি ডেরা নয় মাদ্রাসা, জইশ সদর কার্যালয়ের দখল নিয়েও ক্লিনচিট

Image
মাসুদ আজহারের ডেরার দখল নিয়েও ক্লিনচিট দিল পাকিস্তান। ফের প্রকাশ্যে চলে এল পাকিস্তানের দ্বিচারিতা। কার্যত ৪৮ ঘণ্টার মধ্যেই ডিগবাজি ইসলামাবাদের। বৃহস্পতিবার নিজেরাই জানিয়েছিল, জইশ-ই-মহম্মদ জঙ্গিদের সদর দফতরের দখল নিয়েছে পাক প্রশাসন। আর শনিবার ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়ে দেওয়া হল, দখল নেওয়া ওই মাদ্রাসা এবং মসজিদের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্কই নেই! মাসুদ আজহারের কোনও অস্তিত্ব নেই সেখানে। পাল্টা ভারতের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করে পাক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরির দাবি, ওই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা প্রচার হয়েছে, তা গোটাটাই 'ভারতের তৈরি করা'। যদিও পাকিস্তানেরই স্থানীয় এক সাংবাদিক ওই মাদ্রাসায় গিয়ে ছাত্র-শিক্ষকের সঙ্গে কথা বলে অন্য ইঙ্গিত পেয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, পুরোটাই কার্যত সাজানো। আগে থেকে পরিকল্পনা করে ছাত্র-শিক্ষকদের বুঝিয়ে বা হুমকি দিয়ে রাখা হয়েছিল। স্বাভাবিক ভাবেই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সন্ত্রাসের যোগ না থাকলে কেনই বা দখল নেওয়া হল, আর কেনই বা ক্লিনচিট দেওয়া হল। তবে কি গোটাটাই ইসলামাবাদের নাটক, লোকদেখানো? বিতর্কের কেন্দ্রে পাক পঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরের একটি মা

গোরক্ষপুর থেকে ৭৫ হাজার কোটি টাকার কৃষক প্রকল্পের সূচনা করবেন মোদী

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী। আজ, রবিবার গোরক্ষপুর থেকে ৭৫,০০০ কোটি টাকার এই প্রকল্পের সূচনা হবে। রবিবার দুপুরে গোরক্ষপুর পৌঁছনোর কথা মোদীর। সেখানে এই প্রকল্পের সূচনা করে বেলা তিনটে নাগাদ প্রয়াগরাজে পৌঁছনোর কথা। বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লি ফিরে যাবেন। গোরক্ষপুরের সভা থেকেই প্রথম কিস্তি বাবদ ২০০০ টাকা ১২ কোটি কৃষকের অ্যাকাউন্টে জমা করে প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালের ১ ডিসেম্বর অন্তর্বর্তী বাজেটে কিসান সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। যে সমস্ত কৃষকদের ২ হেক্টরের থেকে কম জমি, তাঁদের বছরে তিন দফায় ৬,০০০ টাকা দেওয়া হবে এই প্রকল্পে। যার প্রথম কিস্তি ২০১৯-এর ৩১ মার্চের মধ্যেই পাবেন কৃষকেরা। দেশ জুড়ে তৈরি হওয়া কৃষক অসন্তোষকে সামাল দিতে এই প্রকল্পের ঘোষণা করে কেন্দ্র। তা নিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য এই প্রকল্পের কটাক্ষ করে রাহুল বলেছিলেন, পরিবার পিছু দিনে ১৭ টাকা দিয়ে কৃষকদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। পাল্টা রাহুলের সমালোচনা করে অরুণ জেটলি জানিয়েছিলেন, ভ

সেনার সঙ্গী এবার রেলের ‘হামসফর’, শুরু যুদ্ধের প্রস্তুতি

Image
রেডি টু হামসফর। অ্যাজ সুন অ্যাজ পসিবল, নির্দেশ এমনটাই। অভ্যন্তরীণ অর্থ, যে কোনও মুহূর্তে কামরায় সেনা বোঝাই করে রওনা দিতে হবে। তাই জরুরি ভিত্তিতে বিভিন্ন জোনকে পড়ে থাকা রেক প্রস্তুত রাখতে নির্দেশ দিল রেল।  বিষয়টি একটু স্পষ্ট করে বলা যাক, পাঁশকুড়া সাইডিংয়ে পড়ে থাকা 'হামসফর' রেকটি যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত করে রাখার নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের অপারেশনস বিভাগ। জানা গিয়েছে, রেকটি যাতে যে কোনও মুহূর্তে সেনা নিয়ে রওনা দিতে পারে, তার প্রস্তুতি হয়ে গিয়েছে। রেলের তরফে নির্দেশ পাওয়ামাত্র রেকটির আন্ডার গিয়ার পরীক্ষা করা হয়। জল ভরা থেকে এসি ও ইলেকট্রিক সব সরঞ্জাম পরীক্ষা করা হয়েছে। এসি, সাধারণ কামরা, প্যান্ট্রি, এসএলআর-সহ ২২টি কোচকে প্রস্তুত করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বিভাগের নির্দেশে বিভিন্ন জোনে বাড়তি রেকগুলিকে প্রস্তুত করে রাখতে বলেছে রেল। যাতে দিল্লি থেকে কোনও নির্দেশ আসা মাত্রই জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা দিতে পারে। তবে পূর্ব রেলের সিপিটিএম অবশ্য জানিয়েছেন, এমন কোনও নির্দেশ থাকলেও তা জানানো সম্ভব নয়। চূড়ান্ত গোপনীয় বিষয় বললেও ট্যাংক, সাঁজো

২৪০ টাকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে পড়ুয়ারা

Image
শিক্ষা মহলে আশার আলো জাগিয়ে পথচলা শুরু করল রাজ্য সরকারের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল। শনিবার শুরু হল বেহালার সৌরীন্দ্রনাথ বিদ্যাপীঠের পথ চলা৷ এটাই রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুল৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ভরতির সময় পরিবারের আয় কত তা জানতে চাওয়া হয়। আমরা গরিব হতে পারি কিন্তু মেধার সঙ্গে আপস করতে পারি না। অর্থের বিনিময়ে শিক্ষায় মেধায় প্রভাব পড়ছে। সরকারি উদ্যোগে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হল। আগামী দিনে এই ধরনের আরও ১০০ টি স্কুল চালু করবে রাজ্য সরকার।" পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি স্কুলের দাপটের জন্য বিগত বামফ্রন্ট সরকারকে দায়ী করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "তৎকালীন সরকার সর্বনাশ করেছে। মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলে স্কুলে ইংরেজি শিক্ষাকে পুরোপুরি বাদ দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর। সেই পদক্ষেপ হিসেবে এই স্কুল চালু করা হচ্ছে।" নয়া ব্যবস্থায় রাজ্য থেকে আইএএস এবং আইপিএস অফিসার হিসাবে আরও অনেকে উঠে আসবেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। বস্তুত, বেস

অসমের জোড়া বিষ-মদ কাণ্ডে মৃত বেড়ে ১০২

Image
স্বজনহারা: হাসপাতালে বিষ-মদ কাণ্ডে মৃতের পরিজন। শনিবার গোলাঘাটে।  অসমের গোলাঘাট ও যোরহাটে বিষ মদে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ রাত পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। দুই জেলা মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যা ৩৪১ জন। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে যোরহাট মেডিক্যাল কলেজে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ভর্তি রয়েছেন ২২১ জন। গোলাঘাট সিভিল হাসপাতালে মৃতের সংখ্যা ৫৯। ভর্তি রয়েছেন ১১১। এ ছাড়াও তিতাবর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন। যাঁরা ভর্তি রয়েছেন তাঁদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে। পরিস্থিতি সামাল দিতে ডিব্রুগড় ও তেজপুর মেডিক্যাল কলেজ থেকে বাড়তি চিকিৎসকদের এই দুই জায়গায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে গুয়াহাটিতে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হাজির ছিলেন মুখ্য সচিব ও ডিজিপি। কী ভাবে একই দিনে দুই জেলায় বিভিন্ন চা বাগানের এত জন মানুষ বিষ মদের শিকার হলেন, তা নিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। জানান, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যও দেওয়া হবে। উজানি অসমের বিভাগীয় কমিশনার জুলি সোনোয়াল ঘটনার প্রশাসনিক তদন্ত করছেন। পুলিশ পর্যায়ে তদন্ত শুরু করে

হোয়াটসঅ্যাপ-ফেসবুকে গুজব ছড়ালেই গ্রেফতার

Image
হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে সাবধান! গুজবের ফাঁদে পা দিলে, গ্রেফতার হতে পারেন। রাজ্যে গুজবে গুণপিটুনি বাড়তে থাকায়, এই মর্মে শনিবার পুলিশকর্তাদের নির্দেশ পাঠিয়েছেন ডিজি। জেলার এসপিদের কাছে তাঁর কড়া পদক্ষেপের বার্তা পৌঁছে গিয়েছে। গণপিটুনির ঘটনায় জড়িতদের পাশাপাশি গুজব যারা ছড়াচ্ছে তাদের যে রেয়াত করা হবে না, তা জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে এর মধ্যে একটি মনিটরিং সেলও খোলা হয়েছে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উপর নজরদারি চালাবে ওই সেল। রাজ্য পুলিশই মনিটরিং করবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি জেলায় দ্রুত সাইবার থানা খোলারও তোড়জোড় চলছে। মমতা এদিন রাজ্যবাসীর উদ্দেশে বলেন, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। সন্দেহজনক কিছু মনে হলে, পুলিশকে জানান। গুজব নিয়ে মানুষজনকে সচেতন করতে প্রচারের উপরও গুরুত্ব দিয়েছে কলকাতা পুলিশ। বিভিন্ন থানা এলাকায় মাইকিং চলছে।

‌এরোইন্ডিয়া শো–এর পার্কিং লটে আগুন, ভস্মীভূত ৩০০টি গাড়ি

Image
ফের দুর্ঘটনা বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমানঘাঁটিতে চলা এরোইন্ডিয়া ২০১৯–এর প্রদর্শনীতে। শনিবার দুপুর ১২.‌১৭ মিনিট নাগাদ পাঁচ নম্বর গেটের কাছের পার্কিং লটে আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে ৩০০টি গাড়ি। সেই সময় সকালের প্রদর্শনী চলছি। আচমকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তৎক্ষণাৎ স্থগিত করে দেওয়া হয় প্রদর্শনী। দমকল প্রধানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। যান বায়ুসেনার পুলিস এবং সিআইএসএফ–এর অফিসাররা। ওই পার্কিং লটেই পার্ক করা ছিল প্রদর্শনীতে ব্যবহারের জন্য আনা কয়েকশো বিমান। এছাড়া ছিল প্রচুর বাইক, স্কুটার, স্কুটির মতো দুচাকার যানও। প্রায় দু'‌ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, কেউ জ্বলন্ত সিগারেটের টুকরো শুকনো ঘাসের উপর ফেলেছিলেন। সেখান থেকেই আগুন লাগে। দমকলের ডিজি এমএন রেড্ডি পরে টুইটারে জানান, '‌মোট ৩০০টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জ্বলন্ত গাড়িগুলি সরিয়ে দিয়ে জায়গা ফাঁকা করে দেওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়নি। কেউ হতাহত হননি। শুকনো ঘাস এবং জোরাল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছিল।' প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রদর্শনীর সময় দ

‌অসমে বিষ মদে মৃতের সংখ্যা ৮০ ছাড়াল

Image
অসমের জোরহাট এবং গোলাঘাটে বিষ মদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৩০০ জন। বিষাক্ত দেশি মদেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবগারি দপ্তর। গোলাঘাটের একটি চা বাগানের বহু শ্রমিককে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁরাও গত বৃহস্পতিবার ওই বিষাক্ত মদ পান করেছিলেন। তাঁদের অনেকেরই অবস্থাসঙ্কট। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। অসুস্থদের মধ্যে ৩৬ জন মহিলা। শুধু জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি আছেন ২০০ জন।  মৃতদের মধ্যেও ১৫ জন মহিলা শ্রমিক রয়েছেন। কারণ হিসেবে পুলিস জানিয়েছে, গত সপ্তাহেই ওই এলাকার চা বাগানে বেতন হয়েছিল। বেতনের টাকা হাতে পেতেই দরিদ্র চা শ্রমিকরা নিয়মিত মদ্যপান, নাচগানে মেতে ওঠেন। গোলাঘাট জেলার সালমারা চা বাগান এবং জোরহাট জেলার টিটাবোর সাব ডিভিশনের দুটি প্রত্যন্ত গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতেই বিষ মদে চা শ্রমিকদের মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। অসম সরকার দুই জেলায় দুটি পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে। এপর্যন্ত মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবগারি দপ্তরের দুজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী

‘যুদ্ধ হলে লোকসভা ভোটে হারবে বিজেপি’

Image
শ্রীনগর: পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে চরম ক্ষতি হবে বিজেপির৷ আসন্ন লোকসভা ভোটে হারের মুখ দেখতে হবে গেরুয়া শিবিরের নেতা কর্মীদের৷ এমনটাই মনে করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ বিজেপির অন্যতম বড় সমালোচক ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা৷ সেই তিনি আরও একবার বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন৷ তোপ দেগে বলেন, ''বিজেপি দেশকে ধ্বংস করে দেবে৷ তারা যদি মনে করে যুদ্ধ করে ভোটে জিতবে সেটা ভুল৷ বরং যুদ্ধ করলে তারা ভোটে হারবে৷'' পুলওয়ামার ঘটনার পর কাশ্মীরে প্রতিদিন বদলাচ্ছে পরিস্থিতি৷ যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আশঙ্কার কারণ প্রথমত, জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে৷ দ্বিতীয়ত, কাশ্মীরের বাসিন্দাদের কয়েকদিনের জন্য খাদ্যসামগ্রী মজুত করে রাখতে বলা হয়েছে৷ এতেই যুদ্ধের প্রমাদ গুণছেন অনেকে৷ যুদ্ধ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীতের কথা তুলে ধরেন৷ জানান, দুই দেশ চারবার যুদ্ধে জড়িয়েছে৷ কিন্তু কোনও সমাধানসূত্র বের হয়নি৷ সমস্যা সেই তিমিরেই রয়েছে৷ তবে এবার যুদ্ধ বাধলে তা চরম আকার নেবে বলে আ

প্রয়াগের কুম্ভে নরেন্দ্র মোদী, সাধুসন্তদের সঙ্গে করবেন শাহি স্নান

Image
অবশেষে কুম্ভমেলায় পা রাখতে চলেছেন সেই ভিভিআইপি ব্যক্তি৷ যার অপেক্ষায় প্রহর গুনছিল প্রয়াগরাজ৷ তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার ঘড়ির কাটায় ৩টে ১৫মিনিট নাগাদ প্রয়াগরাজ আসবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে সোজা চলে যাবেন কুম্ভ মেলায়৷ গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে সাধুসন্তদের সঙ্গে করবেন শাহি স্নান৷ সঙ্গে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷  এর আগে তাঁকে অমিত শাহের সঙ্গেও দেখা গিয়েছিল৷ ভিভিআইপি অতিথির জন্য প্রয়াগরাজ জুড়ে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে৷ শিয়রে লোকসভা ভোট৷ তার আগে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে প্রয়াগরাজ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এই সফরকে ঘিরে প্রয়াগরাজে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ বাড়ানো হয়েছে কুম্ভমেলার নিরপত্তা৷ জানা গিয়েছে, বিকেল পাঁচটার সময় মোদী শাহি স্নান করবেন৷ সেখান থেকে পানীয় জল মন্ত্রকের একটি অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা৷ কুম্ভমেলায় থেকে আবারও স্বচ্ছতা অভিযানের উপর জোর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কথা বলবেন প্রয়াগরাজের সাফাই কর্মীদের সঙ্গে৷ এত বড় মেলার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় র

সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনবে রাজ্য সরকার

Image
চলতি বছর ফলন বেশি হওয়ায় শুক্রবার রাজ্যবাসীকে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আলু চাষিদের স্বার্থে পদক্ষেপ করল রাজ্য সরকার।  শুক্রবার মমতা বলেছিলেন,''আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পাপড়ি ও আলুর দম খান। আলু দিয়ে মাছের ঝোলও খেতে ভাল লাগে''। বেশি করে আলু খেলে বেশি আলু বিক্রি হবে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। কৃষি দফতরের খবর, কৃষকদের কাছ থেকে কিলো পিছু সাড়ে পাঁচ টাকায় কৃষকদের কাছ থেকে আলু কেনা হবে। এজন্য সরকারের খরচ হবে ৫৫০ কোটি টাকা। মোট ১০ হাজার মেট্রিক টন আলু কিনবে রাজ্য সরকার। এর জন্য ব্লকে ব্লকে শিবির করা হবে। ঠিক যেভাবে ধান কেনা হয়, সেভাবেই সরাসরি কৃষকদের থেকে আলু কেনা হবে।  সেই আলু রাখা হবে হিমঘরে। তারপর তা সুফল বাংলার স্টলে বিক্রি করা হবে। মিড ডে মিলেও ব্যবহার করা হবে। চলতি বছর আলুর ফলন ভাল হয়েছে বলে খবর। ফলে বাজারে কম দামে কৃষকরা আলু বিক্রি করতে বাধ্য হতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সে কারণে এগিয়ে আসল রাজ্য সরকার। পরের মরসুমে অন্য সবজি চাষের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

টমাটোর বদলা পরমাণু বোমায়, হুঁশিয়ারি দিতে গিয়ে হাসালেন পাক সাংবাদিক

Image
পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে জব্দ করতে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের তকমা কেড়ে নিয়েছে নয়াদিল্লি। বাড়িয়ে দেওয়া হয়েছে পাক পণ্যে আমদানি শুল্ক। শুধু তাই নয়, পাকিস্তানে টমাটো রফতানিও বন্ধ করে দিয়েছে ভারত। তারপরই পাকিস্তানের বাজারে আকাশ ছোঁয়া দামে বিকোচ্ছে টমাটো। আর আর্থিক সংকটে থাকা পাকিস্তানে তার কী ফল পড়েছে, তা স্পষ্ট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিয়োও। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, টমাটোর দাম বাড়ায় ক্ষেপে গিয়েছেন পাকিস্তানি সাংবাদিক। আর এর বদলা নিতে চান পরমাণু বোমা দিয়ে। শুধু তাই নয়, তাঁর বক্তব্যে মাঝেমধ্যেই কান ধরে 'তৌবা তৌবা' বলতেও শোনা গিয়েছে। এই সাংবাদিক হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ। পুলওয়ামা হামলার পর মধ্যপ্রদেশের জাবুয়া ও দিল্লির আনন্দপুর মান্ডির মতো অনেক জায়গার ব্যবসায়ীরা পাকিস্তানে সবজি পাঠাচ্ছেন না। আর সে কারণে পাকিস্তানের বিভিন্ন শহরে প্রায় ২০০ টাকা কিলো দরে বিকোচ্ছে টমাটো। আর তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাক সাংবাদিকের। নিউজরুম থেকে ভারতকে হুঁশিয়ারি দিতে গিয়ে নিজেকে হাস্যস্পদ করে তুলেছেন তিনি। মোস্ট ফেভারড নেশনসের তালিকা থেকে ছেঁটে

‘রুটিন’ অভিযান ঘিরে আতঙ্ক বাড়ছে কাশ্মীরে

Image
সরকারের দাবি, নেহাতই 'রুটিন' বিষয়। কিন্তু পুলওয়ামা কাণ্ডের পরে তা থেকেই বারবার আতঙ্ক ছড়াচ্ছে কাশ্মীরে। দীর্ঘস্থায়ী অশান্তি থেকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ, অনেক সম্ভাবনাই ঘুরছে উপত্যকার বাসিন্দাদের মাথায়।  গত রাতে অভিযান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা-সহ অন্তত ২০০ জনকে গ্রেফতার করেছে বাহিনী। তাঁদের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিক ও জামাত-ই-ইসলামি নেতা আব্দুল হামিদ ফয়েজ। পাশাপাশি কাশ্মীরে আরও ১০০ কোম্পানি আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ওই বাহিনীকে আকাশপথে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে থাকছে ৩৫ কোম্পানি বিএসএফ। আসছে আইটিবিপি-ও। ২০১৬ সালে কাশ্মীরে বিএসএফ পাঠানো হলেও এক সপ্তাহ পরই তাদের ফিরিয়ে নেওয়া হয়। ১৪ বছর পরে কাশ্মীরে মোতায়েন হতে চলেছে  বিএসএফ। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, ভোটের আগে এটাও 'রুটিন' বিষয়। জামাতের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৫এ অনুচ্ছেদের বিরুদ্ধে মামলা নিয়ে কয়েক দিনের মধ্যেই শুনানি রয়েছে। তার আগেই যে ভাবে অভিযান চালানো হচ্ছে তাতে বোঝা যায়, সরকারের কোনও 'গোপন অভি

কলকাতায় অবাধ নির্বাচন করাতে হবে, বার্তা দিলেন পুলিশ কমিশনার

Image
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতায় অবাধ নির্বাচনের জন্য বাহিনীকে প্রস্তুত হতে বললেন নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা। লালবাজার সূত্রের দাবি, শনিবার বাহিনীর অধস্তন অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কমিশনার (সিপি)। সেখানে তিনি বলেছেন, কলকাতায় অবাধ নির্বাচন করাতে হবে। তার জন্য প্রস্তুতি নিতে হবে। কলকাতার সব থানার ওসি-দের নিজেদের এলাকা সম্পর্কে সড়গড় হতে বলেছেন তিনি। নির্বাচনের আগে কলকাতা পুলিশের প্রধানের দায়িত্ব নিয়েই অনুজের এই নির্দেশ 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন, অনুজের বিরুদ্ধে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে যাওয়ার অভিযোগ তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই পরিস্থিতিতে অনুজের এই নির্দেশ কি রাজনৈতিক সংশ্রবের অভিযোগ থেকে নিজেকে দূরে সরানোর ইঙ্গিত? পুলিশের একাংশের অবশ্য বক্তব্য, আইন মেনে এক জন পুলিশ কমিশনারের যা বলার, সেটাই বলেছেন অনুজ। এ প্রসঙ্গে অনেকেই বলছেন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে সৌমেন মিত্র পুলিশ কমিশনার পদে বসেছিলেন এবং অবাধ ভোট করিয়ে সুনাম কুড়িয়েছিলেন। এ বার ভোটের আগে নয়া সিপি-ও কি সেই পথেই হাঁটছেন? পুলিশের এ