Posts

Showing posts from January 6, 2019

এ বার ট্রেন ধরতে পৌঁছতে হবে ১৫-২০ মিনিট আগে! স্টেশন হচ্ছে বিমান বন্দরের মতো ‘নিশ্ছিদ্র’

Image
এ বার বিমান বন্দরের মতো নিশ্ছিদ্র হচ্ছে রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা।  এ বার বিমানবন্দরের মতোই 'সিল' বা 'নিশ্ছিদ্র'করে দেওয়া হবে রেল স্টেশন। ভিতরে ঢুকতে পারবেন না অবাঞ্ছিত কেউ। ট্রেন ধরতে স্টেশনে পৌঁছতে হবে ১৫ থেকে ২০ মিনিট আগে। ওই সময় রাখা হবে চেকিংয়ের জন্য। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সারা দেশের দুই শতাধিক স্টেশনে বাস্তবায়নের পথে ভারতীয় রেলের এই পরিকল্পনা। পরীক্ষামূলক ভাবে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে প্রটেকশন ফোর্স-এর (আরপিএফ) ডিরেক্টর জেনারেল অরুণ কুমার। পুরো ব্যবস্থা চালু হয়ে গেলে যাত্রীদের বিমানবন্দরের মতোই একাধিক চেকিংয়ের পর উঠতে হবে ট্রেনে। অরুণ কুমার জানিয়েছেন, কুম্ভ মেলার কথা মাথায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। এছাড়া আরও ২০২টি স্টেশনে এই ব্যবস্থা চালুর জন্য প্রায় প্রস্তুত। এই স্টেশনগুলির আরও কিছু পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখে তার পর চূড়ান্ত পর্বে সিল করার কাজ শুরু হবে। কেমন  হবে সেই ব্যবস্থা? আরপিএফ সূত্রে খবর, তালিকায় থাকা স্টেশনগুলিকে নিশ্ছিদ্র করে ফেলা হব

ভারতীয়দের ব্যক্তিগত তথ্য অপব্যবহার করছে গুগল! কড়া আইন আনছে কেন্দ্র

Image
দেশের মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য রক্ষায় বড়সড় ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। এর জন্য আনা হচ্ছে নতুন আইন। এমনই কথা জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। জলন্ধরে জাতীয় বি়্ঝান কংগ্রেসে কেন্দ্রীয় আইন মন্ত্রীর দাবি, দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য আইন আনছে মোদী সরকার। লক্ষ্য হল, গুগল যাতে ওইসব তথ্য বিদেশে অপব্যবহার করতে না পারে। যদি তা কেউ করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা থাকবে ওই আইনে। উল্লেখ্য, সম্প্রতি ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের বিরুদ্ধে। শুধু তাই নয় গুগল প্লাস-এ গ্রাহকদের তথ্যগত নিরাপত্তার কারণে তা বন্ধ করে দিচ্ছে গুগল। এনিয়ে মার্কিন কংগ্রেসে সেনেটরদের সামনে জবাবডিহিও করতে হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইকে। শনিবার জলন্ধরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে বক্তব্য রাখছিলেন রবিশঙ্কার প্রসাদ। সেখানে ভারতের বিজ্ঞান প্রসারের সম্ভাবনার কথা উল্লেখ করেন আইন মন্ত্রী। রবিশঙ্কর প্রসাদ বলেন, প্রযুক্তি বিনিয়োগের জন্যে ভারত দুনিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ। তথ্যপ্রযুক্তিগত বিষয়গুলি দ্রুত এদেশে জনপ্রিয় হচ্ছ

ভারতে রাফাল ওড়ার আগেই অত্যাধুনিক যুদ্ধবিমান কিনে ফেলল পাকিস্তান!

Image
রাফাল নিয়ে ভারতে যখন হুলুস্থুল পরিস্থিতি, তখন সন্তর্পনে ঘর গোছাচ্ছে পাকিস্তান! রাফালকে টক্কর দিতে আরও অত্যাধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমান চিনের থেকে কিনতে চলেছে ইসলামাবাদ। এমনটাই জানা যাচ্ছে গোয়েন্দা রিপোর্টে। ভারত ৩৬টি রাফাল আনার আগেই ৬২ টি জেএফ-১৭ (ব্লক টু) যুদ্ধবিমান নিয়ে আসছে পাকিস্তান। ওই যুদ্ধবিমান জেএফ-১৭ সিরিজের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চিনের চেংদু এয়ারক্র্যাফ্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে জেএফ ১৭ মাল্টি কমব্যাট যুদ্ধবিমান। ওই যুদ্ধবিমান অনায়াসে ভারতকে টক্কর দিতে পারবে বলে আশঙ্কা করছে গোয়েন্দা। জানা যাচ্ছে, চলতি বছরে জুলাইয়ের মধ্যে ১৩টি জেএফ-১৭ (ব্লক-টু)  দেবে চিনা সংস্থা চেংদু এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন। ২০২০ সালে আরও ২২টি জেএফ-১৭ নিজেদের ঘাঁটিতে রাখতে চাইছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে আরও খবর, আরও এক ধাপ এগিয়ে জেএফ-১৭ (ব্লক-থ্রি) যুদ্ধবিমান তৈরি করার পরিকল্পনা করে ফেলেছে পাকিস্তান। ওই যুদ্ধবিমান চতুর্থ প্রজন্মের বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের মাটিতেও তৈরি করা হবে ব্লক থ্রি সিরিজের যুদ্ধবিম

রাতের কলকাতায় শাটল কারে নির্জন রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা মহিলাকে

Image
'বাঁচাও বাঁচাও' চিৎকার শুনে বাইক-অটো নিয়ে পিছনে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। একা পেয়ে জোর করে নির্জন রাস্তায় মহিলা যাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করল শাটল গাড়ির চালক। 'বাঁচাও বাঁচাও' চিৎকার শুনে বাইক-অটো নিয়ে পিছনে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত উদ্ধার করা হয় মহিলাকে। পাকড়াও করা হয় শাটলের চালককে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার কবরডাঙা এলাকায়। তাড়া খেয়ে চলন্ত গাড়ি থেকে কার্যত ওই মহিলাকে ফেলে দেয় চালক। তাতে পায়ের হাড় ভেঙেছে মহিলার। ৩০ বছর বয়সী ওই মহিলা হরিদেবপুরের কবরডাঙা এলাকার বাসিন্দা। তিনি সাউথ সিটি মলে একটি শো-রুমের কর্মী। অন্য দিনের মতই তিনি বাড়ি ফেরার সময় প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে একটি শাটলে ওঠেন। তিনি বসেছিলেন চালকের পাশের আসনে। মহিলা পুলিশকে জানিয়েছেন, শাটল গাড়িটি ছিল একটি এসইউভি। প্রথমে ৮-৯ জন যাত্রী ছিলেন শাটলে। অভিযোগকারীর স্বামী জানিয়েছেন, শনিবার রাতে ফেরার সময়ে কেওড়াপুকুর মোড়ে প্রায় সব যাত্রী নেমে যান। একদম পিছনের সিটে একজন মহিলা ছিলেন। এরই মধ্যে চালক সামনের সিটে বসা অভিযোগকারীকে উদ্দেশ্য করে কিছু অশালীন মন্তব্য করেন। মহিলা সেই মন্ত

ইন্টারনেট এত বিপজ্জনক হতে পারে জানলে হাড় হিম হয়ে যাবে

Image
সম্প্রতি মাদক পাচারের অভিযোগে দিল্লি থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে 'ডার্কনেট' ব্যবহার করে বার্লিন ও ক্যালিফোর্নিয়া থেকে মাদক কিনেছুল এই দুই তরুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সবথেকে বিপজ্জনক জায়গা এই 'ডার্কনেট'। এখানে ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় জানা খুব শক্ত। তাই সহজেই জঙ্গী কার্য কলাপ ও মাদক পাচারীরা 'ডার্কনেট' ব্যবহার করে কার্যসিদ্ধি করে। শুধুমাত্র Tor অনিওন ব্রাউজার ব্যবহার করেই 'ডার্কনেট' ব্যবহার করা যায়। 'ডার্কনেট' সপর্কে দশটি অজানা তথ্য জেনে নিন। ১। গুগল ইন্টারনেটের মাত্র ৪% দেখাতে পারে সারফেস ওয়েব শুধুমাত্র গুগল সার্চে দেখা যায়। যা মোট ইন্টারনেটের মাত্র ৪ শতাংশ। বাকি ৯৬ শতাংশ ইন্টারনেট কখনই ইন্টারনেটে দেখা যায় না। ২। মাদক ও অস্ত্র পাচারের জন্য জঙ্গী ও দুষ্কৃতিরা আলাদা সার্চ ইঞ্জিন ব্যবহার করে। 'ডার্কনেট' ব্যবহার করে জঙ্গীরা বেআইনি অস্ত্র পাচার ও মাদক পাপাচারের কাজ করে। 'ডার্কনেট' এ রয়েছে আলাদা গোপন চ্যাটরুম। কোন ভাবেই এই চ্যাটরুমের হদিশ পাওয়া সম্ভব না। ৩। 'ডার্কনেট' ব্যবহার বেআইনি না হলেও খুবই বিপ

মাকে জীবন্ত পুড়িয়ে দিল ছেলে!নেপথ্যের কারণ অবাক করার মত

Image
লোভ আর অর্থ-সম্পত্তির প্রতি আকর্ষণ যে মানুষকে কতটা 'অনর্থ'এর দিকে নিয়ে যেতে পারে তার আরও এক উঠে এল ওড়িশার এক ঘটনাকে ঘিরে। ওড়িশার এমপিভি গ্রামে সন্তানের হাতেই জীবন্ত পুড়ে মৃত্যু হল এক মহিলার। এক করুণ ঘটনাকে ঘিরে রীতিমত হতভম্ব গোটা এলকা। জানা গিয়েছে ৫৫ বছরের গীতা মণ্ডলের সঙ্গে তাঁর ছেলের বিবাদ অনবরতই লেগে থাকত। আর এই বিবাদের মূল কারণ ছিল সম্পত্তি। সম্পত্তিগত বিবাদকে ঘিরে নিত্যদিন মা ছেলের ঝামেলা গড়ায় এক মর্মান্তিক পরিস্থিতির দিকে। ছেলে তাপস মণ্ডলের হাতে শেষে নির্মমভাবে খুন হতে হয়েছে গীতাকে, এমনই অভিযোগ পড়শিদের। অভিযোগ, তাপস তার মা গীতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। সম্পত্তি বিবাদের জেরে এই খুনের ঘটনার অভিযোগ পুলিশের কাছে পৌঁছতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় তাপসকে।

লোকসভা নির্বাচনের আগে শ্রমিক আন্দোলনকে জোরদার করতে পথে নামল বাম

Image
শ্রমিক আন্দোলনকে জোরদার করতে পথে নামছে বামেরা। আগামী ৮ ও ৯ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। ১৩ ফেব্রুয়ারি রয়েছে ব্রিগেড। এই দুই কর্মসূচির সমর্থনেই আজ মহামিছিলের ডাক দক্ষিণ  চব্বিশ পরগনা সিপিএমের। বারুইপুর রেলমাঠ থেকে শুরু হয় মিছিল। মিছিলে  পা মেলান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শ্রমজীবী মানুষের নূন্যতম মাসিক ছয় হাজার টাকা পেনশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমবেতনের দাবিতেই দেশজুড়ে   আন্দোলন জোরদার করা হবে। রাজ্যজুড়েই চলবে নানা প্রতিবাদ কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বাম ঐক্যের বার্তা দিতে একাধিক কর্মসূচি নিয়েছে সিপিএম-র ছাত্রসংগঠন এসএফআই। আগামী ১৮ ও ১৯ ফ্রেব্রুয়ারি দিল্লিতে মিছিল ও আইন‌ অমান‍্য করবেন এসএফআই সদস্যরা। তার আগে ১৮ জানুয়ারি ডুয়ার্সকন‍্যা অভিযান এবং ২২ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচি। একইভাবে ২৪ জানুয়ারি আইন‌ অমান‍্য ঝাড়গ্রামে, মেদিনীপুরে ২৫ তারিখ, ২৭ জানুয়ারি, বাঁকুড়ায় ২৮ তারিখ পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর, ২৯ জানুয়ারি দুই চব্বিশ পরগনায় এবং ৩০ তারিখ হাওড়া ও মুর্শিদাবাদে।

মোবাইল নিয়ে বিবাদ, বন্ধুর গায়ে পেট্রোল ঢেলে আগুন

Image
মোবাইল ফোন নিয়ে দুই বন্ধুর ঝগড়া। আর তার পরিণামে যুবকের গায়ে আগুন ধরিয়ে দিল তাঁরই বন্ধু ও সঙ্গীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ওই যুবক। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে ভয়ঙ্কর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজিয়াবাদ পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদের সাহিবাবাদের গগন বিহার কলোনিতে শুক্রবার রাতে শিবমও সলমননামে দুই বন্ধু গল্পগুজব করছিল। সেই সময় আচমকাই সলমনের মোবাইল ফোনটি কেড়ে নেয়শিবম। নেহাত মজার ছলে এই কাণ্ড ঘটালেও বিপত্তি বাধে তার পর। কেড়ে নেওয়ার ফলেমোবাইলটি খারাপ হয়ে গিয়েছে বলে দাবি করেন সলমন। এই নিয়েই দু'জনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। শিবম ফোনটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সলমন তাতে রাজি না হয়ে হাতাহাতি শুরু হয়। তবে তখনকার মতো স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেওয়ায় দু'জনই বাড়িতে ফিরে যায়। কিন্তু শনিবার সকালে সলমন তাঁর দুই সঙ্গীকে নিয়ে শিবমের বাড়ির কাছে হাজির হয়। বাইরে ডেকে এনে বাইক থেকে পেট্রোল বের করে শিবমের গায়ে ঢেলে দেয়। তার পর গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এর পর স্থানীয়রা দৌড়ে এসে আগুন নিভিয়ে তড়ি

এক দশক কোমায় থেকেও প্রসব, ধর্ষক কে বা কারা, খুঁজছে পুলিশ

Image
দীর্ঘ এক দশক কোমায় থাকা অবস্থাতেও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক রোগী। আর সেই ঘটনাটি ঘটে নার্সিংহোমেই। বড়দিনের ৪ দিন পর সেই কোমায় থাকা রোগী একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেওয়ায় ধর্ষণের কথা জানাজানি হয়। এমনকি, ওই রোগী যে সন্তানসম্ভবা, বড়দিনের আগে তা টেরও পাননি নার্সিংহোমের ডাক্তার, নার্সরা। তাঁর দেখভাল করছিলেন যে নার্সরা, তাঁদেরই এক জন ওই রোগীকে প্রসব করান, তড়িঘড়ি। সদ্যোজাত সুস্থ রয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার আরিজোনায় 'ফিনিক্স হাসিয়েন্ডা হেল্থকেয়ার ফেসিলিটি নার্সিংহোম'-এর একটি কেবিনে। নার্সিংহোমটি চালায় একটি অলাভজনক সংগঠন। কোমায় থাকা ওই রোগীকে কে যৌন নির্যাতন করেছিলেন, তা এখনও জানা যায়নি বলে ওই নার্সিংহ‌োমেরই একটি সূত্রের খবর। ওই সূত্রটি বলেছেন, ''যৌন নির্যাতনের সময় রোগীকে গোঙাতে শোনা গিয়েছিল। কিন্তু তখন নার্সিংহোমের কেউই ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারেননি। বড়দিনের আগে নার্সিংহোমের কর্মীরা বুঝতেও পারেননি, ওই রোগী সন্তানসম্ভবা।'' ফিনিক্স পুলিশ জানিয়েছে, তদন্ত পুরোদমে শুরু হয়েছে। তবে এখনও অপরাধীকে শনাক্ত করা যায়নি। টেলিফোন না ধরায় বা সাংবাদিকদের সঙ্গে কথা বলত

জমিতে জল দেওয়ার জন্য পাম্প চালাতেই পাইপ থেকে বেরিয়ে এল বরফ!

Image
প্রচন্ড ঠান্ডায় পাইপ থেকে বেরিয়ে আসছে জমে থাকা বরফ। সকালে খেতে জল দিতে গিয়েছিলেন ধনিরাম। জল দেওয়ার জন্য পাম্প চালু করেন। পাম্প চালু থাকা সত্ত্বেও পাইপ থেকে জল বেরোচ্ছিল না। বেশ অবাকই হলেন ধনিরাম। এমনটা তো আগে কখনও হয়নি! তা হলে? কোনও গোলমাল হয়নি তো পাম্পে, এই ভেবে সেটাকে ভাল করে খতিয়ে দেখেন ধনিরাম। কিন্তু না! পাম্পে তো কোনও সমস্যা নেই। তা হলে কি পাইপের ভিতরে কিছু আটকে রয়েছে? পাইপটাকে নিয়ে নাড়াচাড়া করতে থাকেন তিনি। মিনিট কয়েক নাড়াচাড়া করতেই পাইপের ভিতর থেকে যা বেরিয়ে এল তা দেখে চমকে ওঠেন হরিয়ানার এই চাষি। কী ছিল পাইপের ভিতর? দিল্লি-সহ গোটা উত্তর ভারতে তাপমাত্রার পারদ হু হু করে নামছে। হরিয়ানাতেও তাপমাত্রা এতটা নেমে গিয়েছে যে প্রচন্ড ঠান্ডায় পাইপের ভিতরে জমে থাকা জল জমে বরফ হয়ে গিয়েছিল। সেই জমে থাকা বরফ এক একটা মোটা লাঠির আকারে পাইপের ভিতর থেকে হুড়হুড় করে বেরোতে শুরু করে। পাইপের ভিতর থেকে জলের পরিবর্তে বরফ বেরিয়ে আসতে দেখে বেশ অবাকই হয়েছিলেন ধনিরাম। তিনি বলেন, "পাম্পের কোনও সমস্যা হচ্ছে ভেবেছিলাম প্রথমে। কিন্তু পাইপের ভিতর থেকে এ ভাবে বরফ বেরিয়ে আসবে ভাবিনি। আমার অবাক হওয়ার বিষয়

মাকে হত্যার পর রক্তপানের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Image
ছত্তিশগড়ের কোরবায় এক ব্যক্তির বিরুদ্ধে কুঠারের আঘাতে মাকে হত্যার পর যাদুবিদ্যা প্রয়োগের অভিযোগ। ওই যুবক মায়ের রক্ত পান করে বলেও অভিযোগ। যুবকের ঘর থেকে কুঠার এবং যাদুবিদ্যার বইও উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে দিলীপ যাদবের খোঁজে তল্লাশি করছে পুলিশ। জানা গিয়েছে ঘটনাটি দিন কয়েক আগের। ৩১ ডিসেম্বর কোরবার রামাকাছার গ্রামে ঘটনাটি ঘটে। ৩ জানুয়ারি বিষয়টি জানতে পারে পুলিশ। পুলিশ যুবকের ঘর থেকে কুঠার এবং যাদুবিদ্যার বইও উদ্ধার  করেছে। কুঠারটি ছিল রক্ত মাখা। পুলিশ জানিয়েছে, দিলীপ যাদব নামে বছর ২৫-এর ওই যুবক কুঠার দিয়ে মা সুরমারিয়াকে বারংবার আঘাত করে। মৃত্যু হওয়ার পর মায়ের রক্তও পান করে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের পরেই পুরো ঘটনা সম্পর্কে জানা যাবে বলে মনে করছে পুলিশ।

তিন বার হপম্যান কাপ জয়ের রেকর্ড ফেডেরারের

Image
ফের রেকর্ড গড়লেন রজার ফেডেরার। এবার তিন বার হপম্যান কাপ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি। ফেডেরারই প্রথম প্লেয়ার যিনি এই রেকর্ডের মালিক হলেন। শনিবার সন্ধ্যায় বেলিন্দা বেন্সিচকে সঙ্গী করে ফাইনালে মিক্সড ডাবলসে সুইৎজারল্যান্ডকে জেতালেন ফেডাক্স। ফাইনাল টাইয়ে জার্মানির বিরুদ্ধে তাঁর দেশ জিতল ২-১ ব্যবধানে। এদিন মিক্সড ডাবলসে ফেডেরারদের প্রতিপক্ষ ছিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ এবং অ্যাঞ্জেলিক কের্বের। তাঁদের ৪-০, ১-৪, ৪-৩ (৫-৪) ব্যবধানে পরাজিত করলেন ফেডেরার-বেন্সিচ জুটি। এই নিয়ে চতুর্থ বার হপম্যান কাপ জিতল সুইৎজারল্যান্ড। এর আগে সিঙ্গলসেও জেতেন রজার ফেডেরার। এই মুহূর্তে বিশ্বের ৪ নম্বর আলেকজান্ডার জেরেভকে ৬-৪, ৬-২ ব্যবধানে পরাজিত করেন তিনি। যার ফলে টাইয়ে ১-০ এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। কিন্তু তাঁর দেশের বেলিন্দা বেন্সিচকে হারিয়ে দেন বিশ্বের দুই নম্বর অ্যাঞ্জেলিক কের্বের। ম্যাচের ফল কের্বেরের পক্ষে ৬-৪, ৭-৬ (৮-৬)। যার ফলে ফাইনাল টাইয়ে নির্ধারিত হয় এবারের বিজয়ীর নাম।

জেনে নিন রবিবারের বাজার দর

Image
ছুটির দিন রবিবার৷ পেট পুরে ভুরিভোজের আয়োজন৷ বাজারে যাওয়ার আগে জেনে নিন সবজি থেকে মাছ, মাংসের দর৷ বিভিন্ন বাজারে এর মাঝেএ ঘোরাফেরা করছে দাম। সবজি চন্দ্রমুখী আলু – ২২টাকা প্রতিকিলো  নতুন আলু – ১৬ থেকে ১৮ টাকা প্রতি কিলো  জ্যোতি আলু – ১৪টাকাপ্রতিকিলো  পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো  আদা – ৫০ টাকা প্রতিকিলো রসুন – ৬০টাকা প্রতিকিলো  ফুলকপি – ১২ থেকে ১৫ টাকা প্রতি পিস বাঁধাকপি – ১২ টাকা প্রতি কিলো  উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো বেগুন – ২০-২৫টাকা প্রতিকিলো টমেটো – ৩০ টাকা প্রতিকিলো লঙ্কা – ৫০ টাকা প্রতিকিলো কুমড়ো – ২৫ টাকা প্রতিকিলো পালং শাক – ১৫-২০টাকা প্রতি কিলো লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো গাজর – ৩০ টাকা প্রতিকিলো ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো পিঁয়াজকলি – ৪০ টাকা প্রতি কেজি মাছ   গোটারুই –১৬০-২২০ টাকা কিলো কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো  গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো  কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো  বাটা – ১৬০-১৮০ টাকা কিলো  চারাপোনা – ১৬০ টাকা কিলো  তেলাপিয়া – ১৬০টাকা কিলো পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো  পার্শ্বে –৪০০ টাকা প্রতি কিলো  ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো চিংড়ি – গলদ

বামেদের বনধে গ্রামের দায়িত্বে কৃষক ইউনিয়ন, শহর সামলাবে যুব’রা

Image
কলকাতা: লোকসভা ভোটের আগে ঘুরে দাঁড়ানোর জন্য কৃষক এবং শ্রমিক স্বার্থ গুরুত্ব পাচ্ছে বামেদের কাছে। তাই বিভিন্ন রাজ্যে কৃষক লং-মার্চের পর আবারও সারাভারত জুড়ে কৃষক-শ্রমিক স্বার্থরক্ষায় ধর্মঘট ডেকেছে বামেরা।   ৮ ও ৯ জানুয়ারি সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে বাম ট্রেড ইউনিয়ন। পশ্চিমবাংলায় বনধ সফল করার জন্য তৈরি হয়েছে স্ট্রাইক কো-অর্ডিনেশন টিম। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বনধ বিরোধী নীতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও সিপিএমের ডাকা বনধ ব্যর্থ করার জন্য রীতিমতো হুইপ জারি করে ছিল রাজ্য সরকার। পাশাপাশি রাস্তায় নেমেছিল তৃণমূল। এবারেও তার অন্যথা হবে না তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এবারের বনধ সফল করতে মরিয়া সিপিএম মোড়ে মোড়ে স্ট্রাইক কো-অর্ডিনেশন টিম রাখবে। গ্রামের দিকে এই টিমের দায়িত্বে থাকবে কৃষক ইউনিয়নগুলি। অন্যদিকে কলকাতা সহ রাজ্যের বড় শহরগুলিতে বনধ সফল করার দায়িত্ব বর্তেছে শ্রমিক ও যুব সংগঠনের কর্মীদের উপর। তৃণমূলের তরফে বনধ ব্যর্থ করতে চাওয়া হলে কী ব্যবস্থা নেবে সিপিএম? এই প্রশ্নের উত্তরে বাম যুব নেতা শতরূপ ঘোষের স্পষ্ট বক্তব্য, ''আমরা কোন মানুষকে জোর করে বন

এবার থেকে চাষিরা টাকা পাবে চেকে

Image
বর্ধমান: রাজ্য জুড়ে শুরু হল সরকারি কেন্দ্রে ধান বিক্রির কাজ৷ পাশাপাশি হাতে হাতে চাষিদের চেক বিলির কাজও শুরু হয়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার পূর্ব বর্ধমান জেলায় রায়নার শ্যামসুন্দর কিষাণ মাণ্ডিতে আনুষ্ঠানিকভাবে এই চেক বিলির সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। এদিন এখান থেকেই ২৭ জন চাষির হাতে চেক তুলে দেওয়া হয়। যদিও এদিন সরকারি প্রতিনিধিদের হাতের কাছে পেয়ে চাষিদের রাইস মিলের বিরুদ্ধে এবং সরকারি এই চেক বিলির বিরুদ্ধে কিছু অভিযোগ জানান। স্থানীয় চাষি বসন্ত কুমার যানা জানান, একদিকে চাষিদের সঙ্গে রাইসমিলগুলি সম্পূর্ণ অসহযোগিতা করছেন।   সরকার যেখানে কুইন্টাল প্রতি ৩ কেজির বেশি ধান বাদ না দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ সেখানে বিভিন্ন রাইস মিল ৫ থেকে ১০ কেজি পর্যন্ত বাদ দিচ্ছেন। এরই পাশাপাশি রাইসমিলে ধান নিয়ে গেলে সেখানে গাড়ি থেকে ধান নামানো এবং তোলার জন্য অতিরিক্ত বস্তা পিছু ১ টাকা ২০ পয়সা করে দিতে হচ্ছে। তাঁর মতে, এরই পাশাপাশি তাঁরা সরকারি কিষাণ মাণ্ডিতে ধান দিতে এলে সারাদিন সময় ব্যয় করতে হচ্ছে। ফলে ধান বিক্রি করতে গিয়ে রীতিমত নাজেহাল অবস্থা সৃষ্টি হচ্ছে তাঁদে

আন্দামান সাগরে আছড়ে পড়ল পাবুক

Image
কলকাতা: আন্দামান সাগরে আছড়ে পড়ল পাবুক। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় হাওয়া অফিস। চিন সাগরে ঘনীভূত হওয়া এই ঝড় বেশ শক্তিশালী। ৩ জানুয়ারি সকালেই এই ঝড়টি তৈরি হয়েছে বলে যানাচ্ছে মৌসম ভবন। ইন্দোনেশিয়া থেকে শক্তি বাড়িয়ে ক্রমে এগিয়ে এসেছে আন্দামানের দিকে। আজ আন্দামান দ্বীপের উপর দিয়ে বয়ে যাবে ঝড়। কেন্দ্রীয় হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি সময়ে আন্দামান সাগরে প্রবেশ করে ঝড়। বর্তমানে পোর্টব্লেয়ার থেকে ৪৩৫ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়টি। গত ২৪ ঘণ্টায় ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে সেটি এগিয়ে গিয়েছিল সাগরের দিকে।রবিবার ৬ জানুয়ারি রাতে বয়ে যাবে আন্দামান দ্বীপের উপর দিয়ে। এরপর সেটি আরও উত্তর – পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। এরপরে সেটি আবার ঘুরে আসবে মায়ানমারের দিকে। তারপর সাত এবং আট তারিখ থেকে শক্তিক্ষয় করবে। শনিবার আন্দামানে ভারি বৃষ্টিপাতের সঙ্গে সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিকোবরেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড় । পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের উপরে অক্ষরেখা অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গ ও

কিশোরীকে নিয়মিত যৌন নির্যাতন দত্তক পিতার!

Image
এ বার হয়তো জীবনের অনিশ্চয়তা কাটল। এমনটাই ভেবেছিল রত্না (নাম পরিবর্তিত)। হোম-এর অনাথ জীবন থেকে রাতারাতি 'দত্তক' বাবা-মায়ের আশ্রয়ে আসা। কিন্তু সেখানে অপেক্ষা করেছিল অন্য সমস্যা। নতুন বাবা গোপাল দাস জলসম্পদ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার, মা লাকি কলিতা বিদ্যুৎ দফতরে চাকরি করেন। রত্নার অভিযোগ, মে মাসে ওই বাড়িতে যাওয়ার পরে মাস তিনেক সেখানে ছিল সে। পালক পিতা তাকে নানা ভাবে বিরক্ত করতেন। যখন-তখন জড়িয়ে ধরা, তেল মালিশের হুকুম। পরে যখন আরও বাড়াবাড়ি শুরু হয়, তখন বিদ্রোহ করে রত্না। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে হোমে ফেরে সে। হোমে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হতেই ধরা পড়ে, তার উপরে নিয়মিত যৌন অত্যাচার হয়েছে। সেপ্টেম্বর মাসে হোমের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। গ্রেফতার করা হয় ওই দম্পতিকে। এখন প্রশ্ন উঠেছে রত্নার বয়স নিয়ে। বয়স ১৮ পেরোলে ভারতীয় ফৌজদারি কার্যবিধিতে বিচার হবে, না পেরোলে পকসো আইন কার্যকর হবে। বয়স প্রমাণে তাই রত্নাকে পুলিশের সঙ্গে ছুটতে হচ্ছে মেডিক্যাল কলেজে। গোপাল দাসের বিরুদ্ধে মামলা করেছেন হোমের সচিব দিবা রায়। সেখান থেকেই বয়স নিয়ে প্রশ্ন। করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায়

৮৫ বছরের মাকে ফ্ল্যাটে বন্দি করে ৪ মাস বেপাত্তা ছেলে!

Image
পুলিশ সূত্রের খবর, ফ্ল্যাটের মেঝেতে কোনওমতে পড়েছিলেন বৃদ্ধা। পঁচাশি বছরের বৃদ্ধা মাকে বাগুইআটির দেশবন্ধুনগরে ফ্ল্যাটের মধ্যে গৃহবন্দি করে চার মাস ধরে বেপাত্তা ছেলে। শনিবার অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করল বাগুইআটি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, দেশবন্ধুনগরে ১০ মাস আগে রাজীব ঘোষের ফ্ল্যাট ভাড়া নেন সুজাতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে সুবীর বন্দ্যোপাধ্যায়। এ দিন রাজীব জানান, প্রায় চার মাসের ভাড়া বাকি রেখেছিলেন সুবীরবাবু। সেপ্টেম্বরে যে দিন ভাড়া দেওয়ার কথা ছিল, সে দিন থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বৃদ্ধা জল চেয়ে চিৎকার করলে সুবীর যে ঘরে ফেরেননি, তা ফ্ল্যাটের মালিক ও প্রতিবেশীরা জানতে পারেন। ঘর বাইরে থেকে তালাবন্ধ থাকায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। সেই সময়ে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে বৃদ্ধাকে জল ও খাবার দেওয়া হয়। প্রতিবেশী সৌরভ দেবনাথ জানান, এর পরেও ছেলে বাড়ি না ফেরায় বাড়ির মালিক ও প্রতিবেশীরাই বৃদ্ধার দেখভাল করছিলেন। সৌরভের কথায়, ''বৃদ্ধা অসুস্থ। প্রতিবেশীরা দেখলেও তাঁর যত্নের অভাব হচ্ছিল। বৃদ্ধার চিকিৎসার প্রয়োজন বুঝতে পেরে পুলিশে খবর দে

ভোটব্যাঙ্ক নন, কৃষকেরা অন্নদাতা, ফের ‘কল্পতরু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Image
পলামুতে প্রধানমন্ত্রী। ঝাড়খণ্ডে বাঁধ ও সেচ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে তিনি জানালেন— কৃষকেরা তাঁর সরকারে ভোটব্যাঙ্ক নন, অন্নদাতা। আর ওড়িশায় সাড়ে ৪ হাজার কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা করে বললেন, ''এটা আমার তরফে আপনাদের জন্য নতুন বছরের উন্নয়ন-উপহার।'' এক দিনে দুই রাজ্যে, আজ ফের 'কল্পতরু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এলপিজি-র চাহিদা মেটাতে পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর প্রকল্পের অংশ হিসেবে এ দিন বালেশ্বর-হলদিয়া-দুর্গাপুর পাইপলাইনের উদ্বোধন করে মোদী বলেন— ''এটাও জাতির উদ্দেশে উপহার।''  এর আগে, ২৪ ডিসেম্বর ভুবনেশ্বরে এসেছিলেন মোদী। সে বার সাড়ে ১৪ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিলেন। এর ১২ দিনের মধ্যে তাই ফের তাঁর ওড়িশা সফরের পিছনে ভোটের অঙ্কই দেখছেন বিরোধীরা। লোকসভা ভোটের সঙ্গেই যে এ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা! রাজনীতিক মহলের একাংশের জল্পনা, বারাণসীর বদলে এ বার পুরী থেকেও লোকসভা ভোট লড়তে পারেন মোদী। এ দিন মোদী ওড়িশায় সড়ক পরিবহণ থেকে শুরু করে পাসপোর্ট সেবা কেন্দ্র, এলপিজি ও প্রাকৃতিক গ্য