Posts

Showing posts from February 17, 2019

স্বামী-স্ত্রী জুটি বেঁধে হেরোইন ব্যবসা! পুলিসের ফাঁদে গৃহবধূ

Image
কামালগাজি বাইপাস এলাকা থেকে হেরোইন সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত মহিলা হেরোইনের ডিলার বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ৷ ধৃতের কাছ থেকে হেরোইন ছাড়াও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানার কামালগাজি বাইপাস এলাকা থেকে আজমিরা বিবি নামে ওই গৃহবধূকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে খবর, গড়িয়া এলাকার কন্দর্পপুরের বাসিন্দা ওই গৃহবধূ ও তার স্বামী সিরাজউদ্দিন মোল্লা একসঙ্গেই এই হেরোইনের ব্যবসা করে। স্বামী সিরাজউদ্দিন মোল্লা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নদিয়া জেলার পলাশিপাড়া থানা এলাকার বড় নালদা থেকে হেরোইন সংগ্রহ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে সেই হেরোইন সরবরাহ করা হত। গত দু বছরের বেশি সময় ধরে ওই দম্পতি এই ব্যবসা করে আসছে বলে ধৃত মহিলাকে জেরা করে জানতে পেরেছে পুলিশ।

FCI RECRUITMENT 2019: ৪০০০ শূন্য আসনে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার

Image
প্রায় ৪০০০ শূন্য আসনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)।  আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য আসনের সংখ্যা ৪,১০৩।  আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল- fci.gov.in । একাধিক পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পদগুলি হল, জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল), অ্যাসিস্টেন্ট গ্রেড (হিন্দি), স্টেনো গ্রেড-II (হিন্দি),  অ্যাসিস্টেন্ট গ্রেড- III (এজি III)। কীভাবে আবেদন করবেন: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। fci-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল  fci.gov.in 'online application process' লেখা লিঙ্কটির ওপর ক্লিক করুন বিজ্ঞপ্তিতে দেওয়া প্রয়োজনীয় তথ্য আপলোড করুন স্ক্যান করা ছবি আপলোড করুন এবং অ্যাপলিকেশন ফি জমা দিন 'Submit' অপশনে ক্লিক করে আপেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ডাউনলোড করুন। এবং পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্টআউট বের করে রাখুন। শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই সম্পর্কে বিস্ত

সাজানো নাটক? ‘অপহৃত’ মেয়েকে উদ্ধারের পর বিজেপি নেতাকেই গ্রেফতার করল পুলিশ

Image
এই প্রথমা বটব্যালকেই অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। লাভপুরে বিজেপি নেতার মেয়েকে অপহরণের ঘটনায় ওই নেতা সুপ্রভাত বটব্যাল-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।উদ্ধার করা হয়েছে অপহৃত তরুণী প্রথমা বটব্যালকেও। পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গে ডালখোলা স্টেশনের কাছ থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে 'অপহৃত' তরুণীর সঙ্গেই পাওয়া গিয়েছে দুই 'অপহরণকারী' রাজু সর্দার এবং দীপঙ্কর মণ্ডলকে। দু'জনেরই বাড়ি দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় লাভপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রভাত বটব্যালের বাড়িতে একদল দুষ্কৃতী ঢুকে তাঁর মেয়েকে বন্দুক দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ছিলেন না সুপ্রভাতবাবু। আরও অভিযোগ, তিনটি মোটরসাইকেলে চড়ে এসেছিল দুষ্কৃতীরা।বিষয়টি চাউর হতেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান মানুষ। সকাল হতেই ফের প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। চলে অবরোধ। ওই ঘটনাকে ঘিরে গত দু'দিন উত্তপ্ত হয়ে উঠেছিল লাভপুর এবং নানুর এলাকা। বিক্ষোভের মুখে পড়ে থানায় আশ্রয় নিতে হয় স্থানীয় তৃণমূল বিধ

পুলিশ ও ভূমি দফতরের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ছয়টি অবৈধ বালির গাড়ি

Image
জলপাইগুড়ি: চালান কাগজ সঠিক না করেই বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। সেই সব বালি পাচারকারীদের ধরতে বিশেষ অভিযানে নামল জলপাইগুড়ি ভূমি দফতর ও কোতোয়ালি থানায়। তাঁরা যৌথভাবে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক বাজেয়াপ্ত করে৷ এদিন জলপাইগুড়ি শহর ও শহরতলী এলাকায় রাস্তা ও নদীর বালির খাদানে অভিযানে নামেন প্রশাসন। মোট ছয়টি বালি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করে প্রশাসন। অভিযোগ, বাজেয়াপ্ত করা বালি গাড়িগুলির কোনটারই চালান নেই৷ আবার কোনটার চালান আছে তো তারিখ সঠিক নেই। সব গাড়ি বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে এদিন অভিযানে নেমে বালি পাচারকারীদের চালানের ক্ষেত্রে অভিনব বিষয় লক্ষ্য করেন পুলিশ কর্মী ও ভূমি দফতরের আধিকারিকরা। বেশ কিছু বালি বোঝাই গাড়ির কর্মীরা ভূমি দফতর ও পুলিশের উপস্থিত বুঝে গাড়িতে বসেই চালানে তারিখ লিখতে থাকেন। কেন এমনটা হবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভূমি দফতর। নিয়ম বালির চালানে বালির পরিমাণ ও তারিখ সহ সময় লেখা থাকবে৷ কিন্তু এদিন গাড়ি নিয়ে যাওয়ার সময় সেই রকম তারিখ কিংবা সময় কোনটাই এদিন লক্ষ করা যায়নি। এই কারণে বালি বোঝাই গাড়িগুলি বাজেয়াপ্ত করে প্রশাসন। অন্যদিকে বেশ কিছু গাড়িতে এদিন অভারলোড বালি পাথর তুলে পাচার করা

শ্বেত চন্দন চাষে লাভ কোটি টাকা, রাজ্যে বাড়ছে উৎসাহ

Image
বর্ধমান: এই প্রথম শ্বেত চন্দন চাষে গোটা ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গের নামও উঠতে চলেছে৷ কর্ণাটকের মহীশূর, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি স্থান পাচ্ছে পশ্চিমবঙ্গ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা শ্বেত চন্দন চাষের প্রোজেক্ট ডাইরেক্টর ড. জগতপতি তা৷ তাঁর হাত ধরেই এবার বাংলাও শ্বেত চন্দন চাষের তালিকায় নাম তুলতে চলেছে৷ ২০১৭ সাল থেকেই এই বিষয়ে ব্যাপারে ব্যাপক গবেষণা এবং শ্বেত চন্দনের চারা তৈরির প্রকল্প হাতে নিয়েছেন জগত বাবু। তিনি জানিয়েছেন, ২০১৩ সালে ব্যাঙ্গালোরে একটি আন্তর্জাতিক সেমিনার হয়। সেখান থেকেই তিনি জানতে পারেন বাংলায় শ্বেত চন্দন গাছের চাষ তেমন হয় না। আর তাই বৃক্ষ মানচিত্রে নাম নেই এই মহা মূল্যবান গাছ চাষের এলাকা হিসাবে বাংলার।  তিনি আরও জানান, এরপরই তিনি রাজ্য সরকারের কাছে একটি প্রোজেক্ট জমা দেন। তা অনুমোদন হলে বর্ধমান রাজ কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষা নিরুপমা গোস্বামী ভট্টাচার্যের সহযোগিতায় ওই কলেজের ভেষজ বাগানে তিনি প্রায় ৩০ লক্ষ টাকার এই প্রোজেক্টর কাজ শুরু করেন। তাঁর সঙ্গে রয়েছেন একজন পিএইচডি স্কলারও। ইতিমধ্যেই এই প্রোজেক্টে ভালো

সেলফিতে মজে পা হড়কে সটান খাদে, লাচুংয়ে মৃত্যু বাঙালি যুবতীর

Image
সেলফি তুলতে গিয়ে পাহাড় থেকে নদীর খাদে পড়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃত প্রিয়াঙ্কা বাগচি কলকাতার রাজারহাটের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের লাচুং চু নদীতে। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লাচুং ঘুরতে এসেছিলেন প্রিয়াঙ্কা। শুক্রবার বিকেলে সবাই মিলে লাচুং চু নদীর কাছে ঘুরতে যান। মনোরম প্রাকৃতিক পরিবেশের স্মৃতি মোবাইল ক্যামেরায় ধরে রাখতে সবাই যখন ব্যস্ত ঠিক তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।প্রত্যক্ষদর্শীদের কথায়, বাকি সবাই নদীর থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। কিন্তু, অতিরিক্ত সাহসী হয়ে নদীর দিকে পিছন করে ঝুঁকে সেলফি তোলার চেষ্টা করছিলেন প্রিয়াঙ্কা। হঠাৎ পা হড়কে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে খাদ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় গ্যাংটকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও কেউ কেউ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ওই এলাকায় থাকা পর্যটকদের মধ্যে। এরপরই এই ধরনের দুর্ঘটনা ঠেকাতে হিমালয়ান হোটেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্

‘পাকিস্তানকে বিরাট মূল্য চোকাতে হবে’, প্রত্যাঘাতের হুঁশিয়ারি এ বার ইরানের

Image
ইরানের বিদেশ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।  এক দিনের ব্যবধান। দুই দেশে নিরাপত্তা কর্মীদের নিশানা করে হামলা চালিয়েছে জঙ্গিরা। ইরানে এবং ভারতে। দু'দেশেই ব্যাপক প্রাণহানি হয়েছে। দু'ই হামলারই নেপথ্যে পাকিস্তান। সেই হামলার 'ক্ষত' নিয়েই এ বার পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল ইরান।একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল নয়াদিল্লি ও তেহরান। সুষমা স্বরাজের তেহরান সফরের পর যৌথ বিবৃতিতে দুই জঙ্গি হামলারই তীব্র নিন্দা করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায়। মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জন জওয়ানের। আবার তার আগের দিনই ইরানের অভিজাত সুরক্ষাবাহিনী রিভলিউশনারি গার্ডস-এর জওয়ানদের উপর আত্মঘাতী হমলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৭ জন নিরাপত্তারক্ষীর। ঘটনায় উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ আল আদিল-এর নাম। ওই ঘটনাগুলির জেরে দুই দেশই কার্যত শোকগ্রস্ত।  সেই শোকের আবহেই বুলগেরিয়া যাওয়ার পথে সংক্ষিপ্ত সফরে শনিবার তেহরানে যান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক হয় ইরানের বিদেশ প্রতিমন্ত্রী সৈয়দ

‘আপনার মতো একই আগুন জ্বলছে আমার বুকেও’, পুলওয়ামা হামলায় ফের ঝলসে উঠলেন মোদী

Image
একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করতে রবিবার বিহারের বারউনিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনও পুলওয়ামার ঘটনার রোমান্থন করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। শহিদ সিআরপিএফ জওয়ান পাটনার সঞ্জীব কুমার সিনহা এবং ভাগলপুরের রতন কুমার ঠাকুরের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। জঙ্গি হামালার ঘটনাকে চাঁচাছোলা ভাষায় নিন্দা করে মোদী বলেন, দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি অনুভব করছি। জেনে রাখুন, যে আগুন আপনার বুকে জ্বলছে, আমার বুকেও সেই আগুন জ্বলছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি অমৃত যোজনার ২২টি প্রকল্পেরও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। জগদীশপুর-বারাণসী প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ফুলপুর-পাটনার সেকশন এ দিন উদ্বোধন করেন মোদী।  তবে, এ সব কিছুর মধ্যেও প্রধানমন্ত্রীর বক্তৃতায় পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনাই বারংবার উঠে এসেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ-র কনভয়ে জঙ্গি হামলায় নিহন হন ৪০ জওয়ান। এই ঘটনার দায় স্বীকার ক

পিএফ আটকে কয়েক লক্ষ জনের

Image
উদয় পাঁজা। চা তৈরির কাজ করতেন ধর্মতলার মিষ্টির দোকানে। দীর্ঘ ৩১ বছর ধরে টাকা কাটিয়েছেন কর্মী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ)। কিন্তু সেখান থেকে 'অবসরের পরে' তিন বছর কেটে গিয়েছে। কিন্তু পিএফের টাকা পাননি। কারণ, পিএফ দফতরে তাঁর যে জন্ম তারিখ নথিবদ্ধ রয়েছে, তার সঙ্গে আধারের তথ্য মিলছে না। বরাহনগর চটকলে কাজ করতেন সুধাংশু মণ্ডল। অবসর নিয়েছেন প্রায় তিন বছর আগে। কিন্তু এখনও পিএফের টাকা হাতে পাননি তিনিও। কারণ, পিএফের খাতায় নথিভুক্ত নামের বানানের সঙ্গে সামান্য ফারাক রয়েছে আধারে তাঁর নামের বানানে। শুধু উদয় বা সুধাংশু নন, এ ধরনের ফারাকের কারণে সারা দেশে আটকে রয়েছে কয়েক লক্ষ জনের। তাঁদের অভিযোগ, ''আমাদের নাম, জন্ম তারিখ উল্লেখ করে যে ফর্ম নিয়োগকারী পিএফ দফতরে পাঠিয়েছিলেন, তার ভিত্তিতেই এত বছর ধরে টাকা জমা নেওয়া হল। অথচ টাকা দেওয়ার সময়ে বলা হচ্ছে, ওই কাগজ যথেষ্ট নয়!'' তাঁদের প্রশ্ন, ''তাহলে মাঝে কখনও অন্য প্রামাণ্য নথি চাওয়া হল না কেন? এমনকি পেনশন চালুর সময়েও নয়!'' অভিযোগ • বছরের পর বছর পিএফের জন্য টাকা কাটিয়েও অবসরের পরে তা হাতে পাচ্ছেন না কয়েক লক্ষ জন।  মূলত এঁরা

বাঁকুড়ার গর্ব এখন গবেষক চয়ন

Image
বাঁকুড়া: ঘরের ছেলের সৌজন্যে আরও একবার সারা বিশ্বে উজ্জ্বল হল বাঁকুড়ার নাম। বাঁকুড়া শহরের সিনেমা রোডের বাসিন্দা চয়ন দত্ত সুদূর আমেরিকার রাইস ইউনিভার্সিটিতে তাঁর 'পোষ্ট ডক্টরাল' গবেষণায় তৈরি করলেন নতুন একটি 'মাইক্রোস্কোপ'৷ এই নবনির্মিত মাইক্রোস্কোপ বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে প্রথাগত মাইক্রোস্কোপের চেয়ে ২০ গুণ দ্রুততার সঙ্গে কাজ করবে৷ 'আণবিক প্রসেস' গুলির বিশ্লেষণ করার পাশাপাশি 'ডাইমেনশান মাইক্রোস্কোপ ফোর ডাইমেনশানের তথ্য সংগ্রহ' করতে পারবে বলে জানা গিয়েছে। এর ফলে জীবন্ত ক্যান্সারের কোষ সংক্রান্ত বিশ্লেষণে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে। যা চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছে বলে অনেকে মনে করছেন। ছেলে চয়ন দত্তের এই সাফল্যে খুশির হাওয়া শহরের সিনেমা রোডের দত্ত বাড়িতে। খুশির জোয়ারে ভাসছেন বাবা নিতাই দত্ত, মা মঞ্জুর দত্তর সঙ্গে আপামর জেলাবাসী। চয়নের পরিবার সূত্রে খবর, ছোটো থেকেই কৃতি ছাত্র হিসেবে পরিচিত সে। ২০০৪ সালে বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছিল। তারপর উচ্চ মাধ্যমিকও ওই স্কুলেই। কলকাতার প্রেসিডেন্সি কলেজে

৪০ সিআরপিএফ শহিদ জওয়ানের বদলা নিল ভারতীয় হ্যাকররা

Image
ইসলামাবাদ:  ৪০ সিআরপিএফ শহিদ জওয়ানের বদলা নিল ভারত! পাকিস্তানের ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকররা। এমনকি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল জানিয়েছেন, ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না। আর তা খোলা যাচ্ছে না বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসছে। এটি ভারতের হ্যাকারদের কাজ বলে সন্দেহ করছে পাকিস্তান। ফয়সল আরও জানিয়েছেন, যদিও সংশ্লিষ্ট ওয়েবসাইটটি খুলতে পাকিস্তানে কোনও সমস্যা হচ্ছে না। কিন্তু সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও নেদারল্যান্ডসে এই ওয়েবসাইট খোলা যাচ্ছে না। তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন। কীভাবে ফের নতুন করে ওয়েবসাইটটি সমস্ত দেশ থেকে দেখতে পাওয়া যায় সেজন্যে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি আধিকারিকরা কাজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।   অন্যদিকে জানা গিয়েছে, পাকিস্তানের হ্যাক হওয়া ওয়েবসাইটি খুললেই ভেসে উঠেছে ভারতের পতাকা। এমনকি, শোনা যাচ্ছে ভারতীয় জাতীয় সঙ্গীতও।

সম্পত্তি নিয়ে বিবাদ, দেওরের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় আক্রান্ত বিধবা

Image
ডায়মন্ড হারবার : দেওরের কুপ্রস্তাবে রাজি হওয়া তো দূরের কথা। মৃত স্বামীর ভাগের সম্পত্তি ছেড়ে দিতেই রাজি হননি। তাই তিরিশ বছরের এক বিধবা মহিলার ওপর আক্রমণ চালাল দেওর ও শ্বশুরবাড়ির লোকজন। আর তাদের সেই নির্মম অত্যাচারকে রীতিমত মদত দিয়ে গেল গ্রামেরই কিছু মাতব্বর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গোতলাহাটের ঘটনায় অভিযোগ এমনই। শুধু তাই নয়, ওই মহিলার আট বছরের ছেলেকেও তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। অত্যাচারিত ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা তাঁকে লাথি, ঘুষি, রড, বাঁশ ও জুতো দিয়ে মারতে শুরু করলে তিনি মাটিতে পড়ে যান। সেই অবস্থায় তাঁর হাত বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে প্রায় অর্ধনগ্ন অবস্থায় একটি গাছে বেঁধে রেখে মারধর করা হয়। সমস্ত ঘটনা জানিয়ে শুক্রবার ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গোতলাহাটের সুলতানগঞ্জের বাসিন্দা বছর তিরিশের সাগরিকা বেওয়া। স্বামী ইজাজুল শেখ মারা গেছেন দু'বছর ছ'মাস আগে। তাঁদের একটি আট বছরের ছেলেও রয়েছে। নাম রাকিবুল। কিন্তু, শ্বশুরবাড়ির অত্যাচারে বোরহানপুর গ্রামে নিজের বাপের বাড়িতে চলে যান ত

শৌচালয়ের জল দিয়ে তৈরি হচ্ছে চা! ফাঁস হল চাঞ্চল্যকর ভিডিও

Image
লম্বা সফরে ছুটন্ত ট্রেনে চা খান তো নিশ্চয়ই? কামরায় ওঠা হকারদের থেকে কিনেই খান? তাহলে এবার থেকে সাবধান হয়ে যান। আপনার চুমুক দেওয়া চায়ের জলটি আদৌ কতটা স্বাস্থ্যকর, খতিয়ে দেখে নেওয়ার সময় এসে গিয়েছে। শৌচালয়ের জল দিয়ে চা তৈরি করে তা যাত্রীদের কাছে বিক্রি করার অভিযোগ কিন্তু আকছারই ওঠে। কিন্তু নিজের চোখে না দেখলে, এই অভিযোগকে গুরুত্ব দেন না অনেকেই। এবার সামনে এল ট্রেনে চা তৈরির পদ্ধতি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, শৌচালয়ের জল নিয়ে চা বানাচ্ছেন জনৈক চাওয়ালা। আইআরসিটিসির এক শ্রেণির কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আগেও উঠেছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যন্ত্রণা বাড়িয়ে দিল রেলের। এবার এই অভিযোগ একেবারে ভিডিও ক্লিপিং-সহ রেল বোর্ড কর্তাদের হাতে তুলে দিলেন যাত্রীরা। যা বোর্ডের কাছে বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখা গিয়েছে, এই ক্লিপিংয়ের একেবারে সামনে রয়েছেন একজন রেল আধিকারিক। যাত্রীরা তাঁকে জলের নমুনা তুলে দিচ্ছেন। আধিকারিক এসিএম (টিসি) জি ডি মিনা নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে যাত্রীদের অভিযোগের সঙ্গে নোংরা জলের বোতলও সংগ্রহ করলেন। পশ্চিম রেলের দাদার-মাডরগাঁও জনশতাব্দী এক্সপ্রেসে এ

দেশব্যাপী কাশ্মীরি ছাত্রছাত্রীদের হয়রানির অভিযোগ! হেলপ লাইন খুলল সিআরপিএফ

Image
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর বেশের বিভিন্ন জায়গায় তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরি ছাত্রছাত্রীরা। এদিকে এই হয়রানির অভিযোগ ওঠটার পর সিআরপিএফ-এর তরফ থেকে হেল্পলাইন খোলা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে সিআরপিএফ। হয়রানি নিরসনে সিআরপিএফ সিআরপিএফ-এর তরফে সিআরপিএফ মদতঘর নামে টুইটার হ্যান্ডেলও খোলা হয়েছে। ছাত্র থেকে সাধারণ নাগরিক, যাঁরা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, তাঁদের জন্য ২৪ ঘন্টাই হেলপ লাইন খোলা হয়েছে। হয়রানি নিরসনে দেওয়া হয়ছে টোল ফ্রি নম্বর 14411। এসএমএস করে জানানো যেতে পারে 7082814411 নম্বরেও। কাশ্মীরি ছাত্রছাত্রীদের অভিযোগ ভারতের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন কাশ্মীরি ছাত্রছাত্রীরা। পুলওয়ামা হামলার পর থেকেই প্রায় প্রতিদিনই অভিযোগ আসছে কাশ্মীরিদের হয়রানি করার। তবে অনেকেই কাশ্মীরিদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। ওমর রাজনাথ সাক্ষাৎ কাশ্মীরের ছাত্রছাত্রীদের হয়রানির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথা বলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সিআরপিএফ কনভয়ে হামলার কড়া প্রত্যুত্তরের প্রস্তাবে আপত্তি উঠল সর্বদলীয় বৈঠকে

Image
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে এবং সংসদীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের ডাকা বৈঠকে ছিলেন বিরোধীরা।  পুলওয়ামা-কাণ্ড নিয়ে ডাকা আজকের সংসদীয় নেতাদের সর্বদলীয় বৈঠকে সিআরপি কনভয়ে হামলার 'কড়া প্রত্যুত্তর' দেওয়ার প্রস্তাব পাশ করাতে চাইছিল কেন্দ্রীয় সরকার। উপস্থিত কংগ্রেস, তৃণমূল সাংসদদের আপত্তিতে খসড়া থেকে ওই অংশটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। এসপি, বাম-সহ অন্য বিরোধীরাও আপত্তি তোলেন। রাজনৈতিক সূত্রে এ কথা জানা গিয়েছে।  আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে এবং সংসদীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের ডাকা বৈঠকে বিরোধীদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, এনসিপি-র শরদ পওয়ার, এনসি-র ফারুক আবদুল্লা-সহ অন্যান্য দলের সংসদীয় নেতারা। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারাও। কেন্দ্রীয় দুই মন্ত্রী উপস্থিত থাকলেও বিজেপি-র কোনও সংসদীয় নেতা না থাকা নিয়ে গোড়াতেই প্রশ্ন তোলেন বিরোধীরা। ওই বৈঠকে কেন্দ্রের তৈরি করা প্রস্তাবের খসড়ার যে অংশটি নিয়ে আপত্তি করেন বিরোধীরা, সেটি ছিল এ

আমদানি শুল্ক বেড়ে ২০০%, পাকিস্তান নিয়ে আরও কড়া ভারত

Image
পাকিস্তান থেকে আমদানিকৃত জিনিসের উপর আবগারি শুল্ক বাড়াল ভারত। হাতে মারার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে পাকিস্তানকে ভাতে মারার প্রক্রিয়াটা সেরে ফেলেছে ভারত। পুলওয়ামায় হামলার পর দিনই পাকিস্তানের 'মোস্ট ফেভারড নেশন (এমএফএন)' বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ-এর তকমা কেড়ে নিয়েছিল ভারত। এ বার সে দেশ থেকে আমদানিকৃত সব জিনিসের উপর ২০০ শতাংশ আবগারি শুল্ক চাপিয়ে দিল ভারত। ফলে বাণিজ্যিক ভাবে ইমরান খানের দেশ আরও বেকায়দায় পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। সেই হামলায় নিহত হয়েছেন ৪৯ জন জওয়ান। পাকিস্তানকে 'উচিত শিক্ষা' দিতে প্রথমেই বাণিজ্যিক ভাবে একঘরে করার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে পাকিস্তানকে যাতে আন্তর্জাতিক মহল থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, কূটনৈতিক স্তরে সেই প্রক্রিয়াও শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেয় কেন্দ্র। পাকিস্তানকে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করার প্রথম ধাপটা ছিল এমএফএন-এর তকমা প্রত্যাহার এবং দ্বিতীয় ধাপটা কী হবে শনিবারেই ঘোষণা করে দিয়েছিল কেন্দ্র। ওই দিন সন

ফেব্রুয়ারির আট দিনই দিল্লিকে পিছনে ফেলে ‘দূষণশ্রী’ শহর

Image
দূষণ: ধুলো-ধোঁয়া থেকে বাঁচতে যানশাসনে ব্যস্ত ট্র্যাফিক পুলিশকর্মীর ভরসা এক টুকরো কাপড়ই। ডানলপ মোড়ে।  ফের বায়ুদূষণের নিরিখে দিল্লিকে পিছনে ফেলল কলকাতা। এ বার এক দিন, দু'দিন নয়। ধারাবাহিক ভাবে আট দিন! কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, বায়ুসূচকের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) মাপকাঠি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে আট দিনই দিল্লির বাতাসের থেকে কলকাতার বাতাসের মান খারাপ ধরা পড়েছে। শুধু তাই নয়, ওই দু'সপ্তাহে গড়ে ৮৫টা শহরের বাতাসের মান পরিমাপ করেছিল পর্ষদ, সেখানে প্রতিবারই প্রথম দশটি দূষিত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা! পর্ষদের তথ্যে যা ধরা পড়েছে তাতে উদ্বেগের আরও কারণ থাকছে। কারণ, ওই ১৫ দিনের মধ্যে এক দিনও শহরের বাতাসের মান 'ভাল' বা 'সন্তোষজনক' ছিল না। প্রসঙ্গত, বাতাসের মানের প্রেক্ষিতে বায়ুসূচকের ছ'টি ভাগ রয়েছে।—'ভাল' (বায়ুসূচকের মাত্রা-০-৫০), 'সন্তোষজনক' (৫১-১০০), 'মাঝারি' (১০১-২০০), 'খারাপ' (২০১-৩০০), 'অত্যন্ত খারাপ' (৩০১-৪০০) এবং 'মারাত্মক' (৪০১-৫০০)। ছ'টি মাত্রাই নির্ধারিত হয়েছে ন

পাকিস্তানকে ইরান সেনাপ্রধানের কড়া হুমকি, সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিলে পদক্ষেপ

Image
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের উপর চাপ বাড়াল ইরানও। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ প্রথম থেকেই ভারত করে আসছে, ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পসের চিফ কম্যান্ডার মেজর জেনারেল মহমম্দ আলি জাফারিও একই কথা বললেন। পুলওয়ামার ঢঙেই দিন কয়েক আগে ইরানের সেনা জওয়ানদের উপর আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণ ২৭ সেনা শহিদ হন। ইরানের মেজর জেনারেলের দাবি, এই হামলায় পরোক্ষে পাক যোগ রয়েছে। পাকিস্তান সরকার বিদ্রোহীদের তাদের দেশে আশ্রয় দিচ্ছে। সেই নিরাপদ আশ্রয়ে বসে ইসলামকেই হুমকি দিয়ে চলেছে ওই জঙ্গিরা। এরপর হুঁশিয়ারির সুরে বলেন, যদি পাকিস্তান ওই বিদ্রোহীদের শাস্তি না দেয়, আমরাই পদক্ষেপ করব।

শহিদ পরিবারের সন্তানদের পড়াশুনার দায়িত্বভার নিতে তৈরি বীরু

Image
নয়াদিল্লি: একটা সন্ত্রাসবাদী হামলা। আর তাতেই এককাট্টা গোটা ভারতবর্ষ। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের ঘৃণ্য হামলার বলি তরতাজা চল্লিশেরও বেশি জওয়ানের প্রাণ। পুলওয়ামার জঙ্গি হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে শহিদ জওয়ানদের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন মহল। পিছিয়ে নেই দেশের ক্রীড়ামহলও। অবন্তীপুরার ঘটনায় মর্মাহত দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে শোকজ্ঞাপন করেছিলেন আগেই। এবার বীর শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশুনার দায়িত্বভার নিতে আগ্রহ প্রকাশ করলেন তিনি। ঝাজ্জরে নিজের আন্তর্জাতিক স্কুলে শহিদ সন্তানদের পড়াতে চান তিনি। পুলওয়ামার ঘটনায় শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে সেহওয়াগের এই ঘোষণা দৃষ্টান্ত স্থাপন করল।  টুইটারে শনিবার তিনি লেখেন, 'আমরা যাই করি না কেন তা পর্যাপ্ত হবে না। কিন্তু পুলওয়ামায় বীর শহিদ জওয়ানদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বভারটুকু আমি নিতে প্রস্তুত। ঝাজরে আমার স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের পড়াশুনার পাঠ নিলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব।' উপত্যকায় মর্মান্তিক ঘটনার পর সেহওয়াগের এই ঘোষণা স্বাভাবিকভাবে হৃদয় ছুঁয়ে যায় দেশবাসীর। উল্লেখ্য, বৃহস্পতিবার উপত

রূপান্তরিত মহিলাকে বিয়ে করে নজির গড়লেন এই ব্যক্তি

Image
ভোপাল: দুই তরুণ-তরুণীর প্রেম৷ যার পরিণতি গড়াল বিয়ে অবধি৷ ভ্যালেন্টাইস ডে'তে চার হাত এক হয় তাদের৷ এখানে বলে রাখা ভালো আর পাঁচটা ভালোবাসার গল্পের থেকে এই গল্প আলাদা৷ তাহলে খুলেই বলা যাক৷ প্রেমিকের ভালোবাসার পাত্রী এক রূপান্তরিত মহিলা৷ এমন এক মহিলাকে বিয়ে করে নজির গড়লেন ৩২ বছর বয়সী জুনেইদ খান৷ তবে এই বিয়ের জন্য কম ঝামেলা পোহাতে হয়নি জুনেইদকে৷ একে মেয়ে রূপান্তরিত৷ তার উপর হিন্দু৷ ফলে সমাজের সব দিক থেকে জুনেইদের উপর আসে চাপ৷ কিন্তু সব বাধা হেলায় উড়িয়ে ১৪ ফেব্রুয়ারি জয়াকে সিংপারমারকে বিয়ে করেন তিনি৷ মধ্যপ্রদেশের একটি মন্দিরে বসে বিয়ের আসর৷ জয়া হিন্দু মেয়ে৷ তাই হিন্দু রীতিনীতি মেনে বিয়ে হয় তাদের৷ এবার ইসলাম মতে বিয়ে হবে তাদের৷ সেই প্রস্তুতিও চলছে৷ বিয়ের পর উচ্ছসিত জয়া৷ জানিয়েছেন, এখন এই দেশে এক রূপান্তরকামী বা রূপান্তরিত পুরুষ ও নারীর বিয়ের কথা কেউ চিন্তাই করতে পারে না৷ জুনেইদের পরিবার শুরু থেকে তাদের সম্পর্কের বিরোধী ছিল৷ তাস্বত্ত্বেও জুনেইদ তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়৷ শ্বশুড়বাড়ি এখনও জয়াকে মেনে নেয়নি৷ আশা খুব তাড়াতাড়ি তাঁকে মেনে নেবে জুনেইদের পরিবার৷

দেশজুড়ে হেনস্থার শিকার কাশ্মীরি পড়ুয়ারা

Image
নয়াদিল্লি: পুলওয়ামার জঙ্গি হামলার রোষ আছড়ে পড়ল কাশ্মীরি পড়ুয়াদের একাংশের উপর৷ দেশের নানা প্রান্ত থেকে তাদের হেনস্থার খবর পাওয়া গিয়েছে৷ আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরি পড়ুয়ারা৷ তাদের সাহায্যে এগিয়ে এল সিআরপিএফ৷ চালু হল হেল্পলাইন নম্বর৷ ২৪ ঘণ্টা খোলা থাকবে এই হেল্প লাইন নম্বর৷ অসুবিধায় পড়লে ফোন করলে মিলবে সাহায্য৷ পরিস্থিতির দিকে নজর রাখছে কাশ্মীর প্রশাসনও৷ হেল্প লাইন নম্বরটি হল ১৪৪১১ অথবা ৭০৮২৮১৪৪১১ এই নম্বরে এসএমএস করার কথাও জানানো হয়েছে৷ শনিবার দেশের নানা প্রান্ত থেকে কাশ্মীরি পড়ুয়ারা তাদের প্রতি হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন৷ যেমন উত্তরাখণ্ডের দেরাদুনে একদল কাশ্মীরি পড়ুয়াকে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বাড়ির মালিক৷ সম্পত্তি নষ্ট হতে পারে এই আশঙ্কায় কাশ্মীরি পড়ুয়াদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ খবরটি ছড়িয়ে পড়তেই দেরাদুন পুলিশের তরফে কাশ্মীরি পড়ুয়াদের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে৷ অন্যদিকে চন্ডীগড়ের আম্বালাতেও একই ঘটনা ঘটেছে৷ সেখানে গ্রামের এক পঞ্চায়েত প্রধান কাশ্মীরি পড়ুয়াদের ভাড়া বাড়ি থেকে উচ্ছেদ করার বিধা

অস্ত্র হাতে ‘সিরিয়াল কিলার’ জামাই ঢুকে পড়ল বাড়িতে! একে একে নৃশংস খুন স্ত্রী-শ্বশুরকে

Image
দিনদুপুরে অস্ত্র হাতে শ্বশুরবাড়িতে হানা দিয়ে স্ত্রী ও শ্বশুরকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল জামাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনাহাটার গোবরছড়া বাজার এলাকায়। বাড়ির উঠোনে পড়েছিল রক্তাক্ত দুটি দেহ। স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিন দিনদুপুরে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা এলাকায় ভাঙচুর চালায়। এই ঘটনায় অভিযুক্ত মাধব বিশ্বাস পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছেন তদন্তকারী পুলিশ অফিসাররা প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খুন। শ্বশুরবাড়িতে এসে খুন বঁটি নিয়ে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে মাধব। এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রীকে। মেয়ের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন শ্বশুর। তাঁকেই একইভাবে খুন করা হয়। মুহূর্তের মধ্যেই জোড়া খুন করে চম্পট দেয় মাধব। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই সে বেপাত্তা হয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এই খুনের পিছনে কী কারণ, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন শ্বশুরবাড়িতে চড়াও হয়ে স্ত্রীর

ঘর বাঁধতে ঘর ছাড়লেন দুই যুবতী

Image
'প্রেমিকা'র বাড়ি গিয়ে তাঁকে বিয়ে করতে চাইলেন যুবতী। 'পাত্রী'র পরিবারের বাধা থাকলেও শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে ঘর ছাড়লেন দু'জন। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। সাক্ষী রইল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বেরেলা গ্রাম। বেরেলার বাসিন্দা বছর তেইশের কলেজছাত্রীর সঙ্গে হুগলির সিঙ্গুরের বারুইপাড়ার বছর চব্বিশের যুবতীর পরিচয় বছর চারেক আগে। ব্যান্ডেলে ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) শিবিরে। আলাপ ঘনিষ্ঠতায় বদলায়। দু'জনেই বাড়িতে জানান সম্পর্কের কথা। পছন্দের কথা। হুগলির যুবতী জানান, তাঁর মা এই সম্পর্কের কথা জেনে বাড়ি থেকে বার করে দিয়েছেন। তিনি বারুইপাড়ায় ভাড়া থাকেন। মেয়ে 'মেয়েকে বিয়ে করতে চায়' জেনে বাধা আসে জামুড়িয়ার পরিবারটি থেকেও। কিন্তু এক সঙ্গে থাকার ভাবনা বদলাননি দুই কন্যা। শুক্রবার দুপুরে জামুড়িয়ায় আসেন সিঙ্গুরের মেয়েটি। প্রস্তাব দেন 'বিয়ে'র। বাধা হয়ে দাঁড়ান জামুড়িয়ার যুবতীর বাবা, মা। তবে কলেজছাত্রী বলে দেন, ''আমরা দু'জন দু'জনকে ছাড়া বাঁচব না।'' হুগলির যুবতীও বলেন, ''আমি কলকাতার এক হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করি। দ

৪৮ ঘণ্টা পার, তবুও খোঁজ নেই অপহৃতের

Image
নিশানা: ভাঙচুরের পরে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের গাড়ি। শনিবার লাভপুরের কাছে।  লাভপুরে ঢুকতে গিয়ে 'গণবিক্ষোভের' মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। অভিযোগ, বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়। ঢিলও ছোড়া হয় তাঁর দিকে। অভিযোগ, তাড়া খেয়ে থানায় 'আশ্রয়' নেন মনিরুল। ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছে শাসক দল। তা মানতে চাননি বিজেপি নেতারা। তাঁদের দাবি, ৪৮ ঘণ্টা পরেও অপহৃতের হদিস না পাওয়ায় গণবিক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লাভপুরের বাবুপাড়ায় বিজেপির জেলা কমিটির এক সদস্যের স্কুলশিক্ষিকা মেয়েকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে তিন দুষ্কৃতী। অভিযোগের আঙুল ওঠে শাসকদলের দিকে। খবর ছড়িয়ে পড়তে রাতেই বিক্ষোভ শুরু হয় লাভপুরে। স্থানীয় সূত্রে খবর, শনিবার লাভপুরে ঢুকতে গেলে ইন্দাস গ্রামের কাছে মনিরুলের গাড়ি 'আটকে' দেন বিক্ষোভকারীদের একাংশ। তা নিয়ে দু'পক্ষের বচসা শুরু হয়। অভিযোগ, বিধায়কের সঙ্গে থাকা দু'টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পরে অন্য পথে লাভপুর থানায় পৌঁছন মনিরুল। বিকেল সাড়ে ৪টে নাগাদ সেখান থেকে সা

‘হাতটাই তো নেই, আমি লিখব কী করে’! কান্না থামাতে হিমশিম মা

Image
হাসপাতালে পৃথা। শনিবার। নিজস্ব চিত্র কনুই থেকে তার ডান হাতের বাকি অংশ আর নেই। শুক্রবার রাতেই কাটা গিয়েছে। ডান গালে ক্ষত। থুতনিও কেটে গিয়েছে! বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি এমনই এক শিশুকন্যার কান্না থামাতে শনিবার দিনভর হিমশিম খেয়েছেন তার বাড়ির লোকজন। কিছুই হয়নি, সব ঠিক আছে বোঝালেই উত্তরে সে বলছে, ''তোমরা মিথ্যে কথা বলছ। হাতটাই তো নেই, আমি লিখব কী করে?'' কোনওমতে কান্না চেপে মেয়ের শয্যা থেকে দূরে সরে গেলেন শিশুকন্যার মা শম্পা সরকার। তার পরে বললেন, ''সারাদিন এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ঘুরতে হয়েছে। অ্যাম্বুল্যান্সের চালক তো রাস্তাই চেনেন না। দ্রুত অস্ত্রোপচার করানো গেলে মেয়ের হাতটা হয়তো কাটা যেত না।'' শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় স্কুলে যাওয়ার পথে অটো উল্টে গুরুতর জখম হয় পৃথা সরকার নামে ওই স্কুলপড়ুয়া। অটোয় পৃথা ছাড়া আরও কয়েক জন পড়ুয়া ছিল। পরিজনেরা জানাচ্ছেন, ঘটনার কিছু আগে 'ড্রাইভারকাকু'র পাশে বসবে বলে চালকের ডান দিকে গিয়ে বসে সে। একটি কুকুর সামনে পড়ে যাওয়ায় চালক দ্রুত ব্রেক কষলে অটোটি উল্টে যায়। ডান কনুই থেকে কেটে গিয়ে ঝুল

জম্মুতে নিশানায় কাশ্মীরিরা, জনতার হামলায় আহত ৩৭

Image
সুনসান শ্রীনগরে মোতায়েন বাহিনী। শনিবার। পুলওয়ামার জঙ্গি হামলার জেরে কার্যত বিরোধ দেখা দিয়েছে জম্মু ও কাশ্মীরের মধ্যে। এক দিকে জম্মুতে কাশ্মীরিদের উপরে হামলার জেরে জারি করতে হয়েছে কার্ফু। জনতার হামলায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। অন্য দিকে কাশ্মীরিদের উপরে হামলার প্রতিবাদে আজ হরতাল হয়েছে উপত্যকায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মতে, পুলওয়ামার হামলা যেন কোনও বিভেদকামী চক্রান্তে ইন্ধন না জোগায় তা নিয়ে সতর্ক থাকতে হবে। গত কাল পুলওয়ামার হামলার প্রতিবাদে জম্মুতে হরতালের ডাক দেয় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। জম্মুর বিভিন্ন অংশে বড় মাপের পাকিস্তান-বিরোধী বিক্ষোভ শুরু হয়। ক্রমশ তা কাশ্মীরি-বিরোধী বিক্ষোভের চেহারা নেয়। কাশ্মীরিপ্রধান এলাকা  বেছে বেছে হামলা শুরু হয়। পুলিশ জানিয়েছে, জুয়েল চক, পুরানি মান্ডি, রেহরি, শক্তিনগর, পাক্কা ডাঙ্গা, জানিপুর, গাঁধীনগর, বক্সীনগর এলাকায় পথে নামে জনতা। গুজ্জর নগরে কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। অন্য রাজ্যেও কাশ্মীরিদের উপরে হামলার অভিযোগ উঠেছে। শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক।  আজও বিক্ষিপ্ত হিংসা দেখেছে জম্মু। নামপ্রকাশে অনি

নেটফ্লিক্স বা ইউটিউবে সিনেমা আপলোড করলে আটকাতে পারবেন তো? প্রশ্ন অনীকের

Image
কলকাতার একটি মাল্টিপ্লেক্সে অনীক দত্ত (বাঁ দিকে)। ভূতের 'ভবিষ্যৎ' ছিল। কিন্তু 'ভবিষ্যতের ভূত'?  কোনও এক 'ভৌতিক' কারণে হঠাৎ 'ভবিষ্যতের ভূত' দেখা বন্ধ হয়ে গিয়েছে কলকাতায়। শুক্রবারই মুক্তি পেয়েছিল পরিচালক অনীক দত্তের এই ছবি। শনিবার দুপুর থেকেই তার প্রদর্শন শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে স্থগিত হয়ে যায়। কেন স্থগিত হয়েছে, তার সদুত্তর দর্শকেরা তো দূর অস্ত, খোদ পরিচালকও খুঁজে পাননি। আর লালবাজারের তরফে দাবি করা হয়েছে, তারা কাউকে সিনেমা বন্ধের নির্দেশ দেয়নি।  এই পরিস্থিতিতে গোটা ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন পরিচালক। এবং তাঁর প্রশ্ন, ''আমি যদি নেটফ্লিক্স বা ইউটিউবে এই সিনেমা আপলোড করি, আটকাতে পারবেন তো?'' অনীকের 'ভূতের ভবিষ্যৎ'-এ কিছু চিমটি ছিল, অনেকের মতে যা কিছুটা রাজনৈতিক। শুক্রবার যাঁরা 'ভবিষ্যতের ভূত' দেখে ফেলেছেন, তাঁরা বলছেন, এ ছবিতে রাজ্যের রাজনীতি নিয়ে ব্যঙ্গ আরও স্পষ্ট।  প্রশ্ন উঠেছে, সেই জন্যই কি কোনও 'প্রভাবশালী' মহল থেকে সিনেমার প্রদর্শন বন্ধ করতে চাপ দেওয়া হয়েছে? সদুত্তর মেলেনি। সিনেমার মালিকদের এ

বদলার দাবিতে ফুটছে দেশ, বদলা চান না বাবলুর স্ত্রী, যুদ্ধ সমধান নয়, বললেন তিনি

Image
বাউড়িয়ার বাড়িতে সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরার কফিন আঁকড়ে স্ত্রী ও মেয়ে। শনিবার।  বদলার দাবিতে ফুটছে দেশের বিভিন্ন মহল। ফুটছে তাঁর পাড়া। কিন্তু তিনি বদলা চান না। শনিবার তখনও এসে পৌঁছয়নি তাঁর স্বামীর কফিনবন্দি দেহ। সকাল থেকে বাউড়িয়ার চককাশী রাজবংশীপাড়ায় ভিড়। ক্ষণে ক্ষণে স্লোগান উঠছে, 'বাবলু সাঁতরা অমর রহে'। দাবি উঠছে দোষীদের শাস্তির। তার মধ্যেই মুখ খুললেন মিতা। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ান বাবলুর স্ত্রী বলেন, ''যুদ্ধে এই সমস্যার সমাধান হবে বলে মনে করি না। যুদ্ধে আরও মায়ের কোল খালি হবে। সরকারের উচিত সমাধানের পথ খোঁজা। তবে, যুদ্ধের মাধ্যমে নয়।'' জঙ্গিদের নৃশংসতার প্রতিবাদে ঝড় উঠছে সর্বত্র। কার্গিল-যুদ্ধে বাবাকে হারানো গুরমেহর কৌর আগেই বলেছিলেন, ''আমাদের আসল শত্রু যুদ্ধ।'' শুক্রবার ফের টুইট করেন, ''দেশবাসীকে তাতানো চলছে। হামলার চক্রটা বন্ধ হওয়া দরকার।'' দু'দিন আগে স্বামীকে হারানো মিতাও বললেন, যুদ্ধ সমাধান নয়।  পুলওয়ামার ঘটনায় প্রাণ হারিয়েছেন নদিয়ার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ার তিলিপাড়া গ্রামের সুদীপ বিশ্বাসও। এ দিন