দেশব্যাপী কাশ্মীরি ছাত্রছাত্রীদের হয়রানির অভিযোগ! হেলপ লাইন খুলল সিআরপিএফ


কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর বেশের বিভিন্ন জায়গায় তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরি ছাত্রছাত্রীরা। এদিকে এই হয়রানির অভিযোগ ওঠটার পর সিআরপিএফ-এর তরফ থেকে হেল্পলাইন খোলা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে সিআরপিএফ।


হয়রানি নিরসনে সিআরপিএফ
সিআরপিএফ-এর তরফে সিআরপিএফ মদতঘর নামে টুইটার হ্যান্ডেলও খোলা হয়েছে। ছাত্র থেকে সাধারণ নাগরিক, যাঁরা জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, তাঁদের জন্য ২৪ ঘন্টাই হেলপ লাইন খোলা হয়েছে। হয়রানি নিরসনে দেওয়া হয়ছে টোল ফ্রি নম্বর 14411। এসএমএস করে জানানো যেতে পারে 7082814411 নম্বরেও।


কাশ্মীরি ছাত্রছাত্রীদের অভিযোগ
ভারতের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন কাশ্মীরি ছাত্রছাত্রীরা। পুলওয়ামা হামলার পর থেকেই প্রায় প্রতিদিনই অভিযোগ আসছে কাশ্মীরিদের হয়রানি করার। তবে অনেকেই কাশ্মীরিদের প্রতি সহানুভূতি জানিয়েছেন।


ওমর রাজনাথ সাক্ষাৎ
কাশ্মীরের ছাত্রছাত্রীদের হয়রানির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথা বলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।