Posts

Showing posts from September 10, 2018

গলায় আটকে গিয়েছিল খোলা সেপটিপিন! তারপর...

Image
সিউড়ি: গলায় আটকে গিয়েছিল খোলা সেপটিপিন! খাদ্যনালী ও শ্বাসনালীর মাঝে সেফটিপিনটি আটকে ছিল৷ বের করা ছিল রীতিমতো চ্যালেঞ্জিং৷ বীরভূমের ময়ুরেশ্বরের মৌমিতার প্রাঁণ বাঁচালেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ শুভেন্দু ভট্টাচার্য৷ তিনি জানিয়েছেন, সাধারণত সেফটিপিন যদি বন্ধ অবস্থায় গলায় আটকে যায়, তাহলে অস্ত্রোপচার করে সহজেই বের করা যায়৷ কিন্তু এক্ষেত্রে গলায় আটকে যাওয়ার পর সেফটিপিন খুলে গিয়েছিল৷ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শোভন দে বলেন, "সুপার স্পেশালিটি হাসপাতালে এমন অস্ত্রোপচার করার পরিকাঠামো আছে। চিকিৎসকরা সক্রিয় হলে সাধারণ মানুষ আরও ভাল পরিষেবা পাবেন।"   ময়ূরেশ্বরের কুণ্ডলা পঞ্চায়েতের গুমতা গ্রাম। শনিবার বিকালে পুতুল নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত সেফটিপিন গলায় চলে যায় মৌমিতার৷ শ্বাসনালী ও খাদ্যনালীর মাঝে আটকে যায় সেফটিফিনটি৷ প্রথমে মৌমিতার গলা থেকে সেফটিপিন বের করার চেষ্টা করেন বাড়ির লোকেরাই৷ কাজ না হওয়ায় শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে৷ সিউড়ি হাসপাতালও হাল ছে

নীরব মোদির বোনের বিরুদ্ধে রেড-কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল৷

Image
পিএনবি কাণ্ডে এবার ইন্টারপোলের নজরে নীরব মোদির বোন পূরবী দীপক মোদি৷ হীরে ব্যবসায়ীর বোনের নামে রেড-কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল৷ আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা৷ ইডির নির্দেশেই এই রেড-কর্নার নোটিশ জারি হয়েছে বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, ইডির পেশ করা প্রথম চার্জশিটেই উল্লেখ করা হয় পূরবী দীপক মোদির নাম৷ তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়৷ জানা গিয়েছে, ইংরেজি, গুজরাটি ও হিন্দিতে কথা বলতে পারেন তিনি। এই রেড-কর্নারের ফলে বিদেশের মাটিতেও পূরবী দীপক মোদিকে গ্রেপ্তার করতে পারেন তদন্তকারীরা৷ এর আগে নীরব মোদি সহযোগী মিহির আর বনশালীর বিরুদ্ধে রেড-কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। তার আগে নীরব মোদির বিরুদ্ধেও রেড-কর্নার নোটিস জারি করে ইডি ও সিবিআই৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ এই প্রতারণার খবর সামনে আসার আগেই দেশ ছেড়ে পালান তাঁরা৷ তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি৷ জানা যায়, তাঁরা ব্রিটেনে আত্মগোপন করে রয়েছেন৷ তাঁদের বির

২৮ হাজার পুজো কমিটি পিছু ১০ হাজার টাকা দেবে মমতার সরকার

Image
নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলোকে নিয়ে আলোচনায় মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় মমতা ব্যানার্জি বলছিলেন, '‌নিজে হয়তো সব পুজোতে উপস্থিত থাকতে পারি না, কিন্তু খেয়াল রাখবেন, আমি কিন্তু সব পুজো কমিটির সঙ্গেই আছি।'‌ সেটা এ স্রেফ কথার কথা নয়, সেটা ফের একবার প্রমাণ করে দিলেন মমতা। পুজোর আগে কল্পতরু মেজাজে মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, রাজ্যের ২৫ হাজার পুজো কমিটি পিছু সরকারের কাছ থেকে উপহার বাবদ ১০ হাজার টাকা পাবে। মমতা বলেন, '‌কলকাতায় বড় ছোট সব মিলিয়ে তিন হাজার বারোয়ারি পুজো হয়। জেলায় ২৫ হাজার বারোয়ারি পুজো হয়। এই ২৮ হাজার পুজো কমিটির প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট ২৮ কোটি টাকা খরচ হবে। রাজ্যবাসীর জন্য এটাই আমাদের ক্ষুদ্র উপহার।'‌ শুধু তাই নয়, এবছরের পুজো কমিটিগুলোকে দমকল ও বিদ্যুতের অনুমতি নিতে জন্য কোনও টাকা দিতে হবে না। এবারের বিজয়া দশমী ১৯ অক্টোবর। প্রতিমা বিসর্জন করতে হবে ২২ অক্টোবরের মধ্যে। ২৩ অক্টোবর বেলা চারটেয়। রেড রোডে গতবছরের মতো এবছরেও পূজা কার্নিভাল হবে। গতবার এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল ৫৫টি পুজো কমিটি। মুখ্যমন্ত্রী ইচ্ছা, এবার সংখ্যাটা বেড়ে হোক ৭৫ট

বাংলাদেশকে আরও ২৭ কোটি ডলার লোন দিচ্ছে বেজিং

Image
ঢাকাঃ  বাংলাদেশের আরও ২৭ কোটি ডলার বিনিয়োগ করবে চিনের এশিয়ান পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক-এআইআইবি। পুর-এলাকায় সুপেয় জল সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার উন্নয়নে এই ঋণ দেবে এই সংস্থাটি। আগামী ডিসেম্বর মাসে এআইআইবির বোর্ডে অনুমোদন হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। গত ৩ সেপ্টেম্বর এআইআইবির অন্যতম কর্তা এমিল লেভেনদলুর নেতৃত্বে ধামরাইয়ের সুয়াপুর ও কুটির চর গ্রাম পরিদর্শন করেন। সেখানে এআইআইবির অর্থে বাস্তবায়ন করা প্রকল্পে বিদ্যুৎ সংযোগ পাওয়া সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট লেভেনদলু বাংলাদেশে আরও বিনিয়োগ করার ঘোষণা দেন।   তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের অর্থায়নে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের উপকার হয়েছে। এতে আমরা খুশি। সুপেয় জল সরবরাহ ও পয়ঃনিষ্কাষণে অর্থায়ন করার চিন্তাভাবনা কররছি। ডিসেম্বরে বোর্ডে সভায় তা অনুমোদন হবে।" এই সময় সম্ভাব্য ২৭ কোটি ডলার ঋণ দেওয়ার অঙ্কের কথা জানান লেভেনদলু। এআইআইবির দেওয়া অর্থে প্রথম প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করতেই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছিল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে গত দুই বছরে ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এই প্রকল্পে খরচ হয়েছ

হায়দরাবাদ বিস্ফোরণে দোষী তিন আইএম জঙ্গির সাজা ঘোষণা হল

Image
হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলার রায় ঘোষণা৷ সোমবার বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত তিন জনের সাজা ঘোষণা করল৷ দোষী সাব্যস্ত দুই ইন্ডিয়ান মুজাহিদিন(আইএম) জঙ্গি অনীক সইদ ও ইসমাইল চৌধুরীর ফাঁসির সাজা শোনাল এনআইএ আদালত৷ দোষী সাব্যস্ত তৃতীয় আইএম জঙ্গি তারিক অঞ্জুমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের৷ এদিনই তৃতীয় আইএম জঙ্গি তারিক অঞ্জুমকে দোষী সাব্যস্ত করে আদালত৷ তার বিরুদ্ধে বিস্ফোরণে জড়িত বাকি ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে৷ বিস্ফোরণের আগে ও পরে দিল্লি ও অন্যান্য জায়গায় জঙ্গিদের আশ্রয় দেয় সে৷ এর আগে ৪ সেপ্টেম্বর এনআইএ আদালত দুই ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি অনীক সাফেক সইদ ও ইসমাইল চৌধুরীকে দোষী সাব্যস্ত করে৷ চেরলাপল্লি সেন্ট্রাল জেলের বিশেষ আদালত ফারুখ সরফুদ্দিন তারকিশ ও মহম্মদ সাদিক ইসরার নামে দু'জনকে এই মামলা থেকে অব্যহতি দেয়৷ শুধু তারিকের ভাগ্য ঝুলে ছিল সোমবার অবধি৷ তবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত রিয়াজ ও ইকবাল এখনও পলাতক৷ সরকারি কৌঁসুলি এস সুরেন্দ্রর জানান, অনীক ও চৌধুরী গোকুল চাট ও লুম্বিনী পার্কে বিস্ফোরণে দোষী সাব্যস্ত হ

ট্যুইটারে বন্ধুত্ব করে একে একে নয় তরুণিকে খুন

Image
টোকিও: বয়স বেশি নয়৷ বছর ২৭-এর এই ছেলেটিকে দেখলে কেউ বলবে না এই কাণ্ড ঘটাতে পারে সে৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে পুলিশ রেকর্ড বলছে ন'জন মহিলাকে খুন করেছে সে৷ এদের প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ২৬-এর মধ্যে৷ তাকাহিরো শিরাইশির বিরুদ্ধে এমনই তথ্য উদ্ধার করেছে জাপান পুলিশ৷ তাকাহিরো ইতিমধ্যেই সেদেশে ট্যুইটার কিলার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে৷ কারণ ট্যুইটারের মত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিত মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করত সে৷ পুলিশ জানাচ্ছে, খুব তাড়াতাড়ি মহিলাদের আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে তাকাহিরোর৷ মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাদের নিজের বাড়িতে ডাকত এই অভিযুক্ত৷   তাকাহিরোর বাড়িতে যাওয়ার পর আর কেউ ফেরেনি বলে জানিয়েছে পুলিশ৷ সেখানে তাঁদের মেরে ফেলা হত৷ শুধু তাই নয়, শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ আলাদা করে বিভিন্ন বাক্সে ভরে রাখত তাকাহিরো৷ বিশেষ মিশ্রণ ছড়ানো হত, যাতে কোনওভাবেই দুর্গন্ধ না ছড়ায়৷ এমনকী বাক্সগুলির ওপরে ছড়িয়ে রাখত খড়, যাতে সেভাবে বাইরে থেকে বোঝা না যায়৷ পুলিশ সোমবার তাকাহিরোকে গ্রেফতার করে৷ ২০১৭ সালের হ্যালোউইনের দিন এক মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগে ত

প্রয়াত বিখ্যাত ফুটবলার সুকল্যান ঘোষ দস্তিদার

Image
কলকাতা: ৬০-৭০ দশকের অন্যতম বিখ্যাত ফুটবলার সুকল্যান ঘোষ দস্তিদারের জীবনাবসান৷ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা এই প্রাক্তন ফুটবলার ভারতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন৷ ১৯৬৮ সালে রাজস্থানে খেলে এই স্ট্রাইকার ওই মরশুমের লিগের ১০টি গোল করেছিলেন৷ তার পরের বছর চলে আসেন মোহনবাগানে। ১৯৭৩ সালে তিনি ছিলেন মোহনবাগান দলের অধিনায়ক৷ ১৯৬৯ থেকে ১৯৭৪ পর্যন্ত টানা মোহনবাগানে খেলেন তিনি৷ এর পরের বছর ১৯৭৫ সালে তিনি ইস্টবেঙ্গলে চলে যান এবং সেখানে এক বছর খেলেন৷   ৬০-৭০ দশকে এই স্ট্রাইকার সেই সময় বিভিন্ন ম্যাচে গোলদাতা ছিলেন৷ মোহনবাগানে হয়ে ৭২টি গোল করেন এই স্ট্রাইকার। ৭২ সালে হাবিবের নেতৃত্বে ভারতের হয়ে প্ৰি-অলিম্পিকে মায়ানমারের বিরুদ্ধে খেলেন সুকল্যাণবাবু। ৩ ম্যাচে ২টি গোল ছিল তাঁর। তবে ১৯৭৩ সালে তাঁকে ঘিরে বিতর্ক দানা বাঁধে ময়দানে। সেই বছর দুই প্রধানের ম্যাচে ইষ্টবেঙ্গলের সুভাষ ভৌমিকের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়েন মোহনবাগানের শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ফলে মেজাজ হারান সুকল্যাণ ঘোষ দস্তিদার। ওই ডার্বি ম্

‘পূর্বজন্মের স্ত্রী’কে অপহরণ করতে গিয়ে ধৃত শিক্ষিকা

Image
ইন্দোর : মেয়েটি নাকি তাঁর খুব চেনা৷ কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারছেন না৷ তারপর হঠাৎ নাকি তাঁর মনে পড়ে এই মেয়েটি তাঁর 'পূর্বজন্মের স্ত্রী'! কী ভাবছেন? এমনও ঘটে? আজ্ঞে হ্যাঁ৷ এমনই ঘটেছে৷ ঘটনার সূত্রপাত ইন্দোরে৷ একজন বিবাহিতা গৃহশিক্ষিকা এই ধারণার বশবর্তী হয়েই অপহরণ করতে গিয়েছিলেন তাঁরই এক ছাত্রীকে৷ ধরা পড়ার পর পুলিশকে যে বয়ান দিয়েছেন তিনি, তাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷ ওই অভিযুক্ত মহিলা পুলিশকে জানিয়েছেন ২১ বছরের ইঞ্জিনিয়ারিং-এর ওই ছাত্রী তাঁর পূর্ব জন্মের স্ত্রী৷ তাই তাঁকে অপরহণ করতে চেয়েছিলেন ওই শিক্ষিকা! ওই ছাত্রী ইন্দোরের বাসিন্দা৷ রবিবার এমন ঘটনা প্রকাশ্যে আসার পর হতভম্ব পুলিশও৷ ৩৫ বছরের ভেরোনিকা বোরোদে ওরফে কিরণকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে ইন্দোর পুলিশ৷ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে মুম্বই পুলিশের কনস্টেবল আনন্দ মুধেকেও৷ তিলক নগর থানার ওসি স্বরাজ দাবি জানান, শনিবার পিপলিয়া হানা এলাকায় ওই ছাত্রীর বাড়িতে হানা দেয় বোরোদে ও মুধে৷ বোরোদে নাকি বারবার ওই ছাত্রীকে বোঝানোর চেষ্টা করছিল, যে সে তাঁর পূর্ব জন্মের স্ত্রী৷ কিন্তু ছাত্রীটি

ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত্

Image
ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় বাংলাদেশ বন্ধুপ্রতীম ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানি শুরু করছে। রবিবার মধ্যরাতের পর ৩০০ মেগাওয়াট দিয়ে এই বিদ্যুৎ আমদানি শুরু হবে। পর্যায়ক্রমে চাহিদা, গ্রিড সমন্বয় (সিনক্রোনাইজেশন) প্রভৃতির ওপর নির্ভর করে পর্যায়ক্রমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হবে। কুষ্টিয়া জেলার ভেড়ামারায় নতুন স্থাপিত উচ্চ ক্ষমতার গ্রিড উপকেন্দ্রের (এইচভিডিসি) দ্বিতীয় ব্লকের মাধ্যমে এই বিদ্যুৎ আমদানি হবে। এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর ভেড়ামারায় স্থাপিত এইচভিডিসির প্রথম ব্লকের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়। বর্তমানে ওই ৫০০ মেগাওয়াট ছাড়াও ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। মোট ৬৬০ মেগাওয়াটের সঙ্গে নতুন ৫০০ মেগাওয়াট যুক্ত হচ্ছে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও সম্মেলনের মাধ্যমে নতুন বিদ্যুৎ আমদানি-রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আসলে দুই দেশের মধ্যেকার আন্তঃসীমান্ত সঞ্চালন ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কয়েক দিন আগে থেকেই কিছু

এই সরকারের পতন অবশ্যম্ভাবী, মোদীকে তোপ দেগে বললেন মনমোহন

Image
জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি থেকে কৃষকের দুরবস্থা, রাফাল থেকে নোটবন্দি, মোদীর নিরবতা থেকে সাম্প্রদায়িক হিংসা— বন‌্‌ধের সমর্থনে ডাকা সমাবেশে বিরাধীদের পাশে বসিয়ে একের পর এক তোপ দাগলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির রামলীলা ময়দানের ওই মঞ্চ হয়ে উঠল মোদী বিরোধীদের জোটবদ্ধ মঞ্চ। তবে ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, টাকার দামে পতন, রাফাল দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে সোমবার ভারত বন‌্‌ধের ডাক দেয় কংগ্রেস। একই ইস্যুতে হরতাল ডেকেছিল বামেরা। তৃণমূল বাদে অধিকাংশ বিরোধী দলই তাতে সামিল হয়। ব‌ন‌্‌ধের সেই কর্মসূচির অংশ হিসাবে প্রথমে মিছিল এবং তার পর জনসভার আয়োজন করে কংগ্রেস। রামলীলা ময়দানের সেই জনসভাতেই একের পর তোপ দাগলেন রাহুল গাঁধী। এ দিন রাহুল বলেন, ''চার বছর আগে মোদী সরকারকে বিশ্বাস করেছিলেন দেশবাসী। কিন্তু এখন সেই ভুল ভেঙেছে। মানুষ বুঝতে পেরেছেন, গত চার বছরে মোদী সরকার মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি ছাড়া আর কিছু করেনি। নোটবন্দি করেছে। কিন্তু তাতে কালো টাকা উদ্ধার দূরে থাক, মুখ পুড়েছ

প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা প্যারিসে, আহত ৭ পর্যটক

Image
প্যারিস: প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে তাণ্ডব চালাল এক দুষ্কৃতী ৷ ছুরির আঘাতে সাতজন ব্রিটিশ পর্যটক গুরুতর আহত হয়েছেন ৷ রবিবার স্থানীয় সময় গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ ছুড়ি এবং একটি লোহার রড নিয়ে বিদেশি পর্যটকদের আক্রমণ করে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তি আফগান নাগরিক বলে জানা গিয়েছে ৷ তবে, এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গির যোগাযোগ নেই বলে পুলিশ সূত্রে খবর ৷ কোনও উদ্দেশ্য ছাড়াই প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে আক্রমণ চালায় ওই ব্যক্তি ৷ সূত্রের খবর, ছুরির আঘাতে ৭জন গুরুতর আহত হয়েছেন ৷ তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রাথমিকভাবে বাসিন দে লা ভিলেট সিনেমাহলে আক্রমণ চালায় ওই দুষ্কৃতী ৷ সেই সিনেমাহলের বাইরে থাকা দুই নিরাপত্তারক্ষীকে লোহার রড ধরে পেটায় অভিযুক্ত ব্যক্তি ৷ এরপর তাকে আটকাতে গেলে ছুরি বের করে আক্রমণ চালায় দুষ্কৃতী ৷ জঙ্গি সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগসাজস রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখছে পুলিশ ৷ কারণ এই আক্রমণের উদ্দেশ্য কি ? সেই বিষয়টি এখনও অবধি স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্

মঙ্গলের ধুলো ঝড়ের ছবি পাঠাল কিউরিওসিটি

Image
ওয়াশিংটন : মহাকাশ সংস্থা নাসার (NASA) কিউরিওসিটি রোভার (Curiosity Rover) ক্যামেরাতে ধরা পড়েছে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের বিশদ ছবি। পৃথিবীতে পাঠানোও হয়েছে সেই ছবিগুলি। লাল গ্রহে কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা ধুলো ঝড়ের শেষে এই ছবিগুলিতে লালচে ধূসর বর্ণের আকাশে দেখা যাচ্ছে। কিউরিও রোভার দ্বারা গৃহীত এই ছবিগুলির সংগ্রহে এমন একটি বিরল ছবিও আছে যাতে দেখা যাচ্ছে কীভাবে কিউরিওসিটির উপরেও ধুলোর আস্তরণ পড়েছে। ভেরা রুবিন (Vera Rubin Ridge) শৈলশিরা থেকে তোলা হয়েছে এই ছবিগুলি। কিউরিওসিটি এখন সেখানেই অবস্থান করছে। নাসার একটি বিবৃতিতে বলা হয়েছে যে, 9 আগস্ট থেকে মঙ্গলের পাথরের নতুন নমুনা সংগ্রহ করার পর রোভার এই গ্রহটির চারপাশের জমি ও অন্যান্য বৈশিষ্ট্যের অধ্যয়ন করেছিল। এর আগেও ড্রিলিং করার জন্য দুইবার চেষ্টা করা হয়েছিল। অসম্ভব শক্ত পাথরের জন্য সেই দু'টি চেষ্টাই ব্যর্থ হয়। কিউরিওসিটির দল এই বছর একটি নতুন ড্রিল পদ্ধতি ব্যবহার শুরু করে। মঙ্গল গ্রহের পাথরগুলি কতখানি শক্ত তা নির্ধারণ করার কোনও উপায় নেই। একমাত্র নানা জায়গায় ড্রিল করার পরেই সেটা বোঝা সম্ভব। নতুন ড্রিলিং কার্যকলাপের জন্য এই কারণেই নতুন পদ্ধত

বনধের জেরে দীঘায় পর্যটকের ভিড়

Image
দিঘা: শনি, রবি ছুটির দিন৷ পরে পাওয়া চৌদ্দ আনা সোমবারের বনধ৷ তাতেই বাজিমাত বাঙালির৷ মুখ্যমন্ত্রীর সাধের 'গোয়া' দিঘায় ভিড় পর্যটকদের৷ বনধ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হোটেল বুক করার হুড়োহুড়ি পড়েছিল৷ মুখে হাসি ফুটেছিল ব্যবসায়ীদের৷ প্রস্তুত ছিলেন তারা৷ শনিবার বেলা বাড়তেই দিঘায় উপচে পড়া ভিড়৷ হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই।   সাধারণত সোমবার ফাঁকা থাকে সৈকত শহর দিঘা৷ কিন্তু এদিন সকালবেলার ছবিটা বেশ অন্যরকম৷ সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা৷ ভিড় সমুদ্র পাড়ের বিভিন্ন দোকানে৷ তবে আনন্দের মাঝেই কিছুটা হতাশা৷ কারণ অমাবস্যা থাকায় জল ফেঁপে ওঠে সমুদ্রের৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন৷ পুলিশি নিষেধাজ্ঞা না মেনে দিঘার ক্ষনিকাঘাটে বেহালার দুজন সমুদ্রে নেমে স্নান করতে শুরু করে। পুলিশের অবশ্য নজর এড়ায়নি৷ তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ বিভিন্ন কারণে রাজনৈতিক দলের সমালোচনাই দস্তুর৷ কিন্তু এদিন কংগ্রেস, বামেদের ডাকা বনধের জেরে উইকেন্ডের পরও হাসি মুখে পর্যটকরা৷

নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ SSC-র ওয়েটিং প্রার্থীরা

Image
কলকাতা : নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন SSC-র ওয়েটিং প্রার্থীরা। নবম-দশম শ্রেণিতে আপ টু ডেট ভ‍্যাকেন্সিতে নিয়োগের মাধ্যমে সকল ওয়েটিং প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করা, গেজেট অনুযায়ী স্বচ্ছভাবে নিয়োগসহ মোট পাঁচদফা দাবি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন SSC যুব ছাত্র অধিকার মঞ্চের প্রতিনিধিরা। কিন্তু, এবারও মুখ‍্যমন্ত্রীর দেখা মেলেনি বলে জানাচ্ছেন মঞ্চের এক সদস্য বৃন্দাবন ঘোষ। তিনি জানিয়েছেন, মুখ‍্যমন্ত্রীর OSD-র সঙ্গে দেখা করে নিয়োগ সংক্রান্ত সমস্যা ও দাবিগুলি তুলে ধরেছেন তাঁরা। গত ২৯ অগাস্ট মূলত তিনদফা দাবি নিয়ে নবান্ন অভিযান কর্মসূচি গ্রহণ করেছিলেন SSC-র ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা। শিয়ালদা থেকে সেই মিছিল শেষ হয় ধর্মতলা মেয়ো রোডের গান্ধিমূর্তির পাদদেশে। সেখান থেকে SSC যুব ছাত্র অধিকার মঞ্চের একটি প্রতিনিধিদল মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন‍্য রওনা দেন নবান্নে। কিন্তু, মুখ‍্যমন্ত্রী না থাকায় স্মারকলিপি জমা নেওয়ার দায়িত্বে থাকা আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দিয়ে চলে আসেন তাঁরা। ওইদিন মুখ‍্যমন্ত্রীর সঙ

বনধের বলি হতে হল ২ বছরের শিশু

Image
জ্বালানির জ্বালা তো কম ছিল না, তার উপর বনধের কি আদৌ প্রয়োজন ছিল? প্রশ্নটি তুলে দিল বিহারের জেহানাবাদের এই ঘটনা। বনধের বলি হতে হল ২ বছরের শিশুকে। বনধের জন্য অবরোধ, আর তাতে আটকে অ্যাম্বুল্যান্সও। যত গুরুত্বপূর্ণ ইস্যুতেই বনধ ডাকা হোক, মানুষের জীবনের থেকে যে তা গুরুত্বগূর্ণ নয়, তা বোধ হয় ভুলে গিয়েছিলেন বনধ সমর্থকরা। তাই অ্যাম্বুল্যান্সকেও রাস্তা ছাড়ার প্রয়োজন বোধ করেননি তারা। আর তাতেই মাঝ রাস্তায় বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হল জেহানাবাদের এই শিশুটিকে। অভিযোগ, আজ সকালের দিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় শিশুটিকে বালা বিঘা গ্রাম থেকে জেহানাবাদের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার বাবা-মা। রাস্তায় কংগ্রেস. আরজেডি এবং জন অধিকার পার্টির অবরোধে আটকে পড়ে তাদের অ্যাম্বুল্যান্স। পথেই বিনা চিকিৎসায় প্রাণ যায় ২ বছরের মেয়েটির। শিশুটির বাবা-মায়ের দাবি, তাঁরা যদি সঠিক সময়ে মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে পারতেন তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত সো। যদিও, জেহানাবাদের মহকুমা শাসক জানিয়েছেন, শিশুটির মৃত্যুর সঙ্গে বনধের কোনও যোগ নেই। মহকুমা শাসক পরিতোষ কুমার বলেন, "শিশুটির মা বাবাই বাড়ি থেকে বেরতে দেরি করেছিল। সেকা

পাঁচ দিন পর উদ্ধার নিখোঁজ ব্যাঙ্ক কর্তার দেহ

Image
এইচডিএফসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাংভির দেহ খুঁজে পেল পুলিশ। গত সপ্তাহ থেকে নিরুদ্দেশ ছিলেন তিনি। দিন দুই আগে উদ্ধার হয়েছিল তাঁর রক্তমাখা গাড়ি। সিদ্ধার্থ যে আর বেঁচে নেই, তা আন্দাজ করা গিয়েছিল তখনই। এবার তার দেহ পাওয়ার পর আর সন্দেহের কোনও অবকাশ রইল না।   এইডিএফসির ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাংভির খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরফরাজ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানানো হয়, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। জিজ্ঞাসাবাদ চলাকালীন সরফরাজ স্বীকার করে নিয়েছে যে সাংভির দেহ সে কল্যাণ হাইওয়ের কাছে ফেলে দিয়েছিল। তার কথার উপর ভিত্তি করেই এনএম যোশী মার্গ থানার পুলিশ আরও চারজনকে আটক করে। তাদের মধ্যে একজন মহিলা। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মালাবার হিলসে বাড়ি ছিল সিদ্ধার্থ সাংভির। ৫ সেপ্টেম্বর অফিস থেকে নিরুদ্দেশ হয়ে যান তিনি। তার পরের দিনই কোপার খাইরানে এলাকায় তাঁর গাড়ির সন্ধান মেলে। গাড়িটি ছিল রক্তমাখা। এরপর থেকেই সাংভিকে যে হত্যা করা হয়েছে, এই অনুমান জোরাল হয়। পুলিশের সন্দেহ, পেশাগত আক্রোশের কারণে তাঁকে খুন করা হয়েছে। চাকরিক্ষেত্রে তাঁর পদন্নোতি অনেকেরই পছন্দ ছিল

ফুটপাতে গাড়ি তুলে দিলেন মদ্যপ আইটি কর্মী, দুই মহিলার মৃত্যু, এবার দিল্লিতে

Image
কিছুদিন আগেই জয়পুরে এক বিজেপি নেতার ছেলে মত্ত অবস্থায় ফুটপাতে গাড়ি তুলে দিয়েছিলেন। পিষে মৃত্যু হয়েছিল এক জনের। তারপর ১৫ দিনও কাটেনি। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি দিল্লিতে। এবার মদ্যপ অবস্থায় ঘুমন্ত ফুটপাথবাসীর উপর গাড়ি চালিয়ে দিলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও দু'জন। গাড়ি চালক দেবেশকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না। রবিবার ভোরে রাজৌরি গার্ডেনের এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গাড়ি ও ঘটনাস্থলে ফরেন্সিক পরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরের দিকে পশ্চিম বিহার এলাকা থেকে বিমানবন্দরের দিকে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন দেবেশ। রাজৌরি গার্ডেন ফ্লাইওভারের আগে ইএসআই হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দেবেশ। গাড়ি উঠে পড়ে ফুটপাতে। সেখানে ঘুমোচ্ছিলেন চার জন। তাঁদের চাপা দিয়ে খানিকটা দূরে গিয়ে গাড়িটি থেমে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরা (৫০) এবং শীলা (৪০) নামে দুই মহিলার। গুরুতর আহত মনোজ (৩৫) এহং রাম সিংহ (৫৫) তড়িঘড়ি ইএসআই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ম

ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি, যোগীরাজ্যে পুলিশের জালে ২৫০০ শিক্ষক

Image
ভুয়ো সার্টিফিকিটে জমা করে চাকরি করায় উত্তরপ্রদেশের সরকারি স্কুলের ২৫০০ শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে বিএড-এর জাল সার্টিফিকেট জমা করে এরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। বিশেষ তদন্তকারী দলকে এই ঘটনায় এফআইআর জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  আগ্রার ডা: ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটির এই কেলেঙ্কারিতে আরও ৩০ জন অফিসকর্মীও যুক্ত বলে জানা গিয়েছে। এদের বিরুদ্ধেও চার্জশিট জমা করার প্রস্তুতি নিচ্ছে সিট। এই শিক্ষকরা ভুয়ো সার্টিফিকেটের দৌলতে সরকারি প্রাথমিক স্কুলে চাকরি পাকা করে নেয়। এই ভুয়ো শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে বিশেষ তদন্তকারী দলের অফিসাররী শিগগিরই উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সিটের সঙ্গে আম্বেদকর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সহযোগিতা করছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কেএন সিং। 

বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের দলীয় কার্যালয়

Image
সকালের ব্যস্ততা তখনও শুরু হয়নি। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।  শব্দের উত্স খুঁজতেই দেখা যায় তৃণমূলের দলীয় কার্যালয়ের ছাদ উড়ে গিয়েছে। দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। আবারও তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ ঘটল। এবারও ঘটনাস্থল বীরভূম। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বীরভূমের কাঁকরতলা বড়রা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ ঘটে।  বিকট শব্দ শুনতে পেয়ে প্রথমে ছুটে আসেন স্থানীয়রাই। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আশেপাশের বাড়িগুলির জানলা-দরজাও কেঁপে ওঠে বলে স্থানীয়দের দাবি।  কার্যালয়ের ছাদ উড়ে গিয়েছে। গোটা কার্যালয়টিই প্রায় ভেঙে পড়েছে। তবে সম্ভবত  বিস্ফোরণের সময় কার্যালয়ের ভিতরে কেউ ছিলেন না। শেষ পাওয়া খবর অনুযায়ী, কেউ হতাহত হননি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকরতলা থানার পুলিস। দলীয় কার্যালয়ের মধ্যে বোমা বা বিস্ফোরক মজুত করা ছিল কিনা, তা থেকেই বিস্ফোরণ হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। এই বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণও রয়েছে কিনা, তাও দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মাসেই ২৮ তারিখ বিস্ফোরণে উড়ে যায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল কার্যালয়।

'যা ৭০ বছরে হয়নি তা ৪ বছরে করেছে এই সরকার', রাহুলের চার দফা আক্রমণ মোদী সরকারকে

Image
নরেন্দ্র মোদী ও বিজেপি যেখানেই প্রচারে যাচ্ছে সেখানেই কংগ্রেস আমলের সাত দশকের সঙ্গে এই সরকারের আমলের চার বছরের তুলনা করছে। যে উন্নয়ন চার বছরে হয়েছে, কংগ্রেস আমলে তা হয়নি বলে বিজেপি বারবার দাবি করেছে। আর সেই সূত্র ধরেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া ব্যঙ্গ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব সকালে মিছিল করে রাজঘাট থেকে রামলীলা ময়দানে পৌঁছন। সেখানে কংগ্রেসের মঞ্চে বিরোধী দলের নেতৃত্বে যেমন উপস্থিত ছিলেন, তেমনই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সনিয়া গান্ধীরাও ছিলেন। সেখানেই কেন্দ্র তথা নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ শানিয়েছেন রাহুল। গ্যাসের দাম আকাশছোঁয়া কংগ্রেস সভাপতি বলেন, বিজেপি কংগ্রেসের সত্তর বছরের সঙ্গে তাদের ৪ বছরের সরকারের তুলনা করে। অনেক বেশি উন্নয়ন হয়েছে বলে দাবি করে। আমি বলছি কী উন্নয়ন হয়েছে। গ্যাস, জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। ৪০০ টাকা থেকে চার বছরে ৮০০ টাকা হয়েছে। জ্বালানি ৮০ টাকায় পৌঁছে গিয়েছে। অথচ মোদী সরকার কিছু করছে না। পুঁজিপতিদের সাহায্য রাহুলের অভিযোগ, কেন্দ্র সরকার পুঁজিপতিদের সাহায্য করে চলেছে। দেশের ১৫জন বিত্তবান পুঁজিপতিকে সরকা

কোথায় কোথায় ট্রেন বন্ধ, রাস্তায় কোথায় বিক্ষোভ? ভারত বনধে দেখে নিন রাজ্যের চেহারা

Image
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। তাতে সমর্থন জানিয়েছে বামেরা।  রাজ্যে কি আদৌ বনধের প্রভাব পড়ল, দেখে নিন এক নজরে গোটা পরিস্থিতি।   কলকাতা -বনধের সমর্থনে  এন্টালিতে মিছিল করেন বাম নেতৃত্ব। মিছিলে হাঁটছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ সিপিএমের প্রথম সারির নেতারা। -হাজরা মোড়ে বনধের সমর্থনে জমায়েত হন এসইউসিআই কর্মী সমর্থকরা।  পুলিস বাধা দিলে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। হাজরা মোড়ে উত্তেজনা রয়েছে।  -যাদবপুর, হাজরাতে বনধ সমর্থনে বামেদের মিছিল। -হাজরা মোড়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘটীদের।  -শহরের রাস্তায় চলছে পর্যাপ্ত বাস। অন্য দিনের মতোই চলছে ট্যাক্সি, ক্যাব । জেলা -হাওড়ার দাশনগরে বনধ সমর্থনকারী ও পুলিসের ধস্তাধস্তি। দাশনগরে রাস্তা অবরোধের চেষ্টা সিপিএমের। পুলিসের সঙ্গে বচসা, শেষে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। - কাটোয়ায় বাস, ট্রেন চলাচল স্বাভাবিক। - দুর্গাপুরে বাস কম, ট্রেন চলাচল স্বাভাবিক। আসানসোলেও প্রায় একই চিত্র। -বাঁকুড়ায় দোকানপাট খোলা, চলছে বাস ট্রেন। -বনধে সচল বারাকপুর শিল্পাঞ্চল। -বনধের প্রভাব নেই

প্যারিস যেন আতঙ্ক নগরী! ফের ছুরি নিয়ে আততায়ী হামলায় আহত ৭

Image
প্যারিসে ফের ছুরি নিয়ে হামলা চালাল এক আততায়ী। ঘটনায় মোট ৭জন আহত হয়েছেন। তার মধ্যে ৪জনের আঘাত গুরুতর। ছুরি সঙ্গে আততায়ীর হাতে লোহার রডও ছিল বলে পুলিশ জানিয়েছে। আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে আফগানিস্তানের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এটা জঙ্গি হামলা নয় বলেই ফরাসি পুলিশ দাবি করেছে। আহতদের মধ্যে ২জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন বলে খবর। সূত্রের খবর, প্রথমে দুজন পুরুষ ও একজন মহিলাকে ছুরিকাহত করে অভিযুক্ত। ঘটনাটি ঘটে প্যারিসের এমকে২ সিনেমা হলের কাছে। অনেকে সেখানে পেটানকে নামে একটি খেলা খেলছিলেন। সকলের হাতে বল ছিল। তা আততায়ীর দিকে ছুঁড়তে শুরু করেন। তারপর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ততক্ষণে সাতজন আহত হয়েছেন। পুলিশ তদন্তে নেমে খুনের চেষ্টার অভিযোগে মামলা করেছে। এর আগে গত ২৩ অগাস্ট প্যারিসের কাছেই একজন ব্যক্তি ছুরির আঘাতে নিজের মা ও বোনকে মেরে ফেলে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও পুলিশ দ্বিধাভক্ত। তবে এরই মধ্যে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই ঘটনা তাদের ঘটানো বলে দাবি করেছে। তাঁদের সন্ত্রাসবাদ ছড়ানোর প্রচার হিসাবেই এই হামলা চলেছে বলে মুখপত্র আল আমাকে ঘোষণা করেছে। গত জুন মাসেও এক

চায়ের পাতার মতো দেখতে নতুন মাদক উদ্ধার ঢাকায়

Image
'দেখতে চায়ের পাতার মতো। কিন্তু মাদক হিসেবে প্রচণ্ড শক্তি এই পাতায়। এই পাতার নাম 'নিউ সাইকোট্রফিক সাবস্ট্যানসেস', সংক্ষপে এনপিএস। ঢাকার মাদকাসক্তদের কাছে এর নাম হচ্ছে 'খাত' বা 'খাট'। ঢাকার মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার জানালেন, এনপিএস মূলত চিবিয়ে বা জলে ফুটিয়ে চায়ের মতো খাওয়া হয়। তার পরে পার্টি ড্রাগ ইয়াবা-র মতোই নাকি অনুভব হয়। নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এনপিএস-এ আসক্তরা মনোবিকলনে ভোগেন। সামাজিক ভাবে নিজেকে নিঃসঙ্গ মনে করেন। সম্পতি ঢাকায় এনপিএস-এর দুটি চালান বাজেয়াপ্ত করেছে শুল্ক বিভাগ। তার পরেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন এই মাদকের নাম। তবে কর্মকর্তারা মনে করছেন, তাঁদের চোখ এড়িয়ে এনপিএস হয়তো অনেক আগেই ঢাকায় পৌঁছেছে।  না হলে মাদকাসক্তদের মধ্যে তার চাহিদা তৈরি হল কী ভাবে? শনিবার দ্বিতীয় বারের মতো ধরা পড়ল এনপিএস-এর চালান। ঢাকা বিমানবন্দরের কার্গো ইউনিটের ভেতরে ১৬০ কিলোগ্রাম এনপিএস আটক করেছে শুল্ক বিভাগ। এর আগে গত ৩১ অগস্ট প্রথম চালানটি আটক করেছিল তারা। শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ওথেলো চৌধুরী জানান, গোয়েন্দারা আগেই খবর দিয়

বাস ভাঙচুর, রেল অবরোধ, ধস্তাধস্তি, বন‌্ধে বিক্ষিপ্ত গোলমাল রাজ্যজুড়ে

Image
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা বন‌্ধ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। সকাল ৬টা থেকে শুরু হয়ে গিয়েছে বন্‌ধ। এখনও পর্যন্ত যা খবর, তাতে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় ভিড় খানিকটা কম। যান চলাচল স্বাভাবিক রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী, রাস্তায় প্রচুর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র কলকাতাতেই রাস্তায় থাকছে ৪০০০ পুলিশ। অতিরিক্ত ৮০০টি সরকারি বাস নামানো হয়েছে রাস্তায়। এখনও পর্যন্ত যা খবর, রাস্তাঘাটে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। ট্রেনেও অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অবরোধ শুরু হয়েছে। মূলত পেট্রল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই দেশজোড়া বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস ও বাম দলগুলি। 'ভারত বন্‌ধ'কে ঘিরে রাজনৈতিক উত্তাপ সবচেয়ে বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। কারণ যে ইস্যুতে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে, সেই ইস্যুগুলিতে সমর্থন থাকলেও ব‌ন‌্ধ সমর্থন করছে না তৃণমূল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূলও। কিন্তু অফিস-কাছারি, দোকান-

গড়িয়ার নিখোঁজ গবেষকের দেহ বাগনানে, পকেটে মিলল চিরকুট!

Image
উলুবেড়িয়া: ন'দিন নিখোঁজের পর বাগনান থেকে উদ্ধার গড়িয়ার গণিত গবেষকের দেহ। তাঁর নাম নির্মাল্য বরাট। বাড়ি কলকাতার বাঁশদ্রোণী এলাকার গোষ্ঠতলায়। বছর আটচল্লিশের নির্মাল্যবাবু গতমাসের ২৮ তারিখে নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। এনিয়ে বাঁশদ্রোণী থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়। কিন্তু তদন্তে নেমে গবেষকের কোনও হদিশ দিতে পারেনি পুলিশ। তারপরেই বাগনান থেকে উদ্ধার হল দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্ত রিপোর্ট হাতে এলেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাগনানের ঘোড়াঘাটা রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। রেলপুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে গেলেই পকেট থেকে উদ্ধার হয় দুটি ফোন নম্বর লেখা চিরকূট। সেই ফোন নম্বরের সূত্র ধরেই মৃতের পরিচয় সামনে আসে। তখন থেকেই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে রেলপুলিশের তরফে খবর যায় বাগনান থানায়। তদন্তে নামে বাগনান থানার পুলিশ। কলকাতার বাঁশদ্রোণী থানার সঙ্গে যোগাযোগ করা হয়। নির্মাল্যবাবুর পরিজনরা গিয়ে তাঁর দেহ শনাক্ত করেন

যান চলাচল স্বাভাবিক; সচল শিল্পাঞ্চল, বিরোধীদের ডাকা বনধে তেমন কোনও প্রভাব নেই রাজ্যে

Image
শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুরে যান চলাচল স্বাভাবিক ছিল। শিয়ালদহে দূরপাল্লার ট্রেনগুলির অধিকাংশই সময়মতো ঢুকেছে জ্বালানীর লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীদের ডাকা বনধে তেমন কোনও প্রভাব এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোক কম থাকলেও রাজ্যে বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে শিয়ালদহ শাখার বেশ কয়েকটি জায়গায় রেল চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। অন্যান্য দিনের মতো আজও শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুরে যান চলাচল স্বাভাবিক ছিল। শিয়ালদহে দূরপাল্লার ট্রেনগুলির অধিকাংশই সময়মতো ঢুকেছে। তবে লোকাল ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা বেশ কম। যাত্রীদের সুবিধার জন্য স্টেশন চত্বরেই দাঁড় করিয়ে রাখা হয় সরকারি বাস। ছিল পর্যাপ্ত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব। যাত্রীদের সাহায্য করার জন্য ছিল পুলিশি প্রহরা। এদিকে, শিয়ালদহ শাখার লক্ষ্মীকান্তপুরের দক্ষিণ বারাসত স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।ক্যানিং লাইনেও ট্রেন চালাচল কিছক্ষণের জন্য বন্ধ থাকে। বনধে দুর্গাপুর শিল্পাঞ্চল কোনও প্রভাবই পড়েনি। সকাল থেকে রেল পরিষেবা স্বাভাবিক থাকলেও, মায়াবাজার রেল গেটের কাছে কয়েক মিনিটের জ

আজ বনধের মধ্যেও ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেলের দাম, বাড়ল লিটার পিছু ২২ পয়সা করে

Image
কলকাতা: পেট্রোল, ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীরা আজ ভারত বনধ ডাকলেও এদিনও পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২২ পয়সা করে। আজ শহরে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৩.৬১ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৭৫.৬৮ টাকা। যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে, তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা  করছেন মানুষ। এই প্রেক্ষাপটেই, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। ১২ ঘণ্টা ধর্মঘট পালন করবে বামেরাও। বাম-কংগ্রেসের দাবিতে নৈতিক সমর্থন জানালেও ধর্মঘটে নেই তৃণমূল। তবে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করবে তারা।

প্যারিস যেন আতঙ্ক নগরী! ফের ছুরি নিয়ে আততায়ী হামলায় আহত ৭

Image
প্যারিসে ফের ছুরি নিয়ে হামলা চালাল এক আততায়ী। ঘটনায় মোট ৭জন আহত হয়েছেন। তার মধ্যে ৪জনের আঘাত গুরুতর। ছুরি সঙ্গে আততায়ীর হাতে লোহার রডও ছিল বলে পুলিশ জানিয়েছে। আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে আফগানিস্তানের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এটা জঙ্গি হামলা নয় বলেই ফরাসি পুলিশ দাবি করেছে। আহতদের মধ্যে ২জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন বলে খবর। সূত্রের খবর, প্রথমে দুজন পুরুষ ও একজন মহিলাকে ছুরিকাহত করে অভিযুক্ত। ঘটনাটি ঘটে প্যারিসের এমকে২ সিনেমা হলের কাছে। অনেকে সেখানে পেটানকে নামে একটি খেলা খেলছিলেন। সকলের হাতে বল ছিল। তা আততায়ীর দিকে ছুঁড়তে শুরু করেন। তারপর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ততক্ষণে সাতজন আহত হয়েছেন। পুলিশ তদন্তে নেমে খুনের চেষ্টার অভিযোগে মামলা করেছে। এর আগে গত ২৩ অগাস্ট প্যারিসের কাছেই একজন ব্যক্তি ছুরির আঘাতে নিজের মা ও বোনকে মেরে ফেলে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও পুলিশ দ্বিধাভক্ত। তবে এরই মধ্যে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এই ঘটনা তাদের ঘটানো বলে দাবি করেছে। তাঁদের সন্ত্রাসবাদ ছড়ানোর প্রচার হিসাবেই এই হামলা চলেছে বলে মুখপত্র আল আমাকে ঘোষণা করেছে। গত জুন মাসেও এক

৪২০ বিলিয়ন ডলারের সাম্রাজ্য ছেড়ে বানপ্রস্থে চিনের নব-প্রজন্মের 'ভগবান'

Image
পিছনে পড়ে থাকল ৪২০ বিলিয়ন ডলারের এক বিশাল সাম্রাজ্য। এবার এক নতুন দিশায় খোঁজে বেরিয়ে পড়লেন জ্যাক মা। তৈরি করে গেলেন এক অসামান্য নজির। বিশ্বখ্যাত চিনা ইন্টারনেট সংস্থা আলিবাবার বিলিয়ন ডলার মালিক জ্যাক মা রবিবার থেকে ছেড়ে দিলেন তাঁর সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর পদ। এখন থেকে তিনি শিক্ষাক্ষেত্রে সমাজসেবা করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বজুড়ে সেরা উদ্যোগপতিদের তালিকায় জ্যাক মা-এর ঢুকে পড়াটা ছিল একটা অসমান্য বিষয়। পরিকল্পনা, ইচ্ছা এবং বিনিয়োগ-কে বোঝার মতো মানসিকতা থাকলে কোথায় পৌঁছনো যায় তা প্রমাণ করে দেখিয়েছেন মা। সামান্য একজন ইংরাজী শিক্ষক থেকে তিনি আজ বিশ্বের অন্যতম সেরা উদ্যোগপতিদের মধ্যে একজন। এককালে ইংরাজী পড়িয়ে মাসে ১৫ ডলার আয় করা মা-এর নিজস্ব সম্পদেরই মূল্য ৪০ বিলিয়ন ডলার। আর তাঁর তৈরি করা সংস্থার সম্পদের মূল্য ৪২০ বিলিয়ন ডলার।  ই-কমার্স বিজনেসে আলিবাবার এখন একটি ব্র্যান্ড। এমনকী তাবড় তাবড় মার্কিন সংস্থাও এশিয় মাহাদেশে আলিবাবার সঙ্গে প্রতিযোগিতা করার আগে দশবার ভাবে। ১৯৯৯ সালে আলিবাবা তৈরি করেছিলেন মা। সেখান থেকে আজ তাঁর তৈরি সংস্থা ই-কমার্স থেকে ডিজিটাল পেমেন্টস, ডিজিটাল কনটে

৫ ডলার থেকে ৪০ বিলিয়ন ডলারের মালিক জ্য়াক মা, জানুন তাঁর কাহিনি

Image
সিয়াটেলে এক বন্ধুর বাড়িতে তখন জ্যাক মা। এক চাইনিজ আমেরিকানের কাছে তখন দোভাষীর কাজ করেন তিনি। বন্ধুর বাড়িতে দেখলেন কম্পিউটার কেমন করে কাজ করে। বন্ধুর কাছেই জানলেন ইন্টারনেট কম্পিউটারের সঙ্গে জোটবন্ধন করে কীভাবে মানব সভ্যতার চরিত্রটাকেই বদলে দিতে চলেছে। বন্ধুর কাছে কম্পিউটার ও ইন্টারনেটের এমন কাহিনি শুনতে শুনতে মনে মনে নিজের ভবিষ্যতটাকে কল্পনা করে ফেলেছিলেন জ্যাক মা। আর থামতে চাননি। এরপরই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে নেমে পড়েন আলিবাবা-র জন্ম দিতে। প্রথম অবস্থায় নিজের বাড়ির দোতালাতেই খুলেছিলেন আলিবাবার অফিস। ৬জন বিনোয়গকারীর কাছ থেকে ৬০ হাজার ডলার জোগাড় করেন জ্যাক মা। এরপরের যাত্রা ছিল রূপকথার মতো। ছোট থেকেই প্রবল উদ্যোমী ছিলেন মা। ছোট থেকেই ইংরাজী শিক্ষায় ছিল প্রবল আগ্রহ। চিনের হ্যাঙ্গঝাউ শহরে এক ঐতিহ্যশালী সঙ্গীত চর্চায় থাকা পরিবারে তাঁর জন্ম হয়েছিল। হ্যাঙ্গঝাউ শহরে একটি ইনস্টিটিউটে প্রচুর বিদেশি আসতেন। ছোটবেলার মা সাইকেলে চড়ে এই বিদেশি-দের পিছন পিছন ঘুরে বেড়াতেন। ইংরাজীতে কথা বলার চেষ্টা করতেন। যাতে তাঁর ইংরাজী ভালো হয়। একনজরে দেখে নিন জ্যাক মা-এর কীর্তি।

লারাকে ছাপিয়ে দ্রুততম ১৮,০০০ রানের রেকর্ড গড়লেন কোহলি

Image
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে আরও একটা মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট কোহলি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫০০০, ১৬০০০ ও ১৭০০০ রান করার নজির ছিল ক্যাপ্টেন কোহলির দখলেই। এবার বাইশ গজে দ্রুততম ১৮০০০ রান করার নজির গড়লেন বিরাট। তাও আবার ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারাকে ছাপিয়ে এই নজির গড়লেন বিরাট কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে ব্রিটিশ বোবলারদের সামনে আত্মসমর্পণ করেছেন, সেখানে একমাত্র ব্যতিক্রমী বিরাট। ২০১৪ সালের অতীত ভুলে ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন বিরাট। ইতিমধ্যেই তাঁর ব্যাট থেকে এসেছে ৫৯৩ রান। সিরিজের পঞ্চম টেস্টে নামার আগে কোহলির ঝুলিতে দুটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। শনিবার পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে কোহলির ব্যাট থেকে এসেছে ৪৯ রান। শনিবার ম্যাচের ৩৪ নম্বর ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে এক রান নেওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ব্রায়ান লারা যেখানে ৪১১টি ইনিংসে খেলে ১৮ হাজার রান করেছিলেন, কোহলি সেখানে নিলেন ৩৮২টি ইনিংস। লারার ১৮ হাজার রান এসেছিল ২০০৪ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহা

সন্ন্যাসিনীকে যৌনকর্মী বলে বিতর্কে বিধায়ক

Image
সন্ন্যাসিনী ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত কেরলের কোট্টায়ম। অভিযোগকারিণী সন্ন্যাসিনীকেই 'যৌনকর্মী' বলে বিতর্কে জড়ালেন রাজ্যের এক বিধায়ক। পি সি জর্জ নামে ওই বিধায়ক বলেন, ''ওই সন্ন্যাসিনী যে এক জন যৌনকর্মী, তাতে সংশয় নেই।'' গত জুলাইয়ে জালন্ধরের বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে দু'বছরে ১৩ বার ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই সন্ন্যাসিনী। জর্জের কথায়, ''১২ বার ধর্ষণে আপত্তি ছিল না। ১৩তম বারই তাঁর মনে হল ধর্ষণ করা হচ্ছে। আপত্তি থাকলে প্রথম বারেই কেন অভিযোগ করেননি?'' ওই বিধায়কের মন্তব্যের কড়া সমালোচনা করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, কেরলের ডিজিপি লোকনাথ বেহেরকে চিঠি লিখে জর্জের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন তিনি। বলেন, ''ওই সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করেছি। ধর্ষণের অভিযোগ তোলার পর থেকে গির্জা পর্যন্ত তাঁর পাশে নেই। রেশন বা ভাতার মতো সুবিধাও পাচ্ছেন না।'' সন্ন্যাসিনীর জন্য পথে নেমেছেন বহু মানুষ। কোট্টায়মের যে কনভেন্টে ওই সন্ন্যাসিনী থাকতেন সেখানকার আবাসিকরাও যোগ দিয়েছেন প্রতিবাদে। তাঁদেরই এক জন বলেন, ''

সেনার অস্ত্র যাচ্ছে জঙ্গিদের হাতে, শিকড় বাংলাতেও

Image
সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডার থেকে মাওবাদীদের হাতে অস্ত্র পৌঁছনোর শিকড় লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গেও। মুঙ্গেরে অস্ত্র উদ্ধারের পরে তদন্তে নেমে বিহার পুলিশ বাগডোগরার '১৫ ফিল্ড অ্যামুনেশন ডিপো' থেকে এক জন প্রাক্তন সেনাকর্মীকে গ্রেফতার করেছে গত শুক্রবার। তিনি ব্যাঙডুবির সেনা ছাউনির ডিফেন্স সিকিউরিটি কোরের সেনা ডিপোতে ঠিকা কর্মী হিসেবে চাকরি করতেন। নাম মহম্মদ নিয়াজুর রহমান। শিলিগুড়ি আদালত সূত্রে জানা গিয়েছে, পুরানো একটি মামলায় খুনের চেষ্টা ও অস্ত্র আইনে তাকে ট্রানজিট রিমান্ডে বিহারের মুঙ্গের নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই বিহার পুলিশ অস্ত্র-পাচার চক্রের তদন্তভার এনআইএয়ের হাতে দেওয়ার জন্য চিঠি লিখেছে। সেই তদন্তে সেনা ডিপোর অস্ত্র কী ভাবে জঙ্গিদের হাতে গেল তা জানা যাবে বলে আশা করছে তারা। এক সেনা আধিকারিক বলেছেন, ''পুরো ঘটনার ব্যাপারে সেনার তরফেও তদন্ত করা হচ্ছে।'' মুঙ্গেরের পুলিশ সুপার বাবুরাম বলেন, "আগ্নেয়াস্ত্র বিরোধী অভিযান শুরু হয়েছে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে সেনাবাহিনীর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও রয়েছে। অস্ত্র পাচার চক্রের

রাজীব-খুনিদের মুক্তির সিদ্ধান্ত নিল তামিলনাড়ু

Image
রাজীব গাঁধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। গত ২৭ বছর ধরে জেলবন্দি রয়েছেন ওই আসামিরা। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে তাঁদের মুক্তির প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তামিলনাড়ুর পলানীস্বামী সরকারের দাবি, মানবিক কারণেই ওই আবেদন করেছে তারা। যদিও অনেকের মতে, লোকসভা ভোটের আগে তামিল ভোটারদের বার্তা দিতেই এমন পরিকল্পিত পদক্ষেপ এডিএমকে সরকারের। বিরোধী ডিএমকে-ও সমর্থন করেছে এই সিদ্ধান্তকে। তবে বিরোধিতা করেছে রাজ্য কংগ্রেস। টানা কুড়ি বছর ধরে জেলবন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু। ২০১৪ সালে রাজীব-হত্যাকারীদের মুক্তি দিতে চেয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা। সুপ্রিম কোর্ট তখন বলেছিল, কেন্দ্রের ছাড়পত্র ছাড়া এই সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য। রাজীব-হত্যায় মূল অভিযুক্ত, প্রায় ২৭ বছর ধরে বন্দি নলিনী এর পরে মুক্তি চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু লাভ হয়নি। প্রথমত, মুক্তি সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এ বিষয়ে শীর্ষ আদালতের সম্মতি প্রয়োজন বলে জানায় হাইকোর্ট। দ্বিতীয়ত, নলিনী

বিশ্বসেরা বিরাটই, মত গিলির

Image
উপমহাদেশের বাইরে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা ভারতের রয়েছে। অথচ সেই ক্ষমতাকে সায় দিচ্ছে না দলের মানসিকতা। এমনটাই মনে করছেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে, মানসিকতায় উন্নতি করতে পারলেই বিদেশে টেস্ট সিরিজ জেতার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে বিরাট কোহালির দলের কাছে। রবিবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, ''আমার বিশ্বাস ভারতীয় বোলিং বিভাগ ও তাদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান রয়েছে তাদের দলে। তাই মানসিকতায় একটু পরিবর্তন করতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে।'' ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। পঞ্চম টেস্টেও খুব একটা ভাল জায়গায় নেই বিরাট বাহিনী। যা প্রশ্ন তুলেছে বিরাটের নেতৃত্ব নিয়ে। সে বিষয়ে অবশ্য সে ভাবে মন্তব্য করতে চাননি গিলক্রিস্ট। বরং প্রশংসাই করেছেন।  গিলক্রিস্ট বলেছেন, ''নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেন একটা নেশার মতো হয়ে গিয়েছে ওর কাছে। এটা কিন্তু একজন অধিনায়কের কাছে অত্যন্ত ইতিবাচক একটি দিক। অস্ট্রেলিয়ার পরিবেশে সেটাই কাজে লাগবে।''

৩ গুণ বেড়েছে চাষির আয়! ব্যাখ্যায় বিভ্রান্তি

Image
আগামী চার বছরের মধ্যে চাষিদের আয় দ্বিগুণ করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চাষির আয় তিন গুণ হয়ে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ রাজ্যের কৃষিসচিবকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, চাষিদের রোজগার তিন গুণ হওয়ার মাপকাঠি কি? সরকার কী ভাবে এই হিসাব করেছে? ২০১৭-১৮ সালের রাজ্যের আর্থিক সমীক্ষায় এ নিয়ে বিশদে কিছু নেই কেন? কী ভাবে সরকার এই সাফল্য পেল? নবান্নের খবর, মাস দেড়েকের টানাপড়েন এবং অর্থমন্ত্রী অমিত মিত্র এবং রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের মধ্যে কয়েক দফা বৈঠকের পরে একটি খসড়া জবাব তৈরি হয়েছিল। কিন্তু কৃষি উপদেষ্টার তৈরি করা খসড়ায় 'গ্রহণযোগ্য' জবাব নেই বলেই মনে করেছেন নবান্নের শীর্ষ আমলারা। তাই শেষ পর্যন্ত নীতি আয়োগে কোনও জবাব পাঠানো হয়নি। কৃষি দফতরের দাবি, ২০১০-১১ সালে এ রাজ্যে চাষির যা আয় ছিল, তার তুলনায় ২০১৬-১৭ সালে আয় ২.৬ গুণ বেড়েছে। ২০১৭-১৮ সালে তা বেড়ে ৩.২ গুণ হতে পারে। ২০১০-১১ সালে এক জন চাষির পারিবারিক রোজগার ছিল ৯১ হাজার ১১ টাকা। ২০১৬-১৭ সালে তা হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা। এবং ২০১৭

যৌন সুবিধা দেওয়া-নেওয়া এখন ঘুষই

Image
কাজ পাইয়ে দেওয়ার জন্য যৌন সুবিধা চাওয়া এবং তা দিতে রাজি হওয়াও এখন থেকে ঘুষ বলে গণ্য হবে। নতুন যে 'দুর্নীতি নিরোধক (সংশোধনী) আইন-২০১৮' আনতে চলেছে সরকার, তাতে ঘুষ চাওয়া ও দেওয়া— দুটোই শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা হচ্ছে। সেই সঙ্গে ঘুষ বলতে শুধু আর আর্থিক লেনদেন নয়, যে কোনও অন্যায্য সুবিধা দেওয়া-নেওয়াকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যৌন সুবিধা চাওয়া ও তা দিতে রাজি হওয়ার বিষয়টিও থাকছে। নতুন আইন প্রধানত ১৯৮৮-র চালু দুর্নীতি নিরোধক আইনেরই সংশোধিত রূপ। আগে সরকারি কর্মীরা এর আওতায় পড়তেন। তার পরে ২০১৩-য় এই আইনে সংশোধনী এনে বেসরকারি ক্ষেত্রকেও দুর্নীতি নিরোধক আইনের আওতায় আনা হয়। কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্তা রবিবার বলেন, ''সংশোধিত আইনে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এ বার থেকে যৌন সুবিধা নেওয়া, বিভিন্ন ক্লাবের দামি সদস্যপদ বা যে কোনও অন্যায় সুবিধা পাওয়ার জন্য পদস্থ কর্তাদের গ্রেফতার করতে পারবে।'' ওই কর্তা জানান, অন্যায় সুবিধার আওতায় প্রায় সব কিছুই থাকছে নয়া আইনে। যেমন দামি উপহার, ছুটি কাটানো, বিমানের টিকিট কেটে দেওয়া, পরিবার বা কাছের লোকের চাকরির ব্যবস্থা

রেললাইন ধরে কাঁদতে কাঁদতে হাঁটছিলেন বৃদ্ধা, ছুটে আসছিল ট্রেন, তার পর...

Image
সকাল সওয়া ৭টা নাগাদ বাগনান স্টেশনে বসে খবরের কাগজ বিক্রি করছিলেন বিক্রমাদিত্য ঘোষ। হঠাৎ লক্ষ করেন রেল লাইন ধরে কাঁদতে কাঁদতে হাঁটছেন এক বৃদ্ধা। উল্টো দিক থেকে ছুটে আসছে ডাউন পাঁশকুড়া লোকাল। হর্নের শব্দে ভ্রূক্ষেপ নেই বৃদ্ধার। মুহূর্ত দেরি করেননি বিক্রম, ছুটে গিয়ে টেনে আনেন বৃদ্ধাকে। তখনও কেঁদে চলেছেন তিনি।  অনেক কষ্টে তাঁকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, বাড়িতে ছেলে-বৌয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পঁচাত্তর বছরের আঙুরবালাল মাহাতা। কিন্তু কিছুতেই ঠিকানা বলতে চান না— বাধ্য হয়েই থানায় নিয়ে গিয়েছিলেন বিক্রম। থানায় বৃদ্ধা জানিয়েছেন তিনি বাকসি এলাকার বাসিন্দা। পুলিশ ওই বৃদ্ধার ছেলেকে থানায় নিয়ে এলে তিনি সাফ বলে দেন, ''মায়ের মাথা খারাপ। সকালে কখন বেরিয়ে গিয়েছে জানি না। পড়শিরা বলল মা থানায় গিয়ে বসে রয়েছে।'' থানায় বসে আঙুরবালাদেবী বলেছেন, প্রায় ৩০ বছর আগে মারা গিয়েছেন তাঁর স্বামী। একমাত্র ছেলে আনন্দ কাজ করে কলকাতার এক রেস্তরাঁয়। সেখানেই থাকেন। প্রথমবার ছেলের বিয়ে দিয়েছিলেন নিজে। কিন্তু সে বার বৌমা মারা যায় কিছুদিনের মধ্যেই। দ্বিতীয়বার বিয়ে করে বৌ ঘরে আনে