Posts

Showing posts from September 16, 2018

চাকরি দেওয়ার নামে ফোনে ডেকে তরুণীকে ধর্ষণ দিল্লিতে

Image
ফের ধর্ষণের ঘটনা দিল্লিতে। অভিযোগ, চাকরি দেওয়ার নামে ফোন করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে ২৩ বছরের এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহারে, গত ২ সেপ্টেম্বর। অভিযুক্ত এখনও ধরা পড়েনি। দিল্লি পুলিশ (দক্ষিণ)-এর ডেপুটি কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, তরুণী লিখিত অভিযোগে জানিয়েছেন, অতুল গুপ্তা নামে এক ব্যাক্তির সঙ্গে তাঁর কিছু দিন ধরে আলাপ হয়েছিল। অতুল নিজেকে এক জন বিশিষ্ট ব্যাক্তি বলে পরিচয় দিয়েছিলেন। তিনি ওই তরুণীকে একটি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ২ সেপ্টেম্বর অতুল ফোন করে একটি সিনেমা হলে যেতে বলেন ওই তরুণীকে। তরুণী সেখানে পৌঁছলে অতুল তাঁকে ঠান্ডা পানীয় খাওয়ান। সেটা খাওয়ার পরেই ঝিমুনি শুরু হয়ে যায় ওই তরুণীর। তিনি আর বসে থাকতে পারছিলেন না। তখন গাড়িতে চাপিয়ে অতুল ওই তরুণীকে নিয়ে যান দক্ষিণ দিল্লির শাহপুর জাটের একটি বাড়িতে। পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ পাওয়ার পর তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে দিল্লির 'এইমস'-এ। আর তার রিপোর্টের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে অতুলের বিরুদ্ধে। তবে অতুলের হদিশ মেলেনি এখনও পর্যন্ত।

ছ’তলায় মজুত মাল ছাই না হওয়া পর্যন্ত বাগরির আগুন বাগে আসবে না, বলছে দমকল

Image
দিনভর হাইড্রোলিক ল্যাডার ব্যাবহার করতে না পারলেও, আগুন লাগার প্রায় সতেরো ঘণ্টা পরে ছোট একটি হাইড্রোলিক ল্যাডার ব্যাবহার করে আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের কবলে পড়া বাড়িটির ভিতরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই না হয়ে গেলে আগুন আয়ত্তে আনা কঠিন বলে মনে করছে দমকল। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন ছড়াতে থাকে বিভিন্ন তলায়। সঙ্গে একাধিক হাইড্রোলিক ল্যাডার থাকার পরও কার্যত অসহায় হয়ে থাকতে হয় দমকলকে। কারণ, উঁচু বাড়িতে যেখানে ভেতরে ঢুকে আগুন নেভানো সম্ভব হয় না সেখানে এই হাইড্রোলিক ল্যাডারে চেপেই দমকল কর্মীরা আগুন বাইরে থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সেই সুযোগে ভেতরে গিয়ে নেভানোর কাজ শুরু করেন দমকল বাহিনীর বাকি অংশ। কিন্তু সেই মতো আগুনকে দ্বিমুখী আক্রমণ করে কব্জা করার সুযোগ ছিল না বাগরি মার্কেটে। কারণ হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করার জন্য যে ন্যূনতম জায়গা লাগে, সেই জায়গা পাওয়া যায়নি বাগরি মার্কেটে। তার পাশাপাশি গোটা বাড়ির চারপাশে তারের জাল ভেদ করে সেই ল্যাডার তোলা অসম্ভব বলে দাবি করেন দমকল কর্মীরা। এর আগেই দমকল কর্মীরা আবিষ্কার করেন মার্কেটের জলাধার শুক

শিক্ষায় অন্ধকার! স্কুলহীন দেশের ১৩,৫০০ গ্রাম

Image
সবার কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ঢাকঢোল পিটিয়ে নানা প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার। অথচ দেশের ১৩,৫১১টি গ্রামে এখনও কোনও স্কুল নেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।  সাড়ে ১৩ হাজারেরও বেশি গ্রামে এখনও স্কুল না তৈরি করতে পারার পিছনে একাধিক কারণ তুলে ধরেছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছক এক আধিকারিকের বক্তব্য, 'এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। রাজ্য সরকারগুলির গা ছাড়া মনোভাব গ্রামে স্কুল না থাকার অন্যতম কারণ। এ ছাড়া অনেক গ্রামে স্কুল তৈরির জন্য প্রয়োজনীয় মানুষ বসবাস করেন না।'  কেন্দ্রের রিপোর্ট অনুসারে, মিজোরামই দেশের একমাত্র রাজ্য যেখানে প্রতি গ্রামে স্কুল আছে। এ ছাড়া সামগ্রিক ভাবে দেশের অন্য অংশের তুলনায় উত্তর-পূর্বের পরিস্থিতি বেশ ভালো। একমাত্র মেঘালয়ের ৪১ গ্রামে কোনও স্কুল নেই। বাকি রাজ্যগুলিতে সংখ্যাটা নয়ের বেশি নয়।  অন্যদিকে, উত্তরপ্রদেশের সবথেকে বেশি সংখ্যক গ্রাম স্কুলহীন। আর গোয়ার কোনও তথ্য কেন্দ্রের এই রিপোর্টে উল্লেখ করা হয়নি। 

টাইফুন মাংখুটের হানায় হংকং-এ আহত শতাধিক, ফিলিপিনসে মৃত বেড়ে ৪৯

Image
চিনে ঢোকার আগে হং কং-কে তছনছ করে দিয়ে গেল টাইফুন মাংখুট। ঝড়ের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এর আগে ফিলিপিনসে এই টাইফুন কেড়ে নিয়েছে কমপক্ষে ৪৯ জনের জীবন।  ফিলিপিনসের উত্তরাঞ্চল ও হংকং-এ জোর আঘাত হেনে এ বার দক্ষিণ চিন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে চলতি বছরে বিশ্বের সবচেয়ে বড় ঝড়। চিনের গোয়াংদং কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করে। সেখানে ঘণ্টায় ২৩০ কিমি বেগে আছড়ে পড়ে ঝড়। হংকং-এ টাইফুন মাংখুটের হানায় শতাধিক মানুষ আহত হয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে আট শতাধিক উড়ান বাতিল করা হয়েছে। এতে এক লাখ যাত্রী বিপাকে পড়েছেন। ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।  টাইফুন মাংখুটের কবলে পড়ে ফিলিপিনসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল হাওয়ায় ভেঙে পড়েছে বহু গাছ। তার ফলে বিভিন্ন এলাকা ধসের কবলে পড়ে। বন্ধ রাস্তা ও অচল যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রামাঞ্চলে ঝড়ের প্রকৃত আঘাতের চিত্র এখনও স্পষ্ট নয়। স্থলভাগে আঘাত হানার সময়ে ঝড়টি এর কিছু শক্তি হারায়। তবুও এটিকে ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ফিলিপিনসে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আছড়ে পড়ে। যার প্রভাবে প্রাণ যায় প্রায় কয়েকশো মানুষের।

পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি বিপদে ফেলতে পারে মোদী সরকারকে: রামদেব

Image
পেট্রল, ডিজেলের দর বেঁধে রাখতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে মোদী সরকার, তখন বাবা রামদেব বললেন, তাঁকে কর-ছাড় দেওয়া হলে তিনিই দেশের মানুষকে লিটার-পিছু ৩৫/৪০ টাকা দামে পেট্রল, ডিজেল দিতে পারেন। পেট্রল, ডিজেলকে জিএসটিতে নিয়ে আসারও দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, এখনও এ ব্যাপারে ব্যবস্থা না নিলে বিপদে পড়তে পারে মোদী সরকার। দিল্লিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে রবিবার এ কথা বলেছেন রামদেব। গোরক্ষার নামে যে হিংসা চলছে দেশজুড়ে, রামদেবের কথায়, ''সেটা আমার একেবারেই পছন্দ নয়।'' তিনি বলেছেন, ''গরু কোনও ধর্মীয় প্রাণী নয়। গরুর কোনও ধর্ম নেই।'' তবে মোদী সরকারের পক্ষেও দু'-চার কথা বলেছেন রামদেব। তাঁর কথায়, ''অনেকে নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। সেটা তাঁদের মৌলিক অধিকার। কিন্তু আমি মনে করি, উনি অনেক ভাল কাজ করেছেন। 'স্বচ্ছ ভারত অভিযান' তার সেরা উদাহরণ। কোনও বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনাও ঘটেনি ওঁর জমানায়। তবে হ্যাঁ, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে রাজনৈতিক স্তরে বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে।''

এক হাতে ব্যাট করে ক্রিকেটীয় রূপকথা লিখলেন বাংলাদেশের তামিম

Image
দেশাত্মবোধের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কেউ যুদ্ধক্ষেত্রে দেশের জন্য প্রাণপাত করেন। কেউ আবার খেলার মাঠে বুঝিয়ে দেন, প্রয়োজনে দেশের জন্য তিনি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। দেশের প্রতি আনুগত্যের সংজ্ঞা রেখে গেলেন বাংলাদেশের তামিম ইকবাল। দলের প্রয়োজনে তামিম এক হাতে ব্যাট করলেন। এক হাতে চোট নিয়ে। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তামিম ইকবাল এক অসাধারণ ক্রিকেটীয় রূপকথা লিখে গেলেন। সুরঙ্গা লকমলের বলে পুল খেলতে গিয়ে বাঁ হাতের কড়ে আঙুলে গুরুতর চোট পান তামিম। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান, তামিমের আঙুলে চিড় ধরেছে। যার জন্য তিতি আর গোটা এশিয়া কাপে খেলতে পারবেন না।  এর পর হাসপাতাল থেকে তামিম যখন ফিরে আসেন তখন বাংলাদেশ ৪৭ ওভারে নবম উইকেট হারিয়েছে। রান ২২৯। এমন অবস্থায় ফের হাতের চোট নিয়ে মাঠে নামেন তামিম। জানা গিয়েছে, ওরকম পরিস্থিতিতে তামিমকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা দলেরই ছিল। তবে এই সিদ্ধান্তে অধিনায়ক মাশরাফির অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি। অষ্টম উইকেট পড়ার পর সিদ্ধান্ত হয় আরেক উইকেট পড়লে এবং মুশফিক যদি স্ট্রাইকে থাকেন, তাহলে তামিম মাঠে ফির

ভোপালের প্রথম মহিলা অটো-রিক্সাচালকের ফার্স্ট প্যাসেঞ্জার মুখ্যমন্ত্রী

Image
ভোপাল: মহিলারা যে কোনও অংশে কম না তা বারবার প্রমাণ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে৷ আর ভোপালের একটি ছবি সেই বিষয়টাকেই ফের একবার তুলে ধরল৷ তালাত জাহান৷ ইনিই ভোপালের প্রথম মহিলা অটো-রিক্সাচালক৷ আর তাঁর এই অটো-রিক্সার প্রথম প্যাসেঞ্জারই হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তালাত জানান, গত দুমাস ধরে তিনি অটো-রিক্সা চালাচ্ছেন৷ পছন্দ থেকেই এই পেশাকে তিনি বেছে নিয়েছেন৷ অর্থাভাবে বিকল্প পথের সন্ধান না পেয়ে যেখানে অনেকে শর্টকার্ট ধরে বা বিপথে গমন করে সেখানে তালাত জাহান এই পথকে বেছে নিয়েছেন ইচ্ছেকে বাস্তবায়িত করতে৷ এর আগে, গত অগস্টেই খবরের শিরোনামে এসেছিলেন কাশ্মীরি যুবতী মেহভিস মেহরাজ জারগার৷ একার চেষ্টায় কাশ্মীরে আস্ত একটা ক্যাফে খুলে ফেলেন মেহভিস৷ উপত্যকায় এই প্রথম মহিলা পরিচালিত ক্যাফে যা নির্ভেজাল আড্ডা আর এক কাপ শান্তির কফির আহ্বান জানায় উপত্যকাবাসীকে। ক্যানসারে মৃত্যু হয় বাবার৷ মাত্র ৭ বছর বয়সে বাবাকে হারান মেহভিস৷ ওকালতি নিয়ে পাশ করলেও উত্তপ্ত উপত্যকায় ক্যাফে তৈরির স্বপ্ন দেখতেন তিনি৷ স্বপ্ন সত্যি হয় গত বছরেই৷ শ্রীনগরের বেমিনা এলাকার সরকারি কলেজের ঠিক বিপরীতে মেহভিসের ক্

মালিককে চাদর মুড়িয়ে পাচারের আগে ধৃত পরিচারিকা, ড্রাইভার

Image
বাড়ির  সামনে  দাঁড়িয়ে  শববাহী  গাড়ি।  পাড়ায় শববাহী গাড়ি ঢুকতে দেখে স্বাভাবিকভাবেই কৌতুহল হয় প্রতিবেশীদের।  ঘর থেকে বেরিয়ে এসেছিলেন অনেকেই।  পাড়ায় তো কারও মৃত্যু খবর কানে আসেনি তাঁদের! তাতেই সন্দেহ দানা বেঁধেছিল। আর আশঙ্কা সত্যি করেই গাঙ্গুলি পরিবার থেকে চাদর মোড়ানো অবস্থায় এক ব্যক্তিকে বার করে আনতে দেখা গিয়েছিল ওই বাড়ির ড্রাইভারকে। সঙ্গে ছিলেন পরিচারিকা।  কার মৃত্যু হয়েছে? প্রশ্ন করতেই তেড়েফুড়ে ওঠেন পরিচারিকা, ড্রাইভার। প্রতিবেশীরাও চাপ দেন। পরে জানা যায়, বাড়ির মালিক প্রাক্তন কেএমডি কর্মী পৃথিবরণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। তারই দেহ সত্কারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পাড়ার এক জনের মৃত্যুর খবর কেন জানানো হল না প্রতিবেশীদের, কেন রাতের অন্ধকারে  গাড়ি করে  সত্কারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? সল্টলেকের ইই ব্লকে এক প্রৌঢ়ের মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।    সল্টলেকের ইই ব্লকে স্ত্রীকে নিয়ে থাকতেন প্রাক্তন কে এম ডি এর কর্মী পৃথবরণ  গঙ্গোপাধ্যায়। বার্ধক্য জনিত কারণে অসুস্থ হওয়ায়  জবা চক্রবর্তী নামক এক পরিচারিকা রাখেন তিনি।   সেই  পরিচারিকার  দাবি,  তার কাজে সন্তুষ্ট হয়ে ২০১৬ 

২৮ কোটি টাকার পাচারের সোনা আত্মসাতের চেষ্টা, জালে ৫ সেনা ও পুলিসকর্মী

Image
সোনা পাচারের বড়সড় চক্রের পর্দাফাঁস হল। সিআইডি-র জালে ধরা পড়লেন রাজ্যে পুলিসের  দুই কর্তা ও দুই সেনা কর্মী সহ মোট পাঁচজন।  কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেরল। সোনা পাচারকারী ধরতে তদন্তে নেমেছিল সিআইডি। জালে ধরা পড়লেন দুই পুলিস, দুই সেনা কর্মী সহ মোট পাঁচজন। ভূটান সীমান্ত পার করে এদেশে ঢুকছে বেআইনি সোনা। কয়েকমাস ধরেই খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। তদন্তে নেমে নজরদারি শুরু করে সিআইডি। গোপন সূত্রে জানা যায়, ১৫ কিলোগ্রাম বেআইনি সোনা ভূটান থেকে এদেশে পাচার হবে। ১০ সেপ্টেম্বর সিআইডি-র নজরে আসে, পাচার সোনা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু পুলিস কর্মী সোনা বাজেয়াপ্ত করার পরও সরকারিভাবে তা দেখাননি। এরপরই অভিযুক্ত ২ পুলিস কর্মী, জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর ও বারোবিশার ওসি কমলেন্দ্র নারায়ণের ওপর নজরদারি শুরু করে সিআইডি। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ২৮ কোটি টাকা মূল্যের সোনা পাচারকারীদের থেকে বাজেয়াপ্ত করে আত্মসাত্‍ করার চেষ্টা করছিলেন দুই পুলিস কর্মী। চক্রের আরও দুই চাঁই হলেন লেফটেন্যান্ট কর্নেল পবন ব্রম্ভ ও সেনা কনস্টেবল দশরথ সিং। এই দুই সেনা কর্মীই বিন্নাগুড়ি সেনা ছাউনিতে

আড়াই দশক ধরে বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতনের বিষয়ে জানি: দলাই লামা

Image
নেদারল্যান্ডে যৌন নির্যাতনের শিকার তিন মহিলা ও এক যুবকের সঙ্গে দলাই লামা। বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন নয়। এবার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিলেন দলাই লামা। বললেন, প্রায় আড়াই দশক ধরে তিনি বৌদ্ধ গুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল। এটা নতুন কোনও বিষয় নয়। ইউরোপ সফররত তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুর এই মন্তব্যের পর বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। দীর্ঘ ইউরোপ সফরে রয়েছেন দলাই লামা। সফরের অঙ্গ হিসাবেই বর্তমানে চার দিনের জন্য রয়েছেন নেদারল্যান্ডসে। সেখানে বৌদ্ধ ধর্মগুরু তথা শিক্ষকদের হাতে যৌন অত্যাচার বা ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতারা আন্দোলনে নামেন। তাঁদের দাবি ছিল, তিব্বতি ধর্মগুরুর সঙ্গে তাঁরা দেখা করবেন। সেই দাবি মতোই শুক্রবার সেই নির্যাতিতাদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর ডাচ জাতীয় টিভিতে একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ ওঠে। উত্তরে দলাই লামা বলেন, ''এটা কোনও নতুন বিষয় নয়। আমি আগে থেকেই জানি।'' একই সঙ্গে ৮৩ বছরের ধর্মগুরুর সংযোজন, ২৫ বছর আগে ধরমশালায় একটি পাশ্চাত্য বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেখানেই এক জন তাঁকে যৌন নির্যাতনের এই

দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে ২০০ জন জঙ্গি, দাবি ভারতীয় সেনার

Image
উপত্যকায় জঙ্গি দমন মিশন চললেও, একেবারে নিশ্চিহ্ন করা যাচ্ছে না এই জঙ্গিদের। কারণ কাশ্মীরি যুবকরা নাম লেখাতে শুরু করেছে জঙ্গি সংগঠনগুলিতে। সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি সংগঠনে নাম লেখাতে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আর সেখানে ভিড় জমাচ্ছে উপত্যকার যুব সম্প্রদায়। যার জন্য জঙ্গি সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। দক্ষিণ কাশ্মীরের অধিকাংশ জায়গায় জঙ্গি দমন অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা৷ তারপরেও বেড়ে চলেছে জঙ্গি দলের সদস্য সংখ্যা৷ সেনা সূত্রে খবর, এই মুহূর্তে ২০০ জন জঙ্গি লুকিয়ে দক্ষিণ কাশ্মীরের জেলাগুলিতে৷ এর মধ্যে ১৫ শতাংশ বহিরাগত জঙ্গি৷ কিন্তু বাকিরা সকলেই স্থানীয়৷ জঙ্গি সংগঠনগুলি লোকবল বাড়িয়ে চলায় উদ্বিগ্ন ভারতীয় সেনা৷ আর সদস্য সংখ্যা বাড়ানোর জন্য জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা কাশ্মীরি যুবকদের নিশানা করেছে এবং তাদের মগজ ধোলাই করে জঙ্গিতে নাম লেখানোয় প্রেরণা জোগাচ্ছে।  এক সেনা আধিকারিকের কথায়, বিষয়টি বেশ উদ্বেগজনক৷ জঙ্গিদলে স্থানীয় যুবকদের নাম লেখানোর প্রবণতা বাড়ছে৷ লস্কর, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের একাধিক জঙ্গিকে খতম করা গ

‌রাজধানী দিল্লিতে ফের ধর্ষণের শিকার তরুণী

Image
রাজধানী দিল্লিতে আবারও ধর্ষণ। চাকরি দেওয়ার নাম করে ২৩ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ। দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকার ঘটনা। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিস কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, নির্যাতিতা শনিবার তাঁর অভিযোগে জানিয়েছেন অতুল গুপ্তা নামে এক ব্যক্তি দক্ষিণ দিল্লিতে চাকরি দেওয়ার নাম করে তাঁকে ডেকে এনেছিল। গত ২ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির একটি সিনেমা হলে তাঁকে দেখা করতে বলেছিল অতুল। সেখানেই নরম পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে খেতে দেওয়া হয়। বেহুঁশ হয়ে পড়লে দক্ষিণ দিল্লির সাহাপুর জাট এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। এইমসে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে। তারপরেই অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।

পেমেন্টের জন্যে রোগীকে আর চাপ দিতে পারবে না হাসপাতাল

Image
নয়াদিল্লি: এমন দিনই আসছে যাতে-কোরনও রকম পেমেন্ট জনিত সমস্যার জন্য রোগীর আত্মীয় স্বজনের কাছে থেকে তার বডি আটকাতে পারবেন না হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কারণ স্বাস্থ্যমন্ত্রক রোগীর অধিকারের খসড়া বের করেছে তাতে বলা হচ্ছে তেমন কিছু হাসপাতাল করলে শীঘ্রই তা অপরাধান বলে গণ্য হবে ৷ সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটাই জানাচ্ছে৷ ওই পেসেন্ট চার্টার অনুসারে যদি পেমেন্ট সংক্রান্ত কোনও বিবাদ থাকে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ভাবেই মৃতদেহ আটকে রাখতে পারবে না৷ মন্ত্রকের যুগ্ম সচিব সুধীরকুমারের ইস্যু করা নোটিস অনুসারে মন্ত্রক পরিকল্পনা করেছে এই চার্টার চালু করবে বিভিন্ন রাজ্য সরকারের মাধ্যমে ৷ এই চার্টার খসড়া তৈরি করেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং এটি স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে জনমত নেওয়ার জন্য৷ প্রতিটি হাসপাতাল এবং ক্লিনিক্যাল এস্টাবলিস্টমেন্ট-এর দায়িত্ব ইন্টারনাল রেড্রেসাল মেকানিজম তৈরি করা যাতে পাশাপাশি রোগীদের অধিকার চার্টার্ড বিষয়টা এবং বর্তমান আইনের দিকটা দেখে এই বিষয়ে সব রকম সহযোগিতা করতে পারে৷ ওই খসড়া বলছে প্রতিটি রোগীর বাড়ির লোকেদের অধিকার থাকবে ভর্তির পর থেকে ছাড়া অবধি

বাড়িতে কাজ করে ১৬ ঘণ্টায় ৫৪ লক্ষ!

Image
ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা বড় ব্যবসায়ী নন। লোকের বাড়িতে ঘর পরিষ্কারের কাজ করেন এই মহিলা। তাও আবার সপ্তাহে মোটে ১৬ ঘণ্টা। আর তাতে বছরে কত আয় করে জানেন? প্রায় ৫৪ লক্ষ টাকা। বিস্ময়ে হাঁ হয়ে যেতে পারেন। কিন্তু এক ফোঁটাও বানানো গল্প নয়। খাঁটি সত্যি। ভাবছেন তো, কীভাবে এমনটা সম্ভব? আসলে কাজের দিক থেকে বাকি পাঁচজনের মতো হলেও নিজেকে মেলে ধরার দিক থেকে তাঁর জুড়ি মেলা ভার। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ২৮ বছরের এই সিঙ্গল মাদারকে সংসার চালাতে উপার্জন করতে হয়। স্নাতক পাশ করা যুবতী আয়ের পথ হিসেবে বেছে নিয়েছিলেন বাড়ির কাজকেই। বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করার মতো কাজগুলিই করেন তিনি। প্রথমে খুব বেশি অর্থের মুখ দেখতে পাননি। ভাবেন, কীভাবে এক ঝটকায় নিজের কাজের মূল্য অনেকখানি বাড়িয়ে নেওয়া যায়। তখনই মাথায় খেলে যায় একটি উপায়। ঠিক করেন, একই কাজ করবেন, তবে একটু অন্যরকমভাবে। কাজের সময় গায়ে রাখবেন না কোনও পোশাক। ব্যস, শরীর প্রদর্শন করতেই একলাফে দ্বিগুণ হয়ে যায় তাঁর বেতন। কুইন্সল্যান্ডের কোম্পানি বেয়ার অল ক্লিনিং সার্ভিসের হয়ে কাজ করেন তিনি। কোম্পানিও তাঁর কাজে বেশ সন্তুষ্ট। তবে স্থানীয় কাউন্সিলার এধরনে

কলকাতায় বিধ্বংসী আগুন! এই শতকের বড় অগ্নিকাণ্ডগুলি একনজরে

Image
শুধু বাগরি মার্কেটের আগুন নয়। এর আগে আগুন লেগেছিল কাছেরই নন্দরাম মার্কেটে। আগুন লেগেছিল হাতিবাগান বাজারে। এখনও পর্যন্ত এই শতকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছিল স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডে। সেই সময় তৎকালীন বাম সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগরি মার্কেটে আগুন লাগা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, আগুন তো লাগতেই পারে। কলকাতায় বিধ্বংসী আগুন, একনজরে তপসিয়ায় একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অন্যতম উল্লেখযোগ্য হল ২০০৬-এর ২২ নভেম্বরের ঘটনা। আগুনে চামড়ার কারখানা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছিল। ২০০৮ সালের ১২ জানুয়ারি বড়বাজারের ১৩ তলা নন্দরাম মার্কেটে আগুন লেগেছিল। ৪২ টি দমকলের ইঞ্জিনের আগুন নেভাতে বেশ কয়েকদিন লেগে যায়। সেখানে থাকা প্রায় ৪ হাজার দোকান ভস্মীভূত হয়েছিল। কয়েকশো কোটি টাকার জিনিস পুড়ে গেলেও আগুনে মৃত্যুর খবর ছিল না। কলকাতার অন্যতম বিধ্বংসী আগুন লাগার ঘটনাটি হল পার্কস্ট্রিটের স্টিফেন কোর্টের। ২০১০ সালের ২৩ মার্চ দুপুরে লাগা আগুনে প্রায় ৪৩ জনের মৃত্যু হয়েছিল। ৪০ টি দমকলকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছিল। বর্তমান তৃণ

দামাস্কাস বিমানবন্দরের কাছে মিজ়াইল হামলা

Image
দামাসকাস (সিরিয়া) : সিরিয়ার দামাস্কাস বিমানবন্দর লাগোয়া এলাকায় মিজ়াইল হামলা চালাল ইজ়রায়েল। সিরিয়ার সংবাদ মাধ্যম এই খবর সামনে এনেছে। ওয়ার মনিটরিং গ্রুপ জানিয়েছে, হামলাকারীদের লক্ষ্য ছিল সেনা অস্ত্র ডিপো। গতকাল হামলাটি চালান হয়। মিজ়াইল হামলার শব্দ এতটাই তীব্র ছিল যে গোটা দামাস্কাসে তা শোনা গিয়েছিল। সেই দেশের সেনা সূত্রে খবর, মিজ়াইল হানায় কোনও হতাহতের খবর নেই।  ব্রিটেনে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক রামি আবদুররহমান জানান, হামলাকারীদের লক্ষ্য ছিল বিমানবন্দরের অদূরে থাকা অস্ত্র ডিপো। বাননের হিজ়বুল্লাহ গ্রুপকে শায়েস্তা করতে যে আধুনিক নতুন অস্ত্র আনা হয়েছিল, তার উপর হামলা চালানোই ছিল মূল লক্ষ্য।

জম্মু কাশ্মীরকে নির্মল রাজ্য ঘোষণা

Image
শ্রীনগর: সন্ত্রাস কবলিত জম্মু কাশ্মীরকে নির্মল ঘোষণা রাজ্যপাল সত্যপাল মালিকের৷ শনিবার শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্সে সেন্টারে 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচির সূচনা করেন তিনি৷ সেই অনুষ্ঠানে এসে রাজ্যকে নির্মল ঘোষণা করেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ রাজ্যকে নির্মল করে তোলার জন্য রাজ্য প্রশাসনকে প্রশংসায় ভরিয়ে দেন৷ জানান, শৌচালয় তৈরি করে নির্মল রাজ্য গড়ে তুলতে উদ্যোগী হয় প্রশাসন৷ তাদের অক্লান্ত চেষ্টার ফল, উপত্যকা আজ একশো শতাংশ নির্মল৷৷ এক বছর বাকি থাকতেই এই যোগ্যতা অর্জন করে তারা৷ তবে সাধারণ মানুষেরও এতে যোগদান আছে৷ তিনি বলেন, ''স্বচ্ছ ভারত মিশনের আওতায় রাজ্যের ২২টি জেলা ৪১৭১টি গ্রাম পঞ্চায়েত এবং ৭৫৬৫টি গ্রামকে নির্মল ঘোষণা করা হচ্ছে৷'' রাজ্যকে নির্মল করে তুলতে স্বচ্ছ ভারত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ এই প্রকল্পের আওতায় যেমন শৌচালয় নির্মিত হয়েছে তেমনই মানুষের চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনেছে৷ পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপাল জানান, এই অভিযানের আওতায় ১.১ মিলিয়ন ব্যক্তিগত ব্যবহারের জন্য শৌচালয় নির্মাণ করা হয়৷ এছাড়া ১৩৫০টি কমিউনিটি শৌচালয় তৈরি

'২০৪৭ সালে ফের দেশ ভাগ হবে, বদলে যেতে পারে ভারতের নামও' কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে নতুন বিতর্ক

Image
ভারতীয় জনতা পার্টির নেতা তথা সাংসদ গিরিরাজ সিং সর্বদা বিতর্কের মধ্যে ওঠাবসা করেন। ফের এক নতুন মন্তব্যে বিতর্ক বাঁধালেন তিনি। দাবি করলেন ২০৪৭ সালে ফের দেশ ভাগ হতে পারে। সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। গিরিরাজ বলেছেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। ৭২ বছরে জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে পৌঁছে গিয়েছে। ফলে ফের একবার দেশভাগের প্রয়োজন তৈরি হওয়ার আশঙ্কার কথা তিনি সামনে এনেছেন। কোনও সম্প্রদায়ের নাম না করে তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদী শক্তির সংখ্যা সমষ্টিগতভাবে বেড়ে গিয়েছে। ফলে আগামিদিনে এই দেশকে ভারত বলে ডাকাও অসম্ভব হয়ে উঠতে পারে বলে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৫এ ধারা নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গেও গিরিরাজ সিং টিপ্পনী কাটেন। বলেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। ২০৪৭ সালেও একই অবস্থা তৈরি হবে। ৭২ বছরে চারগুণের বেশি জনসংখ্যা বেড়েছে। আগামিদিনে ভারতকে ভারতকে বলে ডাকাও দুরহ হয়ে উঠবে। সম্প্রতি এক সাক্ষাতকারে জনবিস্ফোরণ নিয়ে রীতিমতো দেশ জুড়ে আলোচনার দাবি তোলেন গিরিরাজ। সংখ্যালঘু কারা তাও নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি। কড়া আইন তৈরি না হলে দেশ ভুগবে

স্কুলের মধ্যে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু

Image
হায়দরাবাদঃ স্কুলের ভিতরেই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিভাবকরা। অভিযুক্ত স্কুলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করা হচ্ছে। ওই শিশুর অভিভাবকের অভিযোগ, চকোলেটের লোভ দেখিয়ে তাঁদের বছর পাঁচের মেয়েকে ধর্ষণ করে এক স্কুলকর্মী। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই স্কুলচত্বরে বিক্ষোভ দেখান অন্যান্য অভিভাবকরা। খবর পেয়ে গোলকোন্ডা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শিশুটিকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

বিশ্বনাথন আনন্দকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি উঠল

Image
কলকাতা: ভারতরত্ন পুরস্কার অনেক কাঠখড় পুড়িয়ে দেওয়া হয়েছিল শচীন তেন্ডুলকরকে। তারপর এই তালিকায় আগে ও পরে কোনও ক্রীড়াবিদ নেই। দেশের 'সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড' কেন পাবেন না ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রীড়াবিদ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ? শনিবার কলকাতার এক অভিজাত হোটেলে টাটা স্টিল চেস টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলনের মঞ্চে এই প্রশ্ন তুলে দিলেন ভারতীয় দাবা ফেডারেশনের সচিব ভারত সিং চৌহান। এর আগে হকি জাদুকর ধ্যানচাঁদকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার দাবি উঠেছে। এই প্রস্তাব শুনে এদিন অর্থবহ হাসি ঝিলিক দিল আনন্দের মুখে! ভারতে এখন ৫৪জন গ্র্যান্ডমাস্টার। একশোর মতো আন্তর্জাতিক মাস্টার। ফিডের তালিকায় সেরা দাবা খেলিয়ে দেশ হিসেবে ভারত একনম্বরে রয়েছে। তবুও ওলিম্পিকসে অংশ নেওয়া থেকে বঞ্চিত এদেশের দাবাড়ুরা। বিশ্বনাথন আনন্দ এই প্রসঙ্গে বললেন, 'আশা করছি, একসময় দাবাকে ওলিম্পিকসে দেখতে পাব। তবে আমাদের তো চেস ওলিম্পিয়াড রয়েছে। কিন্তু ওলিম্পিকসের মাহাত্ম্য অন্যরকম।' আগামী ৯ থেকে ১৪ নভেম্বর কলকাতার হো চি মিন সরণির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) হলে অনুষ্ঠিত

অভিনব ধাঁচে এটিএম প্রতারণা, জালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার

Image
হাতে বড় মাপের মাস্টার-কি। লক্ষ্য, অরক্ষিত এটিএম কাউন্টার। অপারেশনের জন্য বরাদ্দ সময় আধঘণ্টা। মেশিন থেকে নিমেষে হাপিস ২০০০ টাকার বাকেট।সম্প্রতি রাজ্য জুড়ে চলা এটিএম কেলেঙ্কারির ঘটনায় নবতম সংযোজন এই পদ্ধতি। দিল্লি, পাটনা, ওডিশায় সফল হয়েছিল এই অপারেশন। সেখান থেকে এ রাজ্যের বহরমপুর ঘুরে প্রতারণা চক্রের এক সদস্য উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ায় ঢুকে প্রতারণার 'কাজ' শেষ করেই ধরা পড়েছে ব্যারাকপুর কমিশনারেটের হাতে। ধৃত পাণ্ডার নাম আম্মার আলি খান। আদতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। আদতে দিল্লির বাসিন্দা হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে পাটনা থেকে। বেশ কিছুদিন জেল খাটার পরে শুক্রবার কলকাতা হাইকোর্টে আম্মারের জামিনের জন্য আবেদন জানানো হয়। তবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে বলেন, 'এ ক্ষেত্রে যে ধরনের প্রতারণা করা হয়েছে, তা বিরল এবং অত্যাধুনিক। একজন অভিযুক্ত ধরা পড়তেই এই অপরাধ বন্ধ হয়ে গিয়েছে। ফলে অভিযুক্ত বাইরে এলে এই কাজ আবার শুরু হতে পারে।'কী ভাবে ঘটছিল অপরাধ? পুলিশ সূত্রে খবর, সফটওয়্যার ইঞ্

বিয়ের প্রস্তাব খারিজ, ইনদওরে তরুণীকে ৪০ বার কুপিয়ে খুন, গ্রেফতার প্রাক্তন সহপাঠী

Image
ইনদওর: বিয়ের প্রস্তাব খারিজ করে দেওয়ায় এক তরুণীকে কাস্তে দিয়ে ৪০ বার কোপ মেরে খুন করলেন এক যুবক। তিনি আবার মৃতার প্রাক্তন সহপাঠী। নৃশংস এই ঘটনা মধ্যপ্রদেশের ইনদওরের। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এমআইজি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তহজিব কাজি জানিয়েছেন, খুন হওয়া তরুণীর নাম সুপ্রিয়া জৈন (২৪)। তিনি একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন। অভিযুক্ত কমলেশ সাহু (২৪) একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করতেন। সুপ্রিয়া ও কলমেশ দামো জেলার নবোদয় স্কুলে একসঙ্গে পড়তেন। স্কুলে পড়ার সময়ই সুপ্রিয়াকে প্রেমের প্রস্তাব দেন কমলেশ। ওই তরুণী সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় তিনি হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। স্কুল ছাড়ার পরেও তিনি সুপ্রিয়াকে অনুসরণ করতেন। কয়েকদিন আগে ফেসবুক মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেন তিনি। সুপ্রিয়া সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে খুনের পরিকল্পনা করেন কমলেশ। বৃহস্পতিবার রাতে সুপ্রিয়া যখন অফিস থেকে ফিরছিলেন, তখন তাঁর উপর হামলা চালান কমলেশ। একটি হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিয়াকে। সেখানে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। কমলেশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘুমন্ত স্ত্রীর পাশেই ১২ বছরের মেয়েকে ধর্ষণ

Image
প্রচণ্ড ক্লান্তিতে অঘোরে ঘুমোচ্ছিলেন মা। আর তারই সুযোগ নিয়ে ঘরে ১২ বছরের মেয়েকে ধর্ষণ করেছে বাবা। এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মা যে মেয়ের কান্নাকাটি তাঁর কানেই পৌঁছয়নি। ঘটনাটি ঘটেছে নয়ডার ফেজ-থ্রি থানা এলাকায় শুক্রবার রাতে। পরের দিন মেয়ের রক্তমাখা জামা দেখে সন্দেহ হয় মায়ের। প্রশ্ন করে জানতে পারেন ঘটনা। মেয়ে মাকে জানায়, কাউকে এই সব কথা বললে বাবা তাকে আর তার দুই ভাইকে খুন করে দেবে বলেছে। তার পরেই থানায় যান মা। মেয়ের ডাক্তারি পরীক্ষা করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তবে মেয়ের নিরাপত্তার কথা ভেবে পুলিশ অভিযুক্তের নামধাম গোপন রেখেছে। পুলিশ জানাচ্ছে, ধর্ষিতার মা ও বাবা কাজ করেন একটি পোশাকের কারখানায়। লিখিত অভিযোগে ধর্ষিতার মা পুলিশকে জানিয়েছেন, ''সপ্তাহে মাত্র ৪ দিন কারখানায় কাজ করতে যেত আমার স্বামী। রোজ রাতে বাড়ি ফেরে মদ খেয়ে। শুক্রবার রাতেও মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরেছিল। শোওয়ার জন্য স্বামীকে বিছানাটা ছেড়ে দিয়ে আমি মেয়ে আর দুই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি ঘরের মাটিতে। ভোরে উঠে কাজে যেতে হবে বলে ঘুমিয়েও পড়ি। পরে মাটি থেকে মেয়ে আর দুই ছেলেকে বিছ

অনার কিলিং তেলঙ্গানায়, অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনেই যুবককে খুন, ধরা পড়ল সিসিটিভিতে

Image
প্রণয় ও অমৃতা। হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বেরোচ্ছেন এক যুবক। পিছনে হেঁটে আসছে এক জন। হাতে মুগুর। হাসপাতালের গেট থেকে বেরোতেই আচমকা ছুটে এসে ওই যুবকের মাথায় সজোরে আঘাত। লুটিয়ে পড়লেন যুবক। তারপর আরও একবার আঘাত করে পালিয়ে গেল আততায়ী। সিসিটিভি ফুটেজে এমনই ভয়ানক এক খুনের ঘটনা ধরা পড়েছে তেলঙ্গানার নালগোন্ডা জেলার মিরিয়ালগুড়ায়। আট মাস আগেই প্রণয় পেরুমাল্লা (২৩) নামে ওই যুবক উচ্চবর্ণের অমৃতা বর্ষিণীকে বিয়ে করেন। নিম্নবর্ণের সঙ্গে বিয়ে মেনে নিতে না পারার জেরে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পনা করে প্রণয়কে খুন করেছে বলে তাঁর অভিযোগ পরিবারের। সেই অভিযোগের ভিত্তিতেই প্রণয়ের শ্বশুর ও খুড়শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে আততায়ীর। ঘটনার পরই অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পড়াকালীনই তফসিলি সম্প্রদায়ভূক্ত প্রণয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বৈশ্য সম্প্রদায়ের অমৃতার। অমৃতার বাবা মিরিয়ালগুড়া এলাকায় প্রোমোটারির ব্যবসা করেন। অমৃতার পরিবার এই সম্পর্ক প্রথম থেকেই মেনে নিতে পারেনি। প্রণয়ের পরিবার

বেড়েই চলেছে আগুনের দাপট, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দও, এখনও নিয়ন্ত্রণে নয় বাগরির আগুন

Image
ফিরে এল ১০ বছর আগের নন্দরাম মার্কেট অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটের একটি ছ'তলা বাড়িতে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়রা জানিয়েছেন, শুধু এই বাড়িটিতেই হাজার খানেক দোকান ছিল। আগুন লাগার কারণ সঠিক ভাবে জানতে না পারলেও দমকল এবং পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকল কর্মী। দমকল ও পুলিশ সূত্রে খবর, দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। রাত আড়াইটে নাগাদ আগুন লাগলেও রবিবার সকাল ৯টা নাগাদও বাড়িটির দোতলার বেশি উঠতে পারেননি দমকম কর্মীরা। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলকর্মীরা বাড়িটির জানলা ও শাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িটির দেওয়ালে বড় ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রবল আগুনের জেরেই এই ফাটল। স্বাভাবিক ভাবেই ফাট

এক বছরে মাঝেরহাটে নতুন সেতু! এত কম সময়ে গড়া কি সম্ভব?

Image
মাঝেরহাটের ভাঙা সেতু পুরোপুরি ভেঙে ফেলে এক বছরের মধ্যে নতুন সেতু গড়া হবে বলে শুক্রবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই প্রশ্ন উঠেছে, এত বড় মাপের কাজ এত কম সময়ের মধ্যে করা সম্ভব কি না? পূর্ত দফতরের আধিকারিকদের বড় অংশের মতে, সাধারণ নিয়ম মেনে টেন্ডার ডেকে সেতু গড়তে গেলে এই সময়সীমা মেনে চলা সম্ভব নয়। কারণ টেন্ডার প্রক্রিয়াতেই ৭-৮ মাস সময় চলে যায়। তার পর ওয়ার্ক অর্ডার দেওয়া, অর্থ বরাদ্দ করতে আরও সময় লাগে। উল্লেখ্য, মাঝেরহাট সেতুর সংস্কারের টেন্ডার পর্ব শেষ করতেই ৭ মাস লেগেছিল। এর পরে সেই ফাইল ৫ মাস অর্থ দফতরে পড়ে থাকলেও ওয়ার্ক অর্ডার বার হয়নি। তার মাঝেই ভেঙে পড়ে সেতু। রাজ্য প্রশাসনের শীর্ষ সূত্র জানাচ্ছে, টেন্ডার পর্ব এড়াতে পূর্ত দফতরের তত্ত্বাবধানেই কী ভাবে সেতু নির্মাণ করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। যার একটা পথ হতে পারে উপদেষ্টা সংস্থার সাহায্য নিয়ে নকশা তৈরি করা, তার পর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে দেশের কোনও বিখ্যাত সেতু নির্মাণকারী সংস্থাকে 'টার্ন কি' পদ্ধতিতে কাজের দায়িত্ব দেওয়া। সে ক্ষেত্রে, মন্ত্রিসভা 'ওয়ার্ক ডান, এস্টিমেট' (

আমডাঙা কাণ্ডে রাজস্থান থেকে ধৃত সিপিএম নেতা

Image
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে আমডাঙায় খুনোখুনির ঘটনায় অন্যতম অভিযুক্ত সিপিএম নেতা জাকির বল্লুককে রাজস্থান থেকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, শনিবার রাজস্থানের অজমের শরিফ থেকে ধরা হয় তাঁকে। দিন কয়েক আগে আমডাঙায় সিপিএম-তৃণমূলের বোমা-গুলির লড়াইয়ে মারা যান ৪ জন। ওই ঘটনার পরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় সভা করে বলেছিলেন, মায়ের আঁচলের তলায় যেখানেই লুকিয়ে থাক জাকির, পুলিশ তাঁকে খুঁজে বের করবেই। সরকারের শীর্ষস্তর থেকেও জাকিরকে গ্রেফতারের ব্যাপারে চাপ ছিল। পুলিশ ওই সিপিএম নেতার মোবাইল টাওয়ারের উপরে নজর রাখতে শুরু করে। খবর আসে, অজমের শরিফের একটি হোটেলে গা ঢাকা দিয়ে আছেন জাকির। জেলা পুলিশের একটি দল সে রাজ্যে পৌঁছয়। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, দরগায় যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ ধরে ফেলে জাকিরকে। এ দিনই সেখানকার আদালতে তোলা হয়েছিল ধৃত নেতাকে। তাঁকে নিজেদের রিম্যান্ডে নিয়ে পুলিশ ফিরছে এলাকায়। সোমবার বারাসত আদালতে তোলা হবে জাকিরকে। পুলিশের এক কর্তা জানান, ঘটনার পর থেকে দু'পক্ষের প্রায় ৪০ জনের নামে এফআইআর হয়েছিল। তাতে জাকিরের নামও ছিল। দু&#

তেলের দামে সুরাহার প্রশ্নে চুপ জেটলি

Image
পেট্রল-ডিজেলের দাম কমাতে করের বোঝা কমার সম্ভাবনা আরও ক্ষীণ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অর্থ মন্ত্রকের প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিলেন, রাজকোষ ঘাটতি ৩.৩ শতাংশের লক্ষ্যমাত্রায় বেঁধে রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যার অর্থ, সরকার আয়-ব্যয়ের হিসেবে কোনও বদল করতে রাজি নয়। পেট্রলের দাম লিটার প্রতি ৮৫ টাকা ছুঁই-ছুঁই। ডিজেল ৭৫ টাকা ছাপিয়ে গিয়েছে। সাধারণ মানুষের আশা ছিল, উৎপাদন শুল্ক কমিয়ে সরকার সুরাহা দেবে। কিন্তু তেলে শুল্ক কমানো হবে কি না প্রশ্ন করা হলেও জেটলি আজ তার জবাব দেননি। সরকারের সামনে মুশকিল হল, তেলে শুল্ক কমালে আয় কমবে। এক টাকা শুল্ক কমালেই চলতি অর্থ বছরে রাজস্ব আয় কমবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য আজও হায়দরাবাদে বলেছেন, ''তেলের দাম নিয়ে কেন্দ্র ও বিজেপি চিন্তিত। খুব শীঘ্রই সমাধান হবে।'' ঘাটতি লাগামে রাখতে হলে, খরচও কমাতে হবে। কিন্তু গত কাল বিকেলের পর আজ ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেটলি জানান, ''বৃদ্ধির হার বাড়াতে পরিকাঠামো খাতে খরচ জরুরি। সরকার এই খাতে খরচ কাটছাঁট করবে না।'' লোকসভা

চলন্ত ট্রেনে জন্মাল মেয়ে, পাশে থাকলেন সহযাত্রী

Image
অভিজ্ঞতা ছিল না। কিন্তু প্রসব-যন্ত্রণায় কাতর এক সহযাত্রীকে আগলে রেখেছিলেন তিনি। চলন্ত তিরুঅনন্তপুরম-ডিব্রুগড় এক্সপ্রেসের কামরায় পৃথিবীতে অভ্যর্থনা করেছেন নবজাতককে। সে এখন সুস্থ। মা-ও সুস্থ। সবাই তারিফ করছেন পুরুলিয়া শহরের শ্রাবণী পাণ্ডের। শ্রাবণী বলছেন, ''ভাবিনি এমন পরিস্থিতিতে পড়ব। কী ভাবে মাথা ঠান্ডা রেখেছিলাম জানি না!'' শনিবার সকাল। সদ্য পুরুলিয়া স্টেশন ছে়ড়েছে ডিব্রুগড়গামী ট্রেন। চেন্নাই থেকে অসংরক্ষিত কামরায় উঠেছিলেন সঞ্জনা তাতি। প্রথম সন্তানকে গর্ভে নিয়ে ফিরছিলেন ডিব্রুগড়ের টাঙ্গাখাট এলাকার বাড়িতে। আচমকা প্রসব যন্ত্রণা। সঞ্জনার স্বামী অমিন তাতি বলেন, ''বুঝতে পারছিলাম না, কী করব! সে সময়ে এগিয়ে এলেন এক মহিলা।'' তিনিই শ্রাবণী। পুরুলিয়া শহরে বিউটি পার্লার চালান। যাচ্ছিলেন মালদহে শ্বশুরবাড়িতে। পরিস্থিতি বুঝে দ্রুত পুরুষদের সরিয়ে দেন কামরার এক দিকে। কামরায় হাজির চার মহিলা যাত্রীকে নিয়ে নেমে পড়েন কাজে। দু'জন মহিলা কাপড় দিয়ে জায়গাটা আড়াল করেন। শ্রাবণী বলেন, ''শুধু ভরসা দিচ্ছিলাম। বুঝতে পারি, বাচ্চাটা বেরোচ্ছে। পুরোপুরি বেরিয়ে আসে কিছু

গাঁধীকে সামনে রেখে নয়া ‘অভিযান’ মোদীর

Image
আরও এক বার ঝাঁটা ধরলেন তিনি। দিল্লির পাহাড়গঞ্জে বাবাসাহেব অম্বেডকর হায়ার সেকেন্ডারি স্কুল চত্বরের একাংশ আজ সকালে নিজের হাতেই সাফ করলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ তখন ঝাঁটা হাতে তেলঙ্গানায়। 'স্বচ্ছ ভারত অভিযান'-কে নতুন মোড়কে পেশ করার আগে দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী কথা বললেন পটনা সাহিব গুরুদ্বার ও অজমের শরিফের ধর্মগুরুদের সঙ্গে। লেহ-তে যোগাযোগ করলেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানদের সঙ্গে। ভিডিয়ো-কথোপকথনেই জুড়ে নিলেন রতন টাটা থেকে শ্রীশ্রী রবিশঙ্করকে, স্বচ্ছ ভারত অভিযানের অন্যতম মুখ অমিতাভ বচ্চনকে। এবং আরও এক বার জুড়ে নিলেন মোহনদাস কর্মচন্দ গাঁধীকে। ঝাঁটা হাতে নামার আগে মোদী আজ সূচনা করলেন তাঁর 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের। ২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন মোদী। আজ থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলবে আগামী মাসে গাঁধী জয়ন্তী পর্যন্ত। উদ্দেশ্য, স্বচ্ছ ভারত অভিযানে গতি এনে তাতে নতুন করে শামিল হতে আরও বেশি সংখ্যক দেশবাসীকে আহ্বান জানানো। প্রাক্তন বিচারপতি, নানা রাজ্যের মুখ্যমন্ত্রী, আন্তর্জাতিক পদকজয়ী ক্রীড়াবিদ-সহ বিভিন্ন ক্ষেত্রের প্

সিঙ্গলস্ক্রিন-মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা ছবির একটি শো বাধ্যতামূলক!

Image
টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা দাবি উঠছিল অনেক দিনই। শনিবার বিকেলে রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি সচিবের জারি করা নোটিসে, এ রাজ্যের প্রতিটা সিনেমা হল— সিঙ্গলস্ক্রিন ও মাল্টিপ্লেক্সে— বছরে অন্তত ১২০ দিন ধরে প্রাইম টাইমে কমপক্ষে একটি করে বাংলা ছবির শো রাখা বাধ্যতামূলক হয়ে গেল। জিটিএ-র আওতাধীন এলাকা তথা উত্তরবঙ্গের কিছু অংশকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। তথ্য-সংস্কৃতি সচিব বিবেক কুমারের মতে, ''বাংলা ছবির প্রসার ও পুনরুজ্জীবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনই পদক্ষেপ করার কথা ভাবছিলেন। এটা তাঁরই সদিচ্ছার ফসল। মহারাষ্ট্র মডেলকে সামনে রেখে এগোনো হয়েছে এখানেও।'' এর আগে বাংলা ছবির প্রধান প্রদর্শক, সিঙ্গল স্ক্রিনগুলিতে রাজ্য সরকার তার ভাগের জিএসটি-র টাকায় ৭% ছাড় ঘোষণা করেছিল। টালিগঞ্জের অভিভাবকপ্রতিম  তারকা প্রসেনজিৎ এ দিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলছেন, ''এটা বাংলা ছবির জন্য খুবই দরকার ছিল। মহারাষ্ট্র, তামিলনাডুতেও এমন নিয়ম চালু আছে।'' তবে সমস্ত সিনেমা হল-এ বাংলা ছবি দেখানোর নিদান কতটা সহনীয় হবে, তা নিয়ে হল-মালিকদের একাংশের মধ্যে প্রশ্ন আছ

পাচারের সোনা ভাগাভাগি করে নিতেন ধৃত পুলিশ ও সেনা কর্তারা!

Image
পাচারকারীদের থেকে উদ্ধার করা সোনা নিজেদের মধ্যে ভাগাভাগির অভিযোগে গ্রেফতার হলেন জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর৷ তাঁর সঙ্গেই গ্রেফতার হয়েছেন আরও দুই পুলিশ অফিসার, সেনা গোয়েন্দা বিভাগের এক লেফটেন্যান্ট কর্নেল ও এক কনস্টেবল৷ শুক্রবার গভীর রাতে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। এর পরে ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি৷ শনিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন৷ পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ১০ সেপ্টেম্বর৷ হাসিমারা ফাঁড়িতে দুই ব্যক্তি গিয়ে জানান, তাঁদের গাড়ি ছিনতাই হয়েছে৷ এর পরে পুলিশের টহলদার দল তোর্সা সেতুর কাছ থেকে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে৷ কিন্তু সেই গাড়ির সঙ্গে থাকা সেনা গোয়েন্দা বিভাগের দুই কর্মী, হাসিমারা সেনা গোয়েন্দা বিভাগের লেফটেন্যান্ট কর্নেল পবন ব্রহ্ম ও কনস্টেবল দশরথ সিংহ জানান, গাড়িটিতে বেআইনিভাবে কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল৷ তাই তাঁরা গাড়িটি আটকেছেন৷ পুলিশের একটি সূত্রের খবর, এর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছন জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর৷ ফাঁড়িতে তখন ছিলেন হাসিমারা ফাঁড়ির ওসি কমলেন্দ্র নারায়ণ ও সাব ইন্সপেক্টর সত্

কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৩০টি ইঞ্জিন

Image
কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন। শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। যদিও আগুন লাগার কারণ প্রাথমিক ভাবে কিছুই জানাতে পারেনি দমকল এবং পুলিশ। দমকল ও পুলিশ সূত্রে খবর, দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুলিশ কমিশনার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের জেরে ভেঙে পড়তে থাকে বাড়ির একাধিক কাঁচ। মাঝে মাঝে মার্কেটের ভিতর থেকে বিকট শব্দও শোনা যায়। মেয়র তথা দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, ''আগুন নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা করছে দমকল। ঘিঞ্জি এলাকায় আগুন লাগার কারণে ল্যাডার লাগানো সম্ভব হয়নি।'' পুজোর মুখে এ ধরণের আগুনে বড়সড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। যদিও, আগুনের জেরে প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই। মেয়র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব। এ বিষয়ে তদন্ত শুরু হবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টশার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।