টাইফুন মাংখুটের হানায় হংকং-এ আহত শতাধিক, ফিলিপিনসে মৃত বেড়ে ৪৯


চিনে ঢোকার আগে হং কং-কে তছনছ করে দিয়ে গেল টাইফুন মাংখুট। ঝড়ের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এর আগে ফিলিপিনসে এই টাইফুন কেড়ে নিয়েছে কমপক্ষে ৪৯ জনের জীবন। 

ফিলিপিনসের উত্তরাঞ্চল ও হংকং-এ জোর আঘাত হেনে এ বার দক্ষিণ চিন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে চলতি বছরে বিশ্বের সবচেয়ে বড় ঝড়। চিনের গোয়াংদং কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করে। সেখানে ঘণ্টায় ২৩০ কিমি বেগে আছড়ে পড়ে ঝড়। হংকং-এ টাইফুন মাংখুটের হানায় শতাধিক মানুষ আহত হয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে আট শতাধিক উড়ান বাতিল করা হয়েছে। এতে এক লাখ যাত্রী বিপাকে পড়েছেন। ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। 

টাইফুন মাংখুটের কবলে পড়ে ফিলিপিনসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল হাওয়ায় ভেঙে পড়েছে বহু গাছ। তার ফলে বিভিন্ন এলাকা ধসের কবলে পড়ে। বন্ধ রাস্তা ও অচল যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রামাঞ্চলে ঝড়ের প্রকৃত আঘাতের চিত্র এখনও স্পষ্ট নয়। স্থলভাগে আঘাত হানার সময়ে ঝড়টি এর কিছু শক্তি হারায়। তবুও এটিকে ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে।

ফিলিপিনসে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আছড়ে পড়ে। যার প্রভাবে প্রাণ যায় প্রায় কয়েকশো মানুষের। ২০১৩ সালে সেখানে আঘাত হানে সবচেয়ে ভয়ংকর টাইফুন। তাতে প্রাণ যায় ৭,৩৫০ জন মানুষের।