Posts

Showing posts from August 15, 2018

স্বাধীনতার ৭২ বছর, তবে ভারতের জাতীয় পতাকার বয়স ১১১ !

নয়াদিল্লি: স্বাধীনতার ৭২ বছর ৷ প্রথম জাতীয় পতাকার বয়স হল ১১১ বছর ৷ অবাক হলেন তো ৷ দেশের স্বাধীনতার বয়স যদি ৭২ হয়, জাতীয় পতাকার বয়স ১১১ ? হ্যাঁ কারণ স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু হয়েছিল তো অনেক আগেই ৷ লড়াই ও চলেছিল বহু বছর ৷ সংগ্রামীরা সেভাবেই রূপ দিয়েছিলেন তাঁদের জাতীয় পতাকার ৷ তবে বর্তমানের তেরঙ্গার থেকে তার রূপ ছিল অনেক আলাদা ৷ এই পতাকা উত্তোলন হয়েছিল দেশের বাইরে, জার্মানিতে ১৯০৭-এ ৷ ইর্ন্টারন্যাশনল সোশ্যালিস্ট কনফরেন্সের সভায় ভারতের জাতীয় পতাকা তুলেছিলেন সর্দারসিন রানা এবং ম্যাডাল ভিকাইজি কামা ৷ এটাই ছিল প্রথম তৈরি জাতীয় পতাকা ৷ ১১১ বছর আগে যা তৈরি হয়েছিল এবং আনা হয়েছিল সর্বসমক্ষে ৷ এর পিছনে এক গল্পও আছে ৷ ইর্ন্টারন্যাশনল সোশ্যালিস্ট কনফরেন্সে যোগদানের জন্য প্রয়োজন ছিল জাতীয় পতাকা ৷ ভারত তখন পরাধীন ৷ নিজস্ব পতাকা নেই ৷ তখন স্বাধীনতা সংগ্রামী সর্দারসিন রানা ও ম্যাডাল কামা জাতীয় পতাকাকে রূপ দেওয়ার চেষ্টা করলেন ৷ ব্যবহার করা হল ৩টি রং ৷ সবুজ-হলুদ-লাল ৷ তাতে যুক্ত হল আটটি পদ্মের ডিজাইন, সঙ্গে সূর্য ও আধা চাঁদ ৷ পতাকায় লেখা ছিল বন্দে মাতরাম ৷ মুসলমানের প্রতীক ছিল সবুজ

লেকটাউনে একাদশ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

Image
কলকাতা: ছাত্রীর শ্লীলতাহানি। আটক এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম জয়প্রকাশ নারায়ণ। মঙ্গলবার এই ঘটনা লেকটাউনে। আজ অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই শিক্ষককে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই শিক্ষক আগেও ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। মঙ্গলবার শ্রীভূমি ক্লাবে ছিল প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠান। বিধায়ক সুজিত বসুর আমন্ত্রণে হাজির ছিল এলাকার সব স্কুলে পড়ুয়া এবং শিক্ষকরা। অভিযোগ স্থানীয় এক স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রী বাড়িতে ফোন করবে বলে স্কুলের হিন্দির শিক্ষক জয়প্রকাশ নারায়ণের কাছে অনুমতি চায়। কিন্তু অনুমতি দেননি জয়প্রকাশ। এরপর ছাত্রীটি বাড়িতে ফোন করতে গেলে তাকে শ্লীলতাহানি করা হয় বলে পরিবারের অভিযোগ। বুধবার লেক টাউন থানায় অভিযোগ দায়ের হয়। লেক টাউন এলাকার বাসিন্দা জয়প্রকাশের বিরুদ্ধে আগেও পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে তাঁর কোচিংয়ে পড়তে আসা ছাত্রীদের বিভিন্ন সময় অশ্লীল ইঙ্গিত করতেন বলেও পুলিশ জানিয়েছে।

গর্ভবতী মহিলাকে কাঁধে নিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে গেলেন জওয়ানরা

Image
রায়পুর: প্রবল বৃষ্টি। প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মহিলা। হাসপাতাল প্রায় পাঁচ কিলোমিটার দূরে। প্রবল বৃষ্টিতে সেই পিচ্ছিল পথ পার হয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব। সুস্থ সন্তানের প্রসব কিংবা মায়ের সুস্থতা নিয়ে চিন্তায় গোটা পরিবার। সেই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিল জওয়ানরা। কার্যত মানবিকতার নজির গড়লেন আইটিবিপি জওয়ান। এক অনন্য নজিরের সাক্ষী রইল ছত্তিসগড়। ছত্তিসগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে কাঁধে করে ওই মহিলাকে পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা। মহিলার নাম সাহদাই। জল জমা রাস্তা পেরিয়ে তাঁর বাড়িতে অ্যাম্বুলেন্সের পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তখনই উদ্ধারকাজে এগিয়ে আসেন আইটিবিপি জওয়ানরা। আইটিপিবি পোস্ট কমান্ডার এসি লক্ষীকানি ও তাঁর সঙ্গীরা স্ট্রেচারে চাপিয়ে ওই মইলাকে নিয়েই তাঁরা হাঁটলেন পাঁচ কিলোমিটার পথ। মর্দাপালের হেলথ সেন্টারে পৌঁছে দেওয়া হয় ওই মহিলাকে। আইটিবিপির ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই আবার সেই ভিডিও পোস্ট করে সরকারকে পরিকাঠামো উন্নয়ন করার আর্জি জানিয়েছেন।

একসঙ্গে ৬০০-র বেশি চ্যানেল, হাজারো সিনেমা, লক্ষ গান! জিও গিগা ফাইবারের রেজিস্ট্রেশন শুরু

Image
জিও গিগা ফাইবারের হাইস্পিড ব্রডব্যান্ডের জন্য রেজিস্ট্রেশন শুরু হল। গত মাসেই এর ঘোষণা হয়েছিল। এতে এক জিবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে দাবি করেছিল কম্পানি। এই মুহূর্তে যে কেউ বিনা পয়সায় নিজের আগ্রহ নথিভুক্ত করতে পারবেন। যেসব জায়গায় আগ্রহকারীর সংখ্যা বেশি হবে, সেসব জায়গায় আগে কানেকশন দেওয়া হবে। গতমাসে আরআইএল-এর চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছিলেন, দেশের ১১০০ শহরে জিও গিগা ফাইবারের ব্রডব্যান্ড শুরু করা হবে। তবে সরকারিভাবে কোনও তারিখ ঘোষণা করা হয়নি। একনজরে দেখে নেওয়া যাক জিও গিগা ফাইবার ব্রডব্যান্ডের রেজিস্ট্রেশন পদ্ধতি ১) জিও ওয়েবসাইটের গিগাফাইবার পেজে যেতে হবে ২) চেঞ্জ বাটন চেপে ঠিকানা নথিভুক্ত করতে হবে। ঠিকানা লেখার পর সাবমিট বাটন এন্টার করতে হবে। সেটা কাজের ঠিকানা না বাড়ির ঠিকানা, তা নথিভুক্ত করতে হবে। ৩) পরবর্তী পেজে নাম ও ফোন নম্বর নথিভুক্ত করতে হবে। এরপর জেনারেট ওটিপি বাটন এন্টার করতে হবে। ৪) এরপর লোকালিটি টাইপ সিলেক্ট করতে হবে। এরপর সাবমিট বাটন এন্টার করতে হবে। জিও গিগা ফাইবার যেমন ওয়াল টু ওয়াল হাইস্পিড ওয়াইফাই কভারেজ দেবে, ঠিক তেমনই কম্পানির গিগা টিভি এবং স্মা

৫০ কোটি মানুষের জন্য স্বাস্থ্যবিমা চালু ২৫ সেপ্টেম্বর থেকে, জানালেন মোদী

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায়। বুধবার, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকেই দেশে চালু হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের 'আয়ুষ্মান ভারত' প্রকল্প। বুধবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর ভাষণে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সরকারের গত ৫ বছরের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে এ দিন স্বচ্ছ ভারত, জিএসটি, মুদ্রা লোন্‌স ও পিএমএফবিওয়াই-য়ের মতো প্রকল্পের সঙ্গে 'আয়ুষ্মান ভারত'-এর কথাও উল্লেখ করেন তিনি। জানান, দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদ্‌যাপনের সময়েই ওই প্রকল্প চালু হবে গোটা দেশে। প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)-র বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত ওই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ('আয়ুষ্মান ভারত')-এর আওতায় আসবে দেশের ১০ কোটিরও বেশি গরিব পরিবার। যার মানে, অন্তত ৫০ কোটি মানুষ ওই প্রকল্পের যাবতীয় সুযোগসুবিধা পাবেন, ফি বছর। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ওই ১০ কোটিরও বেশি গরিব পরিবারের প্রত্যেকটির চিকিৎসার জন্য বছরে সর্বাধিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা চালু হচ্ছে। ওই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধ

এগিয়ে চলেছে ভারত, ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত : প্রধানমন্ত্রী

Image
নয়াদিল্লি: দেশের ৭২তম স্বাধীনতা দিবসের ভাষণে এনডিএ সরকারের একাধিক সাফল্যের কথা টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদ্যুৎ থেকে নিকাশি, রান্নার গ্যাসের সং‌যোগ থেকে অপটিক্যাল ফাইবার, ব্যবসা থেকে শিক্ষা, মহাকাশ অভি‌যান সবই উঠে এল তাঁর ভাষণে। গত চার বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে লালকেল্লার ভাষণে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়লেন না প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী বলেন, '' আগে ভারতকে সবাই ঘুমন্ত হাতি বলত ৷ এখন সেই ঘুমন্ত হাতিই দৌড়চ্ছে ৷ প্রচুর বিনিয়োগ আসছে দেশে ৷ হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে ৷ ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছি ৷ দেশে অনেক কর্মসংস্থানও বেড়েছে ৷ ব্যবসায়ীদের মধ্যে নতুন বিশ্বাস জেগেছে ৷ নতুন ভারতের জন্য নতুন দিশা ৷ আত্মবিশ্বাসে ভরপুর দেশ ৷ অর্থনীতিতে অনেক এগিয়েছে দেশ ৷ ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত ৷  গত চার বছরে অনেক বদলেছে দেশ ৷  দেশে উন্নতির জোয়ার এসেছে ৷ রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন হয়েছে ৷ প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়েছে দেশ ৷  নতুন গতিতে এগোচ্ছে ভারত ৷'' প্রধানমন্ত্রীর মতে, ''ত্রিপুরা, মেঘালয় এখন হিংসামুক্ত ৷ অট

রবারের মতো দেখতে, দেদার ভেজাল দুধ বিকোচ্ছে বাজারে

Image
নদিয়ার ফুলিয়ায় চলছে ভেজাল ঘিয়ের কারবার। সেই ফুলিয়াতেই সপ্তাহ খানেক আগে ধরা পড়ে নকল সুগন্ধী তেলের রমরমা ব্যবসা। এবার ঘটনাস্থল ফুলিয়া থেকে কয়েক কিলোমিটার দূরের নদিয়ার শান্তিপুর। শান্তিপুর: ভেজাল ঘি ও নকল সুগন্ধী তেলের কারবারের পর এবার ভেজাল দুধ বিক্রির অভিযোগ নদিয়ার শান্তিপুরে। এনিয়ে মঙ্গলবার শান্তিপুর তিন নম্বর প্ল্যাটফর্মে দুধ ব্যবসায়ীদের ঘিরে চলে বিক্ষোভ। পরে জিআরপি ও শান্তিপুর থানার পুলিশ গিয়ে বিক্ষোভ সরিয়ে দেয়। নদিয়ার ফুলিয়ায় চলছে ভেজাল ঘিয়ের কারবার। সেই ফুলিয়াতেই সপ্তাহ খানেক আগে ধরা পড়ে নকল সুগন্ধী তেলের রমরমা ব্যবসা। এবার ঘটনাস্থল ফুলিয়া থেকে কয়েক কিলোমিটার দূরের নদিয়ার শান্তিপুর। মঙ্গলবার, ভেজাল দুধ বিক্রির অভিযোগে দুধ ব্যবসায়ীদের ঘিরে চলে বিক্ষোভ। অভিযোগ, পুজোর জন্য কেনা দুধ ফোটালেই তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ৷ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে দুধ ব্যবসায়ীরা। জিআরপি ও শান্তিপুর থানার হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। তবে এমন ঘটনা খাদ্য সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।

বীরভূমে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ, স্যালারি অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

Image
স্যালারি অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় আটচল্লিশ হাজার টাকা লোপাট। প্রতারণার অভিযোগ বীরভূমের সিউড়ির সুভাষ পল্লির বাসিন্দা প্রভাতরঞ্জন গোস্বামীর। বীরভূম: স্যালারি অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় আটচল্লিশ হাজার টাকা লোপাট। প্রতারণার অভিযোগ বীরভূমের সিউড়ির সুভাষ পল্লির বাসিন্দা প্রভাতরঞ্জন গোস্বামীর। দীর্ঘদিন দার্জিলিঙের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন প্রভাতরঞ্জন। বছর কয়েক আগে চাকরি ছেড়ে ফিরে আসেন সিউড়িতে। কিন্তু তাঁর পিএফের টাকা দীর্ঘদিন বাকি পড়ে ছিল সংস্থার কাছে। ১৫ দিন আগে এক মহিলা তাঁকে ফোনে জানান, পিএফের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গতকাল সিউড়ির বেসরকারি ব্যাঙ্কে টাকা পড়েছে কিনা জানতে যান। কিন্তু পাসবই আপডেট করার পর মাথায় হাত প্রভাতরঞ্জনের। পাসবই অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই মাসের ৫ থেকে ৮ তারিখের মধ্যে পাঁচ দফায় প্রায় ৪৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সিউড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ির থানার সাইবার সেল।

তিন তালাক থেকে ধর্ষণ ইস্যু,স্বাধীনতা দিবসে মহিলা সুরক্ষা নিয়ে সরব প্রধানমন্ত্রী

Image
দেশের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে উঠে আসে দেশের একাধিক উন্নয়নের প্রসঙ্গ। পাশাপাশি উঠে আস মহিলা সুরক্ষা ও মহিলা স্বাধীনতা ,মহিল-সক্ষমতা বিষয়ক বেশ কিছু দিক। প্রধানমন্ত্রীর ভাষণে এদিন ছিল দেশের নারী শক্তির উন্নয়নে বেশ কিছু ঘোষণা, তেমনই ছিল ধর্ষণ ও তিন তালাকের মত গুরুত্বপূর্ণ বিষয়ও। মহিলা নিরাপত্তা ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, সমাজকে ধর্ষণের হাতে থেকে স্বাধীন করতে হবে। মধ্যপ্রদেশ ইতিমধ্যেই ধর্ষকদের রেয়াত না কের ফাস্টট্র্যাক কোর্টে তাদের চরমতম শাস্তি দিয়েছে। এই বিষয়ে আরও বেশি করে মানুষকে সতর্ক করে তুলতে হবে, তবে আইন কোনওভাবেই নিজের হাতে তোলা যাবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী আশ্বাস দেন ধর্ষকদের কোনও মতেই রেয়াত করবে না দেশ। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে তিন তালাকের প্রসঙ্গও। তিনি বলেন, ' মুসলিম বোন ও মেয়েদের অধিকার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে চাই। তাঁদের নিরাপত্তা দিতে কোনও উদ্যোগ বাকি রাখবে না সরকার।তিন তালাক বিরোধী আইনে আমরা বদ্ধপরিকর। ' পাশাপাশি লালকেল্লার মঞ

'২০২২ এর মধ্যে মহাকাশে উড়বে ভারতের পতাকা', লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

Image
৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লায় এদিন জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়ন , সামাজিক পরিস্থিতি , দুর্নীতি, আইন সংক্রান্ত একাধিক বিষয় এদিন তাঁর ভাষণ উঠে আসে। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এদিন ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পঞ্চম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিনের ভাষণে ভারতের উন্নয়নে দেশের বৈজ্ঞানিকদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ।তিনি লালকেল্লা থেকে বার্তা দেন যে, ২০২২ সালের মধ্যেই ভারতের মহাকাশ অভিযানের আসন্ন সাফল্যের বিষয়ে। ২০২২ সালের মধ্যেই ভারত পা রাখবে মহাকাশে। '২০২২ সালে স্পেসে উড়বে ভারতের পতাকা', দেশবাসীর উদ্দেশে মহাকাশ অভিযানের এই স্বপ্নের উড়ানের বার্তা দেন মোদী। ২০২২ সালের মধ্যে মহাকাশে ভারত একক উদ্যোগে পা রাখলে তা বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই অনন্য় সাফল্যের অধিকারী হবে। উল্লেখ্য, এর আগে ১৯৮৪ সালে ২ এপ্রিল মাসে মাহাকাশ পাড়ি দেন ভারতীয় নভশ্চর রাকেশ শর্মা। অশোক চক্র প্রাপ্ত এই প্রাক্তন এয়ার ফোর্স পাইলট 'ইন্টারকসমস'উদ্যোগের অংশ হিসাবে মাহাকাশে পাড়ি দেন। এরপর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা তথা সুনী

১০০০ কোটি টাকা লগ্নি করে এই রাজ্যে ডাটা সেন্টার তৈরী করবে জিও

Image
১০০০ কোটি টাকা বিনিয়োগ করে কলকাতায় বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে রিলায়েন্স জিও। নিউ টাউনে ১০০ একর জায়গার উপরে নতুন আইটি হাবে এই প্রকল্প শুরু করবে মুকেশ আম্বানির কোম্পানি। সোমবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সিলিকন ভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই কথা জানিয়েছেন তিনি। এই প্রজেক্টের সাথে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন ইতিমধ্যেই এই ডাটা সেন্টার শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে রিলায়েন্স জিও। নিউ টাউনে নতুন এই আইটি হাবে জিওকে ৪০ একর জমি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই জমিতেই বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে মুকেশ আম্বানির কোম্পানি। অনুষ্ঠানে উপস্থিত জিওর পূর্ব ভারতের প্রধান তরুন ঝুনঝুনওয়ালা জানিয়েছেন, "নতুন এই ডাটা সেন্টার জিওর বাংলার প্রতি বিশ্বাসকে প্রমান করে। মূখ্যমন্ত্রীর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যথা সম্ভব সাহাজ্য করবে জিও।" তবে ঠিক কত টাকা লগি করা হবে বা কত জায়গার উপরে এই ডাটা সেন্টার টৈরী হবে সেই বিষয়ে জিওর তরফ থেকে বিষদে কিছু জানানো হয়নি। সম্প্রতি বাংলায় বিজনেস সামিটে দেখা গিয়েছিল রিলায়েন্স গ্র

মূত্রনালীতে টিউমার! হাতে গ্লাভস পরে নিজেই পেট কাটলেন বৃদ্ধ, তারপর...

Image
শরীরে বাসা বেঁধেছে টিউমার। নিজেই অপরেশন করে সেই টিউমার বাদ দিতে গিয়ে বিপাকে পড়লেন বৃদ্ধ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন ওই বৃদ্ধ। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার খড়িপুখিরিয়া গ্রামে বাসিন্দা দ্বিজেন কর। বয়স ৭০ বছর। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পেটে অসহ্য যন্ত্রণা। পরীক্ষায় ধরা পড়ে মূত্রনালীতে বাসা বেঁধেছে টিউমার। অপারেশন করার পরামর্শ দেন চিকিত্সকরা। কিন্তু দিন আনি দিন খাই পরিবার। দারিদ্রের যন্ত্রণায় দিন কাটানোই একটা সংগ্রাম। সেখানে আবার অপারেশন! মাথায় আকাশ ভেঙে পড়ে দ্বিজেন করের। অপারেশনের এত খরচ খরচা কোথা থেকে আসবে। এইসব নিয়ে ভাবতে ভাবতেই 'চরম সিদ্ধান্ত' নিয়ে ফেলেন বৃদ্ধ দ্বিজেনবাবু। ঠিক করেন নিজের অপারেশন নিজেই করবেন। যেমন ভাবা তেমন কাজ। আর দেরি না করে বাজার থেকে গ্লাভস, ব্লেড কিনে আনেন। তারপর হাতে গ্লাভস পরে নিজেই নিজের তলপেট কেটে ফেলেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই যন্ত্রণা আর সহ্য করতে পারেননি দ্বিজেন কর। চিত্কার করতে শুরু করেন। তাঁর চিত্কার শুনে ছুটে আসে বাড়িল লোক। রক্তাক্ত অবস্থায় দ্বিজেন করকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি

‘চার বছরে দেশ অনেক বদলে গিয়েছে’

Image
লালকেল্লায় তাঁর ভাষণে বললেন মোদী। শিক্ষা থেকে স্বাস্থ্য, নিকাশি থেকে রান্নার গ্যাসের সং‌যোগ-সবই উঠে এল তাঁর কথায় দেশের ৭২তম স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশ্যে ভাষণে এনডিএ সরকারের একাধিক সাফল্যের কথা টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদ্যুৎ থেকে নিকাশি, রান্নার গ্যাসের সং‌যোগ থেকে অপটিক্যাল ফাইবার, ব্যবসা থেকে শিক্ষা, মহাকাশ অভি‌যান সবই উঠে এল তাঁর ভাষণে। কী বললেন প্রধানমন্ত্রী- সুপ্রিম কোর্টে এই প্রথম তিন মহিলা বিচারপতি নি‌যুক্ত হয়েছেন। স্বাধীনতার পর এই প্রথম কোনও মন্ত্রিসভাতেও এতজন মহিলা সদস্য রয়েছেন। তিন তালাকের মতো প্রথা মুসলিম মহিলাদের ওপরে এক অবিচার। আমরা এই প্রথা বিলোপ করব। কিন্তু কিছু মানুষ তা চাইছে না। মুসলিম মহিলাদের কাছে আমার প্রতিশ্রুতি, তাঁদের প্রতি ন্যায়বিচার করা হবে। জম্মু ও কাশ্মীরের গ্রামীণ এলাকার উন্নতিতে বিশেষ প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর। কাশ্মীর সমস্যা সমাধানে অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথেই পদক্ষেপ নেওয়া হবে। ত্রিপুরা ও মেঘালয়ের সব জেলা ও অরুণাচল প্রদেশের কিছু অংশ থেকে আফস্পা তুলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীতে শর্টসার্ভিস কমিশনে নি‌যুক্ত মহিলারা পুরুষদের মতো সমান ‌

মহিলা কামরায় ভ্রমণ, হাজতে ১৪০০পুরুষ

Image
জাতীয় পরিবহণ দফতর সূত্রে খবর, নর্দান রেলওয়েতে এ বছর প্রায় ১৪০০ পুরুষকে ট্রেনের মহিলা কামরায় ওঠার অপরাধে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বর্তমানে ২২০টি ট্রেনে প্রহরা দেয় রেলওয়ে পুলিশ ফোর্স। পাশাপাশি এ বছর প্রায় ৬১,২১১ জনকে রেলওয়ের বিভিন্ন ধারায় গ্রেফতার করেছে পুলিশ। শুধুমাত্র অপরাধীদের জরিমানা বাবদ যে অর্থ ভারতীয় রেলের হাতে উঠে এসেছে তার পরিমাণ নয় নয় করে প্রায় দেড় কোটি। সূত্রের খবর, ২০১৮ র জুলাই মাস পর্যন্ত ২৫০ জনের বিরুদ্ধে সরাসরি যাত্রীদের সাথে কোনো অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ভারতীয় দণ্ডবিধি আইপিসি ধারায় মামলা রুজু করে রেল পুলিশ। এরপর তাদের গভর্মেন্ট রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেলমন্ত্রী ২০১৮ সালটিকে 'নারী ও শিশু নিরাপত্তা'র বছর হিসেবে চিহ্নিত করেছেন। এই উদ্দেশে 'ভৈরবী' ও 'বীরাঙ্গনা' নামে দুটি মহিলা রেল পুলিশের বিশেষ টিম তৈরি করেছেন। তিনি আরও বলেন, চলতি বছরে ১,৩৮৪জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে মহিলা কামরায় যাতায়াত করার অপরাধে। গ্রেফতার হওয়া ৪৮৪জনের কাছ থেকে রেলের প্রায় ২৫,৫২,১০১ টাকার সম্পত্তি (আইনবিরুদ্ধ সম্পত্তি ধারায়) উদ্ধার করা গিয়েছে৷ এই বছর জুলাই মাস

৭২তম স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লায় প্রধানমন্ত্রী

Image
স্বাধীনতা দিবস উদযাপনে লাল কেল্লায় উপস্থিত প্রধানমন্ত্রী৷ সকাল ৭.৩০ মিনিট নাগাদ পতাকা উত্তোলন করে বক্তৃতা প্রধানমন্ত্রীর৷ সকল শহিদদের শ্রদ্ধা-স্যালুট জানান তিনি৷ আগামী বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্ণ হতে চলেছে, সেই বিষয় উল্লেখ করে শহিদদের শ্রদ্ধা জানান৷ দক্ষিণের কবি সুব্রহ্মণ্যম ভারতীর কিছু পংক্তি তুলে ধরে জানান, ভারত বিশ্বকে নতুন রাস্তা দেখাবে৷ ছেলে হোক বা মেয়ে, মহাকাশে যাবে তারা৷  ২০২২-এ মহাকাশে লোক পাঠাবে ভারত৷ জাতীয় পতাকা নিয়ে মহাকাশে যাবে ভারতবাসী৷ ভারতীয় বিজ্ঞানীরাই সেই কাজ করবেন৷ ভারতীয় সেনায় পুরুষদের সমান মর্যাদা পাবেন মহিলারা গত দুবছরে ৫কোটি গরীব মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে এসেছেন৷ প্রত্য়ক্ষ করদাতার সংখ্যা বেড়ে পৌনে সাত কোটি হয়েছে৷ ঘুষ যারা নিত তাদের অবস্থা খারাপ হয়েছে৷ ৩ লক্ষ ভুয়ো সংস্থা বন্ধ হয়েছে৷ অনলাইনে ভুয়ো লেনদেন কমেছে৷ সৎ ব্যক্তিদের টাকায় চলে সরকার প্রকল্প৷  পূণ্যার্জন করছেন তাঁরা৷ সফল প্রকল্পের কৃতিত্ব তাই তাঁদের৷ চালু হবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা৷  প্রত্যেককে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে৷ আগামী ২৫ সেপ্টেম্বর চালু হবে

শিল্পশহরের ১০ হাজার শ্রমিকের হাতে রেনকোট তুলে দিলেন শুভেন্দু

Image
হলদিয়া: বর্ষায় শ্রমিকদের কাজে কষ্ট হয়৷ সে কথা তিনি বিলক্ষণ জানেন৷ তাই তাঁদের পাশে দাঁডা়লেন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তুলে দিলেন রেনকোট৷ শিল্পশহর হলদিয়ায় শ্রমিকদের কষ্ট লাঘবের জন্য সিএসআর প্রকল্পের আওতায় এদিন এই রেনকোটগুলি দেওয়া হয়৷ এই প্রকল্পের প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের পাশে আইভিএল ধুনসেরি এবং ইলেকট্রো স্টিল কারখানার গেট সংলগ্ন দু'টি জায়গায় শ্রমিকদের রেনকোট বিতরণ অনুষ্ঠানে শুভেন্দুবাবু শিল্পসংস্থাগুলির সিএসআর কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। আইএনটিটিইউসির উদ্যোগে এদিন হলদিয়ার সাড়ে ১০হাজার শ্রমিককে রেনকোট বিলি করা হয়। রেনকোট বিতরণের অনুষ্ঠান কার্যত বিশাল শ্রমিক সমাবেশের চেহারা নেয়। শুভেন্দুবাবু বলেন, ''রেনকোট বিতরণ কর্মসূচির জন্য আমাকে পকেট থেকে এক টাকাও খরচ করতে হয়নি। আমি শুধু উদ্যোক্তা৷ এই আয়োজনের ব্যবস্থাপক মাত্র। এমসিপিআই, পেট্রকেম, আইওসি, এক্সাইডের মত হলদিয়ার ৪০টি কারখানা এই আয়োজনের প্রধান সহায়ক৷'' শুভেন্দুর কথায়, ''তাদের ডেকে আমি বর্ষার সময় শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে

প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ! নয়া যোজনা ঘোষণা মোদীর

Image
নয়াদিল্লি: লালকেল্লা থেকে নতুন যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর থেকেই সেই যোজনার সূচনা হবে বলে জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী জানালেন, সেপ্টেম্বরেই শুরু হবে "জন আরোগ্য অভিযান" নামে ওই নতুন স্কিম। ২৫ সেপ্টেম্বর দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিনেই সেই বিশেষ প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এটিই বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য বীমা প্রকল্প বলে দাবি কেন্দ্রের। যার হাত ধরে দেশের ১০ কোটি পরিবারের ৫০কোটি মানুষ ১৩৫০ ধরনের অসুস্থতার চিকিৎসা করাতে পারবে৷ এই প্রকল্পের ফলে বিভিন্ন অসুখে বেসরকারি হাসপাতালে চিকিৎসাও কম খরচে হবে৷ সাধারণ মানুষ যাতে কম খরচে ভাল স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য এই ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্প চালু হলে নতুন করে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হচ্ছে। সূত্রের খবর, এই প্রকল্পে মানসিক সমস্যা, টিকাকরণ, আইভিএফ-এর মতো বেশ কিছু বিষয় তালিকাভুক্ত নেই৷ পাশাপাশি, শিশুদের সার্জারি থেকে ক্যানসারের চিকিৎসার পৃথক পৃথক প্যাকেজ রয়েছে বলে জানা গিয়েছে৷ মোদীর এই হেলথ্ স্কিমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্

এ কাহিনি আতঙ্ক ও গৃহচ্যুতির, ৭১ বছর পেরোলেও দেশভাগের দিনগুলো ভোলেননি সুরজিৎ

Image
বয়স ৮০ ছাড়িয়েছে। কিন্তু নয়াদিল্লির বাড়িতে বসে এখনও চোখ বুজলেই ওয়াজিরাবাদের রাস্তা দেখতে পান সুরজিত কুমারী। বিড়বিড় করে বলে যান, 'স্টেশনে নেমে প্রথমে বাঁদিক, তারপর ডানদিকে ঘুরে সোজা হাঁটতে থাকবে, যতক্ষণ না...'। রেল স্টেশন থেকে 'নিজের বাড়ি'-র রাস্তাটা এখনও স্পষ্ট দেখতে পান তিনি। স্বাধীনতা দিবস আসে আর তাঁর মনে পড়ে যায় দেশভাগের সেই দিনগুলোর কথা। ১৯৪৭ সালে তখন তাঁর বয়স খুবই কম। বর্তমান পাক পাঞ্জাবের ওয়াজিরাবাদে ছিল তাঁদের তিনতলা বিশাল বাড়ি। বাবা বসন্ত রাম ছিলেন এলাকার সম্ভ্রান্ত ব্যবসাদার। কাঠের ব্যবসা ছিল তাঁর। সুরজিত জানিয়েছেন ধর্মীয় বাধা ছিল অনেক, তাও হিন্দু-মুসলিম একসঙ্গে মিলেমিশে থাকার পথ খুঁজে নিয়েছিল। হিন্দুরা মুসলমানদের বাড়িতে, বা মুসলমানদের হাতে তৈরি খাওয়ার খেত না। মুসলমানরাও তাকে সম্মান করত। উৎসবে পার্বণে মিষ্টি বিনিময় কিন্তু ছিল। হিন্দু কারিগরের তৈরি মিষ্টি উপহার দিতেন মুসলমানরা। আবার বসন্ত রামের কাঠের আসবাব সব তৈরি করত মুসলমান ছুতোররাই। সুরজিত কুমারী জানিয়েছেন দেশভাগের একটা গুজব অনেকদিন ধরেই ছিল। একসময় যে জন্য তাঁরা ওয়াজিরাবাদ ছেড়ে জম্মুতে এসে ছিলেন কয়েকদ

নিয়মিত যৌনতায় থেকেও পার্টনারের চোখে ধুলো দেয় বেশির ভাগ মানুষ

Image
আপনার যৌনসঙ্গীকে আপনি কতটা চেনেন, প্রশ্ন থেকে যাচ্ছে সমীক্ষায়। আপনি নিশ্চয়ই ভাবেন ঠগ ধরা খুব সহজ। আপনি নিশ্চয়ই ভাবেন আপনার প্রেমিককে আপনি খুব ভালো চেনেন। কারণ তিনি বিছানায় সহজেই ধরা দেন। আপনি ভুল জানেন। অন্তত সমীক্ষা তাই-ই বলছে। আমরা সকলেই ভাবি একটি সম্পর্কে থাকাকালীন সময়ে মানুষ অন্য সম্পর্কে জড়ায় না। কিন্তু আসলে মানুষ দ্বিতীয় সম্পর্কটিকে স্মুথ ভাবে চালিয়ে নিয়ে যেতেই প্রথম সম্পর্কে যৌনতায় সাবলীল থাকে। হ্যাঁ, নতুন এক সমীক্ষা আমাদের ভাবনার ভুল ভেঙে দিচ্ছে।   সম্প্রতি ইল্লিসিট এনকাউন্টারস নামক একটি ওয়েবসাইট একটি সমীক্ষা চালিয়েছে ১০০০ জন গ্রাহকদের মধ্যে। তাতে দেখা গেছে, সমীক্ষায় অং‌শগ্রহণকারীদের দুই তৃতীয়াংশ মানুষই তাঁদের দুই সম্পর্কের মধ্যে অন্তত যৌন সংসর্গের ক্ষেত্রে ভাল ভারসাম্য বজায় রাখতে পারেন। যাতে সাপও মরে, লাঠিও ভাঙে না। সবচেয়ে বড় কথা, অন্য অ্যাফেয়ার চলা কালে তাঁরা তাঁদের স্টেডি পার্টনারের সঙ্গেও যৌন সম্পর্ক চালিয়ে যান। মাত্র ১৫ শতাংশ মানুষ একটি নতুন সম্পর্কে প্রবেশ করার সময়ে পুরনো সম্পর্কের মানুষের সঙ্গে যৌন সংসর্গটি পুরোপুরি ত্যাগ করেন। সমীক্ষায় আরও একটি চমকপ্রদ তথ্য আছে। ২১ শত

পুকুরে স্কুলগাড়ি, রক্ষা পেল ১৩ পড়ুয়া

Image
পুকুরে পড়ে রয়েছে স্কুলগাড়ি। মঙ্গলবার, দক্ষিণ বাকসাড়ায়। পুকুরের মধ্যে অর্ধেক উল্টে রয়েছে একটি স্কুলগাড়ি। জানলা-দরজা দিয়ে হাত-মুখ বার করে আর্তনাদ করছে একদল পড়ুয়া। মঙ্গলবার বিকেলে এমন ঘটনা দেখে চমকে উঠেছিলেন দক্ষিণ বাকসাড়া শিবতলার বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি পুকুরে নেমে পড়ুয়াদের উদ্ধার করতে শুরু করেন। খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যে পৌঁছয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় গাড়িতে থাকা ১৩ জন পড়ুয়াকে। স্থানীয়েরা জানান, ধূলাগড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুল ছুটির পরে পড়ুয়াদের বাড়িতে নামানোর জন্য রওনা দিয়েছিল গাড়িটি। দক্ষিণ বাকসাড়ায় কয়েক জনকে নামিয়ে সেটি যখন এলাকার একটি সরু রাস্তা ধরে আন্দুল রোডের দিকে যাচ্ছিল, তখন উল্টো দিকে থেকে আসা একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে ঘটে দুর্ঘটনা। পুকুরপাড়ের রাস্তা ধসে পুকুরে ঢুকে যায় গাড়িটি। তাতে তখন ছিল চতুর্থ থেকে সপ্তম শ্রেণির ১৩ জন পড়ুয়া। গাড়িটি কাত হয়ে জলে ডুবতে থাকার সময়েই চিৎকার শুরু করে তারা। একে অন্যের ঘাড়ের উপরে গিয়ে পড়ে। হাতে চোট লাগে এক পড়ুয়ার। ঘটনাটি দেখে ছুটে আসেন পাড়ার কয়েক জন যুবক। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। ঘট

লাইনে পড়ে ছাত্রের নিথর দেহ, উপর দিয়ে ছুটল একের পর এক ট্রেন

Image
ইয়ারফোন গোঁজা অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন তিনি। এক্সপ্রেস ট্রেনটা  এসে ধাক্কা মারতেই লাইনের উপরে ছিটকে পড়েন ওই কলেজছাত্র। তার পরেও ঘণ্টাখানেক লাইনের উপরেই পড়ে রইল নিথর দেহটি। উপর দিয়ে পার হয়ে গেল একের পর এক লোকাল ট্রেন। মঙ্গলবার খড়দহ স্টেশনে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন অসংখ্য নিত্যযাত্রী। তাঁদের মধ্যে কেউ কেউ প্রতিবাদ করলেও সোহম মিত্র (২০) নামে ওই তরুণের দেহ রেললাইন থেকে ওঠাতে সময় লেগে গেল প্রায় এক ঘণ্টা। সোহম সোদপুরের সুখচর এলাকার একটি আবাসনে থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান। তিনি পড়তেন রহড়া রামকৃষ্ণ মিশন কলেজে। রসায়নের মেধাবী ছাত্রটি সদ্য তৃতীয় বর্ষে উন্নীত হয়েছিলেন। এ দিন কলেজেই যাচ্ছিলেন সোহম। একমাত্র সন্তানকে হারিয়ে হতবাক তাঁর বাবা-মা। শোকস্তব্ধ পড়শিরা।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ট্রেন আসছে দেখে সোহমকে চিৎকার করে অনেকেই সাবধান করেছিলেন। কিন্তু ইয়ারফোন গোঁজা  থাকায় তিনি শুনতে পাননি। এমনকি, লাইন পার হওয়ার সময়েও দেখেননি, ট্রেন আসছে কি না। কিন্তু তার পরে যা ঘটল, তাতে বিস্মিত রেলের যাত্রী থেকে স্থানীয় বাসিন্দা, প্রত্যেকেই। তাঁদের প্রশ্ন, যে লাইনে একটি মৃতদেহ পড়ে আছে, সেখা

স্টেশনের বেঞ্চে পড়ে মৃতদেহ, যাত্রীরা ভাবলেন ঘুমোচ্ছেন!

Image
আকস্মিক: এ ভাবেই পড়েছিল স্বপনবাবুর দেহ। মঙ্গলবার সকালে ফুলেশ্বর স্টেশনে। নিজস্ব চিত্র ভোর ৫টা নাগাদ ফুলেশ্বর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে বেঞ্চে তাঁকে দেখেছিলেন অনেকেই। পরিপাটি নীল ট্র্যাক-প্যান্ট, খয়েরি টি-শার্ট পরা ভদ্রলোক মাথার নীচে ডান হাত রেখে শুয়েছিলেন।  সকাল ৯টা নাগাদ কাজ সেরে ফিরেও তাঁদের অনেকে দেখেন ঠিক একই ভঙ্গিতে শুয়ে রয়েছেন ভদ্রলোক। চার ঘণ্টায় এতটুকু নড়াচড়া করেননি! স্থানীয় বাসিন্দা অনুপ বাগের দাবি, সন্দেহ হওয়ায় তিনি ডাকাডাকি শুরু করেন। হকারদের নিয়ে খবর দেন রেল পুলিশে। কিন্তু লাভ হয়নি। অভিযোগ, তার দু'ঘণ্টা পরও পুলিশ আসেনি। বেলা ১১টা নাগাদ অনুপবাবুরা খবর দেন স্থানীয় সংবাদমাধ্যমে। অভিযোগ, তারপরেই ন়ড়ে বসে পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই মৃত্যু হয়েছে ওই তাঁর। পুলিশ মৃতের পকেট থেকে একটি বন্ধ মোবাইল ফোন পাওয়া যায়। সেই সূত্রেই জানা যায়, মৃতের নাম স্বপনকুমার হালদার (৫০)। বাড়ি বেহালা চৌরাস্তা এলাকায়। জোকা এলাকার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রীকে বলেছিলেন,

বিজেপি গেলে ‘স্বাধীনতা’ পাব, ঘোষণা মমতার

Image
বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ''একটা জাতিকে পছন্দ করি না বলে তাড়িয়ে উৎখাত করা যায় নাকি? প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আজ, বুধবার লালকেল্লায় জাতীয় পতাকা তুলবেন। তার আগের সন্ধ্যায় কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ''আগামী বছর বিজেপিকে উৎখাত করে প্রকৃত স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হবে।'' মধ্যরাতের স্বাধীনতা উদ্‌যাপন অনুষ্ঠানের সূচনা করে মঙ্গলবার বেহালার ম্যান্টনে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ''আমাদের শপথ নিতে হবে, ২০১৯-এ বিজেপিকে উৎখাত করে ভারতকে প্রকৃত অর্থে স্বাধীন আমরা করবই।'' আগামী বছর ১৪ অগস্ট এই বেহালায় এসেই সেই স্বাধীনতা উদ্‌যাপন করবেন বলেও অঙ্গীকার করেন তিনি। বলেন, ''তোমাদের (বিজেপি) চার বছর দেখছি। আর ছ'মাস দেখব। তার পর তোমরা দেখবে, মানুষ, কী বলে।'' বিজেপি শাসিত ভারতে স্বাধীনতা যে 'বিপন্ন', মমতা এ দিনের বক্তৃতায় সেটাই বুঝিয়েছেন। এ জন্য হাতিয়ার করেছেন অসমের নাগরিক পঞ্জি (এনআরসি)কে। তাঁর প্রশ্ন, ''সত্যিই কি ভারতের নাগরিকরা স্বাধীন? কারণ, স্বাধীনতার ৭২ বছর পর এখন এক জনকে প্রমাণ দিতে হবে, তিনি দেশের নাগরিক

প্রকাশ্যে যুবককে বেঁধে মার, জানতেই পারল না পুলিশ!

Image
বাতিস্তম্ভে বাঁধা রয়েছেন জখম যুবক। মঙ্গলবার, অমরপল্লিতে। বাতিস্তম্ভে দু'হাত পিছমোড়া করে বাঁধা। দু'টি পা-ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। চুরির অপবাদে মার খেতে খেতে আর মাথা সোজা রাখতে পারছেন না রক্তাক্ত যুবক। প্রকাশ্য রাস্তায় বর্বরতার এমন নির্লজ্জ প্রদর্শনেও যুবককে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। দমদমের অমরপল্লির ওই ঘটনার পরে পাঁচ দিন ধরে ওই যুবকের খোঁজ মিলছে না! অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অমরপল্লি পুকুরের কাছে অভিযুক্ত রঞ্জন ওরফে বিশ্ব দাসের আলো এবং মাইকের দোকান রয়েছে। রঞ্জনের কাছে কাজ করতেন মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা পিন্টু মণ্ডল। মঙ্গলবার পিন্টুর দাদা লাল্টু বলেন, ''রঞ্জনের কাছে কাজের টাকা পেত ভাই। শুক্রবার সকালে ওই টাকা নিতে গেলে ভাইয়ের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়। এর পরে ভাই ব্যবসার টাকা চুরি করেছে এই অভিযোগে বাতিস্তম্ভে বেঁধে মারধর শুরু হয়।'' শনিবার ছেলে না ফেরায় পিন্টুর খোঁজে দমদমে পৌঁছন মা লতিকা মণ্ডল এবং তাঁর দুই ছেলে। তখনই মারধরের কথা জানতে পারেন তাঁরা। পিন্টুর ভাই সিন্টু বলেন, ''স্থানীয়েরা ভাইকে মারধরের ছবি ম

তারুণ্যের দীপ্তিতে উদ্দীপ্ত হোক স্বাধীনতা

Image
স্বাধীনতার পারাবত। বিবিধের মাঝে মিলনের বার্তা ক্রমশই ফিকে হচ্ছে। প্রকট হয়ে উঠছে বিভিন্নতাই। '৪৭-এর মধ্য রাতে যে স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল, অসংখ্য বীর সন্তানের আত্মবলিদানের রক্তে সিক্ত ছিল সেই পথ। ঐক্য আর অখণ্ডতার শপথই ছিল সেই পথের শক্ত ভিত্তি। শতাব্দী পার হওয়ার আগেই একটা জাতি যেন ভুলতে বসেছে সেই অঙ্গীকার। সাম্প্রদায়িকতা নামক বিষবৃক্ষের উৎপাটন তো দূর, কখনও গোরক্ষার নামে, কখনও জাতীয় নাগরিক পঞ্জিকরণের নামে সেই অঙ্কুর যে মহীরুহে পরিণত হচ্ছে, তা দেখেই আশঙ্কিত সাধারণ মানুষ। এত দিন পরেও কেন অনাহার থাবা বসায় খোদ রাজধানীতে? কেন হাজার হাজার কোটি টাকা পাচার করে নিরাপদে বিদেশে চলে যেতে পারেন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা? অনেক প্রশ্ন, অনেক জটিলতা, তার চেয়েও বেশি ধোঁয়াশায় ঢাকা তার উত্তর। হয়তো তারই মধ্যে লুকিয়ে রয়েছে রাষ্ট্রের প্রাণভোমরা। স্বাধীনতা। সে কি বাহাত্তুরে বুড়ো, না কি অভিজ্ঞতায় ঋদ্ধ এক প্রাজ্ঞজন? না কি এখনও অপেক্ষা করতে হবে অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে, কবে নতুন উদ্যম তাকে উদ্দীপ্ত করবে তারুণ্যের দীপ্তিতে!