'২০২২ এর মধ্যে মহাকাশে উড়বে ভারতের পতাকা', লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর


৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লায় এদিন জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়ন , সামাজিক পরিস্থিতি , দুর্নীতি, আইন সংক্রান্ত একাধিক বিষয় এদিন তাঁর ভাষণ উঠে আসে। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এদিন ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পঞ্চম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিনের ভাষণে ভারতের উন্নয়নে দেশের বৈজ্ঞানিকদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ।তিনি লালকেল্লা থেকে বার্তা দেন যে, ২০২২ সালের মধ্যেই ভারতের মহাকাশ অভিযানের আসন্ন সাফল্যের বিষয়ে।

২০২২ সালের মধ্যেই ভারত পা রাখবে মহাকাশে। '২০২২ সালে স্পেসে উড়বে ভারতের পতাকা', দেশবাসীর উদ্দেশে মহাকাশ অভিযানের এই স্বপ্নের উড়ানের বার্তা দেন মোদী। ২০২২ সালের মধ্যে মহাকাশে ভারত একক উদ্যোগে পা রাখলে তা বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই অনন্য় সাফল্যের অধিকারী হবে।

উল্লেখ্য, এর আগে ১৯৮৪ সালে ২ এপ্রিল মাসে মাহাকাশ পাড়ি দেন ভারতীয় নভশ্চর রাকেশ শর্মা। অশোক চক্র প্রাপ্ত এই প্রাক্তন এয়ার ফোর্স পাইলট 'ইন্টারকসমস'উদ্যোগের অংশ হিসাবে মাহাকাশে পাড়ি দেন। এরপর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা তথা সুনীতা উইলিয়ামসরাও মহাকাশা পাড়ি দিয়েছেন বিভিন্ন সময়ে , তবে তা মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মাহাকাশ অভিযানের অংশ ছিল। তবে ভারতের তরফে এখনও একক উদ্যোগে মহাকাশে নভশ্চর পাড়ি দেওয়ার ঘটনা সামনে আসেনি। তবে সেই অধরা স্বপ্নকেই এবার দেখতে শুরু করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশ নয় মহাকাশ ছোঁয়ার এই স্বপ্ন আগামী ২০২২ সালের মধ্যেই পূরণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।