Posts

Showing posts from May 6, 2018

প্রত্যেকদিন পাঁচেরও বেশি মহিলা ধর্ষণের শিকার হন

Image
নয়াদিল্লি: প্রতিনিয়ত ঘটে চলেছে ঘটনাগুলি৷ কখনও চোখের সামনে, কখনও বা অগোচরে৷ প্রত্যেকদিন গড়ে পাঁচ জনের বেশি মহিলা ধর্ষণের শিকার হন৷ এমন তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ৷ চলতি বছরের প্রথম তিন মাসের তথ্য পর্যালোচনাতে উঠে এসেছে বিষয়টি৷ গত বছর প্রায় ৯৭ শতাংশের কাছাকাছি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে৷ যাদের মধ্যে বেশিরভাগ অভিযুক্তই অভিযোগকারীর পূর্ব পরিচিত৷ তথ্য বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৫৭৮টি কেস নথিভুক্ত করা হয়েছে৷ যেখানে গত বছরে অভিযোগের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম, ৫৬৩ টি৷ পুলিশ সূত্রের খবর, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধর্ষণের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে৷ ২০১৭ তে মহিলা নিগ্রহের ঘটনা ঘটেছিল ৯৪৪৷ চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যা ৮৮৩টি৷ ২০১৭ তে রিপোর্ট করা হয়েছিল ২,০৪৯টি রেপ কেস৷ অন্যদিকে, ২০১৬ তে নথিভুক্ত হয়েছিল ২,০৬৪ টি ধর্ষণের মামলা৷

গোপনে ৩ বিয়ে, স্ত্রীরাই পুলিশের হাতে তুলে দিলেন স্বামীকে

Image
ন'য়ের দশকে এই 'থিম' নিয়ে বহু ফিল্ম হয়েছে হিন্দিতে। আর তাদের বেশির ভাগই বক্স অফিসে হিট করেছে! প্রায় একই 'থিম', একই 'প্লট'-এর আরেকটি 'ফিল্ম'-এর নায়ক সমীরকে অবশ্য পুলিশ গ্রেফতার করেছে। তাঁর তিন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে। সমীর গত ২০ বছর ধরে তিন-তিনটি বিয়ে করেছেন। কোনও স্ত্রীকেই অন্য বিয়ের কথা বলেননি। এক স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে অন্য স্ত্রীর প্রয়োজন মিটিয়েছেন। নিজের 'জরুরি প্রয়োজন'-এর অজুহাত দেখিয়ে আরেক স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অন্য স্ত্রীকে কিনে দিয়েছেন তাঁর পছন্দ আর শখের জিনিসপত্র। স্ত্রীর সংখ্যা নিয়েও বিরোধ রয়েছে সমীরের সঙ্গে তাঁর এক স্ত্রী আসিফার। যার ভিত্তিতে সমীরকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে, লখনউয়ের ঠাকুরগঞ্জ থানায় দায়ের করা সেই অভিযোগে সই করেছেন সমীরের তিন স্ত্রী আসিফা, নেহা ও ইয়াসমিন। যদিও আসিফার অভিযোগ, তাঁর স্বামী সমীর ৯ বার বিয়ে করেছেন। আর আসিফা তাঁর সপ্তম স্ত্রী। সমীর নিজে অবশ্য আসিফার সেই অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, ''আমি ওঁর (আসিফার) সঙ্গে ঠাট্টা করেছিলাম ৯ বার বিয়ে করেছি বলে। আসিফা সেটাকেই সত্যি বলে ধ

Rape: প্রতিদিন ৫ মহিলা ধর্ষিত হন দিল্লিতে!

Image
রাজধানীর রাজপথে রোজ গড়ে ৫ জনেরও বেশি মহিলা ধর্ষকদের লালসার শিকার। চলতি বছর প্রথম সাড়ে তিন মাসের হিসেব তাই বলছে।  পরিসংখ্যান খতিয়ে দেখে দিল্লি পুলিশ জানিয়েছে, চলতি বছরে ১৫ এপ্রিল পর্যন্ত দিল্লিতে ৫৭৮টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। গত বছর এই সময়ের মধ্যে ধর্ষণের সংখ্যাটা ছিল ৫৬৩। পুলিশের দাবি, প্রতিটি মামলা দ্রুত দায়ের করা হচ্ছে বলেই এ বছর ধর্ষণের সংখ্যাটা বেশি। তবে শ্লীলতাহানির ঘটনা এ বছর আগের থেকে কমেছে। ২০১৭ সালে ১৫ এপ্রিল পর্যন্ত দিল্লিতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল ৯৪৪টি। এ বছর এই সময়ের ব্যবধানে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮৮৩-য়। ২০১৭ সালে গোটা বছরে ২,০৪৯টি ধর্ষণের মামলা হয়েছে আর তার আগের বছর অর্থাত্‍‌ ২০১৬তে এই সংখ্যাটা ছিল ২,০৬৪।  পরিসংখ্যান বলছে, গত বছর রাজধানীতে শ্লীলতাহানির মামলা হয় ৩,২৭৩টি। ২০১৬ সালের থেকে এই সংখ্যাটা অনেকটা কম। সে বছর ৪,০৩৫টি শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। 

আফগানিস্তানে অপহৃত ৬ ভারতীয় ইঞ্জিনিয়ার

Image
আফগানিস্তানে অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা অপহরণ করল ছ'জন ভারতীয় ই়়ঞ্জিনিয়ারকে। দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থার কর্মী এঁরা। রবিবার সকালে এঁদের অপহরণ করা হয় বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেক্ট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল এই সংস্থাটি। "এদিন সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে বাসে চেপে যাচ্ছিলেন ওই ভারতীয় ইঞ্জিনিয়াররা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাস আটকায়। গাড়ির চালক-সহ সাত জন ভারতীয়কে সেখান থেকেই অপহরণ করা হয়"— সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা। কাবুলে ভারতীয় দূতাবাসের আধিকারিকরাও অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও কোনও সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি। মুক্তিপণ চেয়ে কোনও যোগাযোগও করেনি অপহরণকারীরা। যদিও আফগান পুলিশের ইঙ্গিত, ঘটনার পিছনে রয়েছে তালিবান মদতপুষ্ট কোনও সংগঠন। প্রায় দেড়শো জন ভারতীয় ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদ আফগানি

দ্রুততম ১০০ কোটি ডলারের ব্যবসার রেকর্ড গড়ল 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার'

Image
নয়াদিল্লি: গত ২৭ এপ্রিল মুক্তি পেয়েছে 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার'। শুরু থেকেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে ছবিটি। এরই মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে ফেলেছে ডিজনি-মার্ভেলের ছবিটি। দ্রুততম ১০০ কোটি ডলারের ব্যবসা করার রেকর্ড গড়েছে এই ছবি। উত্তর আমেরিকায় ৪,৪৭৪টি জায়গায় মুক্তি পেয়েছে 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার'। অন্যান্য দেশগুলির পাশাপাশি ভারতেও মুক্তি পেয়েছে ছবিটি। এদেশেও ছবিটি ভাল ব্যবসা করছে। মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহান্তেই ভারতে ছবিটির বক্স অফিস কালেকশন ১২০.৯ কোটি টাকা। 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার' সুপারভিলেন থানোসের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে ২২ জন সুপারহিরোকে। রবার্ট ডাউনি জুনিয়র, মার্ক রাফালো, বেনেডিক্ট কাম্বারব্যাচ, স্কার্লেট জোহানসন, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, শ্যাডউইক বোসম্যানের মতো অভিনেতা-অভিনেত্রীদের এই ছবিতে দেখা যাচ্ছে।

‘‌‌হয় দোষীদের ফাঁসি দিন নয় আমাদের গুলি করুন’‌, বললেন কাঠুয়ার নির্যাতিতার মা

Image
সুপ্রিম কোর্টে শুনানি শুরুর দু'‌দিন আগে বিস্ফোরক মন্তব্য করলেন কাঠুয়াকাণ্ডের নির্যাতিতার মা। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর মেয়ে যদি বিচার না পায় তাহলে তাঁদের চারজনকে যেন গুলি করে মেরে ফেলা হয়। ‌কারণ অভিযুক্তরা ছাড়া পেলে তাঁদের বাঁচতে দেবে না। সবার আগে তাঁদের খুন করবে। তাঁদের হাতে মরার থেকে পুলিসের গুলি খেয়ে মরাকে অনেক বেশি সম্মানের বলে মনে করেন তাঁরা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগঠে কাঠুয়ার নির্যাতিতার পরিবার। সেকারণেই নির্যাতিতার বাবা মামলাটি জম্মুর বাইরে কোনও আদালতে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল শীর্ষ আদালতে। কারণ কাঠুয়ায় তাঁদের আইনজীবীকে মামলা লড়তে দেওয়া হচ্ছে না। এমনকী চার্জশিটও জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন।  নির্যাতিতার মা অভিযোগ করেছেন মামলাটি যাতে সিবিআইয়ের হাতে যায় সেজন্য তাঁদের উপর চাপ তৈরি করছে স্থানীয় রাজনৈতিক দলের নেতারা। কিন্তু তাঁরা চাইছেন রাজ্য পুলিসের গোয়েন্দারাই মামলাটির তদন্ত করুক। অভিযুক্তদের বাঁচানোর জন্যই সিবিআই তদন্তে করার চাপ তৈরি করা হচ্ছে। নির্যাতিতার মা আরও অভিযোগ করেছেন, তাঁদের মেয়ে নিখোঁজ

সদ্য প্রসূতিকে সপাটে চড়, নার্সের চূড়ান্ত অমানবিক ব্যবহার সরকারি হাসপাতালে

Image
সদ্য প্রসূতির সঙ্গে চরম অমানবিক ব্যবহার করার অভিযোগ উঠল কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। সন্তান প্রসবের পর থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মা। সঙ্গে ছিল শ্বাসকষ্ট। অভিযোগ, এই অবস্থাতেই ওই মহিলাকে চড় মারেন কর্তব্যরত নার্স। অসহিষ্ণুতার 'নজির' এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। একজন নার্সের প্রথম ও প্রাথমিক দায়িত্ব রোগী বা রোগিণীর সেবা করা। হাসপাতাল-নার্সিংহোমের বেডে শুয়ে অসহায় রোগী বা রোগিণীর কাছে একজন নার্সই সবচেয়ে বড় ভরসার জায়গা। কিন্তু সেই নার্সের হাতেই নিগৃহীতা হলেন সদ্য প্রসূতি। শেষপর্যন্ত বিনা চিকিত্সায় ঢলে পড়লেন মৃত্যুর কোলে। শনিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হন বারুইপাড়ার বাসিন্দা বুল্টি মুখোপাধ্যায়। রাতে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুরু হয় অসহ্য যন্ত্রণা, সঙ্গে শ্বাসকষ্ট। বুল্টি মুখোপাধ্যায়ের বাড়ির লোকের অভিযোগ, বার বার নার্সকে ডাকা হলেও তিনি আসেননি। অনেক পরে তিনি এসে 'কিছু-ই হয়নি' বলে চড় মারেন রোগীকে। এরপর কার্যত বিনা চিকিত্সায় পড়ে থেকে মৃত্যু হয় সদ্য প্রসূতি বুল্টি মু

জেলা পরিষদ জিতলে সব যুবক-যুবতীকে স্মার্টফোন! বিতর্কে মুকুল

Image
বিজেপি নেতা মুকুল রায়। জলপাইগুড়ি :  বিজেপি-কে জেতালে তরুণ ভোটারদের সবাইকে স্মার্টফোন উপহার দেওয়া হবে বলে বিতর্কে জড়ালেন মুকুল রায়। শনিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় এক সভায় বক্তব্য রাখেন প্রাক্তন তৃণমূল এবং বর্তমান বিজেপি নেতা। সেখানেই তাঁর প্রতিশ্রুতি, জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় এলে ১৮ বছরের বেশি বয়সের সব যুবক-যুবতীকে দেওয়া হবে স্মার্টফোন। মুকুলের এই প্রতিশ্রুতি নির্বাচনী বিধিভঙ্গ বলে অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ জানানো হবে নির্বাচন কমিশনেও। জলপাইগুড়ি সেই জেলাগুলোর অন্যতম যেখানে প্রায় পুরোদস্তুর প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পঞ্চায়েত ভোটে। ১৯টা জেলা পরিষদ আসনের সব কটাতেই ভোট হচ্ছে। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতেও হাতে গোনা আসনে শাসক দল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পেরেছে। গত পঞ্চায়েত ভোটে অবিভক্ত জলপাইগুড়িতে (তখন জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার তৈরি হয়নি) জেলা পরিষদ ভোটে বিপুল ভাবে জিতেছিল বামেরা। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতেও অনেকটা সংখ্যাধিক্য ছিল বামেদের। যদিও পরবর্তীতে দলবদলের তোড়ে প্রায় সবই বামেদের হাত থেকে চলে যায় তৃণমূলের দিকে। এ বার বামেদের সরিয়ে জলপাইগুড়িতে তারা উ

রোদে পোড়া ত্বককে সারিয়ে তুলুন ঘরোয়া টিপসে

Image
বাইরে কাঠফাটা রোদ্দুর৷ রোদে অনেকক্ষণ থাকতে হয় বা বাইরে নিয়মিত বেরোতে হলে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। সানবার্ন থেকে রক্ষা পেতে নিয়মিত সানস্ক্রিন লোশন ব্যবহার করা জরুরি। পাশাপাশি প্রখর রোদে ছাতা ব্যবহার করুন। তারপরেও ত্বক রোদে পুড়ে গেলে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন পোড়া দাগ। জেনে নিন কীভাবে দূর করবেন রোদে পোড়া দাগ- চা: কয়েকটি টি ব্যাগ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে একটি তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। রোদে পোড়া ত্বকের ওপর তোয়ালে দিয়ে রেখে দিন ৩০ মিনিট। কমে যাবে রোদে পোড়া দাগ। এছাড়া দুধে টি ব্যাগ ভিজিয়ে ত্বকে লাগালেও উপকার পাবেন। সরষের তেল: রোদে পোড়া ত্বকে সরিষার তেল ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি দ্রুত কমিয়ে দেবে রোদে পোড়া দাগ। আলুর রস: আলু টুকরো করে রোদে পুড়ে যাওয়া ত্বকে ঘষুন। তুলোর বল আলুর রসে ভিজিয়েও লাগাতে পারেন ত্বকে। এটি রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা নেয়। চন্দন: চন্দনের গুঁড়োর সঙ্গে চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করুন। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। গোলাপজল:স্নান করার সময় জলে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। সানবার

কাশ্মীরে সেনার গুলিতে খতম অধ্যাপক থেকে জঙ্গি হওয়া মহম্মদ রফি ভাট সহ ৫

Image
শ্রীনগর: কাশ্মীরের সোপিয়ানের বাদিপুরা গ্রামে সেনার সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে ৫ জঙ্গি। এদের মধ্যে একজন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহম্মদ রফি ভাট। সমাজবিদ্যা বিভাগের এই অধ্যাপক অধ্যাপনা ছেড়ে হিজবুলে যোগ দিতে  গিয়েছিলেন বলে খবর। এছাড়াও এনকাউন্টারে মারা গিয়েছে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার সাদ্দাম পদ্দার। সাদ্দাম আবার মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির ঘনিষ্ঠ ছিল। সংঘর্ষে ২ জওয়ানও আহত  হয়েছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মহম্মদ রফি ভাটের বাড়ি গান্দরবাল গ্রামে। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। জানা যায়, তিনি হিজবুলে যোগ দিতে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, জৈনপুরা এলাকার বড়ীগাম গ্রামে জঙ্গিরা ঘাপটি মেরে ছিল বলে খবর। এরপরই আজ সকালে সেনা গোটা এলাকা ঘিরে ফেলে।

ফোন করে ডেকে যুবকের যৌনাঙ্গ কেটে নিল ২ যুবক!

Image
বচসার জেরে যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সোনাডাঙায়। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক শামিন মণ্ডল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। বচসার জেরে যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সোনাডাঙায়। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক শামিন মণ্ডল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। মন্তেশ্বরের রুইগড়িয়া গ্রামের বাসিন্দা শামিম। মন্তেশ্বরেরই মেজিরিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্তরা। জানা গেছে, শামিম মোবাইল টাওয়ারের কাজ করে। পাশাপাশি কম্পিউটার ও ল্যাপটপ বিক্রি এবং মেরামতও করে। শুক্রবার সন্ধ্যায় শামিমকে ফোন করে বাড়ি থেকে ডাকে অভিযুক্তরা। সোনাডাঙায় আসতে বলে শামিমকে। অভিযোগ, শামিম সোনাডাঙায় আসার পরই তাঁর উপর চড়াও হয় অভিযুক্ত দুই যুবক। চলে বেধড়ক মারধর। তারপরই ধারালো অস্ত্র দিয়ে শামিমের যৌনাঙ্গ কেটে নেয় তারা। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শামিমকে মাঠে পড়ে থাকতে দেখেন। তাঁরাই শামিমকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে য

মধুমিতার ঝুলন্ত দেহে লেখা, ‘আমার ডায়েরিটা দেখুন’!

Image
দু'মাস আগে বিয়ে হয়েছিল। পছন্দমতো পণ না-মেলায় বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁর উপরে অত্যাচার চলছিল বলে অভিযোগ। শনিবার সকালে হাওড়ার শ্যামপুরের কাঠিলাবাড় গ্রামের বাসিন্দা, মধুমিতা প্রামাণিক (২০) নামে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের সময়ে চমকে যায় পুলিশ। মধুমিতার বাঁ হাতে লেখা, 'আমার ডায়েরিটা দেখুন'! তদন্তকারীদের অনুমান, নিজের আত্মঘাতী হওয়ার ইঙ্গিত এ ভাবেই দিয়ে গিয়েছেন ওই তরুণী। মৃতার বাবা অবশ্য খুনের অভিযোগ দায়ের করায় তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী নেপাল প্রামাণিক এবং ভাসুর গোপালকে। মধুমিতার বাবা, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা ভরতচন্দ্র পড়্যার দাবি, ''শ্বশুরবাড়িতে নির্যাতনের কথা মেয়ে নিজের ডায়েরিতেই সব লিখে গিয়েছে। পড়লেই জানা যাবে।'' দেহটি উদ্ধারের পরে বাড়ির পাশের পুকুরের পাঁক থেকে পুলিশ ডায়েরিটি উদ্ধার করেছে। তদন্তকারীরা জানান, স্ত্রীর মৃত্যুর পরে নেপাল ডায়েরিটি নষ্ট করার জন্য পুঁতে দেয় বলে জেরায় জানিয়েছে। ডায়েরিটি পরিষ্কার করে লেখা উদ্ধারের চেষ্টা হচ্ছে। তদন্তে তা কাজে আসবে। ঘটনায় মৃতার শাশুড়িও অভিযুক্ত। তিনি

‘লিভ-ইন’ সম্পর্কে সায় সুপ্রিম কোর্টের

Image
নয়াদিল্লি: প্রাপ্তবয়স্করা লিভ-ইন সম্পর্কে সায় দিল দেশের শীর্ষ আদালত৷ এক্ষেত্রে ছেলের বিবাহযোগ্য বয়স না হলেও (২১ বছর বয়স) লিভ-ইনের পক্ষেই রয়েছে শীর্ষ আদালত৷ আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে কারও বিয়ের বয়স না হয়ে থাকে তাহলে সে লিভ-ইন সম্পর্কে থাকতে পারে৷ এতে তাদের বৈবাহিক সম্পর্কের ওপর কোনও প্রভাব পড়বে না৷ পাশাপাশি এও বলা হয়েছে, জীবনসঙ্গিনী নির্বাচনের অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না৷ কোনও যুবকের বিয়ের বয়স(২১) না হলেও সে তার স্ত্রীর সঙ্গে লিভ-ইন করতে পারে৷ প্রসঙ্গত, কেরলের একটি মামলাকে ঘিরেই সবকিছু৷ ২০১৭ সালের এপ্রিলে কেরলের তুষারার বয়স ১৯ হলেও, নন্দকুমারের বয়স ছিল ২০, যা ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স বলে গণ্য হয় না৷ দুজনের মধ্যে বিয়ে হয়, কিন্তু পাত্রীর বাবা, ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে৷ কেরলের উচ্চ আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়ে যায়৷ আদালত এই বিয়েকে অগ্রাহ্য করে তুষারাকে তার বাবার কাছে পাঠিয়ে দেয়৷ কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যায়৷

যৌনতায় চাই নতুনত্ব, বাঙালি মহিলাদের মোবাইলে ভরতি পর্নোগ্রাফি

Image
পর্নোগ্রাফির দর্শক মানে শুধুই পুরুষ নয়, লক্ষ লক্ষ মেয়েরাও এখন নীলছবির ভক্ত। সমীক্ষা বলছে, হাজার হাজার বাঙালি মহিলার মোবাইল, ল্যাপটপে ভরতি নীল ছবির ভিডিও ক্লিপ। কেউ যৌনতার নয়া কলাকৌশল শিখতে পর্নোগ্রাফিতে মজেছেন। কেউ বাস্তবজীবনে সঙ্গীর অভাব মেটাতে পর্ন দেখেই অর্গ্যাজম করছেন। বহু মহিলাই বিছানায় 'প্যাসিভ' ভূমিকা ছেড়ে বেরতে পর্নোগ্রাফির সাহায্য নিচ্ছেন। চরম সুখের মুহূর্তে সক্রিয় ভূমিকা নিতে পর্নস্টারদের নানা কর্মকাণ্ড দেখছেন তাঁরা। এমনটাই জানিয়েছেন কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ক্রমেই বাড়ছে ইন্টারনেটে পর্নসাইটের মহিলা ক্রেতার সংখ্যা। গবেষক ডায়না প্যারি জানিয়েছেন, মহিলাদের মধ্যে যৌনতা সংক্রান্ত এই সচেতনতা এবং স্বতন্ত্র চাহিদা এর আগে দেখা যায়নি। বাঙালি মহিলাদের কাছে কেমন করে যৌন মিলনের মুহূর্তকে আরও উপভোগ্য করে তোলা যায় তার প্রশিক্ষণের কোনও সুযোগ নেই। এমনকী সে কথা কল্পনা করাও নৈব নৈব চ। তাই ইন্টারনেটে নীল ছবিই ভরসা। কারও সাহায্য ছাড়াই ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোনে সহজেই ডাউনলোড হয়ে যায় দেশ বিদেশের পর্নোগ্রাফি ভিডিও। আর সেই

বয়সে অনেক ছোট মেয়ের প্রেমে ভাসার আগে যা জানা জরুরি!

Image
বর্তমানে পরিস্থিতিতে সমাজের একাংশ চল্লিশের উপরে পুরুষ দেখলেই রে রে করে তেড়ে আসছেন। ধরেই নেওয়া হচ্ছে সবাই যেন 'মিড লাইফ ক্রাইসিসে' ভুগছেন। কিন্তু মনে রাখা ভালো, প্রেম বা যৌনতার চাহিদা সবার একরকম হয় না। তবে বাইরের তাপমাত্রা বেড়েছে! সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাথাগরম। তাই উত্তেজনার পারদ চড়লে...যাগ্গে! সে সব কথা বাদ দেওয়া যাক। তবে ধরা যাক, বয়সে প্রায় ২০ বছরের ছোট তরুণীকে আপনার পছন্দ হয়েছে। তাঁর কথা বলা, তাঁর ভাবনা বা লেখায় আপনি মুগ্ধ। নিয়মিত চ্যাটও করেন। কিন্তু, মুখোমুখি কফি খেতে গিয়ে আড্ডা... পাঁচ পা এগোলে দশ পা পিছিয়ে আসচ্ছেন। তবে জেনে রাখা জরুরি যে অধুনা সমাজে প্লেটনিক প্রেম কিন্তু বেশ 'ইন'। তবে একইসঙ্গে এটাও স্পষ্ট হওয়া দরকার যে মেয়েটির আদৌ আপনাকে পছন্দ কি না। সে নিজে কতটা ইচ্ছুক আপনার সঙ্গে কফি-ডেটে? এতো গেল একপক্ষের কথা। অনেক মেয়ে কিন্তু নিজের থেকে বয়সে বড় ছেলেদের প্রেমে পড়েন। জোর দিয়ে বলছি, 'ক্রাশ নয়, প্রেম'। কেন সে আপনার প্রেমে পড়ল তা কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন। আপনি বিত্তবান? আপনি ভালো কথা বলতে পারেন? কিন্তু আপনার সঙ্গে একটা জেনারেশন গ্যাপও তো থাকবে

ভোটের মুখে কালোটাকার রমরমা, বাজেয়াপ্ত ₹১২০ কোটির বেশি!

Image
ভোটের মুখে কর্নাটকে উদ্ধার হল প্রচুর সন্দেহজনক নগদ, গয়না, মাদক-সহ একাধিক সামগ্রী, যার বাজারে মূল্য ১২০ কোটি টাকারও বেশি। শনিবার নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি দলের তল্লাশি অভিযানে এই বিপুল অঙ্কের সন্দেহজনক সম্পত্তি উদ্ধার হয়েছে বলে খবর।  নির্বাচন কমিশন সূত্রের খবর, মোট ৬৭.২৭ কোটি টাকা নগদ, ২৩.৩৬ কোটি টাকা দামের ৫ লক্ষ লিটারেরও বেশি মদ, ৪৩.১৭ কোটি টাকার সোনা ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে প্রেসার কুকার, সেলাই মেশিন, গুটখা, ল্যাপটপ, গাড়ি-সহ একাধিক জিনিস, যার বাজারে মূল্য ১৮.৫৭ কোটি টাকা। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, ১৫২.৭৮ কোটি টাকার নগদের মধ্যে ৩২.৫৪ কোটি টাকা তদন্তের পর বৈধ হিসেবে ছাড় দেওয়া গিয়েছে। বাকিটা বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৯.৮০ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে।  পুলিশ, আয়কর বিভাগের একাধিক দল গোটা কর্নাটক জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে। নির্বাচনে কালোটাকার ব্যবহার রুখতেই এই ম্যারাথন তল্লাশি বলে জানিয়েছে কমিশন।  কর্নাটকে ভোট ১২ মে। ভোটের ফল ঘোষণা করা হবে ১৫ মে। 

সাবধান! হোয়াটসঅ্যাপে দু’টি ভাইরাস মেসেজ ঘুরছে, পেলে একদম ক্লিক নয়

Image
হোয়াটসঅ্যাপে যে দু'টি ভাইরাস মেসেজ ঘুরছে, তার সম্বন্ধে জেনে নিয়ে সতর্ক থাকুন। দু'টি বিরক্তিকর মেসেজ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপে  ঘুরছে। অনেকেই এই মেসেজে ক্লিক করে ভোগান্তির শিকার হয়েছেন। তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ কিছুক্ষণের জন্য হ্যাং করে গিয়েছে।  যে মেসেজ দু'টি ঘুরছে, তার মধ্যে একটি হল, 'যদি আপনি এই কালো বিন্দুটিতে টাচ করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাং করে যাবে' (ইফ ইউ টাচ দ্য ব্ল্যাক পয়েন্ট দেন ইয়োর হোয়াটসঅ্যাপ উইল হ্যাং)। এর পরেই একটি লাইন থাকছে, 'ট-টাচ-হিয়ার'। এই মেসেজটির সঙ্গেই একটি কালো বিন্দু থাকছে আর আঙুল নীচের দিকে দেখানো একটি ইমোজিও থাকছে। যদি কেউ এই কালো বিন্দুটিতে টাচ বা ক্লিক করেন, তাহলেই কিছুক্ষণের জন্য হোয়াটসঅ্যাপ হ্যাং করে যাচ্ছে। কিছুতেই স্ক্রিনের উপরে বা নীচের দিকে যাওয়া যাচ্ছে না।  বিশেষজ্ঞদের বক্তব্য এই মেসেজটির মধ্যে কিছু সিম্বল রয়েছে, যা হোয়াটসঅ্যাপ পড়তে পারছে না। ফলে ব্যবহারকারীও তা দেখতে পাচ্ছে না। এই কালো বিন্দুটির পাশে একটা স্পেস রয়েছে। ওখানেই সম্ভবত লুকিয়ে রয়েছে গোপন ক্যারেক্টার। সেটিই হোয়াটসঅ্যাপ হ্যাং করে দিচ্ছে বলে দাবি কয়েকটি প

যান্ত্রিক গোলযোগ! কলকাতা বিমানবন্দরে বরাতজোরে প্রাণে বাঁচলেন ২০০ যাত্রী

Image
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি বিমান। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। বিমানে সেইসময় ২০০ জন যাত্রী ছিলেন। জানা গেছে, বিমানটি শনিবার রাতে বিমানটি সিঙ্গাপুর থেকে কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছুঁতেই যাত্রীরা প্রবল ঝাঁকুনি অনুভব করেন। যদিও, অনেকেই তা স্বাভাবিক বলে মনে করেন প্রথমে। পরে প্রায় একঘণ্টার ওপর যাত্রীরা বিমানবন্দি হয়ে থাকায় সমস্যা বুঝতে পারেন তাঁরা। বিমানের নজল হুইল ভেঙে গিয়ে রানওয়েতে ছড়িয়ে পড়ে জ্বালানি। এর জেরে রাতে ব্যহত হয় বিমান চলাচল। দীর্ঘ সময় ধরে যাত্রীরা বিমানে আটতে থাকার পর অবশেষে বিমানবন্দর কর্তৃপক্ষ বাস পাঠিয়ে তাঁদের উদ্ধার করে আনে। তাঁরা সকলেই নিরাপদে রয়েছন বলে জানা গেছে।

‘মেয়েদের সময়মতো বিয়ে হচ্ছে না, তাই বাড়ছে লাভ জিহাদ’

Image
ভোপাল: উপযুক্ত বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে না বলে লাভ জিহাদের মতো ঘটনা ঘটছে৷ তাই এই ধরনের ঘটনা এড়াতে তাদের উচিত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার৷ এমনই 'পরামর্শ' দিলেন বিজেপি বিধায়ক৷ মধ্যপ্রদেশের আগার মালওয়া কেন্দ্রের বিধায়ক গোপাল পারমার জানান, বাড়ির মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন৷ তাহলেই লাভ জিহাদের ফাঁদ থেকে বাঁচানো যাবে৷ একটি অনুষ্ঠানে এসে বিজেপি বিধায়ক বলেন, ''আগে বাড়ির বড়রা কম বয়সে ছেলে-মেয়েদের বিয়ে ঠিক করে দিত৷ যাতে সেই সম্পর্ক বহুদিন টিকে থাকে৷ কিন্তু যবে থেকে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করে দিয়েছে সরকার তবে থেকে তাদের মধ্যে পালিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে৷ সেই সঙ্গে লাভ জিহাদের ফাঁদে তারা জড়িয়ে পড়ছে৷ পেশায় আইনজীবী গোপাল পারমার লাভ জিহাদ নিয়ে বাবা-মায়েদের সতর্ক করে দেন৷ বলেন, কৈশোর কালে সব মেয়েদের মন উড়ু উড়ু হয়ে যায়৷ তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না৷ অনেক সময় বিপথে চালিত হয়ে যায়৷ তাই সেই সব মেয়েদের মায়েরা সাবধান হয়ে যান৷ কারণ এরাই লাভ জিহাদের শিকার হয় পরবর্তীকালে৷ অপরাধীরা ভালো ছেলের মতো অভিনয় করে কমবয়সী মেয়েদের মন

প্রযুক্তি শিক্ষকেরা শিখুন শিল্পসংস্থায় গিয়ে, প্রস্তাব

Image
শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসন নিয়ে সরব হলেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের (এআইসিটিই) চেয়ারম্যান অনিল সহস্রবুধে। শনিবার, বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনাসভায় তিনি সওয়াল করলেন, প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মান বাড়ানোর নিয়ে। বাজার বুঝে যাতে তাঁরা পড়াতে পারেন, তার জন্য শিল্প ও বাণিজ্যিক সংস্থায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। এতে শিক্ষকেরাও বাজার বিষয়ে সচেতন হবেন। সহস্রবুধে জানান, চাকরি পাকা হওয়ার আগে শিক্ষকদের একটি সার্টিফিকেশন প্রোগ্রামে অংশ নিতে হবে। সেখানে প্রশ্নপত্র তৈরি, ক্লাসে ছাত্রদের সঙ্গে আলোচনার পদ্ধতি, পাঠ্যক্রম তৈরির মতো আরও বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। তাতে উত্তীর্ণ হলে তবেই শিক্ষকদের চাকরি পাকা হবে। পাশাপাশি, পদোন্নতির আগে দু'সপ্তাহ শিল্পসংস্থায় গিয়ে প্রশিক্ষণ নিতে হবে শিক্ষকদের। দেশের প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান ও উৎকর্ষতার প্রসঙ্গে সহস্রবুধে বলেন, ন্যাকের গ্রেড অনুযায়ী বহু প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই স্বশাসনের অধিকার দেওয়া হয়েছে। কোনও কোনও প্রতিষ্ঠান পূর্ণ স্বশাসন পেয়েছে। গ্রেডে সামা

নিটে আজ কড়া বিধি পোশাকে

Image
নিট তথা 'ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট' নিয়ে কড়াকড়ি থাকছে এ বারেও। এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষা শুরু হবে আজ, রবিবার সকাল দশটায়। খড়্গপুর, কলকাতা, শিলিগুড়ি-সহ রাজ্যের আটটি শহরে নেওয়া হচ্ছে এই পরীক্ষা। সঙ্গে কী রাখা যাবে এবং কেমন পোশাক পরতে হবে, এ সব নিয়ে এ বারেও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নিটের আয়োজক সিবিএসই বোর্ড। এ সব সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অতীতে অনেক পরীক্ষার্থীকে অবাঞ্ছিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। সিবিএসই বোর্ডের নির্দেশ, পরীক্ষার হলে জুতো, ফুলহাতা জামা, চুলের ক্লিপ, ঘড়ি, রোদচশমা কিংবা কোনও গয়না পরে ঢোকা যাবে না। সালোয়ার বা হাফহাতা টি-শার্টের মতো পোশাকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। তবে টি-শার্টের বোতামও বড় হলে চলবে না। বিবাহিত পরীক্ষার্থীদের মঙ্গলসূত্র বা চুড়ি পরার বিশেষ অধিকার থাকবে। সঙ্গে কোনও ওষুধ রাখতে হলে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। প্রযুক্তি বা অন্য কোনও উপায়ে যাতে পরীক্ষার্থীরা কারচুপি করতে না পারেন, সে জন্যই এত কড়াকড়ি। অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা চালু ক

ব্রিটেনে পাকিস্তানি মহিলা পাচারের চক্র ফাঁস

Image
বিয়ের প্রথম রাতের স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো তুলে রাখতেন স্বামী নিজেই। তার পর সেই ভি়ডিয়োগুলি অনলাইনে প্রকাশ করে দেওয়ার জন্য ভয় দেখানো হত স্ত্রীকে। মুখ বন্ধ রাখার জন্য স্ত্রীর উপর চলত অকথ্য শারীরিক ও যৌন নির্যাতন। সেই সঙ্গেই জোর করে মাদক পাচার চক্রে সামিল করানো হত স্ত্রীদের। দীর্ঘদিন ধরে সেই সব অত্যাচার সহ্য করে এ বার মুখ খুলেছেন অত্যাচারিত পাকিস্তানি মহিলারা। জানিয়েছেন, কী ভাবে এই বিবাহ চক্রের শিকার হয়েছেন তাঁরা। অভিভাবকদের পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে ওই মহিলারা জানান, প্রেমের জালে ফাঁসিয়ে আর বিদেশে থাকার লোভ দেখিয়ে তাঁদের বিয়ে করে নিয়ে যেতেন ব্রিটিশ বংশোদ্ভূত পাক যুবকরা। তার পর কখনও তাঁদের পাচার করার চক্রান্ত চলত, কখনও তাঁদের দিয়ে মাদক পাচারের মতো অপরাধমূলক কাজ করানো হত। পাকিস্তানের মিরপুরের একটি প্রেস ক্লাবে সম্প্রতি সাংবাদিক বৈঠকে এমনই নির্যাতনের কথা জানিয়েছেন অন্তত ১৫ পাক যুবতী। চক্রের পাণ্ডা হিসেবে উঠে এসেছে মুমতাজ ওরফে তাজা পালোয়ান নামে এক পাক যুবকের নাম। ওই সব পাক বংশোদ্ভূত ব্রিটিশ যুবক একাধিক বিয়ে করতেন বলে অভিযোগ। কখনও কখনও স্ত্রীকে ব্রিটেনে না নিয়ে গিয়ে পাকি

নারী-পুরুষ মেলামেশায় আর ‘না’ নয় সৌদিতে

Image
বার্তা মিলেছিল আগেই— কট্টর মতাদর্শের দিন শেষ। দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বৈধ ঘোষণা করা হয়েছিল সিনেমাকে। ফুটবল মাঠে দেখা মিলছে মেয়েদের। গাড়ি চালানোয় মহিলাদের উপরে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এ বার সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল, আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে, নারী-পুরুষের মেলামেশায় বদল আনতে, একগুচ্ছ প্রস্তাব আনা হচ্ছে। সম্প্রতি সাংবাদিক বৈঠক ডেকে ২৩৬ পাতার একটি বিবৃতি ঘোষণা করেছে সৌদি সরকার। তাতে বলা হয়েছে, সামাজিক উন্নয়নের স্বার্থে বেশ কিছু কট্টর নিয়মকানুন লঘু করার কথা ভাবছে সৌদি সরকার। কারণ হিসেবে বিবৃতিতে লেখা হয়েছে, ''দ্রুত এই বদলের প্রয়োজন হয়ে পড়েছে।'' শোনা যাচ্ছে, দু'টি কট্টর ধর্মাচারেও পরিবর্তনের কথা উঠেছিল। আর তাতে যে ধর্মপুলিশদের কোপে পড়তে হতে পারে প্রশাসনকে, সেই আশঙ্কায় সাংবাদিক বৈঠকে ওই বদল দু'টি সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি। শুধু জানানো হয়েছিল, ১৫৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। কিন্তু পরে যখন বিবৃতিটি অন-লাইনে পোস্ট করা হয়, তাতে ওই দু'টি অংশ রাখা হয়নি। কোনও সরকারি কর্তা অবশ্য এ নিয়ে মুখ খুলতে রাজি হননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে

কিশোরীকে ধর্ষণে ২০ বছর জেল যুবকের

Image
দীর্ঘদিন ভয় দেখিয়ে বছর ষোলোর কিশোরীকে ধর্ষণ করেছিল তার মায়ের সহকর্মী। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরে বিষয়টি জানাজানি হয়।   শনিবার শিয়ালদহের পকসো বিশেষ আদালতে ধর্ষণকারীকে ২০ বছরের কারাবাসের সাজা দিলেন বিচারক জীমূতবাহন বিশ্বাস। সাজাপ্রাপ্তের নাম কিশোর শর্মা। বয়স ৪৫। পুলিশ জানায়, সে বিবাহিত, সন্তানও রয়েছে। পেশায় একটি লন্ড্রির গাড়ির চালক। সূত্রের খবর, কিশোরকে ২০ বছরের জন্য জেলে পাঠানো ছাড়াও পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। এর মধ্যে আসামিকে দু'লক্ষ টাকা দিতে হবে। দিতে না-পারলে আরও এক বছরের জেল। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দেবে আরও তিন লক্ষ টাকা। সরকারি কৌঁসুলি বিবেক শর্মা জানান, মেয়েটির মা ওই লন্ড্রিতে কাজ করতেন। মায়ের সঙ্গে প্রায়ই সেখানে যেত কিশোরীটি। তখনই তাকে ভয় দেখিয়ে মুখ বেঁধে ওখানেই কয়েক দিন ধরে নাগাড়ে ধর্ষণ করে কিশোর। এটা গত অক্টোবরের ঘটনা বলে পুলিশি তদন্তে প্রকাশ। গত ফেব্রুয়ারিতে মেয়েটি গর্ভবতী হওয়ার পরে পেটব্যথা শুরু হতে সব জানতে পারেন মেয়েটির মা। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কিশোরকে ধরে পুলিশ। ফুলবাগান থানার ওসি পীযূষ কুণ্ডুর নেতৃত্বে তদন্ত করেন এসআই রাজীব প্রস

ট্রেনে যৌন হয়রানি, ধৃত ৫

Image
ট্রেনের কামরায় বিশ্রী ভাবে শরীরে হাত দিচ্ছিল কয়েক জন সহযাত্রী। টের পেয়েই প্রতিবাদ করেছিলেন এক তরুণী। সহযাত্রীদের সাহায্য তো মেলেইনি, উল্টে অভিযুক্তদের হাতেই নিগৃহীত হন তিনি ও তাঁর বাবা। তার পরেই যাদবপুর স্টেশনে বাবাকে নিয়ে নেমে যান ওই তরুণী। প্রথমে থানায় না-গেলেও পরে রেল পুলিশের উদ্যোগে অভিযোগ দায়ের করেন। তার পরেই ধরা পড়ে পাঁচ অভিযুক্ত। সম্প্রতি মেট্রো স্টেশনে এক যুগলের মার খাওয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠলেও খোদ নিগৃহীতেরা এগিয়ে আসেননি। দায়ের হয়নি অভিযোগও। এ ক্ষেত্রে কিন্তু ওই তরুণী পিছিয়ে যাননি। রেল পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নুর হোসেন পৈলান, মুন্না আলি পৈলান, রোশন সর্দার, রবিউল হক ও আজিজুল হক। প্রত্যেকেই মগরাহাটের বাসিন্দা। তারা এখন জেল হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল ওই ঘটনার সময়েই এক যাত্রী চলন্ত ট্রেন থেকে এক পুলিশকর্তাকে বিষয়টি জানান। ওই কর্তা শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন জিআরপি-কে সতর্ক করেন। যাদবপুর স্টেশন থেকে ওই তরুণী ও তাঁর বাবা যখন বেরিয়ে যাচ্ছেন, তাঁদের কথা শুনে সন্দেহ হয় সাদা পোশাকের কিছু পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছিল শিয়ালদহমুখী ডায়মন্ড হারবার লোকালে। তরুণীর সঙ্গে ক

হাজিরা কম, বাতিল আলিঙ্গন কর্মসূচি

Image
লোকজন না আসায় ধাক্কা খেল মেট্রোয় আলিঙ্গনের কর্মসূচি। ফেসবুক পোস্টে ডাক দেওয়া কর্মসূচিতে অনেকে 'লাইক' করে আসার আগ্রহ প্রকাশ করলেও শনিবার দুপুরে কার্যক্ষেত্রে এলেন মাত্র চার জন! বাধ্য হয়েই মেট্রোয় নীতি পুলিশির বিরুদ্ধে আলিঙ্গনের কর্মসূচি স্থগিত করলেন উদ্যোক্তা স্বয়ং। তাঁর কথায়, "আজ স্থগিত করলাম। কিন্তু একটু গুছিয়ে নিয়ে আগামী সপ্তাহে ফের এই কর্মসূচি নিয়ে নামব।" দমদম স্টেশনে মেট্রো কর্তৃপক্ষ অবশ্য কর্মসূচির আগাম খবর পেয়ে অশান্তি এড়াতে রেলরক্ষী বাহিনীর সদস্যদের মোতায়েন করার পাশাপাশি সিঁথি থানার পুলিশকেও জানিয়ে রেখেছিলেন। কিন্তু দুপুর ২টো থেকে তাঁরা প্রস্তুত থাকলেও নীতি পুলিশির বিরুদ্ধে আন্দোলনকারীদের জমায়েত দেখা যায়নি। নীতি পুলিশির বিরুদ্ধে ফেসবুকে শনিবার কর্মসূচির ডাক দিয়েছিলেন ওই তরুণ। শুক্রবার রাতে একটি পোস্টে তিনি লেখেন "আগামীকাল দুপুর ২টোয় দমদম স্টেশনে দেখা হচ্ছে। কেউ এলে যোগাযোগ করে নিও।" পরে একটি অডিও লাইভে বিশদে কর্মসূচির কথা জানান। এ দিন ওই যুবক বলেন, "অডিও লাইভে জানিয়েছিলাম, নীতি পুলিশির বিরুদ্ধে আমি আমার বান্ধবীকে নিয়ে মেট্রোয় আলিঙ্গনাবদ্ধ অবস্থা

বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

Image
গন্ধ বেরোচ্ছিল ক'দিন ধরেই। শনিবার সকাল থেকে সেই গন্ধের তীব্রতা আরও বেড়ে যায়। দুর্গন্ধে টিকতে না পেরে পড়শিরা খবর দেন থানায়। পুলিশ এসে দোতলা বাড়ির উপরের তলা থেকে উদ্ধার করে গৃহকর্ত্রীর পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মঞ্জু সাহা (৭০)। পুলিশ সূত্রের খবর, দক্ষিণ কলকাতার সার্ভে পার্কের বি ব্লকে ওই দোতলা বাড়ির নীচের তলায় থাকেন মৃতার অশীতিপর স্বামী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী গোষ্ঠ সাহা। দোতলায় থাকতেন মঞ্জুদেবী। শুক্রবার বিকেল থেকেই দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীদের সন্দেহ হয়। শনিবার সকালে তাঁরা দেখেন, ওই বাড়িতে ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করছে। খবর পেয়ে পুলিশ এসে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। স্থানীয় সূত্রের খবর, গোষ্ঠবাবু ও মঞ্জুদেবীর দুই ছেলে বাইরে থাকেন। মৃতার স্বামী পুলিশকে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে পারতেন না। পরিচারিকাই স্ত্রীর দেখাশোনা করতেন। সেই পরিচারিকা গত বুধবার থেকে ছুটি নিয়ে গোসাবায় নিজের বাড়ি গিয়েছেন। বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাতে তিনিও গন্ধ পেয়েছিলেন। শনিবার সকালে এক প্রতিবেশীর ফোন আসার পরে ওই বৃদ্

‘ছেলেকে ডাক্তার করতে চাই, তাই এত দূর সঙ্গে করে আনছি’

Image
পরনে আধ-ময়লা শার্ট আর হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি। মাথায় গামছা। দুপুর রোদে ফুটপাতের সিমেন্টের গাঁথনি ভাঙার কাজ করছেন এক তরুণী। খানিক তফাতেই সেই ভাঙা ফুটপাতের উপরে বসা এক শিশুপুত্র। হাত বাড়িয়ে ফুটপাতের এক দিকে দেখিয়ে সে বলছে, ''মা মা এ দিকটা ভাঙা হয়নি। এখানে মারো!'' হাসিমুখে শিশুর নির্দেশ মেনে নিয়ে বাড়তি উদ্যোগে সে দিকেই গাঁইতি চালাতে শুরু করলেন তরুণী। কয়েক ফুটের মধ্যেই ছিলেন আর এক যুবক। হাতুড়ি-পেটানো থামিয়ে তাঁর ধমক, ''মাকে অত খাটাচ্ছিস কেন? নিজেই তো করতে পারিস!'' ধমক শুনে ভয় পাওয়া তো দূর, হাসতে হাসতে সেই যুবকের সঙ্গেই পাথর ছোড়ার খেলায় মেতে উঠল শিশুটি। জানা গেল, তরুণী শিশুটির মা আর ওই যুবক তার বাবা। খানিক পরে মায়ের হাতেই খাবার খেয়ে ফুটপাতের এক কোণে শুয়ে ঘুমিয়ে পড়ল শিশুটি। গত এক সপ্তাহ ধরে চাঁদনি চকের এক ফুটপাতে এ ভাবেই কাজ করে চলেছে দিনমজুর মুণ্ডা পরিবার। প্রতিদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার হাঁড়িপোতা গ্রাম থেকে স্ত্রী বসন্তীকে নিয়ে শহরে চলে আসেন ফন্টু মুণ্ডা। সঙ্গে আসে তাদের সাত বছরের ছেলে শুভজিৎ। দিনভর বাবা-মায়ের সঙ্গে ফুটপাতেই থাকে সে। বাবা-মায়ের কাজ দ