Posts

Showing posts from March 2, 2019

বালাকোট থেকে অন্তত ৩৫টি দেহ সরিয়েছিল পাক সেনা, দাবি ইতালীয় সাংবাদিকের

Image
বালাকোটে জইশ ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় যুদ্ধবিমান  মিরাজ ২০০০-এর বোমাবর্ষণের কিছু ক্ষণ পরই ঘটনাস্থল থেকে অন্তত ৩৫টি মৃতদেহ সরিয়ে ফেলেছিল পাক সেনা। মৃতদের মধ্যে ছিল জইশ জঙ্গি, প্রাক্তন পাক সেনাকর্তা এবং প্রশিক্ষণ নিতে আসা আত্মঘাতী 'ফিদায়েঁ' সদস্যরাও। পাকিস্তানের স্থানীয় প্রশাসনের কর্মীদের কাছ থেকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই খবর জোগাড় করেছেন ইতালীয় সাংবাদিক ফ্রান্সেসা মারিনো, তা প্রকাশিত হয়েছে ফার্স্ট পোস্ট-এ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষদর্শীরা মারিনোকে জানিয়েছেন, ''বোমাবর্ষণের পরই ঘটনাস্থলে পৌঁছেছিলেন স্থানীয় প্রশাসনের কর্তারা। কিন্তু তত ক্ষণে পুরো এলাকা ঘিরে ফেলেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পুলিশকেও ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হয়নি। যাঁরা অ্যাম্বুল্যান্স নিয়ে এসেছিলেন, সেই স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল পাক সেনাবাহিনী।'' মারিনোর দাবি, ভারতীয় বোমার আঘাতে নিহত হয়েছে পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর এক প্রাক্তন অফিসার, যাকে কর্নেল সেলিম বলেই চিনতেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত হয়েছে আর এক প্রাক্তন সেনাকর্তা

প্রচণ্ড মানসিক নির্যাতন করেছে পাক সেনা, দেশে ফিরে জানালেন অভিনন্দন

Image
অভিনন্দন বর্তমান।  ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অসহনীয় মানসিক অত্যাচার করেছে পাক সেনা। পাক হেফাজতে অসহ্য মানসিক নিপীড়নের ওপর দিয়ে যেতে হয়েছে তাঁকে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে এমনটাই। গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হয়েছিলেন অভিনন্দন। দীর্ঘ ৫৮ ঘণ্টা  ছিলেন পাকিস্তানের কব্জায়। তাঁর সঙ্গে কী ব্যবহার করা হয়েছে তা অবশ্য জানতে পারা যায়নি। পাক সেনা কর্তৃক প্রকাশিত ভিডিয়োতে অবশ্য অভিনন্দন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেছিলেন পাক সেনাকর্তারা। কিন্তু কোন পরিস্থিতিতে অভিনন্দন ওই বিবৃতি দিয়েছিলেন, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কার্গিল যুদ্ধে  পাক সেনার হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন নচিকেতা অবশ্য জানিয়েছিলেন, ''অভিনন্দনের সঙ্গে আসলে কী  ব্যবহার করছে পাক সেনা, তা জানা যাবে ও দেশে ফিরলেই।'' একই সঙ্গে অভিনন্দনকে নিয়ে উদ্বিগ্নও  ছিলেন নচিকেতা, কারণ পাক হেফাজতে থাকার  সময় পাক সেনার সীমাহীন অত্যাচার  সহ্য করতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত  নচিকেতার আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। জানা গেল পাক সেনা অসহ্য মানসিক নির্যাতন করেছে অভিনন্দনকে।

সম্ভাবনা সন্ত্রাসবাদী হামলার, কড়া নিরাপত্তা পশ্চিম রেলে

Image
ইন্টেলিজেন্স রিপোর্টের জেরে আরও কড়া করা হল পশ্চিম রেলের সব স্টেশনের নিরাপত্তা।নজরে রাখা হচ্ছে দূরপাল্লার ট্রেনগুলিতে। বিশেষ করে জম্মুতে যে সব ট্রেন যাওয়া আসা করছে, কড়া নজরে সেই সবই।  চার্চগেটের আইজি দফতর থেকে গত ২২ ফেব্রুয়ারি মুম্বই, ভদোদরা, আমেদাবাদ, রাতলাম, রাজকোট এবং ভাবনগর স্টেশনের আরপিএফ প্রধানদের একটি চিঠি পাঠানো হয়। বলা হয় মন্দির, জনবহুল অঞ্চল সহ রেল স্টেশনেও সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। পশ্চিম রেলের আরপিএফ-এর প্রধান জনসংযোগ আধিকারিক রবীন্দ্র ভাকর জানিয়েছেন ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি বিশেষ বৈঠক হয়েছে মুম্বইয়ের জিআরপি আধিকারিক এবং জিআরপি কমিশনারের সঙ্গে। ট্রেন এবং স্টেশনে কী ভাবে বাড়ানো যায় নিরাপত্তা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরপিএফ এবং জিআরপি কর্মীরা রেলযাত্রীদের ব্যাগ তল্লাশির পাশাপাশি দেহ তল্লাশিও চালাচ্ছেন। 

স্বপ্নাদেশ পেয়ে ভাইয়ের মুণ্ডচ্ছেদ! থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

Image
সিউড়ি: নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল বীরভূমের নলহাটি। জানা গিয়েছে, স্বপ্নাদেশ পেয়েই ছোট ভাইকে নৃশংসভাবে খুন করেছে অভিযুক্ত। ভাইকে বাঁচাতে গিয়ে আক্রান্ত অপর দাদা। সূত্রের খবর, খুনের পর প্রথমে বাড়ি থেকে চম্পট দেয় ওই যুবক। পরে শনিবার সকালে নলহাটি থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত এনজামান। বীরভূমের নলহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নজরুল পল্লির বাসিন্দা মৃত রোহন বসির ( ১৯ )। দীর্ঘদিন ধরে মা ও তিন দাদার সঙ্গে ওই বাড়িতেই থাকত সে। জানা গিয়েছে, বছর চারেক আগে আত্মহত্যা করে ওই যুবকের মেজো দাদা। এরপর থেকে দোতলার একটি ঘরে থাকতেন মৃতের বড় দাদা ও তাঁর স্ত্রী। পাশের ঘরেই সেজো দাদা এনজামান বসিরের সঙ্গে থাকত রোহন। মৃতের পরিবার সূত্রে খবর, নেশায় বুঁদ হয়ে থাকত রোহন।  শনিবার ভোরে হঠাৎই পাশের ঘর থেকে রোহনের চিৎকার শুনতে পায় তার বড় দাদা ওয়াসিম বসির। পাশের ঘরে গিয়ে সে দেখে ধারাল অস্ত্র দিয়ে রোহনকে কোপাচ্ছে এনজামান। সূত্রের খবর, ধারাল অস্ত্রের আঘাতে রোহনের দেহ থেকে মাথা আলাদা করে দেয় অভিযুক্ত। ডান হাতের কবজি কেটে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বড় দাদাও। এরপর অস্ত্র নিয়েই মা

পাকিস্তান আনন্দ পায় এমন ভাষায় কথা বলছে বিরোধীরা, তোপ অমিতের

Image
নির্বাচন-মোদী, মোদী-নির্বাচন – ঘুরে ফেরে এই দুই শব্দই শনিবার বারংবার উচ্চারিত হল অমিত শাহের গলায়। মধ্যপ্রদেশে বিজেপির 'বিজয় সংকল্প বাইক র্যালি'র অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ বললেন, পাকিস্তান আনন্দ পায় এমন ভাষায় কথা বলছেন বিরোধীরা। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা ঘটনার তদন্ত চাইছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। এই পরিপ্রেক্ষিতে অমিতের তোপ, সেনাকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন, লজ্জা হওয়া উচিত আপনাদের।  আর 'রাহুল বাবা'কে কটাক্ষ করে বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন, এ বারে ফের দিল্লির তখতে বসছেন নরেন্দ্র মোদীই। দেশের সেনাকে নিয়ে বিরোধীদের 'রাজনীতি' না করার হুঁশিয়ারি তো দিলেনই, তার সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ এ ও স্পষ্ট করলেন, এ দেশে থেকে ভারতের ভাষাতেই তাঁদের কথা বলতে হবে। পুলওয়ামা ঘটনার পর ভারত – পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। পাক মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। পাল্টা নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে সেনার উপর হামলা চালায় পাকিস্তানও। এর পর পাকিস্তানের হেফাজতে বায়ুসেনার উইং

মুখে শান্তির কথা বললেও কাশ্মীর সীমান্তে রাতভর গোলা ছুড়ল পাকিস্তান, নিহত এক মহিলা, দুই শিশু

Image
পাক গোলায় বিধ্বস্ত পুঞ্চ সেক্টরের কৃষ্ণাঘাটি গ্রামের একটি বাড়ি। পঞ্জাব সীমান্তে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় যখন নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে পাকিস্তান, ঠিক তখনই জম্মু ও কাশ্মীর সীমান্ত জুড়ে অবাধে গোলাবর্ষণ করল পাক সেনা। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা জুড়ে বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে লাগাতার পাক গোলাবর্ষণে মারা গেলেন তিন সাধারণ নাগরিক। মৃতদের একজন গৃহবধূ রুবানা কোসার (২৪)। পাক গোলার আঘাতে মৃত তাঁর পাঁচ বছরের ছেলে ফাজান এবং নয় মাসের কন্যাসন্তান শবনমও। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক। পাকিস্তানি সেনা বেছে বেছে ভারতীয় গ্রাম লক্ষ্য করেই আক্রমণ চালাচ্ছে বলে জানা যাচ্ছে। গুলির পাশাপাশি মর্টার বোমা এবং হাউইতজার ১০৫ মিমি গোলাও ছোঁড়া হচ্ছে গ্রাম লক্ষ্য করে, এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পাকিস্তানি গোলাবর্ষণের জবাব দেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফেও। নিয়ন্ত্রণরেখার কাছে সালোত্রি গ্রামে পাক আক্রমণের তীব্রতা ছিল সব থেকে বেশি। শুক্রবার পুঞ্চের মানকোটে এলাকায় গুলি বিনিময়ের মধ্

হালকা খাবার, ভাল ঘুমের পর আজ হাসপাতালে চলছে অভিনন্দনের নানা পরীক্ষা

Image
উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই দেশে ফিরেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হন অভিনন্দন। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তানের কব্জায় ছিলেন। দেশের মাটিকে পা রাখার পরই বলেছিলেন, 'ভাল লাগছে।' ব্যস ওইটুকুই। তার পরই নিরাপত্তার ঘেরাটোপে উইং কমান্ডারকে সোজা নিয়ে যাওয়া হয় অমৃতসর বিমানবন্দরে। রাত তখন প্রায় সাড়ে ১০টা। সেখান থেকে বিশেষ বিমানে করে দিল্লির পালম এয়ারবেসে নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে। ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১১টা। সীমান্ত থেকে দিল্লি— দীর্ঘ এই সফরে অভিনন্দনের সঙ্গী ছিলেন শুধুমাত্র কয়েক জন সেনা অফিসার। এর পর পালম এয়ারবেস থেকে অভিনন্দনকে নিয়ে যাওয়া হয় দিল্লির সুব্রত পার্কের এয়ারফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এসটাব্লিশমেন্ট-এ। বায়ুসেনার ওই হাসপাতালে রাতেই প্রথামিক একটা মেডিক্যাল চেকআপ হয় অভিনন্দনের। পরিবারের সঙ্গে এক ঝলক দেখা হয়। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বাক্যবিনিময়ই হয়নি তাঁর। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রাতে হালকা খাবার খেয়েছেন অভিনন্দন। একটা নাগাদ ঘুমোতেও যান।   শনিবার সকাল সকালই বিছানা ছাড়েন অভিনন্দন। হাসপ

কাশ্মীরে জামাত-ই-ইসলামির নগদ ৫২ কোটি বাজেয়াপ্ত করল কেন্দ্র

Image
শ্রীনগর: জামাত-ই-ইসলামির উপর ফের কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। আগেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে জামাত-ই-ইসলামি সংগঠনের জম্মু ও কাশ্মীর শাখাকে। এবার শুরু হল তল্লাশি। এই সংগঠনের টাকাতেই হিজবুল মুজাহিদিন চালানো হয় বলে অনুমান গোয়েন্দাদের। শনিবার সকালের মধ্যেই জামাত-ই-ইসলামির (কাশ্মীর) কার্যকলাপ চলত এমন ৭০টি জায়গা সিল করে দেওয়া হয়েছে। একইসঙ্গে এই সংগঠনের অন্তত ৫২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে এবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন জামাত-ই-ইসলামি নেতাকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বেআইনি কার্যকলাপ সংক্রান্ত আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কাশ্মীরের আর কোথায় কোথায় ওইসব নেতাদের সম্পত্তি আছে, সেগুলি চিহ্নিত করা হচ্ছে। এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেও ব্যবস্থা নেওয়া হবে। ভারত-পাক সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার পর থেকেই এই সংগঠনের উপর জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে।   গত বৃহস্পতিবার রাতের দিকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানেই উপত্যকার জামাত-ই-ইসলামি সংগঠনকে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। ঠ

পাকিস্তানের ৮৭% শতাংশ ভূখণ্ডের উপর নজর রাখছে

Image
মহাকাশ গবেষণার ক্ষেত্রে তাবড় দেশকে টেক্কা দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।কয়েকদিন আগেই মহাকাশে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪০টি কমিউনিকেশন স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি। নয়া স্যাটেলাইটগুলির জন্য যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। তবে, এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সামরিক ক্ষেত্রে ইসরোর দৌলতে মহাকাশ থেকেই শত্রুদের উপর নজর রাখতে সক্ষম সেনাবাহিনী। সামরিক ক্ষেত্রে ইসরোর সাহায্যে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। এবার ইসরো জানিয়েছে, ভারতীয় স্যাটেলাইট পুরো পাকিস্তানের উপর নজর রাখছে। তারমধ্যে ৮৭ শতাংশ পাক ভূখণ্ডের হাই-ডেফিনেশন ম্যাপিং সেনাবাহিনীর হতে তুলে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি। শুধু তাই নয়, এটি সেনাবাহিনীকে যে কোনও লক্ষ্যবস্তুর ০.৬৫ মিটার হাই-রেজ্যুলিউশনের ছবি সরবরাহ করতে পারে। সহজ কথায়, চাইলে পাকিস্তানের একটি বাড়ির জানলা দিয়েও নজরদারি চালাতে পারে ইসরো। সূত্রের খবর, কার্টোস্যাট কৃত্রিম উপগ্রহগুলির জন্যই এটি সম্ভব হয়েছে। পাক ভূখণ্ডের ৮ লক্ষ ৮০ হাজার বর্গকিলোমিটার মধ্যে সাত লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার ভারতের স্যাটেলাইট ম্যাপিং করতে পারে।১৭ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ

এবার জেহাদিদের নিশানায় রেল, জারি সতর্কবার্তা

Image
সদ্য ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চেও প্রায় একঘরে সন্ত্রাসের স্বর্গোদ্যান।পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ ফিরিয়েছে পরম বন্ধু চিনও। তাই ভারতকে বেকায়দায় ফেলতে সীমান্তের ওপার থেকে ছায়াযুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনগুলিকে। সেইমতোই এবার জেহাদিদের নিশানায় ভারতীয় রেল। গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিদের নিশানায় রয়েছে পশ্চিম রেল। একাধিক দূরপাল্লার ট্রেনে বিস্ফোরণ ঘটাতে পারে জেহাদিরা। তাই সমস্ত এক্সপ্রেস ও মেল ট্রেনগুলির নিরাপত্তা আরও বাড়িয়ে তোলা হয়েছে। বিশেষ করে জম্মুতে যে সব ট্রেন যাওয়া আসা করছে, সেগুলির উপর কড়া নজর রাখা হচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি চার্চগেটের আইজি দপ্তর থেকে মুম্বই, ভদোদরা, আহমেদাবাদ, রাজকোট, রতলাম ও ভাবনগর স্টেশনের আরপিএফ প্রধানদের একটি চিঠি পাঠানো হয়। ওই সতর্কবার্তায় বলা হয় মন্দির, জনবহুল অঞ্চল ও স্টেশনে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। পশ্চিম রেলের আরপিএফ-এর মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্র ভাকর জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি বিশেষ বৈঠক হয়েছে মুম্বইয়ের জিআরপি আধিকারিক এবং কমিশনারের স

পাক সেনার গুলিতে পুঞ্চে নিহত ৯ মাসের শিশু-সহ একই পরিবারের তিনজন

Image
অভিনন্দন বর্তমানকে ছেড়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ! কিন্তু, তা যে শুধুমাত্র মুখের কথা তা বারবার প্রমাণ দিচ্ছে তাদের আচরণ। গত আটদিন ধরেই জম্মু ও কাশ্মীর সীমান্তের পুঞ্চ ও রাজৌরি-সহ বিভিন্ন এলাকায় সীমান্তের ওপার থেকে ক্রমাগত গুলি ও মর্টার ছুঁড়ছে তারা। গতকাল সারারাত ধরে তাদের গোলাবর্ষণের ফলে কাশ্মীরের পুঞ্চ জেলায় মৃত্যু হল এক মহিলা ও তাঁর দুই সন্তানের। মৃতরা হল রুবানা কোসার (২৪) ও তাঁর ন'মাসের শিশুকন্যা শবনম ও পাঁচ বছরের ফাজান। জখম হয়েছেন আরও একজন। আজ সকালেও মোট ১০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জনবসতি এলাকা লক্ষ্য করে ক্রমাগত গুলি ও মর্টার ছুঁড়ছে পাকিস্তানের সেনাবাহিনী। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। শুক্রবার সকাল থেকেই সীমান্ত সংলগ্ন সালত্রি গ্রাম লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তান। পুঞ্চের মানকোটে তাদের ছোঁড়া গুলিতে জখম হন এক মহিলা। সালত্রি ও মানকোটের পাশাপাশি কৃষ্ণঘাঁটি ও বালাকোট সেক্টরের গ্রামগুলিতে ক্রমাগত গোলাবর্ষণ করে তারা। গত আটদিন ধরে পুঞ্চ ও রাজৌরি সেক্টরে পাকিস্তানের গুলি

নিরাপত্তা বাড়ল বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানদের

Image
ভারত - পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়ল নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানের। দুই বাহিনীর প্রধানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার মন্ত্রকের এক পদস্থ আধিকারিক একথা জানিয়েছেন।  এতদিন Z শ্রেণির নিরাপত্তা পেতেন বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানরা। এবার তা বেড়ে সর্বোচ্চ Z+ শ্রেণির করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 'দেশের অভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে এক শুক্রবার এক বৈঠক হয়। সেখানে নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার থেকে তাঁরা Z+ শ্রেণির নিরাপত্তা পাবেন।' ইতিমধ্যে দিল্লি পুলিসের কাছে পৌঁছেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা। নির্দেশ অনুসারে শনিবার সকাল থেকেই বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বেড়েছে এয়ার চিফ মার্শাল বিএসধানোয়া ও অ্যাডমিরাল সুনীল লানবার।  দেশের সর্বোচ্চ শ্রেণির Z+ নিরাপত্তায় মোতায়েন থাকেন মোট ৫৫ জন নিরাপত্তাকর্মী। এর মধ্যে থাকেন ১০ জন এনএসজি কম্যান্ডো।   সেনাপ্রধান পদাধিকারবলেই Z+ শ্রেণির নিরাপত্তা পান। তাই তাঁর নিরাপত্তা আর বাড়়ানো হয়নি বলে জ

সত্যজিত খুনে নদিয়া জেলা বিজেপি সভাপতিকে সিআইডির তলব

Image
তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের তদন্তে নেমে জেলা বিজেপিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিআইডি। শুক্রবার নদিয়া জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকারকে ভবানীভবনে হাজিরা দিতে বলে নোটিস পাঠান তদন্তকারীরা। হাজিরার জন্য ১ সপ্তাহ সময় চান জগন্নাথ। সিআইডি-র তরফে সময় দিতে অস্বীকার করা হয়।  সূত্রের খবর, শুক্রবার সিআইডির তলব পেয়ে আইনজীবীর দ্বারস্থ হন জগন্নাথবাবু। সিআইডির কাছে হাজিরার জন্য ১ সপ্তাহ সময় চান তিনি। কিন্তু সময় দেওয়া যাবে না বলে সিআইডি জানিয়ে দেয়। ভবানীভবনে হাজিরা দিতে শনিবার সকালে কৃষ্ণনগর থেকে কলকাতা পৌঁছেছেন জগন্নাথ সরকার। তবে এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি।  কাঠগড়ায় বিজেপি গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়র সত্যজিত বিশ্বাস। খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে আততায়ী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। ঘটনায় অভিজিত্ পুণ্ডারি নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করে পুলিস। বিধায়ক খুনের দায়িত্বভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। সেই তদন্তেই

সারা বিশ্বে এখন অভিনন্দন শব্দের অর্থ বদলে দিয়েছে ভারত, জানালেন মোদী

Image
পাকিস্তানের হাতে আটক বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফিরেছেন শুক্রবার রাতে। ট্যুইট করে তাঁকে রাতেই স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারও অভিনন্দনকে নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, ''ভারত এখন এতটাই শক্তিশালী যে অভিধানের অর্থ বদল করতে পারে।'' এর পরই তিনি অভিনন্দনের প্রসঙ্গ টেনে এনেছেন। প্রধানমন্ত্রীর কথায়, এতদিন ইংরেজিতে অভিনন্দন শব্দের অর্থ ছিল congratulation. কিন্তু এখন অভিনন্দনের মানেই বদলে গেল। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহামলা হয়। শহিদ হন ৪০ জন জওয়ান। আহত হন অনেকে। হামলার দায় স্বীকার করে নেয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তার পাল্টা হিসেবে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটিতে আকাশপথে মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। সেই হামলার পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে একাধিক পাক যুদ্ধবিমান। তার মধ্যে তিনটি এফ-১৬ও ছিল। সেই তিন যুদ্ধবিমানের একটিকে তাড়া করতে গিয়েই পাকিস্তানের হাতে আটকে পড়েছিলেন অভি

ফের ফাঁস পাকিস্তানে জঘন্য ষড়যন্ত্র, খাবারে বিষ মিশিয়ে জওয়ানদের হত্যার পরিকল্পনা করেছিল ISI

Image
জম্মু - কাশ্মীরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের হত্যা করতে আইএসআই-এর ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করলেন তদন্তকারীরা। জম্মু-কাশ্মীর পুলিসের এক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, জওয়ানদের খাবারে বিষ মিশিয়ে তাদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তান। সেজন্য রাজ্যে তাদের স্লিপার সেলকে ব্যবহারের পরিকল্পনা করেছিল তারা। পরিস্থিতি বিচার করে বাহিনীকে এব্যাপারে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।  জম্মু - কাশ্মীর সরকারের গোয়েন্দা বিভাগের তরফে এক গোপন নোটে জানানো হয়েছে, কাশ্মীরে আইএসআইএর এজেন্টরা নিরাপত্তাবাহিনীর জওয়ানদের খাবারে বিষ মেশানোর পরিকল্পনা করেছে। এব্যাপের সতর্ক করা হয়েছে সমস্ত বাহিনীকে।  আমাদের সহযোগী চ্যানেল WION-এ প্রকাশিত নথি অনুসারে কাশ্মীরে আইএসআই এজেন্টদের জন্য পাকিস্তানে তাদের পান্ডাদের টেলিফোনের কথাবার্তা থেকে এই খবর জানা গিয়েছে। জানা গিয়েছে, সীমান্তে মোতায়েন জওয়ানদের খাবারে বিষ মেশানোর পরিকল্পনা করেছে পাকিস্তান।  পুলওয়ামা হামলার কয়েকদিন পর এই রিপোর্টে কাশ্মীরে বাহিনীর আধিকারিকরা নড়েচড়ে বসেছেন। ইতিমধ্যে সমস্ত বাহিনীর খাদ্যশস্যের গুদামগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

‘দেশে ফিরতে পেরে ভাল লাগছে’, ফিরেই প্রথম প্রতিক্রিয়া উইং কমান্ডার অভিনন্দনের

Image
দেশে ফেরার সেই মুহূর্ত।  ৫৮ ঘণ্টা পাকিস্তানের কবজায় থাকার পর শুক্রবার ভারতে ফিরেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওই দিন রাত ৯টা ২০ নাগাদ ওয়াঘা-অটারী সীমান্তে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। দেশের মাটিতে পা রাখার পরই অভিনন্দনের প্রথম প্রতিক্রিয়া ছিল, "ফিরতে পেরে খুব ভাল লাগছে।" গোটা দেশ প্রহর গুনছিল কখন ঘরে ফিরবেন দেশের এই বীর সন্তান। তাঁর ফিরে আসা নিয়েও দিনভর কম নাটক হয়নি। সকালেই খবর আসে ইসলামাবাদ থেকে সড়কপথে লাহৌরে নিয়ে আসা হচ্ছে অভিনন্দনকে। দুপুর ২টো নাগাদ ভারতের হাতে তুলে দেওয়া হবে তাঁকে। কিন্তু সেই সময়ও পেরিয়ে যায়। ফের জানা যায়, সাড়ে ৩টে নাগাদ অভিনন্দন দেশে ফিরছেন। সেই সময়ও অতিক্রান্ত হয়ে যায়। অবশেষে রাত ৯টার পর ওয়াঘা সীমান্ত থেকে নীল ব্লেজার, সাদা জামা এবং ধূসর প্যান্টে হেঁটে আসতে দেখা যায়। দেশের মাটিতে পা রাখলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। স্বস্তি নেমে এল গোটা দেশে। গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হন অভিনন্দন। খবরটা সামনে আসতেই গোটা দেশে একটা আশঙ্কার ছায়া নেমে আসে। পাকিস্তানে ভারতীয় যুদ্ধবন্দিদের ইতিহাস মনে পড়ে যাচ্ছিল অনেকেরই। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের স

১০০ শতাংশ বিদ্যুতায়নের দৌরগোড়ায় ভারত

Image
রায়পুর: তিনবছরের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিদ্যুত৷ ১০০ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্যে ২০১৭ সালে এই অঙ্গীকার করেছিল কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যমাত্রার একেবারে দৌরগোড়ায় দাঁড়িয়ে ভারত৷ কেন্দ্রীয় সরকারের আসা, নির্ধারিত সময়ের অনেক আগেই দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে বিদ্যুত৷ সৌভাগ্য পোর্টাল নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ১০০ শতাংশ বিদ্যুতায়ন থেকে আর কয়েক কদম দূর আছে ভারত৷ যে'কটা বাড়িতে এখনও বিদ্যুত পৌঁছে দেওয়া যায়নি চলতি বছর মার্চ মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে৷ জানা গিয়েছে, প্রকল্পটি ছত্তিশগড়ে এসে একটু হোচট খেয়েছে৷ রাজ্যের ১৯ হাজার ৮৩৬টি পরিবারের বাড়িতে বিদ্যুত পৌঁছে দেওয়ার কাজ বাকি৷ এই বাড়িগুলি মাও অধ্যুষিত এলাকায়৷ সেই কারণে কিছু জায়গায় কাজ গিয়েছে আটকে৷ আবার কিছু জায়গায় ধীর গতিতে কাজ এগোচ্ছে৷ দেশের গরিব গৃহস্থের বাড়িতে বিদ্যুত পৌঁছে দিতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সৌভাগ্য প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সহজ বিজলি হর ঘর প্রকল্প' ওরফে সৌভাগ্য প্রকল্পে মোট খরচ হবে ১৬,৩২০ কোটি টাকা৷ প্রকল্পের সূচনার পরেই শুরু হয় বিদ্যুতায়নের ক

সম্পত্তি নিয়ে বিবাদ, ৩ বছরের নাতনিকে খুনের অভিযোগ দাদু-ঠাকুমার বিরুদ্ধে

Image
সম্পত্তি নিয়ে বিবাদের জের। তিন বছরের নাতনিকে বিষ মেশানো খাবার খাইয়ে খুনের অভিযোগ দাদু ঠাকুমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার  কাঁকিনাড়ার কাঁটাডাঙা এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর বাবা-মা। ঘটনায় অভিযুক্ত দাদু মনোরঞ্জন দে ও ঠাকুমা মিনতি দে-কে গ্রেফতার করেছে পুলিস। কাঁকিনাড়ার কাঁটাডাঙা এলাকার বাসিন্দা দীপঙ্কর দে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই বাবা-মনোরঞ্জন ও মা মিনতির সঙ্গে বনিবনা ছিল না দীপঙ্কর ও তাঁর স্ত্রীর। একই বাড়ির এক তলায় থাকেন দীপঙ্কর ও দোতলায় তাঁর বাবা-মা। নিজেরা কথা না বললেও মেয়ে দাদু-ঠাকুমার কাছে যেতে দিতেন তাঁরা। বৃহস্পতিবারও তিন বছরের শিশুটি তার দাদু-ঠাকুমার কাছে যায়। দীপঙ্করের অভিযোগ, দোতলা থেকে নেমে আসার পরই অসুস্থ হয়ে পড়ে তাঁদের মেয়ে। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে থাকে। অচৈতন্য হয়ে পড়ে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বাবা-মায়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন দীপঙ্কর। তাঁর অভিযোগের ভিত্তিতে মনোরঞ্জন ও মিনতিকে গ্রেফতার করেছে পুলিস। তদন্ত চলছে।

বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে বিসিসিআই-এর বিশেষ সম্মান

Image
বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেশে ফেরায় খুশি সমগ্র ভারত। অভিনন্দনকে স্বাগত জানাচ্ছে শুভেচ্ছার বন্যায় ভাসছে ফেসবুক-ট্যুইটার। সেই তালিকায় রয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। তবে বিরাট কোহলিদের বোর্ডের তরফে শুধু স্বাগত জানিয়েই থেমে যাওয়া হয়নি। বরং অভিনন্দনকে জানানো হয়েছে বিশেষ সম্মান। গত বুধবার ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়েছিলেন বায়ুসেনার ওই উইং কমান্ডার। পাক-যুদ্ধবিমানকে ভাঙতে পারলেও তাঁর মিগ-২১টি ভেঙে পড়ে। শেষমুহূর্তে প্যারাশ্যুটে ঝাঁপ দেওয়ায় প্রাণে বাঁচেন তিনি। কিন্তু পাকিস্তানি সেনার হাতে আটকে পড়েন। তার পর পাক সেনার হেফাজতে থাকা অবস্থায় তাঁর একাধিক ভিডিয়ো সামনে এসেছে। এর মধ্যে শুক্রবার রাতে জেনেভা কনভেনশন অনুযায়ী অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। তাই তাঁকে দেশের এই নায়ককে স্বাগত জানাতে ট্যুইট করা হয়েছে বিসিসিআই-এর তরফে। ট্যইটে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। যার নম্বর ১। সঙ্গে লেখা হয়েছে, ''আকাশের মতো তুমি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছ। আগামী প্রজন্ম তোমার ব্যক্ত

মৃত সেজে শুয়ে থাকা জঙ্গির গুলিতে কাশ্মীরে নিহত চার জওয়ান-সহ পাঁচ

Image
জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বিপত্তি। মৃত ভেবে জঙ্গির দেহ উদ্ধার করতে গিয়েছিলেন। তাতে কাশ্মীরে প্রাণ গেল চার জওয়ানের। মৃত সেজে শুয়ে থাকা জঙ্গির গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। গুরুতর জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও ৮ জওয়ান। মৃতদের মধ্যে সিআরপি-র দুই জওয়ান, রাজ্য পুলিশের দুই কর্মী এবং এক স্থানীয় বাসিন্দা রয়েছেন। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দোয়ারার বাবাগুন্ড এলাকার ঘটনা। সেনা সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে শুক্রবার খবর আসে। সেই মতো অভিযানে নামে রাজ্য পুলিশের এসওজি, সিআরপি-র ৯২ নম্বর ব্যাটেলিয়ন এবং সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী। হান্দোয়ারার বাবাগুন্ডে ওই বাড়ির কাছে পৌঁছলে, তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলি বিনিময় চলাকালীন দুই জঙ্গির মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সেই মতো দেহ উদ্ধারে এগোয় নিরাপত্তা বাহিনী। তাতেই বিপত্তি বাধে। মাটিতে পড়ে থাকা দুই জঙ্গির মধ্যে একজন আচমকা উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে জখম হন জওয়ানরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়। যৌথ

২৫ মিটার পেরোতে ৪০০ টাকা!

Image
এন আর এস হাসপাতাল থেকে এই পথটুকু পেরোতেই মোটা টাকা খরচ করতে হয় রোগীর পরিবারকে।  রাস্তার এ পার-ও পার। ব্যবধান ২৫ মিটার। আর দূরত্ব পেরোনোর খরচ ৪০০ টাকা! পুলিশ-প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এ ভাবেই চলছে। রাস্তার এক পারে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। অন্য পারে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ, মাঝের এই দূরত্বই এখন রোগীদের পরিবারের কাছে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জরুরি চিকিৎসায় হাসপাতালে আসা রোগীর পরিবার উপায় না দেখে অনেক সময়ই মোটা টাকা গচ্চা দেওয়ার এই ব্যবস্থা মেনে নেন। যে ভাবে মেনে নিয়েছেন বাদুড়িয়ার বাসিন্দা মাকসুনা বিবির পরিবার। হাসপাতালের জরুরি বিভাগের সামনে মাটিতে স্ট্রেচারে শোয়ানো মাকসুনা তখন যন্ত্রণায় চিৎকার করছেন। বাসের চাকায় পিষ্ট হওয়া তাঁর ডান পা থেকে অঝোরে রক্ত ঝরছে। রক্ত ঢাকতে কোনও মতে পায়ে খবরের কাগজ জড়াচ্ছেন পরিজনেরা। মুহূর্তে ভিজে যাচ্ছে সেই কাগজ। মাকসুনার কাছে এক জন পরিচিতকে রেখে পরিবারের অন্যেরা তখন অ্যাম্বুল্যান্সের জন্য হাসপাতাল চত্বরে ছুটে বেড়াচ্ছেন। রোগীর গন্তব্য রাস্তার উল্টো দিকের ডায়াগনস্টিক সেন্টার। কারণ হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা করতে ল

দেশে ফিরে কোন কোন পরীক্ষার সম্মুখীন হতে পারেন অভিনন্দন

Image
অভিনন্দন বর্তমান প্রায় আটচল্লিশ ঘণ্টা পর দেশে ফিরতে চলেছেন বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান। সেই উপলক্ষে উত্সবের আবহ দেশজুড়ে। অভিনন্দনকে স্বাগত জানাতে ওয়াঘা সীমান্তে ভিড় জমিয়েছেন জনে জনে মানুষ। কিন্তু দেশে ফিরেই কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি?  সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।   বিশেষজ্ঞদের দাবি, অসীম সাহসের পরিচয় দিয়েছেন অভিনন্দন বর্তমান। ১৯৭০ সালে তৈরি পুরনো মিগ-২১ নিয়ে অত্যাধুনিক পাক যুদ্ধবিমান এফ-১৬কে তাড়া করে সে দেশে ঢুকে পড়েন তিনি। এর জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য তাঁর। কিন্তু শত্রুদেশের হেফাজত থেকে ফিরেছেন, দফায় দফায় জেরার মধ্য দিয়ে যেতেই হবে তাঁকে। বায়ুসেনার পক্ষ থেকে যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। তবে অভিনন্দন কোন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, বায়ুসেনা আধিকারিকদের কাছ থেকে তার ইঙ্গিত মিলেছে— ওয়াঘা সীমান্ত থেকেই বাড়ি ফিরতে পারবেন না অভিনন্দন। বরং সেখান থেকে সরাসরি বায়ুসেনার গোয়েন্দাদের কাছে নিয়ে যাওয়া হবে তাঁকে। বেশ কিছু ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অভিনন্দনকে। দেখা হবে তিনি ফিট কিনা। বন্দিদের শরীরে অনেকসময় মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয়, যার

এবার ভোটে প্রার্থী হতে ৫ বছরের IT রিটার্ন জমা বাধ্যতামূলক

Image
এবার থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের বিগত ৫ বছরের আয়ের হিসেব জমা দিতে হবে। নির্বাচন কমিশনের সুপারিশ মেনে এমনই নিয়ম চালু করল কেন্দ্র। আগামী লোকসভা নির্বাচন থেকেই নয়া নির্দেশিকা কার্যকর হতে চলেছে। এতদিন প্রার্থীদের কমিশনের কাছে দাখিল সম্পত্তির হলফনামায় ১ বছরের আয়কর রিটার্ন দাখিলের তথ্য উল্লেখ করতে হত। আগামী লোকসভা ভোটে এই নিয়মে বড় রদবদল ঘটাল কেন্দ্র। এ জন্য নির্বাচন পরিচালনা (সংশধোনী) বিধি, ২০১৯ এনেছে কেন্দ্র। নয়া বিধি অনুসারে, প্রার্থীদের বিগত ৫ বছরের সম্পত্তির হিসেব পেশ করতে হবে। এ ক্ষেত্রে ৫ বছরের আইটি রিটার্নের তথ্য কমিশনকে জানাতে হবে প্রার্থীদের। নয়া বিধিতে প্রার্থীদের স্বামী/স্ত্রী, হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্য এবং ডিপেন্ডেন্টদের আয়ের তথ্যও জমা দিতে হবে কমিশনের কাছে।

‌থামছেই না পাকিস্তান!‌ ফের সংঘর্ষে শহিদ চার, মৃত এক নাগরিক, খতম জঙ্গিও

Image
উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভারতে ফেরা নিয়ে টানটান উত্তেজনার মধ্যেই ফের সেনা–জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু–কাশ্মীর। সংঘর্ষে শহিদ হয়েছেন নিরাপত্তাবাহিনীর সিআরপিএফ–এর ইন্সপেক্টর সহ মোট চারজন। নিকেশ হয়েছে এক জঙ্গি। জখম হয়েছেন আটজন জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে কুপওয়ারা জেলার হান্দোয়ারায়। সংঘর্ষের পর বিক্ষোভের সময় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক তরুণের। হান্দোয়ারার লাঙ্গেট এলাকার বাবাগুন্ড গ্রামের একটি বাড়িতে কয়েকজন জঙ্গির আত্মগোপন করে থাকার খবর বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপর শুক্রবার ভোরে সেনার ২২ রাষ্ট্রীয় রাইফেলস্‌, সিআরপিএফ–এর ৯২ ব্যাটেলিয়ন এবং রাজ্যপুলিসের এসওজি হান্দোয়ারা অভিযান চালায়। বাহিনীকে এগতে দেখে জঙ্গিরা গুলি চালালে বাহিনী পাল্টা জবাব দেয়। শুরু হয় সংঘর্ষ। সূত্রের খবর, জঙ্গিরা খতম হয়েছে মনে করে বাহিনী এগিয়ে যেতেই মৃতের ভান করে পড়ে থাকা এক জঙ্গি আচমকা উঠে গুলি চালাতে শুরু করে। হঠাৎ গুলিবর্ষণে হকচকিয়ে যায় বাহিনী। মৃত্যু হয় সিআরপিএফ–এর ইন্সপেক্টর এবং এক কনস্টেবল, এসওজি–র দুই কর্মীর। সিআরপিএফ–এর কর্মী পিন্টু এবং এসওজি–র কর্মী নাসির আহমেদের শনাক্তকরণ হয়

ট্যুইটারে পাকিস্তানকে ভালো এডিটিং সফটওয়ার কেনার পরামর্শ ভারতীয়দের

Image
নয়াদিল্লি: অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়ে পাকিস্তান নিজেকে শান্তির দূত প্রমাণ করতে চেয়েছে৷ কিন্তু সেই চেষ্টা মাঠে মারা গেল একটি মাত্র ভুলে৷ অভিনন্দনকে নিয়ে পাকিস্তান অন্তিম ভিডিও প্রকাশ্যে আনে৷ সেই ভিডিওতে উইং কমান্ডারকে ভারতের মিডিয়াকে ফুলিয়ে ফাঁপিয়ে খবর দেখানোর জন্য দোষারোপ করতে শোনা গিয়েছে৷ অভিযোগ, অভিনন্দনের কাছ থেকে জোর করে সেই কথা বার করিয়ে নিয়েছে পাক সেনা৷ যদিও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ যে বীর কমান্ডার পাক সেনার সামনে নিজের নাম পরিচয় জানানো ছাড়া আর কোনও বিষয়ে মুখ পর্যন্ত খোলেননি তাঁকে জোর করে ভয় দেখিয়ে ভারতের মিডিয়ার বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করিয়ে নিয়েছে পাকিস্তান এই যুক্তি অনেকের ঢোপে টেকেনি৷ পাশাপাশি ভিডিওতে ২০টি কাট রয়েছে৷ যা নিয়ে মস্করা করতে ছাড়েননি ভারতীয়রা৷ ট্যুইটারে পাকিস্তানকে ভালো এডিটিং সফটওয়ার কেনার পরামর্শ দিয়েছেন তারা৷ তাই এই ভিডিও শেয়ার না করার আবেদনে অনেকে ট্যুইট করেন৷ ভিডিওর শুরুতে অভিনন্দনকে বলতে দেখা যায়, 'আমার বিমানকে গুলি করে নামানো হয়েছিল৷ তারপর আমি প্যারাশুটে করে নিচে নামি৷ স্থানীয় জনতা আমার দিকে ছুটে আ

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটকে ভারতীয় মনে করে পিটিয়ে খুন

Image
ইসলামাবাদ: নিজের দেশের মানুষদের হাতে গণধোলাই খেয়ে মরতে হল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটকে৷ শাহাজউদ্দিন নামে ওই পাক উইং কমান্ডারকে ভুলবশত ভারতীয় মনে করেন পাকিস্তানিরা৷ কোনও কিছু বোঝার আগে শাহাজউদ্দিনকে গণধোলাই দিতে শুরু করেন৷ পরে তাদের ভুল ভাঙে৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান পাক বায়ুসেনার এই উইং কমান্ডার৷ এমনই দাবি করা হয়েছে বেশ কিছু মিডিয়ায়৷ ফার্স্টপোস্ট জানিয়েছে, ভারতের আকাশসীমা উলঙ্ঘন করে দেশে ফিরে যাচ্ছিল পাক এফ-১৬ যুদ্ধবিমানগুলি৷ তারই একটি বিমানের ককপিটে ছিলেন শাহাজউদ্দিন৷ সেই সময় মিগ-২১ এ করে পাক যুদ্ধবিমানকে ধাওয়া করেন ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ শাহাজউদ্দিনের বিমানটিকে গুলি করে মাটিতে নামানোর চেষ্টা করেন৷ পরে অভিনন্দনের বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় তাঁকে পাকিস্তানের মাটিতে অবতরণ করতে হয়৷ সেই সময় তিনি ধরা পড়ে যান পাক সেনার হাতে৷ অন্যদিকে গুলি খেয়ে এফ-১৬ যুদ্ধবিমানের ক্ষতি হওয়া স্বত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীরের একটি গ্রামে বিমানটিকে নিরাপদভাবে মাটিতে অবতরণ করান শাহাজউদ্দিন৷ এরপর বিমান থেকে বেরিয

সরষের মধ্যেই ভূত! ২৫ লক্ষ টাকার জালিয়াতিতে এবার ধৃত ব্যাংককর্মী

Image
এটিএমের কার্ড ক্লোনিংয়ের পর এবার ব্যাংক জালিয়াতির নতুন ও অভিনব পদ্ধতি চেক ক্লোনিং। তাও আবার ভূত বেরিয়ে পড়ল সরষের মধ্যেই। চেক ক্লোনিং করে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার করা হল হুগলির শিয়াখালার ব্যাংককর্মী সুনীত রায়কে। শুক্রবার লালবাজারের গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই ব্যাংককর্মী-সহ ৩ জালিয়াতকে গ্রেপ্তার করে রাজ্যে বিভিন্ন এলাকা থেকে। এদিনই আদালতে হাজির করা হলে বিচারক আগামী ১২ মার্চ পর্যন্ত ধৃতদের গোয়েন্দা হেফাজতে রাখার নির্দেশ দেন। এটিএম কার্ড ক্লোন করে স্কিমারের মাধ্যমে ব্যাংক জালিয়াতির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এই শহর ও শহরতলিতে ঘটেছে এইরকম একাধিক ঘটনা। যেখানে জড়িয়ে পড়েছে রোমানীয় ও নাইজেরীয় ব্যাংক জালিয়াতরাও। দিল্লিতে হানা দিয়েও এই বিদেশিদের গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এসেছিলেন লালবাজারের গোয়েন্দারা। এটিএম কার্ড ক্লোনিংয়ের পর এবার চেক ক্লোনিংয়ের ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা। নিজের স্ত্রীর সঙ্গে গুয়াহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট রয়েছে অনিল চন্দ্র গোস্বামী নামে এক ব্যক্তির।

পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসারের মৃত্যু, কেস ডায়েরি তলব হাই কোর্টের

Image
পঞ্চায়েত ভোটের সময়ে রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মৃত্যুর ঘটনায় কেস ডায়েরি ও সিডি চাইল কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ৭ মার্চ। এ রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট হয়েছিল গত বছরের মে মাসে। উত্তর দিনাজপুরের ইটাহারের বানবোল প্রাথমিক স্কুলের বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন রাজকুমার রায়। পঞ্চায়েতে ভোটের দিনে সন্ধ্যায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। ঘটনার দিন পরের দিন রায়গঞ্জে স্টেশনে কাছে রেললাইন থেকে ওই প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার শোরগোল পড়েছিল রাজ্যে। বিরোধীরা অভিযোগ করেছিল যে, ভোটগ্রহণ চলাকালীন বারবারই রাজকুমার রায়ের কাছে হুমকি ফোন আসছিল। ফোনে তাঁকে বুথ থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছিল। কিন্তু নিজের কর্তব্যে অবিচল ছিলেন ওই স্কুল শিক্ষক। ভোটপর্ব মেটার পর যখন ব্যালট ও নথি জমা দিতে যাচ্ছিলেন, তখনই রাজকুমার রায়কে অপহরণ করে খুন করেছে দুষ্কৃতীরা। ছেলের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন রাকুমার রায়ের মা অন্নদাদেবী। সেই মামলার শুনানিতেই শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, ১৪ মে পঞ্চায়েত ভোটের সন্ধ্যায় রাজকুমা

অভিনন্দনকে হস্তান্তরে দেরি! কারণ এল প্রকাশ্যে

Image
কেন বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানকে হস্তান্তরে দেরি হল, তার কারণ এল প্রকাশ্যে। জানা গিয়েছে, পাকিস্তান অভিনন্দনকে নিয়ে ভিডিও তৈরি করছিল। ভিডিও তৈরির জন্যই হস্তান্তরে দেরি বলে জানা গিয়েছে। প্রথমের দিকে জানা গিয়েছিল শুক্রবার দুপুরে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে হস্তান্তর করা হবে। কিন্তু তা বিকেল গড়িয়ে হয়ে যায় সন্ধে। প্রায় ঘন্টা তিনেক দেরি হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ভিডিও-তে রয়েছে ৪০ টি কাট। বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছিল কেন অভিনন্দনকে হস্তান্তরে দেরি হল। পরে সূত্র মারফত জানা যায় পাকিস্তান অভিনন্দনকে নিয়ে ভিডিও তৈরি করছিল। সেই জন্যই হস্তান্তরে দেরি হয়ে যায়। এদিন ভারতের বীর সেনা অভিনন্দন বর্তমান ঘরে ফেরার পর টুইট বার্তায় স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানিয়ে মোদী লেখেন- 'ওয়েলকাম হোম উইং কম্যান্ডার। তোমার বীরত্ব ও সাহস গোটা দেশকে গর্বিত করেছে। ১৩০ কোটির গর্ব ভারতীয় সেনা। বন্দেমাতরম।'

ভারতের মাটিতে পা রেখে মুখ খুললেন অভিনন্দন, দিলেন প্রথম প্রতিক্রিয়া

Image
অপেক্ষার অবসান হয়েছে শুক্রবার রাতে। দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আর ভারতের মাটিতে পা রেখেই দিয়েছেন তাঁর প্রথম প্রতিক্রিয়া। গত বুধবার ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়েছিলেন বায়ুসেনার ওই উইং কমান্ডার। পাক-যুদ্ধবিমানকে ভাঙতে পারলেও তাঁর মিগ-২১টি ভেঙে পড়ে। শেষমুহূর্তে প্যারাশ্যুটে ঝাঁপ দেওয়ায় প্রাণে বাঁচেন তিনি। কিন্তু পাকিস্তানি সেনার হাতে আটকে পড়েন। তার পর পাক সেনার হেফাজতে থাকা অবস্থায় তাঁর একাধিক ভিডিয়ো সামনে এসেছে। এর মধ্যে শুক্রবার রাতে জেনেভা কনভেনশন অনুযায়ী অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। তাই দিনতিনেক ইমরান খানের দেশে কেমন ছিলেন তিনি, সেটাই জানার অপেক্ষায় রয়েছে আসমুদ্রচলহিমাচল। তিনি এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রেখে কথা বলেছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে। সেই আধিকারিকদের মধ্যে একজন জানিয়েছেন ভারতের মাটিতে পা রাখার পর কী ছিল অভিনন্দনের প্রথম প্রতিক্রিয়া। ওই আধিকারিকের দাবি, অভিনন্দন ভারতের মাটিতে পা রেখে বলেন, ''নি

শেষ বেলা পর্যন্ত পাঞ্জা কষা চলল দু’দেশের মধ্যে

Image
অভিনন্দন বর্তমানকে কেন্দ্র করে নিজের দেশ ও আন্তর্জাতিক মহলের সামনে কে কী ভাবে বার্তা দিতে পারে, তা নিয়ে শেষ বেলা পর্যন্ত পাঞ্জা কষা চলল দু'দেশের সরকারের মধ্যে। ছবি: সংগৃহীত। দেশের সংসদে ইমরান খানের ঘোষণা মতোই বায়ুসেনার অফিসার অভিনন্দন বর্তমানকে শুক্রবার রাতে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। আর এই ঘটনাকে কাজে লাগিয়ে নিজের দেশ ও আন্তর্জাতিক মহলের সামনে কে কী ভাবে বার্তা দিতে পারে, তা নিয়ে শেষ বেলা পর্যন্ত পাঞ্জা কষা চলল দু'দেশের সরকারের মধ্যে।  পাক প্রধানমন্ত্রী ইমরান খান গত কাল সে দেশের সংসদে আচমকাই ঘোষণা করেন, তাঁদের হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দনকে  শুক্রবার ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণায় বেশ চাপে পড়ে যায় দিল্লি। আটক বায়ুসেনা অফিসারকে ঢাকঢোল পিটিয়ে দেশে ফিরিয়ে ইমরান গোটা দুনিয়ার সামনে নায়ক হয়ে উঠবেন, এটা কোনও ভাবেই চায়নি নয়াদিল্লি। এই অবস্থায় মোদী সরকার প্রস্তাব দেয়, অভিনন্দনকে দেশে ফেরাতে বায়ুসেনার একটি বিশেষ বিমান পাকিস্তানে যাবে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়ে পাকিস্তান জানায়, ওয়াঘা-অটারী সীমান্ত দিয়েই ভারতের হাতে তুলে দেওয়া হবে বায়ুসেনার অফিসারক

ডান চোখে আঘাতের চিহ্ন, দেশের মাটিতে পা দৃপ্ত অভিনন্দনের

Image
ভারতের মাটিতে পা দেওয়ার আগে ওয়াঘা সীমান্তে বায়ুসেনা কমান্ডার অভিনন্দন বর্তমান। দুপুর থেকেই টিভির পর্দায় ওয়াঘা-অটারী সীমান্তের দিকে চোখ রেখে বসে ছিল গোটা দেশ। এই বুঝি দেখা গেল তাঁকে।  বেলা তিনটে... সাড়ে তিনটে... চারটে... ছ'টা... আটটা... ন'টা। নানা সূত্র মারফত এক-একটা সময় জানা যাচ্ছে, আর তা পেরিয়েও যাচ্ছে। পিছোচ্ছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তন। ধৈর্যের বাঁধ যখন ভাঙতে বসেছে, তখন সীমান্তের গেটের ও-পারে দেখা গেল তাঁকে।  রাত ৯টা ২১। পরনে যুদ্ধবিমানের পাইলটের পোশাক নয়। ট্রাউজার্স, সাদা শার্টের উপরে নতুন ব্লেজার। ধীর পায়ে হেঁটে আসছেন ভারতের মাটির দিকে। সামনে আগ্নেয়াস্ত্র হাতে পাকিস্তানি বাহিনীর দুই জওয়ান। ডান চোখে আঘাতের চিহ্ন। কিন্তু টানটান চেহারা দেখে বোঝার উপায় নেই, গত বুধবার থেকেই তিনি পাকিস্তানি সেনার হাতে বন্দি। মুখের রেখা দেখেও বোঝার উপায় নেই, তাঁর যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল পাকিস্তান। বিমান ভেঙে পড়ার আগে তাঁকে প্যারাসুটে লাফ দিতে হয়েছিল। একটা মাত্র পিস্তল সম্বল করে নেমে পড়তে হয়েছিল পাকিস্তানের এলাকায়। সীমান্তে সঙ্গী পাকিস্তানে ভারতের এয়ার অ্যাটাশে গ্রুপ ক্

ক্ষতিপূরণ যেন হাতছাড়া না হয়, স্বামীর মৃত্যু শোকের মধ্যেই দেওরকে বিয়েতে চাপ শ্বশুরবাড়ির!

Image
নিহত জওয়ান এইচ গুরুর স্ত্রী কলাবতী।  দু'সপ্তাহ হয়েছে সবে। স্বামীর মৃত্যুর শোক এখনও সামলে উঠতে পারেননি তরুণী। অভিযোগ, এর মধ্যেই পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত জওয়ান এইচ গুরুর স্ত্রী কলাবতীকে চাপ দেওয়া হচ্ছে দেওরকে বিয়ের জন্য। পুলিশের দ্বারস্থ হয়েছেন ২০ বছরের তরুণী। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপি জওয়ানের মৃত্যু হয়। নিহতের মধ্যে ছিলেন ৩৩ বছর বয়সি গুরুও। মাত্র দশ মাস আগে কলাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। দিন দশেক বাড়িতে ছুটি কাটানোর পরে ১৪ ফেব্রুয়ারিই কাজে যোগ দিয়েছিলেন গুরু। তার পরেই আসে ওই খবর। কলাবতীর সমবয়সি গুরুর ভাই।  পুলিশের কাছে তরুণী জানিয়েছেন, স্বামীর মৃত্যুতে পাওয়া ক্ষতিপূরণ যাতে বাড়ির বাইরে না যায়, তার জন্য শ্বশুরবাড়ির সকলে দেওরের সঙ্গে তাঁর বিয়ে দিতে উঠেপড়ে লেগেছেন। বাধ্য হয়ে বুধবার কর্নাটকের মান্ড্য থানায় যান কলাবতী। পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত জওয়ানদের সাহায্য করতে এগিয়ে এসেছে একাধিক সংগঠন। গুরুর পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সেই সঙ্গে কলাবতীকে সরকারি চাকরি। এ ছাড়াও একটি তথ্যপ্রযুক্