Posts

Showing posts from May 23, 2018

তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের দাম

Image
নয়াদিল্লি: একদিকে তেলের দাম বাড়ছে হু হু করে। ৭০ পার করেছে পেট্রোল-ডিজেল। এরই মধ্যে আরও একটা দুঃসংবাদ। দাম বাড়ছে বিদ্যুতেরও। মঙ্গলবার বিদ্যুতের দাম বেড়ে হয়েছে ৬.২০ টাকা প্রতি ইউনিট। বছর দুয়েক পর এতটা বাড়ল বিদ্যুতের দাম। এই বর্ধিত মূল্য দেশের বেশ কয়েকটি রাজ্যে কার্যকর হবে বলে জানা গিয়েছে। ২০১৬-তে ৬টাকা পেরিয়েছিল বিদ্যুতের দাম। সপ্তাহ খানেক আগেও ইউনিট প্রতি ৪টাকা ছিল বিদ্যুতের দাম। সাতদিনে একধাক্কায় ২টাকা দাম বেড়ে হয়েছে ৬টাকা ২০ পয়সা। উত্তরের রাজ্যগুলিতে বিদ্যুতের দাম আরও বেশি। উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পঞ্জাবের মত রাজ্যগুলোতে দাম বেড়ে হয়েছে প্রায় ৮টাকা প্রতি ইউনিট। যদিও বিশেষজ্ঞদের মতে বর্ধিত দাম বেশিদিন থাকবে না। রাজ্যের পাওয়ার রেগুলেটরের উপর নির্ভর করবে যে, এই বর্ধিত মূল্যের প্রভাব সাধারণ মানুষের ইলেকট্রিক বিলে পড়বে কী না। তারাই ঠিক করবে যে বর্ধিত মূল্যের কতটা সাধারণের ঘাড়ে চাপানো হবে। অন্যদিকে, তেলের দামও গত ১০ দিন ধরে বাড়তে শুরু করেছে। অন্যদিকে ইতিমধ্যে অর্থনীতিবিদদের শঙ্কা, যেভাবে বিশ্ববাজারে দাম বাড়ছে তাতে আগামিদিনে পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। এমনকি লিট

রেলে এবার প্রায় দশ হাজার চাকরি! মাধ্যমিক, স্নাতক উত্তীর্ণদের বড় সুযোগ

Image
চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর দিল রেল। কীভাবে আবেদন করতে হবে, তাও জানানো হয়েছে রেলের তরফে। কয়েক মাস আগেই প্রায় নব্বই হাজার চাকরির বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেল। সেই পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ফের ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ। এবারে অবশ্য বিজ্ঞপ্তি- রেল পুলিশে নিয়োগের জন্য। জেনে নিন আবেদন প্রক্রিয়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮৬১৯ জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৪০৩টি পদ পুরুষদের জন্য এবং ৪২১৬টি পদ মহিলাদের জন্য।  এছাড়াও, ১১২০টি সাব-ইন্সপেক্টর পদেও নিয়োগ করা হবে। সাব-ইন্সপেক্টর পদে ৮১৯টি বরাদ্দ রয়েছে পুরুষদের জন্য এবং ৩০১টি পদ মহিলাদের। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে স্পেশ্যাল প্রোটেকশন ফোর্সের শূন্যপদ পূরণের জন্য শীঘ্রই এই নিয়োগ হবে। কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে সব মিলিয়ে মোট ৯৭৩৯টি পদে নিয়োগ করবে রেল। কনস্টেবল পদের জন্য দশম শ্রেণি পাশ হতে হবে। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্নাতকরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ২৫। এক নজরে দেখে নিন এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু জরুরি তথ্য—  • ১ জু

দমদম স্টেশনে ঢোকার আগে আর দাঁড়াবে না ট্রেন, এল নতুন প্রযুক্তি

Image
কলকাতা: ট্রেনে বসে সিগন্যালে আটকে হা-পিত্যেশ। রেলের ডেইলি প্যাসেঞ্জারদের কাছে এটা রোজকার ঘটনা। দমদম জংশনে সিগনালিং এ আটকে থেকে ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম। ভোগান্তি কমাতে কম চেষ্টা হয়নি। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি তেমন ৷ জমি না মেলায় বাতিল হয়েছিল উড়ালপুলের পরিকল্পনা। শেষ বিকল্প হিসাবে এবার এল নয়া প্রযুক্তি ৷ দমদম জংশনে বদল হচ্ছে রুট ৷ ৩ মিনিটের পরিবর্তে ট্রেন দাঁড়াবে মাত্র ৫০ সেকেন্ড। রুট রিলে ইন্টারকলিং সিস্টেমে আনা হবে বদল ৷ লোকাল থেকে এক্সপ্রেস, গাড়ির ভিড়ে রেল লাইনে ট্রাফিক জ্যাম রোজের ঘটনা ৷ রেলের দাবি, নতুন এই সিস্টেমে এই সমস্যার সমাধান হবে ৷   ট্রেন যাতায়াতে উড়ালপুলের পরিকল্পনা হয়েছিল প্রথমে ৷ এই পরিকল্পনা কার্যকরী হলে বনগাঁ শাখার আপ ও ডাউন ট্রেন উড়ালপুলের ওপর দিয়ে যেত ৷ দমদম স্টেশনে ঢোকার প্রয়োজন হত না ৷ তবে জমি না মেলায় অভাবে বাতিল হয় পরিকল্পনা ৷ নতুন এই প্রযুক্তিতে টেবল পাতা হবে লাইনের নীচে ৷ এই প্রযুক্তি কার্যকর হয়ে গেলে সর্বাধিক মাত্র ৫০ সেকেন্ড সিগল্যালে আটকাতে পারে ট্রেন ৷ রেল সূত্রে খবর, জুলাই মাস থেকেই শুরু হবে এি কাজ ৷ এখন টেন্ডার প্রক্রিয়া চলছে ৷ কাজ শুরু হলে

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ এইচডি কুমারস্বামীর, বসেছে চাঁদের হাট

বেঙ্গালুরু: অবশেষে কর্ণাটকের মসনদে বসলেন এইচডি কুমারস্বামী ৷ বহুপ্রতীক্ষিত এই হাই প্রোফাইল শপথকে ঘিরে আগেই সেজে উঠেছিল বেঙ্গালুরু ৷ কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট ৷ রাজ্যপাল ভাজুভাই ভালা কুমারস্বামী শপথ বাক্য পাঠ করিয়েছেন ৷ উপস্থিত ছিলেন মোদি বিরোধী একঝাঁক মুখ, কার্যত বলাই যায় কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র সৃষ্টি হয়েছে বিরোধীদের ঐক্যমঞ্চ ।  শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - সনিয়া গান্ধি রাহুল গান্ধি মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বহুজন সমাজ পার্টির মায়াবতী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব লালুপ্রসাদের ছেলে,   আরজেডি নেতা তেজস্বী যাদব অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও আমন্ত্রিতদের তালিকায় মোদি বিরোধী হিসেবে পরিচিত, সদ্য রাজনীতিতে আসা কমল হাসান ৷ কংগ্রেসের সঙ্গে একমঞ্চে থাকবেন না বলে মঙ্গলবারই বেঙ্গালুরু ঘুরে গিয়েছেন তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কর্ণাটকে বিজেপির মুখের গ্রাস কেড়ে নিয়েছে কংগ্রেস ও জেডিএস জোট। তাই সরকার গড়লেও

জীবাণুমুক্ত পরিবেশে বড় হওয়াই কি শিশুদের ক্যান্সারের কারণ?

Image
ক্যান্সার শুধু বয়স্ক মানুষেরই হয়, এমন ধারণা ভেঙে দিয়ে আজকাল বাচ্চাদেরও ক্যান্সারের খবর সংবাদমাধ্যমে আসছে। বিশেষ করে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার - বলা হয় প্রতি ২ হাজার শিশুর মধ্যে একজন এ ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারে। কিন্তু শিশুদের ক্যান্সারের কারণ নিয়ে সম্প্রতি এমন একটি গবেষণা রিপোর্ট বেরিয়েছে যার বক্তব্য অত্যন্ত নাটকীয়। রিপোর্টটি আধুনিক যুগের অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শিশুদের বড় হবার সাথে ক্যান্সারের এক যোগসূত্র আবিষ্কার করেছে। যুক্তরাজ্যের একজন নেতৃস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক মেল গ্রিভস বলছেন, আধুনিক যুগের 'জীবাণুমুক্ত' জীবন শিশুদের লিউকেমিয়া হবার একটি কারণ। ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের এই বিজ্ঞানী বলছেন, ৩০ বছরের তথ্য-উপাত্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে, মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার যদি শিশু বয়েসে 'যথেষ্ট পরিমানে জীবাণু মোকাবিলার অভিজ্ঞতা' না হয়, তাহলে তা দেহে ক্যান্সার তৈরি করতে পারে। একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া নামের যে ব্লাড ক্যান্সার - তা প্রধানত উন্নত এবং ধনী সমাজগুলোয় দেখা যায় - যার অর্থ হলো আধুনিক জীবনযাপনের স

ফের প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিল ভারতীয় রেল

Image
ফের কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। দক্ষিণ-পশ্চিম রেলে খুব শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে রেলের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকম বিভাগে ড্রয়িং, ডিজাইন ও এসটিমেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করেছে রেল। আগামী ১৭ জুনের মধ্যে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে। কীভাবে আবেদন জানাবেন? www.rrchubli.ইনে গিয়ে আবেদন জানাতে হবে। ওই ওয়েবসাইটেই বলে দেওয়া হয়েছে কীভাবে আবেদন জানাবেন। হ্যাঁ, অবশ্যই সমস্ত প্রক্রিয়া শেষে আবেদনটি ডাউনলোড করে একটা প্রিন্ট নিয়ে হার্ড কপি রাখুন নিজের কাছে।

ঠিক যেন জালিয়ানওয়ালা বাগ! তুতিকোরিন নিয়ে সরব বিরোধীরা

Image
তুতিকোরিনে বিক্ষোভ। দূষণ ছড়ানো কারখানা বন্ধ করে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে তুতিকোরিনে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।পাশাপাশি, কর্তৃপক্ষ ওই তামা কারখানা সম্প্রসারণের যে আর্জি জানিয়েছিলেন, বুধবার তা স্থগিত করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আন্দোলনকারীদের দাবি, তামা কারখানাটির বিরুদ্ধে দূষণের যে অভিযোগ তাঁরা করেছিলেন, তা যে ভুল নয় সেটা আদালতের রায়ের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল। তামিলনাড়ুতে বেদান্ত গোষ্ঠীর ইউনিট স্টারলারলাইট-এর ওই কারখানাটির বিরুদ্ধে দূষণের অভিযোগ নতুন নয়। তুতিকোরিনের বাসিন্দাদের দাবি, স্টারলাইটের জন্য এলাকার মাটি, বাতাস ও ভূগর্ভের জল বিষিয়ে গিয়েছে। ছড়িয়ে পড়ছে ক্যানসার, হৃদরোগ, চর্মরোগ, শ্বাসকষ্টের মতো হরেক সমস্যা। কিন্তু, এর পরেও উৎপাদন বৃদ্ধির জন্য স্টারলাইট নতুন করে কারখানা সম্প্রসারণের চেষ্টা করলেশুরু হয়েছিল আন্দোলন। মঙ্গলবার সেই আন্দোলনের ১০০ দিনের মাথায় এলাকার বাসিন্দারা কারখানার সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ দিন নতুন যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে তামিলনাড়ুর পুলিশকে। ভি

৩২ দিনে রেজাল্ট বের করে রেকর্ড, আবার এপ্রিলেই জয়েন্ট

Image
প্রকাশিত হল এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল। রাজ্যে জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হলেন অভিনন্দন বসু, সাউথ পয়েন্টের ছাত্র। দ্বিতীয় হয়েছেন দেদীপ্য রায়। দেদীপ্য হরিয়ানা বিদ্যামন্দিরের ছাত্র। তৃতীয় হয়েছেন অর্চিষ্মান সাহা, ডিপিএস রুবি পার্কের ছাত্র।  চতুর্থ স্থানে রয়েছেন শুভম আগরওয়াল, সেন্ট টমাস বয়েজ স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন এপিজে স্কুলের ছাত্র দেবজ্যোতি কর। ষষ্ঠ স্থানে রয়েছে শ্রী শ্রী অ্যাকাডেমির ছাত্র নামান বিয়ানি। সপ্তম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র ঋত্বিক গঙ্গোপাধ্যায়। অষ্টম স্থানে অ্যাডামাস ইন্টারন্যাশনালের ছাত্র রণজয় মেদিয়া, নবম স্থানে রাঁচির সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র অভিষেক শ্রীবাস্তব এবং দশম স্থানে বিশাখাপত্তনমের FIITJEE-র ছাত্রী আয়ুষী বিদ্যান্ত।  এ বছর জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৫ হাজার ৯৭৪ জন ছাত্র-ছাত্রী। ইঞ্জিনিয়ারিংয়ে কৃতকার্য হয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১ জন। ফার্মেসি-তে কৃতকার্যের সংখ্যা ১০৪৬৩০। পরীক্ষায় বোর্ড অবজার্ভার ছিলেন ৪২৩ জন। পরের বছরের পরীক্ষার জন্য ২০১৮-র ডিসেম্বরে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং ২০১৯-এর ২১ এপ্রিলে হবে পরীক্ষা। জয়েন্টে কৃতীদের

চুর-চুর হো যায়েগা...কর্নাটকের ‘ঐক্যমঞ্চ’ থেকে হুঁশিয়ারি মমতার

Image
বেঙ্গালুরুতে কুমারস্বামীর শপথ অনুষ্ঠানের আগে বৈঠক মমতা ও নাইডুর।   কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে এইচ ডি কুমারস্বামীর শপথ অনুষ্ঠানের মূল সুরটা যেন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি বৈঠক করেন। দু'জনের মধ্যে যে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা হয়েছে, তা মমতার কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। চন্দ্রবাবুকে পাশে নিয়ে তিনি বলেন, ''হম সে যো টকরায়েগা, চুর-চুর হো যায়েগা। এ কী শুধুমাত্র কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান? নাকি শপথকে সামনে রেখে বিজেপি-বিরোধী জোটকে দাঁড় করানোর মরিয়া চেষ্টা? বুধবার কর্নাটক বিধানসভা ভবনে যখন 'নিরপেক্ষ ভাবে' মুখ্যমন্ত্রী পদের কার্যভার পালনের অঙ্গীকার করবেন এইচ ডি কুমারস্বামী, সেই সময় অতিথিদের আসনে দেখা যাবে দেশের ডাকসাইটে সব বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের। রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল, চন্দ্রবাবু নাইডু, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং আরও কত মুখ। ইয়েদুরাপ্পা শপথ নিয়েছিলেন গত সপ্তাহের বৃহস্পতিবার। এক সপ্তাহের মধ্যে দু'জন মুখ্যমন্ত্রীকে শপথ নিতে আগে যেমন কখনও দেখেনি কর্নাটক

মায়ের সামনে ছোট ভাইকে খুন করল দুই দাদা

Image
দক্ষিণ ২৪ পরগনা: সম্পত্তির লোভে শরিকি কোন্দল নতুন কিছু নয়। কিন্তু এবারের ঘটনার নৃশংসতা ছাড়িয়ে গেল সবকিছুকে। মায়ের চোখের সামনেই দাদাদের হাতে খুন হতে হল ছোট ভাইকে। বাড়ি এবং জমি লিখে দিতে রাজি না হওয়ায় বাড়ির মধ্যেই ছোট ভাইকে কুপিয়ে মেরে ফেলল দুই দাদা। ঘটনাটি মগরাহাটের শালকিয়া মুন্সিপাড়ার। স্থানীয় সুত্রের খবর দীর্ঘদিন ধরেই মুন্সি পরিবারে জমি-জায়গা নিয়ে বিবাদ চলছিল চার ভাইয়ের মধ্যে। বাবা মারা যাওয়ার পর আলাদাই থাকত চার ভাই। বিবাহিত তিন ভাই স্ত্রীকে নিয়ে থাকত নিজেদের মতো। সম্পত্তির ভাগও নিজেদের মতো করেই বুঝে নিয়েছিল তাঁরা। ছোট ভাই কাজল মুন্সি থাকতেন মাকে নিয়ে। বিধবা মায়ের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন তিনিই। কিন্তু মাঝে মাঝেই বড় ভাইদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তেন কাজল। অভিযোগ, মায়ের সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিত দাদারা। যার জেরে মাঝে মাঝেই বাঁধত বচসা। গতকাল সেই বিবাদ চরমে ওঠে। গভীর রাতে নিয়ে ভাইয়ের উপর চড়াও হয় দুই দাদা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাজল মুন্সির। কাজলের মা রহিমা মুন্সি জানিয়েছেন, মাঝে মাঝেই ছোট ছেলেকে বাড়ি ছেড

এক মাসের শিশুর গলায় বটির কোপ! মেয়ে হওয়ার কারণেই খুন?

Image
কেতুগ্রাম থেকে উদ্ধার হওয়া শিশুটির দেহ। গলার কাছ থেকে মাথাটা প্রায় আলাদা হয়ে গিয়েছে। নিথর দেহে আলগা ভাবে লেগে থাকা ছোট্ট মাথাটা হেলে রয়েছে ডান দিকে। মা বলছেন, দোলনা থেকে নীচে বঁটির উপর পড়ে মেয়ের গলা কেটে গিয়েছে। কিন্তু পাড়া প্রতিবেশীদের একটা অংশের অভিযোগ, মেয়ে হওয়ার কারণেই তার গলা কেটে খুন করেছে বাবা-মা। বর্ধমানের কেতুগ্রামের আরনায় মাসখানেকের একটি শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ গোটাটাই তদন্ত করে দেখছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল পাঁচটা নাগাদ মেয়েকে দুধ খাইয়ে শৌচাগারে গিয়েছিলেন মা রিজিয়া বিবি। ২৯ দিনের শিশুটি তখন দোলনায় শুয়ে ছিল। কিন্তু, তিনি ফিরে এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে চার পাশ। মেয়ের গলা কাটা। এর পরেই পাড়াপ্রতিবেশীদের ডেকে ঘটনার কথা জানান। কিন্তু সেই প্রতিবেশীদের অভিযোগ, মেয়েকে খুন করেছে বাবা-মা। মেয়ে হওয়ার কারণেই ওই শিশুটিকে খুন হতে হয়েছে বলে তাদের দাবি। খুন নাকি অস্বাভাবিক মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। কেতুগ্রামের আরনায় মা, স্ত্রী এবং এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন আফাজ শেখ। স্ত্রী রিজিয়ার বয়স প্রায় ২৩। ছেলের বয়স

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে বিষক্রিয়া? অসুস্থ অন্তত ৩০

Image
খাবারে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে চলন্ত ট্রেণেই অসুস্থ হয়ে পড়লেন শতাব্দী এক্সপ্রেসের প্রায় তিরিশ জন যাত্রী। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে পুরি স্টেশন থেকে রওনা হয় পুরি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এদিনেক ট্রেনে মোট যাত্রীর সংখ্যা ৪৭৫ জন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে সকালের প্রাতঃরাশের আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ব্রেকফাস্টের পরই কয়েকজন যাত্রী বমি করা শুরু করেন। এরপর আরও কয়েকজন একই রকম শারীরিক অস্বস্তির অভিযোগ করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ যাত্রীর সংখ্যাও লাফিয়ে বাড়তে থাকে। প্রত্যেকেরই একই উপসর্গ। বমি, পেটে অস্বস্তি সঙ্গে মাথা ব্যাথা। 'চায়ে পে কব্জা'ই কি লক্ষ্য অমিতের তখনই যাত্রীরা সন্দেহ করেন রেলের দেওয়া খাবার থেকেই গোলমাল। সঙ্গে সঙ্গে কোচ অ্যাটেনডেন্ট এবং টিকেট চেকারদের জানান যাত্রীরা। তাঁরাই যোগাযেোগ করেন খড়গপুরে রেলের আধিকারিকদের। ততক্ষনে যাত্রীদের অনেকেই আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অবস্থা দেখে খড়গপুর স্টেশনেই অসুস্থ যাত্রীদের নামিয়ে রেল হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রেন খড়গপুর পৌঁছতেই রেলের চিকিৎসকরা যাত্রীদের চিকিৎসা শুরু করেন। যাঁদের অবস্থার অবনতি হয়

রোহিঙ্গা জঙ্গিদের ভয়ঙ্কর হত্যালীলায় ৫৩জন হিন্দুকে খুন করা হয়েছিল

Image
লন্ডন: রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এল। ২০১৭ তে এক ভয়াবহ হত্যালীলা চালিয়েছিল রোহিঙ্গা জঙ্গিরা। সম্প্রতি এমনই রিপোর্ট দিয়েছে ব্রিটিশ সংস্থা Amnesty International. গত বছরের ২৫ অগাস্ট সেই ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রোহিঙ্গাদের সেই হত্যালীলায় মৃত্যু হয়েছিল ৫৩ জন হিন্দুর। আর ওই একই দিনে রোহিঙ্গারা হানা দিয়েছিল পুলিশ পোস্টে। আর তার জেরেই মায়ানমার সেনা জবাব দেয় রোহিঙ্গাদের। তাদের কার্যত বহিষ্কার করা হয় মায়ানমার থেকে। রাষ্ট্রসংঘ বলছে, মায়ানমার সেনা বহু রোহিঙ্গাকে হত্যা করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে ঠিকই। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। রাখাইনে উত্তরে হিন্দুদের হত্যা করার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সেই রাখাইনেই গত বছরের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমকে গণকবর দেখাতে নিয়ে গিয়েছিল মায়ানমারের সেনা। যদিও সেই ঘটনার সময় 'আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি' নামে ওই জঙ্গি সংগঠন ঘটনার দায় অস্বীকার করে। সম্প্রতি নতুন করে রিপোর্ট দিয়েছে Amnesty International. তারা নিশ্চিত করেছে যে মায়ানমারের খা মাউং সেক গ্রামে ৫৩ জন হিন্দুকে খুন করা হয়েছে। এদের মধ্যে ব

'ভূত' সেজে রাতে ছাত্রীদের শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুলের ওয়ার্ডেন

Image
মীরাট: ভূতের ছদ্মবেশে রাতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উত্তরপ্রদেশের একটি স্কুলের ওয়ার্ডেনের বিরুদ্ধে। মীরাটের কস্তুরবা গাঁধী বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, ওয়ার্ডেন রাতে রহস্যজনকভাবে ঘোরাফেরা করেন এবং তাঁদের অশ্লীলভাবে স্পর্শ করেন। ওই ওয়ার্ডেনের বিরুদ্ধে ছাত্রীরা জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয়েছে। তারা এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও ওয়ার্ডেন পুনম ভারতী ওই অভিযোগ অস্বীকার করে এ ব্যাপারে তদন্ত দাবি করেছেন। ভারতী বলেছেন, আমি কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলেছি। এতে এমনিতেই আসল ঘটনা জানা যাবে। মীরাটের মৌলিক শিক্ষা আধিকারিক সুরেন্দ্র কুমার জানিয়েছেন, স্কুলের জেলা কোঅর্ডিনেটর এবং ব্লক শিক্ষা আধিকারিক অভিযোগের তদন্ত করবেন।

বামেদের হয়ে প্রচার করায় মহিলার ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Image
বামেদের হয়ে প্রচার করায় মহিলা সিপিএম কর্মীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনার কথা জানালে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার দক্ষিণ পূর্বচক গ্রামের ঘটনা। স্বামীর মৃত্যুর পর ১৩ বছরের মেয়েকে নিয়ে একাই থাকেন ওই মহিলা সিপিএম কর্মী। অভিযোগ, ২১ মে, রাতে তাঁর বাড়িতে ঢুকে মুখ-হাত-পা বেঁধে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দয়াল বারুই। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের হয়। এলাকায় থাকলেও, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে কাঁথির এসডিপিওর কাছে নালিশ করেন নির্যাতিতা। যদিও তৃণমূলের দাবি, ওই পঞ্চায়েত সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে

পেট্রোলের দাম লিটারে ২৫ টাকা পর্যন্ত কমানো যেতে পারে: চিদম্বরম

Image
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার চাইলে প্রতি লিটারে ২৫ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোলের দাম। কিন্তু সরকারের সেই সদিচ্ছা নেই, ট্যুইটারে মন্তব্য প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। এই দুটি জ্বালানির দাম মাত্রাতিরিক্ত বাড়ায় কেন্দ্রেরর তীব্র সমালোতনা করেছেন কংগ্রেস নেতা চিদম্বরম। তাঁর ট্যুইট, লিটারপ্রতি ২৫ টাকা পর্যন্ত তেলের দাম কমানো সম্ভব। কিন্তু কেন্দ্র তা চায়না। তারা লিটারপ্রতি পেট্রোলের দাম ১-২ টাকা কমিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছে। কেন্দ্র লিটারপ্রতি পেট্রোলে ২৫ টাকা লাভ রাখছে। ওই টাকা আসছে গ্রাহকদের পকেট থেকে। অশোধিত তেলের দাম কমায়, কেন্দ্রীয় সরকার প্রতি লিটারে ১৫ টাকা বাঁচাচ্ছে। এর উপর ১০ টাকা অতিরিক্ত কর চাপাচ্ছে তারা।

পাকিস্তানের গোলাবর্ষণ, সীমান্তে ঘরছাড়া ৪০ হাজার ভারতীয়

Image
জম্মু : সীমান্তে পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণে প্রায় ৪০ হাজার ভারতীয় এখন ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। জম্মু, সাম্বা ও কাঠুয়া জেলায় প্রায় ৪০ হাজার ভারতীয় নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অনেককে শিবির করে রাখা হয়েছে। বাকিরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সীমান্তে ক্রমাগত হামলা চালাচ্ছে পাকিস্তানি রেঞ্জার্স। সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে লক্ষ্য করে মর্টার হামলা চালানো হচ্ছে। পালটা জবাব দিচ্ছে BSF। আরএস পুরা সেক্টর, আর্নিয়া, রামগড় ও অন্য সেক্টরগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।  গতকাল পাকিস্তানের গুলিগোলা বর্ষণে আরএস পুরা ও রামগড় সেক্টরে ১৮ জন ভারতীয় নাগরিক আহত হন। তাঁদের জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। 

বাঁধা ছিল সিটবেল্ট! বিমানে চাপিয়ে কীভাবে কলকাতায় আনা হয়েছিল হৃদযন্ত্র

Image
বাক্সের ওজন ২০ কেজি। ভিতরে বরফ এবং বিশেষ ধরনের সংরক্ষণের কাজে ব্যবহৃত রাসায়নিকের মিশ্রণে ছিল সংগৃহীত হৃদ্‌যন্ত্র। যত্ন: প্রতিস্থাপনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হৃদ্‌যন্ত্র। ফাইল চিত্র প্রতিস্থাপনের জন্য দান করা হৃদ্‌যন্ত্র বেঙ্গালুরু থেকে বিমানে তোলা হয়েছিল যাত্রীর মতো টিকিট বুকিং করেই।   বাক্সের ওজন ২০ কেজি। ভিতরে বরফ এবং বিশেষ ধরনের সংরক্ষণের কাজে ব্যবহৃত রাসায়নিকের মিশ্রণে ছিল সংগৃহীত হৃদ্‌যন্ত্র। তার জন্য টিকিট বুকিং করা হয়। সেখানে লেখা ছিল, 'হিউম্যান অরগ্যান-হার্ট। ডোনার-বরুণ'। যাত্রী হিসাবে তার টিকিট মেলে ৮ নম্বর সারির ডান দিকে মাঝের আসনে। নিয়ম মাফিক বিমানের ওই আসনে সিট বেল্টের বাঁধনেই কলকাতা বিমানবন্দরে প্রতিস্থাপনের জন্য পৌঁছয় বেঙ্গালুরুতে ব্রেন ডেথ হওয়া যুবক বরুণ ডি কে'র (১৮) শরীর থেকে সংগৃহীত হৃদ্‌যন্ত্র।  সোমবার ইএম বাইপাসের আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে ঝাড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদ সিংহের শরীরে ওই হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপন করা হয়।  এক চিকিত্সক জানান, একটি বেসরকারি বিমান সংস্থার তিনটি আসনের টিকিট কেনা হয়। দুই ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর ধনরাজ এবং তন্ময়ের সঙ

লজে ডেকে যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার বারাণসীর বিজেপি নেতা

Image
অভিযুক্ত কানহাইয়ালাল মিশ্রা... ধর্ষণের অভিযোগে বারাণসীর এক স্থানীয় বিজেপি নেতাকে মঙ্গলবার গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগকারী ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বিজেপি'র ভাদোহি জেলা ইউনিটের প্রাক্তন সভাপতি কানহাইয়ালাল মিশ্রা একটি লজে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।  নিগৃহীতার বয়ান অনুযায়ী, তাঁকে চাকরির টোপ দিয়ে ওই লজে ডেকেছিলেন অভিযুক্ত বিজেপি নেতা। বলেছিলেন, চাকরির জন্য এক মহিলা সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলিয়ে দেবেন। যে কারণে তিনি ওই লজে গিয়েছিলেন দেখা করতে। মিশ্রার ঘরে ঢুকলে, তাঁকে জোর করে ধর্ষণ করা হয়।  ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার জানান, নিগৃহীতা যুবতী প্রতিরোধের চেষ্টা করেছিলেন। এমনকী ওই রুম থেকে পুলিশের ইমার্জেন্সি নম্বরেও ডায়াল করেন। সেই ফোনের সূত্র ধরেই পুলিশ গিয়ে ওই বিজেপি নেতা কানহাইয়ালাল মিশ্রাকে লজ থেকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করার পাশাপাশি অভিযোগকারীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।  উন্নাওয়ে নাবালিকা ধর্ষণে গত মাসেই গ্রেপ্তার হয়েছে বিজেপির বিধায়ক কুলদীপ সেনগার। এরপর বারাণসীতে ফের এক দলীয় নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় স্বভাবতই ব

আজ জয়েন্টের ফল প্রকাশ

Image
২০১৮ সালে মোট ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষর্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছে। নিজস্ব প্রতিবেদন: বুধবার প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল চারটের পর www.wbjeeb.in   ওয়েবসাইটে দেখা যাবে পরীক্ষার ফল। এছাড়া www.wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে।  এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসির ডিগ্রি কোর্স পড়ার সুযোগ পাবে। ২০১৮ সালে মোট ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষর্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছে। ২২ এপ্রিল, রবিবার দু'টি শিফটে পরীক্ষা হয়েছিল। পেপার ওয়ানের পরীক্ষা হয়েছিল সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং পেপার টু-র সময় ছিল দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত। ৫ জুনের মধ্যে ফলপ্রকাশের কথা থাকলেও এ বছর পরীক্ষার এক মাসের মধ্যেই প্রকাশিত হচ্ছে ফল।

এবার চাকরি ছাড়লেই বিপুল টাকা!

Image
চাকরি ছাড়লে বিপুল টাকা, আমাজনের অবাক অফার চাকরিজীবীদের এক পরীক্ষা বছরে একবার সব কর্মীকেই চাকরি ছেড়ে দেওয়ার অফার দেয় বিশ্বখ্যাত সংস্থা আমাজন। তবে এর পিছনে আছে এক দারুণ উদ্দেশ্য। আমাজন সব সময়েই খ্যাত তার নতুন নতুন প্রোডাক্ট আর অবাক করা প্রোজেক্টের জন্য। সব কিছুতেই তাক লাগানো যেন এই সংস্থার বৈশিষ্ট্য। আর তা বজায় রেখেই সংস্থা ফি বছর কর্মীদের চাকরি ছেড়ে দেওয়ার অফার দেয়। আর সেই অফার যাঁরা গ্রহণ করেন, তাঁরা হাতে পান ৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৪ লাখ টাকা। তবে সবাইকেই এত টাকার অফার দেওয়া হয় না। সংস্থায় এক বছর যাঁরা চাকরি করেছেন, তাঁদের দেওয়া হয় ২ হাজার ডলার (প্রায় ১.৩৬ লাখ টাকা)। এর পরে প্রতি এক বছর কাজ অনুসারে টাকার পরিমাণ বাড়ে ১ হাজার ডলার করে। সর্বাধিক মেলে ৫ হাজার ডলার। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। যে কর্মী একবার এই অফার নিয়ে চাকরি ছাড়বেন, তিনি ভবিষ্যতে কখনও আমাজনে চাকরি পাবেন না। এই 'পে টু কুইট' প্রোগ্রাম চালু করে জুতো এবং পোশাকের ই-রিটেলার ওয়েবসাইট 'জ্যাপোস'। এই ওয়েবসাইট ২০০৯ সালে আমাজন কিনে নেয়। ২০১৪ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজজ এই প্রকল্প চালু করেন

রাজনীতিতে প্রথম স্ত্রীকেই অগ্রাধিকার কুমারস্বামীর, রামনগরে জেডিএস প্রার্থী অনিতা

Image
বেঙ্গালুরু: দুই স্ত্রীকে নিয়ে সুখের সংসার। কিন্তু, কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দ্বিতীয় স্ত্রী রাধিকাকেই নিয়ে লোকের আগ্রহ বেশি। এই অভিনেত্রীর যৌন আবেদন, গ্ল্যামারাস লুক নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে বিস্তর। রাধিকার জনপ্রিয়তায় আড়ালে চলে গিয়েছেন দেবগৌড়ার ছেলের প্রথম স্ত্রী অনিতা। অথচ, সংসারই হোক কিংবা স্বামীর নির্বাচনী প্রচার, সবকিছু দীর্ঘদিন ধরেই দক্ষ হাতে তিনিই সামলান। তাই কর্নাটক বিধানসভা নির্বাচনে জেতা দুটি আসনের একটি প্রথম স্ত্রী অনিতাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন কুমারস্বামী। নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। কিন্তু, দুটি আসনের বিধায়ক বা সাংসদ হওয়া যায় না। সেই নিয়মেই কর্নাটকে একটি বিধানসভাকেন্দ্রে ফের নির্বাচন হবে। কারণ রামনগর ও চানাপাটনায়  প্রার্থী ছিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী কুমারস্বামী। দু'জায়গাতেই জিতেছেন তিনি। রামনগর কুমারস্বামীর দীর্ঘদিনের নির্বাচনী এলাকায়। এখান প্রায় বার পাঁচেক বিধায়ক নির্বাচিত হয়েছেন দেবগৌড়ার ছেলে। জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল, চানাপাটনা কেন্দ্র থেকে প্রার্থী হবেন কুমারস্বামীর প্রথম স্ত্রী অনিত

শিশু চুরির অভিযোগে মহিলাকে গণপিটুনি

Image
দুবরাজপুর: শিশু চুরির অভিযোগে মহিলাকে বেঁধে বেধড়ক মারধর করল স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের ৮ নং ওয়ার্ডে উত্তেজনা ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ স্বামীর প্রথমপক্ষের স্ত্রীর শিশু চুরির অভিযোগ উঠেছে দ্বিতীয়পক্ষের স্ত্রীর বিরুদ্ধে ৷ পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় মহিলা ৷ এর আগেও একাধিকবাক তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল ৷ নিজের সন্তানকেও খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ প্রতিবেশীদের সন্তান খুনেরও অভিযোগ রয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

মসজিদে জাতীয় পতাকা

Image
দেশাত্মবোধ জাগাতে চিনের মসজিদগুলিতে তুলতে হবে জাতীয় পতাকা। রমজান মাস চলাকালীন এমন নির্দেশ জারি করল দেশের শীর্ষ ইসলামি সংগঠন, 'চায়না ইসলামিক অ্যাসোসিয়েশন'। সরকার নিয়ন্ত্রিত সংগঠনটি জানিয়েছে, মসজিদের এমন জায়গায় পতাকা টাঙাতে হবে, যাতে তা বহু দূর থেকে স্পষ্ট দেখা যায়। সংগঠনের বিবৃতি অনুযায়ী, মসজিদের মতো ধর্মস্থানে পতাকা টাঙানো হলে জাতীয় ও সামাজিক আদর্শ আরও জোরালো ভাবে প্রকাশ পাবে। জাতীয়তাবোধের প্রচার ও প্রসার হবে। এই মর্মে একটি চিঠি প্রকাশিত হয়েছে সংগঠনের ওয়েবসাইটে। যেখানে বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির যে 'মূল সমাজতান্ত্রিক মূল্যবোধ', সে বিষয়েও মানুষকে বোঝাবে মসজিদগুলি। ইসলামি ধর্মশাস্ত্র অনুযায়ী তা ব্যাখ্যা করবে উপাসকদের কাছে। যাতে তা 'মানুষের মনে গেঁথে যায়।' ফেব্রুয়ারি থেকে চিনে ধর্মীয় আচার বিষয়ক সংশোধিত নির্দেশিকা জারি হয়েছে। আর তার পরেই এই চিঠি। গোটা চিনে প্রায় দশটি গোষ্ঠীর দু'কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন। সমালোচকেরা বলছেন, এ ভাবে ধর্মীয় ক্ষেত্রেও নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে শাসক দল। চিনের সংবিধান ও আইনের বিষয়ে সচেতনতা বাড়াতে ক্লাস নেওয়ারও নির্দেশ দেওয়া

জ়াকারবার্গ এ বার ইইউ পার্লামেন্টে

Image
তিনি মার্কিন কংগ্রেসের মুখোমুখি হয়েছেন। ব্রিটেনের জেরা এড়িয়ে গিয়েছেন সংস্থার এক প্রতিনিধিকে পাঠিয়ে। কিন্তু ফেসবুকের সিইও মার্ক জ়াকারবার্গ মঙ্গলবার রাতে ফের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ইউরোপে। ইউরোপীয় পার্লামেন্টের দাবি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক এবং নাগরিক অধিকার কর্মীদের প্রতিনিধিদের মুখোমুখি হবেন জ়াকারবার্গ। গোটা পর্বটি সরাসরি সম্প্রচারিত হবে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে। ব্রিটেনের কেমব্রিজ অ্যানালিটিকা গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ ভাবে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে রাজনৈতিক প্রচারের কাজে লাগানোর যে অভিযোগ উঠেছে, কেমব্রিজ অ্যানালিটিকা এবং ফেসবুক, উভয়েই তা মেনে নিয়েছে। ক্ষতিগ্রস্ত ৮ কোটি ৭০ লক্ষ ফেসবুক ইউজ়ার-এর মধ্যে ২৭ লক্ষ ইউজ়ার ইউরোপের। ফলে তাঁদের কাছে জবাবদিহির দায় রয়েছে জ়াকারবার্গের। ইউরোপীয় ইউনিয়ন এখন তথ্য সুরক্ষায় নতুন আইন আনছে। তিন দিন পরই ওই আইন চালু হবে। সেখানে তথ্য সুরক্ষা লঙ্ঘিত হলে এখন থেকে অভিযুক্ত সংস্থাকে তার বার্ষিক আয়ের ৪ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে। এই পরিস্থিতিতে ‌জ়াকারবার্গ তাঁর ক্ষমা প্রার্থনার বক্তৃতায় ইউরোপের তথ্য সুরক্ষার নজরদারিতে ১০ হাজার ক

বন্ধুর মৃত্যুতে জটিল খুনের তদন্ত

Image
রাজারহাটের সালুয়ায় অভিজিৎ সামুইয়ের (৪৪) রহস্যমৃত্যু ঘিরে এখনও অন্ধকারে বিধাননগর কমিশনারেট। হাতে সিসি ক্যামেরার ফুটেজ থাকলেও তা অস্পষ্ট। এরই মধ্যে ঘটনার এক দিন পরেই নিহতের বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার নিছক কাকতালীয় কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। গত শনিবার রাজারহাটের সালুয়ায় নির্মীয়মাণ বাড়ির দোতলার সিঁড়িতে মশারির ভিতরে অভিজিতের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত ছিল। নির্মীয়মাণ বাড়িতে মাল্টিজিম তৈরি করছেন বাড়ির মালিক আবুল বাশার মণ্ডল। ওই বাড়ির সিঁড়িই ছিল অভিজিতের আশ্রয়স্থল। ঘটনার দিন রাজমিস্ত্রিরা সিঁড়িতে উঠে অভিজিৎকে উঠতে বলেন। কোনও সাড়াশব্দ না পেয়ে মশারি তুলতেই তাঁরা বিস্মিত হয়ে যান। দেখেন, মাথার নীচে দু'হাত রেখে ডান দিকে পাশ ফিরে শুয়ে আছে অভিজিতের নিথর দেহ। শুধু বাঁ দিকের থুতনির নীচে অনেকখানি গভীর ক্ষত। চোখ খোলা। মুখ রক্তে ভেসে যাচ্ছে। কমিশনারেট সূত্রের খবর, সেই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলের কাছে একটি আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছেন তদন্তকারীরা। তাতে রাত সাড়ে ৩টের সময়ে এক ব্যক্তিকে দা হাতে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কিন্তু সেই

নাবালিকা পাচার চলছেই যৌনপল্লিতে

Image
বাংলাদেশ থেকে বছর চোদ্দোর কিশোরী রূপাকে (নাম পরিবর্তিত) অপহরণ করে এনে সোনাগাছির যৌনপল্লিতে তোলা হয়েছে— বছর দুই আগে বড়তলা থানার কাছে এমনই একটি অভিযোগ জমা পড়েছিল খাস সোনাগাছি থেকেই। অভিযোগ, থানার টনক নড়েনি। ফলে টানা দু'বছর ধরে ইচ্ছের বিরুদ্ধে যৌন ব্যবসায় কাজ করতে হয়েছে ওই নাবালিকাকে। পরে খোদ রাজ্যের সমাজকল্যাণ দফতরের ডিরেক্টরেটের অফিস থেকে লালবাজারের যুগ্ম কমিশনার (গোয়েন্দা)-কে বিষয়টি জানানো হলে লালবাজারের 'অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট' (এএইচটিইউ)-এর তৎপরতায় উদ্ধার করা হয় বাংলাদেশের ওই কিশোরীকে। শুধু এক জন নয়। ৪ মে এবং ৯ মে— দু'দিনের অভিযানে মোট চার জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্রের খবর। গ্রেফতার করা হয় দু'জন দালালকেও। তবে সূত্রের খবর, সোনাগাছিতে এখনও অনেক নাবালিকা রয়ে গিয়েছে। তাদের পাচারকারী এবং কয়েক জন দালালও এখনও অধরা। সোনাগাছির যৌনকর্মীদেরই একাংশের অভিযোগ, ওই পাচারকারী এবং দালালেরা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। গত জানুয়ারিতে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থা একটি ই-মেল পাঠায় এ রাজ্যের সমাজকল্যাণ দফতর

নিপা ভাইরাসে মৃত্যু বেড়ে ১০, তীব্র হচ্ছে আতঙ্ক

Image
কেরলে উত্তরোত্তর ভয়াবহ হয়ে উঠছে নিপা ভাইরাসের হানাদারি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১০ ছাড়িয়েছে। কোঝিকোড়ের হাসপাতালে আক্রান্তদের দেখাশোনা করছিলেন যিনি, সেই নার্সেরও মৃত্যু হয়েছে। ৩১ বছর বয়সী ওই নার্সের নাম লিনি পুথুসারি। হাসপাতালে ভর্তি ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলির অন্যতম- অল্প জ্বর, শ্বাসকষ্ট, মাথাব্যথা, বমি বমি ভাব, অস্বাভাবিক ভাবে মাথা ঘেমে ওঠা, অবসাদ, ঘুম ঘুম ভাব। আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই কোমায় চলে যাচ্ছেন রোগী। ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ফ্রুট ব্যাটস বা ফলখেকো বাদুড়দের থেকেই এই নিপা ভাইরাস ছড়াচ্ছে। তবে শুয়োর থেকেও ছড়ায় এই ভাইরাস। ওই ভাইরাসে আক্রান্ত বাদুড়ের ছোঁয়া/কামড়ানো ফল যদি কেউ খান/ছোঁন, তা হলেই তিনি আক্রান্ত হবেন নিপা ভাইরাসে। কেরলের সরকারি সূত্রের খবর, আপাতত দু'টি জেলা কোঝিকোড় ও মালাপ্পুরমে ওই ভাইরাসের হানাদারির প্রমাণ মিললেও দ্রুত তা রাজ্যের একটি বড় অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু কোঝিকোড়েই মৃত্যু হয়েছে ৮ জনের। কোঝিকোড় ও মালাপ্পুরমে অন্তত ৯৪ জন আক্রান্তের চিকিৎসা চলছে বাড

১০ দিনে ৯ বার বাড়ল তেলের দাম, রেকর্ড গড়ল ডিজেল, ১৮ জুন বড়সড় ধর্মঘট পরিবহণে

Image
টানা বৃদ্ধি জ্বালানি তেলের দামে। ১০ দিনের ৯ বার বেড়ে গেল তেলের দাম। ডিজেল ছাড়িয়ে গেল ৭০ টাকা। পেট্রলের লিটার ছুঁল প্রায় ৮০ টাকা। মূল্যবৃদ্ধির এই হার নজির গড়ে ফেলেছে দেশের ইতিহাসে। আগে কখনও এই ভাবে একটানা দাম বাড়েনি পেট্রোপণ্যের। ডিজেলের দামও আগে কখনও ৭০ টাকায় পৌঁছয়নি। এই বিপুল মৃল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮ জুন দেশ জুড়ে ধর্মঘটে সামিল হচ্ছে ট্রাক মালিকদের একাধিক সংগঠন। বাংলায় একই দিনে ধর্মঘটে যাচ্ছে পাম্প মালিকদের সংগঠনও। কর্নাটকে ভোটের আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সামান্য রাশ টানা হয়েছিল। ভোট মিটতেই উল্কাবেগে ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম। দক্ষিণী রাজ্যে ভোট মিটেছে ১০ দিন হল। আর সেই ১০ দিনে পেট্রল-ডিজেলের দাম বাড়ল মোট ৯ বার। গত রবিবারই কলকাতায় লিটার পিছু ডিজেলের দর ৭০ টাকা পার করেছে। আগামী কয়েক দিনে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দিন কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই চার মেট্রো শহরেই বেড়েছে ডিজেলের দাম। লিটার প্রতি ২৬ থেকে ২৮ পয়সা করে দাম বা়ড়ানো হয়েছে। ফলে কলকাতায় ডিজেলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৭০.৬৩ টাকায় এবং পেট্রলের দাম পৌঁছেছে ৭৯.২৪ টাকায়। অন্য দিকে, র

আর দেখা হবে না, মৃত্যুর আগে নার্সের শেষ চিঠি স্বামীকে

Image
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লেখা একটা চিঠি। মৃত্যু আসন্ন বুঝতে পেরেই কাতর আর্তি স্বামীর কাছে— ''আমার সময় হয়ে এল। মনে হয় না তোমার সঙ্গে আর দেখা হবে। ছেলেদের দেখো।'' নিপা (এনআইভি) ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের সেই নার্স লিনি পুতুসেরির মৃত্যু হয়েছে বলে সন্দেহ। তাঁর লেখা ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সোমবার মারা যান তিনি। কোঝিকোড়ের পেরামব্রার ইএমএস মেমোরিয়াল হাসপাতালে কাজ করতেন। নিপায় আক্রান্তদের সেবা করতে গিয়ে চলে গেলেন নিজেই। আরও দুই নার্স নিপার হানায় কাবু বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েন লিনি। কোঝিকোড়ে প্রথম নিপা হামলার খবর মেলে লিনির দুই ভাই আক্রান্ত হওয়ার পরেই। ২৮ বছরের লিনির রক্ত এবং দেহরসের নমুনা এখনও মেলেনি। তবে নিপা ভাইরাসেই তাঁর মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা। তাই ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা বজায় রেখে দ্রুত লিনির অন্ত্যেষ্টি হয়েছে। গত ১৬ মে জ্বর নিয়ে হাসপাতালে গিয়েছিলেন লিনি। স্বামী সজীশ বলেছেন, স্ত্রীর শরীর ভাল নেই শুনে তিনি বাহরাইন থেকে উড়ে আসেন দু'দিন আগে। তবু স্ত্রীকে শেষ দেখার সুযোগ পাননি। স্মৃতি বলতে এখন লিনির হাত

পটল ভাঙতেই বেরোল ৫৫ হাজার ইউরো!

Image
টাটকা সবুজ পটল। ব্যাগ ভর্তি সেই পটল চলে গিয়েছিল বিমানের পেটেও। কিন্তু যে দু'জন যাত্রী ওই দুই ব্যাগ পটল নিয়ে কলকাতা থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন, তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় বিমানবন্দরের শুল্ক অফিসারদের। এর পরে পটল ভেঙে দেখা গেল, ভিতরে রয়েছে ইউরোর নোট। শেষ পর্যন্ত উদ্ধার হয় ৫৫ হাজার ইউরো। গ্রেফতার করা হয়েছে ওই দু'জনকে। শুল্ক দফতর সূত্রের খবর, ঠিক যে ভাবে পটলের দোলমার জন্য মাথাটা কেটে ভিতরের অংশ বার করে নেওয়া হয়, এ ক্ষেত্রেও বড় বড় পটল সে ভাবে ফাঁপা করে নেওয়া হয়েছিল। পটলগুলি লম্বালম্বি চিরে, তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সরু করে মোড়া ৫০০ ইউরোর নোট। এর পরে চেরা অংশ আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। বাইরে থেকে বোঝার কোনও উপায় ছিল না যে ভিতরে নোট রয়েছে। শুল্ক অফিসারেরা জানিয়েছেন, গ্রেফতার হওয়া দুই যাত্রীর আদত বাস বিহারে। এখন এক যুবক থাকেন খড়দহে। অন্য জন উত্তরপ্রদেশের রুদ্রপুরে। সোমবার রাতের উড়ানে ব্যাঙ্কক যাবেন বলে তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছন। দু'জনের কাছে একই রকম দেখতে কালো রঙের দু'টি ব্যাগ ছিল। ছিল একটি করে হাত ব্যাগও। শুল্ক অফিসারেরা জানিয়েছেন, এক একটি কালো ব্যাগে কমপক্ষে ১০ ক

ফাইনালে ধোনিরা, আজ কেকেআর জিতলে প্রতিপক্ষ হায়দরাবাদ

Image
খেলা শুরুর আগে আমার মন বলছিল, খেলাটা চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ বোলিংয়ের। শেষ পর্যন্ত ঠিক সেটাই হল। আইপিএলের অন্যতম সেরা নাটকীয় ম্যাচ দেখলাম এ দিন। ভুবনেশ্বর কুমারকে শেষ ওভারের প্রথম বলে ফ্যাফ ডুপ্লেসি (৪২ বলে ৬৭) ছয় মেরে জেতানোর আগে প্রায় পেন্ডুলামের মতো দুলল খেলাটা। শুরুতে সানরাইজার্স ব্যাটিংয়ের ব্যর্থতা দেখে এক সময় মনে হচ্ছিল আমার অনুমান ভুল। চেন্নাইয়ের বোলিং ফাইনালে নিয়ে যেতে চলেছে ধোনিদের। কিন্তু সুপার কিংসের ব্যাটিংয়ের সময় আবার মনে হচ্ছিল ভুবনেশ্বর কুমাররাই (১-১৪) কামাল করে হায়দরাবাদকে ফাইনালে নিয়ে যাচ্ছেন ১৩৯ রানের পুঁজি নিয়ে। কিন্তু চেন্নাই সব বিভাগে দারুণ খেলে সপ্তম বার ফাইনালে চলে গেল। কেন উইলিয়ামসনদের জেতা ম্যাচটা ঘুরে গেল ১৮তম ওভারে কার্লোস ব্রাথওয়েট বল করতে আসতেই। তার আগে ১৮ বলে চেন্নাইয়ের দরকার ছিল ৪৩ রান। সেই ওভারে উঠল ২০ রান। আমার মতে এটাই ম্যাচের 'টার্নিং পয়েন্ট'। হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন এই সময় ব্রাথওয়েটের বদলে সন্দীপ শর্মাকে বল দিলেই পারতেন। কারণ সন্দীপের বলে গতি কম, উইকেট টু উইকেট বল করেন। ফলে ওঁকে মারা সহজ হত না ডুপ্লেস

‘অচ্ছে দিন’-ই বটে, কিন্তু কার জন্য?

Image
অভূতপূর্ব পরিস্থিতি। কেউই মনে করতে পারছেন না, আগে কবে এই রকম 'অচ্ছে দিন' দেখা গিয়েছে। 'অচ্ছে দিন' কারও না কারও তো বটেই। ভারতবাসীর জন্য 'অচ্ছে' না হোক, তেল ব্যবসায়ী রাষ্ট্রগুলির জন্য দিনকাল 'অচ্ছে' তো বটেই। তেলে যেন আগুন লেগে গিয়েছে আচমকা। দশ দিনে ন'বার বাড়ল জ্বালানি তেলের দাম। মূল্যবৃদ্ধি যে সময়টায় হল, সে দিকে তাকালে মনে হচ্ছে, সময়টা নির্বাচিত। ভোট ছিল, তাই মূল্যবৃদ্ধি ঢাকা-চাপা দিয়ে কোনওক্রমে আটকে রাখা হয়েছিল যেন। ভোট মিটতেই ঢাকনা সরেছে। আর তাতেই যেন এত দিন ধরে সমন্বিত প্রবল চাপ পেট্রোপণ্যের দাম উল্কাবেগে বাড়িয়ে নিয়ে চলেছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির হার এ দেশে বেনজির। আগে কখনও এত অল্প সময়ে এত বার দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। স্বাভাবিক ভাবেই হাহাকারের পরিস্থিতি। সরাসরি আক্রান্ত হচ্ছে পরিবহণ ক্ষেত্র। ফলে দেশ জুড়ে ধর্মঘটের ডাক শোনা যাচ্ছে। বিভিন্ন যানবাহন মালিক সংগঠন ধর্মঘটে যাচ্ছে। ধর্মঘটে যাচ্ছে পাম্প মালিকদের সংগঠনও। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির চোটটা অবশ্য শুধু পরিবহণ ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। সুসংহত শৃঙ্খলের মতো জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভা