Posts

Showing posts from March 14, 2019

‌গ্রাহকদের কার্ড ক্লোন করে চার লক্ষ টাকা হাতিয়ে ধৃত রেস্তোরাঁকর্মী

Image
রেস্তোরাঁয় খেতে গিয়ে আজকাল অনেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডে বিল মেটান। আর সেই সুযোগে তাঁদের কার্ড ক্লোন করে নিয়ে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক রেস্তোরাঁকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির কনট প্লেসের একটি রেস্তোরাঁয়। পঙ্কজ কুমার নামে ওই কর্মীকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিস। প্রাথমিক তদন্ত শেষে দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার মধুর ভার্মা জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি একটি বেসরকারি ব্যাঙ্ক এই মর্মে মামলা রুজু করেছিল যে, তাদের কয়েকজন গ্রাহক ব্যাঙ্ককে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের কার্ড তাঁদের কাছে থাকা সত্ত্বেও সেখান থেকে বেহিসেবি লেনদেন হয়েছে। এরপরই তদন্তে নেমে পুলিস বুঝতে পারে কনট প্লেসের একটি রেস্তোরাঁ থেকেই ওই সব কার্ডগুলিতে যাবতীয় লেনদেন হয়েছে। ওই রেস্তোরাঁয় কার্ডগুলি ব্যবহারের দিন মিলিয়ে পুলিস জানতে পারে পঙ্কজ নামে একজন স্টু্য়ার্টই ওই কার্ডগুলির যাঁরা প্রকৃত মালিক তাঁদের পরিষেবা দিয়েছিল। এরপরই ফাঁদ পেতে পঙ্কজকে জালে ধরে পুলিস। তার কাছ থেকে একটি ক্লোনিং করার স্ক্রিমারও উদ্ধার হয়েছে। পুলিসের দাবি, জেরায় পঙ্কজ স্বীকার করেছে, রাহুল নামে এক ব্যক্তির কাছে শিখে সে কার্ড রি–সোয়াই

‌দাম বাড়ছে জিনিসের, বাড়ল মূদ্রাস্ফীতির হার

Image
দি সরকারের আচ্ছে দিন। মূদ্রাস্ফীতি বাড়ল ২.‌৯৩ শতাংশ। গতবছর ফেব্রুয়ারিতে মূদ্রাস্ফীতির হার ছিল ২.‌৭৬ শতাংশ। সেই তুলনায় এবছর অনেকটাই বেড়েছে মূদ্রাস্ফীতি। অর্থনীতিবিদরা মনে করছেন দ্রব্যমূল্য বৃদ্ধিই এর অন্যতম কারণ। পাইকারি বাজারের হিসেবে খাদ্য দ্রব্য থেকে শুরু করে জ্বালানি সবকিছুরই দাম বেড়েছে। গত জানুয়ারিতে যদিও ব্যতিক্রম ঘটেছিল। মূদ্রাস্ফীতি কমেছিল ২.‌৭৬ শতাংশ। যা গত দশমাসে সবচেয়ে কম ছিল বলে দাবি করেছিলেন অর্থনীতিবিদরা। ২০১৯ সালের জানুয়ারিতে খাদ্য দ্রব্যের দাম ১.‌৮৪ শতাংশ বেড়েছিল । ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেই দ্রব্যমূল্যই ৩.‌২৯ শতাংশ বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে। গত একমাসে হঠাৎ করে দ্রব্য মূল্য বৃদ্ধির মূল কারণ ভোট, মনে করছেন অর্থনীতিবিদরা।

‌বয়কট করুন চীনা সামগ্রী, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‌‘#‌‌বয়কট চাইনিজ প্রোডাক্ট’‌

Image
জঙ্গি মাসুদ আজহারকে বাঁচাতে ফের আসরে নেমেছে চীন। আর এজন্য সমস্ত ভারতবাসীর কাছে এখন বিরাগভাজন বেজিং। ভারতে বিক্রিত সমস্ত চীনের দ্রব্য বয়কট করা হোক। এমনটাই দাবি নেটিজেনদের। বৃহস্পতিবার সকাল থেকেই #boycottchineseproducts ‌লেখা ভরে যায় সোশ্যাল মিডিয়া। টপ ট্রেন্ডিংয়েও চলে আসে তা। নেটিজেনদের মতে, চীন বন্ধু পাকিস্তানের কথা ভেবেই এইভাবে বারংবার ভেটো দিয়ে আসছে। অথচ ভারতের বিশাল বাজারে চীনা দ্রব্য বিক্রি করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে চীনা সংস্থাগুলি। আর তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চীনা সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়েছে। এদিকে, পুলওয়ামায় জঙ্গি হামলার পর ফ্রান্স রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছিল যে,‌ মাসুদ আজহারকে অবিলম্বে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হোক। এরপর আমেরিকা, ব্রিটেন এবং পরবর্তীতে রাশিয়া তাতে সম্মতিও জানিয়েছিল। আর প্রক্রিয়াগত কারণ দেখিয়েই চতুর্থবার এই ঘোষণাকে আটকে দিয়েছে চীন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যরা রাজি থাকলেও তাদের সঙ্গে একমত হয়নি চীন। নিয়ম অনুযায়ী প্রস্তাব আনার দশ দিনের মধ্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোনও দেশ এই বিষয়ে আপত্তি না জানা

ড্রাগ সহ ধৃত রাজ্যসভার সাংসদের ছেলে

Image
ভোপাল : রাজ্যসভার সদস্যা সম্পতিয়া উইকের ছেলেকে ড্রাগস সহ গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ ৷ ধৃতের নাম সত্যেন্দ্র উইকে। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তারা জেলা এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে৷ চেকিং-এর সময় সত্যেন্দ্র উইকে সহ তিন যুবককে গ্রেফতার করে তারা৷ পলিটেকনিক কালেজের কাছে একটি সাদা গাড়ি নজরে পরে পুলিশের৷ পুলিশ কর্তারা জানিয়েছেন তাদের দেখে গাড়ির চালক গাড়ির গতি বাড়িয়ে দেয়৷ সেই দেখে সন্দেহ হয় পুলিশের৷ তাদের আটক করে পুলিশ৷ সেই গাড়ি থেকে ৩.৩৮০ গ্রাম স্ম্যাকের পুরিয়া উদ্ধার করে পুলিশ৷ গাড়ির মধ্যে উপস্থিত রাজ্যসভার সদস্যা সম্পতিয়া উইকের ছেলের কাছ থেকে এই ড্রাগের ১৭টি পুরিয়ে উদ্ধার করে পুলিশ৷ তাকে ছাড়া আরও দুজন কে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত শাহরুখের কাছে ১০টি পুরিয়া এবং অভিষেকের কাছ থেকে ১৪টি পুড়িয়া উদ্ধার করে পুলিশ৷ তাদের দফায় দফায় জেরা করছেন তদন্তকারিরা৷   প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই যুবকেরা এলাকায় মাদক পাচার করত৷ কাদের কাছ থেকে এই মাদক আনা হত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই যুবকেরাও মাদকাসক্ত বলে সুত্রের খবর৷ ঘটনার তদন্ত শুরু করেছ

ভোটের মুখে শহর থেকে হিসাব বহির্ভূত ৩০ লক্ষ টাকা উদ্ধার

Image
কলকাতা: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বার বার উঠেছে৷ তাই লোকসভা ভোট ঘোষণা হতেই সতর্ক প্রশাসন৷ কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা৷ একজনকে গ্রেফতার করেছে কলকাতা গোয়েন্দা পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানা এলাকার এম জি রোডে অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। সেখানে তখন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে ঘোরাফেরা করছিল৷ পুলিশ তাকে প্রথমে আটক করে, তার ব্যাগে তল্লাশি চালায়৷ ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় নগদ ৩০ লক্ষ টাকা৷ এই টাকা কার এবং কোথা থেকে এসেছে,কার কাছে পাঠানো হবে ? তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি৷ এরপরই তাকে গ্রেফতার করা হয়৷ ধৃত ব্যক্তির নাম সুনীল শর্মা৷ বয়স ৪৬৷ বাড়ি বাগুইআটি থানার কেষ্টপুরের হানাপাড়া রবীন্দ্রপল্লী৷ আজ তাকে কোর্টে তোলা হলে পুলিশ তাদের হেফাজতে এনে জানতে চাইবে এই টাকা লোকসভা ভোটের কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা৷ তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা? শুধু টাকাই নয় ভোটের মুখে শহরে যাতে কোনও বেআইনী অস্ত্র বা বহিরাগত দুস্কৃতিরা না ঢোকতে পারে সেদিকেও নজর রাখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷

সতর্ক থাকুন, বাংলার দিকে ধেয়ে আসছে ঝড়

Image
কলকাতা : কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় আছড়ে পড়বে রাজ্যের তিন জেলায়। সতর্কবার্তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই মতোই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই তিন জেলায়। বেসরকারি মতে পরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণে। সোমবার থেকেই আর্দ্রতার জেরে বিশ্রী ঘাম হওয়া শুরু হয়েছে। আকাশ মেঘলা রয়েছে। সঙ্গে রাতের তাপমাত্রাও বেড়েছে এই মেঘলা আকাশের জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা ছিল। ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও ছিল।   শুক্রবারেও দক্ষিণবঙ্গের কলকাতাসহ হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, পশ্চিম

'বিরোধ' তৈরি করেছিলেন! মমতাকে টার্গেট করে বিরোধ ভাঙলেন মুকুলই

Image
চিরকালই বিতর্কের মধ্যেই থেকেছেন অর্জুন সিং। বাম আমলে ভাটপাড়া দখল থেকে তৃণমূলের শাসনে হেলায় বিরোধী শক্তিকে এলাকায় পরাস্ত করা, সবই হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নিজের স্টাইলে চলতে ভালবাসা অর্জুনের সঙ্গে মূলত বিরোধ যুব সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ  ভৌমিকের। দলের মধ্যে পার্থ ভৌমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত। সূত্রের খবর অনুযায়ী,পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুন সিং-এর বিবাদ দীর্ঘদিনের। বলা ভাল অর্জুন সিং যাতে তাঁর এলাকা কাঁচড়াপাড়ায় ঢুকতে না পারেন সেই জন্য পার্থ ভৌমিককে নিজের এলাকায় তুলে এনেছিলেন মুকুল রায়। সেই থেকে মুকুল রায়ের সঙ্গে বিরোধী শুরু হয়ে যায় অর্জুন সিং-এরও। মুকুল রায় বিজেপি যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁচড়াপাড়া-বীজপুর এলাকায় ঢুকতে শুরু করেছিলেন অর্জুন সিং। একসময়ে দলীয় বিবাদের জেরে বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। গুলিতে অর্জুন সিং-এর বৌদি আহত হয়েছিলেন বলে জানা যায়। সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন কারণে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সাম্প্রতিক সময়ে বিরোধ তৈরি হয়েছিল অর্জুন সিং-এর। যা পছন্দ হয়নি তৃণমূল সুপ্রিমোর। তৃণমূল নেত্রীর নীতিতেও ক্ষুব্ধ ছিলেন অর্জুন। তৃণমূল নেত্রী প্রায়

অর্জুনের হাত ধরে বিজেপিতে ২২ কাউন্সিলর? প্রশ্নের মুখে ভাটপাড়ায় তৃণমূল পুরবোর্ডের ভবিষ্যত

Image
বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। আর তার সঙ্গে ভাটপাড়া পুরসভার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্জুন সিংয়ের অনুগামী ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর। আর তারফলেই ভাটপাড়া পুরসভা বোর্ড বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে। ভাটপাড়া পুরসভার অধীনে ৩৫টি ওয়ার্ড। এখন ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ১ জনের মৃ্ত্যু হয়েছে। বাকি ৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জন-ই তৃণমূলের। একজন সিপিআইএম-এর। এখন ২২ জন তৃণমূল কাউন্সিলর যদি অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, সেক্ষেত্রে ১১ জন কাউন্সিলর নিয়ে ভাটপাডা পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে শাসকদল। ফলে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ভাটপাড়া পুরসভার ভবিষ্যত। এই পরিস্থিতিতে ভাটপাড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, তাপস রায়। জরুরি ভিত্তিত এই বৈঠক ডাকা হয়। কাউন্সিলরদের সঙ্গে কথা বলে সমীকরণ বুঝতে চাইছে তৃণমূল নেতৃত্ব। কেউ-ই বিজেপিতে যাবেন না বলে জল্পনা উড়িয়ে দিয়েছেন নির্মল ঘোষ। যদিও ২২ জন কাউন্সিলরের গলায় শোনা যাচ্ছে অন্য সুর। তাঁরা জানাচ্ছেন, বুধবার মধ্যমগ্রামে জেলা তৃ

ভুল যৌন সম্পর্ক ডেকে আনে এই ক্যানসার, সচেতন হন আজই

Image
মহিলারা সচেতন হোন এখনই, বিশ্ব জুড়ে এই ক্যানসারের দাপট বাড়ছে ক্রমে। শরীর নিয়ে কেবল সচেতন হলেই চলে না, শারীরিক সম্পর্ক নিয়েও সতর্কতা অবলম্বন করতে হয়। না হলে আধুনিক বিশ্বের অন্যতম সমস্যা সারভাইকাল ক্যানসারকে ঠেকিয়ে রাখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৫-'১৬-তে এই দেশে প্রায় ৬৩ হাজার মহিলা সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দিনকে দিন হু হু করে বাড়ছে এই অসুখ। মেয়েরাই এই অসুখের শিকার হন, তাই সাবধানতার মানও তাঁদের সতর্কতার উপর নির্ভর করে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর আক্রমণে এই ধরনের অসুখের শিকার হন মহিলারা। যদিও মানবশরীরেই এমন অসুখকে ঠেকিয়ে রাখার ক্ষমতা রয়েছে, তবু ইদানীং অল্পবয়সিদের মধ্যে এই ক্যানসারের প্রবণতা বাড়ছে। পরিবর্তিত আবহাওয়া, ভাইরাসের চরিত্রবদল, লাগামহীন যৌনতা এগুলোকেই প্রবণতা বেড়ে যাওয়ার কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। পেলভিসে যন্ত্রণা, ঋতুকালীন নানা সমস্যা, যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যথা বা রক্তপাত ইত্যাদি নানা লক্ষণ এলেই সচেতন হোন। আরও পড়ুন: এ ভাবেই ঘরোয়া উপায়ে কুপোকাত করুন ডাস্ট অ্যালার্জিকে  শরীর-সাস্থ্য নিয়ে এ সব তথ্য আগে জানতেন? চিকি

ভারতে ছ’টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবে মার্কিন কোম্পানি, চুক্তিবদ্ধ দুই দেশ

Image
আমেরিকার একটি পরমাণু চুল্লি। ফাইল চিত্র। নিরাপত্তা এবং অসামরিক পরমাণু শক্তি উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারতে ছ'টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে আমেরিকা। টানা দু'দিন বৈঠকের পর বুধবার ওয়াশিংটনে বিষয়টি নিয়ে একমত হয় দু'পক্ষই। তার পর দুই দেশের যৌথ বিবৃতিতে সামনে আনা হয় বিষয়টি। ক্ষমতায় আসার পর থেকেই ভারতে এনার্জি সেক্টরে  বিভিন্ন পণ্য বিক্রি বাড়ানোর পক্ষে সওয়াল করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দিকে এখন তেল কেনায় সারা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম দেশ হল ভারত। তাই ভারতকে পরমাণু বিদ্যুৎ চুল্লি-সহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করতে উৎসাহ ছিল আমেরিকারও। পারস্পরিক সহযোগিতা বাড়াতে তাই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে চুক্তিবদ্ধ হল দুই দেশ। ওয়াশিংটনে এই বৈঠকে হাজির ছিলেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল এবং মার্কিন বিদেশ মন্ত্রকের অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক দফতরের আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া থম্পসন। যদিও যৌথ বিবৃতিতে ছ'টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার কথা ছাড়া অন্য কিছু বলা হয়নি। ২০০৮ সালে ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের পর থেক

শিক্ষা ও সেবামূলক কাজে প্রায় ৫৩ হাজার কোটি টাকা অনুদান আজিম প্রেমজির

Image
আজিম প্রেমজি।  শিক্ষা ও বিভিন্ন ধরনের সেবামূলক কাজের জন্য তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থা 'উইপ্রো'য় তাঁর নিজের শেয়ারের একটি বড় অংশ দিচ্ছেন চেয়ারম্যান আজিম প্রেমজি। যার পরিমাণ ৭৫০ কোটি ডলার বা ৫২ হাজার ১৭৭ কোটি সাড়ে ৮৭ লক্ষ টাকা। বুধবার 'আজিম প্রেমজি ফাউন্ডেশন'-এর তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধাররা ইতিমধ্যেই শিক্ষা বিস্তার ও গবেষণার জন্য বিপুল অনুদান ঘোষণা করেছেন। দিয়েও চলেছেন। সেই তালিকায় নবতম স‌ংযোজনের নাম আজিম প্রেমজি। এর ফলে শিক্ষা ও সেবামূলক কাজে ফাউন্ডেশনের অনুদানের পরিমাণ বেড়ে গিয়ে হল ২ হাজার ১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রা-মূল্যে যা ১ লক্ষ ৪৬ হাজার ১০৮ কোটি ৫৫ লক্ষ টাকা। দেশে শিক্ষার বিস্তারে অনেক দিন ধরেই কাজ করে চলেছে আজিম প্রেমজি ফাউন্ডেশন। এ ব্যাপারে বহু দিন ধরেই ফাউন্ডেশন অর্থ সাহায্য করে চলেছে অন্তত ১৫০টি অলাভজনক সংস্থাকে। যারা শিক্ষার জন্য সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষকে কয়েক বছর ধরে আর্থিক অনুদান দিয়ে চলেছে। ফাউন্ডেশন একটি বিশ্ববিদ্যালয়ও চালাচ্ছে। যার নাম দেওয়া হয়েছে আজিম প্রেমজি বিশ

চিনের বাধা, নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা গেল না মাসুদ আজহারকে

Image
গত কয়েক সপ্তাহ ধরে চলা রুদ্ধশ্বাস আন্তর্জাতিক চিত্রনাট্যের যবনিকাপতন হল রাষ্ট্রপুঞ্জে। এ বারও চিনের বাধায় জইশ ই মহম্মদ নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারল না রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। এই প্রশ্নে ভারতের পাশে ছিল আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন-সহ বিভিন্ন রাষ্ট্র। কিন্তু ফের চিনের প্রাচীরে ধাক্কা খেয়ে আটকে গেল সেই উদ্যোগ। গোটা ঘটনায় ভারত 'হতাশ' বলে এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক। মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় আনার এই চেষ্টা প্রথম নয়। গত দশ বছর ধরেই ভারত সরকার বিষয়টির জন্য সওয়াল করে আসছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে। প্রত্যেক বারই হোঁচট খেতে হচ্ছে বেজিংয়ের আপত্তিতে।  পুলওয়ামা কাণ্ডের পরে নয়াদিল্লির অতিসক্রিয় কূটনীতির ফলে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মাসুদের ভূমিকা সামনে চলে আসায় প্রধানত আমেরিকা উঠে পড়ে লেগেছিল। সেইসঙ্গে সক্রিয় হয়েছিল পশ্চিমী বিশ্বের অন্যান্য দেশগুলিও। তবে এহেন চাপের মধ্যেও যে একেবারে দায়ে না পড়লে 'সব ঋতুর মিত্র' পাকিস্তানকে কোনও অস্বস্তিতে ফেলতে চায় না চিন, প্রস্তাব পেশ হওয়ার কয়েক ঘণ্টা আগেও তার ইঙ্গ

গুজরাটে প্রকাশ্যে PUBG খেলায় শ্রীঘরে ১০ কলেজছাত্র

Image
প্রকাশ্যে PUBG খেলার জন্য ১০ কলেজছাত্রকে গ্রেফতার করল রাজকোট পুলিশ। অনলাইন গেমটি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করার সাতদিনের মধ্যেই কড়া পদক্ষেপ করা শুরু করা হল। জানুয়ারিতে বিভিন্ন জেলায় গুজরাট  সরকার এই খেলার উপর নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রথম গ্রেফতারির ঘটনা ঘটল। ১০ কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার ৬ জনকে গ্রেফতার করা হয় কলাবাদ রোডের আত্মীয় কলেজের কাছ থেকে। গ্যালাক্সি সিনেমার কাছ থেকে পাকড়াও করা হয় তিনজনকে। আর একজন গ্রেফতার হন নেপচুন টাওয়ারের কাছ থেকে। সব ক্ষেত্রেই প্রকাশ্যে পাবজি খেলছিল ছেলেগুলি। পুলিশ ইনস্পেক্টর ভিএস বাঞ্জারা জানিয়েছেন, পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি লঙ্ঘন করার জন্য এই ছাত্রদের গ্রেফতার করা হয়েছে। এই বিজ্ঞপ্তি যে শুধু কাগজপত্রেই সীমাবদ্ধ থাকবে না, পুলিশ সেই কড়া বার্তা দিতে চায় বলে জানান তিনি।

এটিএম থেকে চুরি করেও টাকা ফেরত দিয়ে দিল চোর, কিন্তু কেন?

Image
চোরের কাজই হল চুরি করা। কিন্তু কখনও শুনেছেন চোর চুরি করেও সেই টাকা ফেরত দিয়ে দিচ্ছে। না শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে চীনে। যেখানে মহিলার থেকে টাকা চুরি করেও, শেষপর্যন্ত দয়া করেই তাঁর টাকা ফেরত দিয়ে দিচ্ছে চোর। গোটা ঘটনাটি ধরা পড়ে এটিএম–এর সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। সেটিতে দেখা গিয়েছে, লি নামে এক মহিলা আইসিবিলি ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলছেন। সেই সময় সেখানে উপস্থিত হয় ওই চোর। ছুরি দেখিয়ে মহিলাকে ভয় দেখায় এবং টাকা দাবি করে। প্রাণের ভয়ে ওই চোরের হাতে ২৫০০ ইয়ান দিয়ে দেন লি। এরপরই চোরটি মহিলার অ্যাকাউন্ট ব্যালান্স দেখতে চায়। কিন্তু সেটি দেখার পরই বদলে যায় চোরের মন। দেখা যায়, ওই মহিলার অ্যাকাউন্টে কোনও টাকাই অবশিষ্ট নেই। শেষপর্যন্ত দয়া করেই ওই মহিলার টাকা ফিরিয়ে দেয় চোর। খবরটি সামনে আসতেই অনেকেই চোরের প্রশংসা করলেও, প্রশাসন কিন্তু কড়া হাতেই ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেপ্তার করে পুলিস।‌‌‌

পোলিও খেয়ে মৃত্যু ৯ মাসের শিশুর, মৃত্যুর কারণ খুঁজতে গঠন তদন্ত কমিটি

Image
উত্তরপ্রদেশের বান্দাতে পোলিও খাওয়ার পর মৃত্যু হল এক ৯ মাসের শিশুর। হায়দরাবাদেও এই পোলিও খাওয়ানোর পর ২ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৩২ জন হাসপাতালে ভর্তি। বান্দার জেলা প্রশাসন ইতিমধ্যেই শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে প্যানেল গঠন করেছে। জেলা শাসক এইচ লাল বলেন, '‌এটা খুবই দুর্ভাগ্যজনক। এই প্রথমবার এ ধরনের কোনও ঘটনা ঘটল। আমি তদন্ত কমিটি গঠন করেছি শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য। দোষীদের শাস্তি দিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।' গত বছর সেপ্টেম্বরে দেশের বিভিন্ন রাজ্যে পোলিও ড্রপস আতঙ্কের সৃষ্টি করেছিল। গাজিয়াবাদের এক ওষুধ সংস্থার ওরাল পোলিও ভ্যাকসিনে পোলিও ভাইরাস টাইপ ২ পাওয়া যায়। যা খাওয়ার পর বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গোটা পরিস্থিতির ওপর নজরদারির নির্দেশ দিয়েছে। পোলিও ভ্যাকসিন নেওয়ার পর যে সব শিশু অসুস্থ হয়ে পড়েছে, তাদের দেখতে উত্তরপ্রদেশে স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধিরা আসবেন। ভারত সহ গোটা বিশ্বে নিষিদ্ধ পোলিওভাইরাস টাইপ ২। গতবছর সেপ্টেম্বরে পোলিও খাওয়ার পর শিশু অসুস্থ হয়ে যাওয়ার পরই গাজিয়াবাদের ওই সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়।

ফোনে দীর্ঘক্ষণ মুকুলের সঙ্গে আলোচনা সেরেই দিল্লির বিমান ধরেন অর্জুন

Image
নয়াদিল্লি:  বিজেপিতে পা বাড়িয়ে ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং? ঘাসফুল শিবির ছেড়ে আজই একঝাঁক তৃণমূল কাউন্সিলরদের নিয়ে তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে? ভাটপাড়ার দাপুটে এই তৃণমূল বিধায়ককে নিয়ে শুরু হয়েছে ইত্যাদি নানা জল্পনা৷ এই জল্পনা আরও বাড়িয়ে তুলেছেন অর্জুন সিং নিজে৷ সূত্রের খবর, বুধবার রাতে তিনি দিল্লি উড়ে যান৷ তাঁর এই দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন৷ সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি গেরুয়া নামাবলী গায়ে জড়াবেন৷ অর্জুন সিং দল ছাড়লে তার প্রভাব পড়বে নৈহাটি, হালিশহর, ভাটপাড়া ও বারাকপুর পুরসভাগুলিতে৷ কারণ তাঁর সঙ্গে রয়েছেন প্রায় পঞ্চাশ জন তৃণমূল কাউন্সিলরের সমর্থন৷ অর্জুন বিজেপিতে যোগ দিলে তারাও যে শিবির বদলাবেন তা বলাই বাহুল্য৷ অর্থাৎ লোকসভা ভোটের মুখে বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলকে জোর ধাক্কা দিতে চলেছে বিজেপি৷ অর্জুন সিংকে বিজেপিতে টেনে আনার নেপথ্য কাণ্ডারি মুকুল রায়৷ যদিও অর্জুন সিংয়ের সঙ্গে মুকুলের রায়ের যে আদায়-কাঁচকলা সম্পর্ক তা সবার জানা। বিশেষত যখন মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেই সময় অর্জুন সিং প্রাক্তন তৃণম

চিপসের প্যাকেট থেকেই পাতালে আগুন, দাবি মেট্রো কর্তৃপক্ষের

Image
কখনও তৃতীয় লাইনে আগুন। কখনও বা মেট্রোর চাকা থেকে আগুনের ফুলকি। গত দু'মাসে মেট্রোর লাইনে আগুন ধরেছে ১৮ বার। যা যাত্রীদের পাতালযাত্রাকে কার্যত আতঙ্কের করে তুলেছে। যাত্রীদের দাবি, মেট্রো কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষনের অভাবেই এই বেহাল অবস্থা শহরের লাইফলাইনের। কিন্তু আগুনের কারণ অনুসন্ধানে নেমে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। যা যাত্রীদের মধ্যে একেবারেই সুখকর নয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ১৮ বারের মধ্যে ১৪ বারই আগুনের ফুলকি বেরিয়েছে চিপসের প্যাকেট, জলের বোতল, খাবারের প্যাকেট থেকে। শুনে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। ব্যাগে করে চিপস, কেক, বিস্কুটের প্যাকেট নিয়ে অনেকেই মেট্রোয় চড়েন। তাঁরা মেট্রোয় বসে খান। রেক নন এসি থাকলে জানালা দিয়ে সেই প্যাকেট লাইনে ফেলে দেন। পরে ট্রেন সেই লাইন দিয়ে যাওয়ার সময় ওই প্লাস্টিকের জিনিসের সঙ্গে লাইন এবং চাকার ঘর্ষণে স্পার্ক হয়। যার ফলে বের হয় আগুনের ফুলকি, ধোঁয়া বের হয়। সেই সিগন্যাল মেট্রোর চালকের কাছে পৌঁছতেই তিনি ট্রেন থামিয়ে দেন। কিন্তু তার মধ্যে যা যা হওয়ার তা ঘটে যায়। আগুনের আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি। ভিড়ের চাপে অসুস্থ হওয়া। তাঁদের উদ্ধার করে মেট্রো কর

বিমানযাত্রীদের জন্য সুখবর, বোয়িং ম্যাক্স আতঙ্কের পরও বাড়ছে না ভাড়া

Image
বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমানের উড়ান ভারত পুরোপুরি বন্ধ করে দিলেও বিকল্প উড়ানের ভাড়া বাড়ানো হচ্ছে না। বৈঠকে আশ্বস্ত করল বিমান পরিবহণ সংস্থাগুলি। এর আগে দেশে স্পাইস জেটের ১২টি এবং জেট এয়ারওয়েজের ৫টি বোয়িং ৭৩৭ম্যাক্স এইট বিমান চালু ছিল। বুধবার বিকেল চারটের পর থেকে ওই সব বিমানের উড়ান বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবে চাপ বেড়েছে ওই দুই বিমান পরিবাহী সংস্থার উপর। সেক্ষেত্রে ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা দেখা গিয়েছিল। এদিন বিকেলে ভারতের অসমারিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র বৈঠকে দুই সংস্থা জানায়, ভাড়া বাড়াচ্ছে না তারা। স্পাইসজেট জানায়, তাদের সমস্ত যাত্রীদের সংস্থার অন্য বিমানে পরিবহণ করবে তারা। যদি অসুবিধা হয় তবে দেশের অন্যান্য বিমান সংস্থাগুলি সাহায্য করবে তাদের। তবে এদিন ৭৩৭ ম্যাক্স এইট বিমান বসিয়ে দেওয়ার জন্য দুই বিমান সংস্থার যে ১৪ উড়ান বাতিল হয়েছে, তাদের যাত্রীদের ভাড়া ফেরৎ দেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ভারতের আগেই অধিকাংশ দেশ, যেখানে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স এই বিমান চালু ছিল, ওই বিমান বসিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেল চারটে থেকে ভারতেও বন্ধ ক

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩

Image
ঘাটাল: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীর গাড়ি৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঘাটালের দাসপুরের জগন্নাথপুরের ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্য সড়কে৷ জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি পড়ে যায় রাজ্য সড়কের পাশের নয়ানজুলিতে৷ ঘটনায় মৃত্যু হয় তিন জনের৷ যাদের মধ্যে বাবা-মেয়ে ও গাড়ির চালক রয়েছেন৷ পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন৷ তাই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, হাওড়ার কদমতলায় বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল ওই গাড়িটি৷ ফেরার সময় রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷ প্রথমে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের কালভার্টে৷ এরপর কালভার্টের রেলিং ভেঙে পড়ে যায় রাজ্য সড়কের পাশের নয়ানজুলিতে৷ ঘটনায় মৃত্যু হয় তিন জনের৷ মৃতরা হলেন, সুশীল দাস, বয়স ৫৯৷ তাঁর মেয়ে মৌমিতা দাস, বয়স ২৫৷ এবং গাড়ির চালক সুব্রত দে, বয়স ৪০৷ মৃতদের পরিজনরা জানিয়েছেন, মৃত সুশীল দাস ও মৌমিতা দাসের বাড়ি ঘাটালের কোন্নগর এলাকায়৷ সুশীল দাসের মার্বেলের ব্যবসা রয়েছে৷ এবং মৌমিতা দাস গত বছরই সেখানকার

অসাবধানের জের! রাজ্যে সহকর্মীর রিভলবার থেকে গুলি ছিটকে মৃত্যু মহিলা পুলিশকর্মীর

Image
অসাবধানবশত সহকর্মীর রিভলবার থেকে গুলি ছিটকে মৃত্যু হল মহিলা পুলিশকর্মীর। ওই পুলিশকর্মীর নাম দেবশ্রী ঘোষ। কৃষ্ণনগর পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। এই মৃত্যু নিয়ে জেলা পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি বলে জানা গিয়েছে। পরিবারের তরফে ঘটনার তদন্ত দাবি করা হয়েছে বলেই সূত্রের খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়ায় প্রশিক্ষণ শেষে কৃষ্ণনগর পুলিশ লাইনে পোস্টিং হয়েছিল বছর ত্রিশের দেবশ্রীর। সেখানেই সহকর্মীর  রিভলবার থেকে গুলি ছিটকে লাগে দেবশ্রীর ডান হাত ও পেটে। সঙ্গে সঙ্গে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেবশ্রীকে মৃত বলে ঘোষণা করেন।

সোদপুরে শুটআউট! তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি

Image
উতত্র ২৪ পরগনার সোদপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ৫ রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। আক্রান্ত তৃণমূল নেতা পরিতোষ দাস ঘোলা পূর্বাচলের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মাণ শিল্পের ব্যবসা রয়েছে তাঁর। বয়স ৩২ বছর। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ রাতে খাবার কিনে, মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন পরিতোষ বাবু। বাইকের পিছনে বসেছিলেন অভিজিৎ রায় নামে  তাঁর এক বন্ধু। সেইসময় সোদপুর ট্রাফিক মোড়ের কাছে বাইকের রাস্তা আটকে দাঁড়ায় একটি স্করপিও গাড়ি। অভিযোগ, গাড়ির ভিতরে ৩ জন ছিলেন। আরও ৩ জন যুবক বাইকে করে আসে। তারপরই পরিতোষ দাসকে লক্ষ্য করে ৫ রাউন্স গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন পরিতোষবাবু। যদিও তাঁর পেছনে বসা অভিজিৎ রায় বেঁচে যান। সঙ্গে সঙ্গেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিতোষ দাসকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিত্সাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার বুকে, হাত

তৃণমূলে বড় ভাঙন, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং

Image
আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ডাকসাইটে বিধায়ক অর্জুন সিং। বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় পতাকা হাতে তুলে নেবেন তিনি। জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতে বৈঠক করেন অর্জুন সিং।  আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন সিং। কিন্তু তার বদলে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ডেকে অর্জুনকে অন্য দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসে চিড়ে ভিজল না।  তৃণমূলের ৪৭ জন কাউন্সিলরকে নিয়ে আজ বিজেপিতে অর্জুন? সূত্রের খবর, অর্জুনের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় ৫০ জন কাউন্সিলর। জ়ি ২৪ ঘণ্টাকে তিনি ফোনে বলেন, 'বেলা ১২.৩০ মিনিটে বিজেপি অফিসে যাচ্ছি।' বিজেপি সূত্রের খবর, ব্যারাকপুরেই দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং।

এবার মার্কিন মুলুকেও নিষিদ্ধ হল 'ম্যাক্স'

Image
ইথিয়োপিয়ান এয়ারলাইন্স ধ্বংসের জের। এবার দেশের আকাশে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এবং ম্যাক্স ৯-এর উড়ান বন্ধ করল আমেরিকা। বুধবার এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে। সারা বিশ্বে সাড়ে তিনশোর বেশি বেয়িং ৭৩৭ ম্যাক্স বিমান আকাশে ওড়ে। এর মধ্যে ৭৪টি মার্কিন বিমানপরিবহন সংস্থাগুলির বহরের অন্তর্ভুক্ত বলে এফএএ সূত্রে খবর। গত রবিবার ১৫৭ জন আরোহী-সহ মাঝ আকাশে ভেঙে পড়ে ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। এই দুর্ঘটনায় কোনও আরোহী প্রাণে রক্ষা পাননি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িং ৭৩৭-ম্যাক্স ছিল। যার জেরে জার্মানি, ফ্রান্স, ব্রিটন, সিঙ্গাপুর, চিন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার ইতোমধ্যেই বোয়িং ৭৩৭-ম্যাক্স বিমানে ওঠা-নামা নিষিদ্ধ করেছে। গতকাল ভারতেও এর উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার এই তালিকায় যুক্ত হল আমেরিকা।

উচ্চমাধ্যমিক:‌ মোবাইল ব্যবহার করায় বাতিল ১৮ জনের পরীক্ষা

Image
মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় উচ্চমাধ্যমিকে মোট ১৮ জন পরীক্ষার্থীর এ বছরের পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে সংসদের অন্যায় আচরণ ও অসাধু কার্যকলাপ সংক্রান্ত কমিটি সিদ্ধান্ত নেবে। বুধবার শেষ হয়েছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদ সভাপতি মহুয়া দাস বলেন, '‌ ১৮ জনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকের পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিস্ট্রেশন বাতিল নিয়ে সংসদের '‌মিসকন্ডাক্ট অ্যান্ড ম্যালপ্র‌্যাকটিস'‌ কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নেবে।'‌ কমিটি ওই ১৮ জনকে ডেকে তাদের বক্তব্য শুনবে। তাদের কাছে মোবাইল পাওয়ার সময়টি গুরুত্বপূর্ণ। দেখা হবে ওই পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থার কোনও ক্ষতি করতে পেরেছে কি না। অপরাধের গুরুত্ব বুঝে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার হলে মোবাইল ব্যবহার রুখতে কঠোর হওয়ার কথা আগেই জানিয়েছিল সংসদ। রেজিস্ট্রেশন বাতিলের বিষয়টিও ছিল। সেইমতো পরীক্ষা শুরুর দিনই মোবাইল সমেত ধরা পড়ায় ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। দ্বিতীয় দিন আরও ২ জন, চতুর্থ দিন ৬ জন, পঞ্চম দিন ১ জন, সপ্তম

বার্সাকে টানা ১২বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুললেন মেসি

Image
বার্সেলোনা: রূপকথার লড়াই ফিরিয়ে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্তাসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিয়ে গিয়েছেন আগের দিন৷ অতটা কঠিন পরিস্থিতি থেকে না হলেও ছিটকে যাওয়ার ভ্রূকুটি সঙ্গে নিয়ে মাঠে নামা বার্সেলোনাকে ছন্দবদ্ধ ফুটবলে দাপুটে জয় এনে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুললেন লিওনেল মেসি৷ যদিও তুরিনে রোনাল্ডো কার্যত একার কাঁধে টেনে নিয়ে যান ওল্ড লেডিদের৷ মেসি এক্ষেত্রে কাতালান ক্লাবকে পরের রাউন্ডে তুলে নিয়ে যেতে পাশে পেলেন কুটিনহো, পিকে, দেম্বেলেদের৷ অলিম্পিক লিয়ঁর ঘরের মাঠে গোলশূন্য ড্র করে আসা বার্সেলোনা ন্যু ক্যাম্পে ফরাসি দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় এবং রেকর্ড ১২ বার একটানা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দরজা খুলে ফেলে৷   বার্সার হয়ে জোড়া গোল করেন মেসি৷ একটি করে গোল করেছেন কুটিনহো, পিকে ও দেম্বেলে৷ লিয়ঁর হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন টুসার্ট৷ মাঠে নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে অবশ্য এগিয়ে ছিল বার্সেলোনাই৷ এর আগে লিয়ঁর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি হোম ম্যাচেই জয় তুলে নিয়েছিল বার্সা৷ গোল করেছিল ১০টি৷ তাদের গোল হজম করতে হয় মাত

বাজারের মধ্যে বড়সড় বিস্ফোরণে নিহত ৮

Image
মোগাদিশু: ফের বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার একটি বাজারে৷ এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৪০৷ তবে এই ঘটনায় কারও হাত রয়েছে কিনা, কীভাবে লাগলো এতো বড় একটি আগুন তার তদন্ত শুরু হয়েছে৷ আপাতত হাসপাতালের আহতদের চিকিৎসা চলছে৷ প্রসঙ্গত, ১৯৯১-এর পর থেকেই মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে সোমালিয়ার পরিবেশ৷ গত মাসের শেষের দিকে সোমালিয়ার রাজধানীতে একটি হোটেলের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণে ৫ জনের প্রাণ যায়৷ এই ঘটনার পিছনে আল-শাবাব গোষ্ঠীর হাত ছিল বলে জানা যায়৷   সূত্রের খবর অনুযায়ী, আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের ডিরেক্টর আবদুকাদির আবদিরহমান বলেন, তাদের দল ৫ দেহ উদ্ধার করেছে, ২৫ আহত৷ এই মোগাদিশুকে প্রায়ই নিশানা করে এই শাবাবের সদস্যরা৷ গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেই সঙ্গে গুলিও চালানো হয়৷ পুলিশ আধিকারিক মহম্মদ ফারাহ জানান, মকা এল-মুকারামা রোডের কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ হয়৷ সেই সঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পরেই গুলি চলে, কিন্তু কে সেই গুলি চালায় তা জানা যায়নি৷

ফের একবার মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ায় অস্বীকার চিনের

Image
ফের একবার জইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়া থেকে বিরত থাকল চিন। এদিন ফের একবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পর্ষদের মঞ্চে ভারতের দাবি জানানো সত্ত্বেও চিন বেঁকে বসল। এই নিয়ে পরপর চারবার চিন মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ায় আপত্তি জানাল। এদিন ভারতের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা পরিষদের সব স্থায়ী ও অস্থায়ী সদস্যরা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার কথা জানায়। বিশেষ করে পুলওয়ামা হামলার পরে সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলেছে। এদিন চিন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে ভেটো প্রয়োগ না করলেও এই বিষয়ে নিজেদের ভাবনা জানাতে সময় চেয়ে নিয়েছে। অর্থাত সারা বিশ্বের চাপের ফলে সরাসরি ভেটো প্রয়োগ না করে চিন কৌশলে সময় চেয়ে মাসুদ আজহারের জঙ্গি তকমা আটকে দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার পরে ২৭ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার আহ্বান জানায় ফ্রান্স, যুক্তরাজ্য ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এদিন ফের একবার চিন 'টেকনিক্যাল হোল্ড' হাতিয়ার ব্যবহার করে মাসুদ আজহারের জঙ্গি হওয়া আটকে দিল।

সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি বিজেপির, ২ ঘণ্টায় মোক্ষম পদক্ষেপ কমিশনের

Image
1/7 বেলায় দিল্লিতে নির্বাচন কমিশনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দরবার করেছে বিজেপির প্রতিনিধি দল। বাংলার প্রতিটি বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তার দু'ঘণ্টার মধ্যে স্পর্শকাতর বুথ নিয়ে তথ্য সংগ্রহ শুরু করল নির্বাচন কমিশন।      2/7 তারপরই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলা শান্তিপূর্ণ রাজ্য। রাজ্যের মানুষকে অপমান করছে বিজেপি। নির্বাচনে যোগ্য জবাব দেবেন মানুষ।       3/7 বুধবার রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও পুলিস সুপারদের কাছে আরও এক দফা রিপোর্ট চাইল কমিশন।      4/7 শুধু তাই নয়, বিজেপির স্মারকলিপি পেশের ২ ঘণ্টার মধ্যে রাজ্য কমিশন জানাল, শনিবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।       5/7 সাধারণত কমিশনের ফুল বেঞ্চ এলে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে বৈঠকে ডাকা হয়। কিন্তু এবার তাত্পর্যপূর্ণভাবে দুই আধিকারিকের সঙ্গে দেখা করবেন ডেপুটি কমিশনার।     6/7 বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন উপ-নির্বাচন কমিশনার।      7/7 নিয়ম অনুযায়ী, কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখতে বাধ্য থাকে কমিশন

বিশ্বজুড়ে আচমকাই বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম!

Image
বুধবার রাত থেকে আচমকাই কাজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুকের তরফে জানানো হয় খুব শীঘ্রই তারা সমস্যার সমাধান করে ফেলবে। স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন জায়গায় ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। শুধু ফেসবুক নয়, ডাউন রয়েছে ইনস্টাগ্রামও। DownDetector-এর তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় বুধবার রাত ৯.৩০ নাগাদ ফেসবুক ডাউন হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামও বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। ফেসবুক মেসেঞ্জারেও সমস্যা দেখা দিয়েছে। এমনকী মেসেজও করা যাচ্ছে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারকারীরা। অনেকের মোবাইলে অ্যাপ কাজ করলেও তা কিন্তু ডেক্সটপে কাজ করছে না বলেও জানিয়েছেন অনেকে। কারও কারও ক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওপেন হলেও নতুন কোনও কিছু পোস্ট করা সম্ভব হচ্ছে না।  শুধুমাত্র ভারত নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এবং ফিলিপিনস থেকে অধিকাংশ ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু এই ফেসবুক এবং ইনস্টাগ্রামের ডাউনের কারণ সম্পর্কে ফেসবুকের তরফে এখনও কিছুই জানানো হয়নি।