এটিএম থেকে চুরি করেও টাকা ফেরত দিয়ে দিল চোর, কিন্তু কেন?


চোরের কাজই হল চুরি করা। কিন্তু কখনও শুনেছেন চোর চুরি করেও সেই টাকা ফেরত দিয়ে দিচ্ছে। না শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে চীনে। যেখানে মহিলার থেকে টাকা চুরি করেও, শেষপর্যন্ত দয়া করেই তাঁর টাকা ফেরত দিয়ে দিচ্ছে চোর। গোটা ঘটনাটি ধরা পড়ে এটিএম–এর সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। সেটিতে দেখা গিয়েছে, লি নামে এক মহিলা আইসিবিলি ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলছেন। সেই সময় সেখানে উপস্থিত হয় ওই চোর। ছুরি দেখিয়ে মহিলাকে ভয় দেখায় এবং টাকা দাবি করে। প্রাণের ভয়ে ওই চোরের হাতে ২৫০০ ইয়ান দিয়ে দেন লি। এরপরই চোরটি মহিলার অ্যাকাউন্ট ব্যালান্স দেখতে চায়। কিন্তু সেটি দেখার পরই বদলে যায় চোরের মন। দেখা যায়, ওই মহিলার অ্যাকাউন্টে কোনও টাকাই অবশিষ্ট নেই। শেষপর্যন্ত দয়া করেই ওই মহিলার টাকা ফিরিয়ে দেয় চোর। খবরটি সামনে আসতেই অনেকেই চোরের প্রশংসা করলেও, প্রশাসন কিন্তু কড়া হাতেই ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেপ্তার করে পুলিস।‌‌‌