Posts

Showing posts from March 13, 2019

রাহুল গান্ধী, মমতা ব্যানার্জিকে টুইট করলেন নরেন্দ্র মোদি, তোলপাড় জাতীয় রাজনীতি

Image
সাতসকালেই টুইট। আর তাতেই চমকে উঠল জাতীয় রাজনীতির অলিন্দ। কারণ বুধবার সকালে যে টুইটে রাজনীতির ঘুম ভাঙল তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক এবং অভিনেতা–অভিনেত্রীদের একটিই টুইট করেছেন তিনি। শুরুটা কিন্তু কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়ে। তারপর বিরাট কোহলি, রণবীর সিং, ভিকি কৌশল–সহ আরও অনেকে রয়েছেন। একমাস বাদেই ভোট। তাই নিজেকে সবার সামনে ধরে রাখতেই এই টুইট কৌশল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কী টুইট করলেন প্রধানমন্ত্রী?‌ টুইটে তিনি লিখেছেন, '‌নতুন প্রজন্মের অনেকেই আপনাদের অনুগামী। এটাই উপযুক্ত সময় আপনাদের বলার জন্য। আমাদের সময় এসে গিয়েছে। তাই এই সময়ে চূড়ান্ত জোশ নিয়ে মানুষকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হবে। কারণ এটাই গণতন্ত্রের বড় কাঠামো।'‌ এই টুইটের মধ্য দিয়ে দুটি বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এক, সবাই যাতে ভোট দিতে আসেন তার প্রচার করতে। দুই, নতুন প্রজন্মের ভোট দান অত্যন্ত প্রয়োজন। তিনি এই টুইটটি প্রথম করেন তাঁর বিরোধী সাতজন রাজনীতিবিদকে। যাঁরা এই লোকসভা নির্বাচনে বড় ফ্যাক্টর। তাঁরা হলেন, রাহুল গ

স্বাধীনতার পর ‘আদর্শচ্যুত’ কংগ্রেসকে ভেঙে দিতে চেয়েছিলেন গান্ধীজি: প্রধানমন্ত্রী

Image
মুখে মহাত্মা গান্ধীর কথা বলে। কিন্তু কংগ্রেসের সংস্কৃতিই হল গান্ধীজির আদর্শের বিপরীত পথে চলা। কংগ্রেস আর দুর্নীতি সমার্থক। ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির দিনেই ব্লগ লিখে এভাবেই প্রধান বিরোধী দল কংগ্রেস এবং গান্ধী পরিবারকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক যখন ডান্ডি অভিযানকে সামনে রেখে কংগ্রেস মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতের আমেদাবাদে ভোটের কৌশল ঠিক করতে ওয়ার্কিং কমিটির বৈঠক করছে, ঠিক তখন মোদির এই ব্লগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৩০ সালের এই দিনেই ডান্ডি অভিযান শুরু করেছিলেন গান্ধীজি। সেই অভিযানের ৮৯তম বর্ষপূর্তির দিনে কংগ্রেসের আদর্শ নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী। দাবি করলেন, 'স্বাধীনতার পর গান্ধীজিই কংগ্রেস ভেঙে দিতে চেয়েছিলেন।' কারণ? 'গান্ধীজির অসাম্প্রদায়িক ও সাম্যের নীতিই মানেনি কংগ্রেস। দলের চরিত্র গান্ধীজি ভালভাবেই বুঝতে পেরেছিলেন।' গান্ধীজির নীতি-আদর্শকে তুলে ধরে মোদির ব্লগের ছত্রে ছত্রে রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ। দুর্নীতি, জাতিভেদ, পরিবারতন্ত্রের মতো অভিযোগ তুলে কংগ্রেসকে একের পর এক কটাক্ষ করেছেন তিনি। শুরুটা হয়েছিল দ

প্রিপেডে ৩৯৮ টাকা প্ল্যান ঢেলে জানালো এয়ারটেল

Image
জিও কে টেক্কা দিতে ইতিমধ্যেই কোম্পানির একাধিক প্রিপেড প্ল্যান নতুন করে সাজিয়েছে। এবার ৩৯৮ টাকার প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো গুরুগ্রামের কোম্পানিটি। এবার থেকে ৩৯৮ টাকা এয়ারটেল প্রিপেড প্ল্যানে 105GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন। এর সাথেই থাকছে আনলিমিটেড কল আর দিনে ৯০ টি এসএমএস। এর সাথেই ৩৯৯ টাকা প্ল্যানে এবার থেকে দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবে এয়ারটেল গ্রাহকরা। ৩৯৯ টাকায় ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এয়ারটেল ৩৯৮ টাকা প্ল্যানে এবার থেকে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল আর দিনে ৯০টি এসএমএস। তবে ভয়েস কলে কোনও সীমা থাকছে না। ৩৯৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন। ৩৯৯ টাকায় ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে এয়ারটেল প্রিপেড গ্রাহকরা দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল আর দিনে ১০০ টি এসএমএস। জিও ৩৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যায়। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল আর দিনে ১০০ টি এসএমএস। জিও ৩৯৮ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন। সম

চিনই ভরসা! মধ্যরাতে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমার নির্ধারণ মাসুদ আজহারের

Image
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টায় জইশ-ই-মহম্মদ সংগঠনকে 'আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত' করা হবে। পাশাপাশি ওই সংগঠনের মাথা মাসুদ আজহারকেও চিহ্নিত করা হবে 'আন্তর্জাতিক জঙ্গি' হিসাবে। যদি চিন তার স্বভাবসিদ্ধ আচরণে বাধাদানে বিরত থাকে, তবেই তা সম্ভব। সে দিক থেকে ভারত তো বটেই মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেনের মতো সন্ত্রাসবাদে বিধ্বস্ত দেশগুলিও তাকিয়ে রয়েছে কী পদক্ষেপ করে চিন? মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রক তরফে জানানো হয়েছে, জইশ-ই-মহম্মদ নিরাপত্তা পরিষদের চিহ্নিত জঙ্গি সংগঠন। রাষ্ট্র সঙ্ঘের আন্তর্জাতিক জঙ্গি চিহ্নিত করার প্রস্তাবিত মানদণ্ডে নাম রয়েছে জইশের প্রধান মাসুদ আজহারের। তার বিরুদ্ধে একাধিক নাশকতার প্রমাণ রয়েছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি জইশ সংগঠন তৈরির ক্ষেত্রে ওসামা বিন লাদেনের ভূমিকা ছিল বলে প্রমাণ মিলেছে। নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারের একটি ভিডিয়ো ভারত তুলে ধরে, যেখানে ভারত বিরোধী বক্তব্য এবং হিংসা ছড়ানোর বার্তা দিতে দেখা গিয়েছে মাসুদকে। ২০১৭ সালে ভিটো প্রয়োগ করে জইশকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা থেকে বাঁচিয়েছিল চিন। মা

ভারতের আকাশেও নিষিদ্ধ হল বোয়িং ৩৭৩ ম্যাক্স ৮

Image
বোয়িং ৩৭৩ ম্যাক্স ৮ –কে শুধু বসানোই হল না, ভারতের আকাশ ব্যবহারেও নিষিদ্ধ করল ভারতের বিমান নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। বিমান মন্ত্রক টুইট করে জানিয়েছে, বিকেল ৪ নাগাদ এই নির্দেশিকা কার্যকর হবে। ইতিমধ্যেই বোয়িংয়ের ৩৭৩ ম্যাক্স ৮ বিমান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত রবিবার কেনিয়ায় ভেঙে পড়ে ইথিয়োপিয়া এয়ারলাইন্সের বোয়িং ৩৭৩ ম্যাক্স ৮ বিমান। মৃত্যু হয় ১৫৭ জনের। এর মধ্যে ৪ জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে একই মডেলের ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় ১৮০ জনের। পরপর দুটি দুর্ঘটনায় ম্যাক্স ৮-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ইতিমধ্যে ম্যাক্স ৮ বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিভিন্ন দেশের এয়ারলাইন্স সংস্থাগুলি। চিনের এয়ার চায়না, চায়না ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, ইন্দোনেশিয়া এয়ারলাইন্স রয়েছে ওই তালিকায়। এ বার যুক্ত হলও ভারতও। তবে, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান মন্ত্রক স্পষ্ট করে, ম্যাক্স ৮ বিমান বসানো হচ্ছে না। যান্ত্রিক পারফরম্যান্সে কোনও ত্রুটি না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মার্কিন য

মিমি-নুসরতকে মাঠে নামিয়ে বড় চমক মমতার, বাদ সন্ধ্যা-তাপস, কমল তারকার সংখ্যাও

Image
লোকসভার প্রার্থী তালিকায় কমবে তারকা, বাড়বে রাজনৈতিক মুখের সংখ্যা— তৃণমূল সূত্রে ইঙ্গিত মিলছিল বেশ কিছু দিন ধরেই। সে পূর্বাভাস খানিকটা মিলল। তৃণমূলের যে প্রার্থী তালিকা মঙ্গলবার ঘোষিত হল, তা থেকে স্পষ্ট যে, অন্তত দুই তারকা সাংসদের উপরে এ বার আর ভরসা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এক তারকাকে জেতা আসন থেকে পাঠিয়ে দিয়েছেন হারা কেন্দ্রে। তবে তারকা-তালিকায় সবচেয়ে বড় চমক মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করেছে তৃণমূল। বসিরহাটের বিদায়ী সাংসদ ইদ্রিস আলিকে টিকিট দেওয়া হয়নি। বসিরহাট মূলত গ্রামীণ এলাকা। সংখ্যালঘু প্রধানও। গ্রামীণ এলাকায় সেলিব্রিটি প্রার্থীদের ঘিরে উন্মাদনা তৈরি হয় অপেক্ষাকৃত বেশি। তার পাশাপাশি নুসরত সংখ্যালঘু মুখও। ফলে বসিরহাটে নুসরতের আশু সাফল্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। তবে নুসরত জাহানের চেয়েও বড় চমক মিমি চক্রবর্তী। নুসরত যে প্রার্থী হতে পারেন, সে জল্পনা রাজ্যের রাজনৈতিক শিবিরে বেশ কিছু দিন ধরেই চলছিল। কিন্তু মিমি চক্রবর্তীর নাম সে ভাবে আলোচনায় আসেনি। যাদবপুরের মতো আসনে সেই মিমিকে

বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা শুরু

Image
এ মহাসংগ্রাম গণতান্ত্রিক ভাবেই শেষ হোক, অগণতান্ত্রিকতা যেন স্পর্শ করতে না পারে, রইল এই প্রার্থনা।  মহাসংগ্রাম শুরু। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাশ থাকবে কার হাতে, তা নির্ধারণের প্রক্রিয়া সূচিত হয়ে গিয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে রবিবারই আনুষ্ঠানিক ভাবে রণদুন্দুভির নিনাদ শুনিয়ে দিয়েছে ভারতের  নির্বাচন কমিশন। বিন্দুমাত্র কালক্ষেপ না করে প্রতিটা শিবির শঙ্খনাদ করতে শুরু করেছে। আর উত্তেজনায়, উদ্দীপনায় ঠাসা এই সাধারণ নির্বাচনের মুখোমুখি হয়ে ভারত যেন তার গণতন্ত্রের এক অভূতপূর্ব নৃত্যশৈলীর সাক্ষী থাকার প্রস্তুতি সেরে ফেলেছে। বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনীও নিজের নিজের ভাগ থেকে ছাড়তে রাজি নয় কোনও শিবিরই, এ কথা বলাই বাহুল্য। কিন্তু প্রত্যেকেই চাইছেন, জনমতে নিজেদের সর্বাধিক সম্ভাব্য অংশীদারিত্ব সুনিশ্চিত করতে তত্পর। অতএব তত্পরতাও সর্বত্র সেই লক্ষ্যেই। স্থানীয় স্তরের রাজনৈতিক দল থেকে শুরু করে সুবৃহত্ সর্বভারতীয় সংগঠন— সব তরফেই এই তত্পরতা দৃশ্যমান। ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডান্ডি অভিযানের ৮৯ বছর পূর্তি উপলক্ষে সেই ব্লগ। কিন্তু মহাত্মা গাঁধীর কংগ্রেসের সঙ্গে বর্তমান কংগ্রেসের ফারা

অভিনন্দনের ছবি দিয়ে ভোটের প্রচার, ফেসবুককে মুছে দিতে নির্দেশ কমিশনের

Image
লোকসভা ভোটের প্রচারে সেনাবাহিনীকে ব্যবহারে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এ বার সরাসরি ব্যবস্থা। ফেসবুকে দলের নেতাদের সঙ্গে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি দিয়ে প্রচার চালানোয় সেই পোস্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর সারা দেশে সম্ভবত এই প্রথম বিধিভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন। সারা দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে গত ১০ মার্চ। কিন্ত তার আগে থেকেই কমিশনে অভিযোগ জমা পড়ে যে, পাক সেনার হেফাজত থেকে দেশে ফিরে আসা বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের ছবি দিয়ে প্রচার চালাচ্ছে একটি রাজনৈতিক দল। সেই অভিযোগ পেয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কোনও রাজনৈতিক প্রচারে সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। কিন্তু তার পরও অভিনন্দন বর্তমানের ছবি দিয়ে দু'টি পোস্ট করেন দিল্লির বিশ্বাস নগরের বিধায়ক ও পি শর্মা। অভিনন্দনের সঙ্গে ছিল প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং বিধায়কের নিজের ছবিও। এ বছর লোকসভা ভোটে সি-ভিজিল নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। এই

‌৫০০০ বছরের প্রাচীন খুলি পাওয়া গেল কচ্ছের রণে

Image
দু'‌মাস ধরে টানা খনন কার্য চালিয়েছেন প্রত্নতত্ববিদরা। তারপরেই বেরিয়ে এসেছে ৫০০০ বছরের প্রাচীন মানুষের খুলি। মনে করা হচ্ছে এগুলি হরপ্পা সভ্যতা যুগের। প্রায় ২৫০টি কবরের সন্ধান পেয়েছেন তাঁরা। সেখানেই খনন কাজ চালিয়ে প্রায় ছ'‌ফুট দীর্ঘ মানুষের কঙ্কালেরও সন্ধান মিলেছে। যেটি প্রায় ৫০০০ বছরের প্রাচীন। এই প্রথম গুজরাটে প্রাচীন আমলের আয়তক্ষেত্রকার কোনও কবরস্থানের হদিশ মিলেছে। ৪,৬০০ থেকে ৫,২০০ বছরের প্রাচীন এই কবরস্থান বলে জানিয়েছেন প্রত্নতত্ববিদরা। তাঁরাই জানিয়েছেন, এতদিন গুজরাটে যেসব প্রাচীন আমলের সমাধি বা কবরস্থানের হদিশ পাওয়া গিয়েছে সেগুলির আকৃতি হয় গোলাকার না হয় অর্ধগোলাকার। আয়তক্ষেত্রাকার কবরস্থান বা সমাধিক্ষেত্র এবারই প্রথম পাওয়া গেল। কচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের প্রধান সুরেশ ভাণ্ডারি জানিয়েছেন, উদ্ধার হওয়া খুলি এবং কঙ্কাল কেরল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। সেখানেই গবেষণা করে বের করা হবে খুলিটি মহিলা না পুরুষের ও ঠিক কত বছরের পুরনো। কী কারণে মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির সেটিও গবেষণা করে বের করা হবে।   কচ্ছের লখপত তালুকের কাহাটিয়া গ্রামে পাওয়া গিয়েছে এই গণকবরস্থান। কেরল বিশ্

হ্যাটট্রিকে জুভেকে টিকিট পাইয়ে ‘অস্কার’ পাকা রোনাল্ডোর

Image
বয়স শুধুই সংখ্যা মাত্র! রোনাল্ডোর ক্ষেত্রে শতাংশভাগ সত্যি৷ সেটা সবাই জানে৷ কিন্তু রোনাল্ডো যে পাকা রাঁধুনি, সেই খবর কজন রাখেন? কিংবা রোনাল্ডোর হিট সিনেমার সেরা চিত্রনাট্য লেখার ক্ষমতা রয়েছে, জানতেন কী! বুধ মধ্যরাতের ম্যাচ দেখে অবশ্য সকালের চায়ের তুফানে আলোচনার বিষয়বস্তু একটাই! তুমি কেমন করে স্ক্রিপ্ট লেখো হে গুণি! যাঁকে নিয়ে এমন মন্তব্য তিনি বছরের সেরা কামব্যাকের সেরা চিত্রনাট্যটা আগের রাতে লিখে ফেলেছেন৷ প্রথম লেগে ০-২ পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে ৩-০'এ প্রত্যাবর্তন৷ সেটাও হ্যাটট্রিক করে একার কাঁধে বৈতরণী পার করে৷ পরিসংখ্যানের কচকচানিতে লেখা থাকবে জুভের জার্সিতে এটা চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর প্রথম হ্যাটট্রিক৷ কেরিয়ারের ওততম, আরও কত কী পরিসংখ্যান৷ হিট ছবির সব ডায়লগ সত্যিই কী আপনার মনে থাকে, যেটা থাকে সেটা ছবির বিশেষ দৃশ্যরূপ৷ মনের মণিকোঠায় জায়গা করে নেয় পছন্দের সিনেমায় বিশেষ কিছু সিন৷ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাস-অ্যাটলেটিকোর ম্যাচ শেষে যেমনটা থেকে যাবে রোনাল্ডো জোড়া হেড আর এক পেনাল্টি৷ সঙ্গে হাজারও অদেখা জেদ, হারের ঘৃণা আর বিন্দু বিন্দু পরিশ্রম৷ আর রাঁধু

দিল্লিতে শেষ ম্যাচে বিরাটদের সামনে ইতিহাসের হাতছানি

Image
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে ভারতীয় দলে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। দিল্লিতেও দেখা যাবে না তাঁকে। বিশ্বকাপের আগে এই দু'ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু দলে যে তিনি অপরিহার্য এনিয়ে কোনও সংশয় নেই। কারণ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগেও তাঁর অনুপস্থিতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মাহিই। বিষেণ সিং বেদি যেমন বলে দিচ্ছেন, দলে ধোনি না থাকলে বিরাট কোহলির আত্মবিশ্বাসে অনেকখানি ভাটা পড়ে। আর তা বেশ স্পষ্ট। আরও একধাপ এগিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের নিন্দুকদের একহাত নিলেন শেন ওয়ার্ন। প্রাক্তন অজি তারকা অকপটে বলে দেন, "যাঁরা ধোনির সমালোচনা করেন তাঁরা জানেনই না কী নিয়ে কথা বলছেন।" আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় ধোনি যে একটা বড়সড় ফ্যাক্টর, তেমনটাই মত প্রাক্তনীদের। তবে আপাতত ক্রিকেটপ্রেমীদের চোখ পঞ্চম তথা শেষ ম্যাচের দিকে। সিরিজ পকেটে পুরতে যা জিততেই হবে। আর দিল্লিতে বাজিমাত করতে পারলে শুধু ওয়ানডে সিরিজ জয়ই নয়, আরও একটি রেকর্ড গড়বে বিরাট অ্যান্ড কোং। খাতায়-কলমে পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার থেকে মুখোমুখি টক্করে অনেকটাই পিছিয়ে। এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৩৫টি ওয়ানডে-তে অজিবাহিনীর

পড়ুয়ার অভাবে ২০টি প্রাথমিক স্কুলে বন্ধের উদ্যোগ শিক্ষা দপ্তরের

Image
বালুরঘাট: প্রাথমিকে ২০ জনেরও কম পড়ুয়া রয়েছে, এমন ২০টি প্রাথমিক স্কুল বন্ধ করার উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। এনিয়ে ইতিমধ্যে রাজ্য শিক্ষা পর্ষদের কাছে বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। শিক্ষার অধিকার আইন বলবৎ রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মৃণালকান্তি রায় সিংহ। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ১১৮৪ টি প্রাথমিক বিদ্যালয়। সেখানে শিক্ষক রয়েছেন মোট ৪ হাজার ৯৯ জন। সব মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় এক লক্ষ। সরকারি নির্দেশ অনুযায়ী, বর্তমানে ৩০ জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক থাকবে। কিন্তু জেলার বহু প্রাথমিক বিদ্যালয়ে এই অনুপাত বা সমতা বজায় নেই। কোথাও শিক্ষকের তুলনায় পড়ুয়ার সংখ্যা বেশি, আবার কোথাও পড়ুয়ার তুলনায় শিক্ষক। ফলে পঠনপাঠনের ক্ষেত্রে সমতা রক্ষা যায় না প্রাথমিক স্কুলগুলিতে। এমনকী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সঠিক পথে এগোনো সম্ভব হয় না। সেই কথা মাথায় রেখেই রাজ্য শিক্ষাদপ্তর থেকে একটি নির্দেশিকা জারি হয় গতবছরের ২২ অক্টোবর। যাতে বলা হয়, পড়ুয়া ও শিক্ষকদের অনুপাত বজায় রাখতে রাজ্যের প্রতিটি জেলাকে সমস্ত স্কুলের তথ্য দ্র

বাংলা সহ একাধিক ভাষার চ্যানেলে নতুন অ্যাড অন প্যাক নিয়ে এল টাটা স্কাই

Image
নতুন নিয়মে টিভি দেখার খরচ ক্রমশ বেড়ে চলেছে। প্রত্যেক চ্যানেলের জন্য আলাদা করে টাকা দিতে গিয়ে আকাশ ছোঁয়া খরচ হচ্ছে প্রতি মাসে। এই সমস্যার থেকে বাঁচার উপায় অ্যাড-অন মিনি প্যাক। এই সব প্যাকে এক সাথে একাধিক চ্যানেল দেখা যাবে। প্রাদেশিক ভাষায় একাধিক নতুন অ্যাড অন মিনি প্যাক নিয়ে এসেছে টাটা স্কাই। মাত্র ৫ টাকা থেকে এই অ্যাড-অন প্যাক শুরু হচ্ছে। মালায়ালম, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি ও বাংলা ভাষায় এই অ্যাড-অন প্যাক গুলি নিয়ে এসেছে টাটা স্কাই। খেলা ও গানের চ্যানেলের জন্যেও থাকছে অ্যাড অন প্যাক। টেলিকম টকে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে স্ট্যান্ডার্ড ডেফিনেশান ও হাই ডেফিনেশান চ্যানেলের জন্য এই ১৩ টি নতুন প্যাক নিয়ে এসেছে টাটা স্কাই। ৬০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে এই প্যাকগুলি দেখা যাবে। তামিল এইচডি প্যাকের দাম ১৬৪ টাকা। তামিল মিনি এইচডি প্যাকের দাম ৮১ টাকা। রেলেগু প্যাক দেখতে খরচ হবে ২১৬ টাকা। তেলেগু মিনি এইচডি প্যাক দেখার খরচ ৯০ টাকা। কন্নড়, বাংলাম মালায়ালম ও মারাঠি ভাষাতেও একই ধরনের প্যাক লঞ্চ হয়েছে। এছাড়াও ১২ টি ইংরাজি সিনেমার চ্যানেলের প্যাকের দাম ১৬২ টাকা। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি

‘ইউনাইটেড ইন্ডিয়া’ বনাম ‘আইসোলেটেড পিপলস’, মোদীর কেন্দ্রে প্রচারে যাবেন মমতা

Image
রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি মহাজোটকে 'ইউনাইটেড ইন্ডিয়া' ও বিজেপিকে 'আইসোলেটেড পিপলস' বলে ব্যাখ্যা করেন। সেইসঙ্গে তিনি হুঙ্কার ছাড়েন, শেষ দফায় নিজের কেন্দ্র বারাণসীকে রেখেছেন মোদী। প্রয়োজন হলে তিনি বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রচারে যাবেন। তিনি বলেনস ১৯-এি বিজেপিকে ফিনিশ করতে হবে। 'ইউনাইটেড ইন্ডিয়া' সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে। ১৯ মে শেষ দফায় বারাণসীতে ভোট। এই ১৯শেই বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দিতে হবে। ওই দিনকে তিনি বিশেষ দিন বলেও ব্যাখ্যা করেন। আর মোদীকে কটাক্ষ করেন 'বকবক বকম বকম পায়রা' বলে। মমতার বলেন, ২০১৪ সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ১৫ লক্ষ্য করে দেশের প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে ঢোকেনি। উল্টে সব টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন। দু-কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, পাঁচ বছর শেষে দু০কোটি মানুষ কাজ হারিয়েছেন। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। তিনি বলেন, এ রাজ্যে টানা দু-মাস ধরে ভোট চলবে। সাত দফায় ভোট করার সিদ্ধান্তের পিছনে রয়েছে আরও একট

আগে ভোট উত্তরবঙ্গে, নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গে প্রথমে আসছে কেন্দ্রীয়বাহিনী

Image
এবার রাজ্যে বেনজিরভাবে সাত দফায় লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। তা নিয়ে শাসকদলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এরই মধ্যে ভোট নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসার খবর মিলল। শুক্রবারের মধ্যেই রাজ্যে আসছে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছচ্ছে। প্রথম দফার ভোট শুরু হতে এখনও প্রায় এক মাস। তার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বার্তা চলে এল। বিজেপি সম্প্রতি নির্বাচন কমিশনে তদ্বির করে পঞ্চায়েত ভোটে হিংসার ছবি তুলে ধরে। তারপরই নির্বাচন কমিশনের তরফে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে বাংলায়। বিরোধীদের অভিযোগ মেনেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীক রুটমার্চ শুরু হয়ে যাচ্ছে মনোনয়নপর্ব শুরুর আগে থেকেই। কোন জেলায় কত বাহিনী পাঠানো হচ্ছে তাও জানিয়ে দিল কমিশন। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলা থেকেই সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন জানিয়েছে। দক্ষি ২৪ পরগনায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানেও ১ কোম্পানি করে কেন্দ্

নজিরবিহীন! ভোটের অনেক আগেই শুক্রবার রাজ্যে চলছে আসছে বাহিনী

Image
1/9 নজিরবিহীনভাবে সাত দফায় রাজ্যে ভোটগ্রহণের নির্ঘণ্ট জারি করেছে নির্বাচন কমিশন। এনিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।      2/9 ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে পঞ্চায়েত ভোটের হিংসার কথা স্মরণ করিয়ে নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছে বিরোধীরা।      3/9 বিরোধীদের অভিযোগ মেনেই রাজ্যে বাহিনী পাঠাচ্ছে কমিশন। ভোটের আগে কোন জেলায় কত বাহিনী পাঠানো হচ্ছে, তা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হল।      4/9 দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাঠানো হচ্ছে ২ কোম্পানি বাহিনী। কারণ, এই জেলা থেকে  সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।     5/9 উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও কলকাতা- এই ৮টি জেলায় থাকবে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে এই জেলাগুলি থেকে হিংসার খবর এসেছিল।      6/9 শুক্রবারই রাজ্যে চলে আসছে বাহিনী। তারপর জেলায় যাবে তারা। সংশ্লিষ্ট জেলার পুলিস সুপারদের ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে।       7/9 ভোটের আগে জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ করবে বাহিনী। সাধারণ মানুষকে ভরসা দিত

৮ সাংসদ বাদ, এ বারও মমতার প্রার্থীতালিকায় বেশ কিছু চমক

Image
প্রার্থীতালিকায় বেশ বড়সড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি-তেই এ বার নতুন প্রার্থী দিল তৃণমূল। টিকিট দেওয়া হল না ৮ বিদায়ী সাংসদকে। অন্য এক বিদায়ী সাংসদের আসন বদলে দেওয়া হল। ২০১৪ সালে বাংলায় যে ৮ আসনে হেরেছিল তৃণমূল, তার মধ্যে ৭টিতেই বদলে দেওয়া হল প্রার্থী। তালিকায় কমল তারকার সংখ্যা। দুই মন্ত্রী-সহ মোট ৭ বিধায়ককে নামিয়ে দেওয়া হল লোকসভা ভোট লড়তে। এক রাজ্যসভা সাংসদকে এবং কলকাতা পুরসভার চেয়ারম্যানকেও লোকসভার ভোটযুদ্ধে হাজির করা হল। বিদায়ী সাংসদদের মধ্যে মমতা এ বার টিকিট দিলেন না সুব্রত বক্সী, ইদ্রিস আলি, সুগত বসু, সন্ধ্যা রায় এবং তাপস পালকে। টিকিট পেলেন না তাপস মণ্ডল, উমা সরেন, পার্থপ্রতিম রায়। দুই সাংসদ সৌমিত্র খান এবং অনুপম হাজরা কিছু দিন আগেই দল থেকে সাসপেন্ড হয়েছেন। দু'জনেই এখন বিজেপিতে। নতুন প্রার্থীদের মধ্যে আছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। ১০ বছর পর আবার লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়বেন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতর পঞ্চায়েত দফতর চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে দেওয়া হল বলে সাংবাদিক সম্মেলন থেকেই ঘোষণা করেন মমতা।

মহিলা প্রার্থীর সংখ্যা বাড়ালেন মমতা, তালিকায় রয়েছে চার নতুন মুখ

Image
দলের প্রার্থী তালিকায় মহিলাদের সংখ্যা ৩৫ থেকে বাড়িয়ে ৪১ শতাংশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত নির্বাচনে বিজয়ী দুই মহিলা সাংসদকে বাদ দিলেও এবার চার নতুন মুখ এনেছেন তিনি। মঙ্গলবার দলের প্রার্থীতালিকা প্রকাশের সময় তিনি বলেন, ''আপনাদের যখন এ কথা বলছি তখন আমার গায়ে কাঁটা দিচ্ছে।'' দেশের অন্য কোথাও কোনও দলের এত সংখ্যক মহিলা প্রার্থী দেওয়ার নজির নেই বলে তৃণমূলের দাবি। মমতা বলেন, ''অনেকে সংরক্ষণের সময় ৩৩ শতাংশের কথা বলেন। আমাদের তা বলতে হয় না।'' রাজনীতি ও প্রশাসনে মহিলাদের উপস্থিতি বাড়াতে বরাবরই সামনের সারিতে থেকেছে তৃণমূল। রাজ্যে ক্ষমতায় আসার পর পঞ্চায়েতে ৫০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে আইন পাশ করেছেন মমতাই। সেই ধারা বহাল রেখেই এবারের লোকসভা নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা বৃদ্ধি করেছেন তিনি। এ নিয়ে তাঁর অবস্থান জানিয়ে তৃণমূলনেত্রী হেসে বলেন, ''আমি তো চাই ১০০ শতাংশ হোক।'' এবার অবশ্য দলের মহিলা সাংসদদের পুরনো তালিকায় বড় রকমের রদবদল করতে হয়েছে তৃণমূলকে। মহিলা সাংসদদের কাজের প্রশংসা করলেও এই রদবদলের পিছনে কাজকর্মে অনীহা ও জনসংযোগের অভাবের অভিযোগ রয়