Posts

Showing posts from June 8, 2018

জেদি মেয়ের কাহিনী, গোঁসাইয়েরহাটের নন্দিতা

Image
বাবা হত দরিদ্র চাষি। নিজেদের এক ছটাক জমিও নেই। অন্য়ের জমিতে চাষ করে যে আয় হয়, তাতে সংসারে নুন আনতে পান্তা ফুরোনোটাই দস্তুর। ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্য়ন্ত এলাকায় বাড়ি নন্দিতা বর্মনের। অভাবতো রয়েইছে, সঙ্গে পারিপার্শ্বিক আরও নানা প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিদিনের লড়াই। এত সবে জেদটা যে কতখানি বেড়ে গিয়েছে, উচ্চ মাধ্য়মিকের মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়ে সেটাই প্রমাণ করলেন কোচবিহারের গোঁসাইয়েরহাটের মেয়ে। কলাবিভাগে ৪৮১ নম্বর পেয়ে এ বারের উচ্চমাধ্য়মিকে দশম স্থান পেয়েছেন গোঁসাইয়েরহাট হাইস্কুলের ছাত্রী নন্দিতা। সে খবর জানাজানি হওয়ার পর থেকেই গোটা গ্রাম ভেঙে পড়েছে তাঁদের বাড়ি।  জানা গেল, খুব জ্বর থাকায় উচ্চ মাধ্যমিকের প্রথম দুটো পরীক্ষা মনের মতো হয়নি নন্দিতার। তাই এ বারের মতো আর পরীক্ষা না দেওয়ার কথা ভেবে ফেলেছিলেন। কিন্তু স্কুলেরই শিক্ষক  রবীন্দ্রনাথ বসু  বাড়ি গিয়ে তাঁকে বোঝান। তারপর আবার পরীক্ষায় বসতে রাজি হন নন্দিতা। আগামীতে কলেজে অধ্য়াপনা করতে চান বলে জানালেন নন্দিতা।  সেই লক্ষ্য়ে শত অভাবের মধ্যে নিজেকে তৈরি করছেন| স্কুলের দুই শিক্ষক কোনও পারিশ্রমিক না নিয়েই  তাঁকে পড়িয়েছেন বলে জ

ফ্লিপকার্টের সঙ্গে জালিয়াতি! ১.৫৬ কোটি টাকার ক্ষতি স্বীকার সংস্থার

Image
ভারতের বৃহত্তম ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। তারাই পড়েছে প্রতারণার চক্করে। ২০১৬-র জানুয়ারি থেকে ২০১৭-র নভেম্বর, মাত্র এই কয়েক মাসেই তারা ১.৫৬ কোটি টাকার প্রতারণার স্বীকার হয়েছে বলে অভিযোগ। এই মর্মে সাইবার ক্রাইম পুলিশের কাছে একটি অভিযোগ নথিবদ্ধও করেছেন ফ্লিপকার্ট ইন্টারনেট প্রাইভেট লিমিটেডের নোডাল অফিসার মুর্তি এসএন। ওই অভিযোগে বলা হয়েছে, ওই সময়কালে একাংশের গ্রাহক ফ্লিপকার্ট থেকে স্মার্টফোন বা ক্যামেরার মতো দামী ইলেকট্রনিক পন্য কিনে পরবর্তীকালে ডেলিভারি নিয়ে অভিযোগ জানিয়েছেন। কেউ দাবি করেছেন ফোনের বদলে তারা পাথর পেয়েছেন, কেউ বা বলেছেন ক্যামেরার জায়গায় হাতে এসেছে মাটির ঢেলা। অনেকে সেসব পাথর বা মাটির ঢেলার ছবিও তুলে পাঠিয়েছেন। বস্তুত ২০১৬-র গোড়ায় এই ধরণের অভিযোগে ভালরকম বিদ্ধ হয়েছিল সংস্থাটি। সংবাদ মাধ্যমেও সেই পাথর বা ঢেলা ডেলিভারির খবর বেরিয়েছিল। সংস্থার সুনাম বজায় রাখতে প্রথম দিকে ফ্লিপকার্ট বিশেষ যাচাইয়ের মধ্যে না গিয়ে প্রায় মুখের কথাতেই এই সব অভিযোগকারী গ্রাহকদের টাকা ফেরত দিয়ে দিয়েছিল। কিন্তু, ক্রমে এ ধরণের অভিযোগ বাড়তে থাকাতেই সন্দেহ হয় সংস্থার কর্তাব্যক্তিদের। এরপরই তারা তদন্থ

ফের গণধর্ষণের ঘটনা গুরুগ্রামে। কেনিয়া থেকে আসা যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ গুরুগ্রামে।

Image
এ বার গণধর্ষিতা হলেন কেনিয়ার এক যুবতী। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক জানাচ্ছেন, বৃহস্পতিবার একটি পার্টি সেরে দক্ষিণ দিল্লির ছতরপুর এলাকায় তাঁর বাড়িতে ফেরার জন্য গুরুগ্রামের ব্রিস্টল চকে এমজি রোড থেকে ক্যাব ভাড়া করতে চেয়েছিলেন কেনিয়ার ওই মহিলা। দাঁড়িয়েছিলেন ক্যাবের প্রতীক্ষায়। ওই সময় একা দাঁড়িয়ে থাকতে দেখে কেনিয়ার ওই মহিলার সামনে এসে দাঁড়ায় একটি এসইউভি গাড়ি। তাতে ছিল তিন জন। তারা ওই মহিলাকে তাঁর গন্তব্যে পৌঁছে দেবে বলে তাঁকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে ওঠার পরেই ওই মহিলার ওপর অত্যাচার শুরু হয়ে যায়। গাড়িটি নিয়ে যাওয়া হয় গোল্ড কোর্স এক্সটেনশন রোডের একটি পরিত্যক্ত জায়গায়। সেখানে গাড়ির তিন সওয়ারির সঙ্গে আরও দু'জন যোগ দেয়। পাঁচ জনই ছিল মদ্যপ অবস্থায়। ওই অবস্থাতেই তারা কেনিয়ার ওই মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

ত্রিকোণ সম্পর্কের জের? যুবক খুনে গ্রেফতার এই তরুণী

Image
এই সেই সখি বিশ্বাস। ত্রিকোণ সম্পর্কের জেরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে খুন হলেন এক যুবক। মৃতের নাম অজয় কর। বয়স ২৬। আততায়ীদের গ্রেফতারের দাবিতে ওই যুবকের মৃতদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ আর অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তার জেরে এক মহিলা ও তাঁর আর এক প্রেমিককে পুলিশ গ্রেফতার করেছে। অশোকনগরের কল্যাণগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি অজয়ের। এলাকায় ভাল ক্রিকেটার হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন অজয়। বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে একটি নিখোঁজ ডায়েরি করা হয় অশোকনগর থানায়। কিন্তু বুধবার গভীর রাতেই অশোকনগরে ২৬ নম্বর রেলগেটের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করে রেলপুলিশ। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবককে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য দেহটি বারাসত জেলা হাসপাতালে পাঠানো হলে পুলিশের কাছ থেকে খবর পেয়ে অজয়ের পরিবার হাসপাতালে গিয়ে দেহটি শনাক্ত করে। এর পরেই অশোকনগর থানায় সখি বিশ্বাস, বিশ্বজিৎ ভট্টাচার্য-সহ ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন অজয়ের মা ডলি কর। তিনি অভিযোগ করেন, সখি ও বিশ্বজিৎ পরিকল্পিত ভাবে খুন করেছেন অজয়কে। বেশ কিছু দিন

সম্পত্তির লোভে যুবককে খুন দুই দিদির, চাঞ্চল্য গাইঘাটায়

Image
বনগাঁ: কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবলের স্বামীর অস্বাভাবিক মৃত্যু৷ মৃতের দুই দিদি ও জামাইবাবুর বিরুদ্ধে সম্পত্তির লোভে খুনের অভিযোগ দায়ের৷ অভিযুক্তদের শাস্তির দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা৷ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা গাইঘাটায়৷ গাইঘাটার শ্রীপুরের বাসিন্দা বাসুদেব দে৷ নিজের বাড়িতে ফুলের একটি নার্সারি চালাতেন তিনি৷ বাসুদেবের স্ত্রী ঝুমা কলকাতা পুলিশের কনস্টেবল৷ তাঁর অভিযোগ, সম্পত্তির লোভে স্বামীর উপর রীতিমতো অত্যাচার চালাতেন তাঁর দুই ননদ ও তাঁদের স্বামীরা৷ অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, স্ত্রীকে বাপের বাড়ি রেখে আসতে বাধ্য হয়েছিলেন বাসুদেব৷ মায়ের সঙ্গে থাকত ওই দম্পতির একমাত্র ছেলেও৷ তবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও অশান্তি ছিল না৷ বাসুদেব দে-র স্ত্রীর দাবি, মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করে আসতেন তিনি৷ পুলিশকে ঝুমাদেবী জানিয়েছেন, মঙ্গলবার রাতে যখন তিনি ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন, তখন খবর পান, বিষ খেয়েছেন বাসুদেব৷ তড়িঘড়ি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছান ঝুমা৷ কিন্তু, ততক্ষণে মারা গিয়েছেন তাঁ

মাত্র _ _ _ টাকা দিলেই সানির সঙ্গে লাঞ্চ ফ্রি!

Image
মুম্বই:অবাক হচ্ছেন? কিন্তু এমন খবরই তো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে৷ আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই খবর একেবারে ভাইরাল৷ সানিকে একঝলক কাছ থেকে দেখার জন্য যাঁরা পাগল, তাদের জন্য সুবর্ণ সুযোগ৷ কিন্তু কিভাবে? জানা গিয়েছে, ভক্তের সঙ্গে পাক্কা ২ ঘন্টা নাকি সময় কাটাবেন সানি৷ তবে তার জন্য পকেট একটু হালকা করতে হবে৷ আর তার জন্য করা হবে নিলামের আয়োজন৷ লাঞ্চ নিলাম! হ্যাঁ এই নিলামে যে যত বেশি দর হাঁকাতে পারবে সেই এই সুযোগ পেয়ে যাবে৷ সানির সঙ্গে লাঞ্চে ২ ঘন্টা সময় কাটানোর সুযোগ৷ তবে এই ধরনের অফার কেন দিচ্ছেন সানি জানেন কি? আসলে তিনি চ্যারিটির কাজের সঙ্গে যুক্ত৷ আর তাই এই অভিনব আয়োজন৷ টার্গেট প্রায় ১.৬৮ লক্ষ টাকা৷ যনিলামে যে জিতবে সানির সঙ্গে লাঞ্চ একেবারে বিনামূল্যে খেতে পারবে সে৷ তবে একটু আধটু ওয়াইন খেতে ইচ্ছে হলে ফের হালকা করতে পকেট৷ এই সুযোগ যদি আপনি পেয়ে যান তাহলে সানির সঙ্গে একটি ছবি তুলতে পারবেন এবং সেই সঙ্গে নিতে পারবেন তাঁর অটোগ্রাফও৷ তবে এত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে ১৮ বছরের বেশি বয়স হতেই হবে৷

অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলার সতর্কবার্তা গোয়েন্দাদের

Image
অমরনাথ যাত্রার আগে বড়সড় হামলা চালাতে পারে লস্কর ও জৈশ জঙ্গিরা, তেমনই ইঙ্গিত মিলেছে গোয়েন্দাদের রিপোর্টে। আর এ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রও। প্রতি বছরই অমরনাথ যাত্রার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় উপত্যকা জুড়ে। পুণ্যার্থীদের উপর যাতে কোনও রকম জঙ্গি হামলা না হয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সেনা মোতায়েন করা থাকে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু এ বার রমজান মাস উপলক্ষে গত কুড়ি দিন ধরে উপত্যকায় সেনা অভিযান বন্ধ রেখেছে কেন্দ্র এবং তা মেহবুবা সরকারের আর্জি মেনেই। কিন্তু তার পরেও বন্ধ হয়নি হামলা। আর তাতেই ঘুম উড়েছে কেন্দ্রের। অমরনাথ যাত্রায় লাখ লাখ পুণ্যার্থী যান। সকলের নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকার। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। সেখানে মেহবুবা মুফতি তাঁকে অভিযান বন্ধের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানান। অমরনাথ যাত্রা এবং লক্ষাধিক পুণ্যার্থীর নিরাপত্তার কথা মাথায় রেখে সেই পথে কেন্দ্র হাঁটবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে স্বাভাবিক ভাবেই। গোয়েন্দাদের রিপোর্ট বলছে, প্রায় সাড়ে চারশো নতুন লস্কর জঙ্গি এই মুহূর্তে সীমান্তের ওপারে অপেক্ষা করছে এ

রাষ্ট্রপতি ভবনে মিলল পচা-গলা দেহ

Image
পচা গন্ধে আশপাশের মানুষজনের টেকাই দায় হয়ে উঠেছিল। তদন্তে নেমে তো পুলিশের চক্ষু চড়কগাছ! রাষ্ট্রপতি ভবনেপরিচারকদের আবাসনের দরজা ভেঙে শেষপর্যন্ত পাওয়া গেল পচা-গলা মৃতদেহ। মৃতের নাম ত্রিলোকচন্দ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দারা বৃহস্পতিবারই পুলিশে খবর দিয়েছিলেন। শুক্রবার সকালে নিজের কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দেহটি খুব কম করে হলেও চার-পাঁচ দিনের পুরনো। কিন্তু কী করে মারা গেলেন ত্রিলোকচন্দ? পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে কাজ করার সুবাদে, পরিবার নিয়ে তিনি থাকতেন পরিচারকদের আবাসনে। পরিবারের লোকেরা বাইরে যাওয়ায় তিনি কোয়ার্টারে একাই ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মোদীহত্যার গোপন ছক পুণে পুলিশের হাতে!

Image
যে ভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ফন্দি এঁটেছিলেন মাওবাদীরা। এক সন্দেহভাজন মাওবাদীর কাছ থেকে পাওয়া গোপন একটি চিঠির সূত্রে ওই খুনের পরিকল্পনার কথা জানা গিয়েছে বলে পুণে পুলিশ বৃহস্পতিবার দিল্লির সেসন আদালতে জানিয়েছে। আদালতে পুণে পুলিশের তরফে জমা দেওয়া সেই চিঠিতে লেখা হয়েছে, ''আমরা রাজীব গাঁধী হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চাইছি। আত্মঘাতী বিস্ফোরণের মতো ঘটনা। আমরা শেষ পর্যন্ত এটায় ব্যর্থ হতে পারি। কিন্তু এমন কিছুর কথা আমাদের ভাবতেই হবে।'' ধৃত রোনা উইলসনের বাড়ি থেকে পাওয়া মাওবাদীদের ওই গোপন চিঠিতে লেখা হয়েছে, ''বিহার ও পশ্চিমবঙ্গে বড় বিপর্যয় হলেও দেশের ১৫টি রাজ্যে বিজেপি ভালই সরকার চালাচ্ছে। ওরা (বিজেপি) যদি এই ভাবে এগোয়, তা হলে সব দিক দিয়েই তা আমাদের দলের পক্ষে বিপদের কারণ হয়ে উঠবে। তাই দলের কয়েক জন সিনিয়র নেতা মোদী যুগের অবসান ঘটানোর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন।'' পাবলিক প্রসিকিউটর উজ্জ্বলা পওয়ার আদালতে বলেছেন, ''রোনার বাড়ি থেকে যে চিঠিটি উদ্ধার করা হয়েছে,

দমদম মেট্রো স্টেশনে আরপিএফের রাইফেল গুলিতে আহত ৯ বছরের বালক!

Image
মেট্রো স্টেশনে আরপিএফ জওয়ানের এসএলআর থেকে গুলি ছিটকে আহত হল ন'বছরের বালক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দমদম মেট্রো স্টেশনে। টিকিট কাউন্টারের সামনে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আহতকে পাঠানো হয়েছে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুপুরে জওয়ানদের ডিউটি বদলের সময় ঘটনাটি ঘটে। এক জওয়ানের মানিব্যাগ মাটিতে পড়ে যায়। সেই ব্যাগ নিচু হয়ে তুলতে গিয়ে বিপত্তি। হাতের এসএলএর পড়ে যায়। সেফটি ক্যাচ  খুলে গিয়ে গুলি ছিটকে যায়। সেই সময় টিকিট কাউন্টারে মায়ের সঙ্গে দাড়িয়ে ছিল ন'বছরের সপ্তর্ষি বসু। সোনারপুরের বাসিন্দা সপ্তর্ষি। গুলি ছিটকে ওই বালকের পায়ে লাগে। তবে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, সপ্তর্ষির অবস্থা স্থিতিশীল। ঠিক কী ভাবে গুলি চলল সেটা একনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আরপিএফ জওয়ান দিনেশ কুমার মীনা মানিব্যাগ তুলতে গেলে, তাঁর হাত থেকে রাইফেলটি ছিটকে পড়ে। সেই ধাক্কাতেই কোনও ভাবে সেফটি ক্য়াচ খুলে যায়। দিনেশকে ইতিমধ্যেই সিঁথি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এবং আরপিএফ আলাদা আলাদা তদন্ত শুরু করেছে। খতিয়

প্রকাশ্যে মোদিকে খুনের হুমকি!

Image
একেবারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিলেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়া বা জেইউডির এক নেতা মৌলানা বশির আহমেদ খাকি। বললেন ভারতকে ধ্বংস করার কথা। রমজান মাসেই আহ্বান জানালেন জিহাদের। এই জেইউডি-র প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ-ই মুম্বই হামলার মূল চক্রী। শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার রাওয়ালকোটের এক মসজিদে মুসল্লিরা নামাজ আদায়ের পর, ধর্মোপদেশ দেওয়ার নামে তাদের সামনে এই বিষাক্ত ভাষণ দেন খাকি। তিনি বলেন, 'ভারত ও আমেরিকায় ইসলামের ধ্বজা উড়বে। মোদীকে খতম করা হবে। আরও আরও শহিদের বলিদানে ধ্বংস হবে ভারত ও ইসরাইল।' রমজান মাসেই জিহাদেরও ডাক দেন এই মৌলানা। তাঁর মতে জিহাদ ও হত্যালীলা চালানো জন্য রমজান আদর্শ মাস। কারণ এই মাসে যাঁরা শহিদ হন তাদের জন্য জন্নত বা স্বর্গের দরজা খোলা থাকে। এজন্য উপস্থিত জনতার কাছে নিজেদের সন্তানদের জিহাদি হওয়ার পথে এগিয়ে দিতে আহ্বান জানান খাকি। তিনি বলেন, 'জেইউডি ক্যাডাররা কাশ্মীরে জিহাদ ঘোষণা করেছে। ভারতীয় বাহিনীর সঙ্গে জোর লড়াই হচ্ছে। তারা কাশ্মীরে জিহাদ করছে কাশ্মীরের মুক্তি ও ভারতের ধ্বংসের জন্য।

২০১৬ সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে মিজোরামে

Image
আইজলঃ  সরকারি কর্মীদের জন্যে সুখবর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মানতে চলেছে রাজ্য সরকার। বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সরকারি কর্মীদের বেতন কাঠামো তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা। একই সঙ্গে রাজ্যে সপ্তম বেতন কাঠামো হওয়াতে উপকৃত হবেন কয়েকলক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে সপ্তম বেতন কমিশন লাঘু করলেন তিনি। এই সিদ্ধান্তে কিছুটা হলেও চাপ বাড়ল রাজ্যের কোষাগারে। প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানা গিয়েছে।   নয়া বেতনক্রম লাঘু হচ্ছে ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকেই। তবে হাতে পেতে এখনও দুমাস। জানা গিয়েছে চলতি বছরের ১ লা সেপ্টেম্বর থেকে মিজোরাম সরকার সরকারি কর্মীদের হাতে নয়া বেতন ক্রম দেবেন।

নাসাকে টেক্কা, ভারতীয় বিজ্ঞানীরা খোঁজ দিলেন নতুন গ্রহের

Image
মহাকাশ গবেষণায় বড় সাফল্য পেল ভারত। আহমেদাবাদের ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীদের একটি দল পৃথিবীর থেকে ২৭ গুন বেশি ভরের ও ৬ গুন বেশি ব্যাসার্ধের একটি গ্রহ আবিষ্কার করলেন। তবে আমাদের সৌরজগতে নয়, গ্রহটি ঘুরপাক খায় পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরের সূর্যের মতোই আরেকটি নক্ষত্রের চারপাশে। পৃথিবাতে হাতেগোনা কয়েকটি দেশই এখনও পর্যন্ত নতুন গ্রহের সন্ধান দিতে পেরেছে। সেই তালিকায় নাম তুলল এবার ভারতও। গ্রহটিকে অবশ্য চোখে দেখতে পাননি বিজ্ঞানীরা। রাজস্থানের আবু পাহাড়ে ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরির একটি অবজারভেটরি আছে। সেই গুরুশিখর অবজারভেটরির ১.২ মিটার লম্বা টেলিস্কাপ সম্বৃদ্ধ 'পিআরএল অ্যাডভান্স রেডিয়াল-ভেলোসিটি আবু-স্কাই রিসার্চ' বা 'পরস' স্পেক্ট্রোগ্রাফের মাধ্য়মে গ্রহটির ভর পরিমাপ করে অস্তিত্ব জানা গেছে । ভারতীয় বিজ্ঞানীরা জানিয়েছেন যে নক্ষত্রটিকে কেন্দ্র করে পাক খায় গ্রহটি, তার নাম ইপিআইসি ২১১৯৪৫২০১ বা কে২ - ২৩৬, আর গ্রহটির নাম দেওয়া হয়েছে ইপিআইসি ২১১৯৪৫২০১বি বা কে২ - ২৩৬বি। গ্রহ আবিষ্কার হলেই প্রথম যে প্রশ্নটা আসে মাথায়, সেখানে কী প্রাণ আছে? দেখা মিলবে ভিনগ্রহীদের? বিজ্ঞানীরা

WBCHSE Class 12 Result: HS-S প্রথম আর্টসের গ্রন্থন, মেয়েদের মধ্যে 1st যাদবপুর ও রানিবাঁধ থেকে

Image
উচ্চ মাধ্যমিকে প্রথম হল কলা বিভাগের এক ছাত্র। গত পাঁচ বছরে এমন নজির এই প্রথম। ৮৯৬ নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে প্রথম হয়েছে গ্রন্থন সেনগুপ্ত। দ্বিতীয় হয়েছে OBC(B) থেকে। ৪৯৫ নম্বর পেয়ে তমলুক হ্যামিলটন হাইস্কুল থেকে দ্বিতীয় হয়েছেন ঋত্বিক কুমার সাহু। আর তৃতীয় হয়েছে তিমিরবরণ দাস ও শাশ্বত  রায়। পঞ্চম স্থান পেয়ে এ বার মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ ও রানিবাঁধ হাইস্কুলের অনিমা গড়াই।  প্রথম (৪৯৬) - গ্রন্থন সেনগুপ্ত এ বার পাশের হার ৮৩.৭৫%। ৯০%-এর বেশি পাশ করেছে পূর্ব মেদিনীপুর ও কালিম্পঙে। এ বছর ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৪৭%। ছাত্রীদের পাশের হার ৫৩%। ১৮টি জেলায় ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। নতুন সিলেবাসে ১৬৬টি বিষয়ে সংসদ পরীক্ষা নিয়েছে। এ বছর প্রথম বাংলা ও ইংরাজির পাশাপাশি হিন্দিতেও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। দ্বিতীয় (৪৯৫) - ঋত্বিক কুমার সাহু এদিন ফলপ্রকাশের পর আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনও ঘোষণা করা হয়। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ১৩ মার্চ পর্যন্ত।  তৃতীয় (৪৯০) - তিমিরবরণ দ

সাপ চিবিয়ে খায় ৭ বছরের ছেলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Image
মুজফ্ফরপুর: সাপ চিবিয়ে খায় সাত বছরের এই ছেলে ৷ সম্প্রতি তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে জ্যন্ত সাপ চিবিয়ে খাচ্ছে ছেলেটি ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছেলেটি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা ৷ এই ঘটনার পর থেকেই মনোতোষ সকলের কাছে হিরো হয়ে উঠেছে ছেলেটি ৷ এরপর থেকেই তাকে ঘিরে নানা গল্প শুরু হয়ে যায় ৷ অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে ছেলেটি কোনও বিশেষ ক্ষমতার অধিকারি ৷ শুধু তাই নয় এরকমও গুজব ছড়িয়ে পরে যে কোনও পশুকে যদি সে কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় ৷ কিন্তু তার পরিবারের কাছ থেকে জানা গিয়েছে যে এক ধরনের বিরল রোগে আক্রান্ত ছেলেটি ৷ এর জেরে তাকে ঘরে আটকে রাখতে বাধ্য হয়েছে পরিবারের সদস্যরা ৷ কারণ তাকে একলা ছেড়ে এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে সে ৷ তার বাবা মা জানিয়েছেন যে তাদের পরিবার অত্যন্ত দরিদ্র ৷ নিজের অবস্থার মধ্যে যতটা সম্ভব তারা সেই ভাবে আশপাশের এলাকায় ছেলের চিকিৎসা করানোর চেষ্টা করে ৷ কিন্তু তাতে কোনও উন্নতি হয়নি ৷ কোনও ভালো জায়গায় চিকিৎসা করানোর তাদের ক্ষমতায় নেই ৷ তাই বাধ

Google Chrome দিয়ে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করবেন কী করে?

Image
ইন্টারনেটে কেউই ১০০% সুরক্ষিত নন। আর তাই ইন্টারনেট ব্যাবহারের সময় সর্বদা সচেতন থাকা প্রয়োজন। ইন্টারনেটে ভর্তি ম্যালিশাশ ওয়াবসাইট, ম্যালওয়ার ও ভাইরাস। এই অস্ত্রগুলি ব্যাবহার করেই হ্যাকাররা ঢুকে পড়েন আপনার কম্পিউটারে। আর তাই হ্যাকারদের হাত থেকে রেহাই প্তে সতর্ক হোন এখনই। আমরা সবাই কম্পিউটারকে সুরক্ষিত রাখতে অ্যান্টিভাইরাস ব্যাবহার করি। কিন্তু আপনি যদি গুগুল ক্রোম ব্যাবহার করেন তবে ব্রাউজারেই পেয়ে যাবেন সুরক্ষা অপশান। আসুন দেখে নি কীভাবে গুগুল ক্রোমে চালু করবেন এই ম্যালওয়ার স্ক্যানিং এই ফিচার? ক্রোমের ইনবিল্ট ম্যালওয়ার স্ক্যানার আনলক করবেন কী করে? নিচের স্টেপগুলি ফলো করে ক্রোমের ইনবিল্ট ম্যালওয়ার স্ক্যানার আনলক করুন। ১. ক্রোম ব্রাউজার খুলুন। ২.ডানদিকে উপরে তিনটি বিন্দু মেনু বাটনে ক্লিক করুন। ৩. এবার 'সেটিংস' এ ক্লিক করে 'অ্যাডভান্সড' সিলেক্ট করুন। ৪. এবার স্ক্রিনে একদম নীচে 'ক্লিন আপ কম্পিউটার' অপশান খুঁজে পাবেন। ৫. এর মধ্যে থাকবে আরও অনেক অপশান "Find and remove harmful software" এ ক্লিক করুন। এটি ক্রোমের ম্যালওয়ার ডিটেক্টিং টুল। ৬. এবার 'Find' এ

চিটফান্ড: প্রতারিতদের টাকা ফেরতের নির্দেশ হাইকোর্টের

Image
কলকাতা: তথাকথিত চিটফান্ড সংস্থায় বিনিয়োগ করে প্রতারিতদের অর্থ ফেরতের জন্য বৃহস্পতিবার উল্লেখযোগ্য নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। অ্যালকেমিস্ট গ্রুপ অব কোম্পানিজ, রোজভ্যালি গ্রুপ অব কোম্পানিজ, প্রয়াগ গ্রুপ অব কোম্পানিজ প্রসঙ্গে রাজ্যের শীর্ষ আদালত বিনিয়োগকারীদের স্বার্থে এদিন প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে। সেইমতো হাইকোর্টের নির্দেশেই গঠিত প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠ কমিটি ও প্রাক্তন বিচারপতি এস পি তালুকদার কমিটি উদ্যোগ নেবে বলে জানা গিয়েছে। বিনিয়োগকারীদের অন্যতম আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, অ্যালকেমিস্ট গ্রুপের ক্ষেত্রে ১ কোটি ৩৫ লক্ষ, রোজভ্যালির ক্ষেত্রে প্রায় ১৫০০ কোটি এবং প্রয়াগের ক্ষেত্রে প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। এই টাকা যেসব তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে, তা কমিটিগুলির কাছে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, টাকা ফেরত পাওয়ার জন্য অ্যালকেমিস্ট গ্রুপে বিনিয়োগকারী যাঁরা গত বছরের ৩১ ডিসেম্বরের আগে দরখাস্ত করেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য কোম্পানিগুলির ক্ষেত্রে কমিটি থেকে বিনিয়োগকারীদের নোটিস পাঠানে

ট্যাক্সিতে উঠলেই ৩০, এসি বাসে বাড়বে ১ টাকার বেশি!

Image
কলকাতা: সরকারি-বেসরকারি বাসের ভাড়া প্রতি স্টেজে এক টাকা করে বাড়ছে বলে বুধবার নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ট্যাক্সির ভাড়াও সমহারে বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার দিনভর সেই 'সমহার'-এর হিসেব চলেছে প্রশাসনের অন্দরে। সেই হিসেব চূড়ান্ত না হলেও যে প্রক্রিয়ায় তা করা হচ্ছে, তাতে আগামী দিনে ট্যাক্সিতে উঠলেই গুনতে হবে ৩০ টাকা। বর্তমানে শহর-শহরতলিতে বিভিন্ন শ্রেণীর বহু ঝাঁ চকচকে এসি বাস চলছে। কোনও বাসে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা তো শ্রেণীভেদে কোনও বাসের সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা। যে 'ফর্মুলা'য় হিসেব চলছে, তাতে এসি বাসের প্রতি স্টেজে ভাড়া এক টাকার বেশি বাড়বে বলেই খবর। বর্তমানে সাধারণ বাসের প্রথম চার কিলোমিটারের ভাড়া ছ'টাকা। এক টাকা বৃদ্ধি পেলে ভাড়া দাঁড়ায় সাত টাকায়। অর্থাৎ, ভাড়া বৃদ্ধির হার ১৬.৬৭ শতাংশ। এই হারেই ট্যাক্সি থেকে শুরু করে এসি বাস, দূরপাল্লার বাসের ভাড়া নির্ধারণের হিসেব চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে ট্যাক্সিতে উঠলেই প্রথম দু'কিলোমিটারের জন্য ভাড়া ২৫ টাকা। 'সমহার'-এ বৃদ্ধি পেলে এই ভাড়া হবে ৩০ টাকা। এই হিসেবেই এসি বাসের ভাড়া বিভিন্ন স্টেজে এক টাকার বেশি বাড়

৬ বছর বয়সে বিয়ে, ১৮-য় পা দিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ তরুণী

Image
যোধপুর: পুতুলের ঘর সাজাতে গিয়ে বুঝতেই পারেনি কখন যেন কাঁধে এসে পড়েছে নিজের ঘর সাজিয়ে তোলার গুরু দায়িত্বটা ৷ বুঝতেই পারেনি কখন যেন দু'টো বেনি দোলানো মেয়েটা শিখে গেল এক গলা ঘোমটা দিতে ৷ এই নিয়মেই চলছে বিগত ১২টা বছর ৷ শ্বশুরবাড়ির অত্যাচারেও মুখে টুঁ শব্দটি করেনি ৷ আজ কিন্তু পরিস্থিতি বদলেছে ৷ মাত্র ৬ বছর বয়সে বাল্যবিবাহের শিকার পিন্টু দেবী আজ ১৮ বছরের প্রাপ্তবয়ষ্কা ৷ আজ তাই জোর করে, ইচ্ছের অমতে হয়ে যাওয়া বিয়েটার থেকে নিষ্কৃতি পেতে আদালতের চৌকাঠে পা রাখলেন রাজস্থানের যোধপুরের সাহসী মেয়ে, পিন্টু ৷ যোধপুরের পিটহাস গ্রামের পিন্টু দেবী জানিয়েছেন, ২০০৬ সালে খুব ছোটবেলায় সরান নগরে গ্রামে জোর করে তাঁর বিয়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অপরাধ জগতের যোগ আছে ৷ পাশাপাশি তাঁকে অত্যাচারও করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকরা ৷ এছাড়াও অনেক কারণ আছে যে কারণে স্বামীর সঙ্গে আর থাকতে চান না তিনি ৷ এতদিন সেখানে থাকতে তিনি বাধ্য হয়েছেন ৷ কিন্তু এখন তিনি প্রাপ্তবয়ষ্কা ৷ তাই এই বিয়ে থেকে মুক্তি চান তিনি ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আদালতের দ্বরস্থ হন পিন্টু দেবী ৷ আদ

বন্যা রুখতে ৩৫০কোটির প্রকল্প!

Image
হাওড়ায় বন্যা রুখতে ৩৫০কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। এছাড়াও হাওড়া জেলা সংশোধনাগারের জায়গায় হবে হাসপাতাল। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈটকে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর ভোট থাকবে। নির্বাচনী কাজে কর্তাব্যক্তিরা যুক্ত থাকবেন। কিন্তু কোনওমতেই উন্নয়ন প্রকল্প ও পরিষেবা যাতে থেমে না যায়, তা সবাইকে দেখতে হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে হাওড়ার গ্রামীণ এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর করেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরই ডিভিসির ছাড়া জলে ভাসে হাওড়ার বিস্তীর্ণ এলাকা। এছাড়াও বর্ষাকালে মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর, রূপনারায়ণে জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এইসব এলাকায় কীভাবে বন্যা প্রতিরোধ করা যয় তা সমীক্ষা করে দেখার জন্য জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েদেন, হাওড়ার আমতায় বন্যাপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ তৈরি করবে পূর্ত দফতর অথবা সেচ দফতর। হাওড়ায় বন্যা রুখতে ৩৫০কোটি টাকার প্রকল্প নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, হাওড়া সংশোধনাগার সরিয়ে সেখানে হাসপ

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! সাসপেন্ডেড 'দোষী' প্রধানশিক্ষক হরিদয়াল রায়

Image
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধানশিক্ষক হরিদয়াল রায়-সহ ৪ জন। নিয়মভঙ্গ করে প্রশ্নপত্রের সিল খোলায় তাঁকে সাসপেন্ড করল রাজ্য শিক্ষা দফতর। এর আগে তাঁকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের গণিত পরীক্ষার দিন সময়ের আগেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার অভিযোগ ওঠে হরিদয়াল রায়ের বিরুদ্ধে। আরও অভিযোগ ওঠে, মেধাতালিকায় স্কুলের নাম তুলতে তিনি বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে প্রশ্নপত্র সমাধান করিয়ে তা তাঁর স্কুলের দশম শ্রেণির ফার্স্টবয়ের কাছে পাঠিয়ে দিতেন। এই খবরে রাজ্যজুড়ে শোরগোল ছড়ায়। মধ্যশিক্ষা পর্ষদকে ঘটনার তদন্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মধ্যশিক্ষা দফতরের তদন্তে প্রথম ক্ষেত্রে দোষী প্রমাণিত হয়েছেন হরিদয়াল রায়। রিপোর্টে বলা হয়েছে, প্রধানশিক্ষক হরিদয়াল রায়ের উপস্থিতিতেই সেদিন সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়। সেই ঘরে মোবাইল ফোনও ছিল। তাই মোবাইলে প্রশ্নের ছবি উঠে থাকতে পারে। তবে হরিদয়াল রায়ের বিরুদ্ধে ফার্স্টবয়কে উত্তরপত্রের ছবি হোয়াটসঅ্যাপ করার অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। উল্লেখ্য, মাধ্যমিক চল

গাছে বেঁধে ‘মদ্যপ’ স্বামীকে বেধড়ক মার, মৃত্যু স্বামীর

Image
স্বামীর মদ্যপান করা নিয়ে প্রতিদিনই বাড়িতে অশান্তি হত। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সে স্ত্রীকে মারধর করত বলেও অভিযোগ। এ বার মদ্যপান করে এসে অশান্তি করায় গাছে বেঁধে মারধর করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।  বুধবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণের লছমাপুরের খাটরাঙা গ্রামে। মৃতের নাম রতন ঘোষ (৪৮)। ঘটনায় রতনের দ্বিতীয় স্ত্রী অনিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। অভিযোগ, এ দিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসেছিলেন রতন। সেই নিয়ে দ্বিতীয় স্ত্রী অনিমা, ছেলে বিশ্বজিৎ ও কার্তিকের সঙ্গে অশান্তি চলছিল। অভিযোগ, সেই সময়ে ছেলেদের সাহায্য নিয়ে রতনকে গাছে বেঁধে ফেলে অনিমা। তার পরে লাঠি দিয়ে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতনের। যদিও মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন  পাওয়া যায়নি বলে পুলিশের দাবি। তবে এমন ঘটনায় অনিমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন রতনের ভাইপো সুভাষ ঘোষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কাঠ মিস্ত্রি রতন প্রথম স্ত্রী লিলি ঘোষ থাকা সত্ত্বেও বহু বছর আগে অনিমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। একই বাড়িতে থাকতেন দুই স্ত্রী-ই। অভিযোগ, ইদানীং সে মদ্যপ অবস্থ

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, দেখে নিন রেজাল্ট জানবেন কীভাবে!

Image
কলকাতা: আজ উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার্থীদের উৎকন্ঠা শেষে আগামিকাল ৮ জুন, শুক্রবার সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে সংসদ ৷ সকাল ১০টার মধ্যে সংসদের ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কালই ১১ টা থেকে স্কুলগুলিতে শুরু হবে পরীক্ষার্থীদের মার্কশিট বিতরণ ৷ যেসব ওয়েবসাইটে ফল দেখা যাবে সেগুলি হল- http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm www.exametc.com www.knowyourresult.com http:// wb12.knowyourresult.com http:// www.indiaresults.com www.schools9.com www.manabadi.com www.examresults.net www.westbengaleducation.net www.results.westbengaleducation.net www.resultsout.com ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে গিয়ে নিজেদের অ্যাডমিটে উল্লেখিত রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন। ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে SMS-এর মাধ্যমে ৷ SMS -এ ফল জানতে হলে টাইপ করতে হবে SMS WB 12<ROLL NO> ৷ এরপর 56263 নম্বরে SMS পাঠালেই জানা যাবে রেজাল্ট। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এই বছর পরী

টান এ বার গর্বের বিদেশি লগ্নিতেও

Image
দেশের শিল্পপতিরা লগ্নি করতে নারাজ। এত দিন তাই নরেন্দ্র মোদীর ভরসা ছিল বিদেশি লগ্নি। তাঁর জমানায় এই বিনিয়োগ ফুঁলেফেঁপে উঠেছে বলে বরাবর প্রচারও করেছে এনডিএ সরকার। কিন্তু রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট দেখাচ্ছে, ফানুস ফুটো হচ্ছে সেই গর্বেরও। প্রধানমন্ত্রী যতই বিদেশ সফরে গিয়ে ভারতের অর্থনীতির জয়গান করুন, ২০১৭ সালে প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ ২০১৬ সালের তুলনায় ৪০০ কোটি ডলার কমেছে। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে ৪,৪০০ কোটি ডলার প্রত্যক্ষ বিদেশি লগ্নি এসেছিল। আর ২০১৭ সালে তা ৪,০০০ কোটি। তার থেকেও চিন্তার, নতুন প্রকল্পে বা কল-কারখানা তৈরিতে বিদেশি লগ্নি কমা। ২০১৬ সালে নতুন প্রকল্পে প্রস্তাবিত বিদেশি লগ্নি ছিল ৬,১০০ কোটি ডলার। ২০১৭ সালে তা ২,৬০০ কোটি। বরং এ দেশ থেকে বাইরে লগ্নির প্রবণতা ঊর্ধ্বমুখী। রিপোর্টে স্পষ্ট, বিদেশি লগ্নি যা এসেছে, তার বেশিরভাগটাই দেশি-বিদেশি সংস্থার মধ্যে চুক্তিতে। যেখানে দেশীয় সংস্থার শেয়ার হাতে নিয়েছে বিদেশি সংস্থা। ওই খাতে লগ্নির অঙ্ক ৮০০ কোটি ডলার থেকে ২,৩০০ কোটি ডলারে পৌঁছেছে।

পুলিশি সক্রিয়তা শুধু জরিমানায়!

Image
ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে আমাদের গাড়ি ছুটছে ঝাড়গ্রামের উদ্দেশে। কোলাঘাট ছাড়ানোর কিছু পরে সিভিক ভলান্টিয়াররা পথ  আটকালেন।  চালক লাইসেন্স নিয়ে নামলেন, গাড়ির কাগজ নিয়ে আমি।  বড়সড় লাইন 'সাইড-করানো' গাড়ির। চালকেরা দুই  পুলিশ অফিসারকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জানা গেল, গতি আশি কিলোমিটারের উপর হলেই লাইসেন্স বাতিল করা হচ্ছে। শোরগোল পড়ে গেল। এই গতিসীমা আবার কবে হল? কেউ তো শোনেনি। কোথাও লেখাও নেই। না জানিয়ে জরিমানা কেন?  জবাব এল, 'সেটা আদালতে বুঝে নেবেন।' গোটা পূর্ব মেদিনীপুর জেলায় গতিসীমা আশি কিলোমিটার। কোলাঘাটে নাকি বোর্ড আছে। কেন এই জরুরি কথাটা একটাই বোর্ডে লেখা থাকবে, সে প্রশ্ন আর কেউ তুললেন না। লাইসেন্স না কেড়ে জরিমানার আবেদন করলেন। মঞ্জুর হল। বারোশো টাকায় শুরু করে চারশোয় নামল অঙ্ক। জরিমানার কাগজ নিয়ে যেতে হল পাশে কম্পিউটার-চালকের কাছে। তিনি পাঁচশো টাকার নোট নিয়ে ফেরত দিলেন পঞ্চাশ টাকা। আর পঞ্চাশ? 'অনলাইন ফি,' জানালেন তিনি। রসিদ কিন্তু চারশো টাকার। পাঁশকুড়া থানার অফিসার নিরাপদ দলুই তা দেখে লাইসেন্স ফেরত দিলেন।  বাকি রাস্তায় চোখ চেয়ে রইলাম চারজন। শৌচের পর হাত ধোও

সবংয়ের সদ্যোজাতের হৃৎপিণ্ড বুকের বাইরে

Image
বুকের বাইরে হৃৎপিণ্ড নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক শিশুকন্যার জন্ম হয়েছে। আপাতত কলকাতার বি সি রায় হাসপাতালে ভর্তি সদ্যোজাত। হাসপাতাল সূত্রের খবর, শিশুটির অবস্থা স্থিতিশীল। সবংয়ের কাপাসদার কুন্দ্রার বাসিন্দা সুষমা দাসপাল বুধবার স্থানীয় নার্সিংহোমে মেয়ের জন্ম দেন। বুধবার বিকেলে মা ও সদ্যোজাতকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় বি সি রায় হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, ''চিকিত্সার জন্য শিশুটিকে কলকাতায় পাঠানো হয়েছে।  অস্ত্রোপচারের প্রয়োজন।" বুকের বাইরে থাকলেও সচল রয়েছে হৃৎপিণ্ড। শিশুরোগ ও হৃদরোগ বিশেষজ্ঞেরা মানছেন এমন সমস্যা বিরল। এ ক্ষেত্রে হৃৎপিণ্ড অস্ত্রোপচারের মাধ্যমে বুকের মধ্যে প্রতিস্থাপন করতে হয়। হৃদরোগ চিকিৎসক অচ্যুত সরকার বলেন, ''হৃৎপিণ্ডের গঠন ঠিকমতো হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। অধিকাংশ ক্ষেত্রে হৃৎপিণ্ডের গঠনগত ত্রুটি থাকে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়।'' কেন এই পরিস্থিতি তৈরি হয়? অচ্যুতবাবু জানান, গর্ভাবস্থায় গঠনগত সমস্যার জেরে হৃদ্‌যন্ত্র বাইরে থাকে। সদ্যোজাতের বাবা বিকাশবাব

হাওড়ায় হোক আরও উন্নতি, চান মুখ্যমন্ত্রী

Image
স্পোর্টস কমপ্লেক্স থেকে কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর— হাওড়া শহরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা আগেই নিয়েছে রাজ্য সরকার। এ বার সংশোধনাগার ও জেলা হাসপাতালকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে শহরটাকে আরও সাজিয়ে তোলার পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''হাওড়া আরও সুন্দর হতে পারে। শহরটা ঘিঞ্জি হলেও এখানকার মানুষ বনেদি। এ সবের মধ্যেই নতুন পথ খুঁজে নিতে হবে।''  বৃহস্পতিবার হাওড়ার শরৎসদনে প্রশাসনিক বৈঠকে এসে শহরটাকে সাজিয়ে তোলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে এসেছে, ডুমুরজলায় 'খেল সিটি' হোটেল-সহ আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামের কথা। আর তারই সঙ্গে আরও একটি নতুন স্টেডিয়াম তৈরির বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়া প্রস্তাবের কথাও এ দিন জানান মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, আর একটি স্টেডিয়াম হলে হাওড়াতেও আসতে পারে আইপিএল-এর মতো খেলা। এ দিন হাওড়া জেলা হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ''আমি দেখেছি হাওড়া জেলা হাসপাতালের জায়াগা অত্যন্ত কম। জেলা হাসপাতালের অবস্থা এমন হবে কেন? হাসপাতালটি এ

জলের দামে ‘পুকুর চুরি’ রুখতে নয়া উদ্যোগ

Image
কথায় বলে, জলেই গেল টাকা। কিন্তু, তা যে আক্ষরিক অর্থেই ঘটছে! একটি বেসরকারি সংগঠন সম্প্রতি বিষয়টি নিয়ে শোরগোল ফেলে দিয়েছে। তাদের অভিযোগ, বাজার থেকে যে বোতলবন্দি জল কেনা হয়, তার দামের কোনও মাপকাঠি নেই। ক্রেতাদের 'ঠকিয়ে' বিপুল মুনাফা করে পানীয় জল প্রস্তুতকারক সংস্থাগুলি। কী ভাবে? ওই সংগঠনের অন্যতম সদস্য, আইনজীবী অরিন্দম দাসের বক্তব্য, নামী সংস্থার ২০ লিটারের জলের জার ৮০ টাকায় পাওয়া যায়। অর্থাৎ, লিটার প্রতি চার টাকা। সেই জলই যখন এক লিটারের বোতলে ভরে বিক্রি করা হয়, তখন তার দাম ২০ টাকা। অর্থাৎ, পাঁচ গুণ বেশি। আবার সেই জলই যখন বিমানবন্দর কিংবা মাল্টিপ্লেক্সে বিক্রি হয়, তখন তার দাম হয়ে যায় ৪০ থেকে ৫০ টাকা। এ সব জায়গায় কখনও কখনও ৫০০ মিলিলিটারের বোতলও ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। এ বিষয়ে ক্রেতা-সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে তাঁরা ইতিমধ্যেই কথা বলেছেন। ভবিষ্যতে তাঁরাও মামলা করার কথা ভাবছেন। জল নিয়ে এমন ঘটনা মোটেই বাঞ্ছনীয় নয়। দামের এই বিপুল তারতম্য কেন? অনুসন্ধান করতে গিয়ে অরিন্দমবাবুরা দেখেন, দামের এর কোনও নির্দিষ্ট যুক্তি নে

স্বামীকে এটিএম কার্ড, খোয়াতে হল টাকা

Image
সদ্য মা হয়েছেন। বাড়ি থেকে বেরোনোর উপায় ছিল না। তাই স্বামীকে এটিএম কার্ড দিয়েছিলেন ২৫ হাজার টাকা তুলে আনতে। আর তার দাম চোকাতে বেঙ্গালুরুর এক দম্পতিকে। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, এটিএম কার্ড হস্তান্তরযোগ্য নয়। যাঁর অ্যাকাউন্ট, তিনি ছাড়া অন্য কেউ ওই কার্ড ব্যবহার করতে পারেন না। ২০১৩ সালের ১৪ নভেম্বর মরাঠাহালির বাসিন্দা বন্দনা তাঁর স্বামী রাজেশ কুমারকে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলে আনতে বলেন। রাজেশ স্ত্রীর এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে যান। কিন্তু কার্ড 'সোয়াইপ' করার পরে শুধু একটি স্লিপ বেরিয়ে আসে যন্ত্র থেকে। টাকা বেরোয় না। অথচ টাকা কেটে যায় অ্যাকাউন্ট থেকে। ব্যাঙ্ক থেকে টাকা ফেরত না পেয়ে ২০১৪ সালের ২১ অক্টোবর ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হন দম্পতি। বন্দনা জানান, বাচ্চা হওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। স্বামীকে সেই কারণেই ডেবিট কার্ডটি দিয়েছিলেন। আদালতকে এ-ও জানিয়েছিলেন তাঁরা, এটিএম থেকে টাকা না বেরোলে রাজেশ এসবিআইয়ের কল সেন্টারে জানিয়েছিলেন। রাজেশের দাবি তাঁকে বলা হয়েছিল, যন্ত্রের ভুল। ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। এর পরে তিনি ব্যাঙ

ব্যাঙ্কেই মদের আড্ডা ম্যানেজারের, বাইরে অপেক্ষায় গ্রাহকেরা

Image
'লিঙ্ক' না-থাকায় ব্যাঙ্কেই অপেক্ষা করেছিলেন জনাতিরিশ গ্রাহক। প্রায় আধ ঘণ্টার অপেক্ষায় কেউ কেউ বিরক্তও। হঠাৎই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মদের গন্ধ! বৃহস্পতিবার হুগলির মগরার নন্দীপুকুর-খেজুরিয়া অঞ্চলের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মদের গন্ধের উৎস খুঁজতে গিয়ে গ্রাহকেরা থ! একটি বন্ধ ঘর থেকে টলোমলো পায়ে সিনিয়র ব্যাঙ্ক ম্যানেজার বিশাল খন্না এবং আরও দুই ব্যাঙ্ককর্মী বেরিয়ে আসেন বলে তাঁদের অভিযোগ। একই সঙ্গে তাঁদের দাবি, ওই ঘরে মদের খালি বোতল দেখেছেন তাঁরা। বিশাল খন্না অভিয়োগ মানতে চাননি। জড়ানো কণ্ঠে তাঁর দাবি, ''প্রায়ই ব্যাঙ্কে লিঙ্ক থাকে না, আমি কী করব? আমাকে ফাঁসানো হল।''  ব্যাঙ্কের ঘরে মদের বোতল এবং তিনটি গ্লাস কী করে এল, এ প্রশ্নের জবাব দেননি তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকে ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম চললেও বেলা দেড়টা নাগাদ 'লিঙ্ক' চলে যায়। ফলে, সব কাউন্টারেই কাজ বন্ধ হয়ে যায়। গ্রাহকেরা জানিয়েছেন, 'লিঙ্ক' না-থাকার কথা বলে সিনিয়র ম্যানেজার নিজের ঘর থেকে বেরিয়ে পাশের একটি ঘরে চলে যান। একই সঙ্গে আরও দুই ব্যাঙ্ককর্মীও সেই ঘরে ঢোকেন। শীলাবতী চক্

এবার ট্রেনেই অক্সিজেন করিডর! প্রাণ ফিরে পেল মায়ের কোলে নেতিয়ে পড়া শিশু

Image
গ্রিন করিডর করে অন্য শহর থেকে হৃৎপিণ্ড নিয়ে আসার সাক্ষী থেকেছে কলকাতা। এ বার দু'মাসের অসুস্থ শিশুকন্যার জন্য রেলকর্মী এবং সহযাত্রীরা তৈরি করলেন 'অক্সিজেন করিডর'—মঙ্গলবার, যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। যার মধ্যমণি ট্রেন সুপার (টিটিই) মিহির কুমার। মঙ্গলবার টিকিট পরীক্ষা শেষ করে নিজের আসনে ফিরছিলেন মিহিরবাবু। কান্নাকাটি শুনে থমকে যান। ভিড় সরিয়ে দেখতে পান, মায়ের কোলে নেতিয়ে পড়ছে এক শিশুকন্যা। অক্সিজেন চাই দ্রুত। কিন্তু সঙ্গে থাকা অক্সিজেন শেষ! আর দেরি করেননি মিহিরবাবু। নিজের পরিচয় কাজে লাগিয়ে পরবর্তী স্টেশনেই জোগাড় করেন অক্সিজেন সিলিন্ডার। এগিয়ে আসেন সহযাত্রীরাও। ট্রেন যাতে নির্ধারিত সময়েই স্টেশনে পৌঁছয়, সেই ব্যবস্থা করা হয় রেলের তরফে। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরে বৃহস্পতিবার শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তিন মাস পর তার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার হওয়ার কথা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চেপেছিলেন কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা সাগর এবং বনশ্রী কাঞ্জিলাল। এ-ওয়ান কোচে। সাগরবাবু জানিয়েছেন, জন্মের পর থেকেই হার্টের সমস্যায় ভুগছে তাঁর