Posts

Showing posts from February 22, 2019

আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ, শহিদ পরিবারকে আর্থিক সাহায্য বোর্ডের

Image
নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ পরিবারের পাশে দাঁড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ২০১৯ দ্বাদশ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷ সেই অর্থ শহিদ পরিবারদের দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷ শুক্রবার সিওএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ দিল্লিতে এদিন সিওএ কমিটির বৈঠকের পর সিওএ প্রধান বিনোদ রাই জানান, 'আমরা এ বছর আইপিএলের উদ্বোধন অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ সেই অর্থ দিয়ে পুলওয়ামায় শহিদ পরিবারদের দেওয়া হবে৷' চলতি বছর অর্থাৎ দ্বাদশ আইপিএল শুরু হবে ২৩ মার্চ৷ চেন্নাইয়ে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি সংঘঠন জইশ-ই মহম্মদের আতঙ্কবাদী হামলায় শহিদ হন ৪০ জন ভারতীয় জওয়ান৷ সিআরপিএফ-এর কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলায় চালা জইশের জঙ্গি৷ এই ঘটনার পরই পাকিস্তানের বিরুদ্ধে 'বদলা' চেয়ে দাবি তোলে দেশের সাধারণ মানুষ৷ পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও পাকিস্তানকে বয়কটের দাবি তোলা

জেলে বসেই বাকিদের মগজধোলাই! সাত পাক জঙ্গিকে তিহাড়ে সরানোর আবেদন

Image
জম্মু জেল। জম্মুর জেলে বন্দি থাকা অবস্থাতেই অন্যান্য বন্দিদের মধ্যে সন্ত্রাসের বীজ বুনে দিচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। সেই কারণে জম্মু জেলে বন্দি সাত পাকিস্তানি সন্ত্রাসবাদীকে তিহাড় জেলে সরিয়ে দেওয়ার আবেদন জানাল জম্মু ও কাশ্মীর সরকার। তাদের তরফে সুপ্রিম কোর্টে এই আবেদন জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্র এবং দিল্লি সরকারের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টকে জম্মু ও কাশ্মীর সরকারের তরফে আইনজীবী শোয়েব আলম জানিয়েছেন, ''এই পাকিস্তানি জঙ্গিরা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। জম্মু জেলে বসেই এরা স্থানীয় বন্দিদের সন্ত্রাসের মন্ত্রে দীক্ষিত করার কাজ শুরু করেছে। তিহাড়ে সম্ভব না হলে এদের হরিয়ানা বা পঞ্জাবে সরিয়ে নিয়ে যাওয়া হোক।'' জম্মু ও কাশ্মীর সরকারের এই বক্তব্য শোনারপর বিচারপতি এলএন রাও এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চ এই আবেদনের একটি কপি সাত পাকিস্তানি বন্দিকেও পাঠানোর কথা জানিয়েছে। পাশাপাশি কেন্দ্র ও দিল্লি সরকারের মতামতও জানতে চেয়েছে তারা। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পরই জম্মু জেলে বন্দি লস্কর জঙ্গি জাহিদ ফারুককে জম্মু জেল থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার আবেদন কর

‘বন্ধ করে দেব তিন নদীর জল’, ঘোষণা গডকড়ীর, পাকিস্তানের উপর চাপ বাড়াল ভারত

Image
পুলওয়ামা হামলার পরই পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) মর্যাদা তুলে নিয়েছে ভারত। আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে ২০০ শতাংশ। পাকিস্তানের উপর চাপ বাড়ানোর পথে আরও এক এগোল নয়াদিল্লি। বৃহস্পতিবারই কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নিতিন গডকড়ী হুঁশিয়ারি দিয়েছিলেন, পাকিস্তানে তিনটি নদীর জল প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার সেটাই আরও স্পষ্ট করে গডকড়ী জানালেন, তিন নদীর জল বন্ধ করে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে ইতিমধ্যেই মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু মন্ত্রীর এই 'জল-কামান'-এর নিশানায় থাকা সীমান্তের ওপারে উদ্বেগ কতটা? পাক সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, মুখে কার্যত নিরুত্তাপই ইসলামাবাদ। পাকিস্তানের প্রথম সারির দৈনিক 'ডন'- এর একটি রিপোর্ট অনুযায়ী, এ নিয়ে বিরোধিতা করবে না ইসলামাবাদ। পাক জলসম্পদ মন্ত্রকের সচিব খাওয়াজা শুমাইলকে উদ্ধৃত করে'ডন'-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এ নিয়ে পাক সরকারের কোনও মাথাব্যথা নেই। আন্তর্জাতিক জল চুক্তি যদি তিন নদীর জল পাকিস্তানের দিকে আসা বন্ধ করে ভারতে ঘুরিয়ে দ

সিওল শান্তি পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Image
পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় প্রেসিডেন্ট মুনের শোকপ্রকাশ ও সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ। আজ দক্ষিণ কোরিয়ার সিওলে এই মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কোরিয়ান সৈনিকদের জাতীয় কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। এদিকে আজই দক্ষিণ কোরিয়ার সিওল পিস প্রাইজ কালচারাল ফাউন্ডেশন তরফে ভারতের প্রধানমন্ত্রীকে সিওল শান্তি পুরস্কার দেওয়া হয়। গত বছরের অক্টোবর মাসেই তাঁকে এই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। আজ এই পুরস্কার নেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, "সিওল শান্তি পুরস্কার পেয়ে আমি সম্মানিত। এই পুরস্কার আমার একার নয়, ভারতের জনগণের। এই পুরস্কার বসুধৈব কুটুম্বকম বার্তার কথা বলে। যার অর্থ সমস্ত বিশ্বই আমার ঘর। আমি চাই সমস্ত বিশ্বেই শান্তি বিরাজ করুক। পুরস্কারের টাকা নমামি গঙ্গে প্রকল্পের কাজে ব্যবহার করা হবে। ১ কোটি ৩০ লাখ দেওয়া হবে গঙ্গা স্বচ্ছ্বতা অভিযানে। গত পাঁচ বছরে ভারতের ১ কোটি ৩০ লাখ দক্ষ নাগরিক যে সাফল্য অর্জন করেছে তার এটা তারই পুরস্কার। মহাত্মা গান্ধীর ১৫০ বছরের জন্মবার্ষিকীতে এই পুরস্কার পাওয়ার বিষয়টি আমাকে আরও গর্বিত করেছে।" দুদিনের দক্ষিণ কোরিয়া সফ

ষষ্ঠ শ্রেণিতেই ১ লাখ ফি! প্রতিবাদ বিক্ষোভে অভিভাবকেরা

Image
স্কুলের ফি বৃদ্ধিতে বিক্ষোভ।  বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আকাশছোঁয়া ফি বৃদ্ধি নিয়ে অভিযোগের পাহাড় জমছে। ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে। এ বিষয়ে বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার পরেও একই হাল। লাগাতার স্কুলগুলি বেতন বাড়িয়েই চলেছে। শুক্রবার ফি বৃদ্ধির প্রতিবাদে এলগিন রোডের কাছে একটি বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন অভিভাবকেরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা প্রতিবাদে সরব হয়েছেন। অভিযোগ, প্রতি বছরই এক ধাপে অনেকটা বেতন বৃদ্ধি করছেন স্কুল কর্তৃপক্ষ। এই অবস্থায় সন্তানদের পড়াশোনা চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে ফি কমাতে হবে। না হলে আন্দোলন চলবে। এক অভিভাবকের কথায়, "ষষ্ঠ শ্রেণির জন্য বছরে প্রায় ৯৭ হাজার টাকা নেওয়া হচ্ছে। সব ক্লাসে একই অবস্থা। বিভিন্ন কারণ দেখিয়ে এক লক্ষ টাকার বেশি ফি নিয়ে নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। এ ভাবে চলতে থাকলে ছেলেমেয়েদের  পড়াশোনা চালাব কী করে?" প্রতিবাদীদের অভিযোগ, গত বছরের তুলনায় চলতি বছরে ১০ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। এ দিন অভিভাবক 'ফোরাম'-এর তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের

যে কোনও সময় প্রত্যাঘাতের আতঙ্ক! যুদ্ধকালীন তৎপরতা পাকিস্তান জুড়ে

Image
পুলওয়ামা কাণ্ডের প্রতিক্রিয়ায় যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সেনা অভিযান চালাতে পারে ভারত, এই আতঙ্কেই এখন দিশেহারা পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের সতর্ক করল ইসলামাবাদ। রাতের বেলা আলো বন্ধ করে রাখার পাশাপাশি মাটির তলায় বাঙ্কার বানানোর নির্দেশও দিয়েছে পাক প্রশাসন। পাশাপাশি বালুচিস্তানের কোয়েটায় একটি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নেরও নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। উরির আতঙ্ক তাড়া করছে এখন পাক প্রশাসনকে। ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের সার্জিকাল স্ট্রাইক ধ্বংস করেছিল জঙ্গিদের লঞ্চ প্যাড। এবারও পুলওয়ামা কাণ্ডের প্রতিশোধ নিতে যে কোনও সময় আছড়ে পড়তে পারে ভারতীয় আক্রমণ, এমনটাই আশঙ্কা পাকিস্তানের। তাই আগে ভাগেই নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের আশপাশের গ্রামগুলিকে সতর্ক করতে  শুরু করে দিল পাকিস্তান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ভিমবের, নীলম, রাওয়ালকোট, কোটলি, ঝিলম, হাওয়েলি এই গ্রামগুলিতে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা । বাসিন্দাদের দল বেঁধে  কোথাও না বেরোতে নির্দেশ দেওয়

সোপোরে এক জঙ্গিকে নিকেশ করল সেনা, ডেরা ঘিরে গুলির লড়াই জারি

Image
পুলওয়ামার পিংলিশ গ্রামের পর এ বার সোপোর। শুক্রবার ফের উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই। এখনও পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। তবে তার পরিচয় বা সে কোন গোষ্ঠীর সদস্য, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। গোটা এলাকা ঘিরে রেখেছেন সেনা ও নিরাপত্তা কর্মীরা। এখনও গুলিযুদ্ধ জারি রয়েছে। গোটা এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। নিয়ন্ত্রণ করা হচ্ছে স্থানীয়দের গতিবিধির উপরও। জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এ দিন বারামুলা জেলার সোপোরের ওয়ারপোরা গ্রামে অভিযান চালান সেনা ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। সেই সময়ই কোণঠাসা হয়ে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। সেই সংঘর্ষেই এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। এক পদস্থ পুলিশ কর্তা বলেন,''তল্লাশির সময় নিজেদের আশ্রয় বা পালিয়ে যাওয়ার জায়গা কমে আসতেই মরিয়া হয়ে গুলি চালায় জঙ্গিরা। তার পরই শুরু হয় গুলি বিনিময়।'' তবে ডেরায় কত জন জঙ্গি ছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় সেনা ও পুলিশবাহিনী। তাই গোটা এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি। পুলওয়ামায় আত্মঘাতী হামলা

নারদ কাণ্ডে শোভন ঘনিষ্ঠ ২ জনকে জেরা ইডির

Image
নারদ কাণ্ডে শোভন চ্যাটার্জি ঘনিষ্ঠ দুজনকে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঝুমা সাহা ও দিলীপ সাহা নামে দুজনকে জেরা করছেন ইডির অফিসাররা। ইডি সূত্রে খবর, এই দুজনের নামে প্রচুর টাকার সম্পত্তি কেনা হয়েছে। সেটা জানতে পারার পরই তাদের জেরার সিদ্ধান্ত নেয় ইডি। কার বা কাদের টাকায় এই সব সম্পত্তি কেনা হয়েছে? ঝুমা ও দিলীপ সাহাকে জেরা করে সেটাই জানতে চেষ্টা করছে ইডি। কোথা থেকে এই বিপুল পরিমাণ অর্থ এল? তাও খতিয়ে দেখছে ইডি। অন্যদিকে, নারদাকাণ্ডে  স্টিং অপারেশনের আসল ফুটেজ পাওয়ার জন্য আমেরিকায় 'অপ্যাল' সংস্থাকে চিঠি পাঠিয়েছে সিবিআই।   সম্প্রতি নারদকাণ্ডের  তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। তদন্তে কেন দেরি হচ্ছে, তা জানতে চাওয়া হয়। তদন্তকারী আধিকারিক তখন সিবিআই ডিরেক্টরকে জানান, নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ফুটেজ জমা দিয়েছেন, তা আসল নয়। কপি ফুটেজ আদালতে জমা দেওয়া সম্ভব নয়। আসল ফুটেজ না মেলায় চার্জশিট দিতে সমস্যা হচ্ছে। এরপরই আই-ফোনের আসল ফুটেজ চেয়ে বিদেশমন্ত্রকের মাধ্যমে অ্যাপলকে চিঠি  পাঠিয়েছে সিবিআই। প্রসঙ্গত, এর আগেও গত বছর ৬ মার্চ 'অ্যাপল' সংস্থাকে চিঠি পা

উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার ২ জইশ-সন্ত্রাসবাদী

Image
উত্তর প্রদেশের পুলিশের সন্দেহ, ধৃত দুই সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ রয়েছে জইশ-ই-মহম্মদ -এর। পুলিশ সূত্রের খবর ধৃত দুজনই জম্মু-কাশ্মীর থেকে উত্তর প্রদেশে এসেছিল। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম শাহনাওয়াজ তেলি। সে জম্মু-কাশ্মীরের কুলগাম-এর বাসিন্দা। উত্তর প্রদেশ পুলিশের প্রধান ওপি সিং জানিয়েছেন যে, শাহনাওয়াজ আহমেদ জইশ-ই-মহম্মদের দলে নাম লিখিয়েছে। ধৃত অপর সন্ত্রাসবাদীর নাম আকিব আহমদ আলি। তার বাড়ি পুলওয়ামায় বলেই জানা গিয়েছে। ধৃতদের থেকে এটিএস দুটি .৩২ বোর পিস্তল এবং ৩০টি লাইভ কার্তুজ বাজেয়াপ্ত করেছে। ও পি সিং আরও জানিয়েছেন, এই দুজন পুলওয়ামা হামলার পরে ভারতে এসেছে, নাকি আগে থেকেই এখানে আছে, সেটা এখনই সঠিক ভাবে বলা যাচ্ছে না। IG (ATS) অসীম অরুণ দুই সন্ত্রাসবাদীকে জিজ্ঞাসাবাদ করছেন। উত্তরপ্রদেশের ATS বিভাগের গোয়েন্দারা অন্য আরও ১০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন।

শরীর গরম অথবা ঠান্ডা রাখতে সাহায্য করবে স্মার্ট জামা

Image
সম্প্রতি একটি নতুন ফ্যাব্রিক তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এই ফ্যাব্রিকে তৈরি জামা কাপড় মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আবহাওয়ার উপর নির্ভর করে শরীরকে গরম অথবা ঠান্ডা রাখতে সাহায্য করবে এই জামা। বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রথম এই ধরনের ফ্যাব্রিক সামনে এসেছে। যেমন ধরুন গরম ও আদ্র আবহাওয়ায় খুব ঘাম হয়। সেই সময় শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে এই জামা। অন্যদিকে তুলনামূলক ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করবে। এই কথা জানিয়েছেন গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন এই ফেব্রিক তৈরি করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন এটাই প্রথম ফেব্রিক যা নিজে থেকেই মানব দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করবে। সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্রে এই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে কাজ করবে এই ফ্যাব্রিক। "এই প্রথম ইনফ্রারেড রেডিয়েশন কে ডাইনামিক ভাবে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি সামনে এসেছে।" জানিয়েছেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউহুয়াং ওয়াং। এই জামার ওপরে একটি কার্বন

কাশ্মীরিদের ক্ষতি হলে ভুগতে হবে: হিজবুল

Image
জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। অন্য রাজ্যে কাশ্মিরীদের ক্ষতি করলে, কর্মসূত্রে কাশ্মীরে থাকা ভিন্‌ রাজ্যের এক জন শ্রমিকও বেঁচে ফিরবে না বলে হুমকি দিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। পুলওয়ামার ঘটনার পর থেকেই গোটা দেশের নানা প্রান্ত থেকে কাশ্মীরি-বয়কটের ডাক উঠেছে। নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছেন কাশ্মিরীরা। মঙ্গলবার হিজবুল মুজাহিদিনের তরফে ১৭ মিনিটের একটি অডিয়ো রেকর্ড প্রকাশ করা হয়েছে। সেখানে রিয়াজ নাইকো নামে এক হিজবুল কম্যান্ডারকে এমনই হুমকি দিতে দেখা গিয়েছে। পাশাপাশি দিল্লির উদ্দেশে তাদের বার্তা, ''কাশ্মীর থেকে সেনা সরিয়ে নেওয়াই একমাত্র সমাধান। যাঁরা পুলওয়ামায় সেনা-হত্যার জন্য দুঃখপ্রকাশ করছেন, তাঁদের জানা উচিত, ২০১৮ পর্যন্ত অন্তত ৪০০ কাশ্মীরিকে নৃশংস ভাবে খুন করেছে ভারত।'' আজও খবর মিলেছে, নাগপুরের যবৎমলে হেনস্থা হতে হয়েছে কিছু কাশ্মীরি কলেজ পড়ুয়াকে। বুধবার রাতে তাঁদের উপরে হামলা চালায় যুবসেনার (শিবসেনার ছাত্র সংগঠন) কর্মীরা। রাত দশটা নাগাদ তাঁরা হোটেলে খেয়ে ভাড়াবাড়িতে ফিরছিলেন। সেই সময়ে তাঁদের মারধর করে কিছু যুবক। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। থানায় অভিযোগ দায়

পাকিস্তানে টোমাটো পাঠাবে না দেশের কৃষকরা

Image
ভোপাল: ভারতের মাটিতে ফলানো ফসল খায় পাকিস্তান৷ আর তারাই কিনা ভারতের সেনাদের খুন করে৷ পুলওয়ামার ঘটনার পর প্রতিবেশী দেশকে ফসল পাঠাতে অনিচ্ছুক চাষীরা৷ ব্যবসায়ে প্রভাব পড়বে জেনেও দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশের টোমাটো চাষীরা৷ মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলা টোমাটো চাষের জন্য পরিচিত৷ সেই জেলার পাঁচ হাজার চাষী সিদ্ধান্ত নিয়ে আর তারা পাকিস্তানে টোমাটো রফতানি করবে না৷ পুলওয়ামার ঘটনার প্রতিবাদে এই সিদ্ধান্ত৷ সংবাদসংস্থা এএনআইকে রবীন্দ্র পাতিদার নামে এক চাষী জানিয়েছেন, ''আমরা টোমাটো চাষ করি৷ পাকিস্তানেও টোমাটো রফতানি করি৷ তারা আমাদের পাঠানো সবজি খায় আর আমাদের দেশের সেনাদের খুন করে৷ পাকিস্তান ধ্বংস হোক সেটাই এখন চাই৷'' রবীন্দ্রর মতো একই সুর শোনা গেল অন্য চাষীদের গলাতেও৷ বাসন্তী লাল পাতিদার নামে আরও এক টোমাটো চাষী জানিয়েছেন, ''ফসল রফতানির দাম নিয়ে আমরা চিন্তিত নই৷ কিন্তু সেনা যদি না থাকে তাহলে আমরা কেউ বাঁচব না৷ রফতানি বাবদ যে টাকা আসে সেটাও জলে চলে যাবে৷'' টোমাটো ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কৌশিক জানিয়েছেন, ভারত থেকে ৭৫-১০০ ট্রাক ভরতি টোম

সেনার হাতে খতম এক লস্কর জঙ্গি, বাকি আর দুই

Image
শ্রীনগর: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে এক লস্কর জঙ্গি৷ শুক্রবার কাশ্মীরের সোপোরে সকাল থেকে চলে গুলির লড়াই৷ এখনও অপারেশন চলছে৷ লুকিয়ে থাকা অপর জঙ্গিদের খতম করতে অভিযান আরও তীব্র করেছে সেনাবাহিনী৷ এদিন সকালে বারামুল্লা জেলার সোপোরের ওয়ারপোরাতে তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তাদের খতম করতে শুরু হয় অভিযান৷ শুরু হয় তীব্র গুলির লড়াই৷ সেনাবাহিনীর আক্রমণের মুখে তিন জঙ্গি ক্রমশ পিছু হটতে থাকে৷ তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী৷ এক জঙ্গিকে খতম হলেও বাকি আরও দুই৷ এই অভিযানে রয়েছে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জ্মমু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী৷ সমগ্র এলাকা ১৪৪ জারি করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সার্ভিসও৷   এদিকে বুধবার সন্ধ্যায় নগিশরাং এলাকায় সেনা ক্যাম্পের বাইরে কয়েকজনের কাজ সন্দেহজনক মনে হয় সেনার৷ কোনও অপ্রিয় ঘটনাাতে না ঘটে তার জন্য সতর্ক সেনাবাহিনী৷ শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়৷ এরপরেই চারপাশের এলাকা ঘিরে ফেলা হয়৷ শুরু হয়ে যায় তল্লাশি অভিযান৷ বুধবার সন্ধ্যা থেকেই লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং পাকিস্তান সেনাবাহিনীর। মর্ট

পাকিস্তানকে শুকিয়ে মারতে তিন নদীর জল সরবরাহ বন্ধ করল ভারত

Image
নিজে ভাগের জলও এতদিন পাকিস্তানকে বিনা শর্তে দিয়ে দিয়ে আসছিল ভারত। এবার সেই জল সরবরাহ বন্ধের ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। বলেছিলেন, বিন্দু বিন্দু জলের জল হা-হুতাশ করবে পাকিস্তান। এবার সেই হুমকিকেই সত্যি করে দেখাল কেন্দ্র। গড়কড়ি জানিয়েছিলেন, পাকিস্তানের দিকে বয়ে চলা তিনটি নদীর জল এবার ঘুরিয়ে নিয়ে যমুনা নদীতে ফেলা হবে। এদিন উত্তরপ্রদেশে এক সভায় ভাষণ দিতে গিয়ে সেকথা বলেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যে ভারত জানিয়ে দিল, এই তিন নদী - রবি, শতদ্রু ও বিপাশার জল আর পাকিস্তানকে দেওয়া হবে না। এদিকে চুক্তি অনুযায়ী সিন্ধু, চেনাব ও ঝিলমের জল পাকিস্তানের পাওয়ার কথা। তবে বাকী তিন নদীর জল ভারত এমনিই দিত পাকিস্তানকে। এবার তা আর দেওয়া হবে না। এদিন টুইট করে নিতিন গড়কড়ি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভাগের জল পাকিস্তানে যাওয়া বন্ধ করা হল। পূর্বের নদীগুলির এই জল ঘুরিয়ে জম্মু ও কাশ্মীর ও পঞ্জাবে দেওয়া হবে। তিনি জানিয়েছেন, রবি নদীর ওপরে শাহপুর-কান্দিতে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কাশ্মীরে জল স

সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্ক! পাকিস্তানে হাসপাতালগুলিকে বিশেষ নির্দেশ ইমরান-সরকারের

Image
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের হাতেসেনা জওয়ানদের নৃশংস হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ঘটনার ১০০ ঘণ্টার মাথায় নিকেশ করা হয়েছে হামলার মাস্টারমাইন্ডকে। কাশ্মীর জুড়ে অতন্দ্র প্রহরায় রয়েছে সেনা। এদিকে, রাজধানী দিল্লিতে দফায় দফায় বৈঠকে ব্যস্ত জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন ভারত হামলা করলে পাল্টা হামলায় নামবে পাকিস্তানও। পাশাপাশি , আলোচনা বন্ধের রাস্তা বন্ধ বলে মোদীর ঘোষণার পরই ইমরান জানান সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান বৈঠকে বসতে রাজি। এই প্রেক্ষাপটে পাকিস্তানি হাসপাতাল গুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে ইমরান সরকার। পাকিস্তানে নির্দেশ পাকিস্তানের হাসপাতালগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকে। পাকিস্তানের বালোচিস্তান এলাকার হাসপাতাল ও পাক অধিকৃত কাশ্মীরের হাসপাতালগুলিকে যাবতীয় পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যা থেকে এটা অন্তত স্পষ্ট যে প্রতিবেশী রাষ্ট্র সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারছে না!     কোয়েত্তা ক্যানটনমেন্টে নির্দেশ পাকিস্তানের কোয়েত্তা ক্যান্টনমেন্টের জিলানি হাসপা

কাশ্মীরি ছাত্রদের ওপরে হামলা! ১১ রাজ্য সহ কেন্দ্রের জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট

Image
পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের ওপরে হামলার ঘটনা সামনে এসেছে। এই ঘটনা জানিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে। তার প্রেক্ষিতেই ১১ রাজ্য সহ কেন্দ্রের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে বলে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয়েছে। বিশেষ করে পুলওয়ামার ঘটনার পর সেই প্রবণতা বেড়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে কাশ্মীরিদের দূরত্ব একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এদিন শীর্ষ আদালত মুখ্য সচিব ও ডিজিপিকে নির্দেশ দিয়েছে কাশ্মীরিদের ওপরে হামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এলএন রাও, সঞ্জীব খান্নার বেঞ্চ শুনানির পর এই সিদ্ধান্ত নিয়েছে।

পুরুলিয়ায় আগুনে ঝলসে মৃত্যু হল একই পরিবারের ৪ শিশু-সহ ৭ জনের

Image
পুরুলিয়ায়  মর্মান্তিক অগ্নিকাণ্ড।  পাড়া এলাকায় ঝুপড়িতে  আগুনে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে।  কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখেছে পুলিশ।  জানা গিয়েছে, মৃতরা মূল গুড় ব্যবসায়ী। খেজুর গাছের রস থেকে গুড় বানান তাঁরা। পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দা হলেও কাজের কারণেই পাড়া এলাকায়  তালপাতার ঘর বানিয়ে থাকছিলেন তাঁরা। গাছ থেকে খেজুর রস নামিয়ে জাল দিতেন তাঁরা। বৃহস্পতিবার মধ্যরাতে ওই ঝুপড়িতে আগুন লাগে।  ঘর থেকে বেরোতে পারেননি কেউই।  সাত জনেরই মৃত্যু হয়।  ঝুপড়ির ভিতরেই ঝলসে যান তাঁরা। এলাকা ফাঁকা হওয়ায় আর্তনাদ স্থানীয়দের কানে প্রথমেই পৌঁছয়নি। যতক্ষণ স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে যান, ততক্ষণে প্রায়  সব শেষ। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছাই হয়ে যাওয়া ঝুপড়ির ভিতর থেকে তাঁদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে নিয়ে যান তাঁরা।  কিন্তু  চিকিত্সকরা ওই সাত জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। তবে কীভাবে তাবুতে আগুন লাগল, তা এখনও পরিস্কার নয়। তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিকভাবে দমকলকর্মীরা মনে করছেন, ঝুপড়

পুলওয়ামা-হামলায় রাষ্ট্রসংঘে উঠল জইশ-ই মহম্মদের নাম, চাপে বিবৃতিতে সই চিনেরও

Image
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বড় জয় ভারতের। পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে যৌথ বিবৃতি  রাষ্ট্রসংঘে। তাতে নেওয়া হল জইশ এ মহম্মদের  নাম। আমেরিকা ও ফ্রান্সের চাপে বিবৃতিতে  সই করল চিনও। যদিও মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় এখনও রাজি নয় বেজিং। আন্তর্জাতিক চাপে ক্রমেই কোনঠাসা হচ্ছে পাকিস্তান।  মুখ  রাখতে মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সৈদের সংগঠন জামাত উদ দোয়া আর তাদের সেবা প্রতিষ্ঠান ফালাহ ই ইনসানিয়ত ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। লস্কর এর প্রকাশ্য সংগঠন হিসেবে কাজ করে জামাত উদ দোয়া। পাকিস্তানে স্কুল, মাদ্রাসা, হাসপাতাল সহ তিনশ সংস্থা চালায়  তারা। পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক, এবং কয়েকশ কর্মী রয়েছে তাদের। হাফিজকেই আগেই নিষিদ্ধ ঘোষণা করেছেন রাষ্ট্রসঙ্ঘ। তবে হাফিজের সংগঠন নিষিদ্ধ হলেও মাসুদ আজহারকে নিয়ে এক্কেবারে  চুপ ইসলামাবাদ। প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন জওয়ান শহিদ হওয়ার পরই তীব্র নিন্দা করা হয় রাষ্ট্রসংঘের তরফে। শোকবার্তা পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে।  মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহ

পাক শুটারদের ভিসা না দেওয়ার জের, অলিম্পিক কমিটির কড়া নিষেধাজ্ঞার মুখে ভারত

Image
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন ভারতীয় জওয়ানকে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জইশ জঙ্গিরা। তার পর থেকেই আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে বয়কটের রাস্তায় হেঁটেছে ভারত। কূটনীতির বেড়া ডিঙিয়ে সেই বয়কট ক্রীড়া, সংস্কৃতি সহ আরও বিভিন্ন ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছিল। এর পরই নয়াদিল্লির শুটিং বিশ্বকাপে দুই পাকিস্তানি শুটারকে ভিসা না দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার জেরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তোপের মুখে পড়ল ভারত। ভারতের সঙ্গে আগামী দিনে সব ধরনের আলোচনা বন্ধ করার কথা জানাল তারা। আগামী দিনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অনুমোদিত কোনও প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না ভারত। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও ভারতে প্রতিযোগিতা না করার অনুরোধ জানিয়েছে তারা।  অলিম্পিক কমিটির বক্তব্য, প্রতিযোগীদের ভিসা না দেওয়ার ঘটনা 'অলিম্পিক চার্টার'-এর বিরোধী। রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে কোনও আয়োজক দেশ কাউকে প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে আটকাতে পারে না।   অলিম্পিক কমিটি তাঁদের বিবৃতিতে জানিয়েছে, 'আমরা পুরো বিষয়টি জানার পর শেষ চেষ্টা করেছিলাম। ভারত সরকারের সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু পাকিস্তানি প্রত

পিজির আউটডোরের ভিড় এড়াতে অনলাইনে টিকিট

Image
বড় সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর ক্ষেত্রে রোগী-পরিজনের বড় মাথাব্যথা লম্বা লাইন। সে সমস্যার সমাধানে এ বার অভিনব পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। টিকিটের লাইন এড়িয়ে আউটডোরে ডাক্তার দেখানোর দরজা খুলল এবার ইন্টারনেটে। আগেভাগে অনলাইনে আউইটডোর টিকিট কাটা যাবে আজ, শুক্রবার থেকেই। তবে আপাতত শুধু পিজি ও তার অ্যানেক্স হাসপাতালগুলিতে। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র বলেন, 'বৃহস্পতিবার থেকেই পোর্টালটি খোলা। পাইলট প্রকল্প হিসেবে এখন পরিষেবাটি পিজি দিয়ে শুরু হচ্ছে। অদূর ভবিষ্যতে আশা করছি সব মেডিক্যাল কলেজ হাসপাতালেই মিলবে এ সুবিধা।' চালু ব্যবস্থা অবশ্য থাকছেই। অর্থাৎ আউটডোরে লাইন দিয়ে টিকিট করানো। স্বাস্থ্যকর্তাদের দাবি, এমন সুসংহত ব্যবস্থা দিল্লির এইমস বাদে দেশে আর কোথাও তেমন নেই। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে এ ব্যবস্থা আছে বটে। তবে রোজকার আউটডোর নয়, তা শুধুমাত্র স্পেশ্যাল ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। বেসরকারি ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠানে অনলাইন আউটডোর টিকিট কাটার ব্যবস্থা থাকলেও সে সুবিধা বিক্ষিপ্ত। পিজি-র ক্ষেত্রে যা চালু হল তেমন নজির রাজ্যে

জানেন কি আজ সবজি-মাছ-মাংসের দাম কত চলছে

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ১৪ টাকা প্রতিকিলো .নতুন আলু – ১০টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১২টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ১৫ -২০টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১৫ টাকা প্রতি কিলো .উচ্ছে – ৩০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০ টাকা প্রতিকিলো .টমেটো – ২০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো .পালং শাক – ২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৪০ টাকা প্রতি কেজি মাছ .গোটারুই –২২০ টাকা কিলো .কাটারুই – ২৫০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-৩৫০টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪৫০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪৫০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪৫০টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫৫০ থেকে ৬৫০ টাকা . বাগদা – ৫৬০- ৭০০

সেনার পাতা ফাঁদে ৩ লস্কর জঙ্গি, চলছে এনকাউন্টার পর্ব

Image
শ্রীনগর: পুলওয়ামাকাণ্ডকে ঘিরে উপত্যকা তথা উত্তপ্ত গোটা দেশ৷ জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশে চলছে তল্লাশি এবং এনকাউন্টার পর্ব৷ এরই মধ্যে সোপোরে ২-৩ লস্কর-ই-তইবার জঙ্গিকে সেনা জওয়ানরা ঘিরে ফেলেছে বলে মনে করা হচ্ছে৷ সংবাদ সূত্রে খবর, বারামুলার সোপোরে ওয়ারপোরা এলাকায় এএকনাউন্টার পর্ব চলছে৷ জঙ্গি উপস্থিতির আভাস পেয়ে সমগ্র এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ অভিযানে রয়েছে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জ্মমু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী৷ সমগ্র এলাকা ১৪৪ জারি করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সার্ভিসও৷ এদিকে বুধবার সন্ধ্যায় নগীশরাং এলাকায় সেনা ক্যাম্পের বাইরে কয়েকজনের কাজ সন্দেহজনক মনে হয় সেনার৷ কোনও অপ্রিয় ঘটনাাতে না ঘটে তার জন্য সতর্ক সেনাবাহিনী৷ শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়৷ এরপরেই চারপাশের এলাকা ঘিরে ফেলা হয়৷ শুরু হয়ে যায় তল্লাশি অভিযান৷

'পাকিস্তানি সেনার হাতের পুতুল ইমরান খান', বলছেন তাঁর প্রাক্তন স্ত্রীই

Image
সেনার মদতে পাকিস্তানের তখতে বসেছেন ইমরান খান। সেই অভিযোগ গতবছরের ভোটের পর থেকেই নানা জায়গায় আলোচিত হয়েছে। পুলওয়ামা হামলার পর এবার সেই প্রসঙ্গেই আলোকপাত করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী রেহম খান। পুলওয়ামায় হামলার কয়েকদিন পরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানান, ভারত আক্রমণ করলে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। পাল্টা আঘাত হানবে। এই প্রসঙ্গে রেহম খান বলেছেন, ইমরান আসলে পাক সেনার হাতের পুতুল। পুলওয়ামা হামলার পর তাঁকে যা সেনা শিখিয়েছে, তিনি এসে তাই বলেছেন। রেহমের অভিযোগ, নিজের মতাদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতায় এসেছেন ইমরান। সেনা যা বলে তিনি তাই বুলি আওড়ান। ভোটে সময় পাকিস্তানে এত রক্ত ঝরলেও ইমরান মৌনী ছিলেন ক্ষমতার লোভে। এমনই দাবি করেছেন রেহম খান। পুলওয়ামা হামলার পর ইমরান বলেন, ভারত সরকার যদি মনে করে তাঁরা আক্রমণ করবে আর আমরা পাল্টা দেওয়ার কথা ভাবব না। তাহলে তা ভুল। আমরাও পাল্টা আক্রমণ করব। যুদ্ধ শুরু করা এক মুহূর্তে সম্ভব, তবে যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে থামবে তা শুধু ঈশ্বর

সুপ্রিম কোর্টের হলফনামায় মমতার ছবি, ত্রাণ তহবিলের টাকার প্রসঙ্গ তুলল সিবিআই

Image
হলফনামায় অবশ্য সরাসরি মমতার নাম করা হয়নি, বলা হয়েছে 'পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী'। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকার ছবির প্রসঙ্গ তুলল সিবিআই। গত ১৮ ফেব্রুয়ারি জমা দেওয়া এই হলফনামায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদা গোষ্ঠী পরিচালিত টিভি সংস্থাকে টাকা দেওয়ার প্রসঙ্গও রয়েছে। হলফনামায় অবশ্য সরাসরি মমতার নাম করা হয়নি, বলা হয়েছে 'পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী'। গত ৩ ফেব্রুয়ারি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার সময়ে বাধা পেয়ে, পুলিশের অতিসক্রিয়তা এবং আদালত অবমাননার (যে হেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে) অভিযোগ এনে পরের দিনই সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। সে দিন এবং আদালতের নির্দেশে পরের দিন, পর পর দু'টি হলফনামা জমা দেওয়া হয়। তার পরেও সিবিআইয়ের যুক্তি ছিল, ঘটনার আকস্মিকতায় অফিসারেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে, বিস্তারিত ঘটনা জানতে আরও সময় লেগে যায়। ১৮ তারিখ হলফনামার আকারে সেই বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই হলফনামার ২৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সারা ভারত তৃণমূল কংগ্রেস

চা খাওয়ানো হয়েছে সিবিআই অফিসারদের, হলফনামায় জানালেন রাজীব

Image
সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। শেক্সপিয়র সরণি থানায় গত ৩ ফেব্রুয়ারি সিবিআই অফিসারদের চা খাইয়ে আপ্যায়ন করা হয়েছিল বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। জানিয়েছেন, সিবিআই অফিসারদের থানায় আরামে বসার জন্য এবং ফেরার সময়ে নিরাপত্তার জন্য 'পুলিশ এসকর্ট'-এরও বন্দোবস্ত করা হয়েছিল। কমিশনারের বাসভবনের সামনে তাদের অফিসারদের হেনস্থার ঘটনার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। রাজীব, রাজ্যের মুখ্যসচিব মলয় দে এবং পুলিশের ডিজি বীরেন্দ্র-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। জবাবে তিন জনেই হলফনামা দিয়ে সিবিআইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে সিবিআই জানিয়েছে, রাজীব যে সত্যি বলছেন না, তা প্রমাণ করতে ছবি জমা দেবে। রাজীবও জানিয়েছেন, ঘটনার ভিডিয়ো রেকর্ডিং এবং ছবি পুলিশের কাছে রয়েছে। ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সিবিআই অভিযোগ করেছে, সে দিন কলকাতা পুলিশের অফিসারেরা তাদের গাড়ি থেকে অফিসারদের ঘাড় ধরে নামিয়ে পুলিশের গাড়িতে তুলেছে। সিবিআইয়ের গাড়ির চালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। এক ডিএসপি-র গলা এমন

“আগামী ১৫ বছরে অর্থনীতৈক দিক থেকে প্রথম তিনটি দেশের মধ্যে থাকবে ভারত”

Image
"আগামী ১৫ বছরে অর্থনীতির তালিকায় বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে থাকবে ভারত। আমি এমনটাই আশা করছি।"  বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিওলে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে চলেছে।"  প্রসঙ্গত,   ২ দিনের  সফরে গতকাল সকালেই দক্ষিণ কোরিয়ায় যান প্রধানমন্ত্রী।  দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায় ইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার রয়েছে মোদীর। কোরিয়া অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করার কথা রয়েছে দুই রাষ্ট্রনেতার। সিওলে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন মোদী। তিনি সেখানে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে বলেও জানা তিনি। মোদী বলেন, "আমি যখন প্রধানমন্ত্রী হই তখন বিশ্বের ১১তম অর্থনীতি ছিল ভারত। এখন ষষ্ঠস্থানে রয়েছে। ওইদিন বেশি দূরে নেই যখন আমাদের দেশ প্রথম পাঁচের মধ্যে থাকবে। যদিও আমাদের লক্ষ্য তৃতীয় স্থানে আসা।" তিনি আরও বলেন, "বসবাস ও ব্যবসার জন্য দেশকে আরও  উপযুক্ত করতে গত  সাড়ে ৪ বছ

পুলওয়ামার ঘটনা ফোনে জানার পর সেদিন কোনও খাবার মুখে তোলেননি প্রধানমন্ত্রী!

Image
পুলিওয়ামায় জঙ্গি হামলায় শহিদের মর্মান্তিক খবর শুনে গোটা দিন  মুখে এক দানা অন্ন তুলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের প্রেস বিবৃতির পর কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে, ভালোবাসার উত্সব উদযাপনে মশগুল দেশবাসী। ঠিক সেই সময়ই দুপুর সাড়ে ৩টে নাগাদ খবর আসে পুলওয়ামার অবন্তীপোরায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর আরপিএফ কনভয়ে বড়সড় জঙ্গি হামলা হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জন আরপিএফ জওয়ানের মৃত্যুর খবর আসে। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৪ জন জওয়ান। ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দেয় গোটা দেশকে। বুধবার কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়। প্রেস বিবৃতিতে কংগ্রেস একটি  ছবি দেখিয়ে  কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন,  পুলওয়ামার অবন্তীপোরায় আরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার সময় করবেট ন্যাশনাল পার্কে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি হামলার খবর পাওয়ার পরেও শ্যুটিং বন্ধ হয়নি। আরও ঘণ্টাখানেক ধরে চলে সেই শুটিং। কংগ্রেসের অভিযোগ,  সেদিন  সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে শ্যুটিংপর্ব। এরপর পৌনে ৭টা

সাত দিনে শহরে মোমবাতি পুড়ল ২২ লক্ষ টাকার

Image
শোক: কাশ্মীরে নিহত জওয়ানদের স্মরণে মিছিল। পার্ক স্ট্রিট চত্বরে।  রিজওয়ানুর রহমানের মৃত্যু সমবেত শোক প্রকাশের ধারায় পরিবর্তন এনেছিল এই শহরে। আগে যা বিচ্ছিন্ন ভাবে হত, সেই মোমবাতি-মিছিল একটা সংগঠিত রূপ পেয়েছিল ওই ঘটনার পর থেকেই। জানাচ্ছেন মোমবাতি ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন। যত দিন গিয়েছে, ছোট-বড় যে কোনও বিপর্যয়ে মোমবাতি-মিছিলই হয়ে উঠেছে শহরের প্রতিবাদের স্বর, শোকের প্রতীক। সাম্প্রতিক সময়ে সমবেত সেই শোক-প্রকাশের ভাষাই 'নজিরবিহীন' ব্যবসা করল! বিক্রি বাড়ল ১০০ শতাংশ। আর ক্রেতাদের চাহিদা মেনে বদল এল মোমবাতি তৈরির প্রক্রিয়াতেও। মোমবাতি হাতে হাঁটতে হয় অনেকটা পথ। মোম যাতে গলে হাতের উপরে না পড়ে, সেই কারণে ভাবনায় বৈচিত্র এনে ইদানিং তৈরি হচ্ছে নতুন ধরনের মোমবাতি। রাজ্যের মোমবাতি ব্যবসায়ীদের সংগঠন 'ওয়েস্ট বেঙ্গল ওয়াক্স বেসড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন'-এর সেক্রেটারি সমীর দে জানালেন, কোনও ছবি বা মূর্তির সামনে যে ধরনের মোমবাতি জ্বালানো হয় এবং যে মোমবাতি হাতে নিয়ে শোক মিছিলে হাঁটা হয়, এই দুইয়ের গড়ন এখন বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা। মিছিলের জন্য যে মোমবাতি তৈরি হয়, সেগুলি যাতে হাতে না পড়ে,

ভোটের বাজারে এ বার সুদ বাড়ল, ইঙ্গিত পেনশন বৃদ্ধিরও

Image
অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য মাসে ৩,০০০ টাকা পেনশনের প্রকল্প  অর্ন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছে কেন্দ্র। এ বার ভোটের বাজারে শিকে ছিঁড়তে পারে কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সদস্যদেরও। যাঁরা এখন মাসে ১,০০০ টাকা ন্যূনতম পেনশন পান, তাঁদের জন্য তার  অঙ্ক বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে শীঘ্রই পিএফের অছি পরিষদের বিশেষ বৈঠক ডাকার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। বৃহস্পতিবার ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য পিএফে জমা টাকায় ৮.৬৫% সুদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অছি পরিষদ। গত বছরের থেকে যা ১০ বেসিস পয়েন্ট বেশি। বর্ধিত হারে সুদের প্রস্তাব অর্থ মন্ত্রকের অনুমোদনের পরেই কার্যকর করা হবে। এ দিনের বৈঠকে অছি পরিষদে শ্রমিক ইউনিয়নগুলির সদস্যরা ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানান। পরিষদের সদস্য এবং এআইইউটিইউসির রাজ্য সম্পাদক দিলীপ ভট্টাচার্য বলেন, ''আমাদের দাবি শুেন শ্রমমন্ত্রী শীঘ্রই বিশেষ বৈঠক ডাকার আশ্বাস দিয়েছেন। আমাদের আশা, লোকসভা নির্বাচনের আগেই ন্যূনতম পেনশন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।'' বিশেষত বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩,০০০ টাকার পেনশন প