Posts

Showing posts from October 2, 2018

লেজার বিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারের জন্য নোবেল পাচ্ছেন তিন পদার্থবিদ

Image
মার্কিন পদার্থ বিজ্ঞানী আর্থার আস্কিন, ফরাসী পদার্থবিদ জিরার্ড ম্যুরো এবং কানাডার ডনা স্ট্রিকল্যান্ড, পৃথিবীর তিন প্রান্তের তিন দিকপাল বিজ্ঞানীকে এক সুতোয় বাঁধল একটি সম্মান। তার নাম নোবেল ২০১৮। লেজার পদার্থবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য যৌথভাবে এ পুরস্কার পেলেন তারা। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে ঘোষণা করা হল পদার্থ বিজ্ঞানে ২০১৮-এর তিন নোবেলজয়ীর নাম। ডঃ আস্কিন অপটিক্যাল টুইজ্যার নামে এমন এক লেজার প্রযুক্তির আবিষ্কার করেছেন যা জীবজগত পর্যবেক্ষণে খুবই জরুরি। বাকি দুই পদার্থবিদ কাজ করেছেন উচ্চ তীব্রতার এবং ছোট দৈর্ঘ্যের লেজার পালস নিয়ে। চোখে লেজার অস্ত্রোপচারের ক্ষেত্রে এই আবিষ্কারও নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। ১৯০১ সালের পর থেকে নোবেল কমিটি এ পর্যন্ত ১১২ বার পদার্থে নোবেল পুরস্কার দিয়েছে। ডনা  ডনা স্ট্রিকল্যান্ড হলেন নোবেল সম্মানে সম্মানিত তৃতীয় মহিলা পদার্থবিদ। প্রথমজন হলেন মাদাম মারি কুরি (১৯০৩ সাল), দ্বিতীয়জন গোয়েপ্পার্ট মেয়ার (১৯৬৩)। ২০১৭ সালে মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধানের স্বীকৃতিস্বরূপ পদার্থ বিদ্যায় নোবেল পান জার্মান বংশোদ্ভূত রেইনার ওয়েইস ও মার্কিন দু

চন্দননগরে ভুয়ো টেলিফোন এক্সচেঞ্জের সন্ধান, সিআইডি-র জালে চার

Image
নাকের ডগায় বিপদ! হুগলির চন্দননগরে ভুয়ো টেলিফোন এক্সচেঞ্জের সন্ধান পেল সিআইডি। সাধারণ ভাবে,সাইবার অপরাধী, এমনকি জঙ্গিরাও এই ধরনের টেলিফোন এক্সচেঞ্জ তৈরি করে তার মাধ্যমে নানা অপরাধমূলক কাজকর্ম করে থাকে। এ ক্ষেত্রেও তেমন কোনও উদ্দেশ্য ছিল কি না গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন।ইতিমধ্যেই সিআইডি-র জালে ধরা পড়েছে চার অপরাধী। ধৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিক মহম্মদ সোনওয়ার জাহান। হুগলির বাসিন্দা পিন্টু দাস, শুভেন্দু ঘোষ, আশিস পাল। কী উদ্দেশ্যে তারা এই ধরনের একটি বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ খুলেছিলতা খতিয়ে দেখা হচ্ছে। টেলিকম দফতরের 'টেলিকম এনফোর্সমেন্ট রিসোর্স অ্যান্ড মনিটরিং' (টার্ম) সেল এবং গোয়েন্দাদের অনুমান, এই ধরনের এক্সচেঞ্জ গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও জড়িত থাকতে পারে। এই দলে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো টেলিফোন এক্সচেঞ্জ কী কাজে লাগে? বিদেশ থেকে ফোন কলগুলিকে এই ধরনের এক্সচেঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। আপনার মোবাইলে যখন সেই ফোন ঢুকবে, মনে হবে স্থানীয় কোনও জায়গা থেকে ফোন আসছে। ফলে বিদেশ থেকে ফোন করে কেউ আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিলে, পরে তার আর কোনও হদি

১৬ বছর ধরে ত্রিপল টাঙিয়ে চলছে স্কুল

Image
মালদহ: খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে চলছে সরকারি স্কুল। একদিন-দু'দিন নয়, চলছে টানা ১৬ বছর! যে এলাকায় নদী ভাঙনের কোনও সমস্যা নেই,  প্লাবন নেই,  কোনও রকম প্রাকৃতিক দুর্যোগ নেই। তবু কেন এই অবস্থা? এতদিন পরেও মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির দপ্তর থেকে এমন প্রশ্নের সদুত্তর মিলছে না। জেলায় যে এই ধরণের স্কুল রয়েছে সেটা নাকি 'জানা নেই' জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বর্তমান সভাপতির। তিনি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সেরেছেন বলে অভিযোগ। বিগত ১৬ বছর ধরেই ঝড়-বৃষ্টি, প্রবল ঠান্ডার মধ্যেই খোলা আকাশের নিচে চলছে মালদহের গৌরীপুর সরকারি প্রাথমিক স্কুল৷ শিক্ষকদের পকেটের টাকা খরচ করে কেনা হয় পলিথিন এবং চাদর। সূর্যের প্রখর তাপ এবং বৃষ্টি থেকে বাঁচতে ওই পলিথিন টাঙানোর ব্যবস্থা করা হয়।‌ স্কুল চলার সময় মাটিতে বসার আগেই শতরঞ্জি পাতার ব্যবস্থা করেন শিক্ষকরা। অথচ শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার সবরকম উদ্যোগ নিলেও মালদহ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চরম উদাসীনতায় গৌরীপুরে আজও গড়ে ওঠেনি প্রাথমিক বিদ্যালয়গৃহ। চাঁচোল মহকুমার রতুয়া-২ নম্বর ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্

পর্দার্থবিদ্যায় নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

Image
নিউ ইয়র্ক: চলতি বছরেই পদার্থবিদ্যার উপরে নোবেল পুরষ্কার পেলেন তিন বিজ্ঞানী৷ মার্কিন যুক্তরাস্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মোরোউ, কানাডার ডোন্না স্ট্রিকল্যাণ্ড৷ লেজার পালসের উপর গবেষণা করেছিলেন তাঁরা৷ মঙ্গলবার স্টকহোমের রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্সের ঘোষণা করা বিপুল অংকের (9m সুইডিস ক্রোনর) প্রাইজ মানির অধিকারী হন এই ত্রয়ী৷ নোবেল কমিটি জানাচ্ছে, বিশেষ উদ্ভাবন'ওপটিক্যাল ট্যুইর্জাস'এর জন্য প্রাইস মানির অর্ধেক জিতে নেন আসকিন৷ মোরোউ ও স্ট্রিকল্যাণ্ড উভয়েই তাদের আবিষ্কারের জন্য প্রাইস মানির এক চতুর্থাংশ করে পান৷ ওন্টারিওর দ্য ইউনির্ভাসিটি অফ ওয়াটারলুর স্ট্রিকল্যাণ্ড পদার্থবিদ্যার উপর তৃতীয় মহিলা নোবেলজয়ী৷ পিএইচড ছাত্রী হিসেবে কাজ করার জন্যই বিশেষ পুরষ্কারে তাঁকে সন্মানিত করা হয়৷ এর আগে ১৯৮৩ সালে নোবেল পেয়েছিলেন মারিয়া জিওপার্ট মেয়ার। স্ট্রিকল্যাণ্ড টেলিফোনে ইন্টারভিউ দেওয়ার সময় জানান, 'মহিলা পদার্থবিদ হিসেবে বিষয়টিকে সেলিব্রেট করার প্রয়োজন৷ আশা করছি, ভবিষ্যতে আরও মহিলা পর্দাথবিদের সংখ্যা বাড়বে৷ তাদেরই একজন হতে পেরে ভাল লাগছে৷' নোবেল কমিট

১২ ঘণ্টার লড়াই শেষ, ২০০ ফুট গভীর কুয়োতেই মৃত শিশু

Image
আহমেদাবাদ: সোমবার রাত থেকে লড়াই চলছিল৷ যদি কোনওভাবে বাঁচানো যায় শিশুটিকে৷ তবে উদ্ধারকারীদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল দেড় বছরের শিশুর৷ সোমবার সন্ধ্যে বেলায় ওই শিশু ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ গুজরাতের সাবারকান্থা এলাকায় ঘটে এই দুর্ঘটনা৷ তারপর থেকেই শুরু হয়েছিল উদ্ধার কাজ৷ আলো জ্বেলে, অক্সিজেনের পাইপ ২০০ ফুট নীচে পাঠিয়ে কোনও রকমে শিশুটিকে বাঁচাবার চেষ্টা চলছিল৷ কৃষকের পরিবারের সন্তান ওই শিশুটি খেলতে খেলতে গভীর কুয়োর মধ্যে পড়ে যায়৷ কুয়োর ৮০ ফুট উচ্চতায় আটকে ছিল সে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকে৷ উদ্ধার কাজে হাত লাগায় আহমেদাবাদ দমকল দফতরও৷ তবে সবার চেষ্টা ব্যর্থ করে শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ ১২ ঘন্টা ধরে উদ্ধার কাজ চলে৷ তবে তা কাজে আসেনি৷ শিশুটির পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল৷ সেটিই তাঁর মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে৷ চলতি বছরে একই রকম ঘটনা ঘটে বিহারে৷ মুঙ্গের জেলায় একটি ১৬৫ ফুট গভীর কুয়োয় পড়ে যায় এক শিশু কন্যা৷ ওই শিশুকন্যা সানাকে ৩১ ঘণ্টা পর উদ্ধার করা যায়৷ ঘটনাটি ঘটে ৩১ জুলাই, দুপুরবেলায়। এই দুর্ঘটনার যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে ভারতীয় রেল

Image
মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে উদ্যোগ নিল ভারতীয় রেল। জাতীয় পরিবহন প্রকল্পের মধ্যে রাখা হয়েছে সরকারের 'স্বচ্ছ ভারত' প্রকল্পের লোগো এবং জাতীয় পতাকা লাগানো হবে ট্রেনের প্রতিটি কামরায়। এই প্রকল্পটির নাম 'স্বচ্ছতা পাখওয়ারা'। ভারতীয় রেলওয়ে বোর্ড জানিয়েছিল গত ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে কাজ শেষ করে ফেলা হবে। ১৫০ বছর জন্মদিনে গান্ধীজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহাত্মা গান্ধীর জীবনের সঙ্গে জড়িত ভারতের বেশ কয়েকটি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের জন্য। যেখানে গান্ধীজির সঙ্গে কী কারণে ঐ জায়গাটি জড়িত সেই ঘটনাকে লক্ষ্য করেই নির্দিষ্ট আদলে ছবি আঁকার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে ভারতের ২৮ টি আদর্শ স্থানে ব্যাপকভাবে চলছে পরিচ্ছন্নতার অভিযান। প্রায় ৪৩ টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। যার মধ্যে রয়েছে দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই, সুরাট, দানাপুর, আসানসোল, বেঙ্গালুরু, ভাদোদরা, পুরী, অমৃতসর, হরিদ্বার, ইত্যাদি। রেল পরিষেবাকে সম্পূর্ণ সাজিয়ে তুলতে সময় লাগবে আরও ছয় মাস। যে আদলে সাজানো হবে তার মধ্যে থাকবে অহিংসা, সাম্প্রদায়িক ঐক্য,

কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৯০৭ টাকা

Image
জ্বালানির দামে জ্বলেপুড়ে মরছে দেশ। সোমবার কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে লেগেছে ৯০৭ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে পেট্রোল বিকোচ্ছে ৯১.‌১৫ টাকা লিটারে!‌ তেলের দাম শতকের চৌকাঠে, রান্নার গ্যাস প্রায় হাজারে। দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসেরও। পেট্রোল–‌ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে নিত্যদ্রব্য, গণপরিবহণ, বিদ্যুৎ, কৃষি ও রাসায়নিক সারের দামেও ধাক্কা পড়তে বাধ্য। আর রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁসেলে আগুন। এই পরিস্থিতিতে কার্যত ‌অসহায় কেন্দ্রের শাসকদল। মৌনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত, কংগ্রেস এদিন নতুন নাম দিয়েছে বিজেপি–‌র। তাদের বক্তব্য— 'বিজেপি'–র অর্থই হল '‌‌বহত জাদা প্রাইস'‌। এদিন তেল কোম্পানিগুলি আবার লিটার প্রতি পেট্রোলে ২৪ পয়সা এবং ডিজেলে ৩০ পয়সা দাম বাড়িয়েছে। রবিবার রাতেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের (‌১৪.‌২ কিলোগ্রাম)‌ দাম বাড়ানো হয়েছে ২.‌৮৯ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ৫৯ টাকা। এদিন সিএনজি ‌এবং পিএনজি‌র মতো প্রাকৃতিক গ্যাসের দামও লিটার প্রতি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে

খিদে মেটাতে সম্বল বুনো লতা, ইয়েমেনে অপুষ্টিতে ধুঁকছে ৪ লক্ষ শিশু

Image
অপুষ্টিতে ধুঁকছে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন। খিদের জ্বালায় বুনো লতাপাতা ফুটিয়ে খেতে বাধ্য হচ্ছেন অধিবাসীরা। ধুঁকতে থাকা শিশুদের দেখে শিউরে উঠছেন ত্রাণকর্মীরা।  গত কয়েক বছরের নিরন্তর গৃহযুদ্ধের প্রকোপে খাদ্য উত্‍পাদন শিকেয় উঠেছে ইয়েমেনে। তার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে দেশের উত্তর প্রান্তের গ্রামগুলিতে। উত্তর ইয়েমেনের আসলাম জেলার স্বাস্থ্য শিবিরে ভিড় করছে অস্থি-চর্মসার শিশুর দল। হাড় জিরজিরে শরীর, কুঁচকে যাওয়া ত্বক আর ঠিকরে বেরিয়ে আসা চোখ নিয়ে তারা অপুষ্টির চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছে।  চলতি বছরে এই অঞ্চলে অন্তত ২০টি শিশু অপুষ্টির শিকার হয়ে মারা গিয়েছে। সারা দেশের হিসেব ধরলে সংখ্যাটি আরও অনেক বেশি বলে মনে করছেন ত্রাণকর্মীরা। এলাকার এক গ্রামে খিদের তাড়ায় মায়ের দিকে হাত বাড়াতে দেখা গিয়েছে ৭ মাস বয়সী শিশুকন্যা জারাকে। কিন্তু অপুষ্টির কারণে তাকে স্তন্যপান করাতে অপারগ তার হাড্ডিসার জননী। অসহায় নারী কবুল করেছেন, 'জন্মের সময় থেকেই তীব্র অভাবের কারণে ওর জন্য গুঁড়ো দুধ বা ওষুধ কিনতে পারিনি।' স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্‍সার পরে আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে জারা। তবে কিছু দিনের মধ্যেই ফের সে অ

পরকীয়াতে বাধা দেওয়ায় বাড়ির মালিককে খুন ভাড়াটিয়া মহিলার।

Image
সোনারপুরে পরকীয়াতে বাধা দেওয়ায় বাড়ির মালিককে খুন৷ খুনের অভিযোগ উঠল ভাড়াটিয়া মহিলার প্রেমিকের বিরুদ্ধে৷ মৃত ব্যক্তির নাম পিন্টু সর্দার৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার নাটাগাছি এলাকায়৷ এই ঘটনায় ভাড়াটে দম্পতিকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, পেশায় ফুচকা বিক্রেতা পিন্টু সোনারপুরের নাটাগাছির বাসিন্দা। তাঁরই বাড়িতে ভাড়া থাকে রূপা নস্কর ও তার স্বামী। শেখ মণিরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে রূপার পরকীয়ার সম্পর্কে রয়েছে। পিন্টুর বাড়িতেও অবাধ যাতায়াত করত শেখ মণিরুল। বেশ কয়েকদিন নজর রাখার পর বিষয়টি ধরা পড়ে যায় পিন্টুর চোখে। এরপরেই ওই গৃহবধূর স্বামী নূরজামালকে তাঁর স্ত্রীর পরকীয়ার কথা জানান পিন্টু। অভিযোগ, তারপর থেকেই পিন্টুকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল রূপা। শেষ পর্যন্ত সোমবার রাতে তাঁর উপর হামলা চালায় শেখ মণিরুল ও রূপা। এদিন রাতে পিন্টুবাবু নাটাগাছি এলাকায় ফুচকা বিক্রি করছিলেন। অভিযোগ, সেইসময়ই তাঁর উপর হামলা করে শেখ মণিরুল। ছুর

পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত স্ত্রীকে দেখে ফেলেন স্বামী।

Image
মেদিনীপুর: পর-পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত স্ত্রী। রাগের মাথায় স্ত্রীকে পিটিয়ে মারল স্বামী। মৃত গৃহবধূর নাম রানি মুর্মু (৩০)। এই ঘটনায় অভিযুক্ত স্বামী শম্ভু মুর্মুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গোয়ালতোড়ে। জানা গিয়েছে, শনিবার রাতে শম্ভু কাজ থেকে বাড়ি ফিরে দেখে স্ত্রী রানি পাশের পাড়ার এক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। এই দৃশ্য দেখেই খেপে আগুন হয়ে যায় সে। হাঁকডাক শুরু করতেই প্রেয়সীকে ফেলে চম্পট দেয় প্রেমিক। ক্ষিপ্ত শম্ভু লাঠি নিয়ে স্ত্রীর উপরে চড়াও হয়। চলে বেধড়ক মারধর। মারের চোটে রানির হাত,পা, মুখ -সহ সারা শরীরে আঘাত লাগে। বাঁচার তাগিদে রাতেই রানি ঘর ছেড়ে পালানোর চেষ্টাও করে। কিন্তু শম্ভু স্ত্রীকে বাড়ির বাইরে বেরোতে দেয়নি। জোর করে তাকে ঘরের  মধ্যেই আটকে রাখে। গুরুতর আহত রানি রবিবার দিনভর কোনওরকম চিকিৎসা সহায়তা পায়নি। রবিবার ওভাবেই স্ত্রীকে ফেলে কাজে চলে যায় শম্ভু। বেলা গড়াতে রানির সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে শম্ভু দেখে রানির মৃত্য

গোটা দেশকে এক সুতোয় বেঁধেছিলেন মহাত্মা: প্রধানমন্ত্রী

Image
নিউ দিল্লি : গান্ধিজির জন্মদিনে তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্লগে তিনি লেখেন সমগ্র দেশকে এক সুতোয়  বেঁধেছিলেন গান্ধি। মোদীর কথায়  ভারত বৈচিত্রের দেশ। সমস্ত বিভাজনের উপরে  উঠে বিদেশি শাসনের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের শক্তি দিয়েছিলেন গান্ধি।  শুধু তাই নয় ভারতকে বিশ্বের দরবারে বিশেষ জায়গা পাইয়ে দিতেও আগ্রণী ভূমিকা নেন গান্ধি। টাইমস অইফ ইন্ডিয়া প্রকাশিত ব্লগে একথাই জানিয়েছেন মোদী। আরও বলেন গোটা বিশ্বের যে সমস্ত মানুষ সাম্য এবং আত্মসম্মান নিয়ে বাঁচতে চান তাঁদের কাছেও গান্ধিজিই  অনুপ্রেরণা। মোদী লেখেন,  এখন সন্ত্রাস এবং চরমপন্থা দেশ ও সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে। এর বিরুদ্ধে লড়তে গান্ধিজির দেওয়া শান্তির বার্তাই পাথেয় হতে পারে। অহিংসাই মানবতার শক্তি।' ব্লগের বক্তব্য তুলে দেওয়া হয়েছে টুইটারেও। এরপর গান্ধিজি সম্পর্কে  সর্দার বল্লভ ভাই প্যাটেলের মন্তব্য উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী।' বর্তমান সমাজ জীবনে গান্ধিজির প্রাসঙ্গিকতা বোঝাতে  গিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'একবিংশ শতকে  অসাম্য অস্বাভাবিক কোনও বিষয় নয়। এমতাবস্থায় মহাত্মার দেখানো সাম্যে

দিল্লি সীমান্তে ৭০ হাজার কৃষকের মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Image
কিষাণ ক্রান্তি যাত্রা হরিদ্বার থেকে শুরু করে দিল্লি পৌঁছয়। মাঝে মুজফফরনগর, দৌরালা, পাটরাপুর, মোদী নগর, হিন্দোন ঘাট হয়ে এসেছে। ৭০ হাজার কৃষকের মিছিল ১৫ দফা দাবি নিয়ে দিল্লি এলে পুলিশ তাদের বাধা দেয়। জলকামান, কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। মূলত কৃষকদের দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তেই আটকে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের অবশ্যই রাজধানীতে ঢুকতে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। তাঁর সরকার কৃষকদের পাশে রয়েছে বলেও দাবি করেছেন কেজরি। কৃষকদের মিছিলের অশান্তি আঁচ করে আগে থেকেই উত্তর দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়। আগামী ৮ তারিখ অবধি তা বজায় থাকবে। গাজিপুর, ময়ূর বিহার, কল্যাণপুরী, প্রীত বিহার, জগতপুরী, পাণ্ডব নগর এলাকায় ১৪৪ ধারা জারি রাখা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর কৃষক ইউনিয়ন ঘোষণা করে তাঁরা হরিদ্বার থেকে পদযাত্রা করে দিল্লি পৌঁছবে মহাত্মা গান্ধীর জন্মদিবসের দিন। সেইমতো কৃষকদের মিছিল দিল্লি ঢুকতে গেলে বাধা পেয়েছে। কৃষিঋ মকুব, শস্যের দামবৃদ্ধি, ফার্মের জন্য বিনামূল্যে বিদ্যুত, ডিজেলের দাম বৃদ্ধির বিরোধিতা সহ একাধিক দাবি নিয়ে কৃষকরা মিছিল করে রাজধানী এসে

মদের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে খাওয়ালেন স্বামী, লাশ ফেলে রেখে এলেন হাসপাতালে!

Image
ভালোবাসার টানে বাবার ঘর  ছেড়েছিলেন।  কিন্তু ভালোবাসার দাম যে এইভাবে চুকোবে ভালাবাসারই মানুষটি, তা হয়তো দুঃস্বপ্নেও কোনওদিন ভাবতে পারেননি সোনারপুরের দেবপ্রিয়া প্রামাণিক। দাবী মতো পণ না পাওয়ায় ও কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে মদের সঙ্গে মিশিয়ে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।  এরপর স্ত্রীকে হাসপাতালে ফেলে রেখেই চম্পট দিলেন স্বামী! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুরের ডিঙ্গেলপোতা এলাকায়।  বছর চারেক আগে বাবা-মায়ের অমতেই সোনারপুরের ডিঙ্গেলপোতার বাসিন্দা চিত্ত প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় দেবপ্রিয়া ভট্টাচার্যের।  বছর খানেক পর তাঁদের এক কন্যাসন্তান হয়। অভিযোগ এরপর থেকেই বিগড়ে যায়  চিত্তের মতিগতি। দেবপ্রিয়ার সঙ্গে মাঝেমধ্যেই দুর্ব্যবহার করতে শুরু করেন তিনি।   সময় যত এগোতে থাকে, ততই খারাপ হতে থাকে দুজনের সম্পর্ক।  এক বছর আগে দেবপ্রিয়াকে হঠাত্ই তাঁর বাপেরবাড়ি দিয়ে যান চিত্ত। পরিবারের অভিযোগ, সম্প্রতি চিত্তের দাবি ছিল গাড়ি ও টাকা। একসঙ্গেই এতকিছু দিতে অক্ষম ছিল দেবপ্রিয়ার পরিবার। তাতেই আরও অশান্তি বাড়ে। কিছুদিন আগে দেবপ্রিয়াকে ফের বাড়ি নিয়ে যান চিত্ত। এরইমধ্যে দেবপ্রিয়া আরও এক পুত্রসন্

নাগেরবাজার বিস্ফোরণে মৃত্যু ৮ বছরের বালকের

Image
হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট বিভাস দমদমের নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক বালকের। মৃতের নাম বিভাস ঘোষ। বয়স ৮ বছর। গান্ধী জয়ন্তীর সকালে সাড়ে ৯টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজারের কাজিপাড়া এলাকা। বিস্ফোরণে আহত হন ১২ জন। সঙ্গে সঙ্গেই তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে ৮ জনকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ৪ জনকে স্থানান্তরিত করা হয় এনআরএস-এ। পরে এসএসকেএম-এ মৃত্যু হয় ৮ বছরের বিভাসের। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে মায়ের সঙ্গে যাচ্ছিল বিভাস। বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয় সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপর। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন স্থানীয়রা। কিন্তু শেষরক্ষা হল না। পুজোর আগেই বিস্ফোরণ ডেকে আনল মর্মান্তিক পরিণতি। অন্যদিকে, এখনও পর্যন্ত পুলিস নিশ্চিত নয় কী থেকে বিস্ফোরণ। তবে ব্যারাকপুর পুলিস কমিশনার স্পষ্ট করে দিয়েছেন, সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ব্যাগের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। তা থেকেই বিস্ফোরণটি ঘটে।

১৮১ টাকার প্রিপেইড রিচার্জ, দিন পিছু ৩ জিবি ডেটা

Image
এয়ারটেল একটি নতুন ১৮১ টাকার প্রিপেইড রিচার্জ প্যাক লঞ্চ করতে চলেছে। যার বৈধতা থাকবে ১৪ দিন। এই সময়কালে প্রত্যেকদিনের জন্য ৩ জিবি করে ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। টেলিকম টকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এই প্ল্যানটি শুধুমাত্র ভারতের কিছু নির্বাচিত জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, উল্লেখ্য, উত্তর ভারতে এই রিচার্জ প্যাক ইতিমধ্যেই পৌছে গেছে এয়ারটেল পরিষেবা গ্রাহকদের কাছে। ১৮১ টাকা প্যাকের সঙ্গে ব্যবহারকারীরা মোট ৪২ জিবি ডেটা পেতে পারেন। তবে বৈধতা ১৪ দিন পর্যন্ত সীমিত। সুনিল মিত্তালের নেতৃত্বাধীন টেলিকম কোম্পানিটি ব্যবহারকারীদের আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং জাতীয় রোমিং কল করার সুবিধা দেবে, সঙ্গে দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএসে পাঠানোর সুবিধাও রয়েছে। এই মুহুর্তে, ২৩ টাকার অধীনে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায়। ৩ জিবি ডেটা দেবে এরকম কোনো প্রিপেইড রিচার্জের প্যাক আপাতত নেই। তবে জিওর ১৯৮ টাকার প্রিপেইড প্যাক, এয়ারটেলের ১৮১ টাকার প্রিপেইড প্যাকের বেনিফিট অনেকটা একই। জিওর ১৯৮ টাকা প্রিপেইড প্যাকে মোট ২৮ দিনের জন্য ২ জি স্পিডে ৪ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া অন্যান্য সমস্ত সুবিধা যেমন বিনামূল্

কেরলের বন্যায় উদ্ধার করেছিলেন প্রচুর মানুষকে, দুর্ঘটনায় মৃত্যু হল তাঁরই

Image
তিরুঅনন্তপুরম: শতাব্দীর বিধ্বংসীতম বন্যার সাক্ষী ছিল কেরল ৷ গত ৮৭ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়নি কেরল ৷ ভেসে গিয়েছে হাজার হাজার বাড়ি ৷ ঘর-বাড়ি-সম্পত্তি হারিয়ে কার্যত পথে বসেছেন কয়েক হাজার মানুষ ৷ বিপর্যস্ত মানুষের সামনে সাক্ষাৎ 'ভগবানের দূত' হিসেবে হাজির হয়েছিলেন এক মৎস্যজীবী ৷ কয়েকশো মানুষকে বন্যার কবল থেকে রক্ষা করেছিলেন তিনি ৷ সোমবার সকালে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ৷ তিরুঅনন্তপুরমের বাসিন্দা জিনেশ জেরন ৷ বয়স মাত্র ২৪ ৷ সোমবার সকালে মোটর সাইকেল চালিয়ে তামিলনাড়ুতে কাজে যাচ্ছিলেন ৷ কাজে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জিনেশের ৷ সেন্ট থমাস চার্চে জিনেশের মৃতদেহ কবরস্থ করা হয় ৷ বন্যার সময় যাদের তিনি উদ্ধার করেছিলেন, তারা সেই সময় উপস্থিত ছিলেন চার্চে ৷

বিশ্বমঞ্চে পুরস্কৃত বাংলার মেয়ে

Image
হলদিয়া: ক্যানসার জয়ের সাহস জোগাচ্ছেন মারণ রোগ জয়ী তরুণী৷ আর সেই কাজের কৃতিত্ব হিসেবে অর্জন করলেন আন্তর্জাতিক পুরস্কার৷ নবনীতা মণ্ডল৷বছর কুড়ির এই তরুণীকে সম্প্রতি পুরস্কৃত করেছে আমেরিকার ওয়ার্ল্ড কনফারেন্স অফ লাং ক্যানসার৷ কানাডার টরোন্টোতে ইণ্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লাং ক্যানসার (আইএএসএলসি) নামের এক সেমিনারের আয়োজন হয়৷ বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ দু'হাজার পনেরোতে নবনীতার লাং ক্যানসার ধরা পড়ে৷ তাঁর বাড়ি পাঁশকুড়ার দক্ষিণ চাঁচিয়াড়া গ্রামে৷ এদিকে ক্যানসারে আক্রান্ত হয়েছে গ্রামের মেয়ে, এই খবর রটতেই কিছু মানুষ থেকে শুরু করে আত্মীয়-স্বজন সংক্রামক মারণ ব্যাধি বলে চাউর করে দেয়৷ তাঁরা নিজেরা যেমন কাছে ভিড়তে চাননি, তেমন কাউকে কাছে ভিড়তেও দেননি৷ এই ঘটনায় মানসিক যন্ত্রণা ও একাকিত্বে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই কলেজ পড়ুয়া ছাত্রী৷ টানা চিকিৎসায় দু'হাজার সতেরো সালে সে সুস্থ হয়ে ওঠে৷ মারণ রোগ  জয়ের পর ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াবার সংকল্প নেন ওই তরুণী৷ সেই মতো ময়নার নারকেলদার স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রয়াস'-এর সঙ্গে যোগ দেন তিনি৷ এই সংস্থার

ক্যানসার প্রতিরোধের উপায় জানিয়ে নোবেল জিতলেন দুই চিকিত্‍সাবিজ্ঞানী

Image
ক্যানসার রোধ করবেন কী করে? এক, বিভিন্ন প্রক্রিয়ায় ক্যানসার কোষকে বিনাশ করার চেষ্টা করা। দুই, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা বাড়িয়ে তোলা যাতে, সে নিজেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই দ্বিতীয় প্রক্রিয়াটিই আবিষ্কার করে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন দুই রোগ প্রতিরোধক বিশেষজ্ঞ বা ইমিউনোলজিস্ট। একজন হলেন আমেরিকার জেমস পি অ্যালিসন। বয়স ৭০। অন্যজন জাপানের তাসুকু হোনজো। বয়স ৭৬। "এই দুই চিকিৎসাবিজ্ঞানীর গবেষণা ক্যানসার চিকিৎসায় বিপ্লব এনেছে। শুধু তাই নয়, ক্যানসারকে এতদিন আমরা যেভাবে দেখে এসেছি যেভাবে সামলানোর কথা ভেবে এসেছি, সেই ভাবনাতেও বদল এনেছে এঁদের আবিস্কার।" পুরস্কার ঘোষণা করে বলেছে নোবেল কমিটি। সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় নোবেল পাওয়া এই দুই চিকিৎসা বিজ্ঞানীর নাম ঘোষণা করে। সেইসঙ্গে নোবেল ফাউন্ডেশনের টুইটে বলা হয়, 'শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর প্রবণতাকে প্রতিহত করে ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য যৌথভাবে এই দুই গবেষককে পুরস্কৃত করা হলো।  পুরস্কারের আর্থিক মূল্য হিসেবে দুই বিজ্ঞানী এক সঙ্গে পাবেন মোট ৮০ লাখ সুইডিশ

মাঙ্গলিক ‘দোষ’-এর ভয় দেখিয়ে ভাইঝিকে চার বছর ধরে ধর্ষণ কাকার!

Image
তাঁর মাঙ্গিলক দোষ রয়েছে। এই দোষ যদি না কাটানো যায় তা হলে তাঁর জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। শুধু তাই নয়, পিতৃহারাও হতে পারে সে। প্রতিনিয়ত বছর তেইশের ভাইঝিকে এ কথাই বোঝাতেন কাকা। তাঁকে মাঙ্গিলক দোষের ভয় দেখিয়ে এবং সেই দোষ প্রতিকারের নামে চার বছর ধরে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনাটি দিল্লির। বিষয়টি প্রকাশ্যে আসে গত সোমবার। পুলিশ জানিয়েছে মহিলার তাদের কাছে অভিযোগ করেছেন, বিয়ের আগে এ ভাবেই দোষ কাটানোর প্রতিকারের নামে কাকা ধর্ষণ করতেন। শুধু তাই নয়, তাঁকে রীতিমতো ভয়ও দেখাতেন বিষয়টি নিয়ে। বিয়ের পরেও বিষয়টি থামেনি। প্রতিকারের অছিলায় শ্বশুরবাড়ি থেকে মহিলাকে ডেকে নিয়ে যেতেন কাকা। এর পরই মহিলা সিদ্ধান্ত নেন বিষয়টি প্রকাশ্যে আনা দরকার। সুযোগের অপেক্ষায় ছিলেন। গোটা ঘটনাটি তিনি শ্বশুরকে জানান। এর পরই শ্বশুর ‌তাঁর পূত্রবধূকে নিয়ে পুলিশের কাছে যান। গত ১৩ সেপ্টেম্বর কাকার নামে  নারেলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার কাকাকে এই দিনঅ গ্রেফতার করে। এর পর পুলিশ রাজ্য মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগকারিণীর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন।

দমদম নাগেরবাজারের বহুতলে বিস্ফোরণ, আহত মহিলা ও শিশু-সহ ১০, এলাকায় পুলিশ

Image
ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠল দমদমের নাগেরবাজার এলাকা। কাজিপাড়া রোডে একটি বহুতলের একতলায় একটি ফলের গুদামে এই বিস্ফোরণ ঘটে। সকাল পৌনে দশটা নাগাদ এই বিস্ফোরণে মহিলা ও শিশু সহ কমপক্ষে দশ জন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসার জন্য আহততের অনেককে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে।আহতদের মধ্যে অনেকের অবস্থাই বেশ গুরুতর। তাঁদের আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতসকালে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুদামের পাশে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় ফলের গুদামের শাটার ভেঙে বেরিয়ে আসে রাস্তায়। কাজিপাড়ার এই বহুতলের একতলাতেই রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। এই কার্যালয়েই বসেন দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পাচু রায়। এ দিনও তাঁর সেখানে থাকার কথা ছিল। তবে বিস্ফোরণের সময় তিনি ওই কার্যালয়ে ছিলেন না। যদিও পরে তিনি দাবি করেছেন, ওই বিস্ফোরণের লক্ষ্য ছিলেন তিনিই। বস্তায় করে এই বোমা আনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।   ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বোমা বা অন্য কিছু থেকে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি অ্যাপেল সেলস ম্যানেজারকে

Image
আত্মরক্ষার জন্য নয়, মেরে ফেলার জন্যই অ্যাপেলের সেলস ম্যনেজার বিবেক তিওয়ারিক লক্ষ্য করে গুলি চালিয়েছিল পুলিস। এমনটাই বলছে ময়না তদন্তের রিপোর্ট। ময়না তদন্তে দেখা যাচ্ছে একটি গুলি বিবেকের গালের পাশ দিয়ে ঢুকে তার খুলিতে আটকে গিয়েছে। সেই গুলি বের করা হয়েছে।  তদন্তকারীদের দাবি পুলিস আত্মরক্ষার জন্য গুলি চালায়নি। বরং পয়েট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি চালায় পুলিস। প্রসঙ্গত, বিবেক তিওয়ারির সঙ্গে সেদিন গাড়ি ছিলেন তাঁর সহকর্মী সানা খান। তিনিও খুব কাছ থেকে গুলি চালানোর অভিযোগ করেছিলেন। উল্লেখ্য, শনিবার রাত দেড়টা নাগাদ লখনউয়ের গোমতী নগরে পুলিসের গুলিতে খুন হন অ্যাপেলর সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি। এদিন iPhone XS and XS Max এর লঞ্চের পর বাড়ি ফিরছিলেন বিবেক। পথে গোমতী নগরের কাছে তাকে থামতে বলে পুলিস। তিনি গাড়ি না থামালে তাকে লক্ষ্য করে গুলি চালান কনস্টেবল প্রশান্ত চৌধুরি। এমনটাই দাবি করেছেন বিবেকের সহকর্মী সানা খান। গুলি লাগার পর বিবেকের গাড়ি একটি পিলারে ধাক্কা মারে। তার পরেই তার মৃত্যু হয়। অভিযুক্ত কনস্টেবল প্রশান্ত দাবি করেন আত্মরক্ষার জন্যই তিনি গুলি চালিয়েছিলেন। তা না করলে ওই গাড়ি তাঁকে

আস্তে গান শুনতে বলায় মাকে কুপিয়ে খুন ছেলের।

Image
খড়গপুর: সাউন্ড বক্স কমিয়ে গান শুনতে বলেছিলেন। এই 'অপরাধে' মদ্যপ ছেলের ভোজালির কোপে খুন হলেন মা। স্বামীকে বাঁচাতে গিয়েই ছেলের হাতে আক্রান্ত হন ওই গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার ডুমুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম ডলি কোটাল(৩০)।অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মনা কোটাল। তার বয়স মাত্র ১৭ বছর। ভোজালির কোপে গুরুতর জখম বাবা মুরারী কোটালকে হাসপাতালে ভরতি করা  হয়েছে। জানা গিয়েছে, রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে মনা। ঘরে ঢুকেই উচ্চগ্রামে সাউন্ড বক্স চালিয়ে গান শুনতে থাকে সে। অত জোরে না শুনে সাউন্ড বক্সের আওয়াজ কম করতে বলেন মুরারীবাবু। এনিয়ে দু'জনের মধ্যে তীব্র বচসা বেধে যায়। অভিযোগ, আচমকা ঘরে থাকা একটি ভোজালি নিয়ে এসে মুরারীবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে মনা। তাঁকে এলোপাথাড়ি ভোজালির কোপ দিতে শুরু করে। স্বামীর চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন ডলিদেবী। তিনি ছেলেকে বাধা দিতে এগিয়ে যান। এ সময় বাবাকে ছেড়ে মায়ের উপরে চড়াও হয় মনা। তাঁর গায়ে ও হাতে মিলিয়ে পাঁচ-ছ'টি কোপ মারে মনা। লুটিয়ে পড়েন ডলিদেবী। ওই দম্পতির চিৎকারে প্রতিবে

হাসিনের হুমকির জেরে সশস্ত্র নিরাপত্তারক্ষী চাইলেন শামি !

Image
কথায় বলে সময় সব ক্ষতেই কলম দেয়। কিন্তু মহম্মদ শামি ও হাসিন জাহানের ক্ষেত্রে যেন কোনও প্রবাদই খাটে না। যতদিন যাচ্ছে, ততই তিক্ত হচ্ছে তাঁদের সম্পর্ক। তাঁদের দাম্পত্য কলহ অনেকদিনই প্রকাশ্যে। তবে এবার স্ত্রী হাসিনের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলে দিলেন শামি। চলতি বছর মার্চে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরকীয়া, নির্যাতন এমনকী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন হাসিন। যে জল আস্তে আস্তে বহুদূর গড়ায়। লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল শামিকে। কিন্তু শামি প্রতিবারই সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তবে হাল ছাড়েননি হাসিন। স্বামীর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও তোলেন তিনি। কিন্তু সে অভিযোগ থেকেও মুক্তি পেয়ে যান শামি। হাসিন দাবি করেন, সংসার চালানোর জন্য অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন শামি। সেক্ষেত্রেও সপক্ষে যুক্তি দেন শামি। এমন অবস্থায় অসুস্থ শামির সঙ্গে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন হাসিন। কিন্তু আখেরে লাভ হয়নি। ভারতীয় তারকা সাফ জানিয়ে দিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে কোনও সমঝোতার রাস্তায় আর হাঁটতে চান না তিনি। সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে যখন খোরপোশ চেয়ে আদালতের দ্বারস্থ হন হাসিন। প্রতি মাস

সকাল সকাল দুঃসংবাদ! পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এই সুরকার

Image
তিরুঅনন্তপুরম: চলে গেলেন প্রখ্যাত মালয়ালি সুরকার এবং ভায়োলিনবাদক বালাভাস্কর চন্দ্রন (৪০)৷ মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর৷ গত ২৫ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে ভয়াবহ এক পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর দু'বছরের শিশুকন্যার৷ হাসপাতালে চিকিৎসা চলছিল বালাভাস্কর, তাঁর স্ত্রী লক্ষ্মী ও গাড়ির চালক অর্জুনের৷ এরইমধ্যে মঙ্গলবার সকালে এল এই দুঃসংবাদ৷ তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া দক্ষিণের সঙ্গীতজগতে৷ শুধু দক্ষিণ ভারত কেন তাঁর ভায়োলিনের ভক্ত অগুনতি৷ গত ২৫ তারিখ স্ত্রী লক্ষ্মী, মেয়ে তেজস্বিনীকে ঘুরতে যান এই শিল্পী৷ পাল্লিপুরম সিআরপিএফ ক্যাম্পের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে৷ তাঁদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে ছোট্ট তেজস্বিনীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন সস্ত্রীক-বালাভাস্কর ও তাঁদের গাড়ির চালক৷ মাত্র সতেরো বছর বয়সে 'মঙ্গলা পল্লক' নামে একটি মালয়ালম ছবিতে সুর দিয়ে জনপ্রিয়তা পান তিনি৷ এরপর একে একে বহু ছবি, অ্যালবামে কাজ করেছেন এই দক্ষিণী তরুণ শিল্পী৷ বালালীলা

হাতে আর মাত্র কয়েকটা দিন! গ্রুপ-সি’তে প্রচুর নিয়োগ

Image
ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রেল। এবার 'গ্রুপ-সি'র একাধিক শূন্যপদের জন্য নোটিফিকেশন দিল নর্থ ইস্টার্ন রেলওয়ে (এনইআর)৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াটি৷ আবেদনের শেষ দিন থাকছে ১৫ অক্টোবর৷ ফলে হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (ner.indianrailways.gov.ইন) মাধ্যমে আবেদন জানাতে পারবেন৷ মোট শূন্যপদের সংখ্যা থাকছে ২১ টি৷ উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা গ্রেড-পে পাবেন ১৯০০/২০০০ টাকা৷ বিজ্ঞান, অংক, পদার্থবিদ্যার উচ্চ-মাধ্যমিক প্রার্থীরা গ্রেড-পে হিসেবে পাবেন ২৪০০ টাকা৷ অন্যদিকে, স্নাতকোত্তীর্ণ আবেদনকারীদের পে-গ্রেড থাকছে ২৮০০ টাকা৷ আবেদনকারীদের বয়সসীমা থাকছে ১৮-২৫ বছর৷ বয়সসীমাতে ছাড়ের কোন বিষয় এখানে থাকছে না৷ পরীক্ষা, খেলাধুলার মূল্যায়ন এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছুর নিরিখেই নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে৷ জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ৪০০ টাকা৷ অন্যদিকে, তফশিলি জাতি-উপজাতি, মহিলা, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ২৫০ টাকা৷ তবে, যেসব প্রার্থীরা পরীক্ষাতে উপস্থিত থাকবেন৷ তাদের সকলকেই ফিরিয়ে

রাষ্ট্রপতির কাছে ছেলের খুনে সিবিআই তদন্ত চাইলেন দাড়িভিটের দুই পুত্রহারা পিতা

Image
কলকাতা: ছেলেদের হারিয়েছেন কয়েকদিন আগে। নায্য বিচার পাওয়ার আশায় রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন রাজেশ সরকার এবং তাপস বর্মনের বাবা। দুজনেরই দাবি কাদের চালানো গুলি লেগে মারা গেছে তাদের ছেলে তদন্ত করুক সিবিআই। রাজেশ-তাপসের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। তবে শুধু রাজেশ-তাপসের হত্যায় নয়, পুরুলিয়ার জয়পুরে দামোদর মন্ডল এবং নিরঞ্জন গোপের মৃত্যুতেও পুলিশের দিকে ঙুল তুলেছে বিজেপি। স্বাভাবিকভাবেই দাড়িভাটে ছাত্র মৃত্যু নয়, পাশাপাশি পুরুলিয়াতেও ছাত্র হত্যার ঘটনা রাষ্ট্রপতির সামনে তুলে ধরেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির পক্ষ থেকেও সিবিআই তদন্তেরই দাবি তোলা হয়েছে। শেষ কয়েক মাসে পুরুলিয়া থেকে ইসলামপুর বিজেপির একাধিক কর্মী-সমর্থক মারা গেছেন। বিজেপি কর্মীদের মারা যাওয়াতে রাজ্যের শাসকদলের পাশাপাশি পুলিশের নাম জড়িয়েছে। সম্প্রতি দাড়িভিট উচ্চবিদ্যালয়ে বাংলা শিক্ষক চেয়ে আন্দোলনরত দুই ছাত্র গুলি লেগে মারা গেছেন। রাজেশ সরকার এবং তাপস বর্মণের হত্যার সঙ্গেও রাজ্য পুলিশের নাম জড়িয়েছে। ইসলামপুর, পুরুলিয়ার মতো একাধিক জায়গায় ছাত্র এবং কর্মী সমর্থকদের মৃত্যুর প্রত

দাড়িভিটের জেরে শিক্ষক নিয়োগে পিছু হঠল রাজ্য সরকার

Image
কলকাতা: লিখিত এবং মৌখিক পরীক্ষাতে পাশ করে গিয়েছেন। হয়ে গেছে স্কুল বাছাইয়ের জন্য কাউন্সিলিংও। অপেক্ষা ছিল নিয়োগপত্র হাতে পেয়ে চাকরি জয়েন করার। রাজ্যের নবম-দশম শ্রেণীর হবু স্কুল শিক্ষকরা আশা করেছিলেন পুজোর আগেই স্কুলে যোগ দেবেন। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। শিক্ষাদফতর সূত্রের খবর, আপাতত বন্ধ রাখা হচ্ছে শিক্ষক নিয়োগ। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল ৬০০০ সফল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণীর শিক্ষকের পোস্ট নেই। নবম ও দশম শ্রেণীর পোস্টগুলি তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরিবর্তন করিয়ে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছিলেন স্কুল পরিদর্শকরা। এই পরিবর্তনকে কেন্দ্র করেই ঝামেলা, তার থেকে ছাত্র মৃত্যুর মতো ঘটনা। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে এরকম কোনও ঝামেলা যাতে না হয় তাই এবার পিছু হটল সরকার। ২০১৬ র অক্টোবর মাসে WBCSSC 1ST SLST (নবম ও দশম শ্রেণী) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা হয় ২৭ নভেম্বর ২০১৬। পার্সোনালিটি টেস্ট হয় ২০১৭ র ডিসেম্বর মাসে। ফাইনাল রেজাল্ট বেরোয় ১২ মার্চ ২০১৮ তে। প্রথম কাউন্সেলিং হয় সেপ্টেম্বর ২০১৮। এরপর সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার

কেন অঙ্গ প্রতিস্থাপনে পিছিয়ে বঙ্গ

Image
কেউ হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে মাইলফলক ছুঁতে চাইছে। কেউ বা ফুসফুস প্রতিস্থাপনের লাইসেন্স পেতে শুরু করেছে পরিকাঠামো তৈরির কাজ। অঙ্গ প্রতিস্থাপনের প্রতিযোগিতায় রান তুলতে মরিয়া বেসরকারি হাসপাতাল। কিন্তু কলকাতা এবং জেলার সরকারি হাসপাতালে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের পরিকাঠামোর কতখানি উন্নতি হচ্ছে, ব্রেন ডেথ নিয়ে সচেতনতার প্রচার ও প্রসার কেমন ইত্যাদি প্রশ্ন উঠছে স্বাস্থ্য-প্রশাসনের অন্দরেই। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে মহানগরীতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পরিকল্পনা শুরু করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু চার মাস কেটে গেলেও কাজ কতটা হয়েছে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই স্বাস্থ্য দফতরে। নীলরতন সরকার হাসপাতালে দীর্ঘদিন ধরে কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা চালাচ্ছে সরকার। কিন্তু প্রয়োজনীয় নেফ্রোলজিস্ট এবং পরিকাঠামো না-থাকায় আটকে আছে পরিকল্পনা। এসএসকেএম হাসপাতাল ছাড়া কার্যত আর কোনও সরকারি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে না। এসএসকেএমেও অবশ্য হৃৎপিণ্ড কিংবা ফুসফুস প্রতিস্থাপনের কোনও পরিকল্পনা নেই সরকারের। স্বাস্থ্য দফতরের কর্তা

নীরবের ৬৩৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

Image
দেশে রয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। বিদেশে ইন্টারপোলের রেড কর্নার নোটিস। এই অবস্থায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডের অন্যতম অভিযুক্ত, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে আরও কোণঠাসা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারত-সহ বিভিন্ন দেশ থেকে নীরব ও তাঁর পরিবারের ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল তারা। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নিউ ইয়র্কের দু'টি অ্যাপার্টমেন্ট, লন্ডন ও দক্ষিণ মুম্বইয়ের ফ্ল্যাট, হংকং থেকে ২৩ দফায় আনা হিরের গয়না এবং ছ'টি দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত টাকা। এর মধ্যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের এক সংস্থার নামে সিঙ্গাপুরের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। কয়েকটি সম্পত্তির মালিক নীরবের বোন পূরবী এবং তাঁর স্বামী মৈনাক মেটা। ইডি-র বক্তব্য, পিএনবি কাণ্ডে এফআইআর দায়ের হওয়ার পরেই বেশির ভাগ টাকা সরানো হয়েছিল বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে। পিএনবি-র ভুয়ো লেটার অব আন্ডারটেকিং জমা দিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে নীরব, তাঁর মামা মেহুল চোক্সী ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। এ বছরের গোড়ায় অভিযোগ সামনে আসা

ভারতীয়কে মহাকাশে নিয়ে যেতে চায় রাশিয়া

Image
রাকেশ শর্মা গিয়েছিলেন ১৯৮৪ সালে। তিনিই প্রথম ও একমাত্র ভারতীয় নাগরিক যিনি মহাকাশে ঘুরে এসেছেন। রাকেশ গিয়েছিলেন রুশ যান 'সয়ুজ টি-১১'-তে চেপে। ভারত এ বার নিজেদের 'গগনযান'-এ মানুষ পাঠাতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মোতাবেক, ২০২২-এ হওয়ার কথা সেই অভিযান। তার আগে আরও এক বার মহাকাশে পাড়ি দেওয়ার  সুযোগ এল রাশিয়ার হাত ধরে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, 'গগনযান' প্রকল্পকে সফল করতে পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া। সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার ভারতে আসছেন। তিনি আসার আগেই মস্কো কূটনৈতিক চ্যানেলে প্রস্তাব দিয়েছে, ভারতীয় নভশ্চরদের মহাকাশে যাওয়ার প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে তারা প্রস্তুত। মহাকাশ বিজ্ঞানের ক্লাসরুমে নয়, এই প্রশিক্ষণ হবে একেবারেই হাতে কলমে। রুশ মহাকাশযানে এক বা একাধিক ভারতীয় নভশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর 'রাশিয়ান অরবিট সেগমেন্ট'-এ নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে নিজস্ব 'গগনযান'-এ ব্যোমযাত্রার চাপ সামলানোর আগে অনেকটাই তৈরি হয়ে নিতে পারবেন ভারতীয়েরা। মস্কো জানিয়েছে, তাদের মহাকাশ সংস্থা

একই দড়ির ফাঁসে মৃত প্রেমিক যুগল, পরিবারের চাপ সহ্য না করতে পেরেই কি এই পরিণতি?

Image
মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা।  প্রাইভেট টিউশন থেকে আলাপ। ক্রমে তারা জড়িয়ে পড়েছিল ভালবাসার সম্পর্কে। স্বপ্ন দেখতে শুরু করেছিল এক সঙ্গে পথচলার। কিন্তু মাত্র ১৭ বছর বয়সেই থেমে গেল তাদের জীবন। একই দড়ির দু'প্রান্তে তাদের ঝুলতে দেখে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দুই পরিবার বাকরুদ্ধ। দুই কিশোর-কিশোরীর এমন অস্বাভাবিক মৃত্যু মানতে পারছে না তারা। চাঁদেরপোল এলাকার বাসিন্দা অমিত প্রামাণিক (১৮) আর পাশের গ্রাম নাইকুড়ার বাসিন্দা অনিমা মণ্ডল (১৭)। রবিরার সারা রাত দুই পরিবার তাদের হন্যে হয়ে খুঁজেছে। কোথাও পাওয়া যায়নি। সকালে দুই পরিবারে নিজেদের মধ্যে কথা বলে হাজির হয়েছিল ভীমপুর থানায়, নিখোঁজ ডায়েরি করবে বলে। তখনই খবর আসে বাঁশবেড়িয়া গ্রামে একটি কলাবাগানের ভিতর মেহগিনি গাছের ডালে দু'জনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছে। এক মুহূর্ত দেরি না-করে ছুটে যান দুই পরিবারের লোকজন। কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। অমিত আসাননগর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাবা আনন্দ প্রামাণিক পেশায় নাপিত। সঙ্গে কিছু জমিও আছে। দুই ভাই। অমিত ছিল ছোট। অনি

নিজের কিডনি বিক্রি করেই পাচার-চক্রে জগাছার চন্দনা

Image
কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গত শনিবার হাওড়ার জগাছার জিআইপি কলোনি থেকে গ্রেফতার করা হয়েছিল চন্দনা গুড়িয়া নামে এক মহিলাকে। বাড়ির মধ্যেই রীতিমতো অফিস খুলে বসে চলছিল ওই চক্রের যাবতীয় কাজকর্ম। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন,  চন্দনা নিজেই তার একটি কিডনি ৪ লক্ষ টাকায় বিক্রি করেছিল! পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত কারণে কিডনি বিক্রি করেছিল চন্দনা। সেই সূত্রে তার সঙ্গে পরিচয় হয় এই পাচার-চক্রের মাথা অমিতকুমার রাউথের। ক্রমে চন্দনাও জড়িয়ে পড়ে এই চক্রের সঙ্গে। মূলত এজেন্ট হিসেবেই কাজ করত সে। ধৃতকে জেরা করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা আরও জেনেছেন, এক শ্রেণির গরিব মানুষকে চন্দনা বলত সে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত। সাহায্য করার অছিলায় তাঁদের একটি কিডনি বিক্রি করে দেওয়ার জন্য অমিতের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত সে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই কাজের বিনিময়ে চন্দনার আর্থিক লাভও হত। মূলত পশ্চিমবঙ্গেই কাজ করত অভিযুক্ত। কিন্তু এতই গোপনে যে প্রতিবেশীরা তো দূর, তার স্বামী এবং মেয়েও কিছু জানতে পারেননি। এ দিকে, আপাত নিরীহ চন্দনার নাম কি

সাফল্য প্রশংসনীয়, কিন্তু সন্তুষ্ট হওয়ার সময় আসেনি

Image
একটা পদক্ষেপ সরকার করল, যা সরকারের প্রতি দেশবাসীর আস্থার পক্ষে ইতিবাচক। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ অনাদায়ী রেখে দেশ ছেড়ে পালিয়েছেন নীরব মোদী। কিন্তু সরকার বোঝানোর চেষ্টা করল যে, বিদেশে পালিয়েও রেহাই মিলবে না। ভারত সরকারের দুর্নীতি দমন শাখা ইডি হানা দিল বিদেশেও। নীরব মোদীর বিপুল সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করল। দেশে নীরব মোদীর যে সম্পত্তি রয়েছে বা ছিল, তা আগেই বাজেয়াপ্ত করা হয়েছে। খবর ছিল ব্রিটেন, আমেরিকা, হংকং-সহ বিভিন্ন দেশে নামে-বেনামে  সম্পত্তি রয়েছে পলাতক ব্যবসায়ীর। তাই এ বার বিদেশেও হানা দিল ইডি। বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি। ভারত সরকারের দুর্নীতিদমন শাখার এ হেন অভিযান কিন্তু অভূতপূর্ব। ইডি-র তরফেই জানানো হচ্ছে যে, বিদেশে হানা দিয়ে সম্পত্তি উদ্ধারের এমন ঘটনা বেনজির। পলাতক অভিযুক্তের পিছু ধাওয়া করে বিদেশে গিয়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা নিঃসন্দেহে ইডি-র মুকুটে একটি নতুন পালক জুড়ল। ভারত সরকারের সক্ষমতা বা সক্রিয়তার আখ্যানও সম্ভবত আরও একটু গৌরবান্বিত হল। সরকারের এই পদক্ষেপের প্রশংসাই হওয়া উচিত। কিন্তু প্রশ্নও থাকছে কিছু। প্রথম প্রশ্ন, দেশে

রান্নার গ্যাস এবং যৌন হেনস্থা, জোড়া ‘কেলেঙ্কারি’ নিয়ে দলীয় তদন্তে বিজেপি

Image
গ্যাস কেলেঙ্কারি এবং যৌন হেনস্থার দু'টি পৃথক মামলা নিয়ে রীতিমতো আলোড়ন চলছে রাজ্য বিজেপির অন্দরে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে 'অখুশি'। যার জেরে একটি দলীয় তদন্ত কমিটি তৈরির তোড়জোড় শুরু হয়েছে বলেও রাজ্য বিজেপি সূত্রে খবর। বিজেপি সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলে শোনা গিয়েছে। তবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ''তদন্তের বিষয়ে আমি কিছু শুনিনি। তবে কেন্দ্রের নির্দেশে এই দু'টি মামলার আইনি বিষয় নিয়ে উনি কাজ করছেন।'' বস্তুত, সোমবার কলকাতা হাইকোর্ট থেকে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবপ্রকাশ, রাজ্য দলের সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় এবং আরএসএস নেতা বিদ্যুৎ মুখোপাধ্যায় আগাম জামিন নিয়েছেন।   সূত্রের খবর, সপ্তাহ দু'য়েক আগে শহরে এসেছিলেন ভূপেন্দ্র। পোর্ট গেস্ট হাউসে রাজ্য বিজেপির 'লিগাল সেল'এর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। তার পরেই কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে সিদ্ধান্ত হয়, আইনি লড়াইয়ের পাশাপাশি অভিযোগগুলির সত্যাসত্য যাচাই করার জন্য দল একটি অভ্যন্তরীণ তদন্তও করবে

চিপ-হীন ডেবিট কার্ড? এটিএম থেকে দিনে ২০ হাজারের বেশি টাকা নয়: স্টেট ব্যাঙ্ক

Image
চিপ-যুক্ত যে সব ডেবিট কার্ড রয়েছে, সেগুলির উপরে কোনও বিধিনিষেধ বলবৎ হচ্ছে না। যে সব ডেবিট কার্ডে চিপ লাগানো নেই, সেগুলি দিয়ে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ছাঁটল স্টেট ব্যাঙ্ক। বহু দিন ধরেই বাজারে চালু এই সব চিপ-ছাড়া কার্ড। সোমবার স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করে বলেছেন, এই কার্ডগুলি দিয়ে এটিএম থেকে দিনে ২০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা। আগে তোলা যেত সর্বোচ্চ ৪০ হাজার। টাকা তোলার এই নতুন বিধি শুধু দু'ধরনের চিপ-হীন কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। ক্লাসিক ও মায়েস্ত্রো। এটি চালু হচ্ছে আগামী ৩১ অক্টোবর থেকে। স্টেট ব্যাঙ্ক সূত্র জানাচ্ছে, চিপ-যুক্ত যে সব ডেবিট কার্ড রয়েছে, সেগুলির উপরে কোনও বিধিনিষেধ বলবৎ হচ্ছে না। অর্থাৎ, এই ধরনের কার্ড যে সব গ্রাহকদের কাছে রয়েছে, তাঁরা সেগুলি ব্যবহার করে আগের মতোই এটিএম থেকে দৈনিক ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। স্টেট ব্যাঙ্কের চিপ-যুক্ত ডেবিট কার্ড হল ইউরো মাস্টার শ্রেণির। গোল্ডেন, প্ল্যাটিনাম ইত্যাদি বিভিন্ন নামে এই শ্রেণির কার্ড বাজারে চালু আছে। চিপ-ছাড়া কার্ডে নগদ তোলার সীমা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হল কেন? স্টেট