কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৯০৭ টাকা

জ্বালানির দামে জ্বলেপুড়ে মরছে দেশ। সোমবার কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে লেগেছে ৯০৭ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে পেট্রোল বিকোচ্ছে ৯১.‌১৫ টাকা লিটারে!‌ তেলের দাম শতকের চৌকাঠে, রান্নার গ্যাস প্রায় হাজারে। দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসেরও। পেট্রোল–‌ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে নিত্যদ্রব্য, গণপরিবহণ, বিদ্যুৎ, কৃষি ও রাসায়নিক সারের দামেও ধাক্কা পড়তে বাধ্য। আর রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁসেলে আগুন। এই পরিস্থিতিতে কার্যত ‌অসহায় কেন্দ্রের শাসকদল। মৌনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত, কংগ্রেস এদিন নতুন নাম দিয়েছে বিজেপি–‌র। তাদের বক্তব্য— 'বিজেপি'–র অর্থই হল '‌‌বহত জাদা প্রাইস'‌। এদিন তেল কোম্পানিগুলি আবার লিটার প্রতি পেট্রোলে ২৪ পয়সা এবং ডিজেলে ৩০ পয়সা দাম বাড়িয়েছে। রবিবার রাতেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের (‌১৪.‌২ কিলোগ্রাম)‌ দাম বাড়ানো হয়েছে ২.‌৮৯ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ৫৯ টাকা। এদিন সিএনজি ‌এবং পিএনজি‌র মতো প্রাকৃতিক গ্যাসের দামও লিটার প্রতি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসের নেতা পবন খেরার অভিযোগ, '‌মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ওপর বারবার হামলা চালাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। প্রধানমন্ত্রী নিজে এখন অচ্ছে দিন‌ বলতে গিয়ে নিশ্চয়ই কেঁপে উঠছেন।'‌ পাশাপাশিই কংগ্রেসের প্রশ্ন, মোদির ‌উজ্জ্বলা যোজনায় প্রথম গ্যাস সিলিন্ডারটি বিনামূল্যে দেওয়া হয়। সেই সিলিন্ডারের গ্যাস ফুরনোর হওয়ার পর মধ্যবিত্ত ও গরিব মানুষ কীভাবে সিলিন্ডার ভরবেন?‌