Posts

Showing posts from November 27, 2018

জ্বালানিতে 'আচ্ছে দিন'! মার্চের পর প্রথমবার মুম্বইয়ে পেট্রোল গেল ৮০-র নিচে

Image
মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছে। ২০১৮-র মার্চের পর এই প্রথমবার মুম্বইয়ে পেট্রোল বিক্রি হয়েছে ৮০ টাকার নিচে। বড় শহরগুলিতে এদিন লিটার পিছু জ্বালানির মূল্য কমেছে ৪০ থেকে ৪৫ পয়সা করে। দিল্লিতে জ্বালানির মূল্য এদিনের মূল্য কমার পর দিল্লিতে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু ৭৪.০৭ টাকা। সোমবার যা ছিল ৭৪.৪৯ টাকা। ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৬৮.৮৯ টাকায়। সোমবার যা ছিল ৬৯.২৯ টাকায়।     মুম্বইয়ে জ্বালানির মূল্য মুম্বইয়ে এদিন পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু ৭৯.৬২ টাকা। সোমবার যা ছিল ৮০.০৩ টাকা। ডিজেলে মূল্য হ্রাস হয়েছে ৪৩ পয়সা। দাম হয়েছে ৭২.১৩ টাকা।     চেন্নাইয়ে জ্বালানির মূল্য চেন্নাইয়ে পেট্রোলের মূল্য লিটার পিছু ৭৬.৮৮ টাকা। সোমবার যা ছিল ৭৭.৩২ টাকা। ডিজেলের মূল্য লিটার পিছু ৭২.৭৭ টাকা।     কলকাতায় জ্বালানির মূল্য কলকাতায় এদিন পেট্রোল বিক্রি শুরু হয়েছে ৭৬.০৬ টাকায়। সোমবার যা ছিল ৭৬.৪৭ টাকা। ডিজেলের মূল্য লিটার পিছু ৭০.৭৪ টাকা। 100 কেজি থেকে 64 কেজি, মাত্র 30 দিনে! 100 কেজি থেকে 64 কেজি, মাত্র 30 দিনে! ২ মাসে ৩০কেজি-র বেশি ওজন ঝরাতে চান? করুন এই একটা স

RRB Group C ALP: পিছিয়ে গেল ফলাফল প্রকাশের দিন

Image
RRB Group C ALP: রেলওয়ে কর্মী নিয়োগ বোর্ড এই মাসে Group C ALP, প্রযুক্তি বিভাগের ফলাফল প্রকাশ করবে না। রেলওয়ে কর্মী নিয়োগ পর্ষদ ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে জানিয়েছিল যে, সম্ভবত ২৬ নভেম্বর মুক্তি পেতে পারে ফলাফল। তবে আজ তারা নিশ্চিত করেছে যে আরআরবি Group C ALP প্রযুক্তি বিভাগের ফলাফল এই মাসে প্রকাশ করা হচ্ছে না। প্রার্থীদের সংখ্যা বিবেচনা করার মধ্যে যাতে কোনো ভুলভ্রান্তি না হয় সেদিকে নজর দিতে ও অতিরিক্ত সতর্কতা গ্রহণ করার কারণে আরও কিছু সময় লাগবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। "ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেলওয়ে কর্মী নিয়োগ পর্ষদ ফলাফল প্রকাশ করবে," বলেন আরআরবি কর্মকর্তা অঙ্গরাজ মোহন। আরআরবি ২ নভেম্বর গ্রুপ সি এর ফলাফল প্রকাশ করেছে, তবে কিছু প্রার্থী অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুনরায় পর্যালোচনা করার পর, আরআরবি সংশোধিত ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ফলাফল অঞ্চল ভিত্তিক অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের 'result link' ক্লিক করতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের নামের সাথে একটি পিডিএফ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার জন্য প্রথম ধাপে পাশ

এখনও পরমাণু বিকিরণের ক্ষত পোখরানের গ্রামে

Image
দু-পাশে উঁচু-নিচু বালির স্তূপ, মাঝে মধ্যে ঝোপ৷ রাস্তাটা বালি আর ধুলোতে ভরা৷ তার নীচে পিচ বা সিমেন্ট আছে, না কি, নেহাতই শক্ত পাথুরে মাটির ওপর বালির আস্তরণ তা বোঝা দুষ্কর৷ গাড়ি চললেই ধুলো-বালির ঝড় ওঠে৷ তার মধ্যে রাস্তার দুধারে বেশ কিছুটা জায়গা নিয়ে ছোট-বড় পাকা বাড়ি৷ পোখরানের কাছে মরু-এলাকার আর পাঁচটা সম্পন্ন গ্রামের মতোই একটা গ্রাম ক্ষেতলাই৷ ভিতরে ভিতরে এখনও একটা যন্ত্রণা নিয়ে বাঁচছে ক্ষেতলাই৷ প্রথমে ১৯৭৪ ও পরে ১৯৯৮ সালে ভারত যে ক-বার পরমাণু পরীক্ষা করেছে, তা হয়েছে পোখরানে৷ আর সেই পরমাণু পরীক্ষাস্থলের সব থেকে কাছের গ্রাম হল ক্ষেতলাই, মাত্র আড়াই কিলোমিটার দূরে৷ গ্রামের সরপঞ্চ থেকে শুরু করে সাধারণ বাসিন্দা, পাশের গ্রামের উপ সরপঞ্চ সকলেরই দাবি, পরমাণু পরীক্ষার কুড়ি বছর পরেও তার ক্ষত নিয়ে বাস করছে গোটা গ্রাম৷ ৯৮-এর পরে জনা তিরিশ গ্রামবাসী ক্যান্সারে মারা গিয়েছেন৷ এখনও অন্তত তিরিশ শতাংশ গ্রামবাসী চর্মরোগে ভুগছেন৷ পশুরা ভুগছে৷ বিভিন্ন রোগের কবলে পড়ছেন গ্রামবাসীরা৷ সরপঞ্চ নাথুরাম বিষ্ণোই-এর দাবি, পরমাণু তেজস্ত্রিয়তার জন্যই তাঁদের এই অবস্থা৷ মরুভূমির বালির গভীরে পর পর যে পরমাণু পরীক্ষা করা হয়েছি

সফলভাবে মঙ্গলের মাটিতে নাসার 'ইনসাইট', এবার খুলবে লালগ্রহের রহস্য?

Image
সফলভাবে মঙ্গলে অবতরণ করল মার্কিন গবেষণা সংস্থা নাসার মনুষ্যবিহীন মহাকাশযান InSight। পৃথিবীর বাইরে অন্য জগতের গভীরে অনুসন্ধান চালানোর উদ্দেশে তৈরি প্রথম এই মহাকাশযান ২ বছরের অভিযানে গিয়েছে লাল গ্রহে।  জেট প্রপালশন ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা ইনসাইটের মঙ্গলের মাটি ছোঁয়া নিশ্চিত করে জানিয়েছেন, ইনসাইটের সঙ্গেই লঞ্চ হওয়া একটি খুদে কৃত্রিম উপগ্রহ থেকে সিগন্যাল মিলেছে। ইনসাইট মঙ্গলে অবতরণের সময় তার আশপাশেই অবস্থান করছে সেই মিনি স্যাটেলাইট। এই খবরে আনন্দের বন্যা বয়ে যায় এই অভিযানের সঙ্গে যুক্ত নাসার বিজ্ঞানীদের মধ্যে। অবতরণের ৬ মিনিটের মধ্যেই সেখানকার ছবি পাঠাতে শুরু করে ইনসাইট। মে মাসে ক্যালিফোর্নিয়া থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইনসাইট। ৬ মাসে প্রায় ৫৪ কোটি ৮০ লক্ষ কিমি সফর করে মঙ্গলে অবতরণ করে এই মহাকাশযান। এটি লালগ্রহের তাপমাত্রা ও ভূকম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। পৃথিবী ছাড়া আর কোনও যা আগে করা হয়নি। কীভাবে মঙ্গলের সৃষ্টি, পৃথিবীর শিকড় ও সৌরজগতের অন্যান্য পাথুরে গ্রহের সম্পর্কেও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাবে ইনসাইট।

খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা

Image
খাস কলকাতা থেকে জাল নোট চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ৷ধৃতের কাছে ৫ লক্ষ টাকা জাল নোট পাওয়া গিয়েছে৷এদিকে আবার চিৎপুরে গাঁজা-সহ ধরা পড়েছে আরও দুজন৷ শুধু বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতেই নয়, এ শহরেও চলছে জাল নোটের কারবার! নারকেলডাঙা থেকে ধরা পড়ল জাল নোটচক্রের দুই পাণ্ডা৷ধৃতদের কাছ থেকে ১০ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করল এটিএফ৷গোপনসূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে নারকেলডাঙা মেন থেকে গোলাম রব্বানি ও আলামিন শেখ নামে দু'জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷ তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের কাছ যে দশ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে, তার সবকটি ২ হাজার টাকার নোট৷মাসখানেক আগে শহরের প্রাণকেন্দ্র চাঁদনি চকে এসটিএফের গোপন অভিযানে ধরা পড়েছিল এক যুবক৷তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা জাল নোট পাওয়া গিয়েছিল৷জানা গিয়েছে, চাঁদনি চকের একটি দোকান জিনিস কিনতে গিয়েছিল সে৷তাঁর দেওয়া নোটগুলি দেখে সন্দেহ হয় দোকান মালিকের৷পুলিশে খবর দেন তিনি৷ এদিকে, সোমবার উত্তর কলকাতা চিৎপুরেও অভিযান চালিয়েছে এসটিএফ৷প্রায় পাঁচশো কেজি গাঁজা-সহ গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে৷একটি বারো চাকার লর

পুলওয়ামা ও কুলগামে নিকেশ ৩ জঙ্গি, শহিদ জওয়ান

Image
শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা ও কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম তিন জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান। আহত আরও এক জওয়ান। জঙ্গি উপস্থিতির খবর পেয়ে আজ ভোররাতে কুলগামের রেদওয়ানি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। সেইসময় উভয়পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। দুই জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা। তবে এনকাউন্টার চলাকালীন শহিদ হন রাষ্ট্রীয় রাইফেলস-এর এক জওয়ান। মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি এখনও। এখনও দু'পক্ষের গুলি বিনিময় চলছে।  অন্যদিকে, পুলওয়ামার ত্রালের হাফু এলাকায় সকাল থেকেই নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। তাতে নিকেশ হয়েছে এক জঙ্গি। আহত এক জওয়ান।

কলকাতায় পাঁচ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

Image
কলকাতা : কলকাতায় উদ্ধার হল জালনোট। গ্রেপ্তার করা হল জালনোট চক্রের অন্যতম দুই সদস্যকে। তাদের কাছে উদ্ধার করা হয়েছে ২ হাজার টাকার নোটে ৫ লাখ টাকার জালনোট। নারকেলডাঙা মেইন রোডের মোমিন হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে STF গ্রেপ্তার করেছে তাদের। জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। STF সূত্রে খবর, ধৃতেরা মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। ২৪ বছরের গোলাম রব্বানির বাড়ি পাড় দেওনাপুরে। ২২ বছরের আমিন শেখও একই এলাকার বাসিন্দা। STF-এর অ্যান্টি জালনোট টিম গোপনসূত্রে খবর পায় এই দু'জন জালনোট নিয়ে কলকাতায় এসেছে। তারপরই গতরাতে নারকেলডাঙা মেইন রোডের চত্বর থেকে গ্রেপ্তার করা হয় তাদের।  চলতি মাসের শুরুতে বৈষ্ণবনগর থানা এলাকার বাবুপাড়ার বাসিন্দা ফিরাজ়ুল শেখকে জালনোট সহ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে উদ্ধার হয় ৪ লাখ ৯৬ হাজার টাকার জালনোট। ফিরাজ়ুল প্যান্টের ভিতরে একটি গোপন পকেট তৈরি করে তাতে করে জালনোট কলকাতায় নিয়ে এসেছিল। সূত্রের খবর, তাকে জেরা করে এই দু'জন সম্পর্কে খোঁজ পায় পুলিশ। তারপর থেকেই খোঁজ চলছিল গোলাম রব্বানি, আমিন শেখদের। সেই সূত্রেই পুলিশ জানতে পারে আজ ও

সাত মাসের সফর শেষ, লালগ্রহের মাটি ছুঁল নাসা ইনসাইট মিশন

Image
সাত মাস ধরে মহাকাশের বুকে নিরন্তর যাত্রা। অবশেষে লাল গ্রহ মঙ্গলের বুকে অবতরণ ঘটল নাসার ইনসাইট মিশন-এর। অবতরণের কয়েক মিনিটের মধ্যেই নাসার দফতরে ছবি পাঠায় ইনসাইট মিশন। এই ছবি প্রমাণ করে দেয় যে কৃত্রিম উপগ্রহটি ভালো এবং সুরক্ষিত আছে। এমনকী যে স্থানে কৃত্রিম উপগ্রহটি অবতরণ করেছে সেখানকার ছবিও পাঠায় নাসার দফতরে।  নাসার জেট পপুলেশন ল্যাবরেটরি থেকে এই অভিযান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইনসাইট মিশন লাল গ্রহের মাটি ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। একে অপরকে অভিনন্দন জানাতে থাকেন। ইনসাইট মিশন-এর মঙ্গলের মাটি ছোঁয়ার লাইভ বিশ্বজুড়েই এদিন বহু মানুষ প্রত্যক্ষ করেছেন। এমনকী, টাইমস স্কোয়ারের নাসডাক স্টক মার্কেট টাওয়ারের বিশাল জায়ান্ট স্ক্রিনেও ইনসাইট মিশনের অবতরণের লাইভ দেখানো হয়। 

মহিলাকর্মীর যৌন নিগ্রহ! ৬ মাসের জন্য সাসপেন্ড সিপিএম বিধায়ক

Image
মহিলা কর্মীর যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে চার মাসেরও বেশি সময় অপেক্ষা করার পর ব্যবস্থা নিয়ে বাধ্য হল কেরল সিপিএম। তারা ছয় মাসের জন্য সাসপেন্ড করেছে পিকে শশী নামে এক বিধায়ককে। অভিযুক্ত বিধায়ক জানিয়েছেন, দলের ক্ষমতা রয়েছে তাকে শাস্তি দেওয়ার। তবে তিনি দলের অনুগত কর্মী হিসেবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। ৬ মাস আগে অভিযোগ সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নেতা প্রায় মাস ছয়েক আগে অভিযোগ দায়ের করেছিলেন। যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন তিনি। দলের রাজ্য নেতারা তাঁর অভিযোগের প্রতি কোনও গুরুত্ব না দেওয়ায় ওই নেত্রী ্ভিযোগ জানান, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছে।     তদন্তে দলের কমিটি পরে দলের তরফ থেকে দুই সদস্যের কমিটি গড়ে দেওয়া হয়। যে দলে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী একে বালান এবং সাংসদ পিকে শ্রীমথি। বিধায়ক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁকে বলির পাঠা করা হচ্ছে বলে পাল্টা দাবি করেছিলেন ওই বিধায়ক। দলের নিরাপত্তা দাবি অভিযোগে মহিলা নেত্রী বলেছিলেন, অভিযোগ মিটিয়ে নিতে তাঁকে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে ভিন্ন ধরনের প্রচার চালানোরও অভিযোগ করেছিলেন মহিলা নেত্রী। ভয়

কীভাবে গুগল ম্যাপ ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা?

Image
প্রতিদিন নতুন উপায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিং এর উপায় খুঁজে বার করছে হ্যাকাররা। এবার গুগল ম্যাপের একটি ফিচার ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার কৌশল খুঁজে পেয়েছে হ্যাকাররা। তবে এটি গুগলের সুরক্ষায় সমস্যার জন্য হচ্ছে না, বরং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি ফিচার লঞ্চ করেছিল গুগল। সেই ফিচারের অপব্যবহার করে চলছে। নতুন এই উপায়ে কেন্দ্রীয় সরকারের EPFO স্কিম হ্যাক করা হচ্ছে। সম্প্রতি গুগল ম্যাপের EPFO অফিসের ফোন নম্বর বদলে দিয়েছে হ্যাকাররা। গুগল ম্যাপ দেখে কেউ এই নম্বরে ফোন করলে হ্যাকাররা তার সব ব্যাক্তিগত তথ্য জেনে নিচ্ছে। এর পরে অ্যাকাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। গুগল ম্যাপে দেখা হেল্প লাইন নম্বরে ফোন করে ফাঁদে পড়ছজেন গ্রাহকরা। ফোন করার সময় গ্রাহকরা মনে করছেন এটি কেন্দ্রীয় সরকারের অফিসের নম্বর। কিন্তু প্রতারকরা গুগল ম্যাপের ফোন নম্বর বদল করল কীভাবে তা জানা যায়নি। গ্রাহক কল করলে সেই কল ভেরিফাই করার নাম করে সব ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এরপরে সেই তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার কাজ শুরু হয়েছে। কখনও এই নম্বরে ফোন করলে ভুয়ো আইভিআরে কল গিয়েছে। এর

না জানিয়ে গৃহবধূকে পর্নোগ্রাফিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘অ্যাড’! গ্রেফতার এ রাজ্যের বাসিন্দা ‘অ্যাডমিন’

Image
'ট্রিপল এক্স' অর্থাৎ 'XXX'। এই নামেই হোয়াটসঅ্যাপে  গ্রুপ খুলেছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা মুস্তাক আলি শেখ। এই গ্রুপের মাধ্যমেই প্রাপ্তবয়স্ক ভিডিয়ো, পর্নোগ্রাফিক ছবি সবার কাছে পাঠাতো সে। এই গ্রুপের 'অ্যাডমিন' ছিল মুস্তাকই। কর্মসূত্রে সে মুম্বইয়ের বাসিন্দা। এই গ্রুপেই সে মুম্বইয়ের এক গৃহবধূকে কোনও কিছু না জানিয়েই 'অ্যাড' করে। এর পর থেকেই গ্রুপের বাকি সদস্যদের কাছে যখন মুস্তাক পর্নোগ্রাফিক ছবি ও ভিডিয়ো পাঠাতো, সেই সব ছবি চলে যেত ওই গৃহবধূর কাছেই। অস্বস্তিতে পড়ে ওই গৃহবধূ দেখেন, বাকি সদস্যদের কাউকেই তিনি চেনেন না, অথচ সবাই নির্দ্বিধায় তাঁর কাছে ক্রমাগত আপত্তিকর ছবি ও ভিডিয়ো পাঠিয়ে যাচ্ছে। এক রাশ বিরক্তি নিয়ে পুরো বিষয়টি মুম্বই পুলিশকে জানান ওই গৃহবধূ। তার পরই মুম্বইয়ের ধারাভি এলাকা থেকে মুস্তাককে গ্রেফতার করে মুম্বই পুলিশ। মুস্তাকের বিরুদ্ধে হেনস্থা এবং তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য মোট বারো জন। নিষিদ্ধ এবং প্রাপ্তবয়স্ক ছবি ও ভিডিয়োই শেয়ার করা হতো এই গ্রুপে। পুলিশি জেরার মুখে মুস্তা

ভোরবেলা বারাসতের রাস্তায় মাথা থেঁতলানো ব্যবসায়ীর দেহ

Image
নিহত ব্যবসায়ীর দেহ। (ইনসেটে) মিঠুন সাহা। সাত সকালে রাস্তার উপর এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হল বারাসতের অশ্বিনীপল্লীতে। মঙ্গলবার ভোরবেলা পথচলতি মানুষ এক যুবকের নিথর দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই যুবকের মুখ এবং মাথা থেঁতলানো ছিল। এতটাই, যে প্রথমে ওই মৃত যুবককে শনাক্ত করা যাচ্ছিল না। পুলিশকে খবর দেওয়া হয়। বারাসত থানা থেকে পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ মৃতকে মিঠুন সাহা বলে চিহ্নিত করে। মিঠুন ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় ব্যবসায়ী। তাঁর বাবা ফণিভূষণ সাহা কাপড়ের ব্যবসায়ী। বত্রিশ বছরের মিঠুন বিভিন্ন মেলায় স্টল বানানোর ঠিকাদার ছিলেন। ভোর রাতে তিনি কোথায় গিয়েছিলেন বা কোথা থেকে ফিরছিলেন তা-ও পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি। পুলিশ সূত্রে খবর, মাথা এবং মুখে ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, মিঠুনের সাইকেল তাঁর দেহের পাশেই পড়ে ছিল। ফণিভূষণের অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে।   পুলিশ খুনের সম্ভাবনা উড়িয়ে না দিলেও দুর্ঘটনার সম্ভবনা খতিয়ে দেখছে। এক তদন্তকারী আধিকারিক বলেন,"দ্রুত গতির ক

পাঁচিল ঘেরা জমিতেই চলত মরা পশুর মাংস কাটার কাজ!

Image
উঁচু পাঁচিলঘেরা জায়গায়  দিনের পর দিন কিছু লোকের আনাগোনা দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। ফের ভাগাড়ের মাংসের হদিশ। এবার দেগঙ্গার মণ্ডলগাথির খালপাড় এলাকায়। ফেলে দেওয়া মরা পশু তুলে এনে মাংসা কাটার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।  ঘটনায় উঠে এসেছে টিটাগড়ের এক মাংস ব্যবসায়ীর নাম। উঁচু পাঁচিলঘেরা জায়গায়  দিনের পর দিন কিছু লোকের আনাগোনা দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।  পাঁচিলের ফাঁক দিয়ে উঁকি সন্দেহ সত্যি হয়।   মণ্ডলগাথির  ছোট খালের  পাশে একটি উচু পাঁচিলঘেরা  জায়গায় ভাগারের থেকে মরা পশু তুলে এনে মাংস কাটার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার সকালে  স্থানীয় বাসিন্দারা একটি মাংসভর্তি গাড়ি আটকে পুলিসের হাতে তুলে দেয়। অভিযোগ,  টিটাগড়ের এক ব্যবসায়ী নির্জন জায়গায় ভাগারের মাংসের কারবার চালাচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে মরা পশু সংগ্রহ করে এখানে কাটা হত বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যদিও পুলিসি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে মাছের খাবার তৈরি করা হত  মণ্ডলগাথির খালপাড়ে।  এই চক্রের পিছনে আর কে কে জড়িত  রয়ছে, তা খতিয়ে দেখছে পুলিস।

রেলকর্মীদের প্রচুর বেতন, ভাতা বাড়ানোর সুপারিশ সপ্তম বেতন কমিশনে

Image
বিভিন্ন ইস্যুতে কর্মীদের বিক্ষোভের জেরে কর্মচারীদের ঢালাও বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করল রেল মন্ত্রক। সপ্তম বেতন কমিশনের কাছে সেই বেতন বাড়ানোর বাড়ানোর সুপারিশ করা হয়েছে নানা ধরনের ভাতা ও বেতনের পরিমাণ বাড়িয়ে। রেল মন্ত্রক সূত্রের খবর, কাজের ঝুঁকি ও কঠোর পরিশ্রমের জন্য কর্মচারীদের ভাতা (রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাওয়্যান্স) প্রায় পৌনে তিন গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 'মেট' ও 'কিম্যান'-এর মতো রেল কর্মচারীদের এখন মাসে ওই ভাতা দেওয়া হয় ২ হাজার ৭০০ টাকা করে। তা বাড়িয়ে মাসে ৬ হাজার টাকা করার সুপারিশ করেছে রেল মন্ত্রক। রেললাইন ঠিকঠাক আছে কি না, বা সেখানে কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কি না, তার উপর যাঁরা নজর রাখেন, রেলের সেই ট্র্যাকম্যানদের ঝুঁকি ও কঠোর পরিশ্রমের জন্য কর্মচারীদের ভাতার পরিমাণও মাসে ২ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ১০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। ট্র্যাকম্যানদের সহকারীদের বেতনও মাসে ২ হাজার ৭০০ টাকা করে তাঁদের 'ট্র্যাকম্যান' পদমর্যাদা দেওয়ার আর্ঝি জানানো হয়েছে। যে 'গেটম্যান'রা বিশেষ ধরনের ও 'এ' শ্রেণির লেভেল ক্রসিং পাহারা দ

মাত্র হাজার টাকায় এয়ার ইন্ডিয়ার গভীর রাতের উড়ান

Image
নয়াদিল্লি: শীতের ছুটির আগেই এই সপ্তাহ থেকে এয়ার ইন্ডিয়া চালু করছে সস্তার গভীর রাতের উড়ান৷ এই নতুন গভীর রাতের উড়ানের মূল ভাড়া শুরু এক হাজার টাকা থেকে৷ যেগুলির রুট বেঙ্গালুরু- আহমেদাবাদ বেঙ্গালুরু, দিল্লি- কোয়েম্বাটোর-দিল্লি, দিল্লি-গোয়া-দিল্লি ইতাদি ৷ এয়ার ইন্ডিয়ার 'রেড আই' উড়ান চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত৷ সস্তার এই উড়ান পরিষেবা দিয়ে একদল যাত্রীদের আকৃষ্ট করতে চাইছে এয়ার ইন্ডিয়া পাশাপাশি এই পরিকল্পনার উদ্দেশ্য হল ব্যস্ত সময়ে এয়ার ট্রাফিক জ্যাম এড়িয়ে চলা৷ তাছাড়া এই ভাবে গভীর রাতের উড়ান ধরলে যাত্রীরা তাদের হোটেলের খরচও বাঁচাতে পারবেন৷ এয়ার ইন্ডিয়ার এআই৫৮৯ উড়ান বেঙ্গালুরু থেকে ছাড়ে রাত সাড়ে বারোটায় এবং রাত ২টো৩৫মিনিটে পৌছয় আহমেদাবাদে এবং সেই উড়ান সেখান থেকে ৩টে ৫মিনিটে রওনা হয়ে ভোর ৫.২৫ মিনিটে ফিরে আসবে৷ এক্ষেত্রে ১৫ দিন আগে এই উড়ানের বেসিক ভাড়া শুরু হচ্ছে ১০০০টাকা থেকে৷ আবার এআই৫৪৭ দিল্লি-কোয়েম্বাটোর উড়ান ছাড়ছে রাত ৯টা ১৫ মিনিটে এবং সাড়ে ১২টায় পৌছে সেখান থেকে রাত ১টা থেকে ভোর ৪টে মধ্যে চলাচল করছে ৷ এই রুটে বেসিক ফেয়ার শুরু হচ্ছে কর ব্যতিত ২

এবার বাড়িতে জল জমলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা!

Image
দিনের পর দিন বাড়িতে তালা দেওয়া। বাগানে বা ছাদে জমা জলে ডিম পাড়ছে মশা। হুঁশ নেই গৃহকর্তার। মশা বাহিত ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগে জর্জরিত প্রতিবেশীরা। এই ছবি মুছে ফেলতে সক্রিয় হল রাজ্য সরকার। জমা জলের সন্ধান পেলে এক হাজার থেকে এক লক্ষ টাকা জরিমানা করা হবে। বিধানসভায় পুর আইনে সংশোধনী এনে রাজ্যের সমস্ত পুরসভার জন্য এই নয়া জরিমানা ধার্য হয়েছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "একজনকেও জরিমানা দিতে হোক তা আমরা চাই না। পুরসভা শাস্তি দিতে পারে না। কিন্তু কিছু মানুষের জন্য অন্যরা ভুগবেন এমনটাও চলতে পারে না। জল জমার খবর পেলে নির্দিষ্ট পুরসভা এবার বড় অঙ্কের জরিমানা করবে। তা উদ্ধার না হলে নোটিস যাবে। তারপর আইনত ব্যবস্থা নেওয়া হবে।" রাজ্যের ১১৮ টি পুরসভায় জল জমলে 'স্পট ফাইন' এক হাজার ও প্রতিদিনের জন্য ১৫০ টাকা করে জরিমানা নেওয়ার আইন আছে। সংশোধনীতে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।শুধু জল জমাই নয়, কলকাতার মতোই এবার জেলা শহরগুলিতে যেখানে-সেখানে জঞ্জাল ফেললেও জরিমানা করবে পুরসভা। জঞ্জাল ফেললে পুরসভাগুলিতে ৫০ থেকে ৫০০ টাকা জরিমানা হয়। এবার থেকে জঞ্জাল ফেললে ৫

আপনার জীবনে কী পরিবর্তন নিয়ে আসবে 5G?

Image
এখন প্রায় সবার ফোনেই 4G নেটওয়ার্ক চলে। শিঘ্রই আসতে চলেছে পঞ্চম জেনারেশানের মোবাইল নেটওয়ার্ক 5G। ইন্টারনেট স্পিডে উন্নতির সাথেই 5G নেটওয়ার্কে থাকবে লেটেস্ট টেকনোলজি। ২০১৯ এর শুরুতে বিশ্বের বিভিন্ন প্রান্তে 5G নেটওয়ার্ক ব্যবহার শুরু হবে। এই নেটওয়ার্ক আমার আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসবে এক নজরে দেখে নেওয়া যাক। 5G কী? এখন বাজারে প্রচলিত 4G LTE নেটওয়ার্কের উপরে তৈরী হয়েছে 5G নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে নেটওয়ার্কের ল্যাটেন্সি কমেছে, এর ফলে বেড়েছে নেটওয়ার্কের রেসপন্স। আগের থেকে কম ব্যাটারি নষ্ট হবে 5G নেটওয়ার্কে। আর আগের থেকে বাড়বে ডাটা ট্রান্সফার স্পিড। 4G নেটওয়ার্কের থেকে ১০ গুন বেশি ইন্টারনেট স্পিড পাওয়া যাবে 5G নেটওয়ার্কে। 5G নেটওয়ার্কে সর্বোচ্চ10,000 Mbps স্পিডে ডাউনলোড করা যাবে। এখন বাজারে চালু থাকা 4G নেটওয়ার্কে সর্বোচ্চ 1,000 Mbps স্পিডে স্পিডে কাজ করা যায়। আর 3G নেটওয়ার্কের সর্বোচ্চ স্পিড 3.1 Mbps। কবে কোথায় শুরু হবে 5G পরিষেবা? ২০১৯ সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে 5G পরিষেবা। আগামী বছর মার্চ মাসে দক্ষিন কোরিয়ায় শুরু হবে নেটেস্ট জেনারেশান মোবাইল পরিষেবা। ২০১৯ এর শেষে 5G

রাজ্যে ক্ষমতায় আসলে একেবারে বিনামূল্যে এই উপহার দেবে মোদী সরকার

Image
হায়দরাবাদ: ভোটের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি দলই নানান প্রতিশ্রুতি দিয়ে থাকে৷ কৃষিঋণ মুকুব, রাস্তাঘাট ভালো করা থেকে সবার জন্য রোজগার প্রভৃতি থাকে নির্বাচনী ইস্তেহারে ৷ কিন্তু ভোটে জিতলে প্রতি বছর গরু বিলি করবে সরকার এমন প্রতিশ্রুতি বোধহয় এই প্রথম৷ নিজেদের নির্বাচনী ইস্তেহারে এমনই দাবি করেছে তেলেঙ্গানা রাজ্য বিজেপি৷ ডিসেম্বর মাসে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন৷ ক্ষমতা দখলের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতিতে চমক এনে বিজেপি ঘোষণা করেছে ভোট জিতে সরকার গঠন করতে পারলে প্রতিবছর একলক্ষ গরু বিলি করবে তারা৷ রাজ্যের নানা রকম উৎসব এবং সাধারণ দিনেও যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে গরু দেওয়া হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে৷ তেলেঙ্গানায় বিজেপির নির্বাচন ইস্তেহার কমিটির চেয়ারম্যান এনভিএসএস প্রভাকর শনিবার গরু বিলি করার বিষয়টি জানান৷ এছাড়াও 'মিনি ইন্ডিয়া লিঙ্গুইস্টিক্স ওয়েলফেয়ার বোর্ড' তৈরির মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে হায়দরাবাদে আসা ভাষা-সংখ্যালঘুদের উন্নয়ন করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইস্তেহারে রয়েছে বলে জানিয়েছেন বিজেপি শীর্ষ নেতা৷ আগামী সপ্ত

বিরাটকে নিয়ে আশাবাদী গিলি

Image
সিডনি: শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজ ড্র করেছে ভারত৷ ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ আসন্ন টেস্ট সিরিজেও বিরাটের উপর বাজি ধরছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট৷ ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ৷ গিলির মতে, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ভারতকে টেস্ট সিরিজ জিততে হলে অন্যদের সাহায্য করতে হবে বিরাটকে৷ চার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট কোহলি৷ ২০১৪ অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজে ৬৯৪ রান করেছিলেন কোহলি৷ শুধু তাই নয়, সিরিজের মাঝপথে ধোনির হঠাৎ টেস্ট অবসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট৷ চার টেস্টের সিরিজ ০-২ হেরেছিল ভারত৷ এবারও বিরাট ভবিষ্যত দেখছেন গিলি৷ প্রাক্তন অজি অধিনায়ক বলেন, 'আমার মনে হয়ে ২০১৪ মতো এবারও টেস্ট সিরিজে বিরাটকে আগের মতো ফর্মে দেখা যাবে৷ কয়েকদিন আগে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম৷ ওকে দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল৷ সিডনিতে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ও যেভাবে ব্যাটিং করল, তাতে টেস্ট সিরিজে বিরাট রান না-পেলে আমি হবাক হব৷' তবে ভারতকে সিরিজ জিততে হলে বিরাটের পাশাপাশি অন্য

১ল ডিসেম্বর থেকে বন্ধ হতে পারে আপনার গ্যাস ডেলিভারি!

Image
কলকাতাঃ দেশের বেশিরভাগ মানুষের রান্না ঘরেই রয়েছে গ্যাস। তবে ব্যবহারকারীদের অনেকেই এখনও পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার কাছে কেওয়াইসি (নো ইওর কাস্টমার) জমা করেননি। তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কেওয়াইসি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে ব্যবহারী কেওয়াইসি যদি জমা না দেয় তাহলে গ্রাহকদের সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা। তেল সংস্থা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রাহকেরা ব্যাক্তিগত তথ্য জানাতে আগ্রহী নয়। তবু দ্রুত নিজেদের সুবিধার কথা মাথায় রেখেই কেওয়াইসি জমা দেওয়ার কথা বলছে তেল সংস্থাগুলি। সূত্রের খবর, গোটা দেশে ওই ধরনের গ্রাহকের সংখ্যা প্রায় এক কোটি। তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে পশ্চিমবঙ্গে এমন গ্রাহক রয়েছে তিন লক্ষ। বার্ষিক ১০ লক্ষ টাকার নীচে আয়, এমন পরিবার এখন ভর্তুকিতে রান্নার গ্যাস পায়। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, এ দেশে বহু ভুয়ো গ্যাস সংযোগ আছে, যেখানে ভর্তুকি পৌঁছে যাচ্ছে। সেসব ভুয়ো গ্রাহকের নামে ভর্তুকিযুক্ত সিলিন্ডার ইস্যু হলে, তা চলে যাচ্ছে খোলাবাজারে। এটা আটকাতেই সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

২০১৯-এর আগেই বেসরকারী কর্মচারীদের জন্য মোদীর বড়সড় উপহার

Image
নয়াদিল্লি: সরকারী চাকরিতে বেতন বৃদ্ধি নিয়ে অনেক বেসরকারি চাকরিজীবীরা হা হুতাশ করেন৷ তবে এবার সেইসব বেসরকারী চাকরিজীবীরাও কিন্তু লাভের মুখ দেখতে পারেন৷ গ্র্যাচুইটি পাওয়ার নিয়মে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে মোদীর সরকার৷ জানা গিয়েছে, প্রাইভেট সেক্টরে কর্মরতদের গ্র্যাচুইটি পাওয়ার সময়সীমা ন্যূনতম ৫ সাল থেকে কমিয়ে ৩ বছর করে দিয়েছে৷ এতে বেসরকারী কর্মচারীদের সুবিধা হবে৷ সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বরে নতুন ইপিএফওর সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টির বৈঠক হওয়ার কথা, সেখানেই এই গ্র্যাচুইটি প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা৷ তবে এই গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে কর্মচারীদের কিছু শর্ত পূরণ করতে হয়৷ কেউ একটি সংস্থানে টানা পাঁচ বছর কাজ করলে সে এই গ্র্যাচুইটির অধিকারী হয়৷ সরকার এই সময়সীমা ৫ বছর থেকে ৩ বচরে নিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে৷ এদিকে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা দাবি জানায়, তাদের বেতন কমপক্ষে প্রতি মাসে ২৬,০০০ টাকা যেন করে দেওয়া হয়৷ সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে তাঁরা খুশি নয় এবং যে পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়েছে তা যথেষ্ট নয় বলেও ক্ষোভ প্রকাশ করেছে অনেকে৷ এদিকে এই বেতন বৃদ্ধির প্

রাশ স্কুলব্যাগের ওজনে, প্রথম-দ্বিতীয় শ্রেণিতে নয় ‘হোম-ওয়ার্ক’ও

Image
স্কুলব্যাগের ভারে বেঁকে যাচ্ছে পিঠ, পড়ার চাপে পিষে যাচ্ছে মন। একই সঙ্গে এই দুই বিভীষিকা থেকে খুদে পড়ুয়াদের বাঁচাতে এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। জানিয়ে দিল, প্রথম-দ্বিতীয় শ্রেণিতে কোনও 'হোম-ওয়ার্ক' বা বাড়ির পাঠ নয়। সেই সঙ্গে প্রথম থেকে দশম— কোন শ্রেণির পড়ুয়ার স্কুলব্যাগের ওজন সর্বাধিক কত হবে, বেঁধে দিল তা-ও। কেন্দ্রীয় নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন কোনও মতেই দেড় কিলোগ্রামের বেশি হবে না। দশম শ্রেণিতে ব্যাগের ওজন হবে সর্বাধিক পাঁচ কিলোগ্রাম। সব স্কুলকে যথাযথ ভাবে এই নির্দেশ পালন করতে বলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। রাজ্য সরকারের দাবি, ২০১৪ সাল থেকে সারা পশ্চিমবঙ্গে এই নিয়মই চালু রয়েছে। কাগজে-কলমে নিয়ম থাকলে কী হবে, খুদে পড়ুয়াদের বাড়ির পাঠ এবং ব্যাগের ভার নিয়ে অভিযোগের অন্ত নেই। বিশেষ করে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিতে ব্যাগের ওজন মাত্রাছাড়া বলে অভিযোগ। দেখা গিয়েছে, কলকাতার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার স্কুলব্যাগের ওজন নয় কিলোগ্রাম! সমস্যাটা সারা দেশেরই। তাই সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে সব রাজ্য ও কেন

দেখভাল না হলেই বিপদের আশঙ্কা গিজারে

Image
যত দিন যাচ্ছে বাড়ি-বাড়ি গিজ়ারের ব্যবহার বাড়ছে। বিভিন্ন সংস্থার মধ্যে সস্তায় গিজ়ার বিক্রির প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হল, গিজ়ার কেনার পর কত জন সঠিক ভাবে তার চালাতে শিখে তবে ব্যবহার শুরু করেন? নিয়ম মেনে গিজ়ারের রক্ষণাবেক্ষণও বা করেন ক'জন? বিদ্যুৎ মিস্ত্রি থেকে শুরু করে গিজ়ার সংস্থার কর্তা—প্রত্যেকেরই মত, নিয়ম না-মানলে যে কোনও বৈদ্যুতিন যন্ত্র বা সামগ্রী থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এক বার গিজ়ার চালিয়ে অনেকে বন্ধ করতে ভুলে যান, অনেকে আবার গিজ়ার কিনে 'সার্ভিসিং' করান না বছরের পর বছর। কৃষ্ণনগর শহরের প্রায় বারো বছর ধরে গিজ়ার সারাচ্ছেন বাপি শেখ। তাঁর কথায়, "গিজ়ার কিনে লোকে মাসের মর মাস ব্যবহার না-করে ফেলে রাখে। তাতে ভিতরে আয়রনের আস্তরণ পড়তে থাকে। যে অঞ্চলে জলে এমনিতেই আয়রনের পরিমাণ বেশি সেখানে অবস্থা আরও শোচনীয়। আয়রন গিজ়ারের সেন্সরকে খারাপ করে দিতে পারে। তাতে অটো-কাট নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি করে তার সেফটি ভাল্ভকে। তাতে দুর্ঘটনা ঘটতেই পারে।" কারণ, জলীয় বাষ্প বেরোতে না-পেরে প্রবল চাপে গিজ়ার ফেটে যেতে পারে। বাপি শেখ বলছেন, "এ ক্ষেত্রে আগুন

মেয়েদের কাছে ‘সবচেয়ে বিপজ্জনক’ নিজেদের ঘরই! বলছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

Image
জনের হাতে প্রাণ গিয়েছে ২০ হাজার মহিলার। নিরাপদ নয় নিজের ঘরই।  বিশ্ব জুড়ে পরিবার অথবা নিজের সঙ্গীর হাতে প্রতিদিন গড়ে অন্তত ১৩৭ জন করে মহিলা খুন হন— রাষ্ট্রপুঞ্জের 'অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম' এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, 'এটা থেকে স্পষ্ট, ঘরেই মহিলাদের খুন হওয়ার সম্ভাবনা সব চেয়ে বেশি।' ২০১৭ সালের এক রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে অন্তত ৮৭ হাজার মহিলাকে এই বছরে মেরে ফেলা হয়েছে নানা কারণে। যার মধ্যে অর্ধেকেরও বেশি (৫০ হাজার) মহিলা নিজের সঙ্গী (স্বামী বা প্রেমিক) অথবা নিকটাত্মীয়ের হাতে প্রাণ হারিয়েছেন।  এই ৫০ হাজারের মধ্যে ৩০ হাজার মহিলাকে মরতে হয়েছে সঙ্গীর হাতে। আর স্বজনের হাতে প্রাণ গিয়েছে ২০ হাজার মহিলার। যার অর্থ প্রতি ঘণ্টায় অত্যন্ত পরিচিত কারও হাতে খুন হতে হচ্ছে অন্তত ছ'জন মহিলাকে। সরকারি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জ ২০১৭ সালের এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে।  মহিলা ও মেয়েদের লিঙ্গ সংক্রান্ত খুন অর্থাৎ 'ফেমিসাইড' সংক্রান্ত তথ্য জোগাড় করার সময়ে ব্রিটেনের একটি খবরের সাইটও এ বছরের ১ অক্টোবর দিনটিকে ধরে সারা বিশ্বে সমীক্ষা করে। খবরের কাগজ, রেডিয়ো,

‘আমার মেয়েটাকে পুড়িয়ে মেরে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজনই’

Image
অনুরাধা সাহা ভট্ট। ব্যাঙ্ককর্মী ও বহরমপুরের বাসিন্দা অনুরাধা সাহা ভট্টর মৃত্যুতে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে অনুরাধার স্বামী ও শ্বশুরকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অনুরাধার ভাসুর ও তাঁর স্ত্রীর খোঁজেও তল্লাশি চলছে। ৯ নভেম্বর, ভাইফোঁটার দিন অগ্নিদগ্ধ হন অনুরাধা। ১৪ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।  অনুরাধার মা অনিতা সাহার অভিযোগ, ''আমার মেয়েকে নির্যাতন করত তার শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত  মেয়েটাকে পুড়িয়ে মেরে ফেলেছে ওরাই।'' অনুরাধার পাঁচ মাসের শিশুসন্তানকে এখন নিজের কাছেই রেখেছেন অনিতাদেবী।   অনুরাধার মৃত্যুর পরে দোষীদের  গ্রেফতার  ও শাস্তির দাবিতে  হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। অনুরাধার বন্ধু-পরিচিত ও বহরমপুরের লোকজন এই ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলও করেন। অনুরাধার খুনের বিচার চেয়ে 'জাস্টিস ফর অনুরাধা' ও 'নারীকথা' নামে দু'টি পেজ খোলা হয়েছে ফেসবুকে।  সেখানে রীতিমতো সরব নেটিজেনরা। তাঁরা কেউ লিখছেন, 'এখনও দুই অভিযুক্ত গ্রেফতার হল না। ওরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ও অপরাধী

বোঝা বয়ে নয়, প্রাকৃতিক নিয়মেই বিকশিত হোক খুদেরা

Image
স্কুল ব্যাগের ওজন কমাতে এ বার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।  অবশেষে সেই বহুকাঙ্খিত সিদ্ধান্ত এল। বহু বিশেষজ্ঞ বহু কমিটির বহু বছরের সুপারিশ-পরামর্শ শিকেয় তুলে রাখার পর অবশেষে সেই স্বাগত পদক্ষেপ এল। স্কুলের ব্যাগটা যে বড্ড ভারী, শিশুদের পক্ষে বহন করা অসহ্য, এই সারসত্যকে এ যাবৎ উপেক্ষা করে আসার পর এ বার কেন্দ্রীয় নির্দেশিকা এল। যেখানে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত জানিয়ে শিশুর পিঠ-কাঁধ-মস্তিষ্কের উপর থেকে বোঝাটা নামিয়ে নেওয়া হল। নবীন প্রজন্মের জন্য এক নতুন পথচলা শুরু হল এ বার। এমনটা নয় যে এ দেশে এ নিয়ে বিস্তর চর্চা হয়নি। সমাজ জুড়ে তীব্র দাবি, উপদেষ্টাদের বারংবার অভিমত, এবং সর্বোপরি যশপাল কমিটির অতিদীর্ঘ রিপোর্টেও নির্দিষ্ট সুপারিশ করে বলা হয়েছিল, শিশুর স্বাভাবিক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরির জন্য সবার আগে বোঝা কমানো দরকার। সে বোঝা পিঠের যেমন, তেমনই মনেরও। বাড়ন্ত বাচ্চার বৃদ্ধি যে কোনও পানীয় অথবা টনিকে নেই, আছে এই সহজ পন্থাতেই, সে কথা বিস্মৃত হয়েছিলাম আমরা। অতএব নিশ্চুপ সরকার, প্রতিযোগিতাদীর্ণ অভিভাবককুল এবং সারভাইভাল অব দ্য ফিটেস্ট-এর তত্ত্বে বিশ্বাসী সমাজ ক্রমাগত বোঝ

রক্তাক্ত বুলেটে কি ব্যালট কেনা যায়? প্রশ্ন চাষিদের

Image
বুক চিরে এফোঁড়-ওফোঁড় করা বুলেট। ভোট-নিলামে দাম উঠেছে এক কোটি টাকা। ভোট না থাকলে প্রাণের দামটিও হয়ত এভাবে মাপা হত না দাঁড়িপাল্লায়। কিন্তু রক্তমাখা বুলেট দিয়ে কি ব্যালট কেনা যায়? প্রশ্ন তুলছে মন্দসৌর। সাম্প্রতিক কৃষক আন্দোলনের আঁতুড়ঘর। রাহুল গাঁধীকে নোটবন্দি নিয়ে খোঁচা দিতে নরেন্দ্র মোদী বলেছিলেন, দু'বছরে পুত্রশোকও ভুলে যান বুড়ো বাপ। আর সাত মাস পরে দীনেশ পাটিদারের দোরগোড়ায় এসে কি তা নিজে যাচাই করে নেবেন প্রধানমন্ত্রী? অন্তত এক বছর পাঁচ মাসেও ছেলে অভিষেকের রক্তমাখা শরীরটা চোখে ভাসছে তাঁর। এখনও গলা জড়িয়ে আসে বলতে গিয়ে: "দুটো বুলেট— একটি বুক চিরে নিল, আর একটি পেট। এই বাড়িতে বসেই খবর পেলাম, ছেলে আর নেই।" রাজস্থান লাগোয়া হাইওয়ের পাশেই বড়খেড়া গ্রামে বাড়ি। যে বাড়ির আশেপাশে এখন উড়ছে বিজেপিরই পতাকা। "পতাকা লাগিয়ে যাক, আমাদের ভোট পাবে না বিজেপি। ভোটে বদল চাই। ১ কোটি টাকা দিয়েছে সরকার। তাতে ছেলে ফিরবে?" অকপট সন্তানহারা বাবা। পড়শি প্রভুলাল পাটিদার। ঘরের ভিতর টেনে নিয়ে বললেন, "এই দেখুন, সয়াবিন। সব পড়ে আছে। চাষের খরচের কথা তো ভুলেই যান। বিক্রি করব, দাম নেই।

ইঁদুর-বাদুড় খেয়েই দিন কাটছে রসার বাসিন্দাদের!

Image
অনটন যেন নিত্যসঙ্গী। খয়রাশোলের রসা গ্রামে। জঙ্গলে শিকার করে পাওয়া ইঁদুর, বাদুড় বা কোনও পাখির মাংস আর ভিক্ষা করে পাওয়া চালের ভাত। জীবনধারনের জন্য মূলত এ সবের উপরেই নির্ভর করতে হতো খয়রাশোলের রসা গ্রামের  'যাযাবর'  বেদ সম্প্রদায়ের পাঁচ হতদরিদ্র পরিবারকে। অপুষ্টি, অভাবের দোসর ছিল যক্ষ্মাও। সরকারি তথ্য অনুযায়ী, যক্ষ্মায় মৃত্যুও হয়েছিল ওই পরিবারগুলির এক সদস্যের। ভুগছিলেন আর এক জন। মাসপাঁচেক আগে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরে কিছুটা তৎপর হয় প্রশাসন। রসা গ্রামে ঘুরে জানা গেল এমনই কথা। ওই পরিবারের সদস্যরা জানান, অভাব এখনও রয়েছে। শিকার ও ভিক্ষাবৃত্তি এখনও তাঁদের খিদে মেটানোর প্রধান উপায়। তবে কিছুটা হলেও পরিবারগুলির পাশে থাকার চেষ্টা করেছে প্রশাসন। পুজোর আগেই পরিবার পিছু ৩০ কিলোগ্রাম করে গম দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে মিলেছে কিছু টাকা, কম্বল, জামাকাপড়, ত্রিপল, চাল। স্থানীয় সূত্রে খবর, কয়েক দশক আগে বেদ সম্প্রদায়ের অর্জুন বেদ সপরিবার খয়রাশোলের রসা গ্রামে এসে থাকতে শুরু করেন। বর্তমানে অর্জুনের চার ছেলেমেয়ে আলাদা ভাবে পাশাপাশি থাকেন। তাঁদের বক্তব্য ছিল— বছর তিনেক আগে ভোটার কার্ড, আধার কা