রাজ্যে ক্ষমতায় আসলে একেবারে বিনামূল্যে এই উপহার দেবে মোদী সরকার


হায়দরাবাদ: ভোটের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি দলই নানান প্রতিশ্রুতি দিয়ে থাকে৷ কৃষিঋণ মুকুব, রাস্তাঘাট ভালো করা থেকে সবার জন্য রোজগার প্রভৃতি থাকে নির্বাচনী ইস্তেহারে ৷ কিন্তু ভোটে জিতলে প্রতি বছর গরু বিলি করবে সরকার এমন প্রতিশ্রুতি বোধহয় এই প্রথম৷ নিজেদের নির্বাচনী ইস্তেহারে এমনই দাবি করেছে তেলেঙ্গানা রাজ্য বিজেপি৷

ডিসেম্বর মাসে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন৷ ক্ষমতা দখলের লড়াইয়ের সামনে দাঁড়িয়ে প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতিতে চমক এনে বিজেপি ঘোষণা করেছে ভোট জিতে সরকার গঠন করতে পারলে প্রতিবছর একলক্ষ গরু বিলি করবে তারা৷ রাজ্যের নানা রকম উৎসব এবং সাধারণ দিনেও যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে গরু দেওয়া হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে৷

তেলেঙ্গানায় বিজেপির নির্বাচন ইস্তেহার কমিটির চেয়ারম্যান এনভিএসএস প্রভাকর শনিবার গরু বিলি করার বিষয়টি জানান৷ এছাড়াও 'মিনি ইন্ডিয়া লিঙ্গুইস্টিক্স ওয়েলফেয়ার বোর্ড' তৈরির মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে হায়দরাবাদে আসা ভাষা-সংখ্যালঘুদের উন্নয়ন করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইস্তেহারে রয়েছে বলে জানিয়েছেন বিজেপি শীর্ষ নেতা৷ আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বিজেপির এই নির্বাচনী ইস্তেহার৷

গরু বিলি করার প্রতিশ্রুতি ছাডা়ও মদের বিক্রি নিয়ন্ত্র এবং বিভিন্ন উৎসবের সময় সবরীমালাতে দীক্ষা নিতে যাওয়া যাত্রীদের বাস বা যে কোন ধরনের ট্রান্সপোর্টকে কোনও রকম ট্যাক্সের টোল ট্যাক্সের আওতায় রাখা হবে না বলেও জানিয়েছেন প্রভাকর৷ এই সব ধর্মীয় প্রতিশ্রুতি ছাড়াও পেট্রোল ডিজেলের উপর রাজ্য সরকারের ট্যাক্স কম করা৷ ইংয়া জেনারেশনকে চাকরির পরীক্ষায় প্রস্তুত করার জন্য অনলাইন ও অফলাইন কোচিং৷ এবং প্রতিটি বাড়ি মাসিক ৬টাকার বিনিময়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গিকারও রয়েছে এই নির্বাচনি ইস্তেহারে৷ ভোটের আগে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রতি রেখে সামনের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে মরিয়া তেলেঙ্গানা রাজ্য বিজেপি৷