Posts

Showing posts from February 4, 2019

“রাজীবের জন্য আমি জীবন দিতেও রাজি”, ধরনা মঞ্চ থেকে হুঙ্কার ‘অপমানিত’ মমতার

Image
"রাজীব চোর? আমি ওর জন্য জীবন দিতেও রাজি।" ধর্মতলার মেট্রো চ্যানেল ধরনা মঞ্চ থেকে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, "রাজীব কুমার চোর? কার টাকা নিয়েছে ও? আমি চোর? কার টাকা নিয়েছি?" এরপরই তিনি বলেন, "রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব আমি। কীহবে আমার? ৩৫৬ ধারা? আমার কাছেও ৪২০ ধারা রয়েছে।"  তিনি আবারও সতর্ক করেন, "৩৫৫,৩৫৬ হবে? এত সস্তা? আমাদেরও ১৪৪ রয়েছে।" উল্লেখ্য, ১৪৪ ধারার কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী  কার্যত বুঝিয়ে দিলেন, যদি ৩৫৫, ৩৫৬ ধারা প্রয়োগ করা হয়, তবে রাজ্যে ঢোকা বন্ধ করে দেবেন তিনি। মমতা বলেন, "রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগত ভাবে এক জন অফিসারের পিছনে অন্য জনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার জন্য আমার রাগ আছে। কেউ দোষী না হলেও তাঁকে হেনস্থা করা হলে আমি প্রতিবাদ করব। যাঁরা রাজ্যের আইনশৃঙ্খলা নেই বলে চিৎকার করেন, তাঁদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া উচিত।" এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "এই আন্দোলন কারোর একার নয়। যাঁরা গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোয় বিশ্বাস রা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কি বিশ্রামে রোহিত-শিখর?

Image
টানা ম্যাচের মধ্যে রয়েছেন রোহিত ও শিখর। নিউজিল্যান্ড সফর থেকে ফিরেই ঘরের মাঠে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। প্রথমে ২৪ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর ২ মার্চ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। যা আভাস, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা ও শিখর ধওয়ন  পেতে পারেন বিশ্রাম।  বিশ্বকাপের ভাবনায় ভারতের ১৫ জনের দলে এই দু'জনই নিশ্চিত। কিন্তু তৃতীয় ওপেনার হিসেবে কে যাবেন, তা এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে, টানা খেলতে থাকা রোহিত-শিখরকে বসিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিকল্প ওপেনারদের দেখে নেওয়া হতে পারে। বিকল্প ওপেনার হিসেবে শোনা যাচ্ছে লোকেশ রাহুল, অজিঙ্ক রাহানের নাম। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেই দিয়েছেন যে বিশ্বকাপে যে দল যাবে, তা মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে। একটা-দুটো জায়গাই বড় জোর ফাঁকা রয়েছে। শাস্ত্রী পেসার মহম্মদ শামি ও দুই ওপেনার রোহিত-শিখরকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েওছেন। বলেছেন, লম্বা মরসুম গিয়েছে শামির, তাই বিশ্রাম প্রয়োজন। রোহিত-শিখরেরও তা দরকার। ক্রিকেটমহল মনে করছে, রোহিত-শিখরকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওপেনিং নিয়ে পরীক্ষানিরী

পাল্টা চাপের কৌশল! সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে নোটিস ধরাল কলকাতা পুলিশ

Image
নিজাম প্যালেস থেকে বেরোচ্ছেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। সিবিআই-কলকাতা পুলিশ সঙ্ঘাত আরও জোরদার হওয়ার ইঙ্গিত। সঙ্ঘাতের আবহেই এবার পাল্টা চাপের কৌশল নিল কলকাতা পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকেই নোটিস ধরাল ভবানীপুর থানা। সোমবার নিজাম প্যালেসে গিয়ে এই নোটিস দিয়ে আসেন পুলিশ অফিসাররা। সিবিআই-এর তরফে নোটিসের প্রাপ্তিস্বীকার করা হলেও মুখে কুলুপ এঁটেছে কলকাতা পুলিশ। অন্য দিকে রবিবার রাত থেকে ঘটনা পরম্পরা নিয়ে সোমবার দীর্ঘ বৈঠকের পর রিপোর্ট দিতে দিল্লিতে গেলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর। সিবিআই আধিকারিকরা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যাওয়ার পর থেকেই কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চরমে উঠেছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই চাপ, পাল্টা চাপের কৌশলও বজায় রেখেছে দু'পক্ষ। এ বার চিট ফান্ডের তদন্তে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিস ধরিয়ে দিল কলকাতা পুলিশ। কেন হঠাৎ নোটিস? সিবিআই সূত্রে খবর, ভবানীপুর থানায় এক ব্যবসায়ীর অভিযোগে নাম জড়িয়েছে জয়েন

আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Image
রাজ্যে নজিরবিহীন সংকটের মধ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। পূর্বঘোষণা মতোই সোমবার দুপুর নাগাদ মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চের পাশে অস্থায়ী জায়গা করে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্রে সইও করেন সেখান থেকে। তাঁর অনুপস্থিতিতে বিধানসভা এবং রাজ্যের অন্যান্য প্রশাসনিক কাজকর্ম কোন পথে চলবে, সবটা বুঝিয়ে দেন। মঞ্চ থেকে বিধায়কদের উদ্দেশে বলেন, 'এখানে থাকার দরকার নেই। বিধানসভায় যান। ওখানে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সকলে নিয়মিত বিধানসভার অধিবেশনে যোগ দেবেন।' এরপর দুপুর ২টোর কিছু পর বাজেট পেশ করতে ওঠেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তেমন কোনও চমক নেই এবারের বাজেটে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর প্রকল্পে কাজের জন্য উৎসাহিত করতে রাজ্যের ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী অর্থবর্ষে রাজ্যে ১০ হাজার কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে। চা শিল্প থেকে সেস মকুব করা হচ্ছে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। হরিণঘাটায় ১০০০ কোটি টাকা বিনিয়োগে ফ্লিপকার্

বাঁকুড়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, সাতজনকে ২০ বছরের কারাদণ্ড আদালতের

Image
বাঁকুড়া: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ। এক বছরের মধ্যে মামলার নিষ্পত্তি। সাতজনকে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছর কারাদণ্ড দিল বাঁকুড়া জেলা আদালত। এদিকে এই ঘটনার পর থেকে নিজেকে কার্যত গৃহবন্দি করে রেখেছে নির্যাতিতা। সে মানসিক অবসাদে ভুগছে বলে জানা গিয়েছে। ২০১৭ সালে ১ ফ্রেব্রুয়ারি। সরস্বতী পুজোর দিন রাতে বন্ধুর সঙ্গে স্কুটিতে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। বাঁকুড়া শহরের গোরাবাজার এলাকায় ওই তরুণী ও তাঁর বন্ধুর উপর চড়াও হয় সাতজন দুষ্কৃতী। বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে স্কুলছাত্রীটিকে রাস্তার পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায় তারা। রাতের অন্ধকারে ফাঁকা মাঠে তাকে গণধর্ষণ করা হয়। তদন্তকারী জানিয়েছেন, গণধর্ষণের পর ওই তরুণীর বন্ধুকে ছেড়ে দেয় দুষ্কতীরা। ওই যুবকই খবর পাঠান নির্যাতিতার বাড়িতে। ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে আনেন ওই তরুণীর বাবা-মা। কিন্তু, থানায় অভিযোগ দায়ের করা তো দূর অস্ত, লোকলজ্জায় প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও রাজি ছিলেন না বাড়ির লোকেরা। কিন্তু, মেয়ের অবস্থা দেখে রুখে দাঁড়ান নির্যাতিতার মা। তাঁর উদ্যোগে ঘটনার পরের দিন থানায় অভি

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ

Image
বিজেপিতে যোগ দেওয়ার মুহূর্তে ভারতী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভায় জঙ্গলমহলের 'মা' বলে সম্বোধন করেছিলেন। প্রায় ছ'বছর ধরে তিনি ছিলেন তৃণমূলের অতি আস্থাভাজন। রাজ্যের সেই প্রাক্তন পুলিশ কর্তা তথা আইপিএস অফিসার ভারতী ঘোষ এ বার যোগ দিলেন বিজেপিতে। সোমবার নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে দলের সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। ভারতীদেবী যখন চাকরি থেকে ইস্তফা দেন এবং সিআইডি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে, সেই সময় থেকেই তাঁর রাজনীতিতে আসা নিয়ে চর্চা শুরু হয়। শেষপর্যন্ত এ দিন বিকেলে নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। শীর্ষ নেতৃত্বকে পাশে বসিয়ে ভারতীদেবী এ দিন তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কলকাতার ধর্মতলায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী 'সত্যাগ্রহ' করছেন। ভারতীদেবী কটাক্ষ করেন বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না সত্যাগ্রহ নয়। অসত্যাগ্রহ।" তাঁর প্রশ্ন, চিটফান্ডের কারণে রাজ্যের মানুষ

‌কর্মসংস্থানে জোর দিয়েই বিধানসভায় রাজ্য বাজেট পেশ

Image
এই প্রথম মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেট পেশের আগেই কেন্দ্রর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সত্যাগ্রহ আন্দোলনের সমর্থনে মোদি সরকারকে আক্রমণ করে অমিত মিত্র অভিযোগ করেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র অযাচিত হস্তক্ষেপ করে চলেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে রাজ্যের একাধিক প্রকল্পকে নকল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও জিডিপি বৃদ্ধিতে বাংলা এক নম্বর জায়গা করে নিয়েছে। যা দেশে রেকর্ড বলে দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। বাজেট পেশের আগে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের কথা বলেন তিনি। রাজ্যের রাজস্ব আদায় অনেকটাই বেড়েছে। মোদি সরকার যখন কৃষকদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তখন পশ্চিমবঙ্গের কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। কৃষকদের ১০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ধান দিন চেক নিন প্রকল্পের সুবাদে ফসলের ন্যায্য দাম পাচ্ছেন কৃষকরা। ফসলবিমা যোজনায় ২৪ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে। এই বিমার জন্য কোনও টাকা কেন্দ্রের কাছ থেকে নিচ্ছে না রাজ্য সরকার। খাদ্যসা

কলকাতা কাণ্ডের মধ্যেই সিবিআই প্রধানের দায়িত্ব নিলেন ঋষি শুক্লা

Image
গত শনিবার সিবিআই প্রধানের পদে বেছে নেওয়া হয় ঋষি কুমার শুক্লাকে। অপসারিত অলোক বর্মার জায়গায় তাঁকে দায়িত্ব দিয়েছে কেন্দ্র। রবিবার কলকাতার কাণ্ডের পর এদিনও তার রেশ চলছে। তার মাঝেই সিবিআই এর দায়িত্বভার কাঁধে তুলে নিলেন ঋষি কুমার শুক্লা। মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস শুক্লাকে নিয়োগের আগে অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছিলেন এম নাগেশ্বর রাও। গত অক্টোবরের শেষ থেকেই নাগেশ্বর দায়িত্ব পেয়েছিলেন। আচমকা সিবিআই ও রাজ্য সরকারের দ্বন্দ্বে জটিল হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চেয়ে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলে তাঁদের চ্যাংদোলা করে রাজ্য পুলিশ সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ শেক্সপিয়র সরণী থানায় এনে বসিয়ে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। যা নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে তোলপাড় চলছে। রবিবার সন্ধ্যা রাত থেকেই এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন তিনি। শুক্রবার সিবিআই প্রধান বাছা নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন স

IPS অফিসারদের ভূমিকা নিয়ে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

Image
কলকাতা: কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে উপস্থিত হলে তদন্তে বাধা পায় সিবিআই, এমনই অভিযোগ ওঠে৷ আইপিএস আধিকারিকদের ওপরে ওঠা এই অভিযোগের সত্যতা, তাদের ভূমিকা, সার্ভিস কনডাক্ট রুলস্ ভাঙার অভিযোগ, এই সংক্রান্ত রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ রবিবার থেকে সিবিআই উপস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে ওঠে। রবিবার কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই পৌঁছনোর সঙ্গে সঙ্গে কলকাতার সমস্ত সিবিআই দফতর ঘিরে ফেলে রাজ্য পুলিশ। কোনও সিবিআই আধিকারিক যাতে না বের হতে পারে সেজন্যে কার্যত রাজ্য পুলিশের তরফে সিল করে দেওয়া হয়। এমতাবস্থায় রাজ্যপাল মারফৎ কেন্দ্রীয় বাহিনী চায় সিবিআই। মেলে সবুত সঙ্কেতও। যুদ্ধকালীন তৎপরতায় বাহিনী মোতায়েন করা হয়। রাতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসের নিরাপত্তার দায়িত্ব চলে যায় কেন্দ্রীয় বাহিনীর কাছে। রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সিবিআই দফতরগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ফোর্স। প্রসঙ্গত, রাজ্যের এই পরিস্থিতিতে সোমবার সকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করে পরিস্থিতির বিষয়ে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যপাল স্বর

' রাজ্যে জরুরি অবস্থা চলছে ', মুখ্যমন্ত্রীকে আক্রমণ প্রকাশ জাভাকরের

Image
'মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলায় জরুরি অবস্থা চলছে।' পুলিশ-সিবিআই সংঘাতে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা ও  মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাম্প্রতিক পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজ্য বিজেপি দপ্তরে বৈঠক বসে দলের রাজ্য নেতৃত্ব। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। খোদ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য পুলিশ। শহরের মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মোদি সরকারের বিরুদ্ধে দেশে জরুরি অবস্থা জারির অভিযোগ তুলেছেন তিনি। আর তাতেই প্রমাদ গুনছে বঙ্গ বিজেপি। এ রাজ্যে একাধিক মামলায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের নেতাদের। রাজ্য বিজেপির আশঙ্কা, তাঁদের গ্রেপ্তার করতে পারে পুলিশ। এই যখন পরিস্থিতি, তখন রণকৌশল ঠিক করতে সোমবার দলের রাজ্য দপ্তরের জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বিজেপি রাজ্য দ

কাকে বাঁচাতে চাইছেন মমতা, রাজীব কুমার না কি নিজেকে? প্রশ্ন বিজেপির

Image
প্রকাশ জাভড়েকর। মমতা কী লুকোতে চাইছেন? কাকে বাঁচাতে চাইছেন তিনি? কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে, নাকি নিজেকে? সোমবার এই প্রশ্নগুলোই সরাসরি তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। রবিবার সন্ধ্যায় যে ভাবে রাজীব কুমারের লাউডন স্ট্রিটের সরকারি বাসভবনের সামনে থেকে সিবিআই গোয়েন্দাদের ধরপাকড় করে থানায় তুলে নিয়ে যায় এবং তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না বসেন— গোটা ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলেওএ দিন মন্তব্য করেন জাভড়েকর। তাঁর কথায়, ''কলকাতা এবং পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটা নজিরবিহীন। এর আগে কখনও এমন ভাবে কোনও তদন্তকারী দলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়নি। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে।'' তদন্ত প্রক্রিয়া আটকানোর চেষ্টা করতেই এই কাজ করা হয়েছে বলে মত প্রকাশের। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। সরাসরি প্রশ্ন তোলেন, ''কাকে বাঁচাতে চাইছেন? কেন ধর্নায় বসেছেন? কী লুকাতে চাইছেন?'' কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, মদন মিত্রদের নাম করে তাঁর দাবি, এর আগে চিটফান্ড মামলায় তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী-সাংসদ গ্রেফতার হয়েছ

সিবিআইকে বাধা, রাজ্যের ৩ IPS-এর বিরুদ্ধে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

Image
পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে আসা সিবিআই আধিকারিকদের হেনস্থার অভিযোগে কলকাতার পুলিসের তিন আইপিএস কর্তার  বিরুদ্ধে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার সন্ধ্যার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট  তলব করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইপিএস-এর 'রুল বুক' ভাঙার অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে ঘটনা এক 'অনভিপ্রেত' ঘটনার সাক্ষী থাকল শহর। সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারের বাড়িতে আসা তিন সিবিআই অফিসারকে কার্যত রাস্তা দিয়ে ধাক্কা মারতে মারতে টেনে হিঁতড়ে গাড়িতে তোলা হল। কেন্দ্রীয় তদন্তকারীরা রাজীব কুমারের বাড়িতে বসে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাতে বাধা দেয় আগে থেকে সেখানে মোতায়েন থাকা কলকাতা পুলিস। এরপরই শুরু হয় কথা কাটাকাটি ও তারপর ধাক্কাধাক্কি। কীভাবে তিন আইপিএস অফিসার কেন্দ্রীয় তদন্তকারী টিমের সঙ্গে এই ব্যবহার করতে পারেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁরা আইপিএস-এর 'রুল বুক' ভেঙেছে বলে অভিযোগ। রবিবার সন্ধ্যার ঘটনায় রাজীব কুমারের বাড়ির

উইকেটের পিছনে ধোনি থাকলে ক্রিজ ছেড়ে বেরোবেন না, টুইট আইসিসি'র

Image
রবিবার ওয়েলিংটনে ভারত-নিউ জিল্যান্ড পঞ্চম একদিনের ম্যাচের টার্নিং পয়েন্ট ধোনির দুরন্ত রান আউট। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ক্ষিপ্রতার সঙ্গে জিমি নিশামকে রান আউট করেন এমএসডি। মাহির এই রান আউট নিয়ে এবার টুইট করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। মজার সেই টুইটে আইসিসি কী লিখেছে জানেন। রবিবার ঠিক কী হয়েছিল চলুন আগে দেখে নিই। ভারতের বিরুদ্ধে ২৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৭ তম ওভার চলছে... কিউইদের রান তখন ৬ উইকেট হারিয়ে ১৭৬। জিমি নিশাম ৪৪ রানে ব্যাট করছেন। ৩৭ তম ওভারে কেদার যাদবের দ্বিতীয় বলে নিশামের বিরুদ্ধে এলবিডব্লিউ-র লম্বা আবেদন জানালেন ধোনি-কেদার দুজনেই। আম্পায়ারের দিকে নজর দেন নিশম। আম্পায়ার শন জর্জও আবেদন নাকচ করে দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্রিজ থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে ছিলেন জিমি। সেটা খেয়াল করেছিলেন ধোনিই। সঙ্গে সঙ্গে বল তুলে উইকেট ভেঙে দেন এমএসডি। অবাক জিমি নিশাম রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। সেই রান আউটের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল সাইটে। এবার আইসিসিও সতর্ক করে দিলেন বাকি ক্রিকেটারদের। মজার করে টুইটে আইসিসি লিখেছে, "উইকেটের পিছনে ধোনি থাকলে

কৃষকদের ঘুম কেড়েছে মোদী সরকার, তোপ মমতার

Image
প্রতিহিংসার রাজনীতি করছে মোদী সরকার। নোট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। সোমবার  ধর্মতলার ধর্না মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন কৃষক সমাবেশে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেন, কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকার। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সরকার সমবায় ব্যাঙ্ককে উন্নত করেছে। এর ফলে কৃষকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন চাষিদের জন্য 'কৃষক বন্ধু' প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কৃষকদের টাকা দিচ্ছে রাজ্য।

স্ত্রী ও শিশুকন্যাকে গলা কেটে খুন যুবকের, দেহ জ্বালিয়ে দিল প্রেমিকা

Image
পরকীয়া সম্পর্কের জের। স্ত্রী ও মেয়েকে খুন করে দেহ জ্বালিয়ে দিল মুম্বইয়ের এক যুবক ও তার প্রেমিকা। বৃহস্পতিবার স্ত্রী ও তিন বছরের মেয়ের পোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত স্বামী ইলিয়াস সইদের বয়স ৩৮ বছর। সে ও তার প্রেমিকা আফরিনের (২২) সঙ্গে পরিকল্পনা করেই এই খুন বলে অনুমান করছে পুলিশ। ছয় বছর আগে বিয়ে হয় ইলিয়াস ও তেহসিনের। বৃহস্পতিবার বড় মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি এসেছিলেন। সূত্রের খবর, স্ত্রী ও মেয়ের গলা কেটে খুন করে ইলিয়াস। ইলিয়াস খুন করে বেরোনোর পরই ফ্ল্যাটে পৌঁছয় তার প্রেমিকা আফরিন। পরিচয় গোপন রাখতে বোরখা, নিকাব, গ্লাভস পরে ঢোকে। তারপর রান্নার তেল ব্যবহার করে স্ত্রী ও মেয়ের শরীর জ্বালিয়ে দেয়। অন্য প্রমাণও জ্বালিয়ে দেওয়া হয়। অ্যাডিশনাল কমিশনার পুলিশ রবীন্দ্র শিশভে জানান, এই পরকীয়া সম্পর্ক নিয়ে দম্পতির মধ্যে রোজই অশান্তি হত। ৩৮ বছর বয়স ইলিয়াসের। স্ত্রী মাত্র ৩০। ২২ বছরের প্রেমিকার সঙ্গে কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন, জানা যায়নি। কিন্তু তার জেরেই যে এই খুন, তা নিয়ে কোনও দ্বিমত নেই। স্ত্রী তেহসিনের ফোন থেকে আত্মহত্যা করছে বলে ইলিয়াসকে একটি মেসেজ পাঠানো হয়। পুলিশের অনুমান, আত্মহত্যার ঘটন

অসাধ্য সাধন! নিজের আঙুল কেটে চন্দ্রবোড়ার বিষদাঁত বের করলেন সর্পপ্রেমী

Image
হুগলি: নিজের হাতে নিজের অস্ত্রোপচার। শুনতে আশ্চর্যের কথা মনে হলেও, এমনই নজিরবিহীন কৃতিত্বের অধিকারী হলেন ব্যান্ডেলের পশুপ্রেমী বাসিন্দা চন্দন সিং। চন্দ্রবোড়ার ছোবল খেয়ে ২০ দিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন চন্দন। কিন্তু তাঁর আঙুলে ঢুকে থাকা সাপের দু'টি দাঁত কিছুতেই বের করতে পারেননি চিকিৎসকরা। শেষপর্যন্ত অসম সাহসী চন্দন নিজেই আঙুলে সুচ ফুটিয়ে বের করে ফেললেন বিষাক্ত চন্দ্রবোড়ার আটকে থাকা দু'টি দাঁত। বিষমুক্ত করলেন নিজেকে। পশুপ্রেমী বিশেষত সর্প বিশারদ হিসেবে ব্যান্ডেলের চন্দন সিংয়ের খ্যাতি আশেপাশের এলাকার সকলেই জানেন। গত বছরের নভেম্বর মাসে কার্তিক পুজোর সময় বাঁশবেড়িয়ার ত্রিবেনীতে একটি পুজো মণ্ডপে ঢুকে পড়েছিল বিশালাকার একটি চন্দ্রবোড়া সাপ। আতঙ্কিত মানুষজন সাপটিকে তাড়াতে ডেকে পাঠান চন্দন সিংকে। কার্তিক পুজোর রাতে সেই চন্দ্রবোড়া ধরে দর্শনার্থীদের বিপদের হাত থেকে মুক্ত করলেও, নিজের বিপদ ডেকে আনেন চন্দন। পরেরদিন জঙ্গলে ছাড়তে গেলে, ঘুরে দাঁড়িয়ে চন্দ্রবোড়া সাপ চন্দনের বাঁ হাতের তর্জনী ও মধ্যমায় ছোবল মারে। সাপের দু'টি দাঁত ভেঙে তাঁর আঙুলের মধ্যে ঢুকে যায়। প্রাণ সংশয় দেখা দেয় চন্

অনশনরত আন্না হাজারে এবার বড় হুমকি দিলেন মোদী সরকারকে

Image
অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে। এই নিয়ে ষষ্ঠদিনে পড়ল তাঁর অনশন। পাশাপাশি নরেন্দ্র মোদী সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে পদ্মভূষণ সম্মান ফেরত দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আন্না হাজারের প্রতিবাদে সমর্থন দিয়েছে শিবসেনাও। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী আন্নার পাশে থাকার আশ্বাস দিয়েছে শিব সৈনিকরা। গত বুধবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগন সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন আন্না। দাবি কৃষকদের সমস্যার সমাধান করতে হবে এবং লোকপাল ও লোকায়ুক্তের নিয়োগ করতে হবে। আন্না বলেছেন, সরকার যদি আর কয়েকদিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে তিনি নিজের পদ্ম ভূষণ সম্মান ফেরত দেবেন। মোদী সরকার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও আন্না অভিযোগ করেছেন। ১৯৯২ সালে আন্না পদ্মভূষণ সম্মান পান। ৮১ বছর বয়সী আন্নার গত পাঁচদিনে ৩.৮ কেজি ওজন কমে গিয়েছে। রক্তচাপ বেশি, ব্লাড সুগার ও ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। আন্নার বিক্ষোভে শামিল হচ্ছেন কৃষকরাও। আহমেদনগরের কালেক্টরের অফিসে ৫ হাজার কৃষক দিয়ে বিক্ষোভ দেখাবেন আজ। বিভিন্ন সংগঠনের নেতারাও এই আন্দোলনে যোগ দিচ্ছেন।

ধর্নায় মমতা, ধর্মতলা-পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে তত্পর ট্রাফিক

Image
অস্থায়ী ছাউনিতে চলছে ধর্না। ধর্মতলার মেট্রো চ্যানেলে রবিবার রাত থেকে ধর্নায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে রাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করছিল ট্রাফিক পুলিশ। আজ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় গাড়ির চাপ রবিবারের তুলনায় বেশি থাকার কথা। একই সঙ্গে ধর্মতলায় রয়েছে বিভিন্ন সংগঠনের কর্মসূচি। পাশাপাশি সোমবার দুপুরে বিভিন্ন জায়গায় তৃণমূলের  বিক্ষোভ মিছিল রয়েছে। জওহরলাল নেহরু থেকে ডোরিনা ক্রসিংয়ের দিকে গাড়ি নিয়্ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী, পার্ক স্ট্রিট ফ্লাইওভার থেকে ডোরিনা ক্রসিংয়ের দিকে যে সব গাড়ি আসছে, সেগুলিও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করে গাড়িগুলিকে হাওড়া বা শিয়ালদহমুখী করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। সোজা ধর্মতলার পরিবর্তে গাড়িগুলির বেশিরভাগই মেয়ো রোড হয়ে যাচ্ছে হাওড়ার দিকে। সেন্ট্রাল অ্যাভিনিউগামী পাবলিক ভেহিকল বা বাসও মেয়ো রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাচ্ছে। সি-আর অ্যাভিনিউ ধরছে না। মেট্রো চ্যানেলের নামলে অস্থায়ী ধর্না মঞ্চ তৈরি হওয়ার কারণে ওই রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, জওহরল

মমতার ধরনা-মঞ্চ যেন সেই ইউনাইটেড ইন্ডিয়া

Image
বছর ১৩ পরে আবার সেই ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ বছর আগে ছিল সিঙ্গুরে অনিচ্ছুকদের জমি ফেরানোর দাবিতে অনশন ও ধরনা। তিনি তখন রাজ্যের বিরোধী নেত্রী। আর রবিবার সন্ধ্যায় ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের ইস্যু কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা। রাত পৌনে ন'টায় মুখ্যমন্ত্রী ধরনায় বসার ঘণ্টা দুয়েকের মধ্যে গোটা ঘটনাই মোড় নেয় জাতীয় রাজনীতির দিকে। বিজেপি-বিরোধী একের পর এক নেতা মুখ্যমন্ত্রীকে ফোন করেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বাংলার মুখ্যমন্ত্রীকে ফোনে বলেন, 'আমরা আপনার পাশে আছি। আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।' এর আগে প্রথম ফোনটি আসে লখনৌ থেকে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজবাদী নেতা অখিলেশ যাদব ফোনে মুখ্যমন্ত্রীকে পাশে থাকার বার্তা দেন। এর পর ফোন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, এনসিপি প্রধান শরদ পাওয়ার, ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্

ভোটের আগে ফের বড় ঘোষণার ইঙ্গিত, বাড়তে পারে কৃষকদের আর্থিক সহায়তা

Image
নয়াদিল্লি: ভবিষ্যতে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রকল্পে মাসিক ৫০০ টাকা বৃদ্ধির ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাজ্যগুলি তাদের নিজ নিজ আয় সহায়তা প্রকল্পের মাধ্যমেও কৃষকদের পাশে দাঁড়াতে পারে। ২০১৯-এর কেন্দ্রীয় বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য বার্ষিক ছ'হাজার টাকার সরাসরি আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সেই প্রকল্পকে কটাক্ষ করে বলেন, "দিনে ১৭ টাকা দেওয়া কৃষকদের অপমান।" রবিবার জেটলি সোশ্যাল সাইটের একটি ব্লগে পাল্টা লেখেন, "বিরোধী নেতার এবার পরিণত হওয়া উচিত। তাঁর বোঝা দরকার এটা জাতীয় নির্বাচন, কলেজ ইউনিয়নের ভোট নয়।" বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন অর্থমন্ত্রী। সে কারণে এবার সংসদে বাজেট পেশ করেছেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাজেট বিতর্কের জবাব দিতেও তিনি দেশে ফিরতে পারবেন বলে এদিন ইঙ্গিত করেছেন জেটলি। ২০১৮-র বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি কৃষিক্ষেত্রে জোর দিয়েছিলেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেড়গুণ করেছিলেন। তবে প্রকৃতপক্ষে কৃষককুলের ব্যাপক

মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে রাত জাগলেন মমতা, সাতসকালে দলে দলে হাজির তৃণমূল সমর্থকরাও

Image
রবিবার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ তৈরি না হওয়া পর্যন্ত অনেক রাত পর্যন্ত খোলা আকাশের নীচেই বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত দেড়টা নাগাদ ধরনা মঞ্চে ওঠেন তৃণমূল নেত্রী। রাতভর তিনি ঘুমাননি। রাতে একের পর এক সর্বভারতীয় নেতারা মমতাকে ফোন করেন। তৃণমূলের ব্রিগেড সমাবেশে যেসব নেতারা এসেছিলেন তারা প্রায় সবাই মমতার সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার সন্ধে থেকেই মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজ্য সরকার ও সিবিআইয়ের মধ্যে তুমুল টানাপোড়েন চলে। কলকাতা পুলিস সিবিআই আধিকারিকদের সেক্সপিয়র সরণী থানায় নিয়ে যায়। ঘন্টা তিনেক তাদের সেখানে রেখে ছাড়া হয়। পাশাপাশি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ও নিজাম প্যালেসে চলে যায় পুলিস। পরে ওই দুই জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সিবিআই। এদিকে, রবিবার রাত থেকেই ধর্মতলার ধরনা মঞ্চে আসতে শুরু করেন তৃণমূল কর্মীরা। রাতেই পোস্টার হাতে মঞ্চের কাছে দাঁড়িয়ে পড়েন অনেকে। সাত সকালেই বহু তৃণমূল সমর্থক ধর্মতলায় আসতে শুরু করেছেন। সোমবারই ব্লক স্তরে সি

মনের অসুখ, নাবালিকার পা তাই দড়িতে বাঁধা

Image
প্রতিবন্ধী কিশোরী সোমাশ্রী। কখনও কোমর কখনও পায়ের সঙ্গে বাঁধা থাকে দড়ি। এই অবস্থাতেই ঘরের দাওয়ায় বসে রয়েছে বছর এগারোর নাবালিকা মেয়ে। একদিন, দু'দিন নয়। বছরের পর বছর ধরে এ ভাবেই দিন কাটছে চন্দ্রকোনার কুঁয়াপুর পঞ্চায়েতের ধামকুড়িয়ায় অরুণ রায়ের মেয়ে সোমাশ্রীর। অরুণের স্ত্রী অর্চনা বললেন, "কী করব বলুন। বড় মেয়ে মানসিক প্রতিবন্ধী। ওর চিকিৎসা করাতে করাতে সবস্বার্ন্ত হয়েছি। একটু খুলে দিলেই এখানে-ওখানে চলে যায়। নানা বিপদ হয়। আমরা ঘরে-বাইরে  কাজে ব্যস্ত থাকি। তাই অন্যায় জেনেও বাধ্য হয়ে বেঁধে রাখি।" অরুণ পেশায় চাষি। নিজের সামান্য জমি। অন্যের জমিতেও দৈনিক মজুরিতে কাজ করেন তিনি। বড় মেয়ের চিকিৎসা করাতে ঘরের ভিটেমাটি ছাড়া আর তেমন কিছু নেই। শুধু বড় মেয়ে নয়। ছোট মেয়েরও প্রতিবন্ধকতা রয়েছে। অরুণ বললেন, "বড় মেয়েকে চেন্নাই-সহ দেশের নানা হাসপাতালেও যাওয়া হয়েছিল। টানা চিকিৎসা চললে হয়তোএতদিন ভাল হয়ে যেত। কিন্তু আর পেরে উঠছি না।" দুই মেয়ের চিকিৎসার জন্য প্রশাসন-জনপ্রতিনিধিদের কাছে একসময় ছোটাছুটি করেছিলেন ধামকুড়িয়ার রায় দম্পতি। সাহায্য চেয়ে বহু আবেদন করা হয়েছিল। কিন্তু তেমন কোনও সাহায্য জোট

সিবিআই আধিকারিকের প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সিজিও কমপ্লেক্সে

Image
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই আধিকারিকরা উপস্থিত হওয়ার পরই রাজ্য বেনজির ঘটনার সাক্ষী থাকল। সঙ্গে সঙ্গে সিবিআইয়ের রাজ্য দফতর সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলে রাজ্য পুলিশ। এই ঘটনায় সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব বলেন, তিনি ও তাঁর অনেক অফিসার ঘেরাও হয়ে রয়েছেন। তিনি এই ঘটনায় প্রাণসংশয় প্রকাশ করেন। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে তলব করা হয়। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হতে শুরু করে। স্বল্পক্ষণ পরেই সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেসের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়, যাতে পরিস্থিতি আরও জটিল আকার না নেয়, নিয়ন্ত্রণে থাকে, সেইমতোই নির্দেশ রয়েছে। রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের নগরপালের বাড়িতে সিবিআই হানা দেয়। এরপর সিবিআইকে যেভাবে আটকায় কলকাতা পুলিশ, তা একেবারেই নজিরবিহীন ঘটনা বলে বিবেচিত হয়। সিপি রাজীব কুমারের বাড়ির সামনে একেবারেই টানটান উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে শুরু করে। সিবিআইয়ের ডিরেক্টর তথাগত বর্মন-সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার থানায়। সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলা হয় পুলিশ দিয়ে। সিবিআই এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চ

ধর্নামঞ্চ থেকে ‘স্বাধীনতা আন্দোলনে’র জন্য তৃণমূলকে আজ পথে নামার নির্দেশ মমতার

Image
ধর্মতলার ধর্নামঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে 'স্বাধীনতা আন্দোলনে'র ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সরকারের হাত থেকে দেশ ও সংবিধান বাঁচাতে আজ, সোমবার বেলা দু'টো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের সব পাড়ায় তৃণমূল কর্মীদের মিছিল করতে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী ধর্নায় বসার সঙ্গে সঙ্গেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা এবং রেল অবরোধ শুরু করে দেন তৃণমূল কর্মীরা। রবিবার রাতে ধর্নামঞ্চ থেকে মমতা নির্দেশ দেন, কোথাও রাস্তা অবরোধ করে মানুষকে অসুবিধায় ফেলা যাবে না। একই সঙ্গে কর্মীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন, ''বিজেপি নানা ভাবে ষড়যন্ত্র করে দাঙ্গা করতে চায়। গোলমাল বাধাতে চায়। আপনারা উত্তেজনা, প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করবেন। সব উত্তেজনার মোকাবিলা করবে প্রশাসন।''  বিরোধীরা গোটা পরিস্থিতিকে 'স্বাধীনতার পর বেনজির ঘটনা' বলে উল্লেখ করে প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রীকে হঠানোর ধর্নামঞ্চে কী করে আইপিএস অফিসাররা হাজির থাকতে পারেন? সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে, পুলিশ দিয়ে ক

‘দেখি তুই কী করে বের হবি’, কৃষ্ণনগরে হেনস্থার শিকার ইমন

Image
রবিবার সন্ধে বেলায় কৃষ্ণনগর পুরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর মিউজিশিয়ান বন্ধুরা। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গাড়ি ঘিরে তাঁকে হুমকি দিতে থাকেন আয়োজকরা, অভিযোগ ইমনের। ওই এলাকা থেকে বেরতে দেওয়া হচ্ছিল না বলে ফেসবুক লাইভে সরাসরি অভিযোগ করেন ইমন। তিনি স্পষ্ট বলেন, ''আমার ভীষণ ভয় লাগছে। আমি প্রশাসনিক স্তরে গিয়ে ব্যবস্থা নেব।'' ঠিক কি ঘটেছিল জানতে ইমনকে ফোন করা হলে তিনি বলেন, ''কৃষ্ণনগর পুরসভা আয়োজিত অনুষ্ঠানে এসেছিলাম। দু'ঘণ্টা গান করেছি। কিন্তু আয়োজকরা বলছেন আমি নাকি এক ঘণ্টা অনুষ্ঠান করেছি। আমার গাড়ি ঘিরে ধরে। বলছিল, দেখি তুই কী করে বের হবি। আমার মিউজিশিয়ান বন্ধুদেরও হেনস্থা করা হয়। ভয়ঙ্কর অসভ্যতা। আমি ভাবতেও পারছি না। সাধারণ লোক এসে আমাদের বেরনোর ব্যবস্থা করে দেয়। আমি ফেসবুক লাইভ করেছি বলে ওদের সমস্যা। তাতে আমার কিছু যায় আসে না। আমি পুলিশকে জানাব। প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেব।" শিল্পীর ওপর হেনস্থা এর আগেও হয়েছে। গত বছরের শেষের দিকে দাঁতন এলাকায় অনুষ্ঠান করতে গিয়ে একইরকম সমস্যার মুখে পড়েছিলেন শিল্পী মেখলা দা

‌নাগরিকত্ব বিলের প্রতিবাদ, পদ্মশ্রী ফেরালেন মণিপুরী পরিচালক

Image
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নামল উত্তরপূর্বের চলচ্চিত্র মহলও। রবিবার তাঁকে দেওয়া কেন্দ্রের সর্বোচ্চ সম্মান, পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন মণিপুরের বিশিষ্ট চিত্রপরিচালক অরিবাম শ্যাম শর্মা। ৮২ বছরের অরিবাম এদিন ইম্ফলে নিজের বাড়িতেই একথা ঘোষণা করেন। '‌লামজা পরশুরাম'‌, '‌ইমাগি নিংথেম'‌, '‌দ্য চোজেন ওয়ান'‌–এর পরিচালক অরিবাম ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন। অসমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া ইস্যুতে প্রথমে বিক্ষোভ শুরু হয় সেখানে। ক্রমে এই ইস্যুতে গত কয়েক মাস ধরে জ্বলে উঠেছে সারা উত্তরপূর্বাঞ্চল। হিন্দু ভোটার টানতে বিজেপির এই পদক্ষেপকে মুসলিমবিরোধী বলে সমালোচনা করেছেন বিদ্দ্বজ্জনেরা। কেন্দ্র এবং অসমের বিজেপি সরকারকে বিপাকে ফেলে, যে সব পরিবারগুলির সদস্যরা ৮০–র দশকে অবৈধ শরণার্থী দমন আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন সেই পরিবারগুলি ২০১৬ সালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দেওয়া পুরস্কার গত মাসেই ফেরানোর কথা ঘোষণা করেছিল। এধরনের ১২৫টি পরিবার মিছিলও করেছিল গুয়াহাটিতে।

পূত্রবধূর আত্মহত্যার একমাসের মধ্যে আত্মহত্যা শ্বশুরের

Image
বউমার আত্মহত্যার একমাসের মধ্যে শ্বশুরের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর রাউতা এলাকায়। আত্মঘাতী ব্যক্তির নাম রাজকুমার মন্ডল (৬২)। বাড়িতে কেউ না থাকার সু্যোগ নিয়ে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃতের পরিবারের সদস্যরা রাজ কুমার বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশী এবং স্থানীয় জগদ্দল থানার পুলিশকে খবর দেন। জগদ্দল থানার পুলিশ এসে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে বারাকপুর মর্গে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। উল্লেখ্য, রাজকুমার বাবুর বউমারও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ঠিক একমাস আগেই৷ মাত্র একমাস আগেই তাঁর পুত্রবধূ তাপসী মণ্ডলেরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ সেই ঘটনায় মৃত তাপসীর বাপের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় তাপসীর স্বামী বাপি মন্ডল। তাপসীর মৃত্যুর পর তার বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ ছিল নব বিবাহিত তাপসী তার শ্বশুরবাড়ির অত্যাচারের জেরেই মারা গিয়েছে৷ সেই অভিযোগের তীর ছিল মন্ডল পরিবারের সকলের দিকেই। এরপরেই মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে ছিল রাজকুমার মন্ডল। রাজকুমার বাবুর পরিবারের অন্য আত্মীয়দের অভিযোগ, নববধূ তাপসী আত্মঘাতী হয়েছিল তার প্রাক্তন প্রেমিকের

দেশে প্রথম কোনও মুখ্যমন্ত্রী ছুটলেন সিপি-কে বাঁচাতে: মুকুল

Image
কেন রাজীব কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ধর্নায় বসলেন? ডিজি কিংবা এডিজি আইন – শৃঙ্খলার মত উচ্চপদস্থ অফিসাররাও বা কেন বসে আছেন মমতার পাশে? রবিবার রাতে এই প্রশ্ন তুলে দিলেন মমতার এক সময়ের সহযোগী মুকুল রায়। এদিন সন্ধ্যেয় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়ার পর থেকেই শহরে কার্যত নাটকের চেহারা নেয়। সিপি রাজীব কুমারের বাড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির নেতা মুকুল রায়।   তিনি ট্যুইটারে প্রশ্ন করেন, মমতা কেন ছুটে গেলেন পুলিশ কমিশনারের বাড়িতে? মুকুলের দাবি, এই ধরনের কার্যকলাপে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গণতন্ত্রকে আক্রমণ করেছেন। তিনি আরো বলেন, মমতাই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পুলিশ কমিশনারকে বাঁচাতে ছুটলেন। উল্লেখ্য একসময়ের মমতা ঘনিষ্ট এই তৃণমূল নেতার বিরুদ্ধেও চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার অভিজাগ ছিল। একসময় সিবিআই জেরার মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে। তারপর রাজ্য রাজনীতির জল গড়িয়েছে অনেক দূর। এই প্রসঙ্গে বিজেপির আর এক রাজ্য শীর্ষনেতা রাহুল সিনহা বলেন, "আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি রাজ্যে গণতন্

পরিস্থিতি জানতে মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের

Image
সিবিআই ও রাজ্য পুলিসের বেনজির সংঘাতের মধ্যেই রাজ্যের সমস্ত পুলিস আধিকারিককে তলব করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার রাতে রাজভবনে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনের ঘটনাক্রম প্রশাসনিক কর্তাদের বয়ানে শোনেন রাজ্যপাল।  রাজভবন সূত্রের খবর, রবিবার রাতে মুখ্যসচিব মলয় দে ও রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে তলব করেন তিনি। রাজ্যপালের তলব পেয়ে রাজভবনে পৌঁছন পুলিস ও প্রশাসনের ২ কর্তা। সেখানেই তাঁদের কাছে রবিবারের ঘটনাক্রম জানতে চান রাজ্যপাল।  সূত্রের খবর, রাজ্যপালকে রবিবারের গোটা ঘটনাক্রম বলেন ২ কর্তা। নিজেদের পদক্ষেপের সমর্থনে যুক্তিও দেন তাঁরা। বৈঠক শেষে রাজভবন ছাড়েন তারা। তবে এপ্রসঙ্গে কোনও পক্ষ থেকেই কোনও বিবৃতি জারি করা হয়নি।

কলকাতা পুলিসের বিরুদ্ধে সোমবার সকালেই সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

Image
কলকাতা পুলিস ও পশ্চিমবঙ্গ পুলিসের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সোমবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই।  সিবিআই সূত্রের খবর, রবিবার যে ভাবে সিবিআই আধিকারিককে বাধা দিয়েছে কলকাতা পুলিস তা আদালতের সামনে তুলে ধরবে তারা।  জানা গিয়েছে, সিবিআইয়ের যুক্তি ২০১৪ সালের সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডকাণ্ডের তদন্ত করছে তারা। সেই তদন্তে যে ভাবে তাদের গোয়েন্দারা বাধা পেয়েছেন তা নজিরবিহীন।  আইনজ্ঞরা বলছে, সিবিআইয়ের অভিযোগ সত্যি বলে আদালত গ্রহণ করলে বিপদ বাড়তে পারে রাজীব কুমারের। সেক্ষেত্রে রাজ্য পুলিসের ডিজিকে আদালত নির্দেশ দিতে পারে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির করাতে।  সূত্রের খবর, সোমবার বেলা ১০.৩০ মিনিটে আদালত খুললেই আইনি পদক্ষেপ করবে সিবিআই।