Posts

Showing posts from June 10, 2018

আল্লাকে তুষ্ট করতে মেয়ের গলা কাটল আব্বা

Image
যোধপুর : ৪ বছরের শিশুকন্যার গলা কেটে খুন করার অভিযোগ উঠল তার আব্বার বিরুদ্ধে। অভিযুক্ত নবাব আলি কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি জেরার মুখে নিজের দোষ স্বীকার করে সে জানিয়েছে, পবিত্র রমজ়ান মাসে আল্লাকে সন্তুষ্ট করার জন্যই সে একাজ করেছে। শিশুটির নাম রিজ়ওয়ানা। ঘটনাটি রাজস্থানের যোধপুরের। আব্বা ও আম্মার সঙ্গে মামারবাড়িতে থাকত রিজ়ওয়ানা। নবাব আলি পরিবার নিয়ে বাড়ির দোতলায় থাকত। ঘটনার দিন রাতে স্ত্রী ও মেয়ের সঙ্গে ছাদে ঘুমোচ্ছিল নবাব আলি। তার বিবি বলেন, "রাত আড়াইটে নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে রিজ়ওয়ানাকে দেখতে পাইনি। মেয়েকে খুঁজতে নীচে নামি। সিঁড়ির সামনে নলি কাটা অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখি। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।"  এরপর পুলিশে খবর দেওয়া হয়। রাত ৩টে নাগাদ পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পিপার সিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করা হয় নবাব আলিকেও। জেরার সময় তার কথায় অসঙ্গতি পায় পুলিশ। টানা জেরার মুখে ভেঙে পড়ে দোষ স্বীকার করে সে। নবাবের দাবি, পবিত্র র

মধ্যপ্রদেশে ৪০২ জন পরিত্যক্ত সদ্যোজাতকে উদ্ধার

Image
ভোপাল: ভারতের বেশিরভাগ জায়গাতেই পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুব একটা ভাল না। পুলিশকর্মীদের খারাপ দিকটা নিয়েই বেশি আলোচনা হয়। তবে মধ্যপ্রদেশের পুলিশকর্মীরা উজ্জ্বল ব্যতিক্রম। তাঁদের মানবিক মুখ দেখা গেল। গত ২৯ মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্তত ৪০২ জন সদ্যোজাতকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে অধিকাংশই কন্যাসন্তান। প্রতিটি ক্ষেত্রেই খবর পেয়ে পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুগুলিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশকর্মীদের সহায়তাতেই শিশুগুলি কার্যত নতুন জীবন পেল। ডায়াল-১০০ পরিষেবা বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক হেমন্ত শর্মা জানিয়েছেন, 'আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের কর্তব্য পালন করার পাশাপাশি পরিত্যক্ত সদ্যোজাতদের উদ্ধার করার কাজও সাফল্যের সঙ্গে করছেন পুলিশকর্মীরা। ১০০ নম্বরে ফোন করে কেউ খবর দিলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। শুক্রবারই সিধি জেলার গুহিয়াদল গ্রাম থেকে এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। সেদিন রাত আটটায় কন্ট্রোলরুমে ফোন করে এক ব্যক্তি ওই সদ্যোজাতকে দেখতে পাওয়ার কথা জানান। এরপরেই ফার্স্ট রেসপন্স ভেহিকলস তৎপর হয়। শিশু

স্ত্রীকে বিষ খাইয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ঘটনায় গ্রেফতার স্বামী

Image
হলদিয়া: বেশ কয়েক বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্বামীর ৷ এই নিয়ে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হত । স্বামীর বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করত স্বামী। শনিবারও একই ভাবে ঝামেলা হয়েছে দুটজনের। মৃতার বাবা জানিয়েছেন তাঁর জামাই ফোনে করে তাঁর মেয়ের বিষ খাওয়ার খবর দিয়েছেন । তাঁদের সন্দেহ মেয়ের মৃত্যুতে জামাইয়ের হাত রয়েছে ৷ তাঁরা অনুমান করেছেন মেয়েকে বিষ খাইয়ে শ্বাসরোধ করে মেরেছে তাঁর জামাই ৷ মৃতার বাবা তমলুক হাসপাতালে এসে জানতে পেরেছেন রবিবার সকাল সাড়ে ৬টায় মৃত অবস্থায় তাঁর মেয়েকে জামাই হাসপাতালে নিয়ে এসেছে । ঘটনায় জামাইয়ের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ করেছেন শ্বশুর ৷ পুলিশ গ্রেফতার করে দূর্গাচক থানায় পাঠিয়েছে। বছর পাঁচেক আগে হলদিয়ার দূর্গাচকে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন মৃতার বাবা। তাদের সাড়ে তিন বছরের ছেলেও রয়েছে। প্রায় তিন বছর ধরে একটি মেয়ের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল মৃতার স্বামীর ৷ তবে শেষমেশ এই পরিস্থিতি হবে ভাবতে পারেননি কেউই। মৃতার পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে অনড়।

ছেলেরা পারেনি, ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে ইতিহাস বাংলাদেশের মেয়েদের

Image
বার্সেলোনায় ১০ দিনের প্রস্তুতি শিবির কাটিয়ে শনিবার স্পেনকে বিদায় জানাল আর্জেন্তিনা। ৩১ মে বার্সেলোনায় পৌছয় আর্জেন্তিনা। ওই দিনই বার্সা সুপারস্টার লিওনেল মেসি সহ গোটা দলকে সংবর্ধিত করে বার্সেলোনা কর্তৃপক্ষ। সেখানেই বিশ্বকাপের আগে অন্তিম মহড়া সারলেন মেসিরা। মূলত মেসির জন্যই বার্সেলোনায় নিজেদের প্রস্তুতি শিবির করার কথা ভাবে আর্জেন্তিনার টিম ম্যানেজমেন্ট। কারণ বার্সার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মেসির। আর সেই কারণেই মেসি যাতে ঘরের মতো পরিবেশটিকে উপভোগ করতে পারে, সেই জন্যই বার্সেলোনাকে বেছে নেওয়া হয়। যদিও এই দশ দিনের মধ্যেও বিতর্কে জড়িয়ে পড়ে আর্জেন্তিনা। আর্জেন্তাইন সংবাদমাধ্যগুলির থেকে দাবি করা হয়, বার্সেলোনায় অনুশীলণ শিবিরের মাঝে প্লেয়ারদের অনেক ফাকা সময় দেওয়া হলেও একবারের জন্যও করা হয়নি কোনও সংবাদিক সম্মেলন। শুধু বার্সেলোনাতেই নয়, ইজরায়েলের বিরুদ্ধে মেসিদের একটি ফ্রেন্ডলি ম্যাচ কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। পরে ইজরায়েলের বিরুদ্ধে সেই ফ্রেন্ডলি ম্যাচ বাতিল করে আর্জেন্তিনা। শুধু থেকেই এই ম্যাচটি খেলার বিষয়ে অনীহা ছিল আর্জেন্তিনার কোচিং স্টাফদের। বিশ্বকাপের আগে এত গিয়ে ম্যাচ খেলার ধকল নিয়ে চিন্

এবার মদের খোঁজে বিশেষ প্রশিক্ষিত কুকুর আনছে বিহার প্রশাসন

Image
পটনা: বোমা বা বিস্ফোরক নয়, বিহারে এবার মদ ঢুঁড়ে বার করবে কুকুর। এ জন্য তেলঙ্গানা থেকে ২০টা বিশেষ প্রশিক্ষিত কুকুরছানা আনাচ্ছে তারা। এখন ওই কুকুরছানাদের প্রশিক্ষণ চলছে তেলঙ্গানার ইনটেলিজেন্স ইনটিগ্রেটেড ট্রেনিং অ্যাকাডেমিতে। কীভাবে অ্যালকোহলের গন্ধ শুঁকে তা খুঁজে বার করা যায় তা হাতে কলমে শিখছে তারা। এ ধরনের কুকুর বেশ কিছুদিন ধরে খুঁজছিল বিহার সরকার, শেষমেষ তারা জানতে পেরেছে তেলঙ্গানা পুলিশ তাদের কুকুরদের বিস্ফোরক খুঁজে বার করার পাশাপাশি মদর খুঁজে বার করারও প্রশিক্ষণ দেয়। ২ বছরের বেশি সময় ধরে মদ নিষিদ্ধ বিহারে। ধরা পড়লে শাস্তি অনিবার্য। তবু লুকিয়ে চুরিয়ে মদ খাওয়া চলছেই। এবার তার ওপরেও খড়গহস্ত হয়ে নীতীশ কুমার সরকারের এই প্রশিক্ষিত কুকুর আনার সিদ্ধান্ত। বিহার পুলিশ জানিয়েছে, ২০টা ছানা এখন তেলঙ্গানা থেকে মদের গন্ধ শুঁকে তা খুঁজে বার করা শিখছে। এ জন্য লাগবে ৮-৯ মাস। কোর্স সম্পূর্ণ হলে বিহারে এসে বেআইনি মদ খুঁজে বার করার কাজে লাগবে তারা। তাদের ছড়িয়ে দেওয়া হবে পটনা, মুজফফরপুর, দ্বারভাঙা ও ভাগলপুরে। এই কুকুররা সাফল্য পেলে তেলঙ্গানা থেকে এ ধরনের আরও কুকুর নিয়ে আসবে বিহার সরকার।

২০১৭-১৮ অর্থবর্ষে ৮৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির!

Image
২০১৭-১৮ অর্থবর্ষে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকার বেশি বলে জানা গিয়েছে। ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে মাত্র ২টি – ইন্ডিয়ান ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক লাভের মুখ দেখেছে। এর মধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্কের লাভের পরিমাণ ১,২৫৯ কোটি টাকা। বিজয়া ব্যাঙ্কের সেখানে লাভ হয়েছে ৭২৭ কোটি টাকা। বাকি ১৯টি ব্যাঙ্কের মোট ক্ষতির পরিমাণ ৮৭,৩৫৭ কোটি টাক। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নীরব মোদী ও সহযোগীদের ১৪ হাজার কোটি টাকা প্রতারণাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। গত অর্থবর্ষে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষতি হয়েছে ১২,২৮৩ কোটি টাকা। অথচ, ২০১৬-১৭ অর্থবর্ষে এই ব্যাঙ্কই ১,৩২৪.৮ কোটি টাকা লাভ করেছিল। তালিকায় দ্বিতীয় আইডিবিআই ব্যাঙ্ক। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ প্রায় ৮,২৩৮ কোটি টাকা। গত অর্থবর্ষে এই ক্ষতির পরিমাণ ছিল ৫,১৫৮ কোটি টাকা। দেশের বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষতির পরিমাণও বিপুল অঙ্কের। গত অর্থবর্ষে এই ব্যাঙ্কের ক্ষতি হয়েছে ৬,৫৪৭.৫ কোটি টাকা। অথচ, তার আগের আর্থিক বছরেই এসবিআই প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা লাভ করেছিল। প্রসঙ্গত, নন

জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৫ জঙ্গি

Image
জম্মু-কাশ্মীর: ফের জম্মু-কাশ্মীরের  কুপওয়ারায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় ঘটনাস্থলে ৫ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷ বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় চলে অনুপ্রবেশকারী জঙ্গি ও ভারতীয় সেনা জওয়ানদের মধ্যে ৷ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে  কুপওয়ারা জেলায় কেরন সেক্টরে ভারতীয় সীমায় অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ৷ সেনাবাহিনীর তৎপরতায় পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷ প্রসঙ্গত পবিত্র রমজান মাস উপলক্ষে কেন্দ্র একতরফা সংঘর্ষ বিরোধী নীতি মেনে চলছে ৷ সেই সুযোগের পূর্ণ সদ্বব্যবহার করেই লাগাতার জঙ্গি অনুপ্রবেশে মদত দিচ্ছে পাকিস্তান ৷ এর আগে এ মাসের ৬ তারিখেও অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা ৷

প্রকাশিত হল IIT JEE-র ফল, প্রথম পাঁচকুলার প্রণব গোয়েল

Image
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স বা আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের ফল। রবিবার পরীক্ষার ফল প্রকাশ করে আইআইটি। এবার এই প্রবেশিকায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১.৫৫ লক্ষ। তার মধ্যে ১৮,১৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। ১৫ জুন থেকে শুরু হবে আইআইটি ২০১৮-র ভর্তিপ্রক্রিয়া। এবার জয়েন্ট এন্ট্রন্স অ্যাডভান্সে প্রথম হয়েছেন হরিয়ানার পঞ্চকুলার প্রণব গোয়েল। মোট ৩৩৭ (পূর্ণমান ৩৬০) পেয়েছেন তিনি। দ্বিতীয় কোটার সহিল জৈন। ৩১৮ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন মিনল পারেখ। পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন কলকাতার দেবজ্যোতি কর। দ্বিতীয় অভিনন্দন বসু। তাঁদের সর্বভারতীয় স্থান যথাক্রমে ৯২ ও ১০৪। খড়গপুর ক্ষেত্র থেকে এবার পাশ করেছেন ১,৭৩৬ জন।

ধর্মান্তরণ করে বিয়ে, ভাই -বাবা - বন্ধুদের দিয়ে ধর্ষণ করাতো স্বামী, হিন্দু ধর্মে ফিরলেন তরুণী

Image
অভিযোগ, ২০০ টাকার বিনিময়ে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাত ইউসুফ। অবশেষে স্থানীয় থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তবে পুলিস এখনো অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে খবর। উত্তর প্রদেশের আলিগড়ে 'লভ জিহাদ'-এর শিকার এক তরুণীকে ফেরানো হল হিন্দু ধর্মে। এক ভিনধর্মী যুবক ওই তরুণীকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেছিল বলে অভিযোগ। হোম যজ্ঞের মাধ্যমে ফের সেই তরুণীকে হিন্দুধর্মে ফেরানো হয়েছে বলে খবর।  আলিগড় সিভিল লাইন থানা এলাকায় ২০০৮ সালে এই ধর্মান্তরনের ঘটনা ঘটে। ইউসুফ নামে এক যুবক নিজের নাম ও ধর্মীয় পরিচয় গোপন করে স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে কবীর চৌহান বলে পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ে করে সে। বিয়ের দেড় বছর পর দম্পতির এক সন্তানও হয়। এর পরই ধর্মান্তরণের জন্য ওই তরুণীকে চাপ দিতে থাকে ইউসুফ। এমনকী ইউসুফের দাদার সঙ্গে জোর করে নিকাহ হালালা করতে বাধ্য করা হয় তরুণীকে। মানতে রাজি না হলে চরম শারীরিক নিগ্রহের শিকার হতে হয় সেই তরুণীকে।  দাদার সঙ্গে হালালা করানোর পর ফের ওই তরুণীকে বিয়ে করেন ইউসুফ। অভিযোগ, এর পর শ্বশুর-সহ পরিবারের অন্যান্য স

বর্ধমানে শ্লীলতাহানির অভিযোগে রমজান মাসে মসজিদ থেকে হাতেনাতে পাকড়াও মৌলবি

Image
রমজান মাসে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদ থেকে ধরা পড়ল মৌলবি। ঘটনা গত সোমবারের। নাবালিকা মেয়েকে ঝাড়ফুঁক করাতে বর্ধমানের ভাঙা মসজিদে নিয়ে যান এক মহিলা। সেখানেই বদরুদ্দিন শেখ নামে ওই মৌলবি নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।  নির্যাতিতার মায়ের অভিযোগ, গত সোমবার মৌলবির সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে ভাঙা মসজিদে গিয়েছিলেন তিনি। কথায় কথায় নিজেকে ঝাড়ফুঁকে দক্ষ বলে দাবি করেন ওই মৌলবি। এর পর নাবালিকাকে ঝাড়ফুঁক করার নামে পাশের ঘরে নিয়ে যান তিনি। অভিযোগ, ঘরে একা পেয়ে নাবালিকার শ্লীলতাহানি করতে শুরু করেন মৌলবি। বাধা দেন নাবালিকা। তাতেও নিরস্ত হননি ওই মৌলবি। এর পর সম্মান রক্ষায় চিত্কার শুরু করেন নাবালিকা। মেয়ের চিত্কার শুনে স্থানীয়দের ডাকেন নাবালিকার মা। সঙ্গে সঙ্গে মসজিদে ভিড় করেন স্থানীয়রা। হাতে নাতে মৌলবিকে ধরে ফেলেন তাঁরা। এর পর খবর যায় থানায়, সেখান থেকে পুলিসকর্মীরা এসে অভিযুক্ত মৌলবিকে আটক করেন। মৌলবিকে আটক করে নিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়েছে।

রান্নাঘরে পড়ে দেহ, বন্ধ ফ্ল্যাটে 'ফিল্মি কায়দায়' খুন সরকারি মহিলা অফিসার

Image
কসবা টেগোর পার্কের ফ্ল্যাটে ন্যাশনাল অ্যাটলাসের এক উচ্চপদস্থ মহিলা অফিসারের খুন ঘিরে ক্রমশ জটিল হচ্ছে রহস্য। শনিবার কসবার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শীলা চৌধুরী নামে ওই মহিলার দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, পরিচিত কোনও ব্যক্তিই খুন করেছেন শীলা চৌধুরী নামে ওই অফিসারকে। জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে সল্টলেকে এক আত্মীয়ের ফ্ল্যাটে থাকতেন শীলা চৌধুরী। ছেলে বিদেশে থাকেন। কসবার ফ্ল্যাটে মাঝে মধ্যে আসতেন শীলা চৌধুরী। কসবার ফ্ল্যাটে তাঁর এক পরিচারক ও এক ঠিকে কাজের লোক ছিল। শনিবার বিকেলে শীলা চৌধুরীর এক বন্ধু এসে প্রথম দেখতে পান, তিনি রান্নাঘরের মেঝেতে পড়ে রয়েছেন। ওই বন্ধুই পুলিসে ও মৃতার আত্মীয়দের খবর দেন। এরপরই পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই ফ্ল্যাটের পরিচারক, পরিচারিকা ও শীলা চৌধুরীর বন্ধুকে আটক করে। মৃতার মাথায় ভারী আঘাতের চিহ্ন ছিল। রান্নাঘরে দেহের পাশে পড়েছিল আধপোড়া নাইটি ও একটি বালিশ। ড্রয়িংরুমের টেবলে পড়েছিল আধ খাওয়া সরবতের গ্লাস। অন্যদিকে লন্ডভন্ড আলমারি, জামাকাপড় ঘেঁটে তছনছ করা। সেইসঙ্গে গ্যাসের নজেলের সঙ্গে গামছা

চোখের জল মুছতে মুছতেই মেয়েকে শেকলে বাঁধেন মা! দেখুন ভিডিও

Image
মা কণিকা বিশ্বাসের সঙ্গে মেয়ে প্রিয়া বিশ্বাস। মেয়েকে কেন এইভাবে বেঁধে রেখেছেন প্রশ্ন করতেই মায়ের চোখ জলে ভরে গেল। এই তো সেদিনের কথা যখন সে সপ্তম শ্রেণিতে পড়ত কত সাবলীল ভাবে মায়ের সঙ্গে কথা বলত সে, পড়তে বসত, মায়ের কাছে আবদার করত, খেতে চাইত। কিন্তু হঠাৎ মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। রাক্ষস খোক্কসদের কাহিনীতে এরকম কখনও-সখনও শোনা যায়, তাও হয়তো না। বাস্তবেও যে এমনটা হতে পারে তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। কোনো মেয়েকে তার মা হাত-পা শেকলে বেঁধে রাখতে পারেন, তা ভাবনাতীত। কিন্তু মালদা শহরের প্রশাসনিক ভবনের সামনে দেখা গিয়েছে এরকম একটি ঘটনা।   মেয়ে আপন মনে গান গেয়ে চলেছে। কোনও বন্য পশুকে যেভাবে বেঁধে রাখা হয়, সেভাবে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। তবে মেয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে গান গেয়ে চলেছে। আর তার মা যেদিকে নিয়ে যাচ্ছে বিনা বাধায় চলেছে সেদিকে। মেয়েকে কেন এইভাবে বেঁধে রেখেছেন প্রশ্ন করতেই মায়ের চোখ জলে ভরে গেল। এই তো সেদিনের কথা যখন সে সপ্তম শ্রেণিতে পড়ত কত সাবলীল ভাবে মায়ের সঙ্গে কথা বলত সে, পড়তে বসত, মায়ের কাছে আবদার করত, খেতে চাইত। কিন্তু হঠাৎ মেয়েটি তার স

ক্লাস VIII পাশ, তিনিই নতুন উচ্চশিক্ষা মন্ত্রী!

Image
'আমারই বা কী এমন পড়াশোনা, মুখ্যমন্ত্রী হয়েছি?' শনিবার রাতে, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টনের সময় ক্লাস এইট পাশ করা জেডিএস মন্ত্রী জিটি দেবেগৌড়াকে শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করা নিয়ে বিতর্কের মুখে পড়লেন জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারাস্বামী।  বিদ্যার দৌড় যাই থাকুক না কেন, মন্ত্রীত্ব পদ পরিচালনা করার ক্ষেত্রে সেই সার্টিফিকেট বিশেষ জরুরি নয় ভারতীয় রাজনীতিতে। কর্নাটক বিধানসভা নির্বাচনে মাইসুরুর চামুন্ডেশ্বরী কেন্দ্রে সিদ্দারামাইয়াকে হারান জি টি দেবেগৌড়া। শিক্ষামন্ত্রী পদের জন্য নিজেও অস্বস্তিতে থাকলেও, কুমারাস্বামীর কথায় রাজি হয়ে যান। উল্লেখ্য, বিএসসি ডিগ্রি রয়েছে কুমারাস্বামীর। এদিন সদ্য মুখ্যমন্ত্রী বলেন, 'কিছু মানুষের পছন্দের দপ্তর থাকতে পারে। তবে দক্ষতা নিয়ে কাজ করলে, সব দপ্তরেই কাজ করা যায়। সেই দক্ষতাটাই আমাদের দেখাতে হবে। কয়েকটি দপ্তরের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় দলকে। তবে উচ্চশিক্ষা ও ক্ষুদ্র জলসেচের চেয়ে আর ভালো দপ্তর কী আছে?' তবে প্রশ্ন থেকেই যায়। একটি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর চালনা করার নূন্যতম শিক্ষা প্রয়োজন। সেখানে শুধুমাত্র অষ্টম শ্রেনি পর্যন্ত যোগ্যতা

ভক্ত সেজে সলমনকে খুনের চক্রান্ত ফাঁস

Image
গুরুগ্রাম: ব্ল্যাকবাক হত্যা মামলায় অভিযুক্ত সলমন খানকে খুনের ছক কষে বিশনই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিশনই। গুরুগ্রামের এসটিএফ হায়দরাবাদ থেকে গ্রেফতার করে লরেন্সের সহযোগী সম্পত নেহরাকে। সে-ই এসটিএফকে জানিয়েছে, তারা সলমনকে হত্যার ছক কষেছিল। সম্পত ধোয়া তুলসিপাতা নয়, তার বিরুদ্ধে খানচব্বিশেরও বেশি খুন, খুনের চেষ্টা ও তোলা আদায়ের মামলা রয়েছে। এসটিএফ জানিয়েছে, সম্পত তাদের কাছে স্বীকার করেছে, সলমন খানকে খুনের জন্য মে মাসের প্রথম সপ্তাহে ২ দিন তাঁর বাড়ির বাইরে রেইকি করে সে। যাতে কোনওভাবেই ছক বানচাল না হয় তা নিশ্চিত করতে সলমনের আসা যাওয়ার সময় ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় খোঁজখবর জোগাড় করে। সম্পতের ছক ছিল, সলমন যখন নিজের বাড়ির বারান্দার দাঁড়িয়ে ফ্যানদের দেখা দেন, সে সময় সেও ফ্যান সেজে ঢুকে যাবে ভিড়ের মধ্যে। ফ্যানদের সঙ্গে সলমনের কতটা দূরত্ব থাকে ও কী অস্ত্র দিয়ে তাঁকে মারা যাবে, তাও হিসেব নিকেশ করে সে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই এসটিএফের হাতে সম্পত ধরা পড়ে যায়। কালো হরিণ শিকারে অভিযুক্ত সলমনকে অনেক দিন আগেই খুনের হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিশনই। বিশনই সম্প্রদায় কালো হরিণকে

নিজের সংস্থার ডেপুটিদের থেকে কম বেতন মুকেশ আম্বানির

Image
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর তিনি। কিন্তু, প্রায় এক দশক তাঁর বেতন বাড়েনি। এমনকী, নিজের সংস্থার ২ ডেপুটির থেকে কম বেতন পান মুকেশ আম্বানি। ফোর্বস ম্যাগাজ়িনের রিপোর্ট অনুসারে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান হিসেবে বাৎসরিক ১৫ কোটি টাকা পান। ২০০৯ সালের অক্টোবরে তাঁর এই বেতন স্থির হয়। তারপর থেকে এখনও পর্যন্ত ওই বেতনই নিচ্ছেন। এর জেরে প্রতি বছর প্রায় ২৪ কোটি টাকা কম পান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার। সংস্থার ম্যানেজার পর্যায়ে খরচে লাগাম নিয়ে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপনের জন্য নিজের বেতন না বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক রিপোর্ট বেরিয়েছে। সেখানে দেখা গেছে, ২০১৭-১৮ অর্থবর্ষে বেতন এবং ভাতা হিসেবে মুকেশ আম্বানি পেয়েছেন ৪.৪৯ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে যা ছিল ৪.১৬ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার বার্ষিক কমিশন হিসেবে আগের বছরের মতো ৯.৫৩ কোটি টাকাই পেয়েছেন। তবে উপরি পাওনা আগের অর্থবর্ষ থেকে কমেছে। ৬০ লাখের জায়গায় ২০১৭-১৮ অর্থবর্ষে তিনি পেয়েছেন ২৭ লাখ টাকা। রিটা

কাশ্মীরে চাষের জল দিচ্ছে না পাকিস্তান

Image
জল দিচ্ছে না পাকিস্তান। আর তার ফলে সীমান্তের এ পারে, কাশ্মীরের কুপওয়ারা জেলার কারনায় চাষবাস প্রায় বন্ধের মুখে। বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে খরা-পরিস্থিতি। ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর কাশ্মীরের এই গ্রামগুলিতে চাষের জল আসে মূলত পাকিস্তান থেকে। জল দেওয়া-নেওয়া নিয়ে প্রতি বছর সীমান্ত এলাকায় দু'দেশের সামরিক এবং প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠক বসে। কিন্তু এ বছর ছেদ পড়েছে সেই ঐতিহ্যে। স্থানীয় বাসিন্দা জাহুর আনজুমের কথায়, ''পাকিস্তান কেন জল বন্ধ রেখেছে জানি না। চাষবাস সব শিকেয় উঠেছে। দ্রুত সমাধানের জন্য আমরা স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীকে বিষয়টি জানিয়েছি।'' কারনা ছাড়াও টিটওয়াল, দ্রাগাড়, সইদপোরার মতো আরও অনেক গ্রাম ওই জলের উপরে নির্ভরশীল। পাকিস্তান আগে কখনও এমনটা করেনি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ভারত-পাকিস্তানের মধ্যে এই ধরনের জলসঙ্কট অবশ্য নতুন নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের কৃষ্ণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনকে ঘিরে কম জলঘোলা করেনি পাকিস্তান। তাদের অভিযোগ ছিল, এই প্রকল্পে সিন্ধু চুক্তি লঙ্ঘন করেছে ভারত। বিষয়টি নিয়ে রফা করতে বিশ্ব ব্যাঙ্কের কাছে

‘অবাধ্য’ মেয়ের কাছে হেরে গিয়ে খুশিই বাবা

Image
বাবা-মায়ের বিরুদ্ধে সরাসরি জেহাদ ঘোষণা করেছিল মেয়েটি। সে দিনের সেই 'অবাধ্য' মেয়ের লড়াইকেই এ বার 'রোল মডেল' হিসেবে তুলে ধরতে চায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন! দু'বছর আগের ঘটনা। গোয়ালপোখরের সঙ্গীতা সরকার মাধ্যমিক পাশ করার পর তার বিয়ের ঠিক করেছিলেন বাবা-মা। কিন্ত সে পরিষ্কার জানিয়ে দেয়, সে পড়তে চায়। সেখানেই থামেনি সে। পড়াশোনা করতে চেয়ে স্কুলের সহপাঠীদের সঙ্গে নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে বাড়ির পরিস্থিতির কথা জানায়। প্রধান শিক্ষক-সহ অন্য শিক্ষকরা বাবা-মাকে বুঝিয়ে সঙ্গীতার বিয়ের পরিকল্পনা বাতিল করে। সেই সঙ্গীতাই এ বার গোয়ালপোখর-২ নম্বর ব্লকে উচ্চ মাধ্যমিকে সেরা। ৪৬৭ নম্বর পেয়েছে চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্রী সঙ্গীতা। ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে। ভবিষ্যতে ইচ্ছে শিক্ষিকা হওয়ার। সেই স্বপ্নে এখন প্রধান বাধা সংসারের আর্থিক অনটন। বাবা পঙ্কজ সরকার গ্রামের হাটে ফল বিক্রি করেন। মা একটি স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন। সঙ্গীতার দাদা কলেজেই পড়া বন্ধ করে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। বোন দশম শ্রেণি। পাঁচ জনের সংসারে এত অল্প আয়ে কী ভাবে আগামী দিনে পড়াশোনা

রূপশ্রীর টাকা আদায়ে সুখী ঘরনিও ‘ডিভোর্সি’

Image
কারও শখ স্কুটি, কেউ চায় দামি মোবাইল, কারও ইচ্ছা বেড়ানোর। সেই ইচ্ছাপূরণেই রাতারাতি ভোল পাল্টাচ্ছেন রূপশ্রী প্রকল্পের আবেদনকারীদের একাংশ। সংসার করেও কেউ নিজেকে বলছেন স্বামীবিচ্ছিন্না, কেউ আবার ইঞ্জিনিয়ার বাবাকে বানিয়ে দিচ্ছেন দিনমজুর! দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের আয়োজনের জন্যই চলতি আর্থিক বছর থেকে রূপশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য। সেই প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখতে গিয়েই ঘাটাল মহকুমার প্রশাসনিক কর্তাদের চক্ষু ছানাবড়া। যেমন, ঘাটাল শহরের এক যুবতীর বাবা পদস্থ ইঞ্জিনিয়ার। অথচ তিনি আবেদনে লিখেছেন, ''বাবা দিনমজুর। পারিবারিক আয় দেড় লক্ষ টাকা।'' দাসপুর-১ ব্লকের আর এক বিবাহিত তরুণী আবার দিব্যি সংসার করেও দাবি করছেন, ''সম্প্রতি আমার ডিভোর্স হয়েছে। ফের বিয়ে করতে চাই।'' টাকা পেতে নকল বিয়ের কার্ডও জমা দিচ্ছেন কেউ কেউ। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, "আবেদন যাচাই করতে গিয়েই অনিয়ম সামনে আসছে। গরমিল পেলে আবেদন বাতিল করা হচ্ছে।" টাকা পেতে যাঁরা ভুয়ো তথ্য দিয়েছেন, তাঁদের ডেকে কথাও বলেছেন মহকুমাশাসক। তিনি বলেন, ''কথা বলে জেনেছি, কেউ স্কু

মোদীকে পরপর ৩টি চিঠি, মমতার দাবি ১০ হাজার কোটি

Image
একটা সময় ছিল, যখন মাসুল সমীকরণ নীতি প্রত্যাহারের দাবিতে সরব ছিল বামফ্রন্ট। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলতেন অশোক মিত্র থেকে অসীম দাশগুপ্ত। রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ সরকারের মস্ত রাজনৈতিক হাতিয়ার। এখন সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রকল্প বাবদ রাজ্যের প্রাপ্য ৯৯৫৮ কোটি ৫০ লক্ষ টাকা কেন্দ্র আটকে রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরপর তিনটি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়া হোক পশ্চিমবঙ্গকে। কিছু দিন আগে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দিল্লি এসেছিলেন। তিনি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে দ্রুত ওই টাকা দেওয়ার আর্জি জানান। অমিত বলেন, ''এমনিতেই কেন্দ্রের সার্বিক আর্থিক বঞ্চনার নীতি রয়েছে। রাজস্ব সংগ্রহের কাঠামো পরিবর্তনের দাবিও তুলেছি। কিন্তু এখন যে ৯ হাজার ৯৫৮ কোটির দাবি তোলা হচ্ছে, সেটি হল প্রকল্পভিত্তিক প্রাপ্য টাকা।'' এই না-পাওয়ার তালিকাটি ১৬টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন, রাজ্যের কাজ (পারফরম্যান্স)-এর ভিত্তিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ ৬০৯ কোটি ৬২ লক্ষ টাকা। সর্

চাল নেবে চিন, দেবে জল-তথ্য, মোদী-শি বন্ধুত্বের নয়া বার্তা

Image
হাতে হাত: কিনদাওয়ে এসসিও সম্মেলনের আগে শি চিনফিং এবং নরেন্দ্র মোদী। দেড় মাসের মধ্যে দ্বিতীয় বার। গত বার চিনে এসেছিলেন উহাহানে, প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে ঘরোয়া আলোচনার উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের চিনে এলেন কিনদাওয়ে সাংহাই সহযোগিতা সংগঠন তথা এসসিও-র ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে। সম্মেলনের আগে ফের এক বার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হল দুই শীর্ষনেতার। ডোকলামের স্মৃতি সরিয়ে রেখে ভারত ও চিন যে সামনে এগোচ্ছে, তার স্পষ্ট বার্তা মিলল এই বৈঠকে। ঠিক হয়েছে, বাণিজ্য ঘাটতি কমাতে ভারত থেকে অ-বাসমতী চালও আমদানি করবে চিন। ২০১৯-এ ভারতে গিয়ে ঘরোয়া বৈঠকের জন্য মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন শি।      মোদী আজ দুপুরে এখানে পৌঁছনোর কিছু পরেই শি-র সঙ্গে বৈঠকে বসেন। সই হয় দু'টি সমঝোতা পত্র (মউ)। প্রথমটি নদীর জল সংক্রান্ত তথ্যের আদানপ্রদান নিয়ে। চিনের সাংপো ভারতে ঢুকে নাম পেয়েছে ব্রহ্মপুত্র। গত বছর ব্রহ্মপুত্রের জলে কাদামাটি ও দূষণ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। সাংপোর আশপাশে ঢালাও নির্মাণকাজ না কি ভূমিকম্পের কারণে নদী দূষিত হচ্ছে— সে বিষয়ে তথ্য চাওয়ার দাবি ওঠে। মনে

বছরে ৫০,০০০ কোটির বোঝা! উদ্বেগজনক নয়, দাবি অর্থমন্ত্রীর

Image
রাজস্ব ঘাটতি, আর্থিক ঘাটতি এবং সার্বিক আর্থিক দায় নিয়ে রাজ্য যে লক্ষ্যমাত্রা নিয়েছিল, আর্থিক বছর শেষে তা অধরাই থেকে গিয়েছে। আশঙ্কা ছিলই। ঋণের গেরো এবং খরচের বোঝার জেরে তা সত্যি হতে চলেছে। ঋণ, ঋণের সুদ এবং অন্যান্য দায় মিলিয়ে গত আর্থিক বছরে রাজ্যের ঘাড়ে ৫০ হাজার কোটির বোঝা চাপছে। ২০১৭-১৮ অর্থবর্ষে রাজ্যের আয়-ব্যয়ের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। হিসেব নিরীক্ষণের পরে চূড়ান্ত হিসেব সিএজি রাজ্য বিধানসভায় পেশ করে থাকে। আপাতত প্রাথমিক রিপোর্টে দেখা যাচ্ছে, রাজস্ব ঘাটতি, আর্থিক ঘাটতি এবং সার্বিক আর্থিক দায় নিয়ে রাজ্য যে লক্ষ্যমাত্রা নিয়েছিল, আর্থিক বছর শেষে তা অধরাই থেকে গিয়েছে। যদিও রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের মতে, ''এই বোঝা স্রেফ আয়-ব্যয়ের খাতার হিসেব মাত্র। আসল হল, বাজার থেকে নেওয়া ঋণ। যা নিয়ন্ত্রণেই রয়েছে।'' অর্থমন্ত্রীর দাবি, ''পরিস্থিতি মোটেই উদ্বেগজনক নয়। রাজস্ব ঘাটতি বা আর্থিক ঘাটতি সীমার মধ্যেই বেঁধে রাখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের যাবতীয় আর্থিক সূচকের চেয়ে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে রাজ্য।'' সিএজি-র প্রকাশিত