Posts

Showing posts from November 12, 2018

ইডি হেফাজতে থাকা সুদীপ্তর বয়ানে জড়াতে পারেন ইডিরই প্রাক্তন আধিকারিক

Image
রোজভ্যালি কাণ্ডে ধৃত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। রোজভ্যালি মামলায় ধৃত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে জেরাতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে, এমনটাই আশঙ্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গোয়েন্দাদের। সোমবার তাঁকে জেল হেফাজত থেকে বিশেষ ইডি আদালতে পেশ করা হয়। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র আদালতে জানান, গ্রেফতারের পরে সুদীপ্তর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। সেই নথি থেকে একাধিক নাম উঠে এসেছে, যাঁরা রোজভ্যালির সঙ্গে যুক্ত। সুদীপ্তর মাধ্যমে রোজভ্যালির টাকা পাচারের একটা বড় চক্রের হদিশ পাওয়া যাবে। সেই কারণে তাঁকে ১৮ দিনের জন্য ইডির হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে সওয়াল করেন অভিজিৎবাবু। সুদীপ্ত রায়চৌধুরীর আইনজীবী জামিনের আবেদন জানান। শেষ পর্যন্ত বিচারক সুদীপ্তকে পাঁচ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। ইডি সূত্রে খবর, রোজভ্যালি মামলার তাদের আগের তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সুদীপ্ত। একই ভাবে সিবিআইয়ের কলকাতার এক শীর্ষ আধিকারিকের সঙ্গেও তাঁর খুব ভাল যোগাযোগ ছিল। জেরায় সিবিআই আধিকারিকদের রোজভ্যালি কর্তা বলেছিলেন, সুদীপ্ত তাঁর কাছ থেকে দু'কোটি টাকা নিয়েছ

রোহিতকে টপকে রেকর্ড মিতালির

Image
রোহিত শর্মাকে টপকে গেলেন মিতালি রাজ। রবিবার রাতে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে আনলেন তিনি। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর এই ফরম্যাটে ৮৭ ম্যাচে রোহিতের রান দাঁড়াল ২২০৭। আর রবিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে  পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ-জেতানো ইনিংসের পর ৮৪ ম্যাচে মিতালির রান দাঁড়াল ২২৩২। এখন রোহিতের চেয়ে ২৭ রানে এগিয়ে রয়েছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে মোট রানের বিচারে মিতালি, রোহিতের পর রয়েছেন বিরাট কোহালি। ৭২ ইনিংসে তিনি করেছেন ২১০২ রান। মিতালি আগেই টপকে গিয়েছিলেন কোহালিকে। পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনি পেরিয়ে গেলেন রোহিতকে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রোহিত রান করেননি। ফেরেন ৪ করে।৬৯ করলে তিনি টপকে যেতেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে। হতেন পুরুষদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক। কিন্তু, তা হল না। রোহিত ৬৪ রানে পিছিয়ে থাকলেন গাপটিলের চেয়ে। মহিলাদের টি-টোয়েন্টিতে মিতালি এখন রানের তালিকায় রয়েছেন পাঁচে। তাঁর আগে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি ব

পাউরুটি ও কেকের দাম বাড়তে চলেছে

Image
কলকাতা: পেট্রোল, ডিজেলের দাম চড়চড় করে বাড়ছেই। আর প্রায় নিঃশব্দে দাম বাড়ছে অটো এলপিজিরও। অন্যদিকে দাম বাড়ছে রান্নার গ্যাসেরও ৷ মূল্যবৃদ্ধির জেরে একেই মাথায় হাত মধ্যবিত্তের ৷ তার উপর এবার দাম বাড়তে চলেছে পাউরুটি ও কেকের দাম ৷ পাউন্ড প্রতি ৩ থেকে ৪ টাকা দাম বাড়তে চলেছে পাউরুটির ৷ পাশাপাশি দাম বাড়তে চলেছে কেকেরও ৷ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দাম বাড়ছে বলে জানা গিয়েছে ৷ কাঁচামালের দাম বেড়েছে ৷ তাই এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে ৷ পেট্রোল, ডিজলের দাম বাড়ার ফলে ইতিমধ্যেই দাম বেড়েছে ময়দা ও চিনির ৷ এর জেরে দাম বাড়বে বেকারি পণ্যের ৷ বিভিন্ন বেকারি কারখানার মালিকরা জানিয়েছেন, দাম না বাড়ালে সমস্যায় পড়বে এর সঙ্গে যুক্ত থাকা মানুষরা ৷ পাশাপাশি গুণগত মান ঠিক রাখাও সম্ভব হবে না ৷ ফলে দাম বাড়ানো অনিবার্য হয়ে পড়েছে ৷

উনুনে কেরোসিন তেল ঢালতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবতির

Image
মালদা : পরিবারের অবর্তমানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল যুবতির। ঘটনাটি মানিকচক থানার হাসপাতাল পাড়া এলাকার। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। মৃত যুবতির নাম চন্দনা দাস। বয়স ২৩। স্বামী সমীর দাস ফেরির ব্যবসা করেন। তাঁদের ১০ মাসের এক পুত্রসন্তান রয়েছে। গতকাল সকালে কাজে বেরিয়ে যান চন্দনাদেবীর স্বামী, শ্বশুর ও দেওর। পরে অনুষ্ঠান বাড়ির কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর শাশুড়িও। পরে দুপুর ১২টা নাগাদ উনুনে রান্না করতে গিয়ে গায়ে আগুন ধরে যায় চন্দনাদেবীর। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা আগুন নিভিয়ে তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন শ্বশুরবাড়ির লোকজন। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরে খবর জানতে পেরে চন্দনাদেবীর বাবার বাড়ির লোকজন ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ ভোরে তিনি মারা যান। চন্দনাদেবীর শাশুড়ি আল্পনা দাস জানান, গতকাল তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। সেই সময় রান্না করতে গিয়ে উনুন থেকে গায়ে আগুন লেগে যায় চন্দনাদেবীর। খবর পে

৩৯৯ টাকায় বিমানযাত্রা! এও সম্ভব?

Image
সবথেকে সস্তার বিমানযাত্রা নিয়ে এল এয়ার এশিয়া৷ মাত্র ৩৯৯ টাকায়৷ এর আগেও বিভিন্ন বিমান সংস্থাগুলি দিয়েছে বিমান টিকিটের উপর আকর্ষণীয় ছাড়৷ তবে, এত কম দামে কোন সংস্থাই এর আগে বিমান পরিষেবা দেয়নি৷ ডোমেসটিক এবং ইন্টারন্যাশনাল, উভয় টিকিটের ক্ষেত্রেই থাকছে ছাড়৷ অনেকেই সময় বাঁচাতে ফ্লাইটে যাতাযাত করে থাকেন৷ কিন্তু, অনেক সময়ই সঙ্গ দেয় না আপনার পকেট৷ সেক্ষেত্রে, ট্রাই করতে পারেন এই লো-বাজেটের বিমান পরিষেবাটি৷ সংস্থা জানাচ্ছে, এয়ারএশিয়ার অফারে যাত্রীদের ঘোরার সময়সীমা (ট্রাভেলিং পিরিয়ড) থাকছে ২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত৷ যেখানে থাকবে ১২০ টিরও বেশি ডেস্টিনেশন৷ তাই, নির্দিষ্ট সময়ের (৬ মে, ২০১৯- ৪ ফেব্রুয়ারি, ২০২০) মধ্যে যাত্রা করতে যাত্রীরা বুক করতে পারেন এই অফার টিকিট৷ টিকিট বুক করার শেষ তারিখ থাকছে ১৮ নভেম্বর৷ যেখানে ডোমেসটিক ডেস্টিনেশনের ওয়ান-ওয়ে টিকিটের দাম থাকছে মাত্র ৩৯৯ টাকা৷ অন্যদিকে, ইন্টারন্যাশনাল এয়ার টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৯৯৯ টাকায়৷ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ( airasia.com ) কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন য

ঘাড় গুঁজে মোবাইলে সারা ক্ষণ? কী বিপদ ডেকে আনছেন জানেন?

Image
সারা ক্ষণ মোবাইলে খুটখাট ডেকে আনছে ভয়াল অসুখ টেক্সট নেক। পা রাস্তায়, হাঁটার বেগ সামান্য কম, ঘাড় নিচু আর চোখ মোবাইল ফোনে। প্রতি দিন রাস্তায় বেরোলে এমন চলার ভঙ্গিমা আমরা প্রায়ই দেখি। শুধু পথেঘাটেই নয়, বাসে-ট্রেনে-ঘরোয়া আড্ডায়-অফিসে সর্বত্রই ঘাড় গুঁজে মোবাইলের কি-প্যাডে টাইপ নয়তো নেট সার্ফ। এটাই এখন জীবনচর্চায় পরিণত হয়েছে। আর তার হাত ধরেই নতুন অসুখ হানা দিচ্ছে ঘরে ঘরে, চিকিৎসাবিজ্ঞান যার নাম দিয়েছে 'টেক্সট নেক'। কেমন অসুখ এটি? তা জানার আগে বরং চোখ রাখা যাক ছোট্ট একটা তথ্যে। ঘাড় গুঁজে টেক্সট বা নেট সার্ফ করে যাওয়ার অভ্যাস কতটা বিষ ছড়িয়েছে মানবশরীরে তা নিয়ে মহারাষ্ট্রের 'সাঞ্চেতি ইনস্টিটিউট কলেজ অব ফিজিওথেরাপি' একটি সমীক্ষা চালায়। তার রিপোর্ট হাতে আসতেই শঙ্কার মেঘ দেখছেন চিকিৎসকরা। ১৮ বছরের ঊর্ধ্বে নানা বয়সের তিন শতাধিক মানুষের উপর সমীক্ষা চলে। সমীক্ষায় প্রকাশ, এদের মধ্যে ৮ শতাংশই এই অসুখের শিকার। ৩৫ শতাংশ এই অসুখের কথা জেনেও সচেতন নয়। আর ২১ শতাংশ একেবারে অসুখের দোরগোড়ায় এসে হাজির হয়েছেন। এই অসুখে মেরুদণ্ড চিরতরে বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, শুধু তাই-ই নয়, ঘাড়-গলার হাড

‌তিন বছর কাজ করলেই পাবেন গ্র্যাচুইটি, সম্মতি কেন্দ্রের

Image
গ্র্যাচুইটি পাওয়ার জন্য আর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না। তিন বছর একটি দপ্তরে কাজ করলেই পাওয়া যাবে গ্র্যাচুইটি। এমনই সুখবর শুনিয়েছে সরকার। সম্প্রতি গ্র্যাচুইটি পাওয়ার সময়সীমা নিয়ে একটি সংশোধনী পেশ করা হয়েছিল কেন্দ্রের কাছে। তাতে অনুমোদন দিয়েছে সরকার। সব ঠিক থাকলে ২০১৮–র ডিসেম্বর থেকেই কার্যকর হয়ে যাবে নয়া বিধি। অর্থাৎ এই বছরে যে সব সরকারি কর্মীদের কাজের মেয়াদ তিন বছর হচ্ছে, তাঁরাও গ্র্যাচুইটি দাবি করতে পারবেন। ১৯৭২ সালের তৈরি হওয়া গ্র্যাচুইটি আইন অনুযায়ী যে কোনও সরকারি দপ্তরে পাঁচ বছর কাজ করলেই গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হতেন কর্মীরা। সেই আইন সংশোধন করে পাঁচ বছরের মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়েছে। সূত্রের খবর, শ্রমমন্ত্রক নাকি এই নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। সেই প্রস্তাব শ্রম মন্ত্রকের পক্ষ থেকেই কেন্দ্রীয় বোর্ড অব ট্রাস্টির কাছে পেশ করা হয়। সেই প্রস্তাবের পাঁচ বছরের মেয়াদ তিন বছর কমিয়ে আনার পাশাপাশি স্থায়ী চুক্তিতে আনা কর্মীদেরও গ্র্যাচুইটি দেওয়ার দাবি জানানো হয়েছিল। এখনও পর্যন্ত কোনও সংস্থাতেই অস্থায়ী কর্মীরা গ্র্যাচুইটি পান না। তবে অনেকরই জানা নেই, আইন অনুযায়ী অস্থায়ী হলেও কোনও কর্মী যদি

সরকারি কর্মচারীদের জন্য সুখবর ! ছটপুজোয় ২ দিনের ছুটি ঘোষণা

Image
কলকাতা: পুজোর ছুটির রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে ফের সুখবর সরকারি কর্মচারীদের জন্য ৷ ছটপুজোয় ২ দিনের ছুটি ঘোষাণা করল রাজ্য সরকার ৷ আগামীকাল সব রাজ্য সরকারি কর্মীদের ছুটি ৷ পরশু ছটপুজো পালনকারীদের ছুটি ৷ বাম আমলে ছটে ছুটি ছিল না ৷ বর্তমান সরকার ছটে ছুটি চালু করে ৷ গত বছরও ছটপুজোয় ছুটি দেওয়া হয়েছিল ৷ এবছর ছটে সেকশনাল হলিডে চালু ৷ সোমবার বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

এই গুগল অ্যাপ ইনস্টল করে জিতে নিন ৯,০০০ টাকা

Image
সম্প্রতি ভারতে অ্যাপ ইনস্টল করলে ক্যাশ রিওয়ার্ড দেওয়া শুরু করেছে গুগল। ভারত থেকে Google Duo অ্যাপ ইনস্টল করে বন্ধুদের সেই অ্যাপ ব্যবহারে আমন্ত্রণ পাঠালে ৯,০০০ টাকার পুরস্কার দেবে গুগল। শুরুতে ফিলিপিন্সে এই প্রোগ্রাম শুরু হলেও এখন ভারতে Google Duo অ্যাপ ইনস্টল করলে ক্যাশ রিওয়ার্ড পাওয়তা যাবে। তবে এর জন্য রয়েছে কিছু শর্ত। আসুন দেখে নেওয়া যাক। কীভাবে পাবেন ৯,০০০ টাকা স্টেপ ১। স্মার্টফোনে Google Duo অ্যাপ ইন্সটল করুন। স্টেপ ২। প্রথম কল করুন। স্টেপ ৩। আপনার অ্যাকাউন্টে ক্যাশ রিওয়ার্ড পাঠিয়ে দেবে গুগল। স্টেপ ৪। ক্যাশ রিওয়ার্ডের সাথে গুগল ডাটা রিওয়ার্ড দেবে। স্টেপ ৫। বন্ধুদের এই অ্যাপ ব্যবহারে আমন্ত্রণ জানাতে পারেন। বন্ধু প্রথম কল করলে আপনি ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন। কিছু রিপোর্টে জানানো হয়েছে, আপনি ও আপনার বন্ধু দুজনেই ১,০০০ টাকা স্ক্র্যাচ কার্ড পাবেন। শর্তাবলী ১। শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরা এই সুবিধা পাবেন। iOS গ্রাহকরা অ্যানড্রয়েড গ্রাহকদের আমন্ত্রণ পাঠালে শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা ১০০০ টাকা পাবেন। ২। আগে একই নম্বর Google Duo তে রেজিস্টার থেকলে সেই নম্বরে এই অফার প্রযোজ্য হবে না।

নতুন সিমকার্ড নেবেন? জেনে নিন নতুন নিয়ম

Image
নতুন সিমকার্ড নেওয়ার নিয়ম পরিবর্তন করল টেলিকম দপ্তর। সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায়ে জানিয়েছে সিম কার্ড নেওয়ার জন্য আধার বাধ্যতামূলক নয়। এর পরেই নতুন KYC তৈরী করেছে টেলিকম অপারেটারগুলি। এই সপ্তাহের শুরুতে সিম কার্ড নেওয়ার নতুন নিয়ম বিস্তারে জানিয়েছে ভারতের টেলিকম দপ্তর। ১। পরিচয় ও ঠিকানার প্রক্মান নিয়ে দোকানে যান নতুন সিম কার্ড নিয়ে স্বশরীরে সার্ভিস প্রোভাইডারের দোকানে হাজির হতে হবে। সাথে থাকতে হবে পরিচয় ও ঠিকানার প্রমাণ। ২। লাইভ ছবি দোকানে গ্রাহকের একটি ছবি তোলা হবে। ৩। ওয়াটার মার্ক দোকানে তোলা গ্রাহকের ছবির উপরে থাকবে বিশেষ ওয়াটার মার্ক। সেখানে ফর্ম নম্বর উল্লেখ থাকবে। ৪। সব নথিপত্রে ওয়াটার মার্ক ছবি সাথেই সিম কার্ড কেনার সময় ব্যবহৃত সব প্রামাণ্য নথিতে বসবে ওয়াটার মার্ক। ৫। QR কোড স্ক্যান যে সব নথিতে QR কোড রয়েছে সেখানে কোড স্ক্যান করে নেওয়া যাবে। সেক্ষেত্রে আলাদা ফর্ম পূরণের প্রয়োজন হবে না। ৬। নথির প্রাপ্তি স্বীকার এই নথি পাওয়ার পর গ্রাহকের অন্য নম্বর বা পরিবারের কারও নম্বরে একটি OTP পৌঁছাবে। এটিকে নথির প্রাপ্তি স্বীকার হিজাবে রেখে দিতে পারেন গ্রাহক। ৭। নথি যাচাইয়ের পরে সিম চালু জমা

Redmi স্মার্টফোন সহ এই প্রোডাক্টগুলির দাম বাড়াল Xiaomi

Image
সবে শেষ হয়েছে দীপাবলীর সেল। একই সাথে ডলারের তুলনায় টাকার দাম কমেছে অনেকটাই। এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের স্মার্টফোন বাজারে। ইতিমধ্যেই স্মার্টফোনের দাম এক হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে Realme। এবার একাধিক Redmi ফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Xiaomi। দাম বেড়েছে Redmi 6 আর Redmi 6A ফোনের। সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6 আর Redmi 6A। লঞ্চের সময় প্রথম দুই মাস এই ফোনের দাম জানিয়েছিল  Xiaomi। কোম্পানি জানিয়েছিল দুই মাস পরে ডলারের তুলনায় টাকার দাম অনুযায়ী ফোনের দাম পরিবর্তন হবে। সেই কথা মতোই ফোনের দাম বাড়ালো চিনের কোম্পানিটি। লঞ্চের সময় 16GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ছিল ৫,৯৯৯ টাকা। ৬০০ টাকা দাম বেড়ে এখন Redmi 6A কিনতে খরচ হবে ৬,৫৯৯ টাকা। 32GB স্টোরেজে Redmi 6A ফোনের দাম ৬,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭,৪৯৯ টাকা। তবে Redmi 6 ফোনের একটি ভেরিয়েন্টের দাম বেড়েছে। ৫০০ টাকা দাম বেড়ে 32GB স্টোরেজে Redmi 6 ফোনের দাম বেড়ে হয়েছে ৮,৪৯৯ টাকা। তবে টপ ভেরিয়েন্টে 64GB মডেলের দাম ৯,৪৯৯ টাকা থেকে বাড়েনি। স্মার্টফোন ছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া দুটি Mi LED TV  -র দাম বেড়েছে। Mi LED TV 4C Pro 32 আর Mi

এবার অযোধ্যায় মদ ও মাংস বিক্রি বন্ধ করার পথে যোগী

Image
লখনউ: ভগবান রামের জন্মভূমি অযোধ্যা নাম রাখা হয়েছে ফৈজাবাদ জেলার৷ সেই পুরষোত্তম রামের জেলায় মাংস ও মদ বিক্রি এখন মানানসই নয়৷ তাই গোটা রাজ্যে এই দুটি খাদ্য ও পানীয়ের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার কথা চিন্তা করতে শুরু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ প্রশাসন মারফত এমনটাই খবর৷   স্থানীয় হিন্দু সন্ন্যাসীরা সরকারের কাছে এই দাবি জানিয়েছে৷ আচার্য সত্যেন্দ্র দাসের মতে, অযোধ্যা শতাব্দীপ্রাচীন পবিত্র শহর৷ এমন এক জায়গায় মদ ও মাংস বিক্রি করা উচিত নয়৷ মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ হলে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন হবে৷ তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে৷ শহরের পবিত্রতা বজায় থাকবে৷ গোটা রাজ্যেই নিষেধাজ্ঞা জারি করা উচিত৷ সত্যেন্দ্র দাসের মতো আরও অনেক সন্ন্যাসী এই দাবিকে সমর্থন করেছে৷ আরও এককদম এগিয়ে হনুমান মন্দিরের পুরোহিত ধর্মদাস গোটা দেশেই মদ ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানান৷ সন্ন্যাসীদের দাবি সম্পর্কে ওয়াকিবহাল প্রশাসনও৷ যোগী আদিত্যনাথ সরকারের তরফে শ্রীকান্ত শর্মা সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় হিন্দু সন্ন্যাসীদের বেশ কিছু দাবি আছে৷ সরকার সেই সব দাবিগুলি খতি

মে দিবসে ছুটির দরকার নেই সরকারি কর্মীদের: মুখ্যমন্ত্রী

Image
আগরতলা: সরকারি কর্মী ও অফিসাররা শ্রমিক শ্রেণীর মধ্যে পড়েন না৷ তাই মে দিবসে তাদের ছুটির কোনও প্রয়োজনীয়তা নেই৷ এমনটাই মনে করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ আর সেই ভাবনা থেকে আগামী বছর সরকারি ছুটির তালিকা থেকে মে দিবসকে বাদ রাখা হয়েছে৷ সরকারি অফিসারদের একটি অনুষ্ঠানে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ''আপনারা কি শ্রমিক? না৷ আমি কি শ্রমিক? না, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তাহলে ওই দিন কীসের ছুটি দরকার? ওই দিন কীসের শোক পালন করবেন?'' হল ভরতি গেজেটেড ব়্যাংকের অফিসারদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন বিপ্লব দেব৷ এখানেই থেমে থাকেননি তিনি৷ বলেন, ''সরকারি কর্মী ও অফিসারদের মে দিবসে ছুটির কোনও প্রয়োজন নেই৷ আমি দেখেছি খুব কম রাজ্যেই ওই দিন ছুটি দেওয়া হয়৷ কিন্তু আগের বাম সরকারের আমলে ওই দিন গোটা রাজ্যই ছুটির আমেজে কাটাত৷'' তাই বলে কী মে দিবসে ছুটি মিলবে না? মুখ্যমন্ত্রীর চটজলদি উত্তর, ওই ছুটি শ্রমিকদের প্রাপ্য৷ যারা কলকারখানায় কাজ করেন তাদের এটা প্রাপ্য ছুটি৷ কারণ তারা শ্রমিক৷ কিন্তু সচিবালয়ে যারা কাজ করেন তারা তো শ্রমিক নন৷ রাজ্য সরকার ওই দিন শিল্পক্ষেত্রের সঙ্গ

১১ দিনেই স্ট্যাচু অফ ইউনিটিতে লক্ষ্মী লাভ! নতুন উদ্যোমে ঝাঁপাচ্ছে মোদী রাজ্যের পর্যটন বিভাগ

Image
জনসাধারণের উদ্দেশে স্ট্যাচু অফ ইউনিটি খুলে দেওয়ার পর থেকে ১১ দিনে প্রায় ১.২৮ লক্ষ পর্যটক তা দেখতে গিয়েছেন। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। রাজ্যের পর্যটন বিভাগকে লক্ষ্মী লাভের দরজাও খুলে দিয়েছে এই স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার প্যাটেলের জন্মদিনে, ৩১ অক্টোবর, ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহ শেষে পর্যটকদের ভিড় ১০ ও ১১ নভেন্বর শনিবার ও রবিবার সপ্তাহের শেষ দুই দিনে প্রায় ৫০ হাজার পর্যটক গিয়েছিলেন বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শনে। এর মধ্যে ২৪ হাজার পর্যটক গিয়েছিলেন রবিবার। আর শনিবার গিয়েছিলেন, ২৭ হাজারের বেশি পর্যটক। ১১ দিনে পর্যটকের সংখ্যা ১.২৮ লক্ষ সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেডের সুপারইনটেন্ডিং ইঞ্জিনিয়ার আরজি কানুনগো জানিয়েছেন, ১ নভেম্বর থেকে রবিবার ১১ নভেম্বর, এই ১১ দিনে ১.২৮ লক্ষ পর্যটক সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ৩১ অক্টোবর ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে কেভাডিয়ার সর্দার সরোবর বাঁধের কাছে এই মূর্তির উদ্বোধন করেন। যুক্ত হয়েছে বেশ কিছ

আলু ভাজা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বিয়ের ২০ দিন মৃত্যু পাত্রীর!

Image
বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে, আত্মীয়দের নিমন্ত্রণ পর্বও প্রায় সারা। বাড়িতে প্যান্ডেলের বাঁশ পড়ে গিয়েছে। উত্সবের মেজাজ। বেনারসি, সাজার জিনিস-বিয়ের সব কেনাকাটা শেষ। আর মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বাড়িতে উত্সবের মেজাজ। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! কিন্তু এক রাতেই  তাল কাটল।  আনন্দ বদলে বিষাদে।  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঝলসে মৃত্যু হল পাত্রীর। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাইরুপুরেই ছোট্ট গ্রাম সাটুইের বাসিন্দারা। বছর আঠেরোর তনুশ্রী নন্দীর বিয়ে ছিল দিন কুড়ি পরেই। স্কুলে পড়তেই পাড়ারই ছেলে পেশায় চপ ব্যবসায়ী রতন পালের সঙ্গে প্রেম ছিল তার। ২ ডিসেম্বর ছিল সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন চার হাত এক হত তাদের।  রবিবার সকালে  তনুশ্রীর  ঝলসে  যাওয়া শরীরটা রতন ছুঁলো বটে, তবে তা শববাহী গাড়িতে তোলার জন্য। রবিবার সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন তনুশ্রীর বাবা তামাল। তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার গাড়ি চালান।দ্বিতল বাড়ির দোতলাতেই বাবা-মায়ের সঙ্গে থাকত তনুশ্রী। বাড়ি পাকা, কিন্তু দোতলার রান্নাঘরটি ছিল টালির চালের। এদিন সকালে তামাল বেরিয়ে যাওয়ার পর তনুশ্রী মা ও ঠাকুমা নদীতে স্নান করতে যান। নিচের

পাকিস্তান গ্রেপ্তার করল ১২ ভারতীয় মৎস্যজীবীকে

Image
জলসীমা অতিক্রম করার অভিযোগে ১২ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল পাকিস্তান। সিন্ধু অঞ্চলের উপকূলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের দুটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের অভিযোগ, ভারতীয় মৎস্যজীবীরা পাকিস্তানের জলসীমা পেরিয়ে মাছ ধরছিল। ধৃত মৎস্যজীবীদের স্থানীয় পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে। জলসীমা অতিক্রম করার অভিযোগে ভারত–পাকিস্তান দুই দেশই মাঝেমধ্যে মৎস্যজীবীদের গ্রেপ্তার করে। কারণ দু'‌দেশের মধ্যে সামুদ্রিক সীমানা সঠিকভাবে নির্ধারণ করা নেই। প্রযুক্তির অভাবে মাছ ধরার নৌকাগুলি অন্য দেশের জলসীমা অতিক্রম করে ফেলে। গত ২৪ অক্টোবর ১৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান। ৩টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছিল।

পুরুষের ওপর যৌন নির্যাতন ধর্ষণ কিনা, শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট

Image
‌কোনও ছেলেকে যৌন নির্যাতন করা হলে সেটাকে কি ধর্ষণ বলা যাবে? এই মর্মেই একটি স্বেচ্ছাসেবি সংগঠন পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে৷ সোমবার আবেদনটি নিয়ে আলোচনা তো দূরঅস্ত পত্রপাঠ তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত৷ ধর্ষণকে জেন্ডার নিউট্রাল অপরাধ হিসেবে চিহ্নিত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট৷ আদালত সূত্রে খবর, দাখিল করা পিটিশনে দাবি করা হয়েছিল, একটি মেয়েকে যেমন ধর্ষণ করা অপরাধ৷ তেমনই একজন পুরুষ বা ছেলেকেও যৌন নির্যাতন ধর্ষণ৷ আর তা অপরাধ হিসেবে গণ্য করা হোক৷ সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর সময় এই মুহূর্তে আসেনি৷ এরপরই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষান কাউলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই পিটিশন খারিজ করে দেয়৷ একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, এই বিষয়টি সংসদের বিচারাধীন বিষয়৷ কোনও একটি কাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং তার শাস্তির জন্য আইন প্রণয়ন সংসদীয় বিষয়৷ এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কিছু করার নেই৷

গ্রাহক সুবিধার্থে পদক্ষেপ, বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে রান্নার গ্যাস

Image
গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে যখন দেশ তোলপাড়, তখন গ্রাহক সুবিধার্থে নয়া ব্যবস্থা আনতে চলেছে সরবরাহকারী সংস্থা। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রাহকের ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে হবে অথবা পার্শ্ববর্তী ডিস্ট্রিবিউটর থেকে গ্যাস সরবরাহ করা হবে গ্রাহকের ঘরে। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম পৌঁছে গিয়েছে হাজারের কোঠায়। নিয়ম করে প্রতি মাসেই দাম বাড়ছে। নাজেহাল সাধারণ মানুষের। লোকসভা ভোটের মুখে রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছে বিরোধীরা। এই অবস্থায় গ্রাহক সুবিধার দিকে নজর দিয়ে নতুন ব্যবস্থা কার্যকর করতে চলেছে সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল, এইচপি, ভারত গ্যাস। এমনটাই খবর বিশ্বস্ত সূত্রে। কী সেই ব্যবস্থা?  বুকিং করে সাতদিন পেরিয়ে গেলেও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না, ডেলিভারি ম্যান আসছেন না, ডিস্ট্রিবিউটর সহযোগিতা করছে না। অভিযোগ বিস্তর।  হামেশাই শোনা যায়, বুকিং করেও দীর্ঘদিন গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। আবার বকশিশ না পেলে ডেলিভারি ম্যান ঠিকমতো গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন না বলেও অভিযোগ। দেখা গিয়েছে, কোনও গ্রাহক বকশিশ না দিলে ডেলিভারির স্লিপ

এখন মা খুব ভালবাসে, আত্মহত্যা করতে চাওয়া মেয়ের কথা শুনে জলে ভরে গেল মায়ের দু’চোখ

Image
মা এখন তাকে খুব ভালবাসে, মারে না। বকুনি দেয় না, খেতেও দেয়। কেমন আছে সে? এ কথা জানতে চাওয়ায় মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক নাগা়ড়ে সবটা বলে চলে একরত্তির মেয়েটি। তার পরে হাসিহাসি মুখে পরনের জামা দেখিয়ে বলে, ''মামাবাড়ি যাচ্ছি। জয়নগরে। এই জামাটা মা দিয়েছে। পুজোয়!'' পাশে দাঁড়ানো মায়ের চোখে তখন জল। আবেগ সামলে বলেন, ''নিজের মেয়েকে কেউ মরে যেতে দিতে পারে? আমরাও ওকে ভালবাসতাম। কোথা থেকে যে কী হয়ে গেল, বুঝতে পারছি না।'' গত অগস্ট মাসে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের একটি স্কুলে শোরগোল পড়ে গিয়েছিল চতুর্থ শ্রেণির এই ছাত্রীকে নিয়েই। অনেক রকমের ওষুধ ভর্তি একটি শিশি ব্যাগে ভরে সে নিয়ে গিয়েছিল স্কুলে। সহপাঠীদের সেটি দেখিয়ে বলেছিল, ওই ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চায় সে। কোনও ভাবে কথাটা ক্লাসে উপস্থিত শিক্ষিকার কানে পৌঁছয়। তাঁর মাধ্যমে জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি কথা বলার চেষ্টা করলে শিশুটি প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ করে, মা আর সৎবাবা তার উপরে নানা ভাবে নির্যাতন চালান। ঠিক সময়ে তাকে খেতে দেওয়া হয় না। বাড়ির কাজ করানো হয়। সেই কাজে একটু ভুল হলেই বেধড়ক মার

রাশিয়া-চিন থেকে ভারতে হামলা হয়েছে ৪,৩৬,০৯০ বার

Image
নয়াদিল্লি: ভয়ঙ্করভাবে সাইবার হামলার শিকার ভারত। একবার-দু'বার নয়, প্রায় সাড়ে চার লক্ষ বার অ্যাটাক হয়েছে ভারতের উপর। এর মধ্যে মাত্র ৭৩,০০০ অটা্যাক হয়েছে ভারতের মধ্যেই। আর বাকিগুলো ভিনদেশ থেকে। সেইসব দেশের তালিকায় রয়েছে রাশিয়া, চিন, আমেরিকা, নেদারল্যান্ড আর জার্মানি। সম্প্রতি এরকমই একটি রিপোর্ট দিয়েছে ফিনল্যান্ডের সাইবার সিকিউরিটি সংস্থা F-Secure. তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বাইরের ওই দেশগুলি থেকে ৪ লক্ষ ৩৬ হাজার ৯০ বার অ্যাটাক হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসেব নেওয়া হয়েছে।   হিসেব বলছে ভারতে সবথেকে বেশি সাইবার অ্যাটাক করেছে ভারতের 'বন্ধু দেশ' রাশিয়া, সংখ্যাটা ২,৫৫,৫৮৯। এরপরেই রয়েছে আমেরিকা, ১,০৩,৪৫৮ বার। চিন হামলা করেছে ৪২,৫৪৪ বার, নেদারল্যান্ডের হামলার সংখ্যা ১৯,১৬৯ আর জার্মানি ১৫,৩৩০ বার। এর বাইরেও রয়েছে অস্ট্রিয়া, ব্রিটেনম জাপান, ইউক্রেন। তারা সব মিলিয়ে ৩৬,৫৬৩ বার হামলা চালিয়েছে। ক্রমশ ডিজিটাল হয়ে ওঠা এই দেশ যে ক্রমশ হ্যাকারদের টার্গেট হয়ে উঠছে, সেটা স্পষ্ট। ফিনল্যান্ডের ওই সংস্থা বিভিন্ন দেশ থেকে ট্র্যাক করে। কীভাবে হ্যাকিং হচ্ছে, কারা টার্গেটে সবা

জীবন হাতে নিয়েই মাওবাদী অধ্যুষিত অঞ্চলে ভোট করাবেন ভোটকর্মীরা

Image
রাইপুর: ছত্তিসগড়ের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ আজ সোমবার৷ রবিবারই বুথে পৌঁছে গেছেন ভোট কর্মীরা৷ তবে কাজটা মোটেই সহজ হয়নি৷ কারন বুথ অবধি পৌঁছতে গেলে কর্মীদের খালি পায়েই নদী জঙ্গল পেরোতে হয়েছে৷ পাশাপাশি রয়েছে ভোট হতে না দিতে চাওয়া মাওবাদীদের হুমকি৷ এসবের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে ভোট গ্রহনের কাজ করবেন সরকারি শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী , পঞ্চায়েত কর্মীরা৷ সম্প্রতি বস্তারে মাওবাদী হামলা হয়েছে৷ এরকম অবস্থায় বিপত্তি এড়াতে ভোটকর্মীদের হেলিকপ্টারে করে নির্দিষ্ট বুথে পৌঁছে দেওয়া হয়৷ তবে তাতেও যে শঙ্কা কমে যাবে এমনটা কিন্তু নয়, !! কারণ ভোটের আগে বিভিন্ন আধিবাসীদের বাড়িতে এসে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।   সুকমা এবং বিজাপুরে প্রায় ৪৩৭টি বুথ রয়েছে। যার মধ্যে ৮০টি বুথে ভোটকর্মীদের হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন৷ এছাডা়ও ৭৬টি বুথ কেন্দ্রকে সরিয়ে নিয়ে আসা হয়েছে৷ কিন্তু এরপর ৪০টি মাওবাদী অধুষ্যিত জায়গাতে ভোট করাতে যাওয়ার অর্থ এক প্রকার মৃত্যু৷ কয়েকদিন আগেই এসব জায়গাতে স্কুলে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার চিটিয়েছে মাওবাদী

শিশুনির্যাতনের প্রতিবাদে পথে নামল ৫২৫ শিশু

Image
হাওড়া: মুম্বইয়ে পরিচারিকার হাতে ছোট্ট শিশুর মার খাওয়ার কথা মনে পড়ে? অথবা দক্ষিণ ২৪ পরগনার আব্দুল করিমপুরের সেই ঘটনা। যেখানে অঙ্ক না পারায় প্রথম শ্রেণীর শিশুকে বেধড়ক মারধর করে গৃহশিক্ষক। ওডিশার চার বছরের শিশুটি খেতে চেয়েছিল। 'শাস্তি'স্বরূপ কপালে জুটেছিল গরম লোহার রডের মার। দেশের বিভিন্ন প্রান্তে এমন হাজারও শিশু নির্যাতনের ঘটনা প্রতিদিন ঘটছে। ঠিক এরই প্রতিবাদে পথে নামল ৫২৫ জন শিশু। নেপথ্যে শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তী। ওরা কোমল, ওরা বোঝেনা ভুল ঠিকের পার্থক্য। যেমন গড়বে তেমন তৈরি হবে ওরা। ঠিক মাটির পাত্রের মতো। তবুও শিশুদের উপর নির্যাতনের ঘটনা কমছে না। শিশু দিবসের আগে এর বিরুদ্ধেই বিশাল এক শোভাযাত্রার আয়োজন করলেন ডাঃ সুজয় চক্রবর্তী এবং 'হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশন'। সকাল ১০টায় হাওড়া বিজয়ানন্দ পার্ক থেকে ইছাপুর নতুন রাস্তার মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার হাঁটল শিশুরা। উপস্থিত থাকলেন তাদের অভিভাবকরা। তিন থেকে ১২ বছরের ৫২৫ জন শিশু হাতে রইল শিশু নির্যাতনের বিরুদ্ধে লেখা নানাধরনের পোস্টার। কোথাও লেখা 'মা তুমি মারো কেন? বুদ্ধি করে শাসন কর'। আবার কোনও পোস্টারে লেখা ,

এক নজরে বিশ্বের সেরা পাঁচটি স্মার্টফোন ব্র্যান্ড

Image
২০১৮ সালের তৃতীয় ত্রৈমাসিকে মোট স্মার্টফোন বিক্রির পরিমানের ভিত্তিতে সেরা পাঁচটি স্মার্টফোন ব্রান্ডের নাম ঘোষণা করল IDC। এই রিপোর্টে জানানো হয়েছে এই তিন মাসে মোট 35.52 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা গত বছরে তৃতীয় ত্রৈমাসিকের ছেকে ৬ শতাংশ কম। তবে ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মতোই তৃতীয় ত্রৈমাসিকেও কোম্পানিগুলি নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। মোট স্মার্টফোন বিক্রি পরিমানের ভিত্তিতে এই স্মার্টফোনগুলি সবার উপরে রয়েছে। ১। স্যামসাং স্যামসাং এর স্মার্টফোন বিক্রি ১৩.৪ শতাংশ হ্রাস পেলেও বিশ্ব বাজারে মোট স্মার্টফোন বিক্রির নিরিখে এক নম্বর স্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই তিন মাসে মোট ৭.২২ কোটি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। এর মধ্যে বেশিরভার Galaxy Note 9 আর Galaxy A সিরিজের স্মার্টফোন। ২। হুয়েই শারা বিশ্বে মোট বিক্রি হওয়া ফোনের ভিত্তিতে স্যামসাং এর পরেই দুই নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হুয়েই। ২০১৮ সালের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ৫.২ কোটি স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। যা আগের তিন মাসের ১৫.৯ শতাংশ বেশি। ৩। অ্যাপেল মোট স্মার্টফোন বিক্রির নিরিখে এই মুহু

টি-২০ বিশ্বকাপে প্রত্যাশামতোই পাক বধ ভারতীয় প্রমীলাবাহিনীর

Image
প্রত্যাশামতোই টিটোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতের প্রমীলা বাহিনী। ৭ উইকেটে সহজ জয় পেলেন হরপ্রীত কৌররা।  ভারতের সামনে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে বেঁধে রাখতে পারেননি পাকিস্তানি মহিলারা। ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ভারতের প্রমীলারা। ভারতের জয়ে অন্যতম ভূমিকা রাখেন মিতালি রাজ। ৪৭ বলে ৫৬ রান তোলেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরপর দুটি ম্যাচ জিতে গ্রুপ বি-তে শীর্ষে হরমনপ্রীত কৌরের দল। ম্যাচের সেরা হয়েছেন মিতালি রাজ।  এদিন শুরুতেই পাক ব্যাটিংয়ে ধস নামান ভারতীয় বোলাররা। ৩০ রানে ৩ উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টানেন বিসমা মাহরুফ ও নিদা দার। দুজনেই অর্ধ শতরান করেন। বিসমা ৫৩ ও নিদা করেন ৫২ রান। চতুর্থ উইকেটে দুই পাক ব্যাটসম্যানের ৯৩ রানে যুগলবন্দিতে ১৩৪ রানে পৌঁছে যায় পাকিস্তান। তবে এটাও ঠিক, তিনটি সহজ ক্যাচ ফস্কে দিয়েছেন ভারতের প্রমীলারা। শুরুতেই পাক উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা জাফরের উইকেট তুলে ধাক্কা দেন অরুন্ধতী রেড্ডি। পাকিস্তান খাতা খোলার আগেই পাক অধিনায়ক জাভেরিয়া খানের সহজ ক্যাচ ফস্

মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের দিকে ছুটে এলেন ‘নগ্ন’ মহিলা, বক্ষে লেখা ‘ভুয়ো শান্তির দূত’

Image
প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের দিকে ছুটে এলেন অর্ধনগ্ন এক মহিলা। বক্ষে লেখা 'ভুয়ো শান্তির দূত'। ট্রাম্পের বিরুদ্ধে এমন প্রতিবাদে হতভম্ব নিরাপত্তা রক্ষীরা। যদিও ওই মহিলা বেশি দূর এগোতে পারেননি। কনভয়ের সামনে আসার আগেই তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের সম্মান জানাতে এসে এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন ডোনাল্ড ট্রাম্প। এ দিন প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন হয় প্যারিসের চ্যাম্পস এলিসেসে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দেশের ৭০ জন প্রতিনিধিও। কিন্তু ট্রাম্পের উদ্দেশে সেখানে বিক্ষোভ দেখান কিছু পরিবর্তনপন্থী সংগঠনের মহিলারা। যৌন বিতর্ক, বর্ণ বিদ্বেষ, সমকামিতা ইস্যু নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন তাঁরা। তবে, নগ্ন হয়ে এ ভাবে ট্রাম্পের গাড়ির সমানে চলে আসবে ঘুণাক্ষরে ভাবতে পারেননি নিরাপত্তা রক্ষীরা। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেনেট দখল করতে পারলেও হাত ছাড়া হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। অর্থাত্, এ

আগাছা সাফ করে ‘চাষযোগ্য’ জমি চাষীদের ফিরিয়ে দিতে সিঙ্গুরে আসরে নামছে সরকার

Image
প্রায় দু'বছর বাদে, দ্বিতীয় দফায় সিঙ্গুরের সেই জমিকে ফের 'চাষযোগ্য' করতে নামছে রাজ্য সরকার। বর্ষা বিদায় নিয়েছে। তাই সব কিছু ঠিক থাকলে আজ, সোমবার বা পরের দু'এক দিনের মধ্যে ফের ওই জমি (টাটাদের গাড়ি কারখানার জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল) সাফ করে, চাষিদের জন্য চিহ্নিত করে দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন হুগলি জেলা প্রশাসনের এক কর্তা। যাতে চাষিরা ফের চাষ করতে পারেন। প্রশাসনিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। তবে, কয়েকজনের ক্ষোভও রয়েছে। তাঁরা মনে করছেন, প্রশাসনের দেরিতে ঘুম ভাঙল। রাজ্যের কৃষি দফতরের এক কর্তা বলেন, ''প্রাথমিক ভাবে সিঙ্গুরের ওই জমি চাষিদের জন্য চিহ্নিতকরণের কাজ হয়েছিল। এখনও কিছু কাজ বকেয়া আছে। চাষিদের আবেদনের ভিত্তিতেই সেই বকেয়া কাজ এখন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' সরকারি এই সিদ্ধান্তের মধ্যে রাজনীতিই দেখছেন বিরোধীরা। তাঁদের মতে, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল নিজেদের পালে সিঙ্গুরের হাওয়া ধরে রাখতে চাইছে। জেলা সিপিএম সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ''ওই জমিতে শিল্পও হল না, কৃষিও হল না। ওই জমিতে আর কোনও দিনই চাষ হবে ন

বিয়ের একটা ভুলেই সব শেষ হয়ে গেল, নাবালিকা মেয়ের মৃত্যুর পর আক্ষেপ বাবার

Image
পুলিশ প্রশাসনের সক্রিয়তা বেড়েছে। তৎপর চাইল্ড লাইন। মাঠে 'কন্যাশ্রী যোদ্ধা'রাও। তবু রাজ্যে নাবালিকা বিয়ে বন্ধ হয়নি। কেউ কেউ বিয়ে রুখে শিরোনামে এলেও অনেকেই পরিস্থিতির শিকার হচ্ছে। রোখার উপায় কী? এ বার মাধ্যমিকের প্রায় সব পরীক্ষাই শাবানা খাতুনকে দিতে হয়েছে নার্সিংহোম থেকে। পাশে সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে। গত বছর তার বয়সি আর সবাই যখন মাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার শাবানা খাতুনকে বসতে হয়েছিল বিয়েতে। জানতই না পুলিশ প্রশাসন। আর মাধ্যমিকের শুরুতেই প্রসবযন্ত্রণা টের পেল ১৭ বছরের মেয়েটি! এখন সন্তান পালনের দায়িত্ব বেড়েছে শাবানার। মাধ্যমিক পাশ করলেও পড়াশোনা বন্ধ করে এখন সে ঘোর সংসারী! এখন যে তাঁদের আর কিছু করার নেই ঠারেঠোরে তা মানছেন জেলা প্রশাসনের কর্তারা। রাজ্যের সর্বত্রই নাবালিকা বিয়ে বন্ধ করতে পুলিশ প্রশাসন, চাইল্ড লাইনের তৎপরতা বেড়েছে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতার নজিরও সামনে আসছে। কোনও ছাত্রী নিজের বিয়ে নিজেই রুখে দিচ্ছে— এমন উদাহরণও কম নেই। পুরুলিয়ার রেখা কালিন্দী, বীণা কালিন্দী থেকে শুরু করে বহরমপুরের কাছে নবগ্রামের জুলেখা খাতুন বা হরিহরপাড়ার

যোগীর ছোঁয়াচ এ রাজ্যের স্কুলে, ইসলামপুর নাম বদলে হল ‘ঈশ্বরপুর’!

Image
নামবদলের সেই বোর্ড। ইলাহাবাদ হয়েছে 'প্রয়াগরাজ'। ফৈজাবাদ 'অযোধ্যা নগর'। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে যখন একের পর এক জায়গার নাম বদল হচ্ছে, তখন তার আঁচ পড়ল পশ্চিমবঙ্গেও। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) পরিচালিত 'সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির' স্কুলের বোর্ডে জায়গার নাম বদলে লেখা হয়েছে 'ঈশ্বরপুর'। যা নিয়ে প্রশ্ন উঠছে, মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত কোনও স্কুল কি এ ভাবে জায়গার নাম বদলাতে পারে? কারণ, স্কুল কর্তৃপক্ষ স্কুলের বোর্ডে দাবি করেছেন, স্কুলগুলি 'মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত'। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। ভিএইচপি-র পূর্ব ভারতের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিংহের বক্তব্য, ''ইসলাম শব্দটা ঔপনিবেশিক। মুসলিম শাসকদের চাপিয়ে দেওয়া। ঐতিহাসিক ভাবে ওই জায়গার নাম ঈশ্বরপুর।'' তাঁদের কার্যালয়ের বোর্ডেও 'ঈশ্বরপুর' লেখা। ইতিহাসবিদেরা জানাচ্ছেন, ভিএইচপি-র দাবির সারবত্তা নেই। গৌতম ভদ্রের মন্তব্য, ''এটা হাস্যকর! বস্তুত, ইসলামপুর নামের মধ্যে একটি চমৎকার স

প্রেমিকা অন্তঃসত্ত্বা জেনে ‘ভয় পেয়ে’ খুন, গ্রেফতার কিশোর

Image
প্রেমিকা অন্তঃসত্ত্বা জানায় তাকে খুনের অভিযোগে গ্রেফতার হল ১৭ বছরের কিশোর। বিশাখাপত্তনমের এই ঘটনায় মূল অভিযুক্ত ছাড়াও খুনে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হয়েছে আরও দুই নাবালক। মৃতার বয়স ১৬ বছর, সে ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। ৭ নভেম্বর বাড়ি ছাড়ার পর কিশোরী আর ফিরে না আসায় পুলিশে নিখোঁজের ডাইরি করে পরিবার। এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, তিন নাবালক অভিযুক্তই একই এলাকায় থাকে। তাঁর কথায়, "এর মধ্যে একটি ছেলের সঙ্গে ওই কিশোরীর বিগত এক বছর ধরে সম্পর্ক ছিল। ছেলেটি (প্রেমিক) জানিয়েছে, ১৫দিন আগে বান্ধবী তাকে জানায় যে সে সম্ভবত গর্ভবতী হয়ে পড়েছে। এই খবর শুনে ছেলেটি তাঁকে ওষুধ খাওয়াতে চায়, কিন্তু, কিশোরী রাজি হয়নি। এরপর পরিবারে জানাজানি হওয়ার ভয়ে কিশোরীকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মূল অভিযুক্ত কিশোর"। পুলিশ আরও জানাচ্ছে, ৭ নভেম্বর সন্ধ্যায় (সেদিন থেকেই কিশোরী নিখোঁজ) প্রেমিকাকে বাড়ির কাছেই একটি পার্কে আসতে বলে মূল অভিযুক্ত কিশোর। এরপর মেয়েটি সেখানে আসতেই প্রথমে রড দিয়ে আঘাত করে এবং পরে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপরই প্রমাণ লোপাটের জন্য কিশোর

বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন চন্দ্রবাবু নাইডু, বৈঠক লোকসভা নির্বাচন নিয়ে

Image
২০১৯ সালের‌ লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। দৌড়ে বেড়াচ্ছেন চন্দ্রবাবু নাইডু। আগামী ২২ নভেম্বর দিল্লির অন্ধ্র ভবনে বিরোধী নেতাদের একটি বৈঠক হতে পারে। সেখানেই নির্বাচনের নীল নকশা তৈরি হবে বলে সূত্রের খবর। কয়েক সপ্তাহ আগে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছে টিডিপি। ফলে তখনই মনে করা হচ্ছিল লোকসভা নির্বাচনের আগে এটি একটি ইঙ্গিত। আবার কিছুদিন ধরেই দেশের একাধিক নেতার সঙ্গে দেখা করে চলেছেন চন্দ্রবাবু নাইডু। গত সপ্তাহে তিনি সাক্ষাৎ করেন কংগ্রেসের নেতা অশোক গেহলটের সঙ্গে। শুক্রবার তিনি দেখা করেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে। এবার আগামী ১৯ অথবা ২০ তারিখ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে আসছেন বলে খবর। তিনি নিজেই তা জানিয়েছেন। বিজেপি বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করতে জোর উদ্যোগ নিয়েছেন চন্দ্রবাবু। যা নিয়ে এখন কাঁপতে শুরু করেছেন বিজেপি নেতারা। চন্দ্রবাবু সাংবাদিকদের বলেন, সব বিরোধী দলগুলোকে একজোট করতে কথাবার্তা চলছে। দু–একটি দলের ভিন্ন মত রয়েছে। গত ৪০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে টিডিপির সংঘাত চলেছে। কিন্তু এখন একটি বিজেপি রিরোধী জোট

দীপিকা-রণবীরের বিয়ের মেনুতে থাকছে চমক

Image
রোমঃ অবশেষে অবসান হতে চলেছে অপেক্ষার। দীর্ঘ প্রতীক্ষিত দীপবীরের বিয়ের অনুষ্ঠান হতে চলেছে ইতালির লেক কোমোতে। খাবারের মেনুতেও থাকছে চমক। আগেই বলা হয়েছিল যে, শেফের সঙ্গে এক বিশেষ চুক্তি করেছেন দীপিকা ও রণবীর। তাঁদের বিয়েতে রান্না করা কোনোকিছু আর দ্বিতীয়বার রিপিট হবে না কোথাও। এমন চুক্তিতে সম্মত হয়ে সেফ রাজি হয়েছেন তাঁদের বিয়ের পদ তারি করতে। থাকছে দেশ বিদেশের অভিজ্ঞ শেফের রান্না। নিমন্ত্রিতদের পাতে পড়তে চলেছে হরেক রকমের খাবার। রয়েছে ইটালিয়ান ও কন্টিনেন্টাল ডিশ। সঙ্গে থাকছে ভারতীয় খাবারও। উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ে হবে দীপিকা-রণবীরের। তাই দুই ধরনের খাবারই থাকবে বিয়েতে। এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের ডিশ। ওয়েডিং কেক ও বিশেষ ধরনের ডেজার্ট তৈরি করার জন্য সুইৎজারল্যান্ড থেকে আসছেন অভিজ্ঞ শেফ। ইতিমধ্যেই ইতালি পৌঁছেছেন দীপিকা রণবীর ও তাঁদের পরিবার। বিয়ের অনুষ্ঠান সেরে চলতি মাসের ১৮ তারিখ ফেরার কথা তাঁদের। এরপর ২১ নভেম্বর বেঙ্গালুরুতে আর ১ ডিসেম্বর মুম্বইতে হবে রিসেপশন।