Posts

Showing posts from December 26, 2018

নতুন গ্রাহকদের জন্য অবিশ্বাস্য প্ল্যান নিয়ে এল এয়ারটেল

Image
নতুন গ্রাহকদের জন্য অবিশ্বাস্য দামে প্রথম রিচার্জ লঞ্চ করল টেলিকম অপারেটার এয়ারটেল। প্রসঙ্গত, নতুন কানেকশান নেওয়ার পরে প্রথম রিচার্জ করলে যে কোন মোবাইল কানেকশান চালু হয়। মাত্র ৭৬ টাকায় নতুন প্রথম রিচার্জ নিয়ে এসেছে গুরুগ্রামের টেলিকম কোম্পানিটি। ৭৬ টাকা প্রথম রিচার্জে ২৬ টাকা টকটাইম পাওয়া যাবে। ২৮ দিন ভ্যালিড থাকবে এই প্ল্যান। এর সাথেই থাকবে 100MB ডাটা। এই প্ল্যানে লোকাল ও ন্যাশানাল কল করতে মিনিটে ৬০ পয়সা খরচ হবে। ৭৬ টাকা প্রথম রিচার্জ ছাড়াও ১৭৮ টাকা, ২২৯ টাকা ও ৪৯৫ টাকা প্রথম রিচার্জ নিয়ে এসেছে এয়ারটেল। এই তিনটি প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা। তবে এই তিনটি প্ল্যানের সাথে আলাদা ডাটা ও ভ্যালিডিটি পাওয়া যাবে। ১৭৮ টাকা প্ল্যাএর সাথে থাকছে দিনে 1GB ডাটা আর ২৮ দিন ভ্যালিডিটি। ২২৯ টাকা প্ল্যানে সাথে থাকছে দিনে 1.4GB ডাটা আর ২৮ দিন ভ্যালিডিটি। ৪৯৫ টাকা প্ল্যানে থাকছে দিনে 1.4GB ডাটা ব্যবহারের সুযোগ। তবে এই প্ল্যানের সাথে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ১৭৮ টাকা, ২২৯ টাকা ও ৪৯৫ টাকা প্ল্যানের সাথে দিনে ১০০টি লোকাল ও ন্যাশানাল SMS বিনামূল্যে পাবেন গ্রাহক। সম্প্রতি ন

"৮০ টাকা যখন দিতে পারছি, তখন ২০ টাকাও দিতে পারব" কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

Image
মন্দিরবাজার: ৮০ টাকা যখন দিতে পারছি। তখন ২০ টাকাও দিতে পারব। কৃষকদের ফসলবিমা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, কেন্দ্রের দয়ার প্রয়োজন নেই। কৃষকদের পাশে মা-মাটি-মানুষের সরকার ছিল, আছে এবং থাকবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের জন্য নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। কিন্তু কেন্দ্রের সরকার প্রতারণা করছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিবাজারের সভায় তিনি বলেন, "কৃষকদের ফসলবিমা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। ১০০ টাকার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ৮০ টাকা। বাকি ২০ টাকা দিচ্ছে কেন্দ্র। কিন্তু বলে বেড়াচ্ছে, তারা না কি পুরোটাই দিচ্ছে। এটা ভাঁওতা, প্রতারণা। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই ৮০ টাকা যখন আমরা দিতে পারছি, তখন ২০ টাকাও দিতে পারব। কেন্দ্রের দয়া নেওয়ার দরকার নেই।" বাংলার কৃষকরা যাতে  ভাল থাকেন, তার জন্য রাজ্যের সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের খাজনা, মিউটেশন ফি মকুব,  কৃষক ভাতা চালু-সহ

জানুয়ারি থেকে আর বিদেশ সফর করবেন না প্রধানমন্ত্রী মোদী!

Image
সম্ভবত নতুন বছর থেকে আর বিদেশ বিভুঁইয়ে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিয়রে লোকসভা নির্বাচন। সে দিকে মাথায় রেখে বিদেশ সফর থেকে প্রধানমন্ত্রী আপাতত বিরত থাকছেন বলে জানা যাচ্ছে তাঁরই দফতর সূত্রে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক উচ্চ পদস্থ আমলার দাবি, এর মধ্যে উল্লেখযোগ্য কোনও বৈঠকও নেই প্রধানমন্ত্রীর সফরসূচিতে। কিন্তু বিজেপি অন্দর বলছে অন্য কথা। সম্প্রতি পাঁচ রাজ্যে নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। গোবলয়ের উল্লেখযোগ্য তিনটি রাজ্য রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়ে ক্ষমতা হারিয়েছে তারা। পরাজয়ের দায় চাপানো হয়েছে রাজ্য নেতৃত্বের ঘাড়ে। এর পরও সিঁদুরে মেঘ দেখছেন অমিত শাহেরা। কারণ, বিজেপি অন্দরে অনেকেই মানছেন, এই তিন রাজ্যের পরাজয়ের দায় শীর্ষ নেতৃত্বেরও রয়েছে। কীভাবে? বিজেপির একাংশের যুক্তি, চলতি বছরে একাধিক বিদেশ সফরে ব্যস্ত থাকায়, প্রথম থেকে প্রধানমন্ত্রীকে নির্বাচনী প্রচারে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীই দলের প্রধান মুখ। তাঁকে সামনে রেখেই পাঁচ রাজ্যের বিধানসভা-সহ লোকসভা নির্বাচনে লড়ছে বিজেপি। এক বিজেপি নেতা মরুরাজ্যের পরাজয়ের উদাহরণ টেনে বলেন, রাজস্থানে নির্ব

দিনের পর দিন কুপ্রস্তাব, যুবকের পুরুষাঙ্গ কাটলেন মহিলা

Image
দিনের পর দিন ধরে কুপ্রস্তাব। তাই পারিবারিক বন্ধুদের সাহায্যে এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিলেন এক মহিলা।মুম্বইয়ের দোম্বিভালি এলাকায় ২৫ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে। তুষার পূজারে নামে বছর সাতাশের এই যুবক মহিলাকে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিল, অভিযোগ এমনটাই। বছর সাতচল্লিশের এই মহিলাকে কয়েক বিয়ের প্রস্তাবও দিয়েছিল তুষার। দুই সন্তানের মা এই মহিলা একটা সময়ের পর কিছুতেই এই অত্যাচার মেনে নিতে পারেননি। কারণ এই যুবকের কারণে স্বামীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত এই মহিলার।কারণ তুষার ওই যুবক মহিলার স্বামীর কাছেও জানিয়েছিল, মহিলাকে সেই বিয়ে করবে। বাধ্য হয়েই দুই বন্ধুর সাহায্যে ওই যুবককে শায়েস্তা করার পরিকল্পনা করেন ওই মহিলা। পূজারা স্থানীয় একটি ব্যাঙ্কে 'কাস্টমার কেয়ার' কাজ করেন। গৃহঋণ নেওয়ার ছলেই ওই মহিলা ও তাঁর বন্ধুরা দেখা করেন তুষারের সঙ্গে। এরপরই ছুরি দিয়ে পুরুষাঙ্গ কেটে নেন তার।পুলিশ ওই মহিলার নাম গোপন রেখেছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, মহিলা ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। মহিলা ও তাঁর দুই সঙ্গীর নামে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তুষারের পরিবারের তরফে। ঘট

বড়সড় ফিদায়েঁ হামলার ছক বানচাল, ১০ জনকে গ্রেফতার করল এনআইএ, উদ্ধার বিস্ফোরক

Image
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র। বর্ষবরণে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে বড় ধরনের ফিদায়েঁ হামলাছক বানচাল করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র বিস্ফোরক। মূলত রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরাই তাদের নিশানায় ছিল। দেশের নিরাপত্তা কেন্দ্র এবং জনবহুল জায়গাতে হামলার ছক ছিল তাদের। পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস দ্বারা অনুপ্রাণিত জঙ্গি সংগঠন হরকত-উল-হার্ব-ই-ইসলাম-এর হদিশ মিলেছে  রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে।দিনভর তল্লাশি চালিয়ে একটি বিবৃতি জারি করে এমনটাই জানাল এনআইএ। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার সকালে দুই রাজ্যের ১৭টি জায়গায় যৌথভাবে হানা দেয় এনআইএ, উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। ১৬ জন সন্দেহভাজনকে জেরা করে, তাদের মধ্যে থেকে ১০ জনকে গ্রেফতার করে তারা। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয় আমরোহা থেকে। বাকি ৫ জনকে উত্তর-পূর্ব দিল্লি থেকে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান শেষ করে

'মহাকাশ থেকে ফিরে মাটিতে পা রাখা সহজ নয়', বলছেন নাসা'র বিজ্ঞানী

Image
এই সেই বিজ্ঞানী ড্রিউ ফিউস্টেল। মহাকাশে হেঁটে আসবার পর কি আর মাটিতে পা পড়ে! এমনটাই মনে হতে পারে নাসার মহাকাশচারী ড্রিউ ফিউস্টেল সম্বন্ধে। সম্প্রতি ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে ফিরে এসেছেন ড্রিউ। কিন্তু ফিরে এসে পৃথিবীর মাটিতে পা ফেলে হাঁটতে অসুবিধা বোধ করছেন তিনি। নাসার তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে চোখ বুজে সামান্য পথও কিছুতেই সোজা ভাবে হাঁটতে পারছেন না তিনি। মহাকাশচারীর পৃথিবীতে পায়ে হাঁটার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন মহাকাশে থাকবার ফলে মানবদেহের বেশ কিছু পেশি সহজে কাজ করতে পারে না। হাঁটার অভ্যাসও নষ্ট হয়ে যায়। তাই মহাকাশ থেকে ফিরবার পরেই শারীরিক পরীক্ষার সঙ্গে সঙ্গে পায়ে হাঁটার অভ্যাসও রীতিমতো করতে হয়। ৫৬ বছর বয়সী ড্রিউয়ের এটি নবম মহাকাশচারনা। তাঁর বয়সের সঙ্গে তাল রেখেই এই বারের মহাকাশ অভিযানের নাম রাখা হয়েছিল, 'এক্সপিডিশন ৫৬'।

মলদ্বারে ১ কেজি সোনা লুকিয়ে চম্পট দেওয়ার চেষ্টা! এরপর ঘটে গেল তাজ্জব কাণ্ড

Image
ঘটনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের। যেখানে এক সোনা পাচারকারী রীতিমত তাজ্জব বানিয়ে দিয়েছে প্রশাসনকে। আবগারী দফতরের চোখে ধুলো দিয়ে এদিন পালাবার চেষ্টা করেন অভিযুক্ত পঙ্কজ সাধউয়ানি। থাই এয়ারওয়েজের ফ্লাইটে পঙ্কজের হাঁটা চলা, বসার ধরনে খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করছিলেন অনেকেই। আর সেই অস্বাভাবিক চলাফেরা চোখে পড়ে যায় আবগারী দফতরের অফিসারদেরও। এরপরই, পঙ্কজকে জেরা করতে শুরু করেন তাঁরা। জেরার মুখে পঙ্কজ জানিয়ে দেন তাঁর কাছে ১ কেজি সোনা রয়েছে। মলদ্বারে সেই সোনা লুকিয়ে রেখেছে সে। ৬টিু আলাদা আলাদা সোনার খণ্ড সেখানে লোকানো রয়েছে বলেও জানায় পঙ্কজ। এমন শুনে তাজ্জব হয়ে যান আবগারী অফিসাররা। সঙ্গে সঙ্গে পঙ্কজকে গ্রেফতার করা হয়। এরপরই পঙ্কজের কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। চলে লম্বা প্রক্রিয়া।

দেশের সব সেক্টরের কর্মীদের ন্যূনতম মজুরি নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Image
দেশের সমস্ত সেক্টরের কর্মচারীদের ন্যূনতম মজুরি দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সঙ্গে সংযুক্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি। সেই সেক্টর সরকারের অধীন হোক অথবা না হোক, সংগঠিত হোক অথবা অসংগঠিত, তাতে কিছু অসুবিধা নেই। প্রত্যেকটি সেক্টরের কর্মীরা ন্যূনতম সুবিধা পাবে। এমনই সুপারিশ করা হয়েছে। যে সংস্থা কর্মীকে ন্যূনতম মজুরি দেবে না, তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থানের সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, কোনও সেক্টরের কর্মীদেরই ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। আবশ্যিক কাজ রয়েছে, এই বলেও কর্মীদের আটকানো যাবে না। এর পাশাপাশি বলা হয়েছে, অভিজ্ঞ কর্মচারী ও নবাগতদের বেতন কাঠামো আলাদা হবে। অভিজ্ঞদের আলাদা গুরুত্ব দিতে হবে। সুপারিশে বলা হয়েছে, প্রতি পাঁচ বছরে ন্যূনতম বেতন কাঠামোর মূল্যায়ন হবে। জাতীয় স্তরে একটি ন্যূনতম মজুরি থাকবে। তারপরে বিভিন্ন রাজ্য ভেদে নিজেরা মজুরি ঠিক করে দেবে সেরাজ্যের সরকার। তবে তা কখনই কম হবে না। এই মর্মে রিপোর্ট লোকসভা পেশ করা হয়ে গিয়েছে। গতবছরে মজুরি সংক্রান্ত 'কোড অব ওয়েজ বিল' লোকসভায় পেশ করা হয়েছিল যা স্ট্যান্ডিং কমিটির হাতে তুলে দেওয়া হয়। এখন স্ট্যান

সাড়ে ১৩ লাখ টাকা আর গাড়ি নিয়ে চম্পট ছেলের, থানায় বাবা-মা

Image
বাবা-মায়ের গাড়ি নিয়ে বাড়ি থেকে চম্পট দিল বছর আঠারোর এক স্কুলছাত্র। শুধু গাড়ি নয়, যাওয়ার আগে বাড়ি থেকে হাতিয়ে নিল সাড়ে ১৩ লক্ষ টাকাও। বিপাকে পড়ে এখন দিল্লি পুলিশের কাছে গিয়েছেন ওই কিশোরের বাবা-মা। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। বাড়ি থেকে চুরি যাওয়া সাড়ে ১৩ লক্ষ টাকার মধ্যে মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই কিশোর হাতিয়েছে ১৩ লাখ। বাদ যায়নি বাড়ির আলমারিও। সেখান থেকে সে নিয়েছে মোট ৫০ হাজার টাকা। দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় এই হিসাব জমা দিয়েছেন পলাতক কিশোরের বাবা-মা। ওই কিশোর দ্বাদশ শ্রেণির ছাত্র। পুলিশকে তাঁর বাবা-মা জানিয়েছেন, তাঁদের 'অপদার্থ এবং বেয়াড়া' ছেলে ওই গাড়ি এবং টাকা অবৈধ কাজে ব্যবহার করতে পারে। শুরু করে দিতে পারে ড্রাগের ব্যবসাও। সে কারণেই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বাড়ি থেকে টাকা ও গাড়ি নিয়ে ছেলে পালানোর খবর বুঝতে পাওয়ার পরই তাঁরা প্রথমে যোগাযোগ করেন ছেলের বান্ধবীর সঙ্গে। তাঁদের সন্দেহ ছিল, ওই বান্ধবীর মদতেই গাড়ি ও টাকা চুরি করেছে ছেলে। কিন্তু তাঁর সঙ্গে কথা বলে তাঁরা বুঝতে পারেন, ছেলেকে নিয়ে সম্পূর্ণ অন্ধকারে তাঁর বা

ইন্ডিয়ান আইডলের দশম সিজনের বিজেতা সলমন আলি

Image
গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল দশম সিজনে জিতলেন সলমন আলি। গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল দশম সিজনে জিতলেন সলমন আলি। রবিবার রাতে ঘোষনা হল বিজেতার নাম। জিরো সুপারস্টার শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ এসেছিলেন প্রতিযোগীদের উৎসাহ দিতে। সলমন ছাড়া নিতিন কুমার, অঙ্কুশ ভরদ্বাজ, নীলাঞ্জনা রায় ও ভিভোর পরাশর। জেতার পর সলমন বললেন, "আমি ভাষা হারিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না আমি ইন্ডিয়ান আইডল ১০ জিতে গিয়েছি। ইন্ডিয়ান আইডল ও সোনি এইন্টারটেইমেন্ট টেলিভিশন স্বপ্নকে বাঁচার সুযোগ দিয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞ। অনেক কিছু শিখেছি সঙ্গে এত গুণী মানুষদের সামনে পারফর্ম করার সুযোগ হয়েছে। দর্শকদের ভালবাসায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি তাদের কাছেও কৃতজ্ঞ"। শোকবার্তা টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বর্ষীয়ান অভিনেতা গৌতম দে-র প্রয়াণে আমি শোকাহত। দীর্ঘদিন বাংলা থিয়েটার ও ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ পাশাপাশি ধারাবাহিকেও ওনার কাজ ছিল দেখার মত ৷ খুবই গুণী এক অভিনেতাকে হারাল বাংলা। ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই মনীশ পলের সঞ্চালনায় জুলাইয়ে শেষ হয়েছিল ইন্ডিয়ান আইডল ১০। বিচারকের আসনে ছ

সপ্তাহে দ্বিতীয় বার ব্যাঙ্ক ধর্মঘট, শামিল ১০ লক্ষ

Image
সারা দেশের ১০ লাখ ব্যাঙ্ক কর্মচারী বুধবার ব্যাঙ্ক ধর্মঘটে শামিল হয়েছেন। এই নিয়ে এ সপ্তাহে দ্বিতীয়বার দেশ জোড়া ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে এদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে কেন্দ্র ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের সংযু্ক্তিকরণের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এই সংযুক্তির ফলে মোট ব্যবসার অঙ্ক দাঁড়াবে ১৪.৮২ কোটি ট্রিলিয়ন টাকা, যা হয়ে উঠবে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক। প্রথম স্থানে থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি। এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। তাদের দাবি, সরকার এই সংযুক্তির মাধ্যমে ব্যাঙ্কের আকার বাড়াতে চাইছে, কিন্তু সমস্ত সরকারি ব্যাঙ্ককেও যদি একটি ব্যাঙ্কে একীভূত করা হয়, তাহলেও তা সারা পৃথিবীর প্রথম দশটি ব্যাঙ্কের মধ্যে আসতে পারবে না। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়ন এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স সহ ৯টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। সংবাদসংস্থা পিটিআইকে ই

পদ্মাপারে ভোট: রক্তাক্ত বিরোধীরা, সেনার ভূমিকায় প্রশ্ন, অভিযুক্ত হাসিনার দল

Image
ঢাকা: রক্তাক্ত হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। রাজপথে হামলা, ধরপাকড় সবমিলে চরম উত্তেজনায় ফুটতে শুরু করেছে পদ্মাপারের ভোট পর্ব। মঙ্গলবার প্রকাশ্যেই ফেলে পিটিয়ে মারা হয়েছে ঢাকার কেরানীগঞ্জে বিএনপির অন্যতম নেতা তথা সংখ্যালঘু প্রাক্তন মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে। রক্তাক্ত অবস্থায় পরে তিনি সাংবাদিক সম্মেলন করেন। বুধবার সকালে গয়েশ্বরবাবুর সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা আওয়ামী লীগ প্রার্থী নাসরুল হামিদ। দুজনেই লড়াই করছেন ঢাকা-৩ আসনে। আশংকা সত্যি হচ্ছে। নির্বাচন যে রক্তাক্ত আকার নিতে চলেছে তার প্রমাণ মিলতে শুরু করেছে। আন্তর্জাতিক মহল আগেই উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। তাতেই লাগছে রক্তের ছিটে। শাসক-বিরোধী দু-পক্ষই আক্রান্ত। তবে হামলার নিরিখে বেশি রক্তাক্ত বিরোধীরা। দুই পক্ষের অভিযোগ পরস্পরের প্রতি। এদিকে বিরোধী জোটের দাবি, নির্বাচন কমিশন নিঃস্পৃহ হয়ে বসে রয়েছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ পরিবেশ ভোট করার জন্য সেনাবাহিনী নামানো হলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ৩০ জানুয়ারি একাদশ তম জাতীয় নির্বাচন। তার আগেই চূড়ান্ত পর্বের ভোট প্রচার

অপারেশনের পর পেটের মধ্যেই কাঁচি রেখে সেলাই করে দিলেন চিকিৎসক! তারপর যা হল

Image
শল্য চিকিৎসা করানো বছর ৪৫ এর এক মহিলার পেট থেকে বেরোল একটি নয়, একজোড়া কাঁচি। যে চিকিৎসক চিকিৎসা করেছিলেন, শল্য চিকিৎসার পর সেই কাঁচি দুটি পেটেই রেখে তিনি সেলাই করে দেন। পরে তা তলপেট থেকে বের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। মহিলার নাম জেনিতা দেবক্রিবর্তী। তিনি তিরুনেলভেলি জেলার পালায়মকোট্টাই শহরের বাসিন্দা। শল্য চিকিৎসার কিছুদিন পর থেকেই জেনিতার পেটে ব্যথা হতে শুরু করে। তিনি বমি করতে শুরু করেন। এমন দেখে একই হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। সেখানে স্ক্যান করতেই আসল ঘটনা সামনে আসে। একজোড়া কাঁচি পেটে লক্ষ্য করা যায়। যার ফলে মহিলাকে ফের শল্য চিকিৎসা করতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি তিরুনেলভেলি পুলিশ কমিশনারের কাছে গিয়ে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়েছে। যে চিকিৎসক প্রথমে গ্যালাক্সি হাসপাতালে শল্য চিকিৎসা করেন, তিনিই মহিলার পেট থেকে কাঁচি বের করেন। তবে সেই অপারেশন হয় চেন্নাইয়ের অন্নভাগ্যম হাসপাতালে। প্রসঙ্গত, ২০১৭ সালে এলাহাবাদে একই ধরনের ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছিল। শল্য চিকিৎসার পরে মহিলার পেটে কাঁচি রেখে সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক। সেখানেও পরে পেটে ব্যথা হওয়ায় আসল ঘটনা সামনে

প্রবল ভূমিকম্পে যেকোনও সময় তছনছ হতে পারে কলকাতা

Image
২০১৫ সালে নেপালের ভূমিকম্পের পরে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এই ভূমিকম্প কিছুই নয়, এখনও আসা বাকী রয়েছে প্রবল ভূমিকম্প। সেই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছিল 'দ্য গ্রেট হিমালয়ান আর্থকোয়েক'। সেই ঘটনা যে কথার কথা ছিল না, তার ফের প্রমাণ দিলেন এবার আইআইটি খড়্গপুরের গবেষকরা। বলা হচ্ছে, ভূমিকম্পে যেকোনও সময় মুহূর্তে তছনছ হয়ে যেতে পারে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা। এই কম্পনের মাত্রা হতে পারে রিখটার স্কেলে ৬.১ থেকে ৬.৮ মাত্রার মধ্যে। আগামী অর্ধশতাব্দীতে এই কম্পনের মাত্রা আরও কিছুটা বাড়তে পারে। 'সিসমোলজিক্যাল মাইক্রোজোনেশন ম্যাপ' তৈরি করেছে আইআইটি খড়্গপুর। এর মাধ্যমে কলকাতায় ভূমিকম্পের তীব্রতা অনুধাবন করা যাবে। পাশাপাশি এই বিপদ এড়াতে কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে তার দিক নির্দেশ পাওয়া যাবে। কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে সবমিলিয়ে ৫০ হাজার কোটি টাকার ক্ষতির কথাও বলা হয়েছে। শুধু কলকাতা নয়, দেশের মোট ছয়টি ভূমিকম্পপ্রবণ শহরের জন্যও এমন ম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক মন্ত্রক। কলকাতার পার্কস্ট্রিট, সল

নতুন জঙ্গি গোষ্ঠীর খোঁজ! দেশ জুড়ে ১৬ জায়গায় এনআইএ তল্লাশি

Image
উত্তর প্রদেশ ও দিল্লিতে একযোগে ১৬ টি জায়গায় এনআইএ-র অভিযান। আইএস জঙ্গিদের খোঁজে এনআইএ-র তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। এখনও  পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১০জনকে। উদ্ধার হয়েছে বেশ কিছু আপত্তিকর নথিও। দেশে আইএস জঙ্গি নতুন গোষ্ঠী হরকত উল হারব ই ইসলাম-এর খোঁজ  পাওয়ার পরেই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে। এনআইএ-র অভিযান উত্তর প্রদেশ ও দিল্লির বিভিন্ন জায়গায় এনআইএ-র অভিযান শুরু হওয়ার পরেই একাধিক জায়গায় তদন্তকারীদের স্থানীয় বাসিন্দারা ঘিরে রাখেন বলে জানা গিয়েছে। সহযোগিতায় দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলে উত্তর প্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াডের সহযোগিতায়। সঙ্গে ছিল দিল্লি পুলিশের বিশেষ দল। দীর্ঘদিন ধরে নজর এনআইএ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে নতুন গোষ্ঠীর কার্যকলাপে নজর রাখা হচ্ছিল। গ্রেফতার ৫, আটক ১০ উত্তর প্রদেশের আমরোহা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দশজনকে আটকও করা হয়েছে।

খুনের পর পোশাক বদলে খালে ফেলে দেয়, পাকা খুনির মত 'কাজ সারে' অদিতি

Image
পরিকল্পনা করেই দ্বিতীয় স্বামী প্রতুল চক্রবর্তীকে খুন করেছে স্ত্রী অদিতি। অদিতিকে জেরা করে মোটামুটি নিশ্চিত তদন্তকারীরা। পুলিস সূত্রে খবর, খুনের পর প্রমাণ লোপাট করতে নিজের পোশাক পরিবর্তন করে অদিতি। তারপর সেই পোশাক একটি ব্যাগে পুরে খালে ফেলে দেয়। পুলিস সূত্রের খবর, অদিতি জেরায় স্বীকার করেছে প্রতুল চক্রবর্তীর যাবতীয় ডকুমেন্টও খালে ফেলে দেয় সে। এদিকে প্রতুল চক্রবর্তীর কোনও আত্মীয় পরিজন না আসায়, এখনও দেহ সত্কার করা হয়নি। কোনও পরিজন না পাওয়া গেলে শেষ পর্যন্ত আইনি পদ্ধতি মেনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই দেহ সত্কার করা হবে বলে জানিয়েছে পুলিস। খড়দহের প্রৌঢ় প্রতুল চক্রবর্তীর খুনের তদন্তে নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ছে কেউটে! উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার পর্দাফাঁস করতে ১৪ বছরের আগে ঘটে যাওয়া বারাসতের চার জনের অস্বাভাবিক মৃত্যুরও  নতুন করে তদন্ত শুরু করেছে পুলিস। ২০০৪ সালে অদিতির প্রথম পক্ষের স্বামী বারাসতের চৌধুরীপাড়ার বাসিন্দা জয়দীপ বিশ্বাসের মৃত্যু হয়।  কয়েকদিনের ব্যবধানে ওই পরিবারে আরও তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়।  মৃত্যু হয় জয়দীপের মা, পিসি ও পিসেমশাইয়ের। এরপর ওই বাড়ি বিক

ইউটিউবে বেকারদের তালিম দিয়ে মাসে ২৫ হাজার টাকা রোজগার!

Image
আলামিন রহমান। 'সিলভার প্লে ব্যাটন'-এ সম্মানিত যুবক শুরুর দিকে গ্রামের বাড়িতে বসে মূলধন ছিল একটা স্মার্ট ফোন আর ল্যাপটপ। আর ছিল অনেকটা স্বপ্ন। তারই ভরসায় নিয়মিত শিক্ষামূলক ভিডিয়ো ইউটিউবে আপলোড করতে শুরু করেন দেগঙ্গা-হাবড়া লাগোয়া বদর কলোনি মোড়ের বাসিন্দা বছর কুড়ির আলামিন রহমান। চাকরি করার ইচ্ছে নেই তাঁর। কিন্তু তাঁর ভিডিয়ো কাজে আসে সরকারি চাকুরিপ্রার্থী বেকার যুবক-যুবতীদের। বছর দেড়েক ধরে আলামিনের চেষ্টায় এখন তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লক্ষ ১৪ হাজার জন। সম্প্রতি 'সিলভার প্লে ব্যাটন' দিয়ে তাঁকে সম্মান জানিয়েছেন ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউবে ভিডিয়ো আপলোডের সূত্রেই এখন মাসে ২০-২৫ হাজার টাকা রোজগার করেন আলামিন। তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে ল্যাপটপ ব্যবহার করেন তিনি। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ে স্কুলের এক শিক্ষক ইউটিউবে দেখিয়েছিলেন, এলইডি আলো-সহ নানা বিষয়। যা মনে গেঁথে গিয়েছিল। তখন থেকেই মাথায় ছিল, অন্য রকম কিছু একটা করবেন। পরে নিজের অভিজ্ঞতায় দেখেন, আর্থিক অনটনের কারণে বহু ছেলেমেয়ে সরকারি চাকরির পরীক্ষার জন্য ঠিক কোচিং নিতে পারেন না। সরকারি চাকরির পরীক্ষায়

অন্তঃসত্ত্বা মহিলাকে দেওয়া হল এইচআইভি সংক্রমিত রক্ত, অনিশ্চিত গর্ভের শিশুর ভবিষ্যৎ

Image
সরকারি হাসপাতালে ২৪ বছরের এক অন্তঃসত্ত্বাকে দেওয়া হল এইচআইভি সংক্রমিত রক্ত। যদিও এর ফলে গর্ভস্থ শিশুটি সংক্রমিত হয়েছে কি না,  তা নিয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকেরা। শিশুটির জন্মের পরই তা জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগরের একটি সরকারি হাসপাতালে। ঘটনা জানাজানি হওয়ার পর বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্য দফতরের প্যাথলজি ল্যাবের তিন কর্মীকে। ঘটনার শুরু ডিসেম্বরের ৩ তারিখে। এক তরুণের কাছ থেকে রক্ত নিয়ে তা দেওয়া হয়েছিল ওই তরুণীকে। ওই তরুণ এইচআইভি পজিটিভ হলেও তাঁর রক্তে কোনও গণ্ডগোল খুঁজে পাননি সরকারি হাসপাতালের প্যাথলজি ল্যাবের কর্মীরা। কয়েক দিন পর চাকরি করতে বাইরে যাওয়ার জন্য একটি বেসরকারি প্যাথলজি ল্যাবে রুটিন রক্তপরীক্ষার সময় ধরা পড়ে ওই তরুণের রক্ত এইচআইভি পজিটিভ। সেই রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সতর্ক করা হয় সরকারি হাসপাতালটিকে। কিন্তু ততক্ষণে ওই মহিলার দেহে ওই সংক্রমিত রক্ত দিয়ে ফেলেছে সরকারি হাসপাতাল। অন্তঃসত্ত্বা তরুণীকে পরীক্ষা করে জানা যায় তিনি ইতিমধ্যেই এইচআইভি আক্রান্ত হয়ে পড়েছেন। অবশ্য এই ঘটনা এই প্রথম নয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই

দুই সেনার বচসা, এক জওয়ানের হাতে খুন হল অন্য এক সেনা কর্মী

Image
সহকর্মীর সঙ্গে ঝগড়া। আর সেই ঝগড়ার জেরে এক সেনা জওয়ানকে গুলি করলেন আর এক সেনা জওয়ান। বড়দিনের রাতে এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের দোদা জেলার একটি সেনা ক্যাম্পে। জম্মু–কাশ্মীর পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সেনা কনস্টেবল রাজেশ ডাকুয়া আচমকাই তাঁর সহকর্মীর উপরে গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় ওই জওয়ানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালে যাওয়ার মিনিট দশেকের মধ্যেই মৃত্যু হয় ওই সেনা জওয়ানের। পুলিস জানিয়েছে, ভদেরওয়াহ–এর ৪, রাষ্ট্রীয় রাইফেলের হেডকোয়ার্টারে বদলি ছিলেন বছর চল্লিশের মৃত ওই জওয়ান। অভিযুক্ত রাজেশকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। তবে রাজেশকে পুলিশি হেপাজতে নেওয়ার জন্য জম্মু ও কাশ্মীর পুলিস, সেনার কাছে আবেদন করেছে। সেনাবাহিনীর তরফেও জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব রাজেশকে পুলিসের হাতে তুলে দেওয়া হবে। তবে ঠিক কী কারণে এই দুই সেনা জওয়ানের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল তা এখনও জানা যায়নি বলেই জানিয়েছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

বাস–লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত ৭, আহত ৩৫ জন

Image
ফের বেপরোয়ার গতির বলি হতে হল নিরীহ বাসযাত্রীদের।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ভয়াবহ বাস দুর্ঘটনা। প্রাণ গেল কমপক্ষে ৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বুধবার সকাল সাতটা নাগাদ খেজুরডাঙার কাছে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিস। দুরন্ত গতিতে ছুটে আসা লরিটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারে। তারপর তা ধাক্কা মারে মেদিনীপুর থেকে আসা তারকেশ্বরগামী বাসে। বাসে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

চন্দ্রকোণায় মর্মান্তিক দুর্ঘটনা, বাস ও লরির সংঘর্ষে মৃত অন্তত ১৫

Image
ঘাটাল: সাতসকালে বাস ও লরির সংঘর্ষ৷ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পনেরোজন বাসযাত্রী৷ জখম বহু৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণার খেঁজুরডাঙায়৷ বুধবার সকালে চন্দ্রকোণার খেঁজুরডাঙার দিকে একটি বাস আসছিল৷ বাসটিতে অন্তত ৩০-৪০ জনের মতো যাত্রী ছিলেন৷ এদিকে ঠিক সেই সময় উলটোদিক থেকে একটি লরি আসছিল৷ রাস্তার মাঝে আচমকাই বাস ও লরির মুখোমুখি ধাক্কা লাগে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি৷ তার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই জখম হন৷ স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷ তড়িঘড়ি বাসযাত্রীদের উদ্ধার করা হয়৷ ঘটনাস্থলেই একে একে পনেরোজনের মৃত্যু হয়৷ জখম হয়েছেন বাসে থাকা প্রত্যেকেই৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মৃতের  সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ স্থানীয়দের দাবি, প্রায়ই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে৷ তাও পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না৷ না বসানো হয়েছে স্পিডব্রেকার আর না গতি নিয়ন্ত্রণের কোন

দিদিমার মদতে নাতনিকে ধর্ষণ, হুমকি চিঠিও

Image
হুগলি: মুখ ফুটে কাউকে নিজের কষ্টের কথা বলতে পারেনি নাবালিকা। বলতে পারেনি, দিনের পর দিন কী ভাবে তার উপর যৌন নির্যাতন চালাত দিদিমার প্রেমিক, দিদিমারই মদতে! এর ফলে ভয়াবহ মানসিক ট্রমায় বিপর্যস্ত হয়ে পড়েছিল মেয়েটি। কলকাতার বাঙুর ইনস্টিটিউট অফ িনউরোলজিতে স্নায়ুর চিকিৎসা করাতে হয় তার। তখনই ডাক্তারদের কাউন্সেলিংয়ের সামনে দিদিমা ও তার প্রেমিকের কুকীর্তির কথা ফাঁস করে দেয় ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ওই নাবালিকা। শ্রীরামপুর মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হলে দিদিমা ও তার প্রেমিক বিশ্বজিৎ দে-কে ২৮ নভেম্বর পকসো আইনে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ২৪ ডিসেম্বর মামলা তুলে নেওয়ার জন্য ওই নাবালিকার বাড়িতে হুমকি চিঠি পাঠানো হয়। হিন্দিতে লেখা কয়েক লাইনের বেনামী চিঠিতে হুমকি, মামলা তুলে না-নিলে ভবিষ্যতে পস্তাতে হবে। এই ঘটনার পরেই আতঙ্কিত নাবালিকা ছাত্রী ফের অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন মেয়েটির মা। যদিও পুলিশ ভরসা দিয়েছে, নাবালিকা ও তার পরিবারের ভয় পাওয়ার কোনও কারণ নেই। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপ

বিশ্বের সবচেয়ে লম্ব চুলের অধিকারিণী গুজরাটের নীলাংশী প্যাটেল৷

Image
কথায় কথায় অনেকেই বলেন, 'এক মাথা চুল'৷ কিন্তু গুজরাটের নীলাংশী প্যাটেলের এক মাথা নয়, মাথা থেকে পুরো গোড়লি পর্যন্ত লম্বা চুল৷ যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি৷ বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী হিসাবে ইতিমধ্যেই নীলাংশী জয় করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড৷ জানা গিয়েছে, প্রায় দশ বছর ধরে চুল কাটেনি গুজরাটের এই মেয়ে৷ কিন্তু কেন? উত্তরে নীলাংশী বলেছে, "আমার যখন ছ'বছর বয়স তখন একটি পার্লারে চুল কাটতে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়৷ পার্লারের কর্মীরা অত্যন্ত বাজে ভাবে আমার চুল কেটে দিয়েছিলেন৷ হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলাম। এরপর থেকেই প্রতিজ্ঞা করি আর চুল কাটব না৷ গত দশ বছর ধরে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছি৷ চুল কাটিনি৷" চুল বাড়তে থাকলে সমস্যা হয়নি? উত্তরে নীলাংশী জানায়, "আপনাদের মতোই অন্যান্যরাও ভাবে এত লম্বা চুলের জন্য আমার নিশ্চয়ই অনেক সমস্যা হবে৷ কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কোনও সমস্যাই হয় না। এই লম্বা চুল নিয়ে আমি খেলাধুলো করি এবং অন্যান্য কাজও করি। এই চুল আমার লাকি চার্ম বলতে পারেন।" লম্বা চুলে কী কী স্টাইল করেন? নীলাংশী জানান, "স্টাইল করতে আম

অনলাইনে চাকরির আবেদন, হ্যাকারদের ফাঁদে পড়ে ৫০ হাজার খোয়ালেন যুবতি

Image
কলকাতা : অনলাইনে চাকরির আবেদন করছেন? সাবধান! কারণ একটু ভুল করলেই পড়তে পারেন প্রতারক হ্যাকারদের পাল্লায়। এর মধ্যেই চাকরির আবেদন করতে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা খুইয়েছেন এক যুবতি। বিধাননগর সাইবার পুলিশ সূত্রে খবর, ২৩ ডিসেম্বর সল্টলেকের AE ব্লকের বাসিন্দা ওই যুবতিকে চাকরির জন্য ফোন করেন এক মহিলা। ওই যুবতি কয়েকটি চাকরির ওয়েবসাইটে বায়োডাটা আপলোড করেছিলেন। ওই মহিলা ফোনে জানান, কলকাতার একটি তথ্য-প্রযুক্তি সংস্থা কর্মী চাইছে। ওই যুবতির বায়োডাটা তাদের পছন্দ হয়েছে। ওই মহিলা যুবতিকে একটি ওয়েবসাইটের নাম বলেন। সেখানে চাকরির জন্য দরখাস্ত করতে বলেন। মহিলার কথা অনুযায়ী চাকরির দরখাস্ত করেন যুবতি। তাঁকে বলা হয়েছিল দরখাস্তের সঙ্গে দিতে হবে মাত্র ৪৯ টাকা। পর দিনই তাঁর ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। ৪৯ টাকা দিতে গিয়েই বাধে বিপত্তি। পেমেন্ট করতে গিয়ে ওই যুবতির মোবাইল ফোনে একটি OTP আসে। সেটি দিয়ে যদিও কাজ হয়নি। পরে ওই যুবতি ATM কাউন্টারে স্টেটমেন্ট নিতে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৪৯ হাজার ৯৯৮ টাকা। তারপরই অভিযোগ জানান ওই যুবতি।

বাজারে আত্মপ্রকাশের অপেক্ষায় ২০ টাকার নতুন নোট

Image
কলকাতা: দু'হাজার, পাঁচশো, দু'শো, একশো, পঞ্চাশ ও দলের পর এবার বাজারে আসছে নতুন কুড়ি টাকার নোট৷ মহাত্মা গান্ধী সিরিজের এই কুড়ি টাকার নোট দেখতে পুরনো ২০ টাকার নোটের থেকে একেবারে আলাদা৷ বিমুদ্রাকরণের পর বাজারে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নতুন নোট এনে রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত দেশের অর্থ ব্যবস্থায় নগদের জোগানে ছোট অঙ্কের নোটের প্রাধান্য, নিরঙ্কুশ ও মোট নগদের মূল্যের শতাংশের হিসাব বাড়িয়ে চলেছে৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিসংখ্যানুযাই ২০১৬ সালের মার্চে যেখানে ২০ টাকার নোটের সংখ্যা ছিল ৪৯২ কোটি ৪০ লক্ষ, সেখানে ২০১৮ সালের মার্চে সেই সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে৷ পরিসংখ্যান বলছে এই বৃদ্ধির১,০০১কোটি ৬০ লক্ষ, যা ২০১৭-১৮ অর্থবর্ষের শেষে বাজারে থাকা সব নোটের মোট মূল্যের ১.১ শতাংশ৷   বিমুদ্রকরণের পর থেকে দেশে ছোট যোগান কমে গিয়েছিল৷ ফলে চরম হেনস্থার শিকার হতে হয় সাধারণ দেশবাসীকে৷ এই পরিস্থিতিতে ১০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নতুন নোট বাজারে আসে৷ এবার পালা ২০ টাকার নতুন নোটের৷

৩৭০ ফুট জলভর্তি খনিতে পক্ষকাল আটকে ১৫ শ্রমিক, যুদ্ধ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর

Image
দু-সপ্তাহ কেটে গেলেও মেঘালয়ের খনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের হদিশ মিলল না। প্রায় পুরো খাদালই ভরে গিয়েছে জলে। শ্রমিকদের উদ্ধারকার্যা তাই আজও তিমিরে ঢাকা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মরিয়া চেষ্টা চালিয়েও কোনও সুরাহা করতে পারেনিন। ইতিমধ্যেই আটকে পড়া শ্রমিকদের পরিবার পিছু এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় শতাঝিক সদস্য ৩৭০ ফুট গভীর খনিতে নেমে উদ্ধারকার্য চালাচ্ছে। কিন্তু ওই ৩৭০ ফুট খনির অন্তত ২৫০ ফুট জলভর্তি হয়ে গিয়েছে। তার উপর প্রতিদিনই চলছে বৃষ্টি, নতুন করে জল ঢুকছে। ক্রমশই ১৫ জন খনি শ্রমিকের উদ্ধারের সম্ভাবনা কমছে। তবে চেষ্টার কলুর করছে না প্রশাসন। পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোল ইন্ডিয়া থেকে বেশি হর্স পাওয়ারের পাম্প চালিয়ে জল কমানোর চেষ্টা হচ্ছে। অন্তত ২০০টি পাম্প চালালে ওই জল বের করা সম্ভব বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে। এই উদ্ধারকার্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে প্রশাসন। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর পূর্ব জয়ন্তিয়ার জঙ্গলের ভিতরে অবৈধ খনি থেকে কয়লা তুলতে নেমেছিলেন ১৫ জন গ্রামবাসী। এরপরই খনিতে জল ঢুকতে শুরু করে। সে

বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাটিং নিলেন বিরাট, ধীর গতিতে এগোচ্ছে ভারত

Image
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক আগরয়াল এবং হনুমা বিহারি ধীর গতিতে হলেও ভাল শুরু করেন। দীর্ঘক্ষণ টিকে থাকলেও ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিহারি। টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টেস্ট অভিষেক হল মায়াঙ্ক আগরয়ালের। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, লিঁওদের সামাল দিলেন ভালমতোই। শুরু থেকে রানের গতি বাড়ানোর দিকে নজর দেন মায়াঙ্ক। অন্যদিকে উইকেটে টিকে থাকেন হনুমা বিহারি। কিন্তু ৬৬ বল খেলে মাত্র ৮ রানে কামিন্সের বাউন্সে ফিঞ্চের হাতে ধরা পড়লেন বিহারি। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ভারতের রান এক উইকেট হারিয়ে ৫৭। ৩৪ রানে অপরাজিত রয়েছেন মায়াঙ্ক। সঙ্গে ১০ রানে ব্যাটিং করছেন চেতেশ্বর পূজারা। এদিন বিরাট কোহলির সঙ্গে আর্চি স্চিলারকে সঙ্গে নিয়েই টস করতে এলেন অজি অধিনায়ক টিম পেইন। ৬ বছরের ছোট্ট আর্চি যে এই ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি তথা সহ অধিনায়ক। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েন দুই ভারতীয় ওপেনার মুরলী বিজয় এবং কেএল রাহুল। পরিবর্তে নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক-হনুমা। ওপেনিং জুটিত

ছেলে সেজে প্রতারণা বাবাকে, পরিচয় ঢাকতে ছেলেকে খুন

Image
ধৃত: জামাল শেখ। ছেলে জানত না কে তার বাবা। বাবাও চিনতেন না ছেলেকে। চিনতে চাওয়াই কার্যত কাল হল ছেলে আর্শেদ শেখের (১৪) পক্ষে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর স্কুলছাত্র আর্শেদকে খুন করার অভিযোগে এক যুবককে ধরার পরে, এমনই দাবি করেছে পুলিশ। অগ্রদ্বীপের বাসিন্দা মোর্শেদ শেখের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করে বাবুইডাঙায় বাপেরবাড়িতে চলে এসেছিলেন অন্তঃসত্ত্বা কাটু বিবি। সেখানেই তিনি আর্শেদের জন্ম দেন। ছেলের যখন বছর আটেক বয়স, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় কাটুর।  দাদু-দিদিমার কাছেই মানুষ হচ্ছিল আর্শেদ। ছেলে হয়েছে জানলেও, শ্বশুরবাড়ির সঙ্গে মোর্শেদের যোগাযোগ ছিল না। তিনি কেরলে রাজমিস্ত্রির কাজ করতে চলে যান। দ্বিতীয় বিয়েও করেন। দ্বিতীয় পক্ষের একটি মেয়ে রয়েছে তাঁর। ৩ ডিসেম্বর স্কুল থেকে ফিরে পাশের গ্রামে একটি অনুষ্ঠানে যায় অষ্টম শ্রেণির ছাত্র আর্শেদ। রাতে বাড়ি ফেরেনি। পরদিন গ্রামের সর্ষেখেতে তার দেহ মেলে। কে বা কারা কেন তাকে খুন করল, ধন্দে পড়েন আত্মীয়েরা ও গ্রামবাসী। পুলিশ অন্য কোনও সূত্র না পেয়ে আর্শেদের আত্মীয়-পরিজনের ফোনের কল-রেকর্ড পরীক্ষা করে। দেখা যায়, ঘটনার মাস দেড়েক আগে থেকে বাবুইডাঙার বছর আটত

‘‌৪১ ঘণ্টা বিমানে ফিরতে পারবো না’‌, রেহাই চাইল চোকসি

Image
অ্যান্টিগুয়া থেকে টানা ৪১ ঘণ্টা বিমানে করে আসতে হবে ভারতে। তাই আদালত যতই ডাকুক, আসতে পারবে না সে। কারণ, ৪১ ঘণ্টা বিমানে চলার মতো শারীরিক শক্তি তাঁর নেই। আদালতের শুনানিতে এই কথা লিখে চিঠি পাঠিয়েছে মেহুল চোকসি। সেখানে তিনি আরও উল্লেখ করেছেন, প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ আনছে ঠিকই, কিন্তু সঠিক পরিস্থিতির কথা বিচার করছে না। এতদিন ধরে শুনানি চলছে, তাও একবারও তার শারীরিক অবস্থা নিয়ে তদন্তকারীরা কিছু জানায়নি। আদালতকে বলেনি, কেন এখনই মুম্বই যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই সেই কথা সে নিজেই জানাচ্ছে। আপাতত তার শরীর খুবই খারাপ, সেই কারণেই মুম্বই আসা তার পক্ষে সম্ভব নয়। গত বছর জানুয়ারি মাসের ১৫ তারিখে মেহুল চোকসিকে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব প্রদান করে সে দেশের সরকার। আর তার কয়েকদিন পরেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নাম জড়ায় মেহুলের। নীরব মোদির সঙ্গে মোট ১৩০০০ কোটি টাকার কেলেঙ্কারির মূল অভিযুক্তদের মধ্যে চোকসিকে তালিকাভুক্ত করে তদন্তকারী সংস্থা। তারপর থেকেই একাধিক আইনের বলে অ্যান্টিগুয়া থেকে চোকসিকে দেশে আনানোর চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। যদিও, নানা কারণে এখনও দেশে ফেরানো সম্ভব হয়