Posts

Showing posts from February 1, 2019

গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করল মোদী সরকার

Image
কলকাতা: মোদী সরকার গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে বাজেটে৷ মধ্যবিত্তদের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই মোদী সরকারের এই পদক্ষেপ আর পাঁচটি জনমোহিনী বাজেট ঘোষণার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে৷ গ্র্যাচুইটির সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে৷ তবে এই সুবিধা তাঁরাই পাবেন ১৯৭২ সালের গ্র্যাচুইটির বেতন আইন অনুসারে ১০ বা তার বেশি সদস্যের একটি সংস্থায় পাঁচ বছরের বেশি কাজ করেছেন৷ ২০১৮ সালের মার্চ মাসে বেসরকারি ক্ষেত্রে করমুক্ত গ্র্যাটুইটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র৷ তবে শুধু গ্র্যাচুইটি নয়, বেতন ভোগীদের জন্য আরও কিছুটা সুবিধা দিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হল। এদিকে আয়ের উৎস থেকে কর কাটা (টিডিএস) ক্ষেত্রে সুবিধা বাড়ান হয়েছে৷ ব্যাংক পোস্ট অফিস-এর ডিপোজিট-এ সুদের উপর টিডিএস ১০০০০টাকা থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করা প্রস্তাব রয়েছে৷ তাছাড়া বাড়ির ভাড়ার ক্ষেত্রে টিডিএস ১,৮০,০০০টাকা থেকে বাড়িয়ে ২,৪০,০০০টাকা করার৷ ইতিমধ্যেই, লোকসভা নির্বাচনের আগেই মোদীর 'মাস্টারস্ট্রোক৷ 'করমুক্ত আগের সীমা বাড়

রোজ ১৭ টাকা চাষিদের অপমান, তোপ রাহুলের, এই বাজেট শুধুই ‘ট্রেলার’, পাল্টা মোদীর

Image
অন্তর্বর্তী বাজেটে রোজ ১৭ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করে কৃষকদের অপমান করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার সংসদে বাজেট প্রস্তাব পেশ হওয়ার পর এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এ দিনের বাজেট প্রস্তাবে কৃষকদের জন্য একটি অনুদান প্রকল্পের ঘোষণা করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি জানান, যে চাষিদের ২ একরের চেয়েও কম জমি রয়েছে, তাঁদের বছরে ৬ হাজার টাকা করে নগদ দেওয়া হবে। আর সেই টাকাটা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে, 'প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প'। তারই প্রেক্ষিতে 'আখরি জুমলা বাজেট' হ্যাশট্যাগ দিয়ে করা টুইটে কংগ্রেস সভাপতি লিখেছেন, "প্রিয় নমো, আপনার অযোগ্যতা এবং অহঙ্কার আমাদের কৃষকদের জীবন শেষ করে দিয়েছে। রোজ ১৭ টাকা করে অনুদান দিয়ে তাঁদের অপমান করা হল।'' রাহুলের এই সমালোচনার জবাব দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি শিবিরের তরফে অবশ্য প্রথমে আক্রমণটা শানান ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। সরাসরি রাহুলের নাম না নিলেও গাঁধী পরিবারকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, " বিভিন্ন সময় দেখা গিয়েছে, বড় খানদান

উচ্চ প্রাথমিকের অপ্রশিক্ষিত শিক্ষকদের আগামী রবিবারই ফের বসতে হবে পরীক্ষায়, নির্দেশ হাইকোর্টের

Image
আগামী রবিবার ফের পরীক্ষায় বসতে হবে উচ্চ প্রাথমিকের ১.৭০ লক্ষ শিক্ষককে। শুক্রবার এই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। পরীক্ষা রবিবার হলেও মামলার রায় না বেরোনো পর্যন্ত প্রকাশ করা যাবে না ফল। তেমনটাই জানিয়েছে আদালত।   সারা দেশে অপ্রিশিক্ষিত উচ্চ প্রাথমিক শিক্ষকদের ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে প্রশিক্ষিত হতে হবে বলে নির্দেশিকা জারি করেছিল NCTE. সালের ওই নির্দেশিকা কার্যকর করতে গত বছর ২০ ও ২১ ডিসেম্বর গোটা রাজ্যে পরীক্ষা হয়। পরীক্ষায় বসেন প্রায় ১ লক্ষ ৬৯ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক। কিন্তু পরীক্ষার কয়েকদিন পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়ে পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS. NIOS-এর সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন একদল পড়ুয়া। সেই মামলার শুনানিতেই শুক্রবার এই নির্দেশিকা জারি করেছে আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ৩ ফেব্রুয়ারি ফের হবে বাতিল হওয়া সেই পরীক্ষা। পরীক্ষায় বসতে হবে ১.৬৯ লক্ষ অপ্রশিক্ষিত শিক্ষককে। তবে পরীক্ষার ফল এখন প্রকাশ করতে পারবে না NIOS. মামলার রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে তা

মুভি রিভিউ ‘এক লড়কি কো দেখা তো’: এ ছবি জীবনকে সুন্দর করার মন্ত্র শেখায়

Image
অনেক দিন ভাল প্রেমের ছবি দেখেনি মানুষ। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। বসন্ত এসে গেছে। পথেঘাটে মনখুশ হাওয়া। বইমেলা, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। ফুরফুরে প্রেমের মরসুম। সেই মওকা বুঝেই 'এক লড়কি কো দেখা তো' ছবি চেলেছেন বিধুবিনোদ চোপড়া। ভরপুর প্রেমের ছবি। ছবির নাম শুনলেই মনে পড়ে প্রেমের গোটা গানটা। '৯০ দশকে যে গান কত না যুবক-যুবতীকে প্রেমে ফেলেছে! এ ছবি দেখেও প্রেমে পড়বেন আর এক বার। নিশ্চিত। পঞ্জাবের ছোট এক গ্রামের এক মাঝারি পরিবার। তাতেই সামান্য ব্যবসা সামলে থাকেন অনিল কপূর তাঁর পরিবার নিয়ে। ছবিতেও তাঁর মেয়ে সোনম কপূর। এ দেশের অনেক মেয়ের মতোই ছেলেবেলা থেকে সে একাই বড় হয়। হাজার সামাজিক ঘেরাটোপে। কিন্তু সে মেয়ে স্বপ্ন দেখে, এক দিন তারও ভালবাসা হবে। তারও এক দিন সংসার হবে। কিন্তু স্কুলে কেউ তার সঙ্গে কথা বলে না। তাই সব কথা ডায়েরিতে লেখে সে। ছবি আঁকে চুপ করে। এক দিন সে মেয়ে বড় হয়। তার জন্য পাত্র দেখা শুরু হয়। কোনও এক বিয়ের অনুষ্ঠানে বিদেশবাসী পাত্রের সঙ্গে আলাপও হয়। কিন্তু সহসা মনে আসে অন্য হাওয়া। সে মেয়ে বোঝে তার প্রেম নারীর প্রতি। পুরুষ না। কিন্তু পুরুষতান্ত্রিক পরিবারে কে বুঝবে

মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য নজির মিতালির

Image
ইতিহাস সৃষ্টির করা ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ। মহিলা ক্রিকেটার হিসাবে নতুন ইতিহাস লিখলেন ভারতের মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ তম ম্যাচ খেললেন তিনি। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড হল মিতালির। মহিলা ক্রিকেটার হিসাবে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যেই রয়েছে তাঁর দখলে। মহিলাদের একদিনের ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডে মিতালির পর রয়েছেন শার্লট এডওয়ার্ডে। ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ১৯১টি ম্যাচ। ১৭৪টি ম্যাচ খেলে ভারতের ঝুলন গোস্বামী রয়েছেন তিন নম্বরে। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারের প্রথম ম্যাচটি খেলেছিলেন মিতালি। সেই ম্যাচে ১১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই ম্যাচে ভারত জিতেছিল ১৬১ রানে। প্রায় দুই দশক ধরে ভারতীয় মহিলা দলের প্রতিনিধিত্ব করে মহিলা ক্রিকেটের অনেক রেকর্ড এখন মিতালির ঝুলিতে।২০০টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৬ হাজার ৬২২ রান। যা মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। একদিনের মহিলা ক্রিকেটে সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ডও তাঁর দখলে।

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত্যু দুই পাইলটের

Image
দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলছে বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরে বিপত্তি। টেক অফের পরই মুখ থুবড়ে পড়ল বায়ুসেনার বিমান। তাতে প্রাণ হারালেন দুই পাইলট।  শুক্রবার বেঙ্গালুরুর ইয়েমালুরু হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) রানওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার নেগি ও আভরিলের মৃত্যু হয়েছে বলে বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে। বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছে ফরাসি সংস্থা দাসোর তৈরি একটি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান। একটি মাত্র ইঞ্জিন বিশিষ্টি হাল্কা ওজনের এই বিমান সাধারণত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। এ দিন সকালে হ্যালের রানওয়ে থেকে সেটি রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু টেক অফের পরই বিপত্তি বাধে। রানওয়ের উপর মুখ থুবড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার হাত থেকে পাইলটদের রক্ষা করতে বিমানে সাধারণত বিশেষ প্রযুক্তি থাকে।আসনের সঙ্গে সংযুক্ত থাকে প্যারাস্যুট। যার মাধ্যমে আসনসমেত বিমানের বাইরে বেরিযে আসতে পারেন তাঁরা। এ ক্ষেত্রেও সেই ব্যবস্থা ছিল। কিন্তু তাতেও রক্ষা হয়নি।বিমান থেকে বেরোতে গিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষের উপরই গিয়ে পড়েন দুই পাইলট। গুরুতর জখম হন হন তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত্যু হয়। য

৫ লাখ পর্যন্ত করযোগ্য আয়ে ছাড়, ঊর্ধ্বসীমা না বাড়িয়ে ঘুরপথে মধ্যবিত্তকে স্বস্তি

Image
মধ্যবিত্তের আয়করে দ্বিগুণ ছাড় ঘোষণা পীযূষ গয়ালের। ভোটের আগে জনদরদী ভাবমূর্তি তুলে ধরার এটাই শেষ সুযোগ ছিল মোদী সরকারের কাছে। সেই সুযোগের পুরোপুরি ফায়দা তুলল সরকার। অন্তর্বর্তী বাজেটে ঘুরপথে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের ঘোষণা করলেন পীযূষ গয়াল। ঘুরপথে বলা হচ্ছে, কারণ আদপে আয়করের যে ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা পর্যন্ত ছিল, তাতে কোনও পরিবর্তন করা হয়নি। কিন্তু ছাড় এমন ভাবে বাড়ানো হয়েছে, যাতে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। করযোগ্য আয় ৫ লক্ষ টাকার বেশি হলে তাঁদের ক্ষেত্রে কার্যত কোনও সুবিধাই দেওয়া হয়নি। আয়করের ঊর্ধ্বসীমা যে ২.৫ লক্ষ টাকা ছিল, তাতে কোনও পরিবর্তন করা হয়নি। তাহলে নতুন ঘোষণা অনুযায়ী কী ভাবে নির্ধারণ করা হবে আয়কর? ধরা যাক, কারও আয় ৭ লক্ষ টাকা। বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়িভাড়া, গৃহঋণের সুদ-সহ সব ছাড় মিলিয়ে যদি আয় পাঁচ লক্ষ টাকার কম হয়, তাহলে কোনও কর দিতে হবে না। কিন্তু ধরা যাক সব ছাড় বাদ দিয়েও আপনার করযোগ্য আয় ৫ লক্ষ ১ হাজার টাকা। সেক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ধরা হবে আগের সেই আড়াই লক্ষ টাকাই। অর্থাৎ বাকি ২ লক্ষ ৫১ হাজার টাকার উপরই আপনাকে আয়কর দিতে

ভোট-নজরে মধ্যবিত্ত, ₹৬.৫ লাখ পর্যন্ত আয়ে লাগবে না আয়কর!

Image
মধ্যবিত্তের ভোটব্যাংকের কথা মাথায় রেখে ভোটের আগে শেষ বাজেটে দরাজ নরেন্দ্র মোদীর সরকার। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা এক ধাক্কায় দ্বিগুণ বাড়ানোর কথা প্রস্তাব করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রস্তাব করা হয়েছে আরও কিছু করছাড়ের সুযোগও। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেন, 'ব্যক্তিগত করদাতাদের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ২.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার কথা প্রস্তাব করছি। এর ফলে উপকৃত হবেন ৩ কোটি মানুষ।' এখানেই শেষ নয়। প্রভিডেন্ট ফান্ড ও নির্ধারিত কিছু ইক্যুইটিতে বিনিয়োগ করলে বেতনভোগীদের ৬.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন ৪০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে এবং ব্যাংক-ডাকঘর থেকে বার্ষিক ৪০,০০০ পর্যন্ত সুদ করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বাজেটে বড় ঘোষণা, কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ছ’হাজার টাকা

Image
মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভের পারদ ক্রমশই চড়ছিল৷ লোকসভা নির্বাচনের আগে সংসদে পেশ করা শেষ বাজেটে সেই ক্ষোভের ক্ষতে মলম লাগালেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল৷ কৃষকদের মন জয় করতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি৷ অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি নামের ঐতিহাসিক যোজনা আনছে সরকার। ২ হেক্টর পর্যন্ত যাঁদের জমি রয়েছে, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি বছরে ৬ হাজার টাকা দেবে সরকার। কৃষকদের সহায়তায় এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রায় ১২ কোটি কৃষক এই সুবিধা পাবেন। মোট খরচ ৭৫ হাজার টাকা। ৩ ভাগে ভাগ হয়ে ২ হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে কৃষকদের। তাঁদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই প্রথমবার ২২ টি ফসলের ন্যূনতম সমর্থনমূল্য অন্তত ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, খরা-বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের কথায় মাথায় রেখেও বাজেটে কৃষকদের স্বার্থে বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল৷ তিনি জানান, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য ঋণে ২ শতাংশ ছাড় পাবেন। আর নির্ধারিত সময়ে ঋণ শোধ করলে আরও ৩ শতা

গো–মাতাদের রক্ষার্থে গোকুল মিশনে ৭৫০ কোটি বিনিয়োগ, ঘোষণা বাজেটে

Image
মানুষের চেয়ে গরুই গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করল এনডিএ সরকার। শুক্রবার অন্তর্বতী বাজেট পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সেই বাজেটে ঘোষণা করা হল '‌রাষ্ট্রীয় গোকুল মিশন'‌। যেখানে গরুদের সুরক্ষায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। গরু বা গো–মাতাদের নিয়ে সবসময়ই উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি সরকার। সেই উদ্বেগেরই প্রতিফলন ঘটল শুক্রবারের বাজেটে। শুক্রবার সংসদে দাঁড়িয়ে পীযুষ গোয়েল বাজেট পেশ করার সময় ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে গো–হত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। আর তাই দেশে গো–মাতাদের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তিনি বলেন, '‌গো–মাতার সম্মান করতে এই সরকার কখনও পিছুপা হবে না।' ২০১৮–১৯ সালে গরুদের বৃদ্ধি ও দুগ্ধজাত পণ্যের বৃদ্ধির জন্য এই ৭৫০ কোটি টাকার বিনিয়োগ। এ ছাড়াও রাষ্ট্রীয় কামধেনু আয়োগের কথাও ঘোষণা করা হয়েছে শুক্রবারের বাজেটে। এই পরিকল্পনা গো–মাতাদের রক্ষা করা ও তাদের দেখভাল করার জন্য নেওয়া হয়েছে। উৎপাদন বাড়ানোর দিকেও লক্ষ্য রাখা হবে এই পরিকল্পনার মাধ্যমে। এ ছাড়াও পশুপালনের কাজে যাঁরা যুক্ত, তাঁদের জন্য কিষাণ ক্

চাইছি আমেরিকার বন্ধুত্ব, ট্রাম্পকে চিঠি চিনা প্রেসিডেন্টের

Image
ফের বন্ধুত্বের পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি চিনফিং।  আমেরিকার বন্ধুত্ব চাইলেন চিনা প্রেসিডেন্ট। চাইলেন, দু'দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় ব্যবসা সংক্রান্ত বকেয়া চুক্তিগুলি। চিন ও আমেরিকার ব্যবসায়ীদের প্রতিনিধিদলের মধ্যে যখন বৈঠক চলছে ওয়াশিংটনে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে এই আর্জি জানালেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। দু'দেশের এখনকার সম্পর্ককে 'গুরুত্বপূর্ণ মোড়' আখ্যা দিয়ে শি লিখেছেন, ''এই সম্পর্ককে জোরদার করতে দু'দেশের মধ্যে ব্যবসা সংক্রান্ত চুক্তিগুলি তাড়াতাড়ি সেরে ফেলা হোক। তা হলেই দু'দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে সদর্থক বার্তা পৌঁছে দেওয়া যাবে। সেটা যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল।'' চিঠি পেয়ে মার্কিন প্রেসিডেন্ট খুশি হয়েছেন বলে জানিয়েছেন চিনা প্রতিনিধিদলের সদস্যরা। গত সেপ্টেম্বরে আমেরিকায় ঢোকা চিনা পণ্যসামগ্রীর উপর শুল্ক বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হুমকি দেন, নতুন বছরের প্রথম দিনটি থেকেই ওই শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন। তার ফলে, চিন্তায় পড়ে যান চিনা শ

বাজেটের দিনই ডলারের সাপেক্ষে সস্তা হল টাকার মূল্য

Image
বাজেট পেশ করার আগেই এদিন শেয়ার বাজার যেমন চাঙা হল, তেমনই ডলারের তুলনায় সস্তা হল টাকার মূল্য। এদিন সকালে ৯ পয়সা দাম কমে ১ ডলার ভারতীয় মুদ্রায় দাঁড়িয়েছে ৭১ টাকা ১৭ পয়সা। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা শক্তিশালী হওয়ায় তা বাজেটের মধ্যে খুব একটা আশাব্যঞ্জক খবর নয়। বাজেট যেমন রয়েছে তেমনই অপরিশোধিত তেলের দামের হেরফের ডলারের তুলনায় টাকার দাম কমিয়ে দিয়েছে। এদিন বাজার খোলার সময় ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল ৭১টাকা ৮ পয়সা। পরে আরও ৯ পয়সা দাম পড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ১৭ পয়সা। এদিন সেনসেক্স প্রায় ১০০ উপরে উঠেছে। নিফটিও সামান্য ওপরে দিন শুরু করেছে। সেনসেক্স রয়েছে ৩৬, ৩৩৭.৫০ পয়েন্টে ও নিফটি রয়েছে ১০,৮৫১ পয়েন্টে। হিরো মোটোকর্প, ভারতীয় এয়ারটেল, এইচসিআই টেক, বাজার ফিনান্স, টাটা মোটরস, বাজাজ অটো-র শেয়ার সবচেয়ে ভালো করেছে। অন্যদিকে বেদান্ত, ওএনজিসি, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে।

কৃষকদের জন্য জনমোহনী কেন্দ্র! পশুপালকদেরও এবার কিষাণ ক্রেটিড কার্ড

Image
কৃষকদের জন্য জনমোহনী কেন্দ্র। ছোট কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে সাহায্য। ২ হেক্টর পর্যন্ত জমি যাঁদের আছে তাঁদের ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা। বাজেটের দেওয়া বয়ান অনুযায়ী, তিন কিস্তিতে এই টাকা দেওয়া হবে। ১২ কোটি কৃষক উপকৃত হবেন ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য চালু করা এই নতুন যোজনায়।  এর জন্য ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার সরাসরি ইনকাম সাপোর্টের মাধ্যমে ভর্তুকি দেবে। ২০১৮ থেকে লাগু করার কথা জানানো হয়েছে। ফলে  প্রথম কিস্তি অতি শীঘ্রই দেওয়া হবে। কিষাণ ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। পশুপালনের জন্যও এবার কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে, ২০১৯-২০ সালের এই বাজেটে।

শ্রমিকদের বোনাস বেড়ে দ্বিগুণ!লোকসভার আগে শেষ বাজেটে সুখবরের বন্যা মোদী সরকারের

Image
শ্রমিকদের জন্য কল্পতরু হল মোদী সরকার। কেন্দ্রের এনডিএ সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত পীযুষ গোয়েল। তিনি ঘোষণা করলেন, শ্রমিকদের বোনাস দ্বিগুণ করা হচ্ছে। সেইসঙ্গে চালু করা হচ্ছে নয়া পেনশন প্রকল্প। একইসঙ্গ অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্যও খুশির খবর শোনাল বাজেট। পীযুষ গোয়েল রেল বাজেটে জানান, শ্রমিকদের বোনাস দ্বিগুণ করা হচ্ছে। সাড়ে তিন হাজার থেকে বেড়ে সাত হাজার টাকা করা হচ্ছে শ্রমিকদের বেতন। ২১ হাজার পর্যন্ত যাদের বেতন, তাঁরাও এই সুবিধা পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও ঘোষণা করে শ্রমিক-বন্ধু হয়ে ওঠার চেষ্টা করল সরকার। আর ১৫ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁদের জন্য নয়া পেনশন প্রকল্প চালু করছে সরকার। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ১০ কোটি শ্রমিক এই সুবিধা পাবেন। একইসঙ্গে শ্রমিক মৃত্যুতে পিএফ দ্বিগুণ করার কথাও ঘোষণা করা হল বাজেটে। গ্র্যাচুইটির সীমা বেড়ে হল ৩০ লক্ষ। অঙ্গনওয়াড়ি-আশাকর্মীজের ভাতাও ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তথা কর্মীদের এই সুবিধা দিয়ে কার্যত জনমোহিনী বাজেটের পথেই হাঁট

প্রকাশ্যে আলিঙ্গনের শাস্তিতে ছাত্রীকে চাবুক দিয়ে মার, নীরব দর্শক

Image
জাকার্তা: দুই কিশোর-কিশোরী প্রকাশ্যে আলিঙ্গন করায় শাস্তি পেল প্রকাশ্যেই৷ চাবুক পেটা করা হল কিশোরীকে৷ ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার আচে নামক স্থানে কিসোর-কিশোরীকে দাঁড় করিয়ে চাবুক পেটা করা হয়৷ তাদের অপরাধ তারা প্রকাশ্যে আলিঙ্গনাবদ্ধ হয়েছিল৷ যখন এই শাস্তি প্রদানের ঘটনা ঘটছিল তখন সেখানেই ভিড় উপচে পড়ে৷ সকলের সামনেই চলে এই নির্মম শাস্তি দেওয়ার পালা৷ উল্লেখ্য, ইন্দোনেশিয়ার এই স্থানে মদ্যপান, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জুয়া এসবের অপরাধ রুখতে শরিয়তি আইন মেনে চলা হয়৷ এই শাস্তির মাধ্যমে অপরাধীদের পাশাপাশি অন্যান্যদেরও বার্তা দেওয়া হয় যে, নিয়মের অন্যথা করলে তাকেও এই ধরণের নির্মম অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে৷

বেকার ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতিমাসে মিলবে ৩৫০০টাকা

Image
জয়পুর: বেকারদের জন্য বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ যাদের চাকরি নেই তাদের প্রত্যেককে ৩,৫০০টাকা ভাতা দেওয়া হবে৷ ১ মার্চ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতি মাসে এই টাকা ঢুকবে বলে জানানো হয়েছে৷ আজ তক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গেহলট তাঁর ঘোষণাপত্রে বলেছিলেন তিনি ক্ষমতায় আসার পর সকল বেকারদের ৩,৫০০ টাকা ভাতা দেবেন৷ ১ মার্চ থেকে যাদের কাছে চাকরি নেই তারা টানা ২ বছর ৩,৫০০টাকা বেকার ভাতা পাবেন৷ এতদিন রাজস্থানে বেকারদের এই ভাতা দেওয়া হত তবে তা ছিল ৬০০টাকা করে৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, এই ৬০০টাকার ভাতাও তিনিই শুরু করেছিলেন৷ উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন৷ রাজস্থানে কংগ্রেসের সচিন পাইলট বেকারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় এলে বেকার ভাতা দেবেন৷ তবে তার আগেই গেহলট কথামতো বেকারভাতার ঘোষণা করলেন৷ তবে সরকারের পক্ষে এই যোজনা লাগু করা যে কঠিন তা মনে করছে বিভিন্ন মহল৷ কারণ কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে এই বেকারভাতা দেওয়ার কথা বলার পর থেকে তিন মাসে এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ নাম রেজিস্ট্রার্ড হয়েছে৷ একদিকে ঋণ মকুব এবং অন্যদিকে বেকারভাতা, লোকসভা নির্বাচনে র

সাতসকালেই ২ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা-জওয়ান

Image
শ্রীনগর: সাতসকালেই ২ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা জওয়ানরা৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছিল, তাতেই ২ জন জঙ্গি খতম হয়৷ পুলওয়ামার রাজপোরা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ তবে আরও জঙ্গি লুকিয়ে থাকতে বলে মনে করা হচ্ছে৷ সমগ্র এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি৷ খতম হওয়া জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ জম্মু-কাশ্মীরের পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রাবগাম এলাকাটি ঘরে ফেলা হয়৷ সেকানে জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছিল৷ সেই মতো, এলাকাটিতে তল্লাশি অভিযান চলছিল৷ সে সময়ই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা রক্ষীরাও৷ এই এনকাউন্টার পর্বেই ২ জঙ্গি খতম হয়৷ এরা কারা? কোন জঙ্গি সংগঠনের সঙ্গে এদের যোগ রয়েছে তাই জানার চেষ্টা চলছে৷

ভয়াবহ নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫২

Image
ক্রংশই বাড়ছে মৃতের সংখ্যা৷ পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকাডুবির ফলে এখনও পর্যন্ত ৫২ জনের দেহ পাওয়া গিয়েছে৷ বুধবার এই সংখ্যা ছিল ৪৩৷ নিখোঁজ বহু মানুষ৷ পলে আশঙ্কা করা হচ্ছে ৫২ ছাড়িয়ে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে৷ জোরকদমে চলছে তল্লাশির কাজ৷ উল্লেখ্য, জিবুতিতে ২টি যাত্রীবাহী নৌকা ডুবে যায়৷ খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু হয়ে যায়৷ উপস্থিত হয় কোস্টগার্ডরা৷ পাঠানো হয় নিরাপত্তা বাহিনী৷ ২ জনকে জীবিত উদ্ধারও করা হয়৷ জীবিতদের সংখ্যা এখনও পর্যন্ত ১৬৷ মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ সকলেই৷ আইওএমের মুখপাত্র জানান, ওই নৌকা দুটি ইয়েমেনের দিকে যাচ্ছিল৷ পথের মাঝেই সেই দুটি ডুবে যায়৷ নৌকাতে পুরুষের যাত্রীর পাশাপাশি মহিলা যাত্রীরাও ছিলেন৷ এই দুর্ঘটনার খবর উদ্ধারকার্য শুরু হয়, কিন্তু তার মধ্যেই অনেকে তলিয়ে যায়৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি জারি রয়েছে৷

চা পাতার আড়ালে মাদক ঢুকছে শহরে, ফাঁস ‘খট’ পাচারচক্র

Image
ইথিওপিয়া থেকে কলকাতায় চা পাতা আমদানি? প্যাকেট দেখেই সন্দেহ হয়েছিল গোয়েন্দাদের। তাই স্ক্যানারের তলায় সেই প্যাকেট রাখতে চা পাতার যে ছবি স্ক্রিনে ফুটে ওঠে, তাতে সন্দেহ আরও বাড়ে। নমুনা সংগ্রহ করতে একটি প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে 'খট', যা আসলে মাদক। দেখতে চা পাতার মতো হলেও আফ্রিকায় প্রচলিত এই মাদক। ভারতের মতো বেশ কিছু দেশে তা নিষিদ্ধ। আফ্রিকা থেকে কলকাতায় রীতিমতো ডাকযোগে পাচার করা হচ্ছিল 'খট'। কিন্তু তার আগেই কলকাতায় 'ফরেন পোস্টাল অফিস' থেকে শুল্ক দপ্তরের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল প্রায় ৮০ কিলোগ্রাম 'খট'। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে এই 'খট' মাদকের দাম কয়েক লক্ষ টাকা। ব্যাঙ্কশাল আদালতে উদ্ধার হওয়া ওই মাদক পেশ করেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাঁচটি পেল্লাই মাপের কার্টুনে করে উত্তর-পূর্ব আফ্রিকার ইথিওপিয়া থেকে কলকাতায় ডাকযোগে এসেছিল এই মাদক। বলা হয়েছিল, আফ্রিকা থেকে চায়ের পাতা এসেছে কলকাতায়। যাঁর নামে এই জিনিসগুলি এসেছে, তিনি হচ্ছেন সঞ্জয় দাস। হাওড়ার ডোমজুড়ের একটি ঠিকানায় তা যাওয়ার কথা। বাক্সগুলি আসার পর তা

মাংস-পোলাও না পেয়ে বধূকে কুপিয়ে খুনের চেষ্টা শ্বশুরের

Image
মালদহ: খেতে বসে মাছের বড় মুড়োটা তার চাই। আয়েশ করে নিত্যদিন মাংসের ঠ্যাং চিবোতে না পারলে চড়ে যায় মেজাজ। অভাবের সংসারে প্রায়ই ছেলে-বউয়ের কাছে এমন রাজসিক খাবারের আবদার জুড়ত শ্বশুর। আবদার পূরণ না হলেই পুত্রবধূর কপালে জুটত মার। সঙ্গে ছেলেকে গালিগালাজ, অপমান। প্রতিবাদ করলেই মিলত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি। এবার ছেলে-বউয়ের কাছে কষা মাংস ও পোলাও খাওয়ার বায়না ধরেছিল শ্বশুর। কিন্তু টাকা হাতে না থাকায় করা যায়নি সেই আয়োজন। আর তাতেই বিপত্তি। খেতে বসে থালায় মাংস-পোলাও না পেয়ে পুত্রবধূকে একেবারে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। জখম বধূর নাম রফিনা বিবি (৩৫)। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর নজরুল শেখ পলাতক। মালদহের মানিকচক থানার জালালপুর গ্রামে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। গুরুতর জখম ওই গৃহবধূকে পরিবারের সদস্যরাই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী রবিউল হক তাঁর বাবা নজরুল শেখের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার মাথায় ১০টি সেলাই পড়েছে। ধারালো অস্ত্রের আ

বাজেটের আগেই সুখবর, ৩০ টাকা দাম কমল রান্নার গ্যাসের

Image
বাজেট পেশের আগেই সুখবর শোনাল কেন্দ্র সরকার। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমল ৩০ টাকা। এবং ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম কমল ১.৪৬ টাকা। এই নিয়ে ৩০ দিনের মধ্যে তিনবার গ্যাসের দাম কমল। জ্বালানির দাম অনেকটা কমে আসাতেই সিলিন্ডারের দাম অনেকটা কমেছে বলে জানা গিয়েছে। যার ফলে দিল্লিতে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ৪৯৩.৫৩ টাকা এবং ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৬৫৯ টাকা। এই মুহূর্তে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৪৯৪.৯৯ টাকা ও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৬৮৯ টাকা রয়েছে। এর আগে এই মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ১২০.৫ টাকা ও ২০১৮ সালের ডিসেম্বরে ১৩৩ টাকা কমেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, ১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ থেকে এই দাম কার্যকর হবে। ভর্তুযুক্ত গ্যাসের গ্রাহকরা এর পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৫.৪৭ টাকা ফেরত পাবেন। আগে যা ছিল ১৯৪.০১ টাকা। ভর্তুকিযুক্ত সিলিন্ডার আগের মতোই ১২টি করেই বছরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

পুলওয়ামায় ভারতীয় সেনার গুলিতে খতম ২ জঙ্গি

Image
ফের সীমান্তে গুলির লড়াই।  জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ ।  এখনও পর্যন্ত ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। শুক্রবার রাত ১টা নাগাদ আচমকাই সেনাক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ গড়ে ভারতীয় সেনাও।  শুরু হয় সংঘর্ষ।  সকাল পর্যন্ত পাওয়া খবরে, ভারতীয় সেনার গুলিতে ২ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের তরফে এলাকার ইন্টারনেট পরিষেবা সময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গুলির লড়াই এখনও চলছে। ভারতীয় সেনা জওয়ান কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কমবে আয়করের বোঝা? আজ বাজেটে আদৌ কি হবে প্রত্যাশা পূরণ?

Image
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আর  তারপরই  পেশ হতে চলেছে অন্তবর্তী বাজেট।  এই বাজেটে কি তবে আয়করের বোঝা কমবে? বাড়বে মধ্যবিত্তের সঞ্চয়? আপাতত এই প্রশ্নই আম জনতার মনে। লোকসভা নির্বাচনের আগে এই বাজেট পেশ কার্যত নরেন্দ্র মোদীর অগ্নি পরীক্ষাই বটে। তবে অর্থনীতিবিদদের মতে, এনডিএ সরকার ফের ক্ষমতায় এলে কোন পথে চলবে, তারই কিছুটা আভাস মিলবে এদিনের বাজেটে। অনেক বিশেষজ্ঞদের মতে, নাম অন্তবর্তী হলেও আদতে নাকি পূর্ণ বাজেটই পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরতে মরিয়া মোদী সরকার। এমনিতেই কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে বিজেপির হাত থেকে তিনটি রাজ্য ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ফলে কৃষকদের পাশে টানার চেষ্টা করবে সরকার। পাশাপাশি আয়কর ছাড়ের উর্ধ্বসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ পর্যন্ত লক্ষ টাকা পর্যন্ত করতে মোদী সরকার করতে পারে বলে জল্পনা। লক্ষ্য একটাই, মধ্যবিত্তের ভোটব্যাঙ্ককেও মজবুত করা। আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়ানোর সঙ্গে আয়করের হারও বদলে করের বোঝা কমানোর চেষ্টা করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের বাজেটে ৮০ সি ধারায় করমুক্ত সঞ্চয়ের সীমা বাড়তে পা

পুরনো রিপোর্ট বদলে গেল ১ শতাংশ বৃদ্ধির হারে, কী ভাবে সম্ভব? উঠছে প্রশ্ন

Image
বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী।  এ যেন ভানুমতীর খেল্! অর্থনীতির যাবতীয় যুক্তি উড়িয়ে মোদী সরকার দাবি করল, মোদী জমানায় আর্থিক বৃদ্ধির সর্বোচ্চ হার ছিল নোট বাতিলের বছরে! কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর বা সিএসও তাদের রিপোর্টে দেখিয়েছিল, নোট বাতিলের বছর, অর্থাৎ ২০১৬-'১৭-য় বৃদ্ধির হার ছিল ৭.১%। সেই হিসেব সংশোধন করে সিএসও আজ যে নয়া রিপোর্ট পেশ করেছে, তাতে ওই সময়ে বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.২%। এমনকি জিএসটি চালুর বছর, অর্থাৎ ২০১৭-'১৮-তেও বৃদ্ধির হার সংশোধিত হয়েছে। যার জেরে বৃদ্ধির হার ৬.৭% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭.২%। সিএসও নিজের হিসেব সংশোধন করে বৃদ্ধির হার বাড়াচ্ছে, কমাচ্ছে, এটা নতুন নয়। কিন্তু তাতে রদবদল হয় সামান্যই। একেবারে ১ শতাংশের ফারাক হয় না। পরিসংখ্যানবিদদের মন্তব্য, মোদী জমানায় বৃদ্ধির হিসেবের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আগেই তৈরি হয়েছিল। এ বার সেটা রসিকতার স্তরে নেমে গেল। অর্থনীতিবিদদেরও প্রশ্ন, কোন জাদুতে এই বেড়ে যাওয়াটা সম্ভব হল? মোদী সরকারের পাঁচ বছরে আর কোনও বছরেই বৃদ্ধির হার ৮ শতাংশের উপরে যায়নি। নোট বাতিলের বছর ছাড়া। এক অর্থনীতিবিদের মন্তব্য, ''তা হলে তো বৃদ্ধি

আজ ভোট-বাজেট, কমতে পারে আয়করের বোঝা, বাড়বে মধ্যবিত্তের সঞ্চয়

Image
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আয়করে ছাড় দেওয়া হবে— প্রত্যাশা ছিলই। লোকসভা ভোটের আগে শেষ বাজেটের আগের দিন সেই প্রত্যাশা আরও উস্কে দিল রাষ্ট্রপতির বক্তৃতা। ৮০সি ধারায় করমুক্ত সঞ্চয়ের সীমা বাড়তে পারে বলেও প্রত্যাশা তৈরি হয়েছে। বাজেট অধিবেশনের শুরুতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর বক্তৃতায় বলেন, ''আয়করের বোঝা কমিয়ে, মূল্যবৃদ্ধির হারকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে, সরকার মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে। পরিশ্রমী মধ্যবিত্ত মানুষের আয় বাড়াতে এবং সেই আয় উত্তরোত্তর বৃদ্ধির জন্য লগ্নির রাস্তা তৈরি করতে সরকার সচেষ্ট।'' এমনিতে ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে সাধারণত আয়কর হারে বদল হয় না। কারণ এ জন্য আয়কর আইনে পরিবর্তন করতে হয়। ভোটের আগের অন্তর্বর্তী বাজেটে কোনও সরকারই সেটা করে না। তার উপর আগামী ২৮ ফেব্রুয়ারি প্রত্যক্ষ কর বিধি প্রকাশ হওয়ার কথা। কর বিশেষজ্ঞদের মতে, নতুন হারে আয়কর আদায় করতে হলে ১ এপ্রিল থেকে নতুন অর্থ বছরের শুরুতে নতুন করের হার নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে। না হলে, নতুন সরকার গঠনের পর জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ না-হওয়া পর্যন্ত সরকারের পক্ষে কর আদায় করা মুশকিল। ক