Posts

Showing posts from January 17, 2019

কাল ফাইনাল! পঞ্চম বোলারের খোঁজে অস্থির ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট

Image
তা হলে হার্দিক পাণ্ডিয়ার অভাব বোধ করছে ভারতীয় দল! ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট হয়তো এমন দাবি উড়িয়ে দেবে। কিন্তু তাতে সত্যিটা বদলাবে না। অস্ট্রেলিয়র বিরুদ্ধে একদিনের সিরিজে দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি ভাল পারফর্ম করেছেন। রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব মাঝের ওভারগুলোয় দায়িত্ব সামলেছেন। কিন্তু পঞ্চম বোলার হিসাবে কাকে রাখা হবে, তা নিয়ে যাবতীয় সমস্যা। এইখানেই শূন্যস্থান তৈরি হয়েছে।  গত দুই ম্যাচে দুজন বোলারকে দিয়ে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। প্রথম ম্যাচে খেলেছিলেন খলিল আহমেদ (০-৫৫)। দ্বিতীয় ম্যাচে মহম্মদ সিরাজ (০-৭৬)। দুজনেই মাত্রাতিরিক্ত রান দিয়ে ফেলেছেন। এদিকে, অম্বাতি রায়াড়ুকেও বোলিং করাতে চান না ক্যাপ্টেন কোহলি। ফলে সিরিজের শেষ তথা কার্যত ফাইনাল ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মহাসমস্যায় পড়েছে।  তিন ম্যাচের সিরিজ এখন ১-১। দীর্ঘ প্রায় দু'বছর কোনও সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। ফলে সিরিজের শেষ ম্যাচে তারাও যে মরম কামড় দেবে, তা ভারতীয় দল আন্দাজ করতে পারছে। এদিকে, ভারতীয় দলও চাইছে, অস্ট্রেলিয়া সফরে কোনও সিরিজ না হেরে নিউজিল্যান্ড উড়ে যেতে। বিশ্বকাপের আগে এম

১২৫টির বেশি আসন পাবে না বিজেপি, আঞ্চলিক দলগুলিই নির্ধারক: মমতা

Image
প্রবল বাম জমানায় ব্রিগেডের মঞ্চে মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব কংগ্রেস নেত্রী হিসেবে তাঁর ব্রিগেড সমাবেশে জনজোয়ার দেখেছিল শহর। সময় বদলেছে। নবান্নের তখতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর লড়াই কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে। আরও একটা ব্রিগেডের আগে বিজেপির মৃত্যুঘণ্টা বাজানোর হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ব্রিগেডে মহা সমাবেশের জন্য পুরুলিয়া থেকে এসে পৌঁছেছেন অসংখ্য মানুষ। দেখুন হাওড়া স্টেশনের দৃশ্য এদিন ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি প্রথমে বামেদের বিরুদ্ধে মৃত্যুঘণ্টার সভা করেছিলাম ওঠা ঐতিহাসিক ছিল। এবার অন্য নেতারা সিদ্ধান্ত নিক। নিজের মতামত চাপাব না''। বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আর ফিরবে না বলে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কংগ্রেস কত পাবে জানি না, বিজেপি ১২৫টির বেশি আসন পাবে না। ওটা পেলেই যথেষ্ট। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, আঞ্চলিক দলগুলিই আসন্ন লোকসভা ভোটে নির্ধারক হয়ে উঠবে।  জয়প্রকাশ নারায়ণের আগে জ্যোতি বসু ঐতিহাসিক ব্রিগেড সমাব

যাবজ্জীবন কারাদণ্ড, চরম সাজা পেল গুরু রাম রহিম

Image
ধর্ষণের মামলায় ইতিমধ্যেই তিনি জেল খাটছে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। সাংবাদিক খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিল ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। সাজা ঘোষণা হল বৃহস্পতিবার। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হলো তাকে। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হল। ২০০২ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনের ঘটনায় রাম রহিম সহ–তিনজনকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার পাঁচকুলাতে সিবিআইয়ের বিশেষ আদালতে হয় এই মামলার শুনানি। সকাল থেকেই আদালত চত্বর ঘিরে ফেলা হয়েছিল পুলিস দিয়ে। পুলিসের ডেপুটি কমিশনার প্রভজ্যোৎ সিং বলেন, সংবেদনশীল এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডেরা সাচ্চা সৌদার সদর দপ্তরের আশপাশে মোতায়েন করা হয়েছে কম্যান্ডো বাহিনী। পাঁচকুলা আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে ৫০০ পুলিসকর্মী। আদালতের চারপাশে তৈরি হয়েছে ব্যারিকেড। ২০০২ সালে 'পুরা সাচ' নামে এক পত্রিকায় জনৈক অজ্ঞাতপরিচয় ব্যক্তির চিঠি ছাপা হয়। তাতে লেখা হয়েছিল, রাম রহিমের আশ্রমে সাধ্বীরা নিয়মিত যৌন হেনস্থা এবং ধর্ষণের শিকার হন। কয়েক মাস পরে ২৪ অক্টোবর ওই পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি সিরসায় ন

‌কুকুর নিধনকাণ্ডে এনআরএস নার্সিং কলেজের লাইসেন্স বাতিলের হুমকি মানেকা গান্ধীর

Image
কুকুর নিধনকাণ্ড নিয়ে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যীণ মন্ত্রী মানেকা গান্ধী। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন অবিলম্বে এই ঘটনায় ধৃত দুই নার্সিং ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে। নইলে নার্সিং কলেজের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং এটা করার জন্য যা যা করতে হয় তিনি তাই করবেন বলে রীতিমত হুমকি দিয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তিনি জাতীয় নার্সিং কাউন্সিলে অভিযোগ জানিয়েছেন। গত রবিবার এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে খুন করে মৌটুসি মণ্ডল এবং সোমা বর্মন নামে নার্সিং কলেজের দুই ছাত্রী। শিয়ালদহ আদালত তাঁদের জামিনে মুক্তি দিলেও জেল হেফাজতেই বুধবার তাঁরা ছিলেন। বৃহস্পতিবার টিআই প্যারেডের পর তাঁদের মুক্তি পাওয়ার কথা।   হাসপাতাল কর্তৃপক্ষকে পাল্টা চাপ দিতে আসরে নেমেছে নার্সদের সংগঠন। বিক্ষোভ দেখিয়ে তাঁরা দাবি তুলেছে, অবিলম্বে হাসপাতাল চত্বরকে সারমেয় মুক্ত করতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে কথাও বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নর্তকীদের উদ্দেশে টাকা ওড়ানো যাবে না, তবে মুম্বইয়ে ডান্স বারে সায় সুপ্রিম কোর্টের

Image
ডান্স বার নিয়ন্ত্রণে মহারাষ্ট্র সরকারের কঠোর বিধি শিথিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে একই জায়গায় মদ্যপান এবং নাচ চলতে পারে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। তবে, কোনও ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ডান্স বার করা যাবে না, মহারাষ্ট্র সরকারের এই আইন মুম্বইয়ের মতো শহরের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশে খুশি মহারাষ্ট্রের হোটেল ও রেস্তরাঁ সংগঠনগুলি। খুশি এই পেশার সঙ্গে যুক্ত অন্যান্যরাও। ডান্স বার তুলে দিতে গত ১৫ বছর ধরেই মহারাষ্ট্রে সক্রিয় একের পর এক রাজ্য সরকার। রাজ্য সরকারের বক্তব্য, এই ডান্সবারগুলি অশালীনতা ছড়ায় এবং প্রকারান্তরে যৌন ব্যবসাকেই মদত দেয়। অন্য দিকে রেস্তরাঁ এবং বার মালিক সংগঠনগুলির দাবি ছিল, বারগুলিকে নিষিদ্ধ করলে যৌন ব্যবসায় মদত দেওয়া তো কমবেই না,  উল্টে বার নর্তকীদেরই পরোক্ষে যৌন পেশায় ঠেলে দেওয়া হবে। এক সময়, রাজ্য জুড়ে প্রায় সাতশো ডান্স বারে পঁচাত্তর হাজার মহিলা কাজ করতেন। মহারাষ্ট্র সরকার এই বারগুলি নিষিদ্ধ করায় সংসার চালাতে অনেকেই দেহ ব্যবসায়ে নেমেছেন বলে আদালতে জানান তাঁরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে

হস্টেল ও হাসপাতালকে কুকুরমুক্ত করার দাবিতে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ

Image
হস্টেল ও হাসপাতালকে কুকুরমুক্ত করার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন এনআরএসের নার্সিং হস্টেলের আবাসিকরা। জানিয়ে দিলেন, কুকুরের এই উপদ্রব সহ্য করে নার্সদের পক্ষে সুস্থ পরিষেবা দেওয়া সম্ভব নয়। কুকুরমুক্ত না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। অবস্থান চলবে কুকুর হত্যার দায়ে ধৃত দুই নার্সিং পড়ুয়ার নিঃশর্ত মুক্তির দাবিতেও। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অবস্থান বিক্ষোভকে পাত্তা দিচ্ছে না। তাদের মত, অবস্থান বিক্ষোভে কোনও নার্স শামিল হননি। সুতরাং এই অবস্থান বিক্ষোভের জেরে পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না। কথা থাকলেও বুধবার হাসপাতাল নিযুক্ত কমিটি কুকুর-শাবক নিধন কাণ্ডের রিপোর্ট জমা করেনি। কমিটির প্রধান তথা এনআরএস হাসপাতালের ডেপুটি সুপার ডা. দ্বৈপায়ন বিশ্বাস জানালেন, আজ, বৃহস্পতিবার সুপার ডা. সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। সৌরভবাবু রিপোর্টটি নার্সিং কাউন্সিলের কাছে পাঠাবেন। দ্বৈপায়নবাবু জানান, অভিযুক্তদের ব্যাপারে কাউন্সিল সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দুই পড়ুয়া হস্টেল চত্বরে ঢুকতে পারবে না। করতে পারবে না ক্লাসও। দুই অভিযুক্ত মধুমিতা মণ্ডল ও সোমা বর্মনকে সাহায্যকারী তিন নার্সিং পড

রাজ্যে বড় লগ্নি ব্রিটানিয়ার, বিনিয়োগ তিনশো কোটি

Image
রাজ্যে বড় লগ্নি করতে চলেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খাদ্য প্রক্রিয়াকরণে নামী এই সংস্থাটিকে, বুধবার বিনিয়োগের অনুমোদন দিয়েছে শিল্প বিষয়ক মন্ত্রিগোষ্ঠী। সবমিলিয়ে আটটি সংস্থা লগ্নি করবে রাজ্যে৷ বিনিয়োগের পরিমাণ সর্বমোট প্রায় ৭৫০ কোটি টাকা। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "সবমিলিয়ে ৭৫.৩৫ একর ও ৫০৬৮.১৮ বর্গ ফুট মডিউল জমি দেওয়া হবে। রাজ্য শিল্প উন্নয়ন নিগমের শিল্পতালুকেই এই জমি দেওয়া হবে।" এদিনই মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের অপেক্ষা না করে তাজপুরে বন্দর তৈরি করবে রাজ্য নিজেই। তেমনই কুলপি বন্দর তৈরির কাজ শুরু হবে। পরিবেশ-সহ সব ধরনের ছাড়পত্র মিলেছে। বানতলার লেদার কমপ্লেক্সে কগনিজেন্ট-সহ সিলিকন ভ্যালিতে তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিকে জায়গা দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিগোষ্ঠী। ফলে লেদার কমপ্লেক্সকে আরও আধুনিক করা যাবে। আগামী মাসেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তার আগে যেভাবে শিল্প তালুকে জায়গা চেয়ে আবেদন জমা পড়ছে তাতে খুশি রাজ্য শিল্প দপ্তর। ১০০ বছরের পুরনো সংস্থা ব্রিটানিয়া ইন্ডাস্

মাঝ সুমদ্রে দুঃসাহসিক অভিযান, কোটি টাকার পোশাক পাচার রুখলেন গোয়েন্দারা

Image
গুলি ছুঁড়তে ছুঁড়তে প্রবল গতিতে সমুদ্রে ছুটে চলেছে তিনটি ট্রলার৷ একটি সামনে দুটি পিছনে৷ সামনেরটাকে ধাওয়া করছে পুলিশের দুটি ট্রলার৷ গুলির শব্দে তখন চারপাশে কান পাতা দায়! এ কোনও সিনেমার দৃশ্য নয়, বুধবার ভোররাতে এমন দৃশ্য ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা লাগোয়া জলপথ এবং বঙ্গোপসাগরে৷ গোপন অভিযান চালিয়ে সেখানে কয়েক কোটি টাকার পোশাকের পাচার আটকালেন কাস্টমসের গোয়েন্দারা৷ জানা গিয়েছে, গোপন সূত্রে পাচারের খবর পেয়ে বুধবার গভীর রাতে পাথরপ্রতিমায এলাকায় অভিযান চালান কাস্টমসের গোয়েন্দারা৷ তাঁদের নজরে আসে একটি সন্দেহজনক ট্রলার৷ যাতে রয়েছে প্রচুর জিনিস এবং সেগুলি নিয়ে যাচ্ছিল বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি৷ ট্রলারটিকে প্রথমে থামানোর চেষ্টা করেন গোয়েন্দারা৷ কিন্তু গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে ওই ট্রলারের যাত্রীরা৷ তখনই গোয়েন্দাদের আর বুঝতে অসুবিধা হয়না যে, ওতে করে কিছু পাচার করা হচ্ছে৷ সন্দেহজনক ট্রলারটিকে ধাওয়া করেন গোয়েন্দারা৷ বিভিন্ন ছোট জলপথ ধরে ট্রলারটি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে৷ গোয়েন্দাদের ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা৷ গোয়েন্দারাও নাছোড়৷

সাবধান! অনলাইন প্রতারনায় লক্ষাধিক টাকা হারিয়েছেন অনেকে

Image
শুধুমাত্র ওটিপি ব্যবহার করলেই অনলাইন ব্যাক্রিং সুরক্ষিত থাকে। এই প্রক্রিয়ায় যে কোন ট্রানজাকশানের সময় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড আসে। একবারই ব্যবহার করা যায় এই পাসওয়ার্ড। অনেকেই মনে করেন ওতিপি ব্যবহার করলে অনলাইনে সুরক্ষিত থাকা যায়। কিন্তু এবার সেই বুল ভাঙ্গার সময় এসেছে। সম্প্রতি বেঙ্গালুরুতে নতুন একটি প্রতারণা চক্র সামনে এসেছে। খুব সহজেই প্রতারণা করে পালিয়ে যাচ্ছেন প্রতারকরা। একাধিক ব্যাক্তি ইতিমধ্যেই প্রতারকদের হাতে লক্ষাধিক টাকা খুইয়েছেন। এবার সেই প্রতারকদের নাগাল পেয়েছে বেঙ্গালুরুর সাইবার ক্রাইম বিভাগ। কীভাবে গ্রাহকের লক্ষাধিক টাকা লুঠে নিচ্ছে প্রতারকরা? জেনে নিন অনলাইনে যে কোন ধরনের ট্রানজাকশানে ওটিপি বাধ্যতামুলক। প্রতারকরা ওটিপি চুরি করার নতুন ফন্দি এঁটেছে। গ্রাহকের ফোনে ম্যালওয়্যার পাঠিয়ে অথবা কল সেন্টারের ভুয়ো কল করে এই কাজ করছে প্রতারকরা। শুরুতে ব্যাঙ্ক কর্মী হিসাবে পরিচয় দিয়ে গ্রাহককে ফোন করছে এই প্রতারণা চক্র। ডেবিট অথবা ক্রেডিট কার্ড আপডেট করার অজুহাত দেখিয়ে গ্রাহকের সাথে কথা শুরু হচ্ছে। এর পরে গ্রাহকের কাছে ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর, এক্সপায়ারি ডেট আর

ঘুমন্ত অবস্থাতেই গুড্ডুর গলার নলি কেটে দেয় দুষ্কৃতীরা, ধৃত খুনে জড়িত ২

Image
হাওড়ার সন্ধ্যাবাজারে মানোয়ার আলি ওরফে গুড্ডু খুনে চাঞ্চল্যকর তথ্য। অন্তত পাঁচজন মিলে এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। ইতিমধ্যেই তমন্না ও পোলার্ড নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতেরা গুড্ডুর পুরনো সঙ্গী বলে পরিচিত। পুলিসের অনুমান, গুড্ডু ও তার দলবল রামুয়াকে খুন করেছে এই সন্দেহেই তাকে খুন করা হয়। রামুয়া খুনের পর এলাকার দখল নিতে ঢুকেছে গুড্ডু, এটা জানার পরই তাকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। এমনই অনুমান করছে পুলিস। আগে হাওড়া সন্ধ্যাবাজার এলাকায় থাকত গুড্ডু। বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল সে। পরে রামুয়ার সঙ্গে বচসার জেরে এলাকা ছাড়া হয়। রামুয়া খুনের পর ফের এলাকায় ঢোকে গুড্ডু। মঙ্গলবার রাতে শিবপুর পি এম এলাকায় একটি জলসায় গিয়েছিল গুড্ডু। সেখানে তমন্না ও পোলার্ডের সঙ্গে বচসা বাধে গুড্ডুর। বার বার এলাকা দখলের হুমকি দেয় সে। এরপর অত্যধিক নেশা করে গুড্ড্। ভোর রাতে বাড়ি ফেরার পথে নেশার ঘোরে রাস্তার উপর ভ্যানেই ঘুমিয়ে পড়েছিল সে। সেই সুযোগেই গুড্ডুকে খুন করে তমন্না ও পোলার্ড। ঘুমন্ত অবস্থায় গুড্ডুর গলার নলি কেটে দেয় দুষ্কৃতীরা। বুধবার সকালে হাওড়ার মল্লি

দম্পতিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন প্রতিবেশীর, ভিডিয়ো তুললেন অন্যরা

Image
মৃত ব্যক্তি ও ঘটনার সেই ছবির ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিন শট ।  মৃত সুনীতা ও তাঁর ছেলে আকাশ। এক ব্যক্তি উল্টে পড়ে রয়েছেন বাড়ির সামনে, পেট থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে, ঝুলছে অন্ত্রের অংশ। ছুরি দিয়ে একের পর এক কোপানো হয়েছে তাঁকে। কোপানো হয়েছে তাঁর স্ত্রী ও ছেলেকেও। হামলা চালিয়েছেন এক প্রতিবেশীই। সেই ঘটনার ছবিও তুলেছেন পাড়ার অনেকে। তবে বাধা দিতে এগিয়ে এলেন না কেউ। ঘটনায় মৃত্যু হল ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীর। পশ্চিম দিল্লির খ্যালা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মহম্মদ আজাদ নামে ওই ব্যক্তি বারংবার ছুরি দিয়ে কোপাতে থাকেন বীরু নামে ওই ব্যক্তিকে। শুধুই বীরুই নন, বীরুর স্ত্রী বছর পঁয়ত্রিশের সুনীতা ও বছর আঠারোর ছেলে আকাশকেও আক্রমণ করেন আজাদ। ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা শুরু। সুনীতার মেয়ের একটি বোতল হাত থেকে পড়ে যায়, ব্যালকনি থেকে তা এসে পড়ে আজাদের গায়ে। ছুরি হামলায় অভিযুক্ত আজাদ সেই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সুনীতার সঙ্গে আজাদের বচসা হয়েছিল বুধবার সন্ধ্যা নাগাদ। সুনীতা এরপর তাঁর স্বামী ও ছেলেকে ঘটনার কথা জানান। বাড়ি থেকে বীরু ও আকাশ বেরোনো মাত্রই আজাদ ছুরি নিয়ে ঝ

১৪ ফুট লম্বা পোষা কুমিরের হানায় প্রাণ হারালেন মহিলা বিজ্ঞানী

Image
ডিয়েজি টুও নামের সেই বিজ্ঞানী। পোষ্য কুমিরের আক্রমণে প্রাণ হারালেন ইন্দোনেশিয়ার এক মহিলা বিজ্ঞানী। ৪৪ বছরের ওই বিজ্ঞানীর নাম ডিয়েজি টুও। ইন্দোনেশিয়ার নর্থ সুলায়েসির মিনাহাসাতে একটি ল্যাবরেটরির প্রধান ছিলেন ডিয়েজি। যে কুমিরের কামড়ে মৃত্যু হয়েছে সেটি ১৪ ফুট লম্বা, নাম মেরি। গত বৃহস্পতিবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে।  পর দিন সকালে ডিয়েজির দেহ উদ্ধার করেন তাঁরই ল্যাবরেটরির সহকর্মীরা। স্থানীয় সংরক্ষণাগারের মালিক হেন্ড্রিক রুন্দেনগান জানিয়েছেন, তিনি কুমিরটির ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি এখন পুলিশ তদন্ত করছেন বলেও জানিয়েছেন তিনি। ডিয়েজির পোষা ওই কুমিরটির নাম মেরি। রুন্দেনগান বলছেন, ''ডিয়েজির একটি হাত প্রায় খেয়েই ফেলেছিল কুমিরটা। ওঁর শরীরের বেশির ভাগ অংশই দেখা যাচ্ছিল না। সেই অংশ বোধ হয় মেরির পেটেই রয়েছে।'' তিন ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর বিশালাকার ওই কুমিরটিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘেরাটোপ থেকে বাইরে নিয়ে আসা হয়। আর কঠিনতম এই কাজটি করেন রুন্দেনগানের ওই সংরক্ষণাগারের কর্মীরা, সেনা, পুলিশ প্রায় ১২ জনের একটি দল। বেআইনি ভাবে পোষা ওই কুমিরটিকে এক

এক মাস পর মেঘালয়ের খনিতে খোঁজ মিলল এক শ্রমিকের দেহের

Image
তখনও চলছে উদ্ধার কাজ। ফাইল চিত্র। খনি দুর্ঘটনার এক মাস পর অবশেষে একজন শ্রমিকের দেহের খোঁজ মিলল মেঘালয়ের কসানের কয়লা খনি থেকে। বৃহস্পতিবার সকালে খনির প্রায় ১৬০ ফুট গভীরে ওই শ্রমিকের দেহটি দেখতে পান উদ্ধারকারীরা। মাস খানেক আগের ঘটনা। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ খনিটি থেকে কয়লা তুলতে গিয়েছিলেন শ্রমিকের একটি দল। কিন্তু তাঁরা আর ফিরতে পারেননি। খনির ভিতরই ধসের কারণে আটকে যান ১৫জন শ্রমিক। তার পর থেকেই শুরু হয় উৎকণ্ঠার। সময় যত কেটেছে, ততই বেড়েছে উৎকন্ঠা। শ্রমিকদের উদ্ধারে গিয়ে নাস্তানাবুদ হতে হয় এনডিআরএফ-ডুবুরিদের। মাটির নীচে নজর চলে, এমন রেডার দিয়ে খোঁজ চালানো হয়। নামানো হয় দূরনিয়ন্ত্রিত ছোট যান। কিন্তু এক মাসেও কোনও সাফল্য না মেলায় মেঘালয় সরকার কার্যত দিশাহারা হয়ে পড়ে। তাও সুপ্রিম কোর্টের নির্দেশ, 'অসম্ভব ঘটনাও ঘটে'— মেনে চলতে থাকে উদ্ধারকাজ। কিন্তু এনডিআরএফ, এসডিআরএফ, নৌসেনা, কোল ইন্ডিয়া, কির্লোস্কার, প্ল্যানিস টেকনলজির-সহ বিভিন্ন সংস্থার শ'দুয়েক উদ্ধারকারী তিরিশ দিন ধরে উদ্ধারকাজ চালিয়ে কয়েক কোটি লিটার জল বের করলেও ৩৭০ ফুট গভীর গহ্বরে জমা ১৬০ ফুট জল কমাতে পারেননি। ক

ভোরবেলায় দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি, ১৫ মিনিটেই লুঠ দু’টি এসি কামরা

Image
ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। দিল্লির বুকে জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি হল বৃহস্পতিবার সকালে। ট্রেনের দুটি কামরায় জনা ৭-১০ দুষ্কৃতী হামলা চালায় বলে খবর। যাত্রীদের মোবাইল, টাকা, এটিএম কার্ড, গয়না-সব লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। দেশের অন্যতম 'হাইপ্রোফাইল' ট্রেন দুরন্তে ডাকাতির ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। যাত্রীদের দাবি, সবে মাত্র তখন ট্রেনটি থেমেছিল উত্তর দিল্লির বাদলি স্টেশনে। তখনই জনা ৭-১০ জন হুড়মুড়িয়ে ঢুকেছিল ট্রেনের ভিতর। তাদের মুখে কাপড় বাঁধা। আগন্তুকরা রীতিমতো লণ্ডভণ্ড করে দেয় দুটি এসি কামরা। মাত্র ১০-১৫ মিনিটের অপারেশেন। এরই মধ্যে যাত্রীদের মোবাইল, টাকা, এটিএম কার্ড, গয়না-সব লুট করে চোখের নিমেশে অদৃশ্যও হয়ে যায়। এ দিন ভোরে ট্রেনটি দিল্লির বাদলি স্টেশনে ঢোকার পরই ডাকাতদের একটি দল লুঠপাট চালায় দুটি এসি কামরায়। বি৩ এবং বি৭ কামরায় ডাকাতির ঘটনা ঘটে। পরে যাত্রীরা অনলাইনে অভিযোগ জানান। তাঁদের দাবি, দুষ্কৃতীরা গলায় ছুরি ঠেকিয়ে অবাধে লুঠপাট চালিয়েছে। স্বাভাবিক ভাবেই দুরন্তের মতো ট্রেনে ডাকাতির ঘ

‌মন্দিরের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মুম্বইয়ের এই প্রযোজক

Image
মন্দিরের বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ‌ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সদস্য এবং পেশায় প্রযোজক সদানন্দ ওরফে পাপ্পু ল্যাড। বয়স বছর ৫১। ঘটনাটি ঘটেছে বুধবার। দক্ষিণ মুম্বইয়ের গ্রান্ট রোড এলাকার লানদানচা গনপতি মন্দিরে। ওই এলাকাতেই থাকতেন সদানন্দ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্যাই করেছেন ওই প্রযোজক। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে সদানন্দ লিখেছেন, দীর্ঘদিন ধরেই স্থানীয় এক প্রোমোটার তাঁকে নানা ভাবে হুমকি দিচ্ছিলেন। রাস্তাঘাটে তাঁকে হেনস্থাও করা হয়েছে। সেই কারণেই এই পথ বেছে নিলেন তিনি। জানা গিয়েছে, এলজি প্রোডাকশনের হয়ে কাজ করতেন সদানন্দ ওরফে পাপ্পু। বেশ কয়েকটি মারাঠি ছবি প্রযোজনাও করেছেন। তাঁর ছেলে অঙ্কুর বাবার মৃত্যুর প্রসঙ্গে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। তাঁকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।  প্রাথমিক ভাবে আত্মহত্যা ধরে নিয়ে তদন্ত শুরু হলেও, খুনের আশঙ্কাও খতিয়ে দেখছে পুলিস।

মুম্বইয়ে ডান্সবার চালুর ছাড়পত্র দিল শীর্ষ আদালত

Image
ফের চালু হতে চলেছে মুম্বইয়ের ডান্সবারগুলি। শীর্ষ আদালতের নির্দেশিকার পর অনেকটাই হাফ ছেড়ে বাঁচলেন মুম্বইয়ের বারডান্সাররা। বৃহস্পতিবার শীর্ষ আদালত রায় দিয়েছে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক শহরে ডান্সবার খোলায় কোনও অপরাধ নেই। মদ্যপানের সঙ্গে নাচ গান একসঙ্গে চলতে পারে এতে কোনও অসুবিধা নেই বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেজন্য ডান্সবারের মালিকদের ভাল অর্কেস্ট্রা রাখার বন্দোবস্ত করতে বলা হয়েছে। তবে গান বাজনার সময় বারের কোনও গ্রাহক টাকা ওড়াতে পাড়বেন না। তার পরিবর্তে টিপস দিতে পারবেন। রাজ্য সরকার শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল যাতে সভ্য লোকেরা ডান্সবারে যেতে পারে সেকারণে সিসিটিভির বন্দোবস্ত করা বাধ্যতামূলক করা হোক। রাজ্য সরকারের সেই আর্জি খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এতে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে। একই সঙ্গে মহারাষ্ট্র সরকারের আরও একটি আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার আবেদন জানিয়েছিলেন শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত এক কিলোমিটার দূরে খোলা হোক ডান্স বার। সেই আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালত। ২০০৫ সাল থেকে মহারাষ্ট্র সরকারের একাধিক নিষেধাজ্ঞার জোরে প্রায় বন্ধ হয়

জম্মু–দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, অসুরক্ষিত এসি কামরা

Image
জম্মু–দিল্লি দুরন্ত এক্সপ্রেসের এসি টু–টায়ারে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনের দুটি কামরায় ডাকাতি হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ভোরের দিকে দিল্লির কাছাকাছি বদলি নামের একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে। অস্ত্র হাতে কয়েকজন ট্রেনের ভেতরে প্রবেশ করে বলে জানা গিয়েছে। ট্রেনেরই এক যাত্রী অনলাইনে বিষয়টি প্রথম জানান। রেলওয়ের পোর্টালে তিনি লেখেন, 'আচমকাই ট্রেনের ভেতর ৭–১০ জন ঢুকে পড়ে। তাদের সঙ্গে ধারাল অস্ত্র ছিল। সেগুলি যাত্রীদের গলায় ঠেকিয়ে তাঁদের সঙ্গে  থাকা মোবাইল, ম্যানিব্যাগ সহ অন্য জিনিসপত্র কেড়ে নিতে শুরু করে তারা।'‌ যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে। বদলি নামের এক ফাঁকা জায়গায় ট্রেনটি সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। তখনই ডাকাতরা হামলা চালায়। গোটা ব্যাপারটি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে চলেছে বলে রেল পুলিশ জেনেছে। যাত্রীদের কাছ থেকে নগদ সহ সোনার গয়নাও লুট করে পালায় দুষ্কৃতীরা। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বি৩ ও বি৭ কামরায় ডাকাতরা ঢোকে। তাদের কাছে থাকা ছুরি সহ ধারালো অস্ত্র যাত্রীদের গলায় ঠেকিয়ে লুঠপাট চালায়। ওই যাত্রী রেলের পোর্টালে অভিযোগ করে বলেন, &#

১০০ কোটি টাকার ‘প্রতারণা’, পাকড়াও

Image
ধৃত মহম্মদ আজিম। প্রায় ১৩ বছর ধরে মানুষের থেকে টাকা নিয়ে জমি ও বাংলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তপসিয়া থেকে মহম্মদ আজিম নামে এক জমি বিক্রি সংস্থার মালিককে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অভিযুক্ত আজিমকে ধরতে তপসিয়ায় তাঁর অফিসে হানা দেয় পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, অভিযোগ দায়ের হওয়ার পরে বেশ কয়েক বছর ফেরার ছিলেন আজিম। এ দিনও তিনি দোতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে তাঁকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। গ্রেফতার করার পরে তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বারুইপুর আদালতে আজিমকে হাজির করা হলে বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।  সোনারপুর থানার প্রতাপনগর এলাকার সাঙুর মৌজায় জমি ও বাংলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু লোকের থেকে আজিম টাকা নিয়েছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। ২০০৬ সাল থেকে 'লর্ড সিটি' নামে এক সংস্থার মাধ্যমে টাকা তোলা হত বলে জানিয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, বিনিয়োগকারীদের থেকে টাকা নিয়ে

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত অমিত শাহ, ভর্তি এইমসে, রাজ্যে সভা ঘিরে অনিশ্চয়তা

Image
অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়ে রাজ্য নেতৃত্ব সভার পরিকল্পনা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই শাহ নিজে টুইট করে জানালেন, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''অমিত শাহ দ্রুত সুস্থ হয়ে উঠুন। রাজ্যে তাঁর সভার যে পরিকল্পনা হয়েছে, তা প্রয়োজনে বদলাতে হবে।'' দিলীপবাবু বুধবার সকালে জানিয়েছিলেন, ২০ তারিখ মালদহে, ২১ তারিখ সিউড়ি ও ঝাড়গ্রামে এবং ২২ তারিখ জয়নগর ও কৃষ্ণনগরে সভা করবেন শাহ। কিন্তু এখন সেই সফর অনিশ্চিত। গত দু'দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও বুকের সংক্রমণে ভুগছিলেন শাহ। নয়াদিল্লির এইমসে পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাঁকে। দিলীপবাবু জানান, ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এ রাজ্যে আরও দু'টি জনসভা করতে পারেন তিনি। দলীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর ওই দু'টি সভা হতে পারে ২৮ ও ৩১ জানুয়ারি। এ রাজ্যে গণতন্ত্র বাঁচাও সভা করার কথা রাজনাথ সিংহ, নিতিন গডকড়ী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, যোগী আদিত্যনাথ-সহ কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের অনেকেরই। তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী

মানসিক ভারসাম্যহীনকে নগ্ন করে বেধড়ক মার, কাঠগড়ায় পুলিশ

Image
মুখ থুবড়ে পড়ে আছেন যুবক। শরীরে ছোপ ছোপ রক্ত। পরনে একটা সুতোও নেই। টানা পিটিয়ে চলেছেন পুলিশকর্মীরা। এমন নারকীয় কাণ্ড চলল হাওড়া স্টেশন লাগোয়া পুলিশ কিয়স্কের পাশে। মঙ্গলবার রাত ন'টা নাগাদ পুলিশের এই নৃশংস রূপ দেখা গেল। যুবকের অপরাধ কী? যদি তিনি কোনও অপরাধ করেও থাকেন তাহলে পুলিশ তার গায়ে হাত দেয় কোন সাহসে? 'সারকামস্টেনশিয়াল এভিডেন্স' দেখে কেন ওই অপরাধীদের সাজা হবে না? বুধবার দিনভর হাওড়া স্টেশন চত্বরে এমন প্রশ্ন ঘুরপাক খেয়েছে। কিন্তু কেন? স্টেশনে যাওয়ার পথে প্রকাশ্যে এত হিম্মত হয় কী করে কয়েকজন পুলিশের। উত্তর পাওয়া গিয়েছে পুলিশেরই অন্য একটি অংশের কাছে। ওই যুবক ভবঘুরে। নাওয়া-খাওয়ার ঠিক ছিল না। কেউ খাবার ছুড়ে দিলে খেত, নাহলে স্টেশন চত্বরে ঘুরে বেড়াত। পোশাক ছিল ছেঁড়া এবং ময়লা। মঙ্গলবার রাতে ওই যুবক পুলিশ কিয়স্কের সামনে গিয়ে কাচের উপর চাপড় মারতে শুরু করেন। এরপর কয়েকজন পুলিশ কর্মী বেরিয়ে এসে বেধড়ক মারেন। ভবঘুরে ও মানসিক অসুস্থদের রাস্তা থেকে তুলে এনে চিকিৎসার ব্যবস্থা আছে। রাজ্য সরকারের এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা আছে। পুলিশের সেকথা অজানা নয়। তাহলে কেন এক নিরীহ যুবকের উ

বাংলাদেশে মহিলা সংরক্ষিত আসনে লড়ছেন ৮ রূপান্তরিত নারী

Image
ঢাকা: বাংলাদেশের রাজনীতির দরজা খুলল তৃতীয় লিঙ্গের জন্য। নতুন সরকারে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন ৮ জন রূপান্তরিত নারী। সরকার গঠনের পর, সংরক্ষিত মহিলা আসনগুলির জনপ্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বেছে নেবে আওয়ামি লিগ। অন্তত ৫০টি আসনে এর মাধ্যমেই ঠিক হবেন সংসদ সদস্য। বুধবার থেকে সেই প্রক্রিয়া শুরু হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্র ধানমণ্ডিতে আওয়ামি লিগের কার্যালয় থেকে মনোনয়নপত্র নিলেন আবেদনকারীরা। অন্যান্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের ৮ প্রতিনিধি। এর আগে এই প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সংসদে তাঁদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। আবেদন করেন, যাতে তাঁরাও সংসদে যাওয়ার সমান সুযোগ পান, সেই ব্যবস্থা করতে। রূপান্তরিত নারী ময়ূরীর কথায়, 'আমরা এ দেশের নাগরিক। সবকিছুতে আমাদের সমান অধিকার। সেই দাবি তুলে ধরতেই সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়ায় অংশ নিয়েছি, মনোনয়ন তুলেছি। সংসদে আমাদের সমস্যার কথা এবং প্রয়োজনীয়তা নিয়ে বলার লোক নেই। এই জন্য তৃতীয় লিঙ্গের কোনও প্রতিনিধিকে সংসদে পাঠানো দরকার বলে মনে করি।` তাঁদের এই আবেদনে স

প্রকাশ্যে পেট্রোল ঢেলে সিপিএম কর্মীদের পুড়িয়ে মারার চেষ্টা

Image
পাটনা: ভূমিহীন পরিবার পিছু জমির পর্চা দেওয়ার দাবিতে অনশন চলছিল৷ সেই অনশন চলাকালীন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী৷ কয়েকজন সিপিএম কর্মীকে প্রকাশ্যেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে৷ জ্বলন্ত অবস্থায় তাদের দেখে এলাকাবাসী শিউরে গিয়েছেন৷ দগ্ধদের মুজাফ্ফরপুর হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কয়েকজনের অবস্থা গুরুতর৷   ঘটনা বিহারের সীতামাঢ়ি জেলার৷ এই জেলার রুন্নিসৈয়দপুরে হামলা হয়েছে৷ সিপিএমের তরফে তাদের বিহার রাজ্য কমিটির ফেসবুক পোস্টে পুরো বিবরণ তুলে ধরা হয়েছে৷ এতে প্রবল ক্ষোভ উগরে দেওয়া হয় রাজ্যে ক্ষমতাসীন জেডি(ইউ) ও বিজেপি সরকারের বিরুদ্ধে৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করে বলা হয়েছে- রাজ্যে নীতির শাসন নেই৷ এদিকে প্রকাশ্যে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টায় বিহারের রাজনীতি তপ্ত৷ বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে৷ মুজাফ্ফরপুর হাসপাতালে আহতদের দেখতে যান সিপিএমের বিহার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অবধেশ কুমার৷ তিনিও রাজ্য সরকারেরে কড়া সমালোচনা করেছেন৷ পাশাপাশি হাসপাতালের চিকিৎসারতদের প্রতি দেখভালের খামতি রয়েছে বলেও অভিযোগ করেন৷ জানা

২২ বস্তা কচ্ছপ ধরল সিআইডি

Image
দুর্গাপুর: দুর্গাপুর স্টেশনে দূরপাল্লার ট্রেন থেকে ২২ বস্তা কচ্ছপ উদ্ধার করল সিআইডি। দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে  ডাউন দুন এক্সপ্রেস ঢোকার পর একটি কামরা থেকে ২২ বস্তা কচ্ছপ আটক করেন সিআইডি–র আধিকারিকরা। আগেও দুন এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার হয়েছে। কিন্তু এরকম বিপুল সংখ্যক বস্তাবন্দি কচ্ছপ কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বস্তাবন্দি কচ্ছপগুলি দুর্গাপুর কোকওভেন থানায় রাখার পর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। আগেই  রেলগাড়ির কামরায় কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো তারা দুষ্কৃতীদের ধরার জন্য দুর্গাপুর স্টেশনে ওত পেতে ছিল। উদ্ধারের পর কামরা থেকে ৪ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতরা হল রাজকুমার, লক্ষ্মণকুমার, সুশীলকুমার ও রাজুকুমার। সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। এত বিপুল পরিমাণ বস্তাবন্দি কচ্ছপ উদ্ধারে পুলিশ আর বন দপ্তরের কর্তারা চিন্তায় পড়েছেন। কচ্ছপ পাচারের সঙ্গে কোনও চক্র অথবা রেলের কোনও কর্মী জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৬৮৯টি কচ্ছপ বিরল প্রজাতির। পুলিশ সূ

সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে

Image
আপত্তি টিকল না। দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব খন্না ও কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি দিনেশ মাহেশ্বরী সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ এই দু'জনের পদোন্নতিতে সিলমোহর বসালেন। এবং এ দিন তার বিজ্ঞপ্তিও জারি করে দিল সরকার। এই দু'জনের পদোন্নতি নিয়ে আপত্তি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কৈলাস গম্ভীর। বক্তব্য ছিল, ৩২ জন বিচারপতিকে টপকে ওই দুই বিচারপতিকে শীর্ষ আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা 'ঐতিহাসিক ভুল'। প্রাক্তন বিচারপতি গম্ভীরের আপত্তি টিকল না বটে। কিন্তু বিতর্কটা তাতে থামল না। বরং জোরদার হয়ে উঠল বার কাউন্সিল অব ইন্ডিয়া তাঁর পাশে দাঁড়িয়ে মুখ খোলায়। বার কাউন্সিল জানিয়েছে তারা, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গেও দেখা করবে। এক প্রেস বিবৃতিতে বার কাউন্সিল জানিয়েছে, কলেজিয়াম তার মর্জিমাফিক সিদ্ধান্ত নিয়েছে। এতে অনেক প্রবীণ বিচারপতি অপমানিত হবেন। তাঁদের মনোবলে আঘাত করবে এটি। বিভিন্ন আইনি সংগঠন তাই দ

‌কুকুরছানা পিটিয়ে মারায় অভিযুক্ত দুই নার্স জামিন পেলেও থাকবেন জেলে

Image
নির্মমভাবে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার ঘটনায় এখনও বিক্ষুব্ধ পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ। তবে এর মধ্যেই দুই অভিযুক্ত নার্স মৌটুসি মণ্ডল ও সোমা বর্মনকে জামিন দিল শিয়ালদা আদালত। তবে জামিন পেলেও বুধবার জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্তদের। ২০০০ টাকা রেজিস্টার সিওরিটি ও ২০০০ টাকা লোকাল সিওরিটি দিয়ে জামিন পেল তাঁরা। বৃহস্পতিবার টিআই প্যারেডের পরই তাঁরা মুক্তি পাবেন। তবে শোনা যাচ্ছে, কালও তাঁরা মুক্তি নাও পেতে পারেন। এদিন সকাল থেকেই আদালত কক্ষে দু'‌পক্ষের আইনজীবীই তাঁদের বক্তব্য রাখেন। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, '‌কেন একটি জামিনযোগ্য মামলার শুনানি হবে?‌ অন্যান্য জামিনযোগ্য মামলার ক্ষেত্রে তো সময় দেওয়া হয় না।' এরপর পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে তাঁদের আইনজীবী ওই দুই নার্সকে মানসিক হাসপাতালে পাঠানোর দাবি জানান। কিন্তু বিচারপতি জানান, একটি ধারায় মামলা চলছে। পুলিস এখনও চার্জশীট জমা দেয়নি। তাহলে কীভাবে তাঁদের এখনই মানসিক হাসপাতালে পাঠানোর দাবি তোলা হচ্ছে। এরপরই দুই নার্সকে জামিন দেওয়া হয়। এদিকে, এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। '‌মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত