Posts

Showing posts from July 17, 2018

১৬০ কোটি টাকা ও ১০০ কিলো সোনা উদ্ধার হল চেন্নাইয়ে

Image
তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল আয়কর দপ্তর। জাতীয় সড়ক নির্মাণের দায়িত্বে থাকে ঠিকাদার সংস্থার ফার্ম থেকে উদ্ধার হল ১৬০ কোটি টাকা ও ১০০ কিলো সোনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইতে। আয়কর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটি পার্টনারশিপে রাস্তা তৈরির কাজ করে থাকে। সরকারি বরাতের প্রচুর কাজ করে। বর্তমানে জাতীয় সড়ক নির্মাণের কাজে হাত দিয়েছিল সংস্থাটি।  গোপন সূত্রে খবর আসে, ঠিকাদারি সংস্থার অফিসে বড় অঙ্কের লেনদেন হবে। খবর পেয়েই তল্লাশিতে নামে আয়কর দপ্তরের একটি দল। ঠিকাদারি সংস্থার ফার্ম থেকেই ১৬০ কোটি টাকা ও ১০০ কিলো সোনা উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি চলছে। সংস্থার ২২টি অফিসে তল্লাশি চালানোর পরিকল্পনা হয়েছে। যারমধ্যে চেন্নাইতে রয়েছে ১৭টি। সংস্থার পার্কিং লটে থাকা গাড়ির মধ্যে থেকে ১৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে। গাড়িতে থাকা ট্রাভেল ব্যাগেই ছিল সেই টাকা। এই গাড়ি থেকে ১০০ কিলোর সোনার বিস্কুটও উদ্ধার হয়। আয়কর দপ্তরের তরফে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার দুই কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়েছে। কীভাবে সংস্থার কাছে এত বিপুল অঙ্কের টাকা ও সোনা এল তা জান

১৫ অগাস্ট থেকে প্রকাশ্যে মদ্যপান করলে গোয়ায় জরিমানা

Image
পানাজি: মদের নেশায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার বা কটূক্তি না করতে মঙ্গলবার পর্যটকদের পরামর্শ দিলেন গোয়ার পর্যটন মন্ত্রী মনোহর আজগাঁওকর। একইসঙ্গে, প্রকাশ্যে মদ্যপান ও নোংরা করার জন্য জরিমানার যে সংস্থানের প্রস্তাব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর, তাকে স্বাগত জানালেন তিনি। বিজেপি নেতা জানিয়ে দেন, শুধুমাত্র সেই সব শৃঙ্খলাপরায়ণ 'ভালো পর্যটক'-রাই গোয়ায় স্বাগত, যাঁরা রাজ্যের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য্য ও গোয়ার নিজস্বতাকে রক্ষা করতে প্রস্তুত। আজগাঁওকর বলেন, আমরা জনতা ও পর্যটকদের অনুরোধ করছি, কোনও মহিলা বা মেয়ের সঙ্গে দুর্ব্যবহার না করতে। কারণ, ভারত তথা সমগ্র বিশ্বে গোয়া জনপ্রিয়। মানুষ এখানে আমাদের সংস্কৃতি ও অভ্যন্তরীণ সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। গোয়ার সংস্কৃতি, শৃঙ্খলা ও তার নিজস্বতাকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। কোনও মদ্যপ যদি অপব্যবহার করেন, তাহলে তাঁকে রেহাই দেওয়া হবে না। গতকালই, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর ঘোষণা করেন, আগামী ১৫ অগাস্ট থেকে প্রকাশ্যে মদ্যপান করলে ২,৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে। পাশাপাশি, রাস্তাঘাট নোংরা করলেও কড়া জরিমানার সম্মুখীন হতে হবে। তিনি জানা

প্রয়াত অভিনেত্রী রীতা ভাদুড়ি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর

Image
বর্ষীয়ান অভিনেত্রী তথা জনপ্রিয় টেলিভিশন স্টার রীতা ভাদুড়ি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তবে নামী এই অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। ঘটনার কথা ফেসবুকে জানান অভিনেতা শিশির শর্মা। তিনি জানান মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ রীতা ভাদুড়ির শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে, ঘটনার আকস্মিকতায় হতবাক রীতার গুণমুগদ্ধরা। তাঁর শোকস্তব্ধ সহকর্মীরাও মেনে নিতে পারছেন না এই মৃত্যুর ঘটনা। টেলিভিশনের একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। বহু ধরনের চরিত্রে অভিনয় করে রীতা মন জয় করে নিয়েছেন দর্শকদের। এছাড়াও ৭০ এরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। 'বেটা','জুলি', 'দিল ভিল প্যার ভ্যায়ার' এর মতো সিরিয়ালে যেমন তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। তেমনই 'খিচড়ি','ছোটিবহু','সারাভাই ভার্সেস সারাভাই','কুমকুম' এর মতো জনপ্রিয় সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন।

বাংলাদেশে গত ৬ মাসে ৬০০ মহিলাকে ধর্ষণ, অন্যান্য শারীরিক নির্যাতনের শিকার দু হাজারের বেশি

Image
ঢাকা:  গত ছ মাসে বাংলাদেশে প্রায় ৬০০ মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৯২টি ধর্ষণের মামলা রুজু হয়েছে। বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ছ মাসে ৯৮ জন মহিলা এবং নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। তার মধ্যে ২৯ জনকে খুন করা হয়েছে। ৬১ জনের ওপর ধর্ষণের চেষ্টা হয়েছিল। তাঁরা কোনও মতে আক্রমণকারীর হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছে। তবে শুধু ধর্ষণেই মহিলাদের ওপর অত্যাচার থেমে নেই বাংলাদেশে। বাংলাদেশ মহিলা পরিষদ আরও ২ হাজার ৬৩ জন মহিলা এবং শিশুর তথ্য পেশ করেছে, যাঁরা শ্লীলতাহানি, পণের জন্যে স্বামী-শ্বশুরবাড়ির লোকের হাতে অত্যাচারের শিকার হয়েছেন। মোট ১০ জন শিশু ও মহিলার ওপর অ্যাসিড হামলা হয়েছে, ৪৫ জনের ওপর অস্ত্র নিয়ে হামলা হয়েছে। ৭৭ জন মহিলাকে অপহরণ করা হয়েছে, ১৩ জনকে পাচার করা হয়েছে। ওই রিপোর্টেই বলা হয়েছে পণের জন্যে অত্যাচারিত ১১৩ জন মহিলা, খুন করা হয়েছে ৫১ জনকে। বিএমপি এই রিপোর্টটি তৈরি করেছে গত ছ মাসে ১৪টি জনপ্রিয় পত্রিকার প্রকাশিত খবর তথ্য নিয়ে।

দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুন গৃহবধূ

Image
ইংরেজবাজার: কন্যাসন্তানের জন্ম দেওয়া যে আজও অপরাধ, সেই কথাই ফের একবার প্রমাণ করল মালদহের একটি ঘটনা৷ পর পর কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করল শ্বশুরবাড়ির সদস্যরা৷ জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানার শালালপুর গ্রামের ঘটনা এটি৷ বালুরঘাট গ্রামের বাসিন্দা তানজিমা বিবির সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় শালালপুরের নেহারুল শেখের সঙ্গে৷ তাদের দুটি কন্যাসন্তান রয়েছে৷ দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের পর থেকেই তনজিমার ওপর অত্যাচার শুরু করে তার স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্যরা৷ গতকাল তাকে শ্বাসরোধ করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ ঘটনার তদন্ত চলছে৷ এদিকে, গত রবিবার মালদহে, ব্যবসায়ীর টাকা লুঠের চেষ্টায় বাঁধা দিতে গিয়ে আক্রান্ত হয় দুই ভাই। ঘটনাটি ঘটেছে মালদহর ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ি সুস্থানী মোড় এলাকার স্টেটব্যাঙ্কের সামনে। আহত আব্দুল রহিম মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। জানা যায়, আব্দুল রহিম ও তাঁর ভাই ঘটনার দিন এলাকায় এস বি আই ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যায়। সেখানেই দেখতে পায় এটিমের ভিতরে

গুন্ডাতন্ত্র মেনে নেওয়া যায় না, গণপিটুনির বিরুদ্ধে আইন আনার চিন্তা করুন, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না। ভয় ও অরাজকতার ক্ষেত্রে প্রশাসনকে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। নজরদারি সংক্রান্ত মামলায় এই রায় দিল সুপ্রিম কোর্ট। নজরদারি চালানো গোষ্ঠীগুলোরে রোখার ব্যাপারে প্রধান বিচারপতি দীপক মিশ্র, এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিয়েছে। সংসদকে তারা অনুরোধ করেছে গণপিটুনি রুখতে আইন প্রণয়ন করতে যাতে এই অপরাধে দোষী সাব্যস্তদের কঠোর সাজা দেওয়া যায়। ২০ অগাস্ট আবার পরিস্থিতি পর্যালোচনা করবে তারা। শীর্ষ আদালত বলেছে, বহু মতে বিশ্বাসী সমাজ ও শান্তি রক্ষার দায় প্রশাসনের। কোনও নাগরিক নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। ভয় ও অরাজকতার ক্ষেত্রে প্রশাসনকে নিজের দায় পালন করতে হবে। হিংসা, গুন্ডারাজ বরদাস্ত করা কখনওই সম্ভব নয়। গোরক্ষকদের হিংসা রুখতে সুপ্রিম কোর্টে আবেদন করেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী ও সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা। শীর্ষ আদালতের রায় অবশ্য শুধু গোরক্ষকেই সীমাবদ্ধ নেই, সব ধরনের নজরদারি গোষ্ঠীর হিংসার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিতে বলেছে তারা। গণধোলাইয়ের ঘটনা সাম্প্রতিককালে লক্

হঠাৎ সমুদ্রে জলচ্ছ্বাস, ৩টি ট্রলার-সহ নিখোঁজ ১৮ মৎস্যজীবী

Image
কাকদ্বীপ: আবারও ট্রলার দুর্ঘটনা ৷ হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে পড়ায় মাঝসমুদ্রে ডুবে গেল তিনটি ট্রলার ৷ গতকাল সন্ধ্যেয় ট্রলায় নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা ৷ এখনও তাঁদের মধ্যে নিখোঁজ রয়েছেন ১৮ জন ৷ নিখোঁজ মৎসজীবীদের পরিবারের অভিযোগ, আগে থেকে ঝড়ের কোনও সতর্কবার্তা ছিল না ৷ গতকাল হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে ৷ প্রবল জলোচ্ছ্বাসে বিপদের মধ্যে পড়ে শতাধিক ট্রলার ৷ ফ্রেজারগঞ্জ ও বঙ্গ দেওয়ানীর কাছে তিনটি ট্রলার ডুবে যায় ৷ এখনও পর্যন্ত নিখোঁজ ১৮ জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে মৎস্য ইউনিয়নের সদস্যরা ৷

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের পিড়িতে বসানো হল ইঞ্জিনিয়ারকে

Image
বন্ধুর সঙ্গে বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিলেন বছর ত্রিশের ইঞ্জিনিয়ার দুর্গা শরণ। বাড়ি ফেরার পথেই তাঁকে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় একদল লোক। সে রাতেই রাঘোপুরে কামেশ্বর সিংয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অরবিন্দ রাইয়ের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বিয়ে করানো হয় বলে অভিযোগ। ওই ইঞ্জিনিয়ারের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে মেয়ের আত্মীয়দের বিরুদ্ধে।  পুলিশের কাছে দুর্গা শরণ জানিয়েছেন, বন্ধু সৌরভের সঙ্গে শনিবার বিকেলে বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধে বেলা বাড়িতে ফেরার সময় বৈশালীর বিদুপুর অঞ্চলে হঠাত্‍ই একটি SUV তাঁদের পথ আটকে দাঁড়ায়। গাড়ি থেকে ৫-৬ জন সশস্ত্র লোক নেমে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় রাঘোপুরে। সেখানে বিয়ের মঞ্চ পর্যন্ত তৈরি ছিল। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বিয়ের পিড়িতে বসানো হয়। সে বিয়ে করতে বাধ্য হয়। ঘটনায় মেয়ের বাবা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।   অন্য দিকে, প্রিয়াঙ্কাও পুলিশের কাছে জবানবন্দিতে জানিয়েছে, গত এক বছর ধরে দুর্গা শরণের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিয়ের জন্য প্রচুর পণ দাবি করেছিলেন তিনি। যখন বোঝা যায়, পণ দেওয়ার ক্ষমতা তাঁদের ন

টানা ৭ মাস ধরে ২২ জনের লালসার শিকার ১২-র কন্যা

Image
১২ বছরের এক বধির কন্যাকে টানা ৭ মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল। অভিযোগ, চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের খালি ফ্ল্যাটে মাদকাসক্ত করে মেয়েটির উপর যৌন অত্যাচার চালিয়েছে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষী, কল মিস্ত্রি, লিফ্টম্যান-সহ প্রায় ২২ জন।  মর্মান্তিক এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ের পুরাসাওয়ালকামে। পুলিশকে মেয়েটি জানিয়েছে, ৩০০ ফ্ল্যাটের ওই কমপ্লেক্সের বেশিরভাগই খালি পড়ে রয়েছে। সেখানে তাকে একদিন প্রথম ধর্ষণ করে ৬৬ বছরের লিফ্টম্যান। তিনদিন পর সে আরও দুজনকে মদ্যপ অবস্থায় নিয়ে আসে। তারাও মেয়েটিকে ধর্ষণ করে ও ধর্ষণের দৃশ্য ভিডিয়ো রেকর্ডিং করে রাখে। কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন এবং বারবার তারা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষকরা ক্লাস সেভেনের ছাত্রীটিকে মাদকের ইঞ্জেকশন দিত বা মাদল মেশানো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো। অথবা মাদক শুঁখিয়ে তার উপর যৌন নির্যাতন চালাতো। আর সেই দৃশ্য ভিডিয়ো করে হুমকি দিত, কারওকে বললে ভিডিয়োটি ফাঁস করে দেওয়া হবে। ভয়ে কিছু বলতে পারেনি মেয়েটি। পুলিশ জানিয়েছে, স্কুলভ্যান থেকে নামার পরই রবি তাকে হয় বেসমেন্ট, নয়তো পাবলিক ওয়াশরুম, নয়তো টেরাসে নিয়ে গিয়ে ধর্ষণ করত।

স্কুলের শৌচালয়ে ক্লাস থ্রি-র ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের

Image
স্কুলের ওয়াশরুমে ক্লাস থ্রি-এর এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক সরকারি শিক্ষককে। হরিয়ানার হিসারে ঘটেছে এই ঘটনা।  অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। রবিবার রাতে শিশুটির মেডিক্যাল পরীক্ষার পর ভারতীয় দণ্ডবিধির ৬ নং ধারা ও পক্সো ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগ, শুক্রবার শিশুটি স্কুল টাইমে শৌচালয়ে গেলে তাকে ধর্ষণ করে জুনিয়র বেসিক ট্রেনিং-এর শিক্ষক। হাঁসি মহিলা পুলিশ স্টেশনের ইনচার্জ কমলেশ জানিয়েছেন, এই ঘটনার কথা কারওকে বললে তাকে হত্যা করবে বলে হুমকিও দেয় অভিযুক্ত। শিশুটি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, স্কুল থেকে বাড়ি ফিরে সে কারওকে কিছু বলতে পারেনি। রবিবার তাকে স্নান করাতে গিয়ে তার পিসি বুঝতে পারেন, কিছু একটা হয়েছে। মেয়েটিকে জিজ্ঞাসা করা হলে সে পিসিকে সব কথা খুলে বলে। ধর্ষিতার পরিবার প্রথমে পঞ্চায়তে বিষয়টি জানায়। গ্রামবাসীরা এরপর পুলিশে অভিযোগের সিদ্ধান্ত নেন। এই খবর পেয়ে জেলার শিক্ষাসচিব স্কুলটি পরিদর্শনে যান এবং এক সিনিয়র শিক্ষক ছাড়া কর্মরত ৬ পুরুষ শিক্ষককে অন্যত্র বদলি করে দেন। তাঁদের বদলে প্রাইমারি ও সেকেন্ডারি বিভাগে শিক্ষিকা নিয়োগ করা হয়েছে।

মোবাইলে পর্ন দেখে আট বছরের মেয়েকে গণধর্ষণ পাঁচ নাবালকের

Image
মর্মান্তিক ঘটনার সাক্ষী হল উত্তরাখণ্ড। মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ নাবালকের বিরুদ্ধে। উত্তরাখণ্ডের দেহরাদূনের বিকাশনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের প্রত্যেকের বয়স নয় থেকে ১৪ বছরের মধ্যে। বাড়ির বাইরে খেলা করছিল মেয়েটি। সেখান থেকেই চকোলেটের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় ওই পাঁচ অভিযুক্ত। বাড়িতে তখন বড়রা কেউ ছিলেন না। এর পর সেখানেই ধর্ষণ করা হয় নাবালিকাকে। ওই বাড়ির এক বাসিন্দাকে ফিরে আসতে দেখে নাবালিকাকে বাড়ি পৌঁছে দেয় তারা। বাচ্চা মেয়েটি বাড়িতে ফিরে এসে একেবারে চুপ করে গিয়েছিল, তা থেকেই সন্দেহ হয় মায়ের। মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা জানায়। এরপরই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সাহসপুর থানায়। পুলিশ অভিযুক্তদের নামে পকসো আইনে মামলা রুজু করেছে। জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে পাঁচ নাবালককে। পুলিশ জানিয়েছে, এদের প্রত্যেকেই স্কুল পড়ুয়া। বাড়িতে দাদার মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে বন্ধুদের সঙ্গে নাবালিকাকে ধর্ষণ করার পরিকল্পনা করেছিল এক অভিযুক্ত। পঞ্চম শ্রেণির ওই নাবালিকার বাড়িতে কেউ

কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নই, বলেছে রাজ্য, আজ সব নজর হাইকোর্টে

Image
যে হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেয় কেন্দ্রীয় সরকার, রাজ্য তার কর্মীদের সেই হারে মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয়। কলকাতা হাইকোর্টকে এমনই জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সওয়ালের সপক্ষে পুরনো একটি রায়ও তুলে ধরা হয়েছে। কিন্তু মামলাকারী রাজ্য সরকারি কর্মীরা এই সওয়াল নস্যাৎ করতে পাল্টা আবেদন জানান। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাকারীদের তরফে থেকে পাল্টা সওয়াল করবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আমজাদ আলি। ফলে একাধিক কর্মী সংগঠন তাকিয়ে রয়েছে আজকের ডিএ মামলার শুনানির দিকে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন, তার তুলনায় অনেকটা কম এ রাজ্যের ডিএ। তা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন কনফেডারেশনের তরফ থেকে দায়ের করা মামলা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে গড়িয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলারই শুনানি আজ দুপুর ২টো থেকে। আজ অর্থাৎ মঙ্গলবার মামলাটির চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।এর আগে যেদিন শুনানি হয়েছিল, সেদিন রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে আরও কিছুটা সময় চান। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যকে সওয়াল করার জন্য অনেক সময়

জানেন কি, বয়সের সঙ্গে সঙ্গে কীভাবে বদলায় ঋতুস্রাব?

Image
মাসের ওই ক'টা দিন প্রত্যেক মেয়ের কাছে সত্যিই যমযন্ত্রণার| কারোর সমস্যা অতিরিক্ত স্রাব| কারোর মারাত্মক পেটে ব্যথা| এমন কষ্টের দিন কে যাপন করতে চায়? যদিও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, বয়সের সঙ্গে সঙ্গে নাকি বদল ঘটে ঋতুস্রাবের| ধীরে ধীরে কমতে থাকে পিরিয়ড শুরুর সমস্যাও| কীভাবে আসে সেই পরিবর্তন? জেনে নিন সেটাই— স্রাবের শুরু থেকে বয়স যখন ২০: শুরু থেকে এই বয়স পর্যন্ত ঋতুস্রাব ভীষণ অনিয়মিত থাকে| প্রায়ই বদলায় ঋতুচক্র| সঙ্গে প্রচন্ড ব্যথা যুক্ত অতিরিক্ত স্রাব| এছাড়াও থাকে অন্যান্য শারীরিক সমস্যাও| যেমন, স্তনবৃন্তে ব্যথা, তলপেটে টান, পায়ে-কোমরে ব্যথা হয় অনেকেরই| হরমোনের পরিবর্তনের জন্যই এই সমস্যা দেখা দেয়| ডাক্তারবাবুদের মতে, এই সময় ব্যথার ওষুধ না খাওয়াই ভালো| বদলে পেটে-কোমরে-তলপেটে হট ব্যাগের সেঁক দেওয়া যেতে পারে| ব্যথা একান্তই অসহ্য হলে চিকিত্সকের পরামর্শ নিয়ে ওষুধ নেবেন| ৩০ মানেই নিয়মিত ঋতুস্রাব: যাঁরা শুরু থেকে স্রাবের সমস্যায় নাজেহাল তাঁদের জন্য খুশির খবর| ডাক্তারবাবু জানাচ্ছেন, এই সময় থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে ঋতুস্রাব| অতিরিক্ত স্রাবও কমতে থাকে| মেয়েরা এই বয়সে মা হন| যাঁদের নর্ম

স্নান করছেন বন্ধুর মা, বাথরুমে উঁকি দিয়ে কী হাল হল যুবকের?

Image
বাথরুমের দরজার দিয়ে দিনের পর দিন বন্ধুর মায়ের স্নানে উঁকি। এই অপরাধে প্রাণ গেল যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শ্রীলিঙ্গমপল্লিতে। মৃত যুবকের নাম এন অজয় দেবরাজ (২০)। পেশায় ফটোগ্রাফার অজয় মাঝেমাঝে গাড়িও চালাতো। সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে তার পরিচয়। অভিযুক্ত যুবকের নাম আর সম্পথ। সে পেশায় ক্যাব চালক। অভিযোগ, রবিবার রাতে দু'জনে গাড়ি নিয়ে বেরিয়েছিল। রাস্তায় আকণ্ঠ মদ্যপানের পর অজয়কে কুপিয়ে খুন করে সম্পথ। মৃত্যু নিশ্চিত করতে তার গলার নলিও কেটে দেয়। এই ঘটনায় সম্পথকে সহযোগিতা করেছে তার আরও তিন বন্ধু। অজয়কে খুন করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে সম্পথ। এই ঘটনায় সোমবার রাত পর্যন্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, দুই যুবকের বাড়ি এক পাড়াতেই। প্রায়ই সম্পথদের বাড়িতে যাতায়ত করত অজয়। মাসখানেক আগে এমনই একদিন বাথরুমের দরজায় চোখ লাগিয়ে সম্পথের মায়ের স্নানদৃশ্য দেখছিল অজয়। আচমকাই তা সম্পথের চোখে পড়ে যায়। বন্ধুর অভিসন্ধি বুঝতে অসুবিধা হয়নি সম্পথের। কেন প্রায়ই সে এবাড়িতে আসে তাও স্পষ্ট হয়ে যায়। তবে সঙ্গেসঙ্গেই তাকে কিছু বলেনি। এর

মুম্বই থেকে নিখোঁজ ২,২৬৪ জন মেয়ে

Image
মুম্বই: গত পাঁচ বছরে মুম্বই থেকে নিখোঁজ মেয়ের সংখ্যা প্রায় ছাব্বিশ হাজারের মতো৷ এমনটাই জানাচ্ছে সরকারি রিপোর্ট৷ যার মধ্যে ২৪,৪৪৪ জনের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে৷ তবে, এখনও খোঁজ মেলেনি ২,২৬৪ জনের৷ নিখোঁজ সর্ম্পকিত তথ্যটি জানিয়েছে খোদ মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, '২০১৩-১৭ সালের মধ্যে নিখোঁজ হয়েছিল মোট ২৬,৭০৮ মহিলা৷ যার মধ্যে ৫০৫৬ জন নাবালিকা৷ উদ্ধার করা হয়েছে মোট ২৪,৪৪৪ জনকে৷ এখনও নিখোঁজ প্রায় ২,২৬৪ জন৷ যাদের খোঁজ চালানো হচ্ছে৷' বিধানসভার বিরোধী দলনেতারা একাধিকবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন৷ মুখ্যমন্ত্রী যোগ করেন, ৫০৫৬ জন নিখোঁজ নাবালিকার মধ্যে ৪৭৫৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ নিখোঁজ হওয়া মোট ২৬,৭০৮ জন মহিলার মধ্যে ২১,৬৫২ জন ছিল ১৮ উর্দ্ধে৷ যাদের মধ্যে ১৯,৬৮৬ জনকে খুঁজে পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিষয়টি স্পষ্ট করে বলেন, ২০১৩ সালে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নিখোঁজ হওয়া সমস্ত কেসগুলিকে অপহরণের নামে নথিভুক্ত করা হয়েছে৷ গত দুই বছরে নিখোঁজ হয়েছে প্রায় তিন হাজার মহিলা৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহারাস্ট্রের মন্ত্রী রণজিত পাতিল৷ নিখোঁজ মহি

ছেলেধরা সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, অভিযুক্ত জেলা বিজেপি নেত্রী তারামণি রায়

Image
ধূপগুড়ি: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি। ধূপগুড়ির বারোঘরিয়ায় মহিলাকে রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ৷ অভিযুক্ত জেলা বিজেপি নেত্রী তারামণি রায়। সোমবার মারধরে মাথা ফেটে যায় মহিলার। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে পুলিশ । আরও পড়ুন: মেটিয়াবুরুজে পথ দুর্ঘটনায় মৃত বাবা ও মেয়ে, প্রতিবাদে ৮টি মিনিবাস ও ২টি লরিতে ভাঙচুর ক্ষুব্ধ জনতার বিজেপিনেত্রী-সহ কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এলাকায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ১৪৩, ৩৪১, ২২৩, ৩২৫, ৩০৪, ৫১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে । জানা গিয়েছে, সোমবার সন্ধেয় মহিলাকে একা ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তখনই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা ।এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে মহিলাকে ছেলেধরা বলে দাবী করে এবং নগ্ন করে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ । মারধরের জেরে মহিলার মাথায়, পিঠে, বুকে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয়।পরে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মহিলা হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে । স্থানীয়দের দাবী ,মহিলার কাছে চকোলেট পাও

প্রায় ৩০০ কুমিরকে পিটিয়ে মারলেন ইন্দোনেশিয়ার গ্রামবাসীরা

Image
গৃহের পোষ্যদের জন্য ঘাসের খোঁজে বেরিয়েছিলেন ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার এক ব্যক্তি। আর সেখানেই পড়ে গেলেন কুমিরের খপ্পরে। তাঁর চিৎকার শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হাজার চেষ্টার পরেও শেষমেশ বাঁচানো যায়নি ৪৮ বছরের ওই ব্যক্তিকে। ইন্দোনেশিয়ার সোরোঙ্গ জেলার ওই গ্রামটিতে রয়েছে সরীসৃপ প্রজনন কেন্দ্র। ওই ব্যক্তির মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ক্ষিপ্ত জনতা ঢুকে পড়ে ওই প্রজনন কেন্দ্রে। হাতুড়ি, ছুরি আর মুগুর দিয়ে প্রায় ২৯২ টি কুমিরকে মেরে ফেলেন। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার তরফে বলা হয়েছে, 'ব্যক্তিটির বয়স ৪৮ এর ঘরে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ঘাস সংগ্রহ করতে গিয়েই কুমিরের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।' ওই সরীসৃপ প্রজনন কেন্দ্রেরই এক কর্মী বাসার মানুল্লাঙ্গ বলেন, ''আমাদেরই এক কর্মী ওই ব্যক্তির চিৎকার শুনতে পান। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান ঘটনাস্থলে। আর দেখেন কুমিরের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন ওই ব্যক্তি। স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ শনাক্ত করার পরই আমাদের ফার্মে ঢুকে কুমিরগুলোকে মেরে ফেলে।'' বাসার মানুল্লাঙ্গের ব

উত্তরপ্রদেশে গণধর্ষণ ও খুনের অভিযুক্তেরা নির্যাতিতারই আত্মীয়, জানাল পুলিশ

Image
উত্তরপ্রদেশের সম্ভল জেলার মহিলাকে গণধর্ষণ করে খুন করেছে তাঁর নিজের আত্মীয়েরাই। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেফতার করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। সম্ভলের এসপি, আর এম ভরদ্বাজ জানিয়েছেন, ধৃতদের নাম আরম সিংহ এবং কুঁওর পাল ওরফে ভুনা। তাদের জেরা করা হচ্ছে। বাকি তিন জন অভিযুক্তের নাম মহাবীর, চরণ সিংহ এবং গুল্লু। রাজপুরা থানার তদন্তকারী আধিকারিক বরুণ কুমার বলেন, "প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, ওই ঘটনায় অভিযুক্তরা সকলেই নির্যাতিতার আত্মীয়। মহাবীর নামে এক অভিযুক্ত তো ওই মহিলার স্বামীর দূর সম্পর্কের ভাইপো। অন্য চার জনও তাঁর আত্মীয়-পরিজন। পাঁচ জনের খোঁজেই মহিলার আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালানো শুরু করা হয়।" ঘটনার পরেই ওই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণ করে খুন, প্রমাণ লোপাটের চেষ্টা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, ঘটনার তদন্তে পুলিশের চারটি দল গঠন করা হয়েছে। ওই ঘটনাটি ঘটেছিল শনিবার গভীর রাতে রাজপুরা থানা এলাকার একটি গ্রামে। বছর পঁয়ত্রিশের ওই মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগে রাতের অন্ধকারে তাঁর ঘরের দরজা ভেঙে

খুনের অভিযোগ, ধৃত বিমানসেবিকার স্বামী

Image
বিমানসেবিকা অ্যানিসিয়া বাত্রাকে খুন করা হয়েছে বলে মনে করছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে দিল্লির হজ খাস এলাকায় বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৩২ বছরের ওই তরুণী। যদিও পরিবারের দাবি, অ্যানিসিয়াকে ছাদ থেকে ফেলে দিয়েছেন তাঁর স্বামী ময়ঙ্ক সিঙ্ঘবি। ময়ঙ্ককে গ্রেফতার করেছে পুলিশ। দু'বছর আগে বিয়ে হয়েছিল ময়ঙ্ক ও অ্যানিসিয়ার। টাকার জন্য ময়ঙ্ক শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন অ্যানিসিয়াকে। গত মাসে থানায় অভিযোগও করেছিল তাঁর পরিবার। ময়ঙ্ক পুলিশকে জানায়, শনিবার বিকেলে অ্যানিসিয়া তাঁকে মেসেজ করে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। আর তার পরেই ঝাঁপ দেন। ছুটে ছাদে গিয়েছিলেন তিনি। কিন্তু বাঁচাতে পারেননি স্ত্রীকে। ওই তরুণীর ভাই করণ বাত্রা জানিয়েছেন, অ্যানিসিয়া মারা যাওয়ার আগে তাঁকে মেসেজ করে বলেছিলেন, ''ওদের ছেড়ো না।'' তাঁর কথায়, ''বোন মেসেজ করে পুলিশকে সব জানাতে বলেছিল। ময়ঙ্ক ওকে একটা ঘরে আটকে রেখেছিল। আমরা জানি না ওকে ধাক্কা দেওয়া হয়েছে, না ও ঝাঁপ মেরেছিল।'' তিনি আরও জানান, ময়ঙ্কের পরিবারের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। রবিবার ময়নাতদন্তের প্রক

মারতেই এসেছিল ওরা, বলছেন আজ়মের বাবা

Image
মৃত্যুর খবর মানতে পারছেন না মহম্মদ ওসমান। ছেলেধরা সন্দেহে খুন হয়ে যাওয়া মহম্মদ আজ়মের হত্যাকারীদের কড়া শাস্তি চান তিনি। পেশায় রেলকর্মী এই প্রৌঢ় বলেছেন, ''খুনিদের বিচার চাই। আমার ছেলেকে যারা মারছিল, তাদের কাছে বার বার প্রাণভিক্ষা চেয়েছে ও। এমনকি বোঝানোর চেষ্টাও করেছে। কিন্তু ওরা খুন করতেই এসেছিল। কোনও কথায় কান দেয়নি।'' শুক্রবার কর্নাটকের বিদারের মুরকি গ্রামে আজ়মকে পিটিয়ে খুন করে এক দল গ্রামবাসী। অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকায় ছেলেধরা ঢুকেছে বলে গুজব ছড়িয়েছিল। এই ভাবে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা বন্ধ করার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে আজ়মের পরিবার। কয়েক বছর আগে বিয়ে হয়েছিল আজ়মের। দেড় বছরের একটি ছেলে রয়েছে তাঁর। হায়দরাবাদে থাকেন তাঁর স্ত্রী ও ছেলে। আজ়মের দুই ভাই, এক বোন ও শ্বশুর-শাশুড়িও থাকেন তাঁদের সঙ্গে। শুক্রবারের পর থেকে শোকস্তব্ধ গোটা পরিবার। আজ়মের ভাই মহম্মদ আক্রমের কথায়, ''ভাই তথ্যপ্রযুক্তি কর্মী ছিল। ওকে দেখে কোনও ভাবেই ছেলেধরা বলে মনে হয় না। শুধু গুজবের শিকার হয়ে প্রাণ গেল ওর।'' আজ়মের এক ভাই রশিদ জানিয়েছেন, মাঝে মধ্যেই স্

আধার নম্বর চেয়ে বিতর্কে সিবিএসই

Image
পরিষেবা পাওয়ার প্রশ্নে আধার বাধ্যতামূলক করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রকও জানিয়ে দিয়েছে, আধার না থাকলেও স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্পের ফায়দা পাবেন নাগরিকরা। এই পরিস্থিতিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আধার নম্বর চাওয়ার অভিযোগ উঠল সিবিএসই বোর্ডের বিরুদ্ধে।  সিবিএসসি তাদের প্রতিটি স্কুলের সম্পূর্ণ বিবরণ মাউসের এক ক্লিকে বন্দি করতে ওএএসআইএস নামে একটি প্রকল্প হাতে নেয়। অভিযোগ, সেই প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে পড়ুয়াদের কাছ থেকে আধার নম্বর জানতে চেয়েছেন দিল্লির একাধিক স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ এও উঠেছে যে, যে সব পড়ুয়ার আধার নম্বর নেই তাদের পরিবারকে জোর করা হচ্ছে আধার নম্বর বানানোর জন্য। এর আগে যে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাদের পরীক্ষার ফর্ম পূরণের সময়ে আধার নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিএসই কর্তৃপক্ষ।  অভিযোগ উঠেছে, পড়ুয়াদের ধর্মও জানতে চাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন আপ নেতা সোমনাথ ভারতী। তাঁর কথায়, এই সিদ্ধান্ত বিপজ্জনক এবং ক্ষমাহীন। না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা নিয়েছে আপ শিবির।

মোদীর সভায় যেতে না পেরে পুলিশকে ফেলে পেটালেন বিজেপি কর্মীরা

Image
যানজট নয়, পুলিশ ইচ্ছাকৃত ভাবে মোদীর সভায় যাওয়া আটকাতে  থামিয়ে দিয়েছে গাড়ি। কার্যত এই অভিযোগ তুলে পুলিশকে বেধড়ক মারধর করলেন বিজেপি সমর্থকরা। ঘটনায় খড়গপুর গ্রামীণ থানার ওসি-সহ আট জন জখম হন। খড়গপুরের চৌরঙ্গিতে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদীর সভায় প্রচুর বাস, ট্রাক, ম্যাটাডোর ও অন্যান্য ছোট গাড়ি মোদীর সভায় যাওয়ায় শহরে ব্যাপক যানজট হয়। সেই কারণেই খড়গপুরের চৌরঙ্গী মোড়ে যান নিয়ন্ত্রণ করছিল পুলিশ। গাড়িগুলি আটকে ধীরে ধীরে ছাড়া হচ্ছিল। কিন্তু এক সময় গাড়ি পুরোপুরি ছাড়াই বন্ধ করে দেয় পুলিশ। ফলে আটকে পড়ে বিজেপি কর্মীদের অন্তত আট-দশটি বাস। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বেলা একটা নাগাদ অধৈর্য হয়ে পড়েন বিজেপি সমর্থকরা। আর এই ক্ষোভ-রাগ গিয়ে পড়ে পুলিশের উপর। শুরু হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর। বাঁশ, লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়  খড়গপুর গ্রামীণ থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়-সহ আট পুলিশকর্মীকে। কার্যত রাস্তায় ফেলে পেটানো হয় তাঁদের। হাসপাতালে নিয়ে যাওয়া

ভালবাসার কাছে নতজানু পঙ্গুত্বের ভ্রুকুটি

Image
এ কাহিনি পড়ে যাওয়া থেকে উঠে দাঁড়ানোর। এ কাহিনি দুরন্ত প্রেমের এবং দুনিয়াকে‌ বুঝিয়ে দেওয়ার যে, একটু ভরসা পেলে আর কাছের মানুষেরা পাশে থাকলে বাতিল হয়েও আবার জীবনে ফিরে আসা যায়! পৃথিবীটাই থমকে গিয়েছিল বীরভূমের পাড়ুইয়ের নার্গিসের। জীবনের মূল স্রোত থেকে বাতিল হতে বসেছিলেন। কিন্তু আব্দুল তা হতে দেননি। নার্গিসের যাবতীয় শারীরিক সমস্যার কথা জেনেও তাঁকে ভালবাসলেন, নির্ভরতা দিলেন, ধৈর্য ধরে আগলে রাখলেন তিনি। বিয়ে করলেন দু'জনে। আব্দুলের সাহস ছড়িয়ে গেল নার্গিসের মধ্যেও। তিনিও পারলেন ঘুরে দাঁড়াতে। আচমকা আসা পঙ্গুত্ব মানেই যে এক নিমেষে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, তার নজির তৈরি করেছেন নার্গিস আর আব্দুল। বছর ছয়েক আগে মোটরবাইক দুর্ঘটনায় শিরদাঁড়ায় মারাত্মক আঘাত পান নার্গিস। ১৮ দিন কোমায় ছিলেন সদ্য বিবাহিত ১৭ বছরের ওই তরুণী। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর প্রথম স্বামীর। নার্গিসকে 'রেফার' করা হয় কলকাতায়। এখানে 'বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি' এবং এসএসকেএম হাসপাতালে সব মিলিয়ে টানা প্রায় তিন বছরের চিকিৎসা। এখনও একা দাঁড়াতে পারেন না। বসে-বসেই চলাফেরা করতে হয়। ঘরের টুকিটাকি কাজও করেন বসে। ব

মাদক চক্রে খোঁজ চিনা রহস্যময়ীর

Image
মাদক পাচারে অভিযুক্ত পাঁচ চিনা নাগরিকের জেরা পর্বে উঠে এল এক চিনা মহিলার প্রসঙ্গ। বছর দুয়েক আগে মুর্শিদাবাদের বেলডাঙার কাজিসাহা এবং নওয়াদায় চারকোল কারখানা তৈরির সময় থেকে ওই মহিলার সেখানে যাতায়াত। তাঁর যোগাযোগের সূত্রেই মুর্শিদাবাদে চিনাদের অন্তত তিনটি ঘাঁটি তৈরি হয়েছিল বলে জেনেছে সিআইডি। কিন্তু ২০১৬ সালের ১৫ জুলাই কাজিসাহার কারখানায় আগুন লাগার পর থেকে সেই চিনা মহিলা বেপাত্তা। এক সিআইডি-কর্তা জানান, বেলডাঙা থানার কাজিসাহা ও কালীতলার মাঝখানে যে-চারকোল কারখানা গড়ে উঠেছিল, সেখানেই ঘাঁটি গেড়েছিলেন ওই চিনা মহিলা। তিনি ওখানে থাকাকালীন বিভিন্ন সময়ে অনেক চিনা নাগরিক তাঁর কাছে আসতেন। কয়েক দিন থেকে আবার চলে যেতেন। কিন্তু ২০১৬ সালের ১৫ জুলাই আগুন লাগে সেই কারখানায়। তার পর থেকে সেই চিনা মহিলার খোঁজ নেই। চিনারা সেই কারখানা তখনই বেলডাঙা থেকে সরিয়ে নিয়ে যায় নওয়াদায়। কারখানায় অগ্নিকাণ্ডের পরে পুলিশ 'ফরেনার্স অ্যাক্ট' বা বিদেশি নাগরিক আইনে মামলা করেছিল, কিন্তু তদন্ত বিশেষ এগোয়নি। ৪০ কোটি টাকার অ্যামফেটামাইন বা ইয়াবা ট্যাবলেট আটকের পরে ফের সেই মহিলার খোঁজ শুরু হয়েছে। সিআইডি সূত্র জানাচ্ছে, মুর্

কিশোরীর বিয়ে, ধৃত বাবা এবং পুরোহিত

Image
বিয়ের আয়োজন শেষ। বাড়ি ভর্তি আত্মীয়স্বজন। চারদিকে আনন্দের আবহ। হয়ে গিয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠানও।  কয়েক ঘণ্টা পরেই বরযাত্রী চলে আসবে। শেষ মুহূর্তের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না, তা মিলিয়ে নিচ্ছিলেন পাত্রীর পরিবারের লোকজন। হঠাৎই অনুষ্ঠান বাড়িতে ঢুকল পুলিশ। বাকিরা বোঝার আগেই পুলিশের নির্দেশ, বিয়ে বন্ধ করতে হবে। পাত্রী-সহ তার বাবা এবং পুরোহিতকে ধরে নিয়ে যাওয়া হল থানায়। রবিবার রাতে কসবা থানা এলাকার ঘটনা। কিন্তু অপরাধটি কী? পুলিশ জানাল, পাত্রীর বয়স মাত্র চোদ্দ। পাত্রীর বাবা এবং পুরোহিতকে তাই গ্রেফতার করা হয়েছে নাবালিকার বিয়ে দিতে চেষ্টা করার অপরাধে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার বোসপুকুর রোডের বাসিন্দা বছর চোদ্দোর ওই নাবালিকার বিয়ে ঠিক করা হয়েছিল তার পরিবারের তরফেই। পাত্র বারুইপুরের বাসিন্দা। দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু রবিবার কোনও ভাবে কসবা থানায় এই বিয়ের খবর পৌঁছে যায়। এর পরেই মহিলা পুলিশ-সহ একটি দল হাজির হয় মেয়ের বাড়িতে।  পুলিশ জানায়, প্রথমে বিয়ে বন্ধ করতে বললে রাজি হয়নি মেয়ের পরিবার। এর পরেই মেয়ের বাবা এবং পুরোহিতকে গ্রেফতার করা হয়। ওই কিশোরীকেও

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৩১টি ডিগ্রি কলেজে আসন ফাঁকা ৪০ হাজার!

Image
কলেজে ভর্তির সময়সীমা শেষ হয়েছে ১০ জুলাই। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৩১টি ডিগ্রি কলেজে ফাঁকা থেকে যাওয়া আসনের সংখ্যা প্রায় ৪০ হাজার বলে কর্তৃপক্ষ জানাচ্ছেন। সেগুলির অধিকাংশই সংরক্ষিত আসন। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, সরকারি নিয়ম মেনেই ওই সব সংরক্ষিত আসন অসংরক্ষিত করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়। শূন্য আসন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামগ্রিক রিপোর্ট পাঠানো হচ্ছে রাজ্য সরকারকে। এ বার স্নাতক স্তরে ভর্তিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতি চক্রের অভিযোগ ওঠে ব্যাপক ভাবে। তার জেরে ভর্তি প্রক্রিয়ায় গোলমালও হয় বিস্তর। ৬ জুলাই ছিল ভর্তির শেষ দিন। পরে উচ্চশিক্ষা দফতর সময়সীমা বাড়িয়ে করে ১০ জুলাই। কিন্তু ১০ জুলাইয়ের পরে সব কলেজ থেকে পাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে, মোট আসনের ৪৮ শতাংশ সংরক্ষিত এবং সেই সংরক্ষিত আসনের অর্ধেকেরও বেশি ফাঁকা। অসংরক্ষিত আসনও ফাঁকা রয়েছে অনেক। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, ১৩১টি কলেজে অনার্স-সহ আসন-সংখ্যা প্রায় এক লক্ষ ৩০ হাজার। তার মধ্যে প্রায় ৬০ হাজারই সংরক্ষিত। তারও মধ্যে ৩৫ হাজারের মতো আসনে কেউ ভর্তি হননি। তার সঙ্গে রয়েছে অসংরক্ষিত ক্ষেত্রের ফাঁকা আসন। তাই

হাতকড়া পরেই খেতে হচ্ছে বন্দি ভারতীয়দের

Image
যা চলছে, অপরাধীদের সঙ্গেও তেমনটা হয় না— ওরেগনের ফেডারেল জেল ঘুরে এমনই অভিযোগ তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই জেলে বন্দি রয়েছেন ৫০ জনেরও বেশি ভারতীয় অনুপ্রবেশকারী। কখনও হাতকড়া, কখনও শিকল, অপরাধীদের মতো তাঁদের পরানো হচ্ছে সবই। গত কয়েক সপ্তাহ ধরে এখানে আটকে রাখা হয়েছে তাঁদের। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে ওরেগনের শেরিডান জেলে পঞ্জাবি অনুবাদকের কাজ করতে গিয়েছিলেন অধ্যাপক নবনীত কৌর। তিনি জানিয়েছেন, যে ভাবে ভারতীয় বন্দিদের রাখা হয়েছে, তা অকল্পনীয়। কোনও অপরাধীর সঙ্গেও এমনটা করা হয় না। তাঁর কথায়, ''মন খারাপ হয়ে যায় দেখলে। ১৮-২৪ বছরের ছেলেমেয়েরা কয়েদির পোশাক পরে ঘুরছে। ওরা তো কোনও অপরাধ করেনি। সীমান্ত পেরিয়ে আশ্রয় চেয়েছে শুধু। ভয়ঙ্কর অবস্থা চলছে।'' ৫২ জন বন্দি ভারতীয়ের মধ্যে বেশির ভাগই পঞ্জাবি। রয়েছেন কয়েক জন শিখও। তাঁদের সঙ্গে কথা বলে নবনীত জানতে পেরেছেন, গ্রেফতারের সময়ে শিকল পরানো হয়েছিল সবাইকে। তিনি বলেছেন, ''২৪ ঘণ্টা ওই শিকল আর হাতকড়া। খাওয়ার সময়েও খোলা হয়নি। দাগি অপরাধীদের সঙ্গেও সব সময় এমনটা করা হয় না। টানা ২২ ঘণ্টা এমন কিছু লোকের সঙ্গে একটা কুঠুরিতে রা

‘সাত হাজার রেখো’, ছাত্রকে বার্তা নেতার

Image
দাবি মতো টাকা চেয়ে না পাওয়ায় মারধরের অভিযোগে গত শনিবারই শিলিগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। এ ছাড়াও কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে ভর্তি-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তার পরেও সেই একই অভিযোগ উঠল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে। সোমবার সন্ধ্যায় এক ছাত্র পুলিশে অভিযোগ করেন, হোয়াটস অ্যাপে কলেজের ছাত্রনেতা রমজান খান বলেন, 'দুশ্চিন্তার কারণ নেই। আমি আছি তো। ভর্তি ফি বাদে আরও সাত হাজার টাকা তৈরি রেখো। ফোনে বলে দেব, কবে, কোথায় যেতে হবে। ভর্তি হয়ে যাবে। কাউকে কিছু বলো না। চ্যাট ডিলিট করে দিও।' ওই ছাত্রের দাবি, তিনি পাঁচশো ও একশো টাকার নোটে সাত হাজার টাকা দেন। তবে টাকার নম্বর লিখে রেখেছিলেন তিনি। যদিও দুর্গাপুরে বিভিন্ন কলেজের সামনে পুলিশের তরফে ভর্তি-দুর্নীতি রুখতে ফোন নম্বর ও হোয়াটস অ্যাপ নম্বর লেখা ফ্লেক্স লাগানো হয়েছে। সেই নম্বরেই এ দিন হোয়াটস অ্যাপে অভিযোগ করেন ওই ছাত্র। তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা কৌশিক মণ্ডল বলেন, ''ভর্তির নাম করে এক ছাত্রের বি

লোকে মাড়িয়ে যাচ্ছে, আমি পড়ে কাতরাচ্ছি

Image
ক'দিন ধরেই দুর্যোগ চলছে। সোমবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর সভার মাঠে ঢুকে দেখি জলকাদায় পা ফেলা দায়। বৃষ্টি থেকে বাঁচতে মাঠের উত্তর দিকে লোহার ছাউনির নীচে চলে যাই। তখনও জানি না সেখানেই বিপদ অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর সভা বলে কথা। মাঠ তাই ভিড়ে ঠাসা ছিল। বৃষ্টি থেকে বাঁচতে আমার মতো অনেকেই ছাউনির নীচে ঢুকে পড়েন। বৃষ্টি বাড়ায় ছাউনির নীচে ভিড়ও বাড়তে থাকে। পৌনে একটা নাগাদ নরেন্দ্র মোদী তখন সবে বলতে শুরু করেছেন। হঠাৎ শুনি চড়চড় শব্দ। কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ভেঙে হুডমুড়িয়ে পড়ে যায় উত্তর দিকের গোটা ছাউনিটাই। প্রাণে বাঁচতে তখন ছোটার চেষ্টা করছি। কিন্তু চারদিকে থিকথিকে লোক। কোন দিক দিয়ে বেরবো ঠাহর করতে পারছি না। কোনওরকমে ভিড় ঠেলে এগনোর সময় দেখলাম অনেকে গড়াগড়ি খাচ্ছেন, চেয়ার ভেঙে পড়ে রয়েছে। দৌড়তে গিয়ে একটা সময় আমিও মাটিতে পড়ে গেলাম। আমার পা মাড়িয়ে অনেকে চলে গেল। যন্ত্রণায় কাতরাচ্ছি। আর ভাবছি কী ভাবে এই মরণফাঁদ থেকে বেরোব। বেশ কিছুক্ষণ ভাঙা ছাউনির নীচে ও ভাবেই পড়েছিলাম। শেষে বিজেপির কয়েকজন কর্মী উদ্ধার করে আমাকে এক মঞ্চে নিয়ে আসেন। মঞ্চে চিকিৎসক

তীব্র সিন্ডিকেট-খোঁচা, নাম করে কটাক্ষ মমতাকে, সরকার ফেলার ডাক মোদীর

Image
পৌনে দু'মাসের এ পার-ও পার। সে বারও বাংলায় এসে বাংলায় ভাষণ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। এ বারও তাই করলেন। কিন্তু সে বারের সুর এ বারের সুরে আক্ষরিক অর্থেই আকাশ-পাতাল ফারাক। ২৫ মে বিশ্বভারতীর সমাবর্তনে রাজনৈতিক কথা বলার অবকাশই ছিল না। কিন্তু ১৬ জুলাই মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশে যে সুর চড়বে, তা এ রাজ্যের রাজনৈতিক শিবির আগেই আঁচ করেছিল। তবে রাজ্য জুড়ে সিন্ডিকেট-রাজের অভিযোগ এত চড়া গলায় তুলবেন মোদী এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে এ ভাবে চ্যালেঞ্জ ছুড়বেন, এমনটা অনেকেই ভাবেননি। বাংলায় এই সরকারের আয়ু আর বেশি দিন নয়— এমন মন্তব্যও এ দিন শোনা গিয়েছে মোদীর মুখে। কেমন ভিড় হবে নরেন্দ্র মোদীর সভায়? নজর ছিল সব শিবিরেরই। মুখে প্রকাশ না করলেও ভিতরে ভিতরে টেনশনে ছিলেন রাজ্য বিজেপির নেতারাও। বিজেপি সভাপতি অমিত শাহ সভা করে গিয়েছেন সপ্তাহ দু'য়েক আগে। সে সভাতেও চোখে পড়ার মতো সমাগম হয়েছিল। সুতরাং নরেন্দ্র মোদীর সভায় ভিড় হবে না, এমনটা ভাবার কোনও কারণ নেই বলেই একাংশ মনে করছিলেন। কিন্তু অমিত শাহের সভা ছিল পুরুলিয়ায়, যে জেলায় পদ্ম বেশ উল্লেখযোগ্য ভাবে ফুটেছে পঞ্চায়েতে। আর নরেন্দ্র মো

সভার মাঝেই ভেঙে পড়়ল ছাউনি, বক্তৃতা চালিয়ে গেলেন মোদী!

Image
বর্ষার দিনে জনতার মাথা আড়়াল দেওয়ার জন্য পুরো মাঠ মুড়়ে ফেলা হয়েছিল তাঁবুর ঢঙে সামিয়ানা খাটিয়ে। লোহার কাঠামোর উপরে প্লাস্টিকের চাদর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'কৃষক কল্যাণ সমাবেশে' সেই ছাউনিরই একাংশ ভেঙে পড়়ে বিপত্তি ঘটল। নেমে আসা কাঠামোর আঘাতে এবং হুড়়োহুড়়ির চোটে আহত হলেন ২৪ জন মহিলা-সহ ৯০ জন। কিন্তু আতঙ্কিত মানুষ যখন প্রাণের ভয়ে কাদা মাঠে দৌড়়চ্ছেন, মাত্র এক মিনিট বিরতি নিয়ে আগাগোড়়া বক্তৃতা চালিয়ে গেলেন মোদী! উল্টে শেষ দিকে ঘটনা সম্পর্কে মুখ খুললেন রাজনৈতিক ঢঙে! যা দেখে বিরোধীরা তো বটেই, প্রশ্ন তুলছেন বিজেপি নেতা-কর্মীদেরও একাংশ। মেদিনীপুর কলেজিয়েট মাঠে মোদীর সোমবারের সভার আয়োজক ছিল বিজেপি। মঞ্চ এবং সামিয়ানা তৈরির জন্য ডেকরেটর ভাড়়া করেছিল তারাই। সামিয়ানার নীচে বসে যতটুকু মালুম হয়েছে, নরম মাটিতে লোহার খুঁটি ঠিকমতো না বসার ফলেই ভারসাম্য নষ্ট হয়েছে গোটা কাঠামোর। এক লহমায় ছাদ নীচে নেমে না এসে ভেঙে পড়়তে কয়েক মিনিট সময় নেওয়ায় বাইরে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছেন মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা বেঁচেছেন নেহাতই বরাত জোরে! সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে, জনতা