মুম্বই থেকে নিখোঁজ ২,২৬৪ জন মেয়ে


মুম্বই: গত পাঁচ বছরে মুম্বই থেকে নিখোঁজ মেয়ের সংখ্যা প্রায় ছাব্বিশ হাজারের মতো৷ এমনটাই জানাচ্ছে সরকারি রিপোর্ট৷ যার মধ্যে ২৪,৪৪৪ জনের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে৷ তবে, এখনও খোঁজ মেলেনি ২,২৬৪ জনের৷ নিখোঁজ সর্ম্পকিত তথ্যটি জানিয়েছে খোদ মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, '২০১৩-১৭ সালের মধ্যে নিখোঁজ হয়েছিল মোট ২৬,৭০৮ মহিলা৷ যার মধ্যে ৫০৫৬ জন নাবালিকা৷ উদ্ধার করা হয়েছে মোট ২৪,৪৪৪ জনকে৷ এখনও নিখোঁজ প্রায় ২,২৬৪ জন৷ যাদের খোঁজ চালানো হচ্ছে৷'

বিধানসভার বিরোধী দলনেতারা একাধিকবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন৷ মুখ্যমন্ত্রী যোগ করেন, ৫০৫৬ জন নিখোঁজ নাবালিকার মধ্যে ৪৭৫৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ নিখোঁজ হওয়া মোট ২৬,৭০৮ জন মহিলার মধ্যে ২১,৬৫২ জন ছিল ১৮ উর্দ্ধে৷ যাদের মধ্যে ১৯,৬৮৬ জনকে খুঁজে পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিষয়টি স্পষ্ট করে বলেন, ২০১৩ সালে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নিখোঁজ হওয়া সমস্ত কেসগুলিকে অপহরণের নামে নথিভুক্ত করা হয়েছে৷

গত দুই বছরে নিখোঁজ হয়েছে প্রায় তিন হাজার মহিলা৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহারাস্ট্রের মন্ত্রী রণজিত পাতিল৷ নিখোঁজ মহিলাদের নিয়ে একটি অভিযান চলাকালীন শিবসেনার সুনিল প্রভু মন্তব্য করেন, সরকার এবং পুলিশ যৌথভাবে নিখোঁজদের খোঁজ করছে৷ গ্রাম্য এলাকাগুলিতে সিসিটিভি ক্যামারা বসানোর প্রয়োজন রয়েছে, এমনই মনে করেন প্রভু৷ তার মতামতকে একটি ইতিবাচক প্রস্তাব বলে মনে করেছেন সরকার৷