Posts

Showing posts from May 24, 2018

বেড়াতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে অপহরণ, আপত্তিকর ছবি ছড়াল ‘প্রেমিক’

Image
কালনা:  বেড়াতে যাওয়ার নাম করে নাবালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে আপত্তিকর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের তরফে বর্ধমান থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্ত এখনও অধরা৷ ইতিমধ্যেই ওই নাবালিকা পূর্ব বর্ধমান জেলা শাসকের সঙ্গে দেখা করানো হয়েছে৷ সঙ্গে নাবালিকার মা ও এক প্রতিবেশীর সঙ্গেও কথা বলেছে জেলা প্রশাসন৷ জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, শিশুসুরক্ষা আধিকারিককে বিষয়টি দেখতে বলা হয়েছে। নাবালিকাদের সুরক্ষায় কড়া আইন রয়েছে। আইনি পথেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, অভিযোগ পেয়েই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের সন্ধান চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ওই যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই নাবালিকার। গত বছরের এপ্রিলে ওই নাবালিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বীরভূমে নিয়ে গিয়েছিল ওই যুবক। সেখানে প্রায় আড়াই মাস রেখেছিল বলে অভিযোগ। পরে নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তার

মধ্যরাতে খোলা আকাশের নীচে গণধর্ষণ খাস কলকাতায়!

Image
ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে আরপিএফ। হাসপাতালে ভর্তি বোনপোকে দেখে মাঝরাতে বাড়ি ফিরছিলেন। স্টেশনে ট্রেনের অপেক্ষা করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন রেল লাইনের ধারে। কিন্তু, সেখানেই  গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। বুধবার মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনের এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে আরপিএফ। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বোনের ছেলেকে দেখে বাড়ি ফিরছিলেন বাসন্তীর বাসিন্দা এক মহিলা। রাত ১টার সময় তিনি ট্রেন ধরার জন্য পার্ক সার্কাস স্টেশনে অপেক্ষা করছিলেন। সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্ক সার্কাস এবং স্যার গুরুদাস হল্ট স্টেশনের মাঝে রেল লাইনের দিকে যান। অভিযোগ, সেখান থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে খোলা আকাশের নীচে গণধর্ষণ করে তিন ব্যক্তি। মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করেন। ঘটনার পর ওই মহিলা শিয়ালদহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে রেল পুলিশ। ইতিমধ্যেই তিন জন গ্রেফতার হয়েছে। আর কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিয়ালদহের রেল পুলিশ সুপার (এসআরপি

এবার মাছেও আতঙ্ক! বজবজে উদ্ধার ৭০ কেজি পচা মাছ-মাংস

Image
হাইলাইটস ফের চাগিয়ে উঠল ভাগাড় আতঙ্ক। বজবজের নতুন বাজারে ফ্রিজার থেকে উদ্ধার হল ৭০ কেজি পচা মাছ-মাংস। অভিযোগ পেয়ে আচমকা বাজারে হানা দেন বজবজ পুরসভার আধিকারিকরা। পরিদর্শনে যায় ২০ সদস্যের একটি দল। এই ঘটনায় আকবর নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই সময় ডিজিটাল ডেস্ক: ফের চাগিয়ে উঠল ভাগাড় আতঙ্ক। এ বার মিলল পচা মাছের হদিশ। ফ্রিজার থেকে উদ্ধার হল ৭০ কেজি পচা মাছ-মাংস। বৃহস্পতিবার সকালে বজবজের নতুন বাজার থেকে উদ্ধার করা হয় ওই মাছ-মাংস। এই ঘটনায় আকবর নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  ভাগাড় কাণ্ডের খবরের শিরোনামে বজবজের নাম থাকলেও , সেই বজবজের বুকেই এখনও অবাধে চলছে পচা মাংস ও পচা মাছের ব্যবসা। দীর্ঘদিনের পচা মাংস ও মাছ তিনটি ফ্রিজের মধ্যে রেখে আকবর নামে এক ব্যবসায়ী অবাধে ব্যাবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। সকালে নতুনবাজার থেকে মাছ কেনেন স্থানীয় এক ক্রেতা ৷ বাড়ি ফিরে দেখেন তাঁকে পচা মাছ দিয়েছেন বিক্রেতা। এরপরই বিষয়টি পুরসভাকে জানান তিনি ৷ অভিযোগ পেয়ে আচমকা বাজারে হানা দেন বজবজ পুরসভার আধিকারিকরা। পরিদর্শনে যায় ২০ সদস্যের একটি দল। তখনই আকবরের থেকে প্রচুর পচা মাছ-মাংস উদ্ধার করা হয়। তিনটি ফ্

পঞ্চায়েত ভোটের পর বিজেপি কর্মীকে গুলি করে খুন

Image
শান্তিপুর: রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও হিংসা অব্যাহত। এবার খুন হলেন নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মী৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ মৃত বিজেপি কর্মীর নাম বিপ্লব শিকদার। তাঁর বাড়ি হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেলার মাঠ গ্রামে। বুধবার রাত ১২টা নাগাদ খুনের ঘটনা ঘটে। জানা গিয়েছে, একদল দুষ্কৃতী দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢুকে কাছ থেকে গুলি করে খুন করে। চার রাউন্ড গুলি করা হয় ওই বিজেপি কর্মীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ঘটনার জেরে শান্তিপুর ও বাইগাছি এলাকায় পথ অবরোধে ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযোগ, হরিপুর পঞ্চায়েতে চার নম্বর আসনে তৃণমূল প্রার্থী সাধনা সরকারের হার মেনে নিতে পারেননি সাধনার স্বামী সুবল সরকার। বুধবার রাতে সদলবলে সশস্ত্র অবস্থায় বিজেপি র সক্রিয় কর্মী বিপ্লব শিকদারের বাড়ি ঢুকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি সরাসরি বুকে লাগে তার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে, তৃণমূল প

দাম কমার লক্ষণ নেই এখনও, আজ আবার বাড়ল পেট্রোল, ডিজেলের মূল্য

Image
নয়াদিল্লি: ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। এ নিয়ে টানা ১১ দিন। গতকালের তুলনায় ২৯ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৮০ টাকা ১২ পয়সা। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় ১৯ পয়সা বেড়ে আজ শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৮ পয়সা। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, এইভাবে দাম বাড়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র, শিগগিরই এর সমাধান বার হবে। কলকাতায় পেট্রোলের দাম ৮০ ছাড়ালেও দিল্লিতে পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম, লিটার পিছু ৭৭ টাকা ৪৭ পয়সা। আবার মুম্বইতে দাম কিছুটা বেশি, ৮৪ টাকা ৯৯ পয়সা। চেন্নাইতে ৮০ টাকা ১১ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম ৬৮ টাকা ৫৩ পয়সা, কলকাতায় ৭১ টাকা ৮ পয়সা, মুম্বইতে ৭২ টাকা ৯৬ পয়সা ও চেন্নাইতে ৭২ টাকা ৩৫ পয়সা। এইভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জের তরিতরকারি, সরকারি বেসরকারি পরিবহণ ব্যবস্থা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর পড়তে পারে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। ভোপাল ও গুয়াহাটিতে কাল রাস্তা আটকে চলে বিক্ষোভ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের ইতিহাসে পেট্রোপণ্যের দাম এতটা কখ

ছড়াচ্ছে নিপা, এখন যে সব জায়গায় একেবারেই যাবেন না

Image
নিপা যেন এখন আতঙ্কের অন্য নাম। নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য এ বার পর্যটকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করল কেরল সরকার। বুধবার রাজ্যের স্বাস্থ্যসচিব রাজীব সদানন্দনের তরফে জারি করা ওই বার্তায় বলা হয়েছে, ''কেরলের প্রত্যেকটি জায়গা নিরাপদ। তবে বাড়তি সতর্কতার কারণে কোঝিকোড়, মালাপ্পুরম, ওয়েনাড এবং কান্নুর জেলায় না যাওয়ার জন্য পর্যটকদের অনুরোধ করা হচ্ছে।'' শুধু কেরল নয়। কর্নাটকেও দু'জন নিপায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ। দিন কয়েক আগেই কেরল থেকে বহরমপুরে নিজের বাড়িতে ফিরেছিলেন শরিফুসল শেখ। জ্বর, মাথাব্যথা, বমি ভাব- নিপার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তিনি নিপায় আক্রান্ত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, নিপা ভাইরাস আর শুধুমাত্র কেরলের গণ্ডিতে আটকে নেই। নিপা নিয়ে বিভ্রান্তি বাড়ার আরও একটা কারণ, তার সঙ্গে সাধারণ ফ্লু'র মিল থাকায়। প্রথম দিকে জ্বর, মাথাব্যাথার মতো উপসর্গ। এর পর রোগী আচ্ছন্ন হয়ে পড়েন, শুরু হয় ভুল বকা, আশেপাশের মানুষকে চি

বেহালার ছায়া এবার বারাণসীতে, মায়ের মৃতদেহ ৫ মাস লুকিয়ে রেখে পেনশন তুলেছে ৩ ছেলে

Image
বারাণসী: আরও এক শুভব্রতর হদিশ মিলল তবে এবার ঠিকানা উত্তরপ্রদেশ ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ মায়ের মৃতদেহ ৫ মাস ধরে সৎকার করেনি ৷ সূত্রের খবর মৃতদেহ ৫ মাস ধরে লুকিয়ে রেখে পেনশন তুলেছে তিন ছেলে ৷ মৃতার তিন ছেলেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷ পুলিশ ৫ মাস পুরনো মৃতদsহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন মৃতদেহ সতেজ রাখার জন্য তাতে কেমিক্যাল মাখিয়ে রাখত রোজ যাতে দুর্গন্ধ না ছড়ায় ৷ মৃতদেহের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার ও কেমিক্যাল পাওয়া গিয়েছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উত্তাল গোটা বারাণসী ৷ বেশ কয়েকদিন ধরেই প্রতিবেশীরা পচা দুগন্ধে অতিষ্ট হয়ে পুলিশে খবর দিলে প্রকৃত সত্য সামনে আসে ৷ জানা গিয়েছে বারাণসীর আবাস বিকাশ কলোনির বাসিন্দা দয়াপ্রকাশের স্ত্রী, তিন ছেলে, এক অবিবাহিত মেয়ে নিয়ে সংসার ৷ তিনি কাস্টমসের কর্মী ছিলেন ৷ দয়াপ্রকাশের মৃত্যু হয়েছে ২০০০ সালে তারপর থেকেই ১৩,০০০ টাকা মাসিক পেনশন পেতেন মৃত দয়াপ্রকাশের স্ত্রী অমরাবতীদেবী ৷ ১৩ জানুয়ারি অমরাবতীদেবীর মৃত্যু হয়েছে ৷ মা অমরাবতীর

খাস কলকাতায় ভয়াবহ গণধর্ষণের অভিযোগ

Image
কলকাতা: কলকাতায় একটি স্টেশনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ৷ গুরস্যর গুরুদাস হল্ট স্টেশনে তরুণীর উপর চলে নির্যাতন৷ ৩ জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ৷ ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷ ন্যাশনাল মেডিক্যাল থেকে বোনকে দেখে বাড়ি ফিরছিলেন তরুণী৷ তার পিছু নেয় ৩ যুবক৷ এরপরই তরুণীকে ঘিরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়৷ স্যর গুরুদাস হল্ট স্টেশনে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হয়৷ তরুণীর উপর নির্যাতন চালায় ৩ যুবক৷ নির্যাতনের পর তরুণীকে স্টেশনেই ফেলে রাখা হয়৷ কোনওরকমে শিয়ালদহে এসে জিআরপিকে গোটা ঘটনা জানান তরুণী৷ ৩ জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি৷

সন্ধ্যা ৭টার পর প্রচার নয় সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ায় ভোটপ্রচার নিয়ে নয়া বিধি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। আগামী সোমবার মহেশতলা বিধানসভার উপনির্বাচনে তা চালু হতে চলেছে। কমিশন সূত্রের দাবি, এই প্রথম এ ধরনের বিধি প্রয়োগ করা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, প্রকাশ্যে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট প্রচার করা যাবে। ওই সময়ের পরে ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা যাবে না। এ ছাড়া, এই উপনির্বাচনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার কথা রয়েছে। সাধারণত, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট হত। তার সময়সীমাও বাড়িয়েছে কমিশন। সভা-সমাবেশের ক্ষেত্রে নজরদারির প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কমিশনের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সন্ধ্যা ৭টার পরে প্রচার কি ভাবে ঠেকানো সম্ভব কমিশনের তরফে? তা নিয়ে সংশয়ে রয়েছেন কমিশনের কর্তারা। এ ক্ষেত্রে অভিযোগ পাওয়ার উপরে 'ভরসা' করছে কমিশন। কমিশনের এক কর্তার কথায়, ''নির্দিষ্ট সময়ের বাইরে সোশ্যাল মিডিয়ায় প্রচার সংক্রান্ত কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।'' রাজনৈতিক পর

গ্রেফতার পচা মাংস কাণ্ডের মূল অভিযুক্ত কওসর

Image
কওসর আলি ঢালি। নিউ টাউনে পচা মাংস কাণ্ডের মূল অভিযুক্ত কওসর আলি ঢালিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কওসরকে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে গ্রেফতার করা হয়। প্রায় মাসখানেক পর পুলিশের জালে ধরা পড়ল কওসর। এই নিয়ে এই মামলায় কওসর-সহ ছ'জনকে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, খাদ্য সুরক্ষা আইন ২০০৬-এর আওতায় কওসরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ দিন তাকে আদালতে তোলা হবে। কওসরের খোঁজে এ দিন ভোরে হাসনাবাদে যৌথ অভিযান করে এয়ারপোর্ট ও বিধাননগর থানার পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্র মারফত খবর পেয়ে হাসনাবাদের শাকচূড়া এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। সেখান থেকেই কওসরকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে কওসরের ডেরার হদিশ মিলেছে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ পালানোর ছক কষেছিল কওসর। পচা মাংস কাণ্ডে কওসরের নাম সামনে আসতেই গা-ঢাকা দিয়েছিল সে। পুলিশের দাবি, সীমান্তবর্তী একাধিক জায়গায় গা-ঢাকা দিয়েছিল কওসর। পুলিশকে ধোঁকা দিতে হাসনাবাদ ও বসিরহাট এলাকায় বিভিন্ন জায়গা পাল্টে পাল্টে গা ঢাকা দিয়ে থাকত সে। এপ্রিলের শেষ সপ্তাহে নিউ টাউনের সিটি সেন্টার-২

হাসনাবাদ থেকে গ্রেফতার মরা মুরগির কারবারে মূল অভিযুক্ত কওসর

Image
কলকাতা: মরা মুরগির কারবারে ধৃত কওসর আলি ঢালি। কারবারের মূল অভিযুক্ত কওসর। হাসনাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ছিল কওসর। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ ৷ আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল কওসর ৷

নিপার হানা কি এ বার পশ্চিমবঙ্গেও!

Image
বাদুড় থেকেই ছড়ায় নিপা ভাইরাস। কেরল, কর্নাটক থেকে বাংলায় পা রাখল নিপা ভাইরাস, বহরমপুর থেকে কলকাতার আইডি হাসপাতালে রেফার করা এক রোগীর উপসর্গ দেখে তেমনই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। জ্বর, তীব্র মাথাব্যথা, ঘাড়ে, পিঠে প্রবল যন্ত্রণা, বমি ভাব— নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সব রকম উপসর্গ নিয়েই দিন কয়েক আগে কেরল থেকে ফিরেছিলেন শরিফুসল শেখ। বুধবার তাঁকে, বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা মাত্র চিকিৎসকেদের কপালে ভাঁজ পড়ে। ঝুঁকি না নিয়ে তাঁরা বিকেলেই ওই রোগীকে রেফার করেন বেলেঘাটা আইডি হাসপাতালে। এ দিন রাত পর্যন্ত অবশ্য শরিফুলের রোগ নির্ণয় করা যায়নি। বহরমপুরের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকের রক্ত ও অন্যান্য পরীক্ষা কলকাতা ছাড়া সম্ভব নয়, তাই তাঁকে রেফার করে দেওয়াই যুক্তিযুক্ত মনে করেছেন তাঁরা।

এখন সতী-সাবিত্রী সাজছেন মমতা, বাংলায় গণতন্ত্র ধর্ষিত দেখছেন কি, প্রশ্ন অধীরের

Image
কর্ণাটকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করে মোদী-বিরোধী ঐক্যের বার্তা দিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তখন রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মেদিনীপুরের সদর ব্লকে তৃণমূলের গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত কবিতা দাসের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, সতী-সাবিত্রীর সেজে বাংলার গণতন্ত্রকে খুন করছেন মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন। দিল্লি-বেঙ্গালুরুতে গিয়ে সতী-সাবিত্রী সাজছেন। আর এ রাজ্যে গণতন্ত্রকে খুন করে চলেছেন। তাঁর রাজত্বে নিত্যদিন গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। গণতন্ত্রকে পদদলিত করছেন আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, আপনি স্পষ্ট করে বলুন, গণতন্ত্র চান নাকি স্বৈরতন্ত্র। অধীরের কথায়, মা-মাটি-মানুষের সরকারের বিরুদ্ধে কথা বললেই বিপদ। রাজ্যে মা-বোনেদের কোনও ইজ্জত নেই। তাঁদের মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। যতই আপনি বাংলার বাইরে গিয়ে সতী-সাবিত্রী সাজুন, বাংলায় আপনার স্বরূপ প্রকাশ হয়ে গিয়েছে। উল্লেখ্য, ভোট

কুমারস্বামীর শপথগ্রহণে সম্মানহানি মমতা বন্দ্যোপাধ্যায়ের! ভাইরাল হল ভিডিও

Image
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়? এখনও এই নিয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে সংবাদসংস্থা এএনআই-এর একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। টুইটার অ্যাকাউন্টে এএনআই দাবি করেছে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যারপনাই ক্ষুব্ধ হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নীলামণি রাজুর সঙ্গে যথেষ্ট উত্তেজিত অবস্থায় তাঁকে কথা বলতে দেখা যায়।  ডিজিপি নীলামণি রাজির সঙ্গে কথা বলছেন উত্তেজিত মমতা পরে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঙ্গালুরুর চালুক্য সার্কেল থেকে বিধান সৌধ পর্যন্ত পায়ে হেঁটে আসতে বাধ্য করে পুলিশ। নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল। প্রায় আধ ঘণ্টার মতো পায়ে হেঁটে তিনি শপথ গ্রহণ স্থলে পৌঁছন। মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে এলেও বেশকিছু ভিভিআইপি-দের একদম গাড়ি করে শপথগ্রহণস্থলের কাছে নামানো হয়। এইসব ভিভিআইপি-দের তালিকায় ছিলেন অন্যরাজ্যের কয়েক জন মুখ্যমন্ত্রী এবং সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও।   মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নিয়ম হলে সবার ক্ষেত্রে এক হওয়

ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ছিনতাইকারীকে ধাওয়া যুবতির

Image
মালদা : ট্রেন সবে স্টেশনে দাঁড়িয়েছে। আচমকা এক দুষ্কৃতী এসে এক যুবতির হাত থেকে মোবাইল, ব্যাগ নিয়ে চম্পট দিল। ভয় না পেয়ে ওই যুবতি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ছিনতাইকারীর পিছু নিলেন। তবে তাকে ধরতে পারেননি। গতরাতে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মালদা রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৈত্রেয়ী ঝা নামে ওই যুবতির বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মালদা শহরের কানির মোড় এলাকার বাসিন্দা মৈত্রেয়ী ঝা। কলকাতার যোগমায়া দেবী কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। তাঁর বাবা তুষারকান্তি ঝা ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলের প্রধান শিক্ষক। মা জয়শ্রী ঝা গৃহবধূ। তুষারবাবু ও জয়শ্রীদেবী গতকাল মেয়েকে নিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের ডি-৩ সংরক্ষিত কামরার যাত্রী ছিলেন। রাত পৌনে ১১টা নাগাদ ট্রেন খালতিপুর স্টেশনে পৌঁছয়। স্টেশনে ট্রেন দাঁড়াতেই এক দুষ্কৃতী ওই কামরায় হানা দেয়। মৈত্রেয়ী জানান, তিনি দরজার কাছে একটি সিটে বসেছিলেন। হঠাৎ একটি ছেলে কামরায় উঠেই তাঁর হাত থেকে মোবাইল ফোন ও হাতব্যাগটি নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। তিনি

ভারতের ডিফেন্স অফিসারের ঘর থেকে পাকিস্তানকে তথ্য দিয়েছিল রাঁধুনী

Image
দেরাদুন: প্রতিরক্ষা মন্ত্রকের দূত হিসেবে পাকিস্তানে ছিলেন এক ব্যক্তি। আর তাঁরই ঘর হাতড়ে আইএসআই-এর হাতে ভারতীয় সেনার গোপন তথ্য তুলে দিয়েছে তাঁর রাঁধুনী। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে রমেশ সিং নামে উত্তরাখণ্ডের বাসিন্দা এক ব্যক্তিকে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাসিন্দা এই ব্যক্তি। টানা দু'বছর পাকিস্তানে ওই ভারতীয় দূতের বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করেছেন তিনি। আর তখনই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্য নিয়ে খুঁজে বের করেন গোপন সব তথ্য। সেনা গোয়েন্দা ও উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াডের যৌথ অভিযানে পিথোরাগড়ের গারালি গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রমেশ সিং-এর দাদা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। বুধবার তাঁকে পিথোরাগড় আদালতে তোলা হয়। সেখান থেকে তাঁকে ট্রানজিট রিমান্ডে লখনউ নিয়ে যাওয়া হয়েছে। মাস কয়েক আগেই বিষয়টি প্রকাশ্যে আসতে শুরু হয় তল্লাশি। একসময় চাষবাসের কাজ করতেন রমেশ সিং। তাঁর কোনও আত্মীয় তাঁকে পাকিস্তানে এই রাঁধুনির চাকরি করতে যেতে বলেন। এরপর ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের ওই আধিকারিকের বাড়িতে কাজ করেন তিনি। এরপরই তাঁর সঙ্গ

বিরোধী শক্তির শপথ

Image
ব্রিটিশদের তৈরি কর্নাটক হাইকোর্টকে টেক্কা দিতে বেঙ্গালুরুতে মহীশূর ঘরানায় প্রাসাদোপম বিধানসৌধ বানানো হয়েছিল স্বাধীনতার পর। আজ সেই সৌধের রাজকীয় সিঁড়ির চাতালে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শক্তির মেগা সম্মেলন। উপলক্ষ, মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের শপথগ্রহণ অনুষ্ঠান। বৃষ্টির দাপটকে অগ্রাহ্য করেই বিধানসভাকে ঘিরে পথে নামলেন কাতারে কাতারে নেতা সমর্থক, এমনকি সাধারণ মানুষও। আশপাশের জলের ট্যাঙ্ক, গাছের মগডাল, পাঁচিলের উপরেও লোকারণ্য। ভিড়ের চাপে হাঁসফাঁস করতে করতেই এক জেডিএস নেতার সরস মন্তব্য, 'এ যেন বিরোধী নেতাদের কুম্ভমেলা!' অনুষ্ঠান সাকুল্যে দশ মিনিটের। কিন্তু তার মধ্যেই তৈরি হল অজস্র রাজনৈতিক খণ্ডদৃশ্য, যা বিজেপির উদ্বেগ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এমনটাই মনে করছে রাজনৈতিক শিবির। বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলের নেতারা একে অন্যকে জড়িয়ে ধরছেন, পাশে বসে গল্প করছেন, হাত মিলিয়ে ছবি তুলছেন, সৌজন্য বিনিময় করছেন অবাধে— এমনটা কর্নাটক কেন, ভূ-ভারতে কেউই প্রায় দেখেননি। পরে টুইট করে রাহুল গাঁধী যার সারস