Posts

Showing posts from July 5, 2018

জলের দামে 20Mbps ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL

Image
৪৯১ টাকার ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে গ্গ্রাহকরা প্রতিদিন 20GB করে ডাটা পাবেন। এই প্ল্যান বৈধতা ৩০ দিন। সব কাস্টমার সার্ভিস সেন্টার ফ্রাঞ্চাইজি ও রিটেলারের কাছে এই প্ল্যান পাওয়া যাবে। টুইটারে ভারত সঞ্চার নিগম লিমিটেড এর বোর্ড মেম্বার এন কে মেহেতা জানিয়েছেন, ব্যক্তিগত ব্যবহারের সাথেই ছোট ও মাঝারি ব্যবসায়ীদের উপকারে আসবে এই প্ল্যান। নতুন ৪৯১ টাকায় প্ল্যানে গ্রাহকরা মাসে মোট 600GB ডাটা পাবেন। এই কানেকশানের স্পিড 20Mbps। এর সাথেই গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। নন ফাইবার কানেকশানে একাধিক প্ল্যান লঞ্চ করার পরে এই প্ল্যান লঞ্চের সিদ্ধান্ত নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। ৯৯ টাকা থেকে এই নন ফাইবার প্ল্যাঙ্গুলি লঞ্চ করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানের গ্রাহকরা 20Mbps স্পিড পাবেন। ৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা 45GB ডাটা পাবেন। সম্প্রতি নতুন ল্যাপতপ গ্রাহকদের দুই মাস বিনামূল্যে 20Mbps ইন্টারনেট দেওয়ার কথা ঘোষনা করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এছাড়াও ৭৭৭ টাকা থেকে ১,২৭৭ টাকা পর্যন্ত বিভিন্ন ফাইবার টু হো

জিও’র ধামাকা! ব্রডব্যান্ডেও নতুন পরিষেবা গিগা ফাইবার

Image
ফোনের দুনিয়ায় ফোর জি পরিষেবা ও সস্তায় ইন্টারনেট দিয়ে জিও গোটা দেশে অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে । এবার সেই জাদু হাজির ব্রডব্যান্ড পরিষেবাতে । "জিও গিগা ফাইবার" নামে হাজির এই পরিষেবা এখন পরীক্ষামূলক ভাবে কলকাতায় চালু হয়েছে, শীঘ্রই সাধারণ মানুষ, কর্পোরেট সংস্থা ব্যবহার করতে পারবে । কিন্তু সকলের বাড়িতেই ব্রডব্যান্ড রয়েছে, ওয়াই-ফাই রয়েছে, তাহলে জিও ফাইবার কেন? কলকাতায় এখন ভালো ইন্টারনেট পরিষেবা দেয়  অ্যালায়েন্স, মেঘবেলা, সিটি কেবল, হ্যাচওয়ে-র মত সংস্থাগুলি । জিও ফাইবার চালু হবার পর থেকেই ধাপে ধাপে কোম্পানিগুলি পরিষেবা মাশুল এক রেখে ব্রডব্যান্ড স্পিড প্রায় দ্বিগুণ করে দিয়েছে । কিন্তু যন্ত্রাংশ, পদ্ধতি এখনও সেই পুরনো মডেলেই চলছে । ফলে ঝড়বৃষ্টির মত প্রাকৃতিক দুর্যোগ হোক, বা লোকাল কেবল অপারেটরের সার্ভারে গন্ডগোল, একাধিক কারণে ইন্টারনেট সংযোগটুকুও পাওয়া যায় না । এখানেই জিও ফাইবারের জাদু । জিও ফাইবার যে পদ্ধতিতে ব্যবহারকারীদের সংযোগ দিচ্ছে তা হল, ফাইবার টু দ্য হোম ( এফটিটিএইচ)। এই পদ্ধতি অনেক বেশি দ্রুত, অনেক কম বাধা পেরোতে হয়, ফলে অযথা সময় ন্ষ্ট হয় না। ফাইবার অপটিক কেবলের মাধ্য

মৃত্যুর আগে কী করছিলেন বুরারি পরিবারের সদস্যরা? ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

Image
দিল্লির বুরারি তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আর ভাটিয়া পরিবার গণ আত্মহত্যার। একে একে টুল আর দড়ি জমা করছিলেন বাড়িতে। শনিবার মৃত্যুর আগে ভাটিয়া পরিবারের শেষ সিসিটিভি ফুটেজে এটাই দেখা গিয়েছে। গণ আত্মহত্যার জন্য যে টুল এবং দড়ি ব্যবহার করেছিলেন, ওই রাতেই সেগুলো জোগাড় করতে দেখা গিয়েছে তাঁদের। একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজটা এরকম, রাত ১০টা ১৫ মিনিটে পরিবারের ১২ বছরের ধ্রুব এবং ১৫ বছরের শিবম স্থানীয় একটি আসবাবপত্রের দোকানে যায়। সেখান থেকে দড়ি নিয়ে আসছে তারা। সিলিংয়ের রড থেকে ঝোলার সময় এই দড়ির সাহায্যই নিয়েছিলেন ১১ জন। তার আগে রাত ১০টার সময় এক প্রতিবেশীর বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সবিতা এবং তাঁর মেয়ে নিতুকে। তাঁরা অনেকগুলো টুল নিয়ে বাড়ির দিকে হেঁটে আসছেন। পুলিশ জানিয়েছে, গলায় দড়ি লাগিয়ে ঝোলার বা ঝোলানোর জন্য ৫টি টুল ব্যবহার করা হয়েছিল ওই রাতে। রাত ১০টা ৩৯ মিনিটে পাশের একটি দোকান থেকে ২০টা রুটি ডেলিভারি দিয়ে যান এক যুবক। রাত ১০টা ৫৭ মিনিটে নারায়নী দেবীর বড় ছেলে ভুবনেশ তাঁদের পোষ্যকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। রাত ১১টা ৪ মিনিটে তাঁরা ফিরে আসেন। মঙ্গলবার সকালেও ভাটিয়া বাড়িতে ত

স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারল স্বামী !

Image
শ্বশুরবাড়ি জমি বিক্রির টাকা না-পেয়ে গৃহবধূকে নৃশংসভাবে পুড়িয়ে মারল স্বামী ও তাঁর পরিজনরা। ঘটনা জলপাইগুড়ির মোহিতনগর এলাকার। ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিস। প্রাথমিক তদন্তের পর বধূর স্বামী-সহ ৩ জনকে আটক করেছে পুলিস।  মৃত গৃহবধূ ডলি সাহা (৩০)। আত্মীয়রা জানিয়েছেন, সম্প্রতি রাজগঞ্জে ডলির বাপের বাড়িতে জমি বিক্রি হয়। জমি বিক্রির সেই ৫ লক্ষ টাকা দাবি করেন জামাই রবি সাহা। টাকা আদায়ের জন্য নানা ভাবে চাপ তৈরি করা হয় ডলির শ্বশুরবাড়ি থেকে। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় বুধবার রাতে স্বামী, ননদ ও ননদের স্বামী মিলে পুড়িয়ে মারে ডলিকে। এর পর দেহ জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। খবর পেয়ে রাজগঞ্জ থেকে জলপাইগুড়ি পৌঁছন মৃতের বাপের বাড়ির লোকেরা। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিস। ডলিদেবীর বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, ননদ ও ননদের স্বামীকে আটক করেছে পুলিস।

২০০ কোটির দরজায় দাঁড়িয়ে ‘সঞ্জু’ !

Image
মুম্বই: ঘোড়া যেন পক্ষীরাজের ৷ থামতেই চায় না ৷ আর থামবেই বা কী করে ? রাজকুমার হিরানি-রণবীর কাপুর-সঞ্জয় দত্ত ৷ এই তিনের জুটি যখন থাকবে, তখন আটকাবে কে ? 'সঞ্জু' নিয়ে প্রত্যাশার পারদ ছুঁয়েছিল পাহাড় চুড়ো ৷ পূরণও হয়েছে সেই প্রত্যাশা ৷ রণবীরের ফাফাটি অভিনয়, রাজু হিরানির পরিচালনা আর সবশেষে সঞ্জয় দত্তের মতো এই রকম একদিকে বিতর্কিত অন্যদিকে রঙিন চরিত্রের উপস্থিতি ৷ এতে ভর করেই এবার ২০০ কোটির চৌকাঠে পৌঁছে গেল 'সঞ্জু' ৷ ৬ দিন পর বক্স অফিস থেকে ১৮৬.৪১ কোটি তুলে নিয়েছে এই বায়োপিক ৷ শুধুমাত্র ষষ্ঠ দিনে এর রোজগাপ ১৮.৯০ কোটি টাকা ৷ প্রথম দিন থেকেই ছক্কা হাঁকানো শুরু ৷ রেস ৩-কে পিছনে ফেলে এ বছরের সর্বোচ্চ ওপেনিং ছবির মুকুটটা নিজের মাথায় পরে নিয়েছিল আগেই ৷ প্রথম দিনেই ৩৪.৭৫ কোটি এসেছিল পকেটে ৷ বাহুবলী ২(হিন্দি)-র থেকেও যা ছিল বেশি ৷ তিন দিনে বহুবলী ২(হিন্দি)-র কালেকশন ছিল ৪৬.৫০ কোটি ৷ আর সেখানে তৃতীয় দিনে 'সঞ্জু'-র রোজগার ছিল ৪৬.৭১ কোটি ৷ এ বছরে 'সঞ্জু' সাত নম্বর ছবি হিসাবে ১০০ কোটির ক্লাবে জায়গা করেছে ৷ এর আগে 'পদ্মাবত', 'সনু কে টিটু কি স্যুইটি&

উত্তরপ্রদেশে দলিত মেয়েকে অপহরণ করে তিনদিন ধরে ধর্ষণ ৬ জনের, ৫ অভিযুক্তই নাবালক

Image
মুজফফরনগর: উত্তরপ্রদেশে নারী নির্যাতন অব্যাহত। গত মাসে এখানকার কোতোয়ালি থানা এলাকা থেকে ১২ বছরের একটি দলিত মেয়েকে অপহরণ করে তিনদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল ৬ জনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ৫ জনই নাবালক, বয়স ১৪ থেকে ১৬-র মধ্যে বলে জানিয়েছে পুলিশ। ষষ্ঠ অভিযুক্তকে শনাক্ত করা যায়নি এখনও। অভিযুক্তরা সবাই পলাতক। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেয়েটির মা বেঁচে নেই। সে দিদার কাছে থাকে। গতকাল তারা দুজনে জেলা শাসকের দপ্তরের বাইরে ধর্ষণের অভিযোগ নথিভুক্তির দাবিতে বিক্ষোভ দেখায়। পুলিশ অভিযোগ গ্রহণ করতে চাইছে না বলে অভিযোগ করে তারা। অবশেষে অভিযোগ দায়ের হয়। দিদার বক্তব্য, গত ২৬ জুন একটি গাড়িতে তুলে মেয়েটিকে অপহরণ করা হয়। মেয়েটি কুকরা গ্রামে যাচ্ছিল।

ফাঁকা বাড়িতে নাবালক দাদার ধর্ষণের শিকার শিশুকন্যা, রাজধানীতে চাঞ্চল্য

Image
 মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের ক্ষত এখনও শুকোয়নি। ফের শিশুকন্যা ধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে। তবে এবার স্কুল নয়, বাড়িও যে শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নয় ফের প্রমাণ হল। বাড়িতেই নাবালক দাদার বিকৃত যৌন লালসার শিকার হল বছর আটেকের শিশুকন্যা। সোমবার ঘটনাটি ঘটলেও নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি হলে বুধবারে বিষয়টি প্রকাশ্যে আসে। এমনটাই জানিয়েছে পুলিশ। যৌনাঙ্গে মারাত্মক আঘাত নিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই একরত্তি। অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বাবা মা দিল্লির আদর্শনগর এলাকায় থাকেন। ওই দম্পতি পেশায় দিনমজুর। সকালে ছেলে মেয়েকে রেখে কাজে বেরিয়ে যান, সন্ধ্যায় ফিরে আসেন। সোমবারও এই নিয়মের কোনও হেরফের হয়নি। অভিযোগ, সেদিন বাবা মা বেরিয়ে যেতেই ছোট বোনের উপরে নারকীয় অত্যাচার চালায় নাবালক দাদা। তাকে মারধরও করে। বাবা, মা বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় ছটফট করছে মেয়ে। তড়িঘড়ি মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষার পরই জানিয়ে দেন, ধর্ষিতা হয়েছে একরত্তি। প্রাথমিক চিকিৎসার পর নির্যাতিতা নিজেই ডাক্তারদের জানায়, তার দাদাই নারকীয় অত্যাচার চালিয়েছে। এই ম

৪১ কোটি টাকার ঋণ জালিয়াতি, সিবিআইয়ের নজরে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর

Image
৪১ কোটি টাকার ঋণ জালিয়াতি কেসে এবার সিবিআইয়ের নজরে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর। অভিযোগ, অনৈতিক উপায়ে ব্যাংক থেকে মোটা টাকার ঋণ পেয়েছে দিল্লির নামী পর্যটন সংস্থা এয়ারওর্থ ট্রাভেলস অ্যান্ড ট্যুর প্রাইভেট লিমিটেড। এই ঋণ পাইয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর কেসি চক্রবর্তী। ওই পর্যটন সংস্থার নামে ঋণ জালিয়াতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে সিবিআই। তখনই জালিয়াতির সঙ্গে কেসি চক্রবর্তীর যু্ক্ত থাকার প্রমাণ মেলে। ঋণ জালিয়াতির কেসে ফাঁসতে চলেছেন, কানাঘুষোয় এমন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করে ফেলেন কেসি চক্রবর্তী। চলতি বছরের মে মাসে লন্ডনে যাওয়ার সময় মুম্বই এয়ারপোর্ট থেকেই তাঁকে ফিরতে হয়। কেননা ততক্ষণে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। উল্লেখ্য, ২০০৯-২০১৪ পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ছিলেন কেসি চক্রবর্তী। সেই সময়ই তিনি সংশ্লিষ্ট পর্যটন সংস্থাকে মোটা টাকার ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অভিযোগ, রীতিমতো ব্যাংকে জাল নথিপত্র জমা করেই ৪১ কোটি টাকার ঋণ পেয়ে যায় সংস্থাটি। এই ঘটনার কিছুদিন পরেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি

জম্মু থেকে শিয়ালদহ, শুরু হল হামসফর এক্সপ্রেসের যাত্রা

Image
রেলের কর্তাদের মতে, এই ট্রেন চালু হওয়ার ফলে দেশের হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে দেশের সেনারাও উপকৃত হবেন। জম্মু থেকে শিয়ালদহ সংযোগকারী নতুন সাপ্তাহিক সুপারফাস্ট হামসফর এক্সপ্রেসের যাত্রা শুরু হল। জম্মু রেলওয়ে স্টেশন থেকে এটির সূচনা করলেন রেলের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহাইঁ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের দুই বিধায়ক সৎপাল শর্মা ও কবিন্দর গুপ্ত, উত্তর রেলের জেনারেল ম্যানেজার বিশ্বেষ চৌবে-সহ রেলের এবং রাজ্য সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গিয়েছে, নতুন এই হামসফর এক্সপ্রেস পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। এ ছাড়াও, যাত্রীসাচ্ছন্দের কথা মাথায় রেখে এখানে রয়েছে আধুনিক এলএইচবি কোচ, জিপিএসের সুবিধা, বায়ো-টয়লেট, এলইডি ডিসপ্লে, স্মোক অ্যালার্ম, সিসিটিভি ক্যামেরা এবং অগ্নি-নির্বাপক যন্ত্রের মতো একাধিক আধুনিক সুবিধা। জম্মু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। জম্মু একই সঙ্গে দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত। তাই রেলের কর্তাদের মতে, এই ট্রেন চালু হওয়ার ফলে দেশের হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে দেশের সেনারাও উপকৃত হবেন।

গুরুগ্রামে স্পা সেন্টারের নামে মধুচক্র, ৫ বিদেশিনী-সহ গ্রেপ্তার ১৫

Image
মধুচক্র চালানোর অভিযোগে গুরুগ্রামের স্পা সেন্টার থেকে ১৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচজন বিদেশি। ধৃত মহিলাদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের বাসিন্দা। পাঁচজন মণিপুরের ও একজন মহিলা-সহ বাকি চার ব্যক্তিই উত্তরপ্রদেশের বাসিন্দা। শহরের নামী স্পা সেন্টারে মধুচক্রের ব্যবসা চলছে। গোপনসূত্রে এই খবর পেয়েই অভিযানে নেমে ১৫জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সুভাষ বোকান বলেন, থানায় আসানতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার কেকে রাও এই অভিয়ানের নেতৃত্ব দিয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই বুধবার রাতে ওই স্পা সেন্টারটিতে অভিযান চালায় পুলিশের একটি দল। মধুচক্রের সঙ্গে যুক্ত ১৫জন ছাড়াও দু'জন ক্রেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে স্পা ম্যানেজার ও তার সহায়ক। এদের বিরুদ্ধে থানার তরফেই ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় একটি অভিযোগ দায়ের হয়েছে। স্পা সেন্টারের নামে যৌনব্যবসা চালানোর অভিযোগে বিদেশি আইনের আওতায় আরও একটি মামলা দায়ের হয়েছে। অভিযানের সময় পালিয়ে যায় যুধবীর সিং নামের এক ব্যক্তি। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের মধ্যে থাকা বিদেশিনীরা কাজের ভিসা ছাড়া

দেশে ‘জিও-ফাইবার’ পরিষেবা চালু করতে রেডিসিস সংস্থা কিনছে রিলায়েন্স

Image
দেশের বাজারে সস্তায় 4G পরিষেবা দিয়ে জনপ্রীয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে রিলায়েন্স জিও৷ 4G পরিষেবা দেওয়ার পাশাপাশি ব্যবসা বাড়াতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে চলেছে মুকেশ আম্বানির জিও৷ আজ, সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে (এজিএম) মুকেশ আম্বানি জানান, আগামী আর্থিক বছরের মধ্যেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়বে 'জিও-ফাইবার' ব্রডব্যান্ডের জাল৷ নয়া এই পরিষেবা দেওয়ার জন্য কয়েক কোটি টাকা বিনিয়োগ ও কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেও জানান রিলায়েন্স কর্ণধার৷ একইসঙ্গে সংস্থা প্রতি শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷ প্রত্যেকবারের মতো এবারও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪১তম বার্ষিক সাধারণ সভায় ঘিরে কৌতুহল বাড়ছিল বাণিজ্যিক মহলে৷ প্রতিবারের এই সভায় সংস্থার তরফে ভবিষ্যত পরিকল্পনা ও বেশ কিছু বড় ঘোষণা করা হয়৷ গতবারও এই সভা থেকে বিশ্বের সব থেকে কমদামের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়৷ যদিও, এবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ মুকেশ আম্বানি জানান, দেশের সবচেয়ে সস্তা 4G পরিষেবার ফোন জিওফোনের গগনচুম্বী সাফল্যের পর এবার রিলায়েন্স নিয়ে আসছে জিওফোন-২। ১৫ই আগস্টই গ্রাহকদের জন

বেলঘরিয়ায় অটোতে শ্লীলতাহানি, ছেলেকে নিয়ে চলন্ত অটো থেকে ঝাঁপ মায়ের

Image
বেলঘরিয়া: ছেলের সামনেই মাকে শ্লীলতাহানির অভিযোগ ৷ সম্মান বাঁচাতে ছেলের হাত ধরে চলন্ত অটো থেকে ঝাঁপ দিলেন মা ৷ গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায় ৷ নিগৃহীত ওই মহিলার অভিযোগ, বাড়ি যাওয়ার জন্য টবিন রোড থেকে অটোতে উঠেছিলেন তিনি ৷ সঙ্গে ছিল ৯ বছরের ছেলে ৷ আরও দু'জন যাত্রীও ছিলে সেই অটোতে ৷ কিন্তু কিছুদূর যাওয়ার পর অন্য দুই যাত্রীকে অন্য অকটি অটোতে তুলে দেন ওই অটো চালক ৷ এরপর ডানলপের কাছে এসে হঠাৎই সোজা রাস্তা ছেড়ে অন্য একটি রাস্তায় ঢুকে পড়ে অটোটি ৷ বিপদ বুঝে বারবার অটো থামাতে বলেন ওই মহিলা ৷ কিন্তু তাঁর কথায় অমল না দিয়ে অটো ছুটিয়ে দেন চালক ৷ আক্রান্ত ওই মহিলার অভিযোগ, ছেলের সামনে তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করেন ওই চালক ৷ এরপরেই চিৎকার শুরু করেন তিনি ৷ স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন ৷ ভয় পেয়ে অটোর গতি কমিয়ে দেন চালক ৷ তখনই সুযোগ বুঝে ছেলেকে নিয়ে অটো থেকে ঝাঁপ দেন ওই মহিলা ৷ দু'জনেই অল্পবিস্তর জখম হয়েছেন ৷ এরপরেই বেলঘরিয়া থানাতে যোগাযোগ করা হয় আক্রান্তের তরফে। বৃহস্পতিবার লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে ওই গৃহবধূর পরিবার।

মাত্র ৫০১ টাকায় জিও নিয়ে আসছে নতুন ফোন, ঘোষণা মুকেশ আম্বানির

Image
মুম্বই: বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত করা হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪১তম বার্ষিক সাধারণ সভায় ৷ প্রত্যেকবারের মতো এবারও রিলায়েন্সের এজিএম-কে ঘিরে কৌতুহল জমা হয়েছে বাণিজ্যিক মহলে ৷ প্রতিবারের মতো এবারও বড় কিছু ঘোষণা করার সম্ভাবনা রয়েছে আজকের বৈঠকে ৷ প্রতিবারের মতো এবারও গ্রাহকদের জন্য একাধিক নতুন পরিষেবা নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা ৷ এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি জানান এবার বাজারে আসতে চলেছে জিও ফোন ২ ৷ ১৫ অগাস্ট থেকে মিলবে নতুন ফোন ৷ মাত্র ৫০১ টাকায় মিলে ফোনটি ৷ ফোনটির দাম ২৯৯৯ টাকা ৷ কিন্তু পুরনো জিও ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র ৫০১ টাকায় ৷ ডিজিটাল ইন্ডিয়ায় নতুন দিশা দেখাচ্ছে জিও ৷ জিও-২ ব্যবহারে রেজিস্ট্রেশন করতে হবে ৷ এর জেরে দেশের বিভিন্ন স্তরের মানুষ মোবাইল ফোন ব্যবহারের সুবিধা পেতে চলেছেন ৷ এদিন মুকেশ আম্বানি জানিয়েছেন, বর্তমানে জিও ফোন ব্যবহারকারীর সংখ্যা ২৫ মিলিয়ান ৷ এবার আরও উন্নতমানের পরিষেবা নিয়ে আসছে জিও ফোন ২ ৷

এই স্কুলে ভর্তি হলে পড়ুয়াদের দেওয়া হচ্ছে সোনা ও নগদ টাকা

Image
কোয়েম্বাটুর: স্কুলে পড়ুয়াদের উপস্থিতি তলানিতে ৷ পড়ুয়াদের স্কুলে যাওয়ার উৎসাহ এক্কেবারে নেই বললেই চলে ৷ এই পরিস্থতি থেকে ঘুরে দাঁড়াতে কত ধরনের উদ্যোগই না নেওয়া হয় ৷ পড়ুয়াদের স্কুলে যাওয়ার জন্য উৎসাহ বাড়াতে মিড ডে মিল দেওয়া কিংবা উপহার হিসেবে উপহার দেওয়ার উদাহরণ তো ভুরি ভুরি ৷ তবে যদি বলা হয়, প্রাইমারি স্কুলে গেলেই পেয়ে যাবে সোনা আর নগদ টাকা ৷ তবে ব্যাপার একটু অন্যরকম মনে হয় না? না না কোনও ভুয়ো খবর নয় ৷ এমনই উদ্যোগ নেওয়া হয়েছে কোয়েম্বাটুরের আন্নুরের কাছে কোনারপায়ালাম গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৷ সেখানে এক একজন ছাত্রকে দেওয়া হবে এক গ্রাম করে সোনা, নগদ ৫০০০ টাকা ও দু'সেট ইউনিফর্ম। তবে প্রথম দশজন পড়ুয়াই পাবে এই বিশেষ উপহার ৷ তাঁদের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই সাড়া ফেলে দিয়েছে ওই এলাকায়। স্কুলের প্রধান শিক্ষক রাজেশ চন্দ্রকুমার ওয়াই জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনজন ছাত্র এসে ভর্তি হয়েছে। আরও তিনজন স্কুলে যাওয়ার ক্ষেত্রে উৎসাহও দেখিয়েছে। তবে হঠাৎ করে এমন উদ্যোগ কেন? জানা গিয়েছে, ১৯৯৬ সালে ১৬৫জন ছাত্র-ছাত্রীকে নিয়ে এই স্কুল শুরু হয়েছিল ৷ তবে, সেই এলাকায় চাষাবাদে

সঙ্গমের সময় দম আটকে মৃত্যু তরুণীর, খুনের অভিযোগ দায়ের প্রেমিকের বিরুদ্ধে

Image
সঙ্গমের সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল তরুণীর। এই ঘটনায় প্রেমিকের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম ওরিয়ন ইয়াকভ (২৩)। এই ইজরায়েলি যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনাটি গত বছর মার্চের। ঘটনাস্থল দক্ষিণ মুম্বইয়ের কোলাবা এলাকার একটি হোটেল। জানা গিয়েছে, বছর কুড়ির প্রেমিকাকে নিয়ে ভারতে বেড়াতে এসেছিলেন ইয়াকভ। তাঁরা কোলাবার একটি হোটেলে ওঠেন। হোটেলে একদিন যৌন সংসর্গের সময় কোনওভাবে প্রেমিকার গলায় চেপে বসে ইয়াকভের দুই হাতে। আঙুলের চাপে ততক্ষণে তরুণীর প্রাণ যায় যায় অবস্থা। এদিকে শয্যাসঙ্গিনীর এহেন পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান ওই যুবক। সঙ্গে সঙ্গে হোটেলের কর্মীকেও ফোন করেন তিনি। জানান, ডাকাডাকি করেও গার্ল ফ্রেন্ডের কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। এরপর হোটেল কর্মীরাই পুলিশে খবর দেন। পুলিশ অচেতন তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছালে পরীক্ষার পর চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। জানানো হয়, সঙ্গম চলাকালীনই মৃত্যু হয়েছে ওই তরুণীর। দেহের ময়নাতদন্তের পর তরুণীর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তরুণীর দেহ নিয়

বৌদির সঙ্গে যৌনতায় মত্ত স্বামী, বাধা দিলে রাগের মাথায় ছোট্ট শিশুকে খুন

Image
কলকাতা: স্ত্রী সন্তানসম্ভবা আর এর মাঝেই বৌদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী ৷ নিত্যদিন বৌদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যায় স্ত্রীর ৷ এরপর থেকেই সংসারে ঝামেলা অশান্তি লেগেই ছিল ৷ সন্তান জন্মানোর পরও পরিস্থিতিতে কোনও বদল হয়নি ৷ নিত্যদিন বাড়িতে অশান্তি লেগেই ছিল ৷ বুধবার ঘটনা চরম পর্যায় পৌঁছয় ৷ রাগের জেরে শিশুর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করায় মৃত্যু হয় শিশুটির ৷ অভিযোগ স্ত্রীকে জোর করে কেরোসিন খাইয়ে খুন করারও চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায়। গত বছর বিয়ে করেন অভিযুক্ত ব্যক্তি ৷ এরপর স্ত্রী সন্তান সম্ভবা হয়ে পড়ায় বৌদির সঙ্গে সম্পর্ক গড়ে উঠে ৷ দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকায় আপত্তি জানায় স্ত্রী ৷ প্রতিবাদ করায় তার উপর শুরু হয় অত্যাচার ৷ ঘটনার দিন খাটের উপর শুয়ে ছিল ছোট্ট শিশুটি ৷ সেই সময় তার মাথায় আঘাত করেন অভিযুক্ত ৷ এর জেরে মৃত্যু হয় তার ৷ এরপর স্ত্রীকে মারার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷

আট মাসে কয়েক’শ বার ধর্ষণ করা হয়েছে আট বছরের নাবালিকাকে

Image
বার্লিন: আইএস অধ্যুষিত অঞ্চলে যৌন ক্রীতদাসীদের কথা কারও অজানা নয়। হাটে-বাজারে জিনিসপত্রের মত কেনা-বেচা করা হয় মহিলাদের। করা হয় দর-দাম। তবে এবার সামনে উঠে এক শিউরে ওঠার মত খবর। জার্মানির এক চিকিৎসক জানালেন ইসলামিক স্টেটের এই যৌন ক্রীতদাসী প্রথা আসলে কতটা নারকীয়। জার্মানির বিশেষজ্ঞ চিকিৎসক ড. জান কিজিলন জানিয়েছেন, এক আট বছরের মেয়েকে আট মাসের মধ্যে ১০ বার বিক্রি করেছে আইএস জঙ্গিরা। আট মাসের মধ্যে প্রত্যেকদিন তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কয়েক'শ বার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। জার্মানির ইউনিভার্সিটিতে 'ইন্সটিটিউট অফ সাইকোথেরাপি অ্যান্ড সাইকোট্রমাটোলজি'র ডিন এই চিকিৎসক। ইয়াজিদি মহিলা নাদিয়া মুরাদ প্রথম প্রকাশ্যে আনেন এই সেক্স ট্রেডের বিষয়টা। তাঁকে উদ্ধার করার পর জানা গিয়েছিল, কীভাবে ইয়াজিদি মহিলাদের ব্যবহার করা হয়, সেকথা জানিয়েছিলেন তিনি। ২০১৪ তে ৭০০০ মহিলাকে তুলে নিয়ে গিয়েছিল আইএস জঙ্গিরা। জার্মানির একটি ক্যাম্পে উদ্ধার হওয়া মহিলাদের মানসিক চিকিৎসা করেন ওই চিকিৎসক। ২০১৪ তে ইয়াজিদি মহিলাদের সিঞ্জর থেকে তুলে নিয়ে গিয়েছিল আইএস জঙ্গিরা। এরপর তাদের যৌনদাসী হিসেবে বিক্র

আতঙ্কের UP: বধূকে গণধর্ষণের পর নগ্ন করে ঘোরাল দুষ্কৃতীরা

Image
গৃহবধূকে গণধর্ষণের পর নগ্ন করে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের হামিরপুরে। নির্যাতিতার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে গণধর্ষণ করে নগ্ন হাঁটতে বাধ্য করেছে চার দুষ্কৃতী। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা মহিলা আপাতত হাসপাতালে ভর্তি।  'আমার স্ত্রী ওইদিন বাড়িতে একা ছিলেন। ওরা জোর করে বাড়িতে ঢুকে স্ত্রীকে তুলে নিয়ে যায়। ধর্ষণের পর বর্বরের মতো অত্যাচার করা হয়।' সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন নির্যাতিতার স্বামী। ২৯ জুনের এই ঘটনার পিছনে কোনও পুরোনো শত্রুতা আছে কিনা জানা যায়নি। পুলিশ সুপার অজয় কুমার সিং জানিয়েছেন, 'দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।' যদিও অভিযুক্তদের প্রত্যেকেই অধরা। 

ব্যাটারি-চালিত বাস-গাড়ির জন্য শহরে বসছে পাঁচটি চার্জিং স্টেশন

Image
পেট্রোল পাম্প, অটো-এলপিজি গ্যাস স্টেশনের পর এবার কলকাতায় চালু হচ্ছে ব্যাটারি-চালিত বাস-গাড়ির জন্য চার্জিং স্টেশন। কয়েক মাসের মধ্যেই শহরে চালু হতে যাচ্ছে ব্যাটারি-চালিত বাস বা ই-বাস। বাসের ব্যাটারি চার্জ করার জন্য শহরে বিভিন্ন প্রান্তে পাঁচটি চার্জিং স্টেশন বানাবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। মঙ্গলবার সিমলায় বিদ্যুৎমন্ত্রীদের জাতীয় সম্মেলনে এ কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  পরিকল্পনা অনুসারে, রাজ্যে সবমিলিয়ে মোট ৮০টি ব্যাটারি-চালিত বাস চলবে। বাস কেনার জন্য যে টাকা খরচ হবে, তার ৬০ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য। কলকাতা ছা়ডাও নিউটাউন এবং আসানসোলেও এই বাস চালানো হবে। বাসগুলিতে একবার চার্জ দিলে ১৫০ কিমি পর্যন্ত চলবে। বাস চালানোর দায়িত্বভার পরিবহণ দপ্তরের হলেও চার্জিং স্টেশন তৈরি করে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর। মূলত ট্রাম ডিপোর পড়ে থাকা অব্যবহৃত জমিতে চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। প্রসঙ্গত, দেশের বড় শহর ও প্রত্যেকটি স্মার্ট সিটি-তে কেন্দ্রীয় সরকার ব্যাটারি-চালিত সব ধরনের গাডি়র জন্য তিন কিলোমিটার অন্তর চার্জিং স্টেশন গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ এ ছাড়া

ভুয়ো খবর ধরলে WhatsApp-এর পুরস্কার ₹৩৪ লক্ষ

Image
কেন্দ্রীয় সরকার সতর্ক করার পরেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভুয়ো খবর ধরতে তত্‍‌পর হল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ জন্য মোটা আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।  কী ভাবে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ভুয়ো খবর চিহ্নিত করা যাবে, এ নিয়ে গবেষণামূলক প্রস্তাব চেয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি প্রস্তাবের জন্য মিলবে ৩৪ লক্ষ টাকা। এই পুরস্কারকে যে কারণে বলা হচ্ছে, রিসার্চ অ্যাওয়ার্ড। এ জন্য একটি পৃথক তহবিল তৈরি করা হচ্ছে।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছেলেধরার গুজবে ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। নেহাত সন্দেহের বশে প্রাণ হারিয়েছেন বা নিগ্রহের শিকার হয়েছেন নিরীহ মানুষ।  অসম থেকে ত্রিপুরা-- এমন একাধিক ঘটনায়, নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটারেপ মতো সোশ্যাল মিডিয়াকে ভুয়ো খবর নিয়ে সতর্ক করা হয়। কী ভাবে এ ধরনের ভুয়ো খবরের শেয়ারিং বন্ধ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়াগুলিকে ভাবতে বলা হয়।  তার পরপরই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ। 

কাউন্টারে হত্যে আর নয়, টিকিট এ বার মোবাইল থেকেই

Image
অ্যাপ উদ্বোধনে ডিআরএম। টিকিটের দীর্ঘ লাইনে একরাশ উৎকন্ঠা নিয়ে দাঁড়ানোর দিন শেষ। এ বার মোবাইলেই কাটা যাবে ট্রেনের অসংরক্ষিত কামরার টিকিট। বুধবার থেকে দক্ষিণ পূর্ব রেলের চার ডিভিশনে এই সুবিধা চালু হয়েছে। এ দিন আদ্রা ডিভিশনের জন্য ইউটিএস (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) অ্যাপের উদ্বোধন করেন ডিআরএম (আদ্রা) শরদকুমার শ্রীবাস্তব। নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে আদ্রা থেকে বার্নপুর যাওয়ার টিকিট কাটেন তিনি। ডিআরএমের দাবি, এই অ্যাপে খুব সহজ পদ্ধতিতে টিকিট কাটা যায়। জানানো হয়েছে, টিকিট কাটার তিন ঘণ্টার মধ্যে ট্রেনে চাপতে হবে। তবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা ট্রেন থেকে এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে না। টিকিট কাটতে হবে প্ল্যাটফর্মের কুড়ি মিটার দূরত্ব থেকে। আদ্রা ডিভিশনের পঞ্চান্নটি স্টেশনের সামনে থেকে ইউটিএস ব্যবহার করে ট্রেন ও প্ল্যাটফর্মের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। রেলের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বলে যাত্রীদের অভিযোগ রয়েছে। শেষ মুহূর্তে টিকিট হাতে পেয়ে পড়িমড়ি করে ট্রেন ধরার জন্য ছুটছেন কেউ— ছবিটা অচেনা নয়। আদ্রার রেল কর্তৃপক্ষের দাবি, এ বার ওই সমস্যার একটা স্

ভর্তিজটে সরানো হল টিএমসিপির সভানেত্রীকে

Image
মুখ্যমন্ত্রীর মুখোমুখি জয়া দত্ত।  কলেজের ভর্তি-চক্রে তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার দলীয় ছাত্র সংগঠনের সভানেত্রীকেই সরিয়ে দিলেন। তাঁর নির্দেশে বুধবার সন্ধ্যায় সভানেত্রী জয়া দত্তকে সরিয়ে দেওয়া হয়। বাকি পদাধিকারীরা অবশ্য স্বস্থানেই রয়েছেন। দিন দশেকের মধ্যে সংগঠনের নতুন সভাপতি বেছে নেওয়া হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী নিজে এই বাছাই প্রক্রিয়ায় যুক্ত হবেন। রাতে জয়া অবশ্য বলেন, ''দায়িত্ব থেকে সরানোর কথা আমায় কেউ জানাননি। আমি আমার মতো করে টিএমসিপির ভাবমূর্তি ভাল রাখার চেষ্টা করেছি। এখন দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, তাই শিরোধার্য।'' কলেজে তৃণমূল ছাত্র পরিষদের(টিএমসিপি)-র বিরুদ্ধে টাকা নিয়ে পড়ুয়া ভর্তি করানোর একের পর এক অভিযোগ উঠছে জেনে কিছুদিন আগেই নেতাজি ইন্ডোরের বৈঠকে মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, ছাত্র রাজনীতির নামে কোনও ভাবেই টাকা নেওয়া তিনি বরদাস্ত করবেন না। কিন্তু সেই হুঁশিয়ারির পরের দিন থেকে কলেজে তোলাবাজি কমার বদলে ক্রমাগত তার মাত্রা ছাড়াতে থাকে। শেষ পর্যন্ত গত শনিবার কলেজে তোলাবাজি ঠেকাতে পুলিশ নামানোর নির্দেশ দিতে হয় মমতাকে। এ

দু’বছরের শিশুকে যৌন নিগ্রহ, অভিযুক্ত বেহালার বেসরকারি স্কুল

Image
ফের শহরের এক স্কুলে শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগের আঙুল উঠেছে বেহালার একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে। শিশুটির বাবা-মায়ের অভিযোগ, মঙ্গলবার স্কুলে তাঁদের ছেলেকে যৌন নিগ্রহ করা হয়েছে। শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে। তার মেডিক্যাল টেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন শিশুটির বাবা-মা।  বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কাছে জানিয়ে ঘটনার দিন সিসিটিভি ফুটেজ দেখতে চান তাঁরা। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে তাঁদের কোনও সহযোগিতা করেননি। শিশুটি এই মুহূর্তে আতঙ্কিত হয়ে আছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন শিশুটির বাবা-মা। বিষয়টি নিশ্চিত করতে পুলিশের তরফেও আরও একটি মেডিক্যাল টেস্ট করা হচ্ছে বলে জানিয়েছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

ভাইকে খুনে ‘নিষ্ঠুর’ স্ত্রীর ফাঁসি চান দাদা

Image
তৃতীয় শ্রেণির ছাত্র ঋজুকে খুন করা হয়। বাবা-মা ছোট ছেলেকে বেশি আদর দিলে সহ্য হত না বৌদি প্রিয়াঙ্কার। মাঝেমধ্যেই স্বামী সুব্রত দাসের কাছে তা নিয়ে নালিশও জানাত সে। তবে তাতে কর্ণপাত করতেন না সুব্রত দাস। কিন্তু এর পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে, তা ভাবতেও পারেননি তিনি। আট বছরের ভাই ঋজু দাসকে ড্রামের মধ্যে জলে ডুবিয়ে খুন করেছে তাঁরই স্ত্রী, এ কথা জানার পরে সারা রাত দু'চোখের পাতা এক হয়নি সুব্রতের। ভাইয়ের মৃত্যুর 'আসল' কারণ জানতে পেরেও তা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। গত অক্টোবরেই ২০ বছর বয়সি প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়েছিল সুব্রতের। সেই স্ত্রী যে এতটা 'নিষ্ঠুর' হতে পারে, তা ভাবতেও পারছেন না সুব্রত। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাড়িতে বসে বুধবার তিনি বলেন, ''ঋজু খেতে ভালবাসত। মা ওকে একটু বেশি খাবার দিলে আমার স্ত্রী আমার কাছে নালিশ করত। যদিও ওর কথায় আমি পাত্তা দিতাম না। কিন্তু ও যে এতটা নিষ্ঠুর হতে পারে, তা জানতাম না।'' ভাইকে খুনের জন্য স্ত্রীয়ের কঠোর শাস্তির দাবি করছেন তিনি। কাঁদতে কাঁদতে সুব্রত বলছেন, ''ড্রামের মধ্যে ভাই স্নান করতে নামার পর ঢাকনা

বিএড থাকলেও বসা যাবে টেট-এ

Image
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-য় প্রার্থীরা যাতে আরও বেশি সংখ্যায় যোগ দিতে পারেন, তার ব্যবস্থা করছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বিএড বা ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি থাকলেও এ বার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে। এর ফলে আরও বেশি প্রার্থী টেটে বসতে পারবেন বলে জানাচ্ছে শিক্ষা শিবির। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, এনসিটিই এই বিজ্ঞপ্তি দিয়েছে কয়েক দিন আগে। সাধারণ ভাবে ওই কেন্দ্রীয় সংস্থার নিয়ম মেনে চলে সব রাজ্যই। তবে পরীক্ষায় বসার নতুন ব্যবস্থার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত পর্ষদকে জানানো হয়নি। এক পর্ষদকর্তা জানান, এনসিটিই তাদের নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনও প্রার্থীর বিএড এবং স্নাতকে ৫০ শতাংশ নম্বর থাকলেই তিনি টেটে বসতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্য দু'বছরের বিএডের উল্লেখ করা হয়নি। তাই ধরে নেওয়া হচ্ছে, বিএড যখন এক বছরের পাঠ্যক্রম ছিল, সেই সময়কার প্রার্থীরাও ওই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। তবে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা চাকরি পেয়ে গেলেও দু'বছরের মধ্যে একটি বিশে

শিক্ষিকার মুণ্ডু কেটে নিয়ে দু’ঘণ্টা দৌড়, ধরতে হিমশিম পুলিশ

Image
এক হাতে উন্মুক্ত তলোয়ার। অন্য হাতে মহিলার কাটা মুণ্ডু। জঙ্গলের রাস্তায় ছুটে চলেছেন এক ব্যক্তি। পিছনে তাড়া করছে পুলিশ-গ্রামবাসী। রোমহর্ষক নাটকীয় এই ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসোয়ান জেলার এক প্রত্যন্ত গ্রাম। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ধরতে প্রায় পাঁচ কিলোমিটার এভাবে ছুটতে হল পুলিশ ও গ্রামবাসীদের। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস এই নাটকে অবশেষে যবনিকা পড়ল যখন জঙ্গলের একটি ঝোপের মধ্যে থেকে ওই ব্যক্তিকে টেনে বের করে আনলেন গ্রামবাসীরা। ধরে উত্তম-মধ্যম দিলেন। যা ঠেকাতে হিমশিম খেতে হল পুলিশকেও। স্কুল শিক্ষিকাকে গলা কেটে খুনের অভিযোগে ধৃত শ্রীঘরে হরি হেমব্রম (২৬) নামে ওই মানসিক ভারসাম্যহীন।  বুধবার দুপুরে ঘটনার সূত্রপাতও নাটকীয় ভাবে। সরাইকেলার হেসেল গ্রামের খাপড়াসাই স্কুলে দুপুরে মিড ডে মিল খাচ্ছিল পড়ুয়ারা। তদারকি করছিলেন বছর তিরিশের স্কুলশিক্ষিকা সুক্রা হেসা। স্কুলের পাশে একাই থাকেন মানসিক ভারসাম্যহীন হরি হেমব্রম। আচমকাই তিনি স্কুলে ঢুকে সটান চলে যান মিড ডে মিলের ওই জায়গায়। সেখান থেকে টানতে টানতে সুক্রা হেসাকে নিজের বাড়ির কাছে নিয়ে আসেন। সেখানেই শিক্ষিকার গলা কেটে শরীর থেক

গোল করার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তরুণ

Image
গোল করার পরেই মাটিতে উপুড় হয়ে লুটিয়ে পড়েছিলেন আঠেরো বছরের তরুণ। সতীর্থেরা ভেবেছিলেন, গোলের আনন্দে এমন করছেন ওই যুবক। কিন্তু কয়েক মিনিট কাটার পরেও তিনি না ওঠায় বন্ধুরা কাছে গিয়ে দেখেন, অচৈতন্য হয়ে গিয়েছেন ওই যুবক। এর পরেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে বেলঘরিয়ায় এমন ভাবেই মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম সাগর দাস। উষুমপুর বটতলার বাসিন্দা ওই যুবক উচ্চ মাধ্যমিক পাশ করে কয়েক দিন আগে কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, বটতলার বাসিন্দা, পেশায় রিকশাচালক বরুণ দাসের একমাত্র ছেলে সাগর ছোট থেকেই ফুটবল-পাগল। বাবার তেমন আর্থিক সামর্থ্য না থাকায় বড় কোনও ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে পারেননি তিনি। তবে ছোট থেকেই পাড়ার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন বিকেলে পাড়ার ক্লাবেই ক্যারম খেলছিলেন সাগর। সাড়ে ৪টে নাগাদ ফুটবল খেলতে যাওয়ার জন্য বন্ধুরা তাঁকে ডাকতে আসেন। তখন তাঁদের সঙ্গে স্থানীয় একটি মাঠে ফুটবল ম্যাচ খেলতে যান সাগর। সেখানে গোল করার পরে সকলে যখন হুল্লোড় করছেন, তখন মাঠেই ম

লাইসেন্স যাচাই করে তবেই বাইক বিক্রি

Image
দু-চাকার যান বিক্রির ক্ষেত্রে এবার ক্রেতার নাম, বয়স, ঠিকানা এবং ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখতে বলল রাজ্য পরিবহণ দফতর। রাজ্যের সব ক'টি জেলার পরিবহণ আধিকারিকদের গত সপ্তাহে বিশেষ  চিঠি পাঠিয়ে বলা হয়েছে, যাবতীয় নথি ঠিক থাকলে তবেই আরটিও (রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার) এর অনুমতি নিয়ে দু-চাকার যান বিক্রি করা যাবে। পর পর দুর্ঘটনার জেরে মোটরবাইক এবং স্কুটি কেনা-বেচার ক্ষেত্রে ডিলারদের উপর নজরদারি বাড়াতে চলেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে দফতর নিশ্চিত করতে চায় যে ১৮ বছরের কম বয়সিদের যেন মোটরবাইক বিক্রি করা না হয়। প্রসঙ্গত, ১৭ বছর বয়সিদের স্কুটি বিক্রি করার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক এবং অভিভাবক উপস্থিত থেকে সেই সম্মতি দেবেন। ওই নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা দেখতে বলা হয়েছে জেলার আধিকারিকদের। কারণ, অতীতে অনেকেই ভুয়ো সম্মতিপত্র দিয়ে স্কুটি কিনেছেন বলে অভিযোগ। পরিবহণ দফতর সূত্রে খবর, গত ৩ বছরে দু-চাকার যানে দুর্ঘটনা বাড়ছে। বিশেষত গত কয়েক দিনে শহর এবং শহরতলিতে একাধিক বাইক এবং স্কুটি দুর্ঘটনায় অল্পবয়সিদের মৃত্যুর ঘটনায় চিন্তিত রাজ্য প্রশাসন। অতীতে ডিলারদের অনেকেই গাড়ি বিক্রি করে মুনা