Posts

Showing posts from May 18, 2018

আত্মহত্যা করা ছাত্র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পেল ৮৫ শতাংশ নম্বর

Image
চেন্নাই: বাবার অত্যধিক মদ্যপান সহ্য করতে না পেরে তামিলনাড়ুতে যে তরুণ আত্মহননের পথ বেছে নিয়েছে, তার দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। রীতিমতো ভাল ফল করেছে সে। মোট ১,২০০ নম্বরের মধ্যে এই ছাত্র পেয়েছে ১,০২৪ নম্বর। শতাংশের হিসেবে যা ৮৫। যদিও তার পরিবারের লোকজন সে খবর রাখেন না। ফল প্রকাশিত হওয়ার পর কয়েকদিন কেটে গেলেও, এই মেধাবী ছাত্রর পরিবারের কেউ গিয়ে শংসাপত্র নেননি। দীনেশ নামে তিরুনেলভেলি জেলার ওই ছাত্র এ মাসের ২ তারিখ বান্নারপেট্টাই অঞ্চলের একটি রেল সেতুতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল। ৬ তারিখ এনইইটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। মৃত্যুর সময়ও তার ব্যাগে ছিল সেই পরীক্ষার হল টিকিট। কিন্তু এই মেধাবী ছাত্র তার বাবার মদ্যপান মেনে নিতে পারেনি। তাই বাবাকে লেখা শেষ চিঠিতে মদ খাওয়া ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে জীবন শেষ করে দেয় সে। দীনেশের আত্মীয়রা জানিয়েছেন, সে বরাবরই ভাল ছাত্র ছিল। দশম শ্রেণির পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে সে ৪৮৫ পেয়েছিল। চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ করার জন্য তার স্কুল বদল করা হয়। কিন্তু বাবার মদ্যপান কোনওদিনই মেনে নিতে পারত না দীনে

মাত্র ৩,৩৯৯ টাকায় 4G স্মার্টফোন

Image
আবারও, যুক্ত হল দুটি সংস্থা৷ বাণিজ্যিক লেনদেনের ভিতকে শক্ত করতেই এই সিদ্ধান্ত৷ মাত্র ৩,৩৯৯ টাকায় 4G স্মার্টফোন আনার সিদ্ধান্ত নিল যৌথভাবে এয়ারটেল এবং অ্যামাজন৷ শুক্রবার অ্যামাজনের সঙ্গে এই অংশীদারিত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানায় এয়ারটেল৷ নির্দিষ্ট সময়ের জন্য ২,৬০০ টাকার আকর্ষণীয় ক্যাশব্যাক থাকবে বলেও জানায় টেলিকম সংস্থাটি৷ যৌথভাবে দুটি সংস্থা একটি প্রেস রিলিজের মাধ্যমে জানায়, সাধারণ মানুষ সস্তায় আপগ্রেডেড স্মার্টফোনটি এবার হাতে পেতে চলেছেন৷ গ্রাহকরা ২,৬০০ টাকার ক্যাশব্যাক পেতে চলেছেন Samsung, OnePlus, Xiaomi, Honour, LG, Lenovo and Moto ইত্যাদি নামীদামি ব্রাণ্ডের স্মার্টফোনের উপর৷ এয়ারটেলের চিফ মার্কেটিং অফিসার তাঁর এক বক্তব্যে জানান, অ্যামাজনের সঙ্গে যৌথভাবে 'মেরা পেহেলা স্মার্টফোন' উদ্যোগটি নেওয়া হয়েছে৷ ফল হিসেবে আমরা সারা দেশের গ্রাহকদের থেকে একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি৷ অন্যদিকে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা কাস্টমারদের ব্যয়সাধ্য মূল্যে 4G স্মার্টফোনের সুবিধা প্রদান করছি৷ সঙ্গে থাকছে একটি ক্যাশব্যাক অফার৷ অফারটি বৈধ হ

১১ জেলা পরিষদে দূরবীনেও ধরা পড়ছে না বাম-বিজেপি-কংগ্রেস

Image
মার্কশিটে ২০-তে ২০ পেয়েও দলনেত্রীর স্বপ্নপূরণে ব্যর্থ তৃণমূল। রাজ্যে বিরোধী শূন্য জেলা পরিষদ গড়ার যে মরিয়া চেষ্টা শাসক করেছিল, তাতে ৫০ শতাংশের কিছু বেশি ক্ষেত্রেই কেবল লক্ষ্যপূরণ করতে পারল তারা। ২০ জেলার ২০টি জেলা পরিষদেই একচ্ছত্র আধিপত্য কায়েম করলেও নিষ্কণ্টক থাকল কেবল ১১।  বীরভূম জেলা পরিষদ বিরোধী শূন্য করে এই পরীক্ষায় আগেই 'ফার্স্ট বয়' হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার সেই তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরাও। জেলা পরিষদ বিরোধীশূন্য করে লোকসভা ভোটের আগে পয়েন্ট বাড়িয়ে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারীরা। 'বীরভূমি'র মতো উন্নয়ন দাঁড়িয়ে থাকল বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা সহ দুই মেদিনীপুর এবং নব গঠিত পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।  এক নজরে দেখে নিন সেই ১১ জেলা পরিষদের পরিসংখ্যান, যেখানে দূরবীন দিয়ে খুঁজতে হবে বিরোধীদের- জলপাইগুড়ি- ১৯ বীরভূম- ৪২ বাঁকুড়া- ৪৬ হুগলি- ৫০ পূর্ব বর্ধমান- ৫৮ পশ্চিম বর্ধমান- ১৭ পূর্ব মেদিনীপুর- ৬০ পশ্চিম মেদিনীপুর- ৫১ উত্তর ২৪ পরগনা- ৫৭ দক্ষিণ ২৪ পরগনা- ৮১ দক্ষিণ দিনাজপুর- ১৮  

কাজ করে যান, তাহলেই বাঁচবেন, বললেন ১২১ বছরের মেক্সিকান, বিশ্বের বয়স্কতম মানুষ

Image
মেক্সিকো সিটি: ঘুম ভাঙে ভোর সাড়ে পাঁচটায়। তারপর প্রাতরাশ- দুটো ডিম, একটা কলা আর আপেল স্মুদি। গোটা সকালটা রোদে পিঠ দিয়ে বসে পাশের বাড়ির মুরগিদের যত্নআত্তি করেন তিনি। আর পাঁচটা বুড়োর সঙ্গে চেহারায় কোনও তফাত নেই। কেউ না বলে দিলে বুঝতেই পারবেন না, ম্যানুয়েল গার্সিয়া হার্নান্দেজের বয়স ১২১! তিনটে শতক দেখা গার্সিয়ার জন্ম ২৪ ডিসেম্বর, ১৮৯৬। জন্ম তারিখের প্রমাণস্বরূপ তাঁর বার্থ সার্টিফিকেট রয়েছে, রয়েছে মেক্সিকো সরকারের দেওয়া পরিচয়পত্র। কিন্তু গিনেস বুকে নাম তোলার জন্য গার্সিয়ার কখনও কোনও মাথাব্যথা দেখা যায়নি। তাই তাঁর বয়সের বিষয়টিও বিশ্ববাসীর অজানা থেকে গিয়েছে। গিনেস বলছে, এই মুহূর্তে বিশ্বের বয়স্কতম মানুষ জাপানের মাসাজো নোনাকা, জন্ম ২৫ জুলাই, ১৯০৫। কিন্তু গার্সিয়ার কাগজপত্র বলছে, নোনাকা তাঁর কাছে ছেলেমানুষ, তিনি তাঁর থেকে পাক্কা ৮ বছরের বড়! শুধু তাই নয়, তিনিই হবেন সর্বকালের বয়স্কতম মানুষ, হারিয়ে দেবেন ১১৬ বছর বয়সে মারা যাওয়া জাপানের জিরোয়েমন কিমুরাকে। সবথেকে বয়স্কা মহিলা অবশ্য ফ্রান্সের, ১২২ বছর ১৬৪ দিনে মারা যাওয়া জাঁ লুই ক্যালমোঁকে। গার্সিয়া থাকেন তাঁর ৫৪ বছরের মেয়ে তোমাসার সঙ্গে, সিউদাদ

ভোপালে ধর্ষণ করে খুন তরুণীকে, গোপনাঙ্গে মিলল বিয়ারের বোতলের টুকরো

Image
উন্নাও, কাঠুয়া ক্ষত এখনও টাটকা। নির্ভয়া কাণ্ডের স্মৃতি আজও ভোলেনি দেশবাসী। তার মধ্যেই ভয়াবহ ধর্ষণের সাক্ষী থাকল দেশ। ভোপালে মিলল এক তরুণীর নগ্ন দেহ। ধর্ষণ করে তাঁকে ফেলে রাখা হয়। গোপনাঙ্গে মিলল বিয়ার ও সফট ড্রিঙ্কের বোতলের ভাঙা টুকরো। পুলিশ সূত্রে খবর, ভাড়াবাড়িতে এক ব্যক্তির সঙ্গে থাকতেন ওই তরুণী। প্রগতি নগরের কাছেই ওই বাড়ি। বৃহস্পতিবার ওই এলাকার বাসিন্দারা ঘর থেকে পচা গন্ধ পান। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকতেই উদ্ধার হয় তরুণীর দেহ। নগ্ন অবস্থায় পড়ে ছিল দেহটি। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণ করে কয়েকদিন আগেই খুন করে ফেলে রাখা হয়েছে ওই তরুণীকে। তাঁর গোপনাঙ্গে মিলেছে বিয়ারের বোতলের টুকরো। নরম পানীয়ের বোতলের টুকরোও ছড়িয়ে ছিল যৌনাঙ্গের আশেপাশে। মনে করা হচ্ছে, নির্ভয়ার মতোও এক্ষেত্রেও ধর্ষণ করে যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে ময়নাতদন্তে তা নিশ্চিত হয়েছে। রিপোর্ট জানাচ্ছে, তরুণীটিকে ধর্ষণ করা হয়েছে। এবং তাঁর যৌনাঙ্গে অন্তত দুটি কাচের বোতল ঢোকানো হয়েছে। পাড়া প্রতিবেশীরা জানতেন, যে ব্যক্তির

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন

Image
চুঁচুড়া : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। ধৃতের নাম বিকাশ কুণ্ডু। গতরাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায়। উত্তম সরকার। বাড়ি কালীতলায়। সুদের কারবার করে। বকুল ও বিকাশ কুণ্ডু তার দুই বন্ধু। পশ্চিমপাড়ায় থাকে। তারাও সুদের কারবার করে। উত্তমের পরিবার জানায়, আগে তিনজনের বেশ ভালো বন্ধুত্ব ছিল। এখন অবশ্য সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। বেশ কয়েকমাস আগে বিকাশ, উত্তমের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়। সেই টাকা শোধ করতে পারেনি। অনেকবার চাওয়ার পরও না মেটানোয় কিছুদিন আগে দু'জনের মধ্যে ঝামেলা হয়। এরপর গতকাল গভীররাতে বকুল আসে উত্তমের বাড়ি। ১০ হাজার টাকা ধার চায়। কিন্তু, বৃহস্পতিবার বলে টাকা দিতে চায়নি উত্তম। এরপর তাকে ডেকে নিয়ে যায় বাড়ি সংলগ্ন একটি মাঠে। ওই মাঠে বসেছিল বিকাশ। বিকাশ, উত্তমকে সঙ্গে নিয়ে মদ্যপান করে। সেসময় হঠাৎ করেই দু'জনের মধ্যে বচসা হয়। এরপর বিকাশ তার পিস্তল দিয়ে পরপর তিনটি গুলি মারে উত্তমকে। ঘটনাস্থানে মারা যায় সে। উত্তমের পরিবার-পরিজন বিকাশের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে। গ্রেপ্তার করা হয় বিকাশ কু

ক্যান্সেল করা টিকিটের দাম এখনও ফেরত পাননি? তালিকায় নিজের স্থান এবার দেখতে পাবেন ঘরে বসে

Image
ক্যান্সেল করা টিকিটের দাম এখনও ফেরত পাননি? তালিকায় নিজের স্থান এবার দেখতে পাবেন ঘরে বসে৷ রেল যাত্রীদের জন্য উদ্যোগটি নিলেন রেলমন্ত্রক৷ IRCTC হল একটি ই-টিকিটিং শাখা রেলওয়ে বিভাগের৷ যদি কেউ টিকিট বুকিং ক্যান্সেল করেন তবে টিকিটের প্যাসেঞ্জার নেম রেকর্ড (PNR) নম্বরের মাধ্যমে তিনি তাঁর রিফাণ্ড প্রক্রিয়াটির অবস্থা পরীক্ষা করতে পারবেন৷ সংবাদ সংস্থা জানায়, পুরো সিস্টেমে স্বচ্ছতা আনার জন্য রেল এই উদ্যোগটি গ্রহণ করে। বুকিং করা টিকিট বাতিল করতে আপনি যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট টিকিট কাউন্টারে অথবা সরাসরি IRCTC র অফিসিয়াল ওয়েবসাইটে৷ এছাড়া, বুকিং ক্যান্সেলের জন্য ফোন করতে পারেন ১৩৯ নম্বরে৷ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশান সিস্টেমস্ (CRIS) একটি ওয়েবসাইট তৈরি করে refunds.indianrail.gov.in নামে৷ যেটিকে মেনটেন করে www.indianrail.gov.in . ওয়েবসাইটটি৷ ইন্ডিয়ান রেলওয়েতে বুকিং করা টিকিটের টাকা ফেরত পেতে জেনে রাখুন কয়েকটি বিষয়-   ১) বুকিং টিকিটের টাকা ফিরে পেতে লগ-ইন করুন refunds.indianrail.gov.in . তে৷ ২) নিজের রিফাণ্ড টাকার বর্তমান অবস্থা জানতে চেক করুন রিফাণ্ড ট্যাবটি৷ এরপর ক্লিক করুন PN

দিঘার হোটেলে রহস্য জোড়ামৃত্যু! পরিচয় নিয়ে ধন্দে পুলিশ

Image
হোটেলের রেজিস্টারে হুগলির তারকেশ্বরের মুক্তারপুরের গ্রামের বাসিন্দা বলেন তাঁরা। শুক্রবারই তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল।  দীঘার হোটেলে রহস্যমৃত্যু। ফাইল চিত্র দিঘার হোটেল থেকে উদ্ধার হল যুবক-যুবতীর ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে নিউ দিঘার একটি হোটেল থেকে ওই যুগলের দেহ উদ্ধার হয়। মৃতদের দাম গোপাল সরকার ও অতসি সরকার। হোটেল কর্তৃপক্ষের কাছে তাঁরা এই নাম দিয়েই রুম বুক করেছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওই যুগল গত ১৫ তারিখ হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্টারে হুগলির তারকেশ্বরের মুক্তারপুরের গ্রামের বাসিন্দা বলেন তাঁরা। শুক্রবারই তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। এদিন সকালে রুমের মধ্যে থেকে যুবক-যুবতীর কোনও সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয় হোটেলকর্মীদের মধ্যে। পরে দরজা ভাঙতেই তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান হোটেলকর্মীরা। পরে পুলিশ এসে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা প্রেমঘটিত কারণের জেরে আত্মহত্যা করেছেন ওই যুগল। ঘটনার তদন্তে নেমেছে দিঘা থানার পুলিশ।

মোদী অসম্মান করেছেন: মমতা

Image
প্রধানমন্ত্রীর কাছে এমন 'অসম্মান' আশা করেননি৷ ভোটের ফল বেরোতেই নবান্নে দাঁড়িয়ে দিল্লির সাউথ ব্লক লক্ষ করে পরিশীলিত প্রত্যাঘাত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নরেন্দ্র মোদীকে তাঁর চেয়ারের সাংবিধানিক লক্ষ্মণরেখার কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন৷ পঞ্চায়েতের 'সন্ত্রাস' নিয়ে তাঁর সমস্ত অভিযোগ খণ্ডন করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে মমতার পাল্টা অভিযোগ, বাংলার বিজেপি নেতাদের কথায় প্রভাবিত হয়ে নিত্যদিন নানারকম তদন্তের ফন্দিফিকির এঁটে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ভোটের দিন সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের লোক ঢোকানোর মতো গুরুতর অভিযোগও এনেছেন মোদী সরকারের বিরুদ্ধে৷ তাঁর সমস্ত অভিযোগের নির্যাস, কেন্দ্রের প্রশাসনিক পরিকাঠামো এবং দলের বিপুল টাকা ব্যবহার করে রাজ্যে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে দিতে মরিয়া নরেন্দ্র মোদীর সরকার৷  পঞ্চায়েত ভোটের পরের দিন ১৫ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, বাংলায় গণতন্ত্রের মৃত্যু হয়েছে শাসকদলের হাতে৷ মমতার পাল্টা অভিযোগ, প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য যাচাই না-করেই বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুলেছেন৷ রাজ্য ব

মা-বাবার পোড়া-পচা শরীর দু’টো আর দেখতে চান না, সৎকারের জন্যই অপেক্ষা তাঁর

Image
বিধ্বস্ত। ক্লান্ত। কোটরে ঢুকে যাওয়া চোখে ৭২ ঘণ্টার অনিদ্রা। ইতিহাসে ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক দীপঙ্কর দাস পুলিশ হতে চেয়েছিলেন। ইচ্ছে ছিল আরও পড়াশোনা করার। এক রাতের অভিজ্ঞতায় সেই সমস্ত স্বপ্ন পুড়ে গিয়েছে। কাকদ্বীপের জ্বলে যাওয়া দেবপ্রসাদ আর উষা দাসের ছেলে আপাতত গোপন আস্তানায় প্রহর গুনছেন। গোপন কেন? দীপঙ্কর বললেন, ''আমার লাইফ-থ্রেট হয়ে গিয়েছে।'' সে জন্যই বুধবার পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়ানো বছর উনিশের তরুণ বৃহস্পতিবার সকালে হাইকোর্ট থেকে বেরনো ইস্তক বেপাত্তা। সাক্ষাৎকারপ্রার্থী সাংবাদিককে বলা হল, মেট্রোপলিটন বাইপাসের একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে। খানিক বাদে সেখানে পৌঁছলেন দীপঙ্কর। গাড়িতে বসে সাক্ষাৎকার দিলেন। কালো কাচ তুলে। বললেন, তিনি রাজনীতি বোঝেন না। কিন্তু বাবা-মায়ের মতো মরতেও চান না। দীপঙ্করের অভিযোগ, দু'দিন ধরে দেহ নিয়ে রাজনীতি চলছে। আদৌ দেহ পাবেন কি না, তা-ও বুঝতে পারছেন না। যত ঘুরছেন, ততই মনে মনে পড়ে যাচ্ছে একটাই দৃশ্য। রবিবার রাতে বাড়ি ফিরে বাবার জ্বলে যাওয়া পায়ের ওপর হোঁচট খাওয়া। সারা রাত পোড়া চামড়ার গন্ধ শুঁকেই রাত কেটেছিল। কেউ আসেনি। পুলিশও

জনসংখ্যায় টোকিওকে টেক্কা রাজধানী দিল্লির !

Image
আদি নিবাস প্রত্যন্ত কোনও গ্রাম। কিন্তু, পড়াশোনা কিংবা চাকরির জন্য চলে আসতে হয়েছে শহরে। আর এখন পাকাপাকিভাবে শহরেরই বাসিন্দা হয়ে গিয়েছেন। শুধু এ রাজ্য কিংবা এ দেশ নয়, গোটা বিশ্বের এ ছবিটা একই। হু হু বাড়ছে শহরগুলির জনসংখ্যা। রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট বলছে, ২০৫০ সালের মধ্যে জনবিস্ফোরণ ঘটবে ভারত, চিন ও নাইজেরিয়ার শহরগুলিতে। বিশ্বের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের বসতি গড়ে উঠবে শহরে। শুধু তাই নয়, জনসংখ্যার নিরিখে টোকিও-কে পিছনে ফেলে দেবে দিল্লি। আগামী দিনে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হবে ভারতের রাজধানী। ভারত বা চিন তো বটেই, জনসংখ্যা বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে প্রথম বিশ্বের বহু দেশই। আগামী দিনে পরিস্থিতি ঠিক কেমন হবে? তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের পপুলেশন বিভাগ। রিপোর্ট অনুযায়ী, এখন শহরের তুলনায় গ্রামেই জনসংখ্যার বৃদ্ধির হার বেশি। আগামী কয়েক বছরে পরিস্থিতির খুব একটা বদল হবে না। তবে ২০৫০ সালের মধ্যে গ্রামে জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আবার বাড়তে শুরু করে শহরের জনসংখ্যা। বিশ্বের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের ঠিকানা হ

২২ বার এভারেস্টে চড়ে রেকর্ড এই নেপালি শেরপার

Image
মাত্র ৪৮ বছর বয়সেই ২২ বার এভারেস্ট চড়লেন এই বিশিষ্ট শেরপা। বুধবার সকালে, একটি বিদেশি দল নিয়ে মাউন্ট এভারেস্টে সফল অভিযান শেষ করেন কামি রিটা নামে ওই নেপালি শেরপা। বেস ক্যাম্পের সরকারি আধিকারিক জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা জানিয়েছেন, ওই বিদেশি দলের শেরপা হিসেবে ছিলেন কামি। তার পারদর্শীতা ও দলকে সুরক্ষিত রাখার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই শেষ করেছেন।  পাশাপাশি বিশ্বের সবচেয়ে সউল মহিলা এভারেস্ট ক্লাইম্বার হিসেবে নিজের রেকর্ড ভাঙলেন লাকপা শেরপা। বুধবার তাঁর ৯তম এভারেস্ট অভিযান সফল করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এই দুঃসাহসী মহিলা শেরপা। শুধু তাই নয়, সর্বোচ্চ পর্বতের চিনের অংশ থেকে ক্লাইম্ব করেছেন তিনি।  উল্লেখ্য, এর আগে ২১ বার সফল অভিযানকারীদের তালিকাদের মধ্যে নাম তুলেছিলেন নেপালের বাসিন্দা কামি। রেকর্ড ভেঙে এপি সংস্থাকে জানিয়েছেন, ২১-এই থেমে থাকবেন না। তিনি আরও ২বার অন্তত পৃথিবীর সর্বোচ্চ শিখর ছুঁতে চান। কামির বাবা প্রথম প্রফেশনাল শেরপা হিসেবে যুক্ত হন। ১৯৫০ সালে বিদেশি দল ও পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে প্রথম সামিল হোন। কামির ভাই মোট ১৭ বার এভারেস্টের চূড়োয় উঠেছেন। তাঁর পরিবারের সকলেই একবার ক

গ্রাহকদের জন্যে বড়সড় ঘোষণা SBI-এর! জানলে উপকৃত হবেনই

Image
হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট৷ শুনেছেন নাকি? একেবারে নতুন একটি ধারণাকে এবার গ্রাহকদের জন্য নিয়ে এল ভারতীয় স্টেট ব্যাংক৷ যেখানে কাস্টমাররা টাকা জমাতে পারবেন ঘুরতে যাওয়ার জন্য৷ রকমারি হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট প্যাকেজের খোঁজ পাবেন গ্রাহক থমাস্ কুকস্ ওয়েবসাইটে৷ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কর্তৃপক্ষ জানায়, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত জমানো টাকা এবার পূরণ করবে আপনার স্বপ্নকে৷ ভারতীয় স্টেট ব্যাংক এবং থমাস কুক ইন্ডিয়া যৌথভাবে উদ্যোগটি এনেছে ভ্রমনপিয়াসীদের জন্য৷ হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট বিষয়ে জেনে রাখুন কয়েকটি বিষয়- নিজের পছন্দের প্যাকেজ বেছে নিতে চোখ রাখুন থমাস কুকের অফিসিয়াল ওয়েবসাইটে৷ বেছে নেওয়া প্যাকেজের মূল্যেকে ১৩ টি ভাগে ভাগ করা হবে৷ অনলাইন SBI পোর্টালের e-RD অ্যাকাউন্টের মাধ্যমে ১২ মাসের কিস্তিতে আপনি টাকা জমাতে পারবেন৷ কিস্তি শেষে টাকা চলে যাবে থমাস কুক সংস্থার কাছে৷ সেখান থেকেই খরচ হবে আপনার পছন্দের প্যাকেজের যাবতীয় খরচাদি৷ SBI হলিডে সেভিংস্ অ্যাকাউন্টের কয়েকটি শর্তাবলী- SBI e-RD অ্যাকাউন্ট খোলা হয়েছে হলিডে সেভিংস্ অ্যাকাউন্ট স্কিমকে থমাস কুকের মধ্যে তালিকাভুক্ত করা

কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে আমাদের জয় হয়েছে: মমতা

Image
'কুৎসা, অপপ্রচার, রাজনৈতিক কর্মী কেনাবেচা' নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই প্রধানমন্ত্রীর অভিযোগকে 'নজিরবিহীন' আখ্যা দিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের সামনে আসেন মমতা। সেখানেই ফল নিয়ে এক দিকে সন্তোষ প্রকাশ করেন এবং অন্য দিকে রাজনৈতিক হিংসায় নিহতদের প্রতি সমবেদনাও জানান।  মমতা বলেন, 'এত বড় একটা নির্বাচন হয়েছে। যে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তার মধ্যে ৯০ শতাংশ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছে। এক অংশের মিডিয়া নির্বাচনের দিন হওয়া অনঅভিপ্রেত ঘটনা নিয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ঘটনার পেছনে যে আরও ঘটনা থাকতে পারে সেটা তারা ভেবে দেখে না। সে দিন যে ১৩ জন নিহত হয়েছেন তার মধ্যে ১০ জনই তৃণমূল কর্মী। একজন প্রিসাইডিং অফিসারও মারা গিয়েছেন। সমস্ত ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার সঙ্গে মিডিয়ার ক্রমাগত আমাদের অসম্মান করাটাও সমান দুঃখজনক।'   বিজেপি এ রাজ্যে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। যে সমস্ত জেলা বিজেপি শাসিত রাজ্যের সীমান্ত লাগোয়া সেই জেলাতে ভালো ফল করেছে বিজেপি। এটা আপনাদ

সত্‍‌ মেয়েকে রেপ করে জেলে

Image
বছর বারোর কিশোরীকে ধর্ষণ করার অপরাধে সত্‍‌ বাবাকে জেলে পাঠাল আদালত। বৃহস্পতিবার শিমলা আদালতের বিচারক দোষীসাব্যস্ত বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়কে ১২ বছরের কারাদণ্ড দেয়। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মামলার বিবরণ থেকে জানা যায়, অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে ভর্তি থাকাকালীন বলবন্ত সিং সত্‍‌ মেয়েকে শারীরিক নিগ্রহ করে। এমনকী তাকে ধর্ষণও করা হয়। ওই নাবালিকা সম্পর্কে এক কাকিমার কাছে ঘটনার কথা জানালে, থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। গ্রেপ্তার করা হয় বলবন্ত সিংকে। তার বিরুদ্ধে একাধিক ধরা দেওয়া হয়।  বিচারে দোষীসাব্যস্ত হওয়ায়, বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিচারক। 

রাশিয়াতেই শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন ইনিয়েস্তা

Image
রবিবার ভারতীয় সময় সোয়া বারোটায় ক্যাম্প ন্যু-তে এ বারের লা লিগা এবং মরসুমে তাদের শেষ ম্যাচে নামবে বার্সেলোনা। রিয়াল সোসিদারের বিরুদ্ধে। আর আন্দ্রে ইনিয়েস্তা তাঁর প্রিয় ক্লাবের জার্সি গায়ে তুলবেন শেষ বারের মতো। ঘটনা হচ্ছে, মাঝমাঠের শিল্পী ইনিয়েস্তা বিদায়বেলাতেও ক্লাবের ভাল-মন্দ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। সম্প্রতি শোনা যাচ্ছে সের্জিও বুস্কেতসকে পরের মরসুমে ছেড়ে দিতে পারে মেসিদের ক্লাব। যা মোটে মেনে নিতে পারছেন না ইনিয়েস্তা। মরসুমের পর মরসুম মাঝমাঠে ইনিয়েস্তা-বুস্কেতস জুটি বার্সাকে ভরসা দিয়েছে। কিন্তু বুস্কেতস চান, নতুন চুক্তি করে নিজের বেতন অনেকটাই বাড়িয়ে নিতে। স্পেনের সংবাদ মাধ্যমের খবর, বার্সেলোনা তাঁর তাই এই দাবি মানতে চাইছে না। বুস্কেতস আবার ক্লাবকে জানিয়ে দিয়েছেন, তাঁর হাতে এখন প্রচুর প্রস্তাব। বেতন বাড়ানো না হলে তিনি ক্লাব ছাড়তে বাধ্য হবেন। ইনিয়েস্তা চান যে কোনও অবস্থায় বার্সা যেন বুস্কেতসের দাবি মেনে নেয়। দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ''বুস্কেতসকে ছেড়ে দেওয়াটা বড় ভুল হবে। এখনও বহুদিন ও খেলবে। তা ছাড়া  বার্সেলোনার খেলাটা ওকে দিয়েই শুরু হয়। চিরকা

রক্ত দিয়ে মিলল মিক্সার

Image
বার কয়েক ঘোষণাতেই কাজ হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া রক্তদান শিবিরে দুপুর ২টোর মধ্যেই দাতার তালিকায় ১০০ জনের নাম উঠে গিয়েছে। দুপুর আড়াইটে নাগাদ ফের ঘোষণা, ''আর কত জনের হাতে মিক্সার গ্রাইন্ডার উঠবে? যাঁরা এখনও রক্ত দেননি, চলে আসুন। আর কিন্তু বেশি মিক্সার নেই!'' রাজ্য সরকার এবং একাধিক ব্লাড ব্যাঙ্কের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবার মিক্সার গ্রাইন্ডার উপহারের বিনিময়ে চলল রক্তদান কর্মসূচি। কলেজ স্কোয়ারে সেই শিবিরের উদ্যোক্তা ছিল মির্জাপুর বান্ধব সম্মিলনী নামে সূর্য সেন স্ট্রিটের একটি ক্লাব। উদ্যোক্তাদের দাবি, এ দিন প্রায় ১৩০ জন রক্ত দিয়েছেন। উপহারের জন্যেই অত জন এসেছেন। ক্লাবের সম্পাদক সঞ্জয় নন্দী বললেন, ''খুবই ছোট উপহার। রক্ত দেওয়া ভাল কাজ, এতে উপহার চলতেই পারে।'' সেই সঙ্গে তাঁর দাবি, ''উপহারের বিনিময়ে রক্ত দেওয়া ঠিক নয় কে বলল? কোথাও লেখা রয়েছে কি? লেখা না থাকলে, আইন না থাকলে মানব কেন?'' যদিও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্তেরা জানাচ্ছেন, রক্তদান শিবিরের জন্য অনুমতি নিতে গেলে প্রথমেই জানিয়ে দেওয়া হয়, উপহারের বিনিময়ে রক্ত নেওয়া যাব

ঘরে তরুণীর দেহ, স্বামী এবং দেওর পলাতক

Image
ঘরের তালা ভেঙে উদ্ধার করা হল এক তরুণীর মৃতদেহ। বৃহস্পতিবার সকালে, কলকাতা লেদার কমপ্লেক্স থানার সাতগাছির জ্যোতিভীম এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম নাদিয়া পরভিন (২৪)। তদন্তকারীদের সন্দেহ, ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। স্বামী ও দেওর পরিচয়ে তাঁর সঙ্গে যাঁরা থাকতেন, তাঁরা দু'জনেই বেপাত্তা। দোতলা ওই বাড়ির একতলায় সস্ত্রীক থাকেন বাড়িওয়ালা অজিত মণ্ডল। উপরের তলাটি ভাড়া নিয়েছিলেন রাহুল কুমার ও নাদিয়া পরভিন নামে এক দম্পতিকে। রাহুলের ভাই নবনীতও তাঁদের সঙ্গে থাকতেন। অজিতবাবু জানান, এ দিন সকালে দোতলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। আশপাশে ভনভন করছিল মাছি। সন্দেহ হওয়ায় তিনিই পুলিশে খবর দেন। পুলিশ এসে দোতলার দরজার তালা ভেঙে নাদিয়ার পচাগলা দেহ উদ্ধার করে। তাঁর পরনে ছিল সালোয়ার কামিজ। তদন্তে পুলিশ জেনেছে, ওই বাড়ির দোতলায় এক বছর দশ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়াটে হিসেবে আসেন রাহুল ও নাদিয়া। তার পরে রাহুলের ভাই পরিচয় দিয়ে নবনীত বলে এক যুবকও সেখানে থাকতে শুরু করেন। কলকাতা পুলিশের গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী এ দিন বলেন, ''ওই তরুণীকে খুনই করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা। মৃত

এ সব কাণ্ড তো পাকিস্তানে হয়! ময়দানে সরব রাহুল

Image
বিজেপি এবং আরএসএস বিভিন্ন প্রতিষ্ঠানকে যে ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তা পাকিস্তানের কথা মনে পড়াচ্ছে বলে মন্তব্য করলেন রাহুল গাঁধী। আজ ছত্তীসগঢ়ের রায়পুরে কংগ্রেস সভাপতি বলেন, গোটা দেশে আতঙ্কের পরিস্থিতি, বিচার বিভাগও হুমকির মুখে। বিচারপতিরা সাধারণ মানুষের সাহায্যপ্রার্থী। যোজনা কমিশন থেকে সংবাদমাধ্যম— সর্বত্র নিজেদের লোক ঢুকিয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে আরএসএস। রাহুলের তোপ, ''এ সব তো পাকিস্তান আর একনায়কতন্ত্র চলতে থাকা আফ্রিকার কিছু দেশে ঘটে থাকে।'' টুইটারেও এ দিন রাহুল লেখেন, 'কর্নাটকে সংখ্যা না থাকলেও সংবিধানের উপহাস করছে বিজেপি।' একক বৃহত্তম দল হিসেবে বিজেপিকেই সরকার গড়তে ডেকেছিলেন রাজ্যপাল বজুভাই বালা। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বি এস ইয়েদুরাপ্পা। রাহুলের প্রশ্ন— গোয়া, মণিপুর, মেঘালয়, বিহারের মতো রাজ্যে একক বৃহত্তম দলকে সরকার গড়তে ডাকা হয়নি কেন? কংগ্রেসের মতে, এটাই নরেন্দ্র মোদীর মডেল। সেই মডেল তুলে ধরেই আগামিকাল 'গণতন্ত্র বাঁচাও দিবস' পালন করবে তারা। সেই সব রাজ্যের রাজ্যপালদের কাছে নেতারা যাবেন, যেখানে সর্বাধিক আসন পাওয়া দলকে সরকার গড়তে

গণতন্ত্র আছে এখানে তাই ভোট সুষ্ঠু : মমতা

Image
বাংলায় গণতান্ত্রিক অধিকার না থাকলে পঞ্চায়েতে এতগুলি আসনে এত সুষ্ঠু ভাবে নির্বাচন করা যেত না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও দাবি, ''এত বড় নির্বাচনে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনাও যদি হয়, আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি।'' জয়-পরাজয়ের ছবি স্পষ্ট হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ''এক দিকে আদালত। অন্য দিকে প্রচারমাধ্যমে বিচার। তার মধ্যে যতটা পেরেছি, নিরপেক্ষ ভাবে করার চেষ্টা করেছি। এই জয় আমরা মানুষের জন্য উৎসর্গ করছি।'' তিনি জানান, ভোট-সন্ত্রাসে যাঁরা মারা গিয়েছেন, তাঁরা যে দলেরই হোন, সকলের পরিবারকে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া, যে প্রিসাইডিং অফিসার ভোটের কাজে এসে রেল-দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাঁর পরিবারকেও সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তব্যে বার বার ঘুরে ফিরে এসেছে, কুৎসা এবং অপপ্রচারের কথা। শুধু প্রচারমাধ্যমের বিরুদ্ধেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও এ দিন তোপ দেগেছেন তিনি। ভোটের দিন সন্ধ্যায় বিজেপি-র কেন্দ্রীয় দফতরে দলীয় কর্মীদের সভায় প্রধানমন্ত্রী পশ্