Posts

Showing posts from August 23, 2018

চার বছরে দেশের ৩ লক্ষ কোটি টাকা বাঁচিয়েছে নরেন্দ্র মোদী সরকার, জানুন কীভাবে

Image
দেশের বাজারে মোবাইল উৎপাদন করিয়ে, এই ব্যবস্থা বলবৎ করিয়ে দেশের ৩ লক্ষ কোটি টাকা খরচ হওয়ার থেকে রক্ষা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আগে মোবাইল পুরো তৈরি হওয়ার পর এদেশে আমদানি হতো। আর এখন সিবিইউ বা কমপ্লিটলি-বিল্ট ইউনিট আমদানি হয় না। ভারতেই উৎপাদিত ও অ্যাসেম্বল করা মোবাইল হ্যান্ডসেট তৈরির কাজ চলছে গত চার বছরের বেশি সময় ধরে। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বুধবার একথা জানিয়ে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৭-১৮ সালে ভারতে ২২৫ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট অ্যাসেম্বলড বা তৈরি হয়েছে। যা বাজারের চাহিদার প্রায় ৮০ শতাংশ। আইসিইএ মনে করছে, ২০১৮-১৯ সালে ভারতে ২৯০ মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট তৈরি বা অ্যাসেম্বল করা হবে। যার বাজারমূল্য ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। বছরের প্রথম দুই ত্রৈমাসিকে ভারতে তৈরি মোবাইল সেটের মূল্য ৭৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তৈরি হয়েছে ১৩০ মিলিয়ন মোবাইল সেট। আইসিইএ জানিয়েছে, সারা বিশ্বের নামী মোবাইল কোম্পানিগুলি ভারতকে চোখ করেছে। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুতলয়ে বেড়ে চলা বড় স্মার্টফোনের বাজার হয়ে গিয়েছে। গতবছরই মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে গিয়েছে ভারত। এখন চ

বিদেশ ভ্রমনে পকেটে রাখুন Airtel

Image
নতুন ইন্টারন্যাশানাল রোমিং প্যাক লঞ্চ করল Airtel। নতুন এই প্যাকের নাম 'Foreign Pass'। নতুন এই প্যাক ব্যবহার করে ২০ টি দেশে বিনামূল্যে ইন্টারন্যাশানাল রোমিং পাবেন Airtel গ্রাহকরা। ১৯৬ টাকা থেকে ৪৪৬ টাকা পর্যন্ত প্যাক লঞ্চ হয়েছে। এই প্যাক গুলিকে ১০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন ১৯৬ টাকার 'Foreign Pass' প্যাকে ইন্টারন্যাশানাল রোমিং এ ২০ মিনিট ফোনে কথা বলা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭ দিন। ২৬৯ টাকার প্ল্যানে গ্রাহকরা বিদেশের মাটিতে ৪০ মিনিট কথা বলতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন আর ৪৪৬ টাকার 'Foreign Pass'-এ ৭৫ মিনিট বিদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। সারা বিশ্বের 20 টি দেশে এই প্যাক কাজ করবে। এই দেশগুলি হল আরব আমিরশাহী, নেপাল, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, চিন, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, হংকং, ফ্রান্স, নেদারল্যান্ডস আর থাইল্যান্ড। এই দেশগুলিতে ভ্রমণ করলে Airtel গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইট বা My Airtel অ্যাপ থেকে এই প্যাক চালু করে নিতে

১ পয়েন্টের পার্থক্যে হাতছাড়া সোনা! গর্বের রুপো জয় ১৫-র শার্দুলের

Image
বয়স মাত্র ১৫। এশিয়ান গেমসে দেশের নাম উজ্জ্বল করে রুপো জিতল শার্দুল বিহান। এশিয়ান গেমসে ডাবল ট্র্যাপ শ্যুটিং ইভেন্টে রুপো জিতেছেন শার্দুল। দেশের হয়ে প্রায় প্রতি টুর্নামেন্টেই পদক জিতে নজির গড়ছে ১৫ বছরের শ্যুটার।  ফাইনালে উঠে সোনার লড়াইয়ে ছিল শার্দুল। প্রথম ২০টি শট পর্যন্ত এগিয়েই ছিল ১৫ বছরের শ্যুটার। কিন্তু, শেষ মুহূর্তের ভুলে কোরিয়ান প্রতিদ্বন্দ্বী শি হিউনয়োর কাছে পরাজিত হয় শার্দুল। কিন্তু, পয়েন্টের তফাত ছিল মাত্র ১। কোরিয়ান শ্যুটার যেখানে ৭৪ পয়েন্টে সোনা জিতেছেন, শার্দুলকে সেখানে ৭৩ পয়েন্ট থামতে হয়েছে।  এদিকে, জাকার্তায় এশিয়ান গেমসের পঞ্চম দিনে এসে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ১৭। এরমধ্যে রয়েছে ৪টি সোনা, ৪টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। 

রাতারাতি অন্তত ৩৫০ জন কর্মীকে ছাঁটাই করল আভিভা ইন্ডিয়া, বৃহৎ এই 'লে-অফ' নিয়ে নিশ্চুপ সংস্থা

Image
কাকপক্ষীতেও টের পেল না। প্রায় নিশ্চুপেই অন্তত ৩৫০ জন কর্মীকে ছেঁটে ফেলল আভিভা ইন্ডিয়া। ২১ অগাস্ট এই ৩৫০ কর্মীকে জানিয়ে দেওয়া হয় আভিভা ইন্ডিয়ায় আর তাঁদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সংস্থার দেওয়া রফাসূত্রে রাজি হয়ে গিয়ে তাঁরা যেন পদত্যাগ করেন। সেই মতো দেশজুড়ে অন্তত ৩৫০ কর্মী পদত্যাগ করেন। সংস্থার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ স্তরে এই ছাঁটাই হয়েছে। সারা ভারতে প্রায় ১১০০ কর্মী নিয়ে কাজ করছিল আভিভা ইন্ডিয়া। এই ছাঁটাইয়ে সেই সংখ্যাটা এইি মুহূর্তে হাজারের নিচে নেমে গিয়েছে। খুব শীঘ্রই আরও কিছু কর্মী ছাঁটাই হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। পদত্যাগ করা কর্মীদের ৬ মাসের অগ্রিম বেতন থেকে আরও বেশকিছু আর্থিক সহায়তাও দিয়েছে আভিভা ইন্ডিয়া। আপাতদৃষ্টিতে এই সহায়তাকে সংস্থার মহানুভবতা বললেও, অধিকাংশেরই বক্তব্য একটা কাজ চলে যাওয়ার সঙ্গে এর কোনও তুলনা হতে পারে না। ৩৫০ কর্মীদের মধ্যে অধিকাংশেরই বয়স ২৯ থেকে ৪০-এর মধ্যে। এই বয়সে নতুন করে কাজ পাওয়া সহজ কথা নয় বলেই তাঁদের বক্তব্য। আভিভা যে এক বিশাল কর্মী সংকোচের দিকে চলেছে তার ইঙ্গিত কর্মীরা পেতে শুরু করেছিলেন অগাস্ট মাসের শুরুতেই। কারণ, ড

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, হরিদেবপুরে সদ্যোজাতকে খুন করে স্বামীকে ফাঁসানোর চেষ্টা স্ত্রী-র

Image
হরিদেবপুরের দরগাতলায় অভিযুক্ত মানোয়ারা বিবি। একদিনের সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! অভিযোগ, পুত্র সন্তান হলেও তিনি প্রথমে কন্যা সন্তান হয়েছে বলে পাড়ায় রটিয়ে দেন।এমনকি, শিশুটির মৃত্যুর দায় চাপানোর চেষ্টা করেন স্বামীর ওপর। বলেন, মেয়ে হয়েছে বলেই খুন করা হয়েছে। প্রথমে পুলিশও তাই মনে করেছিল। ময়না তদন্তের পর জানা যায়, সদ্যোজাত পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশি জেরায় শেষ পর্যন্ত ভেঙে পড়েন ওই মহিলা। তখন তার মুখ থেকেই এই ঘটনা  জানতে পারেন তদন্তকারী অফিসারেরা। এমনকি ওই মহিলার স্বামীও স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা পুলিশকে জানায়। ইতিমধ্যেই মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কলকাতায় হরিদেবপুরে এই ঘটনা ঘটেছে। প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে রীতিমতো স্তম্ভিত। হরিদেবপুরের বাসিন্দা হান্নান মোল্লা পেশায় সব্জি বিক্রেতা। দুই কন্যা সন্তানের পর এক পুত্র সন্তানকে নিয়ে সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। মঙ্গলবার ফের এক সন্তানের জন্ম দেন স্ত্রী মানোয়ারা বিবি। বুধবার রাতেই তাঁদের চতুর্থ সন্তানের মৃতদেহ উদ্ধার হয় খাটের তলা থেকে। কেন খুন করা হল সদ্যোজাতকে? এ নিয়

মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জট, কাল সকাল থেকেই শুরু সব সিরিয়ালের শ্যুটিং

Image
কলকাতা: অবেশেষে কাটল জট ৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই যাত্রায় মিটল সমস্যা ৷ শুক্রবার থেকে স্টুডিওপাড়ায় কাজ শুরু হবে , জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রযোজক ও আর্টিস্টদের টানাপোড়নে বন্ধ ছিল শ্যুটিং-এর কাজ ৷ প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও শুরু হবে সিরিয়ালের কাজ ৷ কলাকুশলীদের ৫-দফা দাবি যা অস্বীকার করেন প্রযোজকরা, সেই থেকেই শুরু জট ৷ বারে বারে দুপক্ষের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র ৷ এরপরই হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর ৷ বৃহস্পতিবার জট কাটাতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে  ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর্টিস্ট ফোরামের অন্য সদস্যরাও ৷ মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন প্রযোজকরাও ৷ ছিলেন অরিন্দম শীল, শ্রীকান্ত মোহতারা ৷ বৈঠকে তথ্য ও সংস্কৃতি দফতরের কর্তারাও হাজির ছিলেন ৷ কলাকুশলীদের দাবি নিয়ে আলোচনা হয় বেশ কিছুক্ষণ ৷ সেই বৈঠকেই মিলল সমাধান ৷ হাসি ফুটল কলাকুশলীদের মুখে ৷ ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা তৈরি না হয়, তার জন্য একটি কমিটিও গঠন করলেন মুখ্যমন্ত্রী ৷ জয়েন্ট কনসিলিয়েশন কমিটিতে রাখা হয়েছে সবপক্ষকে ৷  কমিটির প্রধান উপদেষ্টা সৌমিত

সোশ্যাল মিডিয়ায় ফাঁদ, সহবাসের পর ভিডিয়ো করে ব্ল্যাকমেল, নির্যাতন সোনারপুরে

Image
সমাজকর্মী হিসেবেই পরিচিতি সোশ্যাল মিডিয়ায়। সেই পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে প্রাথমিক সখ্য গড়ে তোলা ও সেই সখ্যকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া। এ ভাবেই পাতা হত ফাঁদ। তার পর প্রেমের অভিনয় আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এতেই শেষ নয়। এর পর সহবাসের ছবি ভিডিয়ো করে রেখে ব্ল্যাকমেল ও আরও নির্যাতন।  সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই চক্র চালানোর অভিযোগ উঠল সোনারপুর এলাকায়। অভিযুক্তের নাম প্রবীর মুখোপাধ্যায়। সুন্দরবনে বাড়ি হলেও সোনারপুরের ঘাসিয়াড়াতে এই জন্য একটি বাড়িও ভাড়া নিয়েছিল সে। এই মর্মেই সোনারপুর থানায় অভিযোগ আনলেন দুই নির্যাতিতা। অভিযোগকারিণী দুই নির্যাতিতার মধ্যে এক জনের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে। অন্য জনের পশ্চিম মেদিনীপুর জেলায়। এদের মধ্যে এক জন আবার নাবালিকা।  তাঁদের  অভিযোগ, পুলিশের  ভয় দেখিয়ে অভিযুক্ত তাঁদেরকে  জোর করে আটকে রেখেছিল। শুধু তাই নয়, রোজ রাতে মদ খাইয়ে শারীরিক নির্যাতন করত। এবং তার ভিডিয়ো করেও রাখত। বিষয়টি কাউকে জানিয়ে দিলে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ারও হুমকি দিত অভিযুক্ত ওই যুবক। শুধু সোশ্যাল মিডিয়া নয়, আরও বিভিন্ন উপায়ে ফাঁদ পেতে একাধিক মহিলার সঙ্গ

নিয়মিত অডিট করাতে হবে মন্দির, মসজিদ, গির্জার, রায় সুপ্রিম কোর্টের

Image
মন্দির, মসজিদ ও গির্জা-সহ দেশের সবক'টি ধর্মীয় স্থান ও দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে কত টাকা জমা পড়ছে আর তা কী ভাবে কোন কোন খাতে খরচ করা হচ্ছে, এ বার তার হিসেবনিকেশ চাইল সুপ্রিম কোর্ট। ওই সব ধর্মীয় স্থান ও দাতব্য প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ কত, সেগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় কি না, হলে কী ভাবে তার খরচ মেটানো হয়, নিয়মিত ভাবে তা অডিট করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই সব জায়গায় কারা আসা-যাওয়া করছেন, মহিলা ও অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে কি না, নিয়মিত ভাবে তার ওপরেও নজর রাখতে বলল শীর্ষ আদালত। এ ব্যাপারে অভিযোগ এলে দেশের সব জেলাশাসককে তাদের খুঁটিনাটি পরীক্ষা করে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলেছে সুর্কিম কোর্ট। জেলাশাসকদের ওই রিপোর্টের ভিত্তিতেই এ বার জনস্বার্থ মামলা শুরু হতে পারবে হাইকোর্টগুলিতে। বিচারপতি আদর্শ কে গয়াল ও বিচারপতি এস আবদুল নাজিরকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতিরা রায় দিতে গিয়ে বলেছেন, ''ওই সব ধর্মীয় স্থান ও দাতব্য প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের অভ

এ যেন সিনেমার গল্প! আটমাস পর বাড়ি ফিরলেন ফুলবাই

Image
বারাকপুর: এ যেন একেবারে সিনেমার গল্প৷ বেশ কয়েকমাস আগে মানসিকভাবে বিধ্বস্ত এক মহিলাকে উদ্ধার করে টিটাগড় থানার পুলিশ৷ ভর্তি করে দিয়ে যান বিএন বসু হাসপাতালে৷ গত ডিসেম্বর মাস থেকে এখানেই ছিলেন৷ ধীরে ধীরে জানা যায় তাঁর পরিচয়৷ পুলিশই যোগাযোগ করে৷ আটমাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে বৃহস্পতিবারই বাড়ির পথে রওনা দিয়েছেন ফুলবাই৷ চোখের জলে ফুলবাই নামে মধ্যপ্রদেশের ওই মহিলাকে বিদায় জানালেন বারাকপুরের এই মহকুমা হাসপাতালের নার্স, আয়ারা৷ ২০১৭ সালের ৯ই ডিসেম্বর রাস্তা থেকে তুলে এনে টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করে নাম পরিচয়হীন এক মহিলাকে৷ সেই সময় তাঁর পায়ে গভীর একটা ক্ষত ছিল৷ এবং সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন তিনি৷ চিকিৎসকদের মতে, ওই মহিলার পায়ে সেলুলাইটিস ইনফেকশন হয়ে গিয়েছিল৷ এরপর হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়া, এবং ড্রেসিং ষ্টাফরা সকলে মিলে চিকিৎসা করে সুস্থ করে তোলে তাঁকে৷ বেশ খানিকটা সুস্থ যখন নিজের নাম বলেন ওই মহিলা ফুলবাই৷ ঠিকানা এবং স্বামীর নাম বলতে পারলেও তাঁকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে৷ এরপর টিটাগ

মদ্যপানের প্রতিবাদ করায় স্ত্রীকে অ্যাসিড ছুড়ল স্বামী

Image
কেন ঘরে বসে মদ্যপান করছে স্বামী?‌ কেবলমাত্র এভাবে প্রতিবাদ করার কারণেই স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারল স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা এলাকায়। ঘটনায় গুরুতর আহত হলেন ওই মহিলা। শুধু তাই নয়, অ্যাসিড লাগায় আহত হয়েছে তাঁদের তিন বছরের কন্যাসন্তান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘরের মধ্যে বসে মদ্যপান করছিলেন অভিযুক্ত ব্যক্তি। সেসময় তার সেই কীর্তির প্রতিবাদ করেন আক্রান্ত মহিলা। এরপরই রেগে গিয়ে প্রথমে স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর করে ওই ব্যক্তি। এরপর স্ত্রীর দিকে অ্যাসিড ছুড়ে মারে। মুখে না লাগলেও হাতে এবং শরীরে অন্যান্য অংশে অ্যাসিড লেগে পুড়ে যায়। আহত হয় পাশে থাকা তিন বছরের শিশুকন্যাও। এরপরই দু'‌জনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুকন্যাকে ছেড়ে দিলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। এরপর ধানতলা থানায় অভিযোগ জানালে পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

ইরাক, সিরিয়া সহ–রাশিয়া ও আমেরিকাতেও হামলা চালাবে আইএস ঘোষণা বাগদাদির

Image
ফের বড় ধরণের হামলা করতে পারে আইএস। ইরাক, সিরিয়া, রাশিয়া এবং আমেরিকাতে এই হামলা হতে পারে বলে খবর। আর এই খবরেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। কারণ আইএস জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা আবু বাকর অল–বাগদাদি বুধবার একটি অডিও টেপ প্রকাশ করেছে। যেখানে সরাসরি জেহাদ ঘোষণা করে মুসলিমদের হামলা করতে আহ্বান করা হয়েছে। ইদের মরশুমে পশ্চিম দুনিয়ায় হামলা নামিয়ে আনতে বলা হয়েছে ওই অডিও টেপে। সেখানে উল্লেখ করা হয়েছে ইরাক এবং সিরিয়ায় আইএস ঘাঁটি হারিয়েছে। তা ফের ফিরিয়ে আনতে হবে। স্বাভাবিকভাবেই এই অডিও টেপে কপালে ভাঁজ পড়েছে পশ্চিম দুনিয়া সহ–অন্যান্য দেশগুলিতেও। যা প্রতিরোধে নতুন করে কি পদক্ষেপ করা যায় তা ভাবা শুরু হয়েছে। কি বলা হয়েছে ওই অডিও টেপে?‌ আইএস জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা আবু বাকর অল–বাগদাদি কি হুমকি দিয়েছে?‌ অডিও টেপে বলা হয়েছে, '‌যারা নিজেদের ধর্ম, ধৈর্য্য এবং জেহাদ ভুলে গিয়েছে তাদের শত্রুদের বিরুদ্ধে, যারা নিজেদের করা অঙ্গীকার রাখতে পারেনি, সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। কিন্তু যখন তারা এগুলিকে আঁকড়ে ধরবে তখন অবশ্যই পরাক্রম দেখাতে পারবে ও সাফল্য মিলবে। নির্দিষ্ট সময়ের পরও।'‌ এই বক্তব্য সামনে আসতেই বোঝা যাচ্ছ

কাঁটা উপড়ে ফেলতে প্রেমিকার স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা

Image
হাওড়া: প্রেমের কাঁটা উপড়ে ফেলতে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের প্রায় ২৫টি জায়গায় কোপ মারল স্ত্রীর প্রেমিক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে লিলুয়ার ঘুঘুপাড়ায়। তপন মণ্ডল নামে ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে বেলুড় জয়সওয়াল হাসপাতাল ও সেখানে অবস্থার অবনতি হলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তপনবাবুর পরিবারের পক্ষ থেকে রমেশ বাগ নামে স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযাগ দায়ের করা হয়েছে। এদিকে, গুরুতর জখম তপনবাবুকে জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য লিফটে চাপানো হলে মাঝপথে তা আটকে যায়। প্রায় আধঘণ্টা তিনি সেখানেই আটকে থাকেন। পরে লিফট মেরামত করে তাঁকে নামানো হয়। তপনবাবুর পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যাওয়ায় অনেকখানি রক্তক্ষরণ হয়। তাতে অবস্থার অবনতি হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এই লিফটের গোলমাল হল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিস ও স্থানীয় সূত্রের খবর, লিলুয়ার ঘুঘুপাড়ায় বেশ কিছুদিন ধরে থাকতেন তপনবাবু ও তাঁর স্ত্রী

২৪ ঘন্টায় ৫৭ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক, নয়া বিশ্বরেকর্ড

Image
সিঙ্গাপুর : পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রেকর্ড প্রতি মুহূর্তে হয়ে চলেছে ৷ তবে বেশ কিছু রেকর্ড হয় যা সত্যি সত্যিই আপনাকে চমকে দেবে ৷ ২৪ ঘন্টার মধ্যে ৫৭জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের নজির তৈরি করলেন এক ভদ্রলোক ৷ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল ৷ সেখানে এই ভয়ানক সংখ্যা করে জিতে গেছেন সিঙ্গাপুরের এক ব্যক্তি ৷ এই বছরের মাঝামাঝি চেকের এক সেক্স গ্রামে এই প্রতিযোগিতা আয়োজন হয়েছিল ৷ এর আগে ১৯৮৩ সালে এক পর্নস্টার ৫৫ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে নজির গড়েছিলেন ৷ এখন সেই রেকর্ড সিঙ্গাপুরের এক ব্যক্তির দখলে চলে গেল ৷ যদিও নিজের নাম প্রকাশ্যে আনতে চান না এই নয়া রেকর্ডধারী ৷ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানিয়েছেন , তিনি যৌন সম্পর্ক স্থাপন করতে ভালোবাসেন ৷ এই প্রতিযোগিতার কথা শুনেই তিনি উত্তেজিত ছিলেন ৷ বিভিন্ন পর্নস্টাররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৷ বিকেলের মধ্যেই তিনি ২৯ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ৷ তারপর তার একটু দুর্বল লাগছিল ৷ সেখানে ফিজিওথেরাপিস্ট ছিলেন ৷ তিনি তাঁকে ম্যাসাজ করে চাঙ্গা করে দেন ৷ ১১ টার মধ্

পিগি ব্যাঙ্কের টাকা দান, কেরালার পাশে কলকাতার চার বছরের পাখিও

Image
বয়স মাত্র চার। জগৎ সংসার সম্পর্কে কতটুকুই বা বোঝে সে? কিন্তু টেলিভিশনের পর্দায় কেরালের বানভাসি অসহায় মানুষদের দুরাবস্থার ছবি দেখে একরত্তি মেয়েটির চোখের কোণায় জল চলে এসেছিল। তার পরেই সে মনে মনে ঠিক করে ফেলে, নিজের জমানো টাকা দিয়ে ওই সব মানুষকে সাহায্য করবে।  সে মানে যাদবপুরের অপরাজিতা ওরফে পাখি সাহা। তার নিজের টাকা বলতে পিগি ব্যাঙ্কে জমানো টাকা। জন্মদিনে-পুজোয়-নববর্ষে উপহার বাবদ সে যা টাকা পেয়েছিল, সেটাই পিগি ব্যাঙ্কে জমিয়ে রেখেছিল পাখি। জমতে জমতে তার পরিমাণ হয়েছিল ১৪ হাজার ৮০০ টাকা। নিজের কথা না ভেবে সেই পুরো টাকাটাই সে বুধবার তুলে দিল কেরালের বন্যাদুর্গত মানুষদের জন্য। কয়েক দিন আগে তামিলনাড়ুর ভিল্লুপুরমের চার বছরের মেয়ে অনুপ্রিয়া সাইকেল কেনার জন্য জমিয়ে রাখা ন'হাজার টাকা তুলে দিয়েছিল কেরালার বন্যাত্রাণে।  পাখিকে নিয়ে এ দিন তার বাবা অরিজিৎ সাহা হাজির হন আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর হাতে নিজের পিগি ব্যাঙ্কটা তুলে দেয় পাখি। বামফ্রন্ট চেয়ারম্যান পাখির কাছে জানতে চান, 'তুমি এই টাকা কাদের জন্য দিচ্ছ?' কোনও জড়তা ছাড়াই পাখি বলে, 'কেরালার দিদি

ফোর্বসের সেরা দশে সলমন-অক্ষয়, নেই শাহরুখ! জানুন বিস্তারিত

Image
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় সেরা দশে উঠে এলেন সলমন থান ও অক্ষয় কুমার। বহু হলিউড ব্যক্তিত্বকে ছাপিয়ে সেরা দশে চলে এসেছেন তাঁরা। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার মধ্যে সলমন ও অক্ষয় কুমার থাকলেও , তালিকার সেরা দশে নাম নেই বলিউড 'বাদশা' শাহরুখ খানের। ২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মাসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে ফোর্বসের তরফে। সেখানে দেখা গিয়েছে সলমন খানের আয় হয়েছে ৩৮.৫ মিলিয়ন ডলার। যেখানে অক্ষয় কুমারের আয় হয়েছে ৪০. ৫ মিলিয়ন ডলার। উল্লেখ্য এর আগে ফোর্বসের তালিকায় ১০০ জন সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত শিল্পীদের তালিকায় নাম উঠে আসে অক্ষয় ও সলমনের। তবে এবার সেখান থেকে উঠে সপ্তম স্থানে রয়েছেন অক্ষয়, আর সলমন রয়েছেন নবম স্থানে। সেরা দশের তালিকায় নাম নেই শাহরুখ বা অমিতাভ বচ্চনের।   তালিকায় প্রথম স্থানটিতে নাম রয়েছে, হলিউড অভিনেতা জর্জ ক্লুনির। যাঁর প্রাপ্ত আয় ২৩৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ডোয়েন জনসন , যাঁর প্রাপ্ত আয় ১২৪ মিলিয়ন ডলার। পরবর্তী স্থানে রয়েছেন, রবার্ট ডাউনি জুনিয়ার, পরবর্তী জায়গায় রয়েছেন ক্রিস হেম্সওয়ার্থ। পঞ্চম

সদ্যোজাত শিশুপুত্রকে খুনের অভিযোগ! দক্ষিণ শহরতলিতে চাঞ্চল্য

Image
হরিদেবপুর থানা এলাকায় সদ্যোজাত খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে সন্তানের জন্ম হওয়ায় এই খুন বলে জানিয়েছেন, মহিলার স্বামী। পুরো ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ। হরিদেবপুরের দরগাতলার স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন মনোয়ারা বিবি। প্রতিবেশীরা কান্নার আওয়াজও শুনেছিলেন। কিন্তু তার পর থেকে আর কোনও আওয়াজ পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় বুধবার সন্ধের পর মনোয়ারার বাড়িতে যান স্থানীয়রা। সেই সময় গালাগালি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একইসঙ্গে মনোয়ারা জানান, তিনি কোনও সন্তানের জন্ম দেননি। এরপর স্থানীয়রাই হরিদেবপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে খাটের নিচ থেকে প্লাস্টিকে ঢাকা অবস্থায় মৃত সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করে। সেই সময় থেকেই পুলিশ মনোয়ারা বিবি ও তাঁর স্বামী শেখ হান্নানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মনোয়ারার বয়ানে অসঙ্গতি দেখা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোয়ারার স্বামী জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই শিশুর জন্ম হওয়ায় স্ত্রী সেই সন্তানকে হত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানার দ

তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণে মৃত ২, কারণ কি মজুত বোমা? চাঞ্চল্য নারায়ণগড়ে

Image
সকাল সকাল সবে ভিড় জমতে শুরু করেছে মকরামপুর বাজারে। তার মধ্যেই বড়সড় বিস্ফোরণ। মুহূর্তেই ভেঙে পড়ল তৃণমূল পার্টি অফিস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। ভেঙে গিয়েছে আশেপাশের কয়েকটি বাড়িও। সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে মকরামপুর তৃণমূল পার্টি অফিসে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় পার্টি অফিসের ভিতরে তৃণমূলের মকরামপুর অঞ্চল সভাপতি লক্ষ্মী শিট এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সূর্যকান্ত অট্ট ছিলেন। পঞ্চায়েত বোর্ড গঠন সংক্রান্ত বিষয়ে তাঁরা পার্টি অফিসের একটি ঘরে বৈঠক করছিলেন। ওই ঘরের পাশে রান্নাঘর আছে। বৈঠক চলাকালীন সেই রান্নাঘরেই বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে প্রায় সঙ্গে সঙ্গেই রান্নাঘর-সহ পার্টি অফিসের অনেকটা অংশই ভেঙে যায়। পার্টি অফিসের ছাদ উড়ে গিয়েছে। এমনকি, আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের আকস্মিকতা কাটার পরই স্থানীয়েরা উদ্ধার কাজে হাত লাগান। পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন খড়্গপুরের বাসিন্দা সুদীপ্ত ঘোষ নামে তৃণমূলের এক কর্মী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ার

Image
কুলদীপ নায়ার (১৯২৩-২০১৮)। প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ার। বুধবার গভীর রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। কুলদীপ নায়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৯২৩ সালে অবিভক্ত পঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন কুলদীপ নায়ার। পড়াশোনা, বড় হয়ে ওঠা লাহৌরে। দেশভাগের পর লাহৌর ছেড়ে দিল্লিতে চলে আসেন। উর্দু ভাষায় সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে 'দ্য স্টেটসম্যান' পত্রিকায় এডিটর হিসেবে কাজ করেন। সংবাদ সংস্থা ইউএনআই-এর শীর্ষপদেও তিনি দীর্ঘ দিন কর্মরত ছিলেন। ভারতীয় সাংবাদিকতা কুলদীপ নায়ারকে মনে রাখবে তাঁর নির্ভীক কলমের জন্য। জরুরি অবস্থার সময় ইন্দিরা গাঁধীর সমালোচনা করে জেলেও যান তিনি। শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে সর্বদাই সচল ছিল তাঁর কলম। দেশভাগের যন্ত্রণা আর বিশ্বাসভঙ্গের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে তাঁর লেখায়। ১৯৯০ সালে গ্রেট ব্রিটেনে তাঁকে হাই কমিশনার হিসেবে নিযুক্ত করে ভারত সরকার। ১৯৯৭ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন তিনি।  কুলদীপ নায়ারের বিখ্যাত লেখা 'বিটুই

রাতারাতি বদলে গেল স্কুল সার্ভিসের ওয়েটিং লিস্ট, এক নম্বরে সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতার মেয়ে!

Image
প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ চন্দ্র অধিকারী। স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্টে তাঁর মেয়ের নাম ঘিরেই হইচই পড়ে গিয়েছে। এ যেন ভোজবাজি! যার নাম ৪৮ ঘণ্টা আগেও স্কুল সার্ভিস কমিশনের 'ওয়েট লিস্টে' ছিল না। হঠাৎ করে তাঁর নাম চলে এল একেবারে এক নম্বরে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের (তফশিলি জাতি, মহিলা) মেধাতালিকায় এমনই 'চমকপ্রদ' ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে শিক্ষক মহলে। এক নম্বরে যাঁর নাম রয়েছে তিনি আবার সদ্য ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া এক নেতার মেয়ে বলে অভিযোগ। মেধাতালিকা প্রকাশের পর ওই প্রার্থীর নাম কী ভাবে এক নম্বরে বসে গেল, সে বিষয়ে কোনও উত্তর দিতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সন শর্মিলা মিত্র বলেন, "আমি বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। আপনাকে একটা নম্বর দিচ্ছি ফোন করুন।" তাঁর পরামর্শ মতোই কমিশনের অ্যাডভাইসরি কমিটির এস পি সিংহকে ফোন করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। তাঁর বক্তব্য, "আমি জানি না। জানলে বলব। পরে ফোন করুন।"এভাবেই এখন কমিশনের অধিকারিকেরা একে অপরের দিকে বল ঠেলতেই ব্যস্ত। ঠিক কী

ডাক্তারদের লিফটে কেন? রোগীর মাকে ২০ বার ওঠবোস করাল হাসপাতালের কর্মী

Image
উলুবেড়িয়া: রোগীর পরিবারের সঙ্গে লিফট ম্যানের অভব্যতায় বিতর্কের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, অসুস্থ বাচ্চাকে রেখে ওষুধ কিনতে লিফটে করে নিচে নেমেছিলেন মা ও এক আত্মীয়া। এই অপরাধে তাঁদের দীর্ঘক্ষণ আটকে রাখল লিফটম্যান শেখ আব্বাস। শুধু আটকে রাখাই নয়, সেই সময় লিফটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয় ওই ব্যক্তি। এমনকী, তাকে না জানিয়ে লিফট ব্যবহারের জন্য দুই গৃহবধূকে ২০ বার করে ওঠবোসও করানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুক্রবার রাতে উত্তাল হয়ে উঠল উলুবেড়িয়া হাসপাতালের সিক নিউবর্ন বেবি ওয়ার্ড। জানা গিয়েছে, অসুস্থতা জনিত কারণে উলুবেড়িয়া হাসপাতালের শিশু বিভাগে ভরতি রয়েছে বছর আড়াইয়ের আরিফা খাতুন। এদিন রাতে চিকিৎসকরা রুটিন চেকআপে এসে বেশ কয়েকটি নতুন ওষুধ লিখে দেন। সেই ওষুধ আনতেই আত্মীয়া সাবাইনা বেগমকে নিয়ে লিফটে চড়ে নিচে যান শিশুকন্যার মা সাহিনা বেগম। বাউরিয়ার বাসিন্দা সাহিনা বেগম আগে কখনও লিফটে চড়েননি। একা একা চলা ফেরা করারও অভ্যাস নেই। সেই সময় কর্তব্যরত লিফটম্যানেরও দেখা পাওয়া যায়নি। এদিকে খুব শিগগির ওষুধ দুটি মেয়েকে খাওয়াতে হবে। তাই ওয়ার্ডে উপস্থিত আর এক রোগীর আত্মীয়া চৈতালি হাজরার কাছ থেকে ল

ওঝায় ভরসা! সাপের কামড়ে মৃত্যু বাবা ও মেয়ের

Image
বহরমপুর: ঘুমের মধ্যে বিষধর সাপের কামড় বাবা ও দেড় বছরের এক শিশুকে৷ প্রাণ বাঁচাতে ওঝার দ্বারস্থ হলেও কোনও লাভ হয় না৷ পরে অবস্থা বেগতিক বুঝলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের৷ কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে৷ মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামের রাণীদিঘী এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, নবগ্রামের রাণীদিঘী এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখ (২২) ও তাঁর দেড় বছরের মেয়ে মাবশুরা খাতুন৷ এদিন ভোররাতে ঘুমের সময় তাদের ঘরে একটি বিষধর সাপ ঢোকে৷ তখনই জাহাঙ্গীর ও তাঁর দেড় বছরের কন্যা সন্তানকে সাপটি ছোবল মারে বলে পরিবারের অনুমান৷ তাঁদের বাঁচানোর চেষ্টায় প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেই ওঝার ঝাড়ফুঁকে কোনও কাজ হয় না৷ বরং পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে৷ ক্রমশ জাহাঙ্গীরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় জাহাঙ্গীরকে৷ অন্যদিকে তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল ছোট্ট দেড় বছরের মাবশুরা৷ তবে কয়েক ঘণ্টা কাটার পর মাবশুরারও শারীরিক অবনতি হতে থাকে৷ পরে তাকেও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

ইদের প্রার্থনা সারতেই ফের পুলিশকে গুলি করে মারল জঙ্গি

Image
পুলওয়ামা: ইদের সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর৷ বুধবার ফের পুলিশকে গুলি জঙ্গিদের৷ পুলওয়ামায় পুলিশ আধিকারিক মহম্মদ আসরফ দারকে গুলি করে জঙ্গিরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আসরফ দারের৷ পুলওয়ামার লারভে গ্রামে জঙ্গিরা লুকিয়েছিল বলে জানা যাচ্ছে৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন হামলা চালিয়েছে বলে দাবি পুলিশের৷ বুধবার সকাল থেকে এই নিয়ে তিনবার পুলিশের উপর হামলা জঙ্গিদের৷ বুধবার সকালে জঙ্গিদের গুলিতেই নিহত হন পুলিশ কনস্টেবল ফায়াজ আহমেদ শাহ৷ কুলগামের একটি মসজিদের বাইরে তাকে গুলি করে জঙ্গিরা৷ হামলার জেরে বুধবার থেকে সেনায় ছয়লাট উপত্যকা৷ জঙ্গিরা এখনও লুকিয়ে রয়েছে বলে সেনাসূত্রে খবর৷ তাই জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি৷ বুধবার ইদের নমাজ শেষ হওয়ার পরেই শ্রীনগরের রাস্তার দখল নেয় বিক্ষুব্ধ জনতা৷ অভিযোগ পাকিস্তানের পতাকা ও আইসিসের পতাকা প্রদর্শন করে তারা৷ শুধু তাই নয়, চলে সেনার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া৷ এছাড়াও লাঠি নিয়ে হামলা চালানো হয় নিরাপত্তারক্ষীদের গাড়ি লক্ষ্য করে৷ সেই সুযোগেই জঙ্গিদের অনুপ্রবেশ বলে মনে করছে সেনা৷ জঙ্গি হামলায় গত ২দিনে মোট ৩ পুলিশের মৃত্যু হয়েছে৷

মাদুর বুনে জাতীয় পুরস্কার পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের তাপস

Image
তাপস জানা কলকাতা : একেই বলে অদৃষ্ট। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে আলোর পথে গ্রামবাংলার এক ছাপোষা ঘরের মানুষ। পেশায় তিনি মাদুর শিল্পী। পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম বেগুনি গ্রামের এই মাদুর শিল্পী তাপস জানা এবার পাচ্ছেন জাতীয় পুরস্কার। ১৪ ডিসেম্বর দেশের সেরা সম্মান তাঁর হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সবে তখন ক্লাস থ্রি থেকে ফোর। দিনের পর দিন কামাই হতে লাগল স্কুল। ফলে তাকে স্কুলছুটের তালিকায় ফেলে দিলেন শিক্ষকেরা। বেশ কিছুদিন এভাবে কাটল। পরে তারপর অবশ্য আসল সত্যিটা আসল প্রকাশ্যে। শিক্ষকেরা জানতে পারলেন, নুন আনতে পান্তা ফুরনো ঘরের ছেলে তাপস বাড়িতে বাবা-মায়ের সঙ্গে মাদুর বোনে। সেই মাদুর বাড়ির পাশের হাটে বিক্রি করে সামান্য যে পয়সা উপার্জন হয় তা দিয়ে দু'বেলা ভালো করে আহারও জোটে না। এমন পরিস্থিতিতে পড়াশোনা করাটা তার কাছে যেন বিলাসিতা মাত্র। তবুও অদম্য মনের জোর নিয়ে এগিয়ে গেছে সে। শিক্ষকদের সহযোগিতায় স্নাতকও হয়। তবে আজও ভুলতে পারেননি পুরানো দিনগুলিকে। এমনকী ছাড়তে পারেননি ছোটোবেলার সেই পেশা। আজও মাদুর বোনেন তাপসবাবু। তবে এখন সহযোগিতা করেন তাঁর স্ত্রী। এটাই একমাত্র জীবিকা

LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম

Image
দেশের সবথেকে বড় ইনস্যুরেন্স কোম্পানি LIC -এর পলিসি গ্রাহকদের জন্য দুঃসংবাদ ৷ ফের জনপ্রিয় একটি পলিসি স্কিম বন্ধ করতে চলেছে LIC ৷ এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে LIC নিজেদের অত্যন্ত জনপ্রিয় পলিসি স্কিম জীবন অক্ষয় বন্ধ কর দেওয়ার কথা ঘোষণা করেন ৷ এখানেই শেষ নয়, আরও বেশ কিছু জনপ্রিয় স্কিম বন্ধ করে দিতে চলেছে এই সংস্থা ৷ ইনস্যুরেন্স কোম্পানি LIC -এর তরফ থেকে জানানো হয়, ক্রমাগত সুদ কমে যাওয়ার জন্য জীবন অক্ষয় পলিসিতে বিনিয়োগ করা গ্রাহকদের রিটার্ন দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে ৷ সেই কারণেই এই পলিসি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে এই কোম্পানি ৷ উল্লেখ্য, এই পলিসিতে ১০ বছর ধরে ৭.০৫ শতাংশ হারে সুদ পেতেন বিনিয়োগকারীরা ৷ যা ছিল সর্বোচ্চ ৷ আসুন জেনে নিই, আর কোন কোন পলিসি স্কিম বন্ধ করে দিতে চলেছে LIC ৷ LIC-এর তরফে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ধ করে দেওয়া পলিসিগুলির তালিকা দেওয়া হয়েছে ৷ এবার থেকে কোনও বিনিয়োগকারী নতুন করে আর এই পলিসিগুলিতে বিনিয়োগ করতে পারবেন না ৷ বন্ধ হয়ে যাওয়া এই পলিসি স্কিমগুলি হল, জীবন সুগম, জীবন বৈভব, জীবন বৃদ্ধি , ফরচুন প্লাস প্ল্যান, মার্কেট প্লাস-I, প্রোফিট প্লাস, মানি প্লা

হাসপাতালে পরিত্যক্ত শিশুকে স্তন্যপান করালেন মহিলা পুলিশ, অফিসে মিলল প্রোমোশন

Image
বুয়েনস আয়ার্স: গোটা আর্জেন্টিনায় এখন হিরো বলতে সবার মুখে একটাই নাম জ্যাকলিন আয়ালা ৷ বুয়েনস আয়ার্সের এই মহিলা পুলিশকে নিয়ে গোটা শহরে উত্তেজনা তুঙ্গে ৷ সোশ্যাল মিডিয়া জুড়ে জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ সবাই ৷ সবার কথায়, জ্যাকলিন এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা কিনা সত্যিই গর্বের বিষয় ! তা এমন কী কাণ্ড করলেন জ্যাকলিন ? একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বুয়েনস আয়ার্সের চাইল্ড হাসপাতালে রক্ষী হিসেবেই কাজ করেন জ্যাকলিন ৷ বহুদিন ধরেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে ৷ তবে শত নিরাপত্তার মধ্যে নিজের মধ্যে লুকিয়ে থাকা মাতৃত্বের প্রমাণ দিলেন জ্যাকলিন ৷ হাসপাতালের বেঞ্চে বসে উচ্চস্বরে কাঁদছিল একটি শিশু ৷ অনেকক্ষণ ধরে সেই কান্না কানে আসছিল জ্যাকলিনের ৷ কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না কী করা উচিত ৷ শিশুটির আশে-পাশে জ্যাকলিন দেখতেও পাচ্ছিলেন না কোনও অভিভাবককে ৷ হঠাৎই জ্যাকলিন শিশুর দিকে এগিয়ে গেলেন ৷ তুলে নিলেন কোলে ৷ তারপর যা করলেন, তা দেখে সবাই অবাক ৷ নিজেই মাতৃস্নেহে স্তন্যপান করালেন শিশুটিকে ৷ এই ঘটনার কথা জানতে পেরে বুয়েনস পুলিশ কর্তৃপক্ষ বাহবাও দিয়েছে জ্যাকলিনক

বাবা ইলেকট্রিশিয়ান, ছেলে পেলেন ৭০ লক্ষের চাকরি

Image
নয়াদিল্লি: মেধার কোনও জাত হয় না, ধর্ম হয় না, থাকে না কোনও অর্থনৈতিক ভেদাভেদ। পড়াশোনা আর জ্ঞানের প্রতি আগ্রহই শেষ কথা বলে। মেধার ক্ষেত্রে তাই 'পিছিয়ে পড়া' বলে কিছু হয় না। আর সেই মেধাতেই জিতে গেলেন এক ইলেক্ট্রিশিয়ানের ছেলে। ভারতে নয়, একেবারে মার্কিন মুলুকে মোটা মাইনের চাকরি পেলেন মহম্মদ আমির আলি। প্যাকেজের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে বইকি। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ওই ছাত্রের বার্ষিক প্যাকেজ ১ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ লক্ষ টাকা। তাঁর বাবা পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। স্কুলের বোর্ডের পরীক্ষায় ভালই ফল করেছিলেন মহম্মদ আমির আলি। কিন্তু জামিয়া মিলিয়ায় বি টেক কোর্স পাশ করতে পারেননি। টাকার অভাবে ঝাড়খণ্ড এনআইটি-তে সুযোগ পেয়েও পড়তে পারেননি আর্কিটেকচার কোর্স। ২০১৫ তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমার জন্য ভর্তি হন তিনি। সেখানেই এই মহম্মদ আমির আলি এক বিশেষ থিয়োরি প্রকাশ করেন। ইলেকট্রিক ভেইকল চার্জ দেওয়ার পন্থা আবিষ্কার করেন তিনি। তাঁর মতে, এই ইলেকট্রিক কার চার্জ করা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তাঁর দাবি, ওই থিয়োরি সফল হলে, চার্জিং-এর খরচ শূন্যতে নেমে আসবে। তাঁর এই থ

6.4 ইঞ্চি QHD+ ডিসপ্লে, Bluetooth S Pen সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Note 9

Image
হাইলাইট ভারতে 67,900 টাকা থেকে Samsung Galaxy Note 9 এর দাম শুরু হচ্ছে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Samsung Galaxy Note 9 পাওয়া যাবে 24 অগাস্ট থেকে কেনা যাবে Samsung Galaxy Note 9   বুধবার ভারতে লঞ্চ হল Samsung Galaxy Note 9। নতুন দিল্লিতে এক ইভেন্টে কোম্পানির লেটেস্ট ফ্যাবলেট লঞ্চ করেছে Samsung। কয়েকদিন আগেই নিউ ইয়র্কে এক ইভেন্টে Galaxy Note 9 গ্লোবাল লঞ্চ হয়েছিল। তখনই এই ফোনের সব খব পাওয়া গিয়েছিল। এই ইভেন্টে শুধুমাত্র কবে থেকে এই ফোন ভারতে পাওয়া যাবে তা জানানো হল। Galaxy Note 9 ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ফোনের 6.4 ইঞ্চি QHD+ ডিসপ্লে, Bluetooth S Pen আর ফোনের বিশাল 512GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে 1TB করে নেওয়া যাবে। ভারতে Samsung Galaxy Note 9 এর দাম ভারতে 67,900 টাকা থেকে Samsung Galaxy Note 9 এর দাম শুরু হচ্ছে। 6GB RAM আর 128GBস্টোরেজ ভেরিয়েন্টের জন্য এই টাকা খরচ করতে হবে গ্রাহকদের। যদিও 8GB RAM আর 512GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকের পকেট থেকে 84,900 টাকা খশাতে হবে। 24 অগাস্ট থেকে কেনা যাবে Samsung Galaxy Note 9। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, Flipka

পুরোনো জিনিস বিক্রির নতুন ওয়েবসাইট 2GUD লঞ্চ করল Flipkart

Image
হাইলাইট পুরোনো জিনিস বিক্রির জন্য নতুন একটি প্ল্যাটফর্ম লঞ্চ করল Flipkart নতুন এই ওয়েবসাইটের নাম 2GUD আপাতত শুধুমাত্র মোবাইল ওয়েব থেকেই 2GUD ওয়াবসাইট ব্যবহার করা যাবে কিছুদিন আগেই ভারতে eBay বন্ধ করে দিয়েছিল Flipkart। এবার পুরোনো জিনিস বিক্রির জন্য নতুন একটি প্ল্যাটফর্ম লঞ্চ করল ই-কমার্স জায়েন্ট। নতুন এই ওয়েবসাইটের নাম 2GUD। এটি কোম্পানির প্রথম পুরোনো জিনিস বিক্রির ওয়েবসাইট। বিশেষজ্ঞরা জানিয়েছেন 5-6 বছর পরে ভারতে পুরোনো জিনিস বিক্রির বাজারের মূল্য হবে 20 বিলিয়ান মার্কিন ডলার। আপাতত 2GUD ওয়েবসাইটে রিফার্বিশড স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য ইলেকট্রনিক অ্যাকসেসারিজ বিক্রি হবে। পরে এই ওয়েবসাইটে আরও অনেক বিভাগের প্রোডাক্ট বিক্রি করবে Flipkart। Flipkart জানিয়েছে 2GUD ওয়েবসাইটে বিক্রি হওয়া সব প্রোডাক্ট সারাই করে তবেই বিক্রি করা হবে। এর সাথেই এই প্রোডাক্টের ওয়্যারিন্টি পাবেন গ্রাহকরা। গ্রাহকরা 2GUD থেকে কোন প্রোডাক্ট কেনার পরে 3 থেকে 12 মাসের ওয়্যারিন্টি পাবেন। সারা দেশে বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে এই প্রোডাক্ট ওয়্যারিন্টি সময়ের মধ্যে বিনামূল্যে ঠিক করে দেবে 2GUD। আপাতত শুধুমাত্র মোব

গণপিটুনির জন্য বেকারত্ব ও বিমুদ্রাকরণকে দায়ী রাহুলের

Image
বার্লিন: গণপিটুনির ঘটনার জন্য বেকারত্বকে দায়ী করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ জানান, কর্মহীন থাকতে থাকতে একটা অংশের মধ্যে ক্ষোভ, রাগ তৈরি হচ্ছে৷ গণপিটুনির ঘটনাগুলি সেই ক্ষোভের প্রকাশ৷ পাশাপাশি বিমুদ্রাকরণ ও জিএসটিকেও গণপিটুনির জন্য দায়ী করেন রাহুল৷ জার্মানির হ্যামবার্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন কংগ্রেস সভাপতি৷ রাহুল বলেন, ''২১ শতকে এসেও উন্নয়নের কর্মযজ্ঞ থেকে সাধারণ মানুষকে দুরে সরিয়ে রাখলে খুবই ক্ষতিকর প্রমাণ হতে পারে৷ মানুষকে যদি সঠিক দিশা দেখানো না যায় তাহলে অন্য কেউ তাদের পথে চালিত করতে পারে৷'' গণপিটুনির ঘটনা প্রসঙ্গে রাহুলের প্রতিক্রিয়া, দেশে যখনই কোনও দলিত বা সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় তার পিছনে একটা কারণ থাকে৷ সেটা হল মানুষের ক্ষোভ৷ জিএসটি, বিমুদ্রাকরণ ও বেকারত্বের জেরে এই ক্ষোভ তৈরি হচ্ছে৷ রাহুলের ব্যাখ্যা, বিমুদ্রাকরণের পর ছোট ব্যবসার প্রভূত ক্ষতি হয়েছে৷ জিএসটি ঠিকমতো বাস্তবায়িত করতে পারেনি কেন্দ্রীয় সরকার৷ বেকারত্ব বেড়ে গিয়েছে৷ তার জেরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে৷ গণপিটুনির ঘটন

আন্তর্জাতিক আদালতে আগামী বছর কুলভূষণ যাদবের শুনানি

Image
ইসলামাবাদ: আগামী বছর ফের কুলভূষণ যাদবের শুনানির সম্ভাবনা৷ ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে৷ পাকিস্তানের তৎপরতায় The International Court of Justice (ICJ) পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বলে জানা যাচ্ছে৷ পাকিস্তানের জিও নিউজ সূত্রে থবর, স্বাভাবিক নিয়ম মেনে যাদবের শুনানি হবে৷ ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য হোলেও, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি মধ্যে যে কোনও একদিন শুননি হবে৷ ভারতের প্রাক্তন নৌ সেনা আধিকারিক কুলভূষণকে অপহরণ করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই বলে দাবি ভারতের৷ অন্যদিকে, ভারতীয় গুপ্তচর বলেই কুলভূষণকে বালোচিস্তান থেকে হাতেনাতে ধরা হয়েছে বলে পাকিস্তানের দাবি৷ ২০১৭-এর ১০এপ্রিল কুলভূষণকে ফাঁসির নির্দেশ দেয় পাক সেনা আদালত৷ ৮ মে ICJ-তে সেই রায়ের বিরুদ্ধে মামলা করে ভারত৷ ১৮ মে ICJ জানায়, ইসলামাবাদ কোনওভাবেই কুলভূষণকে ফাঁসি দিতে পারে না৷ এই ঘটনার কয়েক মাস পড়েই যাদবের সঙ্গে দেখা করতে পাকিস্তানে আসেন তাঁর মা ও স্ত্রী৷ ২৫ ডিসেম্বর যাদবের সঙ্গে দেখা হয় তাঁর পরিবারের৷ কুলভূষণের স্ত্রী চেতানুকুল যাদব ও মা অবন্তী যাদব ভারতের ডেপুটি হাই কমিশনার জেপি সিং-কে সঙ্গে নিয়

এবার আসানসোল, লোকাল ট্রেনে সহযাত্রীর সামনেই হস্তমৈথুন প্রৌঢ়র!

Image
আবারও প্রকাশ্যে হস্তমৈথুন৷ বাসের পর এবার ঘটনাস্থল লোকাল ট্রেন৷ আসানসোল লোকালে বসেই এমন কুকীর্তি ওই প্রৌঢ়র৷ আপাতত এই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷   ধোপদুরস্ত পোশাক পরে, কাঁধে শান্তিনিকেতনি ব্যাগ নিয়ে সীতারামপুর স্টেশন থেকে আসানসোলে লোকালে চড়ে অভিযুক্ত৷ ট্রেনে সেই সময় যাত্রীর ভিড় ছিল যথেষ্টই৷ তারই মাঝে কোনওক্রমে জানালার পাশে একটি সিটও জোগাড় করে নেয় সে৷ ওই ট্রেনের কামরায় ছিলেন আরও বেশ কয়েকজন তরুণী৷ ওই মধ্যবয়স্ক ব্যক্তির উলটোদিকের সিটেই বসেছিলেন তাঁরা৷ ট্রেনে উঠেই আশেপাশের মহিলাদের দেখে অভব্য আচরণ করতে শুরু করে ওই মধ্যবয়স্ক ব্যক্তি৷ সবার সামনে ট্রেনে বসেই হস্তমৈথুন করতে শুরু করে সে৷ নিজের ব্যাগ দিয়ে পাশের পুরুষ সহযাত্রীর দিকটি আড়াল করার চেষ্টা করে সে৷ কিন্তু উলটোদিকে বসে থাকা তরুণীরা তার এই কুকীর্তির সাক্ষী হন৷ কিন্তু ওই প্রৌঢ়র যদিও তাতে কিছুই আসে যায় না৷ দিব্যি ট্রেনে বসেই হস্তমৈথুন করে সে৷ ইতিমধ্যেই ওই ব্যক্তির উলটোদিকের সিটে বসে থাকা এক তরুণী এই ঘটনার ভিডিও করেন৷    ওই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে৷ বহু মানুষের টাইমলাইনে ঘুরছে আসানসোল লোকালে বসে বসে ম

শাশুড়িকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার বউমা

Image
বারাকপুর: আশি বছরের বৃদ্ধাকে হঠাৎ দেখলে আঁতকে উঠতে হয়৷ মুখে কালসিটের গাঢ় দাগ, শরীরের একাধিক অংশে রক্ত জমাট বাঁধার চিহ্ন, হাতে প্যাঁচানো ব্যাণ্ডেজ৷ এই অবস্থা কিভাবে? প্রশ্ন করা হলে বৃদ্ধা করুণ স্বরে জানান, বউমার শারীরিক নির্যাতনের ফল৷ বৃদ্ধার নাম শৈবা বিশ্বাস (৮০)৷ উত্তর ২৪ পরগনার খড়দহ থানার অন্তর্গত রুইয়া পশ্চিমপাড়া এলাকার ঘটনা৷ শৈবাদেবীর চার ছেলে ও এক মেয়ে৷ বর্তমানে প্রত্যেকেই বিবাহিত ও প্রতিষ্ঠিত৷ একসময় ছেলেমেয়েদের বড় করে তোলার জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য দেখেননি৷ কিন্তু এখন সংসারে তিনি শুধুই ব্রাত্য নন বরং নির্যাতিতা৷ শৈবা দেবীর চার ছেলের মধ্যে এক ছেলে বিএসএফ জওয়ান গৌতম বিশ্বাস৷ সেই ছেলের কাছেই থাকেন শৈবা দেবী৷ অভিযোগ,গৌতম বিশ্বাস ও তাঁর স্ত্রী কাবেরী বিশ্বাস দু'জনেই চাপ দিয়ে সম্পত্তি লিখিয়ে নেন আশি বছরের বৃদ্ধার থেকে৷ এরপরই শুরু হয় দিনের পর দিন শারীরিক অত্যাচার৷ এই ঘটনা জানাজানি হতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত কাবেরী বিশ্বাসকে৷ শৈবাদেবীর ছেলে গৌতম বিশ্বাসের বর্তমানে নাগাল্যান্ডে পোস্টিং৷ তাই বৃদ্ধা শাশুড়ির দায়ভার বর্তেছে কাবেরীদেবীর উপর৷ কিন্তু ছেলের অবর্তমানে বউমা দী

সচেতনতা বাড়লেও রোখা যাচ্ছে না বাইক দুর্ঘটনা

Image
কলকাতা: বারবার সচেতন করার পরও হুঁশ ফিরছে না শহরের বাইক চালকদের ৷ গতিহীন বাইকের জেরে শহরে বেড়েই চলেছে দুর্ঘটনার হার ৷ শহরের দুর্ঘটনার মধ্যে বেশী সংখ্যা হচ্ছে বাইক দুর্ঘটনার ৷ রাতের শহরে বাইক নিয়ে রেসিং করার ইচ্ছে বাইক চালকদের থাকেই ৷ তা রুখতে সন্ধে থেকেই কলকাতা পুলিশ পেট্রোলিং করা শুরু করে দেয় ৷ রাতেও শহরজুড়ে অভিযান চালায় কলকাতা পুলিশ ৷ শহরের ফ্লাইওভার ও বাইপাসে সব থেকে বেশী বাইকাররা স্টান্ট করে থাকে ৷ সেই কারণে লালবাজার কর্তারা এই জায়গাগুলিতে নজরদারি অনেকটাই বাড়িয়েছে ৷ সব থেকে বেশি শহরে যে জায়গাগুলিতে দুর্ঘটনা ঘটে সেই স্পটগুলি কেও চিন্হিত করেছে কলকাতা ট্রাফিক পুলিশ ৷ এত পদক্ষেপ নেওয়ার পরেও এই বছরে বাইক দুর্ঘনার হার কমেনি ৷ তারিখ         মৃতের সংখ্যা ৪ঠা এপ্রিল      ১ জন ২রা মে            ৩ জন ১৭ই জুন           ২জন ১৭ই জুলাই          ১জন ২৯শে জুলাই-        ১জন শহরজুড়ে রয়েছে সিসিটিভির ব্যবস্থা ৷ বাইক চালকদের দাপাদাপি রুখতে সিসিটিভি ফুটেজে মনিটরিং চালাচ্ছে পুলিশ ৷ সচেতন করার পরেও এখনও শহবাসীদের মধ্যে হেলমেট ব্যবহার না করার প্রবনতা দেখা দিচ্ছে বলে জানান লালবাজারের এক কর্তা ৷ফ্ল

আপনার কোন খবরগুলি রাখে আপনার স্মার্টফফোন?

Image
আমরা সবাই সারাক্ষন পকেটে স্মার্টফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সারাদিন স্মার্টফোন আমাদের দিনের অনেক কাজ করে দিচ্ছে। আগে যে কাজ করতে কয়েক ঘন্টা সময় লাগত এখন সেই কাজ গুলিকেই চুটকিতে করে দিচ্ছে স্মার্টফোন। এক কথায় আগের থেকে জীবন অনেক সহজ করে দিয়েছে স্মার্টফোন। তবে এই কারনেই আমাদের অনেক ব্যক্তিগত তথ্য সহজেই স্মার্টফোনের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আমরা কোথায় যাচ্ছি সহ একাধিক ব্যক্তিগত তথ্য স্টোর হয়ে থাকছে আমাদের সখের স্মার্টফোন। লোকেশান হিস্ট্রি সব স্মার্টফোনের লোকেশান ট্র্যাকিং সিস্টেম রয়েছে। এই সিস্টেমের মাধ্যমে স্মার্টফোন থেকে যে কোন সময়ে লোকেশান দেখে নেওয়া সম্ভব। আপনার ফোনে এই লোকেশান সার্ভিস অন থাকলে আপনি কোথায় গিয়েছিলেন সব তথ্য স্মার্টফোনে স্টোর হয়ে থাকে। অনেক সময় ব্যাটারি বাঁচানোর জন্য এই ফিচার বন্ধ করে রাখি আমরা। তবে Uber, Ola-র মতো একাধিক অ্যাপে লোকেশান সার্ভিস অন না করলে বন্যবহার করা সম্ভব না। Siri Siri এর মাধ্যমে আপনি কী ধরনের অ্যাপ বেশি ব্যবহার করেন সেই তথ্য সংগ্রহ করে Apple। কোম্পানি জানিয়েছে এই পদ্ধতি ব্যবহার করে গ্রাহক কী কথা বললেন তা বুঝতে সুবিধা হয়।

১১৩ কোটির বিদেশি বরাত এল বাংলার হস্তশিল্পে, সঙ্গে ২ লক্ষ কর্মসংস্থানের বার্তা রাজ্যের

Image
ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলন থেকে একরাশ আশার সঞ্চার হল বাংলার হ্স্তশিল্পে। মোট ১১৩ কোটি টাকার বিদেশি বরাত এল এবারের এই সম্মেলন থেকে। নিউটাউনে বিশ্ববাংলার কনভেনশন সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্মেলন শেষে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করলেন বিপুল অঙ্কের বিদেশি বরাতের কথা। সেইসঙ্গে দু-লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখল রাজ্য। ২০১৮-র ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনে চিন, জাপান, নেদারল্যান্ড-সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এসেছিলেন। তাঁরা বাংলার হস্তশিল্পের কারুকার্য দেখে অভিভূত। এই শিল্পে তাঁরা মোট ১১৩ কোটি টাকার বরাত দিয়েছেন। ফলে বাংলার হস্তশিল্পে জোয়ার আনবে এই বরাত। গ্রাম বাংলার হস্তশিল্প যে বিশ্বমানের তা প্রমাণ করে দিয়েছে বিদেশিদের উৎসাহ। এই শিল্প সম্মেলনের শেষ দিনে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, বাংলার প্রান্তিক শিল্পীদের সরকারি সুবিধা প্রদানের কথা। রাজ্যের সরকারে যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিস্তারে সচেষ্ট তা বোঝাতেই পরিসংখ্যান তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সাত বছরে মোট ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। শুধু ২০১৭-১৮ অর্থবর্ষেই ঋণ দেওয়া হয়েছে ৪৪ হাজার কোটি। সরকার সামনের

ফ্লিপকার্টে মহা সেল! সুযোগ একদিনের, ছাড় ৮০ শতাংশ পর্যন্ত

Image
দুরন্ত সেলের অফার ফ্লিপকার্টের। আগামী ২৫ অগস্ট 'ওয়ানডে সেল'-এর ঘোষণা ফ্লিপকার্টের। যাঁরা ফ্লিপকার্ট প্লাস মেম্বার তাঁরা ২৪ অগস্ট থেকেই পাবেন এই অফার। পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে তার জন্য আরও ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এমনকী, বিশেষ ক্ষেত্রে ইএমআই ট্রানজ্যাকশনেও সেই ছাড় পাওয়া যাবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা, অডিও ডিভাইস ও আরও অনেক কিছুর উপরেই মিলবে ছাড়। পুরো তালিকা এখনও জানানো হয়নি। তবে জানানো হয়েছে আকর্ষণীয় অফার থাকবে টিভি, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রিক দ্রব্যের উপরে। টিভির উপরে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ল্যাপটপ, ক্যামেরা, অডিও ডিভাইস ইত্যাদির উপরে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এছাড়াও পোশাক, জুতো ইত্যাদির উপরেও দারুণ ছাড় পাওয়া যাবে। ২৫ তারিখ মধ্যরাত থেকে রাত ২টো পর্যন্ত 'রাশ আওয়ার ডিল' চলবে। প্রতি ৮ ঘণ্টায় স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটের উপরে আকর্ষণীয় ছাড় চলবে।

কেরলে বিদেশি সরকারের সাহায্য নেবে না ভারত, স্পষ্ট করল মোদী সরকার

Image
বিদেশি সাহায্য নেওয়া হবে না বলে স্পষ্ট করল কেন্দ্র।  বন্যা বিধ্বস্ত কেরলের পুনর্বাসনে আন্তর্জাতিক সাহায্য নেবে না ভারত। বুধবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল মোদী সরকার। বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বিভিন্ন দেশ ও সরকারের কাছ থেকে ত্রাণ ও অর্থ সহযোগিতার প্রস্তাব এসেছে। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভারত সরকার। তবে বর্তমান নীতি অনুযায়ী বিদেশ থেকে ত্রাণ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। তবে অনাবাসী ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূত বা আন্তর্জাতিক সংগঠনের তরফে সাহায্য এলে, তা স্বাগত।  সকালে জানা গিয়েছিল, বিদেশি সরকারের সমস্ত রকম অর্থসাহায্য অত্যন্ত নম্রতার সঙ্গে প্রত্যাখ্যান করা জন্য ভারতীয় দূতাবাসগুলিকে নির্দেশ দিয়েছিল মোদী সরকার। তাদের বলা হয়েছিল, নিজেদের সামর্থ্য অনুযায়ী, দেশের মানুষের পাশে দাঁড়াবে ভারত সরকার।  যদিও সরকারের এই অবস্থানের বিরোধিতা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ২০১৬ সালের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সৌহাদ্যপূর্ণভাবে কোনও সরকার বন্যাপীড়িতদের পাশে দাঁড়াতে চাইলে, তা স্বীকার করা উচিত কেন্দ্রীয় সরকারের। ভার

বাজপেয়ীর চিতাভষ্ম এল কলকাতায়, বৃহস্পতিবার যাবে গঙ্গাসাগরে

Image
বিমানবন্দর থেকে চিতাভষ্ম নিয়ে বেরোচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। বিমানবন্দরে অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্মে শ্রদ্ধা জনাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম এল রাজ্যে। বিমানবন্দর থেকে মিছিল এবং মোটরকেড সহযোগে অস্থিকলস পৌঁছল বিজেপি সদর কার্যালয়ে। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই যাত্রা শুরু হবে গঙ্গাসাগরের উদ্দেশে। শুক্রবার সকালে সাগরে বিসর্জন দেওয়া হবে অটলের চিতাভষ্ম। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন রাজ্যের নেতাদের হাতে বাজপেয়ীর চিতাভষ্ম তুলে দেন। অস্থিকলস নিয়ে দুপুর আড়াইটের উড়ানে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বিকেল পাঁচটা নাগাদ অস্থিকলস নিয়ে দমদম বিমানবন্দরে নামেন তাঁরা। আগে থেকেই বিমানবন্দরে ছিলেন দলের রাজ্য নেতারা। বিমানবন্দরে গিয়েই অস্থিকলসে শ্রদ্ধা জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। বিমানবন্দর থেকে মিছিল এবং বড়সড় মোটরকেড নিয়ে বিজেপি সদর কার্যালয়ের উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষরা। ছিলেন মুকুল রায়, সাংসদ রূপা গঙ্